নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

জেরুসালেম ইসরায়েলের রাজধানী হলে, প্যালেষ্টাইন কি কি হারাচ্ছে?

০৭ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৯



প্যালেষ্টাইন আপাতত কিছুই হারাচ্ছে না; প্যালেষ্টাইনীরা জানতো যে, এটা একদিন ঘটবে!

*** গত এক ঘন্টার মাঝে সংঘর্ষ শুরু হয়েছে পশ্চিম তীরের বেথেলহাম ও রামাল্লায়; গুলির আওয়াজ শোনা যাচ্ছে; এখনো হতাহতের খবর পাওয়া যায়নি। রাস্তায় বের না হয়ে, তাদেরকে ঘরে ঘরে সভা করার দরকার ছিলো!

গতকাল ট্রাম্প জেরুসালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছে ও আমেরিকান এম্বেসী জেরুসালেমে স্হানান্তরের ঘোষণা দিয়েছে। এতে রক্তপাত ঘটবে; আজকে বেথেলহাম ও রামল্লায় সংঘর্ষ শুরু হয়েছে, পশ্চিমতীরে সব এলাকায় মানুষ বেরিয়ে এসেছে, হামাস ৩য় ইন্তেফাদার ডাক দিয়েছে গাজায়; হয়তো অনেক প্রাণ যাবে হামাসের ভুলের জন্য; কিন্তু আদেশ বদলানোর সম্ভাবনা নেই বললেই চলে; ট্রাম্প আজ অবধি কোন কিছুতে পিছু হটেনি।

ইসরায়েল ১৯৭৩ সালে জেরুসালেম দখল করার পর থেকেই বলে আসছে যে, এই শহরই হবে ইহুদী রাষ্ট্রের রাজধানী; এবং ক্রমেই তারা এই শহরে তাদের রাষ্ট্রীয় অফিস ইত্যাদির শাখা প্রশাখা খুলেছে; কিন্তু বিশ্বের বড় শক্তিগুলো ইসরায়েলের এই পদক্ষেপের বিরোধীতা করে আসছে, তাদের এম্বেসী তেল আবিব থেকে সরায়ে জেরুসালেমে আনেনি; আসলে, বিশ্ব তাকিয়ে ছিলো আমেরিকার দিকে। ইউরোপ তীব্র প্রতিবাদ করছে; দেখা যাক, এই পদক্ষেপ কি সমস্যার সমাধানের জন্য তাগিদ দেবে, নাকি প্যালেষ্টাইন পুরোপুরি বিলুপ্ত হয়ে যাবে।

প্যালেষ্টানীদের জন্য এই ঘোষণা একেবারে নতুন নয়, তারা এই ধরণের কথা ৩০/৩৫ বছর শুনে আসছে; এবং জানতো যে, কোন এক সময় আমেরিকা হয়তো স্বীকৃতি দেবে। সুতরাং, সঠিক হবে এর জন্য প্রাণ না দেওয়া, নিজেদের মাঝে সভা সমিতি করে, ২-দেশ সমাধানে এগিয়ে যাওয়া, ২-দেশ সমাধানকে সামনে আনা, এবং প্যালেষ্টাইনের পক্ষ থেকে ২-দেশ সমাধান কিভাবে কার্যকরী করা যায়, সেই পদক্ষেপ নেয়া।

২-দেশ সমাধান হলে, জেরুসালেম উভয় দেশের রাজধানী হলে, তখন আপত্তি থাকতো না; কিন্তু এখন ১ দেশ থাকাতে ও জেরুসালেম একা ইসরেয়েলের রাজধানী হওয়ায় ক্ষোভের সন্চার হচ্ছে; কিন্তু ক্ষুব্ধ হয়ে প্রাণ দিলে, এই প্রাণ দেয়া হবে নুর হোসেনের মতো ও ডা: মিলনের মতো অকারণে প্রাণ দেয়া।

২-দেশ সমাধানে বড় ৩টি সমস্যার মাঝে জেরুসালেম ছিল সবচেয়ে ছোট সমস্যা; ৩ টি বড় সমস্যা হলো: (১) রিফিউজিদের নিজ গ্রামে ফিরে যাওয়ার অধিকার, (২) ইসরায়েলকে মেনে নিয়ে, ইসরায়েলের বিপক্ষে সন্ত্রাস বন্ধ করা, (৩) জেরুসালেমকে মুক্ত শহর ঘোষণা করা।

