নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

শেখ হাসিনার নতুন ব্যর্থ প্রজেক্ট, তারেক জিয়াকে দেশে ফেরত আনা

২২ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪


News on Tareq Zia

তারেক জিয়াকে কি দেশে আনা সম্ভব? না, পুরোপুরিই অসম্ভব: বেগম জিয়া জেলে আছেন, লন্ডনে তারেকের পরিবার আছে, অপরিণত বয়স্ক মেয়ে আছে, জামাতের বিশাল শিকড় আছে, বিএনপি-জামাতের বৃটিশ লবিং আছে; সুতরাং, তারেককে বৃটিশ কখনো ডিপোর্ট করবে না।

গতকাল, লন্ডনে শেখ হাসিনা স্হানীয় বাংগালীদের সভায় বক্তব্য দিয়েছেন, পুরো বক্তব্য ছিলো তারেককে নিয়ে। এই সভায়, ইউরোপের অন্য এলাকাগুলো থেকেও আওয়ামী লীগ ও বিএনপি-জামাতের লোকেরা উপস্হিত ছিলো। আওয়ামী লীগের লোকেরা "তারেক" সম্পর্কে শুনতে চেয়েছিলো; তাই, শেখ হাসিনা পুরো সময়টা কাটিয়েছেন তারেককে নিয়ে; এটা ছিলো ভয়ংকরভাবে সুযোগ ও সময়ের অপচয়! শেখ হাসিনা প্রবাসে এই সুযোগটাকে কাজে লাগাতে পারতেন, দেশের বর্তমান সামজিক, অর্থনৈতিক চিত্র তুলে ধরতে পারতেন; প্রবাসী বাংগালীদের নিয়ে ফোরাম গড়ার প্রস্তাব দিতে পারতেন।

শেখ হাসিনার সভায় আবদুল গাফ্ফার সাহেবসহ যেসব প্রবাসী বক্তব্য দিয়েছেন, তাদের বক্তব্যে তারা শেখ হাসিনাকে অনুরোধ করেছেন, তারেককে দেশে নিয়ে কাবাব করতে; এতদিন বৃটেনে থেকেও এসব হামবাগগুলো বৃটিশের রাজনীতির "রা" বুঝতে পারেনি। এই সুযোগে, শেখ হাসিনা তাদেরকে মোয়া ধরায়ে দি্যেছেন, গিলতে থাক!

শেখ হাসিনা আওয়ামী লীগের ৩৬ বছরের সভাপতি, উনার বিপরিতে তারেক জিয়া বিএনপি'র ৪ সপ্তাহের অস্হায়ী সভাপতি; শেখ হাসিনার জন্য এটা সুখবর: সভাপতি দেশের বাহিরে থাকেন, ও সভাপতির মাথার উপর ১৭ বছরের জেল ঝুলে আছে; বেগম জিয়ার অদক্ষতার কারণে শেখ হাসিনা জয়ী হয়েছেন এদিক থেকে। তা'হলে শেখ হাসিনা তারেককে দেশে আনবে মানবে বলে, লন্ডনে কাল বৈশাখীর ঝড় তুলছে কেন?

এক হতে পারে, তিনি আসলে চান যে, উনার তারেক-বিরোধীতার কারণে, বিএনপি'র লোকেরা তারেকের প্রতি বেশী আস্হা প্রকাশ করবে, এটা শেখ হাসিনার জন্য ভালো। অথবা অন্য ব্যাপার: পারুক বা না পারুক, শেখ হাসিনা আসলেই তারেককে ধরার জন্য ক্ষেত্র প্রস্তুত করতে চান; কারণ, তিনি ২১ শে আগষ্টের গ্রেনেড হামলার কথা ভুলে যাননি।

এই সভায় তিনি প্রথমবার বলেছেন, "বিএনপি অবৈধভাবে গঠন করা হয়েছে"; এবং সাথে সাথে জিয়া পরিবারকে "খুনী পরিবার" ডেকেছেন।

মন্তব্য ৮২ টি রেটিং +১/-০

মন্তব্য (৮২) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:০৭

তারেক_মাহমুদ বলেছেন: এ প্রসংগে কথা বলাই উচিত হয়নি।

২২ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:১৬

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা নিজের লোকদেরও মোয়া ধরায়ে দেন; নিজের লোকদের সাথে আসল কথা বলতে হয়; উনার বালর দরকার ছিলো , "এটাই বিএনপি'র রাজনীতি, এই ধরণের সভাপতি দিয়ে তারা দেশ চালাতে চায়, তারেকই তাদের উপযুক্ত নেতা, ড: এমাজুদ্দিনরা তারেককেই স্যার ডাকুক!"

