নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

বিএনপি অন্যায়ের পক্ষে গিয়ে সাধারণ মানুষের মৃত্যুর ফাঁদ বসাচ্ছে!

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩০



**** ৭, ৮, ৯ তারিখে ব্লগারেরা নিরাপদ থাকার চেষ্টা করবেন, পরিবারের লোকদের নিরপত্তা দেখবেন।

মির্জা ফখরুল ও বিএনপি'র আইনবিদদের কথা থেকে বুঝা যাচ্ছে যে, বেগম জিয়ার জেল হবে; তারা জানে, দেশে 'জিয়া এতিমখানা' নেই, ফান্ডের টাকা তুলে নেয়া হয়েছিল; ফলে, বিচারে বেগম জিয়া ধরা খেয়েছেন। কিন্তু ওদের কথা হলো, বেগম জিয়ার আমলে ও এখন হাজার হাজার কোটী টাকার দুর্নীতি হয়েছে ও হচ্ছে; সেখানে তুচ্ছ ২ কোটী ১১ লাখের জন্য বিচার কেন? এই বিচার কেন ঝুলায়ে রাখা হচ্ছে না, মাত্র ১০ বছরের মাথায় কেন "দ্রুত" বিচার হচ্ছে?

এগুলো না ভেবে অন্য কিছু ভাবা যায় না? যেমন, একজন সাধারণ অদক্ষ গৃহিনী ৩৪ বছর বিএনপি চালালেন, ৩ বার প্রাইম মিনিষ্টার হলেন, ২ বার বিরোধীদলের নেত্রী হলেন, ৪ বার এমপি হলেন, এখন কি উনাকে অবসরে পাঠানো যায় না? নাকি গাছ না থাকলে সব লতা শেষ?

বিএনপি এই বিচারের গুরুত্ব বুঝতে পেরেছে, বেগম জিয়াও বুঝেছেন; গত শনিবারে সেজন্য বেগম জিয়া কেন্দ্রীয় কমিটির লোকজনকে ডেকেছিলেন; সেখানে জিহাদ ঘোষণা করেছিলেন বাবু গয়েস্বর রায়, তিনি এখন লালঘরে। সেখানে গান্ধীজির ভক্তও ছিলেন, ড: খন্দকার মোশারফ সাহেব, তিনি ঘোষণা দিয়েছেন যে, বেগম জিয়ার সাথে সবাই জেলে চলে যাবেন; উনার দেখাদেখি ৪/৫ কোটী বিএনপি'র লোকজনও জেলে চলে যেতে পারেন।

এই সপ্তাহে আসছে বিএনপি'র ওয়ার্কিং কমিটির লোকজন, ৬ শতের বেশী নেতা ইত্যাদি; সবার কাজ হবে বেগম জিয়াকে জেল থেকে রক্ষা করা; এরা যদি লেগে যায়, কি পরিমাণ সাধারণ মানুষের মৃত্যু হবে? যারা আগামীতে মরবে, তাদের প্রত্যকের মুল্য অবশ্যই বেগম জিয়া থেকে অনেক অনেক বেশী হবেই হবে। গত মিটিং'এ যা ঘটেছে ও আগামী মিটিং'এ যা ঘটবে, তার ফলে, অনেক সাধারণ মানুষের মৃত্যু হবেই হবে।

বেগম জিয়ার জেল ঠেকানো সম্ভব হবে না; তবে, জিয়া এতিমখানা বানিয়ে দিয়ে, ৩ বারের প্রাইম মিনিষ্টার আদালতের কাছে ক্ষমা চাইলে, ক্ষমা পাবার কথা। উনার উচিত ছিল, দোষ স্বীকার করে, এতিমখানা বানিয়ে দিয়ে অবসরে চলে যাওয়া; এভাবে অন্যায়ের মাঝে আর কতদিন, ৩৪ বছর কি যথেস্ঠ নয়? অন্যায় করে, গন্ডগোল লাগিয়ে সাধারণ মানুষের জীবনহানী করা কি ঠিক হবে?





