নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

কোটার কথা উঠলে, মুক্তিযোদ্ধা শব্দটি চলে আসে সবার আগে

০৯ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩২



এখন চলমান কোটা আন্দোলনের বক্তৃতায়, লেখায়, সংবাদে যে শব্দটি বেশী বেশী উচ্চারিত হচ্ছে, সেট হলো, "মুক্তিযোদ্ধা কোটা", এটা মুক্তিযোদ্ধাদের জন্য অপমানকর। চলমান আন্দোলনে যদি মুক্তিযোদ্ধাদেরকে মিটিং মিছিল করতে বলে আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধাদের উচিত হবে সম্পুর্ণভাবে ইহার থাকে দুরে থাকা।

মুক্তিযোদ্ধা পরিবারের কোটার দরকার ছিলো না কোনদিন; আওয়ামী লীগ সরকার চালু করে করেছে, গরু মেরে জুতা দান করার জন্য।

মুক্তিযোদ্ধারা ১৯৭১ সালের সরকারের অংশ ছিলেন; তারা বিনা-বেতনে, বিনা-খাবারে যুদ্ধ করে, প্রান দিয়ে দেশ স্বাধীন করার পর, তাঁদেরকে 'চাকুরীচ্যুত' করেন তাজুদ্দিন সাহেব; কিন্তু উনার ও উনার কেবিনেটের সবার চাকুরী থেকে যায়, পুর্ব পাকিস্তানের পাকী-সমর্থক প্রশাসনের সবার চাকুরী থেকে যায়।

এরপর, চাকুরী পান শেখ সাহেব; তিনি কিন্তু মুক্তিযোদ্ধাদের চাকুরী কেন গেলো সেটার খবর নেননি কোনদিন; নিজের চাকুরী নিয়ে তিনি খুশী ছিলেন; গরীব পরিবারের সন্তান, মুক্তিযোদ্ধাদের জন্য চাকুরীর কথা নিয়ে নন্দলালেরা থেকে শুরু করে এলিটরা ভাবেনি কোনদিন; ৪৭ বছরে এই দেশের কোন শিক্ষিত মানুষ এই নিয়ে প্রশ্ন তোলেনি।

মুক্তিযোদ্ধা কোটা কোন সালে চালু হয়েছে, কে জানে! তবে, উহা নিশ্চয় জেনারেল জিয়া, এরশাদ, বা বেগম জিয়া চালু করেনি; উহা নিশ্চয় শেখ হাসিনা চালু করেছেন; উনার বুদ্ধিগুলো সব সময় ম্যাঁওপ্যাঁও ধরণের। এখন দরকার উহার অবসান ঘটানো; মুক্তিযোদ্ধাদের সামান্য পরিমাণ সন্তান এখনো চাকুরী ব্যতিত থাকলে, তাদেরক কোটার বাহিরে রেখে চাকুরী দেয়া সম্ভব।

মুক্তিযোদ্ধা কোটা নাম দিয়ে, আওয়ামী লীগের লোকজন ও বিএনপি'র লোকজন আসল সুবিধা নিয়েছে। এখন এই কোটা বন্ধ করা হোক।

শুধুমাত্র, শারীরিক প্রতিবন্ধী, দরিদ্র পরিবারের নারী, ছোট জনগোষ্টীর জন্য কোটা রেখে, বাকী সব কোটার অবসান করুক শেখ হাসিনার সরকার। মুক্তিযোদ্ধাদের সন্তানদের চাকুরী দেয়ার জন্য একটা সংস্হা গড়ে তোলা হোক শিক্ষিত মুক্তিযোদ্ধাদের নিয়ে।

আরেকটা নতুন কোটার দরকার, "বিসিএস'এ মেধাবীদের চাকুরী না দেয়ার কোটা"। এই তথাকথিত মেধাবীরা মেধা খাটিয়ে ভয়ংকর চুরি-ডাকাতি করে; ওখানে আবুলেরা থাকলে, বেশী চুরি করতে জানবে না, এবং সহজে ধরা খাবে। আজকে যারা আন্দোলন করছে, কালকে সরকারী চাকুরী পেয়ে এরা সবাই ডাকাতী করবে, আপনি নিশ্চিত থাকতে পারেন।




মন্তব্য ১২১ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২১) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪০

সেলিম আনোয়ার বলেছেন: কোটা সুবিধার জন্য মুক্তিযুদ্ধ করেছে মাানুষ????

আমি যে রাজাকারদের ফাঁসির দাবীতে এত কবিতা লিখলাম আমার কোটা কোথায়??

০৯ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪৬

চাঁদগাজী বলেছেন:


এখন একটা কোটা থাকার দরকার, "মেধাবীদের বিসিএস ক্যাডার" হিসেবে নেয়া হবে না।

২| ০৯ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আরেকটা নতুন কোটার দরকার, "বিসিএস' এ মেধাবীদের চাকুরী না দেয়ার কোটা"।


কথাটা বুঝলাম না।

০৯ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪৭

চাঁদগাজী বলেছেন:



তথাকথিত মেধাবীরা তাদের মেধা খাটিয়ে বেশী চুরি করে; আবুলেরা চুরি করলে, বেশী চুরি করতে জানে না

৩| ০৯ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪১

মুজিব রহমান বলেছেন: কোটা থাকার কারণেই ভুয়া মুক্তিযোদ্ধা বেড়েছে। সব কোটা বন্ধ করা উচিত ।

০৯ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪৯

চাঁদগাজী বলেছেন:


মুক্তিযোদ্ধা কোটা বন্ধ করে, মুক্তিযোদ্ধা সংস্হাকে দায়িত্ব দেয়া হোক, তাঁদের সন্তানদের জন্য চাকুরী সৃষ্টি করার।

৪| ০৯ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: মগজহীন সরকার জনগনের ভাষা বুঝতে পারছে না। কথায় কথায় মুক্তিযুদ্ধের চেতনা বলে তানা পাকাচ্ছে।

স্বাধীন দেশে জনগনের সব দাবির জন্যই যদি আন্দোলন, বিক্ষোভ, অনশন, কর্মবিরতি করতে হয়। আর সেখানে ফ্রী টিয়ার সেল, রাবার বুলেট খেয়ে রক্ত ঝরাতে হহয়। তাহলে বুঝতে হবে সমস্যাটা কোথায়???

০৯ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫১

চাঁদগাজী বলেছেন:


'কোটা' যেহেতু সমস্যায় পরিণত হয়েছে, সেটার সমাধান বের করার জন্য ইউনিভার্সিটির অডিটোরিয়ামে সভা ডাকার দরকার, রাস্তায় নেমে সমাধান চাইলে মারামারি হওয়ার কথা।

৫| ০৯ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪৫

রাজীব নুর বলেছেন: মুক্তিযোদ্ধারা তো শিখিয়েছেন কিভাবে মাথা উঁচু করে বাঁচতে হয়। ন্যায়ের লড়াই লড়তে হয়। ভিক্ষা করতে শেখাননি। তাহলে আপনারা ভিক্ষুকের মতো ওই কোটার উপর হক জমাচ্ছেন কেন? কেউ কোটা ছিনিয়ে নিচ্ছেনা। সংস্কারের দাবি জানাচ্ছে শুধু। এতটাই অবিশ্বাস নিজের মেধার উপর?
আন্দোলন চলুক। হয়ত বলবেন ঘরে বসে গলা ফাটিয়ে পাণ্ডিত্য জাহির করছি। যা ভাবার ভাবেন। রিএকশন দিয়ে অথবা কমেন্টে কিছু লিখে নিজের মূল্যবান সময় আর ফোনের চার্জ নষ্ট করার দরকার নাই ।

০৯ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫৪

চাঁদগাজী বলেছেন:



আসল ও দরিদ্র মুক্তিযোদ্ধা পরিবারের কেহ 'কোটা' বুঝে না, কোনদিন চাহেনি; অফিসের পিয়ন, দারোয়ান হয়েছে মুক্তিযোদ্ধাদের সন্তানেরা; এগুলোর জন্য কি কোটার দরকার আছে?

