নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

১৫ বছরের ফেলানী তো স্কুলে থাকার কথা, সে কেন ভারতে গেলো?

০৬ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭



ফেলানীকে ভারতে যেতে হয়েছিল কাজ করতে, নিজের বিয়ের খরচ যোগাতে! ১৫ বছরের ফেলানী ২০১১ সালে দশম শ্রেণীর ছাত্রী থাকার কথা; স্বাধীন বাংলাদেশে, ১৫ বছরের তরুণীর এই অধিকারটুকু তো থাকার কথা ছিল, কমপক্ষে! ২০১১ সালে, বাংলাদেশের রিজার্ভ ছিল কমপক্ষ ২২/২৩ বিলিয়ন ডলার, জাতির সন্চয়; ২২/২৩ বিলিয়ন ডলার থেকে তো ৫০০ মিলিয়ন ডলার খরচ করলে ১ লাখ ফেলানীকে পড়ানো যেতো; এই ফেলানীকে নিজের বিয়ের খরচ যোগাতে ভারতে যাওয়ার দরকার হতো না। ফেলানী হয়তো চেয়েছিলো বিয়েতে কয়েকজন লোক আসুক, খাক, একটু বিয়ে বিয়ে আমেজ যেন আসে!

চিটাগং শহরের তথাকথিত মেয়র, মহিউদ্দিনের মৃ্ত্যুর পর, ১৩ হাজার মানুষকে খাওয়ায়েছে, খেতে গিয়ে ১০ জন পটলও তুলেছেন; মানুষ মরে গিয়ে ১৩ হাজারকে খাওয়ায়, ফেলানীরা নিজের বিয়েতে ৩০ জনকে খাওয়ানোর জন্য নিজকে আয় করতে হয়, এবং সেজন্য ভারতে যেতে হয়, একি দেশ গড়েছে হবু চন্দ্ররা মিলে!

ফেলানী হয়তো ১৯৯৭ সালে জন্মেছিলো, শেখ হাসিনা যদি বুদ্ধিমতি হতেন, ফেলানীর জন্মের কথা উনার টের পাওয়ার কথা, সেদিন নিশ্চয় আরো ৬ হাজারের মতো জন্ম নিয়েছিলো, শেখ হাসিনা কি এদের নিয়ে ভেবেছিলেন? সেই সময় মনে হয়, টাকা পয়সার ভার ছিলো কিবরিয়া সাহেবের হাতে, উনি কি এদের কথা ভাবতেন?

২০০২ সালে ফেলানীর স্কুলে যাবার কথা; সেই সময় দেশ চালাচ্ছিলেন বেগম জিয়া; বেগম জিয়ার জন্য পড়ালেখা নিশ্চয় পরিচিত ভুবন ছিলো না, উনি নিজে কি ম্যাঁও প্যাঁও পড়ালেখা করেছেন কে জানে, উনার ছেলে ২টা সঠিক মতো পড়ালেখা করেনি; কে স্কুলে যায়, কে স্কুলে যাবার কথা, এসব উনার মাথায় ঢোকার কথা নয়, ঐ মাথায় চীনের তৈরি জেল ছাড়া আর কিছু নেই; সেই জন্যই ফেলানীকে ভারতে যেতে হয়েছিল!


মন্তব্য ৮২ টি রেটিং +৪/-০

মন্তব্য (৮২) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১৭

তারেক_মাহমুদ বলেছেন: ওই রকম হাজার হাজার ফেলানি স্কুলে না গিয়ে নানা রকম ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত কে রাখে তাদের খবর?

০৬ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৩

চাঁদগাজী বলেছেন:


লাখ ফেলানীর টাকার উপর বসে আছে লিলিপুটিয়ান অর্থমন্ত্রী; এদের টাকা থেকে টাকা নিয়ে যায় মহিউদ্দনরা, যারা মরার পরও ১৩ হাজারকে খাওয়ায়; খেতে গিয়ে কিছু মরে।

২| ০৬ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৩

তারেক ফাহিম বলেছেন: ফেলানী আক্তার বিয়ের খরচের জন্য ভারত গমন করেছিল।

সে সময় যে সরকারি থাকতো না কেন ফেলানীর লাশ কাটাতারেই ঝুলতো।

ফেলানীর মত এখনও হাজার হাজার মেয়ে স্কুলে পড়ার কথা থাকলেও তাদেরকে দেখা যায় গার্মেন্টস্ কিংবা নানান ঝুকিপূর্ণ কাজে।

০৬ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৭

চাঁদগাজী বলেছেন:


ফেলানীর স্কুলে যাবার কথা বেগম জিয়া ও সাইফুর রহমানের সময়; বেগম জিয়ার ২ ছেলে সঠিকভাবে পড়ালেখা করেনি; আর সাইফুর রহমান ছিল মোহামুদ তুঘলক!

