নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

আমরা সুষম জাতি, আমাদের সংস্কৃতিতে ভালোবাসার নিজস্ব রূপ আছে

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:০০



আবহমান বাংলায়, বাংগালী কিশোর কিশোরী, তরুণ তরুণী হৃদয়ে ভালোবাসা অনুভব করলে, বুক ফুলায়ে কারো সামনে এসে বলেনি, "আমি ভালোবাসি, আমি ভালো বাসি"; জীবনের এই বিশাল অনুভুতিকে গভীর সমুদ্রের ঝিনুকের মত নিজের বুকের মাঝে, মুক্তোর মত যতনে লুকিয়ে লালন করেছে, ধারণ করেছে; দিনে দিনে সেই মুক্তা স্বাাস্হ্যবান ও রূপময় হয়ে উঠেছে; এক সময় সেই মুক্তার আলোক উদ্ভাসিত হয়ে হয়তো অন্যদের চোখে লেগেছে!

বাংগালী তরুণরা ভালোবাসার নারীকে তাতার তরুণের মত জোর করে ঘোড়ায় তুলে নিয়ে এসে বিয়ে করেনি কোনদিন, কিংবা কামাখ্যার নারীর মতো ভালোবাসার পাত্রকে ঘরের কোণে আটকায়ে রাখনি; বাংগালীর নিজস্ব সমাজে, নিজস্ব পরিবেশে ভালোবেসেছে; তাতে রোমান্টিকতার অভাব হয়নি কোনদিন, তাতে ফুল ফুটেছে, স্বাস্হ্যবান ফল হয়েছে।

আজকে জাতির অনেক কিশোর কিশোরী, তরুণ তরুণীরা আমাদের নিজস্ব স্বকীয়তা নিয়ে কেমন যেন সন্তষ্ট নয়, তারা হলিউডের মুভির রংগীন কাহিনীর নায়কদের মতো, কিংবা বলিউডের বানর-নর্তক, নর্তকীদের মতো হরমোন-বাণে আক্রান্ত হয়ে, কিংবা ঋতুমত্ত হস্তিনীর মতো উন্মত্ত হয়ে, মগজ হারিয়ে কামুক-কামিনী হয়ে, সামাজের সামনে নিজকে হেয় করে, ভালোবাসা ভালোবাসা করে মানুষজনকে, পরিবারের লোকদের ভীতসন্ত্রস্ত করে তুলছে।

ঝিনুকে আজকাল কৃত্রিম মুক্তো হচ্ছে, হরমোণে অকালে মুরগী ডিম দিচ্ছে, এগুলো অস্বাস্হ্যকর; অকাল বর্ষায় চাষী চাষ করে না, অথিতি পাখী বাসা বাঁধে না; ফুল, উপহার মানুষকে সামান্য সময়ের জন্য কৃতজ্ঞ করে, এগুলো ভালোবাসা মুল উাদান নয়।

বাংলার সমাজ, সংস্কৃতি, বাংলার প্রকৃতি এখনো তার নিজস্ব আমেজে, নিজস্ব পরিবেশে মানুষের মনের ভালোবাসার অনুভুতিকে লালন করছে, ধারণ করছে; অকারণে বিদেশী হরমোণের কৃত্রিম দুর্বল রীতিনীতিকে এই সুসম সমাজে টেনে আনলে উহা অস্বাস্হ্যকর মুক্তোর জন্ম দেবে; সেই মুক্তো মালায় স্হান পাবে না; একটা অস্বাস্হ্যকর অনুভুতির জন্ম দেবে মাত্র।

মন্তব্য ৬৮ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৬৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:১৩

জোকস বলেছেন: এখন তো মুরগীর পেছন থেকে ডিম হারায়ে যাচ্ছে B:-/

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৩০

চাঁদগাজী বলেছেন:


মুরগী অনেক সমস্যার জন্ম দিচ্ছে, উহাকে হরমোন খাওয়ানোতে এবং আমাদের কিশোর কিশোরীরা সিজলিং চিকেন খেয়ে মুরগীর মতো ক ক করছে দিনরাত।