২| ২২ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:০৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কি কমু, কিছুই বুঝছি না !!

২২ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:১৮

চাঁদগাজী বলেছেন:


আপনি সময় পেলে, উইকিপেডিয়ায় বৃটিশ পার্লামেন্ট, আমেরিকান কংগ্রেস, ভার‌্তীয় পার্লামেন্ট নিয়ে পড়ুন, রাজনীতি বুঝার শুরু করবেন।

৩| ২২ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:১৩

ক্স বলেছেন: তারেকের ব্যাপারে হাসিনা প্রচন্ড সিরিয়াস - এটা বারবার প্রমাণিত হয়েছে। কোটা আন্দোলনে দেশ অচল হয়ে যাবার পরিস্থিতি হলেও হাসিনা তাতে মোটেও পাত্তা দেননি। যেই রাতে তারেক ডঃ মামুনকে ফোন করে আন্দোলনে ইনভল্ভ হতে পরামর্শ দিল, তার পরদিনই সুড়সুড় করে সব দাবী দাওয়া মেনে নিয়ে আন্দোলনে পানি ঢেলে দিলেন।

আন্দোলনকারীদের উচিত ছিল হাসিনার এই তারেক ভীতিকে কাজে লাগানো।

২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:০০

চাঁদগাজী বলেছেন:



পরিস্কার পানি খাবেন, তাতে আপনার মাথা ও পেট পরিস্কার থাকবে!

জেনারেল জিয়া জীবিত থাকলে, শেখ হাসিনাকে আবার ভারতে পালাতে হতো, কিংবা জেনারেল জিয়ার ফাঁসী হতো শেখ হাসিনার সরকারের সময়।

৪| ২২ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:২৫

আর্কিওপটেরিক্স বলেছেন: No comment.

২২ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৩১

চাঁদগাজী বলেছেন:


এই ধরণের কমেন্ট বুঝতে হলে সত্যি মাথা থাকতে হবে, মনে হচ্ছে

৫| ২২ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯

আমিনভাই বলেছেন: আওয়ামীলীগ ও হাসিনা তারেককে ভয় পায়। গ্রাম গনজে বি এন পি তারেক খালেদার জনপ্রীয়তা কেমন তা আওয়ামীলীগ হাসিনা ভাল জানে।

২২ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা যদি বেগম জিয়াকে ও তারেককে ভয় পেতো, উনি করে জেনারেল জিয়ার সময় দেশে এলেন, যখন বাংলাদেশের রাজনীতি ঢাকা ক্যন্টনমেন্টের হাতে?

৬| ২২ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫

কানিজ রিনা বলেছেন: শেখহাসিনা মাননীয় প্রধান মন্ত্রী, তারেক
জিয়ার ভীতির কারন কি বুঝলাম না। ছাত্ররা
কোটা আন্দলন করেছে তারেক টেলিফোন
করে জানালো তিনি আন্দলনের সাথে ইন্ভল্ড
হবে। তাতেই এত ভীতি না হওয়াই উচিৎ।
চাঁদগাজী গ্রেনেড হামলায় জড়িতরা মনে হয়
বাংলা ভাই আব্দুর রহমানরা। আন্দাজে
ঢিল মেড়লে চলবে? দেশে এখনও মাঝে
মাঝে বাংলা ভাইদের মত জঙ্গীর ততপরতা
মাঝে মাঝেই মাথা চাঁড়া দিতে দেখা যায়।
যা আন্তর্জাতীক ততপরতা বলেই মনে হয়।
তারেককে এনে জেলে পুরলে সব পানির
মত শান্ত হবে বলে মনে হয় আপনার?
খালেদার জেলে দিয়ে জনপ্রিয়তা বেড়েছে
হয়ত তারেকের জেলে দিলেও তাই হবে।
লজ্জার কারন হোল কি লন্ডন থেকে
তারেককে এবারকার মত ফিরে আনা হোল
না।

২২ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮

চাঁদগাজী বলেছেন:


তারেক ভদ্রবেশী মারাঠা ডাকাত, সে রাজনীতি বুঝার প্রশ্নই উঠে না; সে রাজনীতি বুঝলে, ২০০৯ সালে দেশে চলে আসতো। আমার মনে হয়, শেখ হাসিনা খেলছেন, তিনি চাচ্ছেন যে বিএনপি'র ভেতর তারেকের জনপ্রিয়তা বাড়ুক।

৭| ২২ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬

আর্কিওপটেরিক্স বলেছেন: তবে আপনি যেসব শব্দ ব্যবহার করেন তার ও মানে বোঝার জন্য মাথা থাকতে হবে । যেমন :
1.ডোডো
2.ম্যাঁওপ্যাঁও
3.জিংজিং
4.পিগমি
5.প্রশ্নফাঁস জেনারেশন
#আমি যেসব শব্দ রেকমেন্ড করবো:
1.মমি
2.আর্কিওপটেরিক্স
3.র্বাবার
4.ফ্যান্টম
5.কিউট

২২ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫০

চাঁদগাজী বলেছেন:


মানুষ ডিকশনারী পড়েন না, পড়েন পোষ্ট! আপনার শব্দগুলো সুন্দর আছে, ওগুলো দিয়ে "বাক্য রচনা" করতে হবে।

৮| ২২ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭

আর্কিওপটেরিক্স বলেছেন: আরো শব্দ পরে দিবো :)

২২ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫১

চাঁদগাজী বলেছেন:



চলুক, প্রতি বছর ইংরেজী ডিকশনারী বড় হচ্ছে

৯| ২২ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩

আমিনভাই বলেছেন: ভয়টা বরতমান প্রেহ্মাপট । হ্মমতা হারানোর ভয় । মেরে ফেলবে এমন কোন ভয় না ।

২২ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭

চাঁদগাজী বলেছেন:



কার ভয়ের কথা বলছেন, শেখ হাসিনার ভয়ের কথা?

১০| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:০৪

উম্মু আবদুল্লাহ বলেছেন: এর আগে শুনেছিলম টেরেসা মে নাকি বলেছিলেন তারেক রহমান প্রতিহিংসার শিকার। এটার কোন প্রতিবাদ শেখ হাসিনা পাঠিয়েছেন টেরেসা মের কাছে? এটা না হলে কেন বৃটেন তারেককে ফেরত দেবে?

২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:১০

চাঁদগাজী বলেছেন:


বৃটেন তারেককে কখনো ফেরত দেবে না, তারা কি বেগম জিয়ার অবস্হা দেখছে না? শুধুমাত্র তারেকের পরিবারের (স্ত্রী ও মেয়ে) কারণে বৃটেন তারেককে ডিপোর্ট করবে না, বাকী কারণ গুলো থাক!

১১| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:২৪

নূর আলম হিরণ বলেছেন: তারেক নাকি তার পার্সপোর্ট বাংলাদেশ হাইকমিশনে জমা দিয়েছে! অনেকে বলছে সে নাকি বাংলাদেশের নাগরিকত্ব বর্জন করেছে?

২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৩৫

চাঁদগাজী বলেছেন:


পার্সপোর্ট জমা দেয়ার কারণ কি, সেটা সরকারের লোকেরা জানবে, বাহিরের লোকেরা জানার কথা নয়, এগুলো সাধারণ গুজব। তবে, বেগম জিয়া সহজেই বিএনপিকে ফেলনায় পরিণত করেছেন, যা সময়ের সাথে একদিন হওয়ার কথা ছিলো।

১২| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৩৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এখন তাহলে বঙ্গবন্ধুর খুনীদের বাদ দিয়ে তারেকের পেছনে লেগেছেন উনি! আসলে সব হলো উনাদের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। শেখ হাসিনা না চাইলে তারেকের পাসপোর্ট কীভাবে রিনিউ হয়? তারেক তো রাজনৈতিক আশ্রয়েও নেই। তাহলে এত লম্বা সময় কীভাবে পাসপোর্ট রিনিউ করা ছাড়া দেশের বাইরে থাকেন? আবার সৌদি আরবে ওমরাহ করতেও যান। এর আগে কোকোর মালয়েশিয়া থাকাটাও ছিল একই ব্যপার। সরকারই তাদের থাকার সুযোগ দেয় মনে হয়...

