নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

চে গুয়েভারা মানব সমাজের জন্য কি ভালো, নাকি খারাপ উদাহরণ?

০৫ ই জুলাই, ২০১৮ রাত ৯:০৩



চে গুয়েভারা অন্য ল্যাটিনোদের চেয়ে কি বেশী দেখেছিলেন ল্যাটিন আমেরিকায়?

চে গুয়েভারা দেখেছিলেন দক্ষিণ আমােরিকার অবারিত মাঠ, নীল আকাশ, সুউচ্চ-পর্বতমালা, সবুজ কলাবাগান, সবুজ সোনার আবোকাদো বৃক্ষ, পাহাড়ী চন্চল নদী, আমাজানের সীমাহীন জংগল ও প্রাণের সমারোহ, আকাশে ১০ ফুট বিস্তৃত পাখার এল কন্দর, এন্ডিজে অভুক্ত রেড-ইন্ডিয়ান শিশু, আর মেক্সিকোর বারে নৃত্যরতা ভুমিহীন চাষীর মেয়ে, কিউবায় ইউরোপীয় নাবিকদের যৌনদাসীদের।

চে দেখেছিলেন মাঠের পর মাঠ কলাবাগান, আংগুরের বাগান, আবোকাদোর বাগান, আনারসের বাগান, মদ তৈরির কারখানা, টিন ও তামার খনি; সবগুলোর মালিক আমেরিকানরা, সবগুলোতে ল্যাটিনরা ক্রীতদাসের মত খাটছে, সারাদিন কাজ করে পরিবার নিয়ে একবেলা খেতে পায় না, তাই মদ-গাঁজা খেয়ে রাস্তার ধারে পড়ে থাকে। এন্ডিজের রেড-ইন্ডিয়ান মহিলা লামার লোম থেকে হাতমোজা, সোয়েটার বানায়ে ১০০ মাইল দুরে আমেরিকানদের কাছে বিক্রয় করে; আর নিজের বাচ্চা থাকে উলংগ।

চে দেখেছিলেন ইয়াংকিরা নিজ বিমানে করে মেক্সিকো থেকে চিলির আকশে ঘুরে, মাটিতে নেমে সমুদ্র স্নান করে; কোন মেক্সিকান চাইলেও আমেরিকার ভিসা পায় না; ভিসা অফিসে ঢুকতে দেয় না; ভিসার ফরম পুরণ করতে পারে না ল্যাটিনরা, কোনদিন স্কুলে যায়নি; স্কুল নেই কোথায়ও আছে মদের কারখানা; ভিসা দেয়ার আগে জানতে চায়, কত ডলার নগদ আছে।

চে দেখেছিলেন ল্যাটিনরা নিজদেশে ক্রীতদাস, নিজদেশে প্রবাসী; মেক্সিকো থেকে চিলি অবধি যত ইমারত আছে, সবগুলোতে ইয়াংকি কিংবা ইউরোপের কুলীন স্পেনিশরা বাস করে; তাদের ছেলেমেয়ারা কালিফোর্নিয়া কিংবা মাদ্রিদে পড়ালেখা করে; আর ল্যাটিনের বাচ্চারা ইয়াংকিদের কলা বাগানে কাজ করে, কিংবা গরুর রাখাল।

চে জানতেন যে, ল্যাটিন আমেরিকার এই বিশাল সম্পদ এখানকার মানুষের হওয়ার কথা; এখানে স্কুল থাকার কথা, এন্ডিজের মায়ের সন্তান শীতে উলংগ থাকার কথা নয়, সেখানকার লামার লোমে সবার জন্য দরকারী কম্বল বানানো সম্ভব, মেক্সিকোর চাষীর মেয়ের বারে নাচার কথা নয়, চিলির টিনে সবার ঘর হওয়া সম্ভব, কলা বাগানের মালিক হবে ল্যাটিনের সাধারণ মানুষ, কিউবার মেয়েদের নিজের পরিবার থাকার দরকার, হাবানা পোর্ট তাদের শেষ ঠিকানা নয়।

মন্তব্য ৭২ টি রেটিং +৫/-০

মন্তব্য (৭২) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুলাই, ২০১৮ রাত ৯:২০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: চে একজন স্বপ্নবাজ ছিলেন। তবে তা বাস্তবায়নের পদ্ধতি হয়তো ঠিক ছিল না। আপনি কী মনে করেন?

০৫ ই জুলাই, ২০১৮ রাত ৯:৩৮

চাঁদগাজী বলেছেন:


আমি মনে করি, তিনি আধুনিক ভাবনার মানুষ ছিলেন; বিপ্লবের পর, কিউবায় মানুষ স্বাধীনভাবে জীবন যাপন করেছেন; আমেরিকান হস্তক্ষেপ তাদেরকে কষ্ট দিয়েছে, তবে মানবতা জয়ী হয়েছে

২| ০৫ ই জুলাই, ২০১৮ রাত ৯:২০

রাকু হাসান বলেছেন: ‘চে’ তুমি অমর,কারণ তুমি প্রকৃত বীর । সুন্দর উপস্থাপনা ++

০৫ ই জুলাই, ২০১৮ রাত ৯:৪০

চাঁদগাজী বলেছেন:


চে'কে নিয়ে লেখা ১৫ লাইন; তাঁকে স্মরণ করা মাত্র।

৩| ০৫ ই জুলাই, ২০১৮ রাত ৯:৪৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আর্জেন্টিনার হয়েও কিউবা কেন গিয়েছিলেন তিনি? তখন কী আর্জেন্টিনার কোন সমস্যা ছিল না?

