নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

জেল হত্যা নিয়ে সামুর এত ব্যানার ম্যানার, পোষ্ট আর পাঠক কই!

০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ১২:৫৪



আমার বেলায়, আমি অনেক প্ল্যান ম্ল্যান করে পোষ্ট লিখিনা; ব্লগে কিছু পড়ার সময়, বা সংবাদ দেখার সময় কিছু চোখে পড়লে, কিছু একটা টাইপ করার শুরু করি, কোন সময় কিছু একটা হয়, অনেক সময় কিছু হয় না; আজকে, সকালে উঠে দেখি, সামুর নতুন ব্যানার, জেলহত্যা দিবসের উপর; জেল হত্যা দিবস নিয়ে কিছু বক্তব্য আমার সব সময় ছিলো; আমার বক্তব্যটুকু অন্য ব্লগারদের সাথে মিলিয়ে দেখতে হয়; পোষ্ট খুঁজার শুরু করলেম, ব্লগে খুঁজে টুঁজে একটা মাত্র পোস্ট পেলাম, পোষ্ট তৃতীয় পৃষ্টায় চলে গেছে, ক্লিক করেছে ৩৪ জন, কমেন্ট করেছেন ১ জন! অবশ্য উনার বক্তব্য ছিল হত্যা মত্যা নিয়ে, কারা গুলি করলো, হত্যাকারীর কি হওয়ার দরকার, ইত্যাদি ইত্যাদি!

কোন রাজনৈতিক নেতাকে কয়টা গুলি করা হয়েছে, ইন্দিরা গান্ধীকে কে মারলো, গান্ধীকে কি মিটিংএ গুলি করলো, সাকা চৌধুরীকে কোন জেলে ফাঁসী দিয়েছে, সেটা আসল ব্যাপার নয়; ব্যপার হলো, এসবের পেছনে কি কারণ ছিলো, সেগুলো রাজনৈতিক কিনা, নেতাদের কারা হত্যা করে; সেটা জাতিকে, সাধারণ মানুষকে কিভাবে প্রভাবিত করতে পারে, জাতিকে রেলচ্যুত করছে, নাকি মুক্ত করছে, বুঝার দরকার আছে!

স্বাধীনতা যুদ্ধের চতুর্থ বছরে, স্বাধীনতার সময়ের প্রাইম মিনিষ্টারকে মিলিটারীরা ধরে নিয়ে আড়াই মাস আটক রেখে অবশেষে হত্যা করলো; আজকে ব্লগারদের, দেশের মানুষের তেমন কোন অনুভুতি দেখা যাচ্ছে না উনার জন্য; মানুষ কি রাজনীতি মোটেই আয়ত্ব করতে পারছে না? বাসে মাসে, টং দোকানে, মানব জমিন, প্রথম আলোয় কি নিয়ে আলাপ হচ্ছে? কেহ কেহ বার্মা আক্রমণ করে বিজয়ের ব্লু-প্রিন্ট প্রকাশ করে ফেলেছেন ব্লগে, কেহ কেহ সুচির নোবেল পুরস্কার কেড়ে নিচ্ছে; কিন্তু দেশের রাজনীতিতে এক বিরাট কালো অধ্যায় নিয়ে কেহ কথা বলে না কেন? এরা কি দেশের রাজনৈতিক ইতিহাস জানে না, বুঝে না, নাকি সবাই সাক্ষী গোপাল?

মন্তব্য ৫৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ১:১৬

সচেতনহ্যাপী বলেছেন: দেশটা স্পষ্ট দুভাগ।। নিরপেক্ষ দৃষ্টির মূল্য আর স্থানও নেই।। সুতরাং নিজেকে ......।।

০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ১:৪১

চাঁদগাজী বলেছেন:


২ ভাগেই সমান পরিমাণ গার্বেজ, নাকি কোন ভাগে বেশী আছে?

২| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ১:১৮

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: সবাই ফেসবুক টেসবুকে ছবি আপলোডাইতে ব্যাস্ত।রাজনীতিবিদগন কিছু টাকা কামাইতে ব্যাস্ত,কিছু আগামীতে ক্ষমতায় এসে টাকা কামাবার স্বপ্নে বিভোর......

০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ১:৪৩

চাঁদগাজী বলেছেন:


ইয়াবা ও ফেসবুক মানুষের ভাবনাশক্তির রশি টেনে ধরেছে; জাতির সমস্যা কমে এসেছে কিছুটা

৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ১:২৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: জনগণ বুঝে গিয়েছে রাজনীতি নিয়ে যতই সচেতন হোক না কেন দুই পরিবারের অযোগ্যরা ছাড়া কেউ রাজনীতি করতে পারবে না। ছাত্র রাজনীতি, শিক্ষক রাজনীতি বন্ধ হচ্ছে না। ৩৫ বছর ধরে একই নেত্রী দল চালাচ্ছেন। ১০ বছর ধরে টক শোতে বকবক করেও শেখ হাসিনাকে সরানো যাচ্ছে না। এই জাতি এখন আর রাজনীতি নিয়ে সময় ব্যয় করার মানে খুঁজে পাচ্ছে না...

০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ১:৪৬

চাঁদগাজী বলেছেন:


আসলেই জনগণই অপ-শাসন চালু রাখতে সাহায্য করছে; জনগণ অদক্ষ ও অযোগ্যদের বিপক্ষে কথা বলেনি; কোন এলাকার মানুষ বলেনি, শেখ হাসিনা বা বেগম জিয়া বা এরশাদ কেন একাধিক পোষ্টে দাঁড়াচ্ছে; মানুষ অপরাজনীতিকে সমর্থন করেই চলেছে।

৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ১:৪২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমার হিসেবে এই দুই পরিবারকে রাজনীতি থেকে দুরে কোথাও বনবাসে পাঠাইয়া দেয়া উঁচিৎ । কারন যতক্ষন পযন্ত
এই বৃদ্ধা দুই মহিলা রাজনীতি মাঠে থাকবে ততক্ষণ দেশের মানুষ স্বাধীন রাষ্ট্রে থেকেও স্বাধীনতা উপভোগ করতে পারবে না। ;)

০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ১:৪৮

চাঁদগাজী বলেছেন:


এটা সবাই একযোগে চাহেনী; সবাই চায়, তাদেরটা থাকুক; দেশের মানুষ ভয়ংকরভাবে নিজেদের পায়ে কুড়াল মেরেই চলেছে।

৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ২:০৫

ওমেরা বলেছেন: আমাদের দেশের বেশীর ভাগ মানুষের রাজনৈকিত সচেতনতা নেই ।

০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ২:১৫

চাঁদগাজী বলেছেন:


দেশের মানুষের কোনকালেই রাজনীতিতে ভালো ছিলো না; রাজনীতি কঠিন সায়েন্স, আমাদের মানুষেরা কমশিক্ষিত, কিংবা নিরক্ষর।
আশাকরছি, ব্লগারেরা কিছুটা বুঝার চেস্টা করবেন।

৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ২:৪৭

কানিজ রিনা বলেছেন: আসলে স্ত্রী পুত্র পুত্রী রাজনীতি তন্ত্র যতদিন
থাকবে ততদিন এদেশ স্বাধীনতার সাদ পাবেনা।
যতই শিক্ষিত মানুষ দেশে থাক মেধার বিকাশ
ক্ষমতা পাবেনা। ক্ষমতায় মেধার প্রয়োজন
পড়েনা ক্ষমতায়ন রাজনীতির চল চলছেই
চলবে।

০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ৩:০৮

চাঁদগাজী বলেছেন:


যদিও এটাই বাংলাদেশের নিয়তি বলে মনে হচ্ছে, আসলে এগুলোই জাতিকে পেছেনে নিয়ে গেছে; সাধারণ মানুষ রাজনীতি বুঝার অবস্হানে নেই, তাই শিক্ষিতদের ঘাঁড়ে দায়িত্ব বাড়ছে।

