নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

মুক্তিযোদ্ধা কোটার ৯০% সুযোগ সুবিধা নকল মুক্তিযোদ্ধারা ভোগ করছে

২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯



আজকে, সর্ব-কনিষ্ট মুক্তিযোদ্ধার বয়স ৬২ বছর, সবচেয়ে বয়োজেষ্ঠ্ মুক্তিযোদ্ধার(কর্ণেল রব) বয়স ১১৯ বছর (হওয়ার কথা)। এখন বাংলাদেশে ৬১ বছরের বেশী বয়সের ৬৫ লাখ পুরুষ বেঁচে আছেন; তার মাঝে ২৫ হাজারের মতো মুক্তিযোদ্ধা জীবিত আছেন; এঁদের ছেলেমেয়েরা এখন খুব একটা স্কুল, কলেজ বা ইউনিভার্সিটিতে নেই! যা সামান্য আছে, সবাই মুক্তিযোদ্ধা কোটা পাবার দরকার আছে; এরা, নিজেদের পিতার মতো জাতিকে কিছু হলেও ফেরত দিবে একদিন।

আওয়ামী লীগ, বিএনপি ও কাদের সিদ্দিকী মিলে ২/৩ লাখ নকল মুক্তিযোদ্ধা জন্ম দিয়েছে; এদের মাঝে ২ লাখ তেলে পোকার মত জীবিত আছে, এরা মুক্তিযোদ্ধা কোটার শতকরা ৯০ ভাগ সুযোগ সুবিধা ভোগ করছে; এরা পার্টির লোক হওয়াতে, এরা আসল মুক্তিযোদ্ধাদের শাসনও করছে: মুক্তিযোদ্ধা কমান্ড( অফিস) এরাই খুলেছে, এরাই কন্ট্রোল করে।

২০০১ সালে, একটু দরকারে, আমি আমার এলাকার থানা এডুকেশন অফিসারের অফিসে যাই বিকেল ২টার দিকে; উনি দুপুরের খাবার খেতে গেছেন নিজের বাসায়; বেকুব মানুষেরা দেরীতে খায়; অফিসের কেরাণী আমাকে বসতে চেয়ার দিলেন; চেয়ার ময়সা দেখে, আমি না বসে বিল্ডিং'এর বারান্দায় হাঁটার সময়, দেখি ওখানে "থানা মুক্তিযোদ্ধা কমান্ডের অফিস"; ভেতরে প্রবেশ করে আমি হতবাক, টিএনও মিএনও'দের অফিসের মত অফিস, চেয়ার টেবিল; সেখানে মুল চেয়ারে বসে আছে আমার স্কুলের ক্লাশমেট, আনোয়ার; আশে পাশ ১০/১২ জন মিলে হৈ হুল্লা করছে।

আনোয়ার লাফ দিয়ে উঠে আমাকে একটা আলিংগন দিতে এলো, আমি কোন অবস্হায় পুরুষের সাথে আলিংগন করি না, আমি সরে গিয়ে ঠেকালাম। আনোয়ার ব্যতিত আরো ২/১ জন আমাকে হয়তো চিনতে পেরেছিল। আমাকে চেনে না, এই ধরণের ১ জন, আনোয়ারকে পরিচয় করিয়ে দিলো, "আনোয়ার ভাই, আমাদের থানা মুক্তিযোদ্ধা কমান্ডার।" আমি চুপকরে একটা চেয়ারে বসলাম, আনোয়ার চা আনার জন্য বেরিয়ে গেলো; আমি বুঝলাম যে, তার নিশ্বাস আটকায়ে গেছে, বাতাস নেয়ার জন্য বাইরে গেছে।

যুদ্ধের সময় আনোয়ার চট্টগ্রামের নিজামপুর কলেজের ছাত্র ছিল; প্রথমে সে গ্রামে পালিয়েছিল, পরে চট্টগ্রাম শহরে গিয়ে চাচার বাসায় পালিয়েছিল; চাচা মুসলিম লীগ করতো, কিন্তু পাকীদের সাহায্য করেনি, এবং বাংলাদেশও চাহেনী। আনোয়ারের সাথে চা আনতে আরো ২ জন গেলো। আমি বসে রলাম, বাকীরা আমার সাথে কথা বলার চেষ্টা করছিলো, আমার হ্যাঁ না উত্তর দেখে চুপ হয়ে গেলো। আমরা নীরবে চা খেলাম; আনোয়ারের ছেলেমেয়ে নিয়ে ২/১ বাক্য কথা বলে আমি বেরিয়ে পড়লাম; এরাই কোটার সুযোগ দখল করেছে।


