নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

আমাদের দরকার চাকুরী সৃষ্টির বাজেট, শিক্ষা বিস্তারের বাজেট, মুহিত ম্যাঁওপ্যাঁও

০৮ ই জুন, ২০১৮ বিকাল ৫:৩৭



মুহিত কি বলেছেন, উনার ৪ লাখ ৬৮ হাজার কোটী টাকার বাজেটে কি পরিমাণ নতুন চাকুরীর সৃষ্টি হবে? বলেননি। মুহিত চাকুরী সৃষ্টি করতে জানেন না, ষ্টক-মার্কেট বুঝেন না, ব্যাংকিং খাতে আয় করার ফর্মুলা জানেন না, চোর ডাকাতদের ব্যাংকের মালিকানা দিয়েছেন; উনি তা'হলে কিসে দক্ষ? উনি আসলেই ম্যাঁওপ্যাঁও; ঘরের চাকর ছেলে পরিবারের বাজারের দায়িত্ব পেলে যা ঘটে, মুহিত তাই করছেন।

মুহিত সাহেব আসলে বড় ধরণের মিথ্যুকও, উনি জানেন যে, ৪ লাখ ৬৮ হাজার কোটী টাকা কখনো যোগাড় করা সম্ভব নয়, এত টাকা খরচ করাও সম্ভব নয়; ফলে তিনি সব সময় "বড় বাজেট" দিয়ে মিথ্যার চাষ করে আসছেন; আসলে, লোকটা আমাদের জাতীয় মিথাবাদী। ধরুন আপনি বেশ বড় মাপের ফাইন্যানসিয়াল গুরু, আপনার পক্ষে, ১ বছরের ভেতর ১ লাখ ৮০ হাজার কোটী টাকার নতুন প্রকল্প চালু করা সম্ভব? আপনার কি পরিমাণ দক্ষ লোকবল দরকার! সেক্রেটাররিয়েটের এইসব ঘোড়াগাধারা এত টাকার প্রকল্প ডিজাইন করতে পারবে?

আপনি যদি না পারেন, আপনি কি মনে করেন লোটাস কামাল তা পারবেন? উহা সামান্য একাউন্টটেন্ট, আজীবন ক্রিকেট ম্রিকেট নিয়ে ম্যাঁওপ্যাঁও করছেন; শেখ হাসিনা এসব অপদার্থকে জাতির স্নায়ুকেন্দ্রে বসায়ে দেন; কারণ, উনিো জানেন না কোন মিনিষ্ট্রিতে কি ধরণের দায়িত্ব। লোটাস কামাল মনে করেছে পরিকল্পনা করাটা এক ধরণের ক্রিকেট খেলা; দুনিয়ার যত ম্যাঁওপ্যাঁও!

মুহিত কি জানেন এই বছর কি পরিমাণ নতুন গ্রাজুয়েট বের হবে, কি পরিমাণ বেকার গ্রাজুয়েট চাকুরীর বাজারে আগের থেকেই আছে? আমি বিশ্বাস করি না, এসব ভাবনা উনার মাথায় কখনো ছিলো, কিংবা আছে!

উনি কি নাহিদকে বলতে পারবেন যে, আগামী ১০ বছরে দেশে কি ধরণের স্পেশালিষ্ট দরকার, দেশ কি ধরণের শিল্পায়নে যাবে, কি ধরণের টেকনোলোজী ব্যবহৃত হবে, কোন ধরণের পড়ালেখায় টাকা বিনিয়োগ করতে হবে? উনার ডামী মগজে এসব কখনো আসেনি, এখন আর এগুলোর সময় নেই।

মন্তব্য ৭৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৭৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুন, ২০১৮ বিকাল ৫:৪০

বিজন রয় বলেছেন: তারপর?

০৮ ই জুন, ২০১৮ বিকাল ৫:৪৬

চাঁদগাজী বলেছেন:


তারপর? তারপর ট্রলারে মালয়েশিয়া, কিংবা নৌকায় ভুমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ পৌঁছা, অথবা মাছের পেটে!

২| ০৮ ই জুন, ২০১৮ বিকাল ৫:৪১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: উনি ৫ বছরের মধ্যে ১ কোটি করদাতা বানাবেন বলেছেন...

