নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

ডাক্তারদের ভাবসাব দেখে মনে হচ্ছে, আজকেই বোধ হয় শেষদিন!

২৯ শে মার্চ, ২০১৮ রাত ৮:০১



কয়েকদিন জ্বর, ডাক্তারের কাছে যাওয়ার ইচ্ছে ছিলো না; ৫ দিনেও জ্বর থামলো না, ভয় পেলাম, যেতেই হবে। সাদা আমেরিকান, বা ইহুদী ডাক্তারদের এপয়েন্টমেন্ট সাথে সাথে পাওয়া যায় না, বাংগালী বা ভারতীয় ডাক্তারের কাছে যাওয়ার ইচ্ছে নেই; এক ফিলিপাইনের ডাক্তারের এপয়েমেন্ট পেলাম, কাছেই মাইল দু'য়েক হবে। জ্বরে শরীর কিছুটা দুর্বল, ভাবলাম হেঁটেই যাই, হাঁটা হবে, লোকজনের সাথে দেখাও হবে। স্পেনিশ এলাকা হয়ে হাঁটছি, মাইলখানেকের মাঝে মানুষতো দুরের কথা কুত্তার দেখাও পেলাম না; ট্রাম্পের ভয়ে মনে হয় রাস্তায় কেহ বের হয় না। একটু ক্লান্তিও লাগছিল, বাস নিলে ভালো হবে; কোন রাস্তা দিয়ে বাস যায় কে জানে! এক স্পেনিশ মেয়ে হনহন করে আমার পাশ দিয়ে একই দিকে হেঁটে যাচ্ছে, বললাম,

-হ্যালো, কেমন আছ! এখানে কোন রাস্তা দিয়ে বাস চলাচল করে?
-ভালো আছি, আমি ইংরেজী জানি না।
-তেমন ইংরেজী জানতে হবে না, আশেপাশে বাস আছে নাকি?
-ইংরেজী জানি না বললাম না! তুমি কি ইংরেজী কম বুঝ? এই বলে সে দ্রুত চলে যাচ্ছিল। আমি বললাম,
-তুমি এভাবে পালিয়ে যাচ্ছ কেন, মানুষ টানুষ মেরেছ নাকি, নাকি কিছু চুরি টুরি করেছ?
-তুমি কি এই সকালবেলায় সমস্যায় জড়াতে চাচ্ছ? মেয়ে মোটামুটি ক্ষেপেছে, এবং তার চোয়ালের হাড্ডি মাড্ডি শক্ত হয়ে উঠেছে।
-সামনে পুলিশের গাড়ী আছে, ওগুলো ট্রাম্প সাপোর্টার, ওরা স্পেনিশ ভালোবাসে না, হুশিয়ারে যাইও।
-চিন্তিত হয়ো না, আমার স্বামী পুলিশে চাকুরী করে; বরং তোমার একটু হুশিয়ার হওয়ার দরকার আছে!
-স্বামী পুলিশে? কত নম্বর স্বামী, নম্বরটা মনে আছে তো?
সে রাস্তা ক্রস করে অন্য পাশে চলে গেলো।

ডাক্তার মনোযোগ দিয়ে দেখলো, শেষে একটু চিন্তিত হয়ে গেলো; ডাক্তারকে চিন্তিত দেখলে ভালো না লাগার কারণ আছে। ডাক্তার বললো নীচে গিয়ে রক্ত দিতে; আমি বললাম,
-তাড়াহুড়ো কেন?
-মনে হচ্ছে, একটা সমস্যা আছে; আজকেই রিপোর্টটা পেলে ভালো হবে।
-মরে টরে যাচ্ছি নাতো?
-হয়তো আজকে মরতেছ না, তবে টেস্টটা জরুরী।

মনটা খারাপ হয়ে গেলো। রক্ত দিলাম। হাঁটার ইচ্ছে ছিলো না আর; ল্যাবের লোকটার থেকে জেনে নিলাম, ২/৩ ব্লকের মাঝে ট্রেন। ৩ ব্লকের পর, আরও এক ব্লক হাঁটলাম, ট্রেনের নাম গন্ধও নেই; আরেকজনকে প্রশ্ন করে জানলাম আরও ৩ ব্লক সামনে; মন খাট্টা হয়ে গেলো। রাস্তাঘাট ফাঁকা; এক দোকানের সামনে এক সাদা মেয়ে টেলিফোন টিপছিলো; কোন হ্যালো মেলো ব্যতিতই প্রশ্ন করলাম,
-ট্রেন কোথায়?
মেয়েটা এদিক ওদিক তাকিয়ে, দিলো দৌড়; দৌড়ে রাস্তার কোণায় গিয়ে পেছনে ফিরে আমাকে দেখলো। পাশে একটা সাদা ছেলে ছিলো, সেও হতবাক। সে আমার দিকে তাকিয়ে বললো,
-তোমার হাত কোথায়?

আমার ডান হাতটা বুক বরাবর কোটের ভেতরে ঢুকানো ছিল; জ্বরে ঠান্ডা লাগছিলো, একটা বোতাম খুলে হাতটাকে কোটের ভেতর রেখে একটু গরম করছিলাম। ছেলেটা বললো,
-মেয়ে মনে করেছে, তোমার হাতে অস্ত্র থাকতে পারে। ছেলেটির অনুমান সঠিক, মনে হলো।
ছেলেটি ট্রেন দেখায়ে দিলো; আমি ১ ব্লক বেশী এসে গেছি, পেছনে যেতে হবে।

ট্রেন ফাঁকা, সকালে কাজের লোকেরা কাজে চলে গেছে, এখন বেকার ফেকাররা ঘুরতে বের হচ্ছে। পুরো ট্রেনে ক্যানের পঁচা টুনা মাছের গন্ধ; আমি জোরে চিৎকার করে বললাম,
-বিড়ালের খাদ্য কে খাচ্ছে?

