নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

রাজনীতি থাক, এটা সেটা লিখি কিছুদিন, মিত্র বাড়ুক

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২৬



বেগম জিয়ার মুক্তি চেয়ে, দিনের ১০ টা থেকে ৩টা অবধি অনশন, ৫ ঘন্টা অনশন, এখনো রমযান মাস আসেনি, লোকজনের ওজন কমে কি অবস্হা হবে কে জানে? সকালে ভেজাল ঘি'এর বিরানী খেয়ে ৫ ঘন্টা কি করে অনশন করা সম্ভব?

সাংবাদিকদের আসতে দেরী হওয়াতে শুরু করতে পারছিলেন না মির্জা সাহেব; যাক, সাংবাদিকেরা এসে গেছেন সাড়ে ১০টার মাঝে; এবার সমস্যা রুহুল কুদ্দুস রিজভী, উনি এসে পৌঁছাননি; মির্জা সাহেব অনেকক্ষণ কিছুই মুখে দিচ্ছিলেন না; তিনি অনশন শুরু করেছেন, বাকীরা শেষবারের মতো কম-মিষ্টির সন্দেশ খেলেন, ভিটামিন-সি ঠিক রাখার জন্য ভুটানের কমলা খেলেন; রিজভী সাহেব ফোন করেছেন, উনি গুলশানের অফিস ফেলে কোথায়ও যাবেন না, সেখানেই অনশন করবেন। অনশন শুরু হলো ১১ টায়।

১২টার দিকে পুলিশের লোকজন মির্জা সাহেবকে অনুরোধ করার শুরু করলো অনশন ভাংগতে, উপর থেকে হুকুম আছে, শেষে চাকুরী নিয়ে টানাটানি শুরু হবে; স্হির করা হলো বেলায় ১ টায় অনশন ভাংগা হবে; সমস্যা, ১ টার মাঝে ড: এমাজুদ্দিন সাহেব এসে সারবেন কিনা, উনাকে আগে সময় দেয়া হয়েছিল ২টায় এসে পোঁছার জন্য; যাক ড: সাহেব এসে পৌঁছালেন, ১টার দিকে তিনি মির্জাকে মিনারেল ওয়াটার ঢেলে দিলেন; অনশন শেষ! এখন খাবার দরকার!

বেগম জিয়াকে সবে মাত্র নতুন ঘরে বদলী করেছেন, জেলর এসে বেগম জিয়ার কাছে সাময়িক অব্যবস্হার জন্য মাফ চেলেন; বেগম জিয়া জেলরকে বললেন, "পাহারাদারদের ভেতর যেন কোন গোপালী না থাকে"। জেলর বললেন, "জ্বী ম্যাডাম"। বিশেষভাবে ট্রেনিং দেয়া পাহারাদার দেয়া হয়েছে, কোনভাবে ম্যাডামের সাথে যেন বেয়াদবী না করে; গেটের কাছে প্রহরী ২ জন বসে আছে; একজন ঘুমে ঢুলছে; অন্যজন তাকে ফিসফিস করে বললো, "দেখ ৩ দিনে ম্যাডামের কি অবস্হা হয়েছে, শুকায়ে কাঠ!"
-কোথায় উনি?
-দেখিস না, বারান্দায়!
-ইডিয়ট, ওটা ফাতেমা, ম্যাডামের চাকরাণী!

গেটের কাছে শোরগোল, একলোক ভেতরে ঢুকে যাচ্ছিল; প্রহরীরা তাকে কাংফু মেরে মাটিতে ফেলে চেপে ধরে রেখেছে; লোকটা চীৎকার দিচ্ছে, " আমি ম্যাডামের সাথে জেল বরণ করবো, আমি ম্যাডামের সাথে জেল বরণ করবো"। ৬/৭ জন পুলিশ হৈচৈ করছে লোকটাকে নিয়ে; ম্যাডাম বারান্দায় এলেন, একজন পুলিশকে ডেকে বললেন, "উনি বিএনপি'র নেতা নিশ্চয়, উনার সাথে খারাপ ব্যবহার করবেন না; উনাকে এখানে নিয়ে আসেন, আমি চিনতে পারি কিনা দেখি|"

পুলিশ গিয়ে লোকটাকে প্রশ্ন করলো, আপনার নাম?
-আমার আসল নাম বলা যাবে না, আমি একজন ব্লগার, আমার নিকনেম বলবো?
পুলিশ ম্যাডামকে বললো, " ম্যাডাম, এটা নাকি ব্লগার, আসল নাম বললো না; উহার নাকি নিকনেম আছে"!
-এই নাস্তিককে কয়েকটা ঘা দিয়ে তাড়ান এখান থেকে!

মন্তব্য ১২১ টি রেটিং +১১/-০

মন্তব্য (১২১) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২৯

বিজন রয় বলেছেন: তাই করুন। দেশের রাজনীতির অবস্থা এখন বড়ই করুণ!

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩১

চাঁদগাজী বলেছেন:


আমার অবস্হা আরো করুণ

২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩৫

বিজন রয় বলেছেন: দেশে আসবেন নাকি?

আপনি কি ওখানে বৈধ?

