নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

জনতার বিজয় দিবস শুধু একবারই এসেছিল, ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর

১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১৬



১৯৭১ সালের বিজয় দিবসই ছিল জাতির সাধারণ মানুষের জন্য সবচেয়ে বড় বিজয় দিবস; পাকিস্তান বাহিনীর ৯ মাসের হত্যাকান্ড, টেটর, অন্যায়, দুষ্ট পাকী সেনাবাহিনী ও রাজাকারদের পরাজয়, মুক্তিবাহিনীর জয়, মানুষকে বিমোহিত করেছিল; স্বজন, সম্পদ, আত্মীয়, পড়সী হারানোর দু:খকে চাপিয়ে নতুন ভবিষ্যতের স্বপ্ন ও আশা মানুষকে এত বেশী উৎসাহিত করেছিল যে, মানুষ ভয়শুণ্য হৃদয়ে, ৯ মাসের কষ্টকে পায়ের নীচে ফেলে রাস্তায় বেরিয়ে এসেছিলেন, তাঁদের সামনে ছিল নতুন এক জাতি, নতুন পরিচয়, নতুন ভাবনা, সীমাহীন আবেগ, দিগন্তজোড়া স্বপ্ন।

সেই বিশাল বিজয়, সেই বিশাল স্বপ্ন ভাংতে বেশী সময় লাগেনি; ১৯৭২ সালে, মানুষ আবার একই ধরণের সরকারী অফিসারদের দেখেছেন, একই ব্যুরোক্রেটরা অফিসে, একই ধরণের লোকেরা প্রশাসনে; এদের কথার সুর আগের মতো, এদের চলাফেরা আগের মতো, মানুষের ৯ মাসে অবদানের কথা কেহ বলেনি, এই সাড়ে ৭ কোটী মানুষ কিসের মাঝ দিয়ে গিয়েছে, সেটা বড় কাহিনী হয়নি; প্রশাসন শেখ সাহেবর কথা বলছে, তাজুদ্দিন সাহেবের কথা বলছে; কেহ মানুষের খবর নিতে আসেনি; যে মায়ের সন্তান যুদ্ধ শেষ ফিরে আসেনি, তাঁকে শান্ত্বনা দিতে শেখ সাহেব আসেননি, তাজুদ্দিন সাহেব আসেননি, কোন কমান্ডার আসেননি; যে ইপিআর ফিরে আসেননি, তাঁর বিধবা স্ত্রীর খবর কেহ নেয়নি, কেহ এসে একটা আশার কথা বলেনি, কেহ এসে স্বামীর গল্প করেনি, তাঁর বাচ্চাটাকে কোলে নিয়ে কেহ ভরসা দেয়নি; আশা, স্বপ্ন, ভরসা সবকিছুই ক্রমেই নিজের থেকে হারিয়ে গেছে।

তারপর ৪৭ বছরে অনেক কিছু ঘটেছে, অনেক কিছু বদলায়েছে; মানুষ নতুন কিছু নিয়ে ভাবছে না, নতুন স্বপ্নের কথা কোথায়ও শোনা যায় না; যারা দেশ চালায়, তারাই বিজয় দিবস পালন করে, তারাই সবকিছুতে; সাধারণ মানুষ শুধু দর্শক, শুধু শ্রোতা; তাদের তেমন কোন ভুমিকা আছে বলে মনে হয় না। জাতি গড়ছেন ক্ষমতার লোকেরা, তারা সবকিছুর মালিক, তাদের কথাই শেষ কথা, বিজয়ও তাদের কাহিনী, তাদের গল্প, বিজয় এখন তাদের; মানুষের কথা নেই, মানুষের বিজয়ের কাহিনী নেই!

মন্তব্য ৬৩ টি রেটিং +১২/-০

মন্তব্য (৬৩) মন্তব্য লিখুন

১| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:২৩

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: একটুও ভুল বলেননি, অক্ষরে অক্ষরে সত্যি.............

