নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

শেখ হাসিনার উচিত ছাত্রলীগ ঠেকানো, আন্দোলনে সরকারের পতন হচ্ছে না

১১ ই এপ্রিল, ২০১৮ রাত ১:৩৩



কোটা নিয়ে আন্দোলনকারীদের হাতে সরকারের পতন হবে না; শেখ হাসিনার উচিত ছাত্রলীগ ঠেকানো; ছাত্রলীগের ক্যাডারেরা প্রথমত ছাত্র নয়, এবং এরাই "মুক্তিযোদ্ধা" কোটার অপুরণ অংশ দখল করে চাকুরী নেবে একদিন। আবার, আজকাল বেশীর ভাগ ক্যাডার সারা জীবনেও চাকুরী করে না, এরা চাকুরীজীবিদের চেয়ে অনেক বেশি আয় করে চাঁদাবাজী ও বে-আইনী ব্যবসা করে; ফলে, তারা বেকারদের ভয়ানক কষ্ট কোনদিনও অনুভব করে না। মতিয়া চৌধুরী, তোফায়েল আহমেদরা জীবনে চাকুরী খুঁজেনি; রিকসা থেকে লাফ দিয়ে পাজারোতে উঠে গেছে।

ছাত্রলীগ ক্যাডারেরা সাধরণ ছাত্রছাত্রীদের কেন আক্রমণ করছে; সরকার রক্ষা করার জন্য, নাকি শেখ হাসিনাকে রক্ষা করার জন্য? শেখ হাসিনা নিশ্চয় জানে যে, এইসব সাধরণ ছাত্রছাত্রীদের আন্দোলনে সরকারের কোন ক্ষতি হবে না। তারা আশ্বাস পেয়েছে, তারপরও যদি রাস্তায় ২/১ দিন থাকতে চায় থাকুক; রাস্তায় থাকার মাঝেও আনন্দ আছে। শেখ হাসিনা অকারণে বদনামের ভাগী হচ্ছে উনার মগজহীন ক্যাডারদের কারণে!

শেখ হাসিনার আশ্বাস পাবার পর, মতিয়া চৌধুরী বা অন্য কারো বক্তব্যের কারণে রাস্তায় যাওয়া ঠিক নয়; বাংলাদেশর পুলিশে বর্তমান ছাত্রদের বড় ভাইয়েরা আছেন, যাদের মগজের পরিমাণ খুবই কম; কোন সময় গুলি টুলি করে ২/১ জনকে মেরে ফেল, অন্ধ করে ফেলে কেহ বলতে পারবে না; সামান্য চাকুরীর জন্য প্রাণ হারানো কিংবা সিদ্দিকুর রহমানের মত অন্ধ হওয়া ঠিক হবে না।

ছাত্রদের বুঝতে হবে যে, সুযোগ পেলে, তাদের মাঝে শেখ হাসিনা-বিরোধীরা ঢুকার চেষ্টা করবে; শেখ হাসিনা ও কিছু মানুষের মধ্য রাজনীতি নিয়ে ৩৬ বছর ষড়যন্ত্র চলছে এই দেশে; শেখ হাসিনার উপর অনেকের আক্রোশ আছে; তারা ভেঁড়ার ছামড়া পরে দলে ঢুকে যেতে পারে, কিংবা আপেল নিয়ে উপস্হিত হতে পারে বুদ্ধি দেয়ার জন্য। সুতরাং, রাস্তায় থাকার সময় সবদিক ভাবতে হবে, দেখতে হবে, নিজেদের ভুলের জন্য যেন কাউকে পুলিশের গুলির শিকার হতে না হয়; বেঁচে থাকলে চাকুরী হবে একদিন!

