নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

অবশেষে চীনই রোহিংগা সমস্যা সমাধানের পথ বের করছে

২১ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৫২



মনে হচ্ছে, রোহিংগা সমস্যার সঠিক সমাধানের কথা চীনই বলছে; আসেম সন্মেলনে, চীনের পররাষ্ট্রমন্ত্রী রোহিংগা সমস্যা স্হায়ীভাবে সমাধানের পক্ষে কথা বলেছেন। তিনি প্রস্তাব করেছেন যে, রাখাইনে প্রথম দরকার অস্ত্র বিরতী, যাতে কোন প্রকার হিংসাত্মক আক্রমণ পুনরায় না হয়; এরপর, বাংলাদেশ থেকে রোহিংগাদের ফিরায়ে নেয়া; এবং দারিদ্রতা দুরী-করণের মাধ্যমে সমস্যার স্হায়ী সমাধান করা। উনার কথায় ২টি বিষয় অপরিস্কার রয়ে গেছে!

একটি অপরিস্কার বিষয় হলো, রোহিংগাদের নাগরিকত্বের কি হবে? তারা যখন পুনরায় ফিরে যাবে, তখন থেকে কি তারা সেই দেশের নাগরিক হিসেবে গণ্য হবে? অন্য বিষয়টি হলো, অস্ত্র-বিরতি; এখানে পরিস্কার নয়, অস্ত্র কার হাতে আছে? এতে কি স্হানীয় রাখাইন ভিক্ষুদের ও আরসাকে বুঝানো হয়েছে, নাকি সব রোহিংগাদের যোগ করা হয়েছে? রোহিংগাদের কাছে কোন অস্ত্র নেই; যা সামান্য অস্ত্র থাকলে থাকতে পারে আরসার সদস্যদের হাতে। চীন চাইলে, আরসাকে ১ দিনের মাঝে রাখাইন ত্যাগ করতে হবে। কিছুটা সমস্যা হবে রাখাইন ভিক্ষুদের নিয়ে; তারা মানসিকভাবে কখনো রোহিংগাদের মেনে নেবে না; এসব ভিক্ষুদের কোন এক এলাকায় সরিয়ে নিতে হবে; কিংবা রোহিংগাদের সরিয়ে নিতে হবে।

আসলে চীন রোহিংগাদের মুল সমস্যার কথা বলেছে, রোহিংগারা দরিদ্র; এই এলাকায় দারিদ্রতা দুরীকরণে চীনাদের থেকে বেশী দক্ষ কেহই নয়; চীনারা আসলে বার্মাকে মোটামুটি নিজেদের দেশের মত ব্যবহার করছে: তারা গ্যাস ও তেল তুলছে, রাস্তাঘাট বানাচ্ছে, কলকারখানা গড়ছে, জমি চাষ করছে; তারা চাইলে রোহিংগাদের ২/১ বছরের মাঝে ট্রেনিং দিয়ে দক্ষ শ্রমিককে পরিণত করতে পারবে; শিশু ও কিশোরদের পড়ালেখার ব্যবস্হা করতে পারবে। মনে হয়, রোহিংগাদের কপাল ফিরছে; চীনাদের জন্য ১৫ লাখ রোহিংগা কিছুই না; তারা ১ বছরেই সবাইকে কাজে লাগাতে পারবে।

মন্তব্য ৭০ টি রেটিং +৬/-০

মন্তব্য (৭০) মন্তব্য লিখুন

১| ২১ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:০৪

নূর আলম হিরণ বলেছেন: চীনাদের পক্ষে আসলে সমস্যা সমাধান করার সহজ। তারা রাখাইন প্রদেশে যে, মেগা প্রকল্প নিয়েছে তাতে প্রচুর পরিমাণ শ্রমিক দরকার। তবে তাদের এই সমাধান করার উদ্যোগ কোন ভাওতাবাজি কিনা বলা মুশকিল সম্ভবত জাতিসংঘ এই নিয়ে কঠোর অবস্থানে আছে বলে তাদের এরকম মন্তব্য কিনা কি জানে!

২১ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:১৩

চাঁদগাজী বলেছেন:


চীনারা বেশী ভালো মানুষ নয়; তবে, বাংগালী ও বার্মিজদের থেকে হাজার গুণে শক্তিশালী; মনে হয়, তারা সমাধান বের করবে।

২| ২১ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:০৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: চীন কর‌তে পার‌লে তো ভা‌লো। কিন্তু মায়ানমার আ‌র্মি কি রো‌হিঙ্গা‌দের গ্রহণ কর‌বে?

