নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

অলিম্পিক মেডেল জাতির সুখশান্তি, অর্থনীতি, সংস্কৃতি, মানসিকতার সুচক

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪২



বাংলাদেশে এবারের কোরিয়ায় অনুষ্ঠিত শীতকালীন অলিম্পিকে যোগদান করেনি; কিন্তু ইসরায়েল ও মরক্কো যোগদান করেছে; বাংলাদেশে বরফ পড়ে না, মরক্কোর কিছু এলাকা মরুভুমি। যেসব দেশে পড়ালেখা কম, শান্তি কম,যাদের সঠিক কোন প্ল্যান নেই, তারা অলিম্পকে নেই।

এবারের কোরিয়ার পিয়েংচাং শহরে অনুষ্ঠিত শীতকালীন অলিম্পিকের পুরো উদ্ভোধন যদি আপনি না দেখে থাকেন; আপনি বিশাল কিছু মিস করেছেন; কোরিয়া যে কত শক্তিশালী দেশ, তারা জ্ঞান, বিজ্ঞানে কতটুকু অগ্রগামী, তাদের সংস্কৃতি কতটুকু উন্নত, অলিম্পিকে তা প্রকাশ পেয়েছে।

অলিম্পকে সবচেয়ে বেশী মেডেল পেয়েছে নরওয়ে, আজ অবধি তারা সর্বমোট ৩৭টি মেডেল পেয়েছে, তার মাঝে ১৩ টি স্বর্ণ; অপরদিকে চীন পেয়েছে ১টি স্বর্ণ ও সর্বমোট ১৩টি মেডেল; সাথে সাথে্ রাশিয়া পেয়েছে ১টি স্বর্ণ ও সর্বমোট ১৪টি মেডেল। আপনারা জানেন যে, নরওয়ের লোকজন বর্তমনা বিশ্বে সবার জন্য উদাহরণ; তারা সুখশান্তির সব ধরণের সুচকে এগিয়ে আছে; তাদের সরকার ও মানুষের সাথে ঘনিষ্ট বন্ধন আছে। বর্তমানে চীনে ও রাশিয়ায় যে সরকারগুলো আছে, এরা বিশ্বের জন্য হুমকি, ওরা নিজেদের মানুষকে নীচু প্রকৃতির মানুষে রূপান্তরিত করেছে, চীনের মানুষদের কোন মরাল নেই, রাশিয়ানরা জালিয়াতে পরিণত হয়েছে।

মেডেলে, নরওয়ের পরই আছে জার্মানী, তারা১৩ টি স্বর্ণসহ, সর্বমোট ২৬টি মেডেল পেয়েছে; জার্মানী অর্থনৈতিকভাবে নরওয়ের তুলনায় দৈত্য, কিন্তু সুখশান্তিতে কিচু সমস্যা আছে; কারণ, জার্মানরা ছোটখাটভাবে বর্ণবাদী, একই সময়ে, তারা নরওয়ের মানুষদের মত মিশুক নয়; কিন্তু মেডেলের সংখ্যা দেখলে বুঝা যায় যে, মারকেল বিশাল শক্তিশালী মহিলা, তিনি ইউরোপের রিফিউজী সমস্যা নিজে একা বহন করছেন, তারা অনেকের চেয়ে সুখে আছেন।

নরওয়ের কাছে আমেরিকা হেরে গেছে বিশালভাবে, আমেরিকা ৮ টি স্বর্ণসহ, সর্বমোট ২১টি মেডেল পেয়েছে; বুঝতে কষ্ট হয় না যে, আজকে কেন নরওয়ের অনেক শহরে মানুষ অলিম্পকে বিজয়ের অংশ হিসেবে অন্যকে কফি ও বিয়ার কিনে দিয়েছে, আর আমেরিকা ফ্লোরিডায় স্কুল হত্যার শিকার ছেলেমেয়েদের কবর দিচ্ছে।

মন্তব্য ৫০ টি রেটিং +৪/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বর্তমানে চীন, রাশিয়া, আমেরিকা যাদের বন্ধু তাদের সুখ সমৃদ্ধিতে একটু ঝামেলা হবে...

