নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

ব্লগারদের ফিডব্যাক ও পরামর্শ কাজে লাগিয়ে পুরো ডিজাইন প্রকাশ করুন

১২ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫০



কবিতা চুরি থামাতে যে পদক্ষেপ নেয়া হয়েছে, তাতে ব্লগারদের পক্ষ থেকে বিপুল পরিমাণ ফিডব্যাক পাওয়া গেছে; সাথে সাথে পরামর্শও এসেছে; এখন সামুর উচিত হবে,এসব ফিডব্যাক ও পরামর্শ কাজে লাগিয়ে, এ বিষয়ে একটা প্রাথমিক ডিজাইন প্রকাশ করা, যাতে ব্লগারেরা ডিজাইনের উপর আবারো ফিডব্যাক করতে পারেন, পরামর্শ দিতে পারেন; তারপর সেটাকে ডেভেলপ করলে লেখা চুরি-করা কিছুটা কষ্টকর হবে।

পুরো ব্যাপারটায়, ব্লগারদের একটু বেশী অস্হির দেখায়েছে, একটু অস্বাভাবিক; যদিও এতে ব্লগিং'এর প্রতি তাঁদের নিবেদিত মনের পরিচয় পাওয়া গেছে!

মন্তব্য ৬৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৬৬) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩

অপ্‌সরা বলেছেন: :(( :(( :((

১২ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬

চাঁদগাজী বলেছেন:


আমি আপনার পরামর্শও পড়েছি, সামুর কাজে লাগবে।
ব্লগারেরা অনেক অসুবিধা ও সুবিধার ফিডব্যাক দিচ্ছেন, গুলোকে নিয়ে ডিজাইন প্রকাশ করলে সবাই আরো ফিডব্যাক দিতে পারবেন।

২| ১২ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪

অপ্‌সরা বলেছেন: ভাইয়া এই পেঁচার চোখের মত আমার চোখও হয়ে গেছে রাগে! B:-)

১২ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭

চাঁদগাজী বলেছেন:


একটা সেলফি তুলে রাখুন, আমরা আপনার আসল রূপ দেখতে চাই!

৩| ১২ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫

জাহিদ অনিক বলেছেন:


যদি কেউ চুরি করতেই চায়; সে করতে পারবে। ব্রাউজারে অনেক সেটিংস আছে যা দিয়ে কপি পেস্ট করা যায়। যেমন আপনার পোষ্টটা এখানে পেস্ট করে দিচ্ছি।


কবিতা চুরি থামাতে যে পদক্ষেপ নেয়া হয়েছে, তাতে ব্লগারদের পক্ষ থেকে থেকে বিপুল পরিমাণ ফিডব্যাক পাওয়া গেছে; সাথে সাথে পরামর্শও এসেছে; এখন সামুর উচিত হবে, এ বিষয়ে একটা প্রাথমিক ডিজাইন প্রকাশ করা, যাতে ব্লগারেরা ডিজাইনের উপর ফিডব্যাক করতে পারেন, পরামর্শ দিতে পারেন; তারপর সেটাকে ডেভেলপ করলে লেখা চুরি-করা কিছুটা কষ্টকর হবে।
সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫১

১২ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯

চাঁদগাজী বলেছেন:


টপ, আপনার কপি-পেষ্টের স্টেপগুলো প্রকাশ করুন, সামু দেখুক; আমারও দরকার।

৪| ১২ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬

শাহিন-৯৯ বলেছেন: আমার মতে সামুর প্রথম উচিত ছিল- তাদের রাইট বাটন ক্লিক বন্ধ করার আগে একটা পোস্ট দেওয়া আর সেখানে সবাইকে সাময়িক সমস্যা জানাতে বলা। তাহলে গতকাল রাত থেকে এরকম মিনি ডজন দুই পোস্ট দেখা লাখত না।

১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:০১

চাঁদগাজী বলেছেন:


সঠিক,
সামুকে ডিজাইন প্রকাশ করে, ব্লগারদের ফিডব্যাক নিয়ে, সেটাকে ইমপ্লিমেন্ট করলে, উনাদের কাজ সহজ হবে।

সামুর আজকের পদক্ষেপ আসলে ফিডব্যাক হিসেবে কাজ করছে।

৫| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:০৯

কথাকথিকেথিকথন বলেছেন:



আপনার সাথে একমত প্রকাশ করছি । আলোচনার মাধ্যমে উত্তম সমাধান করা সম্ভব ।

১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:১৩

চাঁদগাজী বলেছেন:


সফটওয়ার ডেভেলপমেন্ট ব্যবহারকারীদের সাথে আলোচনা করেই করা হয়ে থাকে; সামু একা করলে, একই কাজ বারবার করতে হবে।

৬| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:১০

সুমন কর বলেছেন: সহমত।

১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:১৫

চাঁদগাজী বলেছেন:


সামু ফিডব্যাক পাচ্ছেন, এগুলো কাজে লাগিয়ে ডিজাইন করে, ডেভেলপ করার আগে ব্লগারদের আরো ফিডব্যাক নিলে উনাদের জন্য সহজ হবে।

৭| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:১৫

জাহিদ অনিক বলেছেন: ফায়ারফক্স ব্রাউজারের জন্য,

এড্রেসবারে গিয়ে about:config লিখে এন্টার দিন, I accept the risk বাটুনে ক্লিক করে ঢুকে যান।
এরপর একটা খালি ঘর আসবে সেখানে dom.event লিখে এন্টার দিন।
১ম যেটা আসবে অর্থাৎ dom.event.clipboardevents.enabled; এটার ভ্যালু Trure থেকে false করার জন্য Trure লেখার উপরে ডাবল ক্লিক করুণ।
বের হয়ে আসুন।

ফায়ারফক্স ব্রাউজারের জন্য,

এড্রেসবারে গিয়ে about:config লিখে এন্টার দিন, I accept the risk বাটুনে ক্লিক করে ঢুকে যান।
এরপর একটা খালি ঘর আসবে সেখানে dom.event লিখে এন্টার দিন।
১ম যেটা আসবে অর্থাৎ dom.event.clipboardevents.enabled; এটার ভ্যালু Trure থেকে false করার জন্য Trure লেখার উপরে ডাবল ক্লিক করুণ।
বের হয়ে আসুন।



ফায়ারফক্স ব্রাউজারের জন্য,

এড্রেসবারে গিয়ে about:config লিখে এন্টার দিন, I accept the risk বাটুনে ক্লিক করে ঢুকে যান।
এরপর একটা খালি ঘর আসবে সেখানে dom.event লিখে এন্টার দিন।
১ম যেটা আসবে অর্থাৎ dom.event.clipboardevents.enabled; এটার ভ্যালু Trure থেকে false করার জন্য Trure লেখার উপরে ডাবল ক্লিক করুণ।
বের হয়ে আসুন।

ফায়ারফক্স ব্রাউজারের জন্য,

এড্রেসবারে গিয়ে about:config লিখে এন্টার দিন, I accept the risk বাটুনে ক্লিক করে ঢুকে যান।
এরপর একটা খালি ঘর আসবে সেখানে dom.event লিখে এন্টার দিন।
১ম যেটা আসবে অর্থাৎ dom.event.clipboardevents.enabled; এটার ভ্যালু Trure থেকে false করার জন্য Trure লেখার উপরে ডাবল ক্লিক করুণ।
বের হয়ে আসুন।





এবার এই লিঙ্ক থেকে একটি এড অন্স যুক্ত করে নিন ফায়ারফক্সে। এনাবেল রাইট ক্লিক

কাজ শেষ।

১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:১৯

চাঁদগাজী বলেছেন:


অনেক অনেক ধন্যবাদ; আমার কাজে লাগবে; আমি মন্তব্য করতে ব্লগাফরের লেখা থেকে বাক্য ইত্যাদি কপিপেষ্ট করে থাকি। আপনি বেশ টেকি, ভালো!