০৫ ই জুলাই, ২০১৮ রাত ১০:১৬

চাঁদগাজী বলেছেন:


সে মেডিক্যালের ছাত্র ছিল; সে দক্ষিণ আমােরিকার অবস্হা দেখে ইহার প্রতিকার করতে চেয়েছিল; ঠিক সেই সময়, ফিদেল ছিলো মেক্সিকোতে; সে বুঝতে পারেছিল যে, ফিদেল ও সে মিলে কিছু একটা করতে পারবে।

৪| ০৫ ই জুলাই, ২০১৮ রাত ৯:৫১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চে জাতীর সমস্যা চিহ্নিত করতে পেরেছিলেন, জাতীকে সপ্ন দেখাতে পেরেছিলেন।

০৫ ই জুলাই, ২০১৮ রাত ১০:১৪

চাঁদগাজী বলেছেন:



জাতিকে সঠিক স্বপ্ন দেখানো ও জাতিকে সঠিক পথ দেখানো বিশাল দায়িত্ব

৫| ০৫ ই জুলাই, ২০১৮ রাত ৯:৫২

মেমননীয় বলেছেন: চে গুয়েবারা কি ন্যাটিভ না পর্তুগিজ দখলকারীর সন্তান?

০৫ ই জুলাই, ২০১৮ রাত ১০:২৩

চাঁদগাজী বলেছেন:


ওর দাদা ছিলো আইরিশ ইমিগ্র‌্যান্ট; ওর বাবাও জন্মছে আজর্ন্টিনায়।

৬| ০৫ ই জুলাই, ২০১৮ রাত ১০:০৭

শামচুল হক বলেছেন: চে গুয়েবারার তুলনা নাই।

০৫ ই জুলাই, ২০১৮ রাত ১০:১৭

চাঁদগাজী বলেছেন:


সে সাধারণ মানুষের জন্য লড়েছিলো।

৭| ০৫ ই জুলাই, ২০১৮ রাত ১০:৪৪

অচেনা হৃদি বলেছেন: আমার অ-নে-ক প্রিয় একজন ব্যক্তি চে গুয়েভারা । ছোটকালে বাবার কাছে চে এর গল্প শুনেই তার ভক্ত হয়ে গেছি । যে যাই বলুক, আমার দৃষ্টিতে চে একাই দাঁড়িপাল্লার এক পাশে থাকে, আর পৃথিবীর সব মানবতাবাদীরা থাকে পাল্লার ওপর পাশে ।

০৫ ই জুলাই, ২০১৮ রাত ১০:৪৯

চাঁদগাজী বলেছেন:


চে' মানুষের সুখ শান্তিতে বিশ্বাসী ছিলেন।

৮| ০৫ ই জুলাই, ২০১৮ রাত ১১:০৪

খায়রুল আহসান বলেছেন: ভাল লিখেছেন। বিপ্লবী চে'র প্রতি শ্রদ্ধা!

০৬ ই জুলাই, ২০১৮ রাত ১২:৪০

চাঁদগাজী বলেছেন:


কিছু মানুষ নিজেরা নিজেদের জন্য করতে পারেন, সাধারা মানুষযকে সাহায্য করতে হয়।

৯| ০৫ ই জুলাই, ২০১৮ রাত ১১:২৮

ভিন্নচিন্তা ভিন্নমত ভিন্নপথ বলেছেন: @ চাঁদ গাজী- জনাব,নতুন topic নিয়ে লেখার জন্য ধন্যবাদ। চে বিপ্লবী ছিলো, মানব সমাজের জন্য ভালো ছিলো তবে বর্তমান সময় চে-র চিন্তাধারার বিপরীত ও প্রতিকূল।



০৬ ই জুলাই, ২০১৮ রাত ১২:৩৮

চাঁদগাজী বলেছেন:



চে ছিলেন, উনার স্বপ্ন ছিলো মানুষের সুখ-শান্তির জন্য

১০| ০৬ ই জুলাই, ২০১৮ রাত ১:০৭

চঞ্চল হরিণী বলেছেন: খুব ভালো লাগলো আপনার লেখাটা। বিপ্লবী চে' এর প্রতি শ্রদ্ধা। মানুষের জন্য কাজ করা যে কোন প্রসঙ্গে আমি ইমোশনাল হয়ে যাই।

০৬ ই জুলাই, ২০১৮ রাত ১:৩৭

চাঁদগাজী বলেছেন:



খুবই অল্প মানুষ সাধারণ মানুষের জন্য যুদ্ধ করতে যায়।

১১| ০৬ ই জুলাই, ২০১৮ রাত ১:২৫

নূর আলম হিরণ বলেছেন: লেখাটি রিপোষ্ট মে বি । তবে চে আমাদের দেশে টি-শার্ট আর পিঠ ব্যাগে আটকে আছে !

০৬ ই জুলাই, ২০১৮ রাত ১:৩৬

চাঁদগাজী বলেছেন:


ল্যাটিনদের মাথার ক্যাপে

১২| ০৬ ই জুলাই, ২০১৮ রাত ২:৫১

অনল চৌধুরী বলেছেন: বিচার মানি তালগাছ আমার চে ছিলেন আন্তর্জাতিক বিপ্লবী।তিনি শুধু অার্জেনটিনা না,এ্যামেরিকার মদদপুষ্ট বলিভিয়ার অত্যাচারী শাসকদের বিরুদ্ধেও যুদ্ধ করতে গিয়েছিলেন।
সেখানেই সিআইএর ষড়যন্ত্রে ধরা পড়েন।

০৬ ই জুলাই, ২০১৮ ভোর ৬:০২

চাঁদগাজী বলেছেন:


