নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

আওয়ামী-বিএনপি ফাইনাল রাউন্ড হবে, নাকি শুধু গলাবাজি চলছে?

২৯ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১১



১৯৭৫ সালে বিএনপি ছিলো না, বিএনপি'র বাবা ছিলো, একা; সে একাই আওয়ামী লীগকে চুরমার করে দিয়েছিল; যেই আওয়ামী লীগ আইয়ুব খানকে দরজা দেখায়ে দিয়েছিল, উহারা উঠোনেও ছিলো না, চারিদিকে ছড়ায়ে পড়েছিল; তারা জেনারেল জিয়াকে বাদ দিয়ে নিজেদের মাঝে মারামারিতে ব্যস্ত ছিলো। জিয়া ভেবেছিল যে, আওয়ামী লীগের একাংশ উনার সাথে আসবে, সেটা কিন্তু ঘটেনি; জিয়া তাদের টানতে না পেরে বাকীদের নিয়ে বিএনপি গঠন করেছে; অবশ্য বাকীরা জানতো না যে, তারা কার দলে যাচ্ছে; কারণ, জিয়ার সাথে তাদের গরমিল ছিল ১৮০ ডিগ্রি, জিয়া মুক্তিযোদ্ধা, উনারা অমুক্তিযোদ্ধা; ঘটনা সেইদিকেই গিয়েছে, হাত ধুয়ে খালি প্লেট নিয়ে অপেক্ষা; প্লেটে মাংস এসেছে ১৯৮১ সালের পর।

জিয়ার দলে আওয়ামীদের অনুপস্হিতি, আগামীদিনে বিএনপি ও আওয়ামীদের মাঝে যে একটা সংঘাতের জন্ম দিবে, সে সম্পর্কে কিছুটা ইংগিত শুরু থেকেই দিয়েছে।

সেই সংঘাত ঠিক সময়ে জন্ম নিয়েছে, এবং ক্রমেই বড় হয়েছে: ১৯৯৬ সাল, ২০০১ সাল, ২০০৬ সাল, ২০১৩ সাল, ২০১৪ ও ২০১৫ সালে। এবার একটা ফাইনাল সংঘাত হবে, নাকি শুধু গলাবাজি হবে?

আওয়ামী বিএনপি সংঘাতটা রাজনৈতিক হয়নি, হয়েছে পেশীগত; কারণ, ১৯৭৫ সালে আওয়ামী রাজত্বের অবসান হয়েছে হত্যাকান্ডের মধ্য দিয়ে, রাজনৈতিকভাবে নয়।

বিএনপি'তে রাজনীতিবিদ ছিলো না কোনকালে, আর আওয়ামী লীগে আছে ছাত্ররাজনীতিবিদ; বিএনপি এখনো সুযোগে বিশ্বাসী, আওয়ামীরা পেশীতে বিশ্বাসী; বাংলাদেশের পটভুমিতে দুটোই ভালো ফল দিয়ে আসছে ১৯৭২ সাল থেকে।

এবার যদি ফাইন্যাল সংঘাত হয়, দুটোকেই পেশী নিয়ে নামতে হবে; কারণ, ২০১৫ সালের সংঘাতে বিএনপি সামান্য পেশী নিয়ে নেমে ১০০ ভাগ পরাস্ত হয়েছে; এরপর তারা রাজনীতি নিয়ে উপস্হিত হয়নি, সুযোগও নেই, মইনরোড বেদখলে।

বিএনপি জানে যে, তাদের ছোট্ট একটা পেশী আছে, জামাত; সেটা দিয়ে শুরু করলে; যদি আওয়ামী-বিরোধী জনতা নামে, কাজ হবে; বিএনপি জয়ী হবে না, তবে আওয়ামীদের পতন হতে পারে; বিএনপি জয়ের আশায় নামবে না, একমাত্র আশা, যদি আওয়ামী দুর্গের পতন হয়, সেটাই বিজয়!