৭| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ২:৫১

ডঃ এম এ আলী বলেছেন: হত্যার রাজনীতি আমি পছন্দ করিনা আর কোন দিন তা করবোও না।
জাতীয় নেতাদের মর্মান্তিক হত্যা কান্ডটি যারা ঘটিয়েছে তারা
নীজেরাই তার কুফল বেশী মাত্রায় এখন অনুভব করছে
কালের ইতিহাস হয় বড়ই নির্মম, সে ছাড়েনা কাহাকেও ।

আমার ধারণা একটি প্রজন্ম হাটি হাটি পা পা করে এগিয়ে আসছে
তা কেও টের পাচ্ছেনা । আমার মনে আছে সেটা আশির দশকের ঘটনা
বাংলাদেশের উত্তরে গারো পাহাড় থেকে নেমে আসা সুমেশ্বরী নামে
নেত্রকোনা জেলার সুসং দৃর্গাপুরে একটি নদী বহমান আছে ।

এই নদীটি বিবিধ কারণে মাঝে মাঝে তার গতি পথ বদলায়
শুকনা জনপদে গ্রামের পর গ্রামে মাটির নীচে বালুর স্তর দিয়ে
অনেক দিন ধরে পানি বয়ে যায় তবে কেহ তা টের নাহি পায়
অকস্যাত একদিন দেখা যায় গ্রামের পর গ্রাম ভেঙ্গে
সেখান দিয়ে সুমেশ্বরী নদীটি নতুন রূপে দিক বদলায় ।

তেমনিভাবে আমাদের দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন প্রজন্মেরা
মনের ভিতরে নব চিন্তা চেতনা ভাবনা নিয়ে সংগোপনে উঠছে বেড়ে।
অকস্যাত নদীর প্লাবনের মত পুরাতনদের একপাশে ঠেলে দিয়ে
নতুন চেতনায় ও সঠিক মানের রাজনৈতিক চর্চা দেশে চালু করবে ।
সেদিন খুব বেশী দুরে নয় তা অনুভবে আসছে ।


০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ৩:১০

চাঁদগাজী বলেছেন:


ভালো, মাটির নীচে যদি ফল্গু থাকে বহমান

৮| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ৩:১৫

হাসান কালবৈশাখী বলেছেন:
জেলহত্যা ও ডিসেম্বরের বুদ্ধিজীবী হত্যা একই মোটিভ।
পৃথিবীর অন্যকোন দেশ হলে এইসব পরাজিত খুনিরা /
সমর্থকরা কোনদিন সেদেশে রাজনীতি করতে পারতোনা।

এখনো এরা বুকফুলিয়ে রাজনীতি করছে। ২১শে অগাষ্ট একজনকে মারতে ২৪ জন খতম করেছে।
এখন এদের অতি প্রয়োজন মাত্র ১ টি লাশ

০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ৩:২২

চাঁদগাজী বলেছেন:


আওয়ামী লীগের অসফলতা, অদক্ষতা ও জনসংগযোগ বিহীনতা বারবার বিএনপি জামাতকে সুযোগ করে দিয়েছে।

৯| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ ভোর ৪:৫৪

হাসান কালবৈশাখী বলেছেন:
হাসিনাকে অসফল বা দুর্নীতি দূর করতে ব্যার্থতা। ইত্যাদি বললে মানা যায়। কিন্তু অদক্ষ বললে মানা যায় না।

অন্যকেউ হলে বিডিআর বিদ্রোহের সময়ই সরকার পতন হয়ে যেত।
বৈরি বিশৃঙ্খল সেনাবাহিনী। বৈরি বুদ্ধিজীবীর দল। বৈরি গৃহপালিত এরশাদ, বৈরি সাম্রাজ্যবাদী শক্তিধরগুলো। এরপরও হাসিনা যেভাবে সামাল দিয়ে সেনাবাহিনী ক্লিনআপ করতে সক্ষম হয়েছেন। দাড়িওয়ালা শয়তানগুলোকে চুলের মুঠি ধরে ফাঁসিকাষ্ঠে নিতে পেরেছেন।
অন্যকোন রাজনীতিবিদ এসব পারতো?

