নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

বেগম জিয়া বিহীন কোন নির্বাচনে যাবে না বিএনপি: রিজভী সাহেব

২৩ শে মে, ২০১৮ ভোর ৪:৩৬



News Link

বিএনপি'র রিজভী সাহেব বলেছেন যে, বেগম জিয়া বিহীন কোন নির্বাচনে বিএনপি যাবে না; বেগম জিয়াকে লালঘরে নেয়ার পর, এই প্রথমবার বিএনপি'র কেহ একজন রাজনৈতিকভাবে, শক্ত গলায় শক্তিশালী এক রাজনৈতিক সিদ্ধান্ত জানালো সরকারকে, মানে শেখ হাসিনাকে। শেখ হাসিনা যদি উনার নিজ দলের কচ্ছপদের মুখে চিপি এঁটে দিতে পারেন, যাতে ওরা বক্তব্যটাকে ঘোলা করতে না পারে, এবং স্বয়ং রিজভী সাহেবের সিদ্ধান্তকে প্রশংসা করেন, ও বিএনপি তার সিদ্ধান্ত অটল থাকে, আগামী নির্বাচন নিয়ে শেখ হাসিনার জীবন অনেক সহজ হয়ে যাবে।

এই ঘোষনা নিশ্চয় শেখ হাসিনাকে চাপমুক্ত করবে, এবং উনার নিজস্ব সিদ্ধান্ত নেয়ার প্রসেসকে সহজ করবে; এই ঘোষণার উপর ভর করে, শেখ হাসিনা ঠিক করতে পারবেন, বেগম জিয়াকে কখন জামিনে ছাড়বেন! বেগম জিয়াকে জামিন দেয়ার তারিখটা হতে পারে, ইলেকশানের আবেদনপত্র জমা দেয়ার শেষ তারিখের পরেরদিন থেকে যেকোন সময়ে।

শেখ হাসিনা কি কারণে বেগম জিয়াকে জেলখানায় আটকে রেখে বদনামের ভাগী হচ্ছেন, বলা কঠিন! বিএনপি চাচ্ছে ইনাকে জেল থেকে মুক্তি দেয়া হোক; এটা খুবই ছোট দাবী, এবং এখানে শেখ হাসিনা নিজে হস্তক্ষেপ করে, মানবিক হতে পারেন; সাথে সাথে বিএনপি'কে কিছু উড়ো খই ধরায়ে দিতে পারেন। উনি বাসায় থাকলো, বিএনপি খুশী, বেগম জিয়া একটু হাত-পা ছেড়ে নিজের বাসায় ভালো অনুভব করলেন, রাগ ইত্যাদিও কমে আসবে। বেগম জিয়া আগামী ভোটে অংশ নিতে পারবেন না; দলের যে অবস্হা, কেহ পকেটের পয়সা খরচ করে ভোট করার ইচ্ছা প্রকাশ করবে না।

বেগম জিয়াকে জামিন দেয়া হচ্ছে না, আগামী মাসে উনার আপিলের ও দুদকের আপিলের ফয়সলা হবে; এতে উনার জেল বহাল থেকে যাবে; ফলে, উনার ভোটে দাঁড়ানো হচ্ছে না; রিজভী সাহেবের কথা ঠিক থাকলে, বিএনপি দল হিসেবে ভোটে যাবে না। বেগম জিয়া বাসায় চলে এলে, তৃণমুল কর্মীদের ক্ষোভ কমে আসবে, তারা খুশী থাকবে যে, বেগম জিয়া ভালো আছেন।

মন্তব্য ৭৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৭৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে মে, ২০১৮ ভোর ৪:৫১

ভুয়া মফিজ বলেছেন: বিএনপির নির্বাচনে যাওয়া, না যাওয়া কোনই অর্থ বহন করে না। আওয়ামী লীগ কোনভাবেই ক্ষমতা ছাড়বে না। শুধু শুধু মানুষের সময় নষ্ট!

২৩ শে মে, ২০১৮ ভোর ৫:০৭

চাঁদগাজী বলেছেন:


মানুষের সময় নষ্ট কিভাবে, সব মানুষ কি বিএনপি'কে ভোট দেয়ার জন্য মনস্হির করেছেন? বিএনপি জয়ী হলেও কি আওয়ামী লীগ ক্ষমতা ছাড়বে না?

২| ২৩ শে মে, ২০১৮ ভোর ৫:১৯

ভুয়া মফিজ বলেছেন: বাংলাদেশে ছোটখাটো নির্বাচন কিছু কিছু সুষ্ঠুভাবে হবে, কৌশলগত কারনে। কিন্তু জাতীয় সংসদ নির্বাচন? নো ওয়ে!!!
এটা আপনি খুব ভালো করেই জানেন, আপনাকে বোঝানোর কিছুই নাই। বিএনপি জয়ীও হবে না, আওয়ামী লীগ ক্ষমতাও ছাড়বে না। আশাকরি বোঝাতে পেরেছি।
আপনি বরং আসন্ন ফুটবল বিশ্বকাপ নিয়ে একটা পোষ্ট দেন। এবার নাকি বিড়াল ভবিষ্যতবানী করবে?

২৩ শে মে, ২০১৮ ভোর ৫:২৮

চাঁদগাজী বলেছেন:


আওয়ামী লীগ যদি সুষ্টু নির্বাচন করে, ১৫০ সীটের বেশী পেয়ে আওয়ামী লীগ জয়ী হবে।

৩| ২৩ শে মে, ২০১৮ ভোর ৫:২৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বেগম জিয়াকে নিয়ে আর ভাবতে মন চায় না। তিনি থাকুন তার জায়গায়। আমজনতার কি হবে?

২৩ শে মে, ২০১৮ ভোর ৫:৩২

চাঁদগাজী বলেছেন:


বেগম জিয়া জেলে চলে যাওয়ায়, শেখ হাসিনার কাছে অফিস ইত্যাদি খুব একটা ইন্টারেস্টিং মনে হবে না, আমজনতার জন্য কিছু করার মতো উনারফ আইডিয়া ও এনার্জি আছে বলে মনে হয় না।

মানুষকে "সিটিজেন প্লাটফরম" বানিয়ে, এই ভোটে শেখ হাসিনার সাথে থেকে, ভোটের পর সেটাকে রাজনৈতিক দলে পরিণত করলে, জাতির রাজনীতি ট্রেকে ফিরতে পারে।

৪| ২৩ শে মে, ২০১৮ ভোর ৫:৩৫

ভুয়া মফিজ বলেছেন: আওয়ামী লীগ যদি সুষ্টু নির্বাচন করে, ১৫০ সীটের বেশী পেয়ে আওয়ামী লীগ জয়ী হবে সুষ্ঠু নির্বাচন? ক্ষমতায় থাকার এর চেয়ে সহজ উপায় থাকতে আওয়ামী লীগ এই রিস্ক কেন নিবে আমাকে বোঝান!