ট্রাম্প সাহেব তো ক্ষেপে আছে।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩৬

চাঁদগাজী বলেছেন:


চোখের সমস্যা নিয়ে আটকা পড়েছি

৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩৯

ইসমত বলেছেন: আমি তো ভেবেছিলাম, যা লিখেছেন সত্য লিখেছেন; নীচে ব্লগারে এসে সত্য ধরতে পারলাম। আসলেই এর কাছাকাছিই সব কিছু ঘটছে বেগম জিয়াকে ঘিরে।

এটা ঠিক এখানে কোনো রাজনীতির প্রবেশ ঘটে নি। :|

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৪৫

চাঁদগাজী বলেছেন:


আমি ভাবছি রম্য টম্য বলে চালিয়ে দেবো, আপনি সত্য মত্য ভেবে বসেছেন? আমি মিথ্যা বললে শয়তানও টের পাবে না!

৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৪৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: অসাধারণ হিউমার! হাসলাম অনেক...
পাঞ্চলাইন -
বাকীরা শেষবারের মতো কম-মিষ্টির সন্দেশ খেলেন, ভিটামিন-সি ঠিক রাখার জন্য ভুটানের কমলা খেলেন
স্হির করা হলো বেলায় ১ টায় অনশন ভাংগা হবে; সমস্যা, ১ টার মাঝে ড: এমাজুদ্দিন সাহেব এসে সারবেন কিনা, উনাকে আগে সময় দেয়া হয়েছিল ২টায় এসে পোঁছার জন্য; যাক ড: সাহেব এসে পৌঁছালেন, ১টার দিকে তিনি মির্জাকে মিনারেল ওয়াটার ঢেলে দিলেন; অনশন শেষ! এখন খাবার দরকার!
পাহারাদারদের ভেতর যেন কোন গোপালী না থাকে"
উনি বিএনপি'র নেতা নিশ্চয়, উনার সাথে খারাপ ব্যবহার করবেন না; উনাকে এখানে নিয়ে আসেন, আমি চিনতে পারি কিনা দেখি|"

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৪৭

চাঁদগাজী বলেছেন:


হিউমার আছে? কাজ হয়েছে, আমি শিরোনাম বদলায়ে দেবো, "রম্য" কথাটা যোগ করে দেবো!

৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৫৮

আবু তালেব শেখ বলেছেন: আপনি মোরাকাবা করা ধরলেন কবে? চোখ বুঝলেই সব দেখতে পারেন নাকি

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০২

চাঁদগাজী বলেছেন:


বলিয়েন না, লোকজন বলছে, আমার ম্যাঁওপ্যাঁও রাজনীতি সহ্য সীমার বাইরে চলে গেছে

৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০৮

ইফতেখার ভূইয়া বলেছেন: "গণতন্ত্র মুক্তি পাক,
পরিবারতন্ত্র নিপাত যাক"।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:১৩

চাঁদগাজী বলেছেন:


আমাকে টেনে টুনে ওদিকে নিবেন না, আমি নুর হোসেন নই!

৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০৯

আবু তালেব শেখ বলেছেন: আপনার রম্য লেখার মধ্যেও রাজনিতি বিরাজ করছে। কথায় আছে না? ঢেকি সর্গে গিয়েও ধান ভানে।

আপনার সুস্হতা কামনা করছি

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:১৫

চাঁদগাজী বলেছেন:


আসলে কয়লা, ঢেঁকির মান-সন্মান আছে, কোমল পায়ের স্পর্শ হলেও পাওয়া যায়।

৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:১৪

আহমেদ জী এস বলেছেন: চাঁদগাজী ,



হা...হা...হা... জব্বর হয়েছে এইখানটাতে -----ইডিয়ট, ওটা ফাতেমা, ম্যাডামের চাকরানী !
কিন্তু ব্লগার সহ আমাদের আমজনতার চেহারা সুরৎও যে অখাদ্য-কুখাদ্য , অশিক্ষা-কুশিক্ষায় ফাতেমার মতো হয়েছে ছিচল্লিশ বছরে তার কি হবে ? ফেয়ার এ্যান্ড লাভলী মাখাবে কে আমাদের যাতে ম্যাডামের মতো গোলাপী দেখায়, গোপালী না ? :(

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:২১

চাঁদগাজী বলেছেন:


ম্যাডাম ডালিম খান; আমাদের ব্লগারদের মাঝে অনেক বেকার; ব্লগার নিজাম গাজির চাকুরীও নেই, কম্প্যুটারও নেই; খবর নেই।

৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:১৬

শকুন দৃিষ্ট বলেছেন: কি কইলেন আর কি শিরোনাম দিলেন!!! মাথাডা পুরাই আউলাইয়া দিলেন!!!

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:২২

চাঁদগাজী বলেছেন:


দেখেন, গরমের দিন আসছে, মাথায় মাঝে মাঝে ঠান্ডা পানি দেবেন।

১০| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:২৩

আবু তালেব শেখ বলেছেন: সোনা পুড়লে খাটি হয় কয়লা হয়না। আপনি দেশের সম্পদ। আপনাদের মতো ত্যাগি মানুষের জন্য আমরা স্বাধীনতা ভোগ করছি

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:২৭

চাঁদগাজী বলেছেন:


সময়ের প্র‌য়োজনে, টিকে থাকার জন্য মানুষকে নিজ দায়িত্ব বুঝে নিতে হয়।

১১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:২৬

আবু তালেব শেখ বলেছেন: নিজাম গাজি ভাই তো কবি উনার চাকরির কি দরকার? চাকরির দরকার মনে হয় রাজিব নুর ভাইএর। উনি মনে হয় চাকরি ছেড়ে ব্যবসার কথা ভাবছেন

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:২৮

চাঁদগাজী বলেছেন:


রাজিব হাসিরচ্ছলে অনেক কথা বলে। বেচারা নিজাম গাজির জন্য খারাপ লাগে

১২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:০২

সিফটিপিন বলেছেন: আপনি কি মনে করেন আপনার মিত্র কম?

