নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

বেগম জিয়ার ভুল পদক্ষেপ উনার জামিনের জন্য সমস্যা করছে?

১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:২৪



বেগম জিয়া জেলে যাবার আগে, নতুন করে আরেকটি ভুল রাজনৈতিক পদক্ষেপ নিয়েছেন, তারেক জিয়াকে 'কোটা'য় বিএনপি'র সভাপতি বানায়ে গেছেন। যারা বর্তমানে মুখে মুখে বেগম জিয়ার মুক্তির কথা বলছেন, বেগম জিয়া জেলে যাবার আগে, তাদেরকে অপমান করে গেছেন, অবশ্যই: ড: মঈন খান, ড: এমাজুদ্দিন সাহেব, গয়েশ্বর রায়, ড: খোন্দকারদের মতো ১০/১৫ জন নেতা থেকে ১ জনকে কি ভারপ্রাপ্ত সভাপতি করা যেতো না? অবশ্যই যেতো! যেহেতু, এদেরকে করেননি, এদের মনে সেই ক্ষোভ আছে; সেই ক্ষোভটাকে কাজে লাগাচ্ছে সরকার; সরকার জানে, বেগম জিয়াকে আটকায়ে রাখলে, বিএনপি নেতারা বেগম জিয়ার জন্য কুমীরের মায়ের অশ্রু ফেলবেন!

কোটায় নিযুক্তি পাওয়া সভাপতি তারেক, নিজের সময়ে রাজনীতি না শিখে অনেক অর্থনৈতিক কৌশল শিখেছিল; সে মামা সায়িদ ইস্কান্দারের সাথে ডান্ডি ডায়িং ও কেরু কোম্পানীর মালিক হয়েছিল, তার বন্ধু গিয়াস উদ্দিন মামুনের সাথে খাম্বা ইত্যাদি কোম্পানীর মালিক হয়েছিলেন; তিনি ব্যাংক লোন ও সরকারী খাস জমি দখলকারীদের থেকে বিশাল পরিমাণ টাকা পেয়েছিলেন। এই টাকা তাকে ফাইন্যান্সিয়াল গুরু বানায়েছে, কিন্তু রাজনৈতিক গুরু বানায়নি।

তারেক জিয়া ২০০১- ২০০৬ সালে এমন কিছু করেছে, যার ফলে মিলিটারীর একাংশ উনার উপর নাখোশ হয়েছিল; বিএনপি'র নাটাই ফাটাই আসলে মিলিটারীর কাছে ছিলো; ফলে, শেষ অবধি উনাকে ইংরেজদের ভাত খেতে হচ্ছে আজকাল। আওয়ামী লীগ সরকারের আমলে উনার ১৭ বছরের জেল হয়ে গেছে। উনি যদি রাজনীতি বুঝতেন, ২০০৮ সাল, বা ২০০৯ সালে চলে আসতেন দেশে। এখন উনি আসতে চাচ্ছেন না, কিংবা আসতে পারছেন না। দেশের বাইরে থেকে তিনি বিএনপি চালাচ্ছেন; ইহা বাংলাদেশের রাজনীতিতে কোনভাবে কাজ করছে?

প্রাইম মিনিষ্টার কি কারণে লন্ডন গেছেন কে জানে! কিন্তু সুযোগ বুঝে অন্ধকারে ২/৪টা ঢিল তারেক জিয়ার দিকে ছুঁড়ে বিএনপি'র পরীক্ষা নিচ্ছেন! রিজভী সাহেব সাথে সাথে রিএ্যাকশন করেছেন অবশ্য, তিনি দেখছেন বাকীরা মুখ খুলেন কিনা! দেশে কোটা আন্দোলন চলাকালে, তারেক জিয়া নাকি কাকে বলেছে, আন্দোলনে একটু ভিটামিন যোগ করতে; যাক, আন্দোলনে ভিটামিনের দরকার হয়নি, উহা এমনিতে সবল ছিলো ও কিছু ভালো ফল দিয়েছে; কিন্তু বার্তাটি শেখ হাসিনা অবধি পৌঁচেছে; মনে হয়, সেই কারণেই শেখ হাসিনা লন্ডন গিয়ে অন্ধকারে ঢিল মারছে, গায়ে লাগলে ভালো, না লাগলেও ভালো; তবে, বেগম জিয়ার জন্য অবশ্যই ভালো নয়!