৮| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:১৫

বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর কথা বলেছেন গাজী ভাই!!!:)

১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:২০

চাঁদগাজী বলেছেন:


এতে সামুর জিজাইন কাজ সহজ হবে।

৯| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:২১

জাহিদ অনিক বলেছেন:


আমিও এই জন্যই এই পদ্ধতিটা কাজে লাগাচ্ছি। মন্তব্যের জন্য কপি পেস্ট করতেই হয়।

আমি এটা খুঁজে বের করিনি, আমি এত টেকী না। অন্য এক ব্লগার আমাকে দেখিয়েছে।

ধন্যবাদ। ভাবছি, এই ট্রিক এভাবে উন্মুক্ত দেখানোর জন্য সামু আমাকে তাদের বিরুদ্ধে যাচ্ছি ভুল ভেবে সেফ থেকে জেনারেল না করে দেয় !

১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:২৪

চাঁদগাজী বলেছেন:


এটার জন্য সামু আপনাকে সন্মানী দেয়া উচিত; এসব ফিডব্যাক পাওয়া মোটেই সহজ নয়।

১০| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:২৩

সামিয়া বলেছেন: জাস্ট কপি অপশন বন্ধ করলেই হয় এটা এমন কি জটিল ব্যাপার!!। যার ব্লগ তার জন্য তার লেখা কপি করার জন্য ওপেন থাকলেই হল কিন্তু বাইরের কেউ অফ লাইন থেকে কিংবা অন্য আইডি থেকে কপি করতে না পারলেই হয়ে যায় problem solve.

১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:২৬

চাঁদগাজী বলেছেন:


আপনার পরামর্শ কাজ করবে, আশাকরি সামু এগুলোকে কাজে লাগাবেন।

১১| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:২৪

নতুন বলেছেন: কবিতা চুরি থামাতে যে পদক্ষেপ নেয়া হয়েছে, তাতে ব্লগারদের পক্ষ থেকে বিপুল পরিমাণ ফিডব্যাক পাওয়া গেছে; সাথে সাথে পরামর্শও এসেছে; এখন সামুর উচিত হবে,এসব ফিডব্যাক ও পরামর্শ কাজে লাগিয়ে, এ বিষয়ে একটা প্রাথমিক ডিজাইন প্রকাশ করা, যাতে ব্লগারেরা ডিজাইনের উপর আবারো ফিডব্যাক করতে পারেন, পরামর্শ দিতে পারেন; তারপর সেটাকে ডেভেলপ করলে লেখা চুরি-করা কিছুটা কষ্টকর হবে।

১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:২৭

চাঁদগাজী বলেছেন:


আপনাদের চেষ্টার ফলে, সামুর ডিজাইন টিমের কাজ অনেক সহজ হয়ে গেছে

১২| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:২৬

তারেক ফাহিম বলেছেন: গাজীর ভাই’র সাথে সহমত জ্ঞাপন করছি।

জাহিদ ভাইকে ধন্যবাদ, এনাবেল করতে পারায়।

১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:২৯

চাঁদগাজী বলেছেন:


জাহিদ অনিক ভালো সমাধান দিয়েছেন।

১৩| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:২৬

জাহিদ অনিক বলেছেন:


লেখক বলেছেন:


এটার জন্য সামু আপনাকে সন্মানী দেয়া উচিত; এসব ফিডব্যাক পাওয়া মোটেই সহজ নয়।
- হা হা হা, এদেশে ভর্তি পরীক্ষায় যে উন্নত প্রযুক্তি করে নকল করে তাকে জেলে পাঠানো হয়, তার থেকে প্রযুক্তিটা শিখে নেয়ার আগ্রহ থাকে না।

১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:২৮

চাঁদগাজী বলেছেন:


আমাদের মানুষদের এনালাইক্যাল নলেজ এত কম যে, এদেরকে এই গ্রহের মানুষ বলেও মনে হয় না

১৪| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৩৩

নতুন বলেছেন: বত`মানে গুগুল ক্রোমেই দুইটা এক্সটেন্সান disable right click এবং quick javascript switcher ব্যবহার করে রাইট ক্লিক এবং কপি পেস্ট করা সমাধান করলাম...

এই ভাবে সবাইকে কস্ট দেওয়াই হবে... ব্লগে পোস্ট এবং মন্তব্য কমবে... আর অল্প কয়েকজন কিছুটা তৃপ্তি পাবে।

তারচেয়ে পিডিএফ বা পিকচার ফরমেটে তাদের লেখা দিন... সেই অপসনটা যোগ করুন...

