নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

জাতীর কক্ষপথ বদলাতে একটি বিশুদ্ধি অভিযান দরকার?

১০ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১৮



আমাদের অবক্ষয় এমন পর্যায়ে পৌঁছেছে যে, এখন বিশ্বে, শুধুমাত্র পাকিস্তান ও নাইজেরিয়া আমাদের চেয়ে সামান্য খারাপ জাতি; পাকিস্তান হয়তো আমাদের খুবই কাছাকাছিই হবে; এর থেকে বের হওয়ার দরকার; সে জন্য দরকার একটা বিশুদ্ধি অভিযান। বিশুদ্ধি অভিযান চালানোর জন্য বিশুদ্ধ ব্যক্তির দরকার, কিংবা শক্তিশালী ব্যক্তির দরকার; শেখ হাসিনা এই মহুর্তে ভয়ংকরভাবে শক্তিশালী; তিনি চাইলে, একটা স্তর অবধি বিশুদ্ধি অভিযান সম্ভব। মাও বা স্টালিনের মতো বিশুদ্ধি নয়; কারণ, আমাদের এখানে সোস্যালিজম নেই; তবে, বাংগালীরা ১৯৫২ সাল থেকে জাতীয়তাবাদী, এই গুণটিকে আদর্শ হিসেবে ধরে, একটা বিশুদ্ধ অভিযান খুবই দরকার; এতে কাউকে মারতে হবে না, জেলে দিতে হবে না, শুধু অশুদ্ধদের শক্তিহীন করতে হবে আইনের মাধ্যমে।

কাজটি করতে হবে নীরবে; জানিয়ে করলে, মানুষ প্রথমে অকারণে আতংকিত হবে, না বুঝে বিরোধীতা করবে; দুষ্ট রাজনৈতিক দলগুলো ষড়যন্ত্র করবে।

বিশুদ্ধি অভিযানটি শুরু করতে হবে সরকার ও প্রশাসনে প্রথমে; প্রথমেই দরকার বিশুদ্ধ সরকার গঠন করা: এর জন্য দরকার বিশুদ্ধ রাজনৈতিক দল, বিশুদ্ধ ইলেকশান কমিশন। শেখ হাসিনা চাইলে, এই ২টি কাজ করা এখন সম্ভব; উনার অবর্তমানে দেশ বেশ কিছু সময়ের জন্য অরাজকতার মাঝে যাবে; এখন বিশুদ্ধি অভিযান চালালে সরকার ও প্রশাসন মোটামুটি ভালোর দিকে গেলে, উনার অবর্তমানে যে অরাজকাতার সম্ভাবনা আছে, তা ঘটবে না; ঘটলেও কন্ট্রোল করা সম্ভব হবে।

পার্লামেন্ট নির্বচনের জন্য, তিনি খুবই দক্ষ ও সৎদের নিয়ে ইলেকশান কমিটি গঠন করে; তাদের সাহায্যে বিনা-দলে একটি "প্রাইমারী" করতে পারেন; এতে তিনি এলাকার সবচেয়ে প্রফেশানেলদের সাথে যোগাযোগ করে, একটি চুক্তি করতে পারেন যে, 'প্রাইমারী"তে জয়ী হলে, এরা উনার দল থেকে ভোট করবেন। নিজকে সিকিউর রাখার জন্য তিনি আওয়ামী লীগের শ'খানেক ভালো মানুষকে প্রাইমারীতে রাখতে পারেন, যারা জয়ী হবে, এবং সেসব এলাকায় দলের বাহিরের লোকের জন্য সুযোগ রাখা হবে না।

প্রাইমারী হলো, মুল নির্বাচনের আগে প্রাথমিকভাবে ফাইনাল কেন্ডিডেট নির্বাচিত করা; মুল নির্বাচনে শুধু প্রাইমারীর বিজয়ীরা অংশ নেন।

যারা প্রাইমারীতে ১ম ও ২য় স্হানে যাবে, তারা ভোটে কেন্ডিডেট হবেন; অন্য কেহ প্রার্থী হতে পারবেন না; এদের নিয়ে সরকার গঠন করার পরপরই, প্রশাসনে হাত দেয়া সম্ভব হবে। প্রশাসনে যারা আছেন, সামান্য দাগ পেলেই তাকে অপসারণ কিংবা অন্য চাকুরীতে স্হানান্তর। এতে ৯৯% নতুন লোকের সমন্ময়ে নতুন প্রশাসন গড়ে উঠবে। সরকার ও প্রশাসন বিশুদ্ধ হয়ে গেলে, বাকী কাজ সহজ হয়ে যাবে।

