নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

শেখ হাসিনার বিচার না হলে, বেগম জিয়ার বিচার হচ্ছে কেন?

২৮ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০৩



***** ৭ ও ৮ই ফেব্রুয়ারী নিজকে ও পরিবারকে নিরাপদ রাখার চেষ্টা করবেন; অকারণে বের হবেন না।

২০০৭-২০০৮ সালের মাঝে সামরিক সরকার প্রায় ১ শতের বেশী রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের জেলে আটক করে, ৩'শতের বেশী মামলা করেছে দুর্নীতি নিয়ে; শেখ হাসিনার ও বেগম জিয়ার নামেও কয়েকটা মামলা হয়েছে; একজন বাংগালী হিসেবে আপনি ভাবুন, ২০০৯ সালে সরকার বদল হওয়ার পর এই মামলাগুলো কি সচল থাকার কথা? এই মামলাগুলোর কি হলো, তা নিয়ে ভাবার মতো অবস্হানে আছে এই দেশের নাগরিকেরা, বা কোন মানবাধিকার প্রতিষ্ঠান? আপনি কোনভাবে জানতে পারবেন সালমান রহমানের মামলার কি হয়েছে? বসুন্ধরার ইন্জিনিয়ার হত্যার মামলা এখন কোথায়?

দেশের সরকার আমাদেরকে সেই অবস্হানে থাকতে দেয়নি; যে লোক বিনা ভিসায় ইতালী যাবার জন্য নিজের জমি বিক্রয় করছে, তিনি কি মওদুদের মামলা নিয়ে ভাবছে, নাকি শেখ সাহেবের মৃত্যুর বিচার নিয়ে ভাবছে, নাকি তিনি কাজী জাফরের মৃত্যুদিবস পালন করছেন?

ক্যু করে শেখ সাহেবকে যেভাবে মেরেছে, আপনি কি তা চেয়েছিলেন? চাইলে ভালো, আপনার আশা পুর্ণ হয়েছে। কিন্তু একটা ব্যাপার হয়তো সহজে আপনার মাথায় ঢুকবে যে, শেখ হাসিনা এই ভয়ংকর হত্যাকান্ডের বিচার চেয়েছেন! ৫ম সংশোধনী এনে, সংবিধান বদলায়ে, সরকারের তরফ থেকে শেখ সাহেবের বিচার চাওয়ার পর বন্ধ করাকে ডা: বদরুদ্দোজা, বিচারপতি সাত্তার ও জিয়ার সময়ের ৩০০ এমপি তো চেয়েছে, তাই না? শেখ হাসিনা কি এসব লোকের ভক্ত ছিলেন? এদের অন্যায়ের বিচারের কথা কি তিনি কোনদিন কল্পনা করেননি?

সরকারীভাবে শেখ সাহেবের মৃত্যু ও পরিবার নাশের ঘটনার বিচার বন্ধ করার ঘটনা আপনার উপর যেভাবে প্রভাব ফেলেছে, শেখ হাসিনার উপর কি একই প্রভাবে ফেলেছে? নাগরিক হিসেবে ড: এমাজুদ্দিন সাহেব, কবীর চৌধুরী, কর্নেল ওলি, বেগম জিয়া ও শেখ হাসিনা কি জিয়ার ৫ম সংশোধনী একইভাবে নিয়েছেন? ড: এমাজুদ্দিন সাহেব, কবীর চৌধুরী, কর্নেল ওলি, বেগম জিয়া ও শেখ হাসিনা, এই ৫ জন তখন থেকে কে কি করার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন? ড: এমাজুদ্দিন সাহেব ভিসি হতে চেয়েছেন, কবীর চৌধুরী প্রফেসর পদের জন্য হন্যে হয়েছেন, কর্ণেল ওলি বিএমপি'র জন্য নেতা কিনতে ব্যস্ত ছিলেন, বেগম জিয়া সাজুগুজু করছিলেন; শুধু শেখ হাসিনা অন্য কিছু নিয়ে ব্যস্ত ছিলেন, বাবা ও পরিবার হত্যার বিচার কিভাবে করতে হবে, সেটা নিয়ে এগুচ্ছিলেন!

