নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

বেগম জিয়াকে হোমিওপ্যাথী চিকিৎসা, পানি পোড়া ও তাবিজ দেয়া হোক

০৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:০৭



যাঁরা বেগম জিয়ার জন্য আসলেই চিন্তিত আছেন, তাঁদের জন্য সুখবর, বেগম জিয়া অসুস্হ নন; আমি বেগম জিয়াকে দেখার জন্য জেলে যাইনি; কিভাবে বলছি যে, বেগম জিয়া সুস্হ আছেন? সোজা ব্যাপার: মির্জা ফখরুল সাহেব যখন বলছেন, বেগম জিয়া ভালো নেই; অর্থাৎ বেগম জিয়া সুস্হ আছেন। যদি মির্জা ফখরুল বলতেন যে, বেগম জিয়ার অবস্হা, প্রান যায় যায়; তখন ধরে নিতে হবে যে, বেগম জিয়ার পায়ের ব্যথা বেড়েছে।

বেগম জিয়া অসুস্হ হলে বুঝা যাবে সহজেই, শেখ হাসিনা ডা: প্রাণ গোপাল মোপালকে নিয়ে ওখানে হাজির হবেন। বেগম জিয়াকে যদি বাংলাদেশে কেহ বেশী পছন্দ করেন, সেটা হলো শেখ হাসিনা। বেগম জিয়া বিএনপি'র সভাপতি হিসেবে থাকাতে শেখ হাসিনা সহজে জয়ী হয়ে আসছেন। শেখ হাসিনা আরও কিছু সময় নিজকে বিজয়ী হিসেবে দেখতে চান, শেখ হাসিনা উনাকে জীবিত ও সুস্হ দেখতে চান।

১৯৯১ -১৯৬৬ সাল পিরিয়ড, ও ২০০১-২০০৬ সাল পিরিয়ড মিলে কমপক্ষে ১ কোটী ২০ লাখ মানুষ মৃত্যবরণ করেছেন; এদের মাঝে কমপক্ষে ৯০ লাখ মানুষ বিনা চিকিৎসা, কিংবা প্রায় বিনা চিকিৎসায় মারা গেছেন; ভাগ্য ভালো হলে, এরা হয়তো মৃ্ত্যুর আগে সামান্য গ্রাম্য কোয়াক-ডাক্তার থেকে হোমিও চিকিৎসা পেয়েছেন, কিংবা পানি পোড়া বা তাবিজ জুটেছে ভাগ্যে। বেগম জিয়া নিশ্চয় এসব মানুষ নিয়ে কোনদিন চিন্তিত ছিলেন না; আজকে সময় হয়েছে উনাকে সাধারণ মানুষের চিকিৎসা নিয়ে সামান্য ধরণা দেয়ার। উনাকে একটা হোমিওপ্যাথীর ডাক্তার দেখালে ভালো হবে; সাথে সামান্য তাবিজ ও পানি পোড়া দেয়া সঠিক হবে।

সামান্য কয়েদী হয়ে তিনি আজকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে এসে জাতির বউয়ের আদর পেয়ে, রক্ত পরীক্ষা ও এক্স-রে করায়ে গেছেন। আপনার আমার মত ব্লগার ১ মাস চেষ্টা করেও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দায়ও স্হান পাবো না; ভুলে যান আদমজী জুটমিলের শ্রমিক কিংবা গার্যমেন্টস'এর মেয়েদের কথা।

উনাকে যে খাবার দেয়া হয়, বাংলাদেশের মতবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবার উৎসবের দিনও সেই খাদ্য পাবার কথা নয়; হাতী মরলেও কোটী টাকা; এত ভালো খাবার খেলে কেহ কোনদিন অসুস্হ হওয়ার কথা নয়; সর্বোপরি, ৩৪ বছর পর, উনি ভালো অবসরে আছেন। বেগম জিয়া প্রতিদিন সামান্য রেড-ওয়াইন খান, এতে উনার হার্ট সুস্হ ও সবল আছে; আশাকরি, উনি দীর্ঘদিন সুস্হ থাকবেন।

উনার পেচনে, এখন কমপক্ষে গড়ে বাংলাদেশ সরকারের ৫০ জন কর্মচারী কাজ করছেন; উনাকে নিয়ে পুরো আওয়ামী লীগ চিন্তিত; প্রশাসন চিন্তিত, ব্লগারেরা চিন্তিত, বস্তীর লোকজন চিন্তিত; বিদেশী কুটনীতিবিদরা চিন্তিত; ফলে, উনি অসুস্হ হলে জাতি ও বিশ্ব জানতে পারবে।

বেগম জিয়া বিশ্বাস করতেন যে, মুক্তিযুদ্ধে বাংগালীরা পাকী বাহিনীর সাথে পেরে উঠবে না।

মন্তব্য ১১১ টি রেটিং +৩/-০

মন্তব্য (১১১) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৩২

রাজীব নুর বলেছেন: উচি বেঁচে থাকলেই কি আর মরে গেলেই কি?
উনার লোকজন কোটি কোটি টাকার মালিক হয়েছে। যার রাস্তার পাশে চায়ের দোকানদারি করার কথা সে খন টিভি চ্যানেলের মালিক হয়েছে। কেউ কেউ ব্যাংক খুলেছে।

০৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৩৭

চাঁদগাজী বলেছেন:


উনাদের রাজত্বে কিছু লোকজন আলাদীনের জ্বীনের চেরাগ পেয়েছেন, বাকীগুলো সরাইখানার পথিক।

২| ০৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৪৮

কাউয়ার জাত বলেছেন: প্রতিদিন ঘুরিয়ে ফিরিয়ে একই কথা। আমেরিকায় বসে এই দেশের মানুষের দুঃখে ওনার পরাণ যায়। সেই দুঃখে সকাল বিকাল কিবোর্ড চেপে বাল ছাল পোস্ট দেয়।

০৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫২

চাঁদগাজী বলেছেন:


আপনি পড়েছেন; এবার বেগম জিয়ার জন্য দোয়া করে দেন, উনি যেন সুস্হ হয়ে উঠেন; আমার জন্য বদ-দোয়া করে দেন, আমি যেন টাইপ করতে না পারি।

৩| ০৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫৩

ঠাকুরমাহমুদ বলেছেন: চাঁদগাজী ভাই, আমি আপনার সাথে ১০০ তে ১০০ একমত বেগম জিয়াকে বাংলার বুকে সব চেয়ে বেশী পছন্দ করেন যিনি তিনি আমাদের প্রধাণমন্ত্রি মাননীয় শেখ হাসিনা । এই দুজন বাংলাদেশের একমাত্র পাথেয়, বাংলার শান বাংলার মান বাংলার হুজুরে আলা, বাংলার বুকে তাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে হাজারো বছর, এই দুজন আছে বলে বাংলাদেশ আছে, বেগম জিয়া আর শেখ হাসিনা বাংলার পীর, বেগম জিয়া শেখ হাসিনা বাংলাদেশের অপর নাম - - - নিশ্বাস নিতে পারছিনা হাপানি এসে গেছে, আর কোনো টাইটেল খোজে পাচ্ছিনা আপনার জানা থাকলে দয়া করে জানিয়ে কৃতজ্ঞ করবেন এই দেশের জাতীকে ।

০৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫৭

চাঁদগাজী বলেছেন:


উনারা ২ জন জাতির বউ

৪| ০৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫৬

কাউয়ার জাত বলেছেন: আপনি টাইপ করতে না পারলে সামু ব্লগের ক্লাউন কে হবে?

০৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫৮

চাঁদগাজী বলেছেন:



সামু ক্লাউনহীন হয়ে যাবে, আপনার উপর চাপ পড়বে, অনেক লিখতে হবে আপনাকে( মানে কা কা করতে হবে)!

