নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

ফেরত-মুখী রোহিংগাদের তালিকা প্রস্তুত হয়নি, এটা হয়তো সত্য নয়

২৩ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫১



তালিকা প্রস্তুত হয়নি বলে, আজকে কোন রোহিংগা ফিরে যেতে পারেনি, এটা মোটামুটি সত্য বলে মনে হচ্ছে না; হয়তো সত্য হচ্ছে, স্বেচ্চায় ফেরত যেতে কোন রোহিংগা সরকারী লিষ্টে এখনো নাম দেয়নি। স্বেচ্চায় কিছু কিছু লোকজন যাওয়া-আসা করছে; সেচ্চায় যারা যাওয়া আসা করছে, তারা সরকারের সাথে নাম লিখাবে না; মনে হচ্ছে, এরা কেহই বার্মার "অস্হা্যী ক্যাম্পে" যাবে না; মগদের ক্যাম্পে কোন মানুষ যাওয়ার কথা নয়, প্রানের মায়া সবার আছে!

বাংলাদেশ সরকারের অতি-উৎসাহী লোকজন যদি ভুল বুঝিয়ে কিছু রোহিংগাকে "অস্হায়ী ক্যাম্প"এ পাঠিয়ে দেয়, সেটা হবে অমানবিকতা ও নির্দয়তা। অস্হায়ী ক্যাম্পে যদি স্হায়ীভাবে জাতি সংঘের লোকজন না থাকে, শুধু বার্মিজদের হাতে কাউকে ছেড়ে দেয়া সঠিক হবে না; কারণ, কিছু মানুষ ক্যাম্পে গেলে "আরসা" কিছু একটা করার বেশ সম্ভাবনা আছে। তখন ক্যাম্পে যারা থাকবে, বার্মিজ সেনাবাহিনী এসব লোকদের নিজ গ্রামে যেতে দেবে না; তখন বাংলাদেশ থেকে ফেরত যাওয়ার পুরো প্রসেস বন্ধ হয়ে যাবে।

বাংলাদেশ সরকার রোহিংগাদের ব্যাপারে আজ অবধি যতটুকু করেছে, এটুকু বেশ দক্ষতার সাথেই করেছে, বলতে হবে। সামনের দিন গুলোতে সরকার যাই করুক না কেন, জাতি সংঘের উপস্হিতি ব্যতিত কোন অস্হায়ী ক্যাম্পে পাঠাতে স্বীকার করা ঠিক হবে না; কারণ, ক্যাম্পে আটকা পড়লে রোহিংগাদের প্রাণ থাকবে বার্মার সেনাবাহিনীর হাতে; বার্মার সেনাবাহিনী ভয়ংকর মগের বাচ্চা ব্যতিত অন্য কিছু নয়, এরা বিশ্বের নিকৃষ্টতম অমানুষ।

বাংলাদেশ সরকার গরম পানিতে পড়েনি, আপাতত সব খরচ জাতি সংঘ ও বিদেশীরা দিচ্ছে; সামনেও অনেকদিন এভাবে চলবে; হাতে সময় নিয়ে, বার্মার সাথে জাতি সংঘসহ মিলে সঠিকভাবে ওদের ফেরত যাওয়ার পরিবেশ সৃষ্টি করতে হবে; সম্ভব হলে, চীনকেও যুক্ত করতে হবে। যদিও ৬ লাখ মানুষকে খুব বেশী মনে হচ্ছে, বাংলাদেশে ওদের থেকে বেশী দরিদ্র ২/৩ কোটী আছে, যারা কোনরূপ সাহায্য পাচ্ছে না।

যদি কেহ যেতে না চায়, ভুল বুঝায়ে, বা চাপের মাঝে তাদেরকে পাঠানো ঠিক হবে না।

মন্তব্য ৫৬ টি রেটিং +৯/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:০২

তারেক_মাহমুদ বলেছেন: আপনার আশংকা এবং যুক্তি দুটোই সঠিক মনে হচ্ছে। ওদের ভুল বুঝিয়ে বা অন্য কোন উপায়ে রাখাইনে পাঠনো ঠিক হবে না।