একটা সাদা মেয়ে মনে হলো বেশ মজা পেয়েছে, সে আংগুল দিয়ে ট্রেনের অন্য প্রান্তের দিকে দেখালো। অবশ্যই, এক চীনা মিয়া সস্তা টুনাকে ২ রুটির মাঝখানে রেখে, তথাকথিত স্যান্ডউইচ খাচ্ছে, পুরো ট্রেনে গন্ধ। চীনা মিয়াকে লক্ষ্য করে বললাম,
-কি ব্যাপার, টুনা কেমন লাগছে?
সে খুশী, মাথা নেড়ে আবার এক কামড় নিলো। এক আফ্রিকান আমেরিকান মেয়ে আমার এই হাবভাব পছন্দ করেনি; সে শক্ত গলায় বললো,
-মিস্টার, ট্রেনটা কি তুমি কিনেছ? ভালো না লাগলে নেমে যাও!

বুঝলাম, বেশী করা হয়ে গেছে, আজকের জন্য যথেষ্ট; সামনের স্টেশনে নেমে অন্য কামরায় চলে গেলাম।

মন্তব্য ১১২ টি রেটিং +৬/-০

মন্তব্য (১১২) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০১৮ রাত ৮:১০

বিএম বরকতউল্লাহ বলেছেন: একটি অন্যরকম লেখা।
চাঁদগাজী বলে কথা।
আমার শুভেচ্ছা রইল।

২৯ শে মার্চ, ২০১৮ রাত ৮:১২

চাঁদগাজী বলেছেন:


শুভেচ্ছা,
দৈনন্দীন জীবনের অংশ।

২| ২৯ শে মার্চ, ২০১৮ রাত ৮:১৬

শাহ আজিজ বলেছেন: মাইর দিমু না খামু ? জ্বর ভাল হোক :||

২৯ শে মার্চ, ২০১৮ রাত ৮:১৭

চাঁদগাজী বলেছেন:


জ্বর সেরে গেছে, ধন্যবাদ

৩| ২৯ শে মার্চ, ২০১৮ রাত ৮:১৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শ্রদ্ধেয়, আপনার সুস্থতা কামনা করছি।

১/ বাঙালি ডাক্তরেরা আপনার কোন পাকা ধানে মই দিয়েছে??

২/ ব্লগে যা মন্তব্য করার করেন, উল্টাপাল্টা হলেও আমরা কিছু বলি না, শ্রদ্ধা করে মেনে নেই:(
ওখানে রাস্তাঘাটে এমন করলে ঠ্যাঙানি খাবেন:P আপনার ভাগ্য ভাল স্প্যানিশ মেয়েটা কিছু বলেনি:)

আরো কিছু বলার ছিল। মন্তব্য করবো?:(

২৯ শে মার্চ, ২০১৮ রাত ৮:২১

চাঁদগাজী বলেছেন:


আমি অসুস্হ হলে, গোলমাল করতে ইচ্ছে হয়; মাঝে মাঝে সাধরণ গন্ডগোল করাটা একেবারে খারাপ না।

৪| ২৯ শে মার্চ, ২০১৮ রাত ৮:১৮

নূর-ই-হাফসা বলেছেন: আপনার আজকের দিন তাহলে ভালো যায়নি ।
বাস্তব জীবনেও আপনি আপনার লেখার মতোই ।
লেখা টা বেশ ভালো লাগলো ।

২৯ শে মার্চ, ২০১৮ রাত ৮:২৩

চাঁদগাজী বলেছেন:


পোষ্টটা একটু আগের লেখা; সাধারণ হাসিখুশীর গন্ডগোল করাটা আমার স্বভাবে আছে

৫| ২৯ শে মার্চ, ২০১৮ রাত ৮:১৮

ভুয়া মফিজ বলেছেন: লেখাটা আগেও পড়েছি মনে হয়!!!
নতুন আইডিয়া পাচ্ছেন না, নাকি শরীর বেশী খারাপ। রি-পোষ্টের কোন ঘোষনাও তো দেখছি না। ঘটনা কি?

২৯ শে মার্চ, ২০১৮ রাত ৮:২৪

চাঁদগাজী বলেছেন:


রি-পোষ্টের কথা বলিনি; কারণ আছে

৬| ২৯ শে মার্চ, ২০১৮ রাত ৮:২২

সৈয়দ তাজুল বলেছেন: মনে হয়, যাওয়ার সময় দেখা হওয়া প্রথম মেয়েটি আপনার শেষের কথা টি শুনেনি! (কত নাম্বার..)

রিপোর্ট কি দিয়ে দিছে?

আচ্ছা, কোটের ভেতরে হাত রেখেই কী প্রথম মেয়েটার সাথে দেখা হয়েছিল?অখানেও মানুষ ভুল তথ্য দেয়?



অখানে কিন্তু বাই সাইকেল চালানোতে সুবিধা বেশি!

