নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

মাহাথির যখন মালয়েশিয়া গড়ছিলেন, বাংগালীরা তখন কি নিয়ে ব্যস্ত ছিলেন?

২০ শে মে, ২০১৮ রাত ১০:৪০



১৯৮১ সাল থেকে ২০০৩ সাল অবধি মাহাথির মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন; এই ২৩ বছর সময়ে, তিনি মালয়েশিয়াকে একটি দরিদ্র দেশ থেকে উন্নত দেশে পরিণত করেন। তাঁর সময়ে লাখ লাখ বেকার বাংগালী, ফিলিফাইনীজ, ইন্দোনেশিয়ান, লাওসের লোকজন মালয়েশিয়ায় কাজ করেছেন; এঁদের শ্রমের ফসল আজকের মালয়েশিয়া। উনার ২৩ বছর সময়ে, বাংলাদেশ চালায়েছেন: বিচারপতি সাত্তার, জেনারেল এরশাদ, বেগম জিয়া, শেখ হাসিনা ও বেগম জিয়া।

১৯৮১ সালে মাহাথির প্রাইম মিনিষ্টার হওয়ার ২ মাস আগে, বাংলাদেশ মিলিটারী তাদের এক শক্তিশালী মুক্তিযোদ্ধা জেনারেল, জেনারেল জিয়াকে হ্ত্যা করেছে, যিনি একই সাথে দেশের প্রেসিডেন্ট ছিলেন ও রাজনৈতিক দল বিএনপি'র প্রতিষ্টাতা প্রেসিডেন্ট ছিলেন। এই হত্যাকান্ডের ২/৪ দিনের মাঝে জাতির তৃতীয় মুক্তিযোদ্ধা জেনারেল, জেনারেল মন্জুরকে হত্যা করা হয় চট্টগ্রাম ক্যান্টনমেন্টে; এসব হত্যাকান্ড মিলিটারী, সরকার , প্রশাসন ও জাতিকে কি পরিমাণ অনিশ্চয়তার মাঝে নিয়ে গিয়েছিল? তখন দেশ আসলে মিলিটারীই চালাচ্ছিল।

শুধুমাত্র মিলিটারীকে স্বাভাবিক অবস্হানে ফিরে আনতে সরকারকে কি পরিমাণ সময় ও রিসোর্স ব্যয় করতে হয়েছে, জাতির মাঝে কি পরিমাণ অনৈক্যের সৃষ্টি হয়েছিল, জাতির মিলিটারী ও সরকারের মাঝে কি পরিমাণ ষড়যন্ত্রকারী কাজ করছিলো? প্রশাসন ও ব্যুরোক্রেটরা দেশ চালায়েছে নিজেদের ইচ্ছানুসারে; পার্লামেন্ট পুরোপুরি অকেজো হয়ে বসেছিল।

এই ২ হত্যাকান্ড দেশের সরকারকে ও কিন্তু মিলিটারীকে ভালোভাবেই উথাল-পাতাল করেছে সেই সময়ে। মিলিটারী কমপক্ষে ৩ ভাগে বিভক্ত হয়েছিল; এটাকে রিপেয়ার মিপেয়ার করতে বেশ সময় লাগার কথা! সেটাই ঘটেছে, জিয়ার লেজ, বিচারপতি সাত্তারকে সরানোর জন্য ক্ষেত্র প্রস্তুত করতে মিলিটারীর প্রায় ১ বছর লেগে গেছে। ইতিমধ্যে, অথর্ব সাত্তার ও মিলিটারীর এরশাদ ফ্রেকশান এক বছর সময় ব্যয় করেছে ১৩ জন মুক্তিযোদ্ধা অফিসারকে ফাঁসী দিয়ে, মিলিটারীকে মুক্তিযোদ্ধামুক্ত করতে। এখানে সরকারের ব্যয় হয় ১ বছর সময়।

অবশেষে মিলিটারীর অবতার জনতার সামনে আসেন, জেনারেল হোসেন মো: এরশাদ অথর্ব সাত্তারকে রাইফেল দেখায়ে ক্ষমতা নিয়ে নেয় । জেনারেল জিয়া যাকে ইডিয়ট ভেবে, সকল মুক্তিযোদ্ধা জেনারেলদের ডিংগায়ে সেনা-প্রধান করেছিলেন, উহা নিজকে প্রতিষ্টা করতে ১ বছরের মত সময় নিলেন; এভাবেই আমাদের সময় ও অর্থ অকাজে ব্যয় হচ্ছিল। একই সময়ে, যখন মাহাথির মালয়েশিয়া গড়ছিলেন, তখন এরশাদ মিলিটারীকে নিজের আয়ত্বে আনার কাজে ব্যস্ত ছিলো ও সরকারকে কাজে লাগিয়ে জাতীয় পার্টি গঠন করছিলো।

মিলিটারীতে জিয়ার অনুসারীরা এরশাদের উপর পুরো আস্হা রাখেনি; তারা জানতো যে, জিয়ার বিরুদ্ধে ক্রমাগতভাবে ক্যু হচ্ছিল এবং জিয়া প্রাণ হারাবে জেনেও এরশাদ তা ঠেকায়নি, বরং হত্যাকারীদের পরোক্ষভাবে সাহায্য করেছে; ফলে,তারা এরশাদের সমান্তরালে জেনারেল জিয়ার বিএনপি'কে চালু রাখার দরকার অনুভব করেছে; কিন্তু বিচারপতি সাত্তার মিলিটারীকে পার্টি থেকে দুরে থাকতে উপদেশ দেন। মিলিটারী বিচারপতি সাত্তারকে ডিংগায়ে বেগম জিয়াকে বিএনপি প্রধান করে; বেগম জিয়া নিজেই চমকিত হয়ে যান, এই বাংলায় তিনিও একজন রাজনীতিবিদ!

এদিকে, জেনারেল জিয়ার মৃত্যুর মাত্র ২ সপ্তাহ আগে, প্রবাসে ৬ বছর নির্বাসনে অবস্হানের পর বাংলাদেশে ফিরে আসেন শেখ হাসিনা; যে শেখ হাসিনা ১৯৭৫ সালে ইউরোপে স্বামীর কাছে বেড়াতে গিয়েছিলেন, এটা সেই হাসিনা ছিলো না; এই হাসিনা নিজের প্রাণকে ১ হাতে নিয়ে, অন্য হাতে খড়গ নিয়ে এসেছিলেন; উনি জানতেন যে, উনাকে বাবার মৃত্যুর বিচার করতে হবে ও দেশকে মিলিটারীর কব্জা থেকে বের করতে হবে।
(আরো যোগ করা হবে )

মন্তব্য ৯০ টি রেটিং +৩/-০

মন্তব্য (৯০) মন্তব্য লিখুন

১| ২০ শে মে, ২০১৮ রাত ১০:৪৬

অনুতপ্ত হৃদয় বলেছেন: পুরোটা পড়লাম আরো যোগ করার মন্তব্য করবো

২০ শে মে, ২০১৮ রাত ১০:৫১

চাঁদগাজী বলেছেন:


ওকে! মাহাথির ২৩ বছর করেছেন; সাত্তার সাহেব, এরশাদ, বেগম জিয়া, শেখ হাসিনা, বেগম জিয়াও একই সময়ে ২৩ বছর কাজ করেছেন; ওটা মালয়েশিয়া, ইনাদেরটা বাংলাদেশ

২| ২০ শে মে, ২০১৮ রাত ১০:৫২

শামচুল হক বলেছেন: পুরোটা পড়লাম গাজী ভাই।

২০ শে মে, ২০১৮ রাত ১০:৫৮

চাঁদগাজী বলেছেন:


ভালো; দেখছেন, ২৩ বছরে কে কি করেছেন? এখনো বাংগালীরা সত পথে, ও অসৎ পথে মালয়েশিয়া যাচ্ছে; মাঝখানে আরো ১৫ বছর বয়ে গেছে। এরপার, মাহাথির যখন চলে যাবে, তখনো এরশাদ, শেখ হাসিনা, বেগম জিয়ারা থাকবেন; তখনো বাংগালীরা বউ ও পরিবার ফেলে চট্টগ্রাম হয়ে, ট্রলারে করে চোরাই পথে মালয়েশিয়া যাবেন।

৩| ২০ শে মে, ২০১৮ রাত ১০:৫৪

ঠাকুরমাহমুদ বলেছেন: বাংলাদেশে একটার পর একটা ক্যু হচ্ছিলো মুর্খ্য বাঙ্গালী দেড় টাকা সের লবন পেয়ে হাত তালি দিচ্ছিলো আমি নিজে চাক্ষূস স্বাক্ষী চাঁদগাজী ভাই ।

২০ শে মে, ২০১৮ রাত ১০:৫৯

চাঁদগাজী বলেছেন:


বহুদলীয় গণতন্ত্র চালু করছিলেন ২ জেনারেল!

৪| ২০ শে মে, ২০১৮ রাত ১০:৫৪

ব্লগার_প্রান্ত বলেছেন: আমরা পিছিয়ে পড়েছি।
সামনের সময়ে আপনি কি দেখতে পাচ্ছেন?
আরো কয়েক প্রজন্ম পিছিয়ে পড়া, না অন্য কিছু?

২০ শে মে, ২০১৮ রাত ১১:০১

চাঁদগাজী বলেছেন:


আগামী ৫ বছর পর, কইছুটা পরিবর্তন আসবে, যদি বিএনপির বিলুপ্তি ঘটানো যায়।

৫| ২০ শে মে, ২০১৮ রাত ১০:৫৫

মাহের ইসলাম বলেছেন:
অপেক্ষায় রইলাম।

২০ শে মে, ২০১৮ রাত ১১:০১

চাঁদগাজী বলেছেন:


ওকে

৬| ২০ শে মে, ২০১৮ রাত ১০:৫৯

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: দেশে উন্নয়নের চেয় উন্নয়নের জিগির বেশি হয়। নেতা/নেত্রীদের কাজের সমালোচনার চাইতে চামচামির চর্চা হয়। তাই আমাদের দেশে মাহাথির আসবে না।
পারিবারিক গণতান্ত্রিক সিষ্টেম পর্যায়ক্রমে ক্ষমতা দখল করে রাখবে।

২০ শে মে, ২০১৮ রাত ১১:০২

চাঁদগাজী বলেছেন:


সবকিছু যোগ বিয়োগ করে যা পেয়েছেন দেশবাসী, উহা এখনো আছে; মালয়েশিয়া কি পেয়েছে উহাও আছে।

৭| ২০ শে মে, ২০১৮ রাত ১০:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: চাঁদ গাজী ভাইয়ের দৃষ্টি তে স্বাধীন বাংলাদেশের ইতিহাস চলুক। শুনেছি জিয়ার বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি ছিল না।

২০ শে মে, ২০১৮ রাত ১১:০৪

চাঁদগাজী বলেছেন:


ঝুড়ির তলা খলি ছিলো না, ওখানে ছিল কিশোরী চাকরাণী, বুয়া, অদক্ষ শ্রমিকেরা; তলার একটু উপরে ছিলো আপনার মতো, আমার মতো লোকেরা, ঝুড়ির উপরি ভাগে ছিল ক্যানটনমেন্ট।

৮| ২০ শে মে, ২০১৮ রাত ১১:০৫

ঠাকুরমাহমুদ বলেছেন: সময়পোযোগি পোষ্ট মারাত্বক ভাবে এর প্রয়োজন ছিলো, আমি সাথে আছি অন্তত দশটি কমেন্ট আমি নিজে করবো - ইতিহাস বলার বিড়াট সুযোগ দিয়েছেন বলে আপনার কাছে আমি কৃতজ্ঞ ।

তিন মন নুড়ি পাথরের বস্তা আনা সাগর থেকে টেনে আজমীর দরাবরে আনার পর গাধা নামক নির্বোধ প্রাণীকে চার টা সাদা মুলা দেয়া হয় গাধা চপ চপ করে সেই মুলা অমৃত মনে করে খায়, সেই মুলা হচ্ছে গাধার কাছে “গণতন্ত্র” । চাঁদগাজী ভাই সাথে ছিলাম সাথে আছি আবরো ধন্যবাদ এমন একটি চরম সত্য উপস্থাপণ করার জন্য ।

২০ শে মে, ২০১৮ রাত ১১:১০

চাঁদগাজী বলেছেন:


প্লীজ, ১০টা কমেন্ট করবেন না; পোষ্টের ওজন কমে যাবে।

ভেবেচিন্তে ২/১টা কমেন্ট করেন; যা বলার কথা ভাবছেন, ভেবেচিন্তে গুছিয়ে নেন।

জেনারেলেরা "গণতন্ত্র প্রসব করেন", গাধার পেটে ঘোড়া জন্ম নেয়!

৯| ২০ শে মে, ২০১৮ রাত ১১:১৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধূর! পোস্টে কাজের কাজ কিছুই নাই!!X(


স্বাধীনতার পরে শেখ সাহেবের প্ল্যানিং এ দুর্বলতা ছিল। বাকশালটা আগেই করতে হত। মাথামোটা বাঙালীরা বাকশাল না বুঝেই ছাগলের তিন নাম্বার পোলার মত লাফালাফি করে।

১৯৭৫-১৯৯৫ দেশ যতটুকু এগিয়েছে। বাকশাল প্ল্যানিং মত হলে ততটুকু কাজ করতে ৫বছরও লাগত না।


@"সেলিম আনোয়ার,
মেজর আমার কখনোই নেতা মনে হয় নি। তার রাজনীতির দৌড় ক্যান্টনমেন্ট পর্যন্ত।।

২০ শে মে, ২০১৮ রাত ১১:২৩

চাঁদগাজী বলেছেন:


শেখ সাহেব ৬ দফা নিয়ে বাগগালীর দ্বারে দ্বারে গিয়েছিলেন, বাকশাল নিয়ে তিনি জাতির সাথে আলাপও করেননি; সেই সুযোগে দুষ্টরা জাতিকে ভুলভাবে বুঝায়ে, জাতিকে হতাশ করেছিলো বাকশাল সম্পর্কে