৫| ০৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:১২

ঠাকুরমাহমুদ বলেছেন: চাঁদগাজী ভাই, সামহোয়ারইনব্লগে ক্লাউন খোজার দায় যার সে তো সবচেয়ে বড় ক্লাউন, ইগনোর করেন ইগনোর করেন, আপনার পোষ্টের বিষয়ে আসা যাক:

বেগম জিয়াকে পানি পড়া আর তাবিজের সন্ধানে কামরুপ কামাইক্ষা যাওয়ার জন্য ব্যাবস্থা কি নিবেন ভারপ্রাপ্ত ভারে ভরাডুবি মির্জা ফখরুল উরফে মির জাফর উরফে চোর ফখরুল উরফে ডাবল গেম্বলার ফখরুইল্লা ?

ফখরুইল্লার ধারণা সে যে দুই দলের বান্দর এটা কেউ বোঝে না, ফখরুইল্লা বান্দরের গলায় চেইন পড়ায়ে এই আওয়ামিলিগ ই রাস্তায় তবলা পিটিয়ে নাচাবে - চাঁদগাজী ভাই মনে রাখবেন আমার কথা মিলিয়ে নিয়েন ।।

০৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২০

চাঁদগাজী বলেছেন:


ব্লগ সময়ের সাথে সবাইকে শিখার সুযোগ করে দিচ্ছে, সবাই কিছু শিখবে একদিন।

ফখরুল সাহেব বেগম জিয়ার উপর নির্ভরশীল হয়ে গেছেন, উনাকে ৫ বছর ঝুলতে হয়েছে; ৫ বছর ঝুলে থাকায় বুদ্ধি অনেক কমে গেছে!

৬| ০৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:১৭

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আগের পোসটের মত কাহিনী লিখেন। একটু আমরিকার কাহিনী পড়ি।

০৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২৫

চাঁদগাজী বলেছেন:



লিখবো।
দু:খ লাগে, জাতির এত সম্পদ থাকার পরও, মানুষ সামান্য সঠিক চিকিৎসা পাচ্ছে না; বেগম জিয়া, শেখ হাসিনা, প্রেসিডেন্ট সবাই আজীবন বিদেশে চিকিৎসা নিয়েছেন!

৭| ০৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:১৮

নূর আলম হিরণ বলেছেন: বেগম জিয়া অসুস্থ হলে বা জেলে থাকলে জাতির তো কোন সমস্যা হচ্ছে না।

০৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২৯

চাঁদগাজী বলেছেন:


উনি জাতির সাধরণ মানুষের চিকিৎসার জন্য কিছুই করেননি; আজকে উনাকে কেন এত উন্নত চিকিৎসা দেয়া হচ্ছে? তাবিজ দেয়ার দরকার।

৮| ০৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২৯

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
উনাদের রাজত্বে কিছু লোকজন আলাদীনের জ্বীনের চেরাগ পেয়েছেন, বাকীগুলো সরাইখানার পথিক।

ঠিক বলেছেন।

০৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩২

চাঁদগাজী বলেছেন:



ফালু, বসুন্ধরা, আলম ব্রাদার্শ, মেজর মান্নান, নোমান, ও গার্মেন্টস'এর মেয়েদের দেখলে বুঝা যায়, বাংলাদেশ কি বস্তু, এবং কাহারা এই অবস্হার সৃষ্টি করেছে!

৯| ০৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩০

ঠাকুরমাহমুদ বলেছেন: দেশে রাজনৈতিক বন্দি ও তাদের সেবা্য় দেশ ও জনগনের টাকা যেভাবে খরচ হচ্ছে তাতে মনে হচ্ছে বাৎসরিক ফুল বডি চেকআপ করার জন্য বছরে অন্তত একবার রাজনৈতিক বন্দি হয়ে ঢাকা মেডিকেল অথবা বঙ্গবন্ধু মেডিকেলে এসি রুমে তিন দিন আরাম করা যেতে পারে - প্লেজার হসপিটালিটি আর কাকে বলে জানাবেন ?

০৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩৪

চাঁদগাজী বলেছেন:



বেগম জিয়ারা যেখানে যান ভালো থাকবেন; সাধরণ মানুষে বেকার থাকবেন।

১০| ০৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩২

রাজীব নুর বলেছেন: ঠাকুরমাহমুদ বলেছেন: চাঁদগাজী ভাই, সামহোয়ারইনব্লগে ক্লাউন খোজার দায় যার সে তো সবচেয়ে বড় ক্লাউন, ইগনোর করেন ইগনোর করেন।

সহমত।

০৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩৬

চাঁদগাজী বলেছেন:


ব্লগ সবার জন্য বড় ইউনিভার্সিটি, সবাই সময়ের সাথে কিছু হলেও শিখবেন,।

১১| ০৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩৩

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ঠিক, এই দেশে যদি বধ্যতামূলক ভাবে প্রতি মাসে সরকারের লোকজনদেরকে কোন এক বিশাল হলরুমে উপস্থিত জনগণের কাছে তাদের কাজের জবাবদিহি করার নিয়ম থাকত তাহলে অনেক কাজই তারা বাধ্য হয়ে করত হয়ত।

০৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩৮

চাঁদগাজী বলেছেন:


বেগম জিয়া ও শেখ হাসিনার সময়, প্রশাসনের লোকেরা দেশের মালিক; একজন সেক্রেটারী কারো কাছে জবাবদিহি করার কথা ভাবতে পারবেন না জীবনে।

১২| ০৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩৩

রাজীব নুর বলেছেন: মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আগের পোসটের মত কাহিনী লিখেন। একটু আমরিকার কাহিনী পড়ি।

সহমত।

০৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩৯

চাঁদগাজী বলেছেন:



আমি আসলে আমেরিকাকে ফোকাস করে কিছু লিখিনি; সব দেশের সাধরণ মানুষ ভালো; ঠিক আছে, আরো লিখার চেষ্টা করবো।

১৩| ০৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪৪

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
আমি আসলে আমেরিকাকে ফোকাস করে কিছু লিখিনি; সব দেশের সাধরণ মানুষ ভালো; ঠিক আছে, আরো লিখার চেষ্টা করবো।

অবশ্যই লিখবেন। ভালো লাগে।

০৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪৯

চাঁদগাজী বলেছেন:


আসলে আমি গল্প টল্প লিখতে পারি না; পোষ্টাকারে দেয়ার চেষ্টা করবো।

১৪| ০৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: বেগম জিয়া বিশ্বাস করতেন যে, মুক্তিযুদ্ধে বাংগালীরা পাকী বাহিনীর সাথে পেরে উঠবে না।

ম্যাডামের সাথে আপনার ভাব ছিল নাকি??

০৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫৮

চাঁদগাজী বলেছেন:


ম্যাডামকে আমরা অনেকে ১৯৭১ সাল থেকে জানি

১৫| ০৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আওয়ামীলিগ এলোপাতিক খাইয়া আরো দীর্ঘজীবি হউক এটাই কামনা আর বিএনপিরা সব মইরা সাফ হইয়া যাক।
আল্লাহু সর্ব শক্তিমাণ তিনি নিশ্চয় সব কিছুর হিসাব রাখেন সময় মত যার যা পাওনা তা মিটিয়ে দেন । শুধু সময়ের
অপেক্ষা।
ধন্যবাদ ওস্তাদ।

০৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯

চাঁদগাজী বলেছেন:


আল্লাহ সবকিছু করেন, তবে উনি বাংগালদেশের রাজনীতি করেন না; উনি বাংলাদেশের রাজনীতি করলে মোল্লা শফি রাজা হতেন।

১৬| ০৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫৬

ঠাকুরমাহমুদ বলেছেন: বেগম জিয়া ও তাঁর পুত্র ধন তারে জিয়া তাদের দলে যেভাবে চোর বাটপার পোষেছেন তার অনাদায়ী জের বেগম জিয়া কে ইহ জনমে দিয়ে যেতে হবে, আর যেখানে ফখরুলের মতো ডাবল গেম্বলার আছে সেখানে খালেদা জিয়ার কপালে আরো শনি আছে !