২৯ শে মার্চ, ২০১৮ রাত ৮:২৮

চাঁদগাজী বলেছেন:


এটা একটু আগের পোষ্ট, আমি ভালো হয়ে গেছি।

ওভার কোটের ভেতর বুক বরাবর হাত থাকলে অনেকে সন্দেহ করে।

৭| ২৯ শে মার্চ, ২০১৮ রাত ৮:২৬

সৈয়দ তাজুল বলেছেন:
লেখাটা ভাল হয়েছে।

২৯ শে মার্চ, ২০১৮ রাত ৮:৩০

চাঁদগাজী বলেছেন:


এক অলস দিনের কর্মকান্ড

৮| ২৯ শে মার্চ, ২০১৮ রাত ৮:২৯

ভুয়া মফিজ বলেছেন: রি-পোষ্টের কথা বলিনি; কারণ আছে কথা অর্ধেক বলা ঠিক না।
কারনটা জাতী জানতে চায়।

২৯ শে মার্চ, ২০১৮ রাত ৮:৩১

চাঁদগাজী বলেছেন:


ইহা অন্যত্র প্রকাশিত হয়েছিল। ব্লগার শায়মাকে ধন্যবাদ, উনি প্রকাশ করেছিলেন।

৯| ২৯ শে মার্চ, ২০১৮ রাত ৮:৩০

বিদ্রোহী ভৃগু বলেছেন: যাক! আজকে শিউর হলাম আপনার কমেন্ট এটিচ্যুড কেন এমন লাগাম ছাড়া ;) হা হা হা
ব্লগে তো আর আফ্রিকান আমেরিকান মেয়ে নাই- তাই সবসময় মনে হয় এবকইরকম চলে :P

নেভার মাইন্ড। পড়ে উপলদ্ধি করে মজা পেলাম তাই শেয়ার করলাম।

আপনার সুস্থতা কামনা করছি।
আল্লাহ আপনাকে দ্রুত আরোগ্য দান করুন।


২৯ শে মার্চ, ২০১৮ রাত ৮:৩৩

চাঁদগাজী বলেছেন:


ধন্যবাদ, আমি সুস্হ হয়ে গেছি।

অনেক মানুষের কথার সাথে জীবনের মিল আছে।

১০| ২৯ শে মার্চ, ২০১৮ রাত ৮:৩১

সৈয়দ তাজুল বলেছেন:
ও তা আপনার চোখের অবস্থা কী?

২৯ শে মার্চ, ২০১৮ রাত ৮:৩৪

চাঁদগাজী বলেছেন:


চোখের অবস্হা ভালো নয়; আমাকে থামিয়ে দিয়েছে।

১১| ২৯ শে মার্চ, ২০১৮ রাত ৮:৩৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন: Get well soon.

২৯ শে মার্চ, ২০১৮ রাত ৮:৪০

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ, এখন ভালো

১২| ২৯ শে মার্চ, ২০১৮ রাত ৮:৪১

ঠাকুরমাহমুদ বলেছেন: চাঁদগাজী ভাই,
আমি স্বপ্নে পাওয়া কবিরাজ না তবে ঔষধী কবিরাজী জানি বংশগত ভাবে, সাধারণ বা অসাধরণ জ্বর হোক - মাল্টা’র রষ গ্লাস গ্লাস খাবেন আর টাওয়াল পানিতে ভিজিয়ে শরীর মুছবেন চালিয়ে যাবেন - চালিয়ে যাবেন একটা ঘুম হবে এবং ঘুম থেকে উঠে মনে হবে ভালো লাগছে অর্থাৎ জ্বর ছেড়ে গেছে । ভাই দোয়া করি ভালো থাকুন সুস্থ থাকুন ।।

২৯ শে মার্চ, ২০১৮ রাত ৯:০২

চাঁদগাজী বলেছেন:


ধন্যবাদ, আমি এখন সুস্হ। আমি ডাক্তারের কাছে কমই যাই

১৩| ২৯ শে মার্চ, ২০১৮ রাত ৮:৪৩

শামচুল হক বলেছেন: বাংগালী বা ভারতীয় ডাক্তারের কাছে যাওয়ার ইচ্ছে নেই;

এক আফ্রিকান আমেরিকান মেয়ে আমার এই হাবভাব পছন্দ করেনি; সে শক্ত গলায় বললো, -মিস্টার, ট্রেনটা কি তুমি কিনেছ? ভালো না লাগলে নেমে যাও!

আপনি যেমন ঠ্যাটা তার চেয়েও দেখি আমেরিকান মেয়েটা বেশি ঠ্যাটা।

২৯ শে মার্চ, ২০১৮ রাত ৯:০৩

চাঁদগাজী বলেছেন:



আমরিকার মেয়ারা শক্ত; মেয়ে ম্যানেজারের অধীনে চাকুরী করলে বুঝা যায়।

১৪| ২৯ শে মার্চ, ২০১৮ রাত ৮:৫০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দু'ই দিনের বৈরাগী
ভাতকে বলে প্রশাদ"

কয়দিন সাদা চামড়ার দেশে থেকে
বাঙ্গালীতে অরুচি !!
শুনেছি বিদেশে গেলে মানুষ
দেশী মানুষ খোঁজে !!