মন্তব্য ৮৩ টি রেটিং +৫/-০

মন্তব্য (৮৩) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৬

সেলিম আনোয়ার বলেছেন: কোটা জাতিকে পঙ্গু করে দিচ্ছে ।মেধাবীদের বঞ্চিত করছে ।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩২

চাঁদগাজী বলেছেন:


প্রথমত: বাংলাদেশে মেধাবী নেই, মেধাবী থাকলে দেশের অবস্হা এরকম হয় না।
দেশে সবার সমান অধিকার।

একমাত্র আসল দরিদ্র মুক্তিযোদ্ধাদের (কৃষকের ছেলে, ইপিআর, বেংগল রেজি) কোন ধরণের কোটা দিলে সেটা জাতির জন্য ভালো, এরা জাতিকে কিছু ফেরত দেবে; কিন্তু কোটা দখল করেছে আও্য়ামী ও বিএনপি'র সৃষ্ট তেলেপোকা মুক্তিযোদ্ধারা; সেটা শেখ হাসিনা ও কর্ণেল ওলি জানে।

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩২

বারিধারা ২ বলেছেন: ঠিক বলেছেন। ৭১ এ শান্তি কমিটির চেয়ারম্যান ছিল - এরকম একজনের নাতিপুতিরা এখন মুক্তিযোদ্ধা ভাতা উঠাচ্ছে আমাদের গ্রামে।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫

চাঁদগাজী বলেছেন:


শেখ সাহেব, ও তাজুদ্দিন সাহেব অদক্ষ ছিলেন; উনারা মুক্তিযোদ্ধাদের ফাইনাল তালিকাটা জাতির জন্য রেখে যাননি; যার ফলে, আওয়ামী লীগ ও বিএনপি'র দুষ্টরা টাকার বিনিময়ে তেলেপোকা মুক্তিযোদ্ধার জন্ম দিয়েছে

৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শুনলে আশ্চর্য হবেন ২০১৪ সালে আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ এর সেন্ট্রাল সভাপতি ছিলেন আমার এলাকার লোক।
দুই বছর পদে থাকার পর প্রমানিত হয় তিনি ভুয়া মুক্তিযোদ্ধা। স্বাধীনের সময় করাচি ছিলেন, ৭২ এ দেশে ফিরেছেন। এরশাদের আমলে জাতীয়পার্টি করতেন, সে সময় মুক্তিযোদ্ধার তালিকায় ঢুকেন। এখন অবশ্য ভুয়া মুক্তিযোদ্ধা প্রমাণিত হয়ে পদ খুইয়েছেন ।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭

চাঁদগাজী বলেছেন:


সরকারের দুষ্ট ও ইডিয়টদের কারনে, জাতির শ্রেষ্ট সন্তানদের যায়গায় চলে এসেছে তেলেপোকারা

৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:০৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: নিদারুণ সত্য প্রকাশে কৃতজ্ঞ

এরাই খাঁটি মুক্তিযোদ্ধা হয়ে মুক্তিযোদ্ধাদের শাসক, খুবই লজ্জাজনক আমাদের জাতির জন্য।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১১

চাঁদগাজী বলেছেন:


১৯৭৫ সালে, সরকারের আশেপাশে শুধু ভুয়া মুক্তিযোদ্ধারা থাকায়, আসল মুক্তিযোদ্ধারা সবকিছু থেকে দুরে সরে যেতে বাধ্য হয়; ফলে, তাজুদ্দিন সাহেবকে ধরে নেয়ার পর, উনাকে মুক্ত করার জন্য কেহ ছিলো না।

৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১০

ভীতু সিংহ বলেছেন: সকল প্রকার কোটা প্রথার অবসান জরুরী।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১৪

চাঁদগাজী বলেছেন:


আসল মুক্তিযোদ্ধাদের জন্য কোটা থাকলে, জাতি তাতে হতো।
ক্ষুদ্র জনগোষ্ঠীর ( খাসিয়া, টিপারা) জন্য কোটার দরকার আছে।

৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ফেসবুকে কপি দিলাম, আপাতত আরো কিছু মানুষ পড়ুক।
অনুমিত হলে ওয়েবসাইটেও তুলে রাখবো।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১৫

চাঁদগাজী বলেছেন:



আপনার পছন্দ হলে, সব যায়গায় দিতে পারেন; আমি সাধারণ ব্লগার, আমার পোষ্ট সাধারণ

৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার এই লেখাটিও ইতিহাস হয়ে থাকবে শ্রদ্ধেয়!!