১০| ২০ শে মে, ২০১৮ রাত ১১:১৭

পদাতিক চৌধুরি বলেছেন: ভালো বিষয় নির্বাচন করেছেন। এক মোহাথিরের শাসনকাল বাংলাদেশে এত বার ক্ষমতার বদল ঘটেছে। তারপর সেনাশাসনের প্রভাব, সবকিছু সামলে দেশকে সঠিক নেতৃত্বদান সত্যিই বেশ চ্যালেঞ্জ। আর একারণে মালয়েশিয়া মালয়েশিয়া হতে পারলেও বাংলাদেশ সেই তিমিরময় হয়ে আছে।

তবুও মনে হয় বর্তমান পরিস্থিতিতে দেশের সার্বিক উন্নতিতে মাননীয়া প্রধানমন্ত্রীই যোগ্য ব্যক্তিত্ব।

ভাল থাকিন, সুস্থ থাকুন।

২০ শে মে, ২০১৮ রাত ১১:২৪

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা এখনো বিপদের মাঝে আছেন, দেশের বিরাট অংশ উনার থেকে কিছুই পাচ্ছে না।

১১| ২০ শে মে, ২০১৮ রাত ১১:২০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শ্রদ্ধেয়?

বলেন তো,
৭২-৭৫শেখ সাহেবের ও তার দলের দুর্বলতা কোথায় ছিল??

২০ শে মে, ২০১৮ রাত ১১:২৫

চাঁদগাজী বলেছেন:


শেখ সাহেব ও উনার দল অদক্ষ ছিলো।

১২| ২০ শে মে, ২০১৮ রাত ১১:২৫

সেলিম আনোয়ার বলেছেন: রক্ষীবাহিনী নিয়ে কিছু লিখেন। ৭২এর তোফায়েল ক‍্যাডার বিষয়ে আপনি কতটুকু জানেন। তার পর বাকশাল বিষয়ে কিছু বলেন।

২০ শে মে, ২০১৮ রাত ১১:২৮

চাঁদগাজী বলেছেন:


রক্ষী বাহিনী নিয়ে যতটুকু বুঝি, সময় করে লিখবো; এই পোষ্টে মাহাথিরের ২৩ বছর, ও বাংগালীদের একই ২৩ বছরকে বুঝার চেষ্টা করছি।

১৩| ২০ শে মে, ২০১৮ রাত ১১:২৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আরেকটি প্রশ্ন,

দেশের একটি বৃহৎ অংশ ধুন্দর, চালবাজ মেজরকে পীরের মত মান্য করে। কেন???
মেজরের ভেতর এমন কি মধু আছে??? মাথা খাটান দেখি??

২০ শে মে, ২০১৮ রাত ১১:৫৭

চাঁদগাজী বলেছেন:


একজন অনবরত কমেন্ট করলে পোষ্টের ওজন কমে যায়।

পীরের ভক্ত হয় ইডিয়টরা।
মেজর মেজরই ছিলেন, উনি সক্রেটিস কিংবা ওবামা ছিলেন না; আইয়ুব খানের ছোটখাট সামরিক সন্তান।

১৪| ২০ শে মে, ২০১৮ রাত ১১:৩২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: @"লেখকবলেছেন:শেখ সাহেব ও উনার দল অদক্ষ ছিলো।

নো ম্যান।
পয়েন্ট টু পয়েন্ট কথা বলুন।
মনগড়া কথা বলে আমার সাথে পার পাবেন না।


পাঠক গান পছন্দ করে তা সত্য।
তাই বলে রাজনীতিতে সে কম নয়।

২০ শে মে, ২০১৮ রাত ১১:৩৪

চাঁদগাজী বলেছেন:


সারেন্ডার করলাম।

একজন অনেক বেশী কমেন্ট করলে ভালো দেখায় না।

১৫| ২০ শে মে, ২০১৮ রাত ১১:৩২

কানিজ রিনা বলেছেন: আমাদের কোনও নেতা নেত্রী মাহাথীর হবেনা
যতদিন দলে দুর্নীতিবাজ চামচা থাকবে।
আর দলকানারা দলের লোক যত অপরাধী
হোক লেজ ধরে দৌড়াবে। দলকানাদের সভাব
যায় মলে। আপনার আসল মনের ইচ্ছা এবার
প্রকাশ করেছেন বিএনপি বিলুপ্ত হলে সব
আওয়ামী পার পাবে। না তা আসা করা ভুল।
বংশ পরম্পরা দুইদল বিলুপ্ত হবেনা।

২১ শে মে, ২০১৮ রাত ১২:২০

চাঁদগাজী বলেছেন:

আওয়ামী লীগ নিজেই জেনারেল জিয়ার গলাকাটা ক্যাপিটেলিজমের অনুসারী, আওয়ামী লীগই বিএনপি; আরেকটা বিএনপি কেন দরকার? উহা কোনদিন রাজনীতি করবে না।

দেশে সুস্হ একটি রাজনৈতিকদল দরকার; বিএনপির জন্ম ছিলো বেআইনীভাবে, তারপর উহা জামাতের জীবানুতে আক্তান্ত; আওয়ামী লীগের বেকূবী ও দখল থামানোর জন্য সুস্হ দল দরকার; অসুস্হ বিএনপি যায়গা দখল করে বসে আছে।

১৬| ২০ শে মে, ২০১৮ রাত ১১:৪১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: @"লেখকবলেছেন:একজন অনবরত কমেন্ট করলে পোষ্টের ওজন কমে যায়।"

আপনি কি চাচ্ছেন রাজনৈতিক পোস্টে সমালোচনা না করে বলব,
গাজী ভাই সুন্দর হয়েছে?
দারুন লিখেছেন ?
পিলাচ?
সহমত?
ওসব আপনার মুরিদদের কাছ থেকে শুনে নিন।
আমি সিংহের সাথে লড়াই করি, গাধার দলে আমার খোঁজ করে লাভ নেই। আর ব্লগারদের রাজনীতির দৌড় আমার জানা আছে।

যদি বলেন তো অফ যাই???
শুধু শুধু ম্যাওপ্যাও করে কি লাভ?
আমাকে কাজ করে খেতে হয়। দেশ নিয়ে ভাবলে এক পয়সাও লাভ নাই। সামনে নির্বাচন। এবারো ভোট দিব না। দেশ? সে চুলোয় যাক।
তাতে আমার কি??।:

২০ শে মে, ২০১৮ রাত ১১:৫১

চাঁদগাজী বলেছেন:


ব্লগের একটা মান আছে, ব্লগিং'এর একটা সৌন্দয্য আছে।

১৭| ২০ শে মে, ২০১৮ রাত ১১:৪৭

সমুদ্রচারী বলেছেন: রাজনীতি খুব একটা ভালো বুঝিনা। তবে কেন যেন মনে হয় ২০০৬-২০০৮ এ মাইনাস টু হয়ে গেলে ভালোই হত।রাজনীতিতে একটা গুনগত পরিবর্তন আসতো হয়তোবা। এই দুই দল আর তাদের আন্দা-বাচ্চাদের লিগ্যাসি শেষ হত।

২০ শে মে, ২০১৮ রাত ১১:৫০

চাঁদগাজী বলেছেন:


জেনারেল মঈন ছিলো বেগম জিয়ার হাতে-গড়া জেনারেল! উহা কি ধরণের জেনারেল? আমি মনে করি পাখী-মারা জেনারেল; তিনি নিজেই মাইনাস হয়ে গেছেন।

১৮| ২০ শে মে, ২০১৮ রাত ১১:৫৫

নতুন বলেছেন: যা হবার হয়েছে। এখন আমরা সামনের কথা ভাবি।

এখন দেশকে এগিয়ে নেয়ার মতন কোন নেতা কি দেশে আছে??