২৩ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৫

চাঁদগাজী বলেছেন:


ওরা অশিক্ষিত, ক্যাম্পের দুর্দশা থেকে মুক্তি পাবার জন্য অনেকে যেকোন অবস্হায় ফেরত যেতে চাইবে; এদের জন্য নিরাপদ ব্যবস্হা করতে জাতি সংঘ ও চীনের সাহায্য দরকার।

২| ২৩ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১০

কামরুননাহার কলি বলেছেন: হুম ওদের কিছু একটা করে তারপর পাঠাতে হবে।

২৩ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৬

চাঁদগাজী বলেছেন:


কিছু একটা তো করার দরকার; সেটা কি?

৩| ২৩ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১১

তারেক ফাহিম বলেছেন: থাকতে থাকতে নাগরিকত্ব পায় কিনা কে জানে :(

নাগরিক পাইলে কিন্তু সরকার রোহিঙ্গা কোটা দিতে বাধ্য হবে মনে হয় #:-S

২৩ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৭

চাঁদগাজী বলেছেন:


আগের ৩ লাখ আছে; কোটা দেয়া লাগবে না, ওরা দরিদ্রদের মাঝে মিশে যাবে।

৪| ২৩ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৪

আবু তালেব শেখ বলেছেন: আগে নিরাপত্তা নিশ্চিত করতে হবে যাতে ওখানে গিয়ে আবার হত্যার শিকার না হয়।

যতই যাই করুক রোহিংগাদের আর ফেরত নেবে বার্মা। নানারকম টালবাহানা করতেই থাকবে।

২৩ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৯

চাঁদগাজী বলেছেন:


৬ লাখ রোহিংগা বাংলাদেশে আসতে সময় লেগেছে ৩ সপ্তাহ; বার্মা বলছে, ফেরত নিতে সময় লাগবে ২ বছরের বেশী; ওরা ভয়ংকর অমানুষ

৫| ২৩ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: রোহিঙ্গাদের ভাগ্যে কি আছে , সময়ই বলে দিবে।

২৩ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪০

চাঁদগাজী বলেছেন:


সময়ে অনেক রোহিংগার বাচ্চাও হবে।

৬| ২৩ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:২১

রাজীব নুর বলেছেন: আপনার শিরোনাম একদম সঠিক।
শুধু তালিকা না ফিঙ্গারপ্রিন্ট সহ তালিকা করা হয়েছে।

২৩ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৯

চাঁদগাজী বলেছেন:


সরকারের লোকদের দায়িত্বের মাঝে একটা বড় দায়িত্ব, মিথ্যা বলা। ওরা সঠিভাবে বললে জাতি সঠিকভাবে জানতো, জাতি সৎ হতো; ওদের মিথ্যার কারণে, পুরো জাতিই মিথ্যুক হয়ে যাচ্ছে।

৭| ২৩ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৯

পার্থ তালুকদার বলেছেন: এসব মাথা ঠান্ডা করেই করা উচিত।

২৩ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪২

চাঁদগাজী বলেছেন:



সমস্যা হচ্ছে, সরকারী চাকুরী পেলে মাথা ছোট হয়ে যায়, উহাকে ঠান্ডা বা গরম করা সম্ভব কিনা কে জানে!

৮| ২৩ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সরকারের কর্তা ব্যক্তিরা এই মহুর্তে রোহিঙ্গাদের নিয়ে আসলে কি করতে চাচ্ছেন তা পরিস্কার নয়।

২৩ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৮

চাঁদগাজী বলেছেন:


একজন মন্ত্রী লেভেলের কর্মকর্তা নিয়োগ করলে, এবং জাতিকে প্রতিটি পদক্ষেপ জানালে, জাতি একটু শান্তি পেতো; এটুকু বুদ্ধি সরকারের নেই।