২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৫৩

চাঁদগাজী বলেছেন:


জিয়া পরিবারের পেছনে বাংলাদেশ আর্মির কিছু লোক, পাকিস্তানের সেনা বাহিনীর ইন্টেলিজেন্স, আরবের অনেকেই আছে; এরা শেখ হাসিনার সাথে এগুলো নিয়ে নিশ্চয় কাজ করেছে।

১৩| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৪৬

কানিজ রিনা বলেছেন: সত্যি বলেছেন ডাকাতরা ভদ্রবেশী হয়।
যেমন দুই হাজার কোটি ব্যাংক ডাকাত
এতই বদ্র যে মাল মন্ত্রী বলেছিল এটা
আবার একটা টাকা হোল নাকি।
কারন ডাকাতের বদ্রতায় মন্ত্রী একথা
বলেছিল। আচ্ছা এইসব ব্যাংক ডাকাত
শিয়ার বাজার আরও হাজার হাজার কোটি
টাকা ডাকাতরা কি মাড়াঠা? নাকি বদ্র
শিক্ষিত ডাকাত? কথায় আছে ডাকাত কয়
তুই চোর আমি ডাকাত আমার হাতে অস্ত্র
থাকে কেউ দেখেনা। তোর দাঁ খন্দা সবাই
দেখে। তোর নাম সিঁদেল চোর সবাই ঘৃনা
করে। আমাকে কেউ দেখেও না ঘৃনাও করে
না। যদিও দেখে কথা বলার সাহস নাই।
কারন..... হা হা হা।

২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৫০

চাঁদগাজী বলেছেন:



যারা সাধরণ মানুষের সম্পদ ডাকাতী করেছে, ও করছে, তারা ক্ষমতার অংশ! তাাদের দলের সরকার ক্ষমতায় থাকাকালীন এদেরকে কিছু বলার সাহস নেই কারো। এদের দল ক্ষমতা হারালে, এদের নিয়ে কথা বলা যায় মাত্র; এটাই বাংলাদেশের অবস্হা!

১৪| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:১৬

রাজীব নুর বলেছেন: আমার মনে হয়, শেখ হাসিনা তার ক্ষমতাটিকে খুব ভালোবাসেন। তাই যে কোনো উপায়ে তিনি ক্ষমতায় থাকতে চান।
ক্ষমতায় থাকার জন্য যা যা করার দরকার তিনি তা করবেন। তিনি তার দলের লোকদের কাছ থেকে বুদ্ধি নেন না। অবশ্য কারো সাহসও নেই শেখ হাসিনাকে বুদ্ধি দিবে।

তবে তিনি চান না তারেক দেশে ফিরুক । এবং খুব শ্রীঘই উনি খালেদা জিয়াকেও বিদেশ পাঠিয়ে দিবেন। তারপর আর দেশে ফিরতে দিবেন না নির্বাচনের আগ পর্যন্ত। এদিকে নির্বাচনের পরেও তারা ফিরতে পারবে না। কারন ফিরলেই গ্রেফতার।

২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:২৫

চাঁদগাজী বলেছেন:


আমার মনে হয়, আওয়ামী লীগে উনার চেয়ে বুদ্ধিমান লোক নেই।

ক্ষমতা সম্পর্কে উনার ধরণা হলো, বিএনপি ও জামাতের লোকেরা বাংলাদেশ চাহেনি, তারা কেন বাংলাদেশ চালাবে!

১৫| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:২০

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সময় মানুষকে পরিবর্তন করে, সময়ের কাছে সবাই বন্ধি।

২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:২২

চাঁদগাজী বলেছেন:


সময় আসবে, যখন মানুষ তারেক জিয়া, বেগম জিয়া, শেখ হাসিনাকে নিয়ে মাথা ঘামাবে না; এদের কথা সামনে আসার মতো প্রসংগ থাকবে না।

১৬| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:২৫

কাওসার চৌধুরী বলেছেন:


ইদানীং ভাইয়ার প্রেমে পড়ে গেলেন দেখি?

২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:২৭

চাঁদগাজী বলেছেন:


না, এগুলো সমসাময়িক ঘটনাপ্রবাহ, এগুলোকে বুঝার দরকার আছে; এই ঘটনাগুলো আমাদের জাতির চলার কক্ষপথ রচনা করছে প্রতিদিন।

১৭| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:১৮

আল ইফরান বলেছেন: তারেক জিয়াকে নিয়ে ওনার এত সিরিয়াস হওয়ার কারন অনেকগুলোই হতে পারে, তবে ২১শে আগস্টের গ্রেনেড হামলাকে শেখ হাসিনা ব্যক্তিগতভাবে নিয়েছেন তাতে কোন সন্দেহ নেই। দেশের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা অবস্থায় এই ধরনের প্রতিহিংসামুলক কথাবার্তা শেখ হাসিনার জন্য খুব ভালো কিছু বয়ে নিয়ে আসবে না। উনাকে এই সংকীর্ণতার জায়গা থেকে বের হয়ে আসতে হবে, সেইটা যত দ্রুত হবে ততই আমাদের জাতির জন্য মঙ্গল।

২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:২৩

চাঁদগাজী বলেছেন:


উনার থেকে জাতির মংগল হওয়ার সময় পেরিয়ে গেছে, মনে হয়!