০৮ ই জুন, ২০১৮ বিকাল ৫:৪৬

চাঁদগাজী বলেছেন:


এই লোককে খালি গায়ে ঢাকা শহরে হাঁটানো উচিত

৩| ০৮ ই জুন, ২০১৮ বিকাল ৫:৪৯

লর্ড অফ দ্য ফ্লাইস বলেছেন: দশ বছরে মাল সাহেবের সাফল্য অফিসের পিয়নদের ট্যাক্সের আওতায় আনা।

০৮ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:০৮

চাঁদগাজী বলেছেন:


সাইফুর রহমান, মুহিতেরা জাতির শত্রু ব্যতিত কিছুই নয়।

৪| ০৮ ই জুন, ২০১৮ বিকাল ৫:৫২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আজকের কচুকাটা লেখাটা দারুন লেগেছে..;)

@"মুহিত সাহেব আসলে বড় ধরণের মিথ্যুকও, উনি জানেন যে, ৪ লাখ ৬৮ হাজার কোটী টাকা কখনো যোগাড় করা সম্ভব নয়, এত টাকা খরচ করাও সম্ভব নয়"
--- কথা সত্য!
প্রতিবছর হাজার হাজার কোটি টাকার বাজেটই হয়! কাজের কাজে ০০০০০০X(

মুহিত একটা গিনিপিপ, ডোডো, ছাদে মাল না থাকা পাবলিকX(

০৮ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:০৯

চাঁদগাজী বলেছেন:


এই লোক জাতীয় মিথ্যাবাদী ও লিলিপুটিয়ান

৫| ০৮ ই জুন, ২০১৮ বিকাল ৫:৫৩

সনেট কবি বলেছেন: এসব অপদার্থের কারণে আমরা পিছিয়ে পড়ছি।

০৮ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১১

চাঁদগাজী বলেছেন:



এদের কারণে, মানুষ নতুন বউ ঘরে রেখে বলদের পায়খানা রেমিটেন্স আয় করার জন্য দ: আফ্রিকা গেছে, সিরিয়া ও ইরাকে গেছে

৬| ০৮ ই জুন, ২০১৮ বিকাল ৫:৫৯

শাহিন-৯৯ বলেছেন: ২০-২৫% কম করে ধরেন বাজেট খানা, বছর শেষে এটা ঐ অবস্থায় দাঁড়াবে। গত অর্থ বছরে মনে হয় ২১% মত কমিয়ে করতে হয়েছে। ইয়াবা প্রজন্মের সামনে শুধু একদিন ৪-৫ লক্ষ সংখ্যাটা দেখিয়ে ভবিষ্যতে হাতে মুলা ধরাচ্ছে হাসিনা গং।

০৮ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১২

চাঁদগাজী বলেছেন:


বাজেটের ৬০% টাকাও যোগাড় হবে না; সেই টাকারও ৬০% খরচ করতে পারবে না।

৭| ০৮ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:০১

সিগন্যাস বলেছেন: অথচ জনগণ ভাবছে তারা শান্তিতে আছে।যেমন জনগণ তেমন সরকার।

০৮ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১৪

চাঁদগাজী বলেছেন:


শান্তিতে আছে ওয়ায়দুল কাদের, মুহিত, তোফায়েল, বসুন্ধরা, আলম ব্রাদার্স ও বেক্সিমকো; বাকীদের লাল-নীল সুতা বের হচ্ছে।

৮| ০৮ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:০১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Rubish! Rubish!!

০৮ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১৪

চাঁদগাজী বলেছেন:



আসলে উনার মাথায় আছে আবর্জনা

৯| ০৮ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:০৯

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সব ম্যাওপ্যাও।

০৮ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১৬

চাঁদগাজী বলেছেন:


উনি, লোটাস কামাল, ও নাহিদ গুরুত্বপুর্ণ যায়গা দখল করে, ম্যাঁওপ্যাঁও করছেন, জাতির টাকা ও সময় নষ্ট করছেন।

১০| ০৮ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আমি একজনকেও খুঁজে পেলাম না যে, মাল সাহেবের(!) বাজেটে খুশি!! X(X(

০৮ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১৯

চাঁদগাজী বলেছেন:


উনার জ্ঞান প্রশ্নফাঁস জেনারেশন থেকেও কম; উনি পান্ডা ব্যুরোক্রেট ছিলেন

১১| ০৮ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:২০

সিগন্যাস বলেছেন: ইথিওপিয়া কি বাংলাদেশ থেকে উন্নত?

০৮ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:২৬

চাঁদগাজী বলেছেন:



না, ইথিওপিয়া বাংলাদেশ থেকে উন্নত নয়, এবং ওখানে প্রতি বর্গ কিলোমিটারে বাংলাদেশের ১০ ভাগের ১ ভাগ লোক বসবাস করে; ঐগুলো আমাদের থেকেও ইডিয়ট

১২| ০৮ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:২০

জহিরুল ইসলাম সেতু বলেছেন: কি বুঝে শেখ হাসিনা এসব মেয়াদ উত্তীর্ণ ম্যাওপ্যাও পোষেন, তা তিনিই জানেন। আমার বোকা মাথায় আসে না। তবে সব দিয়ে ভাল একটি বায়োগ্যাস কারখানা বানালে গ্যাসের কিছুটা চাহিদা মিট তো।

০৮ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:২৭

চাঁদগাজী বলেছেন:


এটা উনার ম্যানেজমেন্ট পলিসি, উনার নিজের চেয়ে কমবুদ্ধিমানদের উনি পদে রাখেন। উনি যখন বুঝেছেন যে, ওবায়দুল কাদের কম বুঝেন, তখন সেক্রেটারী বানায়েছেন।

১৩| ০৮ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:২৪

বিজন রয় বলেছেন: হা হা হা ....... তারপর আর শেষ নাই।

আজ ইফতার কি দিয়ে করবেন, যদিও আপনার এখনো অনেক দেরি?