৯| ২৩ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২২

আবু তালেব শেখ বলেছেন: একজন মন্ত্রী লেভেলের কর্মকর্তা নিয়োগ করলে, এবং জাতিকে প্রতিটি পদক্ষেপ জানালে, জাতি একটু শান্তি পেতো; এটুকু বুদ্ধি সরকারের নেই,,

সরকারের বুদ্ধি নেই এটা ভুল কথা। আসলে সরকার চাই নিজেদের কাজের কৈফিয়ত কেন আবাল জনগন কে দেব?
ওদের তো কোন কাজে লাগেনা হুদাই নিকেষ দেয়ার কোন কারন নেই

২৩ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩১

চাঁদগাজী বলেছেন:


শেখ সাহেব এই কারণেই জনপ্রিয়তা হারায়েছিলেন।
শেখ হাসিনাও একই ভুল করে বসে আছেন।

১০| ২৩ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৩

সৈয়দ ইসলাম বলেছেন: চাঁদগাজী বলেছেন:


সময়ে অনেক রোহিংগার বাচ্চাও হবে।

এটার প্রতি দৃষ্টি দেওয়ার সাথে অদের নিজ দেশে অদের নাগরিকত্ব ও স্বাধীনতার জন্য এখন জাতিসংঘ নামক সংঘটনের সাথে জোড় দিয়ে কাজ করতে হবে। সর্বাবস্থায় অদেরকে সাথে রাখতে হবে। যদিও ভিয়েতনাম, লেবাননসহ আরো অনেক দেশকে অদের অনুদানের স্বীকার আজও পোহাতে হচ্ছে।

২৩ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৪

চাঁদগাজী বলেছেন:


এই সমস্যাটি বাংলাদেশের ঘাঁড়ে অকারণে এসেছে; বাংলাদেশকে এর থেকে সঠিকভাবে বের হতে হলে জাতি সংঘের সাহায্যের দরকার; কেননা, বার্মা কোন দেশের কথা অতীতে শোনেনি; এখন হয়তো চীনের কথা শুনতে পারে।

১১| ২৩ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৭

ট্রাম্প বিন পুতিন বিন হিটলার বলেছেন:






পুতিন বলছেনঃ রোহিংগা বিষয়ে শক্তিশালী দেশকে পাশে পাওয়ার জন্য সরকারের অবশ্যই চেষ্টা করতে হবে।

২৩ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪০

চাঁদগাজী বলেছেন:



চীনারা কাছাকাছি আছে; তবে, রোহিংগা এলাকায় ওদের প্রতিনিধি দরকার

১২| ২৩ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৯

গব্বু বলেছেন: রোহিংগা ইস্যুতে আমাদের সরকারের অগ্রগতি ভালই মনে হচ্ছে। কিন্তু আপনার কথাও তো ফেলে দেওয়ার মত নয়।

২৩ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪১

চাঁদগাজী বলেছেন:


সরকার ভালো চালাচ্ছে; কিন্তু সরকার এদেরকে ভয় পায়, সেখানে সমস্যা

১৩| ২৩ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪৩

ঠ্যঠা মফিজ বলেছেন: ঠিক বলছেন।

২৩ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪৫

চাঁদগাজী বলেছেন:


সরকার যদি মানুষকে সবকিছু সঠিকভাবে জানাতো, মানুষ সরকারকে সাহায্য করতে পারতো; সরকার মানুষের সাহায্য চাচ্ছে না

১৪| ২৩ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫১

রাজীব নুর বলেছেন: আমার মন্তব্যের উত্তর টা অসাধারন দিয়েছেন।

২৩ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪০

চাঁদগাজী বলেছেন:



সরকারের কারণে, অনেক জাতি পুরোপুরি অসৎ ও অথর্ব জাতিতে পরিণত হয়েছে। পাকিস্তান, নাইজেরিয়া, বার্মা হচ্ছে উদাহরণ

১৫| ২৩ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১১

আটলান্টিক বলেছেন: আগে বলুন বাংলাদেশ বার্মার মধ্যে কোনদেশ বেশি শক্তিধর???