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:১৩

চাঁদগাজী বলেছেন:



আসলে আমি সব ব্লগারকে পছন্দ করি।

১৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৪৭

বাবুরাম সাপুড়ে১ বলেছেন: রাজনীতি ছাড়াও রম্য ,গল্প ইত্যাদিও বেশ লেখেন , আপনার হবে!

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:২৮

চাঁদগাজী বলেছেন:


সঠিক বলছেন তো? নাকি আপনার পোষ্টে কমেন্ট করতে হবে!

১৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৪৪

নূর-ই-হাফসা বলেছেন: রম‍্য হিসেবে চালাতে পারেন ।
পড়ে মজা পেয়েছি ।
যা তুলে ধরেছেন বাস্তবে হয়তো অনেকটাই মিল থাকবে ।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:২৭

চাঁদগাজী বলেছেন:



আপনি হেসেছেন শুনে খুশী হলাম।

কতবার হেসেছেন? চিন্তার কারণ আছে!

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:৫০

চাঁদগাজী বলেছেন:


আমি সম্ভাব্য ঘটনার কাছাকাছি রাখতে চেয়েছি।

১৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:১৬

ডঃ এম এ আলী বলেছেন: কান্ড কারখানা দেখেতো মনে হয় অনুগত বিরোধী দল বনে গেছে!!! , কই পুলিশের সাথে ধস্তাধস্তি হওয়ার কথা, সেখানে পুশিশের কথায় মহান অনশনের সময়টা হয়ে গেল অর্ধেকের বেশী চিকন । রম্য , বোধগম্য , অগম্য যাই বলেন রাজনীতির পেঁচ গোচ বুঝা বড় দায় হয়ে যাচ্ছে দিনে দিনে । আন্দোলনের সোপানগুলি সংকোচন হলে জনগনের দুর্দশা মোচন হয় , তরিকা ভালই হচ্চে বলে মনে হচ্ছে । এমন তরো সংকোচিত ডিলেডালা আন্দোলনের ভাল সুফল আখেরে আসবে বলেও মাথাওয়ালা অনেকের কথা বার্তায় উঠে আসছে ।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:২৮

চাঁদগাজী বলেছেন:


জাতিকে সবাই বাজার পেয়েছে, যে যেভাবে পারছে সেইভাবে সুযোগ নিচ্ছে; ঘুমন্ত ভালুকের গায়ের উপর ইঁদুরেরা খেলছে।

১৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:১৭

তারেক_মাহমুদ বলেছেন: খুব ভাল রম্য হয়েছে, শেষটা একটু বেশি হয়ে গেল বাকী সব ঠিক আছে।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:২৫

চাঁদগাজী বলেছেন:


বাস্তবতার সাথে মিল রাখতে চেয়েছিলাম; উনি ২০১৩ এ ব্লগারদের নাস্তিক বলেছিলেন।

১৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:২৩

মিরোরডডল বলেছেন: you must write this often

hilarious:- )

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৫০

চাঁদগাজী বলেছেন:



দেখি, চেষ্টা করবো।

১৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৮

মিরোরডডল বলেছেন: how could you see my message!!!!
I heard you got eyesight prob
kidding :-)

wish you'll get well soon

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২৬

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ, আশাকরি ভালো হয়ে যাবো; চোখের সমস্যা আমাকে বেশ সমস্যায় ফেলেছে।

১৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০৯

কানিজ রিনা বলেছেন: কেন দেখতে পাননাই বর্তমান সরকার ধর্ম
নিয়ে কটুক্তি করা নাস্তিকদের জন্য আইন
করেছেন। এদের জন্য প্রটোকল কোনও
দায়দায়ীত্ব নেবেনা।
আপনার রম্য খালেদাকে নিয়ে। তবুও রাজনীতি
জড়িত। আপনার একটা লেখায় খালেদা
অশিক্ষিত বলে প্রমান করেছেন। তাইত বলি
অশিক্ষিত হয়েও তিন তিন বার প্রধান মন্ত্রীত্ব
করেছেন। আর এত শিক্ষিতরা তার বৃহত্তর
দলের সাথে জড়িত। যেমন অশিক্ষিত খেত
মুজুর তাঁতীরাই এইদেশ মুক্তি যুদ্ধ করেছিল
তাদের অবদানে এইদেশ স্বাধীন হয়েছিল
পিছনে ছিল শিক্ষিত বুদ্ধিমান মুক্তি যোদ্ধারা।
তাদের আত্বদান স্বর্নাক্ষরে লেখা আছে।
আপনি বলেছেন শেখসাহেব মৃত্যুর পর।
আওমিলীগ চার দলে বিভক্ত সে লেখাটা
আপনি মুছে দিয়েছেন। এখন আপনি চার
দলের যে কোনও একটিতে যুক্ত। এখন
চার দলে বিভক্তরা কার দলে যুক্ত বিশ্লেশন
করবেন কি? খালেদা জেলবাস আপনার
মনের আনন্দে অনেক জাহরী করেছেন।
অথচ সব দলের দূর্নীতিতে দেশ চ্যাম্পিয়ন
কলংক কবে নাগাদ মুছবে তা বলার অপেক্ষা
রাখেনা। আমি দলকানা নই তবে প্রবীন দুই
নেত্রীর জেলবাস জেলেই মৃত্যু যেন না ঘটে
এটাই চাই। মানুষের ফিসফিসানী এটুকুই
অনুধাবন হোল।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

