নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

আগামী নির্বাচনের পর, তারেক জিয়াকে নিয়ে হিসেবে নিকেশ হবে

২০ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:১৩



নির্বাচনের আগে ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, জাপান ও আমেরিকানরা চাইবে যে, বেগম জিয়াকে যেন জামিন দেয়া হয়! সরকারের উচিত হবে, তার আগে বেগম জিয়াকে জামিন দিয়ে, আপিলের মীমাংসা করা। সরকার যদি ওদের কথায় বেগম জিয়াকে জামিন না দেয়, বেগম জিয়ার পক্ষে জামিন পাওয়া সম্ভব হবে না। বিএনপি একা বেগম জিয়াকে বের করতে পারবে না; এবং হয়তো, একা বেগম জিয়ার জন্য নির্বাচন বয়কটও করবে না।

আগামী নির্বাচনে বিএনপি হেরে যাবার সম্ভাবনা খুবই বড়; তারপরও অনেকে বিএনপি প্রার্থী জয়ী হতে পারে; বিএনপি থেকে নির্বাচিত এমপি'রা বুঝতে চাইবে যে, তারেক জিয়াকে লন্ডনে বসে কেন বিএনপি চালাতে হবে, দেশে কি মানুষ নেই? আর যারা হেরে যাবে, তারা প্রথমে আওয়ামী লীগকে গালি দেবে; কিন্তু শেষমেষ তারেক জিয়ার ভুমিকা নিয়েও প্রশ্ন তুলবে, সভাপতি যদি লন্ডনে থাকে, দল কি করে জয়ী হবে বাংলাদেশে! তখন তারেক জিয়ার প্রতি অন্ধতার অবসান ঘটবে।

তখন দলের বিজয়ী অনেক এমপি তারেক জিয়ার নেতৃত্ব মানবে না; তারা বুঝতে পারবে যে, বেগম জিয়া কিংবা তারেক কোন প্রভাবক নয়, রাজনীতি করে ভোটে জেতা সম্ভব। পরাজিতদের অনেকেই নিজেদের পরাজয়ের জন্য জিয়া পরিবারকে এক সময় দায়ী করবে।

নমিনেশনের আগে যদি বেগম জিয়া জামিনে বের না হয়, নমিনেশন অনেক সোজা হয়ে যাবে; আগের মতো এত টাকা পয়সা লাগবে না; ফলে, ব্যবসায়ীদের সংখ্যা কমে যাবে, কিছু রাজনীতিবিদও নমিনেশন পেয়ে যাবে। কিছু পরিমাণ রাজনীতিবিদ জয়ী হলে, তারা বিএনপি'কে নতুন করে গঠনের জন্য চাপ দিবে; কারণ, তারাই হবে দলের মুল শক্তি।

বিএনপি যদি বিরোধীদল গঠন করতে পারে; তারা অকারণ তারকে জিয়া ও বেগম জিয়ার বোঝা টানতে চাইবে না। দলের তরুণরা কিছুদিন বেগম জিয়া ও তারেকের পক্ষে গলাবাজি করবে, তারপর থেমে যাবে। বেগম জিয়া তখন বাধ্য হয়েই অবসরে যাবেন। বেগম জিয়া অবসরে গেলে, তারেক আর রাজনীতিতে টিকবে না।

মন্তব্য ৫৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ২০ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:১৭

প্রামানিক বলেছেন: চাঁদগাজী ভাই, আমি রাজনীতিতে নাই। সব নেতারা ধান্দাবাজ।

২০ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:২৫

চাঁদগাজী বলেছেন:


আপনি ও আমি না থাকাতে দুনিয়ার ইডিয়টরা সেই স্হানগুলো পুরণ করেছে। ২ দিন আগে, এক বিরাট বিএনপি নেতার মুখে শুনলাম, ১৯৭৫ সালে নাকি বাংলাদেশে বিপ্লব হয়েছে!

