নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

সাধারণ মানুষ ন্যায় বিচার পেয়েছেন, আরো ন্যায় বিচার পাওয়ার পথ খুলেছে

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:২৭



এদেশের সাধারণ মানুষ অনেক বছর পর, একটা ন্যায় বিচার পেয়েছে; কিন্তু দুর্ভাগ্যবশত: এদের একাংশ এই নিজের পাওয়া ন্যায় বিচারকে বেগম জিয়ার ভাষায় 'অন্যায় রায়' হিসেবে নিচ্ছে; অনেকে ভাবছেন যে, কৌশলগতভাবে বেগম জিয়াই জয়ী হয়েছেন, উনার জনপ্রিয়তা বাড়বে। এই ধরণের ভাবনা, এই ধরণের এনালাইসিস সঠিক নয়; মানুষ ৪৭ বছর ভুল লজিকের রাজনীতি দেখে এসেছে, তাতে তারা অভ্যস্ত হয়ে গেছে, ভালোমন্দ আলাদা করতে সমর্থ হচ্ছেন না।

বেগম জিয়া অবশ্যই জিতেননি: উনার এক ছেলে শাস্তি মাথায় নিয়ে লন্ডনে পালিয়ে আছে, এক ছেলে প্রবাসে মৃত্যুবরণ করেছে, তিনি জেলে; এগুলো জাতির জন্য ট্যাগ নয়, পারিবারিক লোভের ফসল। উনি রাজনীতি করেননি, উনি ছিলেন বাংগালী জাতির বিরুদ্ধে করা যড়যন্ত্রের একটা ঘুটি মাত্র। উনার শান্তি হতো যেভাবে উনি ছিলেন: জেনারেল জিয়ার ২টি পেনশন ( সেনাবাহিনী থেকে প্রেসিডেন্ট হিসেবে), লাইফ ইনস্যুরেন্স, জাতির দেয়া ২টি বাড়ী ( ৪০০ কোটী টাকার সম্পত্তি), ছেলেদের জন্য দেয়া ১০ লাখ টাকার ফিক্সড ডিপোজিট, গাড়ী, চাকরাণী, বিদেশে পড়ার ব্যবস্হা নিয়ে থাকতেন।

বাংলাদেশের সম্পদ লুটেছে প্রায় ২ লাখ বাংগালী, এদের মাঝে মাত্র ২ জনের সামান্য বিচার হয়েছে! একেবারে না হলে কি হতো? বেগম জিয়ার হাতে এরশাদের বিচার হয়েছে; শেখ হাসিনার সময়ে বেগম জিয়ার বিচার হয়েছে, না হয় হতো না। একজনেরও বিচার না হওয়ার চেয়ে ২ জনের বিচার হওয়া ভালো, এটা সাধারণ মানুষের লজিক হওয়ার কথা।

বিএনপি সাধারণভাবে, সময়ের প্রয়োজনে, জনতার উপকারের জন্য জন্মনেয়া দল নয়; দলটির জন্ম হয়েছিল মিলিটারীর দখল করা রাস্ট্রীয় ক্ষমতাকে রাজনীতিতে কনভার্ট করার জন্য বে-আইনীভাবে গঠিত একটি দল; আসলে, এটা একজনের দল ছিলো; তিনি মিলিটারী, ডিজিএফআই, ব্যুরোক্রেট, প্রশাসন ও বাংলাদেশ-বিরোধী নেতাদের নিয়ে দল শুরু করেছিলেন; দলটি কখনো সাধরণ মানুষের 'অধিকারের রাজনীতি' মুখেও আনেনি কখনো।

রাষ্ট্রের সাথে সাধারণ মানুষের যে সম্পর্ক, সেটার কারণে বেগম জিয়ার জিয়ার দুর্নীতির চাওয়া সাধরণ মানুষের আওতার বাইরে ছিলো; যাক, সেটা সরকার থেকে এসেছে, এতে আওয়ামী লীগ আপাতত দৃষ্টিতে লাভবান হচ্ছে মনে হয়; আসলে, তা নয়, আওয়ামী লীগ এই পথ দিয়ে নিজেই বিচারের সন্মুখীন হওয়ার সম্ভাবনা বেড়েছে।