চাঁদগাজী বলেছেন:



গ্রামের নিরক্ষর মুক্তিযোদ্ধারা, বেংগল রেজিমেন্ট ও ইপিআর'এর নাম-স্বাক্ষর-করা মুক্তিযোদ্ধারা, ঢাকা, রাজশাহী ও চিটাগং ইউনিভার্সিটির পিএইচডি'দের থেকে হাজার গুণে বেশী বুঝতেন।

দু:খের বিষয়, বেগম জিয়ার জীবন-ধারণা উনার সাহায্যকারী ফাতেমা থেকে কম হতে পারে, আমার ধারণা।
বেগম জিয়া ২ বার প্রাইম মিনিষ্টার, ২ বার বিরোধীনেত্রী, ও ৩৫ বছর বিএনপি চালানোতে দেশ ৭০ বছর পেছনে চলে গেছে, জেনারেল জিয়ার ছেলেরা ডাকাত হয়েছে, জেনারেল জিয়ার বউ চুরির দায়ে জেল খানায়; স্যরি, এগুলো আমার ধারণা।

ফাতেমা উনার সাথে জেলে গেছেন; বেগম জিয়া ৫ কোটী ফাতেমা সৃষ্টি করেছেন ৩৫ বছরে।

২০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:০২

নূর-ই-হাফসা বলেছেন: পাহাড়াদাড়ের মন্তব্য টা হাসতে বাধ্য করেছে ।
শুরুটা বাস্তব বলা যায় , ঐটা সিরিয়াসলি নিচ্ছিলাম । পাহাড়াদাড় এসে রম‍্য হয়ে গেছে , আর ব্লগার অংশ টাও ।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬

চাঁদগাজী বলেছেন:



রম্য জীবনের কাছাকাছি হলে কেমন হয়?

২১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৫

আল ইফরান বলেছেন: আমি বিগত কয়েকদিনে আপনার পলিটিক্যাল পোস্টের বাহুল্যে কিছুটা বিরক্ত ছিলাম, তাই অফলাইনে পড়ে চলে যেতাম। যা লিখেছিলেন তার বক্তব্যের সাথে সহমত রাখি, কিন্তু অতীত অভিজ্ঞতা বলে ভিন্ন কথা।
পরিবারতান্ত্রিকতার বিরুদ্ধে আমরা ব্লগাররা হয়তো দাড়াবো, কিন্তু আম-জনতা দিন শেষে ঠিকই জয় আর তারেকের নামে শ্লোগান দিবে- ট্র্যাজেডি হচ্ছে এটাই। ব্লগাররদের সোশ্যাল ক্লাস এইজায়গাতে গুরুত্বপূর্ণ বিষয়।

লেখাটার হিউম্যার আছে, ভালো লেগেছে।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪০

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা ও বেগম জিয়ার কারণে যেইসব সমস্যার সৃষ্টি হয়েছে (জাতি ভয়ংকরভাবে ভেঁড়ায় পরিণত হয়েছে), ইহার সমাধান সহসা হবে না।

২২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫২

ধ্রুবক আলো বলেছেন: গল্প ভালো লাগছে, বিএনপি নেতা কর্মীদের একটা রূপ প্রকাশ পেয়েছে। বিএনপি চায় ক্ষমতা ওদের হাতে কেউ এসে আদর করে তুলে দিক। এছাড়া এদের আন্দলন করার মত মনোভাব নাই।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪২

চাঁদগাজী বলেছেন:


এখানে আন্দোলনের কিছু নেই, বিএনপি কোনদিন রাজনীতি করেনি, রাজনীতি শুরু করলে ওরা মানুষ হয়ে যাবে; ওদেরকে যে কালকে ক্ষমতায় যেতে হবে এমন কথা নেই!

২৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:০১

ডঃ এম এ আলী বলেছেন:
আজকের প্রথম আলোর সংবাদ
মিলেমিশে বালু তুলছে আ. লীগ-বিএনপি

আর কত অপেক্ষা , শুরু হয়ে গেছে মিলে মিশে পথ চলা !!!!

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪

চাঁদগাজী বলেছেন:



আমি মিলিটারী পছন্দ করি না, হিসেব করলে এরশাদের আমলই বাংলাদেশে ভালো সময় গেছে, বাকীটুকু ডাকাতীর সময়, মগের মুল্লুক

২৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৭

কাছের-মানুষ বলেছেন: লেখায় হাস্যরসের যথেষ্ট অনু-পরমানু আছে । রাজনৈতিক পোষ্টের বাইরে লেখতে চেয়ে এটা রাজনৈতিক রম্য হয়েছে অনেকটা তবে মিত্র বাড়তে ভুমিকা রাখবে কিনা বলা যাচ্ছে না !

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫

চাঁদগাজী বলেছেন:


সমস্যা, এবার ১টা ভালোবাসার কাহিনী লিখবো, দেখি কি হয়!

২৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২২

পুলক ঢালী বলেছেন: এই নাস্তিককে কয়েক ঘা দিয়ে তাড়ান এখান থেকে
হা হা হা কি জ্ঞানের কথা !!

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৯

চাঁদগাজী বলেছেন:



২০১৩ সালে বেগম জিয়া ব্লগারদের নাস্তিক ডেকেছিলেন, উনার কোন আইডিয়াই ছিলো না যে, উনি কি ধরণের ক্রাইম করছেন!

২৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:২০

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: হাস্যরস।। ভালো লিখেছেন।।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১০

চাঁদগাজী বলেছেন:



চেষ্টা করছি; পড়ে আমি হাসিনি তেমন

২৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০০

সৈয়দ ইসলাম বলেছেন:


স্বাস্থ্য কমলে দৌড়াদৌড়ি ভালভাবে করা যাবে, সামনে নির্বাচন আছে। =p~
শেখ হাসিনা কিন্তু সেই সুযোগ পাচ্ছেন না। উনাকে সুযোগ দেয়া প্রয়োজন।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০৯

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা ২০০৯ সাল থেকে সুযোগ পেয়েছিলেন জাতির জন্য করার জন্য, উনি ভুল তত্বে আছেন, ধনীকে অন্যায়ভাবে ধনী করেছেন।

২৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩০

জুনায়েদ বি রাহমান বলেছেন: মজা পেলাম ভাই। আপনি একজন....

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০৬

চাঁদগাজী বলেছেন:


অনেকে মন খারাপ করেন যে, আমি ম্যাঁওপ্যাঁও রাজনীতি টাজনীতি নিয়ে অপ্রয়োজনীয় কথা লিখি; মন খারাপ, তাই এটা সেটা লিখছি।

২৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:১৫

জুনায়েদ বি রাহমান বলেছেন: আপনার "এটা সেটা" আরো আরো পড়তে চাই।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:১৯

চাঁদগাজী বলেছেন:


ওকে, পাঠক পাওয়া গেছে, আমি বই লিখে ফেলবো; আপনি খরচ কমায়ে কিছু সেভ করেন।

৩০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৪০

রূপক বিধৌত সাধু বলেছেন: সিরিয়াস ধরণের রম্য! বাস্তবধর্মীও বটে!

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৪৫

চাঁদগাজী বলেছেন:


রম্য বলে আমি দাবী করিনি; তবে, রম্য সিরিয়াস হওয়া উচিত

৩১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৪০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা দারুণ বলেছেন, মাঝেমধ্যে সত্য ঘটনাও মানুষকে হাসাতে পারে তা আপনার কিছু কিছু লেখা ভালোই বুঝিয়ে দেয়।
সুন্দর লিখেছেন, গল্পটা চমৎকার হয়েছে, এবার মিত্র বাড়ার সম্ভাবনাই বেশি দেখছি হা হা হা

ইস্ রে রাত বারোটায় তেলাপোকা কাঁপিয়ে তুলেছিল জেলখানা
সেই ঘটনার কিছু তুলে ধরলে আরও হিট হওয়ার সম্ভাবনা ছিল।

কপি করলাম শ্রদ্ধেয়, ফেসবুক বন্ধুরাও এটু হাসুক

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৫২

চাঁদগাজী বলেছেন:


ওকে, বেগম জিয়া জাতির ক্ষতি করেছেন অনেক, উনার শান্তি নেই

৩২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:২৫

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: সামনের বই মেলায় আপনার একখানা রম্য রচিত বইয়ের অপেক্ষায় রইলাম।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:২০

চাঁদগাজী বলেছেন:


রাজনৈতিক রম্য কেমন হয়? শেখ হাসিনা, বেগম জিয়া, এরশাদ, জে: জিয়া, আমাদের প্রেসিডেন্ট নিয়ে রম্য?

৩৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:০০

বিএম বরকতউল্লাহ বলেছেন:
আমি সুযোগ পেলেই আপনার লেখা পড়ি। অনেক সময় কমেন্ট করতে পরি না। আপনার তথ্যসমৃদ্ধ লেখা। পড়ে আনন্দ পেলাম।
চমৎকার লেখার জন্য আমি আপনাকে শ্রদ্ধা করি। ভাল থাকবেন।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:০২

চাঁদগাজী বলেছেন:



সারছেন, আপনি হলেন সবচেয়ে সফল ব্লগার-লেখক; আপনার জন্য লিখতে হলে, ভাবতে হবে; কষ্টের ব্যাপার।

৩৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:০৪

আটলান্টিক বলেছেন: আপনার চোখের অবস্থা কেমন?

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৪

চাঁদগাজী বলেছেন:


ধন্যবাদ, হাউকাউ চোখ, কিছুতেই ভালোর দিকে যাচ্ছে না।

৩৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৫

বনসাই বলেছেন: এক সময় একটা টার্ম বেশ শোনা যেতো, 'গৃহপালিত বিরোধী দল'। আজ আবার সেটা ফিরে আসতে আরম্ভ করেছে। তবে ভিন্নভাবে বিএনপির নামে।

এই মুহূর্তে তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের পথে শ্লোগান আর শ্লোগান চলছে। স্বল্প কিছু মানুষ দেদারছে চেঁচাচ্ছে। আর রাজপথ ভেঙ্গে তীব্র বেগে গাড়িও চলছে। এই হলো তথাকথিত আন্দোলন! বেগম জিয়াকে জেলের কড়িকাঠ গুনতে হবে আরো বহু দিন।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:০২

চাঁদগাজী বলেছেন:


বিএনপি'র জন্ম হয়েছে রাইফেলের মুখ দিয়ে, এখন রাইফেল নেই, বিএনপির দরকারও নেই; আওয়ামী লীগ জেনারেল জিয়ার তত্বের অনুসারী; ফলে, বিএনপির প্রয়োজনীয়তা শেষ।

