নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

দেরীতে হলেও, ২ পরিবার থেকে মুক্তির প্রসেস শুরু হয়েছে

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:১৩



২০০৭-২০০৮ সালে বাংগালীরা পরিস্কারভাবে ২ পরিবার থেকে মুক্ত হওয়ার বাসনা প্রকাশ করেছেন, শুধু মতিয়া চৌধুরী ও দেলোয়ার হোসেন ভুঁইয়া চাননি; সাধারণ মানুষ মনে করেছিল যে, কাজ হয়ে গেছে, মিলিটারী কাজটি করে দিয়েছে; ২ বছর পরে দেখা গেলো কাজ হয়নি; কারণ, মিলিটারী সরকারের মুলে যিনি ছিলেন, তিনি ছিলেন পাখী-মারা জেনারেল, উহা বেগম জিয়ার হাতে তৈরি পদার্থ, ভেজাল; বুঝতেই পারছেন, বেগম জিয়ার কারবার সারবার!

এবার মনে হচ্ছে, একটু শক্ত হাতে কাজটি শুরু করেছেন শেখ হাসিনা; এবার কাজ হতে পারে! শেখ হাসিনার কিছু রেকর্ড আছে: ইনি ১৯৭৫ সালে ইউরোপে আটকা-পড়া গৃহবধু ছিলেন; আওয়ামী লীগ না চাওয়ার পরেও, সেখান থেকে এসে, আওয়ামী লীগকে এক করেছেন, জেনারেল জিয়ার ইনডিমনিটিকে পায়ের নীচে ফেলে, দেশের প্রেসিডেন্টের হত্যাকারীদের ঝুলায়েছেন; ১৯৭১ সালের জল্লাদেরা, যারা বেগম জিয়ার গুণে মন্ত্রী অবধি হয়েছিল তাদের বিচার করেছেন, মারাঠা তারেককে বিলেতি ভাত খাওয়াচ্ছেন। সর্বশেষ, জাতির বাসনা, ২ পরিবারকে অবসরে নেয়া; সেটার প্রথম ধাপ হিসেবে তিনি বেগম জিয়াকে দেরীতে হলেও লালঘরে বাস করার ব্যবস্হা করেছেন; শেষ ধাপ হলো, উনার নিজকে অপসারণ করা; সেটাও সম্ভব হবে।

উনার সরে যাওয়ার পক্ষে বাধা হবে, বেগম জিয়া ও তারেকের জন্য যদি চোখের পানির বন্যা বহে; তা'হলে উনি ভয়েই সরতে চাইবেন না; উনার কিছু কারণ আছে, যা আমাদের সবার সাথে মিলবে না। উনি অনেক ভালো করতে পারতেন; তবে, তিনি বাবার মৃত্যুর কথা স্মরণ রেখে অতি সাবধানতা অবলম্বন করতে গিয়ে, ও বিচার করতে গিয়ে, অনেক মুল্যবান সময় ও রিসোর্স ব্যয় করেছেন।

২ পরিবারের অপসারণ চাওয়া হলেও, এই ২ পরিবার কিন্তু একই ধরণের পরিবার নন; শেখ সাহেবকে বাংগালীরা ক্ষমতায় এনেছিলেন, জেনারেল জিয়া নিজে এসেছিলেন; বেগম জিয়াকে এনেছিল মিছু ক্রিমিন্যাল ও মিলিটারী, শেখ হাসিনা নিজের বুদ্ধিতে এসেছেন। বেগম জিয়া নিজের ১০ শ্রেণী পড়ালেখার দক্ষতা দিয়ে নিজ পরিবারকেও চালানোর মতো অবস্হায় ছিলেন না; এরশাদ উনাকে রিলিফ দিয়েছিল, গরু মেরে জুতা দান; শেখ হাসিনা বিচার করার জন্য কৌশলে প্রবেশ করে, খুবই দরকারী কয়েকটা বিচার করেছেন, যার মাঝে বেগম জিয়াও আছেন।

২ পরিবারকে মানুষ সরাতে পারেনি; শেখ হাসিনা ১ পরিবারকে মোটামুটি সরায়েছেন, এটাকে সাহায্য হিসেবে ভাবার দরকার আছে; উনি যদি নিজে না সরেন, উনাকে সরানো জাতির জন্য কিছুটা সহজ হবে, ২ জনকে সরানোর থেকে ১ জনকে সরানো সহজ; উনি অর্ধেকটা করেছেন; বাকীটা না করলে, উহা করার দায়িত্ব জাতি নেবেন।

মন্তব্য ৮৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (৮৯) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:২৩

আখেনাটেন বলেছেন: উনি যদি নিজে না সরেন, উনাকে সরানো জাতির জন্য কিছুটা সহজ হবে, ২ জন সরানোর থেকে ১ জনকে সরানো সহজ; উনি অর্ধেকটা করেছেন; বাকীটা না করলে, উহা জাতির হাতে আসবে। -- হয়তবা।

তবে এই দুই পরিবার থেকে জাতি ততদিন মুক্ত হবে না যতদিন না জাতিকে সঠিক শিক্ষাই শিক্ষিত করা হচ্ছে।

