নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

ব্লগারেরা বিজ্ঞান-মনা হয়ে উঠেছেন, এদিকে জাতি বিজ্ঞান শিক্ষায় পেছনে পড়ে গেছে

১৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৫১



এই মাসের ১৪ তারিখে, বর্তমান সময়ের একজন সেরা ভাবুক, ষ্টিফেন হকিং মৃত্যুবরণ করেছেন (জানু-১৯৪২-মার্চ-২০১৮); তাঁর মৃত্যু নিয়ে সামুতে অনেকগুলো পোষ্ট এসেছিল; সব পোষ্টেই উনার সম্পর্কে , উনার ভাবনা সম্পর্কে, সামুর ব্লগারদের পজেটিভ মনোভাব দেখা গেছে। দেখা গেছে যে, প্রায় সব ব্লগারই উনার সম্পর্কে বেশ জানতেন, এবং ভাবনাকে পজিটিভলী নিয়েছেন, উনার বড় অবদানের ব্যাপারেও পজিটিভ মনোভাব ব্যক্ত করেছেন।

মনে পড়ে, মাত্র ৩/৪ বছর আগেও, যখন উনার বইয়ের উপর লিখা হতো, উনার গবেষণার উপর লেখা হতো, উনার কোন বক্তব্য নিয়ে আলাপ হতো, অনেক ব্লগার উনার বিপক্ষে কথা বলতেন, উনার ভাবনাকে, অবদানকে অস্বীকার করতেন। ৪ বছরের মাঝে বেশ পরিবর্তন এসেছে ব্লগারদের মাঝে, এটি খুবই ভালো লক্ষণ।

গত ২ বছরে সামুতে বিজ্ঞান নিয়ে পোষ্ট খুবই কম এসেছে; বরং, ভুলটুল ভাবনা সম্বলিত বিজ্ঞান-বিরোধী বেশ কিছু পোষ্ট এসেছিল; আবার যাঁরা ধর্মীয় পোষ্ট লিখেন, তাঁরাও বোনাস হিসেবে বিজ্ঞান-বিরোধী কয়েক লাইন লাগিয়ে দেন; অবশ্য তাঁদের লেখা এত দুর্বল থাকে যে, তারা ধর্ম নিয়ে লিখলে ধর্মেরই ক্ষতি হয় বেশী; ফলে, তাঁদের লেখায় তেমন কিছু যায় আসে না, বিজ্ঞান নিজের মহিমায় অক্ষত থাকে।

দেশের কলেজ, ইউনিভার্সিতে বিজ্ঞানে পড়ার মতো উৎসাহী ছাত্রের সংখ্যা বিপুলভাবে কমে গেছে; প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে আজকাল মনে হয় ২টি সাবজেক্টই পড়ায়: বিবিএ আর ডাক্তারী। ডাক্তার পরিবারগুলো আনন্দ পেয়েছে, তাদের পরিবারের সবাইকে তারা ডাক্তার বানানোর চেষ্টা করছে; ফলে, তাদের কিছু ছেলেমেয়ে সায়েন্স পড়ছে।

এক সময় ইউনিভার্সিটিতে কেহ ভালো সাবজেক্ট না পেলে ইসলামিক হিস্ট্রি, সোস্যাল সায়েন্স পড়তো; এখন কেহ বিবিএ'তে সুযোগ না পেলে রসায়নে ভর্তি হয়, পরের বছর সুযোগ পেলে সাবজেক্ট বদলায়ে ফেলে।

আমাদের এলাকার (গ্রামে) একটি প্রাইভেট কলেজে অনেক বৃত্তি দিয়ে আইএসসি'তে ২৪ জন ছাত্র এনেছিল; ৬ মাস পর ১৩ জন আছে ক্লাশে। কলেজটির মালিক আমেরিকান ডলারে মালটি মিলিওনিয়ার ব্যবসায়ী, তিনি আমাদের অনেকের অনুরোধে সায়েন্সের উপর জোর দিচ্ছেন; সম্প্রতি তিনি বললেন, এই ১৩ জনকে কলেজ সোনার ডিমের মতো তা দিচ্ছে!