১৮| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:২৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সরকার জিয়া পরিবারকে নিয়ে অযথাই মাথা ঘামাচ্ছে।X(

২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৩০

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনার জীবনে জিয়া পরিবার একটি বিশাল বিশাল দু:খজনক ঘটনা; কিছু ব্যাপারে সরকার ও শেখ হাসিনা একই লেভেলে নন।

১৯| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৩৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শেখের বেটি দেশের উন্নতির চাইতে, প্রতিশোধ নেয়ার জন্য বেশী ব্যস্ত।

বর্তমান রাজনীতিবিদের মাথামোটা বলেই মনে হয়।
আপনার মতে, বুদ্ধিমান কে??

২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৬

চাঁদগাজী বলেছেন:



সরকার যেভাবে চলছে, তাতে কাুকে বুদ্ধিমান বলে মনে হয় না।
শেখ হাসিনার পরিবারকে হত্যা করার পর, সংবিধান পরিবর্তন করার পর, দেশের মানুষ মৌনতা উনাকে আহত করেছে।

২০| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৪

শাহরিয়ার কবীর বলেছেন: বিশ্বাস রাখি-- সরকার যা বলবেন তাই করবেন...বিষয়টা জলের মত পরিষ্কার,আর এমনটাই তো হচ্ছে ..।। :)

২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৯

চাঁদগাজী বলেছেন:


সরকারের লোকেরা কি বলে, তারা নিজেরাও বুঝে না, জাতি কি করে বুঝবে!

২১| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: @"শেখ হাসিনার পরিবারকে হত্যা করার পর, সংবিধান পরিবর্তন করার পর, দেশের মানুষ মৌনতা উনাকে আহত করেছে।"

- ৭৫, এর ঘটনার জন্য জিয়া হাত ছিল। কিন্তু সেটা কে সামাল দিতে না পারার জন্য শফিউল্লাহ, শাফায়াত জামিল বা অন্যবাহিনীর প্রধানগণ কী কম দায়ী???

২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:০৪

চাঁদগাজী বলেছেন:


শেখ সাহেবকে হত্যা করার ফলে, এরশাদ, বেগম জিয়া, রওশন ও শেখ হাসিনাকে রাজনীতিতে স্হান করে দিয়েছে; এটা জাতির জন্য বিশাল দু:খের কারণ।

২২| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:১১

আর্কিওপটেরিক্স বলেছেন: I HAVE WRITTEN A POST.HOPE YOU WILL ANSWER.GO TO MY BLOG DEAR CHANDGAZI.

২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:২৯

চাঁদগাজী বলেছেন:


ওকে, ওকে; কিন্তু আমার নিকের কাচাকাছি নিক নিলে, আমরা বন্ধু হবো কিভাবে?

২৩| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:১১

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: অযথা সময় নষ্ট করে বিদেশ থাকাদের নিয়ে মন্তব্য করা নিষ্প্রয়োজন।

২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৩০

চাঁদগাজী বলেছেন:



সঠিক

২৪| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:২৯

জাহিদ অনিক বলেছেন:

রাজনীতি একটু কমই বুঝি।
একটা জিনিস একটু বলেন তো, তারেক জিয়া শুনলাম বাংলাদেশের নাগরিকত্ব বর্জন করেছে।
এটাকে কিভাবে কি দেখেছেন !

