নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

বেগম জিয়ার উদাহরণযোগ্য কঠিন শাস্তি হওয়া দরকার

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:০০



৩ বারের প্রাইম মিনিষ্টার, বেগম জিয়া আদালতে মিথ্যার আশ্রয় নিয়ে, নিজকে নির্দোষ দাবী করেছেন; কিন্তু জিয়া এতিমখানা ট্রাষ্ট ফান্ড ছিলো, সেখানে টাকা জমা হয়েছিল; সেই টাকা অন্য একাউন্টে সরায়ে নেয়া হয়েছে , দেশে 'জিয়া এতিমখানা' নেই। উনার, সঠিকভাবে ম্যানেজ করতে পারেননি, ছেলেদের নিয়ে পারিবারিক সমস্যা, এখন এতিমখানা করে দেবেন বলে, দোষ স্বীকার করা উচিত ছিল; সেটা করেননি; উনি শঠতার আশ্রয় নিয়ে নিজকে নির্দোষ দাবী করেছেন; উনাকে কঠিন শাস্তি দেয়ার দরকার; যেন রাজনৈতিক দলের চোর-ডাকাতদের সামনে একটা উদাহরণ হয়।

জুলফিকার আলী ভুট্টোর বিচারটা ঠিক মতো হয়েছে; নেওয়াজ শরীফ একটুখানী উত্তাপ অনুভব করার সুযোগ পেয়েছে, আজীবন আর পাকিস্তানের রাষ্ট্র-প্রধান হতে পারবে না। বাংলাদেশে ৪৭ বছরে কয়েক হাজার রাজনীতিবিদ ও ব্যুরোক্রেটদের ডাকাতীর কোন শাস্তি হয়নি; এদের ডাকাতির কারণে পুরো জাতি ১০০ বছর পেছনে চলে গেছে, পুরো দেশের মানুষের চরিত্রে চুরি-ডাকাতী ঢুকে গেছে! উনাকে অনুসরণ করে উনার ২ ছেলে, ২ ভাই, বোন ও বাবা বাংগালীদের সম্পদ লুট করেছে।

বেগম জিয়া ভুট্টো ও নেয়াজ শরীফের চেয়ে অনেক বেশী অপরাধ করেছেন; সামন্য এতিমখানার টাকাও সরায়ে ফেলেছে, জিয়া এতিমখানা নেই। বর্তমানে সৌদীর নতুন যুবরাজের আদেশে বিদেশীদের মানি-লন্ডারিং'এ তদন্তে বেগম জিয়া, নেওয়াজ শরীফ ও লেবাননের মৃত প্রাইম মিনিষ্টারের নাম এসেছে।

বেগম জিয়াই হয়তো ই্তিহাসে সবচেয়ে নিকৃষ্টতম বাংগালী; ৩ বারের প্রাইম মিনিষ্টার জীবনে একবার কোর্টে সত্য বলতে অক্ষম হয়েছেন; এটাই হতে পারে উনার শেষ বিচার; অন্য বিচার রায় অবধি যেতে হয়তো আরো ৫/১০ বছর সময় লাগবে; এটাই কোর্টের একমাত্র সুযোগ উনাকে উদাহরণযোগ্য শাস্তি দেয়ার।

বাংলাদেশে, রাজনৈতিক দল ও ব্যুরোক্রেটরা ৪৭ বছর লুটপাট চালায়ে গেছে; একমাত্র এরশাদের বিচার হয়েছে নামে মাত্র; কারন, এই ভয়ংকর শিয়াল একবার মাত্র সঠিকভাবে ডিকবাজী দিতে সক্ষম হয়নি। বেগম জিয়া হাজার অপরাধ যোগ হয়েছে, উনাকে ছেড়ে দেয়া ঠিক হবে না।

একটা বিচার সঠিকভাবে হোক, তখন বাকীগুলোর বিচার চাওয়া শুরু হবে; যারা ভাবছেন, সামনের দিনগুলোতে বেগম জিয়া জাতিকে উদ্ধার করবে, তারা বোকার স্বর্গে আছেন।