চে চেয়েছিলেন সাধারণ মানুষ সুখে থাকুক

১৩| ০৬ ই জুলাই, ২০১৮ রাত ২:৫৫

অনল চৌধুরী বলেছেন: নূর আলম হিরণ চে’র ছবি যুক্ত জামা পরা বিপ্লবী হওয়া যতো সোজা,বাস্তব জীবনে পড়াশোনা করে নিজের জীবন তুচ্ছ করে প্রকৃত বিপ্লবী হওয়া ততোটাই কঠিন।
বাংলাদেশে প্রথম ধরণের “বিপ্লবী’’ অনেক কিন্ত প্রকৃত বিপ্লবী এখন হাতে গোণা।তবে এমন অনেকে ছিলেন বাংলাদেশে ,চে’ র জন্মেরও আগে।তাদের অাত্মত্যাগের ফলেই বাংলাদেশ সৃষ্টি হয়েছিলো।আর আজ তাদের অনুপস্থিতির কারণেই দেশ ধ্বংসের শেষ সীমায়।

০৬ ই জুলাই, ২০১৮ ভোর ৬:০১

চাঁদগাজী বলেছেন:


যারা বাংলাদেশ এনেছিলেন, শেখ সাহেবের ভুলের জন্য তারা বাংলাদেশের জন্য কাজ করার সুযোগ পাননি; শেখ সাহেবের দুর্বলতাকে পুঁজি করে মিলিটারী দেশকে দখল করে নিয়েছিলো; সিআইএর লোকেরা বলিভিয়া ও বাংলাদেশে একই ভাবে কাজ করেছে।

১৪| ০৬ ই জুলাই, ২০১৮ সকাল ৭:১৭

সিগন্যাস বলেছেন: চে' অসাধারণ একজন লোক ছিল।সে না থাকলে আমেরিকার ইতিহাস নতুনভাবে লিখতে হতো।আর মেক্সিকানদের আপনি কিরকম মনে করেন?ড্রাগের মধ্যে তো তারা ডুবে গেছে।

০৬ ই জুলাই, ২০১৮ সকাল ৮:৩৫

চাঁদগাজী বলেছেন:


মেক্সিকোর সাধারণ মানুষের অবস্হা বাংগালীদের চেয়ে খারাপ; তাদের সরকার তাদেরকে আমেরিকা যাবার জন্য সাহায্য করে। ড্রাগ ব্যবসা যারা করে, তারাই সরকার চালায়।

১৫| ০৬ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৪৪

রাজীব নুর বলেছেন: স্কুলে থাকা অবস্থায় চে সম্পর্কে প্রথম জানি।
সুনীল গঙ্গোপাধ্যায় তাকে নিয়ে চমৎকার একটা কবিতা লিখেছেন।
সব কিছু মিলিয়ে চে একজন অসাধারন মানুষ। তার করুন মৃত্যু আমাকে ব্যথিত করেছে।
চে কোনো দিনই তার নিজের কথা ভাবতেন না। মানুষের কথা ভাবতেন।
আমাদের দেশের মন্ত্রীরা আগে নিজের আখের গুছান। খোজ নিলে জানা যাবে আমাদের দেশের অনেক মন্ত্রী এমপির বিদেশে বিশাল বাড়ি আছে।

০৬ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৪৬

চাঁদগাজী বলেছেন:


বেগম জিয়ার সময় মন্ত্রিত্ব বিক্রয় করা হয়েছিল; শেখ হাসিনার সময় কি শর্তে মন্ত্রিত্ব দেয়া হচ্ছে বুঝা মুশকিল; তবে, এটা সঠিক, তিনি নিজের তুলনায় কম দক্ষদের এই পদে আনে্ন, তিনি নিবেদিত ইডিয়টদের নিয়োগ করেন।

১৬| ০৬ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৩০

পদাতিক চৌধুরি বলেছেন: ল্যাটিন আমেরিকা তোলপাড় করা চে গুয়েভারের প্রতি শ্রদ্ধা। তিন চে - চে গুয়েভার, চিয়াং কাইশেক, হো চি মিনকে সমান শ্রদ্ধা । আগে না দেখার জন্য দুঃখিত।

শ্রদ্ধা ও শুভ কামনা আপনাকে।

০৬ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৩৭

চাঁদগাজী বলেছেন:



আপনার জন্যও শুভ কামনা; চে'র জন্মদিনের কথা ভুলে গিয়েছিলাম; মৃত্যুদিবস হলে টের পেতাম, ব্লগার নুরু সাহেব মনে করিয়ে দিতেন।

১৭| ০৬ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:২১

ঠাকুরমাহমুদ বলেছেন: চে আর অং শান সুকি’র মধ্যে পার্থক্য কি, জানতে চাচ্ছি ?

০৬ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:২৪

চাঁদগাজী বলেছেন:


সুকি হলো মগের বাচ্ছা; চে হলেন অতিমানব।

১৮| ০৬ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৩৭

ঠাকুরমাহমুদ বলেছেন: কিন্তু রোহিঙ্গা সমস্যার আগে সুকি ছিলেন মহামানবী - সঠিক সময়ে সঠিক যায়গায় পৌছে হাত উচু করে উপস্থিত ঘোষনা করা একটি বড় স্বরাজনীতি, বাংলাদেশে অনেক চার্চে ফাদার আছেন খোঁজ নিলে দেখা যাবে আমেরিকান সেই ফাদার আমেরিকায় থাকলে তার অডজব করতে হতো পরবর্তিতে হয়তো বয়স্কভাতা নিয়ে মদের আড্ডায় ডুবে থাকতেন, কিন্তু বাংলাদেশে ফাদার যেই সম্মান পাচ্ছেন তা আলাদিনের চেরাগ না হলেও আংটি সমতুল্য আর আলাদিনের চেরাগটি হচ্ছেন: - চে, ফিদেল, মাদার তেরেসা, সুকি, দালাই লামা !!! আপনি বিশ্লেষণ ভালো জানেন দয়া করে আমার লেখাটি দু্ইবার পড়ুন - উত্তর আমার লেখাতে আছে ।