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:১৮

ভাইরাস-69 বলেছেন: আপনি যা যুক্তি দেখিয়েছেন তার সব ঠিক আছে কিন্তু আমরা অনুসরণ প্রিয়। এখানে দেশি-বিদেশী বলে কোন কথা নেই; মানুষের পকেটে টাকা থাকলে তার হৃদয়ে অটোমেটিক ভালবাসার জন্ম নেয়।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৩৩

চাঁদগাজী বলেছেন:


টাকা থাকলে অনেক কিছুর প্রতি অকারণ আকর্ষণ বাড়ে; আবার টাকা একেবারে না থাকলে, তখনো আকর্ষণ বাড়ে; মধ্যপন্হি হওয়ার দরকার।

৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:২৫

বিএম বরকতউল্লাহ বলেছেন: সমসাময়িক গুরুত্বপূর্ণ লেখা। বরাবরই আপনার লেখা গুরুত্বপূর্ণ। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৩৪

চাঁদগাজী বলেছেন:


বইমেলায় আপনার বইয়ের জনপ্রিয়তা দেখা ঈর্ষা বোধ করছি, অভিনন্দন

৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:২৮

সিফটিপিন বলেছেন: বাঙালী আর সেই বাঙালী নাই, নতুন কোন নাম দিতে হবে।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৩৯

চাঁদগাজী বলেছেন:


বিশ্ব দরবারে, সবার মাঝে হারিয়ে এক হয়ে যেতে যাচ্ছে, মহানুভবতা!

৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৪২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।+

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৫৪

চাঁদগাজী বলেছেন:


ভালোবাসা ব্যতিত এতবড় সমাজ টিকার কথা নয়; তবে, উহা মুক্তোর মত হতে হবে, হরমোণের মত হয়ে সমস্যা হচ্ছে! লাগাম টানার সময় হয়েছে।

৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৪৯

ভ্রমরের ডানা বলেছেন:


যাক আমার কবিতা তবে স্বার্থক হল!

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৫২

চাঁদগাজী বলেছেন:


সমাজের বিবর্তন হবে, সেটা হতে হবে স্বাস্হ্যকর; বাংগালীরা ঋতুমতি হারির মত মগজ হারায়ে দৌঁড়ে আগে; লাগাম টানার দরকার।

৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৫৫

মনিরা সুলতানা বলেছেন: হুম সময় !!
অনেক কিছুই পালটে দিচ্ছে ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৫৯

চাঁদগাজী বলেছেন:


সময় সবকিছুতে পরিবর্তন ঘটায়, দেখতে হবে, অসুন্দর ও অস্বাস্হ্যকর কিছু থাকলে উহাকে ফেলে দি্তে হবে; মুলহীন গাছ থাকে না, থাকে পরগাছা

৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৫৮

কানিজ রিনা বলেছেন: বেশ সুন্দর বিশ্লেশন করেছেন। আজকাল
প্রেম মানে ক্রাইম। শিক্ষামন্ত্রী বলেছেন স্কুলের
ছেলে মেয়েরা পেম করবে তাতে অসুবিধা
নাই। কিন্তু বিয়ে করবে ১৮ ২২ বছরে।
বেশ কিছু দিন আগে আমার চাচতো ভাইএর
ছেলে বয়স ১৮ আর মেয়ের বয়স ১৪
চেয়াম্যান অফিস থেকে বয়স বাড়িয়ে জম্ম
নিবন্ধনী করে এলাকার মাস্তান টাইপের
ছেলেরা দুরে নিয়ে বিয়ে দিয়ে দিল।
চেয়ারম্যান থানাতে আগেই বলেছিল কেচ
না নিতে সেখানেই শেষ, বাল্যবিবাহ টিকে
গেল।
ধন্যবাদ।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:০১

চাঁদগাজী বলেছেন:


নিজেদের মুল নিয়ে, জাতি বেশ বিভ্রান্ত, কোনটা ভালো, কোনটা খারাপ, সেটা বুঝার চেষ্টা করছে না।

৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:২১

আবু তালেব শেখ বলেছেন: আজকের দিনে এই বিষয়ে যতগুলো পোস্ট এসেছে এই পোস্টেই সেরা আলোচনা হয়েছে।
ধন্যবাদ আপনাকে।পশ্চিমে থেকেও বাংলার সংস্কৃতি আপনি ভুুলে যাননি।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:২৫

চাঁদগাজী বলেছেন:



আমার মনে হয়, আমরা বলিউড, মলিউডের জাতি না, আমরা বিবর্তিত হবো, তবে মুরগীতে পরিণত হবো না

১০| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৩২

আবু তালেব শেখ বলেছেন: বাংগালী জাতি মুরগি অলরেডি হয়েই গেছে। কানিজ রিনা আপুর কমেন্টে দেখুনঃ টেকো কাকা কি বলেছে। মুরগি তো বানাইয়া দিচ্ছে হর্তাকর্তারা।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৫৪

চাঁদগাজী বলেছেন:


রাজনৈতিক দলগুলো সাধারণ বাংগালীদের আশা, স্বপ্ন ও উদ্দীপনাকে বুঝতে পারেনি; দলের লোকেরা পেছনে পড়েছিল চিরদিন; দেশ চালনায় ওরা পাকিদের পথ ধরে এগিয়েছে, ওদের কারণে জাতি পেছনে পড়ে গেছে।

১১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:২৬

ডঃ এম এ আলী বলেছেন: ভাল লেখেছেন, তবে সময় এখানেও পাল্টে গেছে , ফুল শুধু সৌন্দর্য ও ভালবাসাই নয় , এটা হয়ে গেছে শিল্প ও বেঁচে থাকার এক সহজ হাতিয়ার ।দেশের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে এখন হচ্ছে প্রচুর ফুলের চাষ , উঠছে তা বিপনি বিতানে , বদলে যাচ্ছে চিত্রপাট । কোনটি যাচ্ছে ঘরসজ্জায়, কোনটি যাচ্ছে ভালবাসার দুলুনীতে , কোনটি আবার যাচ্ছে হরেক প্রকার আলোচনার টেবিলে কিংবা চালবাজ রাজনৈতিকের গলায় । খবরের কাগজে দেখলাম বরিশালের একটি গ্রামে শতাধিক পরিবার চাষ করেছে কোটি টাকার ফুলের বাহার । এখানেও ফুলের কত বিচিত্র সমাহার , আপনার পোষ্টের নীচে আমার কম্পিউটারে ভেসে আসছে শুধু ভালবাসার দিনের ফুলেল উপহার , নীচের স্ক্রীনশটে তা দেখা যেতে পারে।

অনেক অনেক বাসন্তি শুভেচ্ছা রইল ।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৫০

চাঁদগাজী বলেছেন:



ফুল কেনার সমার্থ হয়েছে, কিনুক; ফুল চাষীরা সফল হোক; তবে, এ ব্যাপারেঅন্যদের অনুসরণ করা ঠিক হচ্ছে না; কারণ, এই দিনটির অন্য অর্থ আছে পশ্চিমে।

১২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:১৬

মিরোরডডল বলেছেন: I’m glad finally you wrote other than politics. Tnx.

About this post well done Man well done!
Love is all about feelings and privacy as well.
It’s not a product. No need competition or show off to promote.
Now a days lack of true feelings and depthness everywhere.

Change is always welcome as long as it’s logical, sophisticated and take us further to add values in life rather than losing our morals and principles

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৪

চাঁদগাজী বলেছেন:



পরিবর্তন আসবে আমাদের নিজস্ব আংগিকে, অন্যদের বোঝা আমাদের টানার দরকার নেই।

১৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:১৪

রক বেনন বলেছেন: সবকিছু কে পিছনে ফেলে এখন এক নাম্বারে অবস্থান করছে জিং জিং। দুঃখজনক হলেও সত্য যে, এখন কার ছেলেমেয়েদের ভালোবাসা হচ্ছে যত দ্রুত সম্ভব বিছানায় যাওয়া। প্যাশন এখন ফ্যাশনে পরিণত হয়েছে।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৫২