মন্তব্য ১৩০ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৩০) মন্তব্য লিখুন

১| ১০ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২৫

সূচরিতা সেন বলেছেন: সুন্দর আপনার হুতুম প্যাচার ছবিখানা।

১০ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩২

চাঁদগাজী বলেছেন:


আমার কাছে, ছবিটা আসলে পোষ্ট থেকেও ভালো লাগে

২| ১০ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩২

স্রাঞ্জি সে বলেছেন: বিশুদ্ধ; জাতি কি সবই বিশুদ্ধ ।
বর্তমান প্রজন্মে বিশুদ্ধ ব্যক্তি কী খুঁজে পাওয়া যাবে?
সবতো মাল দিয়ে মাল খাওয়া লোক।

১০ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩

চাঁদগাজী বলেছেন:


১৭ কোটীর মাঝে কমপক্ষে ১৭ লাখ ভালো, দক্ষ মানুষ আছেন; না হয়, জাতি নাইজেরিয়ার পর্যায়ে চলে যেতো।

৩| ১০ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আগাছা পরগাছারা আপনার মতো দেশ ছাড়লে
দেশ জঞ্জাল মুক্ত হতো।

১০ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯

চাঁদগাজী বলেছেন:


আমি তো বেশীর ভাগ সময়েই দেশে নেই; আপনি কিন্তু ওখানে সারাক্ষণ আছেন!

৪| ১০ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭

শেয়াল বলেছেন: জাতী নাইজেরিয়ার পর্যায়ে থাকলে ভালৈ আছিলো । ওয়ার্ল্ড কাপে খেলতে পারতাম আরগেনটিনা বাজিল নিয়া কামড়াকামড়ি কড়তাম না । নাইজেরিয়ার চাইতেও ২০ বছর পিছনে আছি আমরা হঁু

১০ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪১

চাঁদগাজী বলেছেন:



আপনি তো ঠিকই বলেছেন; আফগানদের উদাহরণও দেয়া যাবে না! তা'হলে আমরা বিশ্বে পাকীদের চেয়ে ভালো মানুষ!

৫| ১০ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯

স্রাঞ্জি সে বলেছেন: কিন্তু
শুদ্ধ মানুষ গুলো খোলাস ছেড়ে বের হতে চাই না।

আজকালকার শুদ্ধ জাতি গুলো ভীতু।

১০ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪২

চাঁদগাজী বলেছেন:


সেই জন্য পেছনে লাঠিওয়ালা একজনের দরকার; সেটাই শেখ হাসিনার কাজ

৬| ১০ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পরগাছা, উপগাছা একসময় অবহেলিত, দলিত মথিত হয়ে
মূল ধারা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। টিকে থাকে মূল। আমরা
টিকে আছি হাজারো সমস্যার মাঝেও দেশের প্রথম শ্রেণি হয়ে!
পরের দেশের কোন থার্ড ক্লাস নাগরিক হয়ে নয়।

১০ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:০৯

চাঁদগাজী বলেছেন:


দেশের অবস্হা প্রমাণ করছে যে, আপনি টিকে আছেন।

৭| ১০ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪

চঞ্চল হরিণী বলেছেন: ছবি প্যাঁচার, কিন্তু প্রস্তাবনা প্যাঁচানো না। বিশুদ্ধি অভিযানের সহজ সরল প্রস্তাব দিয়েছেন। 'প্রাইমারী' বিষয়টা কিছুটা আমেরিকার সিনেট নির্বাচনের সাথে মিল আছে। তবে এই সহজ প্রস্তাবের ভেতর সবচেয়ে জটিল হবে বিশুদ্ধ লোক খুঁজে পাওয়া। আর প্রস্তাবখানা শুধু ব্লগে না থেকে; শেখ হাসিনা পর্যন্ত পৌঁছানো দরকার।

১০ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:১০

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা ইহা শুনলে, ঢাকা থেকে রাজধানী সরায়ে টুংগিপাড়া নিয়ে যাবেন।

৮| ১০ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫

নতুন বলেছেন: দেশের যে অবস্থা তাতে লোম বাছতে বাছতে কম্বলের কিছুই থাকবেনা। :)

১০ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:১১

চাঁদগাজী বলেছেন:


কম্বল জীবানু, ইহা পরিস্কার করার দরকার।

৯| ১০ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২০

যবড়জং বলেছেন: ভূত তাড়াতে ভূতের ওঝা
সহজ তবু নয়তো সোজা
ঝাড়ুর মাঝে ভূতের বাড়ী
কেমন করে গদিটা ছড়ি ।।


১০ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২৬

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিাকে গদি ছাড়তে হবে না; গদি আরো শক্ত হবে; জাতির অবক্ষয় রোধ হবে।

১০| ১০ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২৩

নতুন বলেছেন: যেই ত্যাগ, কস্ট স্বীকার করতে হবে এই অভিজানে..... তা করার জন্য কি বাংলাদেশীরা প্রস্তুত আছে?