বিচার-করা বন্ধ করলে, সেই সমাজ আর সমাজ থাকে না, জাতি আর জাতি থাকে না; এটা আপনারা ঠিকই জানেন।

৫ম সংশোধনীর কিছুদিন পর, আমি আমি চাকুরীতে জয়েন করেছি, আপনার হয়তো হয়তো জন্মও হয়নি; কিন্তু শেখ হাসিনা তখনও ছিলেন, তখনও ৫ম সংশোধনী মুছে ফেলে বাবা ও পরিবার হত্যার বিচার করার জন্য এগুচ্ছিলেন। সেখানেই উনি আপনার ও আমার থেকে আলাদা।

আজকে যদি চিন্তা করেন, দুদকের মামলার এই অবস্হা কেন, শুধু বেগম জিয়ার মামলা চলছে কেন? ইউনিভার্সিটির প্রফেসর, ড: মনিরুজ্জমান মিয়াও তো দুদক-প্রধান ছিলো, উনি তো বেগম জিয়ার কোন দুর্নীতি খুঁজে পাননি, আজকে অন্যরা কিভাবে খুঁজে পাচ্ছে ও চালিয়ে যাচ্ছে? এখানেই খুব ছোট একটা রহস্য লুকিয়ে আছে, ড: মনিরুজ্জমান মিয়াকে ওখানে বসায়েছিলেন বেগম জিয়া শুধুমাত্র অন্যদের বিচার করতে; এবার বুঝেছেন? এখন যারা দুদকে আছেন, তারা কি বেগম জিয়া থেকে নিযুক্তি পেয়েছেন? তবে, এটা সঠিক যে, বাংলাদেশে কোথায়ও "জিয়া এতিমখানা" বলতে কিছু নেই!





মন্তব্য ৩৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১০

আল ইফরান বলেছেন: আল্লাহর দুনিয়ায় বিচার ছাড়া কোনকিছুই চলে যায় না। আজকে খালেদার বিচার হলে আগামীতে হাসিনারও হবে নিশ্চয়ই।
তবে আমজনতা এইগুলা নিয়ে চিন্তিত না (আমি এটলিস্ট না, কারন আমার মাথায় বিগত মাসের দেনা পরিশোধের দায়, মুদী দোকানের মাসকাবারি দেয়া আর মায়ের ডাক্তারের চিন্তা)।
খালেদা-তারেক-জায়মা অথবা হাসিনা-জয়-ববি রা আমাদের নিয়ে ভাবে না, সো তাদের নিয়ে আমার না ভাবলেও চলবে।

২৮ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১৬

চাঁদগাজী বলেছেন:


শেখ সাহেব ও শেখ হাসিনা জাতি-গড়ার সুযোগ পেয়ে কাজে লাগাতে পারেননি। যদিও শেখ হাসিনাকে ভয়ংকর সংগ্রাম করে টিকতে হয়েছে, শেখ হাসিনা ২০০৮ সালের পর থেকে পরিস্কার সুযোগ পেয়েছিলেন।

২| ২৮ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১৩

তারেক_মাহমুদ বলেছেন: এবার কি ম্যাডাম জিয়াকে জেলে যেতেই হবে? এই বয়সে জেলের ঘানি টানা উনার জন্য খুব কষ্টকর হবে।

২৮ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১৭

চাঁদগাজী বলেছেন:


২০০৭ সালের পর থেকেই উনার জেলে থাকার কথা ছিল

৩| ২৮ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪

মিঃ আতিক বলেছেন: আপনি সব সময় জিয়া কেই বঙ্গবন্ধুর হত্যাকারী প্রমান করতে চান, কিন্তু আপনি সরাসরি দেখেন নি, এসবে জড়িত ছিলেন না, একটা কথাতো সত্য আপনি বিশ্বস্ত কারো থেকে শুনছেন সেটাতো ভুলও হতে পারে।

