নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

এতিমখানা দুর্নীতির বিচার কেন হচ্ছে, বিচার না হলেই ভালো হতো?

২৬ শে জানুয়ারি, ২০১৮ ভোর ৫:৫৪



জেনারেল জিয়ার নামে এতিমখানা করার জন্য বেগম জিয়া কুয়েত থেকে ২ কোটী ১১ লাখের মতো টাকা পেয়েছিলেন, বেগম জিয়া সেই ট্রাষ্টের সভাপতি; এখন এতিমখানা নেই, অডিটের সময় ট্রাষ্টের একাউন্টে টাকাও ছিল না; মিলিটারী সরকার ২০০৮ সালে দুর্নীতির মামলা করেছিল; মিলিটারী সরকার চলে যাবার পর, উহা শেখ হাসিনার সরকারের সময় দুদকে যায়। দুদকে এই রকম শতশত মামলা আছে, ওগুলোর বিচার হচ্ছে না, এটার কেন হচ্ছে? বিচার না হলেই তো ভালো ছিলো!

সমস্যা হচ্ছে, টাকাটা কয়েক জর্জ মিয়া নিয়ে গেছে, শেষে সভাপতি হিসেবে বেগম জিয়া ফেঁসে গেছেন!

২০০৮ সালে শেখ হাসিনার বিজয়ের পর ৩/৪ কোটী টাকা খরচ করে "জিয়া এতিমখানা" খুলে ফেললে কি হতো? বিচার হলেও, কমপক্ষে বলতে পারতো যে, কিছু লোকজন টাকাগুলো নিয়ে গিয়েছিল; কিন্তু বেগম জিয়া এতিমদের জন্য ব্যবস্হা করেছেন! কিছু বলার তো থাকতো; এখন জাতি দেখছে যে, এতিমখানা নেই, টাকাও নেই; এরপর কত আইনী যুক্তি দেয়া যায়?

৮ই ফেব্রুয়ারী মামলার রায় হবে; বেগম জিয়ার জেল হওয়ার সম্ভাবনা; জেল নিয়ে মাথা ব্যথা নেই, মাথা ব্যথা হলো উনি হয়তো আগামী ভোটে দাঁড়াতে পারবে না। এটা উনার জন্য সমস্যা কেন, ইহা তো শাপে বর হতে পারে: ৩ বারের প্রধানমন্ত্রী, ২ বারের বিরোধী-দলীয় নেত্রীকে জেলে নেয়ায় বিএনপি'র ভোট হয়তো অনেক বেড়ে যাবে!

উনি জেলে গেলেও দলের সবাই তো বাহিরে থাকছে; একজনের জন্য কি ভোট কমে যাবে? উনি না থাকলে বিএনপি কি ভোট করতে পারবে না? উনার এই বয়সে তো এমনিতেই অবসরে থাকার কথা; এটাও এক ধরণের অবসর, পার্থক্য হচ্ছে, ঘরের বদলে লালঘরে থাকবেন, সবই ফ্রি!



মন্তব্য ২৪ টি রেটিং +২/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৩৫

আটলান্টিক বলেছেন: শিক্ষিত বাঙালিরা মিলে নতুন একটা দল করেনা কেন?

২৬ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৫২

চাঁদগাজী বলেছেন:


বাংগালীরা নিজের দেশকে এখনো ভালোবাসছে না; ওরা শুধুমাত্র নিজের পরিবার নিয়ে ব্যস্ত আছে

২| ২৬ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:০৭

আটলান্টিক বলেছেন: দশ বছরে GDP ১ ট্রিলিয়ন করা সম্ভব?

২৬ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৯

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা ও বেগম জিয়া অবসরে গেলে, মির্জা-ওয়ায়দুল কাদেরেরা জেলে গেলে হবে।

৩| ২৬ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:১৪

আবু তালেব শেখ বলেছেন: ক্ষমতাসীন দল প্রত্যকটা মামলা জোড়ার আগেই খালাস পাচ্ছে আর বিরোধী দল একটার উপর আরো দশটা ঘাড়ে উঠছে।
বিচার ব্যবস্হায় পুরোপুরি রাজনীতিি ঢুকে গেছে

২৬ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৮

চাঁদগাজী বলেছেন:



বাংগালীরা এর থেকে অন্য স্টাইলে বিচার কোনদিন কি করেছিলো? বিচার করতে গেলে জর্জমিয়া ইত্যাদি এসে উপস্হিত হয়, সমস্যা

৪| ২৬ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৬

নূর আলম হিরণ বলেছেন: ২ কোটি টাকার মামলা উনি হ্যান্ডিলং করতে পারছেন না! উনি চাইলে এতিমখানাটি চালু রাখতে পারতেন আয়-ব্যয়ের হিসেব এদিক ওদিক করে আদালতকে বুঝ দিয়ে দিতে পারতেন! সমস্যা হচ্ছে উনি জেলে যেতে চাচ্ছেন, শেখ হাসিনা উনাকে বাহিরে রাখতে চাচ্ছেন!