১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১৮

চাঁদগাজী বলেছেন:



সরকারগুলো জাতিকে সাথে নিয়ে বিজয় দিবস পালন করার মতো পরিবেশ রাখেনি; তারাই করে, তারাই আনন্দিত।

২| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সহমত। সবচেয়ে মূল্যবান কথা লিখেছেন - একই লোকেরা প্রশাসনে, এদের কথার সুর আগের মত, এদের চলাফেরা আগের মত। জাতি তখনই আসলে ধাক্কাটা খায়। রেডিমেড দেশ পেয়ে কলকাতা থেকে নেতারা এসে দায়িত্ব বুঝে নেন!

১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২০

চাঁদগাজী বলেছেন:


আওয়ামী লীগের ১ম সরকার জনতার বিপ্লব ও বিজয়কে থামিয়ে দিয়েছে; ওরা পুর্ব পাকিস্তানের সরকার চালায়েছে বাংলা ভাষায়।

৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩৮

প্রামানিক বলেছেন: তারপর ৪৭ বছরে অনেক কিছু ঘটেছে, অনেক কিছু বদলায়েছে; মানুষ নতুন কিছু নিয়ে ভাবছে না, নতুন স্বপ্নের কথা কোথায়ও শোনা যায় না; যারা দেশ চালায়, তারাই বিজয় দিবস পালন করে, তারাই সবকিছুতে; সাধারণ মানুষ শুধু দর্শক, শুধু শ্রোতা; তাদের তেমন কোন ভুমিকা আছে বলে মনে হয় না। জাতি গড়ছেন ক্ষমতার লোকেরা, তারা সবকিছুর মালিক, তাদের কথাই শেষ কথা, বিজয়ও তাদের!

মন্দ বলেন নাই।

১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২১

চাঁদগাজী বলেছেন:



সব গল্প তাদের, সব কাহিনী তাদের, মানুষ হলো শ্রোতা ও দর্শক

৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দোষ বঙ্গবন্ধু'র দিচ্ছেন!! কিন্তু, একটা আলাদিনের চেরাগ তাঁর হাতে দিতে পারেননি কেন?

সাড়ে সাত কোটির মধ্যে দেড় কোটি সামাল দিতে পারেননি, বুঝতেও পারেননি।


আমাদের দেশে এমপি মন্ত্রী সব মূর্খ, কৃষক, দিনমজুরদের ভোটে জয়ী হন। শিক্ষিত লোক ভোট দিয়ে কাউতে নির্বাচিত করেন না। ক্ষুধা পেটে তরকারির স্বাদবোধ থাকেনা, বিচার বিবেচনা তো পরের বিষয়।

১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২৩

চাঁদগাজী বলেছেন:



শেখ সাহেবকে আলাদিনের ১০টা চেরাগ দিলেও উনি ফেইল করতেন; কারণ, তিনি মানুষের অবদান বুঝতে পারেননি, মানুষকে দেশ গড়তে ডাকেননি; উনি একা একা যা পেরেছেন তাই করেছেন।

১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪৪

চাঁদগাজী বলেছেন:



শেখ সাহেবের উপর ভার পড়েছিল অশিক্ষিত জাতিকে শিক্ষিত করার, মুর্খকে বিদ্যান করার; তিনি সেই ধরণের কিছুর জন্য ডাক দেননি।

মানুষের ভালোর জন্য বাকশাল করতে গিয়ে মানুষকে জানাননি, মানুষ সেটাকে না বুঝে উনার বিপক্ষে গেছেন! এসব সমস্যার সমাধান মানুষ দিতে পারতেন, উনি কাউকে ডাকেননি; সবকিছু নিজের কাঁধে নিয়ে নিজেই হয়রাণ হয়েছেন

৫| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০৩

জাহিদ অনিক বলেছেন:
হুম। ঠিকই বলেছেন।
জনতার বিজয় সেই ৭১ সনেই এসেছিল।

এরপর থেকে জনতার বসে বসে দেখা ছাড়া আর কোন উপায় নেই।

১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২৩

চাঁদগাজী বলেছেন:



জনতা এখন দর্শক, শ্রমিক মৌমাছি

৬| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১৩

লেখা চোর বলেছেন: এই লেখাটা ভালো লাগলো।

১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২৪

চাঁদগাজী বলেছেন:


আমার ও অনেকের ধারণা এই রকম, মনে হয়।

৭| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১৪

আমি তনুর ভাই বলেছেন: খুব ভালো লিখেছেন আপনি। ৯মাস হাল চাষ কইরা ৪৭বছর ধরে খমতাশীলরা জনগনরে দিয়ে সব চাষ করাইতেছে এখনো।৭১ সালে রিকশাওয়ালা ছিলো,এখনো আছে, তাদের তো কোন পরিবর্তন হয়নি, তারা তারাই আছে,তারাই হয়ে চলে যাবে

১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২৭

চাঁদগাজী বলেছেন:



চাষীর ছেলে রিকসা টানে, না হয় সৌদীতে রাস্তা পরিস্কার করে, মেয়েরা গার্মেন্টস'এ ; শেখ সাহেবের নাতি ডিজিটয়াল আবিস্কার করে; দিলীপ বড়ুয়ার মেয়েরা কানাডায় ডাক্তার হচ্ছে, বিদেশে ১৬ই ডিসেম্বর পালন রবে।

৮| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১৬

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: এর আগে আপনার একটি পোষ্টে কমেন্ট করতে গিয়ে দেখি পোষ্ট উদাও!

১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২৯

চাঁদগাজী বলেছেন:


ভাবছিলাম বিজয় দিবস নিয়ে কিছু বলবো না; শেষে ২ প্যারা বললাম; তাই আগের পোষ্ট তা ড্রাফ্ট করেছি। বিজয় নিয়ে লিখলে শেখ সাহেবের বিপক্ষে চলে যায়, তাই ভাবছিলাম লিখা ঠিক হবে না।

৯| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২৬

প্রশ্নবোধক (?) বলেছেন: আমি উচু এলাকার মানুষ। এখানে চাষাবাদে গভীর নলকুপের কত দরকার তা ভুক্তভোগী মাত্রই জানেন।

আমার এলাকার এক ইউপি সদস্য চলমান গভির নলকুপ যেন বন্ধ হয়ে যায় তার জন্য উঠে পড়ে লেগেছিলেন এবং প্রকাশ্যে বলতেন যে, জমিতে ধান ফললে চাষাদের পেটে ভাত থাকবে , আর পেটভরা থাকলে চাষারা তাকে মান্য করবে না্।

তিনি গভীর নলকুপটা বন্ধ করতে সমর্থ হন। এবং প্রতিবারই ইউপি সদস্য নির্বাচিত হচ্ছেন। এখন দোষটা কাকে দিবেন?

১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৩১

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশ পাকিষ্টানের ছোট ভাই

১০| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: তারা তাই ভাবে। কবে যে মানুষের দাম হবে ।

১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৪১

চাঁদগাজী বলেছেন:


মানুষকে হয়তো আরেকটু ১৬ই ডিসেম্বর চিনিয়ে আনতে হবে; অথবা কোন এক ১৬ই ডিসেম্বরে তাদেরকে কাজে পাঠাতে হবে

১১| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৪০

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ১৬ই ডিসেম্বর কোথায় ছিলেন? বিজয়ের ঘোষণা যখন শুনলেন তখন কি করছিলেন? ওই দিনটায় কি কি করছিলেন?

১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৪৮

চাঁদগাজী বলেছেন:


আমি ছিলাম চট্টগ্রামের বাড়বকুন্ডে, একটা ট্রাকের উপর; তখন চট্টগ্রাম অবরোধ করেছিলেন মুক্তিযোদ্ধারা; আমরা সংবাদ পাবার আগে গ্রামের মানুষ রেডিওতে শুনে ট্রাংক রোড জ্যাম করে ফেলেছিলেন; অবশ্য সাথে সাথে আমাদের লোকেরাও সংবাদ প্রচার করছিলেন।

১২| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৫২

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ওই দিনই অস্ত্র জমা দিয়েছিলেন? আর কোন গান ব্যবহার করতেন? এস এম জি , এল এম জি এগুলা কি বেশি পরিমাণে ছিল?