২৩ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭

চাঁদগাজী বলেছেন:



বার্মা অনেক বেশী ধক্তিধর।

১৬| ২৩ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৬

শাহিন বিন রফিক বলেছেন: রাজনৈতিক বিষয় খুবই জটিল হয়, মনে হচ্ছে।

২৩ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭

চাঁদগাজী বলেছেন:



এখানে রাজনীতির কিছুই নেই; জাতীয় সমস্যাকে সরকার মনে করেছে যে, তাদের একার সমর‌্যা; কারণ, তারা ভুলে গেছে যে, দেশে তারা ব্যতিত আরো মানুষ আছে।

১৭| ২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৩০

ধ্রুবক আলো বলেছেন: ভুল বুঝিয়ে বা চাপের মুখে রোহিঙ্গাদের পাঠানো ঠিক হবে না। কিন্তু সরকারেরও তো কিছু করার নেই। আমাদের দেশ হলো ছোট, আর সবাই ছোটর কাঁধেই এসে বেঁকে বসে। আমাদের আশেপাশে কিছু বন্ধু দেশ আছে এরাও আমাদের উপর চাপ বসিয়ে দিয়েছে।
রোহিঙ্গাদের দায়িত্বটা সরাসরি জাতিসংঘের নেয়া উচিত।

২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪৬

চাঁদগাজী বলেছেন:


এখন খাওয়া-পরার দায়িত্বটা মনে হয় জাতি সংঘের হাতে।

এ সমস্যাটি খারাপ প্রতিবেশীর কারণে আমাদের ঘাঁড়ে এসে পড়েছে; আমাদের ২ প্রতিবেশী মোটামুটি ভালো নয় এখন।

বাংলাদেশে এই বছর ২৯ লাখের বেশী শিশু জন্ম নেবে; মনে করলেন, আরো ৬ লাখ বেশী জন্মেছে, যার একাংশ কাজ করতে পারে, তাদের পেছনে খরচ নেই!

১৮| ২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:১৩

সাদা মনের মানুষ বলেছেন: ওদের ফেরৎ আদোয় মায়ানমার নিবে কিনা, কিংবা রোহিংগারা ওখানে ফেরৎ যাবে কিনা সেটা নিয়া জটিলতার সম্ভাবনা খুবই বেশী..........তাই আমরা দর্শকের সাড়িতে বসলাম।

২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩৮

চাঁদগাজী বলেছেন:



নিজ ঘরে দর্শক?

১৯| ২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪৪

আবু তালেব শেখ বলেছেন: আমরা আসলেই নিজ দেশে দর্শক। সাদা মনের মানুষ সঠিক বলেছেন।

২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:২৫

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা জীবনে কিছুই শিখলেন না, জাতিকে নিজ দেশে পরবাসী করে রেখেছন।

২০| ২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৫১

আবু তালেব শেখ বলেছেন: যে কোন মুসলিম কান্ট্রি বিশেষ করে মধ্যপ্রাচ্যে একটু সহিংসতা বা কারোর দ্বারায় হতাহত হলে আমেরিকার চোখে মানবাধিকার লংঘন হয়। তখন তড়িঘড়ি করে জাতিসংঘ র মাধ্যমে সামরিক ব্যবস্হা নিতে ভুল করে না।
প্রশ্ন হল মিয়ানমারের প্রতি সেই ব্যবস্হা কেন নিচ্ছে না মোড়ল আমেরিকা?
নাকি মুসলমান নিধনের দৃশ্যটা ইনজয় করছে?

২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:২৭

চাঁদগাজী বলেছেন:


আরসা থাকাতে আমেরিকা জড়াতে চাচ্ছে না, মনে হয়!