২৩ শে মে, ২০১৮ ভোর ৫:৪৩

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা কোন লজিক্যাল কারণে বিএনপি-জামাতকে ক্ষমতায় আসার সুযোগ দেবে? বেগম জিয়া কি শেখ হাসিনা থেকে বেশী জানে? ফখরুল সাহেব কি ওবায়দুল কাদের থেকে দক্ষ, গয়েশ্বর রায়ের অবদান কি তোফায়েলের চেয়ে চেশী? এভাবে তুলনা করলে, বিএনপি'র লোকদের দক্ষতা অনেক নীচে থাকবে; ফলে, তাদেরকে শেখ হাসিনা কেন আসতে দেবে?

শেখ হাসিনা বেগম জিয়াকে হত্যার চেষ্টা করেছিল? বেগম জিয়ার সময়, কতবার শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছে? কোন দু:খে শেখ হাসিনা বেগম জিয়াকে আসতে দিবে?

৫| ২৩ শে মে, ২০১৮ ভোর ৫:৫৬

ভুয়া মফিজ বলেছেন: এগ্জাক্টলী, কোনও দুঃখেই শেখ হাসিনা বেগম জিয়াকে ক্ষমতায় আসতে দিবে না। :)

রাজনৈতিক আলোচনা আমি সাধারনতঃ এভয়েড করি। আমার বিশ্বাস নির্বাচন হবে গতবারের মতো। তবে আপনার বিশ্বাস আপনার, আমারটা আমার! দেশের ক্ষমতাবানদের এবং বর্তমান ক্ষমতাহীনদের তাতে কিছুই যায় আসে না। আমরা আম-জনতা রাজা-উজির মারতে থাকবো, উনারা উনাদের কাজ করতে থাকবেন। ঘুমাতে যাই।

Good night, sleep tight! :)

২৩ শে মে, ২০১৮ ভোর ৬:০৩

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা যেভাবে জেনারেল জিয়ার "গলাকাটা ক্যাপিটেলিজম" চালু রেখেছেন, জাতির অবস্হা কখনো ভালোর দিকে যাবে না।

বেগম জিয়া জাতির যে ক্ষতি করেছেন, নিজের পরিবারের যে ক্ষতি করেছেন, এগুলো ভয়ানক ব্যাপার।

৬| ২৩ শে মে, ২০১৮ ভোর ৬:০৬

শহীদ আম্মার বলেছেন: @চাঁদগাজী
"আওয়ামী লীগ যদি সুষ্টু নির্বাচন করে, ১৫০ সীটের বেশী পেয়ে আওয়ামী লীগ জয়ী হবে"

হায়রে সর্বনাশ! আপনারে হয় "আসরে" পাইছে নাহয় "বোবা জ্বীনে" পাইছে।
দেখি নূরু আংকেল কোন পানি পড়া নিয়ে আসে কিনা!

২৩ শে মে, ২০১৮ ভোর ৬:৩৭

চাঁদগাজী বলেছেন:


আপনার ধরণা বলেন, আওয়ামী লীগ কত সীট পেতে পারে, বিএনপি কত সীট পেতে পারে?

৭| ২৩ শে মে, ২০১৮ ভোর ৬:১৮

অনুতপ্ত হৃদয় বলেছেন: বিচার মানি তাল গাছ আমার ……………ক্ষমতা ছাড়বো না কিছুতেই

২৩ শে মে, ২০১৮ ভোর ৬:৩৩

চাঁদগাজী বলেছেন:


ক্ষমতা দেবে কাকে? বিএনপি তো ভোটেই যাবে না বলছে!

৮| ২৩ শে মে, ২০১৮ ভোর ৬:৩২

অক্পটে বলেছেন: শেখ হাসিনা বিভিন্ন ওয়াজে বলে থাকেন আমার প্রধানমন্ত্রীত্ব চাইনা, মৃর্ত্যুকে তিনি ভয় পান না। কিন্তু বেকুব জনগণতো জানে এই মহিয়ষি কিছুকে ভয় না পেলেও তার এক মাত্র ভয়ের কারণ হলো সুষ্টু নির্বাচন।

"আওয়ামী লীগ যদি সুষ্টু নির্বাচন করে, ১৫০ সীটের বেশী পেয়ে আওয়ামী লীগ জয়ী হবে" এটা আপনার ফেলা একটা টোপ! আপনি দেখতে চাইছেন এর জবাবটা কে কিভাবে দেয়।

২৩ শে মে, ২০১৮ ভোর ৬:৩৬

চাঁদগাজী বলেছেন:


"১৫০ সীটের বেশী পেয়ে আওয়ামী লীগ জয়ী হবে", এটা আমার নিজস্ব ধারণা।

শেখ হাসিনা মৃত্যুকে ভয় পেলে, তিনি কি জেনারেল জিয়ার আমলে দেশে আসতেন?
তারেক আসছে দেশে?