২| ২০ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৪০

নোয়াখাইল্ল্যা বলেছেন: ৬০% ও যদি ফেয়ার ইলেকশান হয়, বিএনপি ক্ষমতায় যাবার সম্বভনা আছে। তবে তাতে জাতির কপালে দুঃখ আছে। কারন তারা সুশাসনের চাইতে আওয়ামী লীগের উপর প্রতিশোধ নেবার চেস্ত্রা করবে। তারপর ও দেশে সুষ্ঠু নির্বাচন হোক।

২০ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৪৫

চাঁদগাজী বলেছেন:


আওয়ামী লীগ এসব ফিড পাচ্ছে; তারা নিশ্চয় প্রতিশোধের সুযোগ দিতে চাইবে না; এই ২ গ্রুপের মাঝে সাম্রাজ্য দখলই আমাদের জাতির জন্য "গণতন্ত্র"!

৩| ২০ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৪৮

সনেট কবি বলেছেন: বি এন পি একজন ভারপ্রাপ্ত অভিজ্ঞ রাজনীতিবিদের অধীনে ভারৈা চলতো। সেটা আমি আপনি বুঝলেও খালেদা জিয়া ও তারেক জিয়া বুঝেন না।

২০ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৫৬

চাঁদগাজী বলেছেন:


বেগম জিয়া জেলে বসে হয়তো ভাবেন ও অবাক হন যে, উনার মত একজন মহিলা কি করে ৩৪ বছর বিএনপি'র সভাপতি ছিলেন, ৩ বার প্রাইম মিনিষ্টার হয়েছিলেন, ২ বার বিরোধী নেত্রী; রূপকথার গল্পেও কোদিন এসব ঘটনা ঘটেনি। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে বেগম জিয়া কিভাবে সঠিকভাবে কিছু ভাববেন?

৪| ২০ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৫১

শাহারিয়ার ইমন বলেছেন: আমার মনে হয়না বিএনপিতে এই রকম গাট সম্পন্ন নেতা কিছু আছে । থাকলে এতদিনে বিএনপি আরো ভালো অবস্থানে থাকত

২০ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:০০

চাঁদগাজী বলেছেন:


বিএনপি'র নেতারা ও আওয়ামী লীগের নেতারা নিজেই জানে না যে, উহারা আছে কি নেই; উহাা জানে যে, উহারা কলাগাছ। কিন্তু বেগম জিয়া না থাকা অবস্হায় যারা জিতবে, তারা নিজেদের মুল্যায়ন করার শুরু করবে।

৫| ২০ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৫৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এ্ইরকম চিন্তা ও পরিকল্পনা ১/১১'র সময়ও করা হয়েছিল। বিএনপি'র তেমন ক্ষতি হয়নি। তবে শেখ হাসিনা জীবিত থাকতে খালেদা ও তারেকের রাজনৈতিক ক্যারিয়ার শেষ বলেই আপাতদৃষ্টিতে মনে হচ্ছে। বাকীটা উপরওয়ালার খেল...

২০ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:০৩

চাঁদগাজী বলেছেন:


১/১১'এর সময়, মিলিটারীর মাঝে এক পক্ষ বিএনপি'র মাতাপিতা ছিলো; সেজন্য সেই যাত্রা ভালোই গেছে।

এখন বিএনপি'র মাতাপিতা হচ্ছেন শেখ হাসিনা; উনি আপাতত বিএনপি'র সার্ভিস পছন্দ করছেন।

৬| ২০ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৫৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আমাদের দেশের মানুষরা এখনো মেধা আর মননে জাতিকে লিড দেওয়ার মতো যোগ্য হয়ে কেহ উঠতে পারেননি তাই এমন অবস্থা। যখন এমন একজন ব্যাক্তির উদয় হবো তখন জাতির ভাগ্য উম্মোচিত হবে। আমরা অপেক্ষা করি আর দেখি একদিন এর থেকে মুক্তি মিলবেই। চীরকালতো অন্ধকারে থাকবেন না।

২০ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:০৫

চাঁদগাজী বলেছেন:


পুরুষ সিংহ ভাবনাচিন্তা করে সিংহীর বাচ্চাদের মেরে ফেলে। বাংলাদেশে পার্টির মাঝে কেহ রাজনীতি নিয়ে মাথা ঘামালে উহাকে পার্টিতে পেছনে ফেলে দেয়া হয়, ওরা কলাগাছ পছন্দ করে।

৭| ২০ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:০৩

সেলিম আনোয়ার বলেছেন: আওয়ামী লীগের ভোট শতকরা ১০ ভাগ কমলো। জাতীয় পার্টি আবারো বিরোধী দল হবে। #:-S

২০ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:০৯

চাঁদগাজী বলেছেন:


আপাতত সেইদিকে এগুচ্ছে আওয়ামী লীগ ও এরশাদ; তারা বিএনপি'কে ৩য় স্হানে রাখার চেষ্টা করবে, মনে হয়।

৮| ২০ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:২৬

শাহ আজিজ বলেছেন: আমি টের পাচ্ছি আগামি নির্বাচন সবার মিলিত উপায়ে হবে একটি সেনা সমর্থিত জাতীয় সরকারের অধীনে । এই মুহূর্তের সরকার খুব চাপে আছে এসব নিয়ে। আগামি দুটি মেয়র নির্বাচন বলে দেবে কি হতে যাচ্ছে জাতীয় নির্বাচনে । লোকজন এতটাই খ্যাপাটে হয়ে গেছে যে তারা জামাত বা কলা গাছ ভি নির্বাচিত করতে পারে। সাহায্যের উপর নির্ভরশীল দেশটিকে দাতাদের কথা শুনতে হবে। খালেদার সময় শেষ , তারেক পলাতক আসামি । এরপরও বি এন পি বেশ কিছু সিটে জিতবে । এরমধ্যে নর্থ পোল কিছু ঘটিয়ে ফেললে মানুষ রাস্তায় নামবে উল্লাস করতে।

২০ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৪

চাঁদগাজী বলেছেন:


মিলটারী কোনভাবে বিশ্বের সমর্থন পাবে না; ট্রাম্প এগুলোকে পালনের দায়িত্ব নেবে না।

শেখ হাসিনার জন্য সবচেয়ে ভালো হবে, "সর্বদলীয় সরকার": বিএনপি থেকে ৫০/৬০ জনকে নমিনেশন দেয়া।

৯| ২০ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৩৩

ঢাকার লোক বলেছেন: সমস্যা হলো আমাদের নেতা, পাতি-নেতারা রাজকন্যা রাজপুত্র বা রানী ব্যাতিত অন্য কাউকে নেতা বানিয়ে তার পিছে একজোট হতে পারেন না ! সবারই কথা "ও কেমন করে আমার চেয়ে বড়?" "আমি কেন ওকে মানব ?" যার ফলে তারেকরা ঘুরে ফিরে আসে !!

২০ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৪৯

চাঁদগাজী বলেছেন:


সেই কারণেই তারেক লন্ডনে থেকেও ট্রিলিয়ন ডলারের মানুষ। এবার নির্বাচনের পর, উনার রাজনীতি থেমে যাবার ম্ভাবনা আছে।

১০| ২০ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৩৩

জহিরুল ইসলাম সেতু বলেছেন: জিয়া পরিবার আর শেখ পরিবারই এখনো রাজনীতির নিয়ন্তা। পর্দার অন্তরালে যত কুশলীই থাকুক না কেন।
দেখা যাক কোথাকার পানি কোথায় গড়ায়। রাজনীতির চাকা বড্ড ব্যাকাত্যাড়া . . . . . . . . . . .

২০ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৪৫

চাঁদগাজী বলেছেন:


উপরের লেভেলে অনেক কিছুই ঘটছে; কন্ট্রোলে শেখ হাসিনা হাতে আছে আছে এখনো

১১| ২০ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:০৬

রাজীব নুর বলেছেন: গতকাল এই লেখাটা পোষ্ট করে মনে হয় সরিয়ে ফেলেছিলেন। ঠিক বলেছি?

তারেক জিয়া বোকা কিন্তু দুষ্ট লোক।
এখন আমাদের দেশের সত্যিকার উন্নতির জন্য ভালো লোক দরকার। আমি শেখ হাসিনাকে বিশ্বাস করে এখন অপেক্ষায় আছি, আমাদের দেশটা উন্নয়নশীল দেশ হবে। ৪১ সাল খুব বেশি দূরে নয়।

২০ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:২৪

চাঁদগাজী বলেছেন:


হ্যাঁ, গতকাল পোষ্ট করে, পরে সরায়ে ফেলেছি।

শেখ হাসিনা কিছু করবে না; করলে, ২০০৯ সাল, কিংবা ১২০১৬ সাল থেকে শুরু করতো; এখন দেরী হয়ে গেছে!

১২| ২০ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৩৮

কিরমানী লিটন বলেছেন: গৃহস্থালী গনক...

২০ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৭

চাঁদগাজী বলেছেন:


চেষ্টা করছি, চেষ্টা করছি!