মন্তব্য ৭০ টি রেটিং +০/-০

মন্তব্য (৭০) মন্তব্য লিখুন

১| ১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:২৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
শ্রদ্ধেয় এনিয়ে একবার বলেছি। ২-৩ কোটি টাকার মামলা। ৫-৭ বছরের সাজা। এটা কোন কেসই না। জামিন পাওয়া কোন ব্যাপারই না।।

আনেক, খুনের আসামী জামিনে আছে। শুধু বাইরে যাওয়া মানা।।

১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৩৬

চাঁদগাজী বলেছেন:


একই আইনকে বিভিন্ন বিচারক, বিভিন্নভাবে প্রয়োগ করতে পারেন, ব্যাখ্যা করতে পারেন। বেগম জিয়া অবশ্যই ভুল করেছেন তারেক জিয়াকে সভাপতি বানিয়ে, তিনি নিজের লোকদের মাঝে সমস্যার সৃষ্টি করেছেন, নেতারা সঠিকভাবে এগুচ্ছেন বলে মনে হয় না।

২| ১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৩৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
আপনার লেখা পুরোটা পড়লাম। ভালোলাগে নি।:(

এখন মানুষ তারেক, জয়কে নিয়ে মাথা ঘামায় না। ওরা রাজনীতি করতে পারবে না।।

১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৪৭

চাঁদগাজী বলেছেন:


বিএনপি বিশাল দল, দলের দুরাবস্হার সময় একটা কার্যকরী পদক্ষেপ নেয়ার দরকার ছিলো; তারেক ব্যতিত অনেক নেতা আছে বিএনপি'তে; তারেককে সভাপতি করায় দল আরো দুর্বল হয়ে গেছে।

৩| ১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৫১

জুনায়েদ বি রাহমান বলেছেন: বেগম জিয়ার রাজনৈতিক অনেক ভুল আছে।

তবে সরকারের জিয়াকে জেলে রাখবার ফন্দিফিকির আর ভালো লাগছে না। বরং বিরক্তিকর!

১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৫৭

চাঁদগাজী বলেছেন:


বেগম জিয়ার শেষ স্হান যে জেল, সেটা উনার রাজনীতির মাঝেই ছিল, দরকার ছিলো শুধু সময়!

৪| ১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৫৬

আবদুল মমিন বলেছেন: যে দেশে মূর্খের হার বেশী হয় সেই দেশে নেতার সংখ্যা ও বেশী হয় তারেক বলুন আর জয় বলুন আই দুই রাজপুত ই অটোম্যাটিক নেতা । আসলেই এরা দেশের জন্য কিছু করতে না পারলেও দেশের মুদ্রা চুরি করে দেশের বাহীরে নেয়ার যোগ্যতা টা পুরাই রপ্ত করেছে । অদের কেহই যদি বাংলাদেশে একেবারেই না আসে তাতে তাদের কোন সমস্যা হবেনা । কারন চুরির টাকা শেষ হতেই কয়রক শতাব্দী লাগবে ।

১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৫৮

চাঁদগাজী বলেছেন:


সবার জন্য টাকার যোগান দিচ্ছে সাধারণ মানুষের শ্রম।

৫| ১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৫৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: @জুনায়েদ বি রাহমান, সহমত।।


"বেগম জিয়া অবশ্যই ভুল করেছেন, তারেক জিয়াকে সভাপতি বানিয়ে"
--- পাঠক নিরব।
--- দেশের প্রচলিত রাজনীতির উপর মানুষের একটা ক্ষোভ, রেজিসটেন্স তৈরী হচ্ছে।
দলগুলোরর ভবিষ্যৎ কি হতে পারে????

১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৫৯

চাঁদগাজী বলেছেন:


বিএনপি'র কিছু লোক, আওয়ামী লীগের কিছু লোক ও সাধারণ মানুষ মিলে একটি নতুন দল করবেন, সামনের বছরগুলোতে।

৬| ১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:০৭

জুনায়েদ বি রাহমান বলেছেন: সাধারণ মানুষ যখন ক্ষমতাশীল সরকারের কৃতকর্মে অতিমাত্রায় বিরক্ত হয়, তৃতীয় পক্ষ তখন সুযোগ নেয়। অতীত তাই বলে।
আওয়ামীলীগই সম্ভবত নতুন আরেক সেনাশাসকএর জন্ম দেবে।