আমি গ্রামের স্কুলে সায়েন্স পড়েছিলাম; স্কুলের ল্যাবটি দেখার মতো ছিলো; পরে চট্টগ্রাম কলেজে গিয়ে দেখি, আমাদের গ্রামের স্কুলের ল্যাবটিতে তুলনামুলকভাবে চট্টগ্রাম কলেজ থেকে বেশী টাকা খরচ করা হয়েছিল; স্কুলের আয় ছিলো, অনেক জমি ছিলো; সেই স্কুলে সায়েন্স গ্রুপে এই বছর কোন ছাত্র নেই।

মন্তব্য ৬১ টি রেটিং +৬/-০

মন্তব্য (৬১) মন্তব্য লিখুন

১| ১৯ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:১৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আমাদের স্কুলে দশম শ্রেণীতে ১০৮ শিক্ষার্থী ছিল। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ছাত্রী কতজন ছিল জানেন??

মাত্র এক জন।

১৯ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:২১

চাঁদগাজী বলেছেন:



জাতির অবস্হা সোমালিয়া বা আফগানিস্তানের পর্যায়ে চলে যেতে পারে; সাধরণ মানুষ এসব বুঝার কথা নয়, এগুলোর প্ল্যানিং করার দায়িত্বের ১ম জন মুহিত, ২য় জন নাহিদ সাহেব, তারপরে লোটাস কামাল।

২| ১৯ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:১৭

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: দু:খিত, আপনার এই পোষ্টে আপাতত কেউ আগ্রহ দেখাচ্ছেনা। দেশে বিজ্ঞানে পিছিয়ে পড়া জেনারেশনের মত।

১৯ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:২৪

চাঁদগাজী বলেছেন:


সব পোষ্ট হয়তো পছন্দনীয় হবে না, কিন্তু লিখতে হবে; এগুলো নিয়ে ব্লগারদের ভাবতে হবে একদিন, আজ হোক, আর কাল হোক।

৩| ১৯ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:২১

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: আপনার মধ্যে আমি হকিং সাহেবের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। :D

১৯ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:২৫

চাঁদগাজী বলেছেন:



আমি হকিং শব্দটি ইংরেজীতে লিখতেও পারি না।

৪| ১৯ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১১

তারেক ফাহিম বলেছেন: বিজ্ঞান বিভাগে তুলনামুলক ছাত্র-ছাত্রী কমই ছিল।

১৯ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১৯

চাঁদগাজী বলেছেন:


আমি ৬০ শতকের শেষদিকে গ্রামের স্কুলে পড়েছিলাম; আমাদের সময় নবম শ্রেণীতে বেশী ছিল সায়েন্সে, এরপর আর্টস, ও সবচেয়ে কম ছিলো কমার্সে।

৫| ১৯ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শ্রদ্ধেয়? ব্লগে আছেন? আওয়াজ দিন।

১৯ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫

চাঁদগাজী বলেছেন:


ব্লগে আসা-যাওয়ার মাঝে আছি

৬| ১৯ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩

সঞ্জীব ব্যানার্জী বলেছেন: গত কয়েকদিনে হওকিংস আর নিদাহাস ট্রফি নিয়ে ব্লগে বেশ কয়েকটি লেখা দেখলাম।
বিজ্ঞান ও খেলাধুলার প্রতি আগ্রহ দেখা যাচ্ছে বটে।

১৯ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮

চাঁদগাজী বলেছেন:


ব্লগারেরা নিজেদের প্রকাশ করছেন, সেখান থেকে ধারণ করা সম্ভব।

বিজ্ঞান শিক্ষায় জাতি এতবেশী পেছনে পড়ে গেছে, সেটা অনেকে বুঝতে পারছেন না; জাতি খেলাধুলায়ও বেশ পেছনে পড়ছে; শুধুমাত্র ক্রিকেট ভালো করছে।

৭| ১৯ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩

সঞ্জীব ব্যানার্জী বলেছেন: গত কয়েকদিনে হওকিংস আর নিদাহাস ট্রফি নিয়ে ব্লগে বেশ কয়েকটি লেখা দেখলাম।
বিজ্ঞান ও খেলাধুলার প্রতি আগ্রহ দেখা যাচ্ছে বটে।

৮| ১৯ শে মার্চ, ২০১৮ রাত ৮:৩৯

এলিয়ানা সিম্পসন বলেছেন: Kon ব্লগার বিজ্ঞান-মনা হয়ে উঠেছেন?