২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:০০

চাঁদগাজী বলেছেন:


এটা সত্য নয়; সত্য হলে, বিএনপি'র ভারপ্রাপ্ত সভাপতি হতে পারতো না।

২৫| ২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ৩:২২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: এই মনে হয় প্রথম কোন রাজনৈতিক দলের নেতা স্বদেশে নিজের প্রতি দুর্নীতি মামলা মোকাবিলা না করে স্বদেশীয় নাগরিকত্ব বর্জন করলো। হা হা হা আমার না হাসি পাচ্ছে খুব হা হা হা স্বদেশের নাগরিকত্ব ত্যাগ করে নেতা বিদেশি নাগরিকত্ব গ্রহণ করে হা হা হা তার কাছে কিছু লোক এত কষ্টার্জিত দেশটাকে ছেড়ে দিতে চায়!! এখানেই কষ্টটা বেড়ে যায়।

২৩ শে এপ্রিল, ২০১৮ ভোর ৪:৫৫

চাঁদগাজী বলেছেন:



আপনারা কোথায় দেখেছেন যে, তারেক বাংলাদেশের নাগরিকত্ব বর্জন করেছে?

২৬| ২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ৭:১৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কালের কণ্ঠ প্রচার করছে। বাংলাদেশ হাই কমিশনে বাংলাদেশি পাসপোর্ট জমা দিয়েছে তারেক যিয়া। কালের কণ্ঠ প্রচার করছে। বাংলাদেশ হাই কমিশনে বাংলাদেশি পাসপোর্ট জমা দিয়েছে তারেক যিয়া।

২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ৭:৩৬

চাঁদগাজী বলেছেন:


কালের কন্ঠ ইত্যাদিতে হাদারাম মাদারামরা কাজ করে; ফলে, সঠিক সংবাদ পাওয়া মুশকিল। কথা যদি সত্য হয়, বিএনপি'র বেকুবেরাও নড়েচড়ে বসবে, ভাবার শুরু করবে, তারা এতদিনকত বড় গাধাকে পুজা করে আসছে! তবে, সংবাদ সঠিক হওয়ার সম্ভাবনা কম।

২৭| ২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:০২

আর্কিওপটেরিক্স বলেছেন: ওকে আমি আমার নিক চেন্জ করার জন্য মেইল করবো একদিন :)
আপাতত ব্যস্ত আছি :(
আপনার প্রশ্নর উওর দিছি একটু দেখবেন?

২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:০৬

চাঁদগাজী বলেছেন:



থাক, নিক মনে হয় বদলানো যায় না; বদলানোর দরকার নেই।

২৮| ২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:৩০

রূপক বিধৌত সাধু বলেছেন: তারেকের বিরুদ্ধে তো অনেক মামলা ঝুলছে! কাঠগড়ায় দাঁড় করানোর তো প্রয়োজন আছে। একটা মানুষ যা তা করে পার পেয়ে যাবে? বিদেশে বসেও অরাজকতা করছে! বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ সম্পর্কেও ও যা বলেছে তার সমোচিত শাস্তি হওয়া উচিত।

২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:৪১

চাঁদগাজী বলেছেন:


জেনারেল জিয়ার করুণ মৃত্যু, কোকোর মৃত্যু প্রবাসে, তারেক নির্বাসনে, বেগম জিয়া জেলে; এরপর আর কি বাকী আছে? জেনারেল জিয়া নিজে ডুবেছেন, জাতিকে ভুল পথে নিয়ে গেছেন।

২৯| ২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:৩৬

আর্কিওপটেরিক্স বলেছেন: নিক বদলানো না গেলে সমস্যা নাই আমি নতুন আইডি খুলবো :)
I KNOW THAT IT'S A PARADOX FOR OTHERS AS OUR NAMES CONSIST OF APPROX SAME LETTERS.
Given thanks to your ans and asked again some qs.Hope you will ans.I am just a curious inqusitive blog reader :)

২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:৪২

চাঁদগাজী বলেছেন:



আপনার নিক রেখে দেন, ২ জনের প্রোপিক আলাদা; ফলে, এটা তেমন সমস্যা নয়।

৩০| ২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:২১

মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: নতুন ব্যর্থ প্রজেক্ট !পুরাতন না শুনিয়ে নতুন নিয়ে মাতলেন কেন?