২৯ শে মার্চ, ২০১৮ রাত ৯:০০

চাঁদগাজী বলেছেন:


প্রবাসীরা দেশে আসতে চায়, দেশের লোক বিদেশে পালাতে চায়

১৫| ২৯ শে মার্চ, ২০১৮ রাত ৮:৫১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: স্প্যানিশ মেয়েটা ইংরেজী বোঝে না। তা আপনার সাথে মনে হয় বাংলায় বাতচিত করছিল?

২৯ শে মার্চ, ২০১৮ রাত ৮:৫৯

চাঁদগাজী বলেছেন:


অনেক স্পেনিশ ইংরেজী বলতে চাহে না; অথবা এড়িয়ে যাওয়ার জন্য বলে যে,ইংরেজী জানে না

১৬| ২৯ শে মার্চ, ২০১৮ রাত ৮:৫৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:

শ্রদ্ধেয়, আপনি পোস্টের সাথে প্রায়ই অসামঞ্জস্য ছবি দ্যান। কেন??? আজকে অন্তত নিজের একটা ছবি দিতে পারতেন??? না ভাবছেন, আপনার নায়কের মত ছবি দেখে নারী সমাজ ------:P

২৯ শে মার্চ, ২০১৮ রাত ৮:৫৮

চাঁদগাজী বলেছেন:



আমি সামান্য কিছু প্রাকৃতিক ছবি ভালোবাসি; এই পেঁচার ছবিটি আমার খুবই প্রিয়।

১৭| ২৯ শে মার্চ, ২০১৮ রাত ৯:০৪

সৈয়দ তাজুল বলেছেন:
বার্ধক্যজনিত সমস্যা থাকতেই পারে। তাই বলে এতো দীর্ঘ সনয় চোখে সমস্যা থাকা আমাদের জন্য কষ্টকর।


দু'আ করি, সৃষ্টিকর্তা আপনাকে সুস্থতা দান করুন।

২৯ শে মার্চ, ২০১৮ রাত ১০:১৭

চাঁদগাজী বলেছেন:


ধন্যবা.
ঘোড়ার ডিমের চোখ, কিছুতেই ভালো হচ্ছে না।

১৮| ২৯ শে মার্চ, ২০১৮ রাত ৯:০৫

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: এটা তো কয়েক মাস আগেও পোস্ট করছিলেন।

২৯ শে মার্চ, ২০১৮ রাত ৯:১৮

চাঁদগাজী বলেছেন:


নতুন ব্লগারেরা পছন্দ করেন কিনা দেখতে চাচ্ছি

১৯| ২৯ শে মার্চ, ২০১৮ রাত ৯:০৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আগে পড়েছি, ঋদ্ধতে পড়েছি , আবার পড়লাম।

২৯ শে মার্চ, ২০১৮ রাত ৯:১১

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ, কিছু ব্লগার পড়েননি; আমি অন্য ব্লগারদের অবস্হা বুঝার চেষ্টা করছি

২০| ২৯ শে মার্চ, ২০১৮ রাত ৯:২০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সু ন্দ র

২৯ শে মার্চ, ২০১৮ রাত ৯:৩৩

চাঁদগাজী বলেছেন:


বেগম জিয়া শান্তিতে থাকুক

২১| ২৯ শে মার্চ, ২০১৮ রাত ৯:৩৩

এম কে বলেছেন: অপরিচিতদের সাথেও খুনসুটি!!! বেশ পারেনও আপনি। যাক দৃষ্টিকটু কিছু না ঘটলেই হলো।

২৯ শে মার্চ, ২০১৮ রাত ১০:০৭

চাঁদগাজী বলেছেন:


আমি কারো সাথে সহজে কথা চালিয়ে যেতে চেস্টা করি; আপাতত তেমন সকোন অসুবিধা হয়নি।

২২| ২৯ শে মার্চ, ২০১৮ রাত ৯:৪২

রাজীব নুর বলেছেন: ১। প্রথম কথা হলো আপনি একা কেন ডাক্তারের কাছে যাচ্ছেন?
২। দ্বিতীয় কথা, আপনি যেভাবে লিখেন এবং মন্তব্যের উত্তর দেন, ঠিক সেভাবেই পরিচিত অপরিচিত মানুষদের সাথে কথাও বলেন। একজন এডভোকেট কে আমি চিনি তিনিও আপনার মতোণ করে কথা বলেন।
৩। শরীরের খুব যত্ন নিবেন। ভালো মন্দ কি হয় অবশ্যই জানাবেন।
৪। এই পোষ্টটি আমি আগে পড়িনি। আজই প্রথম পড়লাম। ভালো লেগছে।
৫। আপনি দেখতে কেমন জানি না। জানতে ইচ্ছা করে। আপনার বয়স কত জানি না, জানতে ইচ্ছা করে।

২৯ শে মার্চ, ২০১৮ রাত ১০:০৫

চাঁদগাজী বলেছেন:



আমার বয়স ৬৬ বছর।

আমি এখন ভালো আছি, ২০১৭ সাল অসুস্হতায় গেছ।

আমি যেকোন অবস্হায় মানুষের সাথে কথা শুরু করতে পারি, মোটামুটি।

২৩| ২৯ শে মার্চ, ২০১৮ রাত ৯:৪৫

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: প্রত্যহ জীবনের ঘটনাবলি। টুনা মিয়ার সাথে হাল্কা মজা নেওয়া ঠিক হয়নি।

২৯ শে মার্চ, ২০১৮ রাত ১০:০২

চাঁদগাজী বলেছেন:



চীনারা বিড়ালের খাদ্য হিসেবে বিক্রয় করা টুনা খেয়ে ফেলে।

২৪| ২৯ শে মার্চ, ২০১৮ রাত ১০:১২

আবু তালেব শেখ বলেছেন: আপনাকে হারাতে চাইনা

২৯ শে মার্চ, ২০১৮ রাত ১০:১৬

চাঁদগাজী বলেছেন:


আছি আপনাদের সাথে, আপাতত অন্য কোন প্ল্যান নেই।

২৫| ২৯ শে মার্চ, ২০১৮ রাত ১০:২৩

এলিয়ানা সিম্পসন বলেছেন: Eta to ager post!