আর নতুন কেউ জন্ম নিলে সাধারণ মানুষ যে হাসিমুখে ওয়েলকাম করবে এতোও কোনো সন্দেহ নাই।

১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:৩৪

চাঁদগাজী বলেছেন:


আওয়ামী লীগের মুল রাজনীতি হচ্ছে, বিএনপি'র বিপক্ষে জয়ী হওয়া;ওরা দেশে যে মানুষ আছে, সেটা ভুলে গেছে; ফেল, ভয়ংকর কিছু ঘটতে পারে।

৭| ১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:০৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
যেই কামড়াকামড়ি চলছে। দেশের স্বার্থে তারা এক হতে পারবে বলে মনে হয় না।। জাতীর জন্য আশার কিছু দেখছি না।:(


একটা দেশে সুস্থ রাজনীতি না থাকলে মাসে মাসে শাহবাগ যেতে হবে। সরকার জনগনকে বুঝতে পারছে না। নিজের কথা/ গদির কথা আগে ভাবছে।

১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:৩৮

চাঁদগাজী বলেছেন:


আওয়ামী লীগ জাতির সবার কথা কোনদিন ভাবে না; ওরা দলের জন্য ভাবে। বিএনপি'র লোকেরা একটা সামান্য ব্যবসায়ী/মিলিটারী শ্রেণীর জন্য রাজনীতি করে আসছে; এই প্যাটার্ণ বদলানোর কথা কেহ বলছে না এখনো।

৮| ১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:২৩

নূর আলম হিরণ বলেছেন: খালেদা জিয়া মারা গেলে মাকে দেখার জন্য তারিক জিয়ার দেশে আশার সম্ভাবনা কতটুকু?

১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:৩৫

চাঁদগাজী বলেছেন:


জিরো

৯| ১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:২৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: রাজনীতি মাথায় কম ঢোকে। নো কমেন্টস্।

১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:৩৫

চাঁদগাজী বলেছেন:


এটা সামান্য ব্যাপার: বেগম জিয়া ৩৪ বছর সভাপতি, তিনি জেলে যাচ্ছেন, ছেলে বিদেশে, কাকে সভাপতি করবেন? অবশ্যই ছেলেকে নয়!

১০| ১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১:৫৪

কানিজ রিনা বলেছেন: এখন রাজনীতির গল্প সংসদ বসে আমাদের
দেশের চায়ের দোকানে। ঠিক আপনি চায়ের
দোকানের রাজনীতির কথার মত কথা
লিখছেন, ব্লগ কিন্তু চায়ের দোকান না।
চায়ের দোকানে সব মারদাঙ্গা মানুষ বসে
আলোচনা করে আর এরা এতই মুর্খ যে
কোথায় কি বলতে হয় তাও জানেনা।
তাই খালেদা জিয়াকে নিয়ে আপনার
লেখা ঠিক চায়ের দোকানের মারদাঙ্গা
মুর্খদের মত।
আপনি নিজেই বলেছেন এত বড় একটা
দল। একথা সত্য এত বড় দলের জনপ্রিয়
নেত্রী খালেদা। সাধারনত আমাদের দেশের
দুই নেত্রী বড় দুইটি দলের। দুইজন অত্যান্ত
জনপ্রিয় নেত্রী। আপনি দেখি জিয়া খালেদা
নিয়ে পূরন্তি ভাঙা ঢোল পিটাতে বড় পারদর্শী।
ওসব ঢোল পিটায়ে লাভ কি বলুন।
তারা দুইজনই জনপ্রিয়তা একটুও কমবে না।
নিজেই দেখছেন জেলে পাঠিয়ে খালেদার
জনপ্রিয়তা আরও বেড়েছে তাই পুরন্তি
খোল তুলে লাভ নাই। মানুষের একান দিয়ে
যেয়ে ওকান দিয়ে বেড়িয়ে যায়।
আপনি বলেছিলেন জাতীর পিতার সহিদের
পড়ে মুক্তি যোদ্ধারা চার ভাগে ভাগ হয়েছিল।
এখন ধরুন তারা অর্ধেক অর্ধেক দুইদলেই
আছে। তাহলে আপনি জবাবে বলবেন কি
তারা সবাই বিএনপিতে গিয়ে রাজাকার
হয়েগেছে। যেমন কাদের সিদ্দীকিকে বলা হয়।
তাইত এত জনপ্রিয় নেত্রী নিয়ে কথা চায়ের
দোকানের মারদাঙ্গা লাগানোর কথা ব্লগে
না লিখাই ভাল। কারন আপনার জেনে
রাখা ভাল ব্লগে অনেক বিএনপি সামর্থন
করা শিক্ষিত লোক আছে।
আপনিও একজন মুক্তিযোদ্ধা ব্লগে আপনাকে
সবাই সম্মান করে। তাই আপনিও সম্মান
রেখেই লিখবেন। একসময় আমিও বেগম
জিয়াকে নিয়ে মনক্ষুন্ন ছিলাম কিন্তু এতবড়
দলের প্রবীন নেত্রী জেলে যাওয়ার পর
হৃদয় উঠলে উঠেছে মায়ায়। অথচ আপনি
একজন হৃদয়হীনা কাফের।
এওকি জানেন বেগম জিয়াকে মেড়ে ফেলানোর
জন্যই জেলে পাঠানো হয়েছে? তাই ভয় কাজ
করেছে। তবে এটা ঠিক খালেদা জেলের
ভিতর মরলে আওয়ামী রাজনীতি কোন পথে
যাবে জবাব দিবেন? আগেও বলেছি
গনতান্ত্রীক ভোট হলে খালেদাই পদে দাঁড়াবে
এটা ১০০% শিয়র হয়েই আওয়ামী
দূদক জেলে প্রেরন করেছে যে কোনও
একটি অজুহাতে।