চাঁদগাজী বলেছেন:


ম্যাঁওপ্যাঁও আগাছা জন্ম নিয়ে জাতিকে কলুসিত করে ফেলছে

১৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০৪

রাজীব নুর বলেছেন: আসলে ভালোবাসা কিছুই না । সামান্য আবেগ আর কিছুক্ষণের মোহ । যখন কাউকে বলতে শুনি- আমি তোমাকে ভালোবাসি অথবা ও আমাকে ভালোবাসে- তখন আমার খুব হাসি পায় ।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১৩

চাঁদগাজী বলেছেন:


সেলফোন জেনারেশন 'ভালোবাসা'কে হাসির পাত্র বানাচ্ছে; মেয়ে দেখলেই ভালোবেসে ফেলে; কিছু মেয়েও ছেলে-ধরা হয়ে গেছে

১৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৪১

খায়রুল আহসান বলেছেন: অত্যন্ত চমৎকার একটি পোস্ট পড়লাম, ভালবাসা দিবসের জোয়ারে ভেসে আসা অনেক, অনেক কচুরীপানার সাথে যেন একটা ব্যতিক্রমী শ্বেতপদ্ম! পরিমিত বাক্যব্যয়ে একটি সমসাময়িক প্রবণতা সম্পর্কে সময়োপযোগী বিশ্লেষণ করেছেন। মূল পোস্টে যেমন, তেমনি প্রতিমন্তব্যগুলোতেও বেশ কিছু মূল্যবান কথা বলে গেছেনঃ

ভালোবাসা ব্যতিত এতবড় সমাজ টিকার কথা নয়; তবে, উহা মুক্তোর মত হতে হবে, হরমোণের মত হয়ে সমস্যা হচ্ছে! লাগাম টানার সময় হয়েছে
ফুল কেনার সমার্থ হয়েছে, কিনুক; ফুল চাষীরা সফল হোক; তবে, এ ব্যাপারে অন্যদের অনুসরণ করা ঠিক হচ্ছে না; কারণ, এই দিনটির অন্য অর্থ আছে পশ্চিমে
পরিবর্তন আসবে আমাদের নিজস্ব আংগিকে, অন্যদের বোঝা আমাদের টানার দরকার নেই

পোস্টে ভাল লাগা + +

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১৬

চাঁদগাজী বলেছেন:


ধন্যবাদ, আপনি মনযোগ দিয়ে পড়েন, ধন্যবাদ!

১৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:২৯

পুলক ঢালী বলেছেন: একদম লাগসই কথা পরিবর্তনকে গ্রহন করবো নিজস্ব আঙ্গিকে। ময়ূর পুুচ্ছ ধারন করার কি দরকার নিজের ভিতরে ময়ূূরের সৌন্দর্য্যতাকে ধারন করি।
একাধারে রাজনৈতিক লেখা না লিখে মাঝে মাঝে এরকম কিছু ব্যাতিক্রমী লেখাও তো সমাজে প্রচলনশীল কিছু অপসংস্কারের ব্যাপারে সচেতনতা সৃষ্টি করতে পারে। :)
ভালো থাকুন।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১৭

চাঁদগাজী বলেছেন:



চেষ্টা করছি, কলমের জোর কম!

১৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৪৫

পুলক ঢালী বলেছেন: ওহ আরেকটা কথা জিজ্ঞাসা করতে ভুলে গেছি প্যাচার ছবি দিয়েছেন কেন ? এটার অন্য কোন মিনিং আছে কিনা জানিনা আমার কিন্তু তীক্ষ্ণ দৃষ্টির প্যাঁচার ছবিটা ভালই লাগছে মনে হচ্ছে দৃষ্টি দিয়ে সবাইকে অপসংকারের কারনে ভর্ৎসনা করছে । ;) :D =p~ =p~

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১৯

চাঁদগাজী বলেছেন:


পোষ্ট পড়ে ভালো লাগলে, আমার প্যাচার ছবি দিতে ভালো লাগে; অপরিণতরা প্যাঁচাকে ভয় পায়

১৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩০

ন্যায়দন্ড বলেছেন: প্রেমের মরা জলে ডোবে না।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১৯

চাঁদগাজী বলেছেন:


১ দিনের প্রেম মনে থাকে না

১৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৬

তারেক ফাহিম বলেছেন: পরিবর্তন এসেছে সবকিছুতে।

গাজী ভাই’র পোষ্টেও দেখতে পেয়েছি, ভিন্ন টপিকে লিখা।

বরাবরের মত বিশ্লেষন ভালো লাগল।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২২

চাঁদগাজী বলেছেন:


আমাদের সংস্কৃতিতে ভালোবাসাটা ঝিনুকের বুকের মুক্তোর মত, এটাকে সস্তা করে ফেললে উহা ভালোবাসা থাকে না

২০| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:২১

প্রামানিক বলেছেন: গুরুত্বপূর্ণ লেখা।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২৩

চাঁদগাজী বলেছেন:


জীবনের সবচেয়ে বড় দিকটাকে যারা ফেলনা হিসেবে নিচ্ছে, তারা সুখানুভুতি থেকে বন্চিত হবে।

২১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৭

সৈয়দ ইসলাম বলেছেন:


বাস্তবসম্মত একটি লেখা। ধন্যবাদ ও প্লাস+++

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১১

চাঁদগাজী বলেছেন:


হরমোন মুরগী খেয়ে গোলাপ হাতে জেমস, ববের মত প্রপোজ মফোজ বলে, জিং জিং করার ফাঁদ পাতলে আমরা ভালো মা পাবো কোথয়া?

২২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯

অনল চৌধুরী বলেছেন: আমরা সুসম জাতি- আজব উদাহরণ আর সুষম বানানটাও ভুল।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৩৩

চাঁদগাজী বলেছেন:


ডেম, বানান ভুলের জন্য আজকাল অনেক ভালো ব্লগার আমার পোষ্ট পড়াই ছেড়ে দিয়েছেন। ঠিক করে দিলাম, আপনাকে ধন্যবাদ দিতে হবে?

২৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দারুণ বলেছেন শ্রদ্ধেয়!! অসাধারণ কাব্যিক লেখনি। ভালো লাগলো পড়ে।
ভালোবাসার কথা আর কি বলবো! ভালো প্রেমিক প্রেমিকার ভালোবাসা পায় না! ভালোবাসা যেন কামপ্রদ হয়ে উঠেছে!!

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৩১

চাঁদগাজী বলেছেন:


অকালে ফাগুন আসছে, অস্হির হয়ে গেছে কিশার-কিশোরীরা, সেলফোন কমাতে হবে।

২৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৩৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কেমনে কমাবেন!! সম্ভব হবে না মনে হচ্ছে!
ছেলেমেয়ের ভারমুখ কেউ দেখতে চায় না!!

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪৩

চাঁদগাজী বলেছেন:


মেয়ের ভারী পেট দেখার চেয়ে ভারী মুখ দেখা ভালো হবে।
সবই সম্ভব; উপরের লোকজন এই নিয়ে ভাবার সময় পাচ্ছেন না, কিংবা মাথায় তেমন কিছু নেই উনাদের

২৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ৬ষ্ঠ শ্রেণী উঠলেই প্রয়োজন কম্পিউটার, এইক্ষেত্রে কেমনে সম্ভব হবে!!

কমকরে হলেও ইন্টারমিডিয়েট পাশ করার আগপর্যন্ত নিষিদ্ধ করন দরকার সেলফোন।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০০

চাঁদগাজী বলেছেন:


সেলফোন ও কম্প্যুটার কন্ট্রোলের দরকার, বাচ্ছারা অনেক কিছু বুঝার আগে পেকে যাচ্ছে

২৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: কৃত্রিমতা ঘিরে ধরেছে আমাদের চারপাশ। এই সমস্যা কাটাতে সময় লাগবে। আগের দিনে আর ফিরে যাওয়ার কোন উপায় নাই। বিশুদ্ধ জিনিস আর আসবে না।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১২

চাঁদগাজী বলেছেন:



আগেরদিন ফিরবে না, তবে নিয়ম থাকতে হবে, আমাদের সমাজের জন্য শক্তিশালী মাতা থাকতে হবে, ম্যাঁওপ্যাঁও থেকে অগাছার সৃস্টি হবে, বৃক্ষ হবে না।

২৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১৯

বিজন রয় বলেছেন: আপনারা সুষম বেজাতি!