মন্তব্য ৫৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫৫) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪০

আল ইফরান বলেছেন: জেল-জরিমানা হচ্ছে এইটা বিএনপি ভালোভাবে বুঝতে পেরেছে।
আইনিভাবেই জিনিসটাকে মোকাবেলা করা যায়, এইটা বুঝার মত লোকজনের অভাব তাদের দলে নেই।
সমস্যা হচ্ছে এইটা নির্বাচনের বছর, সরকার/ আওয়ামি লীগ দাবার গুটি চালতে খুব সম্ভবত ভুল সময়কে বেছে নিয়েছে।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫

চাঁদগাজী বলেছেন:



শেখ সাহেবের কবরের উপর বিএনপি গঠিত হয়েছে; ১৫ই আগষ্টে জন্মদিন পালন করা হয়েছে; জর্জমিয়ার বিচার শুরু হচ্ছিল; সবকিছু মিলে ভয়ংকর অবস্হা; কেহ সুযোগ ছাড়েনি, ছাড়বে না।

গন্ডগোল হলে সাধারণ মানুষ পুড়বে।

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫১

জোকস বলেছেন: মুই এক্কান কতা কতি চাইছিলাম! না থাক, আগে সবার কতা শুইনা লই।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮

চাঁদগাজী বলেছেন:


সব শুনে ভেবেচিন্তে বলাই সঠিক

৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৩

প্রামানিক বলেছেন: সবাই তাকিয়ে আছে ৮ তারিখের দিকে

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৭

চাঁদগাজী বলেছেন:


৮ তারিখে কোন সাধারণ মানুষ যেন প্রাণ না হারায়, এটাই একমাত্র কামনা; এতিমখানার টাকা যারা তুলে নিয়ে গেছে, তাদের জেল হোক।

৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৩

মানিজার বলেছেন: সার্কাস চিলিতেছে । চলুক । #:-S

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৮

চাঁদগাজী বলেছেন:



ভালো সার্কাস নয়, সাধারণ মানুষ মরবেই মরবে।

৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪৯

তারেক_মাহমুদ বলেছেন: আবার কি সেই পেট্রোল বোমার রাজনীতি শুরু হবে, তার ই পূর্বাভাস পাওয়া যাচ্ছে।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০১

চাঁদগাজী বলেছেন:


ঘটনাকে বড় করার জন্য সাধারণ মানুষকে হত্যা করা হবে; এতে সন্দেহ নেই। বেগম জিয়ার উচিত মাফ চেয়ে সরে যাওয়া; উনার জন্য ২০১৫ সালে ২০০ মানুষ প্রাণ হারায়েছে, ১৫০ জন আগুনে পুড়ে পংগু হয়েছে; পুলিশও মরেছে অনেক।

৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫৬

মানিজার বলেছেন: সাধারণ কিছু মানুস মরবে তবে লগে কিছু ইডিয়টও ।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০৫

চাঁদগাজী বলেছেন:



২০১৫ সালে, কোন পক্ষের সন্ত্রাসী ক্যাডার মরেনি; প্রাণ হারায়েছে সাধারণ মানুষ; এখন সেইদিকে যাচ্ছে।

৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১৪

বিজন রয় বলেছেন: বিএনপি অন্যায়ের পক্ষে?

বাংলাদেশে কে অন্যায়ের পক্ষে নয় শুনি?

অন্যায়ের বিপক্ষে শুধু ব্লগাররা, আপনি আর আমি।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২৫

চাঁদগাজী বলেছেন:



এই মামলার সময় বিএনপি'র উচিত বেগম জিয়াকে অবসরে পাঠানো; তারা উল্টো, সাধারন মানুষের প্রাণহানীর দিকে যাচ্ছে!

৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩৫

ধ্রুবক আলো বলেছেন: ৭,৮,৯ তারিখ সাবধানে থাকতে হবে। কিছু একটা হলে সব বিপদ সাধারণ মানুষের ঘাড়ের উপর দিয়েই যায়!

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৫২

চাঁদগাজী বলেছেন:



এখন পার্টি ক্যাডারেরা জানে যে, পার্টি লাশের রাজনীতি করে; ফলে, ওরা নিরাপদে থাকে; সাধারণ মানুষের প্রাণ যাবেই যাবে; সাধরণ মানুষকে হত্যা করা এখন রাজনৈতিক পদক্ষেপ

৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:২৯

এলিয়ানা সিম্পসন বলেছেন: We should meet!