বিসিএস, ও অন্য বড় পোষ্টগুলোতে যারা কোটার সুযোগ নিচ্ছে, ওদের বাবারা আসল মুক্তিযোদ্ধা নয়।

৬| ০৯ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪৫

রাজীব নুর বলেছেন: একটা সভ্য, গণতান্ত্রিক, শিক্ষিত, সবার জন্য সমান অধিকার, আর যোগ্যতা ও মেধাভিত্তিক প্রতিযোগিতার দেশে শারীরিক প্রতিবন্ধী নাগরিক ছাড়া আর কারো জন্যই কোনো বিশেষ কোটা থাকতে পারেনা। তবে মানসিক প্রতিবন্ধীরাই সব ক্ষেত্রে মেধার বদলে বিশেষ কোটার দাবী করতে পারে।

০৯ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫৭

চাঁদগাজী বলেছেন:

"শারীরিক প্রতিবন্ধী নাগরিক ছাড়া আর কারো জন্যই কোনো বিশেষ কোটা থাকতে পারেনা। ", এটা সঠিক বলেছেন; সাথে দরকার খাসিয়া, মাসিনা, গারো মারোদের জন্য সামান্য কোটা।

মুক্তিযোদ্ধা কোটা করেছেন নিশ্চয় শেখ হাসিনা, উনি আজই বন্ধ করুক।

৭| ০৯ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪৬

রুরু বলেছেন: শেষের কথাটি মাথার উপর দিয়ে গেছে।

০৯ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫৮

চাঁদগাজী বলেছেন:


তথাকথিত মেধাবীরা তাদের মেধা খাটিয়ে বেশী চুরি করে; আবুলেরা চুরি করলে, বেশী চুরি করতে জানে না

৮| ০৯ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪৬

রাজীব নুর বলেছেন: প্রান্তিক মুক্তিযোদ্ধাদের কোন সন্তান/পৌত্র-দৌহিত্র অভাবের কারণে পড়তে না পারলে তার সম্পূর্ণ দায়িত্ব রাষ্ট্র নেবে, উচ্চ শিক্ষায়তনে ভর্তির সময়ে কোটার সুযোগ পাবে কিন্তু তাদের বিসিএস কোটা থাকবে না। আর যদি ভর্তিপরীক্ষায় তারা কোটা না নেন, তবে বিসিএস পরীক্ষায় পাশ করলে তাঁদের কোটার আওতায় নেয়া হোক। যে কোন একটা কোটার সুযোগ পাবেন তাঁরা। সেই কোটা তখন সাকূল্যে ৫%-এর বেশি হবে না।

০৯ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০০

চাঁদগাজী বলেছেন:



এটা একটি ভালো সমাধান।

মুক্তিযোদ্ধা কমান্ডের উচিত মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানদের জন্য চাকুরী সৃষ্টি করা। আমার চোখ ভালো হোক, আমি সেই উদ্যোগ নেবো।

৯| ০৯ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:


দু লাইন ম্যাওপ্যাও করে কোথায় গেলেন। গুটিবাজি বাদ দিয়ে প্রতিউত্তর করুন। আপনাকে আজকে গ্যাপে নিবো।

০৯ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০২

চাঁদগাজী বলেছেন:



আমি আছি; দু:খ যে, ব্লগে মুক্তিযোদ্ধা ব্লগার নেই; কয়েকজন মুক্তিযোদ্ধা ব্লগার থাকলে তাঁদের মনের কথা জানা যেতো।

১০| ০৯ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: @২ নাম্বার প্রতিউত্তরের সাথে সহমত।




শিক্ষিতদের কাছে আমার একটা প্রশ্ন।
আমি এই যে দুর্নীতির কথা বললাম, তা কারা করে? আমার কৃষক দুর্নীতিবাজ? না। আমার শ্রমিক? না। তাহলে ঘুষ খায় কারা? ব্ল্যাক মার্কেটিং করে কারা? বিদেশি এজেন্ট হয় কারা? বিদেশে টাকা চালান দেয় কারা? হোর্ড করে কারা? এই আমরা, যারা শিক্ষিত। এই আমাদের মধ্যেই রয়েছে ঘুষখোর, দুর্নীতিবাজ। আমাদের চরিত্রের সংশোধন করতে হবে, আত্মশুদ্ধি করতে হবে।


কার কথা????

০৯ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০৬

চাঁদগাজী বলেছেন:


আজকে যারা আন্দোলন করছেন, সরকারী চাকুরী পেলে, এরা সবাই একেকজন "বড় ডাকাত" হবে। ভাষা আন্দোলনের লোকেরাও পরে চুরিদারী করেছে।

১১| ০৯ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫৪

ঢাবিয়ান বলেছেন: মুক্তিযুদ্ধ , মুক্তিযোদ্ধা শব্দগুলোকে এই সরকারের আমলে মুলত ব্যবহারর করা হয়েছে দলীয়করন ও দলীয় লুটপাঠ করার লাইসেন্স হিসেব । এর বিরুদ্ধে কথা বললেই মুখ চেপে ধরা হয়েছে ''রাজাকার'' উপাধি দিয়ে।

০৯ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০৮

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনার ২টি দিক আছে: উনার বাবা যে মুক্তিযোদ্ধাদের কিছু দেনননি, শেখ হাসিনা সেই বদনাম মুছতে চান; কিন্তু জানেন না কিভাবে করতে হবে। উনার আরেকদিক হলো, উনি বিশ্বাস করেন যে, মুক্তিযোদ্ধাদের নামে আওয়ামী লীগকেও সুবিধা দেয়া সম্ভব।

১২| ০৯ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫৭

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: খাঁটি কথা।

০৯ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:১০

চাঁদগাজী বলেছেন:


চেষ্টা করছি; শেক হাসিনা যদি আমার পোষ্টটা পড়তেন, উনি শুধু ভালো প্রাইম মিনিষ্টার থাকতেন না, সাথে সাথে ১ জন ভালো মানুষে পরিণত হতেন।

উনাকে বলতে হবে, সামুতে আসতে সময় করে।

১৩| ০৯ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০০

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন, বিসিএস, ও অন্য বড় পোষ্টগুলোতে যারা কোটার সুযোগ নিচ্ছে, ওদের বাবারা আসল মুক্তিযোদ্ধা নয়।

কোটা পদ্ধতি নিয়ে পরীক্ষা নিরীক্ষার জন্য অনানুষ্ঠানিক নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী; মন্ত্রীপরিষদ সচিব

০৯ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:১৪

চাঁদগাজী বলেছেন:


উনি সরকার প্রধান, আন্দোলনকারীদের নিয়ে উনাকে ঢাকা বিশ্ব বিদয়ালয়ে বসার দরকার। আশাকরি, উনি সঠিক সমাধান দেবেন। তবে, মুক্তিযোদ্ধা কোটার অবসাণ দরকার; উনি আলাদা একটা সংস্হা করুক, যারা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানদের জন্য চাকুরী সৃষ্টি করবে।

১৪| ০৯ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০০

সৈয়দ তাজুল বলেছেন: ম্যাওপ্যাও শব্দের তাহকীক চাওয়া হচ্ছে! ;)

হ্যা, মুজিবসরকার মুক্তিযুদ্ধাদের যে অপমান করেছে তা বর্ণনাতীত। বাকি সরকারগুলোও এ থেকে কম নয়।

বিসিএসদের চাকরি না দেয়ার কোটা রাখার পক্ষে আমিও। আশাকরি এতে, অন্ততপক্ষে বিষয়ভিত্তিক জ্ঞানী ছাত্ররা সেই দিকেই যুক্ত হতে পারবে, যেদিকে সে আজীবন শিক্ষা লাভ করেছে এবং জাতীর জন্য কিছু করার স্বপ্ন বোনেছে।


০৯ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০৪

চাঁদগাজী বলেছেন:


বিসিএস ক্যাডারা বাংলাদেশের অর্ধেক বাজেট ডাকাতী করে; ওখানে যারা "মেধাবী", তারা মেধা ব্যবহার করে ডাকাতী করে; আবুল হাবুল থাকলে উহা তেমন ডাকাতী করতে পারে না, ধরা পড়ে।

১৫| ০৯ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ♣♣♣শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) এর মন্তব্যেঃঃ

চাঁদগাজী বলেছেন:

বাংগালীরা সব সময় ভুল আন্দোলন করে; কোটার আন্দোলন ভুল আন্দোলন।


এ কথা কেনন বললেন? ৫২,৬২, ৬৬,৬৯, ৭১ ভুল?