যারা চাইবে তারা ঐটা ব্যবহার করবে... বাকিরা আগের মতনই লিখবে।

১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৪৩

চাঁদগাজী বলেছেন:


এগুলো থেকেই সমাধান হিসেবে নিতে হবে সামুকে; তবে, সামু যদি ডিজাইন প্রকাশ করে, ব্লগারেরা ফিডব্যাক দিতে পারবেন; সেটা সামুর জন্য অনেক সহজ হবে।

১৫| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৪৪

অপ্‌সরা বলেছেন: বুঝেছি বুঝেছি!!!!!!!


যাহারাই বলে কপি বন করো তাহারাই আবার কপির উপায় বাতলায়!!!!!!!


চোরেরে কয় চুরি করো গৃহস্থেরে কয় ধরো ধরো!!!!!!


হা হা হা হা হা হা হা


বাট আই ডোন্ট লাইক ইট!!!!!!!! B:-/

১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৪৮

চাঁদগাজী বলেছেন:


টেকিরা সবাইকে নাচায়; কবিরা টেকিদের কাছে পুতুল হয়ে যাচ্ছে

১৬| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৪৮

বেঙ্গল রিপন বলেছেন: কবিতা চুরি থামাতে যে পদক্ষেপ নেয়া হয়েছে, তাতে ব্লগারদের পক্ষ থেকে বিপুল পরিমাণ ফিডব্যাক পাওয়া গেছে; সাথে সাথে পরামর্শও এসেছে; এখন সামুর উচিত হবে,এসব ফিডব্যাক ও পরামর্শ কাজে লাগিয়ে, এ বিষয়ে একটা প্রাথমিক ডিজাইন প্রকাশ করা, যাতে ব্লগারেরা ডিজাইনের উপর আবারো ফিডব্যাক করতে পারেন, পরামর্শ দিতে পারেন; তারপর সেটাকে ডেভেলপ করলে লেখা চুরি-করা কিছুটা কষ্টকর হবে। :P

১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৫৬

চাঁদগাজী বলেছেন:


কবিতা লিখতে কষ্ট হয়, মনে হয়, বিশেষ করে প্রেমের কবিতা; তাই অনেক সমস্যা হচ্ছে!

১৭| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৫৪

অপ্‌সরা বলেছেন: ১০৫. ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:২৭ ২
জানা বলেছেন: ভাল খবর।

আমরা সমস্যাটি সমাধান করতে পেরেছি। অর্থাৎ চুরি ঠেকাতে RIGHT BUTTON disable korar fole আমাদের নিজেদের জন্যে রাইট প্যানেল থেকে বা মন্তব্যের ঘর থেকে কপি-পেষ্ট করতে যে সমস্যাটি তৈরী হয়েছিল তার সমাধান হয়েছে। পাশাপাশি যে মূল বিষয়ে আমরা ছিলাম অর্থাৎ চুরি বন্ধ, তাও বলবৎ আছে। মানে চৌর্য্যবৃত্তির পথটিও বন্ধ হয়েছে। :)




ইয়ে!!!!!!!!!!!!!!!!!!!!!! :)


যাক ক্লাস্ট্রোফোবিয়া থেকে বাঁচলাম!!!!!!!!! :)

১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৫৮

চাঁদগাজী বলেছেন:


ব্লগারেরা যেভাবে লেগেছে, অল্পের জন্য বিপ্লব হয়নি; ভালো, হলো।

তবে, সঠিক সমাধান বের করতে সঠিক ডুজাইনের দরকার হবে।

১৮| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৩৪

রাজীব নুর বলেছেন: শাহিন-৯৯ বলেছেন: আমার মতে সামুর প্রথম উচিত ছিল- তাদের রাইট বাটন ক্লিক বন্ধ করার আগে একটা পোস্ট দেওয়া আর সেখানে সবাইকে সাময়িক সমস্যা জানাতে বলা। তাহলে গতকাল রাত থেকে এরকম মিনি ডজন দুই পোস্ট দেখা লাখত না।

সহমত।

১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৪৬

চাঁদগাজী বলেছেন:


আপনি যা বলেছেন, সেটাই নিয়ম

১৯| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৩৬

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ব্লগাররা যেরকম করছিল তাতে ভাবছিলাম আজকে ব্লগে ঢুকার আর দরকার নাই। বিরক্ত লাগছিল খুব।