২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:০১

চাঁদগাজী বলেছেন:


আমি নতুন বা পুরাতন কিছু নিজের থেকে করছি না; যা প্রতিদিন আপনারা শুনছেন, দেখছেন, সেগুলোর অভ্যন্তরটা বুঝার চেষ্টা করছি।

৩১| ২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:২৪

মোঃ খুরশীদ আলম বলেছেন: বিদেশে থেকে দেশ ও দশের কল্যাণে রাজনীতি ?
উনি হলেন যুদ্ধের ময়দান থেকে পলাতক একজন সেনাপতি যাকে ইতিহাস চীরকাল স্মরন রাখবে।
উনার হাজার হাজার সমর্থক আজ ঘর-বাড়ী, পরিবার-পরিজন, সন্তানের মায়া ছেড়ে শুধুমাত্র প্রাণ বাঁচানোর তাগিদে বাদাম বিক্রি, রিক্সা চালান সহ অনেক পেশায় জড়িয়ে পলাতক রয়েছেন, মানবেতর জীবন যাপন করছেন।
আর উনি? বিদেশে গিয়ে কলকাঠি নাড়ছেন আর ভবিষ্যতে ক্ষমতায় আসার স্বপ্নে বিভোর রাত কাটাচ্ছেন।
উনার উচিত ছিল শুরু হতেই না পালিয়ে পরিস্থিতি মোকাবেলা করা এবং জাতিকে সঠিক নির্দেশনা দেয়া।
যা হোক, উনি উনার জন্য যেটা ভাল হবে সেটা করেছেন, দেশের জনগণও সময় হলে তাদের জন্য যেটা ভাল হবে সেটা করবে।

২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:০২

চাঁদগাজী বলেছেন:


তারেক মারাঠা জলদস্যু, যা পেয়েছে, সেটা নিয়ে পালিয়ে গেছে।

৩২| ২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:২৫

নীলপরি বলেছেন: এধরণের ইস্যু গুলো নিজে বিশ্লেষণ করতে কঠিন লাগে । আপনার বিশ্লেষণে ধারনা ক্লিয়ার হোলো ।

২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:০৩

চাঁদগাজী বলেছেন:


আমি নিজেই বুঝার চেষ্টা করছি।

৩৩| ২৩ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:০৪

আমি ব্লগার হইছি! বলেছেন: বাংলাদেশের রাজনীতি এখন আওয়ামীলীগ আর বি এন পির মধ্যে যুদ্ধের মদ্ধে আবদ্ধ। তারেক সুযোগ পেলে হাসিনাকে বোম মারবে হাসিনা সুযোগ পেলে খালেদা তারেক কে জেলে ভরে রাখবে এইটাই স্বাভাবিক। জেল খানার মধ্যে যে ওদেরকে স্লো পয়জনিং করে না এটাই বেশী।

২৩ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২৯

চাঁদগাজী বলেছেন:


তারেক জিয়া হরকাতুল মুজাহিদকে দিয়ে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছিল; বেগম জিয়া "জর্জমিয়ার" বিচার করছিলেন। জেনারেল জিয়া শেখ সাহেবকে হত্যা করেছিলো। শেখ হাসিনা সব জানে, সব বুঝে

৩৪| ২৩ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:২০

পদাতিক চৌধুরি বলেছেন: আপনার কিছু পোষ্টে আমার মন্তব্য করতে একটু অসুবিধা হয় , যেমন এই পোষ্টটি।তবে সব ক্ষেত্রেই দুর্নীতিমুক্ত সমাজ হওয়া কাম্য যে বিষয়ে আমার আপনার লক্ষ এক। তবে অন্য প্রসঙ্গে বলি আপনার জেরক্স কপি চাঁদগাছী ভাইকে দেখে ভাল লাগলো।মাঝে মাঝে আপনসকে না পেলে জেরক্স দেখে কাজ চালিয়ে নেব।
অনন্ত শ্রদ্ধা রইল।

২৩ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩৪

চাঁদগাজী বলেছেন:


ধন্যবাদ।
২ বছর আগে, বেশ কিছু 'নিক' ছিলো আমার নিকের কাছাকাছি।

বাংলাদেশের মানুষ রাজনীতি বুঝেন না: তাদের সব রাজনৈতিক কর্ম থেকে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাপার দুষ্টরা লাভবান হয়; মানুষ নিজের অধিকার বুঝে না; তারা শেখ হাসিনা ও বেগম জিয়ার ভালোর জন্য শ্রম দেয়, অনেকটা রূপকথার রাজ্যের মতো এক দেশ, বাংলাদেশ!

৩৫| ২৩ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩৯

রাজীব নুর বলেছেন: সব গুলো মন্তব্য পড়লাম।

২৩ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:১৬

চাঁদগাজী বলেছেন:


ব্লগারদের সম্পর্কে ধারণা পাবার চেষ্টা করছেন?

