নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

কিম জং উন ও প্রেসিডেন্ট ট্রাম্পের মিটিং চলছে সিংগাপুরে

১২ ই জুন, ২০১৮ সকাল ৭:২৬



এখন, সিংগাপুর সময় সকলা ৯:২০, উ: কোরিয়ার কিম জং উন ও প্রেসিডেন্ট ট্রাম্পের মাঝে মিটিং শুরু হয়েছে; সকাল ৯:৫ মিনিটের দিকে কিম ও ট্রাম্প সিংগাপুরের সানতোসা দ্বীপে এক সুন্দর ম্যানসনের বারান্দায় হ্যান্ড-শেক করেন। এরপর তাঁরা করিডোরে ২ মিনিটের মতো কথা বলেন; অতপর, তাঁরা মিটিং রুমে প্রবেশ করেন। সেখানে সাংবাদিকেরা ৩/৪ মিনিট ছিলো; এরপর সাংবাদিকেরা বেরিয়ে যায়। মিটিং'এ আছে কিম, ট্রাম্প ও ২ জন ইন্টারপ্রেটার। এই মহুর্তে মিলিটং চলছে। বাংলাদেশ সময় সকাল ৭:২০, নিউইয়র্ক সময় সন্ধ্যা ৯:২০।

হোটেল থেকে সানতোসা দ্বীপে পোঁছে, গাড়ী থেকে নেমে ম্যানশনে যাবার সময় কিমকে চিন্তিত দেখাচ্ছিল, সে হাসেনি; নিজের লোকদের দিকে তাকিয়ে হাসেনি। হ্যান্ডশেকের সময় কিম হেসেছে, ট্রাম্প হাসেনি। করিডোরেও কিম হেসেছে, ট্রাম্প হাসেনি; তবে, ট্রাম্প কিমকে বাহুতে ধরে, মিটিং রুমের দিকে নিয়ে যায়। মিটিং রুমে, ট্রাম্প মিলিটারী অফিসারের মত পোজ দিয়ে বসেছিল; কিম হাত-পা ছেড়ে সহজ হয়ে বসেছিল।



সকাল ১০: ০৫, একান্ত মিটিং শেষ হয়েছে; গ্রুপ মিটিং শুরু হয়েছে; আমেরিকার পক্ষে ফরেন-সেক্রেটারী পোমপেও মিটিং অংশ নিচ্ছে।

সকাল ১১:৫৬, ট্রাম্প ও কিম নিজেদের লোকজনকে নিয়ে ওয়ার্কিং-লান্চ করছে। কিমের ভাবসাব দেখে মনে হচ্ছে, সে বেশ উৎসাহী; খাবারের টেবিলে ট্রাম্পকে বেশ সহজ দেখাচ্ছে।

মন্তব্য ৩৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ১২ ই জুন, ২০১৮ সকাল ৭:৫৪

ভুয়া মফিজ বলেছেন: দুইজনের হাসি আর বডি ল্যাঙ্গুয়েজ বিশ্লেষণ করে আপনার কি মনে হয়, কি হতে পারে?

১২ ই জুন, ২০১৮ সকাল ৮:১২

চাঁদগাজী বলেছেন:


শুরুটা ভালো; ট্রাম্প মোটামুটি কম হাসে।

কিম ট্রাম্প থেকে অধিক সহজ। ভালো লক্ষণ

২| ১২ ই জুন, ২০১৮ সকাল ৮:১৪

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: আমারতো মনে হয়না এই মিটিং সফল হবে কারণ আমেরিকা এখনো হুমকি ধামকি দিচ্ছে এবং তাদের চাওয়া অনেক বেশি যেটা উত্তর কোরিয়া দিতে পারবেনা।

১২ ই জুন, ২০১৮ সকাল ৮:১৭

চাঁদগাজী বলেছেন:


আমেরিকা যদি সফল না হয়, কিমের পেছনে চীন ও রাশিয়া বেশী টাকা খরচ করবে, ও কিমকে দিয়ে আমেরিকাকে ব্যস্ত রাখবে, সেটা আমেরিকা অনুমান করতে পারছে

৩| ১২ ই জুন, ২০১৮ সকাল ৮:১৪

সেলিম আনোয়ার বলেছেন: মিটিং ভালো কিছু বইয়ে নিয়ে আসুক।

১২ ই জুন, ২০১৮ সকাল ৮:১৯

চাঁদগাজী বলেছেন:


খুবই দরকারী মিটিং, ভালো কিছু হোক; বিশ্বে অনেক দেশের সরকারের লোকদের ভুলের জন্য সাধরণ মানুষ অসম ভোগান্তির মাঝ দিয়ে যাচ্ছে।

৪| ১২ ই জুন, ২০১৮ সকাল ৮:৫২

রাজীব নুর বলেছেন: খুব নিখুঁতভাবে পর্যবেক্ষণ করেছেন।
এই পর্যবেক্ষণ সবাই করে না।

১২ ই জুন, ২০১৮ সকাল ৮:৫৫

চাঁদগাজী বলেছেন:


আজকাল আমাদের সবাইকে বিশ্বের বড় বড় ঘটনাগুলো বুঝতে হবে; না'হয় আমরা অন্যদের বুঝতে পারবো না

৫| ১২ ই জুন, ২০১৮ সকাল ৯:০১

খায়রুল আহসান বলেছেন: তথ্যপূর্ণ এ পোস্টের জন্য ধন্যবাদ। আলোচনার ফলাফল বিশ্ব শান্তির জন্য শুভ হোক!

