নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

বেগম জিয়া ৫ সীটে জয়ী হবেন, জেলে গেলেও ৫ সীটে জয়ী হবেন

৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:২৪



একজন ব্লগার হিসেবে, পার্লামেন্ট ভোটে এক জনের ৩ সীটে দাঁড়ানোকে আপনি সমর্থন করেন? ৩ সীটে দাঁড়ানোর মত ব্যবস্হা রেখে ড: কামাল সাহেব সংবিধান লিখেছেন; উনাকে দেখলে, উনার কথা শুনলে বুদ্ধিমান বলে মনে হয়? এরা কলোনিয়েল সিষ্টমের কর্পোরেট আইনবিদ, কি করেন, কি সরকার চালনার ম্যানুয়েল লিখেন, কে জানে! উনার লেখা সংবিধান জাতির ক্ষতি করছে! এরপর আসেন, একজন রাজনীতিবিদ কি কারণে ৩ সীটে দাঁড়াবেন, কি কারণ থাকতে পারে? এই ধরণের লোকগুলোকে রাজনীতিবিদ বলে মনে হয় আপনার?

এরপর দেখুন, যারা ভোট দিতেছেন, তারা কি জানে ৩ সীটে জয়ী হওয়ার পর, এই লোক কি তাদের এমপি হবে, নাকি তাদের এলাকার পদ ছেড়ে দিবে? ভোটারেরা কি জানে না যে, এখানে আবার ভোট হবে, জাতির অর্থনৈতিক থেকে সব ধররণের রিসোর্চের অপচয় হবে? এসব বোকা ভোটারেরা কি নিজকে ও জাতিকে সাহায্য করছে, নাকি জাতির ক্ষতি করছে? আসলে, এরা পুরোজাতির ভয়ংকর ক্ষতি করে আসছে, এরা মগজহীন!

সংবিধানে যদি পার্লামেন্ট ভোটে দাঁড়ানোর যোগ্যতা কমপক্ষে ব্যাচের ডিগ্রি রাখা হতো, বেগম জিয়া আমাদের পার্লামেন্ট ভবনের বার্থরুমেও যাবার সুযোগ পেতেন না; পার্লামেন্ট মেম্বার হওয়ার জন্য ব্যাচেলর ডিগ্রি আসলে ন্যুনতম কোয়ালিফিকেশন হওয়া উচিত। দেশ স্বাধীন হওয়ার পরপর দেশে হয়তো অনেক রাজনীতিবিদ ছিলেন, যাদের পড়ালেখা ব্যাচেলর ডিগ্রি অবধি ছিলো না; তাদেরকে পড়ালেখা করার জন্য ১০ বছর সময় দিয়ে, ১৯৮০ সালের দিকে শিক্ষাগত যোগ্যতার লেভেল উপরে নেয়ার দরকার ছিলো। সেটা করার দরকার ছিলো স্বয়ং জেনারেল জিয়া কিংবা উনার পার্লামেন্ট; কিন্তু আজও সেটা বদলায়নি; এটা কি এখনোএকখানা সংবিধান, নাকি রেসকোর্স সনদে পরিণত হয়েছে?

বেগম জিয়া যে ৫ সীটে জয়ী হবেন, সে কথা বলেছেন চট্টগ্রামের একজন প্রাক্তন এমপি, বেশ পরিচিত মুখ; সবকিছু ঠিক থাকলে, ইনি আবারো ভোটে দাঁড়াবেন; উনার নাম প্রকাশ না করতে করতে অনুরোধ করেছেন। উনি মনে করেন যে, জিয়া এতিমখানা মামলায় বেগম জিয়ার শাস্তি হবে না।

মন্তব্য ৬০ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪৪

আবু তালেব শেখ বলেছেন: বর্তমান প্রধানমন্ত্রী কত সিটে নির্বাচন করেন?

৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৫৩

চাঁদগাজী বলেছেন:


একবার ৩ সীটে করেছিলেন, আমার মনে হয়।

২| ৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪৮

আবু তালেব শেখ বলেছেন: খালেদা জিয়া কে জেলে পাঠালে হয়তো
জনসমর্থন আরো বাড়বে। ক্ষমতাসীন দল এই ভুল করবে না বলে মনে হয়

৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৫৭

চাঁদগাজী বলেছেন:



আওয়ামী লীগ সেটা জানার কথা; ২০/৩০ ভাগ মানুষের অরাজনৈতিক কার্যকলাপের জন্য পুরো জাতি ভুগছে।

বেগম জিয়া যে অপরাধ করেছে, বিএনপি'র প্রতিটি আইনবিদ বুঝে; আইনবিদেরা জানে যে উনার জেল হওয়ার কথা, যদি না হয়, তা'হলে ষড়যন্ত্র কাজ করছে, বুঝতে হবে।

৩| ৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৫৬

আবু তালেব শেখ বলেছেন: তাহলে হইতো দুই নেত্রীর মধ্যে তেমন একটা পার্থক্য নেই।

৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৫৯

চাঁদগাজী বলেছেন:


শাসনতন্ত্রের ভুলকে উনারা ২ জন কাজে লাগায়ে চলছে, কারণ উনাদের কোন ব্যক্তিত্ব নেই; ক্রিমিনেল এরশাদও বোধ হয় সেটাকে ব্যবহার করেছে।

৪| ৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩৮

পবন সরকার বলেছেন: হাসিনা খালেদা যদি চৌদ্দ সীটেও পাশ করে তাইলেও আমার লাভ নাই, কারণ যে দলই ক্ষমতায় আসুক আমাকে মাটি কেটেই ভাতের যোগাড় করতে হবে। বুঝছেন চাঁদগাজী ভাই, আমেরিকায় থাকেন তো-- ভাতের কষ্ট তো আর পান না।

৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৫২

চাঁদগাজী বলেছেন:


আমেরিকায় ও সব প্রবাসে মিলে ১ কোটী ১০ লাখ বাংগালী আছেন; এদের অনেকে বাংলাদেশের থেকেও কষ্টে আছেন।

৫| ৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৫৬

আবু তালেব শেখ বলেছেন: এক কোটি দশ লাখ বাংগালি আমেরিকায়? বাব্বা।
বাংলাদেশি কতজন হবে?

৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:২৯

চাঁদগাজী বলেছেন:


আমেরিকায় হয়তো ৫ লাখ থেকে সামান্য বেশী আছে।

সব মিলে প্রবাসে আছেন ১ কোটী ১০ লাখ।

৬| ৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:০২

রাজীব নুর বলেছেন: আজ আকাশে চাদের কি অবস্থা জানে?

এই দেখুন- আজ আকাশে চাদের কি অবস্থা জানে?

এই দেখুন-

ধীরে ধীরে রাহু গ্রাস মুক্ত হচ্ছে আজকের ‘সুপার ব্লাড ব্লু মুন এক্লিপস’ । ১৫২ বছর পর ফের পৃথিবীর মানুষ এই মুহূর্তে দেখছেন এক বিরল মহাজাগতিক দৃশ্য- একই সঙ্গে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, সুপার মুন ও ব্লু-মুন ।

৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:২৮

চাঁদগাজী বলেছেন:


ধন্যবাদ, সুন্দর ছবি

৭| ৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:০২

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: পাঁচ সিটে দাড়ানোটা কি সংবিধান পরিপন্থী?

৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৩২

চাঁদগাজী বলেছেন:



না, সংবিধান পরিপন্হী নয়; ব্যক্তিত্ব ও বুদ্ধিমত্তার পরিপন্হী।

যারা এই ধরণের সংবিধান লিখেছেন, ও পাশ করেছেন সেগুলো ছিলেন লিলিপুটিয়ান।

৮| ৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:০৮

গালিব আফসারৗ বলেছেন: পার্লামেন্ট ভোটে দাঁড়ানোর যোগ্যতা কমপক্ষে ব্যাচেলর ডিগ্রী করা উচিত। এটা জরুরী আমি মনে করি।

৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৩৩

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশে আজকাল অনেক রিকসা ড্রাইবারও আছেন, যাদের ব্যাচেলর ডিগ্রি আছে। অবশ্য তখন বেগম জিয়া ব্যাচেলর ডিগ্রির সার্টিফিকেট নিয়ে উপস্হিত হবেন

৯| ৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৩২

চিন্তিত নিরন্তর বলেছেন: অগনতান্ত্রিক হলেও ফখরুদ্দীন সাহেব একটা ভাল কাজ করেছেন। সেটা হল এই দুই নেত্রী মুখোশ উন্মোচন করেছেন।

বংগবন্ধু শেখ মুজিবকে কখনো কেউ চুরি ছ্যাঁচড়ামির জন্য জেলে যেতে দেখেনি। দেশের জন্য জনগনের জন্য জেলে গিয়েছিলেন। আর এখন....

দেশের প্রধান চার দলেই আছে বড় বড় মামলার আসামী।

৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৩৫

চাঁদগাজী বলেছেন:


দেশে যদি সঠিক বিচার ব্যবস্হা থাকতো, ৪ দলের সব নেতার আজীবনের জন্য জেল হয়ে যেতো; এদের বিরাট অংশ দেশ ছেড়ে তারেক, খোকার মত পালিয়ে যেতো।

১০| ৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৩৫

বিজন রয় বলেছেন: বাংলাদেশের রসাতলে যেতে কি আর বাকী আছে?

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:১৩

চাঁদগাজী বলেছেন:


রসাতলে যাবার আর কিছু বাকী নেই, শুধু ক্লোজিং সেরেমোনীটা দরকার।

তবে, জাতি উঠে দাঁড়াবে

১১| ৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৪১

রাজীব নুর বলেছেন: ছবিটা আমি তুলিনি।
আমার পরিচিত একজন তুলেছেন।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:১৫

চাঁদগাজী বলেছেন:


যিনি ছবি তুলেছেন, ভালোভাবেই তুলেছেন, গ্রহন পরিস্কার দেখা যাচ্ছে!

১২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:২৭

শাহিন-৯৯ বলেছেন: আপনার কি মনে হয় শেখ হাসিনা জেলে ঢুকলে ৩ আসনে পাশ করবে (এখন ৩ আসনের বেশি নমিয়েশন নেওয়া যায় না) উনি বাইরে থাকতে একবার এক আসনে ফেল করেছিলেন।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৪৫

চাঁদগাজী বলেছেন:


শাসনতন্ত্রের সংশোধন দরকার, কেহ একাধিক এলাকায় নির্বাচনে অংশ নিতে পারবেন না।

১৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৫৮

মাইনুল ইসলাম আলিফ বলেছেন: একজনের পাঁচ সিটে দাঁড়ানো উচিৎ নয়।অন্যদের সুযোগ দেয়া উচিৎ।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:২৯

চাঁদগাজী বলেছেন:


উচিত, অনুচিতের জন্যই সংবিধান থাকে; আমাদের সংবিধান লিখেছেন এক কর্পোরেট উকিল; সমস্যা সেখানে।

১৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:০৪

হাসান কালবৈশাখী বলেছেন:
খালেদাজিয়া ও এরশাদ ৫ সিটে যে কোন যাগায় দাঁড়ালেই নিশ্চিত পাস।
কারন তারা মুসলমান।
হাসিনা ৩ সিটে দাঁড়ালে নির্ঘাত ২-১ সিটে ফেল করবে।
কারণ হাসিনাকে অনেকেই মোসলমান মনে করে না।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:২৭