জাতী বিস্তারিত জানতে চায়???
রাগ না করে উত্তর দিন:(

০৯ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:১৮

চাঁদগাজী বলেছেন:


ভাষা আন্দোলনে ভুল ছিল, রাষ্ট্রভাষা ইংরেজী চাওয়ার দরকার ছিল, বাংগালীরা চেয়েছিলেন বাংলা।

৬ দফার মাজে ২ দফা ভুল ছিলো।

অসযোগ আন্দোলনে 'পুর্ব পাকিস্তান সরকার'কে অচল করে দেয়া ভুল ছিল; পুর্ব পাকিস্তান সরকারকে অচল করে দেয়ায় ই্য়াহিয়া ভয়ংকরভাবে আক্রমণ করেছিল রাতে।

১৬| ০৯ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০৮

সৈয়দ তাজুল বলেছেন: বাংলাদেশে মেধাবিরা ডাকাত হতে শুরু করেছে এই কোটার জন্যই। যদি কোটা না থাকতো, তবে এ মেধাবিদেরকে ডাকাতির গোপন কৌশল শিখতে হত না।

০৯ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:২০

চাঁদগাজী বলেছেন:



ম্যাঁওপ্যাঁও বন্ধ করেন, "বিসিএস" মানে "বাংগালী শিক্ষিত এস-হোল"।

১৭| ০৯ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:১৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আজকে যারা আন্দোলন করছেন, সরকারী চাকুরী পেলে, এরা সবাই একেকজন "বড় ডাকাত" হবে। ভাষা আন্দোলনের লোকেরাও পরে চুরিদারী করেছে।

@তালিকাতে মুক্তিযুদ্ধারাও আছে।


সহমত। আপনার সাথে কথায় পারমু না।

ব্লগে সিনিয়রদের বড়ই অভাব। আগে দু-এক জন আর্মি অফিসার লিখতো, এ তারা নাই:(

শ্রদ্ধেয়?? মন্তব্য কি আর করমু???:(

০৯ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:২২

চাঁদগাজী বলেছেন:



মুক্তিযোদ্ধা মেয়র খোকা, মুক্তিযোদ্ধা মেয়র মহিউদ্দন, মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকীরা চুরি-ডাকতী করে সব মুক্তিযোদ্ধাদেরকে চোর ডাকাত খেতাব দিয়েছে।

১৮| ০৯ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:১৬

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন, "শারীরিক প্রতিবন্ধী নাগরিক ছাড়া আর কারো জন্যই কোনো বিশেষ কোটা থাকতে পারেনা। ", এটা সঠিক বলেছেন; সাথে দরকার খাসিয়া, মাসিনা, গারো মারোদের জন্য সামান্য কোটা।

মুক্তিযোদ্ধা কোটা করেছেন নিশ্চয় শেখ হাসিনা, উনি আজই বন্ধ করুক।


সরকার যুক্তি সংগত একটি সিদ্ধান্ত গ্রহন করুন ,,যাতে শিক্ষার্থীরা লাভবান হয় এবং আমাদের মুক্তিযুদ্ধে যারা অংশ নিয়ে সম্মানীত হয়েছেন তারা বিতর্কিত না হন ৷

০৯ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:২৪

চাঁদগাজী বলেছেন:


শেখ সাহেবকে চাকুরী না দিয়ে যদি তাজুদ্দিন সাহেব মুক্তিযোদ্ধাদের চাকুরী ঠিক রাখতেন, উনারা ২ জনই বেঁচে থাকতেন, আজকে পাকিরা ও মালয়েশিয়ার লোকজন বাংলাদেশে চাকুরী করতো।

১৯| ০৯ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:২২

ক্স বলেছেন: মুক্তিযোদ্ধা কোটা আগে ২০% ছিল - কেবল মুক্তিযদ্ধারাই তার সুবিধা নিতে পারতেন। এরশাদের সময়ে ১৯৮৫ সালে তা ৩০%এ উন্নীত করা হয়। পরবর্তীতে খালেদা জিয়া দুইবার পালাক্রমে ক্ষমতায় এলেও এই কোটা কমাতে পারেনি। কারণ, প্রথমবার জামায়াতের সমর্থনে এবং দ্বিতীয়বার জামায়াতের সাথে জোট বেঁধে ক্ষমতায় এসেছিল। মুক্তিযোদ্ধা কোটায় তখন হাত দিলে প্রতিপক্ষ আওয়ামী লীগ তাকে সুবর্ণ সুযোগ হিসেবে লুফে নিত।

পরবর্তীতে শেখ হাসিনা তা পরিবর্তন করেনি এই আশঙ্কায় যে যে কাজ খালেদা করতে সাহস পায়নি, সে কাজ শেখ হাসিনা কি করে করবেন?

০৯ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬

চাঁদগাজী বলেছেন:


যা হওয়ার হয়েছে; এখন মুক্তিযোদ্ধা কোটা বন্ধ করে দেয়া হোক। বয়স্ক মুক্তিযোদ্ধাদের সামান্য পরিমাণ সন্তান যদি এখনো পড়ালেখায় থাকে, তাদের পড়ালেখার খরচ সরকার দিক, এবং মুক্তিযোদ্ধা কমান্ডদের উপর ভার দিক নিজেদের ছেলমেয়ের জন্য চাকুরী সৃষ্টি করতে। সরকারী চাকুরীতে সবার জন্য সমান অধিকার।

২০| ০৯ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭

ক্স বলেছেন: যা হবার তা হয়নি। এখন হাসিনা যদি মুক্তিযোদ্ধা কোটা কমায়, বিএনপি জামায়াত যে তার সুযোগ নেবেনা - তার নিশ্চয়তা কে দেবে?

০৯ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৫১

চাঁদগাজী বলেছেন:


বিএনপি, জামাত পরিবারের ছেলেমেয়েরা শিক্ষা, চাকুরী ও ব্যবসার সুযোগ পেয়েছে বেশী; তারা কৌশলে শিক্ষা, ব্যবসা ও প্রশাসন দখল করছে; কিন্তু তাদের মানসিকতা তাদেরকে বেশীদুর আগাতে দেবে না।

যা হবার হবে; আওয়ামী লীগের শুরু ছিল বেকুবী দিয়ে, তার জন্য সাধরণ মানুষকে মুল্য দিতে হবে।

২১| ০৯ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৫২

সৈয়দ তাজুল বলেছেন: ;) :-B

০৯ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা চাইলে এত বেশী চাকুরী সৃষ্টি করতে পারতেন যে, তখন "কোন দেশ থেকে শ্রমিক আনা হবে", সেটার "কোটার" দরকার হতো; মহিলাটি অর্থনীতির দিক থেকে ডোডো।

২২| ০৯ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪১

শাহ আজিজ বলেছেন: সব ধরনের কোটা বিলুপ্ত করতে হবে। এটি ১৯৭২ সালে সৃষ্ট । মেধা আছে ? লাইনে দাড়াও এবং পুলসেরাত পার হতে পারলে চেয়ারে বস। কে তুমি রণাঙ্গনের যোদ্ধা না সোনাগাছির খাটের যোদ্ধা , কে খাসিয়া , চাকমা, শেখ, গোপালগঞ্জ , বগুড়া জানিনা জানিনা । কোটা থাকলেই সুযোগ নেবে ক্ষমতাসীন সব দল আর এভাবে পিছিয়ে গেছে দেশ ৬০ সালে । মে মাস পর্যন্ত সময় নিয়েছে সরকার যাতে দুটি আসনের নির্বাচনের অ্যাসিড টেস্ট গাঁয়ে না পড়ে । আমি দেখিনি কেউ সরকারের সাথে স্যাটিসফাইড । ভীষণ ক্ষুব্ধ সকলে ।

০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:২০

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা মানুষের জন্য কতটুকু করবেন, সেটা উনার মর্জির উপর নির্ভর করে; এই দেশের লোক তারেককে যতটুকু চেয়েছে, উনাকে ততটুকু চাহেনি; উনি নিজের চেষ্টায় কৌশলে ক্ষমতায় এসেছেন। উনি মারকেল নন।

২৩| ০৯ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪

অস্পর্শী বলেছেন: আপনি যে আবুলদের হাতে দেশ তুলে দিতে বলছেন এর কারণ এক্টাই যে , এরা কম খাবে , কম লুঠবে , কম ডাকাতি করবে । কিন্তু দেশটা আবুলরা কিভাবে চালাবে? আবুলগিরি করে কম লুঠবে হয়তো কিন্তু দেশ আর তো চলবেনা । এখন দেশের মানুষ দেশটা লুঠে পুঠে খাচ্ছে আর তখন বাইরের মানুষ টেনে ছিড়ে খেতে আসবে।
মেধার দরকার আছে। সেই সাথে সততা আর দেশপ্রেমেরও দরকার আছে। কিন্তু মানুষের স্বভাব হচ্ছে, চেয়ার পাল্টালেই দৃষ্টভঙ্গি বদলে যায়। সত্যিই দুঃখজনক।