সাধরণ মানুষ কমপক্ষে একটাসঠিক বিচার পেয়েছেন বলে আমার ধারণা।

মন্তব্য ৪২ টি রেটিং +১/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪১

আবু তালেব শেখ বলেছেন: সাধারন মানুষদের উপর জরিপ চালান তাহলে পরিস্কার হবে। ধারনার উপর সিদ্ধান্ত নেওয়া ঠিক না

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪৭

চাঁদগাজী বলেছেন:


এই মহুর্তে জরীপ চালানোর মত অবস্হানে নেই আমি; আমি লজিক্যালী, এবং টেকনিক্যাল এভিডেন্স থেকে অনুমান করছি মাত্র।

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪৩

জাহাঙ্গীর কবীর নয়ন বলেছেন:

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪৮

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা বিচারের প্রসিদ্ধ হয়ে থাকবেন, দেশ চালনার জন্য নয়

৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪৪

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আপনার ধারণা সঠিক বলে মনে হচ্ছে। সেই যে স্বাধীনতার পর থেকে লুটপাট চলছে তো চলছেই। রাস্তা নষ্ট, জ্যাম, দাম বৃদ্ধি, শিক্ষার অবনতি, বেকারত্ব, সবকিছুতে বিদেশ নির্ভরতা, পাট শিল্প ধ্বংস করা, আরোও কত কি। লিস্ট অনেক লম্বা হবে। সরকার আসে, নিজেরা টাকা লুটপাট করে, সরকারী কর্মকর্তা গুলা সবচেয়ে বড় স্টুপিড আর শয়তান।। ওদিকে জনগণকে নিজেদেরই সবকিছু করে নিতে হয়।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫০

চাঁদগাজী বলেছেন:


বাংগালীর ক্ষতি করা হয়েছে তাদের অধিকার ও সম্পদ লুট করে।

জাতির ক্যাপিটেল লুট করেছে ২ লাখের বেশী বাংগালী; এদের থেকে সম্পদ কেড়ে নেয়ার জন্য বিচারের দরকার।

৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪৫

নিরাপদ দেশ চাই বলেছেন: বাংলাদেশে সবচেয়ে খারাপ হচ্ছে মিডিয়া।এরা জেনেশুনে মিথ্যা লালন পালন ও প্রশ্রয় দেয়। রাজণীতিবিদদের দুর্নীতি অজানা কোন বিষয় নয়। আমাদের দেশের রাজনীতিবিদেরা লুকিয়ে চুরিয়ে নয় প্রকাশ্যেই লুটপাঠ করে। আইন যদি সঠিক রাস্তায় চলে তবে এদের প্রত্যেকেরই কঠোর থেকে কঠোরতম সাজা হবার কথা। অথচ খালেদা জিয়ার রায় নিয়ে মিডিয়া এমন একখানা ভাব করছে যেন এটা অন্যায় হয়েছে। শুধু তাই নয়, তারা প্রচারনা চালাচ্ছে যে এই রায় বিএনপির জন্য ইতিবাচক !!!! একজন আসামীর পক্ষে মিডিয়ার এই ধরনের প্রচারনা একটি দেশের জন্য অত্যন্ত অমঙ্গলজনক।
মিডিয়ার উচিৎ নিরপেক্ষ অবস্থান বজায় রেখে আজকে যারা খালেদাকে এরশাদের গাছের বড়ই খাওয়ার পরামর্শ দিচ্ছে তাদেকে আয়নায় নিজেদের চেহারা দেখানোর আহবান জানানো।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫৪

চাঁদগাজী বলেছেন:


মিডিয়াতে দক্ষ লোকজন নেই; বেগম জিয়ার সঠিক শাস্তি হয়েছে; জাতির ক্ষতি করার পর, উনি নিজের থেকে অবসরে চলে যাওয়ার দরকার ছিলো; এখন বিচারক উনাকে অবসরে পাঠায়েছেন; উনার ও উনার সাংগপাংগদের পতন হওয়ার কথা।

৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪৯

নিরাপদ দেশ চাই বলেছেন: সাধারণ মানুষ ন্যায় বিচার পেয়েছেন, আরো ন্যায় বিচার পাওয়ার পথ খুলেছে।
এই মূল্যবান কথাটা হাইলাইট করার দ্বায়িত্ব ছিল মিডিয়ার।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫১

চাঁদগাজী বলেছেন:


যারা কোন রকম চাকুরী পায়নি, তারা প্রাইমারী স্কুল ও আমাদের মিডিয়ায় ঢুকে যায়।

৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫৩

শিখণ্ডী বলেছেন: বেগম জিয়ার কারাদন্ড দেশের জন্য ইতিবাচক। কেউই যে আইনের ঊর্দ্ধে নয় তা কিছুটা হলেও প্রতিষ্ঠিত হয়েছে। এটি একটি দৃষ্টান্ত হয়ে থাকল। ভবিষ্যতে বর্তমানের দূনীতিবাজরা বিচারের সম্মুখীন হবে সেই পথ খুলে গেল। এখানে জয়ী হয়েছে অভাগী জনগণ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫৬

চাঁদগাজী বলেছেন:


বাংলার মানুষের সম্পদ লুট করেছে ২ লাখ লোক, এদের বিচারের কথা ভাবা সম্ভব হবে এখন।

৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১৯

সাদা মনের মানুষ বলেছেন: আমরা ওনাদের পরিবার তন্ত্রের পক্ষে যতটা সোচ্চার নিজের পরিবার সম্পর্কে ততোটা মনোযোগী কিনা আমার সন্দেহ আছে

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২৩

চাঁদগাজী বলেছেন:


মানুষ অশিক্ষিত হওয়ায় নিজেদের অধিকারের বদলে, তারা এই ২ পরিবারের ক্ষমতা চেয়েছে

৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১৯

মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: চোখের চশমাটা খুলে দেখুন।সাধারন মানুষের অনুভূতি বোঝার মত ক্ষমতা আপনার নাই।
মিলিটারিকে আপনার মত ক্ষমতালোভী রাজনীতিবাজরাই আনতে বাধ্য করছিলেন।জিয়ার ক্ষমতা গ্রহনের প্রেক্ষাপট ও তৎকালীন রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশ বয়ান করেন না?তৎকালে বংগবন্ধুকে উৎখাত করতে কারা চেয়েছিল?তাদের কথা বলেন না।জিয়া দেশের চেইন অফ কমান্ড কঠোর নিরপেক্ষভাবে পুনঃপ্রতিষ্ঠত করেছিল।জিয়ার সততা প্রশ্নাতীত।খালেদা জিয়ার দূর্নীতি মামলার রায়ে এক ধরনের মানুষের উল্লাসিত হলেও অধিকাংশ হতাশ ও বাকরুদ্ধ।খালেদা জিয়াই বর্তমান সময়ে সকল অনিয়মের বলিষ্ঠ কন্ঠস্বর।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২৮

চাঁদগাজী বলেছেন:



জিয়ার 'চেইন অফ কমান্ড' আপনার জন্য দরকার ছিলো, আপনি মায়ের পেটে থাকতে ফিল্ড-মার্শাল ছিলেন; লেফট রাইট করতে করতে ভুলে বাংলায় অবতরণ করেছেন, আপনার অবতরণ করার কথা ছিল বার্মায়

৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বাংলাদেশের মা নুষ রাজতন্ত্র পছন্দ করে।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২৯

চাঁদগাজী বলেছেন:


সেখ সাহেব শিক্ষার সুযোগ না দিয়ে, জাতিকে ডোডো জাতি বানায়ে গেছেন।

১০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: একটা রায়ে উপসংহারে যাওয়ার সময় আসেনি। কারণ, লজিক্যালি ভুল হলেও বেশীরভাগ মানুষ(এমন কি আওয়ামীলীগাররাও) জানে এটা রাজনৈতিক মামলা! বিচার হবে সেদিন যেদিন একই সাথে দুইজনেরই বিচার চলবে। যেদিন মায়ার মন্ত্রীত্ব যাবে দোষী হওয়ার জন্য। যেদিন নাহিদের মন্ত্রীত্ব যাবে প্রশ্ন ফাঁস রোধে ব্যর্থতার জন্য, যেদিন ওয়াসা, তিতাস, ডেসকো, কাস্টমস - এর বড় বড় কর্তারা জেলে যাবেন সেদিন...

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০২

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা যাদের নিয়ে দেশ চালাচ্ছেন, এদের নিয়ে উনি নিজকে 'সিকিউর' ভাবেন; উনি সঠিকভাবেই জানেন উনার সরকার কি করছে; শুধু আমরা জানি না, উনার উদ্দেশ্য ও বিধেয়

১১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৪৬

রাজীব নুর বলেছেন: আর যারা রাজনীতিবিদদের ছত্রছায়ায় থেকে কোটি কোটি টাকার মালিক হয়েছে তাদের বিচার কি হবে?

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০৩

চাঁদগাজী বলেছেন:


এদের সংখ্যা ২ লাখ, এদের বিচার হওয়ার সম্ভাবনা কম; শুধু বিপ্লবের মতো কিছু ঘটলে এদের বিচার হবে।

১২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৫৭

রাজীব নুর বলেছেন: আসলে এত এত মিডিয়া হয়েছে- তাই এত এত যোগ্য লোক পাবে কোথায়? তাছাড়া চাচা মামার জোর তো আছেই। এমনও দেখেছি- বাংলাটাইপ পারে না সে নাকি সাব এডিটর।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০৪

চাঁদগাজী বলেছেন:


মিডিয়া এক ধরণের সাধারণ কর্ম-সংস্হানে পরিণত হয়েছে।

১৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: দলটির জন্ম হয়েছিল মিলিটারীর দখল করা রাস্ট্রীয় ক্ষমতাকে রাজনীতিতে কনভার্ট করার জন্য বে-আইনীভাবে গঠিত একটি দল; আসলে, এটা একজনের দল ছিলো; তিনি মিলিটারী, ডিজিএফআই, ব্যুরোক্রেট, প্রশাসন ও বাংলাদেশ-বিরোধী নেতাদের নিয়ে দল শুরু করেছিলেন; দলটি কখনো সাধরণ মানুষের 'অধিকারের রাজনীতি' মুখেও আনেনি কখনো।
এখনও মোটামুটি তাই চলছে :) তবে পার্থক্য হল এই তখন চলছে মিলিটারীর দখলে আর এখন চলছে পুলিশের দখলে :P

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:১১

চাঁদগাজী বলেছেন:


শেখ সাহেব ও তাজুদ্দিনের পর, আর কোন সরকারের লোকেরা রাজনীতি করেনি, করেছে ষড়যন্ত্র।

১৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:১৮

আবু তালেব শেখ বলেছেন: আমরা কি ইরানের মত বিপ্লব ঘটাবো। যেহেতু আপনি বিপ্লব ঘটার কথা বলেছেন

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৪৬

চাঁদগাজী বলেছেন:


আমাদের দরকার কিউবার মতো পরিবর্তন। তা ঘটবে না, কারণ বাংগালীরা অনেকদিন বেগম জিয়া ও শেখ হাসিনার অভাব অনুভব করবেন।

১৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৩৪

তার ছিড়া আমি বলেছেন: জেলে যেই যাক, সমস্যা নেই। তবে বিচার প্রাপ্তির শুভ সূচনা হওয়াই আমি বেজাই খুশি।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৬:০৬

চাঁদগাজী বলেছেন:


জাতি দেখছে, দুষ্টদের রক্ষা নেই

১৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৪:২৫

তপোবণ বলেছেন: ভবিষ্যতে শেখ হাসিনার বিচারের জন্য অনেক ফ্রন্ট খুলে গেল, খালেদার চেয়ে অনেক অনেক বেশি ঘটনার জন্ম দিয়েছে হাসিনা। বিচার যা হয়েছে তা রাজনৈতিক। তাই বলবো এটা যদি উচিত বিচার হয় তাহলে আরো উচিত বিচারের অপেক্ষায় থাকলো জাতি। পট পরিবর্তনেরর সাথে সাথে মামলাগুলো নষ্ট করে দেয়া হবে।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৬:০৫

চাঁদগাজী বলেছেন:



বেগম জিয়া একটা অপশক্তির ধারক ছিলেন।

শেখ হাসিনা যদি জাতিকে সাহায্য না করেন, পরিণাম ভালো হবে না

১৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:০৭

তপোবণ বলেছেন: ও তাই বোধহয় তাকে জেলে পাঠানো হলো। উচিত শিক্ষা দেয়া হলো খালেদাকে। এবার কি তাহলে পথ আরো নির্ঝনযাট হলো। সামনে নির্বাচন করার মতো আর যারা আছে বিএনপিতে তাদের জন্যও শ্রীঘর রেডি আছে। এখনতো হাসিনা ইচ্ছে করলে ভোটের অধিকারটা ফেরত দিতে পারেন।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:৩৩

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা ছিল এক গৃহবধু, উনি কেন রাজনীতিতে?

১৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৫০

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
এদের সংখ্যা ২ লাখ, এদের বিচার হওয়ার সম্ভাবনা কম; শুধু বিপ্লবের মতো কিছু ঘটলে এদের বিচার হবে।

বিচার হোক। তাদের বউদেরও বিচার হোক।



লেখক বলেছেন:
মিডিয়া এক ধরণের সাধারণ কর্ম-সংস্হানে পরিণত হয়েছে।
দেশের এমন অবস্থা, চাকরি নাই। তাই যখন যে চাকরি সার্কুলার দিবে মানুষ পাগলের মতো ঝাঁপিয়ে পরে।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০৭

চাঁদগাজী বলেছেন:



চাকুরীর বেলায় শেখ হাসিনা বাবার মতোই ব্যর্থ হচ্ছেন।

১৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৭

আটলান্টিক বলেছেন: ভাল বলেছেন :)
আরো অনেক বিচার হওয়া বাকি আছে

১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০৫

চাঁদগাজী বলেছেন:


বেগম জিয়ার কোটী দুষ্টদের জন্য ভয়ের ব্যাপার।

আরো ২ লাখ দস্যু আছে বাংলায়, যারা বাংলার মানুষের ক্যাপিটেল লুট করেছে, চাকুরী-সৃষ্টির ক্যাপিটেল লুট করেছে

২০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:২২

রক বেনন বলেছেন: ২ লাখ মানুষকে পিষে ফেলা ১৭ কোটি মানুষের জন্য ফরজ হয়ে পড়েছে!!!!

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১২

চাঁদগাজী বলেছেন:



এই ২ লাখের মাঝে বেগম জিয়া ও শেখ হাসিনার লোকজনই বেশী, এবং এরা কালোশক্তির অধিকারী; এরা সরকার চালায়।

২১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৩:২৯

তপোবণ বলেছেন: "আমাদের দরকার কিউবার মতো পরিবর্তন।" ১০০% সহমত। কিন্তু ভারতের কোলে বসে তাকি সম্ভব!

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৩:৫৭

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনাকে ধ্বংস করার জন্য দেশের অনেকেই পাকিস্তান ও আরবদের সাহায্য নিয়েছে; শেখ হাসিনা বাবার কারনে অনেকের চক্ষুশুলে পরিণত হয়েছিলেন; তিনি অনেক ধরণের টেকনিক করে, এতদুর এসেছেন, এজন্য দেশের মানুষকে মুল্য দিতে হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.