০৪ ঠা নভেম্বর, ২০১৭ ভোর ৫:০২

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা কয়েকটি বিষয়ে সফলতা অর্জন করেছেন, মুলত: দুষ্টের দমনে; কিন্তু তাতে জনতাকে অংশ গ্রহন করতে না দেয়াতে, সময় ও রিসোর্স অনেক বেশী লেগেছে।

অর্থনৈ্তিক উন্নয়নে তিনি জেনারেল জিয়ার প্রশাসন ব্যবস্হাকে কাজে লাগিয়েছেন; ফালুর যায়গায় উপকৃত বসুন্ধরা হচ্ছে, মেজর মান্নানের যায়গায় কর্ণেল ফারুক এসেছে, সব মানুষ সমান-সুযোগ পায়নি।

১০| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ সকাল ৮:৪৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: নিজেরা সচেতন, এই মিথ্যে প্রচারে আমরা রাজনীতি নিয়ে কথা বলি।

০৪ ঠা নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৪

চাঁদগাজী বলেছেন:



পড়ালেখার মান নীচু হওয়াতে শিক্ষিতরাও সঠিক রাজনীতির চর্চা করতে অপারগ; দেশের অবস্হানুসারে সঠিক পদক্ষেপ শিক্ষিতরাও নিচ্ছে না।

১১| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ সকাল ৯:৪৪

প্রামানিক বলেছেন: বর্তমানে মানুষ রাজনীতি চর্চা করার চেয়ে আয় ইনকামের দিকে ধান্দা বেশি করে। বর্তমানে যারা রাজনীতি করে তাদের অনেকেই অতীত ইতিহাস সম্পর্কে তেমন কিছু জানে না শুধু বর্তমান নিয়ে লাফালাফি করে।

০৪ ঠা নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৮

চাঁদগাজী বলেছেন:


দলগুলোকে দলের উপরের স্তরের নেতাগুলো রাজনীতি থেকে সরায়ে নিয়ে যায়, দলের ইচ্ছাকে কাজে লাগানো হয় না; আওয়ামী লীগ জানে না যে, শেখ হাসিনা কি করতে যাচ্ছেন। বিএনপি কোনদিন রাজনীতিই করেনি, তারা আওয়ামী লীগের অসফলতাকে কাজে লাগায় মাত্র। জামাত যা করে উহা রাজনীতিতে পড়ে না।

১২| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ সকাল ১০:৫১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দেশের অধিকাংশ মানুষ আওয়ামী বিরোধি। আওয়ামীলীগের সাথে সংশ্লিষ্ট আনন্দ বেদনার কোন বিষয়ে তারা নিজেদের সংশ্লিষ্ট মনে করে না । যদিও বিষয়টা দুঃখজনক ।

০৪ ঠা নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৯

চাঁদগাজী বলেছেন:


দেশের সাধারণ মানুষ কখনো নিজেদের জন্য কিছু চাহেনী, তারা এখন আওয়ামী লীগ, অথবা বিএনপি'র শাস্তি চায়; জেনারেল মিনের সময় তা স্পষ্ট হয়েছিল।

১৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ সকাল ১০:৫৩

রাজীব নুর বলেছেন: ওস্তাদ আমার মাথা কাজ করছে না। কাজেই কোনো মন্তব্য করলাম না।

০৪ ঠা নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৫১

চাঁদগাজী বলেছেন:



অসুবিধা নেই, আপনার কমপক্ষে মাথা আছে, বেশীর ভাগ বাংগালী মাথা নেই, কিংবা উহা সমস্যার উৎপত্তি কেন্দ্র মাত্র।

১৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ সকাল ১১:০৫

রানার ব্লগ বলেছেন: রাজনীতি যখন আপনার অর্থ উপার্জনের এক মাত্র সূত্র হয় তখন রাজনীতির শেকড় নিয়ে ভাবার সময় কোই। যাদের কথা বললেন বাংলাদেশের রাজনীতির শেকড় এরা।

০৪ ঠা নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৪

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশের রাজনীতিবিদরা প্রফেশান থেকে আসেনি, তাদের বেশীর ভাগ চাকুরী পাবার মতো, বা ব্যবসা করার মতো প্রফেশানেল ছিলো না; বেশীর ভাগই ছাত্র অবস্হা থেকে রাজনীতিতে ঢুকেছে, এদের কোন দক্ষতা নেই।

১৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩৮

ধ্রুবক আলো বলেছেন: মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট, মুক্তিযুদ্ধের পরের প্রেক্ষাপট, বঙ্গবন্ধু হত্যা, এরপর কিভাবে বাংলাদেশ এগিয়ে গেলো সামনের দিকে, এই সব বিষয় নিয়ে সবচেয়ে বেশি হাইলাইট হয়েছে। ৩ নভেম্বর জেল হত্যা দিবস নিয়ে খুব একটা বহুল আলোচনা হয় না। আসলে বর্তমানে এ নিয়ে কেউ কথা বলতেও আগ্রহী নয়। আমাদের বর্তমান সরকারও এ নিয়ে তেমন হাইলাইট করে কোনো প্রচারও করেনি। মিডিয়া তো যা তা অবস্থা, মিডিয়ার কথা বাদ দিলাম। আওয়ামীলীগ কয়টা নেতা এই জেলহত্যা দিবস সম্পর্কে জানে!? বেশির ভাগ নেতার ধারণাই নাই। পেয়েছে ক্ষমতা দুহাতে টাকা লুট করে নিচ্ছে। বিএনপির কথা না টানাই উত্তম।
আর বাংলাদেশের যে বর্তমান শিক্ষা ব্যবস্থা ১২ টা বাজা সারা। কয়জন ছাত্র-ছাত্রী এই জেল হত্যা দিবস সম্পর্কে জানে।

জেলহত্যা দিবস নিয়ে আপনার আর আমার লেখার উচিত ছিলো। যেহেতু আপনি একজন হিট ব্লগার আপনি যে বিষয় নিয়ে একটা পোষ্ট দিন।

০৪ ঠা নভেম্বর, ২০১৭ বিকাল ৪:০১

চাঁদগাজী বলেছেন:


পুরো জেলহত্যা নিয়ে আমি পোষ্ট দিইনি; তাজুদ্দিন সাহেব নিজের ভুলের জন্য কিভাবে জেলের ভেতর প্রাণ হারালেন, সেটা নিয়ে পোষ্ট (এই পোষ্টের আগের পোষ্ট) দিয়েছি। আমি বাকী ৩ নেতার নাম জানতাম, কিন্তু তাদের গুরুত্ব কোনদিন বুঝতে পারিনি।

নতুন আওয়ামী লীগ আসলে প্রগ্রেসিভ বিএনপি

১৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ দুপুর ১২:০৮

বিলিয়ার রহমান বলেছেন: এই বিষয় নিয়ে কথা বললে তেমন ভেল্যু পাওয়া যায় না, পাবলিক খায় না!!


তাই আমরা হয়তো সাক্ষী গোপাল হয়েই খুশি থাকতে চাই!

