নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

ব্লগিং\'এ কমেন্ট মাইনিং, কি পাবেন ঠিক ঠিকানা নেই

১০ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪২



কমেন্ট মাইনিং, টার্মটা আমি প্রথমবার ব্যবহার করছি, আপনি আগেও শুনে থাকলে ভালো, না হয়, অসুবিধা নেই; কারণ, এই টার্মের মর্মার্থ অবশ্যই আপনার জানা আছে! কমেন্ট মাইনিং হলো, বেশ কিছু দুর্বল মুর্বল, ভাইজান চা দেন, ধরণের কমেন্ট করে, নিজেও কিছু কমেন্ট পাওয়া; এই ধরণের শ'খানেক কমেন্ট করলে ২০/২৫ টা কমেন্ট পাওয়া সম্ভব; তবে, কমেন্টের কোয়ালিটি দাবী করা যাবে না; কমেন্ট আসবে, চায়ের সাথে টা'এর মতো; বড়শী ফেলার জন্য কেঁচো খোঁড়ার মতো, পেতে পারেন, নাও পেতে পারেন, পেলেও কাজে লাগবে কিনা বলা মুশকিল; কাজে লাগলেও, মাছ আটকাবে কিনা অনুমান করার উপায় নেই!

আজকে অনেক্ষণ ব্লগিং করার পর, একটুখানি কমেন্ট মাইনিং করার কথা ভাবলাম; একবারে ছোখ বন্ধ করে মাটিতে কোপ দেয়ার আগে , সামুর প্রথম পাতার বাম প্যানেলে চোখ রাখলাম; 'অন লাইনে' আছেন ৫৯ ব্লগার: ১ম জন হচ্ছেন আফরোজা সোমা, এরপরে আছেন, সুখী মানুষ, শ্মশান ঠাকুর, লুতফুর মুকুল, লালু; আমি হতবাক, নীচের দিকে গেলাম পড়তে পড়তে; বুঝলাম, মাইনিং শেষ, মাটিতে কোপ দেয়ার দরকার নেই, মাটি শীতল, ওখানে কেঁচো নেই, কোদাল মেরে হাতে ব্যথা হবে, কোদালের ধারও নষ্ট হবে!

ব্লগে মাঝেমাঝে কমেন্ট করাইসিস দেখা দেয়; এলিট ব্লগারেরা ব্যয় সংকোচন নীতি অবলম্বন করেন; ইনারা ইনফ্লেশন মিনফ্লেশন নিয়ে ভাবনাচিন্তা করেন হয়তো, কিংবা কমেন্ট করে কম-এলিটের দলে আসতে চান না। বন্ধু-ব্লগারেরা বন্ধুর পোষ্ট না পেলে কি-বোর্ডে হাত লাগাতে চান না, ক্যাচালের লোকেরা ক্যচাল না লাগলে গুটিশুটি মেরে চুপ করে বসে থাকন; মনে হয়, ইনারা চাইলে ক্যাচাল অবশ্য লাগাতে পারেন।

যাক, আমি কোপ দিই নাই বলে বলে যে, আপনি কোদাল ধুয়ে মুছে রেখে দেবেন সেটা কোন নীতি নয়; কিছু সৌভাগ্যবান লোক আছেন, প্রতি কোপেই স্বর্ণমুদ্রা পেয়ে যান।

মন্তব্য ৯৬ টি রেটিং +১১/-০

মন্তব্য (৯৬) মন্তব্য লিখুন

১| ১০ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মনের খোরাক হিসেবে অনেকে অনেক কিছুতে আনন্দ পায়...

১০ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫০

চাঁদগাজী বলেছেন:


ব্লগিং বিচিত্র, সবার এলাকা আছে; তবে, প্যানেলের বাম দিকে তাকালে মাঝে মাঝে ভয় লাগে!