১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৫৪

চাঁদগাজী বলেছেন:


অনেক ব্যাপারে, ব্লগারেরা এখনো নিজেদেরকে সাধারণ অস্হির বাংগালী চরিত্র থেকে আলাদা করতে সমর্থ হচ্ছেন না

২০| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:১৯

ধ্রুবক আলো বলেছেন: সামু কর্তৃপক্ষকে যেটা করতে হবে, শুধু পোস্টের রাইট ক্লিক অপশন বন্ধ করে দিতে হবে। আর কমেন্ট ও নিজে যখন নতুন পোস্টের ঘরে লিখবে তখন কপি করার অপশন চালু থাকবে। তাহলে সব ঠিক।

১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:২৫

চাঁদগাজী বলেছেন:


একটু আগে ২টি পোষ্ট এসেছে: ব্লগার বিদ্রোহী ভৃগু ও সুমন করের, তাঁদের লেখা থেকে মনে হচ্ছে যে, আপনার ভাবনাটা ইতিমধ্যে কার্যকরী করা হয়েছে; দেখা যাক।

২১| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৩৫

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সামুতে অনেক দিন ধরে আসিনা। আজকে ডু মেরে চক্ষু চড়াক গাছ। প্রায় সবগুলো আলোচিত পোষ্ট রাইট বাটন (কপি পেষ্ট) সম্পর্কে।
আমি বলব, সামু যদি একটি অপশন বন্ধ করে থাকে অপর দশটি অপশন খোলা আছে! (নিচের স্কিনশর্টের দিকে তাকান, ডেস্কটপ ভার্ষণ এবং সম্পর্ণ ফুল ভার্সণ মুডে কপি করে স্কিন শর্ট দিয়েছি।)

মানুষকে নৈতিক শিক্ষা না দিয়ে শুধু কিছু এন্টিবায়োটিক খাওয়ালে চুরেরা ভালো হয়ে যাবেনা!

নাহিদের ফাঁস করা প্রশ্ন দিয়ে যারা এ+ পেয়েছে তারা লেখা চোর হবেনা তো কি হবে?

সামুতে অনেক দিন ধরে আসিনা। আজকে ডু মেরে চক্ষু চড়াক গাছ। প্রায় সবগুলো আলোচিত পোষ্ট রাইট বাটন (কপি পেষ্ট) সম্পর্কে।
আমি বলব, সামু যদি একটি অপশন বন্ধ করে থাকে অপর দশটি অপশন খোলা আছে! (নিচের স্কিনশর্টের দিকে তাকান, ডেস্কটপ ভার্ষণ এবং সম্পর্ণ ফুল ভার্সণ মুডে কপি করে স্কিন শর্ট দিয়েছি।)

মানুষকে নৈতিক শিক্ষা না দিয়ে শুধু কিছু এন্টিবায়োটিক খাওয়ালে চুরেরা ভালো হয়ে যাবেনা!

নাহিদের ফাঁস করা প্রশ্ন দিয়ে যারা এ+ পেয়েছে তারা লেখা চোর হবেনা তো কি হবে?



সামুতে অনেক দিন ধরে আসিনা। আজকে ডু মেরে চক্ষু চড়াক গাছ। প্রায় সবগুলো আলোচিত পোষ্ট রাইট বাটন (কপি পেষ্ট) সম্পর্কে।
আমি বলব, সামু যদি একটি অপশন বন্ধ করে থাকে অপর দশটি অপশন খোলা আছে! (নিচের স্কিনশর্টের দিকে তাকান, ডেস্কটপ ভার্ষণ এবং সম্পর্ণ ফুল ভার্সণ মুডে কপি করে স্কিন শর্ট দিয়েছি।)

মানুষকে নৈতিক শিক্ষা না দিয়ে শুধু কিছু এন্টিবায়োটিক খাওয়ালে চুরেরা ভালো হয়ে যাবেনা!

নাহিদের ফাঁস করা প্রশ্ন দিয়ে যারা এ+ পেয়েছে তারা লেখা চোর হবেনা তো কি হবে?