২১ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:১৪

চাঁদগাজী বলেছেন:


মায়ানমারের আর্মি দেশকে চীনের কাছে লীজ দিয়ে সারাদিন আড্ডা মেরে জীবন কাটাচ্ছে।

৩| ২১ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:২৪

রাতুল_শাহ বলেছেন: চীন ছাড়া অন্য কেউ শক্তভাবে কাজটির সমাধান করতে পারবেনা।

২১ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:২৫

চাঁদগাজী বলেছেন:



চীনের ক্ষমতা ও প্রভাব আছে, একটু সদিচ্ছা থাকলেই হলো।

৪| ২১ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:২৪

ময়না বঙ্গাল বলেছেন: রোহিঙ্গাদের ভাগ্য ফেরাতে চীনারা উসিলা হিসেবে আবির্ভুত হোক- এই প্রত্যাশা রইল

২১ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:২৩

চাঁদগাজী বলেছেন:


ওরা লেগে গেলে, এই সমস্যার সমাধান বের হবে।

৫| ২১ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:২৫

তারেক ফাহিম বলেছেন: তাহলেতো ভালোই হবে রহিঙ্গাদের জন্য।

চিন আবার অন্য কোন পন্থা খুঝছে কিনা, শত হলেও চিনা জাতি।

২১ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:২২

চাঁদগাজী বলেছেন:


চীনের উপর বার্মা ১০০ ভাগ নির্ভরশীল; চীন দেখছে যে, এই সমস্যার কারণে চীনেরও বদনাম হবে।

৬| ২১ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:১৫

শাহিন-৯৯ বলেছেন: শুভংকরের ফাঁকি নিশ্চয়ই কিছু আছে।

২১ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:২১

চাঁদগাজী বলেছেন:


চীনারা হয়তো নাম করতে চাচ্ছে যে, তারাও বিশ্ব সমস্যা নিয়ে ভাবছে, বিশ্ব দেখুক

৭| ২১ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩১

শাহিন-৯৯ বলেছেন: চীনারা হয়তো নাম করতে চাচ্ছে যে, তারাও বিশ্ব সমস্যা নিয়ে ভাবছে, বিশ্ব দেখুক তারা যদি একান্তই কিছু করে তা একারণে করবে তবে তা হবে দীর্ঘমেয়াদি। বাংলদেশ ততদিন তাদের টানার তত পর্যায়ে থাকবে না।

২১ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:২৮

চাঁদগাজী বলেছেন:



চীনারা বার্মার সাথে পুরোপুরি জড়িত, বিশ্বের জনমত এখন বার্মার বিপক্ষে; এই অবস্হায়, চীনও তার ভাগী হবে; চীন বার্মাকে সাহায্য করতে চাইলে এই সমস্যার সমাধান করার দরকার।

চীন সঠিকভাবে নির্ণয় করেছে যে, রোহিংগারা দরিদ্র, এটার সমাধান দরকার; যা বাংলাদেশের মানুষ এদিকটা বুঝতে সক্ষম হয়নি।

চীন যদি রোহিংগাদের শিক্ষার বিষয়টি আনে, এই সমস্যার সঠিক সমাধান হবে।

৮| ২১ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩৫

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আপনার অনুমান যদি সত্য হয় তাহলে অবশ্যই ভাল হবে।

২১ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:২৯

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশে যদি চীনের সাথে এ ব্যাপারে লেগে থাকে, এটার সঠিক সমাধান চীনই করতে পারবে; বাকীরা হাত লাগাবে বলে মনে হচ্ছে ন।

৯| ২১ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪৭

ইমরান আশফাক বলেছেন: এই জটিল ভূ-রাজনৈতিক খেলায় বাংলাদেশকে খুব সতর্ক ভাবে পদক্ষেপ নিতে হবে। আমাদের স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে। প্রথম ধাক্কায় আমাদের প্রকৃত শত্রু-মিত্র চেনা হয়ে গেল। সবার সাথে বন্ধুত্ব কারো সাথে শত্রুতা নয় এই নীতি থেকে চিরতরে বের হয়ে আসতে হবে।

মানবসম্পদ উন্নয়নে রীতিমত ক্রাশ প্রোগ্রাম হাতে নিতে হবে। সকল বিষয়ে বিশেষ করে প্রযুক্তি ক্ষেত্রে প্রচুর পরিনামে গবেষনা শুরু করতে হবে। সকল বিষয়ে স্বয়ংসম্পূর্ন হতে হবে। বিশেষ করে সামরিকখাতকে ব্যাপকভাবে পূনসজ্জ্বিত করতে হবে। আগামী ১০ বৎসর সকল প্রকার সংঘাত থেকে কৌশলে সরে থাকতে হবে। ....