মন্তব্য ৪৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০১৮ রাত ১:৪৯

ভুল বানান বলেছেন: ক্যাডার/পুলিশ দের কথা পরে হবে সবার আগে এট লিস্ট পার্লিমেন্টে ক্যাবিনেট মেম্বারদের বিনামূল্যে মগজ দেওয়ার প্রকল্প হাতে নেওয়া হোক।

১১ ই এপ্রিল, ২০১৮ রাত ১:৫৩

চাঁদগাজী বলেছেন:


পার্লামেন্টে শেখ হাসিনার কলাগাছেরা আছে, উনারা জীবনে একবার কলা দেন।

২| ১১ ই এপ্রিল, ২০১৮ রাত ২:০৮

ঠাকুরমাহমুদ বলেছেন: চাঁদগাজী ভাই এই লেখাটি আমি আপনার কাছে আশা করছিলাম এটা ভয়ন্কর সত্য ছাত্রদের ভিরে সুযোগসন্ধানী ঢুকে অনিষ্ট করে খুব খারাপ একটা পথে নিয়ে যেতে পারে এই আন্দোলন, এখানে অবস্যই অন্য পক্ষ কাজ করছে, তাই ছাত্র ছাত্রীদের সাবধান হওয়া উচিত । বিরোধী দল ও সুযোগ সন্ধানীদের পদক্ষেপে আমাদের ছাত্র ছাত্রী ক্ষতিগ্রস্ত হবে চিরোকালের জন্য । তাই অবস্যই সাবধান ।

১১ ই এপ্রিল, ২০১৮ রাত ২:১৫

চাঁদগাজী বলেছেন:


এই দেশের জীবনযাত্রার মান এত বেশী নীচে যে, এই দেশে বেকারত্ব থাকার কথা নয়; এবং বেকারত্ব থাকলে উহা ভয়ংকর বেদনাদায়ক, কারণ সরকার কোন খোঁজ নেয় না; শেখ হাসিনা ও মতিয়া চৌধূরীরা জীবনে বেকার ছিলো না।

২০১৫ সালে যারা শেখ হাসিনার সাথে পারেনি, তারা ছাত্রদের অকারণ উস্কানী দিতে পারে। আবার পুলিশে আছে ছাত্রদের বড় ভাইয়েরা, যাদের মগজের পরিমাণ খুবই কম; ছাত্রদের সবদিক ভাবতে হবে।

৩| ১১ ই এপ্রিল, ২০১৮ রাত ২:২২

ঠাকুরমাহমুদ বলেছেন: একটা ভুল বিষয় নিয়ে তুলকালাম আন্দোলন হচ্ছে আমাদের ছাত্র ছাত্রী’র মাথায় ও মগজ নাই আছে যা তা ব্লগে লিখা সেন্সর করছি । সম্পূর্ণ ভুল বিষয়ে আন্দোলন । চাকুরী-বেকারত্ব-শিক্ষা ব্যাবস্থা উন্নয়ন আন্দোলন হওয়া উচিত বা লেখালেখি, এক গাদা বই পড়ার কোনো অর্থ হয় না ক্লাস ওয়ানে ৬ টা বই পাঠ্য !!! বাচ্চা মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে এই বিষয় নিয়ে আন্দোলন করার কেউ নাই । ক্লাস ফাইভে এস এস সি পরিক্ষার ভয় দিয়ে পি এস সি চালু হয়ে আছে কোন গর্দভের কাজ এটা তার বিচার চাওয়া উচিত তার নামে ১০ লক্ষ মামলা হওয়া উচিত ।

১১ ই এপ্রিল, ২০১৮ রাত ২:৩০

চাঁদগাজী বলেছেন:


শিক্ষা ব্যবস্হা কেমন হওয়া উচিত, তা ছাত্রদের ধারণার বাহিরে; তারা এখনো ব্যস্ত "ফাঁসকরা" প্রশ্ন ক্রয়ে।