০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:২৫

চাঁদগাজী বলেছেন:



৪৭ বছর যেই ডাকাতী হয়েছে, আবুলেরা চালালে এর থেকে ভালো কতো দেশ; বিসিএস'দের ইতিহাস, ডাকাতীর ইতিহাস।

২৪| ০৯ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪

শামচুল হক বলেছেন: ডিস্ট্রিক্ট কোঠা থাকা দরকার তা না হলে আঞ্চলিকতার কারণে কিছু কিছু ডিস্ট্রিক্ট চাকরী ক্ষেত্রে পিছিয়ে যাবে।

০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:১৪

চাঁদগাজী বলেছেন:



"কোটা" থাকার দরকার আমরা কোন দেশ থেকে শ্রমিক আনবো।

২৫| ০৯ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪

সৈয়দ তাজুল বলেছেন: শেখ হাসিনা চাইলে এত বেশী চাকুরী সৃষ্টি করতে পারতেন যে, তখন "কোন দেশ থেকে শ্রমিক আনা হবে", সেটার "কোটার" দরকার হতো; একেবারে আমার কথাটাই বলেছেন।
আমাদের দেশেই এমন ব্যবস্থা তৈরি করে দেশের চাহিদার সাথে পার্শ্ববর্তী দেশগুলোর চাহিদা মিটাতে আমরা ভূমিকা রাখতে পারি। এই দিকে আমাদের যে ব্যর্থতা রয়েছে সেটার জন্য একা কেবল হাসিনা দায়ী না।
উনার আশপাশে কি এমন কোন বুদ্ধিজীবী নেই, যে উনাকে বাংলাদেশের সার্বিক দিক বিবেচনা করে সঠিক ও সহজ উন্নতির রাস্তা বলে দিতে পারে! অর্থনীতিরর দিকে আমাদের এ পিছিয়ে পড়া থেকে বুঝা যায় আমাদের বুদ্ধিজীবীর' অর্থনীতি সম্পর্কে অজ্ঞ বা নিজেদের স্বার্থের কাছে বিক্রিত!

০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:১০

চাঁদগাজী বলেছেন:



উনি পরীক্ষা নিরিক্ষা করে, উনার চেয়ে কমবুদ্ধিমানদের উনার কেবিনেটে নেন; উনি যখন বুঝেছেন যে, মুহিতের মগজ নেই, তখন উনাকে চাকুরী দিয়েছেন।

২৬| ০৯ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭

ঢাবিয়ান বলেছেন: আমার দ্বিতীয় মন্তব্যটা মুছে দিন। আপনার কথাটা আমার বুঝতে ভুল হয়েছে। আপনার কমেন্ট পড়ার পর বুঝতে পেরেছি। যুগে যুগে আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জানের পরোয়া না করে রাস্তায় নেমে এসেছে জনগনের অধিকার আদায়ের দাবীতে ।তাদের আপনি ভবিষ্যতের ''ঘুসখোর ডাকাত" উপাধি দিয়েছেন!! এসি রুমে কিবোর্ড চেপে নির্যাতিত ছাত্রদের যারা রাজাকার, ঘুসখোর ডাকাত ট্যগিং করে , তাদের অবস্থান জনগনের পক্ষে নয়।

০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:০৪

চাঁদগাজী বলেছেন:


ভাষা আন্দোলনের সাথে যুক্তরা মুক্তিযুদ্ধের সময়ে "নন্দলাল" হয়েছিলেন; পরে নিজেদের আখের গুচায়েছেন; আপনি বলছেন ঢাকা ইউনিভার্সিটি ও আজকের কোটা আনন্দোলনকারীদের কথা, ওরা ডাকাত হবেই হবে।

২৭| ০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:০২

ঢাবিয়ান বলেছেন: সব ধরনের কোটা বিলুপ্ত করতে হবে। এটি ১৯৭২ সালে সৃষ্ট । মেধা আছে ? লাইনে দাড়াও এবং পুলসেরাত পার হতে পারলে চেয়ারে বস। কে তুমি রণাঙ্গনের যোদ্ধা না সোনাগাছির খাটের যোদ্ধা , কে খাসিয়া , চাকমা, শেখ, গোপালগঞ্জ , বগুড়া জানিনা জানিনা । কোটা থাকলেই সুযোগ নেবে ক্ষমতাসীন সব দল আর এভাবে পিছিয়ে গেছে দেশ ৬০ সালে । মে মাস পর্যন্ত সময় নিয়েছে সরকার যাতে দুটি আসনের নির্বাচনের অ্যাসিড টেস্ট গাঁয়ে না পড়ে । আমি দেখিনি কেউ সরকারের সাথে স্যাটিসফাইড । ভীষণ ক্ষুব্ধ সকলে।

এই কমেন্টটি আপনি একটি পোস্ট হিসেবে দিন প্লিজ।

০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৫১

চাঁদগাজী বলেছেন:



স্যরি, যেহেতু ইহা ব্লগার শাহ আজিজের মন্তব্য; এটা নিয়ে উনার পোষ্ট দেয়াটা সঠিক হবে।

২৮| ০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:২৬

শাহ আজিজ বলেছেন: শেখ হাসিনা মানুষের জন্য কতটুকু করবেন, সেটা উনার মর্জির উপর নির্ভর করে; এই দেশের লোক তারেককে যতটুকু চেয়েছে, উনাকে ততটুকু চাহেনি; উনি নিজের চেষ্টায় কৌশলে ক্ষমতায় এসেছেন। উনি মারকেল নন।


বন্দনার ধারা দেখলেই বোঝা যায় গাজী কে!!

০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৩৫

চাঁদগাজী বলেছেন:


বুঝার সহজ পদ্ধতি আছে আপনার কাছে।

আমাকে কম বুঝে, শেখ হাসিনাকে বুঝার চেষ্টা করেন, তাতে আপনার পাঠকেরা উপকৃত হবেন।

২৯| ০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:০৮

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: দেশে চার কোটি বেকার। তারা পেটের ভাত জোগাতে এই কোটা ফোটায় ছাড় দিতে নারাজ। ভাতের জন্য, পরিবারের সুখের জন্য সামান্য সুযোগ কে কাজে লাগাতে চাইবে।

০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:২০

চাঁদগাজী বলেছেন:


সেটা মানুষের অধিকার।

জাতির সম্পদ আছে; সেই সম্পদ দখল করে, ক্যাপিটেলকে দখল করে ফালু মালু, সালমান রহমান, বসুন্ধরা, ওরিয়ন, খুলনা পাওয়ার দেশে চাকুরী সৃষ্টিতে বাধা দিচ্ছে। আমাদের "মেধাবী"রা প্রশ্নফাঁস করে পাশ করেন হেতু মুল সমস্যা বুঝতে না পেরে, সেকেন্ডারী সমস্যা নিয়ে ম্যাঁওপ্যাঁও করছেন।

৩০| ০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:২০

তারেক ফাহিম বলেছেন: গাজী ভাই’র পোষ্টগুলো পড়ে কিছু নতুন শব্দ শিখা যায়, ম্যাঁও প্যাও ;)

কোটা সংস্কারের দাবীতে এত কিছু হচ্ছে অথচ কোটা বহাল রাখার পক্ষে একমাত্র সরকার ছাড়া কারো কোন সাড়া নেই।

তারপরও :(

০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:২৩

চাঁদগাজী বলেছেন:


কোটা দেয়া হয়েছিল অনেক আগে; ইতিমধ্যে মুক্তিযোদ্ধাদের ছেলেমেয়ারা মোটামুটি বড় হয়ে গেছে, সেই খবর শেখ হাসিনা অবধি পৌছেনি, উনি বেগম জিয়াকে নিয়ে ব্যস্ত।

উনার নিজের বুদ্ধি কম; তারপর, উনি পরীক্ষা নিরীক্ষা করে, ইডিয়টদের নেন কেবিনেটে, সমস্যা

৩১| ০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৩২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন:
এই সমস্ত বালের পুলিশ তাদের যোগ্যতা দিয়ে চাকুরী নিলে কিংবা আচরণ ঠিক থাকলে এতো দিনে আপনার খালেদা নিয়ে ম্যাওপ্যাও বন্ধ হয়ে যেত।

০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৪৩

চাঁদগাজী বলেছেন:


এই অফিসার বিএসিএস পাশ হওয়ার সম্ভাবনা আছে; এই দেশে এই ধরণের জেনারেশনের সৃষ্টি হয়েছে অরাজকতার কারণে। এরশাদ, বেগম জিয়া ও শেখ হাসিনার সময়টুকু অরাজকতার যুগ।

৩২| ০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৪২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সততার কো টা থা কলে মান তাম । সৎ ব্যক্তিদের জন্য কো টা রা খা হোক । মুক্তি কো টা বাদ দিন

০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৪৫

চাঁদগাজী বলেছেন:


সততার কোটা পুরণ করতে হলে বিদেশ থেকে মানুষ আনতে হবে।

৩৩| ০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৪৪

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: সামনে দেশে আসবেন?