দেশ থেকে দূনিতি দূর করতে কি কি করতে হবে?

দেশের জনগনের মাঝে দেশপ্রম কিভাবে বাড়াবেন?

দেশ টোকাই, শিশু শ্রম মুক্ত এবং সবার জন্য শিক্ষা+চিকিতসা নিশ্চিত করতে কি কি করতে হবে?

২১ শে মে, ২০১৮ রাত ১২:০১

চাঁদগাজী বলেছেন:


মনে হয়, যেহেতু শেখ হাসিনা আরো কিছু সময় থেকে যাবার সম্ভাবনা, দেশে প্রফেশানেল "সিটিজেন প্লাটফরম" করে, উনার থেকে কাজগুলো করিয়ে নেয়া ঠিক হবে; এবং সাথে সাথে আরেকটি রাজনৈতিক দল গঠনের চেষ্টা করতে হবে। জামাত-বিএনপি রাজনীতি করবে না, ডিসটার্ভ করবে জাতিকে।

১৯| ২১ শে মে, ২০১৮ রাত ১২:০১

শাহরিয়ার কবীর বলেছেন: মীরজাফরের ইতিহাসটি ঠিক কোথায় রচনা হয়েছে ছিল....

বাংলাদেশের ইতিহাসও সেই ধারাবাহিকতা নয় কি !!

আর এখন যা হচ্চে যা তা সবার জানা।।

একারণে আমারও দেশের জনগণ হয়ে আছি চোখ কানা। ;)

২১ শে মে, ২০১৮ রাত ১২:১৪

চাঁদগাজী বলেছেন:


মীর জাফর'এর ঘটনা রাজতন্ত্রের সময়ের ঘটনা; বাংগালী রাজা, আফগান রাজ, তুর্কী রাজা, মোগল রাজা, বৃটিশ রাজার মাঝে পার্থক্য খুব একটা বেশী ছিলো না।

১৯৪৭ সালের পর বিরাট পরিবর্তন হওয়ার দরকার ছিলো; পশ্চিম পাকিস্তানের সেনা বাহিনী ও কইছু বাংগালী পরিবার তার অন্তরায় ছিলো।

১৯৭২ সালের পর, আমাদের জাতি বিশ্বের সন্মানী জাতিদের কক্ষে প্রবেশের সম্ভাবনা ছিলো; সেটা ঘটেনি শেখ সাহেব ও তাজুিদ্দিন সাহেবের দক্ষতার অভাবে। তারপর মিলিটারী এসে জাতিকে ১৯৬২ সালের অবস্হানে নিয়ে গেছে।

২০| ২১ শে মে, ২০১৮ রাত ১২:০৯

কাইকর বলেছেন: ভাই কিছু বলতে চাইনা। ভয় করে।জেলে ঢুকাবে।

২১ শে মে, ২০১৮ রাত ১২:১৫

চাঁদগাজী বলেছেন:


আপনাকে তো কেহ কিছু বলতে বলেনি।

২১| ২১ শে মে, ২০১৮ রাত ১২:১৯

নতুন বলেছেন: সমস্যা হইলো শেখ হাসিনা একরোখা.... তিনি মনে হয় না তার বিপক্ষ কথা বলা পাবলিক পছন্দ করেন।

আর দেশের যেই সকল নেতা হইছে তারা কি করবে? তারা তো আস্তে আস্তে আয়ামীলিগেই যুক্ত হয়ে করে কেটে খাবে।

দেশের জনগন সুবিধাবাদী....তারা কস্ট করতে চাইবেনা। তারা হুজুগে বাঙ্গালী...

না হলে গত নিবাচনের সময় নতুন কোন দলকেই ক্ষমতায় আনার চেস্টা করতো...

দেশে এখনো আয়ামী আর বিএনপি পন্হি পাবলিকে বিভক্ত।

আগামী কাল নিবা`চন হলে আয়ামীলীগ ক্ষমতায় আসতে পারবেনা। কারন আয়মীলীগের নেতা কমী`রা জনগনের যে ত্রাস সৃস্টি করেছে তার ফল হবে শেখ হাসিনার ভরাডুবী...

হয় শেখ হাসিনা সেটা জানেন না.... ( সেটা সত্যি হলে দুখ: প্রকাশ করা ছাড়া কিছু করার নাই)

আর যদি তিনি জানেন তার নেতা কমী`রা কিভাবে সন্ত্রাস,টেন্ডারবাজী, করছে.... তবে আগামী নিবাচনে যাতে জনগন ভোট দিয়ে তাদের পতন ঘটাতে না পারে তার জন্য কাজ করছেন। :)

তাই আগামী কয়েক বছরের মাঝে বাঙ্গালীর ভাগ্য পরিবত`ন কোন লক্ষন দেখছিনা।

২১ শে মে, ২০১৮ রাত ১২:২৫

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনার থেকে বেশী একরোখা ছিল আইয়ুব খান, উনি পাকিস্তানের জন্য সবচেয়ে সৎ ও দক্ষ ছিলেন; বাংগালীরা উনাকে দরজা দেখায়ে দিয়েছেন। শেখ হাসিনা টিকে আছে, কারণ উনার প্রতিপক্ষ হচ্ছে জামাত-বিএনপি। ক্যান্টনমেন্ট এখন বিএনপিকে সাহায্য করতে পারবে না; সুতরাং বিএনপি'র দিন শেষ। বাংগালীদের নিজের দল করতে হবে। বিএনপি শেখ হাসিনাকে সহজ বিজয় দিচ্ছে।

২২| ২১ শে মে, ২০১৮ রাত ১২:৩৬

ঠাকুরমাহমুদ বলেছেন: চাঁদগাজী ভাই,
বাংলাদেশে একুশে টিভি নামক একটি প্রাইভেট টিভি চ্যানেলে আনুমানিক রাত ১২:০০ বা ১২:৩০ শে একজন মাইক্রোফোন হাতে রাস্তায় চলমান পথিক বা রিক্সাওয়ালাদের জিগ্যাসা করেন “প্রধাণমন্ত্রিী বলেছেন দারিদ্রমুক্তির জন্য একটি ঘর একটি খামার প্রজেক্ট করেছেন” আপনার মতামত কি ? - তারা মতামত দেন, যারা নিজের ঘর চালাতে পারেন না তারা দেশ ও ১৭ কেটি মানুষ চালানোর মতামত দিয়ে দেশকে ধণ্য করে গণতন্ত্র কায়েম করেন। আমাদের দেশে গণতন্ত্র নামক আর্শিবাদ নয় এটি অভিশাপে রুপন্তার হয়েছে যা জেনারেলগণ প্রসব করে গেছেন। বাংলাদেশে ক্যান্টনমেন্ট একটি ব্যাবসাক্ষেত্র তৈরি করে গেছেন - পৃথিবীর আর কোনো দেশে ক্যান্টনমেন্টে ব্যাবসায়িক কাজে ব্যাবহারের জন্য “বিবাহ কমিউনিটি সেন্টর, সিনেমা হল, সুপার শপ, বাজার, আছে কি না আমার জানা নেই, পৃথিবীর কোনো দেশে সিভিল কন্সট্রাকশন কন্ট্রাকটর হিসেবে সেনাবাহিনী কাজ করে কি না তাও জানি না - আপনার জানা আছে কি ?

