নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

শেখ হাসিনা রেগেমেগে বললেন, "কোটার দরকার নেই"

১১ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:১৩



গতকাল সংসদে কথা বলার সময়, চলমান আন্দোলনের প্রতি ক্ষিপ্ত হয়ে শেখ হাসিনা বলেছেন যে, কোটার দরকার নেই। আসলে, রেগেমেগ নয়, উনি যদি বুদ্ধিমত্তার সাথে ভেবে দেখেন, উনি বুঝতে পারবেন যে, দেশে কোটার দরকার নেই, দরকার "চাকুরী সৃষ্টি করার"।

আসলে, আজকে কোটার তেমন দরকার নেই; শুরুতেও কোটার দরকার ছিলো না: দেশের প্রথম সরকারের অদক্ষতার কারনে "কোটা" একটা সমাধান হিসেবে জন্ম নিয়েছিল: অনগ্রসর জনগোষ্ঠী, পিছিয়ে থাকা জনপদের মানুষদের তুলে আনতে কোটার প্রচলন করা হয়েছিলো; সরকারে কিছু ভালো মানুষের দরকার ছিলো, সেজন্য "মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য কিছু কোটার দরকার ছিলো"।

এখন জাতির কাছে যেই পরিমাণ ক্যাশ আছে, দেশে যেই পরিমাণ সম্পদ আছে, যেই পরিমাণ মানব সম্পদ আছে, শেখ হাসিনা যদি দক্ষ লোকদের নিয়ে বসেন, দেশে কোন বেকার থাকর কথা নয়। উনি যদি মুহিত, মেনন, ইনু, মতিয়াদের নিয়ে বসে, উনি চোখে জোনাকি দেখবেন শুধু; ঐ লোকগুলো অদক্ষ।

এই ধরণের একটা প্রতিবাদের দরকার ছিলো, উনি বেগম জিয়াকে জেলে পাঠায়ে দিয়ে অলস সময় কাটাচ্ছেন; উনি যেই পদে বসে আছেন, ওখানে ঝিমানোর সময় নেই, জাতি বেশী কষ্টে আছে; জাতির শিক্ষিত সন্তানেরা বেকার; ওরা চাকুরীর অভাবে ঠিক সময়ে বিয়েও করতে পারছে না।

আশা করছি, উনি রেগেমেগে যা বলেছেন, সেটা থেকে যেন সরে না যান। সামনের দিন গুলোতে বেশী বেশী সরকারী চাকুরীর দরকার হবে; প্রশ্নফাঁস-করা মেধাবীদের সরকার ছাড়া কে নেবে?

মন্তব্য ৮০ টি রেটিং +৪/-০

মন্তব্য (৮০) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:১৬

খায়রুল আহসান বলেছেন: ভাল বলেছেন।
উনি কি এটা আসলেই রেগে মেগে বলেছেন??

১১ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:২৫

চাঁদগাজী বলেছেন:


উনার ঘাঁড়বাকা রোগ আছে; মনে হয়, রেগেমেগে বলেছেন। তবে, চাকুরী সৃষ্টি করলে কোটার দরকার নেই; দেশ বেকারে ভরে গেছে; উনার পরিবার বেকারত্বের অভিশাপে ভোগেনি, সেই কারণে বেকারত্বের কষ্ট উনি টের পাচ্ছেন না।

ইনু পিনুরা এক লাফে রিকসা থেকে পাজারোতে উঠে যাওয়ায় বেকার যুবকদের কষ্ট বুঝতে পারছে না।

শিক্ষিত বেকারের দেশ, অভিশপ্ত দেশ।

২| ১১ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:২১

তারেক_মাহমুদ বলেছেন: রেগেমেগেই বলেছেন কালই বলবেন ভিন্ন কথা।

১১ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:২৩

চাঁদগাজী বলেছেন:


হতে পারে।

তবে, উনি যদি ভেবে দেখেন, দেশের সবার জন্য চাকুরী সৃষ্টি করা খুবই সম্ভব; জাতির কাছে সেই পরিমাণ সম্পদ আছে।

৩| ১১ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯

সোহানী বলেছেন: আপনার লিখা যতটুকু ভালো লেগেছেখোয়রুল ভাইকে দেয়া কমেন্টে তার চেয়ে বেশী ভালেঅ লেগেছে। এতো চমৎকারভাবে সত্যটা কেউ বলেনি অনেকদিন.................

