নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

হাত তোলায়ে ভোটের ওয়াদা, আধুনিক রাজনীতি, নাকি জামাতকে অনুসরণ?

১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫৮



শেখ হাসিনা সিলেটে ও বরিশালে নির্বাচনী সভায়, "হাত তুলে ভোটের ওয়াদা" নিয়েছেন; এটা কি আধুনিক রাজনীতি, নাকি জামাতকে অনুসরণ? উনি মানুষের সামনে হাত তুলে কি "ওয়াদা" করেছেন যে, মানুষ হাত তুলে ওয়াদা করলেন? তিনি মানুষকে মিথ্যা বলার দিকে ঠেলে দিলেন, যারা হাত তুলে ওয়াদা করেছেন, এদের মাঝে অনেকেই নৌকাকে ভোট দেবে না; এদের অনেকে চক্ষু লজ্জায়, অনেকে ভয়ে হাত তুলেছেন।

উনি তাদের কি দেয়ার "ওয়াদা" করার পর, শ্রোতাদের থেকে ওয়াদা নিলেন? ওয়াদার রাজনীতি পাকিস্তান আমলে শেষ হয়ে যাওয়ার কথা; আধুনিক বাংলাদেশে মানুষ ভোট দেবেন, তাদের প্রতিনিধি পার্লামেন্টে পাঠানোর জন্য; ওখানে কি ওয়াদার কিছু আছে? শেখ হাসিনার এখনো পাকিস্তানী রাজনীতিতে আছেন, যেখানে ওয়াদা করতে হয়, কোরান হাতে ওয়াদা করানো হয়। শেখ হাসিনা জাতিকে অপমাণিত করেছেন, জাতি সম্পর্কে উনার ধরণা খুবই নিম্নমানের; উনার রাজনীতি ও ধারণা শক্তি অবশ্যই আধুনিক নয়; উনি নাগরিক স্বাধীনতা হয়তো বুঝেন না।

একটা মিশন নিয়ে তিনি রাজনীতিতে এসেছিলেন, বিচার; সেটার খুবই দরকার ছিলো; কিন্তু সেটাই একমাত্র মিশন হতে পারে না; জাতিকে বেঁচে থাকতে হবে, ভালো করতে হবে, জীবনের মান উন্নয়ন করতে হবে, সেটা যদি না থাকে, একা বিচার দিয়ে জাতি কি করবে?

উনাকে ভোট দেয়ার জন্য হাত তুলে ওয়াদা করা উচিত সালমান রহমান, মহিউদ্দিন আলমগীর, আলম ব্রাদার্স, খুলনা পাওয়ারের কর্ণেল ফারুক, জয়নাল হাজারী, যারা ব্যাংক পেয়েছে, ইউনিভার্সিটি করার অনুমতি পেয়েছে, যারা বিদ্যুত-কেন্দ্র করার অনুমতি পেয়েছে, যারা ব্যাংক থেকে ঋণ নিয়ে ফেরত না দিয়ে প্রাসাদের মালিক হয়েছে তাদের। তিনি এদের থেকে আওয়ামী লীগের জন্য ২ লাখ ভোটের ওয়াদা পাবার কথা।

যে লোক নিজের ভিটাবাড়ী বিক্রয় করে ছেলেকে সৌদী, মালয়েশিয়া বা ইতালী পাঠায়েছে, কি কারণে সেই লোক ওয়াদা করবে? উনি সেই লোকের জন্য কি ওয়াদা করেছেন? বেকাররা ও তাদের পরিবারের লোকেরা কি কারণে উনাকে ভোট দেয়ার জন্য ওয়াদা করবেন? হাত হয়তো এই ধরণের লোকেরাও তুলেছেন; তবে, ওরা ওয়াদা ভংগ করবে সানন্দে, এবং গালি দিতে দিতে।

ভোট পাবার জন্য উনাকে জাতির জন্য কাজ করতে হবে, এই যুগে ভুল ওয়াদার এক পয়সাও মুল্য নেই।