২৯ শে মার্চ, ২০১৮ রাত ১০:৪৮

চাঁদগাজী বলেছেন:


সঠিক, আমি চাচ্ছিলাম আমার এই ধরণের স্বভাব ইত্যাদি নতুন ব্লগারেরা কিভাবে দেখেন!

২৬| ২৯ শে মার্চ, ২০১৮ রাত ১০:৩৭

এলিয়ানা সিম্পসন বলেছেন: আমি জানি চাঁদগাজী কিরকম দেখতে, হাহাহা।

২৯ শে মার্চ, ২০১৮ রাত ১০:৪৭

চাঁদগাজী বলেছেন:


আপনি আমাকে দেখেছেন; কোন সালে?

২৭| ২৯ শে মার্চ, ২০১৮ রাত ১০:৩৮

আবু তালেব শেখ বলেছেন: মেয়েটার কত নাম্বার স্বামী এটা বললেন কেন? টুনা মাছ নিয়ে আগে একটা পোস্ট দিয়েছিলেন এবং সেটার সাথে সাদৃশ্য আছে।

২৯ শে মার্চ, ২০১৮ রাত ১০:৫০

চাঁদগাজী বলেছেন:



মেয়েটা আমাকে তেমন সাহায্য করতে চায়নি, আমি মেয়েটাকে হতাশ করার চেষ্টা করছিলাম।

২৮| ২৯ শে মার্চ, ২০১৮ রাত ১০:৪৬

ঢাকার লোক বলেছেন: পড়তে গিয়ে মনে হলো আগে যেন পড়েছি, মন্তব্যে গিয়ে দেখলাম তাই । যাই হোক , রাস্তা ঘাটে অপরিচিতদের সাথে, বিশেষত মেয়েদের সাথে, রসিকতা না করাই ভালো, সবাই রসিকতা গ্রহণ বা হজম করতে পারে না !

২৯ শে মার্চ, ২০১৮ রাত ১০:৫৭

চাঁদগাজী বলেছেন:


ইউরোপ আমেরিকায় অবস্হা খারাপ না, তারপরও আমার অবশ্য হুশিয়ার হওয়া দরকার।

২৯| ২৯ শে মার্চ, ২০১৮ রাত ১০:৫১

এলিয়ানা সিম্পসন বলেছেন: ৩/৪ বছর আগে!

২৯ শে মার্চ, ২০১৮ রাত ১০:৫৮

চাঁদগাজী বলেছেন:


সারছেন!

আমি কি আপনাকে দেখেছি?

৩০| ২৯ শে মার্চ, ২০১৮ রাত ১০:৫৮

Taufik Alahi বলেছেন: ব্যাতিক্রম একটি লেখা তবে সকল সময় রশীকতা না করাই ভালো ।

২৯ শে মার্চ, ২০১৮ রাত ১১:০১

চাঁদগাজী বলেছেন:



ঠিক বলেছেন, কন্ট্রোলের বাহিরে চলেও যেতে পারে।

৩১| ২৯ শে মার্চ, ২০১৮ রাত ১১:০৪

রাজীব নুর বলেছেন: আমার বয়স ৬৬ বছর।
আমি এখন ভালো আছি, ২০১৭ সাল অসুস্হতায় গেছ।
আমি যেকোন অবস্হায় মানুষের সাথে কথা শুরু করতে পারি, মোটামুটি।


সব প্রশ্নের উত্তর পাইনি। থাক এতটুকুতেই খুশি।

২৯ শে মার্চ, ২০১৮ রাত ১১:২৩

চাঁদগাজী বলেছেন:


আমি দেখতে গ্রামে বড়-হওয়া সাধারণ বাংগালীর মতো।

আমি ডাক্তারের কাছে যেতে কাউকে সাথে নিই না, এতে অসুস্হতা নিয়ে আলাপ হয়, ডাক্তারকে প্রশ্ন করেন সাথের মানুষ; আমার ভালো লাগে না এসব।

৩২| ২৯ শে মার্চ, ২০১৮ রাত ১১:০৬

এলিয়ানা সিম্পসন বলেছেন: না। আই অ্যাম নট ড্যাট ফেমাস ইয়েট।

২৯ শে মার্চ, ২০১৮ রাত ১১:১৯

চাঁদগাজী বলেছেন:


আমি জানি, আপনি বিরাট চ্যালেন্জ নিয়েছেন; সময় হলে, আপনাকে অনেকে মনে রাখবেন।

৩৩| ৩০ শে মার্চ, ২০১৮ রাত ১২:১৩

ধ্রুবক আলো বলেছেন: ভাই, পড়ে দারুন মজা পেলাম।

৩০ শে মার্চ, ২০১৮ রাত ১:৩৮

চাঁদগাজী বলেছেন:


সিওর! আমি এটা সেটা করে ছোটখাট হাউকাউ লাগাতাম আগে। এখন সোজা হয়ে গেছি, গত বছরটা ভালো যায়নি।

৩৪| ৩০ শে মার্চ, ২০১৮ রাত ১২:৪২

সুমন কর বলেছেন: আগে পড়েছিলাম !! এখন কেমন আছেন?