৩৬| ২৩ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পোস্ট ও মন্তব্যগুলি পড়ে ধারনা নেয়ার চেস্টা করছি----

২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৪৭

চাঁদগাজী বলেছেন:


কমেন্ট পড়লে অন্যেদের মনোভাব সম্পর্কে একটা ধারণা হওয়ার কথা

৩৭| ২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:০৬

খায়রুল আহসান বলেছেন: সময় সবকিছু বলে দেবে। তবে আপনার লেখায় এবং অনেক মন্তব্যে যুক্তি আছে।

২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৪৮

চাঁদগাজী বলেছেন:


এ ধরণের ঘটনা প্রবাহের উপর সময়ের বিশাল প্রভাব থাকবে অবশ্যই

৩৮| ২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:০৪

বিএম বরকতউল্লাহ বলেছেন: নিচে নামতে নামতে নামতে কাহিল হয়ে গেছি। হ্যার পরে পাইছি মন্তব্যের ঘর।
রাজনীতির বিশ্লষণে আপনার জুড়ি নেই।
শুভ কামনা।

২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:২৯

চাঁদগাজী বলেছেন:


২ দলের লোকদের বুঝার চেষ্টা করছি।

৩৯| ২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:৫৫

নূর-ই-হাফসা বলেছেন: জটিল বিষয়ে বললেন । তারেক মনে হয় না আবার আসতে পারবে ।
কোটা আন্দোলনের কোনোও সমাধান হলোনা

২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ১:০৩

চাঁদগাজী বলেছেন:


কোটা নিয়ে কিছু একটা করবে; তবে, শেখ হাসিনা সব ব্যাপারে লাউজী; কমিটির সাথে একটা সিদ্ধান্ত গ্রহন করে প্রথমে একটা রূপরেখা দিলেই চলতো, তারপর ডিটেইলস বের করতে পারতো।

বেগম জিয়া তারেককে সাময়িক সভাপতি বানিয়ে তারেককে বিপদেই ফেলেছে।

৪০| ২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ১:৩৮

ঠাকুরমাহমুদ বলেছেন: চাঁদগাজী ভাই, আমি কিছু কাজে চীনে যেতে হয়েচিলো গত রাতে ঢাকায় ফিরেছি, ভালো আছি, আপনার জন্য দোয়া করি আপনি ভালো থাকুন সুস্থ থাাকুন ।

প্রসঙ্গে আসা যাক - আর দশজন পলাতক আসামীর মতো তারেক জিয়া ও একজন পলাতক আসামী, সরকারী আমলা ও রাজনৈতিক সাঙ্গ পাঙ্গদের আসলেই সুস্থ জ্ঞানের অভাব তা না হলে একজন প্রধাণমন্ত্রী’র সামনে তার বক্তব্যর মুল থিম হিসেবে গাধা’টাকে উপস্থাপণ করতো না । তারেক জিয়া কে গুরুত্ব দেওয়ার কোনো কারণ নেই, তাকে নিয়ে কথা বলা অর্থ তাকে গুরুত্ব দেওয়া, দাউদ ইব্রাহিম দুবাই বসে মুম্বাই মাফিয়া চালাতো - রাজনিতি না, ঠিক তেমনি তারেক জিয়া লন্ডন বসে ঢাকা’তে দাঙ্গা হাঙ্গামা উসকানি এইসব ছাড়া কিছু করা সম্ভব নয়, রাজনিতি করতে হলে তাকে ঢাকা আসতে হবে - আর ঢাকা যদি তারেক জিয়া আসে তাহলে বাংলাদেশ প্রচলিত আইনে তার ২০০ থেকে ২৫০ বছরের জেল হবে নির্ঘাত ।। খাম্বা তারেকের প্রিয় গান হবে তখন ”আমি বন্দি কারাগারে” অথবা খাম্বা তারেক মুজিব পরদেশীর সঙ্গে যোগাযোগ করতে পারেন তার জন্য নতুন কোনো জেল বিষয়ক গান তৈরি করে দিক !!

২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ৩:২৮

চাঁদগাজী বলেছেন:


বেগম জিয়া বিএনপি'র কাউকে কোনদিনও বিশ্বাস করেননি একদিনের জন্যও

৪১| ২৬ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:১৬

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: মন্তব্যগুলো পড়েই ভালো লাগলো। আপনি বলেনতো দেশে সুষ্টু নির্বাচন হলে কোন দলের জেতার সম্ভাবনা আছে?

২৬ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫১

চাঁদগাজী বলেছেন:


আওয়ামী লীগ জিতবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.