আপনার ভাষায় প্রশ্নফাঁস জেনারেশনের এই দুই পরিবারের চামচামী করেই জীবন অতিবাহিত করতে হবে। যেমনটা আগেও করেছে, এখনও করছে।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৩৪

চাঁদগাজী বলেছেন:


বেগম জিয়ার অভাবে অনেকে অক্সিজেনও নিতে পারছেন না; তারাই জাতির জন্য ভয়ানক ভুমিকায় আছে। ২ জনকে সরানোর মত ক্ষমতা জাতির নেই; তাই, শুরুকে বুঝতে হবে।

২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৫২

ডঃ এম এ আলী বলেছেন: এই পোষ্টের লেখাটির ধার অনেক বেশী ।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৫৭

চাঁদগাজী বলেছেন:


জাতি যখন উৎসাহিত ছিলেন, জাতি যখন সহজ ছিলেন, জাতি যখন স্বপ্ন দেখতেন, সেই মুল্যবান সময়টুকু জিয়া, এরশাদ, বেগম জিয়া ও শেখ হাসিনা মিলে নষ্ট করে দিয়েছেন।

৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৫৪

জহিরুল ইসলাম সেতু বলেছেন: উত্তরাধিকারসূত্রের আর পরিবারতান্ত্রিক রাজনীতির অবসান হওয়া উচিৎ।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৫৯

চাঁদগাজী বলেছেন:


আপনি বলেছেন উচিত, আমি বলেছি উচিত; কথায় কাজ হয়নি, হয় না; এখন কাজ শুরু হয়েছে; লিষ্টের ২ জনের মাঝে ১ জনই কাজ শুরু করেছেন!

৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:২৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: পরিবার তন্ত্র কখনো যাবেনা। দুই পরিবার পেছিয়ে গেলে তৃতীয় কোন পরিবার আসবে। জাতি এতো সকালে সূর্যউদয় হতো দেখতে পাবে না। পোস্টের গতানুগতিক আলোচনা ভালো লাগলো।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৩২

চাঁদগাজী বলেছেন:


'৭১ সালের জেনারেশনই হতাশ হয়ে গেছেন, আপনাকে কিভাবে দোষ দেই! মানুষ ২ রাজনৈতিক দলের ও সরকারের অপশক্তির শিকার হয়ে আশা, স্বপ্ন সবই হারায়ে ফেলেছেন। তবে, এখন মানুষ যদি ভুল করেন, আরো সময়ের অপচয় হবে, আরো ১ জেনারেশন কষ=ট পাবেন।

৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৩৯

নূর-ই-হাফসা বলেছেন: এক পরিবার না হয় সরে গেল । আরেক পরিবার তাড়াতাড়ি সরে গেলেই ভালো ।
জাতি এদের কাউকে চায় না । শুধু চামচারা চায় ।
শিক্ষা মন্ত্রী কে এখনও এতো অভিযোগ সত্ত্বেও কেন যে সরানো হচ্ছে না । সব প্রশ্ন ফাঁস হচ্ছে সবাই জানে ওনার দলের লোকেরা কেবল জানে না ।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৩:১৯

চাঁদগাজী বলেছেন:


শিক্ষামন্ত্রী প্রশ্নফাঁস বন্ধ করতে না পারার পর, উনাকে বিদায় করার দরকার ছিলো; শেখ হাসিনা সঠিকভাবে দেশ চালচ্ছেন না।

৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:০২

কলাবাগান১ বলেছেন: ব্যাংক ডাকাত বাদল, মখা আলমগীর কে না ধরলে, উনাকে এমনিতে বাংগালী রা নামায়ে দেবে। ২ কোটির বিচার হলে, ৫০০০ কোটির ও বিচার হতে হবে

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৩:২১

চাঁদগাজী বলেছেন:


বেগম জিয়া নেই, সব বাংগালীদের লক্ষ্য এখন শেখ হাসিনা; পারলে থাকুক, না পারলে সর্বদলীয় সরকার গঠন করে উনার সরে যাওয়া উচিত।

৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:১৯

রোকসানা লেইস বলেছেন: পরিবার থেকে মুক্তি প্রেসেসের লেখাটা ভালো লাগল। খুব সহজে কিছু সঠিক কথা বলেছেন।
প্রথম নাম্বারটা মনে হয় ১ হবে । এ বিষয়গুলো, গোল্ডফিস জাতি মনে রাখে না অথবা ইচ্ছে করে ভুলে থাকে। এবং এই শিক্ষাটা বিএনপি সরকার আমলে খুব ভালো ভাবে দেয়া হয়েছে।
তবে একটা বিষয়ে দ্বিমত আছে আমার, দুই পরিবার কখনো এক নয়। শেখ হাসিনার ভুল আছে অনেক। তবে তিনি আর খালেদা জিয়া এক নন।
শেখ হাসিনার রাজনৈতিক একটা ধারা আছে যে পরিবারের সূত্র ধরে বাংলাদেশ স্বাধীন হলো। অপর পরিবার, অশিক্ষিত পরিবার ক্রিমিনাল বুদ্ধি দিয়ে দেশের মানুষের একটা পক্ষ তৈরি করে ফেলেছে। অশিক্ষিত ক্রিমিনালকে নেতা মানতে সে পক্ষের কোন অসুবিধা নেই। মনে হয় পরিবার তন্ত্রের সেই অশিক্ষিত ক্রিমিনালটিই এখন নিজেকে বাংলাদেশের পরবর্তি নেতা ভাবছে। এবং সেখানে পৌঁছানোর জন্য নানা কৌশল করছে। এবং দেশের একপক্ষ নির্দ্বিধায় তা মেনে নেয়ার জন্য প্রস্তুত আছে।
আজকে দেশের অনেক নৈতিকতা অধঃপতন শুধু শেখ হাসিনার ভুল? আগের পনের বছর ধরে যে দূর্নীতি মানুষ শিখেছে, মিথ্যা জেনেছে তার চর্চা করে বড় হয়েছে সেটা ধারন করেছে, তার কোন প্রভাব নেই? সাথে সরকারকে বেকায়দায় ফেলার ফন্দিও থাকতে পারে।
শেখ হাসিনার অনেক ভুলের পরও তিনি দেশের জন্য কিছু কাজ করেছেন যা আপনি উল্লেখ করেছেন।
অন্তত রাজাকারের বিচার করার জন্যও বাংলাদেশের মানুষের উনাকে সঠিক মূল্যায়ন করা উচিত।
আমি বলছি না এই পরিবারকে থাকতে হবে আজীবন ।
কিন্তু দেশে তো সুস্থধারার নতুন কোন রাজনৈতিক দলের আগমন ঘটছে না। তা হলে এই দুয়ে আটকে থাকা ছাড়া উপায় কি। অথবা আরো বেশি সুযোগ হয়তো ধর্ম ভিত্তিক রাজনৈতিক দলের বিকাশ ঘটবে। এবং তারাই একদিন শাসক হবে।
সুশীল নাগরিকরা লেখায় বলায় অনেক কথা বলে যাচ্ছেন কাজে কি করছেন ।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৩:২৭

চাঁদগাজী বলেছেন:



জেনারেল জিয়া, এরশাদ দেশকে ভুল পথে নিয়ে গেছে; বেগম জিয়ার সময় লুটপাট হয়েছে; এরশাদ ও বেগম জিয়া মানুষকে খারাপ করেছেন, দুষ্টে পরিণত করেছেন।

শেখ হাসিনার কাছে জাতি কিছু আশা করেছিল, উনি উন্নয়ন করেছেন ধনীদের জন্য; গরীবদের খুশী করার জন্য বিচার করেছেন; শেখ হাসিনা সুসম উন্নয়ন করেননি। উনার সরে যাওয়া উচিত; তবে, তারেকের আসার পথ বন্ধ করার দরকার আছে।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৩:২৯

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা যদি মানুষের জন্য সামান্য কিছুও করেন, তারেক আসতে পারবে না; তবে, দেশে অনেক হতাশার ফলে, শিক্ষার অভাবে অনেক লিলিপুটিয়ান জন্ম নিয়েছে।

৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:২৭

শিখণ্ডী বলেছেন: দুই পরিবার সরলেই কি সব ঠিক হবে? অসচতন মানুষেরাই আবার পরিবারের সুতা খুঁজে তাদের লেজ ধরতে চাইবে।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৩:৩২

চাঁদগাজী বলেছেন:


২ পরিবারের লোকজন থাকলেই খারাপ হতো না; তবে, বেগম জিয়ার মতো অদক্ষ, তারেক-কোকোর মত লুটেরা থাকলে মানুষ অমানুষে পরিবণত হয়।

শেখ হাসিনাও দেশের সাধারণ মানুষের অধিকার খর্ব করে, ধনীদের সব ধরণের সুযোগ ও সম্পদ দিয়ে দিয়েছেন।

ওরা না থাকলে মানুষ আরো ভালো করার সম্ভাবনা ছিলো

৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৫০

ব্লগ সার্চম্যান বলেছেন: যতদিন না এদেশের মানুষ তাদের ন্যায্য অধিকার সঠিক ভাবে পাবে ততদিন এমনই চলবে।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৩:৩৩

চাঁদগাজী বলেছেন:


অনেক মানুষ শিক্ষিত হয়েছেন, তাদেরকে বাকীদের জন্য কাজ করতে হবে।

১০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৫৩

ডঃ এম এ আলী বলেছেন: সব বাংগালী মিলে এক শিক্ষিত পরিবার হয়ে যাক । সকলে মিলে মিশে শুদ্ধ হয়ে দেশ সেবায় ঝাপিয়ে পড়ুক ।
তবে শুদ্ধ হওয়ার জন্য আইনের শাসন ও বিচার ব্যবস্থার সঠিক ও দ্রুত প্রয়োগ প্রযোজন । দশ বছর ধরে কোন বিচার কাজ চলার পরেও কেও যেন বলতে না পারে বিচার খুব দ্রুত হয়ে গেছে। সকলেই দ্রুত ন্যয় বিচার পাক । অপরাধি নিপাত যাক , সাধু সাধুবাদ পাক , এই হোক নব চেতনা ।
ফাগুনের আগুন ঝরা বাতাস সকলের মনে লাগুক ,
চীর নবীনের চেতনায় সকলের পথ চলা হোক মসৃন ।