১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:৩০

চাঁদগাজী বলেছেন:



না, আমরা ২১ তারিখে অস্ত্র জমা দিয়ে বাড়ী চলে গিয়েছি।

আমি এলএমজি চালনায় ছিলাম। আমার বড় একটা সময় কেটেছে আর্টিলারীর সাথে।
আমি রেগুলারে ছিলাম, সেখানে ভারী অস্ত্র ছিল সব সময়।

১৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:০০

Ssqure Ahmed বলেছেন: ঠিক

১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:৩০

চাঁদগাজী বলেছেন:


ভুল ধারনা না হলেই হলো!

১৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ২:৪৯

নূর-ই-হাফসা বলেছেন: একদম সত্যি কথা তুলে ধরেছেন । মানুষ শুধু নেতাদের এ গুনগান করে । যারা হারিয়েছে অনেক কিছু তাদের নাম কেউ মুখে নেয় না , হয়তো খবর নিতেও কেউ চায় না ।

১৭ ই ডিসেম্বর, ২০১৭ ভোর ৪:৩৩

চাঁদগাজী বলেছেন:


৯ মাসের যুদ্ধে মানুষ ইস্পাতে পরিণত হয়েছিল, নেতারা আগের মত খেতাই রয়ে গিয়েছিল; নেতারা জানতো না এই ধরণের ভয়ংকর যুদ্ধে জাতই জড়িয়ে যাচ্ছে; উনাদের কোন ধারণাই ছিল না কি হতে যাচ্ছে; জাতি যখন বিজয় ছিনিয়ে এনেছে, উনারা দেশ দখল করে নিয়েছেন; মানুষের স্বপ্নকে বুঝার মত দক্ষতা উনাদের ছিলো না।

১৫| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৪৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: যারা দেশ চালায়, তারাই বিজয় দিবস পালন করে, তারাই সবকিছুতে; সাধারণ মানুষ শুধু দর্শক, শুধু শ্রোতা; তাদের তেমন কোন ভুমিকা আছে বলে মনে হয় না। এই লাইনেই দেশে পালিত বিজয় দিবসের পুরো চিত্র উঠে এসেছে।

১৭ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৪

চাঁদগাজী বলেছেন:


কিছু লোক সবকিছুই করছে, ওরা আলাদিনের চেরাগের জ্বীন মিন হবে, মানুষ নয়

১৬| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৫৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: জাতীয় দিবস গুলি দলের সম্পত্তি হয়ে যাওয়ায় নতুন প্রজন্মের কি অবস্থা হয়েছে দেখুন। একজন বলছে- ১৬ই ডিসেম্বর নাকি বঙ্গবন্ধুর মৃত্যুদিবস।
Click This Link

১৭ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৬

চাঁদগাজী বলেছেন:


জাতি মানে ১ জন, ফলে কখন জন্ম, কখন মৃত্যু, কখন কি, সব গুলায়ে গেছে

১৭| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৫৬

রাজীব নুর বলেছেন: আপনার পোষ্ট মানেই- আমার মনের কথা গুলো লিখেন।

১৭ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৩২

চাঁদগাজী বলেছেন:


আমার উৎসাহ বাড়ছে, কারো না কারো সাথে আমার ধারণাগুলো মিলছে

১৮| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:১৮

চোরাবালি- বলেছেন: গতকাল সন্ধ্যার পর মটর সাইকেল র ্যালির জন্য বনানী ফ্লাইওভারের উপর থেকে রাস্তা বন্ধ, খিলক্ষেত থেকে এয়ারপর্ট পর্যন্ত জ্যাম, জোর করে ৪মাসের শিশুকে ঘরে রেখে স্কুল শিক্ষিকাকে সকাল বিকাল র ্যালিতে অংশগ্রহন করতে বাধ্য করা। -
এসবে এক শ্রেণীর উৎযাপন ভুক্তভোগীদের যন্ত্রণা