২১ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৮

চাঁদগাজী বলেছেন:


বর্তমান বিশ্বের ভু-রাজনীতিতে বাংলাদেশ মোটামুটি আফগানিস্তান থেকে ভালো পজিশনে আছে, এর থেকে বেশী কিছু নয়; বাংলাদেশ চাইলেই বার্মারও শত্রু হতে পারবে না।

"দীর্ঘ মেয়াদী" প্ল্যান আমরা ব্লগারেরা নিতে পারবো, নাহিদ কিংবা মাল মুহিত নিতে সক্ষম হয়নি।

১০| ২১ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চীনাদের কথার মাঝে ফাঁক আছে।




ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

২১ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৪১

চাঁদগাজী বলেছেন:


সময়ের সাথে বুঝা যাবে; ভারত, আমেরিকা, বৃটেন, ইরান, তুরস্ক কেহ কোন প্ল্যানের কথা বলেনি, একা চীনই বলেছে; এটাই এখন একমাত্র প্রস্তাব; এবং চীনের বাহিরে, বার্মার উপর কারো হাত নেই।

১১| ২১ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১০

কানিজ রিনা বলেছেন: চীন রাখাইন প্রদেশে খনিজ সম্পদে ভরপুর
সেই কারনে চীন লীজ নিয়েছে রাখাইন
প্রদেশ। আর চীন ক্ষমতা ব্যবহার করেই
বার্মা বর্বর অসভ্য সরকার রহিঙ্গা জনগোষ্ঠী
খ্যাদাও ভারধারা অব্যাহত রেখেছে অনেক
কালধরে। রহিঙ্গারা মুসলিম রাখাইন এলাকা
খনিজ সম্পদে ভরা এলাকা এই হিংসায়
সকল সরকারী সহায়তা বন্ধ করে নানান
ভাবে রহিঙ্গাদের দুর্বল করে রেখেছে যুগ
যুগ ধরে। বঞ্চিত এই জনগোষ্ঠ সকল ক্ষেত্রে
দুর্বল করে দিয়ে ওদের উপর রুলার চালু
করেছে বার্মার বর্বর সরকার। এমনকি
তাদের হাজার বছরের বসত ভিটা থাকার
সত্যেও নাগরিকত্ব থেকে বঞ্চিত করা হয়েছে
সয়তানীর নীল নকশায়। আর চীন ক্ষমতাবানরা
এর সহায়তা করেছে।
চীন যদি এগিয়ে আসে রহিঙ্গাদের সহায়তায়
তাহলে বড়ই সভাগ্য হবে রহিঙ্গাদের।
এখন বাংলাদেশ সরকার চীনাদের সাথে
সমস্যা সমাধানের আলচনা করা জরুরী।
ধন্যবাদ।

২১ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৫

চাঁদগাজী বলেছেন:


চীনারা এই ধরণের বিশ্ব সমস্যায় কোনদিন হাত দেয়নি; এটাই তাদের ১ম প্রস্তাব। শুধু রাখাইন নয়, তারা পুরো বার্মায় কন্ট্রাক্ট চাষাবাদ করছে; সবকিছু করছে। চীনই এই সমস্যা সমাধান করতে পারবে; বাকী কেহ গেলে, চীনারা সাপোর্ট দেবে না, তখন বার্মা বেঁকে বসতে পারে।

১২| ২১ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:২৬

পবন সরকার বলেছেন: গাজী ভাইয়ের চমৎকার পোষ্ট। এই উসিলায় রোহিঙ্গা সমস্যার সমাধান হোক এটাই চাই।

২১ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৭

চাঁদগাজী বলেছেন:


চীনারাই এখন বার্মাকে চালাচ্ছে, তারা সমাধান করলে, সঠিক সমাধান বের হবে; একা বার্মা করলে, রোহিংগারা ভয়েই ফেরত যেতে চাহিবে না।

১৩| ২১ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:২৭

বিলিয়ার রহমান বলেছেন: চীন নিজেকে নিয়েই ভাববে!!