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা নিজের ভাবনাকে কাজে লাগিয়ে, সবাইকে পায়ের নীচে স্হান দিয়েছেন; শুধু কাজের কাজটা করছেন না, সাধরণ মানুষের জন্য কিছু করার কোন প্ল্যান উনার ছিলো না, এখনো নেই; তাই উনাকে দুনিয়ার আইন গাইনের সাহায্য নিতে হচ্ছে।

১৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:৩৫

জাহিদ অনিক বলেছেন:


দেশের অধিকাংশ মানুষের বায়োতে পলিটিক্যাল ভিউ অপশনে লেখা থাকেঃ নট ইন্টারেস্টেড।
নতুন প্রজন্মের অনেকেই রাজনীতিতে আগ্রহ দেখায় না।
বুড়োদের দিয়ে আর কতকাল!

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:৪৬

চাঁদগাজী বলেছেন:


আপনি তো রাজনীতি বুঝেন, করেন; এখন আপনার লেভেল ও সেলসি ক্লিনটনের লেভেল এক নয়, সেলসি কমপকক্ষে কংগ্রেসে দাঁড়াবে, আপনি কি করবেন, আমি জানি না।

যারা প্রোফাইলে লিখেছে যে, তারা রাজনীতিতে "নট ইন্টারেস্টেড ", তারা অনশ্যই রাজনীতি করেন; কিন্তু উনাদের লেভেলটা মোটামুটি, "স্টুপিড লেভেল" এ এখনো ।

১৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:১২

আটলান্টিক বলেছেন: ঠিকই বলেছেন মগজহীন জাতি :P

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৫১

চাঁদগাজী বলেছেন:


খুব অল্প বাংগালী আধুনিক বিশ্বকে বুঝতে পারেন।

১৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:১৩

পদ্মপুকুর বলেছেন: ব্যাচেলর ডিগ্রি থাকলেই তার রাজনৈতিক, প্রশাসনিক প্রজ্ঞা বেশি হবে, আমি এই বিষয়ে একমত নই। এদেশে এখনো শতভাগ বৃহৎ দুর্নীতির সাথে শিক্ষিতরাই জড়িত। এবং তারা সজ্ঞানেইএই দুর্নীতি করে।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৫২

চাঁদগাজী বলেছেন:



তা'হলে কমায়ে ৮ম শ্রেণীতে নিয়ে আসা হোক; একটা মিনিমাম কোয়ালিফিকেশন থাকার দরকার আছে

১৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:১৭

খাঁজা বাবা বলেছেন: এরশাদ এবং খালেদা জিয়া এখন পর্যন্ত কোন আসনে হারেন নাই। শেখ হাসিনা ২০০১ সালে ৫ সিটের মধ্যে ২ টিতে হেরেছিলেন।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৫

চাঁদগাজী বলেছেন:


এরশাদ ৫ জন সরকারী অফিসারের বউকে নিয়ে হোটেলে মোটেলে জিং জাংও করেছে; উনার গুণের সীাম নেই।

শেখ সাহেবকে হ্যা করা হয়েছে, বেগম জিয়াকে কেহ চোখ রাংগিয়ে কথা বলেনি।

আপনাদের ভাবনা শক্তি সীমিত।

১৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৯

ধ্রুবক আলো বলেছেন: এটা আসলেই খুব গুরুত্বপূর্ণ যে শিক্ষিত লোক দেশ পরিচালনা করবে। দেশের শিক্ষার হার (প্রশ্ন পত্র ফাঁস) যেভাবে বাড়ছে তাতে করে আমরা আগামীতেও ভালো নেতৃত্ব পাবো না।
১৯৮০ সালেই উচিত ছিলো আইন আরো জোরদার করা। ব্যাচেলর ডিগ্রি ছাড়া কেউ রাজনীতিও করতে পারবে না!