৩৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৪৬

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: কথা ছিল মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা নিয়ে লিখবেন। একটু একটু করে লিখছিলেনও। কিন্তু কী যে হলো, সে বিষয়টায় যেন আপনার আর কোনো আগ্রহ রইলো না। অনেক দিন তো হলো। আচ্ছা দেশ স্বাধীন হলো। মুক্তিযোদ্ধারা ফিরতে আরম্ভ করলো। আপনিও ফিরে এলেন। আপনি কি ক্যান্টনমেন্টে যোগ দিলেন? সামরিক বাহিনীতে? সে সময় একজন সামরিক বাহিনীর সদস্য হিসেবে আপনার আশপাশ (পেশার কারণে যেখানে যেখানে ছিলেন) এলাকার মানুষের অবস্থা কেমন দেখলেন?
অথবা সামরিক বাহিনীতে যোগ না দিলে একজন যুদ্ধ-ফেরত যোদ্ধার চোখে আপনার আশপাশের এলাকা আর লোকজন সম্পর্কে আপনার অভিজ্ঞতা, ব্যক্তিগত ভাবনা কেমন ছিল? এমন একটি আলোচনা সমৃদ্ধ পরবর্তী কোনো পোস্ট কি আপনার কাছ থেকে আশা করতে পারি?

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪৩

চাঁদগাজী বলেছেন:


আমাদের স্টুডেনট প্লাটুনকে বেংগল রেজিমেন্টে নেয়া হয়েছিল; "যেড-ফো্র্স" ভেংগে দেয়ার পর, আমাদেরকে ৫নং সেক্টরে (মেজর শওকত আলী) যেতে বলা হয়, আমি যেতে চাইনি; শওকত সাহেবের উপর আমার ভরসা কম ছিলো; বাধ্য হয়েই মেজর রফিকের অধীনে চলে যাই; যুদ্ধের পর দেখি আমাদের নাম "রেগুলার আর্মি"তে নেই।

অবশ্য, মিলিটারীতে যাবার ইচ্ছা আমার ছিলো না, আমি পড়ালেখা করতে চেয়েছি; কিন্তু আমাদের অনেক ছেলে যেতে চেয়েছিলো; ওদের নাম না থাকায় সবাই মনোকষ্ট পেয়েছিলো।

৩৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:২০

পলাশবাবা বলেছেন: যা ভেবেছিলাম , লেখা পড়েই বোঝা যায়, ব্যাটা আসলেই কানা ..।.।.।.।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪৮

চাঁদগাজী বলেছেন:


ভাবনায় এত ভুল থাকলে, ব্লগিং'এ কতদুর যাওয়া যায়! ৬ বছর ৭ মাসে ২৯টি কমেন্ট, আপনি জাতির অক্সিজেন নষ্ট করছেন!

৩৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮

সায়েদুল ইসলাম এর বাংলা ব্‌লগ বলেছেন: এটা কি রম্য হিসেবে ধরে নেব ভাই? ম্যাও ম্যাও...

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮

চাঁদগাজী বলেছেন:


পড়ে যদি একবার হেসে থাকেন, রম্য হিসেবে নেন; পড়ে যদি ৩ বার হেসে থাকেন, আপনার দরকার রিলাক্স করা

৩৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:১১

নূর আলম হিরণ বলেছেন: -ও এটা ব্লগার? দুই গা দিয়ে বিদায় করো।আর বলবা শফি হুজরের কাছে এখন তওবা করলে কবুল হবেনা, অন্য কোন হুজুর দিয়ে যেন তওবা করে নেয়।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:২২

চাঁদগাজী বলেছেন:


বেগম জিয়া ব্লগিং থামিযয়ে দিয়েছিলেন; এখনো ব্লগ-দিবস সকরা সম্ভব হচ্ছে না।

৪০| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:৩২

জাহিদ অনিক বলেছেন:

একটা গল্প বা ঐ ধরনের কিছু লিখুন। লিস্টে দেখলাম আপনার একটা লেখা ঋদ্ধ তে গেছে সেটা কিন্তু রাজনৈতিক না।
লোকজন আপনার হিউমার পছন্দ করে।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:৪১

চাঁদগাজী বলেছেন:


- ব্লগারেরা সাধারণ বিষয় পছন্দ করেন; আমাকে ঐদিকে একটু ট্রেনিং নিতে হবে।

৪১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:৪৫

জাহিদ অনিক বলেছেন:

ভুল করলেন মনে হয়-- ব্লগারেরা যেটা পছন্দ করে সেটা লিখবেন কেন ? আপনার যেটা ভালো লাগে সেটাই লিখবেন।
অবশ্য পাঠক ডিমান্ড বলে কথা।
আমি যাস্ট আপনাকে একটু বাজিয়ে দেখলাম ! সত্যিই।
আপনি নানা সময়ে ব্লগারদের বলেন, আপনি এটা লিখেন, আপনি ওটা লিখেন। এভাবে লিখবেন সেভাবে লিখবেন।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৪

চাঁদগাজী বলেছেন:


আমার মনে হয়, মানুষের জীবন সম্পর্কিত বিষয়গুলো মানুষের বাবনার কেন্দ্রে থাকে।

৪২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৫৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা হা হা হা হা হা হা। মেরে ফেলেছেন চাঁদগাজী ভাই!! আপনার রম্য অতুলনীয়। হা হা হা হা।
আশা করি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩০

চাঁদগাজী বলেছেন:


অনেক ধন্যবাদ; আশাকরি ভালো হয়ে যাবো।

ভাবছি, ব্লগারেরা আমাদের পরিচিত এলাকায় হালকা কিছু পড়ুক।

৪৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:২১

কথাকথিকেথিকথন বলেছেন:




যাক রাজনীতি নিয়ে লেখেন নি ! রম্য লিখলেন যার মধ্যে রাজনীতি, পুলিশনীতি, অনশননীতি, ব্লগারনীতি !
বাস্তব রম্য আপনি ভাল লিখেন । চর্বি থাকে কম ।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪

চাঁদগাজী বলেছেন:



ব্লগার হিসেবে আমাদেরকে সবাইকে দেশের স্বার্থে সঠিক রাজনীতি বুঝা উচিত; আমাদের সাধারণ মানুষেরা নিজেদের মাঝে আলাপ করে, নিজদের ধারণাকে রিফাইন করার সুযোগ পান না।

৪৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৫৯

শামচুল হক বলেছেন: চাঁদগাজী ভাই, এই ব্লগারটা আবার আপনি নাতো?