৩০ শে মার্চ, ২০১৮ রাত ১:৩৬

চাঁদগাজী বলেছেন:


ধন্যবাদ, সেই সমস্যাটা নেই।

৩৫| ৩০ শে মার্চ, ২০১৮ রাত ২:০৭

কলাবাগান১ বলেছেন: আপনার সেমাই নিয়ে ভাবীকে 'ধোকা' দেওয়ার পোস্ট টা আবার দিতে পারেন

স্বাধীনতার সপক্ষে লিখলে বলে দলকানা..........।আর যারা স্বাধীনতা কে প্রশ্নবিদ্ধ করে প্রকাশ্যে পোস্ট তারা হয় দেশ প্রেমিক........তারা দলকানা না
আমাদের ব্লগের সুশিল/কবি ব্লগার দের মতে
কোন সুশিল ব্লগার তাদের কে দলকানা বলে না

আই এম ভেরী প্রাউড টু বে supporter of 1971..... no qualms....

rape is not happeining because we are independent....this is an age old problem...was very happy when the rapists were cross fired.

৩০ শে মার্চ, ২০১৮ রাত ২:১৪

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশ বেশ অস্হিরতার মাঝ দিয়ে যাচ্ছে; সাধরণ মানুষ এই অস্হিরতাকে সহজে বুঝার কথা নয়; স্হিরতা সরকারকেই আনতে হবে, ও মানুষের আত্মবিশ্বাস ফেরানোর জন্য সরকারকে কিছু রোডম্যাপ দিতে হবে; সমাজ ভংগুর অবস্হায় আছে।

সেমাই খেয়ে ফেলাতে আমাকে বেশ বুদ্ধি খাটাতে হয়েছিল; আমি কোনভাবে পার পেয়েছিলাম।

৩৬| ৩০ শে মার্চ, ২০১৮ সকাল ৭:২০

জহিরুল ইসলাম কক্স বলেছেন: বিচ্ছিন্ন ভাবে দেখা স্বপ্ন এর বর্ণনা মনে হয়েছে

৩০ শে মার্চ, ২০১৮ সকাল ৭:২৫

চাঁদগাজী বলেছেন:


স্বপ্ন টপ্ন কিছু নেই, সাধারণ একদিনের ঘটনা প্রবাহ

৩৭| ৩০ শে মার্চ, ২০১৮ সকাল ৭:৪১

আটলান্টিক বলেছেন: আপনার বিষয়ে ব্লগাররা খুব কম জানে।সবসময় পোষ্টের আড়ালে থাকেন।মাঝে মাঝে এইধরনের পোষ্ট দিলে মন্দ হয়না।ভালই মজা পেয়েছি পড়ে :)

৩০ শে মার্চ, ২০১৮ সকাল ১০:২৪

চাঁদগাজী বলেছেন:


আমি সব ব্লগারদের মতোই সাধারণ একজন, একটু আগের জেনারেশনের।

৩৮| ৩০ শে মার্চ, ২০১৮ সকাল ৭:৫০

এলিয়ানা সিম্পসন বলেছেন: @কলাবাগান১, আপনার সুশীল হওয়ার চেষ্টা করার কোন দরকার নাই। কিপ বিং ইউরসেলফ। ব্লগে ছাগলে ভরা।

৩০ শে মার্চ, ২০১৮ সকাল ১০:২২

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশের তরুণরাও অস্হিরতার শিকার।

৩৯| ৩০ শে মার্চ, ২০১৮ সকাল ৮:৫৪

তারেক_মাহমুদ বলেছেন: ঋদ্ধতে পড়েছি, তবে ওখানেতো মন্তব্য করা যায় না ভালই করেছেন আবার পোষ্ট করে। এটা আপনার কাছ থেকে পাওয়া ভিন্নধর্মী পোষ্ট।

৩০ শে মার্চ, ২০১৮ সকাল ১০:২১

চাঁদগাজী বলেছেন:


আমার চলাফেরা, দৈনন্দিন জীবনের ছোটখাট ব্যাপার তুলে ধরেছি, আশাকরি সাধারণ মানুষের সাথে মিল আছে।

৪০| ৩০ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৫২

শাহিন-৯৯ বলেছেন: রাজনীতির বাহিরে বিশেষ করে জিয়া পরিবারের বাহিরে যে আপনি সুন্দর লিখেন তা এই লেখা দেখে বুঝলাম। আপনি যখন যুদ্ধে গিয়েছিলেন তখন আপনার বয়স সম্ভবত ১৯ বছর ছিল আপনার দেওয়া তথ্য অনুসারে, খুব অল্প বয়সে যুদ্ধে গেছেন। খুব ভাল লাগল, অনেকগুলো তথ্য পেলাম এই লেখা থেকে।

৩০ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:০০

চাঁদগাজী বলেছেন:


সহব্লগারের কিছু জানতে চাইলে, আমি যথাসম্ভব তথ্য দিই। আপনার অনুমান সঠিক।

৪১| ৩০ শে মার্চ, ২০১৮ সকাল ১১:০৫

নূর আলম হিরণ বলেছেন: নতুন ব্লগারদের প্রতিক্রিয়া কেমন?