১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ২:১২

চাঁদগাজী বলেছেন:


ব্লগে বেগম জিয়াকে নিয়ে পোষ্ট দিলে, অনেক ব্লগার কমেন্ট করেন না আজকাল, প্রতিবাদ করেন; এটা আমি লক্ষ্য করেছি; কিন্তু এই মহুর্তে বেগম জিয়াকে নিয়ে যা হচ্ছে, তার ফলাফল দেশের মানুষই ভোগ করতে হবে; বেগম জিয়া ৩৪ বছর বিএনপি'র সভাপতি ছিলেন, ৩ বারের প্রাইম মিনিষ্টার , ২ বারের বিরোধী দলের নেত্রী, উনার হারাবার কিছু নেই!

উনি যে জেলে আছেন, এটা সঠিক; উনি যে, তারেক জিয়াকে সভাপতির ভার দিয়েছেন, এটা সঠিক! পোষ্টটা হলো, সামান্য ভাবনা নিয়ে, তারেক জিয়াকে "ভার" দেয়া কি সঠক হলো, নাকি ভুল পদক্ষেপ, সেটা নিয়ে আলোচনা।

১১| ১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৩:৩৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বি এন পি, আওয়ামী লীগ এমন দল যে পরিবারের বাইরে কাউকে নেতা বানালে সবার গ্রহণযোগ্যতা পাওয়া যায় না। তারেক কোন ফ্যাক্টর না। তারেকের কারণে বিএনপি তে ভাঙন হবে, সিনিয়র নেতারা দল ছাড়বে - এসব মিডিয়ার তৈরি করা খবর। আর খালেদা জিয়া জামিন পাচ্ছেন না সরকারের কারণে - এটা বুঝতে হলে আইন ও রাজনীতি শিখতে হবে না...

১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৩:৫৩

চাঁদগাজী বলেছেন:


সরকার বেগম জিয়ার জামিন আটকায়ে রাখতে চাইবে, এটা বিএনপি বুঝলে, ওদের জন্য প্ল্যান করা সহজ হতো। বিএনপি যত দুর্বল হবে, বেগম জিয়া তত বেশীদিনের জন্য আটকা পড়বেন; বেগম জিয়া বিদেশে অবস্হিত, এবং শাস্তিপ্রাপ্ত তারেক জিয়াকে সভাপতির ভার দিয়ে, সরকারকে আরেকটু শক্ত করেছে, মনে হয়।

১২| ১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৩:৫৩

এস এম মামুন অর রশীদ বলেছেন: "অবশ্যই: ড: মঈন খান, ড: এমাজুদ্দিন সাহেব, গয়েশ্বর রায়, এমকে আনোয়ার, ড: খোন্দকারদের মত ২০/৩০ জন নেতা থেকে ১ জনকে কি ভারপ্রাপ্ত সভাপতি করা যেতো না?"
--আপনি বেশ ভালো একজন রাজনীতি বিশ্লেষক, চলমান সবকিছুর খবর রাখেন। এম কে আনোয়ারকে যে দল থেকে চিরস্থায়ী অবসর নিতে হয়েছে, সে খবর রাখেন না!

