নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

বেগম জিয়া সকল হিংসাত্মক রাজনীতির অবসান চেয়েছেন!

১০ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৫৬



বেগম জিয়া সকল হিংসাত্মক রাজনীতির অবসান চেয়েছেন; উনার ৩৪ বছর রাজনৈতিক জীবনে এটি একটি বিরাট চাওয়া; এখন অন্য পক্ষে থেকে যদি এটিকে গ্রহন করা হয়, জাতি হিংসাত্মক রাজনীতি থেকে অবশেষে মুক্ত হতে পারবেন। জাতির সর্বোচ্চ পদে থেকে অন্যায়, অদক্ষ, অসত, ষড়যন্ত্র, হিংসাত্মক কাজ করলে, পুরো জাতি তার শিকারে পরিণত হয়, জাতি ভয়ানক দুর্দশার মাঝে পতিত হয়; বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান, সিরিয়া, ইরাক পেছনে পড়েছে জাতির সর্বোচ্চ পদের লোকদের অন্যায়, অদক্ষতা, অসততা, ষড়যন্ত্র, হিংসাত্মক কার্যকলাপের কারণে।

ব্লগের বাম প্যানেলে ডয়েছে ভ্যালে'র হেড লাইনে আজকে এই বিষয়ে পড়লাম, গতকাল ছিল ডান প্যানেলে ইত্তেফাকের হেড-লাইনে; সেখানে বেগম জিয়া বলেছেন যে, বেগম জিয়া অন্তর থেকে শেখ হাসিনাকে ক্ষমা করে দিয়েছেন; সাথে সাথে আশা করছেন যে, শেখ হাসিনাও সবকিছু ভুলে, জাতির স্বার্থে এগিয়ে আসবেন।

বেগম জিয়া বলেন, "আমি তাকে(শেখ হাসিনাকে) আহ্বান করেছিলাম আসুন রাজনীতিতে শোভন সহিঞ্চু আচরণ গড়ে তুলি। দেশের গণতন্ত্রের জন্য খুবই প্রয়োজন। ভবিষ্যত প্রজন্ম যেন আমাদের কাছ থেকে কিছু শিখতে পারে।"

ভবিষ্যত প্রজন্ম উনাদের কাছ থেকে কিছু শিখতে পারবে, আপনার সেই বিশ্বাস আছে? উনাদের ২ জনের কাছ থেকে ভবিষ্যত প্রজন্মের কিছু শিখার আছে? মনে হয়, বেগম জিয়া এতই আনাড়ী যে, উনার ৩৪ বছরের অন্যায়, অদক্ষতা, অসততা, ষড়যন্ত্র, হিংসাত্মক কাজ উনার নিজের চোখে পড়ছে না!

উনি দেশে গণতন্ত্রের কথা বলেছেন, উনি যে ৩৪ বছর বিএনপি'র সভাপতি হয়ে আছেন, সেটা উনার খেয়াল আছে? যেই দল বাংলাদেশে গণহত্যা চালায়েছে সেই দলের যোদ্ধাদের সরকারের মন্ত্রী বানানো কি সঠিক ছিল? উনার এটর্নী জেনারেল যখন জর্জমিয়ার বিরুদ্ধে বিচার চাচ্ছে, উনি সেটা দেখেছেন? বিরোধীদলের নেত্রীর মিটিং এ কারা গ্রেনেড ছুঁড়লো সেটা কি উনার দেখার দরকার ছিলো না? প্রাক্তন অর্থমন্ত্রী, বা আইভী রহমানের মৃত্যুর বিচার করার কি প্রয়োজন ছিলো না? মির্জা ফখরুলকে একটা গণতান্ত্রিক দলের সেক্রেটারী পদে ৫ বছর অস্হায়ী করে রাখা কি সঠিক? ব্লগারদের নাস্তিক ডাকা কি সঠিক?

যখন উনার দরকার অবসরে যাওয়া, তখন তিনি নতুন রাজনীতির কথা বলছেন; এগুলো কাজ করবে? কোনদিনও কাজ করবে না। এই ধরণের কিছু চাইতে হলে শক্ত অবস্হান থেকে চাইতে হয়; এখন উনার যে অবস্হা, এগুলো দুর্বলতা প্রমাণ করছে শুধু। বাংলাদেশে এই ২ দলের হিংসাত্মক রাজনীতির অবসান ঘটাতে হলে, এদের এক দলকে অন্য দলের রাজনীতির অবসান ঘটাতে হবে, মানুষ কিছু করবে না এদের ব্যাপারে; তবে, পিটায়ে, বা হত্যা করে নয়, আসল রাজনীতি করে, মানুষের জন্য রাজনীতি করে! সেটা কি সম্ভব? আপাতত সেই প্যাটার্ণ দিগন্তেও নেই; বাকী থাকছে কোনটা? সেটা জনতার হাতে, ২ দলকেই রাজনীতি থেকে নিস্ক্রিয় করা। এটা কি সম্ভব? আসলে, এটাই ঘটবে!