৯| ২৩ শে মে, ২০১৮ ভোর ৬:৩৯

পদাতিক চৌধুরি বলেছেন: শুভ সকাল শ্রদ্ধেয়। বাংলাদেশে এই মুহূর্তে দ্বিতীয় বৃহত্তম দল বি এন পি। তার নেতৃবৃন্দের মধ্যে বেগম জিয়া সর্বেসর্বা। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্ততে তিনি এখন গৃহবন্দী। দেশের একটি বিচার ব্যবস্থা আছে। প্রশাসন ও বিচার এবং আইন পৃথক পথে চলবে বা কারো উপর প্রভাব ফেলবে না, এমনই হওয়ার কথা। যদিবা হয় সেটা তাহলে দুর্বল গনতন্ত্রের নমুনা হিসাবে এ বড় অভিশাপ। বিচার ব্যবস্থাকে সম্মান দিয়ে বলছি সেক্ষেত্রে বেগম জিয়ার রাজনৈতিক ভবিষ্য অনেকটা ঝুলে আছে বিচার পক্রিয়ার উপর।আর এখানে আসন্ন নির্বাচনে যদি বিরোধী পক্ষ্য নিজেদের ঠিকমত গুছিয়ে নিতে না পারে তার দায় নিশ্চয় শেখ হাসিনার উপর বর্তাবে না। আর যুক্তির খাতিরে সেটা ধরলে বলতে হবে তাহলে বিরোধীদের সংগঠনও শেখ কন্যাকে তৈরী করে দিতে হবে। না দিলে বরং অন্যায় হবে।

অনেক শ্রদ্ধা আপনাকে।

২৩ শে মে, ২০১৮ ভোর ৬:৪৫

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশের বিচার ব্যবস্হা যাতে শেখ মুজিবর রহমানের হত্যার বিচার করতে না পারে, সেজন্য সংবিধান বদলায়েছিল এই বিএনপি; এবং সেই শেখ সাহেবের মেয়ে এই শেখ হাসিনা।

বিচার ব্যবস্হা কারা বদলায়েছিল?

১০| ২৩ শে মে, ২০১৮ সকাল ৭:৩৩

অক্পটে বলেছেন: জেনারেল জিয়া চেয়েছিলেন বলেই শেখ হাসিনা দেশে ফিরেছিলেন। তারেকের দেশে ফেরা আর হাসিনার দেশে ফেরা দুটো আলাদা জিনিস। শেখ হাসিনার এই যে এমন উড়ি উড়ি ভাব তারেক জিয়ার কাছে সবই নিষ্প্রভ হয়ে যাবে সুষ্টু নির্বাচন হলে। আজকের এই যে স্বৈরাচারি প্রধানমন্ত্রী তারেককে পেলেই ঝুলাবে। জিয়া কিন্তু হাসিনাকে ঝুলায়নি বরং বিলুপ্ত আ.লীগকে রাজনিীত করার অধিকার ফিরিয়ে দিয়েছিল। পরিহাস হলো র' এর তত্বাবধানে থাকা হাসিনার আগমনের দু সপ্তাহ পরেই জিয়া ঝুলে গেছেন, মানে পরিকল্পনার শতভাগ সাকসেস।

২৩ শে মে, ২০১৮ দুপুর ১:১৪

চাঁদগাজী বলেছেন:


আওয়ামী লীগ বিলুপ্ত হয়ে গিয়েছিল? নাকি আরো বড় হয়েছিল "বাকশাল" প্লাটফরমে? আপনার মত লোকেরাই আইয়ুব, জিয়া ও এরশাদের মত লোককে সাপোর্ট করে, এই দেশকে আজকের অবস্হানে এনেছে।

তারেক ডাকাতি করেছে, মিলিটারী তাকে কুকুরের মত পিটায়ে খেদায় দিয়েছে। শেখ হাসিনা ছিল গৃহবধু, সে ডাকাতি করার পর ৬ বছর নিরবাসনে ছিলো না; আপনার মগজ নেই!

জিয়া হত্যা দরকারী কাজ ছিলো। ২ জন মুক্তিযোদ্ধা জেনারেল , ২০ জন মুক্তিযো্দ্ধা অফিসার মারা গেছে জিয়ার কারণে; ৩০০ শত মুক্তিযোদ্ধাকে জিয়া নিজে ফাঁষি দিয়েছিল।

আপনার ১৪ গোষ্ঠী পাকিস্তানীদের পক্ষে ছিল ১৯৭১ সালে?

১১| ২৩ শে মে, ২০১৮ সকাল ৮:১৯

কানিজ রিনা বলেছেন: আপনি বলছেন প্রধানমন্ত্রী নিজের দলের
এমপি মন্ত্রীদের মুখে ছিপি এঁটে দিয়েছেন
যাতে কথা বলতে না পারে। অথচ প্রধানমন্ত্রী
দুঃখ করে বলেছেন আপনারা মঞ্চে দাড়িয়ে
কথা বলছেন না কেন। এখন দেখি আপনি
শাক দিয়ে মাছ ঢাকার মত বলছেন ছিপি
এঁটে দিয়েছে। এইনা হলে দল কানা বলি।

আগেই বলেছি সর্ব দলিয় উপস্থিতি
গনতান্রিক মতাবেক ভোট হলে বিএনপি
জিতবে। ঘুরিয়ে পেচিয়ে দলকানা গোছের
কথা বলায় আপনি অভ্যস্ত।
ভোট দখলের অপরাজনীতি চলবেই চলবে।
ভোট দখল নাকরলে আওয়ামী জিতবে না।
এটাই সোজা কথা। ভোট ভোট নাকট করে
লাভ কি? এমনিতেই ক্ষমতা দখলে থাকলে
ঠেকায় কে? সাধারন জনগনের ভোটাধিকার
কেঁড়ে নেওয়া হয়েছে গনতন্ত্র শুধু একটি শব্দ
একান দিয়ে যেয়ে ওকান দিয়ে বেড় হয়।

বিএনপি জামায়াতের হাতে দেশ দিবেনা।
আপনি কি মনে করেন দক্ষ কোনও
রাজনীতিক সতন্ত্র থেকে দাড়ালে তার হাতে
দেশ ছেড়ে দিবে আওয়ামীরা না তা দেবে না।
এখন ভোট ভোট নাটক করে দরকার কি
এমনেই দখলে থাকলে জনগন কিছু
বলবে না। এজাতির ভাগ্য দূর্নীতি গ্রস্ত শক্তির
হাতে।

২৩ শে মে, ২০১৮ দুপুর ১:১৮

চাঁদগাজী বলেছেন:



যাক, আওয়ামী লীগের কেহ রিজভীর কথার মুল্য দেয়নি; আমি মনে করেছিলাম যে, ইনু ফিনু, নাসিম, ড: হাছানেরা লেগে যাবে রিভজীর সাথে, তাতে বিএনপি রিজভীর কথা ঘুরিয়ে দেবে। মনে হচ্ছে, আওয়ামী লীগ ঠিক মত শোনেনি।

আওয়ামোো লীগ দেশে নতুন দল হতে দেবে না; তারা বিএনপি'কে এই অবস্হায় টিকিয়ে রাখবে, যাতে মানুষ ওদের নিয়ে ব্যস্ত থাকে।

১২| ২৩ শে মে, ২০১৮ সকাল ৮:২০

শামচুল হক বলেছেন: বিএনপি এবার নির্বাচনে না গেলে দল হারিয়ে যাবে।

২৩ শে মে, ২০১৮ দুপুর ১:২০

চাঁদগাজী বলেছেন:


বিএনপি বাক্স নিয়ে বসে আছে; কিন্তু কথা বলছে ইডিয়টের মত। রিজভী সাহেবের কর্মকান্ড দেখেন, এটা বদ্ধ-পাগল।

১৩| ২৩ শে মে, ২০১৮ সকাল ৮:২৩

সৈয়দ নূরুল ইসলাম বলেছেন:
লেখক বলেছেন, সুষ্ট নির্বাচন হলে আওয়ামী লীগ কত সীট পেতে পারে, বিএনপি কত সীট পেতে পারে?

