নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

মনে হয়, বেগম জিয়ার আইনজীবিরা উনাকে লালঘরে রাখার চেষ্টা করছে

২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৫:৫২



আপাতদৃষ্টিতে বিএনপি'র নেতা ও আইনজীবিদের আচরণে মনে হচ্ছে যে, তারা বেগম জিয়ার জেল হওয়াতে মর্মাহত, এবং উনাকে আইনগতভাবে মুক্ত করতে বদ্ধপরিকর। কিন্তু উহারা যেভাবে মস্তকহীন মুরগীর মতো দৌড়াদৌড়ি করছে, ও তারা প্রত্যেকে যেধরণের ষড়যন্ত্রকারী, আসল ব্যাপার বুঝতে সময় লাগবে! তাদের কিছুকিছু আচরণে মনে হয় যে, তারা বেগম জিয়াকে কৌশলে জেলের দিকে ঠেলে দিয়ে, কুমীরের মায়ের শোক-সপ্তাহ পালন করছে, এবং আপিলের পরাজয়ের মাধ্যমে উনার জেল সুনিশ্চিত করার চেষ্টা করছে।

বেগম জিয়ার সাজা স্হগিত চেয়ে তারা আপিল করেছে হাইকোর্টে, সাথে সাথে উনার জামিন চাওয়া হয়েছে। আপিলের যুক্তিতে বলা হয়েছে, খালেদা জিয়া তিনবার প্রধানমন্ত্রী ছিলেন; ৩৪ বছর একটি রাজনৈতিক দলের প্রধান, এবং তিনি পুরোপুরি নির্দোষ; উনাকে রাজনৈতিকভাবে হয়রানি এবং উনার ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই এ ধরনের মিথ্যা মামলা করা হয়েছে; বিষয়টি বিচারিক আদালত সঠিকভাবে বিবেচনায় না নিয়ে বড় ধরণের ভুল করেছে।

এখানে নিম্ন আদালতকে চ্যালেন্জ করা হয়েছে, ও মামলার মেরিটকে বেঠিক বলা হয়েছে; এর মানে, বেগম জিয়ার আইনবিদদের কমপক্ষে ২টি বিষয় পরিস্কার করতে হবে যে, মামলার মেরিট নেই, ও বিচারকের বিচারিক বিবেচনায় ভুল আছে; অর্থৎ তারা হাইকোর্টকে বিচারটিকে নতুন করে করার মত পজিশনে ঠেলে দিচ্ছে! এই ধরণের আপিল বেগম জিয়ার বিপক্ষে যাবার বড় সম্ভাবনা।

তারা যদি বেগম জিয়ার অনিচ্ছাকৃত ভুল, রাজনৈতিক চাপ ও পরিবারের বেহাল দশাকে মিস-ম্যানেজের কারন হিসেবে দেখায়ে, উনার অনুশোচনা ও কম সময়ের মাঝে এতিমখানা করে দেয়ার শর্তে উনার শাস্তিকে পুনর্বিবেচনা করতে অনুরোধ করতো, তখন কোর্ট মেরিট নিয়ে ও বিচারের ভুলকে নিয়ে ব্যস্ত না হয়ে, উনাকে শাস্তি কমায়ে দেয়ার পথগুলো নিয়ে কথা বলতো ।

আইনজীবিদের যুক্তি ও আপিলের ধরণ দেখে সন্দেহ হচ্ছে যে, বিএনপি'র নেতারা কুমীরের মায়ের অশ্রু বিসর্জন করছে, তারা উনাকে কৌশলে লালঘরে রাখার পক্ষে।

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৬:২৪

সৈয়দ ইসলাম বলেছেন:


লালঘরে রাখার পক্ষে বলা যায় না, এটা ওদের কপাল। এখন এছাড়া কোন উপায় নেই তদের।
মাননীয় বিচারকদের নিকট এখন তারচেয়ে বড় আসামীদের বিচারকার্য দেখার অপেক্ষায়।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৬:২৮

চাঁদগাজী বলেছেন:


বাংগালীরা বিচারবোধহীন জাতি; শেখ হাসিনা কয়েকটি বড় বিচার করায়ে নিয়েছে।
প্রায় বাংগালী নিজেই অপরাধী হওয়ায় অন্যের বিচার চাহে না

২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৬:৩২

সৈয়দ ইসলাম বলেছেন: এখন বা একিছুদিনের মধ্যে ছাত্রলীগ ও সরকারি দুর্নীতিবাজদের বিচার না করক হলে বাঙালি নতুনভাবে অন্ধকারের দিকে নিমজ্জিত হবে।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৬:৪৬

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা বিএনপি মনোভাবের লোকজনকে ও জামাতকে থামানোর জন্য ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ টিকিয়ে রেখেছে, মনে হয়। উনার ধারনা, উনার বাবাকে যারা হত্যা করেছে, তাদের থেকে বেঁচে থাকার জন্য এই ধরণের পেশীর দরকার।

৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:৫৬

নূর আলম হিরণ বলেছেন: গণস্বাক্ষর চলছে, আপনি স্বাক্ষর করেছেন?