২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১১

চাঁদগাজী বলেছেন:


মেধাবীদের কোটা কারা খাচ্ছে, মেধাবীরা জানেও না; দেশে জন্মের হার অনুসারে চাকুরীর সৃস্টি করছে না মেধাবীরা, সেটাই আসল সমস্যা

৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫৬

যবড়জং বলেছেন: আপনি সত্য বলেছেন কিন্তু আমাদের চোখ-কান আর মগজ আছে কি না তা আমরা জানিনা । সব কিছু আজ দুষ্টের দখলে :(

২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০৯

চাঁদগাজী বলেছেন:



দুষ্ট দমনের জন্য প্ল্যান করুন

৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ভূয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেটের জন্য কিছুদিন আগে তো কয়েকজন সচিবকেও বরখাস্ত করা হয়েছিল সম্ভবত। সন্তান পর্যন্ত ঠিক আছে। কিন্তু নাতিদের কেন কোটার আওতায় আনতে হবে? প্রকৃত অনেক মুক্তিযোদ্ধার কাছে সার্টিফিকেট না থাকার কারণে তাদের সন্তানরা এই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। আবার রাজনৈতিক প্রভাবে ভূয়া মুক্তিযোদ্ধাদের কারণে এটা এখন একটা ব্যবসায় পরিণত হয়েছে। একবার পত্রিকায় পড়েছিলাম এই সার্টিফিকেটও এখন বংশ পরম্পরায় বিক্রি হয়!!!

২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২১

চাঁদগাজী বলেছেন:


বিএনপি নিজেদের মুক্তিযোদ্ধা বাড়ায়েছে, আওয়ামী লীগ বাড়ায়েছে, কাদের সিদ্দকী বাড়ায়েছে; ব্যবসা এখনো চলছে। যারা সার্টিফিকেট পাননি, তারা এক ধরণের বেকুব লোক; আমার জানা মতে কিছু যোদ্ধা পাননি, আমি সাহায্য করেছি পেতে।

১০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩২

যবড়জং বলেছেন: প্ল্যান অনেকে করেছে , করছে , করবে ...........বিড়ালের গলায় ঘন্টা বাঁধার গল্পটা আসলেই শিক্ষামূলক ।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৫৭

চাঁদগাজী বলেছেন:


দেশে ইঁদুর বেড়ে গেছে, গল্পটা পাঠ্য সুচিতে এসে যাবে।

১১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৩৬

ঢাকার লোক বলেছেন: You told the truth & everyone knows! But unfortunately no one is keen in screening out the fabricated “muktijoddhas”! Nobody minds if a real muktijoddha is give some privileges, but unfortunately the false ones are the major beneficiaries!

২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৫৭

চাঁদগাজী বলেছেন:


সেটাই ঘটছে, নকলেরা সার্টিফিকেটও বিক্রয় করছে। মুক্তিযোদ্ধাদের কোটা দিতে কারো আপত্তি থাকার কথা নয়।

১২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৫৮

তার ছিড়া আমি বলেছেন: আপনি একটা জটিল সত্য কথা বলেছেন। ব্লগে সত্যকে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

আমার মরহুম মুক্তিযোদ্ধা বাবা আপনার ভাষায় 'বোকা' ছিলেন, কিন্তু তিনি আমার জন্মদাতা পিতা। তার মত সহজ সরল লোক খুঁজে পাওয়া বড় দুষ্কর। তিনি যুদ্ধ করেছিলেন দেশের জন্য, দশের জন্য।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:১৯

চাঁদগাজী বলেছেন:


আপনার বাবার জন্য সন্মান রলো।

বেশীর ভাগ সাধারণ মনের লোকেরা যুদ্ধ করেছেন, চালাকেরা যুদ্ধকে ভয় পায়, ওরা প্রাণ হারানোর মত রিস্ক নেয় না।

১৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:০৮

ঢাকার লোক বলেছেন: There are still people living who can clearly recall those days of 1971 in each & every village of Bangladesh who can unmistakably confirm if a resident of their household, Mahalla, village or locality went to take part in the Muktijuddha. If the government is sincere there is still chances to come up with a fairly good list of real muktijoddhas with their help. If we still delay, the chances will be gone forever and we can’t afford to miss this opportunity!