২| ১০ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫১

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: কমেন্ট খরা ব্লগে প্রকট। আর কিছু লোকজন আছে নির্দিষ্ট কারো পোস্টেই কমেন্ট করবে।

১০ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫৯

চাঁদগাজী বলেছেন:


যাঁরা নিদ্দিষ্ট পোষ্টে কমেন্ট করেন, উনারা বন্ধু ব্লগার।

৩| ১০ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫৩

হাসান কালবৈশাখী বলেছেন:
মাডিত কোবদিলে ক্যেইচ্চা একটা না একটা পাইবেনই।
যাক এখন চা দেন।

১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০০

চাঁদগাজী বলেছেন:



আমার চায়ের সুনাম কম।

৪| ১০ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫৫

কামালপা বলেছেন: ব্লগাররা আগে গালাগালি করত। এখন একটু ভদ্র হয়েছে।

১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০১

চাঁদগাজী বলেছেন:


ব্লগারদের বিবর্তন কম্প্যুটিং'এর বিবর্তনের সামানুপাতিক; আমি বিশ্বাস করি যে, এটা এক শক্তিশালী জেনারেশন

৫| ১০ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫৬

নূর-ই-হাফসা বলেছেন: আপনার আগের পোষ্ট টা কি মুছে ফেলেছেন ? খুঁজে পেলাম না ।

১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০৯

চাঁদগাজী বলেছেন:


এটা দেয়ার জন্য সেটাকে ড্রাফট করে ফেলেছি!

৬| ১০ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫৮

কামালপা বলেছেন: আপনার চেহারা সুন্দর। কেমন কমলা রঙের চোখ।

১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০৩

চাঁদগাজী বলেছেন:


প্রো-পিক দেন, পোষ্ট দেন; মানুষ সৌন্দয্যের পূজারী, এবং সেটা স্বাভাবিক।

৭| ১০ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫৯

বিষাদ সময় বলেছেন: চমৎকার কমেন্ট বিশ্লেষণ...........মোটামুটি একমত।

১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০৮

চাঁদগাজী বলেছেন:



সামান্য ফান, ব্লগারদের কি-বোর্ড একা একা কাঁদছে

৮| ১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০০

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: লেখক বলেছেন: ব্লগিং বিচিত্র, সবার এলাকা আছে; তবে, প্যানেলের বাম দিকে তাকালে মাঝে মাঝে ভয় লাগে!


কেন?

১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০৭

চাঁদগাজী বলেছেন:


ভয়ের কারণ আছে, ব্লগার "আফরোজা সোমা" ২০১২ সালে শেষবার কমেন্ট করতে পেরেছেন; এরপর যতবার চেষ্টা করেছেন সামু ফ্রোজেন হয়ে গেছে, ভয়ের ব্যাপার!

৯| ১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০৩

সুমন কর বলেছেন: হাহাহাহা.............ভালো বলেছেন এবং সহমত। ইদানিং ব্লগে, ব্লগার সংখ্যা আস্তে আস্তে কমছে.....চিন্তার বিষয় !!

আর, চা চাওয়ার বিষয়টা আগে থেকেই বিরক্তিকর।। (আড্ডা পোস্ট ছাড়া)

১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০৫

চাঁদগাজী বলেছেন:



গত ৩/৪ সপ্তাহে হাজিরা কমেছে! হাসিখুশী হওয়া ভালো, তবে লেখার ও কথার ওজন থাকার দরকার আছে।

১০| ১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১২

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আমি একবার বাম প্যানেলে সত্যিই ভয় পেয়েছিলাম। দেখি উপরের দিকে দুইজন ব্লগারের নামের মাঝে বেশ অস্বাভাবিক রকমের স্পেস। কার্সর নিয়ে গিয়ে দেখি সেটা একটা ব্লগারের নিক! নাম কিভাবে ইনভিজিবল রাখল কে জানে!

১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১৪

চাঁদগাজী বলেছেন:


ব্লগ সফটওয়ারের সব ফাংশানেলিটি আমাদের কাছে পরিস্কার নয়; অনেকে হয়তো অনেক কিছু জানেন

১১| ১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১৩

রাসেল উদ্দীন বলেছেন: কমেন্টকারী ব্লগারদের অদৃশ্য একটি চ্যানেল রয়েছে। কিছু ব্যতিক্রম ছাড়া চ্যানেলের বাইরে উনারা কমেন্ট করেন না।
তাতে পোস্ট ভাল হোক আর মন্দ হোক...