২০| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৮

মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: শিক্ষা বা ডিগ্রি থাকলেই ভাল রাজনিতীবিদ হওয়া যায় না,ভাল রাজনিতীবিদের দেশপ্রেমিক হওয়া অপরিহার্য,যেটা খালেদা জিয়ার প্রবলভাবে আছে।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৭

চাঁদগাজী বলেছেন:



আপনার ভাবনা দেখাে মনে হচ্ছে, আপনি প্রশ্ন-ফাঁস করা জেনারেশনের একজন হওয়ার সম্ভাবনা

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৫০

চাঁদগাজী বলেছেন:




আসলে বাংলাদেশের অনেক ব্যাচেলরের ১ ট্রিলিয়ন সংখ্যায় লিখতে ৫ মিনিট লাগবে; বেগম জিয়া এই জীবনেও লিখতে পারবেন না।

২১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৩

এম এম করিম বলেছেন: এক প্রার্থী এক সীট - আমি এটাই বিশ্বাসী।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৬

চাঁদগাজী বলেছেন:


বিশ্ব এখানে এসেছে আরো ১০০ বছর আগে্।

২২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৯

মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: আমাদের জামানায় প্রশ্নপত্র ফাঁস বা নকলের যুগ ছিল না,আপনার ধারনা অমূলক।দেশপ্রেম ছাড়া শিক্ষা বা ডিগ্রী দিয়ে কি করবেন?বাটপারি?

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৭

চাঁদগাজী বলেছেন:


যাক, আপনার ধারণা আমার কাছে পরিস্কার মনে হয়নি; দেশপ্রেম সমাজ থেকে আসে, কর্ম থেকে আসে, শিক্ষা থেকে আসে।

২৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:১০

নীলপরি বলেছেন: আপনার কথাগুলো যুক্তিযুক্ত ।তবে শিক্ষিতরাও তো নিজেরটা গোছাতে ব্যস্ত থাকেন ।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:০০

চাঁদগাজী বলেছেন:



যে ধরণের প্রশাসন, যে ধরণের অর্থনীতি চালু আছে দেশে, শিক্ষিতরা দুর্নীতির সাথে জড়িত হয়ে যাচ্ছে; বেগম জিয়ার মতো মানুষ,যিনি ন্যুনতম কিছু বুঝেন না, তিনি কি করে এত সীমিত সম্পদের দেশে এত বড় জাতিকে পরিচালনা করেছেন? আসলে, তিনি কিছুই করেননি, হাজার সমস্যার জন্ম দিয়ে গেছেন।

২৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:১৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


ডক্টর কামাল একজন কর্পোরেট উকিল... হাহাহা! কথা একদম সত্য। দেশের ভেতরে তিনি তাই-ই। একজনের ৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করাও গ্রহণযোগ্য নয়। রাজনীতিবিদদের শিক্ষার ক্ষেত্রে যা বলেছেন এবং যে সুপারিশ করেছেন, তাতে দ্বিমত রাখার উপায় নেই।

মন্তব্যকারী সহব্লগাররা বলছেন, শিক্ষিতরাই দুর্নীতিবাজ, একথা ঠিক। এটি শিক্ষার দোষ নয়, প্রয়োগের সমস্যা। পরিস্থিতিও তাদেরকে আনুকূল্যতা দিচ্ছে। দেশের একটি বড় অংশ অশিক্ষিত এবং অসচেতন, তথাকথিত শিক্ষিতদের মধ্যে দুর্নীতিপরায়নতার এটিও একটি বড় কারণ। কাজেই, শিক্ষার বিকল্প নেই। শুধু দেশপ্রেম দিয়ে হয় না, সেটি কাজে প্রমাণের জন্য চাই শিক্ষা।

ডক্টর কামাল হোসেনের কথা বলছি, বহির্বিশ্বে তার একটি ভাবমূর্তি আছে, সেটি কিন্তু কর্পোরট উকিলের মতো নয়। তার মতো আইনজ্ঞ এখনও বাংলাদেশে আরেকটি হয়নি (অথবা এখনও সবার দৃষ্টিগোচর হয় নি)। আপনার কথাগুলো সত্য, তবে একচেটিয়া। দেশের গুণী মানুষদের সম্পর্কে কথা বললে তাদের অবদানগুলো কিছুটা আলোকপাত করা উচিত, যেন নতুন প্রজন্ম তাদের প্রতি শ্রদ্ধা না হারায়।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৫