বাংলাদেশের মানুষ প্যালেষ্টাইনের ইতিহাস কম জানেন, কম বুঝেন ও বাংগালীরা আরাফাতের সময় প্যালেষ্টাইনের জন্য যুদ্ধ করেছিলেন, প্রাণ দিয়েছেন; এজন্য বাংগালীরা মনে অনেক কষ্ট পায় প্যালেষ্টাইন নিয়ে; প্যালেষ্টাইনীরা বাংগালীদের সমপরিমাণ কষ্ট পেলে অনেক আগে প্যালেষ্টাইন দেশ হয়ে যেতো।

হামাসের ডাকে, পাথর মেরে প্রাণ হারানো হবে সবচেয়ে বেকুবী কাজ; এই ধরণের ভুলের কারণে ইসরায়েল গাজা দখল করে নিতে পারে।

মন্তব্য ৫৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৫

শাহিন-৯৯ বলেছেন: আমেরিকার উল্লুকটা খুবই খারাপ কাজ করল এই স্বীকৃত দিয়ে।

০৭ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২০

চাঁদগাজী বলেছেন:


ট্রাম্প ইলেকশানের এজেন্ডায় রেখেছিল এই ধরণের পদক্ষেপের কথা; তবে, বেশীর ভাগ আমেরিকান এটি চাহেনি

২| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৯

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: মোটামুটি বলা যায়, আরব দেশ গুলা কিছুই করতে পারবেনা। কিছু করার মত যোগ্যতাও নাই। মনে হয় জেরুজালেম নিয়া মাথা ব্যাথাও নাই।

০৭ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৩

চাঁদগাজী বলেছেন:



আরবেরা জানে যে, এটা একদিন ঘটবে; বেশীরভাগ আরবেরা আজকাল প্যালেষ্টাইনীদের কিছুটা অপছন্দও করে।

৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩০

আনু মোল্লাহ বলেছেন: আপনি বাড়ির মালিক। আপনার কাছে একজন আশ্রয় প্রার্থী এল বলল, আমার আমার থাকার জায়গা নেই। আপনি দয়া করে তাকে জায়গা দিলেন। পরে সে আপনাকে ঘর থেকে বের করে দিল। সে হয়ে গেল বাড়ির মালিক আর আপনি হলেন উদবাস্তু। এই হল ফিলিস্তিন সমস্যার মূলকথা। এখানে আপনি হলেন ফিলিস্তিন আর আশ্রয়প্রার্থী হল ইজরায়েল।

০৭ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৮

চাঁদগাজী বলেছেন:


ইহুদীরা আশ্রয় নিয়েছে ইংরেজদের কলোনীতে, প্যালেষ্টাইনীদের বাড়ীতে নয়; আপনি ইতিহাস সঠিকভাবে জানেন না। ইহুদীরা যখন এসেছে তখন প্যালেস্টাইন ছিলো অটোম্যানদের ও ইংরেজদের।

৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩১

রাজীব নুর বলেছেন: পৃথিবীতে এটিই একমাত্র জাতি যারা তিন হাজার বছর ধরে একই নাম, একই ভাষা এবং একই স্রষ্টায় বিশ্বাস করে আসছে, আর আজ এই ইহুদিদের ধ্বংসাত্মক আচরণের কারণে পুরো পৃথিবীতে বইছে অশান্তির দাবানল।

দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর প্যালেস্টাইন ইস্যুতে বৃটেনের স্থলে অমেরিকা গুরুত্বপূর্ণ ভুমিকা নিয়েছিল।

০৭ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৩

চাঁদগাজী বলেছেন:


কলোনিয়েল সিস্টেমের ফলে ভারত থেকে ২ দেশ হয়েছে, মুসলামনেরা খুশী হয়েছে; প্যালেষ্টাইনে তাই হওয়ার কথা ছিল ১৯৪৮ সালে, মুসলমানেরা মানেনি

৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: মাথা মোটা আরবরা প্যালেস্টাইনের জন্য কিছুই করবে না, করতে পারবেও না। আর ফিলিস্তিনিরা আরও বেকুব। তারা আধুনিক অস্ত্রের আক্রমনের জবাবে পাথর আর ইট পাটকেল ছুঁড়ে মারে।

০৭ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪১

চাঁদগাজী বলেছেন:



আমি লাইভ নিউজ দেখছি: প্যালেষ্টানীরা পাথর ও গুনাইল থেকে পাথর মারছে; আমি গুলির আওয়াজ শুনেছি। প্যালেষ্টাইনীদের উচিত ছিলো ঘরে মিটিং করা।

৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৭

মোঃ শহিদুল পারভেজ বলেছেন: ‘আমেরিকা নিপাত যাক’, ‘আমেরিকা সন্ত্রাসের জননী’ মুর্হুমুহু স্লোগানে রাজপথ কম্পিত করে তুলে ক্ষুব্ধ ফিলিস্তিনীরা।

০৭ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৯

চাঁদগাজী বলেছেন:



৭০ বছর প্যালেষ্টাইরা মরেছে, কিছুই হয়নি; সেই পথ থেকে ওদের সরে যেতে হবে।

৭| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৩

অলিউর রহমান খান বলেছেন: আমি নিজে ও যুক্তরাষ্ট্রে আছি জনাব। না পারছি কিছু বলতে আর না পারছি কিছু করতে। শুধু বলবো আল্লাহ্ই ন্যায় বিচারক। একদিন তিনি এর সুষ্ঠু বিচার সম্পাদন করবেন। আমরাই বিজয়ী হবো।

০৭ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১১

চাঁদগাজী বলেছেন:


এ নিয়ে ট্রাম্পের মাথা ব্যথা নেই, সে ভোটের আগে এসব বলেছে; প্যালেষ্টাইন পরাজিত হয়েছে, তাকে সমাধান খুঁজে বের করতে হবে; যুদ্ধে পরাজিত হলে, অপশন কমে যায়।

৮| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৭

বাবুরাম সাপুড়ে১ বলেছেন: "প্যালেষ্টাইনীদের উচিত ছিলো ঘরে মিটিং করা।"
প্যালেষ্টাইনীদের ঈমানী জোশ একটু কম থাকলে এতদিনে সমস্যার সমাধান হয়ে যেত।

০৭ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৮

চাঁদগাজী বলেছেন:


ঘরে বসে মিটিং করলে বিশ্ব বুঝতো যে, প্যালেষ্টাইনের মানুষজন সঠিক সমাধানে আগ্রহী; কারণ, মারামারি বিশ্ব পছন্দ করছে না

৯| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৯

আল ইফরান বলেছেন: আমার কাছে বরং মনে হয় তাদের হারানোর মত আর কিছু নাই। যা ছিলো সবই তো ইজরায়েল নিয়ে গিয়েছে।
আর প্যালেস্টাইনিদের পক্ষে একা কিছু করা সম্ভব হবে না যতক্ষন না পর্যন্ত আরবীয় জাতীয়তাবাদের ঢেউ আসে (বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে যা একেবারেই অসম্ভব)
As long as Arabians are driven by their little head instead of the big one, এই পরিস্থিতির কোন উন্নতি হবে না।

০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৮

চাঁদগাজী বলেছেন:


ইরান প্যালেষ্টাইনের পক্ষে যাওয়ায়, আরবেরা প্যালেষ্টাইন নিয়ে উৎসাহী নন।

একমাত্র প্যালষ্টাইনীরা ইসরেয়েলের সাথে বসে এটার ফয়সালা করতে পারে।

আমেরিকার স্বীকৃতি নিয়ে আজকে ওরা ইসরায়েলের সৈন্যদের উপর পাথর মারছে; এটা বেকুবী

১০| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ট্রাম্প নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণা করেছে। ভালো কথা। কিন্তু প্যালেস্টাইনীদের জন্য কোন প্যাকেজ ঘোষণা করেনি কেন?

০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩১

চাঁদগাজী বলেছেন:


জেরুসালেমকে ইহুদীরা রাজধানী দাবী করে আসছে প্রায় ৩০/৩৫ বছর; ট্রাম্প স্বীকৃতি দিলো; দেয়া উচিত হয়নি।

তবে, আরবেরা জানতো যে, এই ঘটনা ঘটবে একদিন; তারা হতবাক হয়নি।
প্যালেষ্টাইন দেশ হলে, তারাও জেরুসালেমকে রাজধানী করবে। যদিও ২-দেশ সমাধানে জেরুসালেমকে মুক্ত নগরী করার কথা ছিলো।