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫২

চাঁদগাজী বলেছেন:


চীন আমাদের সেতু বানাচ্ছে, ৪ লাইন হাইওয়ে বানাচ্ছে; নিসন্দেহে গোলমাল চালু করেছে এসব এলাকায়

২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:২৯

নূর-ই-হাফসা বলেছেন: আজকাল আমেরিকায় হত‍্যা করার ঘটনা বেড়ে চলেছে ।
মানসিক বিকৃতি পূর্ণ ছেলেটির হত্যাকাণ্ড সত্যিই খুব দুঃখ জনক ।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৩৫

চাঁদগাজী বলেছেন:



এটা পুরোদেশের অর্থনীতি, সমাজ ও মানুষের মানসিক স্বাস্হ্যের সুচক

৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: চীন, রাশিয়া ও আমেরিকা এরা কেউই ভালো নয়। বরং এরা বিশ্ব শান্তি ও সমৃদ্ধির জন্য হুমকি। ভারত এদের ক্লাবের সদস্য হওয়ার চেষ্টা করছে।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪৭

চাঁদগাজী বলেছেন:



অলিম্পক পরিস্কারভাবেই তা বলছে

৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫৬

নূর আলম হিরণ বলেছেন: লুক্সেমবার্গ, সুইডেন, সুইজারল্যান্ড, কানাড এদের মেডেলের কি অবস্থা??

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩২

চাঁদগাজী বলেছেন:


এরা সবাই ভালো করেছে, কানাডা ১০টা স্বর্ণ নিয়ে ২৭টি মেডেল পেয়েছে, আনিপাতিক হারে আমেরিকার ১০ গুণ বেশী হবে,

৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫৬

মিঃ সালাউদদীন বলেছেন: বেশ ভালো লাগলো, ধন্যবাদ ।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩৩

চাঁদগাজী বলেছেন:


স্কেইটিং শিখার শুরু করেন।

৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০১

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: অলিম্পিকে যেতে না পারলেও তথাকথিত ফোরজি তে আমরা নাকি প্রবেশ করেছি।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩৪

চাঁদগাজী বলেছেন:


সেলফোন ও ফেইসবুক বানানো হয়েছে বাংগালী জাতির কথা মনে রেখে

৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১০

সোহানী বলেছেন: আরে গাজী ভাই না অংশ নিয়েতো ভালো হয়েছে, দেশের কিছু ফরেন কারেন্সি বেচেঁ গেছে। ওরা যেতো ১০ জন আর ওদের সাথে যেতো ১৯০ জন সাহায্যকারী.....হাহাহাহাহা। সাথে তাদের বউ/স্বামী, শালা/শালী.... শপিং....... বহু বহু ফরেন কারেন্সি বেচেঁ গেছে।.....

গ্রেট জব!!!! ;)

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩৫

চাঁদগাজী বলেছেন:



ভালো, গুনাহ থেকেও বাঁচা গেলো, মেয়ে কতগুলো শরীর দেখায় ওখানে!

৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১৩

কাশফুল মন (আহমদ) বলেছেন: ভালো নিউজ দিলেন

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২৯

চাঁদগাজী বলেছেন:


এসব বিষয়গুলো মনে রাখলে বিশ্বকে বুঝতে সহজ হবে।

৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: মেডেল জয়ে যুক্তরাষ্ট্র এক নম্বর হবে।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩৬

চাঁদগাজী বলেছেন:


হকি টিম যোগ করলে এগিয়ে যাবে; যেগুলো কোয়ালিটি খেলা, সেগুলোতে খবর নেই

১০| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৪০

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: জাপানের কি অবস্থা?

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৪৫

চাঁদগাজী বলেছেন:



জাপানের চেয়ে কোরিয়া ভালো করেছে: জাপান ৩ স্বর্ণ ১১ মেডেল, কোরিয়া ৪ স্বর্ণ ১২ মেডেল; এখন কোরিয়ানদের "তরুণ তরুণী বেশী, জাপানীদের বুড়ো বুড়ী বেশী"।

১১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৪৫

কলাবাগান১ বলেছেন: "জার্মানরা ছোটখাটভাবে বর্ণবাদী"

আর বাংলাদেশী প্রবাসীরা কেমন??? অন্য ধর্ম/গায়ের রং ইত্যাদি নিয়ে খুবই উদার???