১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১৮

চাঁদগাজী বলেছেন:



আপনি হয়তো একটু বেশী বলে ফেলছেন, বন্ধু ব্লগার থাকা মোটামুটি স্বাভাবিক; সব যায়গায় কমেন্ট করাও কঠিন; যেমন, আমি ধর্মীয় পোষ্টে কমেন্ট করলে কিছু ব্লগার উত্তেজিত হয়ে যান, যদিও আমি ধর্ম নিয়ে কথা বলে, লেখার লজিকের উসপর কথা বলার চেষ্টা করি।

১২| ১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১৮

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: পেটে ভাত না থাকলে দার্শণিক ভাব আসেনা। দার্শণিক ভাব না আসলেও কমেন্টের ফুলঝুরিও ফুটেনা।

শীতের দিনে সবাই কম্বল মুড়ি দিয়ে ঘুমায়। হাতের আঙুল নেড়েচেড়ে কেউ শীতল বায়ূর সঞ্চালন বাড়াতে চান না।

অনেক ঘরের গিন্নী সন্দেহ, ব্লগে কমেন্ট করার নাম করে যেন কারী সাথে চ্যাট ফেটিং করছে।

১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:২৩

চাঁদগাজী বলেছেন:



অনেক শীত পড়ছে?

গৃহিনীরা বাংলা ব্লগের ক্লাসিকেল শত্রু; আমি কোনভাবে গৃহযুদ্ধ এড়িয়ে যাচ্ছি: ব্লগিং থেকে ওখানে আরো বেশী মাথা খাটাতে হচ্ছে।

১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:২৪

চাঁদগাজী বলেছেন:



আপনার সমস্যা কি রয়ে গেছে?

১৩| ১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১৯

সচেতনহ্যাপী বলেছেন: অনেক মন্তব্য লেখার সাথে পুরোই সম্পর্কহীন!! যেন আড্ডা পোষ্ট।। এতে করে লেখার মর্মার্থও তার গুরুত্ব হারিয়ে ফেলে।।

১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:২৫

চাঁদগাজী বলেছেন:


লেখাকে মেপে দেখতে হয়; লেখাই ব্লগারদের পৃথিবী

১৪| ১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:২৮

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আমাকে নরমালি সেফ দেখাচ্ছে, কিন্তু পোষ্ট করলে প্রথম পাতায় যাচ্ছেনা! এ এক আতঙ্কের নাম। যা ভালো লক্ষণ নয়।

১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৪৭

চাঁদগাজী বলেছেন:


আপনি "ফিডব্যাকে" ইমেইল করেন; ব্লগার জানাকেও ইমেইল করুন।

১৫| ১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:২৮

আবু তালেব শেখ বলেছেন: চা দেন, প্রথম হইছি, এই টাইপের কমেন্টকারিরা ফেসবুক থেকে বিতাড়িত হয়ে সামুতে এসেছে

১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৫১

চাঁদগাজী বলেছেন:



চা টা চলুক, তবে ব্লগ যদি বেশী চ্যট-বান্ধব হয়ে যায়, লেখকেরা গা ভাসিয়ে দেবেন।

১৬| ১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৩৮

আখেনাটেন বলেছেন: গৃহিনীরা বাংলা ব্লগের ক্লাসিকেল শত্রু; আমি কোনভাবে গৃহযুদ্ধ এড়িয়ে যাচ্ছি: ব্লগিং থেকে ওখানে আরো বেশী মাথা খাটাতে হচ্ছে। --- হা হা হা ....