২৬ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৫

চাঁদগাজী বলেছেন:



সমস্যা হচ্ছে, এরা কত হাজার অপরাধ করেছে, ফেরেশতারা হিসেব রাখতে গিয়ে ক্লান্ত হয়ে, লেখা বন্ধ করে দিয়েছে।

৫| ২৬ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৫

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আশা করি বিএনপিতে নতুন সভাপতি আসবে। খালেদা তো অচল হয়ে গেছে অনেক আগেই।

২৬ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৫১

চাঁদগাজী বলেছেন:


অনেক আগেই দরকার ছিলো; বেগম জিয়ার পর, বিএনপি রাজনীতি করার কথা ভাববে একদিন।

৬| ২৬ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৯

তারেক_মাহমুদ বলেছেন: গাজী ভাই আমি ভাবছি ভিন্ন কথা, খালেদা জিয়া জেলে গেলে বিএনপি কর্মীরা উজ্জীবিত হবে নাকি হতাশ হয়ে ঘরে বসে থাকবে?

ধরেন আপনার একটা জমি আছে আমার ও একটা জমি আছে দুই জমিতে একই রকম ফসল হলো, আমার বিশজন ছেলে গিয়ে আমার আপনার দুইজনের জমিরই ফসল কেটে নিয়ে আসলো,আপনার ছেলেরা ঘরে বসে বসে আঙুল চুষলো। তাহলে আপনি আপনার ফসল ঘরে উঠাতে পারবেন?
আশাকরি আমার কথা বুঝতে পেরেছেন।

২৬ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩৫

চাঁদগাজী বলেছেন:


বেগম জিয়া নিশ্চয় রাজনীতি মাজনীতি বুঝার মতো দক্ষ নন, এতদিন পার্টি ষড়যন্ত্র করে চলেছে; এক ব্যক্তির দল, ইহাকে চালাতো মিলিটারী। এখন মিলিটারী ইহাকে চালাতে পারছে না সক্তিয়ভাবে; মির্জা ফখরুল, লালু কালু, ড: মইন, ফালুরা রাজনীতি করার লোক নন।

উনি জেলে গেলে জাতির উপরকার হবে, বিএনপি'তে রাজনীতিবিদ আসার শুরু করবে।

৭| ২৬ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৩

সৈয়দ ইসলাম বলেছেন: জাতীয় স্বার্থে জাতীর বর্তমান সকল স্বঘোষিত মহান খাদেমদের মেহমান করা হোক। ইহা আমার না; সময়ের দাবী।

২৬ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪৯

চাঁদগাজী বলেছেন:


৪ দল মিলে ষড়যন্ত্র করে দেশ চালাচ্ছে, এখানে কোন রাজনীৈ নেই, কোন নেতা নেই, কোন তত্ব নেই।

৮| ২৬ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৮

সৈয়দ ইসলাম বলেছেন: গাজী ভাই, মজার বিষয় হলেও সত্য যে, জাতীয় সংসদ চারকোটির দুর্নীতিকে সংবর্ধনা দেয় আর দু'কোটির জন্য সাবেক প্রধানকে জেলে দেয়! অবাক না হলেও মজার বটে।

২৬ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪২

চাঁদগাজী বলেছেন:


বেগম জিয়ার সময় কয়েক বিলিয়ন ডলারের দুর্নীতি হয়েছে; এই কেসটা করেছে মিলিটারী ও ইহার স্পষ্ট প্রমাণ আছে; তাই, ইহাকে ব্যবহার করা হচ্ছে; বিএনপি'র উৎপত্তি, বেগম জিয়ার জন্মদিন পালনের মত পাপ ইত্যাদিও জমা হয়ে আছে।

৯| ২৬ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:২১

নীলপরি বলেছেন: আপনি যে কোনো বিষয় নিয়ে মানুষকে ভাবতে শেখান । ভালো লাগলো ।

২৬ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪৪

চাঁদগাজী বলেছেন:


১৯৭৫ সাল থেকে বাংগালী জাতিকে যারা ধ্বংস করেছে, তাতে বেগম জিয়া অনেক বড় ভুমিকা রেখেছেন

১০| ২৬ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:০৬

রাজীব নুর বলেছেন: রাজনীতির মোড় ঘুরে যেতে সময় লাগে না।

২৬ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪৭

চাঁদগাজী বলেছেন:



রাজনীতিতে পরিবর্তন আসতে বিপ্লবের দরকার হয়, ষড়যন্ত্রের ফলে চলিত প্রথা নতুন মোড় নেয়; বিএনপি রাজনীতি করে না, মানুষ মেরে উনার জন্ম, হয়তো জেলে গিয়ে বিশুদ্ধিকরণ।

১১| ২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:০৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রধানমন্ত্রী হয়েও এতিমদের টাকা কেন খেতে হবে!!!
পাপে নাকি বাপেরেও ছাড়ে না।

২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:১৩

চাঁদগাজী বলেছেন:


আসলে উনার বাবা ছাড়া পেয়ে গেছে; দিনাজপুরে এক বিশাল দীঘি দখল করেছিল।

১২| ২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:০১

আমার আব্বা বলেছেন: ++

২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:৩১

চাঁদগাজী বলেছেন:


উনার দরকার ছিলো, ২০০৮ সালের মামলা হওয়ার পর, ৫/১০ কোটী খরচ করে একখানা এতিমখানা খোলা; উনার টাকার অভাব ছিলো না

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.