০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৪৮

চাঁদগাজী বলেছেন:



চোখের অসুখের কারণে দেশে আসতে পারছি না; বলতে পারছি না, কখন যেতে পারবো

৩৪| ০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৫০

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আসলে, ব্লগারদের নিয়ে একটা গেট টুগেদার এর ব্যবস্থা কইরেন।

০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৩৮

চাঁদগাজী বলেছেন:



আগামীতে দেশে এলে সেটা অবশ্যই করবো।

৩৫| ০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:২৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মেধাবীরা তেমন বিসিএস-এ যায় না। মেধাবীরা বের হয়েই প্রাইভেট চাকুরি পেয়ে যায়। বিসিএস-এ যায় 'সাল' মুখস্থ করা প্রজন্ম। আপনার শেষ অংশের সাথে একমত। এদের বেশীরভাগের প্রথম পছন্দ থাকে কাস্টমস-এ। এরা গিয়েই শুরু করবে তাদের পূর্বসুরীদের মত...

০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৪০

চাঁদগাজী বলেছেন:



বিসিএস'এ নিযুক্তি পেলে এরা দেশ ও জাতিকে দাস বানানোর কাজে লেগে যায়।

৩৬| ০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:২৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: কোটা কোটা কোটা এর শেষ কোথায়..............................................................

০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৩৫

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনার উচিত চাকুরী সৃষ্টি করা, কোটা কোন সমাধান নয়, সমাধান হলো চাকুরী সৃষ্টি

৩৭| ০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৫০

নূর আলম হিরণ বলেছেন: শেখ হাসিনা কি মুক্তিযোদ্ধা কোটায় প্রধানমন্ত্রী?

০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৩৭

চাঁদগাজী বলেছেন:


উনি রাজনীতিতে এসেছেন নিজের বুদ্ধিবলে।

যাক, উনার সংগ্রাম, উনার ক্ষোভ, সবই সফল হয়েছে; এখন জাতির সম্পদ দিয়ে পারলে জাতিকে সাহায্য করুক, না হয় বিশাল বদনামের শিকার হবেন তিনি।

৩৮| ০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৮

ঠাকুরমাহমুদ বলেছেন: চাঁদগাজী ভাই,
১।সরকারী হিসেবে বাংলাদেশে সর্বমোট জনসংখ্যা কতো ?
২। বাংলাদেশে আদীবাসী জনসংখ্যা কতো ?
৩। বাংলাদেশে আদীবাসী কোটা শতকরা হার কতো ???

আদীবাসীদের নিয়ে কেউ কথা বলছেনা - বার বার প্রসঙ্গ মুক্তিযোদ্ধা চলে আসছে কারণ কি ? আদীবাসী এখন রানিং ডিফেন্স ও পুলিশে সংখ্যা অনেক তাই ! আদীবাসী নিয়ে কথা হচ্ছে না এই কারণে যে আগামী কালই রুলের ডলা পড়বে আন্দোলনে !!!

০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৩৩

চাঁদগাজী বলেছেন:


আদিবাসী মানুষদের সংখ্যা বাংগালীদের তুলনায় খুবই কম। ওদেরকে বাংগালীরা সাহায্য করেনি, করেছে বিদেশীরা।

মুক্তিযোদ্ধাদের সন্তানেরা পিয়ন, দারোয়ান, কেরাণী হয়েছে পড়ালেখার অভাবে। গোলাম আজমের ছেলে জেনারেল হয়েছিল।

৩৯| ০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:২২

হাসান কালবৈশাখী বলেছেন:
কেউ যুদ্ধে যেতে বলেনি, এরপরও মুক্তিযোদ্ধারা যুদ্ধে গেছিলো এক কাপড়ে। বাপ মা কে না বলে, বিনা বেতনে। যুদ্ধকালিন সময়ে ওরা কখন কোন বেতন দাবী করে নাই। যুদ্ধশেষের দিকে অল্পকিছু হাতখরচ দেয়া হচ্ছিল। যুদ্ধে যাওয়ার অপরাধে রাজাকাররা ওদের ঘরবাড়ী জালিয়ে দিয়েছিল। পরিবারের উপর অত্যাচার হয়েছিল।

এক সাগর রক্তের বিনিময়ে স্বাধীন একটি দেশ উপহার দেয়ার পরও ওরা কোন পুরষ্কার,চাকুরী বা বকেয়া বেতন দাবি করেনি। পর ভিক্কা করে রিকশা চালিয়ে জীবনপার করেগেছে। কোন ভাতা কোন সুবিধা দাবী করেনি।

৩০ বছর পর মুক্তিযুদ্ধপক্ষ ক্ষমতায় এসেও কিছু দিতে পারেনি। আরো ৪ বছর পরে রাষ্ট্র আর্থিক সক্ষমতা অর্জন করলে সামান্য ভাতা,কিছু সম্মান, আর সরকারী চাকুরিতে ৩০% অগ্রাধিকার দেয়া শুরু করে।
এখন নির্বাচনের আগে ভদ্র পোশাকের অসভ্য কিছু অকৃতজ্ঞদের গাত্রদাহ দেখছি।

মেধবী টা কিজিনিষ?
কোটাধারিরা কি মেধাবী নয়। পর্যাপ্ত জিপিএ ভর্তি/লিখিত পরীক্ষায় তথাকথিত মেধাধারিদের সাথে প্রতিযোগিতা করে পাশ করে এর পরে কোটার ব্যাপার।

০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৩৪

চাঁদগাজী বলেছেন:


বিসিএস'রা মেধা খাটিয়ে চুরি করে আসছে আজীবন।

৪০| ০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৫৪

কাউয়ার জাত বলেছেন: হাসান কালবৈশাখী বলেছেন: ৩০ বছর পর মুক্তিযুদ্ধপক্ষ ক্ষমতায় এসেও কিছু দিতে পারেনি। আরো ৪ বছর পরে রাষ্ট্র আর্থিক সক্ষমতা অর্জন করলে সামান্য ভাতা,কিছু সম্মান, আর সরকারী চাকুরিতে ৩০% অগ্রাধিকার দেয়া শুরু করে।
এখন নির্বাচনের আগে ভদ্র পোশাকের অসভ্য কিছু অকৃতজ্ঞদের গাত্রদাহ দেখছি।


জনাব এই ৩০% অগ্রাধিকার কারা পাচ্ছে? মুক্তিযোদ্ধারা না তাদের ছেলে-মেয়ে, নাতি-নাতনিরা? এরা দেশের জন্য কি করেছে?