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:১৭

চাঁদগাজী বলেছেন:


আমি কখনো অপরাজনীতিবিদ ও চোরদেরদের সমর্থক নই।

৪৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৪:১৩

মোটা ফ্রেমের চশমা বলেছেন: হাহ হাহ হাহ হাহ হাহ হা! Subtle কমেডি সম্ভবত একেই বলে!
গম্ভীর ভাবে এসে হাসালেন গাজী সাহেব!

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৫:০৫

চাঁদগাজী বলেছেন:


আপনাদের কমেন্ট দেখে আমি বিশ্বাস করার শুরু করেছি যে, কটিন হাসির কিছু হয়তো আছে পোষ্টে!

৪৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৬:৫৬

রাফা বলেছেন: কে কি ভাবলো ,শত্রু-মিত্র নিয়ে ভাবার দরকার নেই।এই ভাবনার জন্য অনেক বড় খেসারত দিতে হয়েছে মুক্তিযুদ্ধের বাংলাদেশকে।
আমাদের ,আপনাদের নিরবতা দেশদ্রোহিদের শক্তি সঞ্চয়ে সাহায্য করে।নিরবতা ও মৌনতা কিন্তু সন্মতি হিসেবে কাউন্ট হয়ে যায়।

শেখ হাসিনা কিংবা আওয়ামি লীগকে সহযোগিতা করার দরকার নেই।কিন্তু রাজাকাররা যেনো আবার দেশপ্রেমিকের চাদর গায়ে দিয়ে আমাদের শাসন করার সুযোগ না পায়।সেই চেষ্টাটুকু অব্যাহত থাকুক।

ধন্যবাদ,চাঁদগাজী।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:৫৫

চাঁদগাজী বলেছেন:



কোন জাতিই আগাছাকে রাখে না, সময়ের সাথে পরিস্কার করতে হয়।

৪৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:৪৯

কাউয়ার জাত বলেছেন: ছাগলের রম্য পড়ে পাগলে হাসে।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:৫১

চাঁদগাজী বলেছেন:


এটা আপনাকে নিয়ে লেখা নয়।

৪৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৬

রক বেনন বলেছেন: হা হা হা হা!!!! অনেকদিন পর আপনার একটি চমৎকার রম্য পড়লাম। জেলখানার কমেডি!! হা হা হা।
ভালো থাকবেন। দোয়া করি আপনার চোখ খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাক।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০৬

চাঁদগাজী বলেছেন:


আপনার দোয়া সম্পর্কে আপনি সিউরিটি দিলে, মংগলবারের জন্য ডাক্তারের এপেন্টমেন্ট ক্যানসেল করে দেবো। ধন্যবাদ, আশাকরি ভালো হয়ে যাবো।

দেশ নিয়ে আমার সমসাময়িক পোষ্ট একটু বেশী হয়ে গেছে, মনে হচ্ছে!

৪৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৬

সোহানী বলেছেন: সরি আপনার নামটা আমার পোস্টে দিতে ভুলে গেছিলাম। প্রবাসী লেখকদের মধ্যে আপনি অবশ্যই অন্যতম।

ভালো থাকুন।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০৭

চাঁদগাজী বলেছেন:


আমি মোটেই লেখক নই, আমি সমসাময়িক ব্যাপারগুলো নিজের মত করে বলতে চাই, সামান্য ব্লগার!

৫০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৩

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: তাহলে এজেন্ডা কে বাস্তবায়ন করবে?

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩৪

চাঁদগাজী বলেছেন:


এজেন্ডা থেকেই যা্চ্ছে, উপরে ভিটামিনের কোটিং দেয়া হয়েছে

৫১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:০৭

টারজান০০০০৭ বলেছেন: আমি মিলিটারী পছন্দ করি না, হিসেব করলে এরশাদের আমলই বাংলাদেশে ভালো সময় গেছে, বাকীটুকু ডাকাতীর সময়, মগের মুল্লুক
আমিও তাই মনে করি। গণতন্ত্রের ভণ্ডামি আর ভালো লাগে না !

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩১

চাঁদগাজী বলেছেন:


গণতন্ত্র হলো দক্ষদের জন্য, রাজতন্ত্র হলো পেশীবাজদের জন্য; গণতন্ত্র কঠিন লাগলে পাটি গণিত থেকে শুরু করে, অংক পড়ুন ২/১ বছর।

৫২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: পাকিস্তান সামনের হজ্বে তৃতীয় লিঙ্গের স্বেচ্ছাসেবক পাঠাবে" এই সম্পর্কে একটা মন্তব্যমূলক পোষ্ট আশা করবো আপনার কাছে।

পাকিস্তান সামনের হজ্বে তৃতীয় লিঙ্গের স্বেচ্ছাসেবক পাঠাবে" এই সম্পর্কে একটা মন্তব্যমূলক পোষ্ট আশা করবো আপনার কাছে।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১১

চাঁদগাজী বলেছেন:


কালের কন্ঠ, মনে হয় ভুমিদস্যুদের পত্রিকা, ইহা না পড়ার চেষ্টা করবেন।

পাকিস্তানের সাধারণ মানুষ আমাদের থেকে বেশী কষ্টে আছে; মিলিটারী, ধনী ও জমিদারেরা মিলে দেশ চালানোর ফলে মানুষও দুষ্ট হয়ে গেছে।

৫৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: I like your writing.