ফখরুল জেলের বাইরে আছে কারণ আওয়ামিলিগ চাইছে ফখরুল জেলের বাইরে থাকুক - - ফখরুলের রাজনিতি বাকী টা জনগন বোঝেন আশা করি ।

০৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০৫

চাঁদগাজী বলেছেন:


বেগম জিয়া জেনারেল জিয়ার ছেলে ২টাকে অমানুষে পরিণত করেছেন; জেনারেল জিয়ার দলকে জামাতের খেলনায় পরিণত করেছেন।

১৭| ০৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫৮

সে্‌নসেটিভ শিমুল বলেছেন: আমি suggest করি যে, কলিকাতা হারবাল এ নেয়া হোক।

০৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০৮

চাঁদগাজী বলেছেন:


বাংলার মানুষ বিনা চিকিৎসায় মরেছে, উনার চিকিৎসা হয়েছে সৌদী আরবে; এগুলো জাতির জন্য কষ্টদায়ক অধ্যায়

১৮| ০৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০৪

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: হাসিনার আমলেও অনেক মানুষ নিজের সম্বল হারিয়ে নিঃস্ব হয়েছেন।আবার কেউ দেশের কোটি কোটি টাকা বিদেশে পাঁচার করেছেন।এ নিয়ে কিছু বলুন প্লিজ

০৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০৬

চাঁদগাজী বলেছেন:



সঠিক।
এরা ২ জনে পরস্পরের সম্পুরক।
তবে, বেগম জিয়া রাজাকারদের জাতির মাথার উপর বসায়েছিলেন, শেখ হাসিনা উহাদের নামায়েছেন।

১৯| ০৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০৯

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন:
সে্‌নসেটিভ শিমুল বলেছেন: আমি suggest করি যে, কলিকাতা হারবাল এ নেয়া হোক।

সেনসেটভ শিমুল আপনার চিকিৎসার কি খবর?হারবালের ঔষধে কি আস্তা রাখা যায়?

২০| ০৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:১২

Taufik Alahi বলেছেন: শাড়ি পড়া ওলী বগুড়ার সুন্দরী বধু কে সবচেয়ে বেশী ভালোবাসে কথা টা ঠিক।

০৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:১৬

চাঁদগাজী বলেছেন:



আপনি ভালোবাসবেন, উনার জীবনটা সুন্দর কেটেছে

২১| ০৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:১৭

সনেট কবি বলেছেন: বেগম জিয়া জনগণ নিয়ে ভাবতেন বলে মনে হয় না। আমার শাশুড়ী তাঁর জেলে যাওয়ায় দুঃখ করায় বলেছিলাম, তাঁর কারণে যারা কষ্ট পেয়েছে তিনি এখন সে কষ্টের কিছুটা হলেও ভাগ পাচ্ছেন। আর আপনি যা শুনালেন তাতে তো দেখছি তিনি রাজার হালে আছেন। যাক তিনি ভাল রেষ্ট পাচ্ছেন। ওদিকে তাঁর নেতারা মুক্তি চাই বলে পোষ্টার ছড়াবার সুযোগ পাচ্ছেন। সব মিলিয়ে বি এন পির জন্য ভালোই হলো।

০৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫

চাঁদগাজী বলেছেন:



বিএনপি'র জন্য কতটুকু ভালো হলো, শেখ হাসিনা ভালো বলতে পারবেন।

বেগম জিয়া, জাতির পয়সাটুকু জাতির জন্য ব্যয় করেননি, দুর্ভাগা মহিলা

২২| ০৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:২১

ঠাকুরমাহমুদ বলেছেন: চাঁদগাজী ভাই,
আমি একটা কথা প্রায় ই বলি পৃথিবীতে ইতিহাস ই সবচেয়ে বেশী বিকৃত হয়েছে নানা প্রয়োজনে তা্ই বাস্তব তারাই জানে যারা ইতিহাসে কোনো না কোনো ভাবে জড়িত - যাইহোক। জামাত সম্পর্কে এই দেশে দ্বিমত থেকে শতমত হতে পারে তবে আমার একমত এবং তা হচ্ছে জামাত বেগম জিয়া ও বিএনপি’র চিনি পাতা দই, তাই এই দই ঘোল ঘি বেগম জিয়াই খাবেন এবং এটা ই বাস্তব, ইতিহাস বিকৃত হয় তবে ইতিহাস কাউকে ক্ষমা ও করে না ।

ভিন্নকথা: আজকে যারা আফগান আফগান করে কাাঁদেন তারা কি জানেন এই আফগান’রা ধর্মের নামে ক্ষমতার লোভে, নারী লালসায় ভারতীয় মহাদেশে কি পরিমান হত্যার তান্ডব করেছে তাদের উত্তরসূরি এখন আজন্ম পাপ বহন করছে ।।

০৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮

চাঁদগাজী বলেছেন:



আফগান দাংগাবাজরা ভারতে আসতো ডাকাতী করার জন্য; একা সোমনাথ মন্দির ডাকাতী করেছে ১৭ বার।

বেগম জিয়া জামাতকে বাংলাদেশের সরকারে আনার বিচার হওয়ার দরকার আছে; ওটাই উনার সবচেয়ে বড় অপরাধ।

২৩| ০৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৫১

কাউয়ার জাত বলেছেন:
বিশিষ্ট আমেরিকা প্রবাসী রাজা উজির মারা ফুলটাইম ব্লগার জনাব চাঁদগাজী মরহুমের বিগত কয়েকদিনে পোস্টানো "সহীহ খালেদা জিয়া নামা"। কেউ আমিন না লিখে যাবেন না।


১। বেগম জিয়াকে হোমিওপ্যাথী চিকিৎসা, পানি পোড়া ও তাবিজ দেয়া হোক

২। বেগম জিয়ার অসুস্হতা নিয়ে দেয়া পোষ্টটি ড্রাফট করেছিলাম।

৩। বেগম জিয়াকে অবসরে, শান্তিতে থাকতে দিবে না বিএনপি

৪। বেগম জিয়াকে জামিন দেয়া সঠিক হয়নি, জাতির জন্য অশুভ হবে

৫। বেগম জিয়ার নতুন খেতাব, "মাদার অব ডেমোক্রেসী"

৬। বেগম জিয়ার উচিত ছিল জাতি ও এতিমদের কাছে মাফ চাওয়া

৭। আইনী প্রক্রিয়ার বাহিরে, রাস্তায় বেগম জিয়ার মুক্তি চাওয়া অরাজকতা মাত্র।

৮। রাজনীতি থাক, এটা সেটা লিখি কিছুদিন, মিত্র বাড়ুক (খালেদা জিয়ার কারাবাস নিয়ে রম্য গল্প)

৯। সাধারণ মানুষ ন্যায় বিচার পেয়েছেন, আরো ন্যায় বিচার পাওয়ার পথ খুলেছে

১০। মানুষের সম্পদ দখল করলে অবস্হা বেগম জিয়া, তারেক, গিয়াস মামুনের মতো হবে

১১। বেগম জিয়া "জিয়া এতিমখানা" গড়ে দেয়ার কথা জাতিকে বলেননি

১২। ব্লগার হত্যায় উস্কানী ও পরোক্ষ সমর্থন বেগম জিয়ার শাস্তির সাথে যোগ হওয়া উচিত

১৩। বেগম জিয়ার উদাহরণযোগ্য কঠিন শাস্তি হওয়া দরকার

১৪। ১ সপ্তাহের মাঝে "জিয়া এতিমখানা" গড়তে পারবে না বিএনপি?