কদিন ধরেই মুরগীর রাণীক্ষেত রোগের মতো ব্লগও ঝিমাচ্ছে মনে হচ্ছে। রেনামাইসিনের ডোজ দরকার মনে কয়।

১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৪৮

চাঁদগাজী বলেছেন:


আমি ৫৯ লগিন ব্লগারের মাঝে ৪ জনকে জানি, যাঁরা কমেন্ট করে থাকেন।

১৭| ১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৪০

মাইনুল ইসলাম আলিফ বলেছেন: কিছু মজার দরকার আছে। তাই বলে বাড়াবাড়ি তো ভাল নয়।
গঠনমূলক সমালোচনাটা বেশি জরুরী।

১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৪৬

চাঁদগাজী বলেছেন:


চা ইত্যাদি নিয়ে ফান করতে করতে লেখক শেষে রম্য লেখক হয়ে যাবেন।

১৮| ১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৪০

ডঃ এম এ আলী বলেছেন: চা টা পানের আগেও বলেননা পোষ্টের লেখাটির বিষয়বস্তু কেমন হল
পরেও বলেন না লেখাটি কিংবা চা টা কেমন লাগল , এমনটিই দেখা
যায় বেশ কিছু কমেন্টে। যাহোক এটা ব্যক্তিগত ব্যপার ।
তবে চা টা এর সাথে পোষ্টের লেখাটির বিষয়বস্তুর বিয়য়ে দু একটি
কথা বললে ব্লগিং এর মান বাড়ত বলে মনে হয় । যারা সেরকম করেন
তারা সাধুবাদ পেতে্ই পারেন । ধন্যবাদ কমেন্টের হালচালের একটি
দিক তুলে ধরার জন্য ।

১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৪৫

চাঁদগাজী বলেছেন:


কমেন্ট করার ব্লগারেরা গত কিছুদিন লগিন করছেন না; তাই একটু ফান করা।

১৯| ১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ২:৪৩

পাজী-পোলা বলেছেন: সমস্যা একটাই আমরা স্রোতে গাঁ ভাসাই।

১১ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:৪১

চাঁদগাজী বলেছেন:


স্রোতের বিপরিতে গেলে অনেক শক্তি খরচ হয়, অনেক ভাবতে হয়।

২০| ১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ২:৪৯

ঠ্যঠা মফিজ বলেছেন: কমেন্টতো করলাম সাথে লাইক প্যানেলেও চাপ দিলাম এইবার চা না হয় কফি দেন :)

১১ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:৪২

চাঁদগাজী বলেছেন:


আসতেছি ঢাকায় আড্ডা হবে, চা হবে, কফি হবে।

২১| ১১ ই ডিসেম্বর, ২০১৭ ভোর ৬:২১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালো করেছেন ভাই নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করেছেন।

১১ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:৩৯

চাঁদগাজী বলেছেন:


কমেন্ট করতে চাচ্ছে না ব্লগারেরা, ক্যাচাল করতে চায়; আমি চাচ্ছি কমেন্ট মাইনিং করতে আগামী কিছুদিন।

২২| ১১ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:২১

মোস্তফা সোহেল বলেছেন: কমেন্ট করতে গেলে তো লেখাটি ভাল করে পড়তে হয়।অনেকে না পড়েই কমেন্ট করতে চাই।

১১ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৪৬

চাঁদগাজী বলেছেন:


কিছু কিছু পোষ্ট শেষ করা সত্যই কঠিন; যেমন, জেরুসালেম বিজয়ের পর নাকি খলীফা ওমর (রা: ) এক চাকরকে নিয়েই নগর গেছেন? খলীফাকে শুধু মুসলামানদের থেকে রক্ষা করার জন্য বডিগার্ডের দরকার হতো; এসব পোষ্ট শুরু করাই মুশকিল, শেষ হবে কেমনে?

তখন না পড়েই কমেন্ট করতে হয়

২৩| ১১ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:২২

আহমেদ জী এস বলেছেন: চাঁদগাজী ,





"কমেন্ট মাইনিং" টা অপ্রিয় হলেও সত্য বলেছেন । ব্লগে এই কমেন্ট মাইনিং বেশ প্রকট । অনেক সময় বিরক্ত উদ্রেককারীও বটে ।
সচেতনহ্যাপী যথার্থই বলেছেন - অনেক মন্তব্য লেখার সাথে পুরোই সম্পর্কহীন!! যেন আড্ডা পোষ্ট।। এতে করে লেখার মর্মার্থও তার গুরুত্ব হারিয়ে ফেলে।।