হাঁ, ইনু মতিয়া বা সাজেদারা যতদিন মেখ হাসিনোর আশেপাশে থাকতে ততদিন কিছুই হবে না। উনাদের এখন রিটায়মেন্ট এর সময় হয়েছে।

ইনু পিনুরা এক লাফে রিকসা থেকে পাজারোতে উঠে যাওয়ায় বেকার যুবকদের কষ্ট বুঝতে পারছে না। ......... চরম সত্য।

১১ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:১৫

চাঁদগাজী বলেছেন:


খায়রুল সাহেব জীবন দেখেছেন, অনুভব করেছেন।

৪| ১১ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫

পদ্মপুকুর বলেছেন: সংসদে না মংসদে.... !!!<<<

১১ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:১৫

চাঁদগাজী বলেছেন:


উনি উনার কলাগাছের বাগানে বলেছেন।

৫| ১১ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮

পদ্মপুকুর বলেছেন: আবার ইনু পিনু... আবার হাহাপগে =p~ =p~

তবে আমারও ধারণা এটা উনি রেগে মেগেই বলেছেন, যার থেকে খুব শীঘ্রই উনি সরে যাবেন। কিছুদিন আগেই এক জনসভায় খুব ঠান্ডা মস্তিস্কে উনি বলেছিলেন কোটা থাকবে।

১১ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:১৪

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনার ঘাঁড়বাকা বাতিক আছে; উনাকে কেহ বুঝায়ে দিতে পারলে, উনি হয়তো বুঝতেন যে, কোটা মোটা এগুলো হাউকাউ; মানুষের কাজ দরকার, চল কাজের সৃষ্টি করি, বেকার মানুষের সমাজের ও জাতির জন্য বোঝা।

৬| ১১ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:

কোটা হয়তো যাবে, ভাল কথা।

কিন্তু হরিণের সংখ্যা কে বাড়াবে?? হরিণ পেতে মামা, খালু আর কড়কড়ে নোটের কথা তো কেউ ভাবলো না? যারা আন্দোলন করছে তারাও এগুলোর সদ্বব্যবহার করবে।

আর কৃষকের খ্যাত ছেলেটা হরিণ না পয়ে হয়তো ছাগলই চরাবে???

১১ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:১৯

চাঁদগাজী বলেছেন:


প্রতিবাদ হয়ে ভালো হলো, ৪৭ বছরের পুরানো সমাধান আজ কাজ করার কথা নয়; সবাইকে পড়ানোর দরকার, সবার চাকুরীর দরকার।

৭| ১১ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:০৫

ব্লগার_প্রান্ত বলেছেন: হাসিনা আপাকে Checkmate করা সহজ না ! =p~

১১ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:২২

চাঁদগাজী বলেছেন:


উনি শুন্য থেকে শুরু করে শিখরে গেছেন; তাই কোন কিছুকে গ্রাহ্য না করার একটা প্রবনতা উনার আছে।

৮| ১১ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:০৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: সংসদে না মংসদে.... !!! এটা অনুগ্রহ করে ঠিক করে দিন!

আপনারা অগ্রজ। আপনাদের ভাবপ্রকাশে যদি এমন হেলাফেলা থাকে মহান জাতীয় সংসদের প্রতি নতুন প্রজন্ম শিখবে কার কাছ থেকে! তাদের অবচেতনে অশ্রদ্ধা জন্ম নেবে।
সংসদ না মংসদ.... জাতীয় সংসদের প্রতি মানহানিকর উক্তি।
আশা করি সংশোধন করে নেবেন।

১১ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:২০

চাঁদগাজী বলেছেন:


ধন্যবাদ, ঠিক করে দিচ্ছি।

৯| ১১ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:২৩

তারেক ফাহিম বলেছেন: কোটা তুলে নিলেও মেধাবীরা চাকুরী পাবে??
যতদিন না মামা, খালু, চাচা, আইমিন ঘুষ না যাবে দেশ থেকে তত দিন গরীব ঘরের মেধাবীরা বেকারই থাকবে। :(

১১ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:২৭

চাঁদগাজী বলেছেন:


চাকুরী নেই, চাকুরী কোথা থেকে পাবে।

শেখ হাসিনা কি জানে না, মানুষ সরকারী চাকুরী কিনছে ঘুষ দিয়ে।

দেশে সম্পদ আছে, উনি দেখছেন না; দেশে মানব সম্পদ আছে, উনি দেখছেন না; উনার নিজের মুল্যও ট্রিলিয়ন ডলার, উনি জানেন না।

১০| ১১ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:২৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:

আপনার কাছ থেকে উত্তর পেলাম না।।কোটা থাকবে না, মানে এই নয় সবাই চাকরি পাবে।

হরিণের সংখ্যা কে বাড়াবে?? হরিণ পেতে মামা, খালু আর কড়কড়ে নোটের কথা তো কেউ ভাবলো না? যারা আন্দোলন করছে তারাও এগুলোর সদ্বব্যবহার করবে।আর কৃষকের খ্যাত ছেলেটা হরিণ না পয়ে হয়তো ছাগলই চরাবে???