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৩৯

চাঁদগাজী বলেছেন:



আপনি কি প্রবাসে কাজ করছেন, নাকি পড়ালেখা করছেন?

৫৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫৬

পদ্মপুকুর বলেছেন: আপ্নেরে ক্যাডায় কইছে রাজনৈতিক ধারা বিব্রণী লিখতে! রম্য লিখলে সৈয়দ মুজতবা আলীর সাগ্রেদ হইতে পার্তেন। :D

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩৩

চাঁদগাজী বলেছেন:



আমার মনে হয়, আমি ধারা-বিবরণীর সাথে আমার সামান্য এনালাইসিস যোগ করার চেষ্টা করি।
সৈয়দ মুজতবা আলীর লেখা আমি ভালোবাসি

৫৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:১২

পদ্মপুকুর বলেছেন: আপ্নের আরেক্টা লেখা পর্ছিলাম ডাক্তার দেখানোসংক্রান্ত, ওইটাও দুর্দান্ত হইছিলো। পার্সোনালি আমি চাই, আপনি এইরকম লেখা বেশি লিখেন। ওইসব ধারাবিব্রণী পইড়া পইড়া মনে লয় আপ্নের ভিত্রে কোন হিউমার নাইক্যা... কিন্তুক আপ্নে বস হেব্বি হিউমারাস আছেন।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:১৮

চাঁদগাজী বলেছেন:


তাই? আমি ভুলের বোঝা টেনে ক্লান্ত হচ্ছি?

৫৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: এটি তবে রাজনীতি না। !:#P

২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৮

চাঁদগাজী বলেছেন:



ঠিক রাজনীতি নয়, বাংলাদেশের কাসুন্দী

৫৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৩৯

টারজান০০০০৭ বলেছেন: গণতন্ত্র হলো দক্ষদের জন্য, রাজতন্ত্র হলো পেশীবাজদের জন্য; গণতন্ত্র কঠিন লাগলে পাটি গণিত থেকে শুরু করে, অংক পড়ুন ২/১ বছর।

অংকে আমি বরাবরই দুব্বল বটে, অংক আমার বিষয়ও নহে বটে, তবে আবালের গণতন্ত্র বুঝিতে ইস্কুলে যাওনের দরকার দেহি না !
গণতন্ত্র যে কতখানি দক্ষদের জন্য তাহা ট্রাম্প বাবাজি প্রমান তো প্রমান , প্রাক্টিক্যালি দেখাইয়া দিতেছে ! আর আমাদের দেশের দক্ষরা ট্রাম্পরেও পিএইচডি দিতে পারিবে !

গণতন্ত্র কঠিনত নয়ই, বরং তৃতীয় বিশ্বে উহা আবালদের ফিডার ! শেখ হাসিনা তাই জাতিরে ফিডার খাওয়াইতেছে। আপনার লাগিলে আপনিও লাইনে দাঁড়াইতে পারেন ! :D

আমি একনায়কতন্ত্রের সমর্থক !

২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৪

চাঁদগাজী বলেছেন:


"আমি একনায়কতন্ত্রের সমর্থক ! "

সমস্যা, যারা যাহা জানেন না, তাহা নিয়ে কথা বলেন; একনায়কতন্ত্রের সমর্থক হলে, জিয়ার মাজার জিয়ারত করেন, আর তো করার কিছু করার নেই!

৫৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:১৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: ঘুরে ফিরে সেইতো রাজনীতির কথা। সত্য কথায় শত্রু বাড়ল না মিত্র বাড়ল দেখার কি প্রয়োজন।

কেমন আছেন আপনি?

২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৬

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ, আমি ওকে।

আপনি ১ সপ্তাহ ব্লগে ছিলেন না, কমেন্টের সংখ্যা কমে গিয়েছিল

৫৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:০০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমার প্রবাস সেই অর্থে প্রবাস নয়। আমার মেয়াদ শেষ। সম্ভবতঃ জুলাইয়ে আবার সোনার বাংলায় ফিরে যাবো। সোনার বাংলার ধুলা মাটির জীবনে আমি অভ্যস্ত। তবে খারাপ মানুষদের কৃর্তি কলাপ দেখলে রাগে গা জ্বালা করে। কিছুই করতে পারি না।

মোবাইলে বাংলা লেখা কঠিন বলে মাঝে মাঝে ইংরেজি লিখে ফেলি। আমার সব চেয়ে প্রিয় ভাষা বাংলা । আমি বাংলায় লিখতে পছন্দ করি।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৫

চাঁদগাজী বলেছেন:


ঠিক আছে।

৬০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:১১

দেশী পোলা বলেছেন: হাহা!
লাস্টের লাইনটা ক্লাসিক হইছে!

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:১৪

চাঁদগাজী বলেছেন:


ওকে, নাস্তিক ফাস্তিক নিয়ে দুনিয়ার সমস্যা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.