২৮ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪

চাঁদগাজী বলেছেন:


শেখ হত্যার সময়ের টেকনিক্যাল এভিডেন্স হচ্ছে, শেখ সাহেবকে সিআইএ হত্যা করেছে; ভুল বুঝেছিল যে, শেখ সাহেব সোভিয়েত ব্লকে চলে যাচ্ছিলেন। জেনারেল জিয়াকে ওরা নিয়েছিল দেশ চালাতে, আর ২ পয়সা দিয়ে কয়েকজন অফিসারকে সিআইএ কিনেছিল।

১৯৭৫ সালের হত্যাকান্ড বাংলা মানুষকে পাকিস্তানী শাসন ব্যবস্হায় ফিরায়ে নিয়েছে।

৪| ২৮ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: হাসিনা তো ভালো পরিকল্পনাকারী দেখা যাচ্ছে!

২৮ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭

চাঁদগাজী বলেছেন:


১৯৭৫ সালের হত্যাকান্ডের পর দেশ কক্ষ পথ বদলায়েছে, তার কারণেই শেখ হাসিনা ও বেগম জিয়ার আসার পথ খুলেছিল; অন্যথায়, শেখ হাসিনা ও বেগম জিয়ার রাজনীতিতে আসার কথা ছিলো না; জাতির রাজনীতি এত নীচে যাবার কথা ছিলো না।

৫| ২৮ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০১

ডা:জাফর বলেছেন: আরো জানতে Click newsinside24

২৮ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৭

চাঁদগাজী বলেছেন:



আমি ক্লিক ফ্লিকের ভেতর নেই, কিছু বলতে চান, বলেন; আমি আপনার কথা শুনতে চাই, অন্যরা কি লিখেছে উহা নিয়ে মাথা ঘামানোর কথা ভাবছি না।

৬| ২৮ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:০১

ন্যায়দন্ড বলেছেন: আমি ব্লগে নতুন। সহযোগিতা করবেন আশারাখি।

২৮ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:২২

চাঁদগাজী বলেছেন:


যেসব বিষয় আপনার কাছে ভালো লাগে, সেসব বিষয়ের উপর লিখুন।

৭| ২৮ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:১৪

উম্মু আবদুল্লাহ বলেছেন: যেদিন এই আওয়ামী সরকার তার নিজের সাংসদ ইকবালের বিরূদ্ধে চলা হত্যা মামলা বাতিল করল সেইদিনই বোঝা গিয়েছিল আদালত সামনের দিনে কেমন চলবে।

সাথে যুক্ত হয়েছে গুম সংস্কৃতি নামের এই সরকারের নিজস্ব কালচার। এইটা আগে ছিল না।

২৮ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩৯

চাঁদগাজী বলেছেন:


আওয়ামী লীগ ও বেগম জিয়ার আগে, সেটা করেছেন জিয়াউর রহমান; উহা শাসনতন্ত্রের ভেতরে থাকায় সাধারণ মানুষের পক্ষে বুঝা মুশকিল ছিল।

জিয়া, এরশাদ, বেগম জিয়া, শেখ হাসিনা মিলেই দেশকে এখানে এনেছে।

৮| ২৮ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪০

ধ্রুবক আলো বলেছেন: আপাতত পৃথিবীর রহস্যময় নিয়ম হলো, জোর যার বিচার তার দিকে!