২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:১৩

চাঁদগাজী বলেছেন:


আওয়ামী লীগ সবার থেকে আগে জানে সবকিছু; ওরা লোক যোগ করেছিল নিজেদের সুবিধার জন্য; সুবিধার মাঝে একটা হয়েছে, ৪ নেতাকে উদ্ধার করতে কেহ যায়নি।

আমাকে হয়তো লিষ্ট করতে হবে, সামনের দিনগুলোতে।

১৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:১৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: নিজেদের অস্তিত্বটাকে আমরা স্বার্থের জন্য ব্যবহার করি।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:২২

চাঁদগাজী বলেছেন:


বাংগালীরা নিজের পরিবারের বাহিরে, অন্যের জন্য কিছু ভালো করতে চাচ্ছে না, বরং ক্ষতি করছে, এরা স্বার্থপর হয়ে গেছে

১৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:০৩

প্রামানিক বলেছেন: চরম একটি সত্য কাহিনী তুলে ধরেছেন।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:১৭

চাঁদগাজী বলেছেন:



আওয়ামী ও বিএনপি নেতারা সবই জানেন; এসব নেতারা মোটামুটি বেশ খারাপ মানুষজন

১৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৪০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ঠিক মত যাচাই বাছাই শুরু হলে হোটের রেস্টুরেন্টে চা খেতে যাওয়ার লোকে ভরে যাবে...

২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৩২

চাঁদগাজী বলেছেন:


কর্ণেল অলি মলি বেগম জিয়ার জন্য না দৌড়ে যদি মুক্তিযোদ্ধাদের সাহায্য করতো, কিছুটা কাজ হতো।

১৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৫৫

কথাকথিকেথিকথন বলেছেন:





এই দেশে সবকিছু নিয়ে নোংরা রাজনীতি চলে । এটা আদর্শবান নেতা গড়ে না উঠার কারণে । আর উঠবেই কী করে, এলাকা, পাড়া, মহল্লার শেষ বেঞ্চের, ফেল করা, বখাটে ছেলেরাই তো রাজনীতিতে জড়ায় । এবং পরে তারাই হর্তাকর্তা হয় । অথচ রাজনীতি করা উচিত প্রথম শ্রেনীর শিক্ষিতদের । নিশ্চয় একটা কোম্পানী থেকে একটা দেশ চালানো কঠিন । কিন্তু আমাদের শিক্ষিত সমাজ তাদের মেধাবী সন্তানকে রাজনীতিতে যেতে দেয় না । রাজনীতিকে খারাপ বলে গালি দেয় । রাজনীতি খারাপলোকের কাজ বলে । অথচ খারাপ লোকের হাতে যে ক্ষমতা চলে যাচ্ছে, এবং দেশ ধ্বংস হয়ে যাচ্ছে তার দিকে কেউই লক্ষ করছে না । আবার দেশ রসাতলে চলে যাচ্ছে বলে তারাই হাঁকডাক ছাড়ে । মুক্তিযোদ্ধা কোটা হচ্ছে এমন একটা প্রথা যার মাধ্যমে সরকার সুবিধা গ্রহণ করে, মুক্তিযোদ্ধারা না।

আপনার বক্তব্য ভাল লেগেছে ।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৩০

চাঁদগাজী বলেছেন:


অনেক ডিগ্রিধারীরা রাজনীতি বুঝে না; উনারা নন্দলাল হয়ে বেঁচে আছে; ফলে, দুষ্টরা সবকিছু দখল করে ফেলেছে। দুষ্টরা ডেসপারেট, শিক্ষিতরা তেমন আত্মবিশ্বাসী নন এখনও।

মুক্তিযোদ্ধারা কমশিক্ষিত ও অশিক্ষিত ছিলেন ডিগ্রির দিক থেকে; তাঁদের নেতা ছিল তাজুদ্দিন সাহেব; উনি কমবুদ্ধিমান লোক ছিলেন।

১৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:১৪

নূর-ই-হাফসা বলেছেন: প্রকৃত মুক্তিযোদ্ধা রা কোটা সুযোগ পায় না ।
ভুয়া মুক্তিযোদ্ধা দের জন্য অথচ এতো এতো কোটা রাখা হয়েছে । সব ক্ষেত্রে ই অসৎ মনোভাব ভরে গেছে ।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:২৮

চাঁদগাজী বলেছেন:



তাজুদ্দিন সাহেব যদি মুক্তিযোদ্ধাদের নিয়ে দেশ চালাতেন, মুক্তিযোদ্ধাদের কোন কোটার দরকার হতো না, উনাকে কেহ গ্রেফতার করতে পারতো না।

১৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:৪৩

ডঃ এম এ আলী বলেছেন: বাস্তব অভিজ্ঞতা ভিত্ত্বিক সুন্দর লেখা। এ সব পড়ে যদি মুক্তি যুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় উপযুক্ত ব্যবস্হা নেয় তাহলে মুক্তিযোদ্ধারা ভুয়া নামের কলংক থেকে মুক্তি পায়। ভাল হয় যদি দেশের বিদ্যমান প্রকৃত মুক্তিযুদ্ধাদের কাছ থেকে তথ্য নিয়ে মুক্তি যোদ্ধা তালিকা শুদ্ধ করে । স্হানিয় বহুমুখি চাপের কারনে অবশ্য অনেকে মুখ খুলতে পারছেন না। দেশের সর্বত্রই এই ধরনের সমস্যা আছে।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:৫৪