০৬ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১৬

চাঁদগাজী বলেছেন:

আপনি লিখেছেন, " চে, ফিদেল, মাদার তেরেসা, সুকি, দালাই লামা !! "

-চে ও ফিডেল অন্যদের চেয়ে আলাদা, এরা রাজনীতিবিদ।
সুকি মিলিটারীর বিরু্দ্ধে প্রতিবাদী নেত্রী।
দলাইলামা ধর্মীয় ব্যক্তিত্ব, রাজনীতিবিদ।
মাদার তেরেসা দয়ালু মহিলা; তিনি ইউরোপে সেই রকম দয়ালুঘতে পারতেন।

১৯| ০৬ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০৩

সিগন্যাস বলেছেন: বাংলাদেশের রাজনীতি নিয়ে শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছি।এবার বিশ্বরাজনীতি নিয়ে লিখুন

০৬ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১৬

চাঁদগাজী বলেছেন:


ওকে

২০| ০৬ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২২

স্রাঞ্জি সে বলেছেন: চে গুয়েভার সম্পর্কে অতকিছু জানিনে। তার একটি সব সময় মনে থাকে। “আমি জানি তুমি আমাকে হত্যা করতে এসেছো, গুলি করো কাপুরুষ, তুমি শুধু একজন মানুষকেই হত্যা করবে (তার বিপ্লবী চেতনাকে নয়)"।

০৬ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪

চাঁদগাজী বলেছেন:


চে মেডিক্যালের ছাত্র ছিলো, সে কিউবাতে সোস্যালিজম প্রতিষ্ঠা করার সংগ্রামে অংশ নিয়েছিলো।

২১| ০৬ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩

ঠাকুরমাহমুদ বলেছেন: চে, ফিদেল, সুকি, দালাই লামা এদের মধ্যে আশ্চর্য্য একটি মিল আছে এরা সবাই আমেরিকার তৈরি প্রোডাক্ট !!! সাথে আরো কয়েকটি নাম যোগ করছি সাদ্দাম হোসেন, উসামা বিন লাদেন - আমেরিকার কাজ শেষ তাদের কয়েকজনকে এক্সেকিউশন করা হয়েছে । চে মৃত্যুর পেছনে আরেক জনের হাত আছে বলে রাশিয়ান ইন্টেলিজেন্স মনে করে - তিনি “চে সাহেবের বন্ধু ফিদেল” !!!!!!!!!!!!

মাদার তেরেসা - আধুনিক যুগের ফাদারদের পেশাগত পথ প্রদর্শক, নিজ দেশে ভাত পাওয়া যাবে না, হতদরিদ্র দেশে চলে যাও সেখানে রাজকীয় সম্মানে জীবন যাপন করো ।

০৬ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩

চাঁদগাজী বলেছেন:


ফিদেল বিশ্বাসঘাতক ছিলেন না।

আমেরিকা চে তৈরি করে না, তারা আইয়ুব, জিয়া, এরশাদ, সাদ্দাম তৈরি করে।

মানুষ কোনদিকে পালাচ্ছে, ইউরোপ থেকে বাংলাদেশ, ভারতে, নাকি ভারত ও বাংলাদেশ থেকে ইউরোপে? ফলে, মাদার তেরেসা সম্পর্কে আপনার লজিক খাটে না।

ইউরোপ ও আমেরিকায় ধর্মীয় সংগঠনগুলো অনেক ধনী।

২২| ০৬ ই জুলাই, ২০১৮ রাত ৮:২০

অনল চৌধুরী বলেছেন: ঠাকুরমাহমুদ চিয়াং কাইশেকবাংলাদেশের স্বাধীনতার চরম বিরোধী ছিলো।
অাপনি ভালোভাবে পড়াশিানা করে ব্লগে আসেন।না জেনে কেন চে, ফিদেল, সুকি, দালাই লামাকে এক করে ফেলছেন?

পত্রিকাও কি পড়েন না ?

২৩| ০৬ ই জুলাই, ২০১৮ রাত ৮:২৮

অনল চৌধুরী বলেছেন: চে‘র সাথে সুকি,দালাইলামা,লাদেনের তুলনা করায় বিশ্বের কোটি কোটি মানুষের মতো আমিও খুব আঘাত পেয়েছি।
তিনি সুকির মতো ধান্ধাবাজ,সাদ্দামের মতো খুনী বা লাদেনের মতো মূর্খ ছিলেন না।দেশে দেশে লড়াই করতে গেছেন মানুষের স্বাধীনতা অার মুক্তি জন্য।
১৯৭১ সালে জীবিত থাকলে হয়তো বাংলাদেশেও আসতেন এ্যামেরিকার মদদে গণহত্যা-নারী নির্যাতনকারী পাকিস্তানী জানোয়ারদের বিুদ্ধে লড়াই করতে।

০৭ ই জুলাই, ২০১৮ সকাল ৮:৫০

চাঁদগাজী বলেছেন:


চে সাধরণ মানুষের কষ্ট বুঝেছিলেন

২৪| ০৬ ই জুলাই, ২০১৮ রাত ৮:৪৪

তারেক ফাহিম বলেছেন: দেশে পরে না থেকে আন্তর্জাতিক নিয়ে চিন্তা করায় গাজী ভাইর জন্য্ শুভকামনা।