৩| ০৬ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৮

তারেক_মাহমুদ বলেছেন: শুধু মহিউদ্দীন নয়, মখা আলমগীররা ৫ বছরের মধ্যে একটা ব্যাংক চুষে খেয়ে আটি ফেলে চলে যায়।

০৬ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬

চাঁদগাজী বলেছেন:



ম খা আলমগীর মালমগীর ইতিহাসে শকুন হিসেবে থাকবে, এরা মানুষের পায়ের তলে চলে যাবে একদিন।

৪| ০৬ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩

মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: রাজনৈতিক কারনে জাতি বিভক্ত,কে রাখে কোন ফেলানীর কথা,আসলে আমরা সবাই ফেলানী।

০৬ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪

চাঁদগাজী বলেছেন:


শতকরা ৪০ ভাগ সাধারণ বাংগালীর মেয়েরা সবাই ফেলানী। আও্য়ামী লীগ, বিএনপি রাজনী্তি করে না, এরা করে ষড়যন্ত্র।

৫| ০৬ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪

জোকস বলেছেন: গরু ছেড়ে দিয়ে পরের ক্ষেত ঘেরা দেইনি কেন বলে ঝগারা করে লাভ আছে?

০৬ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশের সরকারগুলো সেটাই করে আসছে। রাজনীতি না শিখে, হবু গবুরা দেশ দখল করলে, নাগরিককে প্রাণ দিতে হয়

৬| ০৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:১৫

মেমননীয় বলেছেন: পেটের দায়ে!

যে দায় মেটাতে তার বাবা অক্ষম ছিল।
সরকারও দায় মেটায় নি।

টাকার অবাবে দূরদেশে যেতে পারেনি।
তাই পাশের দেশে।

ঠিক অনেকের মত, যারা সাত সমুদ্র পারি দিয়ে সুখ খুজে। অনেকটা আপনারও মত।

এসকেপিষ্ট!
অভাবের হাত থেকে এসকেপ করতে চেয়েছিল।

০৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:২৪

চাঁদগাজী বলেছেন:


ফেলনীরা টাকার মালিক ছিল, এদের অধিকার ছিল ৩৩ বিলিয়ন ডলারের রিজার্ভে; ৩৩ বিলিয়ন ডলার রিজার্ভের উপর এক পিগমী ঘুমাচ্ছে, পিঠের নীচে কি আছে নিজেও জানে না।

৭| ০৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:১৮

কানিজ রিনা বলেছেন: চাঁদগাজী, আমার মেয়েটাও কি ফালানী
নয়? বিশ্ববিদ্যালয় থেকে স্কলার নিয়ে বিদেশে
গেছে পড়াশুনা করতে। সেখানে পড়াশুনার
ফাঁকে তিন ঘন্টার একটা চাকুরী করে।
নিজের বিয়ের টাকাটা নিজে যোগার করবে
বলে। ওর একটা ভাইয়া সংশারের হাল ধরেছে
অথচ বাবা থেকেও নাই। বাবার স্বাধীন লম্পট
জীবন বেছে নিয়েছে। ব্যাংকের ঋন করেও
বারবনীতা নিয়ে ঘুরে, এখন বলুন তার কাটায়
ঝুলে থাকা ফেলানী আমার মেয়ের পার্থক্য
কোথায়? শুধু সরকারের দোশ দিয়েই পার
হওয়া যায়না। দেশের জনগনের চরিত্র
ভাল হতে হবে। ইস্টশনে ফুটপাতের শুয়ে
থাকা ফালানীরা ফালানরা পেটের ক্ষুদায়
কারো কিছু চুরি করলে পিটিয়ে মারা হয়।
অথচ বড় চোররা কোটটাই পড়ে ঘুরে।
এই কোটটাই পড়া দুর্নীতিবাজদের চরিত্র
যতদিন ভাল না হবে দেশ ততোদিন পিছতে
থাকবে। আমার ছেলে পঞ্চাশ হাজার টাকা
বেসকারী বেতন পেয়ে সরকারী ট্যাক্স টানে
অথচ কত কত কোটিপতি চোর ট্যাক্স ফাঁকি
মারে। ফালানীর কথায় নিজের ফালানীর
চিন্তা করে চোখে পানি নামল। ধন্যবাদ।

০৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪০

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশে কোন শিশুর পড়ালেখাই পরিবার নির্ভরশীল হওয়ার কথা ছিলো না; আমাদের সম্পদ ছিলো, মানুষ ছিলো; শুধু শেখ সাহেব, তাজুদ্দিন সাহেব, জিয়া, এরশাদ, শেখ হাসিনা ও বেগম জিয়ার দক্ষতা ছিলো না, ভাবনাশক্তি ছিলো না।

আপনার বাচ্ছাদের জন্য আপনি ছিলেন, ও আছেন; তাই তার রক্ষা! ৪০ লাখ টোকাইর কেহ ছিলো না, শেখ সাহেবও তাদের জন্য ছিলো না।