০৮ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:২৯

চাঁদগাজী বলেছেন:



সোজা রেসিপি, এক কাপ চা সাথে সামান্য পেষ্ট্রি, পরে রাতের খাবার।

১৪| ০৮ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬

আবু ছােলহ বলেছেন:


ধন্যবাদ।

এই পোস্টটি স্পেশালি ভাল লাগলো। ইফতারির পূর্ব মুহূর্তে বিশেষ হাসির খোরাক যোগালো এই পোস্টের মন্তব্য এবং প্রতিমন্তব্যগুলোতে উঠে আসা অসাধারন কিছু শব্দ। যেমন- গিনিপিপ, ডোডো, লিলিপুটিয়ান, ম্যাঁওপ্যাঁও, ইডিয়ট, Rubish! Rubish!!

০৮ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮

চাঁদগাজী বলেছেন:


এই শব্দগুলো মুহিত সাহেবের জন্য উপাধি

১৫| ০৮ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:২৭

বিষাদ সময় বলেছেন: এ লোকটা পুরাই ব্যর্থ। দশ বছর আগে যখন বাজেট দেয় তখনই সবাই বলেছিল এ লোক দেশের অর্থনীতি ডোবাবে। কিন্তু দশ বছরেেও এ লোক সে কাজটা করতে ব্যর্থ হলো।

০৮ ই জুন, ২০১৮ রাত ৮:০৬

চাঁদগাজী বলেছেন:


এই ডোডোকে জাতির স্নায়ুতে বসানোর জন্য শেখ হাসিনার শাস্তি হওয়া উচিত; এবং মুহিতকে দেশ থেকে বের করে দেয়া উচিত।

১৬| ০৮ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬

আহমেদ জী এস বলেছেন: চাঁদগাজী ,



প্রতিবছর লক্ষ লক্ষ ছেলেমেয়ে, দেশের দরিদ্র অসহায় লোকদের সন্তানেরা বাবা'মায়ের মুখে হাসি ফোটাবে বলে জমি-জায়গা-গরু-ছাগল বিক্রি করে একটা সার্টিফিকেট জোগার করেও বেকার বসে থাকে । সে বেকারদের কর্মসংস্থানের কোনও টেকসই বন্দোবস্ত না করেই হাযার হাযার কোটি টাকার বাজেট পাশ হয় । আর আহাম্মক কিছু লোক তাতে আনন্দে বগল বাজায় । বাকী সব আমজনতা টেরও পায়না পেছন দিয়ে তেল তেলে কি ঢুকছে ।
সাহসী উচ্চারণ করেছেন ---
মুহিত কি জানেন এই বছর কি পরিমাণ নতুন গ্রাজুয়েট বের হবে, কি পরিমাণ বেকার গ্রাজুয়েট চাকুরীর বাজারে আগের থেকেই আছে? আমি বিশ্বাস করি না, এসব ভাবনা উনার মাথায় কখনো ছিলো, কিংবা আছে!
উনি কি নাহিদকে বলতে পারবেন যে, আগামী ১০ বছরে দেশে কি ধরণের স্পেশালিষ্ট দরকার, দেশ কি ধরণের শিল্পায়নে যাবে, কি ধরণের টেকনোলোজী ব্যবহৃত হবে, কোন ধরণের পড়ালেখায় টাকা বিনিয়োগ করতে হবে? উনার ডামী মগজে এসব কখনো আসেনি, এখন আর এগুলোর সময় নেই।


০৮ ই জুন, ২০১৮ রাত ৮:১২

চাঁদগাজী বলেছেন:


মুহিত ও সাইফুর রহমান জাতির যেই ক্ষতি করেছেন, এটা অপুরনীয়; সাইফুর রহামনের সময় থেকে আজ অবধি কয়েক কোটী মানুষ শিক্ষার সুযোগ পায়নি, জীবনে একটা ভালো চাকুরী পায়নি; জীবনে সঠিক চাকুরী না পাওয়াতে লাখ লাখ ছেলে তাদের পরিচিত ভালোবাসার মেয়েকে বিয়ে করতে পারেনি।