চে’ এর মানবিক দিক হিসেব করলে ব্লগটি ছোট মনে হল B-)

দেশিয় ক্যাচাল পড়তে পড়তে ছোট মনে হল।

০৭ ই জুলাই, ২০১৮ রাত ২:০৮

চাঁদগাজী বলেছেন:



আমি চে' যে আলাদা ছিলেন, সেটা বুঝাতে চেয়েছি।

২৫| ০৬ ই জুলাই, ২০১৮ রাত ৮:৫৬

ঠাকুরমাহমুদ বলেছেন: অনল চৌধুরী ভাই, চে গুয়েভারা যখন লড়ছেন তখন বি প্যারেষ্টাইন ইসরায়েল সমস্যা ছিলো ? তাহলে প্যালেষ্টাইন রেখে ১৯৭১ এ বাংলাদেশে কেনো আসবেন ? উসামা বিন লাদেন তো সাউদি আরবের প্রথম শ্রেণীর নাগরিক বিন লাদের গ্রুপ প্রতিষ্ঠানের কর্ণধারদের একজন হয়েও সে উম্মাদ কেনো পাকিস্তান আফাগান ইরান ইরাক তুরস্ক সিরিয়া লেবানন লিবিয়া সহ সমস্ত আরব বিশ্ব গোপন মিশন মেরেছে ? সে ও কি তাহলে চে গুয়েভারার মতো মিশনে ছিলো ? মিশনটা কাদের দেওয়া ?

২৬| ০৬ ই জুলাই, ২০১৮ রাত ৯:০৫

ঠাকুরমাহমুদ বলেছেন: চাঁদগাজী ভাই, পৃথিবী শুরু থেকে বর্তমান পর্যন্ত অতি মানব বা মহামানব বলতে বই পুস্তকে আছে, বাস্তবে আমরা অতিমানব বা মহামানব হিসেবে যাদের চিনি তাদের কারণে কি পরিমান রক্তপাত হয়েছে তার ইাতহাস আমার চেয়ে ১০০ গুন বেশী আপনি জানেন । বাস্তবে অতিমানব বা মহামানব কেউ নেই তারপর মহামানব বললে বলতে হবে যিনি বিদ্যুৎ আবিস্কার করেছেন, যিনি চাকা আবিস্কার করেছেন, যারা রেডিও টিভি বেতার আবিস্কার করেছেন ইত্যাদি, মানুষকে যারা মানব সমাজে আরাম আনন্দ বিনোদন দিতে সাহায্যে করেছেন - নিরবচ্ছিন্ন পরিশ্রমের ফসল - আবিস্কার। অস্ত্র আবিস্কারক অবস্য সেই সম্মানটুকু পেয়েছেন বলে মনে হয় না ।

০৭ ই জুলাই, ২০১৮ রাত ২:০৭

চাঁদগাজী বলেছেন:


যাঁরা বিজ্ঞানকে কাজে লাগায়ে সভ্যতাকে সামনে নিয়েছেন, তারা মহান; যাঁদের বৈজ্ঞানিক নেই, তারা বসে থাকেননি; তাঁরা অর্থনীতিকে কাজে লাগিয়ে মানুষকে সাহায্য করেছেন।

২৭| ০৬ ই জুলাই, ২০১৮ রাত ৯:২৫

ঠাকুরমাহমুদ বলেছেন: চাঁদগাজী ভাই,
যুক্তরাষ্ট্র আর যুক্তরাজ্যের - চে তৈরি করে না, তারা আইয়ুব, জিয়া, এরশাদ, সাদ্দাম তৈরি করে। তাদের আফ্রিকা নিয়ে কোনো মাথা ব্যাথা নেই !!! যুক্তরাষ্ট্র আর যুক্তরাজ্যে তাহলে মধ্যপ্রাচ্য আর এশিয়া চিনে মাত্র ?

যুক্তরাষ্ট্র আর যুক্তরাজ্যের এ্যাসাসিন সম্পর্কে আমার চেয়ে আপনি অনেক অনেক বেশী জানেন এই আশা করছি । ইষ্ট তিমুর, কসোভো, কঙ্গো, আইভরিকোষ্ট, ঘানা সহ উগান্ডা, সিয়েরালিয়ন, বেনিন - - - নাজেরিয়া, ইথিউপিয়া আর কতো নাম বলে শেষ করা যাবে না, সর্বশেষে বলতে চাই বাংলাদেশ ১৯৭১ যুক্তরাজ্য পাকিস্তান মিত্রপক্ষ - পাকিস্তান রক্তক্ষয়ি যুদ্ধে জিতে গেলে ইয়াহিয়া আর ভুট্টোর মধ্যে একজন হতো ফিদেল আরেকজন হতো চে, - এই দুজনের মধ্যে যে কোনো একজনকে এমনিতে মরে চে হয়ে নায়ক হতে হতো ।।

০৭ ই জুলাই, ২০১৮ রাত ২:১০

চাঁদগাজী বলেছেন:



চে' রাজ্য জয়ের কথা বলেননি; তিনি মানুষকে বুঝায়েছেন যে, মানুষ পরস্পরকে সাহায্য করলে সবাই ভালো থাকতে পারবেন।

২৮| ০৬ ই জুলাই, ২০১৮ রাত ৯:৩৮

ঠাকুরমাহমুদ বলেছেন: অনল চৌধুরী ভাই ইতিহাস লেখা হয়, বিকৃত হয়, পরিবর্তন হয়, আমি না পড়ে এমনকি পত্রিকাও না পড়ে বিতর্ক করছি বলে আপনি মনে কষ্ট পেয়েছেন, বাংলাদেশে চে’র টুপি ব্যাগ টি-শার্ট পোষ্ট কার্ড পাওয়া যায় তবে তার নামে মসজিদে নামাজ মোনাজাত হয়েছে কি না জানেন কি ? আমি জানি না । আপনার বলা খুনী সাদ্দামের জন্য বাংলাদেশে প্রতিটি মসজিদে না হলেও ৯০%-৯৫% মসজিদে দোয়া মোনাজাত হয়েছে - বাংলাদেশের ১২ কোটি জনতা তখন সাদ্দাম নামে উম্মাদ ছিলো - আপনার কি মনে আছে - বেশি দিন আগের কথা তো নয় ?