চাঁদগাজী বলেছেন:




রাজনীতিতে শিক্ষার প্রয়োজনীয়তা নিয়ে আপনি আমার চেয়েও ভালোভাবে বলেছেন। ড: কামাল হোসেন ওপেকের আইনবিদ হিসেবে ভালো করেছেন; তবে, শাসনতণ্ত্র হিসেবে যা উনি লিখেছেন, উহা মোটামুটি দেশ চালানোর ম্যানুয়েল, মানুষের অধিকারের উপর কিছু লেখা নেই।

২৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৯

প্রামানিক বলেছেন: আপনার যুক্তি মন্দ নয়। ধন্যবাদ

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮

চাঁদগাজী বলেছেন:



একজন বুদ্ধিমান ৩ সীটে থাযকলে খারাপ হতো না; বুদ্ধিমান ২ সীট থেকে সরে গিয়ে, সেখানে ডাকাত ঢুকায়ে দেন; বেগম জিয়া বুদ্ধিমান মহিলা নন।

২৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ঠিক।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১৫

চাঁদগাজী বলেছেন:



ড: কামাল সাহেব কলোনিয়েল সিষ্টেমের সংবিধান বানায়েছেন

২৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:০৮

ডঃ এম এ আলী বলেছেন: প্রায়শই বিভিন্ন জায়গায় বাংলাদেশের সংবিধানের প্রনেতা হিসাবে কৃতিত্ব প্রায়শই বিভিন্ন জায়গায় বাংলাদেশের সংবিধানের প্রনেতা হিসাবে কৃতিত্ব ড: কামাল হোসেনকে দেয়া হয়ে থাকে । অআমার মনে হয় বিষয়টা নিয়ে একটু বিস্তারিত আলোচনা প্রয়োজন ।
১৯৭২-এর এপ্রিলের ১১ তারিখ গণপরিষদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে গঠিত হয় ৩৪ সদস্য বিশিষ্ট “খসড়া সংবিধান-প্রণয়ন কমিটি।” জনগণের সকল অংশের মতামত ও পরামর্শ গ্রহণকল্পে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জন্য একটি খসড়া সংবিধান প্রণয়নকালে কমিটি কর্তৃক বিবেচনার জন্য দেশের যেকোন প্রতিষ্ঠান এবং এই ব্যাপারে আগ্রহী যে কোন ব্যক্তির নিকট থেকে লিখিত প্রস্তাব আহ্বান করে । এইরূপ সকল প্রস্তাব ১৯৭২ সনের ৮ই মে তারিখের মধ্যে বা তাহার পূর্বে বাংলাদেশ গণপরিষদের খসড়া সংবিধান-প্রণয়ন কমিটির সচিবের নিকট রেজিস্ট্রিকৃত ডাকযোগে পাঠানোর অনুরোধ জানায়। এরপর বিভিন্ন গণমাধ্যম যেমন- সংবাদপত্র, বেতার ও টেলিভিশন ইত্যাদির মাধ্যমেও প্রস্তাব পাঠানোর আমন্ত্রণ জানানো হয়। এর ফলে কমিটি ৯৮টি স্মারকলিপি লাভ করে যা সাইক্লোস্টাইল কপি করে যথাযথ বিবেচনা ও পরামর্শের জন্য কমিটির সদস্যদের কাছে পেশ করা হয়।
সে সময়ে কলেজের ২য় বর্ষের ছাত্র ছিলাম বলে গনমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতি নিয়মিত নজর ছিল । এছাড়া আমাদের এলাকার গনপরিষদ পরিষদ সদস্য সংবিধান প্রনয়ন কমিটির মেম্বার ছিলেন ( তিনি আমার স্কূল জীবনের ইংরেজী বিষয়ের শিক্ষকও বটে ) । প্রিয় ছাত্র হিসাবে তাঁর একান্ত সান্যিধ্যে কাটানোর সুযোগও পেয়েছিলাম । তাঁর কাছ হতে দেশের প্রথম সংবিধান প্রনয়নের ইতিহাস কিছুটা শুনেছি । সে সময় ড:কামাল হোসেন সংবিধানের কয় অক্ষর লিখেছেন সে বিষয়েও বেশ কিছু কথা বার্তা শুনেছি । তবে সেসময়কার আইন মন্ত্রী হিসাবে ড:কামাল হোসেনকে গনপরিষদের সংবিধান প্রনয়ন কমিটির সভাপতি করা হয়েছিল । সেই হিসাবে তাকেই বলা হয়ে থাকে বাংলাদেশের সংবিধান প্রনেতা । যাহোক, সংবিধান প্রনয়নের সাথে তাঁর সম্পৃক্ততা সংবিধান প্রনেতা হিসাবে সংস্লিষ্ট দেশের অন্য সকলের নামের সাথে স্মরনীয় হয়ে থাকবে । তবে সকলের অবগতির জন্য মন্তব্যের এই ঘরে সংবিধানটি প্রয়নের প্রক্রিয়ার আরো কিছু দিক তুলে ধরা প্রয়োজন মনে করি ।