আমাদের সমস্যা ওদের সমস্যা বলে কখনো মনে করেনি করবে না!! ওদের বিশ্বাশ করতে পারছি না!!

২১ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৯

চাঁদগাজী বলেছেন:



আন্তর্জাতিক সমস্যা সমাধানে চীনাদের হাত নেই কোথায়ও; বরং উ: কোরিয়ার সমস্যাকে বড় করছে নীরবে।

দেখা যাক, বার্মা বিশ্বের খারাপ নজরে আছে, চীনারা হয়তো বার্মাকে সাহায্য করতে চাচ্ছে!

১৪| ২১ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৫৪

ধ্রুবক আলো বলেছেন: চীনাদের কাছে ১৫ লাখ রোহিঙ্গা কিছুই না, এখন তারা এর জন্য পদক্ষেপ নেবে কি না সেটা দেখতে হবে। কারণ রোহিঙ্গারা হলো মুসলিম, আবার যদি গা চুলকানি দেয়।
সবচেয়ে বড় কথা, আসল বিষয়টা কিন্তু এড়িয়ে যাচ্ছে। সূচিকে জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে না। রোহিঙ্গারা কি মায়ানমারে ফিরে যেতে পারবে!?

২১ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৩

চাঁদগাজী বলেছেন:


সুচি'র ক্ষমতা ও এই ব্যাপারে সুচির করার কি আছে, আমরা জানি না; সুচির পদটা অনেকটা জেনারেল এরশাদের পদের মতো।

চীনারা মুল সমস্যা সমাধান করতে পারবে চাইলে; কিন্তু মুসলমান নিয়ে তাদের নিজস্ব সমস্যা আছে দেশের উত্তর পশ্চিম এলাকায়; ফলে, কি হবে বলা মুশকিল; তবে, অন্য কেহ এই সমস্যায় হাত লাগাচ্ছে না, আপাতত।

১৫| ২১ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: চীনের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। চীন যে ইচ্ছা করলেই রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধান করতে পারে, সেটা আপনি যথার্থই বলেছেন। এই পয়েন্টে আমি আপনার সাথে একমত।


ধন্যবাদ ভাই চাঁদগাজী।

২১ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪১

চাঁদগাজী বলেছেন:



বার্মার সাথে চীন যেভাবে যুক্ত, চীনই সমাধান করতে পারবে, বার্মা বাকীদের কথা শোনে না।

১৬| ২১ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:১৫

নিরাপদ দেশ চাই বলেছেন: চায়না মিয়ান্মারের পক্ষ নিয়েছিল তাদের কুটনেতিক স্বার্থে। একদিকে মিয়ান্মার ও চিনাদের রেস একই আবার ব্যবসায়িক স্বার্থও আছে। তবে জাতিসংঘের চাপে হোক বা আর যেভাবেই হোক তারা যদি রোহিঙ্গা সমস্যা সমাধানের উদ্যোগ নেয় তবে এর চেয়ে ভাল আর কিছু হতে পারে না। একটা দেশকে হিরো থেকে জিরো বানানো একমাত্র চাইনিজদের পক্ষেই সম্ভব। সিঙ্গাপুর , মালয়েশিয়া তার উৎকৃষ্ট উদাহরন। মাল্যশিয়া যদিও মুসলিম একটি দেশ কিন্তু এই দেশের উন্নয়নের মুলে আছে কেবল চাইনিজরা। তা নাহলে এই দেশটার অবস্থা বাংলাদেশের চাইতেও খারাপ থাকত।

২১ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:২৫

চাঁদগাজী বলেছেন:



মালয়েশিয়ান চীনা ও মেইনল্যান্ডের চীনাদের মাঝে বড় পার্থক্য আছে।

যাক, চীনারা বর্মাকে পুরো কন্ট্রোল করছে অর্থনীতির দিক দিয়ে; মিলিটারী কাজ করতে চাহে না; সেইদিক থেকে চীনারা চাইলে এই সমস্যার সমাধান করতে পারবে; এবং সমাধান ভালোই হতে পারে; বার্মার নিজস্ব সমাধান টিকবে না।