আজ বসন্তের প্রথম দিন
ফুল ফুটেছে ,পাখীও গাইছে
বসন্তের এই মাতাল সমীরণে ।

- পল্লী কবি জসিম উদ্দিন

অনেক অনেক শুভেচ্ছা রইল

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৩:৩৬

চাঁদগাজী বলেছেন:


১০ বছর বিচার চলার পর, বিএনপি'র নেতারা বলেছেন যে, বিচার "দ্রুত" করা হয়েছে; এ কারণেই শেখ হাসিনার দায়িত্ব থাকবে, এসব নেতাদের লালঘরে নেয়া।

শেখ হাসিনা মানুষের অধিকারের আইনকরে, সরে গেলে সঠিক হবে।

১১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:৫৩

কানিজ রিনা বলেছেন: ভোট যদি গনতান্ত্রীক নিয়মে হয় পরিবার
তন্ত্র কাহাকে বলে সে পর্যন্ত অপেক্ষা করুন।
আর যদি ভোট ছারা সরকার গঠন হয়
তাহলেও পরিবার তন্ত্রই টিকে যাবে এর
কোনও ভুল নাই।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৩:১৭

চাঁদগাজী বলেছেন:


যেহেতু মানুষের রাজনৈতিক চর্চা ও মতামত নেই; এবং শেখ হাসিনা একাই চাপের মাঝে, আগামী ভোট গণতান্ত্রিক উপায়ে হওয়ার সম্ভাবনা কম।

১২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:৫৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এত সহজ নয়। আবার হতেও পারে। তবে বঙ্গবন্ধুর মৃত্যুর পর যেভাবে হাসিনার দ্বারা দল জেগে উঠেছে। ঠিক সেভাবে খালেদা ও তারেকের পর যে জোবায়দা বা জা্ইমার দ্বারা দল জেগে উঠবেনা সেটা বলা যায় না। তবে এ মুহূর্তে দরকার হলো শুদ্ধ গণতন্ত্র। মওদুদ, তোফায়েলদের মৃত্যুর পরবর্তী নেতারাও যদি চামচামি অব্যাহত রাখে তাহলে পরিবারতন্ত্র থেকে মুক্তি মিলবে না মনে হয়...

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৩:১৪

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনার হাতে যদি পরিবারতন্ত্র শেষ যা হয়, তবে গৃহযুদ্ধ হবে।

১৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৪:১৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: দেশের অবস্থা দেখে ভালো লাগে না।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৪:৩০

চাঁদগাজী বলেছেন:



বেগম জিয়া দেশের মানুৃষকে ইডিয়টে পরিণত করেছেন, উনার লেভেলে নিয়ে এসেছেন মানুষকে; উনার অনুসারীরা নিজ পায়ে কুড়াল মেরে পুরো জাতিকে ডুবাচ্ছে

১৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৬:০৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বাংলাদেশের মানুষ মজ্জাগত ভাবে রাজতন্ত্র পছন্দ করে। গণতন্ত্র শিক্ষিত মানুষের জিনিস।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৬:২৫

চাঁদগাজী বলেছেন:


বেগম জিয়া মানুষকে সামন্তবাদে নিয়ে এসেছেন; শেখ হাসিনা কলোনিয়েল সিষ্টমে নিয়ে গেছেন বাংলাদেশকে

১৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:৫৯

আটলান্টিক বলেছেন: আপনার সাথে একমত।প্রাগৈতিহাসিক যুগ থেকে এই দুই মহিলা বাঙালীদের ঘাড়ে চেপে বসেছে।আমাদের এরদোগান এর মতো একজন নেতা দরকার।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:০৩

চাঁদগাজী বলেছেন:



একজন এসেছে বিচার করতে, অন্যজন এসেছে টাকা বানাতে, দেশের অবস্হা সংগীন।

১৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:০৮

আটলান্টিক বলেছেন: বাংলাদেশকে মনে হয় আল্লাহ পছন্দ করেননা।স্বাধীন হওয়ার পর থেকে দেশে শুধু গজব পাঠাচ্ছেন =p~

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:২৯

চাঁদগাজী বলেছেন:


যাঁরা দেশ স্বাধীন করেছিলেন প্রানের বিনিময়ে, দেশ চালনায় তাঁদের না রেখে, তাজুদ্দিন সাহবে ভুল করেছিলেন; সেটার কারণে সবকিছু দুষ্টদের হাতে চলে গেছে।

১৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:২০

ধ্রুবক আলো বলেছেন: বেগম জিয়া কিছু ক্রিমিনাল এনেছিলো, আর শেখ হাসিনার আমলে এসেছে প্রশ্ন পত্র ফাঁস হওয়ার অভিনব কায়দা। উনি মন্ত্রীর বদলে কিছু পাগল ছাগল ঢুকায়া বসায় রাখছেন।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৩৩

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা সবকিছু নিজের কন্ট্রোলে রাখার জন্য কমবুদ্ধিমানদের মন্ত্রীসভায় রেখেছেন সব সময়; ফলে, গাছ আছে ফল নেই। বেগম জিয়ার চারিপাশে উনার মত লোকজন জমায়েত হয়েছে সব সময়: মির্জা, মওদুদ, আব্বাস, ফালু, দুলু, খোকা, রিজভী ইত্যাদি কোন লেভেলের লোকজন কে জানে! এগুলো লতাপাতা

১৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৩৩

মিরোরডডল বলেছেন: very thoughtful! wish what you said will come true.
We must need new leader who can bring new dawn.
no more old craps!