১৫। বিএনপি অন্যায়ের পক্ষে গিয়ে সাধারণ মানুষের মৃত্যুর ফাঁদ বসাচ্ছে!

১৬। বেগম জিয়া ৫ সীটে জয়ী হবেন, জেলে গেলেও ৫ সীটে জয়ী হবেন

১৭। শেখ হাসিনার বিচার না হলে, বেগম জিয়ার বিচার হচ্ছে কেন?

১৮। বেগম জিয়া প্রস্তুতি নেয়ার কথা ভাবছেন, ক্ষমতা হস্তান্তরের পুর্বাভাষ?

১৯। এতিমখানা দুর্নীতির বিচার কেন হচ্ছে, বিচার না হলেই ভালো হতো?

বিদ্রঃ দুয়েকটা উনি ড্রাফট মারিয়াছেন। পুরাতন পোস্ট উল্লেখ করা হয়নি।

০৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯

চাঁদগাজী বলেছেন:


আমিন!

কি কান্ড! মনে হয়, সামু উপকৃত হচ্ছে!

২৪| ০৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩

সে্‌নসেটিভ শিমুল বলেছেন: অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন:
সে্‌নসেটিভ শিমুল বলেছেন: আমি suggest করি যে, কলিকাতা হারবাল এ নেয়া হোক।

সেনসেটভ শিমুল আপনার চিকিৎসার কি খবর?হারবালের ঔষধে কি আস্তা রাখা যায়?

যার ওপর আস্থা রেখে অস্বস্তি তে পড়তে হয়, তার জন্য আস্থার খোঁজ করা অস্বস্তিকর ই বটে!!! আর হ্যাঁ, আমি তো বিনা চিকিৎসায় বাঁচি । :)

২৫| ০৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫

তার ছিড়া আমি বলেছেন: হোমিও চিকিৎসা একটি কার্য্যকরী চিকিৎসা। হোমিও চিকিৎসাকে এভাবে অবহেলা করা ঠিক হচ্ছে না। সঠিক হোমিও চিকিৎসায় রোগ নিশ্চিত ভাল হয়।

ব্লগারদের ক্যাচাল পড়তে ভালই লাগে, বিশেষ করে চাঁদগাজীর পোষ্টের ক্যাচাল। জয় ব্লগিং।

০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:২৩

চাঁদগাজী বলেছেন:


হোমিও চিকিৎসা আসলেই খুবই ভালো চিকিৎসা, বিলিয়ন বিলিয়ন ডলারের চিকিৎসা; কিন্তু গ্রামের কোয়াক-ডাক্তারেরা বাংলার সাধরণ মানুষকে কি চিকিৎসা দিতে পেরেছিলেন?

ম্যাডাম তো সৌদীতে চিকিৎসা নিতেন; আজকে গেলেন ঢাকা মেডিকেলে। ঢাকা মেডিকেলের বারান্দায় স্হান পেতে হলে ছাত্রলীগের ক্যাডার হতে হবে।

২৬| ০৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯

রোকনুজ্জামান খান বলেছেন: অন্তরের ভিতর খরা খা খা করে?

০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৩০

চাঁদগাজী বলেছেন:


বেগম জিয়া নিজেই জেনারেল জিয়ার ২ ছেলেকে মাস্তান বানায়েছেন, জাতির সম্পদকে কুমীরের পেটে দিয়েছেন।

২৭| ০৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Amin

০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৩১

চাঁদগাজী বলেছেন:


ব্লগিং চালু হওয়াতে কাউয়া চাউয়ারাও একদিন মানুষে পরিণত হবেন; আপাতত: আমিন

২৮| ০৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯

তারেক_মাহমুদ বলেছেন: মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আগের পোসটের মত কাহিনী লিখেন। একটু আমরিকার কাহিনী পড়ি দুই নেত্রীর এই কচকচানি আর ভাললাগেনা তারচেয়ে আমেরিকার কাহিনী লেখেন পড়ে একটু শান্তি পাই। কোনদিন যাওয়ার সম্ভাবনা দেখছি না তাই পড়ে দুধের সাধ ঘোলে মেটাই।

০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:২৮

চাঁদগাজী বলেছেন:


আমেরিকা বা ইউরোপ ১ দিন যেতে পারবেন; সেই ব্যবস্হা হবে, বাংগালীদের সেই সম্পদ আছে; শুধু সালমান রহমান যে, প্যারিস গিয়ে বিয়ার খাচ্ছে, এটাই শেষ সিনারিও নয়।

২৯| ০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:১৬

মিথী_মারজান বলেছেন: আপনার পোস্টটি পড়ে অনেক হাসলাম সেইসাথে মন খারাপ করা কিছু ঘটনাও উল্লেখ করেছেন।
খালেদা জিয়ার মত নেত্রী সবার চেয়ে একটু এক্সট্রা কেয়ার পাবে এটা হয়ত: স্বভাবিক তবে সেইসাথে সাধারণ জনগণের চিকিৎসাসেবার যে বাস্তব চিত্র তুলে ধরেছেন সেটা অবশ্যই সমাধান হওয়া উচিত।

০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:২৬

চাঁদগাজী বলেছেন:


প্রেসিডেন্ট হাঁচি দিলে, জাতির টাকায় যায় মাউন্ট এলজিবেথ, আর গার্মেন্ট'এর মেয়ে ( যিনি ডলার আনেন) যায় বস্তির ফার্মেসীতে।

৩০| ০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৫২

বিএম বরকতউল্লাহ বলেছেন: আপনার বিশ্লেষণ আমার ভাল লাগে।
ধন্যবাদ।

০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:১৬

চাঁদগাজী বলেছেন:


এরা অনেকটা ক্যানসারের মতো, পুরো জাতির সম্পদ শুষে নিয়ে জাতিকে প্রাণহীন করে দিয়েছেন।

৩১| ০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:১৫

ঢাবিয়ান বলেছেন: কিছু মনে নিবেন না। খালেদা , হাসিনাকে দেশের জনগনের ( দালাল বাদে) পছন্দ করার কোন কারন নাই, করেও না। তবে আপনার একতরফা বেগম জিয়ার বিরুদ্ধে ক্ষোভটা বেশ অস্বাভাবিক। অনেকটা ব্যক্তিগত পর্যায়ে।

০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:২৩

চাঁদগাজী বলেছেন:

জনতা চেয়েছিলেন এই ২ জন থেকে মুক্ত হতে, জনতার সেই শক্তি নেই; শেখ হাসিনা জনতাকে সাহায্য করেছেন, জনতার অর্ধেক কাজ শেখ হাসিনা করে দিয়েছেন; এখন জনতাকে বাকীটুকু করতে হবে; আমি মনে করি এটা সাধরণ মানুষের জন্য আংশিক হলেও ভালো।

বেগম জিয়াকে 'মা' ডাকেন, কিন্তু নিজে ভিক্ষা করেন, সেই রকম মহিলাও আমি দেখেছি; দু:খের বিষয় যে, ঐ মহিলা তো বেগম জিয়াকে জীবনেও বুঝেননি; আমি বুঝেছি, তাই আমার মনে ব্যথা আছে।

৩২| ০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:১২

নূর-ই-হাফসা বলেছেন: আপনার কথাই মনে হচ্ছে ঠিক । মজার ছলে সত‍্যটাই তুলে ধরেছেন ।
রাজনৈতিক এই অভিনয় আর কতোদিন চলবে সেটাই দেখার বিষয় ।

০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:১৮

চাঁদগাজী বলেছেন:


একটা খেলনার পুতুলও বেগম জিয়া থেকে বেশী বুদ্ধিমান হওয়ার সম্ভাবনা আছে; তিনি জাতির টাকাগুলো জাতির জন্য খরচ করেননি; মানুষের জন্য টাকা খরচে যে, আনন্দ আছে, সেটা তিনি অনুভব করেননি জীবনে।

৩৩| ০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:১৪

সোহাগ তানভীর সাকিব বলেছেন: সরকারের পক্ষে পরামর্শ একেবারেই মন্দ নয়। করতেও পারে। বলা যায় না। বাংলাদেশের রাজনীতি বলে কথা!!