১৭| ২১ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৫২

নিরাপদ দেশ চাই বলেছেন: সরি, বাক্যটা হবে একটি দেশকে জিরো থেকে হিরো বানানো

২১ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:২৫

চাঁদগাজী বলেছেন:


বুঝতে পেরেছি

১৮| ২১ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:০০

আবু তালেব শেখ বলেছেন: যদি চীনের মধ্যস্থতায় রোহিংগা সমস্যার ইতি ঘটে ভালো। তবে এটা লোকদেখানো আশ্বাস। আদতে এদের মনে কি ঘুরছে বোঝা মুসকিল।

২১ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:২১

চাঁদগাজী বলেছেন:


চীনারা বিশ্ব রাজনীতিতে এখনো কিছু দেখাতে পারেনি; হয়তো এটাই ওদের জন্য একটা বড় সুযোগ; এবং বার্মা ওদের হাতের মুঠোয়।

১৯| ২১ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:১১

এডওয়ার্ড মায়া বলেছেন: প্যারাডাইজ পেপার ইস্যুটা এড়িয়ে গেলেন।শুনলাম বাংলাদেশীদের সেখানে নাম আছে।
মাইনষ্যের আলোচনা শুনার ইচ্ছে ছিল

২১ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:২০

চাঁদগাজী বলেছেন:


প্যারাডাইস ইস্যুতে আমি তেমন কিছু জানি না; আপনি যদি জানতে চান যে, সরকারের লোকেরা টাকা বাহিরে নিচ্ছে কিনা, অবশ্যই নিচ্ছে; তবে, মন্ত্রী ফন্ত্রীর চেয়ে বেশী টাকা নিচ্ছে প্রশাসনের লোকেরা ও ব্যবসায়ীরা।

২০| ২২ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:০১

নূর-ই-হাফসা বলেছেন: যাক অবশেষে তাহলে আশার বানী শুনা গেল ।

২২ শে নভেম্বর, ২০১৭ রাত ১:৩৩

চাঁদগাজী বলেছেন:


এটা ঘটলে, রোহিংগারা হয়তো মানুষের মতো বাঁচার সুযোগ পাবে।

২১| ২২ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:১৯

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: চীন বলেন, ভিক্ষু বলেন আর মিয়ানমার আর্মি বলেন, সাম্প্রদায়ীকতা থেকে তারা বেরিয়ে আসতে পারবে না। এমনটা না করে রাখাইনের লোকদের শিক্ষা আর কর্মের ব্যবস্থা করলে তারাও বার্মার উন্নয়নের একটা অংশ হতে পারে। বার্মা সরকারই তাদের অলস আর কর্মবিমুখ বানিয়েছে। চীনের হাতে পড়ে যদি তারা কর্মদক্ষ হয়ে ওঠে তাহলে হয়তো তারা সত্যিই স্বাধীন আরাকান চাইবে।

২২ শে নভেম্বর, ২০১৭ রাত ১:৩৮

চাঁদগাজী বলেছেন:


১৫ লাখ রোহিংগার ভেতরে হয়তো ১৫০০ জন "স্বাধীন আরাকান" কথাটা লিখতে পারে এখন। ওদের নাগরিকত্ব ঠিক হয়ে গেলে, দাীদ্রতা থেকে রাহাই পেলে, তারা পরে ঠিক করতে পারবে, কি করা দরকার; আপাতত, ওদের অবস্হা ভয়ংকর খারাপ

২২| ২২ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:৩৭

জাহিদ অনিক বলেছেন:

চীনারা কি সে দেশে কম্যুনিজম প্রতিষ্ঠা করতে চাইবে না ?

২২ শে নভেম্বর, ২০১৭ রাত ১:৩৩

চাঁদগাজী বলেছেন:


আপনি হয়তো এখনো মংগল গ্রহে আছেন, ১৯৯১ সাল থেকে চীনে জাতীয়তাবাদী গলাকাটা ক্যাপিটেলিজম চলে আসছে; আজ ২৭ বছর পর, আপনি প্রশ্ন করছেন?