ডঃ এম এ আলী র সাথেও একমত যে , চা টা এর সাথে পোষ্টের লেখাটির বিষয়বস্তুর বিয়য়ে দু একটি
কথা বললে ব্লগিং এর মান বাড়ত বলে মনে হয় ।

কিন্তু এটুকুরই বড়ই অভাব ।
আপনি ব্লগারদের নিয়ে আশাবাদী । আপনার মতো আমি এবং অনেকেই । তাই বলি--- এরকম কমেন্ট মাইনিং হয়তো লেখককে কমেন্ট সংখ্যায় জৌলুস দিতে পারে কিন্তু লেখার বিষয়বস্তুর অমেয় চেতনাকে নয় । এভাবে কমেন্টিং হলে লেখকের দৃষ্টিমান জ্ঞানকে তুচ্ছ করে অপরিশুদ্ধ সখ্যতার চর্চা বাড়ে । ব্লগের জ্ঞানের , চিন্তার, চেতনার আকাশটা অন্ধকার সময়ের করায়ত্ব হয় ।

১১ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৮

চাঁদগাজী বলেছেন:


কমেন্ট মাইনিং করলে, কমেন্ট বাড়ে; কমেন্ট বাড়ুক আমিও চাই; কিন্তু অপ্রাসংগিক কমেন্ট ব্লগারের ভাবনাকে রিফাইন করতে সাহায্য করে না; ফলে, ব্লগার হয়তো ভুল ধাণাকে আরো প্রসারিত করে।

২৪| ১১ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৫০

রাজীব নুর বলেছেন: ওস্তাদ, আসলে ব্লগে বারো রকমের ব্লগার আছেন। তাদের একজনের বাড়ি এক এক অঞ্চলে। তাদের মন মানসিকতাও ভিন্ন।
আমি দীর্ঘ বছর ধরে ব্লগে আছি- অনেক চড়াই উৎরাই ব্লগে দেখেছি। চুপ করে শুধু দেখে গেছি। অনেক কিছুর সাক্ষী আমি।
অল্প কিছু দুষ্টলোক পরিকল্পিতভাবে সামু ব্লগের পরিবেশ নষ্ট করতে চেষ্টা করেছে।

এই ব্যাপার নিয়ে আমি একটা ব্লগ লিখব অনশাল্লাহ। আপনার সহযোগিতা কাম্য।

১১ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪০

চাঁদগাজী বলেছেন:


লিখুন।

ব্লগিং এখন বেশ শক্ত অবস্হানে; ব্লগারেরা নিজেদেরকে বুঝার সুযোগ পাচ্ছেন!

২৫| ১১ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:২৭

নাঈমুর রহমান আকাশ বলেছেন: পোস্টে কমেন্টের জায়গায় চ্যাটিং শুরু করাদের নিয়েও একটা লিখতে পারেন।

১১ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৬

চাঁদগাজী বলেছেন:



চ্যাটিং এক ধরণের মাইনিং, মনে হয়।

২৬| ১১ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫৮

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: কিছু কিছু ব্লগারকে কোন মন্তব্য করতে দেখি না; এরা কি মন্তব্য করতে ভয় পায়? নাকি ওজন কমে যাবে বলে মন্তব্য করে না? সেলিব্রেটি জাতীয় কিছুও আছে ঠাঁট বজায় রেখে চলেন।

১১ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৮

চাঁদগাজী বলেছেন:


আমি এদের নাম দিয়েছি এলিট ব্লগার, এরা কমেন্ট কম করেন; করলে, পোষ্টের চেয়ে কমেন্টে নিজকে বেশী ওজনী করে ফেলেন।