১৯ শে মার্চ, ২০১৮ রাত ৯:০২

চাঁদগাজী বলেছেন:



কারো নিক ধরে বলা ঠিক হবে না; তবে, অবস্হা অনেক ভালো; যেমন, ব্লগারেরা হকিং সম্পর্কে অনেক জানেন, উনার অবদান সম্পর্কে অনেক উৎসাহী।

আপনি বায়োলোজী, ফিজিওলোজী নিয়ে লিখুন।

৯| ১৯ শে মার্চ, ২০১৮ রাত ৯:০৫

এলিয়ানা সিম্পসন বলেছেন: I see anti-science posts every other day, attempts to defy evolution, conspiracy theories, etc.

১৯ শে মার্চ, ২০১৮ রাত ৯:১০

চাঁদগাজী বলেছেন:


সায়েন্স ও লজিক-বিরোধী অনেক পোস্ট আসে; তবে, ঐগুলো এত দুর্বল থাকে যে, নিজের ভারে নিজেই কাত হতে যায়।

১০| ১৯ শে মার্চ, ২০১৮ রাত ৯:১১

আহমেদ জী এস বলেছেন: চাঁদগাজী ,




মানুষ যতো গোমরাহীতে আক্রান্ত হবে ততই তার বুদ্ধি ও যুক্তির ধার কমতে থাকবে । এখন হলো গোমরাহীর যুগ , আমাদের এখানে যেমন ভিনদেশেও কম বেশী তেমন ।

এইটুকু চমৎকার বলেছেন -----" আবার যাঁরা ধর্মীয় পোষ্ট লিখেন, তাঁরাও বোনাস হিসেবে বিজ্ঞান-বিরোধী কয়েক লাইন লাগিয়ে দেন; অবশ্য তাঁদের লেখা এত দুর্বল থাকে যে, তারা ধর্ম নিয়ে লিখলে ধর্মেরই ক্ষতি হয় বেশী; ফলে, তাঁদের লেখায় তেমন কিছু যায় আসে না.................. "

১৯ শে মার্চ, ২০১৮ রাত ৯:২৩

চাঁদগাজী বলেছেন:


সঠিক বলেছেন, বিশ্বে একটা ট্রেন্ড এসেছে লজিকের বাহিরে চলার, কাজ করার। ভাগ্য ভালো যে, স্কেন্ডেনেভিয়ান দেশগুলো, মুসলিমদের মাঝে আলজিরিয়া, পুর্বদিকে জাপান, পশ্চিমে কানাডার মানুষজন বিশ্বকে ঠিক পথে চলার জন্য উৎসাহ দিচ্ছে।

আপনি এই অংশটুকু পছন্দ করেছেন জেনে আমার খুব ভালো লেগেছে; লেখার পর, আমি ৬/৭ বার নিজেই পড়েছি, আমার কাছে মনে হয়েছে, এটুকু খুবই সঠিক হয়েছে:

"এইটুকু চমৎকার বলেছেন -----" আবার যাঁরা ধর্মীয় পোষ্ট লিখেন, তাঁরাও বোনাস হিসেবে বিজ্ঞান-বিরোধী কয়েক লাইন লাগিয়ে দেন; অবশ্য তাঁদের লেখা এত দুর্বল থাকে যে, তারা ধর্ম নিয়ে লিখলে ধর্মেরই ক্ষতি হয় বেশী; ফলে, তাঁদের লেখায় তেমন কিছু যায় আসে না.................. "