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৩৫

চাঁদগাজী বলেছেন:


আপনি কোথায়? আমার চোখে সমস্যা, কিছুতেই ভালো হচ্ছে না! আপনার স্কুল কখন শুরু হচ্ছে?

১০| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৩৪

আবু তালেব শেখ বলেছেন: বললেন যখন সতর্ক হতে হবে। তবে আমাদের এলাকায় কোন ভয় নেই। আওয়ামীলীগ বিএনপি সবাই ভাই ভাই। যে কোন দল ক্ষমতায় আসলেও এই বন্ধন অটুট থাকে। ছাত্রলীগের কোন হিংস্রতা নেই।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৩৮

চাঁদগাজী বলেছেন:


তা ভালো; তবুও ঐদিন গুলোতে ঢাকা, চিটাগং, রাজশাহী, বগুড়া ও সিলেটে থাকলে, খেয়াল রাখা দরকার।

১১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৩৬

আবু তালেব শেখ বলেছেন: একজন সাধারণ অদক্ষ গৃহিনী
অদক্ষ রাজনিতিবিদ
অশিক্ষিতা

তাহলে উনার কোন গুন নেই?

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৪১

চাঁদগাজী বলেছেন:


এই সম্পদহীন দরিদ্র দেশের লোকগুলোর জন্য উনি ছিলেন অভিশাপের মতো; জাতিকে অনেক পেছেন নিয়ে গেছেন, জাতির মরাল ধ্বংস করেছেন; উনার ভয়ংকর খারাপ অবদান।

১২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৫৪

এলিয়ানা সিম্পসন বলেছেন: Are you getting treatments!?

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:২৭

চাঁদগাজী বলেছেন:


আমি ৪ ডাক্তার বদলায়েছি, আগামীকাল পাশের এক হসপিটালে এপেন্টমেন্ট।

আপনার স্কুল কি সেপ্টেম্বরে?

১৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৩১

ধ্রুবক আলো বলেছেন: গাজী ভাই,

আমার মনে হচ্ছে আট তারিখ খালেদা জিয়ার রায় কিছুই হবেনা। যারা বলেছে জেল হবে সাত আট বছরের জন্য, এটা গুজব হবে। কারণ দেশের একজন জনপ্রিয় একজন নেত্রীকে হঠাৎ এভাবে জেলে ঢুকাবে না যদিও ক্ষমতায় নেই তবুও তো কিছুটা জনপ্রিয়তা তো আছেই।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৪:৩৬

চাঁদগাজী বলেছেন:



গুজবের শুরু বিএনপি'র ফখরুল সাহেব থেকে; তবে, দেশী বিদেশী অনেক শক্তিশালী মানুষ এই ২ পরিবারের মাঝে কিচু যোগাযোগ রাখছে, মনে হয়।

১৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৩৮

সাইন বোর্ড বলেছেন: হাসিনার চাঁদাবাজির কেসটার উপরও একটা ফতোয়া দিন না, ঔযে যেটা গায়েব করে দেওয়া হয়েছে । অাপনি তো অাবার মাঝে মাঝে নিরোপেক্ষ কথা বলার ভান করেন ।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৪:৩৭

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনার বিচারগুলো তুলে নেয়া হয়েছে; সেটা ছিল গর্দভ টাইপের কাজ কারবার; উনি বিচার হয়ে যাওয়ার দরকার ছিলো।

১৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৪০

এলিয়ানা সিম্পসন বলেছেন: Why are you still writing? Please stop!