২৩| ২২ শে নভেম্বর, ২০১৭ রাত ১:০৫

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: চীনের এখানে কোনভাবেই আমেরিকাকে আসতে দেবে না, এটা যেমন একটা কারন তাদের এই সিদ্ধান্তে। আর অন্য একটা কারন, যদিও আমরা স্বীকার করতে কৃপণতা করছি, এক শেখ হাসিনার কুটনৈতিক স্টেপই চীনকে এই সিদ্ধান্তে আসতে আগ্রহী করেছে। কুটনীতিতে সব স্টেপ তাৎক্ষনিকভাবে দৃশ্যমান হয়না, সময়ে তা সবার কাছে আস্তে আস্তে পরিষ্কার হয়ে উঠে............চীনকে ধন্যবাদ না দিলে অন্যায় হবে.........যদি তারা সত্যিই তাদের সিদ্ধান্ত কার্যকর করতে চায়......

২২ শে নভেম্বর, ২০১৭ রাত ১:৩১

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা নিশ্চয় রোহিংগা ব্যবসায়ী নন; কিন্তু রোহিংগা নিয়ে জাতির এত সহানুভুতি, ভাবনাচিন্তা, ভয়, সন্দেহ কোনটাই তিনি জাতির সাথে শেয়ার করেননি; তিনি উপনিবেশের প্রধানের মতো প্রজাদের ভালোর জন্য হয়তো কাজ করে যাচ্ছেন; আমরা সেটা অনুমান করছি, কিন্তু উনি মানুষকে কোন ব্যাপারে সাথে নিচ্ছেন না।

২৪| ২২ শে নভেম্বর, ২০১৭ রাত ১:৩২

মানিজার বলেছেন: এইটার নাম সমাধান না ভাইসাব, এইটার নাম ঝুলায় রাখা ।

২২ শে নভেম্বর, ২০১৭ রাত ১:৩৫

চাঁদগাজী বলেছেন:



হতেও পারে, এটা একটা প্রস্তাব; এটা নিয়ে বাংলাদেশ যদি বার্মার সাথে কাজ করতে পারে, হয়তো এটা ঘটবে।

২৫| ২২ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪৬

তপোবণ বলেছেন: চীন চাইলে এই সমস্যার সমাধান একদিনেই সম্ভব।

২২ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৯

চাঁদগাজী বলেছেন:


সঠিক, চীনের উপর বার্মা খুবই নির্ভরশীল

২৬| ২২ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:২৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এই এলাকায় দারিদ্রতা দুরীকরণে চীনাদের থেকে বেশী দক্ষ কেহই নয় সঠিক বলেছেন।

২৩ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:২৪

চাঁদগাজী বলেছেন:


ওরা চীনকে ধুলাবালি থেকে তুলে এনে বিশ্বের ২য় অর্থনীতিটে পরিণত করেছে।

২৭| ২৩ শে নভেম্বর, ২০১৭ রাত ২:৩১

Bangladeshi Moinul বলেছেন:
যথেষ্ট অপ্রাসঙ্গিক একটি জিজ্ঞাসা।

আচ্ছা চাঁদগাজী ভাই, আমি ব্লগে একটি পোস্ট করার পরে দেখি আমার পোস্ট প্রথম পাতায় প্রকাশ হচ্ছে না। তারপর আমার নোটিফিকেশন এ যেয়ে দেখি একটি নোটিফিকেশন এমন, "আপনাকে প্রথম পাতা থেকে ব্যান করা হয়েছে"। হঠাৎ করে কর্তৃপক্ষ আমার উপর এমন করার কারণটা কি আমি জানিনা। অথচ আমার প্রোফাইলে এখনও আমি "একজন নিরাপদ ব্লগার" এই লিখাটাই আছে। তাহলে
১। আমার এখন কি করণীয়?
২। ব্লগের কর্তৃপক্ষ পর্যন্ত পৌঁছানোর উপায় কি?
৩। সর্বোপরি আমি কি করলে আমার উপর থেকে সামু এ অবরোধ সরিয়ে নিবে?