সামুতে অনেক দিন ধরে আসিনা। আজকে ডু মেরে চক্ষু চড়াক গাছ। প্রায় সবগুলো আলোচিত পোষ্ট রাইট বাটন (কপি পেষ্ট) সম্পর্কে।
আমি বলব, সামু যদি একটি অপশন বন্ধ করে থাকে অপর দশটি অপশন খোলা আছে! (নিচের স্কিনশর্টের দিকে তাকান, ডেস্কটপ ভার্ষণ এবং সম্পর্ণ ফুল ভার্সণ মুডে কপি করে স্কিন শর্ট দিয়েছি।)

মানুষকে নৈতিক শিক্ষা না দিয়ে শুধু কিছু এন্টিবায়োটিক খাওয়ালে চুরেরা ভালো হয়ে যাবেনা!

নাহিদের ফাঁস করা প্রশ্ন দিয়ে যারা এ+ পেয়েছে তারা লেখা চোর হবেনা তো কি হবে?





সামুতে অনেক দিন ধরে আসিনা। আজকে ডু মেরে চক্ষু চড়াক গাছ। প্রায় সবগুলো আলোচিত পোষ্ট রাইট বাটন (কপি পেষ্ট) সম্পর্কে।
আমি বলব, সামু যদি একটি অপশন বন্ধ করে থাকে অপর দশটি অপশন খোলা আছে! (নিচের স্কিনশর্টের দিকে তাকান, ডেস্কটপ ভার্ষণ এবং সম্পর্ণ ফুল ভার্সণ মুডে কপি করে স্কিন শর্ট দিয়েছি।)

মানুষকে নৈতিক শিক্ষা না দিয়ে শুধু কিছু এন্টিবায়োটিক খাওয়ালে চুরেরা ভালো হয়ে যাবেনা!

নাহিদের ফাঁস করা প্রশ্ন দিয়ে যারা এ+ পেয়েছে তারা লেখা চোর হবেনা তো কি হবে?

সামুতে অনেক দিন ধরে আসিনা। আজকে ডু মেরে চক্ষু চড়াক গাছ। প্রায় সবগুলো আলোচিত পোষ্ট রাইট বাটন (কপি পেষ্ট) সম্পর্কে।
আমি বলব, সামু যদি একটি অপশন বন্ধ করে থাকে অপর দশটি অপশন খোলা আছে! (নিচের স্কিনশর্টের দিকে তাকান, ডেস্কটপ ভার্ষণ এবং সম্পর্ণ ফুল ভার্সণ মুডে কপি করে স্কিন শর্ট দিয়েছি।)

মানুষকে নৈতিক শিক্ষা না দিয়ে শুধু কিছু এন্টিবায়োটিক খাওয়ালে চুরেরা ভালো হয়ে যাবেনা!

নাহিদের ফাঁস করা প্রশ্ন দিয়ে যারা এ+ পেয়েছে তারা লেখা চোর হবেনা তো কি হবে?



সামুতে অনেক দিন ধরে আসিনা। আজকে ডু মেরে চক্ষু চড়াক গাছ। প্রায় সবগুলো আলোচিত পোষ্ট রাইট বাটন (কপি পেষ্ট) সম্পর্কে।
আমি বলব, সামু যদি একটি অপশন বন্ধ করে থাকে অপর দশটি অপশন খোলা আছে! (নিচের স্কিনশর্টের দিকে তাকান, ডেস্কটপ ভার্ষণ এবং সম্পর্ণ ফুল ভার্সণ মুডে কপি করে স্কিন শর্ট দিয়েছি।)

মানুষকে নৈতিক শিক্ষা না দিয়ে শুধু কিছু এন্টিবায়োটিক খাওয়ালে চুরেরা ভালো হয়ে যাবেনা!

নাহিদের ফাঁস করা প্রশ্ন দিয়ে যারা এ+ পেয়েছে তারা লেখা চোর হবেনা তো কি হবে?