মন্তব্য ৪৩ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪৩) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩২

মিঃ আতিক বলেছেন: তেলাপোকা চরিত্রের পেশী শক্তি দু একটা পেট্রল বোমা পর্যন্ত।

২৯ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯

চাঁদগাজী বলেছেন:


বিএনপি'র নেতারা যতটুকু পেয়েছে, তা নিয়েই খুশী; আরেকটু পেলে মন্দ হতো না, সেই রকম ভাবনায় আছে

২| ২৯ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৮

বাবিতো বলেছেন: দেশের, জনগনের অথবা রাজনীতির ভবিষ্যত চিন্তা করলে প্রত্যেক রাজনীতিবিদকে অবশ্যই কিছু ব্যায়করণ মানতে হবে। সবার বিজয় নিশ্চিত করা সম্ভব। আওয়ামিলীগ বা বিএনপি অথবা আমাদের সকলের বিজয় নিশ্চিত করা সম্ভব। ভাই সম্ভব।

আওয়ামিলীগ সংবিধান মেনে নির্বাচন করবে - সে তাদের বিজয় ।
বিএনপি সহায়ক/নিরোপেক্ষ সরকার প্রতিষ্ঠা- তাদের বিজয়।
আমাদের উৎপুল্য চিত্তে ভোট দেওয়া- আমাদের বিজয়।

সহজ সরল পথ - বর্তমান সংবিধানে থেকে সকল সমস্যা সমাধান এই যে মোতবেক
০১। গাইবান্ধা একজন সংসদ পদ শুণ্য আছে।
০২। ব্রাক্ষ্মনবাড়ীয়ার একটি সংসদ পদ শুন্য আছে।
এই দুটি শুণ্য আসনে গত দুটি তত্ত্ববাধায়ক সরকারের কোন উপদেষ্টাকে জনাব সৈয়দ মজ্ঞুর এলাহী অথবা জনপ্রিয় দুই নেত্রীর কৌশলী ব্যারিষ্টার রফিকুল হক কে নির্বাচিত করে নিলে আমাদের রাজনীতির সকল সমস্যা সমাধান হয়। অথবা আপনাদের পচন্দের কাউকে করেন ।
দেশের, জনগনের অথবা রাজনীতির ভবিষ্যত চিন্তা করলে প্রত্যেক রাজনীতিবিদকে অবশ্যই কিছু ব্যায়করণ মানতে হবে। সবার বিজয় নিশ্চিত করা সম্ভব। আওয়ামিলীগ বা বিএনপি অথবা আমাদের সকলের বিজয় নিশ্চিত করা সম্ভব। ভাই সম্ভব।

আওয়ামিলীগ সংবিধান মেনে নির্বাচন করবে - সে তাদের বিজয় ।
বিএনপি সহায়ক/নিরোপেক্ষ সরকার প্রতিষ্ঠা- তাদের বিজয়।
আমাদের উৎপুল্য চিত্তে ভোট দেওয়া- আমাদের বিজয়।

সহজ সরল পথ -
বর্তমান সংবিধান মোতবেক সহায়ক সরকার প্রতিষ্ঠা করা সম্ভব।
০১। গাইবান্ধা একজন সংসদ পদ শুণ্য আছে।
০২। ব্রাক্ষ্মনবাড়ীয়ার একটি সংসদ পদ শুন্য আছে।
এই দুটি শুণ্য আসনে গত দুটি তত্ত্ববাধায়ক সরকারের কোন উপদেষ্টাকে জনাব সৈয়দ মজ্ঞুর এলাহী অথবা জনপ্রিয় দুই নেত্রীর কৌশলী ব্যারিষ্টার রফিকুল হক কে নির্বাচিত করে নিলে আমাদের রাজনীতির সকল সমস্যা সমাধান হয়।
দেশের, জনগনের অথবা রাজনীতির ভবিষ্যত চিন্তা করলে প্রত্যেক রাজনীতিবিদকে অবশ্যই কিছু ব্যায়করণ মানতে হবে। সবার বিজয় নিশ্চিত করা সম্ভব। আওয়ামিলীগ বা বিএনপি অথবা আমাদের সকলের বিজয় নিশ্চিত করা সম্ভব। ভাই সম্ভব।

আওয়ামিলীগ সংবিধান মেনে নির্বাচন করবে - সে তাদের বিজয় ।
বিএনপি সহায়ক/নিরোপেক্ষ সরকার প্রতিষ্ঠা- তাদের বিজয়।
আমাদের উৎপুল্য চিত্তে ভোট দেওয়া- আমাদের বিজয়।