ট্রাম্প ভোটে ঘোষণা দিয়েই ভোটে জয়ী হয়েছে, অর্থৎ আমেরিকানদের জন্য এটা নতুন ঘটনা নয়; যদিও বেশীর ভাগ আমেরিকান তা চাহে না।

১১| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: প্যালেস্টাইনীরা আরব ব্রাদারহুড দিয়ে প্রভাবশালী আরব দেশ সৌদি আরব, কুয়েত, কাতার, ইউএই (যাদের প্রত্যেকের সাথে আবার আমেরিকার ভালো সম্পর্ক আছে) - কে নিয়ে বসতে পারতো এবং ট্রাম্পের এই ঘোষণা আসার আগে তাদের পরবর্তী পদক্ষেপ এর চিন্তা করতে পারত। এখন আরো কিছু মারা যাবে...

০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১৭

চাঁদগাজী বলেছেন:



প্যালেষ্টাইনীরা সঠিক কোন পদক্ষেপ নিচ্ছে না; আবার আরবেরা এখন প্যালেষ্টাইন নিয়ে উৎসাহিত নয়, কারণ ইরান প্যালেষ্টাইনকে সাহায্য করছে।

নেতারা যদি মানুষকে ঘরে থেকে, হলে মিটিং করতে বলতো, পৃথিবী গুরুত্ব দিতো; এখন রাস্তায় নেমে অকারনে প্রাণ দিবে।

১২| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৩৬

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: "প্যালেষ্টাইনীরা বাংগালীদের সমপরিমাণ কষ্ট পেলে অনেক আগে প্যালেষ্টাইন দেশ হয়ে যেতো।"

এক মত।

জর্ডান, মিশর কখনো চায়নি প্যালেষ্টাইন রাষ্ট্র হোক। আর সৌদিআরবতো ইজরাইলের কোলেই উঠে আছে। তাই প্যালেস্টাইন কখনো রাস্ট্র আসলে হতোই না। আর বৃহত্তর ইজরাইল রাষ্ট্রই আসলে প্যালেষ্টাইন সমস্যার বাস্তবতা............না মানতে পারলেও সেটাই ঘটছে..........

০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:৩৮

চাঁদগাজী বলেছেন:


ইসরায়েল যদি গাজা ও পশ্চিম তীর দখল করে, হামাস ও পিএলও'কে বের করে দিয়ে, একটা দেশের পত্তন করে, ১০/১২ বছর পর আলাদা করে দেয়, সেটাই ভালো প্যালেষ্টাইন হবে।

১৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:০৫

কানিজ রিনা বলেছেন: ভাল্লুকের হাতে খুনতা দেওয়া হয়েছিল এই
ঘটনা ঘটানোর জন্য। অজ্ঞ উজবুক একটা
লোক। ক্ষমতার অপব্ব্যবহার করে দেখাল
নতুন এই কাফের। বৃটিশ শোসন করেছিল
সারা বিশ্ব কত যুগ ধরে। আমেরিকার দখল
দারীত্ব আর কত যুগ পার হবে। নমরুদ
ফেরাউন হাজার হাজার বছরের কাফেরত্ব
ধ্বংশ হয়েছিল। এদের ধ্বংশ হবে আর কত
যুগ পড়ে,

০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:৩৬

চাঁদগাজী বলেছেন:



আধুনিক ভাবনা, সায়েন্সে, টেকনোলোজী ও মানুষের উদার মানসিকতার জন্য আমেরিকার পতন স হজে হবে না। ট্রাম্প কিছু একটা করার চেষ্টা করছে, সে বললো

১৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ২:২১

কানিজ রিনা বলেছেন: আধুনিক চিন্তা চেতনায় বিজ্ঞান পারমানবিক
এটম কি ধ্বংশের দার প্রান্ত বয়ে আনে নাই?
সময়ের ব্যাপার মাত্র, হয়ত আমার নাতীর
যুগ পার হবে কিনা? আধুনিক প্রযুক্তি সুখের
যান্ত্রিক সভ্যতা এনেছে ঠিকই সেই সাথে
ধ্বংশ বয়ে আনবে সহসাই। যদি ডোনাল্ড
ট্রাম্প ও কিমজং এর মত উন্মাদ আরও
কিছু নেতা এক যুগ ধরে রাজত্ব করে।

০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৩:১৪

চাঁদগাজী বলেছেন:


কিমের পাখা গজায়েছে আগুনে পোড়ার জন্য।
ট্রাম্প অস্বাভাবিক আমেরিকান; সে যখনই সীমা অতিক্রম করবে, আমেরিকা তাকে বসায়ে দেবে।

মুসলিম দেশগুলো শিক্ষা ও সায়েন্স থেকে দুরে পড়ে গেছে; ওদের কাছে টাকা, তেল থাকার পরও শান্তি নেই।

১৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ২:৫৫

কানিজ রিনা বলেছেন: কিমজং,ট্রাম্প,ডাবলবুশ,সুচী এরা বিশ্ববিদ্যালয়
পড়েছে কিনা সন্দেহ হয়। শুশিক্ষিত বাবা
মায়ের ঘরে জম্ম হলে, এতটা মস্তিস্ক বিকৃত
হয় কিকরে। ডাবল বুশ মিথ্যা অজুহাতে
ইরাক ধ্বংশ করেছে। একে একে ছলে বলে
কৌশলে মুসলিম রাস্ট্রগুল ধ্বংশের দাবানল
বইয়ে দিচ্ছে। এগুল কি ট্রেরোরিস্ট নয়?

০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৩:১২

চাঁদগাজী বলেছেন:


মুসলিম দেশের লোকগুলো নিজের দেশের সম্পদ দখল করে, নিজের মানুষের উপর কত্তৃত্ব বজায় রাখার জন্য আমেরিকাকে ব্যব হার করে আসছে; এতে আমেরিকা ওদের সাথে জড়িয়ে পড়ে।

ইরাকের ক্ষমতায় চেপে বসার জন্য সাদ্দাম আমেরিকার সাহায্য নিয়েছিল; ইরানের সাথে যুদ্ধে জয়ী হওয়ার জন্য আমেরিকার সাহায্য নিয়েছিল।এভাবে মুসলমান গুলো আমেরিকার সাথে জড়িয়ে পড়ে।

আজকে দেখেন, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো মানুষের সাপোর্ট চাহে না, চাহে আমেরিকার সাপোর্ট

১৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ ভোর ৫:২১

ডঃ এম এ আলী বলেছেন: ডোনাল্ড ট্রাম্প যা-ই বলুন না কেন, প্যালেস্টাইন নিয়ে বিশ্বের অধিকাংশ দেশ পুরনো অবস্থানেই অনড় থাকবে। তাদের রাজধানী কোথায় হবে সেটা তৃতীয় কোনও দেশ ঠিক করে দিবে তা অনেকেই পছন্দ করবেনা । আমরা এটাকে কী ভাবে দেখব, তা নির্ভর করে বিষয়টাকে কিভাবে দেখছি ও প্যালেস্টাইনীদেরকে কতটুকু জানি তার উপরে।তবে প্যলেষ্টাইনে এখন আগুন জ্বলছে ।

০৮ ই ডিসেম্বর, ২০১৭ ভোর ৬:৩৯

চাঁদগাজী বলেছেন:


৬৯ বছর আগুন জ্বেলে প্যালেষ্টাইনীরা দেশ পায়নি; তাদেরকে দেশ পেতে হলে কি করার দরকার ?

১৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ ভোর ৬:৫৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আর ভালো লাগেনা এসব ইহুদী ফিহুদী কাফেরদের ষড়যন্ত্র মূলক কর্ম কান্ড।
রিনা আপার কমেন্টে লাইক।

০৮ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৪০

চাঁদগাজী বলেছেন:


মুসলমানেরা ইহুদীদের ধর্মীয়ভাবে হেয়চোখে দেখার কারণে সমস্যার সৃষ্টি হয়েছে

১৮| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৩০

ধ্রুবক আলো বলেছেন: ৪ নং কমেন্ট রাজীব ভাইয়ের ভালো লাগলো।
এটা ট্রাম্প ঐ ইহুদিদের ইশারায় করেছে বুঝা যায়, কারণ আমেরিকা ওদের টাকার গোলাম। আর এখন বর্তমান অবস্থা তো খুবই খারাপ, এতই খারাও যে কোরিয়াও আমেরিকাকে হুমকি দেয় তাই এই কান্ড করা। এই স্বীকৃতি দিয়ে সে একটা বিতর্ক তো সৃষ্টি করলোই আরও একটা বিশ্ব যুদ্ধের দিকে এগিয়ে নিলো।