১২ ই জুন, ২০১৮ সকাল ৯:৩৪

চাঁদগাজী বলেছেন:


চীন, রাশিয়া চাচ্ছিলো যে, উ: কোরিয়া আমেরিকাকে অকারণ মানসিক চাপে রাখুক; এতে বিশ্বের সবার ক্ষতি হওয়ার সম্ভাবনা; সেটা থেকে বেরিয়ে আসার দরকার।

৬| ১২ ই জুন, ২০১৮ সকাল ৯:২৩

বিজন রয় বলেছেন: আপনার কোন লাভ নেই।
সব লাভ এশিয়ার।

১২ ই জুন, ২০১৮ সকাল ৯:৩৫

চাঁদগাজী বলেছেন:



এটা বিশ্বের জন্য একটা মাসিক চাপের মতো; সবাই লাভবান হবে।

৭| ১২ ই জুন, ২০১৮ সকাল ৯:৩৬

কানিজ রিনা বলেছেন: কিমেব় মুখটা ভারী দেখাচ্ছে , হয়ত ট্রাম্প বলেছে আসুন এক হয়ে যাই কারন এতদিন শুধু দুইজন দুইজনকে হুমকি ধমকির উপর ছিল। তার অবসান হলে পৃথিবী পাল্টে যাবে।

১২ ই জুন, ২০১৮ সকাল ৯:৪১

চাঁদগাজী বলেছেন:


কিম পেন্টাগণ ও সিআইএ'কে অবশ্যই ভয় পায়। তবে, সে যদি দ: কোরিয়ার সাথে মিলে যেতে পারে, বিশ্বের সব দুষ্টদের সে বেকুব বানাতে পারবে।

৮| ১২ ই জুন, ২০১৮ সকাল ১০:৪৮

পদাতিক চৌধুরি বলেছেন: অত্যন্ত তাঁজা খবর। ধন্যবাদ আপনাকে। তবে বডি ল্যাঙ্গুয়েজের যে চিত্রটি দিলেন সেট যদি মনের ছাপ হয় তাহলে মিটিং নিয়ে একজন শান্তিবাদী হিসাবে খুব একটা আশা দেখছিনা। তবুও আশায় আছি। দেখা যাক জল সময় কী বলে?

শুভেচ্ছা নিরন্তর।

১২ ই জুন, ২০১৮ বিকাল ৪:২৭

চাঁদগাজী বলেছেন:


মিটিং মাত্র ১ দিন হয়েছে; জয়েন্ট ষ্টেইটমেন্টে বলা হয়েছে উ: কোরিয়া নিউক্লিয়ার প্রসেস বন্ধ করবে, আমেরিকা সেই এলাকায় সামরিক মহড়া বন্ধ করবে। বাকী ব্যাপারে মিটিং হবে। মনে হচ্ছে শুরুটা ভালো।

৯| ১২ ই জুন, ২০১৮ সকাল ১১:০৪

নাজিম সৌরভ বলেছেন: কিম যদি বলে বসে, 'ট্রাম্প কাকা, দেশে দেশে যুদ্ধ করলে লস বেশি । আসেন আমরা দুইজনে দেশের হেড হিসেবে কুস্তি লড়ি, যে জিতবে তার কথা মেনে চলতে হবে...' তাইলে দারুণ হইত । B-))

১২ ই জুন, ২০১৮ বিকাল ৪:২৩

চাঁদগাজী বলেছেন:


সামিটে কি বলা হয়েছে, বুঝতে বেশ কয়েকদিন সময় লাগবে

১০| ১২ ই জুন, ২০১৮ বিকাল ৫:৩৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: পত্রিকার রিপোর্ট পড়ে বুঝলাম সব ভালোই ছিল...