৩০ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৩৮

চাঁদগাজী বলেছেন:



ভালো, ছোটখাট ঘটনায় অনেক কিছু বুঝা যায়। নতুনরা পোষ্ট কম পড়েন।

৪২| ৩০ শে মার্চ, ২০১৮ সকাল ১১:০৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন: লেখক বলেছেন:
প্রবাসীরা দেশে আসতে চায়, দেশের লোক বিদেশে পালাতে চায়

প্রবাসীদের দুঃখ বিলাশ আর দেশীদের উচ্চাভিলাশ

৩০ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:০১

চাঁদগাজী বলেছেন:


প্রবাসীদের নিয়ে বেশীর ভাগ বাংগালীর ধরণা ভুল।

৪৩| ৩০ শে মার্চ, ২০১৮ সকাল ১১:১৮

আরজু পনি বলেছেন: পোস্টের শিরোনাম দেখে ভেবেছিলাম ডাক্তারদের পিণ্ডি চটকাচ্ছেন।
পোস্ট পড়ে বুঝলাম আপনার শরীর খারাপ।
একটু দুশ্চিন্তা হচ্ছিল সুস্থ্য হয়েছেন কি না।
মন্তব্যগুলো পড়ে সুস্থতা নিশ্চিত হলাম। সাথে বোনাস হিসেবে বয়স জানলাম।
যদিও ব্লগারদের চেহারা, বয়স এসব জানার কোন ইচ্ছে নেই।
তারপরও মাঝে মাঝে জেনে যাই বা জানতে ইচ্ছে হয়।
যাই হোক ভালো থাকুন...অনেক অনেক।
যাই আবার চা খাইগে

৩০ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:০৫

চাঁদগাজী বলেছেন:


সব বাংগালীর মতো আমিও চা পছন্দ করি; বেশীর ভাগই, চা আমি নিজে বানাই।

বন্ধুদের সাথে বাংগালী চা দোকানে যেতে বাধ্য হলে, আমি চা খাওয়ার ভান করি, শেষে চাটুকু ফেলে দিই।

৪৪| ৩০ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৪৪

হাসান জাকির ৭১৭১ বলেছেন: ভাল লাগল ভাই।
আপনি সর্ববস্থায়ই মানুষের সাথে এরকম খুনসুটি করেন নাকি ভাই।
আপনার সুস্থতা কামনা করছি।
নিরন্তর শুভকামনা ও অফুরান ভালবাসা।

৩০ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:০৭

চাঁদগাজী বলেছেন:


আমি মোটামুটি মানুষের কথা শুনতে ভালোবাসি, কথা বলার পথ বের করতে পারি।

৪৫| ৩০ শে মার্চ, ২০১৮ দুপুর ১:১৭

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
আমি দেখতে গ্রামে বড়-হওয়া সাধারণ বাংগালীর মতো।
আমি ডাক্তারের কাছে যেতে কাউকে সাথে নিই না, এতে অসুস্হতা নিয়ে আলাপ হয়, ডাক্তারকে প্রশ্ন করেন সাথের মানুষ; আমার ভালো লাগে না এসব।

ধন্যবাদ। ভালো থাকুন।

৩০ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৫৬

চাঁদগাজী বলেছেন:


আপনি ভালো থাকুন

৪৬| ৩০ শে মার্চ, ২০১৮ দুপুর ২:১৭

হাসান কালবৈশাখী বলেছেন:
ভাই আপনি মারা গেছেন মনে হয়। কনফার্ম।

পাসওয়ার্ড কারে দিয়া গেছিলেন?

সে তো আপনার পুরান পোষ্টগুলো রিপোষ্ট করতেছে ..

৩০ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৫৬

চাঁদগাজী বলেছেন:


এটি রিপোষ্ট করছি, নতুন ব্লগারদের অবস্হা বুঝার জন্য

৪৭| ৩০ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:৫১

দিবা রুমি বলেছেন: পুরাতন পুস্টও ভাল লাগলো। নতুন দেখলাম তো তাই।

৩০ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৫৪

চাঁদগাজী বলেছেন:


আমি সমসাময়িক ব্যাপারে লিখি; চলমান সময়ে আমার নিজের দৈনন্দিন জীবনের ছোট ঘটনা

৪৮| ৩০ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আগেও পড়েছিলাম!! মজার ব্যপার হলো- দাক্তুর নিয়া আজকে আমিও পোস্ট দিছি, আপনার কমেন্ট ও দেখেছি !

৩০ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫১

চাঁদগাজী বলেছেন:


তেল কম খান, ডাক্তারের কাছে যেতে হবে কম।

৪৯| ৩০ শে মার্চ, ২০১৮ রাত ৯:৪৮

রূপক বিধৌত সাধু বলেছেন: স্প্যানিশ মেয়েটার সাথে গায়ে পড়ে যে দ্বন্দ্বে জড়ালেন, কোন বাঙালি মেয়ের সাথে এমন করলে খবর ছিল।

৩১ শে মার্চ, ২০১৮ রাত ১:০৭

চাঁদগাজী বলেছেন:


এটা ঠিক গায়ে পড়ে না; স্পেনিশ, চীনা, নাইজেরিয়ান, ভিয়েতনামীরা আমেরিকার "মান" নীচের দিকে নামাচ্ছে; এরা থাকে আমেরিকায়, চলে নিজ দেশের মতো, ওদের নিজদেশ তো আমেরিকার মতো না।