চাঁদগাজী বলেছেন:


কিছুদিন আগে মন্ত্রীর নামে ঘুষ নেয়ার অভিযোগ ছিলো পত্রিকায়। এগুলো মন্ত্রী নন, শেখ হাসিনার কলাগাছ।

২০| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৫:২৯

মলাসইলমুইনা বলেছেন: এখন আর কোনো কোটার দরকার নেই |বিশেষ করে বিসিএস -এ কোটা এখুনি বাদ করা দরকার | একটা দক্ষ প্ৰশাসন তৈরী করতে আমাদের অবশ্যই মেধাকে গুরুত্ব দিতে হবে সবকিছুর উপরে | কিছু কোটা থাকতে পারে সরকারের উন্নয়ন প্রকল্পগুলোতে বা নন গেজেটেড পদগুলোতে | এর বাইরে কোনো কোটা রাখার এখন আর কোনো দরকার আছে বলে মনে হয় না | মুক্তিযোদ্ধা কোটা কেন এখনো দরকার সেটা আমি সত্যিই বুঝি না ? যে গরিব মুক্তিযোদ্ধারা এখনো এক বেলা খেয়ে না খেয়ে কোনো ভাবে বেঁচে আছে তাদের সাহায্য না করে এই কোটার নামে সুবিধাবাদী কিছু লোকের তেল মাথায় তেল দেবার কোনো মানে হয় না | যে মক্তিযোদ্ধারা এখন বিরাট কোটিপতি ব্যবসায়ী যারা তাদের ছেলে মেয়েদের দেশে বিদেশের দামি ইউনিভার্সিটিগুলোতে পড়াচ্ছেন তাদের ছেলেমেদের কেন কোটার সুবিধা দিয়ে হবে সেটা আমি কখনোই পরিষ্কার বুঝতে পারি নি | আপনার লেখা ভালো হয়েছে | একমত লেখার মূল বক্তব্যের সাথে |

২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৬:০২

চাঁদগাজী বলেছেন:


বিসিএস'এ বেধাবীরা ঢুকেই জাতির ক্ষতিতে লিপ্ত হয়, এরা লাইসেন্সধারী ডাকাত। ফলে, কোটার কারণে যদি ২/১ জন মুক্তিযোদ্ধার ছেলে ওখানে যাবার সুযোগ পায়, সেটা জাতির জন্য ভালো হবে। তবে, নকল মুক্তিযোদ্ধার ছেলে ঢুকে পড়লে, বিপদ আরো বাড়বে।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৬:০৩

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশে ভালো ছাত্র আছে; তবে, মেধাবী নেই

২১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৬:১৫

সোহান সিদ্দিকী বলেছেন: Amr dadu mukti joddha cilen, ei kotha dea ami akta govt. clg e admisson paici kharap result korar por o... tobe ami chai sokol prokar kotha bondho hok...

২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৬:২৫

চাঁদগাজী বলেছেন:


আপনার দাদুর জন্য শ্রদ্ধা রলো।

আপনার দাদা কি ইপিআর, বেংগল রেজির সৈনিক, বা চাষীর ছেলে ছিলেন?

২২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৬:৪২

সোহান সিদ্দিকী বলেছেন: Dadu to sohid hyce... sena-bahine te cilo.. paki der sob ostro mukti joddha der dea dicilo... tarpor paki ra dadu k shoot kore

২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৬:৪৯

চাঁদগাজী বলেছেন:


বুঝলাম, উনার জন্য সন্মান রলো।

২৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:৫১

তপোবণ বলেছেন: ধন্যবাদ বিষয়টি নিয়ে লেখার জন্য। ভুয়া মুক্তিযোদ্ধাদের দাপটে প্রকৃত মুক্তিযোদ্ধারা নিষ্প্রভ হয়ে গেছে।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:৩১

চাঁদগাজী বলেছেন:


বর্তমানে ভুয়াদের সংখ্যা ১০ গুণেরও বেশী; ওগুলো ২ দলের ডাকাতারা

২৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:৫২

সোহানী বলেছেন: ও মাই গড!!! ওরাইতো দেখি আসল ক্ষমতাশীল।

সত্যিই কোটা সিস্টেম দেশকে আরো পিছিয়ে নিয়ে যাচ্ছে।

ভালো লাগলো সত্য কথনে।+++++++++

২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:৩৩

চাঁদগাজী বলেছেন:


দুষ্টদের সংখ্যা আসল মুক্তিযোদ্ধাদের চেয়ে অনেক বেশী, এরা মোটামুটি কম বয়সের; মনে হয়, ৪৭ বছরের নীচের বয়সের মুক্তিযোদ্ধাও পাওয়া সম্ভব।

২৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:১৭

মিরোরডডল বলেছেন: shame!!! they need to be punished too

২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:৩২

চাঁদগাজী বলেছেন:



দু:খের বিষয়, ওরাই শক্তভাবে দেশের কাঁধে চরে বসেছে।

২৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৫

আবু তালেব শেখ বলেছেন: বাংলাদেশে আসল নকল নেই

২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৭

চাঁদগাজী বলেছেন:


মুক্তিযোদ্ধাদের বেলায় আসল আছে

২৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:০৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: স্বাধীনতার ৪৭ বছর পর কোন ধরনের কোটা রাখার দরকার আছে বলে আমি মনে করি না। এই কোটার জন্য আমি ভালো একটা চাকরি পাইনি। আমার চেয়ে কম পড়াশোনা জানা ছেলে ক্যাডার হয়ে বসে আছে।

কোটা নিয়ে এখনই সমাধানে আসা দরকার। কোটা অনেক তরুণের মনে কষ্টের জন্ম দেয়। যেই কষ্ট আমি পেয়েছি অনেক বার। পিএসসি অফিস থেকে রেজাল্ট দেখে হতাশ হয়ে ফার্মগেটে ফিরতে ফিরতে মনে মনে আফসোস করে কত বার যে বলেছি- ইশ , আমার বাবার যদি মুক্তিযোদ্ধার সনদ থাকতো তাহলে আমি চাকরিটা পেয়ে যেতাম।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫০

চাঁদগাজী বলেছেন:



আপনি ও লাখ লাখ ছেলেমেয়ে বিএনপি ও আওয়ামী লীগের জন্মদেয়া নকল মুক্তিযোদ্ধাদের জন্য ভুগেছেন; আসল মুক্তিযোদ্ধাদের ছেলেমেয়েরা লেখাপড়ার সুযোগ খুব কম পেয়েছে।

২৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:০৫

সামিউল ইসলাম বাবু বলেছেন: X( X(( :-&

২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৭

চাঁদগাজী বলেছেন:


নকল মুক্তিযোদ্ধাদের বিচার করার দরকার।

২৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:০০

তারেক ফাহিম বলেছেন: :( X((

২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৬

চাঁদগাজী বলেছেন:



মানুষ কোটার বিপক্ষে ক্ষেপেছে, সেই সংগে মুক্তিযোদ্ধা কোটার বিপক্ষে কথা বলছে।আরও সামান্য সময় মুক্তিযোদ্ধা কোটা রাখার দরকার; তবে, দেখার দরকার কে নকল মুক্তিযোদ্ধা

৩০| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩

হাফিজ বিন শামসী বলেছেন:
তথাকথিত দেশপ্রেমিকেরা বাজারের অন্যান্য পণ্যের মোড়কের ন্যায় ৭১-র মহান "মুক্তিযুদ্ধ " কে রাজনৈতিক ফায়দা হাসিলের মোড়কে পরিণত করেছে।ভয় হয় মহামূল্যবান এই মুক্তিযুদ্ধ শব্দটির অপব্যবহারের কারণে না জানি কোন এক সময় মুক্তিযুদ্ধকে দেশের অধিকার বঞ্চিত মানুষগুলো ঘৃণার চোখে দেখে।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৪৭

চাঁদগাজী বলেছেন:


মুক্তিযুদ্ধে গিয়েছিলেন দেশের দরিদ্র শ্রেণী, তাই আজকে ওদেরকে নিয়ে এ্ত চাল চলেছে

৩১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১১

বর্ষন হোমস বলেছেন:
মুক্তিযোদ্ধাদের সন্তান দের সুযোগ সুবিধা দেওয়াকে আমি মনে করি ধর্ষণ হওয়া থেকে মা কে রক্ষার জন্য পুরষ্কার প্রদান।মুক্তিযোদ্ধা কোটা থাকার কারণে এখানে মানুষ যেমন নকল করার সুযোগ পাচ্ছে ঠিক তেমনই অনেক অযোগ্য ব্যাক্তিরা সুযোগ সুবিধা ভোগ করছে।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:২৩

চাঁদগাজী বলেছেন:


যেহেতু ৯০% নকলেরা উপকৃত হচ্ছে; এবং গরীর মুক্তিযোদ্ধাদের সন্তানেরা পড়ালেখায় তেমন সুবিধা যকরতে পারেনি, কোটা বন্ধ করে দিলেই সঠিক হবে।

৩২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১১

বর্ষন হোমস বলেছেন:
ব্লগে অনেক দিন পরে আসলাম।ভাল আছেন নিশ্চয়ই?