১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৩:৫৬

চাঁদগাজী বলেছেন:


না, আমি জানতাম না।

অস্হায়ী সভাপতি যে কোন বুদ্ধিমান ও গ্রহনযোগ্য নেতাকে করা যেতো, যিনি বাংলাদেশে আছেন।

১৩| ১৯ শে এপ্রিল, ২০১৮ ভোর ৪:০৩

এস এম মামুন অর রশীদ বলেছেন: এম কে আনোয়ার মারা গেছেন বেশ অনেক দিন হলো।

১৯ শে এপ্রিল, ২০১৮ ভোর ৪:১৪

চাঁদগাজী বলেছেন:



স্যরি, আরো একজন আনোয়ার ছিলেন ( ব্যুরোক্রেট আনোয়ার সাহেব নন)। আমি পোষ্ট ঠিক করে দিচ্ছি, ধন্যবাদ!

১৪| ১৯ শে এপ্রিল, ২০১৮ ভোর ৫:৫১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বাংলাদেশে রাজনীতিকরা গণতান্ত্রিক নন। তারা দলে গণতেন্ত্রর চর্চা করেন না। তাই বড় নেতা যা চান তাই হয়। বাকি সবাই চুপ থাকে বা জি হুজুর বলে সম্মতি দেয়। এরা কোন রাজনীতির পাঠ নেননি। ইনারা টাকা কামাতে চাহেন।

১৯ শে এপ্রিল, ২০১৮ ভোর ৫:৫৫

চাঁদগাজী বলেছেন:



ইহারা বিনা দক্ষতায় বিশাল পরিমাণ টাকা আয় করতে গিয়ে পুরো দেশকে অকেজো করে দিয়েছে, জনতাকে জীবন থেকে বন্চিত করেছে।

১৫| ১৯ শে এপ্রিল, ২০১৮ ভোর ৬:১৩

বিদেশে কামলা খাটি বলেছেন: দুই মেয়াদের বেশী কেউ প্রধানমন্ত্রী থাকলে তাকে অতিমাত্রায় লোভী কিংবা নির্বোধ মনে হয়। দলের প্রধানের উচিত তার নেতৃত্বে যখন সাধারণ নির্বাচনে পরাজিত হবে তখনই পদত্যাগ করা( গত নির্বাচনে ২০০৮ সালে- বি চৌধুরী সাহেব তার বিকল্প ধারা থেকে পদত্যাগ করেছিলেন। এটা তার পারিবারিক দল)।

১৯ শে এপ্রিল, ২০১৮ ভোর ৬:১৯

চাঁদগাজী বলেছেন:


শেখ সাহেবকে হত্যার পর, মিলিটারী ভয়ে ছিল যে, ভয়ংকর কিছু ঘটতে পারে; তারা অস্হির ছিল এরশাদ না আসা অবধি। এরপর ক্ষমতা পেতে আওয়ামী লীগ মরিয়া হয়ে উঠেছিল, এটাও অস্বাভাবিক। এখন আওয়ামী লীগ কিছুতেই বিএনপিকে ক্ষমতা দেবে না; এই ধরণের ভয়ংকর ভয়ংকর পদক্ষেপগুলো দেশ থেকে রাজনীতিকে বিদায় করে দিয়েছে পুরোপুরিভাবে।

১৬| ১৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ৭:০৭

কাওসার চৌধুরী বলেছেন:


দুনিয়ার এত কিছু বাদ দিয়ে রাজনীতি বিশেষজ্ঞ হয়ে উঠলেন!!

১৯ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:০৬

চাঁদগাজী বলেছেন:


দুনিয়া চালচ্ছে রাজনীতি; বাকী সবকিছু ঘটছে রাজনৈতিক সিদ্ধান্তের উপর নির্ভর করে।

১৭| ১৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:০৫

সৈয়দ তাজুল বলেছেন: বাঙালিরা রাজনীতিতে অদক্ষ

১৯ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:০৮

চাঁদগাজী বলেছেন:



কোন সন্দেহ নেই, যারা পড়ালেখায় পেছনে, তারা রাজনীতি জানার বা বুঝার কথায়।

১৮| ১৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:১১

সাদা মনের মানুষ বলেছেন: রাজনীতি বড় জটিল জিনিস, মুখের কথার সাথে কাজের মিল থাকেনা, তাই এটা বুঝা বড় দায়