৮| ০৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:১৯

ধ্রুবক আলো বলেছেন: আসলে ভাই সবই হলো কপাল। দেশটা চালায় একদল মূর্খ, তৈরি হচ্ছে মূর্খ! শিক্ষার মূল্য কিভাবে বুঝবে এরা।
ফেলানির তো স্কুলে যাওয়ার কথাই ছিল ও বয়সে, স্কুলে না গিয়ে সে গিয়েছে ভারতে পেটের দায়ে! মন্ত্রী মহলের সবারই তো সুইস ব্যাংক চড়া! তারা যদি 25% যদি এখানে ব্যয় করতো তাহলে এই সমস্যা হয় না।

০৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:২৮

চাঁদগাজী বলেছেন:


বেগম জিয়া, শেখ হাসিনা, জিয়া এরশাদের নাম মানুষ ঘৃণায়ও মুখে আনবে না শীঘ্রই

৯| ০৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪২

আবদুল মমিন বলেছেন:
মিয়া ভাই এই ২২/২৩ বিলয়ন ডলার তো ফেলানীদের জন্য না , এটা আমাদের দেশের নেতা নামের হাবিয়া দোযখ দের ইমারজেঞ্ছি সময় এর জন্য ।

০৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৫৯

চাঁদগাজী বলেছেন:


যারা মানুষের টাকা দখল করছে, মানুষকে বিদেশে ক্রীতদাস হিসেবে বিক্রয় করছে, বাংগালীরা ঠিকই এদেরকে দোযখের রাস্তা দেখায়ে ছাড়বে একদিন।

১০| ০৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৫৭

শামচুল হক বলেছেন: ফেলানীর জন্য সেই সময়ের সরকারকে দায়ী করা দরকার।

০৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:০২

চাঁদগাজী বলেছেন:



ফেলানীদের জন্য শেখ সাহেব থেকে শুরু করে জিয়া, এরশাদ, বেগম জিয়া, শেখ হাসিনা, কিবরিয়া সাহেব, সাইফুর রহমান, মুহিতেরা দায়ী

১১| ০৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:০৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ফেলানীর জায়গায় কয়েকটা মন্ত্রী, এম পি কে গুলি করে মারা গেলে দেশের রাজনীতিবিদরা সচেতন হত...

০৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:১৭

চাঁদগাজী বলেছেন:


কে জানে, হয়তো খুশী হতো, বলা মুশকিল; হবু গবুদের ব্যাপার!

১২| ০৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:১৯

খায়রুল আহসান বলেছেন: ফেলানীদেরকে শিক্ষা দিলে বাসাবাড়ীতে কাজ করবে কে? আজ আমাদের রাজনীতির মাঠে কোন জননেতা নেই, আছে শুধু কিছু লোভী গলাবাজ চাটুকার, যারা নিজের স্বার্থ ছাড়া আর কিছুই ভাবেনা।

০৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:২৫

চাঁদগাজী বলেছেন:


জাতি এসব অক্টোপাশদের হাতে পড়ে সব হারায়েছে; অজো গাঁয়ের গ্রামের মেয়ে গেছে ভারতে কাজ করতে; প্রাক্তন মন্ত্রী দিলীপ বাবুর মেয়েরা পড়ে আমেরিকা ও কানাডায়; হায়েনার ঝাকের মাঝে আটকা পড়েছে জাতি

১৩| ০৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:০৭

আমার আব্বা বলেছেন: Sir + + + Brilliant + + + Brilliant + + + Brilliant + + + & more

০৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:২৬

চাঁদগাজী বলেছেন:


জাতীর প্রতিটি মানুষের অধিকার প্রতিষ্ঠিত করা ও বুঝে নেয়া হলো শিক্ষিতদের দায়িত্ব

১৪| ০৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:৪৯

নূর-ই-হাফসা বলেছেন: ঠিক বলেছেন । সত্যি যদি ওনারা একটু ভাবতো তাহলে ফেলানীদের অকালে প্রান হারাতে হতো না ।

০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:৫৩

চাঁদগাজী বলেছেন:



শেখ সাহেব ছাত্র রাজনীতি করেছেন জীবনে, তোফায়েল আহমেদ, রব, বা নুরে আলম সিদ্দিকীদের চেয়ে সামান্য বেশী বুঝতেন হয়তো, এর বেশী নয়। বাকীগুলো মোটামুটি লিলিপুটিয়ান

১৫| ০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:২৪

শাহিন-৯৯ বলেছেন: কারণ ফেলানীদের যারা স্কুলে পাঠাবে তারা সবাই আমেরিকা, অষ্ঠলিয়া, কানাডা, ইংল্যান্ড থাকে, নিজেদের ছেলে-মেয়েদের মানুষ করবে বলে আর এদেশে যে ১৬ কোটি আছে তারা সব লিলিপুটিয়ানের জাত এরা শিক্ষা কি সেটাই জানেনা, সেখানে ফেলানী তো অনেক দূরে।