এগুলো খুবই সাধরণ পর্যবেক্ষণ।

১৩| ২০ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৫

কিরমানী লিটন বলেছেন: গৃহস্থালী- গনক !!!

স্বৈরাচারের দোস্তরা সব
রাজনীতির ওঁঝা,
ভানুমতির খেল সাজাতে
কাজটা হলো - সোজা।

বিরোধী দল- ঘর জামাই
কুকাজ অকাজ সঙ্গ পাই
বাসর আঁকি বর সাজাই
মীরজাফরী স্বাদ মেটাই।

কি করিলে কি হইবে
চমকে দিতে- টনক,
গাজী ভাইরা আজ সেঁজেছে
গৃহস্থালী- গনক !

তোতা পাখী সুঁতোর পুতুল
সুঁতোর টানে, খেমটা- সুঁতোর
সুঁতোর ছোঁয়ায় হাসপাতালে
সুঁতোয় প্যাচে ঘোমটা- ফতুর।

সুঁতোর গোড়ায় হুকুম রাণীর
আদেশ শোনান, দেন-ছবক,
তখন তিনি ঝড়ের ফকির
গৃহস্থালী জ্ঞানের- গনক !!!

কিরমানী লিটন।

২০ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৫০

চাঁদগাজী বলেছেন:


আপনি, আমি, প্রামাণিক, সবাই একই ঘরের বাসিন্দা: আমাদের অনেক কিছুই আমাদের হাতে নেই; আমরা তবুও আশায় থাকি, তারপরও বুঝার চেষ্টা করি।

১৪| ২০ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:০১

তাওহিদ হিমু বলেছেন: আমি 'মাইনাস টু' ফরমুলায় বিশ্বাস করি, 'মাইনাস ওয়ান' ফরমুলাকে খুব ভয়ের সাথে দেখি। দুই নেত্রী ও তাদের পরিবার যদি ক্ষমতার কেন্দ্র থেকে সরে যায়, তাহলে দেশে ১০/১৫ বছর গণ্ডগোল চলবে, যেমনটা এখন নেপালে হচ্ছে; তারপর আসবে সুদিন, পূর্ণ গণতান্ত্রিক দেশে পরিণত হবে বাংলাদেশ। কিন্তু 'মাইনাস ওয়ান' হলে সেটা দেশের জন্য ভয়াবহ রকমের খারাপ হবে। কারণ তাতে কিউবার কাস্ত্রো, উত্তর কোরিয়ার কিম কিংবা সিরিয়ার আসাদ সরকারের মত ফ্যাসিবাদী স্বৈরাচারী গোষ্ঠীর হাতে দেশ চলে যাবে অন্তত ৩০/৪০ বছরের জন্য। সেটা থেকে হয়ত দেশ মুক্ত হবে না আর। মুক্ত হলেও আরেকটা মুক্তিযুদ্ধ হবে সেই ৩০/৪০ বছর পর, গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য।

২০ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:০৭

চাঁদগাজী বলেছেন:


মানুষ চেয়েছিলেন মাইনাস ২ হোক ২০০৭ সালে, সেটা ঘটেনি; মনে হয়, এই মহুর্তে মাইনাস-১ও করতে পারবে না; যদি মাইনাস-১ হয়, সেটা তো মানুষের ইচ্ছার অর্ধেক পুরণ হবে!

আগামী নির্বাচনের পরপরই সরকারকে মোড় নিতে হবে, না হয় সরকার সমস্যা পড়বে।

১৫| ২০ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:০৫

কানিজ রিনা বলেছেন: আপনি দেহি দোবেক গনকের মত কথা
বলছেন। জনগনের মতিগতি কোন দিকে
মোড় নিচ্ছে আপনার অজানা নয়। আর
তাই খালেদা নমিনেশন জেলে বসে পেলেও
খালেদা জিতবে। যদি গনতন্ত্র মতাবেক ভোট
হয়। ভোট বিহিন রাজনীতি জনগন চায়না।
তবুও তাই ঘটবে সে কারনেই খালেদা আজ
জেলে। জেলে থেকে নমিনেশন না পাওয়ার
আসংখ্যাই বেশী।

২০ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:১২

চাঁদগাজী বলেছেন:



কাউকে বাদ মতো কোন ক্ষমতা আমার হাতে নেই; আমি সাধররণভাবে পর্যবেক্ষণ করছি, কি কি হওয়ার সম্ভাবনা আছে।
বেগম জিয়া যদি জেলে থেকেও ভোট পেয়ে যায়, সেটা অনেকের জন্য সমস্যা; তারা সেগুলো নিয়ে নিশ্চয় ভাবনাচিন্তা করছে।

মানুষক যাকেই ভোট দেক, মানুষের ক্ষতি হবে

১৬| ২০ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৫২

আলআমিন১২৩ বলেছেন: এটি নিজের স্বপক্ষ দলের জন্য এক ধরনের প্রচারনার টেকনিক। চালিয়ে যান। দেখেন আপনার কোন ইচ্ছা পুরন হয় কিনা?

২১ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:০৮

চাঁদগাজী বলেছেন:


আপনিও চেষ্টা করে দেখতে পারেন, টেকনিক কাজ করলে কমপক্ষে আনন্দিত হতে পারবো আমরা। শেখ হাসিনা, কি টেকনিক করছে, ফেরেশতারাও জানে না, হয়তো!

১৭| ২১ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:২২

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: একমত। জাতি তারেককে তার প্রাপ্য বুঝিয়ে দিলেই শেখ হাসিনা রাজনীতিকে গুডবাই জানাবেন...........যে যাই বলুক পারিপার্শিকতা দেখেই বোঝা যায়, উনি তাঁর সন্তানদেরকে রাজনীতিতে অানবেন না।

২১ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:৩২

চাঁদগাজী বলেছেন:


উনাকে উনার বাবা রাজনীতি থেকে বাদ দিয়েছিলেন; কিন্তু আমাদের মিলিটারী উনাকে, বেগম জিয়াকে ও রওশনকে রাজনীতিতে আনলো; জাতির কপালে এত দু:খ ছিল!

১৮| ২১ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:৫২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:
১) বি, এন, পি টিকে থাকলে তারেক জিয়া ছাড়া গত্যন্তর নেই।
২) আগামী নির্বাচন জাতীয় সরকারের অধীনে হওয়ার সম্ভাবনা রয়েছে।
৩) দেশের মানুষের মানসিকতা এখনো একটি দলকে তৃতীয়বার সরকার গঠন করার সুযোগ দেওয়ার মত হয়ে উঠে নাই।
৪) দেশে একটি পরিবর্তন আসার সম্ভাবনা'র সুযোগ দিয়ে দেশের মানুষ নিজের গলা নিজেই কাটতে যাচ্ছে।

২১ শে এপ্রিল, ২০১৮ রাত ১:৩২

চাঁদগাজী বলেছেন:


দলগুলো মানুষকে আদর্শের বদলে, দলের কোন্দলের পক্ষে বিভক্ত করে ফেলেছে।

মানুষ অর্থনৈতিক শ্রেণীতে ও ধর্মীয়ভাবে নিজেদের বিভক্ত করেছে।
কোন বিষয়ে মানুষের মাঝে ঐক্য হচ্ছে না; কারণ, মানুষ তাদের কমন-সমস্যা বুঝতে পারছে না।

সরকার মানুষের উপর নির্ভরশীল নয়, তারা একটা আলাদা শ্রেণী

১৯| ২১ শে এপ্রিল, ২০১৮ ভোর ৪:২৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সেজন্য কোন চিন্তা নাই,

রাজনীতিতে না টিকলেও সমস্যা নাই, ওনাদের দেশ নেতা তারেক জিয়া বিদেশে প্রফেসারি করে বিলিয়ন ট্রিলিয়ন কামাইবো

২১ শে এপ্রিল, ২০১৮ ভোর ৪:৫৮

চাঁদগাজী বলেছেন:


অক্সফোর্ড "খাম্বা তৈরির টেকনোলোজী"এর উপর ক্লাশ চালু করেছে?

২০| ২১ শে এপ্রিল, ২০১৮ ভোর ৫:০০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা অনেক বিনোদিত করে গেল মেজর জিয়া গ্রুপ!!

মিথ্যার দাপট মাঝেমধ্যে বেশি হলেও স্থায়ীত্ব একেবারেই শূন্যের কোঠায়।
আমার আফসোস হয় যে, তারেক জিয়ার মতো একজন দুর্নীতিবাজকে দেশ নেতা হিসেবে দেখতে চাওয়া লোকেরাও নিজেদের দেশপ্রেমিক দাবী করে!!