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:২৪

চাঁদগাজী বলেছেন:


আমি ভালো আছি; আশাকরি আপনিও ভালো আছেন!

৩৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩০

টারজান০০০০৭ বলেছেন: কাহু, আপনার এই পোস্টের জন্য স্যালুট ! বস্তাপচা রাজনীতি নিয়া না লিখিয়া তরুণ প্রজন্মের শিক্ষা , বেকার সমস্যা, মুক্তিযুদ্ধে আপনার স্মৃতি নিয়া লিখুন !

বাংলাদেশে একটা অনিয়ম শুরু হইলে শেষ হয় না। চলিতেই থাকে ! উহার ফায়দা সব সরকারই লইতে চাহে। এরশাদের সময় পর্যন্ত মোটামুটি ঠিক ছিল ! এরপরে শুরু হইয়াছে দলীয়করণ ! বানরের রুটি ভাগ করার মতন সরকারগুলি চাকুরী নিজদলের ওদরে ভরিতেছে, ম্যাংগো পিপলের ভাগে উচ্ছিষ্টই জোটে ! মজার ব্যাপার হইল, সরকারগুলো নিজেদের লোক নিয়োগ দিলেও সরকার পরিবর্তনের সাথে সাথে তাহাদের রঙও গিরগিটির মতন পাল্টাইয়া যায় ! বহু ছাগুও তখন নিজেরে পাঁঠা দাবি করে !!! বহু পাঁঠাও বিচি ফেলাইয়া ছাগু হইয়া যায় !

প্রকৃত মুক্তিযোদ্ধাদের দুস্থ পরিবারগুলোকে সম্ভব হইলে বংশপরম্পরায় সরকারি ভাতা দেওয়া উচিত। চাকুরী নহে।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪

চাঁদগাজী বলেছেন:


মুক্তিযোদ্ধাদের এতিম সন্তানদের পড়ানোর দায়িত্ব ছিল সরকারের, তাজুদ্দিন সাহেবের, শেখ সাহেবের মাথায় ঢুকেনি।

৩৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৪

সিনবাদ জাহাজি বলেছেন: আমার প্রিয় শিক্ষক , একজন বীর মুক্তিযোদ্ধা মারা গেলেন এক মাস আগে, অথচ উনাকে দেয়া হয়নি গার্ড অফ অনার।
কারন উনার কাছে সার্টিফিকেট নেই।
যারা আসল মুক্তিযোদ্ধা এদের অনেকেরি সার্টিফিকেটই নেই সনদধারীরা বেশিরভাগ ই সুবিধাভোগী জোচ্চোর। মুক্তিযুদ্ধের মতো মহান একটা ব্যাপারে মিথ্যাচার করতেও এদের এতটুকুও বাধে না।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭

চাঁদগাজী বলেছেন:


ভালো ও সরল মানুষগুলো যুদ্ধে গিয়েছিলেন, ২ লাখের দুষ্ট সার্টিফিকেট সংগ্রহ করেছিল; সার্টিফিকেট বিক্রয় করেছে আওয়ামী লীগ ও বিএনপি

৩৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৩

জাহাঙ্গীর কবীর নয়ন বলেছেন: কাদের সিদ্দীকীর মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নাই। কিন্তু আমার এলাকার শীর্ষ রাজাকার হুজুরের আছে। শর্ষীনার পীর হুজুরের স্বাধীনতা পুরষ্কার আছে। আমার পিতার নেই বলিয়া আমি কোথাও কোটা পাইনাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

ভাষাসৈনিক কোটা চালু হোক। হুজুরেরা সবাই সেটা নিক।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩০

চাঁদগাজী বলেছেন:


কাদের সিদ্দিকী যুদ্ধ করে বীর হয়েছিলেন, প্রতিদান নিয়ে জাতির ক্ষতি করেছে।

বেশীরভাগ অতি সাধারণ মানুষ যুদ্ধে যোগদান করেছিলেন; এঁদের সরকারে রাখা, সার্টিফিকেট দেয়া, এদের পরিবারের দেখাশোনা করার কথা ছিল তাজুদ্দিন সাহেবের ও ওসমানী সাহেবের; ২ জনই ছিলেন বেকুব লোক।

৩৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৩১

পলাশবাবা বলেছেন: ......... "বেশীরভাগ অতি সাধারণ মানুষ যুদ্ধে যোগদান করেছিলেন; এঁদের সরকারে রাখা, সার্টিফিকেট দেয়া, এদের পরিবারের দেখাশোনা করার কথা ছিল তাজুদ্দিন সাহেবের ও ওসমানী সাহেবের; ২ জনই ছিলেন বেকুব লোক। "