১৭ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৩১

চাঁদগাজী বলেছেন:


১৯৭১ সালে, মানুষ ঘরবাড়ী ফেলে, পাগলের মত দৌড়ে( চট্রগ্রামের বাড়বকুন্ডে) ট্রাংকরোডের উপর উঠে হাত উপরে তুলে পাগলের মত চীৎকার দিচ্ছিল; সেটাই ছিল বিজয় মিছিল; এখন যারা উটসবের অভিনয় করছে, তারা বাংলার আবর্জনা

১৯| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৩৮

কানিজ রিনা বলেছেন: অসাধারন দামী পোষ্ট দিয়েছেন। মাঝখানের
প্যারাটা বেশী সত্য। আমাদের গ্রামের দইজন
মুক্তিযোদ্ধার লাস পাওয়া যায়নি তাদের স্ত্রী
সন্তানের কেউ খবর রাখনি। অসংখ্য ধন্যবাদ।

১৭ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৭

চাঁদগাজী বলেছেন:



৩০ লাখ মানুষ মারা গেছে, তাঁদের অবদানের কথা মুখে আছে, কাজে নেই; এসব পরিবার এই ভয়ানক ক্ষতির পর কিভাবে কি করলো কেহ জানতে চাহেনি

২০| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৫৩

ব্লগ সার্চম্যান বলেছেন: সহমত।

১৭ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৫

চাঁদগাজী বলেছেন:



মানুষকে জাতির সকল অনুষ্টানের দর্শকে পরিানত করা হয়েছে

২১| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:০৫

রক বেনন বলেছেন: ঠিক বলেছেন। বিজয় দিবস শুধু একবারই এসেছিল। এখন বিজয় দিবস মানে সাধারন জনগণের একদিন সরকারি ছুটি আর মাস জুড়ে বিজয় মেলা।

১৭ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০০

চাঁদগাজী বলেছেন:


বিজয় মেলা ইত্যাদি ১৯৭১ সালের পারিবারিক ক্ষতি ও কষ্টের দিন গুলোকে কোনভাবে সাহায্য করেনি; বিজয় আনতে গিয়ে যাঁরা প্রাণ দিয়েছেন, তাঁদের পরিবারগুলো খবর সরকার নেয়নি

২২| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৩২

ঠ্যঠা মফিজ বলেছেন: কথা খারাপ বলেন নাই।

১৭ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৫২

চাঁদগাজী বলেছেন:


আমার চোখে এই রকমই দেখাচ্ছে

২৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৫০

সিফটিপিন বলেছেন:



দেশ চালাইয়া যারা কামাইতেছে তাদের কাছে সব সময়ই টেস্ট লাগে।
সাধারণের কাছে পাইন্সে হয়ে গেছে।

১৭ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৫২

চাঁদগাজী বলেছেন:



কারণ, তারা মানুষের বিজয়কে নিজের দখলে নিয়েছে

২৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১৭

ধ্রুবক আলো বলেছেন: জনতার বিজয় দিবস শুধু একবারই এসেছিল, ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর
একদম উত্তম বলেছেন ভাই, আসলে দেশতো আর সাধারণ মানুষের জন্য স্বাধীন হয়নি।
স্বাধীন ৯ মাসে স্বাধীন না হয়ে ৯বছর পর স্বাধীন হতো তাহলে এরকম দৃশ্য দেখতে হতো না।

১৮ ই ডিসেম্বর, ২০১৭ ভোর ৫:৪৯

চাঁদগাজী বলেছেন:



১৯৭১ সালের জেনারেশনটা এত নিরক্ষর ছিল যে, নিজের অধিকার ইত্যাদি বুঝতে পারেননি; প্রাণ দিয়ে দেশ স্বাধীন করে, উহাকে নিজের কাছে না রাখে বেকুব বড় ভাইদের হাতে তুলে দিয়েছিল।

২৫| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১৮

ধ্রুবক আলো বলেছেন: এই স্ক্রিনশটটা একটু লক্ষ্য করুন--

১৮ ই ডিসেম্বর, ২০১৭ ভোর ৫:৫২

চাঁদগাজী বলেছেন:


ঐ সময়, ৩ জাতি ৩টি যুদ্ধ করেছে:
১। আমরা মুক্তিযুদ্ধ
২। পাকিস্তান চালায়েছে গণহত্যা বাংলাদেশ
৩। পাক-ভারত যুদ্ধ, মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে।

২৬| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:৪৬

সচেতনহ্যাপী বলেছেন: অনেকদিন পর এমন লেখা পেলাম।।
দোষ শুধু '৭২ পরিবর্তি সরকারের না।। '৭৫ পরবর্তি সরকার গুলিও সেই ভুল পথেই হেটেছে।। যার ফলে আজও আমাদের দীর্ঘশ্বাস ফেলতে হয়, নীরবে।।

১৮ ই ডিসেম্বর, ২০১৭ ভোর ৫:৫৪

চাঁদগাজী বলেছেন:



'৭৫ এর পর, আমাদের সরকার ছিলো না, উহা ছিল সিআইএ ও পাকীস্তানের সন্মিলিত সমর্থনপুষ্ট সরকার, আমাদেরকে পরাজিত করার সরকার।

২৭| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ২:৩৩

মলাসইলমুইনা বলেছেন: কঠিন কিন্তু এটাই সত্যি বর্ণনা আমাদের স্বপ্নভঙ্গের | আমাদের অনেকের ভালো লাগবে না লেখাটা কিন্তু নিরপেক্ষ ভাবে বললে এর বাইরে কোনো কথা সম্ভবত আর বলা যাবে না | ভালো লাগলো আপনার লেখায় নিজেদের এই কষ্টের কথাগুলো শুনতে | যদি কোনোদিন এই ভুলগুলো আমরা ঠিক করতে পারি বা ঠিক হয় সেই আশায় রইলাম ....|

১৮ ই ডিসেম্বর, ২০১৭ ভোর ৫:৫৫

চাঁদগাজী বলেছেন:


মানুষ পথ বের করবেন, নিশ্চয়!

২৮| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: জনতার প্রকৃত বিজয় একবারই এসেছিল আর এখন প্রতিবছর বিজয় দিবস পালন করতে হয় বলেই পালন করা।

আসলে-যে যায় লঙ্কা সে হয় রাবন।

১৮ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৪১

চাঁদগাজী বলেছেন:


বাংগালীরা মিশ্রজাত, এখানে রাবণের সন্তানেরা আছে

২৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ২:৫১

ফেরদৌসা রুহী বলেছেন: সাধারণ জনগনের কথা কেউ কখনো ভাবেনি।

শুধুমাত্র সরকারী দলের আর তাদের চ্যালা ফ্যালাদেরই সব, আম জনতা দর্শক।

যা বলেছেন একদম ঠিক।

১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ২:৫৪

চাঁদগাজী বলেছেন:



বৃটিশ কলোনীর মতো, আমরা সবাই প্রজা, উনারা সরকার মহোদয়; ঝাটা খাবে সময় মতো

৩০| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ২:৫৮

মানিজার বলেছেন: দ্বিমত করতে পারলাম না ।

১৯ শে ডিসেম্বর, ২০১৭ ভোর ৪:০১

চাঁদগাজী বলেছেন:


আমরা পাকীদের ভুলার সুযোগ পাইনি

৩১| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৩৫

অলিউর রহমান খান বলেছেন: এসব কথা স্মরণ হলেই মনে হয় পাকিদের গলায় জুতার মালা পড়িয়ে দেই।
তাঁরা মুসলিম নামের কলঙ্ক।

অসাধারণ লিখেছেন।
অসংখ্য ধন্যবাদ।

১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১৪

চাঁদগাজী বলেছেন:


পাকী সেনা বাহিনী দেশ নিয়ে পিকনিক করে বেড়ায়েছে, এখনও করছে; এখনো সেই দেশের বিরাট অংশ মানুষ রাষ্টের কারণে প্রাণ হারাচ্ছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.