১১| ১৯ শে মার্চ, ২০১৮ রাত ৯:২৫

ব্লগার_প্রান্ত বলেছেন: দেশে যত মুদি দোকানদার তারচেয়ে বেশি বিবিএ ছাত্র,
দেশে যত computer তারচেয়ে বেশি CSE ছাত্র ...


applied কিছু পড়তে চাইলে স্যাররাই বলেন : "বড় হই্য়া আমার মত টিউশনি করলে চলবো?"
( জাপানি শিখতেছি , জাপান সরকার scholarship দেয়। দেশে applied পড়া আমাদের মতো গরিব পোলাপানের জন্য সম্ভব না,বাস্তবতা অন্য জিনিস )

১৯ শে মার্চ, ২০১৮ রাত ৯:৫৮

চাঁদগাজী বলেছেন:


দেখি শেখ হাসিনা কি করেন; উনি এত পোষ্টে আছেন যে, কোন বাংগালী কি করে বেকার থাকে, উনার মগজে ঢুকে না

শেখ হাসিনা অনেকগুলো পোষ্ট দখল করে রেখেছেন: কয়েকটা মিনিষ্ট্রী, আওয়ামী লীগের সভাপতি, ছাত্রলীগের সেনাপতি, স্বেচ্ছাসেবক লীগের মাথা, তার উপর আবার দেশের প্রধানমন্ত্রী।

১২| ১৯ শে মার্চ, ২০১৮ রাত ৯:৫২

ব্লগার_প্রান্ত বলেছেন: চাঁদগাজী সাহেব, বাংলাদেশ ভালো নেই। কেউ কিছু বলে না, আশার কথা এতটুকুই :(

১৯ শে মার্চ, ২০১৮ রাত ৯:৫৬

চাঁদগাজী বলেছেন:



মানুষ রবার্ট ক্লাইভদেরও এতো ভয় পেতো না; শেখ হাসিনা বদনাম করে ফেলেছেন; মানুষকে ভীতু করে ফেলেছেন।

১৩| ১৯ শে মার্চ, ২০১৮ রাত ১০:১৬

নীলপরি বলেছেন: ভালো বলেছেন ।

২০ শে মার্চ, ২০১৮ রাত ১:০০

চাঁদগাজী বলেছেন:


ব্লগারদের মননে বিশাল পরিবর্তন এসেছে , এটি হবে বাংগালীদের মাঝে সবচেয়ে বুদ্ধিমান জেনারেশন।

১৪| ১৯ শে মার্চ, ২০১৮ রাত ১০:৩১

আবু তালেব শেখ বলেছেন: সবাই পন্ডিত হলে জগাখিচুড়ী হওয়ার সম্ভাবনা আছে।

২০ শে মার্চ, ২০১৮ রাত ১২:৫৮

চাঁদগাজী বলেছেন:


আমাদের দেশের শিক্ষিতরা এট কম জানেন যে, পন্ডিত হওয়ার হওয়ার ভয় নেই।

১৫| ২০ শে মার্চ, ২০১৮ ভোর ৬:১১

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: বিজ্ঞান বিষয়ে মৌলিক লেখালেখি না পড়ে শুধু গুগল করে দুএকটি প্রতিবেদনের ভাষা ভাষা জ্ঞান নিয়ে অনেকেই বিজ্ঞান-মনা এমনকি বিশেষজ্ঞও হয়ে যান | কোনো রোগ সম্পর্কে গুগল করে একদিনে ডাক্তার হয়ে যাওয়ার মতোই বিশেষজ্ঞ পদার্থবিদদের মতো ভাব নেয়ার পূর্বে ওই বিষয়ে যথেষ্ট পড়াশুনা করার প্রয়োজন রয়েছে |

২০ শে মার্চ, ২০১৮ সকাল ৯:৩৬

চাঁদগাজী বলেছেন:


সায়েন্সের ছাত্ররা বিশুদ্ধ বিজ্ঞান শিখবে, সাধারণ মানুষকে বিজ্ঞানবিষয়ক সাধারণ জ্ঞানের অধিকারী/বিজ্ঞান-মনা হলেই চলবে।