তবে, তারা বা তাদের সিনিয়রদের বুঝা উচিত যে, জাতির সম্পদ আছে, দেশে মানব সম্পদ আছে, জীবনযাত্রার মান নীচু; ফলে, সরকার চাইলে মিলিয়ন মিলিয়ন চাকুরী সৃষ্টি করতে পারে; সেটা নিয়ে আন্দোলন করার দরকার। আন্দোলন করার দরকার মুহিত, লোটাস কামালদের মত আগাছাকে সরকার থেকে বের করার জন্য।

৪| ১১ ই এপ্রিল, ২০১৮ রাত ২:৫৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এই নির্দলীয় আন্দোলনটা ব্যর্থ হয়ে যাচ্ছে ছাত্র রাজনীতি তথা ছাত্রলীগের কারণে। ছাত্র রাজনীতি না থাকলে সরকার এভাবে ছাত্রলীগকে লেলিয়ে দিতে পারত না...

১১ ই এপ্রিল, ২০১৮ রাত ৩:০৮

চাঁদগাজী বলেছেন:


আমি জানি, ছাত্রলীগ ভয়ংকর কিছু করবে; সেটা ভেবে এই পোষ্ট দেয়া; পোষ্ট দেয়ার একটু পরে শুনলাম, একটা মেয়ের পায়ে চুরি বসানো হয়েছে।

৫| ১১ ই এপ্রিল, ২০১৮ রাত ৩:৩৪

নরাধম বলেছেন: আহারে, মানবতার আম্মাজানের জন্য বুইড়া ছাগু চাঁদের কি দরদ!

১১ ই এপ্রিল, ২০১৮ ভোর ৪:১২

চাঁদগাজী বলেছেন:


আপনার নিকটা আপনার খুব পছন্দের?
আপনার বুদ্ধিমত্তা ম্যাঁওপ্যাঁও লেভেলের

৬| ১১ ই এপ্রিল, ২০১৮ ভোর ৫:৩০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমি জানি না এবং বুঝি না একটি সভ্য ও গণতান্ত্রিক দেশে ন্যায্য দাবির জন্য কেন আন্দোলন করতে হয়। আবার সেই আন্দোলন ভেস্তে দেয়ার জন্য দালাল বাহিনীও মাঠে নামে।

১১ ই এপ্রিল, ২০১৮ ভোর ৫:৩৬

চাঁদগাজী বলেছেন:


২০১৫ সালের আন্দোলনে শেখ হাসিনার গায়ে বাতাসও লাগেনি; এখন ছেলেরা কিছু একটা করতে চাচ্ছে, করুক; ছাত্রলীগের পান্ডাদের কি বিজনেস ছাত্রদের সাথে?

৭| ১১ ই এপ্রিল, ২০১৮ ভোর ৬:১৬

পদাতিক চৌধুরি বলেছেন:

১১ ই এপ্রিল, ২০১৮ ভোর ৬:৪০

চাঁদগাজী বলেছেন:



১৯৭২ সালে ছাত্ররাজনীতি বন্ধ করে দিলে, আমরা আজ বিশাল শিক্ষিত জাতিতে পরিণত হতাম।

৮| ১১ ই এপ্রিল, ২০১৮ ভোর ৬:২৮

সৈয়দ তাজুল বলেছেন:

দেখুন সুফিয়া কামাল হলে ছাত্রীদের উপর ছাত্রলীগের কুকুরদের আক্রমণ।




ছত্রলীগের কুকুরেরা সবসময় আওয়ামীলীগের পালিত কুকুরের ভূমিকা রেখেছে। যেমনটা শিবিরও রাখেনি।

একদিন এরা ধ্বংস হবেই। মানবতা মুক্তি পাবেই।


১১ ই এপ্রিল, ২০১৮ ভোর ৬:৪১

চাঁদগাজী বলেছেন:


ছাত্র রাজনীতির দলগুলোকে যদি রাজনৈতিক দলগুলো বন্ধ না করে, জনতাকে সেই ভার নিতে হবে।

৯| ১১ ই এপ্রিল, ২০১৮ ভোর ৬:৩৫

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: আপনার কথায় মনে হচ্ছে ক্ষমতাসীনরা সব কিছুতেই সরকার পতনের আন্দোলন হিসাবে দেখে | এমনকি সাধারণ ছাত্র/ছাত্রীদের নিজ ক্যারিয়ার নিয়ে আশংকা এবং ক্ষোভকেও ? এই রকম আত্মবিশ্বাসহীনতা নিয়ে এরা দেশ চালায় কিভাবে ?