মন্তব্য ৫০ টি রেটিং +৯/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০২

আবু তালেব শেখ বলেছেন: সঠিক সময়ে সঠিক পোস্ট। এরকম ওয়াদা ওয়াজ মাহফিলে করায় বক্তারা।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০৪

চাঁদগাজী বলেছেন:


উনি পেছনের দিকে রওয়ানা হয়েছেন

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০৬

শিখণ্ডী বলেছেন: শতভাগ এক মত। এতে করে চ্ক্ষুলজ্জায় পড়ে মানুষ হাত তুলবে এবং পরোক্ষভাবে মানুষ মিথ্যা বলার চর্চা শুরু করবে। কাউকে বিব্রত করা নিম্নরুচির কাজ। শেখ হাসিনা যেটা করলেন তা এক ধরণে ব্ল্যাকমেইল।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০৭

চাঁদগাজী বলেছেন:


সঠিক রাজনীতি না করে, ভেজাল রাজনীতি করছেন তিনি

৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০৬

তারেক ফাহিম বলেছেন: আমাদের মসজিদে বার্ষিক মাহফিলে শেষ বক্তা দোয়ার আগে হাত তুলিয়ে ওয়াদা করিয়েছিলেন আজ থেকে নামায না ছাড়ার জন্য, আমি তার পরের দিনই ফযরের নামায পড়তে উঠতে পারিনি :((

১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০৮

চাঁদগাজী বলেছেন:


মানুষ যদি নিজের থেকে হাত না তোলে, ওদের হাত তুলতে বলা ভালোই বেকুবীর পরিচয়।

৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১৬

মিরোরডডল বলেছেন: overall well writing but third para is so true!
need to work for mass people

১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২০

চাঁদগাজী বলেছেন:


উনার উন্নয়নের ভাগ একটা শ্রেণী পাচ্ছে, ধনীরা

৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১৭

রেজওয়ান26 বলেছেন: জনপ্রিয়তা না থাকলে এরকমই করতে হয়!

১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২১

চাঁদগাজী বলেছেন:


যাদের কাছে জনপ্রিয় তারা হাত তুলুক, দেখা যায়, ওরা কত জন!

৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সাধারণত এসব সভায় ভিন্নমতের লোকেরা কম যায়। তাই ওয়াদা করানো সহজ হয়...

১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩০

চাঁদগাজী বলেছেন:


খন সভায় কে যায়, কাকে কে নিয়ে যায়, বুঝা মুশকিল; উনি তো নতুন কিছু বলছেন না, নতুন কিছু না বললে মানুষ সভায় কেন যাবে? সেই পুরানো কাসুন্দী কত যুগ?

৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৫০

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: জনগণকে ওয়াদা না করিয়ে তার জঘন্য মন্ত্রি-এমপিদের লুটপাট বন্ধ করার ওয়াদা করতে বাধ্য করুক আর তারা ওয়াদা পালন করতাছে কিনা সেটা খেয়াল রাখার জন্য হাসিনা নিজে কুরআনে হাত দিয়ে সবার সামনে ওয়াদা করুক।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৫৭

চাঁদগাজী বলেছেন:



উনার গোড়ায় গলদ! আধুনিক বিশ্বে নাগরিকদের সামনে সুনিদ্দিষ্ট এজেন্ডা দিয়ে, নিজের ডেডিকেশন ও অবস্হান জানিয়ে ভোট চাইতে হয়, তিনি উল্টো, ভোট নিয়ে মানুষের অবস্হান স্হির করে দিচ্ছেন; তিনি কোন গ্রহে আছেন কে জানে!

৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:০১

সৈয়দ ইসলাম বলেছেন: এই ওয়াদা করুম বলে পাশের ওয়াজে যাই নাই!

যত্তসব ভেল্কিবাজি।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:২০

চাঁদগাজী বলেছেন:


জাতির সংগ্রাম, স্বপ্ন, আশা, এগুলো নিয়ে শেখ হাসিনার কোন ভাবনাচিন্তা আছে বযলে মনে হচ্ছে না

৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৫৯

নূর আলম হিরণ বলেছেন: রাজনীতিতে ওয়াদা করা হয়,ওয়াদা ভঙ্গ করার জন্য!