অনেক স্পেনিশ, চীনা, ভিয়েতনামী ইংরেজী জেনেও বলবে ইংরেজী জানে না; আসলে, আপনার জন্য ১ মিনিট ব্যয় করে, আপনাকে সাহায্য না করার জন্য বলবে, "ইংরাজী জানি না", আর দিব্যি ইংরেজীতে তর্ক করে যাবে।

৫০| ৩১ শে মার্চ, ২০১৮ সকাল ৯:১৩

এলিয়ানা সিম্পসন বলেছেন: Bangladesh shows how to keep children alive

৩১ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৫৫

চাঁদগাজী বলেছেন:


বাংগালীরা একবার কিছু দেখলে মনে রাখতে পারে, সাধারণ কিছু অনুসরণ করতে পারে; শিশু মৃত্যু বেশ কমেছে, ভালো।

৫১| ৩১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৪২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ডাক্তার বিষয়ক লেখাটি ভালো লাগলো। ডাক্তাররা সব সময়ই একটু দুর্লভ। সময় দিয়ে নির্ধারিত সময়ে ডাক্তারের দেখা পাওয়া ভাগ্যের ব্যাপার।


আপনার নায়েব ব্ষিয়ক লেখাটি কি ডিলিট করে দিলেন? ভালোই তো ছিল।

৩১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৫২

চাঁদগাজী বলেছেন:


ওটাকে ড্রাফট করেছি; বেগম জিয়া অসুস্হতাকে মির্জা সঠিকভাবে হ্যান্ডলিং করতে পারছে না, সেটাই সবক্তব্য ছিলো। লেখা ঠিক ছিলো, তারপরও ড্রাফট করে ফেলেছি।

৫২| ৩১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমেরিকায় বসবাস করে যারা বলে যে ইংরেজি জানে না তারা মনে হয় সত্যের অপলাপ করে। কারণ আমেরকিার ভাষায়ই তো ইংরেজি। সেখানে স্খায়ীভাবে বসবাস করলে ইংরেজি না জানলে চলে না। অবশ্য কয়েক দিনের জন্য বেড়াতে আসলে ভিন্ন কথা।

আমেরকিায় যাবার জন্য অনেক বার ডিভি লটারী পাঠিয়েছি। কিন্তু আমার কপাল খারাপ। বাংলাদেশে ছাড়তে চেয়েছি। কিন্তু আমরা কপালে বাংলাদেশের সিল মারা। এ সিল মুছা যাবে না।

বাংলাদেশে ছেড়ে যারা আমেরিকায় স্থায়ীভাবে বসবাসের সুযোগ পেয়েছে তাদেরকে আমি ভাগ্যবান মনে করি।

৩১ শে মার্চ, ২০১৮ রাত ৯:২৩

চাঁদগাজী বলেছেন:


না, যারা দেশ ছেড়ে বিদেশে গিয়েছেন, তাদের বড় অংশ সুখী নন। সাইবেরিয়ান হাঁসেরা সব সময় সাইবেরিয়ায় ফিরে যায়; বেগম জিয়া, ফালু, সালমান রহমান, মহিউদদিন আলমগীর, বসুন্ধরা, কর্ণেল ফারুকেরা বেশী দখল করায় মানুষ কিছু পাচ্ছেন না।

৫৩| ৩১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২১

বিএম বরকতউল্লাহ বলেছেন: অসাধারণ।
আপনার লেখা আমাকে টানে।

৩১ শে মার্চ, ২০১৮ রাত ৯:২৫

চাঁদগাজী বলেছেন:


সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের কথা কিভাবে প্রকাশ করা যায়, সেটা নিয়ে এই প্রচেষ্টা

৫৪| ৩১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২৫

কথাকথিকেথিকথন বলেছেন:




লেখাটা আগেও পড়েছি । ঘটনা কী আবার দেখা দিয়েছে ?
সুস্থতার জন্য শুভ কামনা রইলো ।

৩১ শে মার্চ, ২০১৮ রাত ৯:২৪

চাঁদগাজী বলেছেন:



স্যরি, আমি নতুন ব্লগারদের বুঝার জন্য আবার দিয়েছি। আমি ভালো আছি।

৫৫| ৩১ শে মার্চ, ২০১৮ রাত ১০:১১

খায়রুল আহসান বলেছেন: আফ্রিকান আমেরিকান মহিলাটি এবং আপনি বোধকরি একই ধাতু দিয়ে গড়া! :)
রিপোস্ট হলেও, একাধিকবার পড়তে খারাপ লাগেনি।
পোস্টে ভাল লাগা + +

৩১ শে মার্চ, ২০১৮ রাত ১১:৫৩

চাঁদগাজী বলেছেন:


ধন্যবাদ, সম্ভব।

আমি যেকোন মহিলা কিছু বললে, তাঁদের কথা মেনে নিই।

৫৬| ০৩ রা এপ্রিল, ২০১৮ সকাল ১০:১৫

মিরোরডডল বলেছেন: Man you are funny:-)
আমি আগে পরেছি
অনেক ভালো লেগেছে
এই ধরনের লেখা আরো চাই

০৩ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৪৮

চাঁদগাজী বলেছেন:


ফানি চলাফেরা আমার যভালো লাগে; ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.