১১ ই এপ্রিল, ২০১৮ ভোর ৬:৪২

চাঁদগাজী বলেছেন:


২০১৫ সালে যখন কিছু ঘটেনি, সহসা কিছু ঘটবে না; কিন্তু আওয়ামীরা ভয়ে যুদ্ধ শুরু করেছে।

১০| ১১ ই এপ্রিল, ২০১৮ ভোর ৬:৩৭

শাহ আজিজ বলেছেন: হাসিনা প্রেমিক চাদ্গাজির মুখোশ উন্মোচন হল আজ , বেশ বেশ।

১১ ই এপ্রিল, ২০১৮ সকাল ৮:২০

চাঁদগাজী বলেছেন:


ভয়ানক দিন, আপনি আমার মুখোশ উন্মোচন করায়, আমার চাকুরী শেষ!

নিজের উপর আস্হা রাখেন

১১| ১১ ই এপ্রিল, ২০১৮ ভোর ৬:৪৫

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: চাঁদগাজী বলেছেন "কিন্তু আওয়ামীরা ভয়ে যুদ্ধ শুরু করেছে। "
কার ভয়ে ? কার বিরুদ্ধে যুদ্ধ ?

১১ ই এপ্রিল, ২০১৮ ভোর ৬:৪৮

চাঁদগাজী বলেছেন:


আমি জানি না, সামান্য প্রশ্নফাঁস জেনারেশনের ভয়ে কেন ওরা ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছে? হতে পারে, ছাত্রলীগ নিজের থেকে ভলনটিয়ার হয়ে এগুলো করছে।

১২| ১১ ই এপ্রিল, ২০১৮ ভোর ৬:৪৬

সৈয়দ তাজুল বলেছেন: শাহ আজিজ ভাই একখান কথা কইছেন কওয়ার মতো ;) =p~

১১ ই এপ্রিল, ২০১৮ ভোর ৬:৫৩

চাঁদগাজী বলেছেন:


আসলেই, কালকে থেকে বেতনও পাবো না!
উনি সাড়ে ৪ বছর ব্লগিং করছেন "কপিপেষ্ট" করে, চিন্তাশক্তি হকিং থেকেও বড়

১৩| ১১ ই এপ্রিল, ২০১৮ সকাল ৭:১৯

সৈয়দ তাজুল বলেছেন: সব তথ্য জনসম্মুখে ফাঁস করে দেন কেন চাঁদগাজী ভাই!

কপিপেস্টওয়ালাকে আমি সমবেদনা জানালাম।

১১ ই এপ্রিল, ২০১৮ সকাল ৭:২৭

চাঁদগাজী বলেছেন:


উনি অকারণে আমার উপর ছোটখাট একটা আক্রমণ চালায়েছেন; উনার ধরণা, ছাত্রদের আন্দোলনে আমি বাধা দিচ্ছি; ম্যাঁওপ্যাঁও'দের ভাবনাচিন্টা বুঝা মুশকিল

১৪| ১১ ই এপ্রিল, ২০১৮ সকাল ৭:৩৮

সৈয়দ তাজুল বলেছেন: :)

১১ ই এপ্রিল, ২০১৮ সকাল ৭:৪৯

চাঁদগাজী বলেছেন:


ওখানে কি হচ্ছে, কি হওয়া উচিত, এসব নিয়ে আমরা আলোচনা করছি মাত্র। উনি হয়তো আন্দোলন পরিচালনা করছেন!