০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:৫১

চাঁদগাজী বলেছেন:


মুক্তিযোদ্ধাদের যদি বাদ না দিতেন তাজুদ্দিন সাহেব, জাতিকে এত পেছনে পড়তে হতো না; মুক্তিযো্দ্ধা এগুলোর সমাধান করতে পারতেন।

১৬| ০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:২৮

নূর আলম হিরণ বলেছেন: এত রিজার্ভ দিয়ে কি হবে! নির্দিষ্ট পরিমাণ রিজার্ভ ফ্রিজ রেখে বাকি গুলো কাজে লাগানো হচ্ছে না কেনো? নাকি হ্যাকারের অপেক্ষায় আছে? ফিলিফাইন হয়ে শ্রীলংকা যাবার জন্য!

০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:৪৯

চাঁদগাজী বলেছেন:



মুহিত সাহেব জাতিকে হাইকোর্ট দেখায়ে নিজে বড় হচ্ছেন; সিলেটে দুষ্ট লোকদের জন্ম হয়।

১৭| ০৭ ই জানুয়ারি, ২০১৮ ভোর ৪:১০

হাসান কালবৈশাখী বলেছেন:
জিয়া, এরশাদ, বেগম জিয়া শিক্ষার হার তেমন বাড়াতে পারেনি। সত্য।

কিন্তু শেখ হাসিনা, কিবরিয়া সাহেব, মুহিতেরা ১৯৯৬ এর পর শিক্ষার হার ৪০% থেকে ৬২% এ উন্নীত করেছিলেন। বর্তমানে তা ৭৪% এর উপরে দিন দিন বাড়ছে।
দখলদার পাকিদের চেয়ে অনেক বেশী ভাল অবস্থানে।

০৭ ই জানুয়ারি, ২০১৮ ভোর ৪:৩৯

চাঁদগাজী বলেছেন:


শেখ সাহেব যদি ছাত্রলীগ না করতেন, ১৯৭২ সালে তিনি ১০০% বাচ্চাকে স্কুলে পাঠাতে পারতেন; ছাত্র রাজনীতি করার ফলে উনার ভাবনাশক্তি ছিল খুবই সীমিত। জিয়া, বেগম জিয়া, এরশাদ মানুষকে সাহায্য করতে আসেনি; ওরা এসেছিল সেনাবাহিনীকে সাহায্য করতে।

১৮| ০৭ ই জানুয়ারি, ২০১৮ ভোর ৬:৪১

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: চাঁদগাজীকে ধন্যবাদ একটি অপ্রিয় কিন্তু চরম বাস্তব বিষয় তুলে ধরার জন্য | বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে সকল ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলোরই চরম অবহেলা এবং দায়সারাভাবে চালিয়ে নেয়ার কারণে আজ সেটা মুখ থুবড়ে পড়ার মতো অবস্থায় উপনীত হয়েছে | পরিসংখ্যানের দিক দিয়ে শিক্ষিতের হার বাড়লেও এর মান যে কি ভয়াবহ নিম্নে তা বোঝার জন্য কাউকে খুব বেশি মাথা ঘামাতে হয় না | শুধুমাত্র কিছু ইডিয়ট রাজনীতিবিদ এবং তাদের চাটুকার কর্মী সমর্থকের কাছেই শিক্ষাব্যবস্থার তথাকথিত উন্নতি (!) চোখে পড়ে - কারণ হয় ওই সকল রাজনীতিবিদ/কর্মীদের সন্তানরা বিদেশে বা বিদেশী শিক্ষাব্যবস্থায় পড়াশুনা করে অথবা ওই সকল নেতা/কর্মীরা চরম অশিক্ষিত/কুশিক্ষিত |

০৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:২৬

চাঁদগাজী বলেছেন:


ফ্রি শিক্ষা ব্যবস্হা করার দরকার ছিলো ১৯৭২ সাল থেকে; তখন রিসোর্স ছিল, মানুষ কম ছিলো, মানুষ দেশপ্রেমিক ছিলো, রাজনীতিতে ডাকাতী কম ছিলো।

১৯| ০৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:২৫

আটলান্টিক বলেছেন: হা হা হা :) :) :)
ক্ষতিটা কেউ বুঝতে পারছেনা।বাঙালিদের জীবনে যদি সরাসরি আঘাতটা আসতো তাহলে কালকেই আন্দোলন শুরু হয়ে যেত।আপনি প্রবাসী ভাইদের বলেন তারা যেন রেমিটেন্স না পাঠায়।তাহলে দেখবেন সরকার আতংকে কি করে।যদি আজ চালের দাম ১০০০ টাকা কেজি হয় তাহলে কালকেই মহাআন্দোলন শুরু হবে।

০৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৩০

চাঁদগাজী বলেছেন:


মানুষের ঐক্যকে হত্যা করে, পরিবারে পরিবারে প্রতিযোগীতার সৃস্টি করেছে রাজনৈতিক দলগুলো ও সরকার; সাধারণ মানুষকে শিক্ষা থেকে বন্চিত করে, চাচা আপন প্রাণ বাঁচা পদ্ধতি চালু করেছে ব্যুরোক্রেটরা ও দলগুলো মিলে।

২০| ০৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৩৬

আটলান্টিক বলেছেন: ভারত আমাদের কি চোখে দেখে?

০৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:১৩

চাঁদগাজী বলেছেন:


সন্মানের দিক থেকে, আমরা যেই চোখে বার্মাকে, আফগানিস্তান, সোমালিয়াকে দেখি, সেইভাবে দেখে, মনে হয়; সাথে সাথে, আমাদের মানুষের গড় শিক্ষা ও দক্ষতা কম হওয়ায়, তারা আমাদেরকে বাজার হিসেবেও পেয়েছে, বেকুব খরিদ্দারের মতো আদরও করে।

২১| ০৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৬

রায়হান চৌঃ বলেছেন: আমি ১৯৯০ তে ক্লাস ৮ এ এডমিশন ফি দিয়েছিলাম সর্বমোট ৩৬ টাকা প্রতি মাসে বেতন দিয়েছিলাম ৬ টাকা ৫০ পয়সা। কিন্তু আজকে ক্লাস ৬ এ এডমিশন ফি ২৬৮০০ টাকা চিন্তা করতে পারেন আমাদের দেশ কত টা উন্নতি করেছে। কতটা ভেরিফাই করছে..... আশ্চার্য না হয়ে পারি না।

তার পর ও বলদ রা বলবে " শেখ হাসিনা, কিবরিয়া সাহেব, মুহিতেরা ১৯৯৬ এর পর শিক্ষার হার ৪০% থেকে ৬২% এ উন্নীত করেছিলেন। বর্তমানে তা ৭৪% এর উপরে দিন দিন বাড়ছে"।

আসলে আমি ঠাট্টার ছলেও মারহাবা না বলে পারছিনা........।

০৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৯

চাঁদগাজী বলেছেন:



পুরোপুরি সোমালিয়া

২২| ০৭ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:১৯

মোস্তফা সোহেল বলেছেন: সবাই ক্ষমতা নিয়ে ব্যস্ত ফেলানীদের খবর কেউ রাখে না রাখবেও না।

০৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪০

চাঁদগাজী বলেছেন:


বাংগালীরা ভালুকের মতো, আবার যখন জাগবে, তখন টের পাবে ডাকাতেরা

২৩| ০৭ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:০৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আমি যতদূর জেনেছিলাম ফেলানির বাবা সীমান্ত পার হয়ে কাছাকাছি কোন বাজারে কাঁচামালের ব্যবসা করতেন, ফেলানী সেখানে বেড়াতে ও বাবাকে সাথে নিয়ে বাড়ি ফিরতে চেয়েছিলেন। কাটাতার টপকে তার বাবা নেমে আসলেও ফেলানির জামা আটকে পড়াতে চিৎকার করাতে বিএসফ গুলি ছুড়ে, ফেলানির মৃত্যু হয়। হাছামিছা খোদা জানে।

০৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪৩

চাঁদগাজী বলেছেন:


ফেলানীদের অনেক মানুষ দিল্লীতে কাজ করতো, ফেনালী সেখানে কাজ করেছিল; শেখ সাহেব ১৯৭২ সালে, আিন করতে পারতেন যে, শিক্ষা ফ্রি?

২৪| ০৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪৯

রক বেনন বলেছেন: ১৯৯৭ সালে করে নি বা করা হয়নি, ২০০২ সালেও করেনি বা করা হয়নি কিন্তু ২০১৮ তে এসে কি কিছু করা হয়েছে? কোন পরিবর্তন হয়েছে কি? আজো ফুটপাতে হাজারো শিশু দিন রাত কাটায়। যে হাতে বই পত্র, খেলনা থাকার কথা সেই হাতে দিনে হয়ত বস্তা থাকে আর রাতে পলিথিনের প্যাকেটে নেশা করার আইকা গাম। ১৯৯৭........ ২০০২ ........... ২০১৮ ................ এইরকম ই চলতে থাকবে।

০৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪৫

চাঁদগাজী বলেছেন:


প্রতিটি পরিবার নিজের শিশুর বাইরে ভাবছেন না, সে হোক শেখ হাসিনা, বেগম জিয়া, কিংবা নাহিদ সাহেব; এগুলো মানুষ নন।