যদি খুলনার সিটি নির্বাচনের মত সুস্ট নির্বাচন দ্র‍্য তাহলে আওয়ামীলীগের জয় নিশ্চিত, আর না হয় বিএনপি জিতবে। কারণ হিসেবে বলা যায়, বাঙালি খুবই করুণাময়ী, তারা বিএনপির কষ্ট মুছতে প্রতিবারের ন্যায় ত্যাগ স্বীকার করতে রাজী!!

২৩ শে মে, ২০১৮ দুপুর ১:২২

চাঁদগাজী বলেছেন:



আওয়ামী লীগ নিশ্চয় মাঠ বুঝতেছে; বিএনপি জিতে যাবার সন্ভাবনা থাকলে, ওরা বিএনপি ভোটারদের ভোট দিতে দিবে না।

১৪| ২৩ শে মে, ২০১৮ সকাল ৮:২৫

পবন সরকার বলেছেন: আওয়ামী লীগ যদি সুষ্টু নির্বাচন করে, ১৫০ সীটের বেশী পেয়ে আওয়ামী লীগ জয়ী হবে।
আপনি আমেরিকায় বসে কোন চশমা দিয়ে বাংলাদেশের চেহারা দেখতেছেন আমি বুঝতেছি না। চশমা পাল্টিয়ে জিরো পাওয়ারের গ্লাসে নিরপেক্ষভাবে তাকান তাহলে বাংলাদেশের আসল চেহারা দেখতে পারবেন।

২৩ শে মে, ২০১৮ দুপুর ১:২৩

চাঁদগাজী বলেছেন:



বিএনপি কত সীট পাবে?

১৫| ২৩ শে মে, ২০১৮ সকাল ৮:৩৪

তারেক_মাহমুদ বলেছেন: আওয়ামীলীগ মুখে যাই বলুক মনে প্রাণে চায় বিএনপি নির্বাচনে না আসুক বিএনপি নির্বাচনে আসলে আ:লীগকে কঠিন পরিস্থিতির মুখোমুখি পড়তে হতে পারে।আমার মনে হয় খালেদা ম্যাডাম ভিতরে থাকুক তার বাইরে থাকুক বিএনপি নির্বাচন করবেই।

২৩ শে মে, ২০১৮ দুপুর ১:২৪

চাঁদগাজী বলেছেন:




বিএনপি নির্বাচন করবে; কিন্তু রিজভী ও ফখরুল সাহেব ভুতের মত বকছে, এই পার্টিকে বন্ধ করে দেয়ার দরকার ছিলো।

১৬| ২৩ শে মে, ২০১৮ সকাল ৮:৪০

ঢাবিয়ান বলেছেন: যাক আপনাকে ধন্যবাদ স্বমুর্তি ধারন করার জন্য। আপনি মনে প্রানে একজন শেখ হাসিনার সেবক।আর দশটা সেবক যেভাবে মুক্তিযুদ্ধকে ব্যবহার করে ধান্দার আশায় , আপনি তাদেরই একজন।

২৩ শে মে, ২০১৮ দুপুর ১:২৭

চাঁদগাজী বলেছেন:



আমার এই পোষ্ট দেয়ার পর, সব ব্লগার আওয়ামী লীগকে ভোট দিয়ে দিয়েছে; আপনাদের আংগুল কাজ করছে, কি-বোর্ড চলছে, মাথা কাজ করছে না; আমি রিভজী সাহেবের বক্তব্যের ফলে, কি কি হতে পারে, সেটা অনুমান করছি, ব্যালেট সংগ্রহ করছি না।

১৭| ২৩ শে মে, ২০১৮ সকাল ৮:৫৮

সনেট কবি বলেছেন: খুব সুন্দর পোষ্ট। সহমত।

২৩ শে মে, ২০১৮ দুপুর ১:২৮

চাঁদগাজী বলেছেন:


রিজভী সাহেব শেখ হাসিনাকে সাহায্য করার জন্য বিএনপি করছে, মনে হয়; এগুলো বেকুব।

১৮| ২৩ শে মে, ২০১৮ সকাল ৯:১১

রাজীব নুর বলেছেন: ওস্তাদ রাজনীতি খুব নোংরা জিনিস।
যারা রাজনীতি করে তারা আরও বড় নোংরা।
কে কি বলে, কখন কি হয় বলা সম্ভব না।

২৩ শে মে, ২০১৮ দুপুর ১:৩১

চাঁদগাজী বলেছেন:


রাজনীতিবিদ শেখ সাহেব, রাজনীতিবিদ তাজুদ্দিন সাহেবকে মেরে জিয়া, বেগম জিয়া, এরশাদ রাজনীতিবিদ হয়েছেন, জাতিকে ২ টি পার্টি দিয়েছেন; এসব পার্টিতে জাতির সব গার্বেজ কিনেছিলেন জিয়া ও এরশাদ; সেজন্য রাজনীতির এই অবস্হা।

১৯| ২৩ শে মে, ২০১৮ সকাল ৯:২৬

সোহাগ তানভীর সাকিব বলেছেন: নির্বাচনে না গেলে ক্ষমতাসীনদের কিছুই আসবে যাবে না। তারা বিরোধী দল পাকাপোক্ত করেই নির্বাচনের মাঠে নামবে। গত নির্বাচনের মত বিনা প্রতিদন্দ্বিতায় যাতে প্রার্থী নির্বাচিত না হয় সে বিষয়ে খেয়াল রেখে নির্বাচন দিবে।

২৩ শে মে, ২০১৮ দুপুর ১:৩৪

চাঁদগাজী বলেছেন:


দেশে রাজনৈতিক দলের উদয় না হলে, আওয়ামী লীগকে থামানো যাবে না; বিএনপি রাজনীতি করে না, রিজভী যে ঘোষণা দিয়েছে, এটা একটা রাখাল ছেলেও বলবে না।

২০| ২৩ শে মে, ২০১৮ সকাল ৯:২৬

মোগল সম্রাট বলেছেন: বেগম জিয়া ছাড়া বিএনপি নির্বাচনে যাবেনা। তার মানে বিএনপি স্বীকার করলো তারা নির্বাচনে এবার যাবে খালেদাকে জেল থেকে ছাড়লে। আওমিলীগের মিশন সাকসেস (!)। অংশগ্রহন মূলক নির্বাচন!!!!!!!!