১৫| ১১ ই এপ্রিল, ২০১৮ সকাল ৭:৫৫

সৈয়দ তাজুল বলেছেন:
ওখানে কি হচ্ছে, কি হওয়া উচিত, এসব নিয়ে গঠনমূলক আলোচনা করাই ব্লগারদের কাজ। প্রত্যেক আন্দোলনে আমাদের ব্লগার ভাই-বোনদের বিশেষ ভূমিকা রয়েছে। সেখানে আমাদের মধ্যে যারা অংশগ্রহণ করতে পারছেন না, তারা তো দিকনির্দেশনা মূলক আলোচনা করবেই। চাঁদগাজী ভাই, উনি মনে হয় আপনার সাথে একটু মজা করতে চাইছিলেন ;)

১১ ই এপ্রিল, ২০১৮ সকাল ৮:১৯

চাঁদগাজী বলেছেন:


আমরা ১০০ জন ব্লগার কি করছি, কি লিখছি, এতে বাহিরের কারো কিছু আসে যায় না; এটা আমাদের নিজেদের বুঝার জন্য মাত্র; উনি যদি মজা করে থাকেন ভালো; আমার কথাগুলোও মজা হিসেবে নেবেন। তবে, উনাকে আমি ৩ বছর থেকে সামান্য জানি।

১৬| ১১ ই এপ্রিল, ২০১৮ সকাল ৮:৪০

ধ্রুবক আলো বলেছেন: ৬৮ সনে আয়ুব খানের আমলে তৎকালীন গভর্নর মোনায়েম এন এস এফ নামে একটা ছাত্র সংগঠন করে যাদের কাজ ছিলো বিশৃঙ্খলা সৃষ্টি করা। আর এখন তা করতেছে ছাত্র লীগ, তবে আরও ভয়াবহ ভাবে। আওয়ামী লীগের ভয় নাই কারণ দেশের মানুষ ভীতু সচতেন না। দেশে বিরোধী দল নাই তাই উনাদের টেনশনও নাই।

১১ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৪৯

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা উনার বাবার মতো বড় বড় ভুল করছেন সম্প্রতি।

উনার উচিত ছাত্রলীগ বিলুপ্ত করে দেয়া, শবির ও ছাত্রদলকে বিলুপ্ত করে দেয়া

১৭| ১১ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:৪৮

রাজীব নুর বলেছেন: এরা সরকারে তো এরা সাহস পাবে না কে পাবে ? এদের সাত খুন মাফ হয়ে যায় এরা তো এসব করবেই।
এর আগেরবারও একই কাজ করে পার পেয়ে গেছে। তাই আবারো এমন করার সাহস পাচ্ছে।
বাংলাদেশের ইতিহাসে যত আন্দোলন হয়েছে সব সাধারন শিক্ষথী শুরু করেছে। এর শেষে এসে জোর করে লিডিং পজিশন এ আসে।

আওয়ামীলীগ কে ধ্বংসের দায়িত্ব অল রেডি ছাত্রলীগ নিয়ে নিয়েছে। এখন শুধু দেখার অপেক্ষায়।

১১ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫০

চাঁদগাজী বলেছেন:




সমস্যা হলো, বর্তমান সরকারে সবগুলোই ছাত্র রাজনীতিবিদ, এদের কেহই আসল রাজনীতিবিদ নন।

১৮| ১১ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৩৬

নতুন নকিব বলেছেন:



রাজীব নুর বলেছেন: আওয়ামীলীগ কে ধ্বংসের দায়িত্ব অল রেডি ছাত্রলীগ নিয়ে নিয়েছে। এখন শুধু দেখার অপেক্ষায়।

-সহমত। নিয়ন্ত্রিত মিডিয়ার দেশে সত্যকথন বিপজ্জনক। বাকরুদ্ধ কান্নার আশ্রয়েই মাথা গুজতে হয় সেখানে।