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৪৬

চাঁদগাজী বলেছেন:



বাংগালীরা মোটামুটি চামড়ার ব্যাপারে উদার।

১২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:১০

আবু তালেব শেখ বলেছেন: উঃ কোরিয়া কয়টা পাইছে মেডেল?
চীন আছে বলেই আমরা সস্তায় নানারকম সুবিধা ভোগ করছি। রাশিয়ার জন্য 71 সালে আমেরিকার সপ্তম নৌবহর হামলা করতে পারেনি।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৪:১৪

চাঁদগাজী বলেছেন:


চীনারা অমানুষ, ১৯৭১ সালে আমাদের স্বাধীনতার বিপক্ষে ছিলো।

১৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:১২

আবু তালেব শেখ বলেছেন: চায়নীজরা বর্তমানে খেলাদুলা মন না দিয়ে অর্থের দিকে মন দিয়েছে মনে হয়। ১ মেডেল পাওয়া তাই বলে।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৩:৫৫

চাঁদগাজী বলেছেন:


সবখানে ওরা ভেজাল দেয়, এখানে ভেজাল দেয়ার উপায় নেই

১৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:১৯

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আমি ব্লগার হবো।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৩:৫৪

চাঁদগাজী বলেছেন:


চেষ্টা করেন, সবই সম্ভব; এক ব্লগার আছেন, উনি মৃতদের নিয়ে লিখেও ব্লগার হয়ে গেলেন

১৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:১৪

পলাশবাবা বলেছেন: শীতকালীন অলিম্পিকে চীনের পারফর্মেন্স বরাবর খারাপ।
২০১৪ সালে প্রাপ্ত পদক মোট ৯ টি মেডেল; সোনা ৩ টি; অবস্থান ১২ তম।
২০১০ সালে প্রাপ্ত পদক মোট ১১ টি মেডেল; সোনা ৫ টি; অবস্থান ৭ ম।
২০০৬ সালে প্রাপ্ত পদক মোট ১১ টি মেডেল; সোনা ২ টি; অবস্থান ১৪ তম।
২০০২ সালে প্রাপ্ত পদক মোট ৮ টি মেডেল; সোনা ২ টি; অবস্থান ১৩ তম।
১৯৯৮সালে প্রাপ্ত পদক মোট ৮ টি মেডেল; সোনা ০ টি; অবস্থান ১৬ তম। (আর উদাহরন দেয়ার মনে হয় দরকার নেই)

চীন ভাল করে গ্রীষ্মকালীন অলিম্পিকে।

লেখক গুলিয়ে ফেলেছেন। বা ইচ্ছাকতৃভাবে আমাদের বিভ্রান্ত কারার চেষ্টা করেছেন।

আমাদের পররাষ্ট্র নীতি এতই ভারতমাতামুখী যে ভারতীয় মিডিয়া পর্যন্ত আমাদের প্রধানমন্ত্রীকে ওদের মুখ্যমন্ত্রী বলে ভুল করে।

আর এই একমুখী ভারতমাতা পররাষ্ট্র নীতি নিয়েই আমরা অনেক মিত্র হারিয়েছি। চীন তার অন্যতম উদাহরন। শুধু চীন কে দোষ দিয়ে হবে।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৬:২২

চাঁদগাজী বলেছেন:



চীনারা হোমো-সেপিয়েনস নয়, ওরা হোমো-চিনেজ, গার্বেজ

১৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:৪৫

ধ্রুবক আলো বলেছেন: কোরিয়া বহুদিন আগে থেকেই উন্নত। ওরা 6G ইন্টারনেট ব্যবহার করে।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:২৬

চাঁদগাজী বলেছেন:


কোরিয়ান যুদ্ধে ওরা এমন অবস্হায় পতিত হয়েছিল, যা বর্ণনা করার মতো নয়, সেখান থেকে উঠে এসেছে

১৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৩১

মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: বাংলাদেশের জনগন সুখে নাই,তারা গনতন্ত্র উপভোগ করতে পারছে না।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:২৭

চাঁদগাজী বলেছেন:


সমস্যা হচ্ছে, ড: এমাজুদ্দিনের মত লোক যদি মনে করে যে, বেগম জিয়া বা তারেকও জাতীয় নেতা, সেখানে গৃহযুদ্ধের চেয়ে ভালো কিছু হওয়া সম্ভব নয়।

১৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:২৪

সেলিম আনোয়ার বলেছেন: শীতকালীন অলিম্পিক গেমসের খবর অনেক মানুষ রাখেনা।নয় ওয়ে স্ক‍্যান্ডিনেভিয়ান কান্ট্রি। শীতে র দেশ তারা বেশি পদক পেতেই পারে।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৯

চাঁদগাজী বলেছেন:


নরওয়ে থেকে বেশী শীত থাকে রাশিয়া ও আলাস্কায়।

১৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৪৬

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আমাদের শীতের মধ্যে খেলে কী লাভ। বিমান বন্দরেই তার চেয় বেশী সোনা ধরা পড়ে। দেশেই সোনার ছড়াছড়ি!!