২৩ শে মে, ২০১৮ দুপুর ১:৩৭

চাঁদগাজী বলেছেন:


আওয়ামী লীগ বেগম জিয়াকে এমন সময়ে জামিন দিটে পারে যে, বিএনপি ম্যাডামের সংবর্ধনা নিয়ে ব্যস্ত থাকবে, আওয়ামী লীগ ভোট করবে।

আওয়ামী লীগ এমন অনস্হানে আছে, অংশমুলক, বংশমুলকের ধার ধারবে না। রিজভীর ঘোষণা বিএনপি'র তৃণমুলকে পুরোপুরি বিভ্রান্ত করছে; ওরা জানে না কি হবে।

২১| ২৩ শে মে, ২০১৮ সকাল ৯:৫১

জুনায়েদ বি রাহমান বলেছেন: সুষ্ঠু নির্বাচনে আওয়ামীলীগের জিতার সম্ভাবনা খুব কম। তার চাইতে বিএনপি নির্বাচনে না আসুক! আর নির্বাচন না হলে আরো ভালো।

২৩ শে মে, ২০১৮ দুপুর ১:৪০

চাঁদগাজী বলেছেন:



আওয়ামী লীগ অবস্হা বুঝে ব্যবস্হা নেবে; যেসব ভোটারের ভোটে বেগম জিয়া জয়ী হওয়ার সম্ভাবনা, তাদেরকে আওয়ামী লীগ অবসরে থাকতে দিবে, মনে হয়।

২২| ২৩ শে মে, ২০১৮ সকাল ১০:১৯

সেলিম আনোয়ার বলেছেন: আমরা এমন একটা দেশে বাস করি যে দেশে কেবল পেশি শক্তি আর র এর বদান্যতায় একটি দল নির্লজ্জের মত ক্ষমতা আঁকড়ে আছে। দেশের মানুষদের ভোটাধিকার বঞ্চিত করে অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা বিদ্যমান। তারপরও কিছু চাটুকার তাদের পক্ষে লিখছেন। জনতার অধিকারের বিরুদ্ধে। আমার ভোট দেয়ার ক্ষমতা যে সীমাবদ্ধ করে দিচ্ছে তার বিরুদ্ধে অবস্থান নেয়া স্বাভাবিক। আগে গণ অধিকার তারপর চুরির বিচার। বিচার কে করবে? বিচার করবে এই জনতা এর নাম স্বাধীনতা।

২৩ শে মে, ২০১৮ দুপুর ১:৪২

চাঁদগাজী বলেছেন:


ভোট করে কি শেখ সাহেবকে হত্যা করা হয়েছিলো? শেখ সাহেবের মেয়েই তো এখন ভোট করাচ্ছে।

স্বাধীনতার সময়ের মানুষ কোনদিন চাহেনি যে, কেহ শেখ সাহেবকে মেরে ফেলুক, তাজুদ্দিন সাহেবকে মেরে ফেলুক।

২৩| ২৩ শে মে, ২০১৮ সকাল ১০:২৮

ব্লু হোয়েল বলেছেন: গোপন ব্যালটে কিভাবে ভোট দিতে হয় তা এদেশের একজন পঁচিশ বছরের যুবকের কাছে অজানা ।

২৩ শে মে, ২০১৮ দুপুর ১:৪৪

চাঁদগাজী বলেছেন:


২৫ বছরের যুবকের বাবা ভুল যায়গায় ভোট দিয়ে আজকের অবস্হার সৃষ্টি করেছে। কেন্টনমেন্ট থেকে হওয়া পার্টিকে ভোট দিটে হলে কেন্টনমেনটে যেতে হবে।

২৪| ২৩ শে মে, ২০১৮ সকাল ১০:৫৪

টারজান০০০০৭ বলেছেন: কাহুর কি হইল ?

২৩ শে মে, ২০১৮ দুপুর ১:০৭

চাঁদগাজী বলেছেন:



আছি; আপনিই বলুন, কোন কোন দলের কোন রাজনীতিবিদ এই ধরণের ঘোষণা দিলে, ঐ দল কিভাবে রাজনীতি করবে?

২৫| ২৩ শে মে, ২০১৮ দুপুর ২:৫৬

ব্লগার_প্রান্ত বলেছেন: বেচারা বেগম জিয়া।

২৩ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৪

চাঁদগাজী বলেছেন:


জীবনে ১ম বার অবসর নেয়ার সময় পেলো।

২৬| ২৩ শে মে, ২০১৮ দুপুর ২:৫৭

শাহাদাত নিরব বলেছেন: আপনার কথাই ঠিক নমিনেশন দাখিলের তারিখ শেষ করে বেগম জিয়া কে মুক্তি দিবে এতে করে বি এন পির চাহিদারও মুল্য দেওয়া হলো বেগম জিয়া কে নির্বাচনের বাইরেও রাখা হলো ।
সাপও মরলো লাঠিও ভাংলো না কিন্তু একই লাঠি দিয়ে আর কত সাপ মারবে ? লাঠিও তো দিন দিন নরম হয়ে আসছে।
আগে দেখতাম মির্জা ফখরুল বা রিজবী সাহেব কিছু বললেই সাথে সাথে পাল্টা পতিক্রিয়া ব্যাক্ত করতো কাদের(পাটাকেষ্ট),ইনু (গনক) এন্ড হানিফ সাহেব বেশ কিছুদিন ধরে তাদের আর আগের মত দেখা যাচ্ছে না তার মানে কি লাঠি টা নরম হয়ে আসছে? যাই হোক অত ভালো রাজনীতি বুঝিনা তাই লম্বা বিশ্লেষণও করতে পারবো না।