আমি পত্রিকার বিজ্ঞাপণ পড়ি, রাষ্ট্রিয় খবর বিস্বাস করি না ।

২৯| ০৭ ই জুলাই, ২০১৮ রাত ৩:০৯

অনল চৌধুরী বলেছেন: অনল চৌধুরী ভাই, চে গুয়েভারা যখন লড়ছেন তখন বি প্যারেষ্টাইন ইসরায়েল সমস্যা ছিলো ? তাহলে প্যালেষ্টাইন রেখে ১৯৭১ এ বাংলাদেশে কেনো আসবেন ?অামি নিশ্চিত করিনি,হয়তো আসতেন বলেছি,কারণ তিনি এ্যাংগোলাতেও গিয়েছিলেন সামা্রাজ্যবাদের বিরুদ্ধে লড়তে।অার বাংলাদেশের গণত্যার মাত্রা ছিলো ব্যাপক,যা দেখে বৃদ্ধ ফরাসী দার্শনিক অাদ্রে মাল্রোও মুক্তিযুদ্ধে অংশ নিতে চেয়েছিলেন।
উসামা বিন লাদেন তো সাউদি আরবের প্রথম শ্রেণীর নাগরিক বিন লাদের গ্রুপ প্রতিষ্ঠানের কর্ণধারদের একজন হয়েও সে উম্মাদ কেনো পাকিস্তান আফাগান ইরান ইরাক তুরস্ক সিরিয়া লেবানন লিবিয়া সহ সমস্ত আরব বিশ্ব গোপন মিশন মেরেছে ? সে ও কি তাহলে চে গুয়েভারার মতো মিশনে ছিলো ? মিশনটা কাদের দেওয়া ? লাদেন,থালেবান অঅইএস-এসবকিছুই এ্যামেরিকার সৃষ্টি বলে হিলারী সহ এ্যামেরিকার কংগ্রেসম্যানরাও স্বীকার করেছে।এগুলির উদ্দেশ্য ছিলো সোভিয়েত ইউনিয়নের পতন ঘটিয়ে সমাজতন্ত্রকে ধ্বংস করা যাতে ১৯৯১ এ সফল হয়েছে এ্যামেরিকা অার পশ্চিমারা।কিন্ত ভাগ্যের লিখনে সাদ্দামসহ,লাদেন,তালেবান ,আইএস-প্রত্যেকেই এ্যামেরিকার বিরুদ্ধে চলে যায়।
বাংলাদেশে চে’র টুপি ব্যাগ টি-শার্ট পোষ্ট কার্ড পাওয়া যায় তবে তার নামে মসজিদে নামাজ মোনাজাত হয়েছে কি না জানেন কি ? আমি জানি না । আপনার বলা খুনী সাদ্দামের জন্য বাংলাদেশে প্রতিটি মসজিদে না হলেও ৯০%-৯৫% মসজিদে দোয়া মোনাজাত হয়েছে - বাংলাদেশের ১২ কোটি জনতা তখন সাদ্দাম নামে উম্মাদ ছিলো - আপনার কি মনে আছে - বেশি দিন আগের কথা তো নয় ?মূর্খদের ঘৃণা অঅর প্রার্থনা-দুই্ সমান।এটা নিয়ে অঅলোচনা করা কি বুদ্ধিমানের পরিচয়? বাংলাদেশের লোকের ধর্মবিশ্বাস,রাজনী অঅর খোলাধূলায় ব্রাজিল অঅর্জেনটিনা সমর্থন-সব কিছুই তো হুইন্যা।এদেশের মানুষের তো অঅর ইউরোপ-এ্যামেরিকার মানুষের মতো বই পড়ে সব কিছু বোঝার চেষ্টা করার অভ্যাস নাই।এই সাদ্দাম শিয়াপ্রধান ইরাকের শাসক হয়েও নিজে সুন্নি হওয়ার কারণে ১৯৮০ সালে ইসরাইল আক্রমণ না করে এ্যামেরিকার নির্দেশে ইসলামী বিপ্লবের পরের বছরই আক্রমণ করেছিলো আরেক শিয়াপ্রধান দেশ ইরান।অথচ ইসরাইল এর কিছুদিন অাগেই ইরাক অঅক্রমণ করে পারমাণবিক চুল্লি ধ্বংস করে দেয়।কিন্ত সাদ্দাম ইসরাইল আক্রমণ করেনি।
৮ বছরের ইরাক-ইরান যুদ্ধে দুই দেশেরই লক্ষ-কোটি ডলারের সম্পদ ধ্বংস অার অসংখ্য প্রাণহাণি হয়।
এই খুনী সাদ্দামই অাবার ১৯৯০ সালে কুয়েত আক্রমণ করলে এ্যামেরিকা তার বিরুদ্ধে চলে যায়।অামি তখন দশম শ্রেণীতে পড়তাম।সব কিছু প্রতিদিন টিভিতে দেখেছি।
সাদ্দাম নিজ দেশের লক্ষ লক্ষ শিয়া অার কুর্দি হত্যা করেছে।নিজের মেয়ের জামাইদের হত্যা করতে বাধেনি।এরকম একটা খুনীর জন্য না জেনে বাংলাদেশের বক-ধার্মিক অার মূর্খরাই প্রার্থনা করেছে।
চে মৃত্যুর পেছনে আরেক জনের হাত আছে বলে রাশিয়ান ইন্টেলিজেন্স মনে করে - তিনি “চে সাহেবের বন্ধু ফিদেল” !!!!!!!!!!!!এব্যাপারে অাপনার তথ্যের উৎসটা কি সবাইকে জানাবেন??