২৭| ১১ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:১০

নীলসাধু বলেছেন: ব্লগে পোষ্টের চেয়েও গুরুত্বপূর্ণ কমেন্ট।
মনে আছে ব্লগের শুরুর দিনগুলোতে পোষ্ট দিয়ে হা করে বসে থাকতাম কে কমেন্ট করে, কি বলে সেটা দেখার জন্য। দিনে দিনে এই নেশা বেড়েছে কমেনি।
কিন্তু দিন বদলে গেছে।
একটা সময়ে দৈনিক ১৮ ঘণ্টা ব্লগে থাকা মানুষ এখন ব্লগে আসি খুব অল্প সময় নিয়ে। নিজের পোষ্ট দেই। তারপর প্রিয় কিছু ব্লগারের পোষ্ট ঘুরে দেখি, পড়ি তারপর হাওয়া হয়ে যাই।
সব পোষ্টে মন্তব্য করা হয়না।
আবার চাইলো স্বল্প সময়ে কমেন্ট করা হয়ে উঠে না। কারণ কিছু পোষ্ট দাবী করে দীর্ঘ মন্তব্যের। শুধু চা বিস্কুট দেন জাতীয় মন্তব্য কোনদিন করিনি আর করা হবেও না। সেটাও নানা কারণে তারা করেন। এটা বোঝা যায়।

ভালো থাকবেন।
শুভেচ্ছা জানবেন।

১১ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫১

চাঁদগাজী বলেছেন:


ব্লগিং'এর প্রাণ হলো কমেন্ট; সাধারণ লেখকদের ভুল ধারণাগুলো অনেক সময় জীবনেও ধরা পড়ে না, ব্লগে মহুর্তের মাঝে কোন না কোন ব্লগার সেটার উপর আলোকপাত করবেনই।

২৮| ১১ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:২৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার বলেছেন। চা খাবেন?? B-) ;) :P

১১ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫

চাঁদগাজী বলেছেন:



ব্লগ দিবসে আপনাদের সাথে চা খাওয়ার খুবই ইচ্ছে ছিলো; কিন্তু চোখের সমস্যায় আটকা পড়েছি, ৩ সপ্তাহ ডাক্তারের অবজারবেশনে, স্যরি।

২৯| ১১ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৩৫

মনিরা সুলতানা বলেছেন: গাজী ভাই .
সব পোষ্ট এ তো বলার মত কিছু থাকে না , আবার চা ও চাইতে পারি না তাই ।
চুপচাপ লাইক দিয়ে সরে আসি ।

১১ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৩

চাঁদগাজী বলেছেন:


ব্লগিং'এ পুরো জাতির রিপ্রেজেন্টেশন হচ্ছে; ফলে, কোনকিছু বাদ পড়ছে না; ভুল ধারণাগুলো এখানে সহজে ধরা পরে।

৩০| ১১ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৪৮

তারেক ফাহিম বলেছেন: ব্রিটিশ প্রদত্ত বাণি দেখা হলে চা খাবেন??????
আর আমরা ব্লেগারগণ চা চেয়ে নি।

১১ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৫

চাঁদগাজী বলেছেন:


চা ইত্যাদি বন্ধু-ব্লগারদের চ্যাটিং'এর অংশ, এতে যেন পোষ্টটাই চাপা পড়ে না যায়।

৩১| ১১ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৩১

সামিয়া বলেছেন: হুম সত্যি কথাগুলোই তুলে ধরেছেন আপনি।
একটি রিপ্লের জায়গায় কেউ কেউ চারটা পাঁচটা রিপ্লে দিয়ে নিজের পোষ্টের কমেন্টের সংখ্যা বাড়ায়, পাগল একেকজন, কি কারন হতে পারে! ব্যক্তিগত জীবনে একাকী ও অসফল!! আল্লাহ্‌ মালুম!

১১ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৮

চাঁদগাজী বলেছেন:


এই প্রবতাও দেখা যায়; এটা হয়তো হতাশা থেকে, যারা দেখছেন যে, বন্ধু ব্লগিং চলছে, উনার পোষ্ট পড়ার কেহ নেই।

৩২| ১১ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৪

জুন বলেছেন: চাদঁগাজী আপনার লেখনী এবং ইতি সামিয়ার মন্তব্যের সাথে একমত ।

১১ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০০

চাঁদগাজী বলেছেন:


বলছি, লোকজন সবকিছুর উপর নজর রাখছেন, মনে হয়।

৩৩| ১১ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৫

রূপক বিধৌত সাধু বলেছেন: আমার কাছে (পোস্টে) কেউ কখনো চা-টা চায় নি, আমিও চাই না!