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৩৪

চাঁদগাজী বলেছেন:


স্রোত এসেছে, আবর্জনা নীচের দিকে চলে যাবে।

১৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৪৭

মিরোরডডল বলেছেন: its been a while you are keep writing all political issues. I remember you wrote some either true stories or fun as well. Why don't you write those anymore. sometimes you need change - nah?

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:০২

চাঁদগাজী বলেছেন:



সঠিক, আমাকে জীবনের অন্যদিকগুলোও দেখা উচিত; আমি চেষ্টা করবো।

২০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:১০

মোস্তফা সোহেল বলেছেন: এদেশে নতুন রাজনৈতিক দল হলেও কি আশানুরুপ কিছু হবে?

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪

চাঁদগাজী বলেছেন:


শিক্ষিতদের দল হলে, এবং দলের নেতৃত্বে প্রফেশানেলদের থাকতে হবে; ব্যুরোক্রেট ও আইনবিদদের দুরে রাখতে হবে।

২১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৩

রাজীব নুর বলেছেন: এই পোষ্টে আপনি মন্তব্য গুলো চরম করেছেন।
আমি আপনার মন্তব্যের ভক্ত।

আজ মন্তব্য করেছেন- জেনারেল জিয়া, এরশাদ দেশকে ভুল পথে নিয়ে গেছে; বেগম জিয়ার সময় লুটপাট হয়েছে; এরশাদ ও বেগম জিয়া মানুষকে খারাপ করেছেন, দুষ্টে পরিণত করেছেন।

শেখ হাসিনার কাছে জাতি কিছু আশা করেছিল, উনি উন্নয়ন করেছেন ধনীদের জন্য; গরীবদের খুশী করার জন্য বিচার করেছেন; শেখ হাসিনা সুসম উন্নয়ন করেননি। উনার সরে যাওয়া উচিত; তবে, তারেকের আসার পথ বন্ধ করার দরকার আছে।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮

চাঁদগাজী বলেছেন:



অনেক লিকিপুটিয়ান বাংগালী মনে করে যে, তারেক রাজনীতি জানে; আসলে তারকে মারাঠা বংশের ডাকাত; এসব লিলিপুটিয়ানরা দেশের সর্বনাশ করতে পারে, সমস্যা হয়ে গেছে

২২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৩

রানার ব্লগ বলেছেন: সরানোর প্রক্রিয়া শুরু হোল। হয়তো লেগে যাবে দুই যুগ কিন্তু শুরু কিন্তু হয়েছে।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০০

চাঁদগাজী বলেছেন:


একজন মানুষ শেখ হাসিনার উপর ফোকাস করবে; শেখ হাসিনা আর বেগম জিয়ার দোষ দেয়ার সুযোগ পাবে না; শেখ হাসিনাকে চাপে রাখা সম্ভব এখুনি।

২৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৩

রক বেনন বলেছেন: একটা ব্যাপার কিছুতেই বুঝি না। শেখ হাসিনা তার নিজের দলের ব্যাপারে কঠোর অবস্থানে যায় না কেন?? তিনি দুর্নীতিগ্রস্থ নন, কিন্তু দুর্নীতিগ্রস্থদের ব্যাপারে তিনি প্রশ্রয় দিয়েই যাচ্ছেন। ব্যাংক থেকে কয়েক হাজার কোটি টাকা লোপাট করা হয়েছে। একথা তিনি কি জানেন না? এই ব্যাপারে উনার বক্তব্য কি?

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৪

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনার একটা ভুল ধারণা, আওয়ামী লীগারেরা টাকার দিক থেকে শক্ত না হলে, বিএনপি'র সাথে পারবে না; উনি অনেক বাংগালীর উপর আস্হা রাখতে পারেননি, তিনি মনে করেন যে, অনেক বাংগালী তারেক ও বেগম জিয়াকে ক্ষমতায় আনবেই আনবে, নিজেদের পা কেটে আনবে।

উনার উনিত ছিলো সালমান রহমান, বসুন্ধরাদের সুযোগ না দিয়ে, সেই সুযোগগুলো সমবায়ের মাধ্যমে সব সাধারণ বাংগালীদের দেয়া। সালমান ও বসুন্ধরা থেকে তিনি ২টি ভোট পাবেন; ইহা উনার দুরদৃষ্টির অভাবে হচ্ছে।

২৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৯

আবু তালেব শেখ বলেছেন: পরিবারততন্ত্র বিলুপ্ত না হওয়ার কারন অত্যাধিক তেল মারা চামচা বৃন্দ। এমন ভাবে চামচারা দুই পরিবারের প্রশংসার ফুলঝুরি ছড়ায় যেন ওরাই পরিবারের সদস্য।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৯

চাঁদগাজী বলেছেন:


২ পরিবারের পক্ষে কাজ করেছে যারা, তারা সব দখল করেছে: ফালু বিলিওনিয়ার, নোমান ব্যবসায়ী, কর্ণেল ফারুক কয়েক বিলিয়নের মালিক; মির্জা আব্বাস বাংলাদেশের ধনীদের ১ জন, তোফায়েল সাহেব ব্যবসায়ী, মুহিত অকাজ করে বড় বড় কথা বলছে, আমান উল্লাহ আমান বিলিওনিয়ার, খোকা মালটি মিলিওনিয়ার ...

২৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫১

আবু তালেব শেখ বলেছেন: নারী নেতৃত্ব আর বাংলাদেশ চাই না। জনগন অতিষ্ট। একজনের তো ব্যান্ড বেজেছে অপরজন আউট হলেই জনগন হাফ ছেড়ে বাচেদ

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১১

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনাকে কেহ আনেনি, উনি কৌশলে নিজ দক্ষতায় এসেছিলেন; বেগম জিয়াকে সাজিয়ে গুজিয়ে এনেছিল ডাকাতেরা।

২৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৪৫

পুলক ঢালী বলেছেন: রাজনীতি বুঝিনা বোঝার জন্য আপনার পোস্ট নিয়মিত পড়ি রাজীব নুরের সাথে সহমত সামন্তবাদি এবং কলোনিয়াল দুই ধারা সম্পর্কে আরেকটু যদি বলতেন। :)

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১৫

চাঁদগাজী বলেছেন:


বৃটিশ ভারতের শেষ ১০০ বছর ছিলো 'কলোনিয়েল সিষ্টেম': নাগরিকের ভালোর জন্য সবকিছু শাসন ক্ষমতা করবে, নাগরিকের মতামতের দরকার নেই, ভালো হলে ভালো, খারাপ হলেও ভালো।

সামন্তবাদের শেষ প্রভু ছিলেন ভুট্টো, আর আমাদের বেগম জিয়া, এরা মানুষকে ভেঁড়া বানায়ে খুশী রাখে, কোরবানের সময় কোরবানী দেয়।

২৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৬

নীল আকাশ বলেছেন:
আপনার প্রান প্রিয় সরকারের এই অবদানের কথা কি ভুলে গেছেন ? নিজে থাকেন গনতান্ত্রিক রাষ্ট্রে, বাংলাদেশে যে এটা অনেক আগেই গায়েব হয়ে গেছে সেটা চোখে পরে না ??????
আশা করি এটার জবাব দিবেন!

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১৮

চাঁদগাজী বলেছেন:


আপনার ভাবনাশক্তি যেই লেভেলে আছে, আপনার জন্য উত্তর তৈরি করতে আমাকে ৭ বছর বয়সে ফিরে যেতে হবে টাইম মেসিনে।

২৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:০১

তিক্তভাষী বলেছেন: সিরিয়াস পোস্টে সবার জন্য একটা কৌতুকঃ

- জানিস আমার আর দীপিকা পাডুকোনের বিয়ে হওয়া মোটামুটি ৫০% নিশ্চিত!
- কী বলিস! এ বিয়েতে দীপিকা রাজী হয়েছে?
- না, মানে আমি ১০০% রাজী আছি কি-না, তাই ওর মত না থাকলেও গড়ে ৫০% হলো আরকি!

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৪

চাঁদগাজী বলেছেন:


কৌতুক হিসেবে যদি আপনার ভালো লাগে, আমি ওকে।

ব্লগে কেহ কেহ "রম্য, কৌতুক' লিখেন, পড়ে হাসি তো আসে না, কাশিও আসে না; নিজকে কাতুকুতু দিয়ে হাসতে পারিনি অনেক কৌতুক পড়ে।

২৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:০৭

মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: আরে মিঞা সাব(আমাদের অঞ্চলে মিঞা সাব সন্মানজনক সন্মোধন) কলমের খোঁচায় এদের থেকে মুক্তির উপায় দেখছেন কেনো!এদের কর্মকান্ড-ই এদের ভবিষ্যৎ নির্ধারিত।শুধু দরকার নিরপেক্ষ অবাধ নির্বাচন।পরপর পাঁচবার নিরপেক্ষ অবাধ নির্বাচনের ব্যবস্থা পাকা হলেই সব অব্যবস্থাপনা ধূলিস্যাৎ হয়ে যাবে।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২১

চাঁদগাজী বলেছেন:


আমি, আপনি ও রাজিব নুর মিলে, যদি ৫ বার অবাধ নির্বাচন করতে যদি বাধ্য করতে পারতাম, তা'হলে সোনার বাংলা অনেক আগেই হয়ে যেতো। এখন ক্ষমতা শেখ হাসিনার হাতে, উনাকে সোজা করাই বড় কাজ; সেদিকে মন দেন; ১ টা কমেছে, কাজ সহজ হওয়ার কথা

৩০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫২

রাজীব নুর বলেছেন: আপনি কোথায়?