সামুতে অনেক দিন ধরে আসিনা। আজকে ডু মেরে চক্ষু চড়াক গাছ। প্রায় সবগুলো আলোচিত পোষ্ট রাইট বাটন (কপি পেষ্ট) সম্পর্কে।
আমি বলব, সামু যদি একটি অপশন বন্ধ করে থাকে অপর দশটি অপশন খোলা আছে! (নিচের স্কিনশর্টের দিকে তাকান, ডেস্কটপ ভার্ষণ এবং সম্পর্ণ ফুল ভার্সণ মুডে কপি করে স্কিন শর্ট দিয়েছি।)

মানুষকে নৈতিক শিক্ষা না দিয়ে শুধু কিছু এন্টিবায়োটিক খাওয়ালে চুরেরা ভালো হয়ে যাবেনা!

নাহিদের ফাঁস করা প্রশ্ন দিয়ে যারা এ+ পেয়েছে তারা লেখা চোর হবেনা তো কি হবে?





১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৪৫

চাঁদগাজী বলেছেন:


একটু আগে সামু একটা সমাধান দিয়েছে; মনে হচ্ছে, এটাও আসল সমাধান নয়; তারা যদি পোষ্ট দেয়, আপনি এই দিকটা দেখায়ে দিয়েন।

২২| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৩৭

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন:

১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৪২

চাঁদগাজী বলেছেন:


সারছেন, আপনি তো আরো বড় টেকি?
সামুকে সাহায্য করতে হবে এসব ফিডব্যাক দিয়ে।

২৩| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৪০

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: লেখক বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ; আমার কাজে লাগবে; আমি মন্তব্য করতে ব্লগাফরের লেখা থেকে বাক্য ইত্যাদি কপিপেষ্ট করে থাকি। আপনি বেশ টেকি, ভালো!

এইতো, আমিওতো পারলাম.........

১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৪৬

চাঁদগাজী বলেছেন:


ভালো,
আমি নিজে চেষ্টা করে দেখিনি। সামুকে সবার ফিডব্যাক কাজে লাগাতে হবে।

২৪| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৩৪

মোঃ ইকবাল ২৭ বলেছেন: ভাল লাগল অনেক আলোচনা এবং সুন্দর সুন্দর সমাধান দেওয়ার চেষ্টা। খুবই ভাল।ধন্যবাদ গাজী ভাইকে।

১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৪৬

চাঁদগাজী বলেছেন:



কবিতা চুরি নিয়ে ব্লগারগণ অস্হির হয়ে গেছেন, আংশিক সমাধান হয়েছে, মনে হয়; আরো কিছুর দরকার হবে।

২৫| ১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:০২

থার্মোমিটার বলেছেন: স্ক্রিনশট নিয়ে গুগল রিডারে গিয়ে বাংলায় ওসিঅার ব্যবহার করে ওয়ার্ড ফাইলে নেয়া যাবে, অাসলে আত্নমর্যাদা না আসলে এই সমস্যার সমাধান হবে না। যাদের কবিতা চুরির অভ্যাস তারা টাইপ করে হলেও চুরি করবে।

১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:২০

চাঁদগাজী বলেছেন:


এটাই সঠিক, আত্নমর্যাদা না আসলে এই সমস্যার সমাধান হবে না।

আমি কবিতা লিখি না; ফলে, কবিদের কষ্ট হয়তো পুরোপুরি অনুভব করতে পারিনি; আমাদের সমাজের যে ভয়ংকর নীচু মানসিকতা, এতে অনেকে বুঝতেই অক্ষম, কোনটা চুরি, কোনটা চুরি নয়। অনলাইন থেকে চুরি বনদ্ধ হতে সময় লাগবে; ব্লগারদের ধৈর্য বাড়াতে হবে।

২৬| ১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ২:৫০

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ একটি ভাল পরামর্শের জন্য ।
আমার বড় আকৃতির আর্টিকেলগুলি আমি বিভিন্ন জায়গায় দেখেছি কপি হতে ।
এগুলি যদি জাহিদ অনিক ভাই এর দেখানো ফর্মুলা ব্যবহার করে নিয়ে যেতে পারে
তাহলে কবিতা নেয়াতো তেমন কোন বিষয় বলে মনে হয়না । ১০০হতে ৫০০ ওয়ার্ডের কবিতা
দেখে দেখে কারো লিখতেও হয়ত বেশী বেগ পেতে হবেনা ।
এটা নিয়ে তাই উপযুক্ত কৌশল বের করা প্রয়োজন যাতে করে সামুতে লেখালেখির সাবলিলতা
আরো বেশী বৃদ্ধি পায় । তবে লেখায় সুত্রের লিংক ও কোটেশনের প্রপার সাইটেশন সুত্র যেন সহজে
দেয়া যায় তার ব্যবস্থা থ্কা প্রয়োজন , অন্যথায় তা লেখার মানের উপরে প্রভাব ফেলবে ।