কালকে কিম জং উনের ফেসবুক পেজে একটা ট্রল করেছিলো, ট্রাম্প জেরুসালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা করেছে, আমি এন্টার্কটিকাকে ইউএস এর রাজধানী ঘোষণা করলাম। B-)

০৮ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪২

চাঁদগাজী বলেছেন:


কিম জং ভুল করছে, ট্রাম্প একা আমেরিকা নয়; জাপানীরা ভুল করেছিলো পার্ল হারবার আক্রমণ করে।

ট্রাম্প ভুল করেছে, জেরুসালেমে আমেরিকান এম্বেসী নিয়ে যাবার হুকুম দিয়ে; জেরুসালেমকে রাজধানী বলে আসছে ইহুদীরা ৩০/৩৫ বছর আগের থেকে; আমেরিকান স্বীকৃতি পেয়ে ওরা এটাকে প্রতিষ্ঠিত করলো। যাক, প্যালেষ্টাইনিরা জানতো যে, এটা এক সময় ঘটবে।

১৯| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:২৫

ডঃ এম এ আলী বলেছেন: প্যালেষ্টাইনী আরব মুসলিমদেরকে দেশ পেতে হলে তাদেরকে বাস্তবতা অনুধাবনের মত শিক্ষা দরকার । নীজের বুদ্ধিতে শিখতে হবে অন্যের মুখের কথায় শিক্ষা তাদেরকে ক্রমাগতভাবে ভুল পথে চালিত করবে ।

০৮ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৪

চাঁদগাজী বলেছেন:


ইহুদীরা দেশ তৈরি না করে দিলে প্যালেষ্টাইনীরা দেশ পাবার সম্ভাবনা নেই।

২০| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০১

নীলপরি বলেছেন: ঠিকই বলেছেন । তিনটে সমস্যাই জটিল ও জোড়ালো ।

০৮ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৩

চাঁদগাজী বলেছেন:


এগুলোর সমাধান প্যালেষ্টাইনীদের হাতে

২১| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৫৬

রূপক বিধৌত সাধু বলেছেন: এ সমস্যার বোধকরি কোন সমাধান নেই। ইসরাইলকে রুখে দেওয়ার মতো সাধ্য কার আছে?

০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১০

চাঁদগাজী বলেছেন:


১৯৪৮ সালেই বুঝার দরকার ছিলো যে, ইসরায়েলকে পরাজিত করা সম্ভব নয়, তাদের সাথে থাকা উচিত, এবং সেটাই সঠিক পথ।

২২| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:২০

পবন সরকার বলেছেন: অস্ত্র ছাড়া শুধু পাথর মেরে কোন লাভ হবে না।

০৯ ই ডিসেম্বর, ২০১৭ ভোর ৫:২৯

চাঁদগাজী বলেছেন:



ইসরায়েলী মিলিটারীর সামনে কোন আরব দেশই কিছু না; সর্বোপরি, এইটা এখন আর যুদ্ধের বিষয় নয়; এখন ফিলিস্তিনদের একটি দেশ দরকার।

২৩| ১০ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:২৪

আবু তালেব শেখ বলেছেন: ইসরায়েল যদি গাজা ও পশ্চিম তীর দখল করে, হামাস ও পিএলও'কে বের করে দিয়ে, একটা দেশের পত্তন করে, ১০/১২ বছর পর আলাদা করে দেয়, সেটাই ভালো প্যালেষ্টাইন হবে,,,,,,,,,,,,
,,, আপনার কথাগুলো কাল্পনিক জগতে বলেন। আপনি ইসরাইলের পক্ষ নিয়ে বলছেন। যারা আজ পর্যন্ত অভিশপ্ত জাতি। তারা আস্তে আস্তে মধ্যপাচ্যের সব ভুমি দখল নেবে। আপনার ইসরাইলের বিপক্ষে বলার সাহস নেই কারন আপনি আমেরিকায় বাস করেন

১০ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:৩৫

চাঁদগাজী বলেছেন:


আপনি প্যালেষ্টাইনের মানুষদের সংগ্রাম, তাদের ব্যর্থতার কারণ বুঝার চেষ্টা করেননি। ওদের উগ্র যোদ্ধাদের জন্য শতকরা ৯৫ জন ফিলিষ্তিনী নির্যাতীত হচ্ছে; ফিলিস্তীরা যুদ্ধ শুরু করেছিল প্রথম, পরাজিত হয়ে সব হারায়েছে; বিশ্ব ওদের পছন্দ করে না।

২৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৩৮

টারজান০০০০৭ বলেছেন: ওহ জেরুজালেম ! হায় ফিলিস্তিনি, তুমি আজ সন্ত্রাসী !!!!!!!!!!!