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩

চাঁদগাজী বলেছেন:


আমি আছি; সামান্য শারীরিক সমস্যা আছে, তেমন কিছু নয়

৩১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪০

তারেক ফাহিম বলেছেন: নতুন দল অাসলেও পরিবারতন্ত্র শেষ হবে না।

নির্বাচনে ১০০ ভাগ সুষ্ঠ হলে পরিবারতন্ত্রের প্রয়োজন হয় না।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫১

চাঁদগাজী বলেছেন:


ফালুর মত লোক জাল ভোটে নির্বাচিত হওয়ায়, ও বেগম জিয়ার মত মানুষ ৩ সীটে নির্বাচিত হওয়ায় সুষ্ঠু নির্বাচন বন্ধ হয়েছে। বেগম জিয়া জেলে যাবার পর, সুষ্ঠ নির্বাচনের সম্ভাবনা বেড়েছে। একা সুষ্ট নির্বাচন গণতণ্ত্র নয়; সুষ্ঠ নির্বাচনে যারা পারলামেন্টে আসবে, তারা মানুষের জন্য কাজ করবে, এটার গ্যারান্টি থাকতে হবে।

৩২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০৭

পুলক ঢালী বলেছেন: কলোনিয়াল সিস্টেম তাহলে আমলাতান্ত্রিক শাসন ব্যবস্থা আর সামন্তবাদ হচ্ছে বড়োলোকের মুরগী পোষা আদর যত্নে রেখে দরকার মত জবাই করা। :D

আমার ছিল পুরনো ধারনা!! কলোনি অনেকটা করদ রাজ্যের মত (সম্রাটরা দেশ জয় করে বাৎসরিক নজরানার বিনিময়ে বিজিতকেই দেশ শাসন করতে দিত প্রশাসনের ঝামেলায় না গিয়ে) বা আমরা বৃটিশের কলোনি ছিলাম হংকং ফকল্যান্ড বৃটিশের আবার ফ্রান্স স্পেনের কিছু কলোনী আছে বা ছিলো। ব্যাপারটা আমাদের দেশের নাগরিক নয় কিন্তু আমাদের শাসন করে এমন মনে হতো। আর জমিদারী বা গোত্র শাসিত সমাজ সামন্তবাদি পদ্ধতির সমাজ ভাবতাম। :)
ভাল থাকুন।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২৩

চাঁদগাজী বলেছেন:



আপনার ভাবনা ঠিক আছে; আপনি অর্থনৈতিক ডেফিনেশনে গেছেন, আমি নাগরিক অধিকার নিয়ে উদাহরণ দিয়েছি।

৩৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৫৪

আহমেদ জী এস বলেছেন: চাঁদগাজী ,



সেই রকম লেখা । ২ পরিবারকে রাজনীতি থেকে দূরে রাখা সময়ের দাবী ।

বসন্তের শুভেচ্ছা রাখছি ----

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৫৭

চাঁদগাজী বলেছেন:


বসন্তের শুভেচ্ছা; প্রচন্ড খারাপ শীত ছিলো দরিদ্রদের জন্য।

সবাই প্রকৃতির পরশে প্রশান্ত পাক।

বাংগালীদের অর্ধেক কাজ শেখ হাসিনা সেরেছেন; বাকীটুকু জনতাকে করতে হবে।

৩৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:১০

প্রামানিক বলেছেন: আগামীতে অবশ্যই বর্তমানের রাজনীতির ধারা বন্ধ হয়ে নতুন ধারা চালু হবে, আমরা দেখে যেতে পারবো কিনা জানিনা।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:২২

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা হাত তোলায়ে ভোটের জন্য ওয়াদা করাচ্ছেন, মানে উনি জানেন যে, উনার জনপ্রিয়তা নেই; উনি জনগণের জন্য কিছু করবেন, না হয় সরে যাবেন।

৩৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৪৩

বিজন রয় বলেছেন: দুই পরিবার ভাল না ধর্মীয় মৌলবাদ ভাল?
আপনি কোনটা চান?

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৩৬

চাঁদগাজী বলেছেন:



আমি চাই, শেখ হাসিনা এবার তার খড়গ ফেলে, মানুষের জন্য একবার কাঁদুক।

৩৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:০৫

রূপক বিধৌত সাধু বলেছেন: দেশের বেশিরভাগ মানুষই মূর্খ; এরা চায়ই না পরিবারতন্ত্রের বিলুপ্তি ঘটুক। মোসাহেবি আমাদের মজ্জাগত!

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৩৮

চাঁদগাজী বলেছেন:


দেশের মানুষ ভেঁড়ায় পরিণত হয়েছেন, ওঁরা নিজেরাই নেকড়ে পুষছেন

৩৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:০৯

ওয়াজেদ বিপ্লব বলেছেন: দু্ই পরিবার থেকে মুক্তি দরকার, তবে হাসিনা সরে গেলে নেতৃত্বের কি অবস্থা হবে বলে মনে হয় আপনার?