আপনাকে নিয়মিত ব্লগে দেখি, তাই আপনাকেই জিজ্ঞাসা করলাম। আপনার এই পোস্টে এমন অপ্রাসঙ্গিক মন্তব্য করার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আশাকরি আপনার থেকে হয়ত এ ব্যাপারে উপকারী কোনো সাহায্য পাব।

২৩ শে নভেম্বর, ২০১৭ রাত ২:৫৪

চাঁদগাজী বলেছেন:


কেন করেছে বলা মুশকিল, হতে পারে কোন কমেন্টের জন্য; আপনি নীচের ইমেইল'এ লিখুন যে, আপনি ব্লগার নিয়ম কানুন মেনে চলবেন, আপনার স্টেটাস টিহক করে দিতে:

[email protected]

২৮| ২৩ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:১২

টারজান০০০০৭ বলেছেন: সমাধান হবে না। তবে রোহিঙ্গাদের যাওয়ার কোনো জায়গা নাই। তাই হয়তো জবাই হওয়ার জন্য আবার যেতেই হবে ! চীন তার নিজের জনগণের ইয়ে মারিয়া মাফিয়াতন্ত্র প্রতিষ্ঠা করিয়াছে ! ঐখানে পার্টির অভিজাতরাই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সবকিছুর মালিক ! জনগণ কামলা ছাড়া আর কিছু নহে। সম্পদ পার্টি আর অভিজাত পরিবারগুলোর মধ্যেই সীমাবদ্ধ। সেই চীন করিবে রোহিঙ্গা সমস্যার সমাধান? বেজন্মা বার্মিজ আর্মি এতবড় আকাম চীনের সমর্থন ছাড়া করে নাই। রোহিঙ্গা সমস্যার আড়ালে চীন বড় কোন স্বার্থ উদ্ধার করিতেছে বোধহয়। বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তন হইতে পারে। বৈশ্বিক চাপে এখন উপায় না পাইয়া জুতা দান করিতে চাহিতেছে ! গরুতো বার্মারে দিয়া আগেই মরিয়াছে !

আরেকটি বিষয় হইতে পারে। রাখাইনে তাহাদের অনেক বিনিয়োগ। সেখানে তাহাদের প্রচুর শ্রমিক লাগিবে ! অল্প পয়সায় ক্রীতদাস পাইলে লাভই লাভ ! মগরা ক্রীতদাসগিরি করিবেনা বুঝিতে পারিয়া রোহিঙ্গাদের ফেরতের ব্যবস্থা করিয়া এক ঢিলে দুই পাখি মারিতেছে, বিশ্বের চোখে মহৎ সাজাও হইলো, অল্প বা বিনে পয়সায় ক্রীতদাসও পাওয়া গেল ! চীনারা এমন জাতি যে লাভের মুখ দেখিলে নিজের মাকেও বিক্রয় করিতে পারে। রোহিঙ্গা প্রত্যাবাসনে কোন লাভ দেখিতেছে কে জানে ?

২৩ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২০

চাঁদগাজী বলেছেন:


বৌদ্ধ ভিক্ষুরা কাজ করে না; সাধারণ মানুষও শ্রম বিমুখ; চীনাদের মানুষ দরকার, এবং বার্মা আন্তর্জাতিক চাপে থাকলে, এবং চীন ওখানে থাকায় কিছুটা অপদোষ তাদের গায়ে লাগবে; সেই কারণে চীন সমাধানে আগ্রহী হতে পারে; তবে, রোহিংগারা ভয়ের মাঝে থাকবে; ফলে, অনেকে যেতে চাইবে না

২৯| ২৩ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৬

শামচুল হক বলেছেন: যে কোন ভাবেই হোক রোহিঙ্গা সমস্যার সমাধান হওয়া দরকার।

২৩ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪০

চাঁদগাজী বলেছেন:


চীনারা যদি সমাধান না করে, অন্য সমাধান হলো, বাংলার ১২ কোটী দরিদ্রের সাথে ১১ লাখ দরিদ্র যোগ হলো।

৩০| ২৩ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯

আল ইফরান বলেছেন: আমার এই বিষয়ে কিছুটা ভিন্নমত রয়েছে। সাময়িকভাবে যেটাকে সমাধান বলে মনে হচ্ছে সেইটা প্রকৃতপক্ষে রোহিঙ্গাদের মূল অর্থব্যবস্থায় আঘাত হানবে এবং দীর্ঘমেয়াদে বার্মা এবং আমাদের জন্যও সমস্যা তৈরি করবে। রোহিঙ্গারা এখনো মধ্যযুগীয় অর্থব্যবস্থায় (প্রযুক্তিবিহীন কৃষিভিত্তিক) বসবাস করে, আর আপনি যদি তাদের শিক্ষাদীক্ষা ছাড়া শ্রমিক বানাতে চান সেইটার ফলাফল কি হবে যখন চীন এইখান থেকে ব্যবসা তুলে নিয়ে যাবে? এরা এমনিতেই যুগের সাথে নাই, তার উপর যদি বলেন কলকারখানা দিয়ে শ্রমিক বানাবেন, তার চাইতে এদের পুশব্যাক করেন। অপরিকল্পিত শিল্পায়নের শ্রমিক হওয়ার চাইতে এদেরকে আমাদের সিরাজগঞ্জের দুর্গম চরে পাঠায়ে দেন তাতে এটলিস্ট দেশের বাজারের এগ্রিকালচারাল প্রোডাকটিভিটি বাড়বে।