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৩৮

চাঁদগাজী বলেছেন:


৩৭ বছর রাজনীতি করলেন শেখ হাসিনা, কিন্তু সাধারণ মানুষ উনার থেকে কিছুই পায়নি/

১০| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:৩৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: কোন দলের নেতা ও কর্মী ব্যতীত কারোই কোন দলের গোড়া বা অন্ধ সমর্থক হওয়া উচিত নয়। কোন দলের উন্নয়ন কর্মসূচী ভালো লাগলে তাদেরকে ভোট দেয়া যেতে পারে। কিন্তু ওয়াদা করবে যারা তারা কিসের টানে ওয়াদা করবে? ভোট অসেক মূল্যবান। যাকে তাকে ভোট দেয়ার ওয়াদা করা বেকুবের কাজ।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৭

চাঁদগাজী বলেছেন:


মানুষ নাগরিক অধিকারের কোন ওয়াদা উনার থেকে পাননি; কিসের জন্য মানুষ ওয়াদা করবেন?

১১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:৫১

তারেক_মাহমুদ বলেছেন: আপনি যখন হাসিনার সমালোচনা করেন সেটা অনেকের চোখেই পড়ে না। আপনি দলকানা ব্যক্তি নন সেটা আপনার পোষ্ট এবং কমেন্ট দেখলেই বোঝা যায়। সত্য কথা বলার সৎ সাহস সবার থাকে না।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৮

চাঁদগাজী বলেছেন:


বাংলার মানুষ নিজ পায়ে কুড়াল মেরে অন্যের দোষ দিয়ে আসছে বরাবরই।

১২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:১৭

মোহাম্মদ বায়তুল্লাহ বায়েজীদ বলেছেন: এটাই আমাদের শীর্ষ দুই রাজনৈতিক দলে নোংরা কাদা ছুড়াছুড়ি

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:১১

চাঁদগাজী বলেছেন:


এগুলো সঠিক রাজনৈতিক দল বলে মনে হয় না, এরা শুধু "দল"

১৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:০৬

আটলান্টিক বলেছেন: ইজরাঈল-বাংলাদেশ সম্পর্ক কেমন? :P

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৩

চাঁদগাজী বলেছেন:



ইসরায়েল জানে বাংলাদেশের মানুষের রাজনৈতিক অবস্হা ভালো নয়, এরা আরবদের সমর্থক, এটুকুই

১৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:২৬

রাজীব নুর বলেছেন:

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৯

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনার উচিত মানুষের নাগরিক অধিকার উন্নয়ন করার এজেন্ডা নিয়ে মানুষের সাথে কথা বলা; হাত তোলার কোন দাম নেই

১৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩৮

মঈনুদ্দিন অারিফ মিরসরায়ী বলেছেন: ভালো বলেছেন

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪২

চাঁদগাজী বলেছেন:


উনযি নিজে পেছনে আছেন, জাতিকে সেখানে আটকায়ে রেখেছেন।

১৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:২০

সাদা মনের মানুষ বলেছেন: হাত তুলে ওয়াদা রতে দেখলে আমার বরাবরই মেজাজ খারাপ হয়

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৭

চাঁদগাজী বলেছেন:



আগে জামাত এই কাজ করতো, দেরীতে শেখ হাসিনা মানুষকে এই ভুল পথে টানছেন

১৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৪৩

পলক শাহরিয়ার বলেছেন: আত্মবিশ্বাসের অভাব অথবা সাধারন জনগণে বিশ্বাসের অভাব।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:১০

চাঁদগাজী বলেছেন:


উনি সাধারণ মানুষকে গণনা করেননি এতদিন, এখন বেশ ভয়ে আছেন।

১৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:০০

কানিজ রিনা বলেছেন: সাধারন শিক্ষিত অশিক্ষিত মানুষের খালেদার
নিয়ে সিমপ্যাথি বেড়েছে বৈকি। হাজার হোক
তিনবাড়ের প্রধানমন্ত্রী জেলেই মৃত্যু হবে নাকি?
দল বেদল বলে নয় মানুষের সিমপ্যাথী মানুষ
হিসাবে থাকবেই।
প্রধানমন্ত্রী যদি ফহিরুদ্দিন সরকারের দূর্নীতির
মামলা গুল নিজের আঁড়াল না করে দুইদলেরই
দূর্নীতিবাজদের ধরে ধরে জেলে পূরত তাহলে
অনেক অনেক জনপ্রিয়তা বেড়ে যেত।
তাই কি সম্ভব?
উনি হয়ত ভাবছেন খালেদার জেলে ঢুকিছেন
বলে জনগন খুশিতে আটখানা হয়েছে।
তাই ওয়াদা করিয়েছেন ভোট দেবেন তারা
দলে দলে। তয় আপনার মত মানুষ দলকানার
সাক্ষ রেখেছেন সেই পোষ্টা হয়ত আপনিই
মুছেছেন।
এখন কথা হোল আপনার মত সাহসী লোক
প্রতিটা দলে থাকলে হয়ত দলেরা
বিবেগ পেত। খালেদার দলের প্রতিবাদ করা
লোক বহিস্কার হয়। আর হাসিনার দলে প্রতিবাদ করা লোক রাজাকার বনে যায় যেমন
বঙ্গবীর কাদের, রাজাকার উপাধী পেয়েছিলেন।
ধন্যবাদ।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৪

চাঁদগাজী বলেছেন:


আমি কোন দলের সমর্থক নই।

শেখ হাসিনার এখনো উনার বাবার হত্যাকারীদেরকে রাজনীতিতে কোণঠাঁসা করার চেষ্টা করে যাচ্ছেন।
বেগম জিয়া ও উনার পরিবার কোটী কোটী মানুষের সুযোগ ও অধিকার কেড়ে নিয়েছেন, মানুষ বুঝতে পারেননি, কেন তারা ভুগেছেন।

১৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩২

আটলান্টিক বলেছেন: একটি দেশের উন্নত দেশ হতে কত বছর লাগে???
দয়া করে রাজনীতিক মারপ্যাঁচ লাগিয়ে উত্তর দিবেন না।ইদানীং সিংগাপুর, সাউথকোরিয়ার মতো কয়েকটা দেশ নিয়ে ঘাটাঘাটি করছি।তাই মাথায় এই প্রশ্ন এলো

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪৫

চাঁদগাজী বলেছেন:


সত্তুর সালের পর, ১৫ বছরের মাঝেই একটি দেশের শিক্ষা, চাকুরী ও বাসস্হানের ব্যবস্হা করে, ভালো ধরণের উন্নয়নের জন্য দরকার ছিলো ১৫ বছর; এখন ৭/৮ বছরে যেকোন দেশ ভালো উন্নয়ন করতে সমর্থ হওয়ার কথা।

২০| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪৫

যবড়জং বলেছেন: আমি ওয়াদা করিলাম ................................................

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০৩

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা নিজকে অপমান করছেন

২১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩০

এম এস আরেফীন ভুঁইয়া বলেছেন: চাঁদগাজী ভাই , সালামসহ শুভেচ্ছা
একবছরের বেশি সময় আমি কোন পোষ্ট দিতে পারছিনা এর আগেও আপনাকে বলেছি কিন্তু কোন সুফল পায়নি। আশাকরি আমার মন্তব্যের গুরুত্ব দেবেন। আপনি আমাকে মেইল করে জানাবেন।[email protected] আশাকরি মেইল করে বুঝিয়ে বলবেন।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫০

চাঁদগাজী বলেছেন:


আপনার পোষ্ট কি ১ম পাতায় যাচ্ছে না?

২২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩২

হাসান জাকির ৭১৭১ বলেছেন: চমৎকার বলেছেন ভাই।
শেষ লাইনটিই সব বলে দিচ্ছে..............