১৬| ২০ শে মার্চ, ২০১৮ সকাল ৯:১০

ইমরান আশফাক বলেছেন: সরকার বলে কারিগরী ও বিজ্ঞান শিক্ষায় জোর দেবে বলে বিগত কয়েক বৎসর যাবৎ চেঁচিয়ে যাচ্ছে, কিন্তু বাস্তবে তো তেমন কিছু দেখছি না।

২০ শে মার্চ, ২০১৮ সকাল ৯:৩৩

চাঁদগাজী বলেছেন:


সরকার হয়তো ছাত্রলীগ প্রশিক্ষণ কেন্দ্রকে বুঝায়েছে।

১৭| ২০ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৫৬

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: এতদিন ব্লগাররা কি কুসংস্কার মনা ছিল?

২০ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:২৩

চাঁদগাজী বলেছেন:


আমাদের জাতি অনেক কুসংস্কারের মাঝে আছেন; ব্লগারেরা তারই অংশ। কিন্তু ব্লগারেরা জানার ও বুঝার সুযোগ পাচ্ছেন

১৮| ২০ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৪৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ২ নং মন্তব্যে বলেছেন সব পোষ্ট হয়তো পছন্দনীয় হবে না, কিন্তু লিখতে হবে; এগুলো নিয়ে ব্লগারদের ভাবতে হবে একদিন, আজ হোক, আর কাল হোক।
ওস্তাদ আপনার এই কথার সাথে আমিও সহমত । :)

২০ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:২১

চাঁদগাজী বলেছেন:


অনেক ব্লগার সহজ বিনোদনমুলক পোষ্ট বেশী পছন্দ করেন, দরকারী কথাগুলো অনেক সময় ভালো লাগে না; কিন্তু ব্লগারদের সব বিষয়ে ধারণা রাখতে হবে।

১৯| ২০ শে মার্চ, ২০১৮ দুপুর ১:২৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: প্রায় ৯-১০ বছর পূর্বে 'মাধ্যমিকে' আমাদের (সাইন্স) ব্যাচে ৩৭ জন স্টুডেন্ট ছিলো। কলেজে ৬০+। শুনেছি গতবছর স্কুলে সাইন্স গ্রুপে ২০-২৫ জন ছিলো। কলেজেও দিনদিন কমছে।
এর কারণ 'অ' লেভেলের লাগামহীন 'প্রশ্নফাঁস' এবং কোচিং বাণিজ্য। স্কুলের স্যারদের কোচিংএ কোনরকম পাশ করলেও কলেজে বই দ্যাখে ভেবাচেকা খেয়ে যায়। পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান বা উচ্চতর গণিতের ব্যাসিক না জেনে মাধ্যমিক পাশ করলে উচ্চমাধ্যমিকে সাইন্স নিয়ে পড়বার আগ্রহ থাকবেনা।

২০ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:১৮

চাঁদগাজী বলেছেন:


কলেজে আসার পর, আজকালকার ছেলেমেয়েদের অনেকই পড়ালেখা করার মতো অবস্হায় নেই; শিক্ষক বলতে যারা আছেন, তারা কোনভাবে সমাজের সাথে পাল্লা দিয়ে চলছেন; এই রকম বিশৃংখল সমাজে সবাই সহজ পথে বেছে নিচ্ছে।

২০| ২০ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:২২

জুনায়েদ বি রাহমান বলেছেন: উত্তরণের উপায় নিয়ে লিখুন। এসব নিয়ে যারা ভাবছেন, কাজ করছেন- তাঁদের কাজে আসবে।

২০ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:২৮

চাঁদগাজী বলেছেন:


দেশের অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি জাতির চলার পথ তৈরি করে; তার সাথে মিল রেখে, পড়ালেখার জন্য প্ল্যানিং দরকার সরকার থেকে, আগামী ১০/২০ বছরে আমাদের অর্থনীতি কোনদিকে আমরা নিতে চাই। সরকার আগামীকালের জন্যও প্ল্যান করছে না, করলে মানুষ নেই সরকারের প্ল্যানের মাঝে।

পরিবারগুলো নিজেদের প্ল্যান নিজেরা করছে; ফলে, এই বিশৃংখলা এখন থামবে না। আমরা চেষ্টা করলে, সমাজের উপর কিছুটা প্রভাব ফেলতে পারবো।

২১| ২০ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৩৬

সৈয়দ ইসলাম বলেছেন:
শিক্ষাখাত শ্লোগান দিচ্ছে উন্নয়নের, গতি নিম্নের দিকে!