১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ৩:৩৪

চাঁদগাজী বলেছেন:


যেহেতু অনেকেই লিখতে জানে না, এবং চুরি করাকে স্বাভাবিক কার্যকলাপ হিসেবে নেয়, অনলাইনে লেখা চুরি করা পুরোপুরি বন্ধ হবে না; কিছুটা নিরুৎসাহ করা যাবে কপি-পেষ্ট কন্ট্রোল করে। মন খারাপ করবেন না, আপনার লেখা অন্য মালিকের অধীনে পাঠক পাবে!

২৭| ১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ৩:৫৪

তাBজ ফাRUক বলেছেন: আপনি সঠিক প্রস্তাব দিয়েছেন।

১৩ ই নভেম্বর, ২০১৭ ভোর ৪:০৩

চাঁদগাজী বলেছেন:


ব্লগারদের ফিডব্যাক সামানুকে পুরো সমাধান বের করতে সাহায্য করবে, আশা করি।

২৮| ১৩ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:০০

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: রাজনীতি বাদে অন্যরকম একটি পোস্ট আশা করছি সামনে।

১৩ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:২৯

চাঁদগাজী বলেছেন:


আমি চেষ্টা করবো।

দেশের সরকার, রাজনৈতিক দলদের কার্যকলাপ, সাধারণ মানুষের অধিকার নিয়ে লেখা খুবই কম আসে, সেইজন্য এই শুন্যস্হানটা পুরণ রাখার চেষ্টা করছি।

২৯| ১৩ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৫১

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: সেটা করেন। আমি সেটার বিরোধীও না। পড়লে অনেক কিছু বুঝা যায়। তবে মাঝে মাঝে একটু স্পাইস আপ এর দরকার হয়। তাই ভিন্নরকমের পোস্টের কথা বলেছি।

১৩ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৩

চাঁদগাজী বলেছেন:


অবশ্যই, চেষ্টা করবো।

৩০| ১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:০১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

ধন্যবাদ, সংশ্লিষ্ট সবাইকে।

শুভ রাত্রি।

১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ১:০৫

চাঁদগাজী বলেছেন:



শুভ রাত্রি

৩১| ১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ১:০৭

মানিজার বলেছেন: ভালো ।

১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ১:১৬

চাঁদগাজী বলেছেন:


কবি বেচারাগুলো সারাক্ষণ কাঁপতে থাকে, সমাধান দরকার।

৩২| ১৪ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:২০

প্রামানিক বলেছেন: সহমত

১৪ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:২৭

চাঁদগাজী বলেছেন:



মনে হয়, সমস্যার আংশিক সমাধান হয়েছে

৩৩| ১৬ ই নভেম্বর, ২০১৭ ভোর ৫:৩৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ইতি সামিয়া বলেছেন: জাস্ট কপি অপশন বন্ধ করলেই হয় এটা এমন কি জটিল ব্যাপার!!। যার ব্লগ তার জন্য তার লেখা কপি করার জন্য ওপেন থাকলেই হল কিন্তু বাইরের কেউ অফ লাইন থেকে কিংবা অন্য আইডি থেকে কপি করতে না পারলেই হয়ে যায় problem solve.

কপি পেস্ট না হয় বন্ধ করলেন। কিন্তু কেউ যদি ধৈর্য ধরে বসে বসে টাইপ করে নেয় সেটার কি হবে?

আসলে আমরা ব্যক্তিগত ভাবে যদি যদি সততাকে ধারণ ও লালন করতে না পারি তাহলে আমাদের মানুষ পরিচয় অর্থহীন হয়ে যেতে পারে।

১৬ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪৫

চাঁদগাজী বলেছেন:



১৭ কোটী বাংগালীর সবাই সৎ হওয়ার সম্ভাবনা নেই, ১৭ কোটী জাপানী সৎ হতে পারে মাত্র

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.