২৫| ০৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৭

মাহবুব আলী বলেছেন: এ দেশ বড়ই আজিব! নন-এমপিও শিক্ষকেরা বেতনভাতার জন্য শীতের মধ্যে অনশন করেন, আর মহিউদ্দিনের মৃত্যুর দাওয়াত খেতে গিয়ে মরে পাঁচ লক্ষ ক্ষতিপূরণ পাওয়া যায়। ঘুষ আর দুর্নীতির দেশে অবসরপ্রাপ্ত শিক্ষকেরা অবসর ভাতার জন্য বছরের পর বছর অপেক্ষা করে শেষে মরে যান। ফেলানির বিষয়ে লেখাটি ভালো লাগল। শুভকামনা।

০৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৮

চাঁদগাজী বলেছেন:


সামান্য প্রশ্ন-ফাঁস থামাতে পারেন না যিনি, তিনি মন্ত্রীত্ব চালাচ্ছেন ৯ বছর; এসব বেকুব মেকুব আফগানিস্তানেও নেই আজকাল

২৬| ০৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫২

সৈয়দ ইসলাম বলেছেন: সব কিছুর সারকথা হল, আমাদের রাজনীতিবিদরা দেশকে নিজেদের ভোগ্যসম্পদ মনে করেন। যার ধরুন, ফারাবী বা বিশ্বজিৎ এবং এদের মতো সবাইকে ভেড়া পালের সদস্য জ্ঞান করেন। যদিও এই সদস্যদের সমর্থনে কেনা রোলার দিয়ে এই সদস্যদেকেই রোলারে পিষ্ট করেন প্রতিনিয়ত। যেমন শেখ পরিবার, তেমনই জিয়া পরিবার। ধিক্ তাদের ললাটে।


শুভকামনা জানবে ভাই।

০৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৮

চাঁদগাজী বলেছেন:


জেনারেল জিয়া ছিল সামান্য মেজর, অবদানের জন্য জেনারেল করা হয়েছিল; কিন্ত উহার ব্উ তো অন্য মিলিটারীর বউ'এর মত, না পারে রানতে, না পারে কাজ করতে; এসব হাউকাউরা জাতি চালাচ্ছে! শেখ হাসিনা এসেছিল বাবা ও পরিবার হত্যার বিচার করতে, বাকীটুকু ফাও

২৭| ০৭ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: এখন কত উন্নত দেশ, তাইতো শিক্ষা ব্যবসা বন্ধ করতে পারছেনা! আর ৭২-এ দেশ শিক্ষা ফ্রি করার অবস্থানে ছিল!!

০৭ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭

চাঁদগাজী বলেছেন:


আপনি আসলে অর্থনীতি সম্পর্কে বুঝার সুযোগ পাননি; শেখ সাহেবের মুল্য ছিল ট্রিলিয়ন ডলার, তিনি বুঝতে পারেননি।

তিনি বললে, গ্রামের প্রতি কাছারী বাড়ীতে স্কুল করতে দিতো গ্রামবাসীরা; তিনি বললে, প্রতিটি বেকার শিক্ষিত সেইসব স্কুলে বাচ্ছাদের পড়াতে পারতেন; আপনার ভাবনাশক্তি আওয়ামী স্টাইলের, পুরাতন দিনের।

২৮| ০৭ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এক ছেলে শুধু কুমিরের রচনা জানতো, পরিক্ষায় যে রচনাই আসুক সেখানে সে কুমির ঢুকিয়ে দিত।
চাঁদগাজী সাহেবের প্রায় লিখায় দেখি কুমিরের মত কেমনে কেমনে খালেদা জিয়া ঢুকে যায় । B-)

০৭ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬

চাঁদগাজী বলেছেন:



বেগম জিয়া আসলেই কুমীর, তারপর আবার কুমীরের বাচ্ছাদের গল্প এখনো বাকী আছে। কোকোর মৃত্যুর পর, বেচারাকে বিএনপি অফিস থেকে বিদায় করে দিয়েছেন কুমীরের মা, মহিলার ঘিলু বলতে কিছু নেই; ইহাই হয়তো ' কুমীরের মায়ের পুত্রশোক' প্রবাদের জন্ম দিয়েছে!

২৯| ০৭ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমরা অনেকেই কেউ ফেলান, কেউ ফালান, কেউ হালান, কেউ ফালানী।

আমরা প্রায় সাধারণ নাগরিকরাই ন্যূনতম সুযোগ থেকে বঞ্চিত।

আমার মানুষ কেবল নামেই।

০৭ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪

চাঁদগাজী বলেছেন:



১৯৭২ সালে বিজয়ের পর, রবার্ট ক্লাইভেরা ফেরত এসেছে।

৩০| ০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:২১

সৈয়দ ইসলাম বলেছেন: এখন তো ভাই, এই ফাও -এ পিষ্ট হচ্ছে...