মুহিত, নাহিদ ও লোটাস কামাল জাতির ভয়ংকর ক্ষতি করছেন আজকে, আগামীকালও ক্ষতি করবেন; বাংলাদেশে এসব লিলিপুটিয়ানরা কিভাবে ক্ষমতায় চলে যায়; এদেরকে দেশ থেকে বের করে দিতে পারলে, জাতির জন্য ভালো হতো।

১৭| ০৮ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭

জাহিদ অনিক বলেছেন:
আমাকে যদি ২০ হাজার টাকা দিয়ে বলা হয় আগে একটা প্লান বানাও কি কি কাজে এই টাকা খরচ করবে তারপর খরচ কর প্লা অনুযায়ী; আমি পারব না। গুলিয়ে ফেলব।

হাজার হাজার কোটি টাকার হিসেব !! মাথা ঘুরায় আমার।

০৮ ই জুন, ২০১৮ রাত ৮:০৪

চাঁদগাজী বলেছেন:


আপনার এই অবস্হা হলে, ভাবুন বেগম জিয়ার কি অবস্হা!
বেগম জিয়াকে বললে, ৫ মিনিটে যদি ৫৫ বিলিয়ন ২৫০ মিলিয়ন ডলারকে সংখ্যায় লিখতে পারলে, আপনাকে জামিন দেয়া হবে, উনি ফেইল করবেন।

১৮| ০৮ ই জুন, ২০১৮ রাত ৯:১৩

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:


অর্থমন্ত্রী বলেছেন, ‘‘যারা নির্বোধ ও যাদের দেশপ্রেম নেই, তারাই এই বাজেটের সমালোচনা করে।’’
যদি নির্বোধ হতে না চান এবং নিজেকে দেশপ্রেমিক হিসাবে দেখতে চান তা হলে বাজেট সমালোচনা থেকে বিরত থাকেন।

আপনি বাজেট বাস্তবায়নের সক্ষমতা নিয়ে প্রশ্ন করেছেন। আপনার প্রশ্ন হয়তো অর্থমন্ত্রী শুনতে পেয়েছেন। তিনি এ ব্যাপারে আপনারা সাথে একমত হয়ে স্বীকার করেছেন যে বাজেটের বাস্তবায়ন একটা বড় বিষয়। অৰ্থাৎ তিনি স্বীকার করেছেন এই বাজেট বাস্তবায়ন করা সম্ভব না।

০৮ ই জুন, ২০১৮ রাত ৯:৩৮

চাঁদগাজী বলেছেন:



সাইফুর রহমান ও মুহিত বাজেট বর্ষশেষে কোনদিন 'বাস্তবায়ন রিপোর্ট' দেয়নি; এরা লিলিপুটিয়ান। এরা ৬০% কোনভাবেই বাস্তবায়ন করতে পারবে না; সেক্রেটারিয়েটে ওদের মতো ডোডোরা কাজ করে।

১৯| ০৮ ই জুন, ২০১৮ রাত ৯:৩৭

আলআমিন১২৩ বলেছেন: বাজেটের মিশন ও ভিশন পার্টি ও ইলেকশন oriented. And this is quite natural for a country like Bangladesh.

০৮ ই জুন, ২০১৮ রাত ৯:৪০

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশের শিক্ষিতদের দায়িত্ব ,এই ব্যাপারে প্রাইম মিনিষ্টার ও প্রেসিডেন্টের সাথে দেখা করে, বাজেটের মৌলিক ভাবনাগুলোর রদবদল করা।

২০| ০৮ ই জুন, ২০১৮ রাত ১০:৩০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: বয়সের ভারে আবুল মালের কমন সেন্সও লোপ পেয়েছে। একমাত্র 'রাবিশ' শব্দটা উনি ভালো বলতে পারেন।

০৮ ই জুন, ২০১৮ রাত ১০:৩৭

চাঁদগাজী বলেছেন:


এই লোকের অফিসে, লোটাস কামালের অফিসে, বাংলাদেশের বড় কর্পোরেশনগুলোর লবিষ্টরা নিয়মিতভাবে অফিস করে, ও তাদের ব্যবসার জন্য বাজেটে প্ল্যান যোগ করে।

২১| ০৮ ই জুন, ২০১৮ রাত ১০:৫৮

কানিজ রিনা বলেছেন: আজকে ফেচবুকে দেখলাম মাল মূহীত বলেছে
দেশে দশ বছর কোনও জিনিসের দাম বাড়ে
নাই। এই কথা শুনার সাথে সাথে বউটা
জামাইকে হাতে লাঠি নিয়ে বলছে এই এই
দশ বছর জিনিসের দাম বাড়ানোর কথা
বলে এত টাকা কোথায় খরচ করছো বকো
নইলে ঠ্যাং ভেঙে দেব। এই হোল দশা মিথ্যা
বাদী মাল বাজেট মালের মত বাজেট মাল
মেড ইন বাংলাদশ।
আয়ের থেকে ব্যায় বেশী, ব্যায়ের থেকে ঋন
বেশী।