০৪ ঠা নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৬

চাঁদগাজী বলেছেন:


যেহেতু পাবলিককে ৪৬ বছর প্রতারণা করা হয়েছে, পাবলিক এখননিজের ধান্ধায় আছে; পাবক্সলিকের মাঝে যারা রাজনীতি করছেন, তারা অন্য দলের ক্ষতি চায় মাত্র।

১৭| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৪

নতুন বিচারক বলেছেন: যতসব ফালতু আলোচনা । পেতের ধান্দায় বাঁচিনা আর রাজনীতি।

০৪ ঠা নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৪২

চাঁদগাজী বলেছেন:


দারিদ্রতার কারণে পড়ালেখা করা সম্ভব হয় না, পড়ালেখা জানা নেই বলে দারিদ্রতা আজীবনের সাথী।

রাজনীতি না জানার ফলে, পুরো জাতি এত কষ্ট করছে, নিজের পা্যে কুড়াল মারছে।

১৮| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার ক্ষোভ প্রকাশ আমার ভালো লাগলো, তাই লাইক পোষ্টে।


আমার কাছে বর্তমান সময়ে সমগ্র জাতিকে অনুভূতিহীন মনে হচ্ছে ...! অবশ্য এর পিছনে কারণ হিসেবে আমার কাছে মনে হয় রাষ্ট্রের মুসলমান ধর্ম গ্রহণ করা'কে। বাঙালি জাতিগত চেতনা এখন আর কাউকে অনুপ্রাণিত করতে পারেনা!

জাতীয় নেতাদের জেলখানায় হত্যার কারণ আমার কাছে মনে হয়, স্বাধীনতার পিছনে দৌড়ানো রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগ'কে নেতৃত্বশূন্য করাই আসল উদ্দেশ্য ছিল।

০৪ ঠা নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৯

চাঁদগাজী বলেছেন:


মিলিটারী জানতো যে, শেখ সাহেবকে মেরে যে সমস্যার সৃস্টি করা হয়েছে, সেটা থেকে বাঁচতে হলে তাজুদ্দিনকে সরায়ে দিতে হবে; না'হলে কারো চামড়া থাকবে না।

১৯| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ বিকাল ৫:১৮

আমার আব্বা বলেছেন: সুন্দর লিখা ভাল বিশ্লেষন

০৫ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৪

চাঁদগাজী বলেছেন:




চেষ্টা করছি; ব্লগারদের ক্সবুঝার চেস্টা করছি

২০| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৮

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: জনগণ মনে হয় সার্ভাইভে ব্যাস্ত অথবা বিদেশ যাওয়া নিয়ে।

০৪ ঠা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৪

চাঁদগাজী বলেছেন:


সঠিক মনে হচ্ছে।

মানুষ দেশ ফেলে পালিয়ে যাওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। দেশে সাধারণ মানুষের জন্য কোন সুযোগ নেই।

২১| ০৫ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৯

মানিজার বলেছেন: ইদানীং পুস্ট বেশী সরান আপনে । এইটা খারাপ ।

০৫ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৬

চাঁদগাজী বলেছেন:


পোষ্ট একটু বেশী হয়ে যাচ্ছে, মনে হয়!

আপনার লেখা উচিত

২২| ০৫ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৫৮

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: রিমুভ করা পোস্টের শিরোনাম মজার ছিল।

০৫ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:০১

চাঁদগাজী বলেছেন:


মিলিটারীর বউ হওয়াতে, উনাকে কোনদিন নিজের মগজ ব্যবহার করতে হয়নি, উনি আসলে খুবই বেকুব মহিলা; উনি বুঝতে অক্ষম যে, প্রত্যেক বিচার সম্পন্ন হয় একজন বিচারকের মাধ্যমে; বিচারের রায়ের আগে উনাকে ছোট করা বেকুবের কাজ মাত্র।

২৩| ০৫ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:০৬

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: হাসিনার কথার ধার আছে বেশ।

০৫ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:২৫

চাঁদগাজী বলেছেন:


উনার কথার ধার আছে, কিন্তু উনার পদের দায়িত্ব বুঝার ক্ষমতা উনার নেই; উনি বাংগালীদের সঠিভাবে সভ্যতার সাথে তাল মিলিয়ে উন্নত হতে বাধা দিচ্ছেন।

২৪| ০৫ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৩০

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: মানুষ এদের নিয়ে পুরাই হতাশ হয়ে গেছে। মানুষের কাছ থেকে ঘৃণা ছাড়া কিছু পায় নাই।