০৭ ই জুলাই, ২০১৮ ভোর ৬:৫০

চাঁদগাজী বলেছেন:


ফিদেল চেয়েছিল চে' আজীবন থাকুক কিউবায়; ফিদেলে শক্ত বিশ্বাসের লোক।

৩০| ০৭ ই জুলাই, ২০১৮ সকাল ৭:২৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
মহান বিপ্লবী চে, আপনার মৃত্যু আমাদেরকে অপরাধী করে দিয়েছে।
বিপ্লব দীর্ঘজীবী হোক।
মানবতার জয় হোক।
জয় হোক খেটে খাওয়া সাধারণ মানুষের।

০৭ ই জুলাই, ২০১৮ সকাল ৮:৪৮

চাঁদগাজী বলেছেন:



তিনি সাধারণ মানুষের অধিকারের জন্য কাজ করেছেন।

৩১| ০৭ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৫০

টারজান০০০০৭ বলেছেন: সোভিয়েত ইন্টেলিজেন্সের খবর সঠিক হওয়ার ব্যাপক সম্ভাবনা আছে ! বাস্তবেও দেখা যায় পাঁঠারা স্বার্থ পূরণ করিতে একজন আরেকজনের ইয়ে মারিয়া থাকে ! আমাদের দেশের ১২ জনের ১৩ দল বানাইয়া পরস্পর ইয়ে মারামারি তাহার উজ্জ্বল দৃষ্টান্ত !

০৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮

চাঁদগাজী বলেছেন:


কেজিবি, সিআইএ, মোসাদ ইত্যাদি কি করছে বুঝা কঠিন।

৩২| ০৭ ই জুলাই, ২০১৮ সকাল ১১:১৫

খাঁজা বাবা বলেছেন: লেখাটা ভাল লাগল।
এই লেখা বাংলাদেশের প্রেক্ষাপটে আপনার কাছে আশা করছি।

০৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৫০

চাঁদগাজী বলেছেন:


তিনি ল্যাটিনো ও সাধারণ মানুষর জন্য বড় উদাহরণ

৩৩| ০৭ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৪৬

ঠাকুরমাহমুদ বলেছেন: টারজান০০০০৭ ভাই, অনেক কষ্টে হাসি থামিয়ে কমেন্ট করছি আপনার মন্তব্য যথাযথ, বাস্তবে রাশিয়ান ইন্টেলিজেন্স অনেকটা এভাবেই তাদের ফাইলে নথি তথ্য লিখেছেন অকথ্য নোংরা গালাগালিতে সয়লাব সেই ফাইল !!! হাঃ হাঃ হাঃ হাঃ
চাঁদগাজী ভাই আমার সাথে একমত হচ্ছেন না - অথচ তিনি নিজেও আমার চাইতে ১০০ গুণ ভালো জানেন এ বিষয়ে, আর অনল চৌধুরী ভাই যদি আমাকে পত্রিকা পড়তে বলেন টিভি দেখতে বলেন - আমি বলবো ভাই আমি টিভি পত্রিকার ন্যাশনাল ইন্টারন্যাশনাল ভুল তথ্য সমৃদ্ধ খবর দেখতে ও পড়তে মাথা ব্যাথা করে ।।

৩৪| ০৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:০২

অনল চৌধুরী বলেছেন: ]টারজান০০০০৭ সোভিয়েত ইন্টেলিজেন্সের খবর সঠিক হওয়ার ব্যাপক সম্ভাবনা আছে ! সেই সঠিক খবরটা দেখতে চাই।

ঠাকুর মাহমুদভাই আমি টিভি পত্রিকার ন্যাশনাল ইন্টারন্যাশনাল ভুল তথ্য সমৃদ্ধ খবর দেখতে ও পড়তে মাথা ব্যাথা করে ।গণমাধ্যমের সব তথ্যই ভুল?তাহলে সত্য তথ্যের উৎস কি? গোপন ফাইলের তথ্যগুলিও তো পরে গণমাধ্যমেই প্রকশিত হয়।

৩৫| ০৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:২০

ঠাকুরমাহমুদ বলেছেন: অনল চৌধুরী ভাই এর যথাযথ মতামতে আমি কৃতজ্ঞ । অনল ভাই ফিদেল ও চে সাহেব সম্পর্কে আমার দেওয়া তথ্য আপনার জানা রইলো সত্য মিথ্যা আপনি নিজে একদিন জানবেন - তখন অদ্ভুৎ আশচর্য্য হবেন সেই সামান্য ঠাকুরমাহমুদ কিভাবে এই তথ্য ২০১৮ তে দিলো - যদিও এই তথ্য আমার জানা আনুমানিক ২০০০ - ২০০২ তে আমি ও বৃদ্ধ বয়ষেই জেনেছি আপনার ভাই বয়ষ হোক সব কিছু জানার হয়তো সময় প্রয়োজন - সময়ের আগে জানতে নেই !