বাংলাদেশে গণতন্ত্র আশির্বাদ নয়, বাংলাদেশে গণতন্ত্র হচ্ছে অভিশাপ তার নমুনা জামাত সরকার ।।

২১ শে মে, ২০১৮ রাত ২:২১

চাঁদগাজী বলেছেন:


সক্রেটিস ছিলেন আধুনিক গনতন্ত্রের প্রবক্তা, আইয়ুব ছিল মৌলিক গণতন্ত্রের জনক; জিয়া ছিল "মিলিটারী ক্যু'এর জনক"।

মানুষকে শিক্ষিত করার আগে গণতান্ত্রিক সরকার হবে না বাংলাদেশে; মানুষের শিক্ষিত করার টাকাগুলো ২ লাখ বাংগালী ঋণের নামে লুট করেছে কিবরিয়া, সাইফুর ও মুহিত সাহেবের সহায়তা নিয়ে।

২৩| ২১ শে মে, ২০১৮ রাত ১:৩২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বাংলাদেশ সঠিক পথে না থাকার কারণ হলো, প্রথম দুই প্রেসিডেন্টের অস্বাভাবিক মৃত্যু। তারপর এরশাদের উত্থান। মুজিব, জিয়া, এরশাদ - সবার ইনটেনশান ছিল দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যেখানে বিপক্ষে কেউ কিছু বলতে পারবে না। কিন্তু ক্যু, পাল্টা ক্যু, মিলিটারি, ফিলিটারি, চেতনা, মেতনা, ২ নেত্রীর হঠাৎ রাজনীতিতে আসা, রাজনীতিবিদদের পল্টিবাজি, হিজিবিজি করে দেয় দেশের রাজনীতি। মাহাতিরের এই সমস্যা ছিল না। যে কারণে মাহাতির যখন দেশ চালাচ্ছিলেন এনারা তখন রাজনীতি/মামলা/লুটপাট নিয়ে ব্যস্ত...

২১ শে মে, ২০১৮ রাত ২:১৬

চাঁদগাজী বলেছেন:


আপনি প্রেসিডেন্ট ২ জন কোথায় দেখলেন? আমি দেখছি একজন প্রেসিডেন্ট ও অন্যজন জল্লাদ!

২ নেত্রী, ৩ নেত্রী এসেছেন কারণ শেখ মুজিব হত্যার ফলে "শুন্যতার" সৃষ্টি হয়েছিল; সেই শুন্যতা এমনসব লোকদের হাতে ক্ষমতা দিয়েছিল, যারা আইয়ুব থেকে হাজার গুণে নিকৃষ্ট।

২৪| ২১ শে মে, ২০১৮ রাত ৩:১৯

ঠ্যঠা মফিজ বলেছেন: যাই সাহরী করে আসি তার পর আরো যোগ করার পর মন্তব্য করে যাবো।

২১ শে মে, ২০১৮ রাত ৩:২১

চাঁদগাজী বলেছেন:


ভালো

২৫| ২১ শে মে, ২০১৮ সকাল ৮:৫৬

মো: মাসুদ রানা (এম আর) বলেছেন: আপনার ২০ টি পোষ্ট এর বেশি পড়ার পর বুঝতে পারলাম অাপনি একজন দলকানা। আপনি লেখাটা যেখান থেকেই শুরু করেন না কেন শেষ পর্যন্ত তা কুমিড়ের লেজ খেজ কাটা খেজ কাটা টাইপের হয়ে যায়।

২১ শে মে, ২০১৮ সকাল ৯:৩৯

চাঁদগাজী বলেছেন:


হ্যাঁ, আমি দলকানা; আপনার কি অবস্হা, পুরোপুরি কানা?

২৬| ২১ শে মে, ২০১৮ সকাল ৯:১২

হাসান কালবৈশাখী বলেছেন:
ওরা এখন আল্লার কাছে মোনাজাত -
"আল্লাহ, আর শুধু একটা লাশ দে, আর কিছু চাই না".

২১ শে মে, ২০১৮ সকাল ৯:৪১

চাঁদগাজী বলেছেন:


লাশ দিয়ে কি করবে, আপনার কি ভাবনা?

২৭| ২১ শে মে, ২০১৮ সকাল ১০:০৬

রাজীব নুর বলেছেন: আপনার পোষ্ট আগাগোড়া পুরোটাই পড়ি। এবং মন্তব্যও গুলোও খুব মন দিয়ে পড়ি।

২১ শে মে, ২০১৮ বিকাল ৪:৫৪

চাঁদগাজী বলেছেন:


ভালো।
পোষ্ট পড়ে মন্তব্য করে ফেলবেন; তারপর অনয়দের মন্তব্য পড়বেন; না হয়, অন্য ব্লগারের মন্তব্য আপনার উপর প্রভাব ফেলতে পারে।

২৮| ২১ শে মে, ২০১৮ সকাল ১০:৪৮

আল ইফরান বলেছেন: রাজীব নুর ভাইয়ের মত আমিও আপনার পোস্টের মন্তব্যগুলো খুব মনোযোগ দিয়ে পড়ার চেস্টা করি যাতে বুঝতে পারি আমাদের সমাজের পরিবর্তনের অনুঘটকরা ঠিক মেধা ও মননশীলতায় কতটুকু এগিয়েছেন।

স্বাধীনতার ৪৭ বছর পরেও যখন আপনাকে এই বিষয়ে ব্লগে লিখতে হয় ও যথেস্ট নেতিবাচক মন্তব্য শুনতে হয়, তখন বুঝি যে এই স্বাধীনতাকে ধারন করার মত বুদ্ধিবৃত্তিক উন্নতি আনয়নে আমরা ব্যর্থ হয়েছি। আর এই অবস্থার পেছনে আমার মনে হয় একটা লিগ্যাসি আছে যার শেকড় বঙ্গ সমতটের রাজনৈতিক সমতলে (যা মোটেই সমতল নয়) প্রোথিত। মিলিটারিদের স্যাভিয়র হিসেবে দেখার পেছনে আমাদের সিভিল এডমিনিস্ট্রেশনের একটা ঐতিহাসিক ব্যর্থতা/ দায় রয়েছে। আর সুচনা থেকেই আমাদের দেশ বৈশ্বিক ভূ-রাজনীতির নোংরা একটা গেইম প্লানের মধ্যে আটকে গিয়েছিল।

আর শেখ হাসিনাকে নিয়ে আমার কিছু ব্যক্তিগত অবজার্ভেশান আছে যা এই পাবলিক স্ফিয়ারে প্রকাশ করাটা ঠিক নিরাপদ বলে মনে করছি না। তবে এইটুকুই বলতে পারি যে উনি এই মুহুর্তে ভয়াবহ বিপদের মধ্যে আছেন এবং এর দায় দিন শেষে তার উপরই বর্তাবে।