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৮

চাঁদগাজী বলেছেন:


বিমান বন্দরেই দেশের সোনার খনি।

কাষ্টমস'এর লোকদের ভাগ দিয়ে কেহ কেহ সোনা নিয়ে আসতে চায়, তারা ধরা খায়।

২০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩১

কথাকথিকেথিকথন বলেছেন:




আর্থিক সচ্ছলতা দিয়ে মানসিক এবং সামাজিক শান্তি আনা যায় না । এর জন্য দরকার সঠিক সামাজিক এবং রাষ্ট্রীয় অবকাঠামো ।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৬

চাঁদগাজী বলেছেন:


এগুলো বড় ধরণের অনুধাবন, এজন্য দেশে কিছু শিক্ষিত মানুষকে জাতির সুখ-শান্তি ভাবার জন্য দায়িত্ব দিতে হয়, প্ল্যানিং'এ এদের ভাবনাকে স্হান দিতে হয়।

২১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২৪

শামচুল হক বলেছেন: বোন সোহানী মন্দ বলেন নাই।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২৮

চাঁদগাজী বলেছেন:


বর্তমানে আমাদের সম্পদ আছে, স্বাস্হ্য ও খেলোয়াড় নেই

২২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১১

ধ্রুবক আলো বলেছেন: Only American children matter?

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩৯

চাঁদগাজী বলেছেন:



আমেরিকার অন্যায়ের ছোট অংশ তাদের নিজের বুকে এসে লাগছে

২৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৪:৩৪

মিরোরডডল বলেছেন: আপনি ভাল লিখেছেন. very Informative.

আমি ভালো নেই. Two dead news received yesterday from BD. My aunty passed away and my close friend passed away too. In one night two this kind of news is unbelievable shocking when you are staying alone far away from family and friends. I hardly could sleep last night. I’m heartbroken now.

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:০৫

চাঁদগাজী বলেছেন:



আপমার জন্য অনেক সিমপ্যাথি রলো; সময়ের সাথে আনার মনোকষ্ট কমে আসুক, এই কামনা রলো; প্রবাসে একা থাকা অবস্হায়, দেশের থেকে আসা কষ্টকর সংবাদ বেশ কঠিন; আশাকরি, সময়ের সাথে আপনার কষ্ট কমে আসবে।

২৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:২৮

খায়রুল আহসান বলেছেন: অলিম্পিকস এর ফলাফল দিয়ে পলিটিক্স এর মূলায়ন করাটাকে একটি অভিনব পন্থা বলেই মনে হলো।
আমেরিকার অন্যায়ের ছোট অংশ তাদের নিজের বুকে এসে লাগছে - চমৎকার বলেছেন এ কথাটা।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৫৬

চাঁদগাজী বলেছেন:


যে অন্যায় করতে থাকে, তার বোধশক্তি কমতে থাকে, শেষে সে নিজেই উহার শিকারে পরিণত হয়।

নরওয়ের মতো দেশের সাথে আমেরিকা দাঁড়াতে পারছে না; চীন মাত্র ১ সোনা পেলো; এক সময়ের অসংখ্য মেডেলের দেশ, পুটিনের যুগে ১ টি সোনার মেডেল পেলো; এগুলো এসব দেশের মানুষের জীবনকে প্রতিফলিত করছে। আমেরিকার তুলনায় জার্মা অর্থীনীতি অনেক ছোট, অথচ জার্মানদের সাথে খেলায় পেরে উঠছে না আমেরিকানরা; এসব ডাটার মাঝে অনেক প্যটার্ণ লুকিয়ে আছে।

২৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:৪৩

খায়রুল আহসান বলেছেন: এসব ডাটার মাঝে অনেক প্যটার্ণ লুকিয়ে আছে। - সত্য! :)
লুকিয়ে থাকা প্যাটার্নগুলো দেখার মত চোখও থাকতে হয়।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:০১

চাঁদগাজী বলেছেন:


ব্লগারদের দক্ষতা বাড়াতে হবে সবদিক থেকে; অন্যদের জন্য সুযোগ সীমিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.