মন্তব্য ৫০ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৫

কিরমানী লিটন বলেছেন: অপরাধ যে-ই করে শাস্তি তাকে পেতেই হবে। কিন্তু শাস্তিটা যে দিচ্ছে সেতো ন্যায় বিচার প্রশ্নে কিছুদিন আগেও প্রধান বিচারপতিকে নলের জোরে খেদিয়েছ, নিজের নামে করা মামলাগুলে নিজেই বাতিল করেছে। তাই ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সবার আগে বিচার বিভাগকে কলুষমুক্ত করা দরকার। সেজন্য দরকার জনগনের সরকার। দিল্লীর এজেন্ট সেবাদাস, স্বৈরাচার সরকার সরিয়ে। সে বিষয়ে কিছু বলেন। নইলে আপনার লেখা সেবাদাসের ফরমায়েশী লেখা, দেশ সমাজের প্রতিচ্ছায়া প্রকাশ না করে, দলকানা মনপ হয়।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশে রাজনৈতিক দল ও ব্যুরোক্রেটরা মিলে লুটপাট করেছে; কারো বিচার হয়নি। শেখ হাসিনা অনেক কিছু অন্যায় করছে, তারপরও অন্যায়ের বিচারের পক্ষে; কিন্তু আপনি কবি মানুষ, অন্যায় না করেও (ব্লগারদের জানা মতে) অন্যায়ের সাপোর্ট করছেন।

বেগম জিয়ার বিচার হলে, শেখ হাসিনার বিচারও হওয়া সম্ভব; একটা শুরুর দরকার আছে।

বিচার শুরু হলে, সবার বিচার হবে; শুরুতে আপনারা অন্যায়কারীর পক্ষে চলে যান, এজন্য বাংলাদেশে দুষ্টরা সবার চেয়ে ভালো আছে।

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪৭

shamimkhalia বলেছেন: বিচার করে বিচারক আর বিচার বিভাগ তো আলাদা স্বাধীন এতে তো বিশেষ কাউকে জড়ানো ঠিক না যে ব্যক্তি বিচারক নয়।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৩

চাঁদগাজী বলেছেন:



বিচার, অবিচার, রায়ের পক্ষে, বা বিপক্ষে নাগরিকের মতামত থাকতে পারে! আপনি নিজকে নাগরিক হিসেবে ভাবার শুরু করেন, আপনার ভাবনার জগৎ বদলায়ে যাবার সম্ভাবনা আছে।

৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০৯

চোরাবালি- বলেছেন: একাউন্ট এর টাকা একাউন্টে এবং ট্রাষ্টের নামে এফডিআর করা তা হলে আত্মসাৎ হল কিভাবে। আত্মসাৎ এর সংজ্ঞা কি? এটা হতে সঠিক সময়ে ব্যবহার না করার অপরাধ। আর টাকা তো ব্যাক্তিগত একাউন্টে এসেছে দেশের বাইরে থেকে। যা হউক রাজনীতির মারপ্যাচ এসব। সুইং মেশিনের প্যাচের সঙ্গে মিলিয়ে লাভ নেই।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১৯

চাঁদগাজী বলেছেন:



২০০৬ সালের পর, আজ অবধি 'জিয়া এতিমখানা' করা হয়েছে? করার কাজ চলছে?
এতিমখানা কখন হওয়া উচিত ছিলো বলে আপনি মনে করেন; ১১ বছর কি যথেষ্ট নয়? এই সপ্তাহে কাজ শুরু হতে কোন বাধা আছে?

বেগম জিয়ারা দেশের নাগরিকদের ভাবনাশক্তির মাঝে অন্যায়ের বীজ বপন করেছে!

৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২৬

চোরাবালি- বলেছেন: ২০০৬ এর পর থেকে তো দৌওড়ের উপরই রেখেছে তাকে। কাজ করবে কখন??

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২৯

চাঁদগাজী বলেছেন:


আপনি হয়তো বেগম জিয়ার তৃতীয় সন্তান; আপনারা নিজের পায়ে কুড়াল মারেন, সাথে সাথে জাতির পায়েও কুড়াল মারেন!

৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭

নূর-ই-হাফসা বলেছেন: এতিমখানার টাকা লুট করার মানসিকতা মানুষের কেমন করে আসে অবাক করা ব‍্যাপার ।
ওনাদের এর শাস্তি ওর শাস্তি নিয়ে দেশের অযথা সময় নষ্ট আর আতঙ্ক সৃষ্টি করছে ।
সবাই ৮ ফেব্রুয়ারি র ভয়ে আছেন ।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৮

চাঁদগাজী বলেছেন:


রায়ের দিন পেছনে চলে গেছে, মনে হয়।

উনার ও উনার আগের দুষ্টদের কর্মফলের কারণে, উনার রায়ের আগে ও পরে অনেক সাধারণ মানুষের মৃত্য হওয়ার সম্ভাবন.

যদি শাস্তি হয়, উনাকে গৃহবন্দী করে, উনার ২ জন উকিলের সামনে রায় জানায়ে দিয়ে, উকিলদের সরকারী হেফাজতে রেখে, সেটার খবর সহসা না জানানোই সঠিক হবে; তাতে সাধারণ মানুষের প্রাণ রক্ষা পাবার সম্ভাবনা।

৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৮

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: পত্রিকায় পড়লাম কয়েকটা হজ্জ এজেন্সির মালিককে দুদক তলব করেছে। হজ্জের টাকা মেরে খাওয়া হয়, মসজিদের টাকা মেরে খাওয়া হয়, এতিমের টাকা মেরে খাওয়া হয়, দেবোত্তর সম্পত্তি দখল করা হয়- কোন দেশে আছি? সুশাসন আসার কি কোন সম্ভাবনা থাকবে না? দেশের মানুষ এমন মূর্খই থেকে যাবে?

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১১

চাঁদগাজী বলেছেন:


বস্তিতে যান, বেগম জিয়ার জেল হলে, ওরাই লাঠি হাতে বেগম জিয়ার জন্য রাস্তায় নামবে; বেগম জিয়ারা বাংলার মানুষকে অমানুষে পরিণত করেছে।

বেগম জিয়া থেকে সরকারী এক বাড়ী কেড়ে নেয়ার পর, মিছিলে অনেকগুলো দরিদ্র ব্যক্তি বেগম জিয়ার কষ্ট দেখে কেঁদেছিলো।

৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১৬

শাহ আজিজ বলেছেন: """বেগম জিয়ার বিচার হলে, শেখ হাসিনার বিচারও হওয়া সম্ভব; একটা শুরুর দরকার আছে।""""

এপিক :`>

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২০

চাঁদগাজী বলেছেন:


মানুষ এদের প্রভাবে এত খারাপ হয়ে গেছে যে, কবি সাহিতিক, শিক্ষিতরাই এসব ডাকাতদের বিচার চায়নি, ও বিচারের বিপক্ষে অবস্হান নিয়েছে; সঠিক বিচারের শুরু হোক, সব লুটেরাদের সময় আসবে!

৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১৭

প্রািন্ত বলেছেন: আপনি আওয়ামী ঘেষা মানুষ, আপনি বেগম জিয়ার শাস্তি চাইতেই পারেন।কিন্তু শেখ হাসিনার মামলাগুলো রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহার করা হয়েছে সে বিষয়ে আপনার বিবেক জাগ্রত হয়না?

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৪

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা ক্ষমতা বলে উনার বিচারগুলো বন্ধ করায়েছেন; আমি কোর্টে শেখ হাসিনার বিচার চাইতে পারবো না, সেই ক্ষমতা আমার নেই, আপনারও নেই; আপনি বা আমি বেগম জিয়ার বিচারও চাইতে পারবো না; চাইলে, আমাদের হাড্ডি কুকুর খাবে।

তবে, বেগম জিয়ার নামে সরকারী মামলা করা হয়েছিল, সেটা চলছে। শেখ হাসিনার বিচারের কথা আমি লিখেছি আগের পোষ্টগুলোতে।

৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:২২

আটলান্টিক বলেছেন: খালেদা হলেন পাকিস্তানি মহিলা :) :) :)
আপনি একদম ঠিক বলেছেন।দেশের মানুষের চিন্তাভাবনা একশো বছর পিছিয়ে আছে।আসলে অল্প কয়েকজন বাঙালি ছাড়া আর কেউ নিজেকে ৭১ এর পরে আজ পর্যন্ত বদলাতে চায়নাই।তাই দেশের কোন উন্নতি হয়নি।গ্রাম এলাকার বিচার করে জজমিয়া ;) ;) দেশ গোল্লায় যাক।আমি কানাডা চলে যাব।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৩১

চাঁদগাজী বলেছেন:



বেগম জিয়া বিশ্বাস করতো না যে, বাংলার গ্রামের ছেলেরা পাকী বাহিনীর সাথে পেরে উঠবে; তাই, তিনি পাকীদের বিজয় ধরে নিয়েছিলেন; উনি আশাহত হয়েছেন; সেটাই উনাকে জামাতের পক্ষে নিয়ে গেছে।

১০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৩২

আটলান্টিক বলেছেন: আপনি শুধু রাজনীতি নিয়ে লেখেন X(

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৩৫

চাঁদগাজী বলেছেন:


এ ব্যতিত, আমি আমার জীবনের ২/৪টা ঘটনা লিখেছিলাম; সামনে আরো ২/১ টা ঘটনা লেখার চেষ্টা করবো।

১১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৩৮

আটলান্টিক বলেছেন: ভৌতিক কিছু লিখুন।White House এ নাকি আব্রাহাম বাবুকে চলাফেরা করতে দেখা যায়?

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪১

চাঁদগাজী বলেছেন:


বাংলা সাহিত্যে মানুষের কাহিনী থেকে ভুতের গল্প বেশী হয়ে গেছে; এবারের বই মেলায়, ভুতের গল্পের বই বেশী আসার সম্ভাবনা।

১২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০০

আবু তালেব শেখ বলেছেন: আমি চাই সব দুর্নীতিবাজ দের বিচার হোক একজনের নয়

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১৩

চাঁদগাজী বলেছেন:



বেগম জিয়ার বিচার হয়ে গেলে, বাংলাদেশের মানুষ বিচার চাওয়ার শুরু করবে; সেজন্য মনে হচ্ছে, বেগম জিয়ার শাস্তি না হওয়ার সম্ভাবনা আছে।

বেগম জিয়া যদি ২০০৮ সালে জয়ী হতেন, মানুষ এই বিচার দেখার সুযোগ পেতো না।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১৫

চাঁদগাজী বলেছেন:


নাগরিক হিসেবে অন্যায়কে সাপোর্ট করাতে বাংগালীরা নিজেদের ক্ষমতা হারিয়ে ফেলেছে; সরকার ও প্রশাসন এখন কলোনিয়েল সিস্টেমের মতো, নাগরিকদের হয়ে নিজেরা দেশ চালাচ্ছে!

১৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০২

অয়ি বলেছেন: এই দেশে অপরাধ ক্ষমতাবানদের অলঙ্কার ।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৪১

চাঁদগাজী বলেছেন:



সেটা আজও তারা বজায় রাখতে সক্ষম হয়েছে; মানুষের ন্যনুতম মায়া নেই নিজের জন্য, তারা অপরাধীদের রক্ষায় প্রাণ দেয়।

১৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:১৯

বিজন রয় বলেছেন: ম্যাডাম আসলে কতটুকু দোষী??

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৩৯

চাঁদগাজী বলেছেন:


যতটুকু দোষ হলে নিকৃষ্টতম বাংগালী বলা যায়, ততটুকু!

জিয়া এতিমখানা নেই তো, নাকি আছে?

১৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৪২

বিজন রয় বলেছেন: নাই তো।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৫০

চাঁদগাজী বলেছেন:


বাংলার সবচেয়ে লিলিপুটিয়ান মহিলাকে সিংহাসনে বসায়েছিল মিলিটারী, মারাঠারা ও ব্যুরোক্রেটরা

১৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৪৯

নীলপরি বলেছেন: রাজনীতিবিদদের বিচারপ্রক্রিয়া মানুষকে আশার আলো দেখাবে ।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৫১

চাঁদগাজী বলেছেন:



বাংগালী জাতির পাপমোচনের জন্য বিচারের দরকার।

১৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৪৯

উম্মু আবদুল্লাহ বলেছেন: সরকার যেরকমটি চাইবে সেরকমটিই হবে। তারেককে যিনি খালাস দিয়েছিলেন তিনি দেশে থাকতে পারেন নি। এরশাদকে তো এই সরকারই প্রতিষ্ঠিত করেছে।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৫৩

চাঁদগাজী বলেছেন:



তারেককে যিনি খালাস দিয়েছে তাঁকে দেশে তো দুরের কথা মাটির নীচেও থাকতে দেয়া উচিত নয়; তারেক বাংগালী জাতির ইতিহাসে মারাঠা দস্যু ছিল।

২০০৮ সালে বেগম জিয়া জয়ী হলে, এই মামলা থাকতো না।

১৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:০৯

মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: বাংলাদেশের অধিকাংশ মানুষই মনে করে খালেদা জিয়া রাজনৈতিক প্রতিহিংসার শিকার।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:২৬

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশের মানুষকে অশিক্ষিত করে রেখে ইডিয়টে পরিণত করেছে; ওদের বেশীর ভাগের ভাবনা পিগমীদের সমান। খালেদা জিয়া যেভাবে জাতির টাকা লুট করেছে ১৪ গোষ্টী মিলে, উনাকে আজীবনের সশ্রম জেল দিলেও কম হবে।

কোকোর মেয়ারা মালয়েশিয়ায় পড়ে, তারেকের মেয়েরা লন্ডনে পড়ে; ইডিয়ট বাংগালীদের মেয়েরা দর্জি হয়, দেহ বিক্রয় করে, ও টোকাই হয়, মিডল ইষ্টে চাকুরী করে।

১৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:০৩

জাহিদ হাসান বলেছেন: অপরাধ প্রমান হলে অবশ্যই শাস্তি হওয়া উচিত।
শাস্তি না হলে তা কলংক হয়ে থাকবে ।।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:২৭

চাঁদগাজী বলেছেন:



বেগম জিয়ার জীবনটাই ক্রিমিনাল সিরিজ।

২০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:১২

কানিজ রিনা বলেছেন: দেশের শিক্ষিত জ্ঞানীরা সম্মান বাঁচাতে
চুপ থাকেন। আমাদের দেশের রাজনীতি
এখন চায়ের দোকানের চুমুকের ধোয়াসা।
সেখানে যতসব অলস বেকার, ধান্দাবাজ
বসে।
এছারা ভাল বুদ্ধিমান লোক চুপ থাকে।
যে কোনও দলের হয়ে কথা বললে সেখান
থেকে সম্মান নিয়ে ফিরে আসা কঠিন।
এখন ভোটের বছর চলছে দমন নীতি
এ আর নুতন কি? চলবে চলছে।
যার যখন ক্ষমতা দুর্নীতি কমিশন সেই চরকায়
তেল দেয়।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৩০

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা উনার বাবা হত্যার বিচার করতে চেয়েছিলেন, করেছেন, এখন বোনাস হিসেবে ওখানে বসে ম্যাঁওপ্যাঁও করছেন; ইনি হয়তো বেগম জিয়াকে ভয় দেখাচ্ছেন; শেষ মিনিটে বাঁচিয়ে দিয়ে নিজের দিক ভারী রাখবেন।

বেগম জিয়া ২০০৮ সালে জয়ী হলে, এই ধরণের দুর্নীতির কথা জাতি জীবনে শুনতোও না।

২১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৫২

উম্মু আবদুল্লাহ বলেছেন: @চোরাবালি-, খালেদা জিয়ার মামলার মেরিট না থাকলে আপনি আলাদা করে পোস্ট দিন যাতে আমরা জানতে পারি। এখানে আমরা মামলার মেরিট নিয়ে খুব কম জানি।

@চাদগাজী, "তারেককে যিনি খালাস দিয়েছে তাঁকে দেশে তো দুরের কথা মাটির নীচেও থাকতে দেয়া উচিত নয়; তারেক বাংগালী জাতির ইতিহাসে মারাঠা দস্যু ছিল।" - মন্তব্যটি কোন অবস্থাতেই গ্রহনযোগ্য নয়। বিচারক যদি ভুল বা অন্যায় করে থাকেন - তবে তার জন্য প্রচলিত আইনেই ব্যবস্থা রয়েছে। এতে খুব ভাল করে প্রমানিত হয় আমাদের বিচার বিভাগ আসলে কতটা স্বাধীন।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৫৬