২১ শে মে, ২০১৮ বিকাল ৪:৫৯

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা রাজনীতিবিদ ছিলেন না; বাবা ও পরিবারকে হত্যা করায় তিনি এসেছেন। তিনি দুষ্টদের সাজা দিয়েছেন, একই সাথে "জেনারেল জিয়ার গলাকাটা ক্যাপিটেলিজম"এর প্রশাসন চালায়ে ভয়ংকর অসমতার সৃষ্টি করেছে এই সীমিত সম্পদের দেশে। এখন সমাধান হলো, সবাইকে ফ্রি শিক্ষা দেয়া ও চাকুরী সৃষ্টি করা, এবং মানুষকে রাজনীতি সম্পৃক্ত করা।

২৯| ২১ শে মে, ২০১৮ সকাল ১০:৫৭

খাঁজা বাবা বলেছেন: আপনি সবসময় একটা নির্দিষ্ট এককেন্দ্রিক পয়েন্টে ফোকাস করেন
পুরোটা দেখেন না
দেখলে গল্পের অর্থ টা ভিন্ন হত।

২১ শে মে, ২০১৮ বিকাল ৫:০০

চাঁদগাজী বলেছেন:


আমার মগজ এতটুকুই; বাকীটুকু যোগ করে আপনি পোষ্ট দেন।

৩০| ২১ শে মে, ২০১৮ সকাল ১১:১১

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: সবকিছু পড়ে মনে হলো আপনি সবারই ত্রুটিগুলো নিয়ে আলোচনা করেছেন এবং একটা নিরপেক্ষ ভাব ধরেছেন কিন্তু আপনার একটা টান আছে আওয়ামী লীগের প্রতি।




সর্বোপরি মন্তব্যগুলো ভালো লেগেছে।

২১ শে মে, ২০১৮ বিকাল ৫:০৬

চাঁদগাজী বলেছেন:


আমি ১৯৭১ সালের জেনারেশন'এর সদস্য; তখন আওয়ামী লীগ ছিল, মুসলিম ছিল, জামাত ছিল; মুসলিম লীগ বাংলাদেশ চাহেনি, পাকীদের হয়ে শান্তি কমিটি করেছে, জামাত গণহত্যা চালিয়েছে; ১৯৭৫ সালের পর, শেখ সাহেবকে হতয়া করে মলিটারী বিএনপি করেছে, এরশাদ জাপা করেছে।

আমি কোন দলের হওয়ার সম্ভাবনা?

৩১| ২১ শে মে, ২০১৮ সকাল ১১:১৭

গরল বলেছেন: ঝড়ে বক মরে, ফকিরের কেরামতি বাড়ে। মালয়শিয়ার উন্নতির পেছনে ক্রমবর্ধমান পাম ওয়েল এর চাহিদাই মূল অনুঘটক হিসাবে কাজ করে। খাদ্য, অখাদ্য, কেমিক্যাল, আর্টিফিসিয়াল ক্রিমার, কসমেটিকস, ফুড কালার হেন জিনিষ নাই যে পাম ওয়েল থেকে তৈরী হয়। বন উজাড় করে, ওরাং ওটাংদের বাসস্থান ধ্বংস করে, প্রকৃতিকে শাসন করে মালয়শিয়ায় যে পরিমান পাম ওয়েল চাষ হয় তা এইসব শিল্পের বিনিয়োগকারীরাই মাহাথিরকে টিকিয়ে রেখেছিল। পুরো পৃথিবীর একমাত্র পাম ওয়েল এর যোগানদাতা ছিল মালয়শিয়া। এখন যোগ হয়েছে ইন্দোনেশিয়া।

অন্যদিকে বাংলাদেশের সেই সময়কার প্রধান অর্থকরি ও বৈদেশিক আয়ের একমাত্র উৎস পাট মার খাচ্ছিল কৃত্তিম তন্তুর কাছে এবং শেষ পর্যন্ত তা মুখ থুবরে পড়ে এবং একচেটিয়াভাবে বানিজ্য চলে যায় চীন এর কাছে। আর একটি পণ্য ছিল চামড়াজাত শিল্প সেটাও নাকাল হয় রেক্সিনের কাছে। সেই অবস্থা থেকে গার্মেন্টসকে উঠে আসতে ২০ বছর লেগে যায়। বৈশ্বয়িক পরিবর্তনই আসলে কোন দেশকে উঠিয়েছে এবং কোন দেশকে ডুবিয়েছে। একইভাবে উঠেছে তাইওয়ান, ফিলিপাইন, আরব দেশগুলো। প্লান করে নিজেদের বুদ্ধির জোড়ে জাপান বা দক্ষিন কোরিয়ার মত উঠেছে খুব কম দেশই।

২১ শে মে, ২০১৮ বিকাল ৫:১১

চাঁদগাজী বলেছেন:


সম্পদ বিরাট ব্যাপার; মাহাথিরের আগে কেহ পাম ও বারারকে সম্পদ হিসেবে দাঁড় করাতে পারেনি।

আমাদের মানব সম্পদ ছিলো, এদের দক্ষ করলে, এরা গড়ে ১০ ঘন্টা কাজ করলে, আমাদের সম্পদ হতো। ১৯৭২ সালে নিয়ম করলে বাংলাদেশের যে কোন প্রোডাক্ট প্যাকেজিং এ পাট ব্যব হার করতে হবে; কোন নাগরিক পাটের যায়গায় প্লাষ্টিক ব্যবহার করতে পারবে না, পাটের এই অবস্হা হতো না।

৩২| ২১ শে মে, ২০১৮ সকাল ১১:৩২

মঈনুদ্দিন অারিফ মিরসরায়ী বলেছেন: আওয়ামী লীগ নিজেই জেনারেল জিয়ার গলাকাটা ক্যাপিটেলিজমের অনুসারী, আওয়ামী লীগই বিএনপি; আরেকটা বিএনপি কেন দরকার? উহা কোনদিন রাজনীতি করবে না।

দেশে সুস্হ একটি রাজনৈতিকদল দরকার; বিএনপির জন্ম ছিলো বেআইনীভাবে, তারপর উহা জামাতের জীবানুতে আক্তান্ত; আওয়ামী লীগের বেকূবী ও দখল থামানোর জন্য সুস্হ দল দরকার; অসুস্হ বিএনপি যায়গা দখল করে বসে আছে।

ভালোই বলেছেন

২১ শে মে, ২০১৮ বিকাল ৫:১২

চাঁদগাজী বলেছেন:


আমার মনে হয় এটা সঠিক কথা বলেছি।

৩৩| ২১ শে মে, ২০১৮ দুপুর ১২:৪৩

ঢাবিয়ান বলেছেন: আর কে কি করছিল জানি না। তবে আপনি খালেদাকে নিয়ে বিশ্লেষনে ব্যস্ত নিয়ে ছিলেন ১০০% শিওর।

২১ শে মে, ২০১৮ বিকাল ৫:১৭

চাঁদগাজী বলেছেন:


পোষ্টে শেখ হাসিনার ভুমিকা সময়টুকুও যোগ হবে।

৩৪| ২১ শে মে, ২০১৮ দুপুর ১২:৪৪

একদম_ঠোঁটকাটা বলেছেন: মাহাথির এই বয়সে (৯২ বছর ) আধুনিক ও সময় উপযোগী decision নেবার মানসিকতা আছে কিনা, এই বিষয়ে আমার সন্দেহ আছে। যেখানে তাঁর সময়মত medicine খাবার কথা ভুলে যাবার কথা। তরুণ রক্তের দরকার দেশ কে এগিয়ে নিয়ে যাবার ।

২১ শে মে, ২০১৮ বিকাল ৫:১৯

চাঁদগাজী বলেছেন:



উনি মনে করেছেন যে, নাজিবের সরকার মালয়েশিয়ার মানুষকে দুর্নীতির মাঝে টেনে নিচ্ছে; ওর দলবল থেকে সরকারকে মুক্ত করাই উনার লক্ষ্য ছিল মনে হয়।

৩৫| ২১ শে মে, ২০১৮ দুপুর ১:১৯

ফেনা বলেছেন: এই তথ্যগুলি আমার জানা ছিলনা। ধন্যবাদ আপনাকে এই সুন্দর পোষ্টের জন্য।

২১ শে মে, ২০১৮ বিকাল ৫:২৩

চাঁদগাজী বলেছেন:


ওকে।

৩৬| ২১ শে মে, ২০১৮ দুপুর ২:১২

জুনায়েদ বি রাহমান বলেছেন: আপনি আপনার (জিয়া-বঙ্গবন্ধু, সামরিক শাসন) পোস্টে বা মন্তব্যে 'বঙ্গবন্ধু হত্যার সাথে জিয়ার জড়িত' এমন কিছু দাবী করেন। স্বাধীনতা পরবর্তী ইতিহাস আমার জানা নেই। জানার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি! কারণ, আমাদের দেশের রাজনৈতিক বিশ্লেষক, ইতিহাসবিদদের একেকজনের বক্তব্য একেকরকম।
তবে একটা বিষয় ক্লিয়ার, স্বাধীনতা পরবর্তী সরকার ভাঙ্গাচোরা, বিধ্বস্ত দেশের বিশৃঙ্খলা দূর করতে সঠিক প্ল্যানিং করতে পারেনি। আর ওদিকে স্বাধীন দেশে মানুষের প্রত্যাশাও বেশি ছিলো। সরকার সাধারণ মানুষের সাথে প্ল্যান শেয়ার না করে হঠাৎ বাকশাল করায় দুষ্কৃতিকারী'রা সুযোগ কাজে লাগিয়েছে।
৭৫এর পরের দেশের অস্থিরতা নিরসনে জিয়ার ভূমিকা প্রশংসনীয় ছিলো। তিনি নিজের অবস্থান থেকে কিছুএকটা করার চেষ্টা করেছেন। (একজন সেনাশাসক থেকে আর ভালোকিছু আশাকরাটা বেশি হয়ে যাবে।)

২১ শে মে, ২০১৮ বিকাল ৫:২৮

চাঁদগাজী বলেছেন:


জেনারেল জিয়া ছিল সিআইএ'এর মাষ্টার মাইন্ড; মেজর ফেজর যেই কয়জন ছিল, উহাদের সিআইএ কিনেছিল ২ পয়সা দিয়ে।

শেখ সাহেবকে হত্যার পর জিয়া কিভাবে মিলিটারী এডমিনিষ্ট্রেটর হলো? সে যদি সেনা বাহিনীকে ঠিক অবস্হানে রাখতে চাইতো, যেকোন দায়িত্ব যেতো শফি উল্লার হাতে; এটুকু বুঝতে কি কালকুলাস জানতে হবে?

৩৭| ২১ শে মে, ২০১৮ দুপুর ২:৪৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো আলোচনা। এখন মনে হয় রাষ্ট্র মিলিটারি প্রভাব মুক্ত, মেজর জিয়া মুক্তিযোদ্ধা মেরে মেরে নিজের অবস্থান পোক্ত করতে করতে মারা যান সূচনীয় পরাজয় স্বীকার করে, এরশাদও একইভাবে পরাজিত হোন। এখন নতুন প্রজন্ম, মেধাবীদের যুগ, এখন মেধাশক্তি খুবই তুখড়। মেধাবীরা রাজাকার সাজতে গর্ববোধ করে(ধিক্কার এমন মেধাবীকে)!!

মুক্তিযোদ্ধাদের সম্মান মেধাবীরা খুব দিচ্ছেন ভালো আলোচনা। এখন মনে হয় রাষ্ট্র মিলিটারি প্রভাব মুক্ত, মেজর জিয়া মুক্তিযোদ্ধা মেরে মেরে নিজের অবস্থান পোক্ত করতে করতে মারা যান সূচনীয় পরাজয় স্বীকার করে, এরশাদও একইভাবে পরাজিত হোন। এখন নতুন প্রজন্ম, মেধাবীদের যুগ, এখন মেধাশক্তি খুবই তুখড়। মেধাবীরা রাজাকার সাজতে গর্ববোধ করে(ধিক্কার এমন মেধাবীকে)!!

মুক্তিযোদ্ধাদের সম্মান মেধাবীরা খুব দিচ্ছেন এভাবে

২১ শে মে, ২০১৮ বিকাল ৫:২২

চাঁদগাজী বলেছেন:


প্রশ্নফাঁস জেনারেশন সেলফোনে প্রেম করবে, পর্ণ দেখবে। তবে, নাহিদ সাহেব বিরাটভাবে দায়ী।

"আমি রাজাকার" শার্ট যারা পরেছে, তাদেরকে সনাক্ত করে, সৌদীতে কাজ করার ভিসা দেয়ার দরকার।

৩৮| ২১ শে মে, ২০১৮ বিকাল ৩:০৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বড় মন্দ ভাগ্য এ জাতির। কিছু মানুষ পোলাও কোরমা খায়। বেশীর ভাগ মানুষের নুন ভাতও জুটে না। আফসোস!

২১ শে মে, ২০১৮ বিকাল ৫:১৬

চাঁদগাজী বলেছেন:


জিয়া, এরশাদ, বেগম জিয়া এই দেশের মানুষকে ওদের মত ইডিয়টে পরিণত করেছে।

৩৯| ২১ শে মে, ২০১৮ বিকাল ৩:১০

নতুন বাঙ্গাল বলেছেন: আমার মনে হয়,মিলিটারি ক্যু আর সেনা শাষন থেকে বের হয়ে আসতেই আমাদের ঐ সময়টা ব্যায় হয়েছে। ২০০৯ সালের পরে এসে আয়ুউব খানের উত্তরসুরি আমাদের আর্মি অফিসাররা বুঝতে পেরেছেন, ক্যান্টমেন্টে বসে রাজনীতি করে লাভের চেয়ে ক্ষতি বেশি, তার চেয়ে বরং পলিটিক্যাল সরকারের সুবিধাভোগি হয়ে টাকা পয়সা কামিয়ে বউ বাচ্চা নিয়ে দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি হওয়া যায়। তাই ২০০৯ সালের পর, উনারা শেখ হাসিনার ছায়ায় বসে, বড় বড় প্রযেক্ট এ কন্ট্রাকটারি করছেন , মাগার প্রযেক্ট এর খরচাপাতি সংক্রান্ত দুর্নাম শেখ হাসিনা বহন করছেন। এখানে শেখ হাসিনার লাভের মধ্যে হল, এরা উনাকে ডিস্টার্ব করছেন না কোন কিছুতে। তবে সার্বিকভাবে এটা বিপজজনক ওনার জন্য, কারন দিন শেষে যা ঘটুক সবাই হাসিনাকেই দোষারোপ করবে।