দেশের বেশির ভাগ মানুষই দূনিতি করতে অভস্ত এবং তারা হালকা দূনিতি করতে চায়।

সবাই তাড়াতাড়ী কাজ করাতে চায়, কেউই লাইনে দাড়াতে চায় না.... প্রভাব দেখিয়ে কাজ আদায় করতে চায়।
সবাই সটকাট খোজে...সিসটেম খোজে...
সবাই তত্ব কথা বলে,,, কিন্তু নিজের সময় কিছু মাল ছেড়ে ঝামেলা থেকে মুক্তি পেতে চেস্টা করে।

জাতীগত ভাবে প্রস্তুত হতে অনেক সময় লাগবে....

১০ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২৮

চাঁদগাজী বলেছেন:



৪৭ বছরের অবক্ষয় ৭ বছরে বন্ধ হবে না; তবে, বন্ধের শুরু হবে। শেখ হাসিনার পর, দেশ এক ভয়ংকর অরাজকতার মাঝে যাবে; অনেকেই প্রস্তুতি নিচ্ছে।

১১| ১০ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২৮

ভিন্নচিন্তা ভিন্নমত ভিন্নপথ বলেছেন: @ চাঁদগাজী-ভীমরতি বা dotage-এর অন্যতম লক্ষণ anecdotage অর্থাৎ বাজে গল্প ফাঁদা। এই পোস্টকে বলা যায় ভীমরতিপ্রাপ্ত বৃদ্ধের প্রলাপ।

১০ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬

চাঁদগাজী বলেছেন:


সব আইডিয়া গল্প ও স্বপ্ন থেকেই আসে। হযরত ইব্রাহিমের বাচ্ছা হয়েছিল ৮০/৯০ বছর বয়সে।

১২| ১০ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩০

তারেক ফাহিম বলেছেন: সবার আগে মানসিকতা পরিবর্তন।

আপনি প্রায় রাজনিতী পোষ্টগুলোতে হুতুম পেঁচার ছবি দেন B-)

১০ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৪২

চাঁদগাজী বলেছেন:



এটা একধরণের দৃষ্টি আকর্ষণ।

মানসিকতাও বদলাচ্ছে না; কারণ, আমাদের শিক্ষা ব্যবস্হা আধুনিক বিশ্ব থেকে আলাদা, বরং মানসিকতাকে সংকীর্ণ করতে সাহায্য করছে।

১৩| ১০ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ভিন্নচিন্তা ভিন্নমত ভিন্নপথ বলেছেন: @ চাঁদগাজী-ভীমরতি বা dotage-এর অন্যতম লক্ষণ anecdotage অর্থাৎ বাজে গল্প ফাঁদা। এই পোস্টকে বলা যায় ভীমরতিপ্রাপ্ত বৃদ্ধের প্রলাপ।

পাগলেও বোঝে কিন্তু তিনি বুঝেন না,
তিনি তার পরবর্তী জীবনে বুঝতে
সক্ষম হবেন বলেও
মনে হয় না।

১০ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮

চাঁদগাজী বলেছেন:

ব্লগার ভিন্নচিন্তা ভিন্নমত ভিন্নপথ'এর ব্লগিং ইতিহাস দেখলাম, আসলে ভিন্নপথের লোক, ব্লগার বলে মনে হলো না

১৪| ১০ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮

পদাতিক চৌধুরি বলেছেন: শ্রদ্ধেয়,

গোটা বাঙালী জাতির মধ্যে এই অবক্ষয় নেমে এসেছে । পশ্চিমবঙ্গে বামআমলে বিশ্ববিদ্যালয়ে শোভা বর্ধন করতো বামেরা। রম্যকরে চালু হওয়া কথা, অনিলায়ন। তৎকালীল বামফন্ট্রের চেয়ারম্যান ছিলেন অনিল বসু, যার নামে এরকম নামকরণ । বর্তমান মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার আগে বলেছিলেন কলেজ বিশ্ববিদ্যালয়কে রাজনীতি মুক্ত করবেন। কিন্তু উনি আরও মারাক্মক ভাবে পার্টিকে শিক্ষাঙ্গনে প্রবেশ করালেন। কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা হল মারাত্মকভাবে দলদাস । সুতরাং চালু হল মমতায়ন। কাজেই সেই একই প্রবাদ, নুতন বতলে পুরানো মদ সমান প্রাসঙ্গিক আমাদের বাঙালী জাতির ক্ষেত্রে।