১৯৭২ সালের এপ্রিলের ১৭ থেকে ২৯ তারিখ পর্যন্ত একাদিক্রমে কমিটির ১৩টি ও মে মাসের ১০ থেকে ২৫ তারিখ পর্যন্ত ১৬টি বৈঠক অনুষ্ঠিত হয়। সর্বমোট ২৯টি বৈঠকে প্রতিটি খসড়া বিধান নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা হয় এবং বিভিন্ন দেশের সংবিধান পর্যালোচনা করা হয়। ফলে বেশীর ভাগ অনুচ্ছেদ ও দফা সম্পর্কে সিদ্ধান্ত সর্বসম্মত হয়। তবে কোন কোন ক্ষেত্রে উপস্থিত সদস্যদের সংখ্যাগরিষ্ঠ মতানুযায়ী সিদ্ধান্ত গৃহীত হয়। চুড়ান্ত ভাবে গৃহীত খসড়াটি বাংলাদেশ গণপরিষদে পেশ করা হয় ।
হাতেলেখা খসড়া সংবিধান বিল পেশ করার পর গণপরিষদ নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কমিটিকে ধন্যবাদ জানিয়ে তাঁর নাতিদীর্ঘ ভাষণে বলেন, “…প্রায় ৭২ দিন আমাদের এই কমিটির সদস্যরা কাজ করেছেন, চিন্তা করেছেন, আলোচনা করেছেন এবং পৃথিবীর সমস্ত সংবিধান যতদূর সম্ভব দেখাশুনা করে একটি খসড়া আজ এই গণপরিষদে পেশ করতে পেরেছেন। …
তথ্য উৎস : Click This Link

তাই, এখানে সংবিধান প্রনয়নে ড: কামাল হোসেনের একক কৃতিত্ব কতটুকু তাতে ভাবনার বিষয় আছে !!!!!!!!!!

যাহোক, পোষ্টের মুল বক্তব্যের সাথে সহমত পোষন করি । কোন প্রার্থিরই একাদিক আসনে প্রতিদন্ধিতা করার সুযোগ রাখাটা যুক্তি সংগত হয়নি বলে প্রতিয়মান হয় । কারণ এর পরে একাধিক আসনে নির্বাচিতকে একটি আসন রেখে বাকিগুলি ছেড়ে দিতে হয় । তার কুফল মুলত দুটি, প্রথমত উপনির্বচনের জন্য সময় ও সম্পদ ব্যয় হয় অপর দিকে উপনির্বাচনে কলাগাছ পার হয়ে আসার সুযোগ তৈরী হয় , জনমত মুল নির্বাচনে জয়লাভকারী একটি রাজনৈতিক দলের প্রতি প্রদর্শিত হওয়ায় এলাকার ভোটাররা সেই বিশেষ দলের প্রর্থীর প্রতিই একটু বেশী মাত্রায় ঝুকে পরে বিবিধ কারণে !!!!