১৯ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১৫

চাঁদগাজী বলেছেন:


ট্রাম্প বলেছিলেন, ওবামা-কেয়ার থাকবে না, এখন নেই; উনি বলেছিলেন, নাপতা থাকবে না, এখন নেই! মারকেল বলেছিলেন, জার্মানী না চাইলেও তিনি সিরিয়ান রিফিউজী নেবেন, ১ মিলিয়ন নিয়েছেন।

শেখ হাসিনা বলেছিলেন ১০ টাকা সের চাউল হবে, হয়নি; বেগম জিয়া কিছু বলেননি, কারণ কি বলতে হবে, তিনি জানতেন না।

রাজনীতি হলো কমপক্ষে: পলিটিক্যাল সায়েন্স, পলিট ইকোনোমী, লজিক, ফিলোসফি, অংক, সোস্যাল সায়েন্স, ইকোনোমি, ইতিহাস ও টেকনোলোজীর সন্মিলিত নলেজ; কঠিনই হওয়ারই কথা।

১৯| ১৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:৪০

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: তারেক আপনাকে খালেদার উপদেষ্টা করতে চাই কিন্তু খালেদা রাজি হয়নি কারণ আপনি নাকি হাসিনার হয়ে কাজ করছেন! :D

১৯ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১৮

চাঁদগাজী বলেছেন:


বেগম জিয়ার এক উপদেষ্ঠা ছিলেন মাহমুদুর রহমান, অন্য উপদেষ্ঠা ড: এমাজুদ্দিন সাহেব; বেগম জিয়া আছেন জেলে।

শেখ হাসিনা কারো কথা শোনে বলে মনে হয় না।

২০| ১৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:৫৭

ঢাবিয়ান বলেছেন: কয়েকদিন গ্যাপ দিয়ে আবার শুরু করেছেন।। খালেদা, তারেককে নিয়ে শুধু আপনি ও আপনার নেত্রীরই কেবল মাথাব্যথা আছে। এই দেশের মানুশের নাই। খালেদা বাঁচল কি মরল তাতে কারোরই কিছু যায় আসে না।

১৯ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:২১

চাঁদগাজী বলেছেন:


"খালেদা, তারেককে নিয়ে শুধু আপনি ও আপনার নেত্রীরই কেবল মাথাব্যথা আছে। এই দেশের মানুশের নাই। "

-এই দেশের সালমান রহমান, বসুন্ধরা, খুলনা পাওয়ার, বিআরসিএম, আলম ব্রাদার্স'দের মাথাও আছে, মাথা ব্যথাও আছে; যাদের মাথা ব্যথা নেই, তারা বেকার, কিংবা চাল আনতে লবন ফুরাচ্ছে, অথবা সৌদীতে উট চরাচ্ছে, আর তাদের বউরা টেলিফোনে কথা বলে রাতে একলা ঘুমাতে যাচ্ছে।

২১| ১৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: দলের সিংহ ভাগ নেতা তারেক রহমানকে যোগ্য নেতা মনে করেন এটাই বাস্তবতা। চেয়ারপারসন এর অনুপস্থিতিতে সিনিয়র ভাইস দায়িত্ব গ্রহণ করা টাই স্বাভাবিক। আলোতে ঢিল মেরে লাভ নেই বোধহয়। টাইম ওভার। #:-S

১৯ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:২৪

চাঁদগাজী বলেছেন:


দলের সিংহভাগ নেতা নয়, দলের (দলের নয়, আসলে সার্কাসের) সিংহদের জন্য লাঠিওয়ালা ট্রেইনার দরকার, তাই তারেকের চাকুরী আছে, আর সিংহরা খেলা দেখাচ্ছে!