১৫ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৫২

চাঁদগাজী বলেছেন:



৩টি বড় যুদ্ধে পরাজিত হয়েছে আরব দেশগুলো; তারপর, ইয়াসির আরাফাতের গেরিলাযুদ্ধ কাজ করেনি; এখন দরকার আলোচনার মাধ্যমে দেশ গঠন করা; আসলে, ইসরায়েলী মানুষজন ফিলিস্তিনীদের সাহায্য করতে চায়, পারে না হামাস ও হিজবুল্লার কারণে, ওরা দেশ চাহে না, চাহে প্রতিশোধ।

২৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১৪

টারজান০০০০৭ বলেছেন: "ইসরায়েলী মানুষজন ফিলিস্তিনীদের সাহায্য করতে চায় !!"

আমার কাছে কৌতুক মনে হইল !!!!

১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১২

চাঁদগাজী বলেছেন:


লিকুদের কইছু গোঁড়া লোক ছাড়া সবাই ফিলিস্তিনীদের জন্য দু:খ প্রকাশ করে, ওরা জানে যে, হামাস ও পিএলও ভুল পথে চেষ্টা করে চলেছে; ইহুদীদের উপর প্রতিশোধ না নিলে, ওরা আরবদের জন্য অনেক কিছুই করতো, ওরা জানে কি করে ভালো কইছু করতে হয়।

২৬| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৩৭

টারজান০০০০৭ বলেছেন: গরু মারিয়া জুতা দান করিতে চাহিলে মহৎ বলা যায়না, পশ্চিমা মিডিয়া যতই মহৎ বলুক ! আর জনগণ চাহিলে লিকুদ ক্ষমতায় আসে কিভাবে ? উহাদের নতুন প্রজন্মের অনেকে নিরাপদ বোধ করেনা বলিয়া ফিলিস্তিনিদের ছাড় দিয়া হইলেও শান্তি চায়। আর জায়োনিজম বিরোধী কিছু আদি ইহুদি আছে, যাহারা ১৯৪৭ সালের আগে ফিলিস্তিনিদের সাথে বাস করিত, তাহারাও শান্তি চায়। তবে শান্তিবাদীদের সংখ্যা আমাদের দেশের বামাতীদের মতন। মিছিলের ১২ জন টোকাইয়ের শেষের জনও গলা ফাটাইয়া স্লোগান দেয় বিধায় অনেক মনে হয়। বাস্তবে পর্বতের পাশে মূষিক মাত্র !

১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১১

চাঁদগাজী বলেছেন:


শান্তিবাদীদের সংখ্যা কম নয়; পুরো লেবার পার্টিই শান্তিবাদী; কিন্তু তারা আরবদের উপর আস্হা রাখতে পারে না; তারা যখন দেখে লেবানন, সিরিয়ায়, ইরাকে মুসলমান মুসলমানকে হত্যা করছে, ওরা ভয়ে থাকে

২৭| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:১৩

টারজান০০০০৭ বলেছেন:
শান্তিবাদীদের সংখ্যা কম নয়; পুরো লেবার পার্টিই শান্তিবাদী; কিন্তু তারা আরবদের উপর আস্হা রাখতে পারে না; তারা যখন দেখে লেবানন, সিরিয়ায়, ইরাকে মুসলমান মুসলমানকে হত্যা করছে, ওরা ভয়ে থাকে !

আমার মনে হয় লেবার পার্টির ইহুদিরাও নিজেদের ডিফেন্ড করিয়া এতো সুন্দর কথা কহিতে পারিবে না ! চমৎকৃত হইলাম ! তাহাদের শাসনামলের সুকীর্তিগুলো (!) একটু ঘাটিয়া দেখিলে ভাল হইবে !

১৮ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৫০

চাঁদগাজী বলেছেন:


আপনি এটা জানেন কিনা, জাতি সংঘ ওখানে ২টি দেশ করতে চেয়েছিল, ও ১৯৪৮ সালের ১৫ই মে সকালে, আরবদের ১২ জাতি ইসরায়েল দখল করার জন্য যুদ্ধ শুরু করেছিল, সেই যুদ্ধে পরাজিত হয়েছে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.