০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:১৬

চাঁদগাজী বলেছেন:


বাংলার মানুষ ডাক্তারের কাছে না গিয়ে, ফার্মেসীতে গিয়ে ঔষধ কিনে নিজে খায়, সাথে সাথে বাচ্চাদেরও খাওয়ায়; আর বেগম জিয়ারা সৌদী থেকে সিংগাপুরে চিকিৎসা করান জাতির টাকায়।

৩৪| ০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:১৮

কানিজ রিনা বলেছেন: আচ্ছা আপনার চোখের অসুখ কি সত্যি?
বিশ্বাস করি আপনার চোখের ছানী পড়েছে
আপনি আমেরিকায় বসে চিকিৎসা করাচ্ছেন
দেশে এত ভাল ভাল চক্ষু হাসপাতাল রয়েছে।
তখন বিশ্বাস হচ্ছেনা আপনার চোখের রোগটা
মিথ্যা। তবে আপনার বিশ্বাস খালেদা অসুস্থ
না। ১৯৭১রে জাতীর পিতাকে পাকিস্থানিরা
জেল খাটিয়ে জামাই আদর করেছিল কি?
তাহলে খালেদাই বা বউ আদর পায় কেমনে?
এটা সত্য খালেদা মারা গেলে দেশে একদলিয়
তন্ত্র বন্ধ হবে। তাই হয়ত তাকে বউ আদর
শুরু করা হচ্ছে। আপনার বুদ্ধি আছে, কিন্তু
জ্ঞান বিবেক আছে বলে মনে হয়না।
আপনার একটি পোষ্টে আপনার সত্য কথার
উত্তর দিয়েছি,গনতন্ত্র মোতাবেক ভোট হলে
খালেদা জিতবে ১০০% আওয়ামীলীগ তা জানে
কারন দেশের মানুষ পাঁচ বছরের বেশী এক
সরকারের শাসন পছন্দ করবেনা।
খালেদা কেন আবার প্রধান মন্ত্রী হবে এটা
মেনে নেওয়া যায় না,তাই খালেদা আজ
জেলের ঘানী বইছে। আর আইন বলে দেবে
জেল বন্দীরা নোমীনেশন পায়না।
কারন আওয়ামী দূদক আওয়ামী চরকায় তেল
দেয়। ১৮ নং মন্তব্যে উত্তর করেছেন খালেদা
হাসীনা সম্পুরক সত্যটা আপনিই শিকার
করেছেন।
এই দুইজন প্রবীন নারী অবসরে গেলে ভাল
হতো। কারন দলের দুরনীতিবাজরা দুজনকে
ভাঙিয়ে খাচ্ছে। শেখ হাসীনা অবসরে গেলে
খালেদা আর রাজনীতিতে আসতে পারত না।
কিন্তু তা কি হবার?

০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:২৩

চাঁদগাজী বলেছেন:


বেগম জিয়া যখন ৫ সীটে জয়ী হয়েছিলেন, তার পরপরই ভোট বন্ধ করে দেয়ার দরকার ছিলো! জাতিকে শিক্ষা দেয়ার দরকার ছিলো যে, ভোট দিয়ে তারা যেন শ্রম-দাসে পরিণত না হয়!

আপনার পরিবারের কেহ নিশ্চয় আদমজী জুটমিলে চাকুরী হারাননি, এবং বর্তমানে গার্মেন্টস'এ সেলাই কল চালাচ্ছেন না।

৩৫| ০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:২৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বর্তমানে খালেদা ও এরশাদের চেয়ে বেশী ব্যর্থতা এখন শেখ হাসিনার। এক মাঘে শীত যায় না। সময় কথা বলবে। যেটা হচ্ছে এখন সেটা বুমেরাং হলে জাতির জন্য ভালো কিছু হবে না...

০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:০৫

চাঁদগাজী বলেছেন:


জাতি যদি ১৯৪৭ সালের মত স্বাধীনতা পেতেন, তা'হলে বেগম জিয়া, শেখ হাসিনা বা এরশাদ-রওশন জুটি দেশ চালালে চলতো; জাতি ভয়ংকর ভয়ংকর বিশাল মুল্য দিয়ে স্বাধীনতা এনেছে; যেসব পরিবার স্বাধীনতায় কিছু হারায়নি, শুধু তারা এসব বেগম জিয়া মিয়াকে মেনে নিয়েছেন মনের থেকে।

শেখ হাসিনা ও বেগম জিয়া একই পদ্ধতিতে ক্ষমতায় আসেননি; শেখ হাসিনা এসেছেন বেগম জিয়াদের পতন ঘটানোর জন্য; যদিও মুল্যটা দিচ্ছেন জাতি।

৩৬| ০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:০৪

হাসান রাজু বলেছেন: বিএনপি আসলে কোন দল না । এটা হল এন্টি আওয়ামীলীগ দল । যারা আওয়ামীলীগ বিরোধী কিন্তু জামতে যাওয়ার রুচি নেই তারা একটা আশ্রয় পেয়েছিলেন বিএনপি তে । বিএনপি কখনো এটাকে পুঁজি করে নিজেদের স্বকীয়তা তৈরি করতে পারেনি । তারা শুধু ক্ষমতায় গিয়েছে আর লুটেপুটে খেয়েছে । কখনো ফিল্ডওয়ার্ক করেনি । অবশ্য সেই মেধা জিয়া বংশে ছিল ও না । বলা যায় শেখ হাসিনা ফিল্ড ওয়ার্ক না করলেও তার দূরদর্শিতা এই কমতিটা কাটিয়ে দেয় অনেক খানি ।

আমার মনেহয়। বিএনপি এইভাবে ঠিকে থাকলে আঃলীগের জন্য ভালো । নতুন কোন দলের আবির্ভাব হবে না । কিন্তু বিএনপি নাই হয়ে গেলে এন্টি আওয়ামীলীগ হন্যে হয়ে আশ্রয় খুঁজবে । আর এতে খুব সহজে একটা দল অনেক অনাকাঙ্কিত সমর্থন পেয়ে যাবে । হাসিনাকে আবার নতুন করে ভাবতে হবে । এরচেয়ে বিএনপিকে এভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে দেয়াই ভাল ।
*** চোখের অবস্থা এখন কেমন?

০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:১২

চাঁদগাজী বলেছেন:



"আমার মনেহয়। বিএনপি এইভাবে ঠিকে থাকলে আঃলীগের জন্য ভালো । নতুন কোন দলের আবির্ভাব হবে না । কিন্তু বিএনপি নাই হয়ে গেলে এন্টি আওয়ামীলীগ হন্যে হয়ে আশ্রয় খুঁজবে । আর এতে খুব সহজে একটা দল অনেক অনাকাঙ্কিত সমর্থন পেয়ে যাবে । হাসিনাকে আবার নতুন করে ভাবতে হবে । এরচেয়ে বিএনপিকে এভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে দেয়াই ভাল । "

-শেখ হাসিনা এই জন্য বিএনপি'কে রেখেছে।

হাউকাউ চোখ কিছুতেই ভালো হচ্ছে না

৩৭| ০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:২৮

ঠাকুরমাহমুদ বলেছেন: চাঁদগাজী ভাই,
আমিন না লিখে যাবো না তবে আমিন কতো প্রকার কি কি তা জাতী জানতে চায়ঃ