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৩৪

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা অর্ধেক কাজ করে দিয়েছেন; বাকীটুকু উনি করবেন, নাকি আপনাদের করতে হবে, সেটা নিয়ে ভাবুন।

৩৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:০৩

সিফটিপিন বলেছেন: আপনার হাতের আংগুল ব্যাথা করেনা?

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৪৯

চাঁদগাজী বলেছেন:


করে; ব্লগে চলমান ঘটনা নিয়ে লেখা কম আসছে, এই এলাকাটা বেশ খালি

৩৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৫৬

বাংলার জামিনদার বলেছেন: হাসিনা সরতে চাইলেও তার রেহাই নেই বলে মনে হয়। তার অনুসারীরাই একসময় তাকে বলীর পাঠা বানাবে। যেমন বিম্পি কোনো কিছুতেই সুবিধা করতে না পেরে খালেদার কারাবাসের সুবিধা নিতে চাইছে। আমার কথা চুরি করে জেলে গেলে যদি ভোট পেয়ে জেতা যায়, তাইলে ভালো থাকার দরকার কি?

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:০৩

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা গড়ে বাংগালীর থেকে অনেক বেশী বুদ্ধিমান; না হয়, উনাকে এতদিনে শেখের পাশে কবর দিয়ে দিতো।

৪০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৩

গরল বলেছেন: আমি খুবি আশাবাদি এই ব্যাপারে কারণ খালেদাকে সরিয়ে হাসিনা নিজেই সরে জাবেন মনে হচ্ছে কারণ পরিবারের কাউকেই সে রাজনিতীতে আনেনি। অতএব খুব বেশী হলে আর এক টার্ম, এর পড়ে সে নিজেই প্রকৃতির কল্যাণে অক্ষম হয়ে যাবে।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪১

চাঁদগাজী বলেছেন:


উনার উচিত আওয়ামী লীগকে রাজনীতি শেখানো

৪১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৭

বিদেশে কামলা খাটি বলেছেন: দেশের মানুষকে দেশে কাজ দিতে হবে। আমরা কেন বিদেশে কামলা খেটে মরছি। দেশে কি আমরা একটি কাজ পেতে পারি না।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪০

চাঁদগাজী বলেছেন:



জেনারেল জিয়া বাংগালীদের জন্য চাকুরী সৃষ্টি না করে, তাদেরকে বিক্রয় করে আনন্দ পেয়েছিল; তারপর বাংগালী জাতির সবচেয়ে বড় ব্যবসা হলো ক্রীতদাস বিক্রয়; বাংলাদেশে, প্ল্যানমাফিক, এই মহুর্তে চাকুরী সৃস্টি করার মত কোন বুদ্ধিমান লোক নেই।

৪২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৪২

অনল চৌধুরী বলেছেন: নির্বোধ প্রজন্ম ফেন্সিডিল-ইয়াবা-শিষা সেবন, প্রেমের নামে লাম্পট্য চর্চা,ফেসবুক চালানো আর ইন্টানেটে অশ্লীল ছবি দেখা ছাড়া আর কিছুই করতে পারবে না।তরুণরা যে অসাধ্য সাধন করতে পারে তা ৫২,৬২,৬৯,৭১ অার ৯০ এর তারুণ্য দেখিয়েছে।
কিন্ত সেই তারুণ্য এখন আর নাই।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৫৩

চাঁদগাজী বলেছেন:


জেনারেশনে একটু দুর্বলতা দেখা দিয়েছে; সেটা নিয়েই বাঁচার চেষ্টা করতে হবে।

৪৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৫:৫৮

অনল চৌধুরী বলেছেন: তারকে মারাঠা বংশের ডাকাত - কিসের ভিত্তিতে বলছেন?সে ৫,৫০০ সেনার হত্যাকারী,এর প্রমাণ আছে।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:১১

চাঁদগাজী বলেছেন:



সে বাংলা লুন্ঠন করেছে; ২০০১ সাল থেকে ২০০৬ সালে ঢাকা চট্রগ্রামে যত বাড়ী উঠেছে ব্যাংক লোনে সবার থেকে টাকা পেয়েছে; প্রতিটি বড় সরকারী কাজ থেকে টাকা নিয়েছে, ঢাকায় খাস জমি দিয়েছে শতশত লোককে; ঢকার এলকোহল ও অস্ত্র ব্যবসা ছিল তার হাতে; উলফার অস্ত্র গিয়েছে তারেকের হাত হয়ে।

৪৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:১৯

পয়েন্ট-ব্লাংক বলেছেন: দেশপ্রেমীক সরকার / রাজনৈতিক দল ছাড়া আর অন্য কোন উপাই আছে বলে আমি মনে করিনা।
স্বইচ্ছায় কেউ অবসরে যাবে বলে মনে হয় না।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৫৫

চাঁদগাজী বলেছেন:


বেগম জিয়া স্বেচ্ছায় যাননি; শেখ হাসিনা স্বেচ্ছায় যাবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.