২১ শে মে, ২০১৮ বিকাল ৫:১৫

চাঁদগাজী বলেছেন:



১৯৭৫ সাল থেকে ২০০৯ সাল, মাঝখেনে শেখ হাসিনার ৫ বছর বাদ দিলে, বাকী সময় কেটে গেছে মিলিটারীর মারাঠাদের দখলে।

মিলিটারীকে অনেকটা কিনে রাখেছেন শেখ হাসিনা; এখন সময় হয়েছে, ২০ হাজার সৈনিক রেখে সবাইকে অন্য কাজ দেয়া এবং নাগরিক মিলিটারী গথন করার।

৪০| ২১ শে মে, ২০১৮ বিকাল ৩:১২

জাতির বোঝা বলেছেন: সেনাবাহিনীর মানুষ ক্ষমতা নেয় কেমন করে। মালয়েশিয়াতেও কিন্তু সেনাবাহিনী আছে। তারা ক্ষমতা নিয়ে কামড়াকামড়ি করে না। বাংলদেশের সেনাবাহিনী স্বাধীণতার পর থেকেই বড্ড বেশী ক্ষমতাপাগল। তাদের কঠিন কোন শাস্তি না দেয়াতে এই অবস্থা। আমি শুনেছি জাতীয় বাজেটের একটা বিরাট অংশ নাকি সেনাবাহিনীর আরাম আয়েশের পিছনে খরচ হয়। যেখানে দেশের সাধারণ মানুষ খেতে পায় না।

২১ শে মে, ২০১৮ বিকাল ৪:৫২

চাঁদগাজী বলেছেন:



১৯৭৫ সালে জেনারেল জিয়া থেকে শুরু করে, এরশাদের সময় ও বেগম জিয়ার পুরো সময়টা, ২৪ বছর দেশ চালায়েছে মিলিটারী; মাহাথির মালয়েশিয়া গড়েছে ২৩ বছরে।

৪১| ২১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪

যবড়জং বলেছেন: অতিত কপচিয়ে লাভ কতটুকু!! যদি তা থেকে কেউ শিক্ষা না নেয় । বর্তমানে দেশ যারা চালাচ্ছে তাদের কে একটু দিকনিদের্শনা দেন না কেন ?
যদিও তাদের তা দরকার হবে বলে মনে হয় না । ।

২১ শে মে, ২০১৮ রাত ৮:১২

চাঁদগাজী বলেছেন:


বর্তমানে দেশ চালাচ্ছে পুরাতন ছাত্রলীগ, উহারা শেখ সাহেবের কথাও কানে নেয়নি কোনদিন।

৪২| ২১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৪১

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: বাঙালি ঐ সময় কোপাকুপিতে ব্যস্ত ছিল। উন্নয়নের দিকে কারও খেয়াল ছিল না!

২১ শে মে, ২০১৮ রাত ৮:১৫

চাঁদগাজী বলেছেন:


বিএনপি-মিলিটারী, এরশাদের জাপা ও বিএনপি'র পেছনের মিলিটারী, আওয়ামী লীগের ফিরে আসার জন্য বিশৃংখল হরতাল, জাতিকে পংগু করে দিয়েছে।

৪৩| ২১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮

জাহিদ অনিক বলেছেন: লেখক বলেছেন:


আগামী ৫ বছর পর, কইছুটা পরিবর্তন আসবে, যদি বিএনপির বিলুপ্তি ঘটানো যায়।
- পার্লামেন্টে কোন বিরোধী দল না থাকলে সরকার অথর্ব হয়ে যায়। অবশ্য এখনো কোন কার্যকর বিরোধী দল নেই। যা বলেছেন সেটা হলে একনায়কতন্ত্র চালু হবার সম্ভাবনা আছে। একনায়কতন্ত্র কতটা ভালো মন্দ সেটা ভেবে দেখা উচিত।

২১ শে মে, ২০১৮ রাত ৮:১০

চাঁদগাজী বলেছেন:



বিএনপি বিরোধীদল নয়, ইহা মিলিটারীর রাজনৈতিক মুখপাত্র।

৪৪| ২১ শে মে, ২০১৮ রাত ৮:০৩

ধ্রুবক আলো বলেছেন: সবটুকু নিয়ে বলার আগে, শেষের অংশের একটা কথা বলতে হয় যে, শেখ হাসিনা বাবার হত্যা আর যুদ্ধ অপরাধীদের ফাঁসি দিতে গিয়ে বেশ সময় ব্যয় করেছেন। হ্যা বিচার করা অত্যাবশ্যক! কিন্তু এই মূল সময়ে তিনি আর তেমন কোনো উন্নয়ন কাজ করতে পারেননি, বলতে গেলে করেননি যেমনটা এখন।
উনি মুক্তিযুদ্ধের চেতনাকে খুব ভালো ভাবে কাজে লাগিয়ে অপ্রয়োজনীয় কাজ করছেন।

২১ শে মে, ২০১৮ রাত ৮:০৯

চাঁদগাজী বলেছেন:


২০০৯ সাল থেকে উনি অনেক কিছু করতে পারতেন; মিলিটারী তখন কন্ট্রোল হারায়ে ফেলেছিল। কিন্তু উনার বিশাল রাজনৈতিক দুরদরশিতা থাকার কথা নয়, উনি রাজনীতিবিদ ছিলেন না; থাকার মাঝে ছিল সাহস।

বিএনপি, জামাত ও জাপার মাধ্যমে মিলিটারী সবকইছু কন্ট্রোল করছিলো; উনি টিকে থাকার জন্যও অনেক সময় ব্যয় করেছেন, অবশ্য

৪৫| ২২ শে মে, ২০১৮ রাত ১২:০১

পিকো মাইন্ড বলেছেন: জেনারেল জিয়ার বদনাম করে লাভ নাই। মাইনষে এমনতেই এখন লীগ সাপোর্ট করে। প্রথমত, ভয়ে।দ্বিতীয়ত, টাকার জন্য। ঐসব চেতনা আর ইতিহাস নিয়ে শুধু খাতা- কলমে গবেষণা হয়। লীগ জাতিকে স্যাটেলাইট দিয়েছে, বিনিময়ে ভেঙে দিয়েছে মেরুদণ্ড।

২২ শে মে, ২০১৮ রাত ১২:২৩

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা ও বেগম জিয়া এদেশের মানুষের সম্ভাবনাকে মাটিতে মিশায়ে দিয়েছে, যখন মাহাথির মালয়েশিয়া গড়েছেন; শেখ হাসিনা ও বেগম জিয়া ক্ষমতায় এসেছেন, জিয়ার হাতে শেখ সাহেব নিহত হওয়ায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.