০৮ ই জুন, ২০১৮ রাত ১১:০৭

চাঁদগাজী বলেছেন:



ডোডো সাহেব অন্য কিছু বলতে চেয়েছিলো, কিন্ত উহার সিলেটি বাংলা মুল অর্থ বদলায়ে দিয়েছে; উহা বলতে চেয়েছিলেন যে, "প্রতিবার বাজেটের সময়, দোকানদারগণ জিনিষের দাম বাড়াইয়া দেন; কিন্তু গত ১০ বছরে বাজেটের সময় রিউমার তুলে, জিনিষপত্রের দাম বাড়ায়নি"।
তবে, এটাও সঠিক নয়।

২২| ০৮ ই জুন, ২০১৮ রাত ১০:৫৯

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: মূর্খরাই আমাদের জাতির নেতা হয় কেন? আমরা জাতিই মনে হয় খারাপ

০৮ ই জুন, ২০১৮ রাত ১১:০৯

চাঁদগাজী বলেছেন:


দলের নেতারা মুর্খদের প্রথমে দলে নেয়, ওরা ইডিয়ট পছন্দ করে।

২৩| ০৯ ই জুন, ২০১৮ রাত ১:৪৯

অনল চৌধুরী বলেছেন: অাবার সেই অসহ্য শব্দ ম্যা....

০৯ ই জুন, ২০১৮ রাত ২:০৮

চাঁদগাজী বলেছেন:


মুহিত সাহেবের জন্য আর শব্দ পেলাম না।

২৪| ০৯ ই জুন, ২০১৮ রাত ২:২৭

রাকু হাসান বলেছেন: টু দ্যা পয়েন্টের কথাগুলো বলেছেন ভাইয়া । অপ্রিয় সত্য । :((

০৯ ই জুন, ২০১৮ রাত ৩:০৪

চাঁদগাজী বলেছেন:


আমাদের দেশে বেকার বেশী, দরিদ্র বেশী, নিম্ন মধ্যবিত্ত বেশী; বাজেট তো করতে হবে বেশীদের সমস্যা সমাধান করার জন্য; মুহিত বাজেট করছে বড় ব্যবসায়ী ও ২৬ লাখ সরকারী চাকুরেদের জন্য।

২৫| ০৯ ই জুন, ২০১৮ রাত ৩:০৮

অনল চৌধুরী বলেছেন: একজন স্বঘোষিত প্রতিবন্ধী কিভাবে প্রায় ১৮ কোটি লোকের একটা দেশের বাজেট দেয়?তার কি এই যোগ্যতা আছে?

০৯ ই জুন, ২০১৮ রাত ৩:৫৮

চাঁদগাজী বলেছেন:


মুহিত আধুনিক ফাইন্যান্ষ বুঝেন না, উনি যে বাজেট দিচ্ছেন, এটা চাকর ছেলের বুদ্ধিতে পরিবার চালনার সমান।

২৬| ০৯ ই জুন, ২০১৮ ভোর ৬:৪১

টারজান০০০০৭ বলেছেন: এই কুমিরের ছাও কিবরিয়ার পর হইতেই দেখিতেছি ! রিজার্ভ ফুলিয়া ব্যাঙের পেট হইতেছে আর জনগনের হোগা মারা যাইতেছে ! ইহারা জনগনের পুটু মারিতে বিশেষ পটু ! সমকামী এক্টিভিস্ট সৈকতের সাথে যোগাযোগ করিলেই পারে ! জনগণ রেহাই পাইত !

আওয়ামীলীগে কি শিক্ষাবিদ, অর্থনীতিবিদের অভাব হইয়াছে ? যেসমস্ত নন্দলাল নিজেদের চুলই চিনিতে পারেনা তাহাদের মন্ত্রিত্বে আনার দরকার কি !!!

০৯ ই জুন, ২০১৮ সকাল ৭:২৭

চাঁদগাজী বলেছেন:


মুহিতের মত বস্তাপঁচারা জাতিকে কোন সুযোগই দিলো না।

২৭| ০৯ ই জুন, ২০১৮ সকাল ৯:২২

খাঁজা বাবা বলেছেন: ভাই অবজেকশান
আপনি আমাদের কামলা আমলা মন্ত্রীদের যোগ্যতার অবমূল্যায়ন করছেন।
একলাখ আশি হাজার কোটি টাকা কোন টাকা ই না মাল সাহেবের কাছে।
এই বছর আমরা দেড়শ কোটি টাকায় প্রতি কিলোমিটার রাস্তা বানিয়েছি, আগামী বছর ৫শত কোটি টাকায় প্রতি কিলমিটার রাস্তা বানাব।
এ টাকা খরচ করা কোন ব্যাপার ই না।