একটা কথা অবশ্য সত্য। এই অন্যায্য কোটার পক্ষে তারাই শুধু কথা বলে যারা এর বেনিফিসিয়ারি। নিজেরাও বন্দুক দেখাইয়া চাকরি পাইছে। আর অনাগত প্রজন্মের জন্য কেয়ামত পর্যন্ত এই পন্থায় চাকরি পাওয়ার আশা করছে।

১০ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:১৯

চাঁদগাজী বলেছেন:


যদিও সব সময় সত্য নয়, একজন মুক্তিযোদ্ধার ছেলে (কোন একটা ক্যাটেগরীতে) চাকুরী পেলে জাতির জন্য যতটুকু ভালো, জামাতী পরিবারের একজন চাকুরী পেলে, জাতির জন্য সম-পরিমাণ ভালো না হওয়ার সম্ভাবনা আছে; যদিও সব সময় সত্য নয়।

৪১| ১০ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:৩০

ধ্রুবক আলো বলেছেন: এখন কোটার অবসান হোক। কিন্তু সরকার এই কোটা সিস্টেম নিয়ে গভীর একটা রাজনীতি খেলবে। যেমন খেলেছিলো শাহবাগে যুদ্ধ অপরাধী বিচারের আন্দোলনের সময়।

১০ ই এপ্রিল, ২০১৮ রাত ১:২৯

চাঁদগাজী বলেছেন:


আওয়ামী লীগের সরকার কোন নিয়ম আনুসরণ করছে না, ওরা অবস্হার পরিপ্রেক্ষিতে যা মাথায় আসে তা করছে; কারণ, তারা দেখে তাদের কি আছে এখানে; ওরা জনতার কথা ভাবে না।

৪২| ১০ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:৩১

রাজীব নুর বলেছেন: ছাত্ররা কঠিন আন্দোলন করছে।
তাই বলতে চাই- সাধারণ ছাত্রদের খেপাইয়েন না, এরা কোনো দলের তল্পিবাহক না, তাই জ্বলে উঠলে ঠেলা সামলাইতে পারবেন না । এক ঠেলায় পগার পার ।

১০ ই এপ্রিল, ২০১৮ রাত ১:৩২

চাঁদগাজী বলেছেন:


মানুষের দরকার চাকুরী; সরকারের কাজ জাতির সম্পদকে কাজে লাগিয়ে মানুষের জন্য চাকুরী সৃষ্টি করা; সমস্যা দক্ষতা।

এখন যারা আন্দোলন করছে, কালকে চাকুরী পাবার পর, এরা চুরি করবে ও অন্যদের জন্য চাকুরী সৃস্টির কথা ভাববে না; এরা আজকের বিপ্লবী, আগামীকালের ইডিয়ট!

৪৩| ১০ ই এপ্রিল, ২০১৮ রাত ১:২৫

ঠাকুরমাহমুদ বলেছেন: ধ্রুবক আলো বলেছেন: এখন কোটার অবসান হোক। কিন্তু সরকার এই কোটা সিস্টেম নিয়ে গভীর একটা রাজনীতি খেলবে। যেমন খেলেছিলো শাহবাগে যুদ্ধ অপরাধী বিচারের আন্দোলনের সময়। - কথাটি ভয়ন্কর সত্য

১০ ই এপ্রিল, ২০১৮ রাত ১:৩৩

চাঁদগাজী বলেছেন:


সরকারে যারা আছে এরাও বাংগালী; ওরা হয়তো কিছু করতে চায়, কিন্তু এদের ব্যাকগ্রাউন্ড নেই, এরা অদক্ষ, এটাই বড় সমস্যা

৪৪| ১০ ই এপ্রিল, ২০১৮ রাত ১:৩৭

ঠাকুরমাহমুদ বলেছেন: চাঁদগাজী ভাই, কোটা সংস্কার এমনিতে হবে, ছাত্র ছাত্রীদের কোনো একটা মহল উসকে দিয়ে দুরে দাড়িয়ে ছাত্র ছাত্রী দিয়ে একটা নতুন আন্দোলনের মোড় করতে চাচ্ছে ।

১০ ই এপ্রিল, ২০১৮ রাত ১:৪৬

চাঁদগাজী বলেছেন:



বেকারত্ব ভয়ংকর অবস্হা ধারণ করেছে; পেছনে যারাই থাকুক না কেন, ছাত্র ও বেকার পরিবারদের ক্ষোভ অমুলক নয়।

মানুষের টাকায় মানুষের জন্য চাকুরী সৃষ্টি, এর থেকে সহজ কাজ কি থাকতে পারে?

কিন্তু মধুর কেন্টিনের পিএিচডি' তোফায়েল, মুহিত, মতিয়া, ইনু, মেনন, লোটাস কামালদের জন্য এগুলো কঠিন কাজ।

৪৫| ১০ ই এপ্রিল, ২০১৮ রাত ২:০০

ঠাকুরমাহমুদ বলেছেন: মুক্তিযোদ্ধা নামটির উপর অনেকের আক্রোশ আর খোভ আছে, মুক্তিযোদ্ধা নাম ভাঙ্গিয়ে - নকল মুক্তিযোদ্ধা - ডুপ্লিকেট, ট্রিপলিকেট রা সুযোগ নিয়েছে বারংবার । মুক্তিযোদ্ধা কোটা তাই প্রশ্নবিদ্ধ !!!

ভাবা যায় ২০১৮ সন - এখনো মুক্তিযোদ্ধা বাছাই কাজ চলেছে উক্ত মন্ত্রনালয়ে ? এখন মুক্তিযোদ্ধা কি এলসি করে আমদানী করতে হবে কারণ ৭১ এর সাথে সামঞ্জস্য করে বয়ষ ও তো হতে হবে না কি ?

নোট: আবুল হোসেন এর বয়স বর্তমানে ৫০ বছর, ১৯৭১ সনে তার বয়ষ ছিলো মাত্র ০৩ বছর, কি তেজী বাচ্চা ছিলো সে - সেই বয়ষে “ঐ পাকিস্তান বলে হিসু করে দিতো” - সে কি মুক্তিযোদ্ধা নয় ?

১০ ই এপ্রিল, ২০১৮ রাত ২:১৯

চাঁদগাজী বলেছেন:


শেখ সাহেব ও তাজুদ্দিন সাহবে জাতির সুযোগ্য সন্তানদের চিনতে পারেননি; যারা বিনা-বেতনে ৯ মাষ যুদ্ধ করেছিলেন, তাঁরা আরো ৯ বছর দেশ গড়তে পারতেন বিনা-বেতনে।

৪৬| ১০ ই এপ্রিল, ২০১৮ ভোর ৬:০৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: জাতায় সংসদের মুক্তিযোদ্ধাও তাদের সন্তানদের জন্য ২০০ আসন সংরক্ষিত রাখা হোক। এটা তাদের হক। কিন্তু চাকরির বাজারে এই সব কোটা সাধারণ মানুষের হক মেরে খাবার সামিল। কোটা প্রথা চাই না। বাতিল করা হোক।

১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ৭:০৪

চাঁদগাজী বলেছেন:


শেখ সাহেব ও তাজুদ্দীন সাহেব যদি বিনা-বেতনের মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে দেশ চালাতেন, বাংলার বুকে কোটা মোটা নিয়ে মাথা ঘামাতে হতো না।

৪৭| ১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ৮:১৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: মুজিব রহমান বলেছেন: কোটা থাকার কারণেই ভুয়া মুক্তিযোদ্ধা বেড়েছে। সব কোটা বন্ধ করা উচিত । সহমত।

১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:০৪

চাঁদগাজী বলেছেন:


আংশিকভাবে সত্য

৪৮| ১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:১৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শুভ সকাল, শ্রদ্ধেয়!

গতকাল কয়েক ঘন্টার জন্য আমাকে ব্যান করা হয়েছিল(সম্ভবত)!

★★★আপনার ফ্রন্টপেইজ ব্যান তুলে নেওয়া হয়েছে
♣♣♣আপনাকে ফ্রন্টপেইজ ব্যান করা হয়েছে


এই নোটিশ টা কবেকার? বুঝতে পারছি না??

১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:০৬

চাঁদগাজী বলেছেন:



আপনি একটি টেষ্ট পোষ্ট দিয়ে দেখেন; যদি সামনের পাতায় আসে, সব ভালো; লেখায় হুশিয়ার হোন।

৪৯| ১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩৩

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: অতিসত্যকথন হচ্ছে এই অন্যায্য কোটার পক্ষে তারাই শুধু কথা বলে যারা এর বেনিফিসিয়ারি। নিজেরাও বন্দুক দেখাইয়া চাকরি পাইছে। আর অনাগত প্রজন্মের জন্য কেয়ামত পর্যন্ত এই পন্থায় চাকরি পাওয়ার আশা করছে।

১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:০৭

চাঁদগাজী বলেছেন:


আপনার ভাবনাচিন্তায় সমস্যা আছে; আপনি বন্দুক মন্দুকের কথা বলে, এই দেশের সন্তানদের অপমান করার চেষ্টা করছেন, মনে হয়।

৫০| ১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:৩৪

মিরোরডডল বলেছেন: what happened with your last post?????

disappeared!