আওয়ামী লীগ যদি সুষ্টু নির্বাচন করে, ১৫০ সীটের বেশী পেয়ে আওয়ামী লীগ জয়ী হবে।

আমি এই লাইনে কোনো প্রকার যুক্তি খুঁজে পাচ্ছি না যদি এমনি হয় তাহলে বি এন পি বার বার শুধু এই চ্যালেঞ্জ টাই করে যাচ্ছে সুষ্ঠ নির্বাচন হলে তারা সরকার গঠন করবে আমার মতে একবার দিয়েই দেখুক ।
তারপরে তো আর কোনো চ্যালেঞ্জ দিতে পারবে না
তখন আর ক্রস ফায়ার,গুম,জেল জুলুম কিছুই করে প্রতিরোধ করা লাগবে না এমনিতেই দমিয়ে যাবে।

২৩ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৩

চাঁদগাজী বলেছেন:


যারা শেখ সাহেবকে মেরে, উনার কবরের উপর পার্টি বানায়েছে, তাদেরকে কি কারণে ক্ষমতায় আসতে দেবে শেখ হাসিনা, মরার জন্য?

২৭| ২৩ শে মে, ২০১৮ বিকাল ৪:২৪

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:


রাজনীতিবিদ শেখ সাহেব, রাজনীতিবিদ তাজুদ্দিন সাহেবকে মেরে জিয়া, বেগম জিয়া, এরশাদ রাজনীতিবিদ হয়েছেন, জাতিকে ২ টি পার্টি দিয়েছেন; এসব পার্টিতে জাতির সব গার্বেজ কিনেছিলেন জিয়া ও এরশাদ; সেজন্য রাজনীতির এই অবস্হা।


ধন্যবাদ।

২৩ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:০১

চাঁদগাজী বলেছেন:


২ বুটওয়ালা লাথি মেরে মেরে ভোট নিয়েছে, এক স্নো-পাউডার ১৪ গোষ্টীকে নিয়ে ডাকাতী করেছে, তারা আজকে গনতন্ত্রের জনক।

২৮| ২৩ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:১২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তাহলে আপনি বিশ্বাস করেন শেখ হাসিনার প্রশাসন সুষ্ঠু নির্বাচন আয়োজন করবে। আর্মি না থাকলেও প্রতি আসনে আওয়ামী লীগের মন্ত্রী এম পি রা কোন প্রভাব খাটাতে পারবে না। আর এভাবেই সুষ্ঠু নির্বাচনে আওয়াামীলীগ ১৫০ আসনের বেশী আসন জিতবে! একই প্রক্রিয়া যদি আওয়ামী লীগ বিশ্বাস না করে তাহলে কেন বিএনপি'র কাছ থেকে তারা তা প্রত্যাশা করে? আওয়ামী লীগ কি বি এন পি'র আন্ডারে নির্বাচনে যাবে ভবিষ্যতে কখনো? সে নিশ্চয়তা দিয়েছে কখনো?

২৩ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫১

চাঁদগাজী বলেছেন:


আওয়ামী লীগ বিএনপি'র অধীনে জয়ী হতে পারবে না; এজন্য, এখনি বিএনপি ও জাপা'কে বিলুপ্ত করাই ছিল সঠিক পদক্ষেপ, এই ২টি দল বেআইনীভাবে গঠন করেছে মিলিটারী।

২৯| ২৩ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:১৬

নূর আলম হিরণ বলেছেন: বিএনপি নির্বাচনে না আসলে ক্ষতির কিছু দেখছি না।

২৩ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫

চাঁদগাজী বলেছেন:



ক্ষতি আছে, জাতির একাংশ বিক্ষুদ্ধ থাকবে। বিএনপি ও জাপা বন্ধ করে দিলে, মানুষ নতুন দল করতে পারতো।

৩০| ২৩ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:১৪

উম্মু আবদুল্লাহ বলেছেন: "যারা শেখ সাহেবকে মেরে, উনার কবরের উপর পার্টি বানায়েছে, তাদেরকে কি কারণে ক্ষমতায় আসতে দেবে শেখ হাসিনা, মরার জন্য? "

আপনি ঠিকই বলেছেন। হাসিনা ক্ষমতায় থাকতে কখনও বিন্দুমাত্র মানসম্পন্ন কিংবা বিশ্বাসযোগ্য নির্বাচন সম্ভব নয়। তাই নির্বাচন হল কি না হল তার কোন মানে নেই। আপনিও এসব ফালতু বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা ভাবনা বাদ দিন। আপনার অনেক পোস্টই নির্বাচন নিয়ে। হাসিনাকে ক্ষমতায় রেখে নির্বাচন একেবারেই অর্থহীন। বরং নির্বাচন না হলে সেই অর্থ দিয়ে মানুষজনকে সহায়তা করা যায়।

রিজভী বেকুবের মত প্রলাপ বকেন। সব জেনেশুনে তিনি বলতে চাইছেন খালেদার মুক্তি হলে আমরা নির্বাচনে যাব। কি হাস্যকর।

তবে একটি বিষয় সত্য। বিএনপি যাওয়া বা না যাওয়ার উপরে নির্বাচনের বিশ্বাসযোগ্যতা কিংবা গ্রহনযোগ্যতা নির্ভর করবে না। নির্বাচনের গ্রহনযোগ্যতা নির্ভর করবে নির্বাচনের সুষ্ঠুতার উপরে। ৮৬ এর নির্বাচনে আওয়ামী লীগ অংশ গ্রহন করেছিল, তাতে নির্বাচন গ্রহনযোগ্য হয় নি। আর যতদিন নির্বাচন প্রশ্নবোধক হয়ে থাকবে ততদিন এটা বিএনপির জন্য নির্বাচন বর্জনের বৈধ কারন হয়ে থাকবে। ততদিন বিএনপির কোন ক্ষতি হবে না।

২৩ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা নিজের সুবিধার জন্য বিএনপি'কে রেখেছে, বিএনপি থাকায় নতুন দল হতে পারছে না; লজিক্যালী কোন জেনারেলের তৈরি দল রাখা ঠিক হচ্ছে না।

বিএনপি ও জাপা বিলুপ্ত করাই শেখ হাসিনার আসল পদক্ষেপ হওয়া উচিত।

৩১| ২৩ শে মে, ২০১৮ রাত ৮:১১

জোকস বলেছেন: বিএনপি বলে আমাদের পাশে ১৬ কোটি লোক আছে!
আওয়ামী লীগ বলে আমাদের পাশে ১৬ কোটি লোক আছে!
বাংলাদেশে কত কোটি লোক ?