২০ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৫৩

চাঁদগাজী বলেছেন:


তরুণরা যদি সায়েন্স থেকে দুরে সরে যায়, সেই জাতি মরা-হাতি

২২| ২০ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:০৫

নাইম রাজ বলেছেন: এটা নি:সন্দেহে একটা ভালো লক্ষণ।

২০ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:১২

চাঁদগাজী বলেছেন:


গত ৩/৪ বছরে ব্লগারেরা বিশালভাবে ভাবনার জগতে প্রবেশ করেছেন।

২৩| ২০ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৪৬

হাসান জাকির ৭১৭১ বলেছেন: বিজ্ঞান নিয়ে পড়তে মেধা লাগে, লিখতে যুক্তি লাগে, বুদ্ধি লাগে।
ধর্মান্ধ হওয়ার সুবিধা হল- এগুলো কিছুই লাগে না।

২০ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:০৭

চাঁদগাজী বলেছেন:


সমস্যা, আপনি বলছেন, "বিজ্ঞান নিয়ে পড়তে মেধা লাগে, লিখতে যুক্তি লাগে, বুদ্ধি লাগে"; প্রশ্নফাঁস জেনারেশনের জন্য তা'হলে সুখবর নেই!

২৪| ২০ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:০২

জুনায়েদ বি রাহমান বলেছেন: আমরা চেষ্টা করলে, সমাজের উপর কিছুটা প্রভাব ফেলতে পারবো। - ঠিক বলেছেন। আমাদের নিজ নিজ অবস্থান থেকে চেষ্টা করতে হবে।

আপনাদের (সামু'র ব্লগারদের) ভাবনা আমায় প্রভাবিত করছে। ভাবাচ্ছে।

২০ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:০৮

চাঁদগাজী বলেছেন:


ব্লগারদের ভাবনাগুলো একদিন ফেসবুক হয়ে ছড়ায়ে পড়বে।

২৫| ২০ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:২২

সূচরিতা সেন বলেছেন: বিজ্ঞান নিয়ে সকলের বেশি বেশি চর্চা করা প্রয়োজন।

২০ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮

চাঁদগাজী বলেছেন:


আমরা পেছনের দিকে রওয়ানা হয়েছি; এটা ভয়ংকর

২৬| ২১ শে মার্চ, ২০১৮ সকাল ৮:৪০

ধ্রুবক আলো বলেছেন: বাংলাদেশে বিজ্ঞানের উপর মনোভাব অনেক আগে থেকেই ক্ষীণ। সবাই চায়, ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে, পরিবারের মানুষ চায় পড়ালেখা শিখে বিশ হাজার টাকা বেতনের চাকুরী করতে।

আর প্রশ্নপত্র ফাঁসের যুগে একটা প্রজন্ম বিজ্ঞানী হবে এটা ভাবা বেশ কষ্টকর!

২১ শে মার্চ, ২০১৮ সকাল ৯:১২

চাঁদগাজী বলেছেন:


ভয়ংকর মুর্খ এক জেনারেশন তৈরিতে হাত দিয়েছে সরকার ও পরিবারগুলো।

২৭| ২১ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৩০

আখেনাটেন বলেছেন: আপনার শিক্ষা নিয়ে ভাবনাগুলো অামার বেশ ভালো লাগে। একটি সুশিক্ষিত, বিজ্ঞানমনষ্ক জাতি যে দেশের খোলনলচে পাল্টে ফেলতে পারে তা বর্তমানে বিশ্বের অনেক দেশই দেখিয়ে দিচ্ছে ।