প্রমাণ চান?

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩৮

চাঁদগাজী বলেছেন:


প্রমাণ চেয়ে আপনার ওজন কমাতে চাই না।

২৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৪০

অনল চৌধুরী বলেছেন: সত্য কথা হচ্ছে,প্রেম-ট্রেম বলে আসলে কিছুই নাই।সব শরীরের আকর্ষণ।আকর্ষণ শেয় হলেই শুরু হয় দা-কুমড়া অার পরকিয়া।ফ্রয়েড এসব আগেই বলেছেন।তবে ব্যতিক্রম অবশ্যই আছে।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৩:২৮

চাঁদগাজী বলেছেন:


আপনি সেই জগতে প্রবেশ করেননি, মনে হয়! সময়ের সাথে ভালোবাসা খাপ খাইয়ে নেয়।

২৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৪২

অনল চৌধুরী বলেছেন: আপনারা সুষম বেজাতি!

প্রমাণ চান? -বিজন রায়,আপনি কোন জাতি?বাঙ্গালী না নাকি?

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৩:২৯

চাঁদগাজী বলেছেন:



উনি আসলে তা বুঝাতে চাননি, ক্ষোভের কারণে বলেছেন!

৩০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৫:৫৫

মলাসইলমুইনা বলেছেন: আপনার এই লেখায় কমেন্ট করতে দেরি হয়ে গেলো | লেখাটা পড়েছিলাম আগেই | আমাদের নিজস্ব আঙ্গিকে ভিত্তি ধরে আপনার কথাগুলো আর বিশ্লেষণ খুব ভালো লাগলো | আমরা নিজেদের সব ছেড়ে অন্ধ অনুসরণ করেই যাচ্ছি | নিজস্বতা নিয়েও যে ভালো ভাবে বাঁচা যায় আর একটা দেশ ও জাতির জন্য সেটা যে খুব দরকারি সেটা বলে আমাদের তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করার মতো মানুষ মনে হয় আর দেশে খুব বেশি নেই | এই ভ্যালেন্টাইন ডে আসলে এটা আমার সব সময়ই মনে হয় | আবারো ধন্যবাদ |

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৬:৩৮

চাঁদগাজী বলেছেন:


আমাদের তরুণ-তরুণীরা নিজেদের মুলের সাথে সম্পর্ক ছিন্ন করে, ভাসমান কচুরীপানা হয়ে সমু্দ্র পাড়ি জমাতে চাচ্ছে; তারা জানে না যে, সমুদ্রে মিঠা পানি নেই, ওখানে লোনা পানি।

৩১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:২৫

অনল চৌধুরী বলেছেন: সময়ের সাথে ভালোবাসা খাপ খাইয়ে নেয়!!! সময়ের সাথে ভালোবাসা পরিণত হয় হাস্যকর একটা শব্দ আর কৌতুকে।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:৪২

চাঁদগাজী বলেছেন:


আপনি বৃত্তের বাহিরে আছেন।

৩২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৭

অনল চৌধুরী বলেছেন: আর আপনি আছেন ভুলের মধ্যে।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:২৮

চাঁদগাজী বলেছেন:


ভালোবাসা থাকলে ভুল ইত্যাদি তেমন সমস্যা নয়।

৩৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৪৯

মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: ভালো লেগেছে

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৯

চাঁদগাজী বলেছেন:



আমাদের নিজস্ব ট্রেডিশন আছে, আমাদের নিজস্ব সংস্কৃতি ও পরিচয় আছে।

৩৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৬

মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: ঠিক করে লিখুন

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৯

চাঁদগাজী বলেছেন:



ওকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.