২৩ শে মে, ২০১৮ রাত ৯:০৪

চাঁদগাজী বলেছেন:


দেশে লোক সংখ্যা ১৭ কোটী; ভোটার ১১ কোটী; ভোটারদের মাঝে ৭/৮ কোটী লোকের ভাবনাশক্তি খুবই নীচু মানের, এদের ভোট জাতির ক্ষতি করে।

৩২| ২৩ শে মে, ২০১৮ রাত ৮:১২

শহীদ আম্মার বলেছেন: বিএনপি ও জাপা ক্যান্টনমেন্টে তৈরী বিধায় এসব নিষিদ্ধ করা উচিত
ঠিক আছে মানলাম
তো
আওয়ামী লীগের জন্ম তো পাকিস্তানে?
তাহলে
তাকে ফাঁসি দিয়ে দেওয়া উচিত?

২৩ শে মে, ২০১৮ রাত ৯:০৭

চাঁদগাজী বলেছেন:

আওয়ামী লীগ সঠিক রাজনীতি করছে না, কিন্তু ইহা বড় বড় বাংগালী রাজনীতিবিদদের দল ছিলো।

আপনার মগজ ছোট; উহা পাকিস্তান আমলে গঠন করা হয়েছে, রাজনীতিবিদদের দ্বারা, মিলিটারী দ্বারা নয়; আপনাদের মত আগাছা জাতিকে পেছনে টানছে।

৩৩| ২৩ শে মে, ২০১৮ রাত ৮:২২

ভীতু সিংহ বলেছেন: আঃ লীগ, বিএনপি বুঝি না। শুধু চাই এই দুই দলের হাত থেকে আমরা আম জনতা যেন মুক্তি পাই।

২৩ শে মে, ২০১৮ রাত ৯:০৯

চাঁদগাজী বলেছেন:


সেটার জন্য সাধরণ মানুষের ৩য় দল দরকার। আওয়ামী লীগ স জে তা হতে দেবে না; তাই, শুরুতে আওয়ামী লীগের সাথে সুসম্পর্ক রেখে উহাকে গড়তে হবে।

৩৪| ২৩ শে মে, ২০১৮ রাত ৮:৩০

ঠাকুরমাহমুদ বলেছেন: আওয়ামী লীগ এককভাবে এমনিতে বেশি ভোট ও সিট পাবে, সমস্যা হচ্ছে চাটুকার’রা আওয়ামী লীগকে ঘোলা করছে অযথা মরা গরু জেলে রেখে - খালেদা জিয়াকে ছেড়ে দেওয়া হোক - জনগণ যা করছে এটা খালেদা জিয়ার জনপ্রিয়তা না এটা তার প্রতি করুনা, বি এন পি তে এমন কেউ নেই যারা সুষ্টু ভোটে জয়ী হওয়ার অবদান রাখে তারপর ও ধরে রাখছি বি এন পি জামাত সিট পাবে তাবে প্রশ্নবিদ্ধ হচ্ছে বি এন পি কি জামাত বেয়াই বেয়াইন সম্পর্ক কি ইহোকালে শেষ করবে না ???

বাংলাদেশে জামাত-ই-ইসলাম আস্ত একটা ধর্ম ব্যাবহার করে রাজনীতি করবে বাংলাদেশ সংবিধান ও সর্বোচ্চ কোর্ট কি বলে ? সংবিধান ও আইন কি এখানে এতোটাই দুর্বল ?

২৩ শে মে, ২০১৮ রাত ৯:০২

চাঁদগাজী বলেছেন:



স্বাধীনতা যুদ্ধে গণহত্যা চালানোর পর, পাকী বাহিনীতে মিলিয়া হিসেবে যুদ্ধ করার পর, সেই দল থাকার কথা ছিলো না; জিয়া তাদের এনেছিল, সাময়িকভাবে আওয়ামী লীগকে থামাতে, মুক্তিযোদ্ধাদের থামাতে।

৩৫| ২৩ শে মে, ২০১৮ রাত ৯:২৪

শহীদ আম্মার বলেছেন: রাজনীতিবীদ দ্বারা গঠিত আওয়ামীলীগ কি আইয়ুব-ইয়াহিয়া-জিয়া-এরশাদ এদের চাইতে ভিন্ন কিছু দিয়েছে বা দিচ্ছে?
আপনার মতের সাথে না মিললেই তার মগজ ছোট!
তো আপনার এত মগজ থাকলে(?) শেখ সাহবে , তাজ উদ্দীনরা (আপনার ভাষায় বেকুব) যখন আপনাদের উপর ছড়ি ঘুরাচ্ছিল তখন আপনারা এত মগজ কোথায় বর্গা দিয়ে এসেছিলেন?

২৩ শে মে, ২০১৮ রাত ১০:১২

চাঁদগাজী বলেছেন:



শেখ সাহেবের দল ছিলো, তাজুদ্দিন সাহেবের দল ছিলো, সেই সময়ে আমি ছিলাম ছাত্র, একই সাথে ছাত্র রাজনীতি বিরোধী।

মওলানা ভাসানী মুলত আওয়ামী লীগ গঠন সকরেছিলেন, সাথে নিয়েছিলেন ততকালীন রাজনীতিবিদদের।
আইয়ুব খান, জিয়া, এরশাদ রাইফেল দিয়ে নির্বাচিত সরকারগুলো থেকে ক্ষমতা কেড়ে নিয়েছিলো; এগুলো অপরাধ।

৩৬| ২৩ শে মে, ২০১৮ রাত ১০:৩৩

শহীদ আম্মার বলেছেন: এরশাদ কোন নির্বাচিত সরকার থেকে ক্ষমতা কেড়ে নিয়েছিলো?