২১ শে এপ্রিল, ২০১৮ ভোর ৫:০৭

চাঁদগাজী বলেছেন:


মানুষ অশিক্ষিত হওয়ায় জাতি বহুমুখী সমস্যার সন্মুখীন; অনেক ভয়ংকর ডাকাত ও মাফিয়াদেরকেও অনেককে নেতা হিসেবে নিয়েছে, জাতির জন্য ভয়ংকর দু:সময়।

২১| ২১ শে এপ্রিল, ২০১৮ ভোর ৬:৫৪

সৈয়দ তাজুল বলেছেন: বেগম জিয়া জেলে থেকেও নির্বাচনে যেতে পারবেন বলেই সরকার পূর্বে ঘোষণা দিয়েছিল। এ থেকে ধরে নেয়া যায়, এটা বিএনপির জন্য একটা প্লাস পয়েন্ট। বাঙালি জনসাধারণের কাছে উনি এখন নির্যাতিত নেত্রী। অনেকে আবার মাদার অব ডেমুক্রেসি ও বলতে শুরু করেছে। সাধারণ জনগণ সবসময় নির্যাতিত মানুষের পাশে থাকে। জেলে বসে জয় পেয়েছেন, এমন দৃষ্টান্ত বাঙলাদেশে অনেক। যদিও এটা বেগম জিয়ার প্রাপ্য শাস্তি। বিএনপির রাজনৈতিক অভিজ্ঞতা ভেড়েছে। তারা দীর্ঘ সময়ে অনেক লাতি সহ্য করেছে। আল্লাহ না করুন, বাঙালাদেশের রাজনীতি এখন খুব খারাপ দিকে এগুচ্ছে।

ব্যাপারটা হচ্ছে, আওয়ামীলীগ নির্বাচনকালীন সময়ে সকল রাজনৈতিক দলের সুষ্ঠু পদচারণের সুযোগ দিচ্ছে কিনা।

২১ শে এপ্রিল, ২০১৮ সকাল ৭:১৩

চাঁদগাজী বলেছেন:



বিএনপি ও আওয়ামী লীগ এখন একই ধরণের রাজনীতি করে; ফলে, একা আওয়ামী লীগই দেশবাসীকে সমস্যায় রাখতে যথেষ্ঠ; এরপর আরেক দল কেন দরকার?বিএনপি'র প্রথম দিকের নেতারা বাংলাদেশে চাহেনি, ওরা পাকিস্তান নিয়ে খুশী ছিলো।

বেগম জিয়া বাংগালী জাতির জন্য অভিশাপ ব্যতিত কিছুই নয়।

২২| ২১ শে এপ্রিল, ২০১৮ সকাল ৭:২৬

সৈয়দ তাজুল বলেছেন: বাস্তব হলেও সত্য যে, যদি কোন ভাবে বেগম জিয়ার দল সরকারে যায়, তবে এমনটাই ঘটাবে। হয়ত তখন অন্য কেউ বলবে, শেখ হাসিনা তার শাস্তি পেয়েছে।

আপনার সাথে আমি একমত।

২১ শে এপ্রিল, ২০১৮ সকাল ৭:৩৭

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা, বা বেগম জিয়া এই দেশ চালানোর কথা ছিলো না; আইয়ুব খানের মত লোককেও বাংগালীরা পছন্দ করেনি; তারা আইয়ুব খান থেকে ভালো মানুষ চেয়েছিলেন; তাদের ভাগে পড়েছে দুনিয়ার সব অপদার্থ; এর জন্য দা্যী জেনারেল জিয়া ও বাংলাদেশের মিলিটারী।

তবে, শেখ হাসিনা ও বেগম জিয়া একই কারণে আসেননি; শেখ হাসিনা এসেছে ক্ষোভে, বেগম জিয়া এসেছেন লোভে।

২৩| ২১ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:৫৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: উন্নত ও শিক্ষিত জাতি চাই। সবাই যেন মানুষ হয়। সততা আর ন্যায়পরায়নতা সবার মাঝে বিরাজমান থাকে থাকুক।

২১ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০৬

চাঁদগাজী বলেছেন:


আপনি যা চাচ্ছেন, এটা যদি শেখ হাসিনা ও প্রেসিডেন্ট চাইতেন, জাতি সুখ শান্তির মুখ দেখতেন এতদিনে।

২৪| ২১ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:২৪

123456789happy বলেছেন: তারেকের মস্তিস্ক রাজনৈতিক বিষয়ে খুবই অনুর্বর

২১ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০৬

চাঁদগাজী বলেছেন:


সে মুলত ভদ্র ডাকাত

২৫| ২১ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৪২

রাজীব নুর বলেছেন: হ্যাঁ, গতকাল পোষ্ট করে, পরে সরায়ে ফেলেছি।
শেখ হাসিনা কিছু করবে না; করলে, ২০০৯ সাল, কিংবা ১২০১৬ সাল থেকে শুরু করতো; এখন দেরী হয়ে গেছে!


আমার কেন জানি মনে হচ্ছে ২০৪১ সালের মধ্যে দেশ খুব বদলে যাবে।

২১ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০৪

চাঁদগাজী বলেছেন:


মানুষ ভয়ানক প্রতিযোগীতার মধ্য দিয়ে, অনেক সময়, অন্যের ক্ষতি করে( ঘুষ নিয়ে, আদম ব্পােরী করে, ভেজাল মিশায়ে) নিজেদের অবস্হা ভালো করার চেষ্টা করছে, এটা ভয়ানক জীবন।

২৬| ২১ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৫৬

আবদুল মমিন বলেছেন: আমার মনে হয় বর্তমানে বাংলাদেশ কে একটা সুশৃঙ্খল রাজনীতি উপহার হিসাবে দিতে পারে আওয়ামীলীগ , তার জন্য বেগম জিয়াকে জেলে রেখে বি এ ন পি কে নতুন নেত্রিত্তে পুনরায় সংঘটিত হওয়ার সুযোগ দিতে হবে ,যাতে করে বি এ ন পি নেতারা বা দেসবাসী বুজতে পারে যে বাংলাদেশের রাজনীতি আসলে হাসিনা ,খালেদা, তারেক, জয় এর উপর নির্ভরশীল নয় আমরাই আমাদের নেতৃত্ব তৈরি করতে সক্ষম ।

২১ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:২০

চাঁদগাজী বলেছেন:


আওয়ামী লীগ ১৯৭২ সালে কিছু করেনি, ২০০৯ সাল থেকে কিছু করতে পারতো, কিছু করেনি; আওয়ামী লীগের লোকজন কলোনিয়েল শাসকদের মতো; এরা অদক্ষ।

বিএনপি'র শুরুতে, জেনারেল জিয়া ব্যতিত, বাকীগুলো ছিল পাকী প্রেমিক; এখন উহা আগাছার জংগল।

২৭| ২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ১:৫৬

ঠাকুরমাহমুদ বলেছেন: বাংলাদেশে এখন আমের সিজন শুরু হয়েছে আর আমরা আম জনতা একটা সাভাবিক কথা বুঝি সরকারের উচিত তারেক জিয়ার রেড লেবেল আর ব্লাক লেভেল ফাইলে সময় না দিয়ে দেশের কাজে সময় দেওয়া, তারেক জিয়া আপাতত দেশান্তরী আছে সে দেশান্তরী থাকুক, বৃটিশ প্রিয়ডে আদা গাধা চোর বদমাশ লুটেরা’দের দেশান্তরী-দ্বীপান্তরী করা হতো - তারেক জিয়া স্বইচ্ছায় দেশান্তরী “বনবাসে কমলা” - আংশিক রঙিন তিন ঘন্টার ৭৫ এমএম বাংলা ছবি‘র প্রযোজনায় বিলাতে আছেন - বাংলার জনগণ সিনেমার অপেক্ষায় আছেন - অপক্ষায় থাকা ভালো ইহাতে অপেক্ষা ও উপেক্ষা জনিত পেক্ষা গৃহের ভাইটামিন আছে ।

২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ৩:৩১

চাঁদগাজী বলেছেন:


বাংলাার বাংগালীদের কথা ক্সকি বলবো, লন্ডনের বাংগালীরা শেখ হাসিনা থেকে তারেকের গল্প শুনতে চায়, ডোডো!

শেখ হাসিনার সময় চলে গেছে, মনে হয়; উনি জাতির জন্য কিছু ভাববেন বলে মনে হয় না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.