২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:২৭

চাঁদগাজী বলেছেন:


যারা গণ-স্বাক্ষর করছে, তারা পরিবারতন্ত্র ও ডাকাতদের পক্ষে; উহাদের অবস্হা বেগম জিয়ার মতোই হবে।

৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:১৫

নিরাপদ দেশ চাই বলেছেন: এই মুহুর্তে বিএনপির দেশে বিদেশের সিনিয়র নেতাদের উচিৎ আন্তর্জাতিক তৎপরতা বাড়ানো সুষ্ঠু নির্বাচনের দাবীতে। আওয়ামিলীগ আরেকটি প্রশ্নবিদ্ধ নির্বাচন করতে বদ্ধপরিকর। এই অবস্থায় একমাত্র আন্তর্জাতিক চাপ থাকলেই তারা সুষ্ঠু নির্বাচন করতে বাধ্য হবে।

খালেদা জিয়ার বয়স এবং শারীরিক অসুস্থতার কারনে তার পরিবারের পক্ষ থেকে জামিন আবেদন করতে পারে। বিএনপির এখানে করনীয় কিছু নাই।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:২৮

চাঁদগাজী বলেছেন:


উনার মানসিক অবস্হার স্বপক্ষে কম শাস্তি চাওয়ার দরকার।

৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৩

আখেনাটেন বলেছেন: পাপ বাপকেও ছাড়ে না। কিছুদিন থাকুক। দেখুক জীবনটাকে অন্যভাবে। জাতিকে শত বছর পেছনে নেওয়ার জন্য পর্যায়ক্রমে সকল মাথাগুলোকেই এভাবে শিকলবন্দী করতে পারলে মন্দ না। একজন ঢুকেছে, আরেকজন সিন্দাবাদের ভূতের মতো চেপে বসেছে। মুক্তি সহজে মিলছে না।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৮

চাঁদগাজী বলেছেন:


এখনো বেগম জিয়ার লোকেরা ন্যায় অন্যায় বুঝতেছে না; এদের কিছুর বিচার হওয়ার দরকার।

৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আমরা জনগন হলাম ধোপার গাধা।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৮

চাঁদগাজী বলেছেন:


সেটাই করেছে ৪৭ বছরের সরকারগুলো

৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৮

শাহ আজিজ বলেছেন: উকিলগন নিশ্চিত একটি মাইনাসের পক্ষে কাজ করে যাচ্ছেন ।লন্ডনের সঠিক মনোভাব পরিস্কার নয় । গাধাগাড়ির দড়ি এখন মওদুদের হাতে।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪১

চাঁদগাজী বলেছেন:


মওদুদ জাতির ক্ষতি করেই চলছে; সাথে সাথে বেগম জিয়াকে বুঝতে দিচ্ছে না যে, বেগম জিয়া ভুল করেছেন।

৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:১৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: উকিল মোক্তাররা বড় কঠিন জিনিস। তাদের কাজ কারবার বুঝা বড় আতঙ্কজনক ব্যাপার। তবে বিচার সঠিক হওয়া জরুরী।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪২

চাঁদগাজী বলেছেন:


বেগম জিয়ার উকিলেরা উনার বিপক্ষে কাজ করছে, মনে হয়।

৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৫৪

রাজীব নুর বলেছেন: এখন ফালু কই? তাকে তো কোথাও দেখা যাচ্ছে না।
আচ্ছা, ফালু এত টাকার মালিক কিভাবে হলো?

২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৯

চাঁদগাজী বলেছেন:


এগুলো বেগম জিার টাকা

১০| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৫

ডঃ এম এ আলী বলেছেন: অনেক আগেই অনেক জায়গায় বলা হয়েছিল মওদুদকে চিনতে না পারলে বেগম জিয়া বড় মাপের ভুল করবেন ।
বাদ বাকি উকিলরাও একই রকম , অল্প সময়ের মধ্যেই সে রকম কিছু দেখা যেতে পারে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.