হরিণ চেনেন??

১১ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৩০

চাঁদগাজী বলেছেন:


চাকুরীর সংখ্যা বাড়ছে না; মুল সমস্যা থেকে যাচ্ছে; শেখ হাসিনাকে কোটা নয়, চাকুরী বাড়াতে হবে।


আপনি যেই হরিণের কথা বলছেন, উহা চিনি না; আমি সোনার হরিণ ও বনের হরিণ চিনি মাত্র।




১১| ১১ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:২৭

ঢাবিয়ান বলেছেন: আপনার নেত্রি রেগেমেগে বলেননি , খুব চতুরতার সাথে আন্দোলন থামাতে এই কথা বলেছেন।তবে আপনার ট্যগিংকৃত ''প্রশ্ন ফাশ , ভবিষ্যতের ঘুসখোর ডাকাত '' প্রজন্ম সেটা খুব ভালভাবেই বুঝতে পেরেছে।

সুতরাং আপনিও এত সহজে স্বস্তির নিঃশ্বাস ফেলবেন না। প্রজন্ম যখন একবার জেগে উঠে তখন কোন ট্যগিং বা মুলা ধরিয়ে কাজ হয় না।

১১ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৩৫

চাঁদগাজী বলেছেন:


যদি আপনার ধরণা সঠিক হয়, এটা হবে ভয়ংকর !

উনি বিএনপি-শিবির থামায়ে দিয়েছে, সেই ইতিহাস আছে। তবে, ছাত্রদের সেইভাবে থামানোর কথা ভাবা হবে ভয়ংকর।

উনার উচিত ঢাকা ইউনিভার্সিটিতে গিয়ে, ছাত্রদের সাথে মিটিং করে, একটি মানানসই সমাধান বের করা; শিক্ষিত বেকার জাতির জন্য অভিশাপ, সেটা উনি বুঝলে জাতির মংগল হবে।

১২| ১১ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৪২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ইন্টারেস্টিং। এখন কি এই কথাও পরবর্তীতে 'হরতাল দিব না'র মত পল্টি মারবে? তবে যাই হোক, উনি যদি সত্যিই কোটা বাতিল করেন তাহলে একটা কাজের কাজই হবে। তবে এটাও সত্য ২/১ দিনের মধ্যেই মুক্তিযোদ্ধা ব্যবসায়ীদের নাতি পুতি, উপজাতি সন্ত্রাসীদের চ্যালা, প্যালা কোটা বহাল রাখার দাবিতে আন্দোলন শুরু করবে। আর সেটাতে সায় দিবে ছাত্রলীগ...

১১ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৪৯

চাঁদগাজী বলেছেন:


উনার উচিত, ঢাকা ইউনিভার্সিটিতে একটা মিটিং করে, ছাত্রদেরকে একটা সাময়িক মানানসই সমাধান দিয়ে, চাকুরী সৃষ্টি করা।

উনি কেন বুঝতেছেন না যে, দেশ এসব কোটামোটার মত সমাধান দিয়ে দেশ চালানোর কথা নয়; মানুষের দরকার চাকুরী, জাতির সেই সম্পদ আছে।

১৩| ১১ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৫৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: উনি এসব করবেন না। উনি রেজওয়ানা চৌধুরী বন্যাকে ধন্যবাদ জানানোর সময় পেয়েছেন...

১১ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:০৯

চাঁদগাজী বলেছেন:


শেখ সাহেবের মৃত্যু উনাকে এখানে নিয়ে এসেছে; উনি এই রকম একটা দেশ চালানোর মতো দক্ষ নন; তবে, দক্ষ মানুষদের নিয়ে কাজ করলে সবই হতো; এইভাবে জোড়াতালি নিয়ে এইযুগে দেশ চালনা অস+ভব।

১৪| ১১ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:১২

প্রশ্নের কারখানা বলেছেন: শেখ হাসিনার কাজ খুব ঠান্ডা মাথায় হয়েছে। কেননা এই সিদ্ধান্ত তিনি সকালেই নিয়েছে। আমার জানতে ইচ্ছে করে যে, কোটা না থাকার কি কুফল রয়েছে?