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৩৯

চাঁদগাজী বলেছেন:



বেগম জিয়া ছিল জাতির জন্য অভিশাপ; সেই অভিশাপ কলাগাছের বদলে মানুষ-খেকো গাছ নিয়ে এসেছে উনার সীটগুলোতে বার বার।

যারা আমাদের সংবিধান তৈরি করেই থাকুন না কেন, ৩০ লাখ মানুষের প্রাণ দেয়ার পর, মানুষের অধিকার নিয়ে শাসনতন্ত্র রচনা করার দরকার ছিলো; উনারা দেশ চালনার ভুল ম্যানুয়েল তৈরি করেছেন। এটা বৃটিশ কলোনীর জন্য কাজে লাগবে হয়তো।

২৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:১৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দারুণ বলেছেন, আসল কথাই বলেছেন, একমত আপনার সাথে সর্বনিম্ন ডিগ্রিধারী দরকার পার্লামেন্ট সদস্য হতে হলে। এটা না করে আমাদের জাতীয় সংসদকে অসম্মানিত করা হচ্ছে মনে হয় আমার কাছে।

বেগম জিয়াকে রাজনীতিবিদ একমাত্র ছাগল ছাড়া কেউ মনে করেন বলে মনে হয় না আমার! রাজনীতিজ্ঞদের কলঙ্ক করার কোন মানেই হয় না বলে মনে করি আমি।

একজনকে এক সিটে নির্বাচন করবার সুযোগ রাখার দরকার ছিল।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৪২

চাঁদগাজী বলেছেন:


বেগম জিয়া বাংলাদেশের জন্য অভিশাপ ব্যতিত অন্য কিছু নয়, উনার যায়গা জেলে থাকার কথা প্রথম থেকেই।

২৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:১৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ২৭ নং মন্তব্যের জন্য শ্রদ্ধেয় ড. এম এ আলী ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে যাচ্ছি।

এব্যাপারে চাঁদগাজী ভাইয়ের মন্তব্য দেখার আশা রইল।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৪৩

চাঁদগাজী বলেছেন:


বার্মার জেনারেলদেরও সংবিধান আছে; উহা বাংলাদেশের কাছাকাছি হবে।

৩০| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমার একটা কথা আছে সংসদে সংরক্ষিত আসন নিয়ে। সংসদের কোন আসন মহিলাদের জন্য সংরক্ষিত রাখা সুবিচেনাপ্রসূত নয়। তার চেয়ে দলে তাদের জন্য আসন সংরক্ষণ করা উচিত। তাতে বিএনপি বা আ.লীগ কিংবা যে কোন দল ২০০ পুরুষ ও ১০০ নারীকে সংসদে নির্বাচনের জন্য মনোনয়ন দিতে পারে। তবে বেশী জরুরী মনে করলে বিশিষ্ট নাগরিকদের জন্য ১০ টি আসন সংরক্ষিত রাখা যেতে পারে । যারা সংসদের সম্পদ হিসাবে মেধা কাজে লাগাবেন। এই ১০ জন হতে পারেন- দেশের বিভিন্ন সেকক্টরে সেরা বুদ্ধিজীবীরা ।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯

চাঁদগাজী বলেছেন:


সংরক্ষিত আসনে দুনিয়ার গার্বেজদের পার্লামেন্ট নিয়ে আসে।

একমাত্র ক্ষুদ্র জনগোষ্টী ও দেশের জন্য যদি কোন নাগরিকের অবদান থাকে, তাদের থেকে আনা যেতে পারে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.