০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৩৫

চাঁদগাজী বলেছেন:


শেখ সাহেবকে হত্যা করে দেশ নিয়ে গিয়েছিল মিলিটারী ও ব্যুরোক্রেটরা; শেখ হাসিনা উহার অবসান ঘটায়েছেন, তিনি চাইলে ভালো করতে পারতেন; কিন্তু উনার আইডিয়া সীমিত, এবং তিনি ভয়ে থাকেন যে, আবার বিএনপি মিলিটারী চক্র সব উল্টায়ে দেয় কিনা! সেটা বন্ধ করার ২টি উপায়: মানুষকে সাথে নিয়ে দেশ চালানো, কিংবা প্রশাসনকে নিয়ে দেশ চালানো; উনি পরেরটা বেচে নিয়েছেন, উনি ইটিহাসে খল হিসেবে প্রবেশ করবেন।

৩১| ০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩৮

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন:

ফেলানীরা থাকে তলানিতে
রাজনীতিরই খেল,
আমরা হলাম দাবার ঘুটি-
আরও মাথায় ভাংছে বেল।

০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪২

চাঁদগাজী বলেছেন:


বেল শক্ত, নাকি আপনার মাথা শক্ত?

৩২| ০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৫০

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন:
বেল হচ্ছে বেশি নরম
মাথা মোদের শক্ত,
হাজার বছর শোষিত তাই
আমরা হয়েছি ভক্ত।

০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:০৫

চাঁদগাজী বলেছেন:


১৯৪৭ সালে আমরা বৃটিশ কলোনিয়েল সিস্তেম থেকে বের হয়ে পাকীদের ফাঁকীবাজীর শিকার হয়েছিলাম; ১৯৭২ সালে, সেটা থেকে বের হয়ে বাংগালী কলোনিয়েল সিষ্টমে ঢুকেছি

৩৩| ০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:১৯

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: কোন কালে এই সিস্টেম থেকে বাঙ্গালী আদমিরা বের হবে? বা বাঙ্গালী কোলোনিয়েল থেকে বের হয়ে আবার কোন কলোনিয়লে ঢুকবে? কারণ এরা একটা থেকে বের হয়ে আরেকটাই ঢুকে!!!!

০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩৪

চাঁদগাজী বলেছেন:


আমাদের সাধারণ মানুষ বরাবরই পেছনে ছিল, অনেক শিক্ষিতই কিছু স হজে বুঝতে পারেন না; আমাদের মানুষদের কৌশলে লেখাপড়া থেকে দুরে সরায়ে রাখছে ব্যুরোক্রটরা ও প্রশাসনগুলো; ফলে, ভবিষ্যত এখনো অন্ধকারে

৩৪| ০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:২৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: এবার বুঝেছি আপনার এতদিনের ক্ষোভ, এইসব বিভিন্ন কারণেই আপনি বোকা বলে থাকেন বেশিরভাগ সময়!!

আসল কথা হচ্ছে, তাঁকে সবকিছু বুঝে সঠিক কিছু সিদ্ধান্ত নেয়ার সুযোগ দেয়া হয়নি তখনকার অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি, তারউপর অর্থনৈতিক শঙ্কট তো ছিলই, চিকিৎসা বিষয়েও ছিল অনেক নাজুক অবস্থা। তবে, আমার মনে হয় বাংলাদেশ এতদিনে সবকিছু পিছনে ফেলে এগিয়ে থাকতো সকল ক্ষেত্রেই যদি তাঁকে না হারাতাম আমরা।

০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩১

চাঁদগাজী বলেছেন:



তিনি অবশ্যই হাজার জেনারেল জিয়া, লাখ খানেক এরশাদ থেকে বেশী জানতেন; তিনি থাকলে ১৯৯০ সালেই আমাদের অবস্হা এর থেকে ভালো হতো; কিন্তু তিনি টিকে থাকার মতো বুদ্ধিমান ছিলেন না, এটাই বড় কষ্টের কথা।

৩৫| ০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা সহমত,
মানুষ এত ভালো থাকতে নেই, কিছুটা খারাপ চিন্তাভাবনাও মাথায় রাখতে হয়, যাকে পৃথিবীর মানুষ চালাকী বলে সাপোর্ট করে যায়!!

০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪৯

চাঁদগাজী বলেছেন:


চালাকী করেও সিআইএ, মিলিটারী থেকে সেই সময় বাঁচা সহজ ছিলো না; সিআইএ ১ ডলারে ডজন খানেক জেনারেল জিয়া কিনতো সেই সময়; উনার শক্তি ছিলো মানুষ ও মুক্তিযোদ্ধারা, উনি তাঁদের ফেলে ম্যাঁপপ্যাঁও আওয়ামী লীগ নিয়ে ব্যস্ত ছিলেন, সেটাই ছিলো উনার ভুল।

৩৬| ০৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ২:০৬

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: "উনি তাঁদের ফেলে ম্যাঁপপ্যাঁও আওয়ামী লীগ নিয়ে ব্যস্ত ছিলেন, সেটাই ছিলো উনার ভুল।"