যেমন চাঁদগাজী ভাই অনেক কিছুই জানেন - তবে অনেক কিছুই বলেন না, স্যাবোট্যাজ, এ্যাসাসিন সম্পর্কে এই চাঁদগাজী ভাই লিখতে শুরু করলে বেগম জিয়া শেখ হাসিনা নিয়ে লেখা আগামী ৬ মাসে আর লিখবেন না - লেখা সম্ভব না কারণ সিরিয়ালে আসবে না । তারপরও চাঁদগাজী ভাই কে অনুরোধ করছি আপনি আন্তর্জাতিক ক্যূ - এ্যাসাসিন - স্যাবোট্যাজ - রবারী নিয়ে লিখুন। আপনার সম্পর্কে ব্লগে কয়েকজন যাচ্ছেতােই মন্তব্য করে - আপনার নিজের তথ্যের ঝুলি কিছুটা ব্লগে দেখান - সবাই দেখুক !!!

*যেমন আমি অনল চৌধুরী ভাইকে বলবো না রাশিয়ান তথ্য সুত্র কোথায় আরো ভিন্ন ভিন্ন তথ্য - এখানেই আমার সমাপ্তি ।

৩৬| ০৮ ই জুলাই, ২০১৮ রাত ২:০৪

অনল চৌধুরী বলেছেন: টারজান০০০০৭ সোভিয়েত ইন্টেলিজেন্সের খবর সঠিক হওয়ার ব্যাপক সম্ভাবনা আছে ! বাস্তবেও দেখা যায় পাঁঠারা স্বার্থ পূরণ করিতে একজন আরেকজনের ইয়ে মারিয়া থাকে ! আমাদের দেশের ১২ জনের ১৩ দল বানাইয়া পরস্পর ইয়ে মারামারি তাহার উজ্জ্বল দৃষ্টান্ত ! ফিডেল-রাউল ক্যাষ্ট্রো অঅর চে গুয়েভেরা-রা বাংলাদেশের বিএনপি অার অাওয়ামীদের মতো কামড়াকামড়ি করে না।করলে এ্যামেরিকার মতো বিশ্বসন্ত্রাসীর নাকের ডগায় বসে ১৯৫৯ কিউবায় সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে পারতো না।
ঠাকুরমাহমুদ আমি ও বৃদ্ধ বয়ষেই জেনেছি আপনার ভাই বয়ষ হোক সব কিছু জানার হয়তো সময় প্রয়োজন - সময়ের আগে জানতে নেই !এই কথাগুলি শালীনতার বাইরে চলে গেলো।৪৪ বছরের একজন বিপ্লবী লেখক যে গত ২৬ বছর ধরে লেখালেখির মাধ্যমে দেশ-জাতি-সমাজ পরিবর্তনের চেষ্টা করছে অার যে বাংলাদেশে পর্বত অারোহণের পথিকৃত,সে নিশচ্য়ই কারো চেয়ে বেশী ছাড়া কম বোঝে না।
*যেমন আমি অনল চৌধুরী ভাইকে বলবো না রাশিয়ান তথ্য সুত্র কোথায় আরো ভিন্ন ভিন্ন তথ্য - এখানেই আমার সমাপ্তি সূত্র নাই তাই দিতে পারছেন না।থাকলে দিতেন কারণ এটা তো অার আপনার নিজের তত্ব না।

৩৭| ০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:২৩

ঠাকুরমাহমুদ বলেছেন: অনল চৌধুরী ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ ।

৩৮| ০৯ ই জুলাই, ২০১৮ রাত ২:৪৬

অনল চৌধুরী বলেছেন: সর্বশেষে বলতে চাই বাংলাদেশ ১৯৭১ যুক্তরাজ্য পাকিস্তান মিত্রপক্ষ - পাকিস্তান রক্তক্ষয়ি যুদ্ধে জিতে গেলে ইয়াহিয়া আর ভুট্টোর মধ্যে একজন হতো ফিদেল আরেকজন হতো চে, - এই দুজনের মধ্যে যে কোনো একজনকে এমনিতে মরে চে হয়ে নায়ক হতে হতো কিসের সাথে কিসের তুলনা করলেন!!!! মুজিব-তাজউদ্দিন কই?

৩৯| ০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৪৩

ঠাকুরমাহমুদ বলেছেন: অনল চৌধুরী বলেছেন: কিসের সাথে কিসের তুলনা করলেন!!!! মুজিব-তাজউদ্দিন কই? মরিলে অমর হয় বেঁচে থাকলে এরশাদ হয় !!!

৪০| ১০ ই জুলাই, ২০১৮ ভোর ৪:০৭

অনল চৌধুরী বলেছেন: এরশাদ কি কোথাও ঘৃণিত?
এরশাদ অধম কিন্ত তার চাইতে উত্তম কে?

১০ ই জুলাই, ২০১৮ ভোর ৪:৫৫

চাঁদগাজী বলেছেন:


জিয়া ও এরশাদ নির্বাচিত সরকার (হত্যা করে, সরায়ে) থেকে ক্ষমতা কেড়ে নিয়েছে; এটার বিচার এখনো হয়নি।

৪১| ১০ ই জুলাই, ২০১৮ ভোর ৬:২৭

রাবব১৯৭১ বলেছেন: বিপ্লবির নিদ্ধিষ্ট দেশ থাকতে নেই

১০ ই জুলাই, ২০১৮ ভোর ৬:৩৮

চাঁদগাজী বলেছেন:


আসলে, উনার জন্য কোন দেশ ছিলো না; উনি মানুষের পক্ষে লড়েছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.