২৩ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:০৯

চাঁদগাজী বলেছেন:



শতকরা ৭০ ভাগ সম্ভাবনা, এরা বাংলাদেশে থেকে যেতে চাইবে। চীনাদের বাইরে, অন্য কোন সমাধান বার্মা মানবে না

৩১| ২৪ শে নভেম্বর, ২০১৭ সকাল ৮:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: চীনের সবধরণের সক্ষমতা আছে। তারা চাইলে এটির সমাধানে সময় লাগবে না ।

২৪ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:১২

চাঁদগাজী বলেছেন:


চীন হয়তো বুঝতেছে যে, বার্মার ভেতরে তাদের বড় ধরণের উপস্হিতির কারণে, বিশ্বের নজর তাদের দিকেও পড়বে।

৩২| ২৪ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:১৩

সেলিম আনোয়ার বলেছেন: সেরকম হলে বেশ ভালৈ হয় ।

২৪ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩১

চাঁদগাজী বলেছেন:


দেখা যাক, চীনারা এক সময়ে বিশ্বের মাঝে সবচেয়ে নিপীড়িত ছিলো, হয়তো তারা রোহিংগাদের জন্য ভালো কিছু করবে

৩৩| ২৪ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন: ইচ্ছে করলে চীন সমস্যা সমাধান করতে পারবে। তবে, এতে আসিয়ান দেশগুলো সাহায্য নিলে ভালো।

২৪ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৭

চাঁদগাজী বলেছেন:


আসিয়ানের সবাই এই সমস্যা সম্পর্কে ৪০ বছর জানে, কেহ কিছু করেনি

৩৪| ২৪ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:
সেটা ঠিক বলেছেন। তবে, চীন চেষ্টা করলে তাদের প্রভাবিত করতে পারে।

২৪ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৩

চাঁদগাজী বলেছেন:


বার্মার লোকজন চীনের হয়ে কাজ করবে আগামীতে; ওদের অর্ধেক মানুষ কাজ করে না, ভিক্ষুরা অন্যের দানের উপর বাঁচে; ফলে, তারা ক্রমেই চীনের উপর পুরো নির্ভরশীল হয়ে যাবে।

৩৫| ২৫ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩০

খায়রুল আহসান বলেছেন: চমৎকার কিছু পর্যবেক্ষণ উঠে এসেছে আপনার এ পোস্টে এবং পাঠকের মন্তব্যে। আপনার মূল বক্তব্যের সাথে আমি একমত- চীন ছাড়া এ সমস্যার সমাধান সম্ভব নয়, তবে এজন্য চীনকেও চাপে রাখতে হবে যেন উলটা পালটা কিছু না করে। মায়ানমার দীর্ঘদিন একঘরে হয়ে থেকেছে, এতে তাদের কোন সমস্যা হয় নাই। তাই কোন স্যাংশনের ভয় ওদের উপর কার্যকর হবেনা।
অধুনা আমেরিকা রোহিঙ্গা নিধন অভিযানকে এথনিক ক্লীনজিং বলে অভিহিত করতে শুরু করেছে। এটা বার্মিজ সামরিক শাসকদের উপর একটা চাপ সৃষ্টি করতে পারে।
সুচিন্তিত এ পোস্টে ভাল লাগা আগেই দিয়ে গিয়েছিলাম + +।

২৫ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৮

চাঁদগাজী বলেছেন:


সঠিক বলেছেন, রোহিংগাদের ব্যাপারে আমেরিকার বক্তব্য এবার পরিস্কার; বার্মার জেনারেলরা কিছুটা চাপ অনুভব করবে যে, আমেরিকার কথা নিয়ে চীন ভাববে, এবং বার্মা চীনের উপর নির্ভরশীল; একা আমেরিকাকে বার্মা কোন মুল্য দেয় না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.