১২ ই জুন, ২০১৮ বিকাল ৫:৪৫

চাঁদগাজী বলেছেন:


মনে হয়, ট্রাম্প কিমকে বিশ্বাস করছে; আমেরিকান মিডিয়া ও প্রশাসন ব্যাপারটাকে খুব একটা পছন্দ করেছে না

১১| ১২ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:০৯

সিগন্যাস বলেছেন: কমিউনিজম বলতে কি বুঝো?(ক্লাস নাইনের প্রশ্ন)

১২ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:১৪

চাঁদগাজী বলেছেন:


কমিউনিজম হলো সোস্যালিজমের সর্বোচ্চ স্তর, যেখানে নাগরিক সমাজের জন্য অবদান রাখবেন, ও নিজের প্রয়োজন অনুসারে জীবন যাপন করবে।

১২| ১২ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:২০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: দুনিয়ার মানুষকে ধোঁকা দেওয়ার মিটিং। দেশে দেশে যুদ্ধ এবং যুদ্ধ যুদ্ধ ভাব না থাকলে আমেরিকার অস্ত্র কে কিনবে? আর চীনের রিমোট কন্ট্রোলে চলা কিম-এর বাচ্চা বয়সে বিশ্ব নেতা হওয়ার শখ হয়েছে। অল আর ননসেন্স।

১২ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:১৫

চাঁদগাজী বলেছেন:


আমেরিকা যদিন বুঝেছে যে, কিমের মিসাইল আমেরিকা হিট করার মত ক্যাপাসিটি অর্জন করেছে, আমেরিকা ব্যাপারটা সমাধানে মন দিয়েছে।

১৩| ১৩ ই জুন, ২০১৮ রাত ১:২৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বিশ্বময় এই দুজনের বৈঠক আলোচনা সমালোচনার শীর্ষে, সবাই উৎসুক জানার জন্য তাদের মধ্যে কি সব কথা হলো।

১৩ ই জুন, ২০১৮ রাত ৩:৫১

চাঁদগাজী বলেছেন:


কথা কি হয়েছে সেটা প্রকাশ হবে; তবে; ২ জনই বলছে যে, সমঝোতা হয়েছে।

১৪| ১৩ ই জুন, ২০১৮ রাত ২:৩০

অর্থনীতিবিদ বলেছেন: মার্কিনীরা নিজেদের স্বার্থ না দেখলে কোথাও এক পাও ফেলে না। আর ট্রাম্প তো আরো এককাঠি সরেস। ছলে, বলে, কৌশলে ঠিকই মিটিং থেকে নিজেদের সুবিধা আদায় করে নিবে।

১৩ ই জুন, ২০১৮ রাত ৩:৫২

চাঁদগাজী বলেছেন:


না, এখানে ২ কোরিয়ার সাধরণ মানুষ উপকৃত হবে, প্রাণ হারাবে না।

১৫| ১৩ ই জুন, ২০১৮ রাত ৩:৪৩

সোহানী বলেছেন: আরে ধুর, কিছুই হবে না। মিটিং সিটিং হবে তারপর যে যার দেশে যেয়ে বড় বড় গলাবাজি করবে। আসল কথা হলো মিটিং কেন?? সেটা ও তারা নিজেরা জানে না। জাস্ট পাবলিক আই ওয়াশ।

১৩ ই জুন, ২০১৮ রাত ৩:৫০

চাঁদগাজী বলেছেন:



আমেরিকা জানে যে, চীন ও রাশিয়া উ: কোরিয়াকে ব্যব হার করে আমেরিকাকে অকারণ চাপে রাখছে; ব্যবসায়ী হিসেবে ট্রাম্প এগুলো পছন্দ করে না।

১৬| ১৩ ই জুন, ২০১৮ ভোর ৫:২৮

কাওসার চৌধুরী বলেছেন: এটি একটি বড় বিপর্যয়ের ড্রেস রিহার্সাল। পৃথিবীর অন্যতম টপ দুই খুনির মিল মহব্বত ছবির মহরত।

১৩ ই জুন, ২০১৮ ভোর ৫:৪৫

চাঁদগাজী বলেছেন:


বিশ্বে ওরা শক্তিশালী, আমরা দর্শক

১৭| ১৩ ই জুন, ২০১৮ সকাল ৯:১০

নীলপরি বলেছেন: যতদূর জানি , মিটিং ভালো হয়েছে বলে অফিসিয়ালি জানানো হয়েছে কাল রাতে ।

আপনি দারুণ পর্যবেক্ষণ করেছেন ।

২০ শে জুন, ২০১৮ রাত ১১:৪৬

চাঁদগাজী বলেছেন:


আমেরিকার সাধরণ মানুষ এই ব্যাপারটা নিয়ে মানসিক চাপে আছে, তাদের ছেলেমেয়ে দ: কোরিয়ায় সৈনিক হিসেবে আছে; এটা সমাধান দরকার।

১৮| ২০ শে জুন, ২০১৮ দুপুর ১:০৯

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
আজকাল আমাদের সবাইকে বিশ্বের বড় বড় ঘটনাগুলো বুঝতে হবে; না'হয় আমরা অন্যদের বুঝতে পারবো না


আমাদের দেশের রাজনীতি খুব বেশি নোংরা। নিজের চোখে দেখে দেখে আমি ক্লান্ত।
কেউই দেশের জন্য রাজনীতি করছে না। কেউ না।

২০ শে জুন, ২০১৮ রাত ১১:৪৬

চাঁদগাজী বলেছেন:



জিয়া, এরশাদ, বেগম জিয়া ও শেখ হাসিনা দেশের মানুষকে সকল অধিকার থেকে বন্চিত করে 'দাসে' পরিণত করেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.