এটা সেরা ছিল ।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৬:১৩

চাঁদগাজী বলেছেন:



অবশ্যই

৩৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:৩০

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: স্বাধীনতার বীর সেনানী প্রকৃত মুক্তিযোদ্ধাদের কোটার পিছনে অবশ্যই জোরালো যুক্তি ছিল | কিন্তু ভুয়া মুক্তিযোদ্ধা এবং তাদের ছেলেপুলে, নাতিপুতিদের কোটার আওতায় আনার পিছনে কোনো যুক্তিই থাকতে পারে না - বরং এর মাধ্যমে যোগ্যতর প্রার্থীদের উপহাস করা হয় | বাংলাদেশে শুধুমাত্র সরকারি চাকুরিতেই কোটার যন্ত্রনা নয়, রাজনীতিতেও কোটা ব্যবস্থা বেশ শক্তভাবে গেড়ে বসে আছে | এই কোটা ব্যবস্থার সুযোগ নিয়েই দুই বৃহৎ দলে দুই জন (এবং তাদের বংশধররা ) শীর্ষ পদে দখল করে সারাক্ষন ঝগড়া/বিবাদ/কাজিয়া/ফ্যাসাদে লিপ্ত থেকে জনগণকে প্রচুর হার্ডটাইম দিচ্ছেন |

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৩২

চাঁদগাজী বলেছেন:


আওয়ামী লীগে শেখ হাসিনা সভাইকে ধরে রাখছে শক্তি বাড়ানর জন্য; বিএনপি'তে থাকতে হয় টাকা দিয়ে। আওয়ামী লীগও নিজের দলের ভেতরে পদ নিয়ে পিরামিড ব্যবসা শুরু করেছে।

৩৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬

পলাশবাবা বলেছেন: উপরে আমার মন্তব্য লেখায় একটু ভুল হয়েছে।

লেখাটা আসলে হবে "এটা বছরের সেরা joke হবার জন্য নমিনেশন পেতে পারে। " ।

ধন্যবাদ।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৪৯

চাঁদগাজী বলেছেন:



"বেশীরভাগ অতি সাধারণ মানুষ যুদ্ধে যোগদান করেছিলেন; এঁদের সরকারে রাখা, সার্টিফিকেট দেয়া, এদের পরিবারের দেখাশোনা করার কথা ছিল তাজুদ্দিন সাহেবের ও ওসমানী সাহেবের; ২ জনই ছিলেন বেকুব লোক। "

-এই ষ্টেইটমেন্টকে জোক বলতে চেয়েছিলেন? ওকে

৩৯| ০২ রা মার্চ, ২০১৮ বিকাল ৪:৪৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: কোটা এখন একটা ক্যান্সারে পরিণত হয়েছে। এটার সংস্কার দরকার। সম্ভব হলে প্রতিবন্ধী কোটা রেখে আর সব বিলোপ করা দরকার।

৪০| ০২ রা মার্চ, ২০১৮ বিকাল ৫:১০

চাঁদগাজী বলেছেন:



যেসব মুক্তিযোদ্ধা কৃষকের ছেলে ছিলেন, পড়ালেখার সুযোগ পাননি, তাদের সন্তান, ইপিআর ও বেংগল রেজিমেন্টের মুক্তিযোদ্ধাদের সন্তানদের কোটা রাখা যেতে পারে।

৪১| ০৫ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৩৮

পলাশবাবা বলেছেন: হু বিশেষ করে " ২ জনই ছিলেন বেকুব লোক " অংশটুকু।

জাতির পিতার রাজত্বে ওনাদের কার কতটুকু ক্ষমতা ছিল তা জানার আগ্রহ আছে।

০৫ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২৫

চাঁদগাজী বলেছেন:


বাংগালীদের যে আশা ও স্বপ্ন ছিল, শেখ সাহেব ও তাজুদ্দিন সাহেব সেই লেভেলে ছিলেন না, উনারা জাতির চেয়ে পেছনে ছিলেন।

৪২| ১৫ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৫৫

ঠাকুরমাহমুদ বলেছেন: ফেরদৌসী প্রিয়ভাষিনী - বাংলাদেশের মুক্তিযোদ্ধা ও বীরঙ্গণা - প্রবল কষ্ট আর প্রতারণার আরেক নাম
http://www.somewhereinblog.net/blog/thakurmahmud/3023263

১৬ ই মার্চ, ২০১৮ রাত ২:০৬

চাঁদগাজী বলেছেন:


প্রিয়ভাষিনি যা পেয়েছেন, বাকী ২ লাখ কইছু পায়নি; সাজেদা চৌধূরী ছিল অসৎ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.