সহজ সরল পথ -
বর্তমান সংবিধান মোতবেক সহায়ক সরকার প্রতিষ্ঠা করা সম্ভব।
০১। গাইবান্ধা একজন সংসদ পদ শুণ্য আছে।
০২। ব্রাক্ষ্মনবাড়ীয়ার একটি সংসদ পদ শুন্য আছে।
এই দুটি শুণ্য আসনে গত দুটি তত্ত্ববাধায়ক সরকারের কোন উপদেষ্টাকে জনাব সৈয়দ মজ্ঞুর এলাহী অথবা জনপ্রিয় দুই নেত্রীর কৌশলী ব্যারিষ্টার রফিকুল হক কে নির্বাচিত করে নিলে আমাদের রাজনীতির সকল সমস্যা সমাধান হয়।
দেশের, জনগনের অথবা রাজনীতির ভবিষ্যত চিন্তা করলে প্রত্যেক রাজনীতিবিদকে অবশ্যই কিছু ব্যায়করণ মানতে হবে। সবার বিজয় নিশ্চিত করা সম্ভব। আওয়ামিলীগ বা বিএনপি অথবা আমাদের সকলের বিজয় নিশ্চিত করা সম্ভব। ভাই সম্ভব।

আওয়ামিলীগ সংবিধান মেনে নির্বাচন করবে - সে তাদের বিজয় ।
বিএনপি সহায়ক/নিরোপেক্ষ সরকার প্রতিষ্ঠা- তাদের বিজয়।
আমাদের উৎপুল্য চিত্তে ভোট দেওয়া- আমাদের বিজয়।

সহজ সরল পথ -
বর্তমান সংবিধান মোতবেক সহায়ক সরকার প্রতিষ্ঠা করা সম্ভব।
০১। গাইবান্ধা একজন সংসদ পদ শুণ্য আছে।
০২। ব্রাক্ষ্মনবাড়ীয়ার একটি সংসদ পদ শুন্য আছে।

এই দুটি শুণ্য আসনে গত দুটি তত্ত্ববাধায়ক সরকারের কোন উপদেষ্টাকে যেমন - জনাব সৈয়দ মজ্ঞুর এলাহী অথবা জনপ্রিয় দুই নেত্রীর কৌশলী ব্যারিষ্টার রফিকুল হক কে নির্বাচিত করে নিলে আমাদের রাজনীতির সকল সমস্যা সমাধান হয়।

২৯ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১৪

চাঁদগাজী বলেছেন:



জেনারেল জিয়া উনার নিজস্ব সংবিধান (রাইফেল), এরশাদ উনার নিজস্ব সংবিধান (রাইফেল), বেগম জিয়া উনার নিজস্ব সংবিধান ( ক্যান্টনমেন্ট, ও পেট্রোল বোমা), শেখ হাসিনা উনার নিজস্ব সংবিধান ( লগি, বৈঠা) নিয়ে সরকার চালাচ্ছেন।

২৯ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১৫

চাঁদগাজী বলেছেন:


মন্তব্যে ছবি টবি, লিংক ফিংক দেবেন, প্লীজ!

৩| ২৯ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১৬

বাবিতো বলেছেন: আমি নতুন। বাব বার একই কথা পোষ্ট হওয়ার জন্য দুঃক্ষিত।

২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:২৫

চাঁদগাজী বলেছেন:




সময়ের সাথে সিনিয়র হবেন; আপনি যেই বিষয় ভালো জানেন, সেই বিষয়ের উপর লিখুন।

৪| ২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৩৪

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আপাতত মনে হচ্ছে খালেদা জেলে তার লাভ হবে। বিশ্বব্যাপী আলোচনায় আসবে। দেশের মানুষের সিমপ্যাথি বেড়ে যাবে।।
আমার মনে হয় বিচারে তার জেল হবেনা। তাকে আর্থিক জড়িমানা করতে পারে এবং আইনজীবীর জিম্মায় নির্দিষ্ট পরিমাণ দিন আদালত অথবা থানায় হাজির হতে বলা হতে পারে।।। অথবা এতিমখানা করে দিতে বলতে পারেন।।

২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪৬

চাঁদগাজী বলেছেন:


এতিমখানা নেই, ২০০৭ সালে টাকা বা সম্পত্তিও ছিলো না ট্রাষ্টে; সেদিক থেকে জেল হওয়ার কথা।

উনার ২য় টার্মে কয়েক বিলিয়ন ডলার শুধু হাওয়া ভবনেই লেনদেন হয়েছে; জর্জমিয়ার বিচার শুরু হয়েছিল; এগুলোর জন্য উনার বিচার হয়নি, বিচার চাওয়া হয়নি; এরশাদের মত ছোট একটা ব্যাপারে বিচার শুরু হয়েছে। আদালত যদি সঠিভাবে বিচার করে উনি লালঘরে যাবেন।