১১ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:২৪

চাঁদগাজী বলেছেন:


কোটা তুলে দিলে কিছু ছোট ও পেছনেপড়া জনগোষ্ঠী আরো পেছনে পড়ে যাবে। আবার জামাত-শিবিরেরা পড়ালেখায় বেশী সুযোগ নিয়েছে, তারা প্রশাসনে বেশী প্রবেশ করবে; ওগুলো আসলে ক্ষতিকর মানুষ; এই রকম সামান্য কিছু সমস্যা আছে।

এগুলোর আসল সমাধান হলো সবার জন্য চাকুরী সৃষ্টি করা

১৫| ১১ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:১৫

ধ্রুবক আলো বলেছেন: উনি আসলে জনগণের সরকার নন।

১১ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:১৮

চাঁদগাজী বলেছেন:


উনি জানেন যে, উনার বিশাল এক প্রতিপক্ষ আছে; দেশের প্রধান হিসেবে, তিনি তাদেরকে নিজের দিকে টানার চেষ্টা তিনি করেননি; মনে হয়, উনার মেজাজ আছে।

তিনি এখন যেভাবে ক্ষমতায় আছেন, উনার দায়িত্ব অনেক বেড়ে গেছে, উনি সেটা বুঝলে ভালো হতো; জাতিকে অকারণে কষ্ট করতে হচ্ছে! দেশকে বেকারমুক্ত করা সম্ভব।

১৬| ১১ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:২২

রাজীব নুর বলেছেন: কোটা 'সংস্কারের' দাবিতে আন্দোলনকারিদের দাবি যখন আলোচনার মাধ্যমে সমাধানের দিকে যাচ্ছিল, ঠিক তখনই সংসদে মতিয়া চৌধুরীর একটি 'ফায়েসা' বক্তব্য সব 'গুবলেট' করো দিলো ! এ যেন হঠাৎ মৌচাকে ঢিল ! বাম থেকে চরম ডানে 'রুপান্তরিত' হওয়া কৃষিমন্ত্রী কোটা পদ্ধতি নিয়ে সরকারের পজিটিভ চিন্তা-ভাবনার অনেক 'ক্ষতি' করে ফেলেছেন বলেই মনে হচ্ছে ! মন্ত্রী, এমপিসহ সব রাজনৈতিক দলের দায়িত্বশীল নেতাদের কথার 'লাগাম' টানা দরকার !

১১ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:২৫

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা বুঝুক, ডোডো পালন করার কি আনন্দ!

১৭| ১১ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:২৮

সেলিম আনোয়ার বলেছেন: কোটা দরকার নেই। প্রশ্ন পত্র ফাঁস কারী খুঁজে বের করে শাস্তি দেয়া লাগবে।

১১ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৩৫

চাঁদগাজী বলেছেন:


প্রশ্নফাঁস হয়েছে নাহিদ সাহেবের অদক্ষতার জন্য; এতে পংগু ও আত্মবিশ্বাসহীন জেনারেশন তৈরি হচ্ছে।

রামগড়ের পাহাড়ে যান, দেখবেন যে, মানুষ ম্যালেরিয়ায় ভুগছে, বাচ্ছারা স্কুলে যায় না; এরা কোনদিন আপনার মতো মালয়েশিয়া দেখতে পারবে? নাকি বাংগালী হিসেবে সরকারী পয়সায় মালয়েশিয়া গিয়ে পড়ার অধিকার শুধু আপনার আছে?

১৮| ১১ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:১১

তার ছিড়া আমি বলেছেন: রেগেমেগে বলুক আর ঠান্ডা মাথায় বলুক, কোটার অবসান হোক। কোটা একটি অভিশাপ। এ অভিশাপ থেকে ভবিষ্যত প্রজন্ম মুক্তি চায়।

১১ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৩৩

চাঁদগাজী বলেছেন:


দেশ আমাদের; আমাদের তরুণরা যদি কোটা না চায় থাকবে না; গারো, খাসিয়া, মগ, টিপারা আজীবন কষ্ট করুক; আমাদের তরুণরা সরকারী চাকুরী নিয়ে ঘুষ খেয়ে বেহুশ হয়ে থাকুক।