২২| ১৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:১০

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: যে যত বেশি মিথ্যা কথা বলবে সে তর তর করে রাজনীতিতে উপরে উঠবে। এটাই বঙ্গ দেশের প্রেক্ষাপট।

১৯ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:২৫

চাঁদগাজী বলেছেন:


বেগম জিয়া মিথ্যার খেসারত দিচ্ছেন, সবার সুযোগ আসবে।

২৩| ১৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪৮

রাজীব নুর বলেছেন: বাংলাদেশের মানুষ রাজনীতি পছন্দ করে। চায়ের দোকানে গেলেই দেখবেন শুধু রাজনীতি নিয়ে আলাপ আলোচনা। ব্লগে, ফেসবুকে শুধু রাজনীতি। তারা এতই ব্যস্ত থাকে রাজনীতি নিয়ে তাই কাজে মনযোগ দিতে পারে না।

খালেদা জিয়া এবং তার দলের লোকজনের মাথায় বুদ্ধি কম। তারা ভালো কোনো কাজ করতে পারে না। ফখরুল অধ্যাপক হিসেবে ভালো। রাজনীতিবিদ হিসেবে নয়।

১৯ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:১৬

চাঁদগাজী বলেছেন:



আমার সন্দেহ হচ্ছে যে, ফখরুল সাহেব অধ্যাপক হিসেবেও ভালো ছিলেন না।

রাজনীতি হলো মানুষের জীবন ও ভাবনা; ফলে, সবার কিছু বক্তব্য আছে, সেটা ভুল হোক, কিংবা শুদ্ধ হোক।

বেগম জিয়ার জেল হওয়া মানে, একটি বড় রাজনৈতিক ঘটনা, এটার ফলাফল জাতি পাবে

২৪| ১৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৫০

রাজীব নুর বলেছেন: বিএনপি দলে যারা আছেন তারা চুরীতে ভালো। দেশের কল্যানে টাকা কাজে না লাগিয়ে তারা নিজেদের কাজে সেই টাকা লাগিয়েছে। এখন তারা বেশ ভালো আছে। ব্যাংক, টিভি চ্যানেল নানান ব্যবসা প্রতিষ্ঠান খুলে। মালোশিয়াতেও তাদের ব্যবসা আছে। অবশ্য বিএনপির এই করুন অবস্থাতে তারা দূরে আছে কেন??

১৯ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩২

চাঁদগাজী বলেছেন:


বিএনপি'র লোকেরা ডাকাতী করে এত আয় করতে গিয়ে, সাধারণ মানুষের সুযোগ কেড়ে নিয়েছিল। ওরা মালয়েশিয়া ঈদ করতে যায় পরিবারসহ, আর বাংগালী শ্রমিকেরা চীনা মালিকদের অত্যাচারে জর্জরিত। বিএনপি ও আওয়ামী লীগ ডাকাতী না করলে, বাংলার মানুষ দেশে কাজ করে, রাতে বউয়ের সাথে ঘুমাতে পারতো।

২৫| ১৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:১৯

নতুন বাঙ্গাল বলেছেন: এছাড়া উপায় কি ছিল বলেন। তারেক ছাড়া অন্য কাউকে দ্বায়িত দিলে , অন্যরা আরও ক্ষেপতো দল ভেংগে যেত, সবচেয়ে বড় বিষয় হল খালেদা আর চেয়ারপার্সন হিসাবে ফিরটে পারতো না।

১৯ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:০৫

চাঁদগাজী বলেছেন:



বেগম জিয়ার ৩৪ বছর সভাপতি বিএনপি'র জন্য স্বাভাবিক হলেও, জাতির প্রতি অন্যায় ছিল, ও গণতন্ত্রের বিরুদ্ধে ছিল; উনাকে কেন আবার সভাপতি হিসেবে থাকতে হবে?

মনে হচ্ছে, পদ ধরে রাখার বুদ্ধি উনাকে জেলে রাখছে বেশী দিন!

২৬| ১৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৪৪

পদাতিক চৌধুরি বলেছেন: মনে প্রশ্ন জেগেছিল।নিজাম ভাইয়ার মন্তব্যে সে উত্তর পেয়েগেছি।ভাল থাকুন।

১৯ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩৪

চাঁদগাজী বলেছেন:


ওকে

২৭| ১৯ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫০

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
আমার সন্দেহ হচ্ছে যে, ফখরুল সাহেব অধ্যাপক হিসেবেও ভালো ছিলেন না।
রাজনীতি হলো মানুষের জীবন ও ভাবনা; ফলে, সবার কিছু বক্তব্য আছে, সেটা ভুল হোক, কিংবা শুদ্ধ হোক।
বেগম জিয়ার জেল হওয়া মানে, একটি বড় রাজনৈতিক ঘটনা, এটা ফলাফল জাতি পাবে।