২৩ শে মে, ২০১৮ রাত ১০:৪২

চাঁদগাজী বলেছেন:



প্রেসিডেন্ট বিচারপতি সাত্তার থেকে।

৩৭| ২৩ শে মে, ২০১৮ রাত ১১:১৮

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: সুষ্ঠ্য নির্বাচন দেয়ার মানে যদি হয় যারা এই দেশটার অস্তিত্বকেই মানতে চায়না, তাদেরকে ভোট দিতে দেয়া, সেই সুষ্ঠ্য ভোটের প্রয়োজনই দেখিনা........ ওরা ভোটকেন্দ্রে না গেলেই বরং দেশের জন্য ভালো। তবে এখানে আওয়ামীলিগের সমান্তরালে বিএনপি ও জাপার বাইরে নতুন একটা দলের খুব প্রয়োজন দেখি।

আওয়ামীলীগ ডানে সরতে সরতে বর্তমানে আওয়ামী মুসলিমলীগ হয়ে বিএনপির জায়গা নিয়েছে, তাই বিএনপির প্রয়োজন ফুরিয়েছে। আর জাপা এরশাদের মৃত্যুর সাথে সাথেই শেষ হয়ে যাবে। অার অাওয়ামীলীগের ছেড়ে আসা জায়গায় নতুন দল আশা করছি। একমাত্র নতুন প্রজন্মই এই জায়গা নেয়ার যোগ্যতা রাখে। যতদিন নতুনরা দল না করতে পারবে, ততদিন আওয়ামীলীগকেই চালিয়ে নিতে হবে। এটাই বাস্তবতা।

২৪ শে মে, ২০১৮ রাত ১২:৪৫

চাঁদগাজী বলেছেন:


মিলিটারীর দলের জন্য কোন ধরণের ভোটের দরকার নেই। আওয়ামী লীগই জিয়ার স্বপ্নকে বাষ্তবায়ন করছে।

৩৮| ২৩ শে মে, ২০১৮ রাত ১১:৫৫

হাসান কালবৈশাখী বলেছেন:
কিছু মানুষ - সুষ্ঠ নির্বাচন .. সুষ্ঠ নির্বাচন বলে গলা শুখিয়ে ফেলছে -

সুষ্ঠ নির্বাচন সেটা আবার কি জিনিষ?
২০০৮ এ একটা নির্বাচন হয়েছিল, এর চেয়ে ফেয়ার ইলেকশান আগেও হয়নি, আপনার জিবদ্দসায় আর এরুপ নির্বাচন দেখে যেতে পারবেন না। সেই নির্বাচনে বিম্পি-জামাটের ভরাডুবি সবাই দেখেছে।

বর্তমানে বিম্পি-জামাট নতুন কৌশল দেখলাম মেয়র নির্বাচনে ।
খোলামোড়া বস্তির প্রতিটি বাসায় বাসায় গিয়ে ইসলামের নামে মটিভেশান - মাথায় কোরান শরিফ, এক হাত সন্তানের মাথায়। আল্লারকসম বলে আল্লার রাস্তায় ভোট দিব,শপথ! এরপর ২টি হাজারি নোট ধরিয়ে দেয়া।

কাগজে-কলমে কিন্তু এসব ভোট ১০০% সুষ্ঠ! কিন্তু.....


২০০৪এ একজন কে মারার জন্য গ্রেনেড হামলায় ২৬ জনকে খতম।
এরপরও এদের সমর্থক কমেনি বরং উল্টোটা। কেউ একটুকুও অনুতপ্ত নয়।
২০১৩-১৪ তে আন্দোলনের নামে যেভাবে পিপড়ার মত মানুষ পুড়িয়ে মেরেছে, অন্য কোন দেশ হলে এরা আর জীবনেও
এদের রাজনীতি করার অধিকার থাকতো না।

সুষ্ঠ নির্বাচন চাইলে স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধী ও তাদের দোশরদের বাদ দিয়ে নির্বাচন করতে হবে।
পৃথিবীর কোন দেশেই দেশবিরোধীদের ভোটাধিকার থাকেনা।

২৪ শে মে, ২০১৮ রাত ১২:৪৭

চাঁদগাজী বলেছেন:


বেআইনীভাবে গঠিত হয়েছে বিএনপি ও জাপা, এদের বিলুপ্তির দরকার, তাদের ভোটাধিকার নাই।

৩৯| ২৫ শে মে, ২০১৮ ভোর ৪:১০

আল ইফরান বলেছেন: আগেই পড়েছিলাম কিন্তু মন্তব্য করতে একটু দেরি হয়ে গেলো।
ক্ষমতার বাইরে দীর্ঘদিন থাকলে মানুষজন এইভাবেই প্রলাপ বকে (আর ক্ষমতায় থাকলে ক্ষমতার জোরে প্রলাপ বকে)।


চাঁদগাজী বলেছেন ".... জিয়া হত্যা দরকারী কাজ ছিলো। ২ জন মুক্তিযোদ্ধা জেনারেল , ২০ জন মুক্তিযো্দ্ধা অফিসার মারা গেছে জিয়ার কারণে; ৩০০ শত মুক্তিযোদ্ধাকে জিয়া নিজে ফাঁষি দিয়েছিল।"

স্টেইট ভার্সাস ডসো মামলাতে জাস্টিস মুনির সিভিল এডমিনিস্ট্রেশনের বিরুদ্ধে ইস্কান্দার মির্জার মিলিটারি ক্যু'কে জাস্টিফাই করেছিলেন আপনার বিবৃত এই 'দরকারি কাজ' (হ্যান্স কেলসেনের ডকট্রিন অব নেসেসিটি/ রেভ্যুলুশনারি নেসেসিটি) তত্ত্বের মাধ্যমে। তাহলে আমরা কি এইটা ধরে নিব যে শেখ মুজিবকে হত্যা করাটাও ঠিক এই ধরনের একটা 'দরকারি কাজ' (স্টেইট নেসেসিটি) ছিলো কারন তার হাতেও ৩০ হাজার জাসদ কর্মীর রক্ত লেগে ছিলো আর দেশ পরিচালনায় উনি অদক্ষতা ও ব্যর্থতার পরিচয় দিয়েছিলেন ? ? ?

২৫ শে মে, ২০১৮ ভোর ৬:০৭

চাঁদগাজী বলেছেন:



শেখ মুজিবের বেলায়, সেটা জনতা ঠিক করার কথা ছিলো।

মিলিটারীর বেলায়, মিলিটারী ব্যতিত সিভিলিয়ানদের হাত ছিলো না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.