মন্তব্য ৩৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ১০ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৩৪

আখেনাটেন বলেছেন: রাজনীতির গুটিবাজী বড়ই জটিল। সামনে নির্বাচন। কে কোন চাল চালছে, আল্লাহ মালুম?

১০ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৪১

চাঁদগাজী বলেছেন:


বিএনপি কোন রাজনীতিতে নেই; আওয়ামী লীগে গায়ের জোরে চালাচ্ছে; নির্বাচনের রেজাল্ট সবাই জানে, পদ্ধতি এখনো অপরিস্কার।

২| ১০ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৩৭

আবু তালেব শেখ বলেছেন: আমরা অতীত নিয়ে বেশি মাখামাখি করি বলেই এতো পিছিয়ে আছি। আমাদের সামনে এগিয়ে যাওয়ার একমাত্র উপায় স্হিতিশীল রাজনৈতিক প্ল্যাটফর্ম। আমাদের সরকার বেশি সময় ব্যয় করে বিরোধি দল দমায়ে রাখার জন্য। তাই আওয়ামীলীগ হোক বা বিএনপি।।
তাই অতীত ভুলে বেগম জিয়াকে একটা সুযোগ দিয়েই দেখা যাক। না হলে দেখা গেলো আবার জ্বালাও পোড়াও শুরু হল। ককটেল আর প্রেট্রল বোমার দাপট।
যেটা আমাদের জন্য কল্যাণকর হবে না

১০ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৪৫

চাঁদগাজী বলেছেন:


বর্তমান যুগে বেগম জিয়া আসলে একটা ইউনিয়নের চেয়ারম্যান হওয়াও জাতির জন্য অপচয়। শেখ হাসিনার শুরুই ছিল অতীতকে নিয়ে, তিনি শেখ সাহেবের মৃত্যুকে স্মরণে রাখছেন; বেগম জিয়ার অতীত বলতে কিছু নেই, উনার ভবিষ্যত কিছু নেই। উনি অবসরে চলে গেলে, মানুষ উনার দোষগুলো ভুলে যাবে, উনি তখন "ভালো মানুষ" হয়ে যাবেন।

৩| ১০ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৫৫

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: "এই ধরণের কিছু চাইতে হলে শক্ত অবস্হান থেকে চাইতে হয়; এখন উনার যে অবস্হা, এগুলো দুর্বলতা প্রমাণ করছে শুধু।"
সঠিক বলেছেন। এরকম পরিস্থিতিকে দুপক্ষের একপক্ষকে ভ্যানিশ হয়ে যেতে হবে আগে, তারপর প্রকৃতির অমোঘ নিয়তিতে ২য় পক্ষও পড়বে। তখন নতুন পরিস্থিতির সৃষ্টি হবে। রাজনীতি যদি একটুও বুঝি, তাহলে বলবো, আওয়ামীলীগ কখনো বিএনপিকে ধ্বংস হতে দেবেনা, নিজেদের টিকে থাকার স্বার্থেই সে এটা করবে। কিন্তু এই দেশকে যদি আমরা সত্যিই ভালবাসি, আমাদের চাওয়া হবে এই ভাবনার বিপরীত।

১০ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৫৯

চাঁদগাজী বলেছেন:



আওয়ামী লীগ যেই ধরণের রাজনীতি করছে, এতে বিএনপি ওদের জন্য "বন্ধু দল"; বিএনপি না থাকলে আও্য়ামী লীগের অবস্হা মুসলিম লীগের মতি হতো; আগামী নির্বাচনে তারা বিএনপি নিয়ে আসবে, দরকার হলে, বিএনপি'র প্রচারণার জন্য ফান্ডও দেবে।

৪| ১০ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৫৫

আল ইফরান বলেছেন: ম্যাডাম ইয়াং জেনারেশানের পালস বুঝতে ব্যর্থ হয়েছেন, আর তার ব্যর্থতাকে কাজে লাগিয়ে শেখ হাসিনার অমাত্যবর্গ নির্বাচনে ছক্কা মেরেছেন। উনি যদি নতুন প্রজন্মের চাহিদা বুঝতেন তবে বিশ্ববিদ্যালয়গুলোতে সবার আগে পুর্নাংগ কমিটি দিয়ে ছাত্রদলকে মবিলাইজ করতেন। পোলাপান লজ্জায় এখন আর বলতে চায় না যে ভাই আমি ছাত্রদল করি।
উনার উচিত অবসর নিয়ে কার্যভার হস্তান্তর করে আর বিদ্যমান পলিট ব্যুরোকে ভেঙ্গে দিয়ে নতুনদের সামনে আসার সুযোগ করে দেয়া। মাথার ভিতরে শুধু তারেক-জুবাইদা আর জায়মা থাকলে আমরা তো দিনরাত মার খেতে খেতেই শেষ হয়ে যাবো।