০৫ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৩৮

চাঁদগাজী বলেছেন:


এরা যেদিন ক্ষমতা হারাবেন, নিমেষে মানুষের মন থেকে হারিয়ে যাবেন; বেগম জিয়ার সময় শেষ; শেখ হাসিনা বুঝতে পারলে নিজকে আজকেও শোধরাতে পারতেন; বাংগালীরা ভোলা মনের মানুষ,ঊনাকে ভালো বলতে সময় লাগতো না।

২৫| ০৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:০৪

নাজমুল ০৭ বলেছেন: দেশের মানুষ ১৯৭১ এর যুদ্ধ পর্যন্ত অল্প সল্প জানে, তার পরের ইতিহাস এখনও অন্ধকারে আছে। কিন্তু আমাদের স্বাধীনতার পরের ৪৭ বছরের ইতিহাস জানা খুব দরকার দেশ ও জাতির উন্নতির জন্য ।কিন্তু দুর্ভাগ্য আমাদের এই ৪৭ বছরে কোন সরকার পরের ইতিহাস নিয়ে আগ্রহ দেখাইনি, সবাই '৭১ এ পড়ে আছে ।

০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৩০

চাঁদগাজী বলেছেন:



আমি ইতিহাস লেখক নই, তবে ১৯৬৯ সাল থেকে যা কিছু দেখেছি তা হয়তো লিখতে পারবো।

২৬| ০৬ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৫২

মোঃ মাইদুল সরকার বলেছেন: কোন জেলে ফাঁসী দিয়েছে, সেটা আসল ব্যাপার নয়; ব্যপার হলো, এসবের পেছনে কি কারণ ছিলো, সেগুলো রাজনৈতিক কিনা, নেতাদের কারা হত্যা করে; সেটা জাতিকে, সাধারণ মানুষকে কিভাবে প্রভাবিত করতে পারে, জাতিকে রেলচ্যুত করছে, নাকি মুক্ত করছে, বুঝার দরকার আছে!

এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ।

আসলে রাজনীতি নিয়ে মানুষের এখনো ভয়, কিছু বললে যদি কিছু হয়।

এই যদি কিছু হয়ের জন্য অধিকাংশ মানুষ নিজের মতামত প্রকাশ করেনা।

০৬ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৭

চাঁদগাজী বলেছেন:


সরকার একা রাজনীতি করছে, এটা কলোনিয়েল মনোভাব।

২৭| ০৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:৪১

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: রাজনীতি নিয়ে চিন্তুা করার ফুসরত কই? সেই সকাল ৬:৩০টায় বাসা থেকে বের হই রাত ৯/১০টায় বাসায় যাই; কাজ আর কাজ। সেই যাইহোক - লোকজন গণতন্ত্র গণতন্ত্র বলে গলা ফাটাচ্ছে! গণতন্ত্র কোথায় আছে? বড় দই দলের নেত্রীইতো গণতন্ত্র মানেন না। তেনারা বিনাভোটে প্রতিবারই পার্টির প্রধান হন সেই সুবাদে দল ক্ষমতায় গেলে প্রধান মন্ত্রী বনে যান। ব্লা ব্লা ব্লা :| । আর হঠাৎ গজানো পাতি নেতাদের উৎপাতে টেকাই দায়। যারা দুবেলা ভাই পায়না পার্টি ক্ষমতায় আসলেই লক্ষপতি বনে যায় রাতারতি!! কী আশ্চার্য!!

এগুলো দেখে কে মলো আর কে বাঁচলো তা নিয়ে মাথা ঘামাবার সময় কোথায়?


ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

০৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫১

চাঁদগাজী বলেছেন:


প্রফেশানেলরা আধুনিক বিশ্ব ও রাজনীতিকে বুঝতে সক্ষম, বাকীরা এই যুগে বোঝা ব্যতিত কিছুই না। বাংলাদেশের মানুষের জীবনকে অতিষ্ট করে তুলেছে সরকার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.