কিন্তু দুঃখের বিষয় এই যে আমাদের অসাধু, মাথামোটা নেতা ও অসৎ আমলাদের এদিকে গুরুত্ব দেওয়ার সময় নেই।

২১ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৫৭

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশের অশিক্ষিতরা ভয়ে রাজনীতিতে চলে যায়; ওরা জীবনে ভালো করতে পারবে না ভেবে, রাজনৈতিক দলের কর্মকান্ডে যোগ দিয়ে একটা পথ বের করে; এখন তারাই জাতিকে চালাচ্ছে ৪৭বছর।

২৮| ২১ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৫৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আজকাল তো সব সাবজেক্টের শেষে বিজ্ঞান লাগিয়ে দিয়ে সবাইকে বিজ্ঞানের ছাত্র বানিয়ে দিয়েছে।

যেমন- সমাজ বিজ্ঞান, রাষ্ট্র বিজ্ঞান, নৃবিজ্ঞান, গার্হস্থ্য বিজ্ঞান, রান্না বিজ্ঞান। আরো আছে।

কেউ আর বিজ্ঞান পড়িতে চাহে না। আমি এক কলিগের এক গাড়ীতে সাথে কাজে যাই। গতকাল তিনি আমাকে যেতে যেতে বললেন- সুরা ইয়াসিন পাঠ করলে ক্যান্সার সেরে যায়।

আমি তাকে বললাম- আপনি এটা ডাক্তারকে কেন জানিয়ে দেন না। তাহলে তো অনেক রোগীর উপকার হতে পারে। সবাই এটা নিয়মিত পাঠ করলে রোগী সুস্থ হয়ে উঠবে। তার আর ডাক্তার লাগবে না।

ধর্ম থাকবে ধর্মের জায়গা। আর বিজ্ঞান তার জায়গায়। অনেকেই মনে করেন - ধর্ম গ্রন্থ ঘেটে বিজ্ঞানের উপাদান সংগ্রহ করা হয়েছে। আমার এক পরিচিত ব্যক্তি মনে করেন- বর্তমান কম্পিউটার, স্মার্ট ফোন এসব তৈরী করা হয়েছে ধর্ম গ্রন্থ ঘেটে।

২১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:২১

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশে শত কোটীর ব্যবসা ছিলো 'তাবিজ' বিক্রয়; এখন কি অবস্হা কে জানে!

সমাজ বিজ্ঞান ও রাষ্ট্র বিজ্ঞান আসলেই বিজ্ঞান, এবং এগুলো, অংক, ইকোনমি, পলিটিক্যাল ইকোনোমি, ফিলোসফি, লজিক, টেকনোলজির সমন্ময়ে গঠিত বিজ্ঞান; আমাদের রাজনীতিবিদরা এগুলো বুঝে না বলেই, আমাদের এই দুরাবস্হা। এগুলো জানে না বলেই বেগম জিয়াকে জেলে যেতে হয়েছে।

২৯| ২২ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮

বিদেশে কামলা খাটি বলেছেন: আমার মনে হয় সব বিভাগের ছাত্রদের একটি কমন বিজ্ঞান বা সাধারণ বিজ্ঞান নামক বিষয় পড়ানো উচিত। নিউটনের সূত্রগুলো তো কেবল বিজ্ঞান বিভাগের ছাত্রদের জন্য তা নয়। সবার ই কাজে লাগবে।

প্রতিদিনের জীবনই যখন বিজ্ঞান নির্ভর তখন বিজ্ঞান না পড়ে আমরা থাকবো কেন? সবার জন্য বিজ্ঞান শিক্ষা চাই্ ।

২২ শে মার্চ, ২০১৮ রাত ৮:২১

চাঁদগাজী বলেছেন:



১২ ক্লাশ অবধি সবাই ফিজিক্স, রসায়ন, অংক ও বাইওলোজী পড়া উচিত।

৩০| ২২ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯

বিদেশে কামলা খাটি বলেছেন: Stephen Hawking

২২ শে মার্চ, ২০১৮ রাত ৮:২২

চাঁদগাজী বলেছেন:


আপনি সামুকে ইমেইল করেন, আপনাকে সামনের পাতায় আসতে দিতে।

ইমেইল: [email protected]

৩১| ২৩ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৩০

টারজান০০০০৭ বলেছেন: বিজ্ঞান শিক্ষা আর আগের মতন তত্বীয় নাই, এখন ব্যাবহারিকই বেশি। শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যাবহারিক ল্যাব প্রতিষ্ঠায় অনেক টাকার প্রয়োজন হয়, যাহা আমাদের সরকারি /বেসরকারি প্রতিষ্ঠানে নাই ! বাহিরের দেশে ইন্ডাস্ট্রিগুলো এবং সরকারও সহযোগিতা দিয়া থাকে, গবেষণার স্বত্ব ভাগাভাগি করে। আমাদের দেশে ইহার চল নাই।

গবেষণায় বরাদ্দ এতই অপ্রতুল যে বিজ্ঞানে পাশ করিয়া চাকুরীর ভবিষ্যৎ নাই ! শিক্ষার্থীরা তাই এমন বিষয়ে পড়িতে আগ্রহী যেখান হইতে পাশ করিলে চাকুরীর সুবিধা, পথ বেশি ! গলদ বোধহয় শিক্ষা ব্যাবস্থাতেই ! পুরো শিক্ষাব্যবস্থাই আউটকাম বেসড না ! আউটকামও ইন্ডাস্ট্রি ফোকাসড না। পাশ করিয়া শিক্ষার্থী কি শিখিবে, কি যোগ্যতা অর্জন করিবে, কোথায় কাজে লাগাইবে তাহা অধিকাংশ শিক্ষক/ শিক্ষার্থী নিশ্চিত নহে। ইদানিং কিছু কিছু কাজ হইতেছে !

ব্লগে বিজ্ঞান দিয়া যাহারা ধর্ম প্রমান করিতে আসে তাহারা বেশিরভাগই প্রাতিষ্ঠানিক ধর্মীয় শিক্ষায় শিক্ষিত নহে , যাহারা প্রাতিষ্ঠানিক তাহারা ব্লগে আসেন না,আসিলেও নগন্য সংখক! তাহারাও কখনো এমন পোস্ট দেন না। তাহারা জানেন ধর্ম বিজ্ঞানের বিপরীত নহে , উর্ধে ! বিজ্ঞান তাহাদের বিষয়ও নহে, তাহাদের বিষয় থিওলজি, তাহারা উহাতেই মগ্ন আছেন ! স্বশিক্ষিত বা আধা শিক্ষিত ধার্মিকরাই ইহা চেষ্টা করিয়া থাকেন ! আর যাহারা বিজ্ঞান দিয়া ধর্মরে নাকচ করিতে চেষ্টা করে ইহারাও বিজ্ঞানী নহে, অজ্ঞানী। বিজ্ঞান ও ধর্ম যে ভিন্ন বিষয় তাহা তাহাদের বিচিসম মগজে ধরে না ! আল্লাহ প্রদত্ত ধর্মীয় জ্ঞান আর মানুষের গবেষণালব্ধ জ্ঞানের তুলনাই হইতে পারেনা !

২৩ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:০৬

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশের শিক্ষা ব্যবস্হা এমন স্তরে গেছে, শিক্ষা কোন কাজে লাগছে না; কিছু না জেনেও যে বড় কাজ করা যায়, সেটা প্রমাণ করেছেন বেগম জিয়া ও শেখ হাসিনা; আবার অনেক কিছু জেনেও তাকে কাজে লাগায়নি ড: এমাজুদ্দিন, ড: মঈন খানরা।

ব্লগে যাঁরা ধর্ম নিয়ে লেখেন, এরা স্বশিক্ষিত, ফলে অনেক বিতর্কিত বিষয়ে লেখেন, যা নিজেই বুঝতে পারেন না; আমি মাঝে মাঝে সেজন্য তর্কে জড়াই। যাক, ব্লগারোই জানার বেশী সুযোগ পাচ্ছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.