২১| ২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৩১

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: অনেক অনেক বাংগালির চেয়ে রোহিংগাদের জন্য আপনার কল্যাণমূলক চিন্তাভাবনা ভালো লাগল।

২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:২৩

চাঁদগাজী বলেছেন:


কোন জাতি বিপদে পড়লে অন্য জাতিরা তাদের সাহায্য করে; বাংগালীরা ১ম বারের মতো একটা ছোট গোষ্টীকে সাহায্য করছে; সেটা সঠিক হওয়া উচিত, পুরো জাতি সেটা সম্পর্কে জানা উচিত

২২| ২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:২৭

প্রামানিক বলেছেন: মগদের অত্যাচার আগেও ছিল এখনও আছে, ওদের অত্যাচারের কারণেই রোহিঙ্গারা যেতে রাজী হবে না।

২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:৪১

চাঁদগাজী বলেছেন:


ওখানে মিলিটারীর রাজত্ব শেষ না হলে, রোহিংগাদের জন্য বেঁচে থাকাই মুশকিল হবে।

২৩| ২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:৩০

ভ্রমরের ডানা বলেছেন:



আরাকান প্রদেশ একটি আন্তর্জাতিক চেস বোর্ড। সবাই খেলছে। মিয়ানমার একটু বেশিই খেলছে। জাতিসংঘের সেনা মোতায়ন করা উচিত!

২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:৪৩

চাঁদগাজী বলেছেন:


বার্মা ১৯৬২ সাল থেকে কাউকেই পাত্তা দিচ্ছে না; ফলে, কমপক্ষে চেষ্টা করতে হবে জাতি সংঘের উপস্হিতিতে রোহিংগাদের ফেরত পাঠাতে; বার্মা কারো সৈন্য বা পুলিশ ওদিকে যেতে দেবে না, এটা সামরিক সরকার।

২৪| ২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:০৮

কিরমানী লিটন বলেছেন: দেখেন আবার রোহিঙ্গা কোটা চালু না হলেই হয়।।।।।
সাধুবাদ বাস্তবতার আঙিনায় উঁকি দেয়ার সুযোগ করে দেবার জন্য

২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:১৭

চাঁদগাজী বলেছেন:


১৯৭১ সালে যেসব ইপিআর, বেগংল রেজিমেন্ট সৈনিক, আনসার ও কৃষকের ছেলেরা যুদ্ধ করেছিলেন, তাদের জন্য আপনার কোন অবদান আছে? উনারা কি আপনার কবিতা পড়ার সুযোগ পেয়েছিলেন?

২৫| ২৪ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৮:২১

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: পূর্বের পোষ্টে আমার মন্তব্যের বিস্তারিত তুলে ধরেছেন বলা যায়।
জানের ভয় সবার আছে। তারা মৃত্যুকে মাথা পেতে নিতে রাজি না।মগের বাচ্চা বলে কথা,সাংঘাতিক বর্বর,ভয়ঙ্কর জানোয়ার।

২৪ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:১১

চাঁদগাজী বলেছেন:


মিলিটারী শাসনের আসল রূপ

২৬| ২৪ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৪১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সহমত।

২৪ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:০৯

চাঁদগাজী বলেছেন:


সময় নিয়ে সবদিক ঠিকঠাক করে জাতি সংঘের তত্বাবধানে পাঠালে সঠিক হবে।

২৭| ২৪ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

বিষয়টা খুবই গোলমেলে লাগছে। আসলে সমস্যা কোথায় বুঝতে কষ্ট হচ্ছে। যেসব কঠিন শর্ত নিয়ে আলোচনা চলছে, সেসব পূরণ করে কবে রোহিঙ্গাদেরকে ফেরত পাঠানো যাবে, কে বলতে পারে?

২৪ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৪

চাঁদগাজী বলেছেন:


মিলিটারী দেশ চালালে এসব সমস্যা হয়; আমাদের হয়েছে, আমাদেরও হচ্ছে; মানুষ অভ্যস্ত গেছে

২৮| ২৪ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫২

নীলপরি বলেছেন: খুবই মানবিক বিশ্লেষণ করেছেন ।

২৪ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২২

চাঁদগাজী বলেছেন:


এই সমস্যা সম্পর্কে জাতিকে সঠিক তথ্য জানতে দেয়া উচিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.