কিন্তু সমস্যা হচ্ছে মাথা পিছু দেনা এই বহর ৯ হাজার টাকা বেড়েছে, আগামী বছর ৭৫০০ টাকা বাড়বে।

০৯ ই জুন, ২০১৮ বিকাল ৪:৩৪

চাঁদগাজী বলেছেন:


বাজেটের টাকা, ঋণের টাকায় বাংলাদেশে ডাকাত ধনিক শ্রেণী তৈরি করছে সরকার।

২৮| ০৯ ই জুন, ২০১৮ সকাল ৯:৩০

রাজীব নুর বলেছেন: খুব মন দিয়ে পোষ্ট এবং মন্তব্য গুলো পড়লাম।
আপনার সাহসিকতা আমাকে মুগ্ধ করে।
সচারচর কেউ এভাবে বলতে পারে না।

০৯ ই জুন, ২০১৮ বিকাল ৪:৪০

চাঁদগাজী বলেছেন:



মুখে বলতে না পারলেও, সবাইকে এদের অদক্ষতাটা বুঝতে হবে।

২৯| ০৯ ই জুন, ২০১৮ দুপুর ২:৩৯

অনল চৌধুরী বলেছেন: মনে হচ্ছে শেয়ার বাজার ও ব্যাংক লুটের সুযোগের জন্য একটা চক্র পরিকল্পিতভাবে এই অথর্বকে এতো গুরুত্বপূর্ণ একটা পদে ১০ বছর ধরে রেখেছে।অার কোন মন্ত্রীর অামলে এভাবে লুটপাট হয়নি,এমনকি ১৯৯৬ সালে শুধু শেয়ার বাজার লুট হয়েছিলো,ব্যাংক এতো ব্যাপকভাবে না।

০৯ ই জুন, ২০১৮ বিকাল ৪:৩৮

চাঁদগাজী বলেছেন:


মুহিত দেশকে আফ্রিকার দেশগুলোর পর্যায়ে নিয়ে গেছে

৩০| ০৯ ই জুন, ২০১৮ বিকাল ৩:৫১

আখেনাটেন বলেছেন: উনি কি নাহিদকে বলতে পারবেন যে, আগামী ১০ বছরে দেশে কি ধরণের স্পেশালিষ্ট দরকার, দেশ কি ধরণের শিল্পায়নে যাবে, কি ধরণের টেকনোলোজী ব্যবহৃত হবে, কোন ধরণের পড়ালেখায় টাকা বিনিয়োগ করতে হবে? উনার ডামী মগজে এসব কখনো আসেনি, এখন আর এগুলোর সময় নেই। = বেশ বলেছেন।

দেশের শিক্ষা-ব্যবস্থা নিয়ে ইনাদের বিন্দু পরিমাণ অাগ্রহ নেই। শিক্ষিত বিবেকসম্পন্ন জাতি তৈরি হলে তো ইনাদেরই ক্ষতি। শেষে গদি নিয়ে টানাটানি শুরু হোক কে চায়? তারচেয়ে এই ভাল। একটি মূর্খ ও বলদ-শ্রেণির জাতি দিয়ে সহজেই হালচাষ করা যাবে।

০৯ ই জুন, ২০১৮ বিকাল ৪:৩২

চাঁদগাজী বলেছেন:


মুহিত সাহেব নিজেই জাতীয় বলদ

৩১| ০৯ ই জুন, ২০১৮ বিকাল ৪:০৭

জুন বলেছেন: জনাব চাঁদগাজী আপনার লেখার গুরুত্ব বা ওজন হারিয়ে ফেলে আপনার বহুল ব্যবহারের ম্যাও প্যাও শব্দটি। এটা শুনলেই সবকিছু বাদ দিয়ে আমার বিড়ালের কথা মনে পরে :( আপনি নতুন কোন শব্দ উদ্ভ্বাবন করেন। আপনার লেখার মতই এই শব্দটিও কিন্ত একই বৃত্তে ঘুরপাক খাচ্ছে। যার ফলে আপনার গুরুত্বপূর্ণ লেখাগুলো অনেকটাই আকর্ষণ হারিয়ে ফেলছে বলে আমার ধারনা। আশাকরি কিছু মনে করবেন না আমার মনের কথাগুলো খুলে বলায়। এটা পুরোটাই আমার বক্তব্য।
শেষে ম্যাও প্যাও এর ছবি আমার গ্রুপ থেকে :)

০৯ ই জুন, ২০১৮ বিকাল ৪:৩১

চাঁদগাজী বলেছেন:


তাচ্ছিল্য সহকারে কোন তুচ্ছতা তুলে ধরার মতোশব্দ বাংলা ভাষায় জানা না থাকায় ম্যাঁওপ্যাঁও ব্যবহার করছিলাম