১৯| ১১ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:১৫

পদাতিক চৌধুরি বলেছেন: খুব সুন্দর আলোচনা।দ্রুত সমস্যা মিটে যাক,এটাই কাম্য।তবে আপনার সেলিম ভাই এর মন্তব্যের উত্তরে যে রামগড় পাহাড়ের কথা আনলেন,মন্তব্যসূত্রে বলি আমি পুরুলিয়ার বান্দোয়ানে,অযোধ্যা পাহাড়ে গিয়ে দারিদ্র্যতার যে ছবি দেখেছি,সেই একই ছবি দেখেছিলাম,ঘাটশিলাতেেও।মাত্র পঞ্চাশ টাকার জন্য গাইড হওয়ার যে লড়াই আজও চোখের সামনে ভাসছে।কঙ্কালসার চেহারা শীর্ণ কার মানুষগগুলিকে দেখলে বিশ্বাস করা কঠিন, যে এরাও একবিংশ শতকের বাসিন্দা। আর ফটো , ঐ সব ছবি ব্লগে দিতে হাত কাঁপ

১১ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৩৫

চাঁদগাজী বলেছেন:


রামগড়ে, ৫০ টাকা দিয়ে ১২ বছরের মগের বা টিপারার মেয়েদের বাংগালীরা জিং জিং করছে বছরের পর বছর; আমাদের তরুণেরা ওদের জন্য কিছু করুক।

ভারতেও পাহাড়ের মানুষের কষ্টের শেষ নেই।

২০| ১১ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৩৬

ব্লগার_প্রান্ত বলেছেন: ব্লগ আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে। যাক, একটা কবিতা পড়ুন পরিভাষা পরিচয়

১১ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:০২

চাঁদগাজী বলেছেন:



এই প্রতিবাদের দরকার ছিলো, শেখ হাসিনা জাতির থেকে কিছুই শুনতে পাচ্ছেন না। ৪৭ বছর আগের সাময়িক সমাধান আজ কেন দরকার? ৪৭ বছরে কেন অবস্হার পরিবর্তন হয়নি?

২১| ১১ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:০৩

ব্লগার_প্রান্ত বলেছেন: উত্তরে তিনি বলবেন-"৪৭ বছর তো আমি ক্ষমতায় ছিলাম না =p~ "

১১ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৩৭

চাঁদগাজী বলেছেন:


২০০৯ সাল থেকে হিসেবে করলে, গত ৮ বছরে বাংলাদেশকে বিশালভাবে বদলায়ে দেয়া যেতো; গত ৮ বছরে বাংলাদেশ কমপক্ষে ২০ জন ডলারে বিলিওনিয়ার সৃষ্টি করেছে; এগুলো থেকে মানুষকে সুযোগ দিলে ২ কোটী মানুষ চাকুরী পেতো।

২২| ১২ ই এপ্রিল, ২০১৮ রাত ২:০১

ঠাকুরমাহমুদ বলেছেন: কোটা’র দরকার নাই এটাই তো আন্দোলনের বিষয় ছিলো না-কি ? এখন প্রধাণমন্ত্রী বললেন কোটা’র দরকার নাই তাহলে ভালো কথা বলেছেন - তাহলে আবার কিসের সমস্যা এখন প্রশ্নফাস দাবীতে আন্দোলন হোক !!!

১২ ই এপ্রিল, ২০১৮ রাত ২:১১

চাঁদগাজী বলেছেন:


আগামী ২/১ দিনের মাঝে বুঝা যাবে, উনি কি বলতে চেয়েছেন।

উনি যদি পেছনে-পড়া জনগোষ্টী ও দরিদ্র মুক্তিযো্দ্ধাদের সন্তানদের ব্যবস্হা করেন, কোটার দরকার নেই।

উনি যদি চাকুরী সৃষ্টি করেন, তিনি মার্কেল থেকেও বড় হতে পারবেন।

২৩| ১২ ই এপ্রিল, ২০১৮ ভোর ৪:২৪

ভ্রমরের ডানা বলেছেন:



রাগ করা স্বাভাবিক। উনি সময় চেয়েছিলেন। সেটা দেওয়া হয়নি। তাই কিলিয়ে কাঁঠাল পাকিয়ে আন্দোলনককারীদের খেতে দিলেন।

১২ ই এপ্রিল, ২০১৮ ভোর ৪:৩৪

চাঁদগাজী বলেছেন:



উনার দরকার ছিলো ছাত্রদের সাথে মিটিং করা; বেকারে দেশ ভরে গেছে, এটা উনি নিজের থেকে কেন টের পাচ্ছেন না কে জানে? ৪৭ বছর আগের, কিছু অদক্ষ লোকের দেয়া সমাধান এতদিন চলছে; এগুলো পুরো জাতির জন্য লজ্জা, মানুষের সামান্য হলেও মগজ থাকার দরকার।