১০ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৩৬

চাঁদগাজী বলেছেন:



আমি সরায়ে ফেলেছি, পোষ্ট বেশী হয়ে গেছে

৫১| ১০ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:১৩

চোরাবালি- বলেছেন: মুক্তিযোদ্ধারা দেশের স্বার্থে যুদ্ধ করেছিল নিজেদের আখেরের জন্য না। অবশ্যই মুক্তিযোদ্ধারা কোটার বিপক্ষে থাকবে যদি তারা সত্যিকারের মুক্তিযোদ্ধা হয়ে থাকে।

১০ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৩৫

চাঁদগাজী বলেছেন:


আমার মনে হয়, বেশীর ভাগ মুক্তিযোদ্ধা পরিবার পড়ালেখায় এট বেশী পেছনে পড়ে আছে যে, কোন দঃরণের কোটা উনাদের সাহায্য করেনি; এবং উনারা কোন কোটা চাহে না।

৫২| ১০ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫১

নূর আলম হিরণ বলেছেন: মুক্তিযোদ্ধাদের কোটা বাতিলসহ বাংলাদেশ বিরুদী পাকি মনোভাবের লোকজন ও তাদের ছেলেমেয়েদের চাকুরী দেওয়ার ক্ষেত্রেও জিরো টলারেন্স দেখানো উচিত।

১০ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:০৬

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশ-বিরোধী ও নন্দলালদের ছেলেমেয়েরা পড়ালেখায় আোন্যদের থেকে বেশী সুযোগ পেয়ে আসছে, ও দলবদ্ধভাবে চাকুরীটে বেশী সুযোগ নিচ্ছে।

৫৩| ১০ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫৮

ফ্রিটক বলেছেন: সম্পদ



সিরিয়ায় কঠোর ব্যবস্থার হুমকি দিলেন ট্রাম্প
রোহিঙ্গা তাড়ানো বিষয়ে তদন্ত করতে চান যুদ্ধাপরাধ কৌঁসুলি
পুলিশকে ফুল দেওয়ার ভিডিও ভাইরাল
‘কুয়োর ব্যাং' থাকতে চান না চীনের প্রেসিডেন্ট
স্মার্টফোন বা স্মার্টওয়াচের মতো ‘স্মার্ট’ নদীর বাঁধ
from: dw.com
কোটার কথা উঠলে, মুক্তিযোদ্ধা শব্দটি চলে আসে সবার আগে
০৯ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এখন চলমান কোটা আন্দোলনের বক্তৃতায়, লেখায়, সংবাদে যে শব্দটি বেশী বেশী উচ্চারিত হচ্ছে, সেট হলো, "মুক্তিযোদ্ধা কোটা", এটা মুক্তিযোদ্ধাদের জন্য অপমানকর। চলমান আন্দোলনে যদি মুক্তিযোদ্ধাদেরকে মিটিং মিছিল করতে বলে আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধাদের উচিত হবে সম্পুর্ণভাবে ইহার থাকে দুরে থাকা।

মুক্তিযোদ্ধা পরিবারের কোটার দরকার ছিলো না কোনদিন; আওয়ামী লীগ সরকার চালু করে করেছে, গরু মেরে জুতা দান করার জন্য।

মুক্তিযোদ্ধারা ১৯৭১ সালের সরকারের অংশ ছিলেন; তারা বিনা-বেতনে, বিনা-খাবারে যুদ্ধ করে, প্রান দিয়ে দেশ স্বাধীন করার পর, তাঁদেরকে 'চাকুরীচ্যুত' করেন তাজুদ্দিন সাহেব; কিন্তু উনার ও উনার কেবিনেটের সবার চাকুরী থেকে যায়, পুর্ব পাকিস্তানের পাকী-সমর্থক প্রশাসনের সবার চাকুরী থেকে যায়।এটুকু অংশের সাথে আমি একমত। মুক্তিযোদ্ধাদের সুবিধা দেওয়ার নাম করে দলীয় লেজুর বৃত্তি বাড়ানো এই কোটা রাখার মূল কারন।এতে কিছু সুবিধাভোগী ফায়দা লুটছে

১০ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:২৭

চাঁদগাজী বলেছেন:


যাদের জন্য কোটা করেছে, তাদের ছেলেমেয়ে শিক্ষাও পায়নি

৫৪| ১০ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০৭

ফ্রিটক বলেছেন: সম্পদ



সিরিয়ায় কঠোর ব্যবস্থার হুমকি দিলেন ট্রাম্প
রোহিঙ্গা তাড়ানো বিষয়ে তদন্ত করতে চান যুদ্ধাপরাধ কৌঁসুলি
পুলিশকে ফুল দেওয়ার ভিডিও ভাইরাল
‘কুয়োর ব্যাং' থাকতে চান না চীনের প্রেসিডেন্ট
স্মার্টফোন বা স্মার্টওয়াচের মতো ‘স্মার্ট’ নদীর বাঁধ
from: dw.com
কোটার কথা উঠলে, মুক্তিযোদ্ধা শব্দটি চলে আসে সবার আগে
০৯ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এখন চলমান কোটা আন্দোলনের বক্তৃতায়, লেখায়, সংবাদে যে শব্দটি বেশী বেশী উচ্চারিত হচ্ছে, সেট হলো, "মুক্তিযোদ্ধা কোটা", এটা মুক্তিযোদ্ধাদের জন্য অপমানকর। চলমান আন্দোলনে যদি মুক্তিযোদ্ধাদেরকে মিটিং মিছিল করতে বলে আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধাদের উচিত হবে সম্পুর্ণভাবে ইহার থাকে দুরে থাকা।

মুক্তিযোদ্ধা পরিবারের কোটার দরকার ছিলো না কোনদিন; আওয়ামী লীগ সরকার চালু করে করেছে, গরু মেরে জুতা দান করার জন্য।

মুক্তিযোদ্ধারা ১৯৭১ সালের সরকারের অংশ ছিলেন; তারা বিনা-বেতনে, বিনা-খাবারে যুদ্ধ করে, প্রান দিয়ে দেশ স্বাধীন করার পর, তাঁদেরকে 'চাকুরীচ্যুত' করেন তাজুদ্দিন সাহেব; কিন্তু উনার ও উনার কেবিনেটের সবার চাকুরী থেকে যায়, পুর্ব পাকিস্তানের পাকী-সমর্থক প্রশাসনের সবার চাকুরী থেকে যায়।এটুকু অংশের সাথে আমি একমত। মুক্তিযোদ্ধাদের সুবিধা দেওয়ার নাম করে দলীয় লেজুর বৃত্তি বাড়ানো এই কোটা রাখার মূল কারন।এতে কিছু সুবিধাভোগী ফায়দা লুটছে

৫৫| ১০ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৪৬

123456789happy বলেছেন: এই ‌(কোটা/তথাকথিত অমুক ভাই অথবা তমুক ভাইর লোক) ব্যবস্থাপনাই সরকারী সব প্রতিষ্ঠান গুলোতে মেধা শূণ্যতা তৈরী হচ্ছে দিনকে দিন!! ফলস্রুতিতে দূণীর্তির আখড়ায় পরিণত হচ্ছে অর্গানাইজেশনগুলো............। শুভ দিনের অপেক্ষায়

১০ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:১৮

চাঁদগাজী বলেছেন:


যারা দেশকে ভালোবাসে না, জাতির জন্য কাজ করতে চাহে না, তারা চাকুরী পেলে জাতি ক্ষতিগ্রস্ত হয়।

৫৬| ১১ ই এপ্রিল, ২০১৮ রাত ১:৫৬

ঠাকুরমাহমুদ বলেছেন: সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

শিক্ষা - শিক্ষার্থী - শিক্ষক এই তিনটি নিয়ে যেই পঁচা রাজনিতি হচ্ছে তার ফল হবে সুদুরপ্রসারী ও ভয়ন্কর খারাপ, বাংলাদেশে শিক্ষা বিমুখ একটা জেনারেশন আসছে অতি দ্রুত, ক্লাস ওয়ানে ৬ টা্ বই - এই কাজ মানুষের না অমানুষের !!! একটা দুধের বাচ্চা ৬ টা বই কিভাবে পড়ে কিভাবে পড়ানো হয় কেউ কি ভাবেন ? কো্টা নিয়ে শুরু হয়েছে রক্তারক্তি, আরে হুজুগে বাঙ্গালী বই এর সংখ্যা কমা এতো বই পড়ে মানুষ মুর্খ হবে শিক্ষিত না, যা নিয়ে লেখালেখি হওয়া উচিত আন্দোলন হওয়া উচিত তা না কোটা এটা ফ্যাক্ট না চাঁদগাজী ভাই জিনিয়াসের কোটা লাগে না তবে রাজনৈতিক সুপারিশ আর নিয়োগ বন্ধ হোক এটা আন্দোলোনে আসুক ।।