ধন্যবাদ। ভালো থাকুন। সুস্থ থাকুন।

১৯ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:১৪

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ, আগের চেয়ে একটু ভালো।

২৮| ১৯ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:১৩

বিদেশে কামলা খাটি বলেছেন: একটি প্রবাদ আছে, মাছের পচন শুরু হয় মাথা থেকে।

আবার গাছের গোড়া কেটে দিলে পুরো গাছটিই মরে যেতে বাধ্য।

১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:২০

চাঁদগাজী বলেছেন:



উনি রাজনীতির "রা" জেনেই ৩৪ বছর বিএনপি'র সভাপতি; উনি জাতিকে পঁচায়ে দিয়েছেন, উনি লাভবান হয়েছেন; বাকী জীবন জেলে থাকাই উচিত।

২৯| ১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৪১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শ্রদ্ধেয়, আপনি কোথায়????


কালকে একটা কবিতা লিখবেন। পারবেন তো????:)

১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:১৮

চাঁদগাজী বলেছেন:


আী সামান্য ব্যস্ত, আপনি কেমন আছেন?

কবিতা আমি লিখিনি কোনদিন।

৩০| ১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:২০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শ্রদ্ধেয়??

আপনার শরীর ঠিক আছে তো?

১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:২৯

চাঁদগাজী বলেছেন:



আমি ভালো আছি, ধন্যবাদ।

৩১| ১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:২২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: না কবিতা লিখতে হবেই। লিখেই দেখুন। জনপ্রিয় করানোর দায়িত্বটা আমার।

এদিকে নুরু ভাই কবিতা লেখা শুরু করেছে।।

১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৩০

চাঁদগাজী বলেছেন:


নুরু সাহেব কবিতায় ভালো করবেন, মনে হচ্ছে!

আমি কবিদের সন্মান করি, কবিতা পড়ি, এটুকুই!

৩২| ১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৪৯

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: পেট্রোল বেমা হামলার বিচার হচ্ছেনা কেন??

২০ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:০৭

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনার কাজ তো এদকটা বিচার করা; মনে হয়, সেগুলোও করবে।

৩৩| ২০ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:০৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আপনি কি আজকে কোন পোস্ট দেবেন??

৩৪| ২০ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:০৯

চাঁদগাজী বলেছেন:


পোষ্ট দেয়ার কথা ছিলো না; কে একজন তারেক জিয়ার ফোন নিয়ে পোষ্ট দেয়াতে কয়েক লাইন লেখেছি।

৩৫| ২০ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৫১

শাহরিয়ার কবীর বলেছেন: এখন মনে হয় সরকারের উচিৎ খালেদা জিয়ারে ছেড়ে দেওয়া !

২০ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৩২

চাঁদগাজী বলেছেন:


অবশ্যই, উনাকে আটকে রেখে সরকারের বদনাম হচ্ছে! আপিলের দ্রুত নিস্পত্তি করে ফেলা দরকার।

৩৬| ২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ২:৪২

ঠাকুরমাহমুদ বলেছেন: চাঁদগাজী ভাই,
বেগম জিয়া সবচেয়ে বড় ভুল করেছেন রাজাকারদের মদদ করে, তিনি মাদার অফ রাজাকার খেতাবে ভুষিত সম্মান পাওয়ার অধিকার রাখেন । বেগম জিয়ার ইন্দনে-মদদে রাজাকার’রা দেশের রন্ধে রন্ধে ঢুকে গেছে, বেগম জিয়া সবচেয়ে ভালো করবেন তাঁর সর্বোনিকৃষ্টি সিনেমা থেকে অবসর গ্রহণ করলে তাকে আর প্রয়োজন নেই, এখন তিনি দেশে অরাজকতা ছাড়া আর কিছুই উপহাড় দিতে পারবেন না । বাংলাদেশী যদি তাকে আবারো ক্ষমতায়নে দেখতে চান তাহলে বেগম জিয়ার উপহাড়ের ভার বাংলার জনগণ বহণ করতে পারবেন না, সমগ্র বাংলাদশে ৫ টন এটা বেগম জিয়া আসু ক্ষমতায়নে প্রতিষোধের আগুনে বাংলার জনগণকে হাড়ে হাড়ে বোঝাবেন ।

২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ২:৪৪

চাঁদগাজী বলেছেন:


বেগম জিয়া ভেবেছিলেন যে, পাকীরা জয়ী হবে! বাংলাদেশ হয়ে যাওয়ায় উনার ভাবনা কাজে না লাগায়, উনার মাঝে একটা মৃত ক্ষোভ আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.