জাতির টাকায় জাতির জন্য "চাকুরী সৃষ্টি করা", এটাই যদি আজকালকার মানুষেরা না পারে, তাদেরকে আরবে উট চরাতে পাঠানোর দরকার।

২৪| ১২ ই এপ্রিল, ২০১৮ ভোর ৫:২৮

বিদেশে কামলা খাটি বলেছেন: কোটা প্রথার আ‌মি এক জন ভুক্ত‌ভোগী। আহা প্রধানমন্ত্রী য‌দি ২০০০ সা‌লে এই ঘোষণা‌টি দি‌তেন তাহ‌লে আ‌মি কি যে খুশী হতাম। ত‌বে আজ‌কের ঘোষণায়ও আ‌মি খুশী। মেধার জয় হোক। কোটা প্রথা নিপাত যাক!

১২ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:২১

চাঁদগাজী বলেছেন:



কোটা প্রমাণ করে যে, গত ৪৭ বছর সরকারগুলো প্রয়োজনীয় পরিমাণ চাকুরী সৃষ্টি করেনি; সরকারগুলি নিজেদের দায়িত্ব পালন করেনি ৪৭ বছর।

২৫| ১২ ই এপ্রিল, ২০১৮ সকাল ৮:২৪

নতুন নকিব বলেছেন:



পোস্টে ধন্যবাদ। তবে, আরও ধন্যবাদ, অনবদ্য এই প্রতিমন্তব্যে-

ইনু পিনুরা এক লাফে রিকসা থেকে পাজারোতে উঠে যাওয়ায় বেকার যুবকদের কষ্ট বুঝতে পারছে না।

একদম বাস্তব বলেছেন।

১২ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:২৩

চাঁদগাজী বলেছেন:


যারা ইউনিভার্সিটি থেকে এক লাফে সরকারী গাড়ীতে উঠার পর, নিজের নামে গাড়ী আমদানী করেছে, তারা জনতার বেকারত্ব বুঝার মতো অবস্হানে কোনদিনও ছিলো না, আজো নেই

২৬| ১২ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:১৫

হাফিজ বিন শামসী বলেছেন:
সঠিক বলেছেন। আসলে উনি রেগেমেগে বলেছেন। কিছুটা অভিমান করেও বলেছেন। উপলব্ধি থেকে বলেননি।

১২ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:২৫

চাঁদগাজী বলেছেন:


উনি ৩৬ বছর এই দেশের রাজনীতি করেছেন, "কোটা" যে বেকারত্বের প্রমাণ সেটা অনুধাবন করেননি; রেগেমেগে যাই বলেছেন, সেটাই উনাকে কার্যকরী করতে হবে।

২৭| ১২ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৫০

মোস্তফা সোহেল বলেছেন: প্রধানমন্ত্রীর পাশে অদক্ষ লোক যত কম থাকবে দেশের জন্য ততই ভাল।

১২ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:২৮

চাঁদগাজী বলেছেন:


উনি অর্থনীতিতে জন্য নিশ্চয় দক্ষ নন, তারপর পাশে রেখেছেন দুনিয়ার যত ছাত্র রাজনীতিবিদদের যারা সরকারে না থাকলে চাঁদাবাজি করে পরিবার চালাতে বাধ্য হতো।

২৮| ১২ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৫৩

নীল আকাশ বলেছেন: ঢাবিয়ান বলেছেন: আপনার নেত্রি রেগেমেগে বলেননি , খুব চতুরতার সাথে আন্দোলন থামাতে এই কথা বলেছেন।তবে আপনার ট্যগিংকৃত ''প্রশ্ন ফাশ , ভবিষ্যতের ঘুসখোর ডাকাত '' প্রজন্ম সেটা খুব ভালভাবেই বুঝতে পেরেছে। সুতরাং আপনিও এত সহজে স্বস্তির নিঃশ্বাস ফেলবেন না। প্রজন্ম যখন একবার জেগে উঠে তখন কোন ট্যগিং বা মুলা ধরিয়ে কাজ হয় না। - ১০০% সত্যি কথা।

এই মহিলা কি জিনিষ সেটা আর নতুন করে বলার কিছু নেই। তার মতোও ধান্দাবাজ, বাটপার আর মিথ্যুক আপনি বাংলাদেশ তো দুরের কথা হারিকেন দিয়ে খুঁজেও সারা পৃথিবীতে পাবেন না। গতকালকে যা বলেছে সেটা সম্ভবত আন্দোলন থামানোর জন্য বলেছে। দিনের বেলা চাঁদ দেখাচ্ছে....