৫| ২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫৭

নিরাপদ দেশ চাই বলেছেন: ন্যায়বিচার হলে খালেদা জিয়ার সাজা হওয়া উচিৎ। খালেদা তার ক্ষমতায় থাকাকালে যেসব কুকীর্তি করেছে সেসবের তথ্য প্রমান বিচার বিভাগের হাতে না থাকার কোন কারন নাই। কিন্তু বিচারবিভাগ যেহেতু অন্যের ইশারায় চলে, সেই ইশারা মোতাবেক খালেদার সাজা না হবারই সম্ভাবনা।

২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:০৩

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা বিএনপি'কে এমন দুর্বল অবস্হায় লালন পালন করতে চান বলেই মনে হয়! তবে, উনাকে বুঝা বেশ মুশকিল, উনি কি করেন, সেটার কোন সঠিক প্যাটার্ণ নেই; কারণ, উনি নিজের মতো করে সবকিছু করেন, এবং উহাকে নাম দিয়েছেন রাজনীতি

৬| ২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৫৮

আটলান্টিক বলেছেন: আচ্ছা কোন দেশে যদি একটি রাজনৈতিক দল ছাড়া অন্য কোন দল না থাকে আর সেই দলই যদি ক্ষমতায় থাকে তাহলে কি সেটাকে একনায়কতন্ত্র বলা হবে?

২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪৭

চাঁদগাজী বলেছেন:


যেখানে এক দল থাকে, ওখানে রাজনীতি থাকে না; ফলে, উহা ডিক্টেটরশীপে পরিণত হয়; বাংলাদেশের বেলায় অনেক দল থাকলেও, ক্ষমতাসীন দল ডিক্টেটরশীপ চালায়; কারণ, তারা ব্যুরোক্রেট ও পুলিশ নির্ভরশীল

৭| ২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:০৯

আবু তালেব শেখ বলেছেন: রাজনীতিি নিয়ে সাধারন মানুষের আর কোন আগ্রহ নেই।রাজনিতি এখন আম্লিগ, বিনপি, ।
সাধারন মানুষ এখন দর্শকের ভুমিকায় আছে সামনে কি ঘটবে? বেশির ভাগ লোকের ধারনা বিএন আবার পরাস্ত হবে দলীয় ভাবে। ভোটে নয়।
৫ জানুয়ারি নির্বাচনের মত আরেকটা আগত হচ্ছে বলে ধারনা

২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪৪

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনার কথায় মনে হয়, আওয়ামী লীগ জয়ী হয়ে আছে; ওয়ায়দুল কাদেরের ভুতের মত আবোল তাবোল বকাতে মনে হয়, আওয়ামী লীগ সমস্যায় আছে।

বেগম জিয়া জেলে না গেলে বিএনপি রাজনীতি করার কথা ভাববে না, সুযোগের জন্য অপেক্ষা করবে।

৮| ২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:১১

নূর-ই-হাফসা বলেছেন: বিএনপি সরব হলে সিডরের চেয়েও নাকি ভয়ংকর হবে , শুনেই ভয় লাগছে গত নির্বাচনের ঘটনা আবার পুনরাবৃত্তি ঘটুক আমরা কখনোই চাই না । ঐ সময় মনে পড়ে ককটেল ফাটানো হতো রিকশাওয়ালা ভয়ে থেমে যেতেন ,আতঙ্ক নিয়ে ক্লাস করতে যেতে হতো । কয়েক বার বাসে আগুন দিতেও দেখেছি । কিছুতেই চাই না ওমনটা আবার ঘটুক । মরতে ইচ্ছে হলে নেতা রা মরুক । আমরা সাধারন রা কেন কষ্ট পাবো । অসুস্থ রাজনীতি ।

২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪১

চাঁদগাজী বলেছেন:


বিএনপি রাস্তায় নামলে, ককটেল ফুটাবে ছাত্রলীগ ও শিবির।

৯| ২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪৮

আবু তালেব শেখ বলেছেন: বিএনপি রাস্তায় নামলে, ককটেল ফুটাবে ছাত্রলীগ ও শিবির।
,,,,,,,,,
গ্রেট পয়েন্ট।রাজনিতির কৌশল। চাঁদগাজি ছাড়া উচিৎ কথা কে আর বলবে?