কিন্তু তার কন্যাও সেই ম্যাঁপপ্যাঁও আগাছাগুলোকে নিয়েই রাজনীতিতে ব্যস্ত | তিনিওতো ইচ্ছা করলে দেশের জন্য ভালো কিছু করতে পারতেন | কিন্তু তার বাবার মতো তিনিও কিছু চাটুকারের মিথ্যাচারের স্রোতে পুরোপুরি নিমগ্ন | শিক্ষা ব্যবস্থা, ব্যাংকিং, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিমান, কোন সেক্টর আছে যা চরম বিশৃঙ্খলায় ডুবে নেই | দেশ কোন রসাতলে যাচ্ছে তাতে তার কোনো বোধশক্তি তার আছে বলে মনে হয় না | আসলে বাংলাদেশের সকল প্রধান রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতৃত্বই এমন দেউলিয়াত্বে ভুগছে |

০৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ২:৪৩

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনার আইডিয়া, ভাবনা, চিন্তাশক্তি মোটামুটি কলোনিয়েল স্তরের: যা করতে হয় তিনি করবেন, ভালো কালো, সবকিছু উনি করবেন; উন্নত দেশের রাষ্ট্র পরিচালকেরা আধুনিক সভ্যতা, মানুষ ও তেকনোলোজীকে যেভাবে বুঝেন, জানেন, বুঝার চেষ্টা করেন, নতুননত্ব আনার চেষ্টা করেন, শেখ হাসিনা সেখানে ১০০ বছর পেছনে আছেন।

৩৭| ০৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৫

আমি চির-দুরন্ত বলেছেন: বিএসএফ এর বিচারের আগে আমাদের শাসকদের বিচার হওয়া উচিত। কেনো তারা এতো বছরেও পর্যাপ্ত সুযোগ থাকা সত্তেও সকলের শিক্ষার ব্যবস্থা,খাওন পড়নের ব্যবস্থা করতে পারে নাই কেনো??

০৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৮

চাঁদগাজী বলেছেন:


আমাদের দেশ যারা পরিচালনা করে আসছে, এরা নিজেদের পরিবার চালানোর মতো দক্ষ ছিলো না।

৩৮| ০৮ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৫

আটলান্টিক বলেছেন: বাংলাদেশের প্রকৃত বন্ধু কে চাঁদগাজী সাহেব???নাকি আমরা একা?

০৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৬

চাঁদগাজী বলেছেন:


কোন কোন জাতির সাথে কোন কোন জাতির সুসম্পর্ক থাকে কিছু সময়, যেমন আমেরিকা-কানাডা, আমেরিকা-বৃটেন, নরওয়ে-সুইডেন।

আমাদের ঐ রকম কেহ নেই; বাংলাদেশের জন্য সামান্য কিছুটা সাপোর্ট সব সময় দেখায়েছিল জাপান

৩৯| ০৮ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৮

রায়হান চৌঃ বলেছেন: একটি আটলান্টিক: ভার্জিনিটি হারানো মেয়ে টি ই একমাত্র বুজতে পারে কে প্রকৃত বন্ধু।
আর বাংলাদেশ !! সে তো চির যৌবনা, উন্নত বক্ষা। হাজার বার ধর্ষিত হওয়ার পর ও বুঝতে পারে না কি হয়েছিল.... সে বুঝতে পারেনা আসলেই কি সুরসুরি ছিল না কি ধর্ষিত হয়েছিল। তার পক্ষে বুঝা বড়ই মুসকিল কে বন্ধু আর কে ই বা ধর্ষক।

০৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৯

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশের সরকার/প্রশাসন কারো সাথে সুসম্পর্ক গড়তে সক্ষম হয়নি।

৪০| ০৮ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২৫

প্রািন্ত বলেছেন: এই শতাব্দির সবচেয়ে বড় বেয়াকু্ব হলেন এই চাঁদগাজী। যে লোকটি যেকোন বিষয়েই লিখুন না কেন, বেগম জিয়া, তারেক রহমান ওনার নিশানা হবেনই। আরে মিয়া একটু হাম্বা হাস্বা করা বাদ দিয়ে পুরুষ মানুষের মত কথা বলতে শিখুন। আপনি দলীয় লেজুর বৃত্তি করতেই ব্লগ ব্যবহার করছেন। আপনি হলেন আওয়ামী উচ্ছিষ্টভোগী তল্পীবাহক।

০৮ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৯

চাঁদগাজী বলেছেন:


আমি আসলে আপনার কথাই লিখবো; চোর তারেক, আর লিলিপুটিয়ান বেগম জিয়া এখন আর বিষয় নয়।

৪১| ১০ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৩

ফারুক আহাম্মেদ বলেছেন: খুব ভাল লিখেছেন। ধন্যবাদ

১০ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৪

চাঁদগাজী বলেছেন:


মনে হয়, আমার ভাবনার প্রকৃতি ঠিক আছে, কি বলেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.