০১। আমিন - আমিন মিয়া - আমিন ভুইয়া
০২। আমিন ভবন
০২। আমিন ক্লথ ষ্টোর
০৩। আমিন পান ভান্ডার
০৪। আমিন চা ষ্টল
০৫। আমিন রেষ্টুরেন্ট
০৬। আমিন জুট মিল
০৭। আমিন গার্মেন্টস
০৮। আমিন বাজার
০৯। আমিন ক্যাডেট মাদ্রাসা
১০। আমিন ট্রাভেল এন্ড ট্যুরস - ফকিরা পুল (এখানে সব দেশে আদম পাঠানো হয়)
১১। আমিন্যা চোরা উরফে মুরগি আমিন উরফে কালা আমিন (থানায় ডায়েরী করা আছে যেভাবে)
১২। লেংড়া আমিন উরফে দালাল আমিন (থানায় ডায়েরী করা আছে যেভাবে)
১৩। বংশিবাদক আমিন - বংশি বাজায় কে রে শখি বংশি বাজায় কে গানের বংশিবাদক আমিন সুত্র: বি এফ ডি সি
১৪। রংবাজ আমিন - মাস্তান কেউ না রংবাজ আমিন রংমিস্ত্রি সে বাসের বডিতে রংবাজ আমিন লিখে আনন্দ পায়
১৫। আমিন সেনিটারি এন্ড টাইলস
১৬। আমিন লন্ড্রি
১৭। আমিন বিদায় বেলা ষ্টোর -
১৮। আমিন শেষ বিদায় ষ্টোর - দুই ভাইয়ের পাশাপাশি দোকান শেষ বিদায়ে তাদের সাথে যোগাযোগ করতে পারেন
১৯। আমিন পেইন্ট এন্ড হার্ডওয়ার
২০। আমিন পোলাট্রি - পোলট্রি নয় সাইন বোর্ডে ভুল বানানা লেখা আছে পোলাট্রি
২১। আমিন কিন্ডার গার্টেন
২২। আমিন হেয়ার কাটিং এন্ড চাইনিজ সেলুন
২৩। আমিন প্রিন্ট শাড়ি ১২ হাত
২৪। আমিন হোসেন - ঘর জামাই আমিন
২৫। আমিন - সার্ভেয়ার গ্রাম দেশে সার্ভেয়ার কে আমিন বলে থাকে
২৬। আমিন বিড়ি
২৭। আমিন ইয়াতিমখানা লিল্লাহ বোর্ডিং - কোরবানির চামড়া দান করুন
২৮। আমিন টেলিকম - এখানে সব রকমের বিদেশি মোবাইল ফোন বিক্রয়, সিম বিক্রয় ও মোবাইল মেরামত করা হয়
২৯। আমিন মাঝি - নদি শুকিয়ে যাওয়ায় ইদানিং আমিন মাঝি কলা ফরমালিন মিশিয়ে বিক্রি করে ভালোই আছেন
৩০। আমিন - এই নামে নতুন কোনো জঙ্গী গোষ্টি বের হয়েছে কি না তা খোজ নিয়ে জানাতে হবে - - - - - - -

০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৩৬

চাঁদগাজী বলেছেন:


আপনার মাঝে সেন্স অব হিউমার আছে !!

৩৮| ০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:০৭

ঠাকুরমাহমুদ বলেছেন: চাঁদাগাজী ভাই আমিন ই তো বলতে হবে আমিন তো কতো রকম হয় ব্লগে সবাই জানার অধিকার রাখেন ।
আমরা যদি না জাগি ভাই কেমনে সকাল হবে । এই মাত্র আমার ভাগ্নে জানালো ৭১ এ রাজাকার আমিন নামে একজন ছিলো ভৈরব পলাশ তার বাড়ী ।

০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১:২৩

চাঁদগাজী বলেছেন:


ব্লগার কাউয়ার জাত ব্লগিং শিখছেন, সময় লাগবে।

৩৯| ০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:২৬

কানিজ রিনা বলেছেন: হ্যা আমার পরিবারের একজন আদমজী জুট
মিলে চাকুরী করেছে। একজন চট্রগ্রাম ইস্টিল
মিলেও চাকুরী করেছে। তারা জুটমিল ও
ইস্টিল মিল থাকা অবস্থায় মিল দুটো বন্ধ
হয়েছে। একভাই মুক্তি যোদ্ধা উন্মাদ পাগল
তার ছেলে মেয়ে গার্মেন্সেও চাকরী করে।
এখন বলুন ক্ষেতি আর তাঁতী ছাড়া কি
এদেশ স্বাধীন হয়েছে? শিক্ষিত যারা মুক্তি
যোদ্ধা ছিল তারা গা বাঁচিয়েছে তারা মুক্তির
নেতা ছিল। জীবন দিয়েছে তাঁতী ক্ষেতী।
নিশ্চয় অশিকার করতে পারবেন না।
আপনারই উক্তি জাতীর পিতার মৃত্যুর পর
মুক্তি যোদ্ধারা চার ভাগে হয়েছিল তারা
কোন কোন দলে ভাগ হয়েছে জানি জবাব
দিতে পারবেন না।
খালেদা ভোট বন্ধ করে নাই বা পারে নাই
শেখ হাসীনা পেরেছে আপনি খুশি তো?
তাইত বলেছি আপনার জ্ঞান বিবেচনা কম।

০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১:২২

চাঁদগাজী বলেছেন:


১৯৭১ সালে, মুক্তিযোদ্ধারা সরকারের অংশ ছিলেন; ১৯৭২ সালে, শেখ সাহেব সরকারী চাকুরী নিলেন, তিনি জানতে চাননি ১৯৭১ সালের ১ লাখ মুক্তিযোদ্ধা কোথায়? সেই ঘটনা জাতির অবদানকে খর্ব করেছে।

জিয়ার ক্ষমতা দখল ছিলো জাতিকে পাকী পন্হা নিয়ে যাওয়া পুনরায়। জিয়ার ভুলের জন্য শেখ হাসিনাকে আসতে হয়েছে রাজনীতিতে; না হয়, উনার পিতা ও পরিবার হত্যার বিচার কেহ করতো না।

জিয়ার মৃত্যুর পর, বিএনপি ছিল বিচাসরপতি সাত্তারের হাতে; সেই লোক ছিল বিএনপি'র মাঝে সবচেয়ে যোগ্য ব্যক্তি; উনার থাকে ক্ষমটা কেড়ে নিয়ে দেয়া হয়েছে লোভী ও অশিক্ষিত এক মহিলাকে; উনার হাতে জাতি ভয়ংকরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে; এমন কি উনার ছেলেরাও ক্ষতিগ্রস্ত হয়েছে, ওদের এই অবস্হা হওয়ার কথা ছিলো না।

৪০| ০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ২:০০

ঠাকুরমাহমুদ বলেছেন: চাঁদগাজী ভাই,
বেগম জিয়ার সকল গুণধর ও প্রিয়ভাজনদের কথা চিন্তা করে মাথায় ব্যাবসা চলে আসছে, কি করি ভাই ব্যাবসায়ী মানুষ, তাই বেগম জিয়াকে পীর এ কামেল পীর এ দর্শন প্রিয় আম্মাজান বেগম খালেদা জিয়া খেতাবে ভুষিত করে দেশ ও দশের উন্নয়নে পোষ্ট দিয়ে দিলাম এক খানা খোলা চিঠি, এতে যদি দেশ ও জাতী উপকৃত হয় !!! আপনাকে আমেরিকা ব্রাঞ্চ খাদেম হওয়ার অনুরোধ করছি ।।

০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ২:৫২

চাঁদগাজী বলেছেন:


বেগম জিয়া কিন্তু নিজের সৃষ্টি নয়, পেছনে অনেক বড় বড় শক্তি আছে।

৪১| ০৮ ই এপ্রিল, ২০১৮ ভোর ৪:৪১

গড়াই নদীর তীরে বলেছেন: আওয়ামী লীগের দালাল। বিএনপির বিরুদ্ধে দশ কথা বলার পরে আওয়ামী লীগের বিরুদ্ধে দুই কথা বলে ব্যালেন্স করে। জাতির দরদী ভান দেখিয়ে আমেরিকায় বসে দেশের জন্য শখের দুঃখ করে। উপরের এক লিস্টে দেখা যাচ্ছে এ নিয়ে গোটা বিশেক পোস্ট দিয়েছে খালেদা জিয়ার বিরুদ্ধে। অথচ খালেদা জিয়া বর্তমানে দেশের কোন ফ্যাক্টর না। দেশের সবচেয়ে বড় সমস্যা দুঃশাসন, লুটপাট, বিচার বিভাগের ওপর নগ্ন হস্তক্ষেপ, অর্থপাচার ইত্যাদি।
এসব কারণে সাধারণ মানুষের দুঃখের অন্ত নেই। কিন্তু উনি এগুলো না বলে এখনো ২০০১ থেকে ২০০৬ এর ফিরিস্তি দিয়ে সাধারণ মানুষকে ছেলে ভুলানো ললিপপ খাওয়াচ্ছে।

০৮ ই এপ্রিল, ২০১৮ ভোর ৫:০৩

চাঁদগাজী বলেছেন:


আমি বেগম জিয়া সম্পর্কে লেখার কারণে গত ভোটে শেখ হাসিনা জয়ী হয়েছে? ব্লগে আমার পোষ্ট পড়ার পর, কেহ লীগের লিলিপপ খেয়েছেন, বিএনপি সাপোর্টার ব্লগার শাহিন৯৯ কি আওয়ামী লীগে জয়েন করেছেন?

বুদ্ধিমান হওয়ার চেষ্টা করেন, ছেলেমী আর কতদিন?

৪২| ০৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ৭:১৩

ঠ্যঠা মফিজ বলেছেন: সাথে আপনাকেও কিছু এলোপাতিক ডোজ মারতে হবে যাতে করে আপনার চোখের ছানি তারাতারি কেঁটে যায়।

০৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৩৫

চাঁদগাজী বলেছেন:


চোখের সমস্যা সারবে, ভাবনার সমস্যা সারাতে অনেক সময় লাগবে।

৪৩| ০৮ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:২২

সজিব ইসলাম বলেছেন: যা অবস্থা দেখছি লেখকতো খালেদা রোগে বুগচেন। উনি মনে হয় আরাফাতের কুচিন্তা ফাউন্ডেশনের উপদেষ্টা। যাক ভালো চালিয়ে যান যাদের কোন কাজ নেই তাদের কিচু না কিচু করেতো খেতে হবে।

০৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৪০

চাঁদগাজী বলেছেন:


আমার কাজ আছে, আপনারও কাজ আছে; পার্থক্য হলো, আপনার ভাবনাটা ছোট আকারের, এবং যেখানে বেগম জিয়া একজন বুদ্ধিমতী; এটা একটা সমস্যা

৪৪| ০৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনি সবসময় কিছু অপ্রিয় সত্য কথা বলেন খুঁজে খুঁজে, সেজন্য আপনাকে আমি অধিক শ্রদ্ধা করি।

ভালো লাগলো আলোচনা, আমার কোন মন্তব্য নাই (আমার মন্তব্য ভিন্নভাবে নিতে পারে কেউ কেউ)

০৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৪৪

চাঁদগাজী বলেছেন:



বেগম জিয়ার এই পতনের সময়, শিক্ষিত বাংগালীরা নীরব থাকা উচিত নয়; উনার আসল চেহারা নিয়ে আলাপ করার দরকার।

৪৫| ০৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:০৬

ঠাকুরমাহমুদ বলেছেন: ম্যাডামকে আমরা অনেকে ১৯৭১ সাল থেকে জানি, অনেকে পোষ্টে মন্তব্য করেছেন খাদেলা জিয়া কোনো সমস্যা না, দেশে খালেদা জিয়া এখন সাধারণ আম পাবলিক । তাহলে তো দেশে আইনী ব্যবস্থা বিশ্রাম নেয়া উচিত !

বাস্তব তো বেগম জিয়া দেশে ভয়ন্কর সমস্যা তিনি দেশের জন্য অনেক করেছেন অনেক যার ফল বাংলাদেশ ভুগবে দির্ঘ কাল, এখন তাঁর নিজের জন্য নিজে কিছু করা উচিত, বেগম জিয়ার বয়ষ হয়েছে তার এখন ধর্মে মোনোনিবেশ করা উচিত এবং একটি বই লিখে রেখে যেতে পারেন তার অনুসারীদের জন্য “আখিরাতের পথে”

০৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৪৭

চাঁদগাজী বলেছেন:



বেগম জিয়া যদি বই লিখতে পারবেন না, উনি ১০টি বাক্য লেখার মতো দক্ষ নন।

৪৬| ০৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:২২

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: আমেরিকার রাস্তাঘাটা, নালানর্দমা পরিস্কার শেষ। তাই কাজ নেই। তাহলে কী করার? এখন কীপ্যাডে ম্যাঁও প্যাঁও এই আরকি!!

০৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৩৪

চাঁদগাজী বলেছেন:


ব্লগ হচ্ছে, বিশ্বের সেরা ইউনিভার্সিটি; সাড়ে ৪ বছরে, বেশীর ভাগ ব্লগার আপনার চেয়ে ভালো করেছেন ব্লগে; আপনাকে আরো মনযোগ দিতে হবে।

৪৭| ০৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৩৯

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: ক্যামনে মনযোগ দিমু চোখে ছানিপরা লোকে ব্লগ ভরপুর!!

০৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৪২

চাঁদগাজী বলেছেন:


অন্যেরা কি করছে, সেটা বিরাট সমস্যা নয়, সাড়ে ৪ বছরে আপনি কতটুকু শিখেছেন, সেটা দেখেন! আপনি এর থেকে ভালো করার কথা, আপনি একজন বাংগালী; আপনি এভাবে পেছনে পড়ে থাকার কথা নয়।

৪৮| ০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:১০

ঠাকুরমাহমুদ বলেছেন: চাঁদগাজী ভাই ব্লগে এসে একটা ব্যাপার আমি জানতে পেরেছি মানুষ মানুষকে কতোটা হিংসা করে, আপনার মতো লিখতে পারি না আপনাকে হিংসা করি, কবে বলেছিলেন আপনার চোখে কিছু সমস্যা হচ্ছে হিংসায় খোঁচা মারছি সেইসব বলে, আমেরিকা থাকেন হিংসা করি, অবসর পেলে ব্লগে আসেন আপনাকে পাওয়া যায় হিংসা করি, আপনি ইতিহাস জানেন হিংসা করি, আপনি ১৯৪৭-১৯৭১ ইতিহাস নয় মুল ঘটনা জানেন হিংসা করি, এতো হিংসা নিয়ে মানুষ বাঁচে কিভাবে সে তো শাপের বিষে বিষাক্ত হয়ে আছে মনে হচ্ছে ।
- আফসোস, সাত কোটি বাঙালিরে হে মুগ্ধ জননী রেখেছ বাঙালি করে মানুষ করোনি ।।

০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:২০

চাঁদগাজী বলেছেন:



ব্লগারেরা নিজদের রিফাইন করার সুযোগ পাচ্ছেন; এখান থেকেই এক নতুন জেনারেশনের শুরু হবে, যাদের মাঝে হিংসা ইত্যাদি থাকবে না।

৪৯| ০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:১৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Madam তন্ত্র

০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:২১

চাঁদগাজী বলেছেন:



ম্যাডামের উচিত, জাতির কাছে মাফ চেয়ে অবসরে যাওয়া।

৫০| ০৯ ই এপ্রিল, ২০১৮ ভোর ৪:২২

সেলিম আনোয়ার বলেছেন: প্রধানমন্ত্রী কেও পানি পড়া দেয়া উচিত। উনি ভীষণ ভয়ে আছেন। ভিডিও কনফারেন্সিং করে না মানুষ সামনে আসেন না। লোহার খনতা সেটার পরে সেই টা পানিতে ভিজিয়ে খাওয়া শেষ ভয় ভাবটা কেটে যাবে। এগুলো রে টোটকা বলে। মান্ধাতার আমলের লোকদের জন্য এটা ভালো ট্রিটমেন্ট।

০৯ ই এপ্রিল, ২০১৮ সকাল ৭:২৪

চাঁদগাজী বলেছেন:


ক্বেহ যায় সৌদী, কেহ যায় আমেরিকা, কেহ মরে সিংগাপুরে; বাংগালী মরে ঘরে।

৫১| ০৯ ই এপ্রিল, ২০১৮ ভোর ৫:৫১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: পয়সা পুড়ে তা পানিতে ভিজিয়ে খাবার একটা প্রচলন আমাদের এলাকায় ছিল। তবে পয়সা খেতে হয় না। ভেজানো পানিটা খেলেই ভয় কেটে যায়। খুবই উত্তম আধুনিক বিজ্ঞানসম্মত চিকিৎসা। তবে পানি পড়া আর তাবিজ দেয়ার মতো অত বড় পীর বা খাজা বাবা কোথায় পাবেন?

০৯ ই এপ্রিল, ২০১৮ সকাল ৭:২৩

চাঁদগাজী বলেছেন:


আবরী পত্রিকা থেকে একটা পাতা কেটে মাদুলীর ভেতরে রাখলে উহা তাবিজ হয়ে যাবে; ফ্রান্সের মিনারেল ওয়াটারকে ফুঁ দিয়ে দিলে, উহা পেটের সব রোগ সারিয়ে দেবে।

৫২| ০৯ ই এপ্রিল, ২০১৮ ভোর ৫:৫৩

বিদেশে কামলা খাটি বলেছেন: ছোট বেলায় পেটে ব্যাথা হলে পানি পড়া খেতাম। খুবই উপকারী ছিল। বিদেশে আসার সময় পীরের কাছ থেকে একটা তাবিজ নিয়ে মাজায় বেধে রেখেছি। খুবই উপকার দেয়।

০৯ ই এপ্রিল, ২০১৮ সকাল ৭:২১

চাঁদগাজী বলেছেন:



আমি সেটাই বলছি, বেগম জিয়ার জন্য এগুলো কাজ করবে।

৫৩| ০৯ ই এপ্রিল, ২০১৮ সকাল ৭:১৬

অক্পটে বলেছেন: আপনার প্রজেক্ট তো বেশ বড়সরই। খালেদা জিয়ার আমলনামা নিয়ে আপনি যেভাবে মাঠে নেমেছেন এবং তাঁর ব্যপারে যেসব তত্বের অবতারনা করছেন ক্রেকমাইন্ডেড না হলে এমন করে বলা যায়না। খালেদার ব্যপারে আপনি দিনে দিনে উম্মাদ হয়ে যাচ্ছেন যা আপনার স্বাস্থ্যের জন্য হানিকর। নিজেকে আপনি অনেক বেশি জ্ঞানী ভাবছেন অথচ আকন্ঠ ডুবে আছেন পঙ্কিলে, বুদ্ধিজীবীদের বুদ্ধিবৃত্তিতে ধস না নামলে কি আর এ সম্ভব? ভোটের অধিকার ছিনতাইকারীদের কার্যালয় ঘেরাও না করে, করছেন উল্টোটা। যাকে তুচ্ছ তাচ্ছিল্য করছেন ভোটের ব্যবস্থা থাকলে উনি ১০০% সরকার গঠন করবেন, এটা আপনিও জানেন এবং আমি ডেমশিওর আপনি এটা মানেনও। নাকি কোন লজ্জাবোধ আছে এই জানার মধ্যে? আপনি বলবেন এমন হলে জনগণ তাদের পায়ে কুড়াল মারবে। জনগণ আপনার চেয়ে বুদ্ধিমান বৈকি। আপনার অনেক লেখা আমি পড়েছি সেখান থেকে সত্যটুকু শুধু নিয়েছি, আর আপনাকে তো বুঝতেই পারি বাংলাদেশের ভারসাম্যহীন রাজনীতিতে আপনি স্বৈরাচারের পক্ষে কথা বলছেন।

০৯ ই এপ্রিল, ২০১৮ সকাল ৭:২০

চাঁদগাজী বলেছেন:



আপনার ভোটাধিকার আপনি নিশ্চয় আপনার নিজের ক্ষতির জন্য ব্যবহার করে আসছেন এতদিন। তাতে আপনি ব্যতিত অন্যেরাও ক্ষতিগ্রস্ত হয়ে আসছে।

০৯ ই এপ্রিল, ২০১৮ সকাল ৭:২৫

চাঁদগাজী বলেছেন:



ব্লগে এসেছেন, লেখেন, দেখেন কি বের হয়!

৫৪| ০৯ ই এপ্রিল, ২০১৮ সকাল ৮:৩২

অক্পটে বলেছেন: আপনার কাছ থেকে আমি অন্যকিছু শুনতে চেয়েছিলাম কিন্তু আপনি পাশকাটিয়ে গেলেন, এটা আপনার চিরায়ত একটা স্বভাব। খারাপ না এতে অনাকাঙ্খিত অনেক কিছু এড়ানো যায়। ব্লগ পজিটিভ মাইন্ডেড সবার জন্য উন্মুক্ত থাকুক।

আমাদের দেশে এতদিন একটা রুগ্ন গণতন্ত্র ছিল সেটাকে গুম করা হয়েছে নাকি গলািটিপে হত্যা করা হয়েছে। সেটাকে বোধকরি হোমিও ট্রিটম্যান্ট দেয়া যেত। অপরাজনীতির খেলায় শেখ হাসিনার কাছে খালেদা জিয়া শুধু শিশু নন নবজাতক মাত্র কারণ ব্যাকরণের মারপ্যাচে খালেদাকে একাধিকবার বোকা বানিয়ে তিনি তার প্রমাণ দিয়েছেন। এদেশে রাজনীতি এমনই এক খেলা যেটাতে অাপনি জিতেছেন এটাই অাসল কথা, কি করে জিতেছেন সেটা ভুলে যেতে হয় শাসকদের। তবে আমি চাইব যেকোন মূল্যে গণতন্ত্র ফিরে আসুক। এটা এখন অনেক জরুরী।

০৯ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩৯

চাঁদগাজী বলেছেন:



আমার মনে হয়, আপনি রাজনীতি বুঝেন; আপনি লিখুন।

৫৫| ০৯ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৪৮

বিদেশে কামলা খাটি বলেছেন: বিদেশে তাবিজ আর পানি পড়া রফতানি করা যায় কিনা সে ব্যাপারে এক সদস্য বিশিষ্ট উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করা হোক।

০৯ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:০২

চাঁদগাজী বলেছেন:


আফগানিস্তান, পাকিস্তান, ইথিওপিয়া ও ভারতে তারিজের বাজার আছে।

৫৬| ০৯ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:০৩

বিদেশে কামলা খাটি বলেছেন: আমেরিকার কোটাপ্রথা নিয়ে একটি পোস্ট দেন। তারা কি মুক্তিযোদ্ধা আর রাজাকার কোটা রেখেছেন? আমরা তো বড়ই নাদান জাতি। কোট, মোটা আর ফোটা নিয়ে আছি।

০৯ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:০১

চাঁদগাজী বলেছেন:


ওদের "রেড ইন্ডিয়ান" কোটা আছে। এখন বড় কোটা হচ্ছে "ডিভি ভিসার" কোটা, ইমিগ্রেশনে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.