১০ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:০৪

চাঁদগাজী বলেছেন:


জেনারেল জিয়া, বেগম জিয়া ও শেখ হাসিনা মিলে বাংগালী জাতির বিপ্লবকে "নাই" করে দিয়েছেন। বেগম জিয়া অবসরে চলে গেলে বাংগালীর ইতিহাসে থাকবেন; আরো রাজনীতি করার চেষ্টা করলে ক্রমাগতভাবে অপমানিত হবেন।

৫| ১০ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৫৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ১০০% সহমত। আমি অপেক্ষায় আছি স্বাভাবিক জীবনাবসানের পর দুই দলের কী হয় সেটা দেখার জন্য...

১০ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:০১

চাঁদগাজী বলেছেন:


বিএনপি'র লোকজনকে যদি আও্য়ামী লীগ সঠিভাবে ব্যবসা করতে দেয়, বিএনপি'তে ২ জন লোক থাকবে, ড: মইন ও রিজভী সাহেব।

৬| ১০ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:১৭

আমার আব্বা বলেছেন: খুব ভাল হয়েছে

১০ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:২০

চাঁদগাজী বলেছেন:


এগুলো বলার সময় ছিলো ২০০১ সাল থেকে ২০০৬ সালের ভেতরে, এখন উনার জন্য দেরী হয়ে গেছে; এখন এটা শেখ হাসিনার মুখ থেকে বের হলে, বুঝা যেতো যে, কিছু একটা ঘটতে যাচ্ছে!

৭| ১০ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:২৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এত মিষ্টি কথা না বলে উনার উচিত রাজনীতি থেকে অবসর নেয়ার ঘোষণা দেয়া...

১০ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৩৬

চাঁদগাজী বলেছেন:


অবসরই উনাকে কিছুটা সাহায্য করতে পারে; অথবা উনি না বুঝেই আওয়ামী লীগকে সাহায্য করে যাবেন।

৮| ১০ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:২৭

আমার আব্বা বলেছেন: স্যার ,অনেকে আমার মন্ত্যবের উত্তর দেয়না সুধু আপনি দেন, ভাললাগে

১০ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৩৮

চাঁদগাজী বলেছেন:


আপনার লেখা কি সামনের পাতায় আসে? তা'হলে, চলমান ঘটনাকে তুলে ধরুণ, এই এলাকায় তেমন পোষ্ট আসে না।

৯| ১১ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৪৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমার মতে ওই দুই দলকেই নিবাসনে পাঠানো ধরকার :)

১১ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:০৮

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশের মানুষ এখন কোন ধরনের পরিবর্তন আনার মতো ঐক্যবদ্ধ হওয়ার অবস্হানে নেই।

১০| ১১ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৫১

রাজীব নুর বলেছেন: শুধু দেশকে ভালোবাসে, এমন রাজনীতিবিদ আমাদের একজনও নেই।

১১ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:০৯

চাঁদগাজী বলেছেন:



এই মহুর্তে একজনও নেই

১১| ১১ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:০৫

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: ভাই, লক্ষণ ভাণ্ডারির এক কবিতায় আপনার পড়া কমেন্ট পড়ে হাসতে হাসতে অবস্থা খারাপ।সেই অবস্থা জানান দেয়ার আর কোনও উপায় না পেয়ে এইখানে কমেন্ট কওরে গেলাম!
কি সুন্দর ছবি, পশ্চিম বাংলার আমগাছ দেখতে বাংলাদেশের নারিকেল গাছের মতো; কি আশ্চর্য!

১১ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:১২

চাঁদগাজী বলেছেন:


আপনার ভালো লেগেছে? কমেন্টটা আমারও ভালো লেগেছে! তিনি বছর খানেক শুধু উনার গ্রাম আর অজয় নদীর উপর পদ্য লেখেন; সেদিন লিখেছিলেন, মনে হয়, "গ্রামের আম বাগান"; কিন্তু ছবি দিয়েছিলেন, "নারিকেল বাগানের"।

১২| ১১ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৯

থার্মোমিটার বলেছেন: প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসতে সময় লাগবে।এটা দুষ্টচক্র।বাংলাদেশের সর্বস্তরের মানুষ রাজনীতি করে, ব্যক্তিগত হিংসা-বিদ্বেষও রাজনীতির আবরণ পায়, চাইলেই বাংলাদেশ এর থেকে বেরিয়ে আসতে পারবে না,যার যতই সদিচ্ছা থাক।