১২ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:৩৫

চাঁদগাজী বলেছেন:


উনার ক্ষমতায় আসার পথ করেছেন জেনারেল জিয়া, জিয়ার বিএনপি ও কিছু মানুষ, যারা বাংলাদেশ চাহেনি; উনাকে সেইসব মানুষকে পরাজিত করত গিয়ে ওদের মতো নীতি ব্যবহার করতে হয়েছে; ফলে, উনি কিভাবে কি করছেন, সেটা ভয়ংকর রাজনৈতিক বিষয়।

উনি একা ৪৭ বছর ক্ষমতায় ছিলেন না, কোটা ৪৭ বছর চলে আসছে; অর্থাৎ ৪৭ বছর কেহ চাকুরী সৃষ্টির চেষ্টা করেনি।

এখন চাকুরী সৃষ্টিও একমাত্র সমাধান, এবং সেটা উনার দায়িত্ব; উনি চেষ্টা করেন, এটা সমাধানযোগ্য সমস্যা

২৯| ১২ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:০৫

নীলপরি বলেছেন: উনি রেগে বা ঠান্ডা মাথায় যেভাবেই বলুন না কেন প্রতিক্রিয়া দিয়ে আন্দোলনকে স্বীকৃতি দিয়েছেন । আপনার লেখা ভালো হয়েছে ।

১২ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:১৯

চাঁদগাজী বলেছেন:



উনি যা বলেছেন, সেটাতে থাকা উচিত; অনগ্রসর জনগোষ্টী ও দরিদ্র মুক্তিযোদ্ধাদের সন্তানদের চাকুরীর জন্য উনি আলাদা চাকুরী সৃষ্টির ব্যবস্হা করুক; ৪৭ বছর আগে দেয়া সাময়িক সমাধানের শেষ হওয়া দরকার।

৩০| ১২ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:২৭

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: রেগে দিক আর মেগে দিক, যেভাবেই দিক। শেখ হাসিনার যে ঘুম ভেঙ্গেছে এটাই বড় বিষয়; কি বলেন?

১২ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:২৪

চাঁদগাজী বলেছেন:



এই প্রতিবাদের দরকার ছিল, শেখ হাসিনা চাকুরীর জন্য কিছু করেননি; উনার মতে, দরকারী বিচারগুলো করে তিনি ডিক্টেটরশীপ চলাচ্ছেন বসে বসে।

৩১| ১২ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৩৪

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: কোটা ব্যবস্থা তুলে দেয়া সংবিধানের ২৯(৩) অনুচ্ছেদের পরিপন্থী বা সাংঘর্ষিক হতে পারে।তাই কোটা তুলে দেয়া নয় বরং এটির সংস্কার অতীব জরুরী।

১২ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:২৫

চাঁদগাজী বলেছেন:


ড: কামালের লেখা কাগজের পৃষ্ঠাগুলো ফেলে দেয়ার দরকার ছিলো।

৩২| ১২ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:১৭

মোঃ নুরুজ্জামান (জামান) বলেছেন: সবচাইতে কোন জেলার বা অঞচলের মানুষ মুক্তিযোদ্ধা বেশি।

১২ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:২৬

চাঁদগাজী বলেছেন:


চট্টগ্রাম ও নোয়াখালী

৩৩| ১২ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:৪৩

ব্লগ সার্চম্যান বলেছেন: এসরকারের সব কথার মানে বুঝা যায়না ।যেমন এরশাদ সকালে এক দুপুরে আরেক।

১২ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:২২

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনার সরকারে বিশাল সমস্যা আছে; তবে, এটা অন্যগুলোর তুলনায় ভালো, এই দেশে বেগম জিয়াও সরকার চালায়ে গেছে; বেগম জিয়া ও উনার সরকার ছিল জাতির জন্য লজ্জার বিষয়।

৩৪| ১২ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:৫৬

শরীফুর রায়হান বলেছেন: কোটা ব্যবস্থা বাতিল করেছে এটা চমৎকার সিদ্ধান্ত, সেই সাথে কর্মসংস্থান সৃষ্টি করা এখন প্রয়োজন, নয়তো বেকার সমস্যার সমাধান অসম্ভব

১২ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:১৮

চাঁদগাজী বলেছেন:


কোটা পদ্ধতি চালু করা ছিল অদক্ষতার প্রমাণ। শেখ হাসিনার সব রিসোর্স নিয়োগ করার দরকার চাকুরী সৃষ্টির জন্য; এবং সেটা ইয়াবা ও প্রশ্নফাঁস জেনারেশন চাকুরী পাবার আগেই করতে হবে।