২৮ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:২৭

চাঁদগাজী বলেছেন:


বিশেষ করে বাংলাদেশে।
তবে, মানুষ বুঝেছে কিনা, শাসনতান্ত্রিকভাবে সেটা চালু করেছিলেন জেনারেল জিয়া; এরশাদ, বেগম জিয়া ও শেখ হাসিনা উনার শিষ্য

৯| ২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:০৪

কানিজ রিনা বলেছেন: নিজের দলের রাজাকার লিষ্টে রাখার
সাহস আজও দেখান নাই কিন্তু মাননীয়
প্রধান মন্ত্রী।

২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ২:১৪

চাঁদগাজী বলেছেন:


উনার বাবার বিপক্ষে যারা ছিলো, উনার বিপক্ষে যারা ছিলো, সবাইকে নিজের দলে রেখে শেখ হাসিনা বিএনপি ও জামাতকে থামায়েছেন; উনি দলের ভেতর ঘাতক মাতক, রাজাকার ফাজাকার সবাইকে চেনেন; কিন্তু কৌশলে শ্রমিক মৌমাছিতে পরিণত করেছেন; সবকিছুর জন্য মুল্য দিচ্ছেন সাধারণ মানুষ।

১০| ২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:১৪

নূর-ই-হাফসা বলেছেন: রাজনীতি মানেই এখন প্রতিশোধ পরায়ন হয়ে উঠা । এ আজ মারলো কাল ক্ষমতায় গেলে সেও মারবে ।
জনগণ কি চায় সেদিকে কারো মাথা ব্যথা নেই। জনগণের নাম শুধু মাত্র মুখেই ব‍্যবহার করছেন ।

২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ২:১১

চাঁদগাজী বলেছেন:


শেখ সাহেবই ভুলে জনতাকে ক্ষমতাহীন করেছিলেন; স্বাধীনতার ক্রেডিট জনতাকে না দিয়ে উনি নিজে নিয়েছিলেন ও আওয়ামী লীগকে দিয়েছিলেন।

১১| ২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:১৯

আবু তালেব শেখ বলেছেন: শাসনতান্ত্রিকভাবে সেটা চালু করেছিলেন জেনারেল জিয়া; এরশাদ, বেগম জিয়া ও শেখ হাসিনা উনাদের শিষ্য,,,,,,,,,,
একদম সঠিক।
ক্ষমতা যার বিচার বিভাগ তার পক্ষে।
তাই আওয়ামি বা বিএন

২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ২:০৮

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনাকে গ্রেনেড মারার দায়ে জর্জমিয়ার বিচার করছিলেন বেগম জিয়ার প্রশাসন।
জিয়া এতিমখানার জন্য বর্তমান প্রশাসন বিচার করছে বেগম জিয়ার।

২ জনেই সঠিক আছেন।

১২| ২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:৫২

কানিজ রিনা বলেছেন: চালু করেছিলেন জিয়া খালেদা এরশাদ
তো এখনও রইল কেন?
অপর ঘু খেয়েছে আমিও খাবো।
এই চলছে চলবে।

২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ২:০৬

চাঁদগাজী বলেছেন:


শেখ সাহেবের পর থেকে বাংলাদেশে ক্ষমতা দখল, বেদখলের মাঝে মিলিটারী ছিল বড় শক্তি; দলগুলো মিলিটারী ও প্রশাসনের সাহায্যে ক্ষমতায় আসছে, যাচ্ছে; তারা সাধারণ মানুষকে গণনা করছে না। সাধারণ মানুষ শ্রমিক মৌমাছি

১৩| ২৯ শে জানুয়ারি, ২০১৮ ভোর ৬:১২

হাসান কালবৈশাখী বলেছেন:
হাসিনার মিগ কেনা ও ফ্রীগেট কেনা মামলা
বা খালেদার এয়ারবাস বা নাইকো মামলাগুলো জটিল। আদালতে প্রমান করা কঠিন।
কিন্তু এতিমখানার টাকা আত্নসাত মামলাটি মামুলি সামান্য অর্থ হলেও মোক্ষম সব প্রমান থাকায় অন্তত এই মামলায় শাস্তি এড়ানো অসম্ভব কঠিন হবে।

২৯ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৪০

চাঁদগাজী বলেছেন:


দুনিয়ায় কোন দুর্নীতির মামলা প্রমাণ করা কঠিন নয়, বরং সহজ; কারণ এগুলোতে অনেক ষ্টকহোল্ডার থাকে।