০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৪:৩৯

চাঁদগাজী বলেছেন:


আমি কম্প্যুটার থেকে দুরে থাকি আজকাল।
আপনার ক্লাস কখন শুরু হবে জানাবেন। আপনি একটা পোষ্ট দিন, ওখানে আমি সময় জানাবো।

১৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৪৯

জাহিদ অনিক বলেছেন:



সবার মত আমিও তাকিয়ে আছি ৮ তারিখের দিকে----------
আজকের মতই আরও একটা বৃহস্পতিবার

০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৪:৪২

চাঁদগাজী বলেছেন:


বাসে উঠবেন না, বাহিরে চলাফেরা করবেন না।

১৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:২৯

নূর-ই-হাফসা বলেছেন: নেতা গুলো কেউ মরবে না । অনর্থক সাধারন মানুষ গুলো কে জীবন দিতে হবে ।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৪:৪৩

চাঁদগাজী বলেছেন:



২০১৫ সালে যারা পুড়েছে, তাদের বিচার করা হয়নি; সেটার বিচার করলে বেগম জিয়ার ফাঁসী হবে।

১৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:৩৫

জহিরুল ইসলাম সেতু বলেছেন: রাজনৈতিক দুষণ।
জনবহুল এ দেশে প্রাণের মূল্যই কেবল কম।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৪:৪৪

চাঁদগাজী বলেছেন:




দেশের ৪ দলের কাছে দেশ সোমালিয়ার কাছাকাছি, মানুষের প্রানের দাম মুরগীর দামের সমান।

১৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:৫২

ডঃ এম এ আলী বলেছেন: ৮ তারিখ রায় বেরোবে, ৯ ও ১০ তারিখ শুক্র ওশনিবার , বন্দের দিনে বেহুদা হরতাল দিয়ে তেমন ফায়দা নেই , খুব সম্ভব ১১ তারিখ রোববার হরতাল মরতাল আসতে পারে যদি রায়ে বিরোপ কিছু হয় । দোয়া করি দেশের সাধরন মানুষের জানমাল যেন আল্লাহ রক্ষা করেন । উপর তলার মানুষ জেলে থাকলেও রাজকীয় জীবন যাপন করেন ।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৪:৪১

চাঁদগাজী বলেছেন:



বিএনপি'র জন্য সঠিক ছিলো উনার অবসর ঘোষণা করা ও জিয়া এতিমখানা তৈরি করা; পুরো দলের সবগুলো পিগমী।

২০| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৪:২৩

নতুন বলেছেন: দেশের জনগন করে নিজের জীবনের মুল্য বুঝতে শিখবে?

হাসিনার বা খালেদার জন্য এতো রক্ত/জীবন দিলো তবুও জনগনের হুশ হয় না?

০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৪:৩২

চাঁদগাজী বলেছেন:



কাঁচা রাজারের বয়বসায়ী, ট্রাক, বাস ও ভেনের ড্রাইভার প্রাণ হারায়েছে গতবার; বাসে ২ কিশোরী মারা গেছে; ১৭ কোটীর জীবন তো থামানো সম্ভব নয়।

২১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:১১

নতুন বলেছেন: গতবারের আগুন লাগানোর ঘটনা গুলি আমাদের সমাজের ভদ্রতার মুখোশ খুলে দেয়...

সমাজে এতো মানুষ আছে যারা আগুন লাগিয়ে মানুষ মারতে পারে এটা চিন্তাও করি নাই।

ইসু বানানোর জন্য বাসে আগুন দেবার মতন ঘটনা কিভাবে করতে পারে?

খালেদা জিয়া/ শেখ হাসিনা বা তার বড় নেতারা নিজে হাতে এই সব করেনা.... করে দলের টাকায় কাজ করা কিছু কমী`...

০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৩

চাঁদগাজী বলেছেন:


বিএনপি'কে পুরোপুরি বন্ধ করবে না শেক হাসিনা, এই দলের পতন হলে, দেশে সঠিক একটা দল গড়ে উঠতো

২২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৮

তারেক ফাহিম বলেছেন: জিয়া এতিম খানা B-)

০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:১১

চাঁদগাজী বলেছেন:


জিয়া এতিমখানা নেই, বেগম জিয়ার স্হান লালঘর

২৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১৬

কানিজ রিনা বলেছেন: দেশে বিকল্প নেতাও আসবেনা বিরোধীদলও
থাকবেনা, একদলীয় নেতা সম্পর্কে কিছু
বলুন।
অবসরে যদি যেতে হয় দুইনেত্রীই যাওয়া
উচিৎ। তাই নয় কি? যত যাই বলুন যে
দল যখন ক্ষমতায় থাকবে বিরোধী দলের
দুর্নীতি চোখে পড়বে নিজেদেরটা চোখে
পড়েনা। জনগন মাঠে নামলে পুলিশ
বাহিনীর দাপট রাস্তা পলিশের দখলে।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬

চাঁদগাজী বলেছেন:


অবসরে কেহ যেতে চাহে না, শেখ হাসিনাও যাবে না; এদের দলের লোকেরাও চাহে না; তাই, বিচারে যেটা ধরা খেয়েছে উহাকে লালঘরে পাঠালে ১ জন কমবে; একজন কমলে, বাকীটা চাপের মুখে সরে যাবে; ২ জন থাকলে চাপের সৃষ্টি হয় না; ওরা ২ জন পরস্পরকে সাহায্য করছে।

২৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:২০

কানিজ রিনা বলেছেন: তাইই সত্য, দুইজন নেত্রী এত জন প্রিয়
যে আর কোনও নেতা আসলে মেনে নেওয়া
খুব কঠিন। এখন যদি গনতন্ত্র মতাবেক
সুষ্ঠ ভোট হয় তাহলে বিএনপি আসবে।
কারন আমাদের দেশের মানুষের মানুষীকতা
এমন জায়গায় এসে ঠেকেছে একজন সরকার
পাঁচ বছরের বেশী পদে থাকার কথা চিন্তাই
করতে পারেনা।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪৭

চাঁদগাজী বলেছেন:


মানুষ নিজের অধিকার না পাওয়ায়, কোনদিন বুঝতে পারেনি রাষ্ট্র কেন! মানুষ নিজের ক্ষতি করে চলছে; মানুষ কি দেখছে না যে, "জিয়া এতিমখানা" বলতে কিছু নেই? সেই কারণেই হয়তো মানুষ ক্রমেই তাদের ভোটাধিকার হারাচ্ছে

২৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৩৬

কানিজ রিনা বলেছেন: ভোটাধিকারত অনেক আগেই হাড়িয়েছে
নতুন করে জিয়া এতিম খানার দোশ
দিলে কি হয়? ব্যাংক যেভাবে হ্যাকার
হয়েছে ভোটাধিকার সেভাবে হ্যাকারে
আছে জনগন হ্যাকারের কাছে ছাগল।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:২৩

চাঁদগাজী বলেছেন:


সমস্যা হলো, সবাই শেখ হাসিনাকে ভয় পায়; তার পতন ঘটতে সময় লাগবে; বেগম জিয়া যখন ধরা খেয়েছে ইহার পতন দরকার; তখন বিএনপি'র লোকেরা রাজনীতি করবে, এখন ওরা বেগম জিয়ার দিকে তাকিয়ে বসে আছে; বেগম জিয়ার নিহের বুদ্ধি নেই, নিজের মান-সন্মানও নেই

২৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৫৫

এলিয়ানা সিম্পসন বলেছেন: July.

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৪০

চাঁদগাজী বলেছেন:


আশাকরি তার আগে দেখা হবে আপনার সাথে।

২৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:১৫

চিন্তিত নিরন্তর বলেছেন: বর্তমানেও দেশের অর্ধেক চলছে ভারতীয় নীতি দ্বারা, পররাষ্ট্রনীতি বলতে তেমন বলার মত কিছু নেই। আর বিএনপি জামাত এলে দেশ জংগীবাদের দেশ হিসেবে পরিচিত হবে। আমরা মহা সমস্যায় আছি। শিক্ষিত লোকেরা আর ছাত্রলীগ কে বিশ্বাস করেনা। ছাত্র রাজনীতিকে ঘৃনা করে। স্কুলেও কয়েকদিন পরে মিছিল হবে।

আমরা মহা সমস্যায় আছি। জাতি হিসেবে এক হতে না পারলে আমাদের বরাত খারাপ।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:৪৮

চাঁদগাজী বলেছেন:



শিক্ষিতদের নতুন রাজনৈতিক দল করতে হবে; ছাত্রলীগ, ছাত্রদল ও শিবিরকে রাজাকারের মত পেটাতে হবে।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:০৮

চাঁদগাজী বলেছেন:


আপনি পোষ্ট লিখুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.