৩৫| ১২ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:১৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: উন্নত মগজের অধিকারী যারা তারাই পারে দেশটাকে বদলে দিতে। সমস্যা হলো দেশে ভালো মানুষ খুবই কম। আগে দরকার সৎ ও বুদ্ধিমান মানুষ।

১২ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:২৮

চাঁদগাজী বলেছেন:


সৎ, বুদ্ধিমান ও দেশ-প্রেমিকদের কাজ হলো জাতির জন্য চেষ্টা করা।

৩৬| ১২ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:০১

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: :(

১২ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:১০

চাঁদগাজী বলেছেন:


এই প্রতিবাদের দরকার ছিলো

৩৭| ১২ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:২৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সম্মানীয় ব্যক্তিকে সম্মন প্রদর্শন করতে শিখুন
জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী
তাকে সম্মান জানানো বাংলাদেশের প্রতিটি নাগরিকের কর্তব্য।
ওহ্ আপনিতো আবার পরবাসী !!

আপনি কি করে বুঝলেন
প্রধানমন্ত্রী রেগে মেগে বলেছেন
সরকারি চাকরিতে সব ধরনের কোটা বাতিলের ঘোষণা দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা। তার ভাষ্য, ‘কোটা থাকলেই সংস্কারের প্রশ্ন আসবে। এখন সংস্কার করলে আগামীতে আরেক দল আবারও সংস্কারের কথা বলবে। কোটা থাকলেই ঝামেলা। সুতরাং কোনও কোটারই দরকার নেই।’
তাঁর পরিষ্কার কথা। জেলার জন্য কোটা সুবিধা আছে। অথচ জেলায় জেলায় শিক্ষার্থীরা রাজপথে নেমে গেছে। যারা বিভিন্ন জেলার, তারাও কোটা চায় না। নারীদের কোটা আছে, তারাও কোটা চায় না। কেউই যখন এই কোটা চায় না, তাহলে আর কোটার দরকার কী? এখন থেকে কোটা থাকবে না। কোটার দরকার নাই। মেধা থেকে নিয়োগ হবে। কারও কোনও আপত্তি থাকার দরকার নেই।

১২ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:১৫

চাঁদগাজী বলেছেন:



আপনি সাংবাদিক মানুষ, আপনার ভাবনা-চিন্তা আলাদা ধরণের; আমি সংবাদে দেখলাম যে, উনি রাগান্বিত অবস্হায় বলেছেন।

শেখ হাসিনা জাতির ম্যানেজার; ম্যানেজারকে চোখে চোখে রাখতে হয়।

৩৮| ১২ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪

রানা সাহেব বলেছেন: বেশি ঘাড় তেড়ামো ভাল না

১২ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:১৫

চাঁদগাজী বলেছেন:



এই আন্দোলন উনার জন্য ভাবনার দুয়ার খোলার কথা

৩৯| ১৮ ই এপ্রিল, ২০১৮ ভোর ৫:৪৬

বিদেশে কামলা খাটি বলেছেন: কোটা থাকার দরকার রাজনীতিতে। কোটা থাকুন- সংসদে ২০০ জন ভালো মানুষের জন্য। কোটা থাকুক এলাকার ইউনিয়ন উপজেলায় চেয়ারম্যান মেম্বার পদে শিক্ষিত ও মেধাবী সৎ ব্যক্তিদের জন্য।

১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৫৭

চাঁদগাজী বলেছেন:


২০০ জন ভালো মানুষ সংসদে থাকলে বেগম জিয়া, শেখ হাসিনা, জেনারেল জিয়া, এরশাদেরা দেশ এসব পদে আসতে পারতো না, দেশ মালয়েশিয়া থেকে ভালো থাকতো।

৪০| ২১ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:১৯

রক বেনন বলেছেন: অফিসে একজন ইঞ্জিনিয়ার দরকার ছিল। বিজ্ঞাপন দেয়ার পর আবেদনের শেষ দিনের অন্তত ১০ দিন আগে সিভি এসেছিল মোট ৬,৪৭৮ টি।

২১ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:১৬

চাঁদগাজী বলেছেন:


২০০৯ সাল থেকে শেখ হাসিনা বিনা বাধায় দেশ চালচ্ছেন; তিনি চাকুরী সৃষ্টির জন্য মনোযোগী হননি, জঘন্য ব্যাপার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.