১১ ই এপ্রিল, ২০১৮ রাত ৩:১৪

চাঁদগাজী বলেছেন:


শিক্ষা যে সম্পদ, এটা শেখ সাহেবও বুঝতেন না, বাকীদের কি বলবো; দেশ ভয়ংকর অবস্হায় আছে, শেখ হাসিনার টনক নড়ুক।

৫৭| ১১ ই এপ্রিল, ২০১৮ রাত ৩:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: ৩০% কোটা ওভাবে আছে। এখন মুক্তিযুদ্ধাদের নাতি কোটা চলছে। কতটা হাস্যকর! মুক্তিযোদ্ধার সন্তান দেশদ্রোহী হতে পারে। জঙ্গি হতে পারে। আর নাতি নাতনি রা আরো বেশি পারে।
সবচেয়ে বড়ো ব্যাপার মেধাবীরা বঞ্চিত হচ্ছে। কোটার নামে ঢুকে যাচ্ছে বাণিজ্য। রাজাকারদের ভুঞা সার্টিফিকেট চাকরি বাগিয়ে নিচ্ছে।
মুক্তিযোদ্ধা কোটা ব‍্যাপারটির অবতারণা হয় আন্দোলন কারীদের হেয় করার জন্য।
কোটার বিপক্ষে যে যাবে সে স্বাধীনতা বিরোধী বলে অপবাদ দেয়ার হীন প্রচেষ্টা। সহজ ভাষায় দুরভিসন্ধি।
আমি কোটা বাতিলের পক্ষে।
সংস্কারের পক্ষে বলতে এ জন্য যে অনগ্রসর জনগোষ্ঠীর জন্য সুযোগ করে দেয়া ।
আমি বলতে চাই যারা কোটা বাতিলের দাবিতে আন্দোলনরত তারা দেশপ্রেমিক।
বাকী নাটক যেমন ভিসির বাসভবনে হামলা ঘটনার মোটিভ ভিন্ন খাতে প্রবাহের অপচেষ্টা মাত্র।
আর নাটকে আওয়ামী লীগ অপ্রতিদ্বন্দ্বী অবস্থানে আছে।

১১ ই এপ্রিল, ২০১৮ রাত ৩:৫৫

চাঁদগাজী বলেছেন:


দরিদ্র মুক্তিযোদ্ধা পরিবারগুলোকে দেশের অন্যদের সমান পর্যায়ে নেয়ার দায়িত্ব ছিল সাড়ে ৭ কোটী মানুষের; কোটার দরকার ছিলো না।

কোটা করা হয়েছিল, কারণ সরকার সমস্যার সমাধান জানতো না। এখন কোটা বন্ধ করার দরকার। ১৯৭২ সালে থেকে চাকুরী সৃষ্টি করলে কোটার দরকার কোনদিনও হতো না।

৫৮| ১১ ই এপ্রিল, ২০১৮ রাত ৩:৪০

নরাধম বলেছেন: ছাত্রলীগ আলাদা কিছু না, ছাত্রলীগই শেখ হাসিনা, শেখ হাসিনাই ছাত্রলীগ। হাসিনার আশীর্বাদ/ইশারা ছাড়া ছাত্রলীগের বাপেরও ক্ষমতা নাই কোন কিছু করার। তাই ছাত্রলীগের কর্ম থেকে উদ্ধার পাওয়ার জন্য হাসিনার কাছে মোনাজাত করার ছাগলামি বাদ দেন। ডোন্ট কিড ইয়রসেলফ!

১১ ই এপ্রিল, ২০১৮ রাত ৩:৫২

চাঁদগাজী বলেছেন:



ব্লগে শেখ হাসিনা আসেন না; পোষ্টগুলো দেয়া হয়, যাতে ব্লগারেরা দেশের চলমান বিষয়গুলো বুঝেন।

৫৯| ১১ ই এপ্রিল, ২০১৮ ভোর ৪:০০

নরাধম বলেছেন: ব্লগারা চলমান বিষয় আপনার থেকে ভাল বুঝেন। আপনার মত হাসিনার তোষামোদি করে বিষয়গুলা বুঝার দরকার নেই। তেলবাজি করতে করতে বুইড়া হইছেন, এখন তেলবাজি নাহয় কবরে যাওয়ার আগে কয়দিন বাদ দেন।

১১ ই এপ্রিল, ২০১৮ ভোর ৪:২০

চাঁদগাজী বলেছেন:


আপনি লেখেন চলমান ঘটনা-প্রবাহ; বানর যদি পড়তে শিখে, সেদিনও আপনার পাঠক হবে না।

৬০| ১১ ই এপ্রিল, ২০১৮ ভোর ৪:৩৭

নরাধম বলেছেন: হাহা, আপনি তো বুড়া বয়সে সারাদিন ব্লগে পড়ে থাকেন, আর কাজকাম নাই, ছেলেমেয়েরা আপনার খোঁজ নেয় না, তাই এখানে সারাদিন ব্লগে থেকে নিঃসংগতা কমানোর চেষ্টা। আমার অত সময় নেই, সারাদিন ব্লগে পড়ে থাকার, তাই জনপ্রিয় হওয়ারও ইচ্ছে নেই। একসময় অন্যতম জনপ্রিয় ব্লগার ছিলাম, ২০০৭-২০০৯ সালে, সে সময় মনে হয় আপনি কম্পুটার অন করা শিখেন নি। জনপ্রিয়তারে চুদিনা, তাই খুব জনপ্রিয় থাকার সময়ই ব্লগ থেকে বিদায় নিছিলাম। সেসময় সামু এখনকারন মত মরা ব্লগ ছিলনা, আপনার মত মহামূর্খরা না, খুব মেধাবী ব্লগাররা ব্লগিং করত।

আর আপনার মত সারাদিন ব্লগে পড়ে থেকে সব পোস্টে সারাক্ষণ কমেন্ট করলে জনপ্রিয় হইতে দুমাসও লাগেনা। জনপ্রিয়তা দিয়ে করব কি? এটা খায় না মাথায় দেয়? আপনার বুড়া বয়সে নিজের নিঃসংগতা কাঠানোর জন্য মাছিমারা ব্লগে পড়ে থাকা দরকার, হাসিনার লেজুরবৃত্তির জন্য দরকার। আমার দরকার নাই।

অবশ্য আপনি মনে হয় সারাজীবন কারো কাছে পাত্তা পাননি, তাই একটা মাছিমারা ব্লগের ১০০-২০০ জন লোকের কাছে জনপ্রিয় হওয়াটাকে জীবনের অনেক বড় অর্জন মনে করছেন। বুড়া বয়সে এসে সন্তান-সন্ততিদের ভালবাসা না পেয়ে অপরিচিত কিছু নিকের কাছে ঠ্যসা খাইতে যার ভাল লাগে তার জীবন কত কষ্টের সেটা ভাবতেছি!

১১ ই এপ্রিল, ২০১৮ ভোর ৪:৫০

চাঁদগাজী বলেছেন:



আমার সম্পর্কে আপনার সব ধারণাই সঠিক।

চেষ্টা করেন একটি সুন্দর ও অর্থপুর্ণ "নিক" নেয়ার; বাকীগুলো পরে

৬১| ২১ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:০৫

রক বেনন বলেছেন: উপযুক্ত কথাই বলেছেন। সেই সাথে দরকার সরকারী চাকুরিতে বরখাস্তের ব্যবস্থা। বেসরকারি চাকুরিতে বরখাস্তের সিস্টেম থাকলে সরকারী চাকরিতে থাকতে সমস্যা কোথায়? সবাই সরকারী চাকরি পেলেই ভাবে -যাক সারা জীবন নিশ্চিত। আর যাই কিছু হোক, অবসরের আগে চাকরি তো যাবে না। এই সিস্টেম বাদ দেয়া দরকার।

২১ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৩০

চাঁদগাজী বলেছেন:


জন প্রশাসন সবচেয়ে ভয়ংকর দুর্নীতিতে যুক্ত, ওরা সবার থেকে ঘুষ নেয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.