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা বেকুবদের দলে যোগ দিচ্ছেন

২৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:২৫

জহিরুল ইসলাম সেতু বলেছেন: ওয়াদা করানোর দরকার কি? তিনি ক্ষমতায় আছেন, ভাল কাজ করলে, ভোট দেবার মতো পরিবেশ থাকলে মানুষ তো তাঁকেই ভোট দিবে। এভাবে মানুষকে বিব্রতকর অবস্থায় ফেলে ওয়াদা করিয়ে ফায়দা লুটার দিন এখন আর নাই।
আজকাল টাকা নিয়ে ভোট দেবার প্রতিশ্রুতি দিয়েও যখন মানুষ ভোট দেয় না। আর বেকায়দায় ফেলে প্রতিশ্রুতি আদায় করলেই যে ভোট পাবে, সে নিশ্চয়তা কেউ দিবে না। বাটপারের উপরও বাটপার আছে ভাই।

ইদানিং একটা বিষয় প্রকটভাবে লক্ষণীয় , আমি এটা করেছি , আমি ওটা করেছি, মঞ্চে ওঠেই এধরনের বক্তব্য দেবার প্রবণতা বেড়ে গেছে। যা এরশাদ করতেন। খুব দৃষ্টিকটু লাগে। এতীটা নির্লজ্জভাবে ঢোল না পিটিয়ে নিরবে কাজ করে গেলে ফল এমনিতেই আসবে বলে বিশ্বাস করি।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৩:৪৩

চাঁদগাজী বলেছেন:



উনি টের পেয়েছেন যে, সাধরণ ভোটারদের তিনি ঠকায়েছেন, তাই ওয়াদা করাতে চাচ্ছেন। শেখ হাসিনা বিচার করেছেন ঠিক মত, অন্য কোন কিছুই ঠিক মতো করেননি।

২৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৪

রক বেনন বলেছেন: দেশের শিক্ষা ব্যবস্থা, ব্যাংকিং খাতের আসল অবস্থা এবং সামগ্রিক আইন শৃঙ্খলার অবস্থার ব্যাপারে প্রধানমন্ত্রীর উচিত জনগণের সামনে সঠিক চিত্র তুলে ধরা। হাত তুলে ওয়াদা নয়, এখন চাইছি জবাদিহিতা। প্রয়োজনে প্রকাশ্যে জবাবদিহিতার ব্যবস্থা করা হোক। প্রতি মাসে অন্তত দুই থেকে তিনটি জেলায়। প্রতি জেলা থেকে অন্তত ৩ জন প্রধানমন্ত্রীর কাছে জবাবদিহিতা চাইতেই পারে।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩

চাঁদগাজী বলেছেন:


উনার উচিত, উনি মানুষের জন্য কি করছেন, কি করা উচিত, কি করবেন, সেগুলো পরিস্কার করে, নতুন এজেন্ডা সামনে রেখে ভোট চাওয়া; উনি জামাতীদের মত আচরণ করছেন

২৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৫৫

ইফতেখার ভূইয়া বলেছেন: বাহবা জানাই আপনায় সময় উপযোগী এই লিখাকে। ব্যাপারটা আমার নজরেও পড়েছে, কিন্তু এইসব লিখার ব্যাপারে ক্ষেত্র বিশেষে একটা অরুচি কাজ করে আমার (এইগুলা লিখতে গেলে আমি টেম্পার হারায়ে ফেলি) তার উপর জ্বরে আক্রান্ত হয়ে এক সপ্তাহের ছুটিতে আছি। কিন্তু যে অবস্থাতেই থাকি, দেশের জন্য, দেশের মানুষের জন্য ভালো কিছু লিখলে আর কিছু না পারি সমর্থন অবশ্যই দেবো।

"গণতন্ত্র মুক্তি পাক,
পরিবারতন্ত্র নিপাত যাক"।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৪০

চাঁদগাজী বলেছেন:


আমার মনে হয়, উনি নিজের ওজন বুঝতে পারছেন; এখন মানুষকে ভেঁড়া বানানোর চেষ্টা করছেন।

আপনি ভালো হোন শীঘ্রই, সেই কামনা রলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.