৩২| ০৯ ই জুন, ২০১৮ বিকাল ৪:৫৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সবাই একই নদীতে ঘোলা পানিতে শুদ্ধ হতে চাইছেন।
কারণ দাদা বলেছেন !!! সবাইকি ঠুলি না টিনের চশমা
পড়ে আছেন? আপনাদের কি কারোরই বোধদয় হচ্ছে না
যে ঘোলা পানিতে আর যাই হোক শুদ্ধ হওয়া যায়না।
নদীর জল ঘোলাও ভালো এই তত্ত্ব কথা এ যুগে অচল!
যারা বাজেটের সমালোচনা করছেন তারা বাজেটের কপি না বুঝে ও না পড়েই সমালোচনা করছে।
‘সরকারি চাকুরেদের যেসব সুযোগ-সুবিধা বর্তমান সরকার দিয়েছে এর আগে তারা জীবনে তা চোখেও দেখিনি। বেতন ৪০ হাজার থেকে ৭৫ হাজার টাকায় উন্নীত করা হয়েছে। ইনক্রিমেন্টের ব্যবস্থা করা হয়েছে। স্বল্প সুদে গৃহনির্মাণ ঋণ দেয়ার ঘোষণা দেয়া হয়েছে।’ এরপরও তারা (সরকারি চাকরিজীবীরা) আর কত সুবিধা চান?
সব দেশের বাজেটেই ঘাটতি থাকে। অথচ শিক্ষা ও প্রযুক্তি খাতে সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে। তা কি আপনাদের চোখে পড়ে না।
‘দেশে এখন দারিদ্র্যের হার ২০ শতাংশ। আপনাদের যখন জন্ম হয়েছে কিংবা জন্মের আগে, দেশে দারিদ্র্যের হার ছিল ৭০ শতাংশ। বোঝেন, কোথায় ছিল বাংলাদেশ এবং এখন কোথায় এসেছে? এই কিছুদিন আগে দেশে ৩০ শতাংশ মানুষ ছিল গরিব। ৭ বছর আগে সাড়ে ৩০ শতাংশ দরিদ্র ছিল, আজ ২২ দশমিক ৪ শতাংশ। যারা চূড়ান্ত গরিব, তাদের সংখ্যা ছিল ১৮ শতাংশ। এখন ১১ শতাংশ। সেটা আপনাদের চোখে পড়ে না? তিনি বলেন, দেশে আয় বৈষম্য মোটেও বাড়েনি। যারা পরিবর্তনে বিশ্বাস করে না, তারাই এ ধরনের প্রশ্ন করেন। কোন মুখে আপনারা বলেন, এই দেশে গরিব মারার বাজেট হচ্ছে, ধনীকে তেল দেয়ার বাজেট হচ্ছে? বলেননি, কিন্তু বোঝাতে চাচ্ছেন দেশের উন্নয়ন কিছুই হয়নি।’
২০১৮-১৯ অর্থবছর থেকে মুক্তিযোদ্ধাদের জন্য বৈশাখী ভাতা ও বিজয় দিবস ভাতা চালু করা হচ্ছে। এ জন্য বার্ষিক ২ হাজার টাকা হারে বাংলা নববর্ষ ভাতা চালুকরণ। এছাড়াও, জীবিত মুক্তিযোদ্ধাদের জন্য বিজয় দিবস উপলক্ষ্যে জনপ্রতি ৫ হাজার টাকা করে বিশেষ সম্মানী ভাতা চালু করা হবে। তার পরেও ম্যাঁওপ্যাঁও !!

০৯ ই জুন, ২০১৮ বিকাল ৫:৩৪

চাঁদগাজী বলেছেন:


বাজেট যখন করা হয়, তার মুলনীতি ও প্রত্যাশিত ফলাফল যোগ করতে হয়। মুহিতের সঠিক কোন মুলনীতি নেই, এবং
প্রত্যাশিত ফলাফল নেই।

আমি লিখেছি, আমাদের বাজেটের মুলনীতি হওয়ার দরকার চাকুরী সৃষ্টি ও শিক্ষার বিস্তার।

৩৩| ০৯ ই জুন, ২০১৮ রাত ১০:১৫

মিরোরডডল বলেছেন: well said
strongly agree

০৯ ই জুন, ২০১৮ রাত ১১:০১

চাঁদগাজী বলেছেন:


জাতির অবস্হা বুঝে ব্যবস্হা নেয়ার দরকার; মুহিত ইত্যাদিরা গরীবদের কষ্টে ব্যথা পায় না।