১১ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:১৪

চাঁদগাজী বলেছেন:



প্রতি হিংসার জন্ম যেভাবে দিচ্ছে ছাত্র রাজনীতির নামে, নতুন নবী পাঠােলও ইহার অবসান ঘটানো সম্ভব হবে না।

১৩| ১১ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:২২

বিলিয়ার রহমান বলেছেন: আমাদের দেশের গনতন্ত্র কখনো আদর্শ গনতন্ত্র হয়ে উঠতে পারেনি!!!


গনতন্ত্রের নামে যা হচ্ছে তা পরিবার তন্ত্র ভিন্ন কিছু নয়!

১১ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৩০

চাঁদগাজী বলেছেন:


পার্টিগুলো মাফিয়ার মতো, পরিবারতন্ত্র হলে এই অবস্হা হতো না।

১৪| ১১ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:২৮

জাহিদ অনিক বলেছেন:

হাঃহাঃহাঃ

কি সুন্দর ছবি, পশ্চিম বাংলার আমগাছ দেখতে বাংলাদেশের নারিকেল গাছের মতো; কি আশ্চর্য!


বাংলাদেশের রাজনীতির অবস্থাও অনেকটা একই রকম। শুধুমাত্র কে কোন গাছ সেটা বুঝতে পারলেই হয়। বুঝতে না পারলেও সমস্যা নেই; যাহা আম গাছ তাহাই তো নারকেল গাছ।

১১ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৮

চাঁদগাজী বলেছেন:


ধুতরা ফুল থেকেও ফল হয়।

১৫| ১১ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৭

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: এটাও মুখস্থ কথাবার্তা। খালেদা জিয়া নিজের বাড়িতে অবরোধে থাকাকালীন যখন একটা মহিলা পুলিশকে ধমক দিছিল সেটাই মনে হয় মন থেকে বলা একমাত্র কথা। :D

১১ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৬

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশের মানুষ নিজের অধিকার সম্পর্কে জানে না, নিজের জীবনযাত্রার মান বুঝে না; ফলে, এরা এসব কথা বলার সুযোগ পেয়েছে বরাবরই

১৬| ১১ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৬

মানিজার বলেছেন: ভালো ।

১১ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৯

চাঁদগাজী বলেছেন:


এদের নিয়ে লিখেন, ব্লগে কিন্তু এদের অনেক সাগরেদ আছেন।

১৭| ১১ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০১

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: বাংলাদেশের মানুষ নিজের অধিকার সম্পর্কে জানে না, নিজের জীবনযাত্রার মান বুঝে না; ফলে, এরা এসব কথা বলার সুযোগ পেয়েছে বরাবরই

আমার মতে এর অন্যতম কারণ মনে হয় পড়ালেখার বই বাদে আর কোন বই না পড়ার কারণে।

১১ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৯

চাঁদগাজী বলেছেন:


সাধারণ মানুষ যাতে পড়ালেখা না করতে পারে, ব্যুরোক্রেটরা, প্রশাসন ও রাজনৈতিক দলগুলো সেই ব্যবস্হা নিয়েছে; না হয়, বিপ্লবের ৪৭ বছর পর, শতকরা ৪৫ জন নাম লিখতে পারে না কেন?

১৮| ১২ ই নভেম্বর, ২০১৭ ভোর ৪:৩৯

ডঃ এম এ আলী বলেছেন: ভুলের হাত হতে সকলেই বেরিয়ে আসুক,
জাতি হাফ ছেড়ে বাচুক । একে অন্যকে
সন্মান করতে শিখুক (নীজ দলের
লোকদেরকে) । আমার মনে হয়
প্রতিটা রাজনৈতিক দলের গঠন
তন্ত্রের মধ্যে একটি বিধান থাকা
উচিত, তা হল দল প্রধান বড়
মাপের কোন ভুল করলে
তাকে স্বেচ্ছায় দল প্রধানের
দায়ত্ব ছেড়ে দিতে হবে ।
তাহলে ভুলবাল কথা বলা
বা ভুল কাজ কম করবে।

১২ ই নভেম্বর, ২০১৭ ভোর ৬:১৮

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা ৩৬ বছর পার্টির প্রেসিডেন্ট।
বেগম জিয়া ৩৪ বছর পার্টির প্রেসিডেন্ট।

এরশাদ ৩১ বছর পার্টির প্রেসিডেন্ট।

এতদিন এসব পদে আইনষ্টাইন থাকলে, উনি পাগল হয়ে যেতেন, হয়তো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.