চাঁদগাজী বলেছেন:


বিচার বিভাগ স্বাধীন সুনাগরিকের জন্য; যারা জাতির সম্পদ লুট করে জাতিকে পেছনে নিয়ে গেছে, তাদের জন্য বিচার হলো, ধরে গাছে সাথে ঝুলায়ে দেয়া।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:০৩

চাঁদগাজী বলেছেন:


এই দেশের শিক্ষিতরা বেকার, মানুষের সন্তানেরা স্কুলে যেতে পারেনি; এখানে ১ দিনে কোকো সবচেয়ে বড় লন্চ মালিক, সিরামিকের মালিক, ও এডভার্টিজমেন্ট ফার্মের মালিক হয়েছে; এখানে তারেক ১ দিনে ডান্ডি ডায়িং, কেরু কোম্পানী ও ইলেকট্রিক খামম্বা কোম্পানীর মালিক হয়েছে; একজন মাষ্টার ডিগ্রি পাশকরা যুবক চাকুরীর অভাবে বিয়ে করতে পারেনি। এসব মারাঠাদের বিচার হলো, পুরাতন আমেরিকান ষ্টাইলে, ধরে গাছ থেকে ঝুলায়ে দেয়া।

২২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:৩৬

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: সব অপরাধেরই শাস্তি হওয়া উচিত |

- এতিমখানার টাকা মারার অপরাধে অপরাধীর উদাহরণযোগ্য শাস্তি হওয়া উচিত
- খাম্বা কেলেঙ্কারির অপরাধে অপরাধীর উদাহরণযোগ্য শাস্তি হওয়া উচিত
-পেট্রল বোমা মারার অপরাধে অপরাধীর উদাহরণযোগ্য শাস্তি হওয়া উচিত
- দুই দুইবার শেয়ার বাজার লুটপাটের অপরাধে অপরাধীর উদাহরণযোগ্য শাস্তি হওয়া উচিত
- ব্যাংকের কোটি কোটি টাকা গায়েব করার অপরাধে অপরাধীর উদাহরণযোগ্য শাস্তি হওয়া উচিত
- প্রতিবছর প্রশ্নপত্র ফাঁসের অপরাধে অপরাধীর উদাহরণযোগ্য শাস্তি হওয়া উচিত
- আইনশৃঙ্খলা রক্ষার নাম নাগরিকদের গুম করে ফেলার অপরাধে অপরাধীর উদাহরণযোগ্য শাস্তি হওয়া উচিত
- বাংলাদেশ ব্যাংকের টাকা পাচার করার অপরাধে অপরাধীর উদাহরণযোগ্য শাস্তি হওয়া উচিত
দেশের শিক্ষাব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে ফেলার অপরাধে অপরাধীর উদাহরণযোগ্য শাস্তি হওয়া উচিত

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৫০

চাঁদগাজী বলেছেন:


২০০৭ সালের সামরিক সরকার মামলা করেছে বলে, এবং বেগম জিয়া ২০০৮ সালে পরাজিত হয়েছে বলে, ১ টা মামলার রায় হওয়ার পথে।

বাকীগুলোর উপর মামলা হওয়ার সম্ভাবনা কম।

২৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:২০

পলাশবাবা বলেছেন: দল কানাটা ৮ পিস মিগ ২৯ কেনার দুর্নীতি মামলার কথা মনে করায় দিল ।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩২

চাঁদগাজী বলেছেন:


আদালত খোলা আছে, মামলা করে দেন! দুর্নীতি চলছে, আপনার কথায় মনে হচ্ছে, আপনিও হয়তো জড়িত আছেন।

২৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:১০

রাজীব নুর বলেছেন: মন্তব্য গুলো পড়লাম।
আর খুব হাসলাম।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩০

চাঁদগাজী বলেছেন:



বেগম জিয়া বাংগালীদের মাঝে নিকৃষ্টতম বাংগালী

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.