৩৪| ১০ ই জুন, ২০১৮ রাত ১:৫৬

অনল চৌধুরী বলেছেন: বাংলাদেশের ফকিরের বাচ্চা সরকারী কর্মচারীদের সারা পৃথিবী দিলেও তারা চুরি করবেই।
আর উন্নতির এসব তালিকা শুধুই তত্ত্বকথা।
বাস্তবে সরকারের তথ্যই হচ্ছে যে দেশের ৯ কোটি লোক ভূমিহীন আর ৫ কোটি লোক বেকার।
সুতরাং দারিদ্র আসলে কত % কমেছে,নিজেই হিসাব করে বের করেন।
তবে লুটপাটের অবাধ সুযোগে ১৯৯১ থেকে ‘‘গণতান্ত্রিক সরকার’’ গুলির আমলে দেশের অনেক লোক রাস্তার টোকাই থেকে শত-হাজার কোটি টাকার মালিক হয়েছে।
এর নাম যদি হয় উন্নয়ন,তাহলে মন্তব্য নিষ্প্রয়োজন।

১০ ই জুন, ২০১৮ রাত ১:৫৯

চাঁদগাজী বলেছেন:


মানুষ খুবই অল্প সময়ের মাঝে ভুমিহীন হয়ে গেছে; বিশেষ করে বিদেশ যাবার জন্য দরিদ্ররা জমি বিক্রয় করে দিয়েছে পানির দামে; ভয়ংকর ভয়ংকর অবস্হা।

৩৫| ১০ ই জুন, ২০১৮ রাত ৩:৫৩

অনল চৌধুরী বলেছেন: নূর মোহাম্মদ নূরু *কে বলেছি।

১০ ই জুন, ২০১৮ সকাল ৮:৩২

চাঁদগাজী বলেছেন:


ওকে

৩৬| ১০ ই জুন, ২০১৮ দুপুর ২:২২

গরল বলেছেন: শুধু কমেন্ট পড়তে আসছি, মাছহি মারা কেরাণীকে নিয়ে কমেন্ট করার কিছু খুজে পাচ্ছি না।

১০ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা এই ধরণের লোকজন দ্বারা জাতির ক্ষতি সাধন করাচ্ছেন মাত্র।

৩৭| ২০ শে জুন, ২০১৮ দুপুর ১:০৫

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
মুখে বলতে না পারলেও, সবাইকে এদের অদক্ষতাটা বুঝতে হবে।

আপনার কাছ থেকে শিখেছি-
তাই আজকাল সাহস করে অনেক কথা বলে ফেলি।

২১ শে জুন, ২০১৮ রাত ২:০০

চাঁদগাজী বলেছেন:


আওয়ামী লীগ, বিএনপি-জামাত জাতিকে বন্ছিত করে, জাতির মান সন্মান কমায়ে দিয়েছে; এদের জন্য কারো সন্মান নেই।

৩৮| ০৪ ঠা জুলাই, ২০১৮ দুপুর ১২:১৪

খায়রুল আহসান বলেছেন: মালমন্ত্রী কর্তৃক বহুল ব্যবহৃত এই 'রাবিশ' শব্দটিই ওনাকে যথার্থভাবে প্রতিনিধিত্ব করে।
তাচ্ছিল্য সহকারে কোন তুচ্ছতা তুলে ধরার মতোশব্দ বাংলা ভাষায় জানা না থাকায় ম্যাঁওপ্যাঁও ব্যবহার করছিলাম - শব্দটি ঠিক আছে।
"মুহিত কি জানেন এই বছর কি পরিমাণ নতুন গ্রাজুয়েট বের হবে, কি পরিমাণ বেকার গ্রাজুয়েট চাকুরীর বাজারে আগের থেকেই আছে? আমি বিশ্বাস করি না, এসব ভাবনা উনার মাথায় কখনো ছিলো, কিংবা আছে!
উনি কি নাহিদকে বলতে পারবেন যে, আগামী ১০ বছরে দেশে কি ধরণের স্পেশালিষ্ট দরকার, দেশ কি ধরণের শিল্পায়নে যাবে, কি ধরণের টেকনোলোজী ব্যবহৃত হবে, কোন ধরণের পড়ালেখায় টাকা বিনিয়োগ করতে হবে? উনার ডামী মগজে এসব কখনো আসেনি, এখন আর এগুলোর সময় নেই
।" - চমৎকার বলেছেন।

০৪ ঠা জুলাই, ২০১৮ বিকাল ৪:৩১

চাঁদগাজী বলেছেন:



শিক্ষা, ফাইন্যান্স ও প্ল্যানিং মন্ত্রনালয় জাতির স্নায়ুকেন্দ্র; শেখ হাসিনা এখানেও উনার কলাগাছ রোপন করেছেন, যেখানে দরকার বটগাছ, বা কমপক্ষে নিমগাছ; জাতিকে পংগু করছেন মুহিত ও লোটাস কামাল সাহেব।

আপনি আমার পুরোনো পোষ্টগুলো পড়ছেন, আমি একটু ভীত যে, আমি সময়ের অভাবে সেগুলো পড়ছি না। আমার পড়ার দরকার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.