বেগম জিয়ার ট্রাষ্টে টাকা ছিলো না ২০০৭ সালে, এখনো কোন এতিমখানা নেই।

মাথায় মগজ থাকলে, একটা এতিমখানা করে ফেললে, কিছু একটা বলতে পারতো; পুরো পার্টিতে সবগুলোই ইডিয়ট।

১৪| ২৯ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৫৫

আটলান্টিক বলেছেন: সবাই শুধু দেখে যায়

২৯ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২২

চাঁদগাজী বলেছেন:


সাধারণ মানুষের কোন রাজনৈতিক দল নেই, দেখা ছাড়া করার কিছু নেই।

১৫| ২৯ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:১৪

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: তাহলে জিয়া অরফানেজ ট্রাস্ট কি কাজের ছিল?

২৯ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৩

চাঁদগাজী বলেছেন:


ওটা তৈরি করেছিল বিদেশী টাকা চুরি করার জন্য

১৬| ২৯ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪৮

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: আমাকে হাসালেন আপনি.... :) :) :)

২৯ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২৪

চাঁদগাজী বলেছেন:


আল্প চেষ্টায় হাসাতে পেরেছি, ভালো!

১৭| ২৯ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭

ওয়াজেদ বিপ্লব বলেছেন: "শেখ হত্যার সময়ের টেকনিক্যাল এভিডেন্স হচ্ছে, শেখ সাহেবকে সিআইএ হত্যা করেছে; ভুল বুঝেছিল যে, শেখ সাহেব সোভিয়েত ব্লকে চলে যাচ্ছিলেন।" টেকনিক্যাল এভিডেন্স বলতে কি বুঝাতে চেয়েছেন ঠিক স্পষ্ট হল না। এ ব্যাপারে কি আরেকটু বলা যাবে কি? যেমন : ধরেন লাতিন আমেরিকার বিভিন্ন দেশে (যেমন: আলেন্দের পতন) সিআইএ-এর হস্তক্ষেপ যেমন সরাসরি প্রমাণিত (নথিগতভাবে বা দলিল-পত্রের দ্বারা) তেমনি মুজিব-হত্যার সাথে সিআইএ- এর একই ভাবে জড়িত থাকার কোন এভিডেন্স কি পাওয়া গিয়েছে (সেটা শ্রুতিগত হোক বা নথিগত হোক)?

২৯ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০২

চাঁদগাজী বলেছেন:


আমেরিকান দুতাবাস বাংলাদেশের মিলিটারী, আওয়ামী লীগের কয়েকজন নেতা, বাংগাদেশ-বিরোধী বাংগালীদের সাথে কাজ করেছে। আমাদের সেনা বাহিনীতে পাকী সেনা বাহিনী ও পাকী পোয়েন্দা বাহিনীর প্রভাব ছিলো, লোকজন ছিলো।

১৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:২১

সুমন্ত হাসনাইন বলেছেন: এরকম আর কয় শতক ধরে চলবে?
ইস যদি এমন হত,
প্রত্যেক নেতা নেত্রীর ব্রত হত দেশের অবকাঠামোর উন্নয়নকাজ ও চিন্তাধারার সমৃদ্ধকরণ।
যদি লক্ষ্য হত
বিজ্ঞান,দর্শন,সাহিত্যজগৎকে উন্নতির কিনারায় নিয়ে যেতে।
যদি তীব্র আকাঙ্ক্ষা থাকত
এদেশে একজন নতুন দার্শনিক,বৈজ্ঞানিক,সাহিত্যিক গড়ার
যারা নতুন তত্ত্ব আবিষ্কার করত স্ব স্ব ক্ষেত্রে।
তা না তাদের লক্ষ্য হচ্ছে
একে অপরকে জেল খাটানো।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:২৬

চাঁদগাজী বলেছেন:


বেগম জিয়া এসেছিল চুরি করতে; শেখ হাসিনা এসেছিল বাবার বিচার করতে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.