১১ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৩

চাঁদগাজী বলেছেন:



আপনার কবিতার লাইনগুলো পড়ে আপনাকে (বিরহী মনের মানুষদের কবিকে) শাত্বনা দিতে দিতে সময় চলে যায়, চা চাওয়ার অবস্হা হয়তো থাকে না

৩৪| ১১ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:০২

ফয়সাল রকি বলেছেন: কমেন্ট করবো... চা দেন B-))

১১ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৪

চাঁদগাজী বলেছেন:


ব্লগ দিবসে চা হবে, কথা হবে।

৩৫| ১১ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:১৯

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: আমার কাছে মনে হয়েছে কোনো লেখা পড়ে "চা দেন" এই কমেন্টটি লেখাটির মান কমিয়ে দেয়। এর চাইতে কোনো লেখা পড়ে বা না পড়ে কমেন্ট না করাটাও ভালো।

১১ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৬

চাঁদগাজী বলেছেন:



চা বলতে বুঝানো হয়েছে অপ্রাসংগিক আলোচনা, যা পোষ্টকে আসলে খাট করে ফেলে; পোষ্ট একটা ভাবনা, পোষ্টের মান যেন রক্ষা হয়!

৩৬| ১১ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৪২

নূর-ই-হাফসা বলেছেন: চা দেন এইটা জানি কে জানি আবিষ্কার করেছেন । আমি গনহারে অনেক পোষ্ট পড়ি । যেগুলো কম বুঝি ঐ টপিকে মন্তব্য করিনা ।

১১ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০১

চাঁদগাজী বলেছেন:




অনেকে খেয়াল করেন না যে, চা বেশী হয়ে গেলে, পোষ্ট নিয়ে কথা তেমন হয় না।

৩৭| ১১ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:০০

ঘুমন্ত আমি বলেছেন: মান সম্মত লেখা হলে কমেন্ট মাইনিং করা লাগেনা। কমেন্ট এমনিই পাঠক করবে।

১১ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৮

চাঁদগাজী বলেছেন:


ব্লগিং ক্রমেই সেইদিকে যাচ্ছে।

৩৮| ১১ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:২৭

আনু মোল্লাহ বলেছেন: ব্লগারের কমেন্ট পাবার হার, তার নিজের কমেন্ট ও পরিচিতির সমানুপাতিক আর লেখার মানের ব্যাস্তানুপাতিক।

১১ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৫

চাঁদগাজী বলেছেন:


লজিক্যাল

৩৯| ১১ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৫২

ফেরদৌসা রুহী বলেছেন: আমি কখনোই কারো লেখা পড়ার সময় ব্লগারের নাম দেখে কমেন্ট করিনি।

যা পড়তে ইচ্ছা হয় পড়ি। ভালোলাগাটা জানিয়ে যাই শুধু।

আপনার পোস্টেও ভালোলাগা জানিয়ে গেলাম

পোস্টের সাথে সহমত।

১১ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪২

চাঁদগাজী বলেছেন:


আসল ব্লগারকে "পোষ্ট" নিজে টেনে নেয়; বন্ধু-ব্লগার থাকবেন, কারণ মানুষে মানুষে সম্পর্ক গড়ে উঠে সব সময়

৪০| ১১ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মজার বিষয়টি এবার আলোচনায় এনেছেন, ভালোই লাগলো পড়ে। তবে মন্তব্য কি করবো ভেবে পাচ্ছি না। আমি নিজে অবশ্য চা টা দাবি করিনা কখনো। তাছাড়া প্রথম কমেন্ট করা আমার দ্বারা হয়ে উঠে না। তবুও এই বিষয় নিয়ে মন্তব্য করতে মন সায় দিচ্ছে না আমার। আমি কোন পোষ্ট যদি পড়ি তো সময়ের অভাব থাকলেও বলে আসি 'ভালো লাগলো'।

আসলে, কিছু না বলার চেয়ে কিছু একটা বলাই ভালো মনে হয় আমার কাছে। চা চাওয়া ব্যাপারটি আন্তরিক ভাবেই দেখি আমি, অনেকটা রসিকতাপূর্ণও।