১১ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫৩

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনার উচিত, ছাত্র রাজনীতির অবসান ঘটানো।

১৯| ১১ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫৮

ব্লগার_প্রান্ত বলেছেন: সরকারের পতন হোক না হোক, দেশ থেকে ক্ষুধা-বেকার সমস্যা-অশিক্ষা দূর হবে না। বাংলাদেশকে নিয়ে ভাবার জন্য কেউ ক্ষমতায় যায় না আর যারা বাংলাদেশকে নিয়ে ভাবে তারা পলিটিক্সে যায় না।
ছাত্রলীগ যা ছাত্রদের শিখালো; তা ছাত্রদলের ওরা পরে করবে- সহজ কথা।

১১ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫৫

চাঁদগাজী বলেছেন:



আমাদের মেধাবীরা ব্যুরোক্রেট হিসেবে আছেন; উনাদের ইতিহাস, ডাকাতির ইতিহাস।

শেখ হাসিনার কাছে এখন ক্ষমতা, উনার উচিত ছাত্রলীগ, ছাত্রদল ও শিবিরকে বিলুপ্ত করা।

২০| ১১ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৪৫

হাফিজ বিন শামসী বলেছেন:
সামুতে শেখ হাসিনার আনাগোনা নেই। লেখাটা প্রথম আলোতে প্রকাশিত হলে হয়তো উনি উপকৃত হতেন। আপনার ও একখানা উপদেষ্টা পদের ব্যবস্থা হলেও হতে পারতো।

১১ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫২

চাঁদগাজী বলেছেন:


আমি নিজে যেকোন উপদেষ্টা থেকে বড় চাকুরী করছি।

লেখাটা ব্লগারদের জন্য। কোন পত্রিকা ভয়ে এগুলো ছাপাবে না

২১| ১১ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ছাত্র রাজনীতির কোন সংঙ্গাই নেই। এটা চাদাবাজির জন্ম দেয়। এটা বন্ধ করা উচিত।

১১ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০১

চাঁদগাজী বলেছেন:


মতিয়া চাষীদের থেকে উৎপাদনের চেয়ে কম দামে ধান চাল কেনার চেষ্টা করেছে সব সময়।

মেনন বিমানকে গরুর গাড়ীতে পরিণত করেছে।

ইনু শুধু বিএনপি'কে গালি দিয়ে বেতন নিচ্ছে।

তোফায়েল সরকারী অফিসে বসে নিজের ব্যবসা চালাচ্ছে।

-এরা সবাই সফল ছাট্র রাজনীতিবিদ

২২| ১১ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২৩

ব্লগার_প্রান্ত বলেছেন: বাস্তবটি আপনার অজানা নয়, এটা কেউ করবেনা, না হাসিনা, না খালেদা।

১১ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫১

চাঁদগাজী বলেছেন:


বেগম জিয়া বেঁচে গেছেন, উনার কাজকর্ম এখন শেখ হাসিনাকে করতে হচ্ছে।

শেখ সাহেবের পতনের বড় ফ্যাক্টর ছিলো "জাসদ", মানে ছাত্রলীগ; উনাকে সেটা বুঝতে হবে।

২৩| ১২ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:১৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ছাত্রলীগ ঠেকানো উচিত হাসিনার।

১২ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:১২

চাঁদগাজী বলেছেন:


আসলে বিলুপ্ত করার দরকার; ছাত্র রাজনীতি আমাদের ইউনিভার্সিটিগুলোকে কলুষিত করেছে

২৪| ১৬ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:৩৬

রাজীব নুর বলেছেন: উনার পোষ্টে নববর্ষের শুভেচ্ছা জানাতে গিয়েছিলাম।
কিন্তু উনি আমাকে মন্তব্য করা থেকে বিরত রেখেছেন।

১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৪৭

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ আপনাকে; আমাকেও কমেন্ট ব্যান করে রেখেছেন উনি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.