২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৫১

চাঁদগাজী বলেছেন:


আমার মনে হয়, সেটাই ঘটবে!

১০| ২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:০৪

আবু তালেব শেখ বলেছেন: দুই দলের অপরাজনীতির ফলে সমস্যায় পড়ছি আমরা সাধারন মানুষ। এমনিতে দ্রব্যমুল্য আকাশছোয়া তারপর সামনে আগত হরতাল অবরোধের
কারনে কি অবস্হা হবে তা কল্পনার বাইরে। পেয়াজের ১০০ হলে সমস্যা হয়নি আবার২০০ টাকা হলে বিস্মিত হব না। চাল দেড়শো টাকা কিলো হলে সমস্যা কি? আমরা তো কোটি কোটি টাকার মালিক।

২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:১১

চাঁদগাজী বলেছেন:

শেখ সাহেবের মৃত্যুর পর আওয়ামী লীগ ও জিয়ার মৃত্যুর পর বিএনপি'র লোকেরা দেশের সব ধরণের সুযোগগুলো দখল করে নিয়েছে; মানুষের জন্য কিছুই নেই, আছে সৌদী, মালয়েশিয়া ও ইতালী। ফলে, পেয়াজের দাম নিয়ে ব্যুরোক্রেটরা ও পার্টির লোকজন ভাবে না; আসলে, পেঁয়াজ ব্যবসাও ওদের হাতে।

১১| ৩০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:১৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আপনি দেশে আসেন বিদেশে থাইক্যা আরাম আয়েশে বানী দিবেন তা হয়না! :(

৩০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৬

চাঁদগাজী বলেছেন:



চেষ্টা করছি, কিছু সমস্যার সমাধান করতে পারছি না।

১২| ৩০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:১১

মঈনুদ্দিন অারিফ মিরসরায়ী বলেছেন: এভাবে আর কত?

৩০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩৯

চাঁদগাজী বলেছেন:


আরো ৪/৫ বছর

১৩| ৩০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৩৯

ব্লগ সার্চম্যান বলেছেন: বরাবরের মত আপনার বেশি ভাবনা।

৩০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪৩

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা বিএনপি'কে কন্ট্রোলে রাখার চেষ্টা করছে, এবং তাদের ক্ষমতা মেপে দেখার চেষ্টা করছে!

১৪| ৩০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৫১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: মানুষ একদিন উন্নত জাতে পরিনত হবে সেই দিনের প্রত্যাশা।

৩০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪৪

চাঁদগাজী বলেছেন:


বাংগালীদের উন্নয়নে বাধা দিচ্ছে আওয়ামী লীগ, বিএনপি-জামাত ও এরশাদ

১৫| ৩০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:১১

ধ্রুবক আলো বলেছেন: গলাবাজিও এখন করতে পারবে না, বিএনপি এখন বিচ্ছিন্ন দল হয়ে গেছে।
জামাতের মেরুদন্ড ভেঙে গেছে। বিএনপির এখন কিছু করার নেই। বিএনপি ক্ষমতায় আসতে পারবে না, দেশে একটা ভালো বিরোধী দল না থাকার কারণে আওয়ামীলীগ ক্ষমতায় থেকে যাবে। দেশ যেভাবে চলছে একসময় চলতে চলতে আমরা সবাই পরপারে চলে যাবো। এই....

৩০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪৬

চাঁদগাজী বলেছেন:


এভাবে চললে, আও্য়ামী লীগ নিজ ভারে নিজেই ভেংগে পড়বে।

১৬| ৩০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫০

সাহরাব বলেছেন: ক্ষমতায় টিকে থাকার জন্য অতীতে সব দলই সাধ্যমতো চেষ্টা করেছে, হোক সেটা পেশী শক্তি কিংবা আভ্যন্তরীন সহযোগিতার মাধ্যমে। তবে, নিষ্ঠুর ভাবে ক্ষমতায় টিকে থাকার একমাত্র পথ প্রদর্শক কিন্তু আওয়ামী সরকার। পেশী শক্তি দিয়ে বিএনপি-জামাতকে দাবিয়ে রেখেছে ঠিকই কিন্তু নির্মূল করা অসম্ভব। যেদিন আওয়ামী পেশী শক্তির পতন হবে সেদিনই তারা ইতিহাস হয়ে যাবে কারণ এই আওয়ামী সরকারেরই দেখানো পথেই পরবর্তী সরকার হাটবে । আওয়ামী সরকারের মনে রাখা উচিত, বিএনপি-জামাত ঘুমিয়ে আছে মাত্র, মরে যায়নি। তাই ফাইনাল রাউন্ডের স্লোগান হবে "হয় খুন করবো না হয় খুন হবো" ...... হা হা হা !!

৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫৫

চাঁদগাজী বলেছেন:



তা'হলে আওয়ামী লীগই ঠিক আছে, জামাত বাংলাদেশে গণহত্যা চালায়েছে, যারা বিএনপি গেছে জিয়ার সময়, তারা বাংলাদেশ চাহেনি।

১৭| ৩০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৪

শামচুল হক বলেছেন: ফাইনালে গিয়ে হয়তো গলাবাজিও হতে পারে।

৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫৬

চাঁদগাজী বলেছেন:


এই সুযোগে বিএনপি রাহুমুক্ত হতে পারে।

১৮| ৩০ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কি যে হবে! একটা আতংকে আছি !!

৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫৮

চাঁদগাজী বলেছেন:



আতংকের ব্যাপার, সাধারণ মানুষকে মেরে, ওরা একে অপরের দোষ দেবে; আগের জমিদারী আমলে এসব চলতো

১৯| ৩০ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩১

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: পেশি দিয়ে কাজ হবে না।বুদ্ধিরও দরকার আছে।

৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫৭

চাঁদগাজী বলেছেন:


বেগম জিয়া নিশ্চয় বুদ্ধিমান নন; শেখ হাসিনার বুদ্ধি দেশ চালনার জন্য নয়, বেগম জিয়াকে ঠেকানোর জন্য

২০| ৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪৩

ধ্রুবক আলো বলেছেন: গাজী ভাই,
অনেক ধন্যবাদ, একটা পোষ্টে আপনি আমাকে একটা তথ্য দিয়েছিলেন বই প্রকাশনার ব্যাপারে। জানি মনে আছে আপনার।
এই ব্লগিং আর টুকিটাকি লেখালেখি করতে করতে একটা উপন্যাস নামক কিছু একটা লিখে ফেলেছি, স্মার্টফোনের নোটপ্যাডে কিন্তু এটা ছাপানোর ব্যাপারে কিংবা প্রকাশনার খরচ এসব নিয়ে একটা চিন্তায় ছিলাম, আছিও, মনে একটা ভয়ও কাজ করে। আরও একটা লিখছি জানি না শেষ করতে পারবো কি না। অনেক ঝামেলায় আছি, চাকুরী খুঁজছি কিন্তু হচ্ছে না। বেকার মানুষের জীবনে টাকা অনেক বড় ফ্যাক্টর।
যাই হোক, মেঘের আড়ালে সূর্য হাসে একদিন সব অন্ধকার দূর হবে দৃঢ় আশা রাখি।
ভাই আবারো ধন্যবাদ জানাই।

৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:০০

চাঁদগাজী বলেছেন:


এবার ২১ শের সময় চলে গেছে। ঝামেলা কমলে, নীল সাধুর সাথে আলাপ করবেন; এখন ওরা নতুন অর্ডার নেবে না।

২১| ৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:১৫

ওয়াহিদ সাইম বলেছেন: আওয়ামী-বিএনপির চারিত্রিক চিত্রায়ন ভালো লেগেছে। বিশেষ করে শেষ আড়াই লাইনে বিএনপির ব্যবচ্ছেদ পারফেক্ট বলে মনে হয়েছে।
তবে আওয়ামী পেশীর চেয়ে এবং বিএনপির ছোট্ট জামাতি পেশী অধিক শক্তিশালী।
তবে এই পশ্চাদমুখী মৌলবাদী পেশীশক্তি জঘন্য এবং সভ্যতার অগ্রযাত্রার অন্তারায়। তাই আওয়ামী পতনের মাধ্যমে পূর্বের মতো মোল্লা প্রভাবিত বিএনপি ক্ষমতায়ন দেশ ও জাতির জন্য মংগলজনক বলে মনে হয়না।

৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ২:৫৪

চাঁদগাজী বলেছেন:



জেনারেল জিয়া সাপের বাচ্ছাদের জন্য চিড়িয়াখানা খুলেছিল বাংলায়; শেখ হাসিনার ৩৬ বছর লেগেছে গণহত্যার জল্লাদদের কিছুটা কন্ট্রোলে আনতে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.