১১ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৩

চাঁদগাজী বলেছেন:


চা চাওয়া, চা দেয়ার সাথে পো্ষ্টের সাথে্ সম্পর্ক নেই; ওগুলো চ্যাটিং; পোষ্টে যদি কোন ভাবনা থাকে, সেটার উপর মতামত না দিয়ে, চা নিয়ে চ্যাটিং হলো কমেন্ট মাইনিং

৪১| ১১ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা, তা ঠিকই বলেছেন। এটাকে সবাই সম্ভবত চ্যাটই মনে করে থাকেন। তাছাড়া ব্লগে তো আর কোনভাবে চ্যাট করার সিস্টেম নেই, যদি থাকতো তাহলে এমনটা হয়তো হতো না।

আপনি ব্যাপারটি সামনে আনাতে হয়তো এই হাল্কা রসিকতাটুকু উঠেই যাবে ব্লগ থেকে!!

১১ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৫

চাঁদগাজী বলেছেন:


হিউমার জীবনের অংশ, সেটা না থাকলে ব্লগিং বোরিং হয়ে যাবে, আকর্ষণ কমে যাবে; মাইনিং কম করলে, নিজকে বুঝা সহজ হবে।

৪২| ১১ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৬

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: না, আমি পোস্ট না পড়ে চা দেওয়া দেয়ি বা চাওয়া চায়িকেই বুঝিয়েছি।

১১ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬

চাঁদগাজী বলেছেন:


স্যরি, এখন বুঝতে পেরেছি, হয়তো!
পোষ্ট না পড়েই, ১ম কমেন্ট করার প্রচেষ্টা কিছুটা ছেলে মানুষীর মতোই; কেহ কেহ হিউমার হিসেবে নিচ্ছেন, মনে হয়।

৪৩| ১২ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৪

ধ্রুবক আলো বলেছেন: কি বলবো?! কিছু বলার নাই।
চা দেয়ার কথা বলে বাংলালিংকের বিজ্ঞাপন টা মনে পড়লো- ' চিনি দেবেন কিন্তু ঘুটবেন না, নিচে পড়ে থাকবে ধীইইরে ধীরে গলবে'
ব্লগেও চায়ের চিনি কি ধীরে ধীরে গলবে?!

৪৪| ১২ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪২

উম্মে সায়মা বলেছেন: চাঁদগাজী ভাই, এক কাপ চা দিন :)
সবগুলো মন্তব্য-প্রতিমন্তব্য পড়লাম
আপনার সেন্স অব হিউমার হাই লেভেলের!

১৩ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:০৩

চাঁদগাজী বলেছেন:


সময় আসবে, ঢাকায় বসে চা খাবো সবাই মিলে

৪৫| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:৪২

রূপক বিধৌত সাধু বলেছেন: তবে আপনি যদি চা-টা এর দাওয়াত দেন, সশরীরে উপস্থিত হয়ে যাবো; যেহেতু ঢাকার কাছাকাছি আছি (গাজীপুর)।

১৩ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:০৮

চাঁদগাজী বলেছেন:


আশাকরি, আমরা চা খাবো ঢাকায়

৪৬| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:০৩

আটলান্টিক বলেছেন: "বিচার মানি তালগাছ আমার"
উনি সব সময় আপনার ব্লগে প্রথম মন্তব্য করে কেন???

১৩ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:২০

চাঁদগাজী বলেছেন:


যথাসম্ভব, ব্লগে থাকলে "প্রথম পাতা" চেক করে দেখেন

৪৭| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৯

আটলান্টিক বলেছেন: উনি দিনরাত ব্লগে কি করেন?

১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১১

চাঁদগাজী বলেছেন:



ফানি প্রশ্ন, উনি কি করেন সেটা কেউ জানার কথা নয়

৪৮| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্রত্যেক পোস্টই কমেন্ট দাবী করে, তাই সকলেরই অন্যের পোস্টে কমেন্ট করা উচিত, হোক সেটা বিষদ বা একটা ঈমো।

১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০৭

চাঁদগাজী বলেছেন:


সেটাই বলগিং'এর আসল বৈশিষ্ঠ্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.