অনেক শ্রদ্ধা ও শুভকামনা আপনাকে।

১০ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫১

চাঁদগাজী বলেছেন:



পশ্চিম বংগ ভারতের সাথে তাল মিলাতে বাধ্য, এদিক ওদিক করে বেশী দুরে যেতে পারবে না; আমাদের কোন কক্ষ নেই; আমাদের উপগ্রহেরও কক্ষ ছিলো না, উহা কিনতে হয়েছে।

১৫| ১০ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫১

অনল চৌধুরী বলেছেন: অাইয়ুব খান,বাকশালী,জিয়া,এরশাদ,মইন-ফখরুদ্দিন -সবাই জাতিকে শুদ্ধ করতে চেয়েছিলো।কিন্ত কেউই পারেনি।কারণ সরিষা দিয়ে ভুত তাড়ানো যায় না,সরিষার ভিতরেই ভুত থাকে।
এদেশে চীন,জাপান,কোয়িা,মঅলয়শিয়া,ভুটান,কিইবাবা ইউরোপ-এ্যামেরিকার মতো মেরুদন্ডসম্পন্ন নীতিবান লোক হাতে গোণা।৯৯% ই নীচ স্তরের।
এদের দিয়ে ভালো কিছু করা সম্ভব না।

১০ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬

চাঁদগাজী বলেছেন:


জিয়া, এরশাদ, বেগম জিয়া ও মঈন, এরা না রাজনীতিবিদ বা বুদ্ধিমান মানুষ; এদের দল ছিলো না, দেশবিরোধীদের ও মিলিটারীকে নিয়ে দল বানায়েছিল বেআইনীভাবে। বিশুদ্ধি অভিযান চালালে জিয়ার কবরও পার্লামেন্টের পাশে থাকবে না, নাম তো দুরের কথা।

শেখ হাসিনার হাতে লাঠি থাকতে শিয়াল তাড়ানোর দরকার।

১৬| ১০ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩

বিষক্ষয় বলেছেন: এই রকম প্রাইমারি সেকেন্ডারি মার্কা ইলেকশান পাকিস্থান আমলে জেনারেল আইউব খান করেছিলো, নামও দিছিলো Basic Democracy
আর দেশে যে অপশাসন, বিচারহীন পুলিশি হত্যাকান্ড চলতেছে তাতে বিশুদ্ব মানুষ- বিশুদ্বতার অভিজানের কথা শুনে হিটলারের Aryan Master Race এর কথা আর ইহুদি নির্মুলের কথা মনে করে দেয়

১০ ই জুলাই, ২০১৮ রাত ৮:০০

চাঁদগাজী বলেছেন:


জ্বি, মনে হচ্ছে , আপনি ডিমের মাঝে ছিলেন আইয়ুবের আমলে? Basic Democracy'তে প্রেসিডেন্ট নির্বাচন হতো পরোক্ষ ভোটে।

বিশুদ্ধ অভিযানের শুরু হতে হবে প্রথমে সরকার ও প্রশাসনে।

১৭| ১০ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫

অনল চৌধুরী বলেছেন: বাঙ্গালী ১৯৫২ সাল থেক্ জাতীয়তাবাদী !!!!! হাসালেন!! ১৯৯১ এর পর ইংলিশ মিডিয়াম ছাড়া সন্তানদের পড়াতে অনিচ্ছুক মধ্যবিত্তদের বাঙ্গালী এখন বাংরেজ।

১০ ই জুলাই, ২০১৮ রাত ৮:০৫

চাঁদগাজী বলেছেন:


জাতীয়বাদী একটা রাজনৈতিক আইডিয়া ও তত্ব, মনে হয়, আপনি উহা বুঝেন না; উইকিপিডিয়া দেখুন

১৮| ১০ ই জুলাই, ২০১৮ রাত ৮:৩২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্রশাসনে শুদ্ধি অভিযান অনেক আগেই শেষ , সেখানে আওয়ামীলীগ ছাড়া অন্য কেউ নেই।
তবে দেশ নিয়ে আপানার ভাবনা ভাল লাগলো।

১০ ই জুলাই, ২০১৮ রাত ৮:৪৭

চাঁদগাজী বলেছেন:



আওয়ামী লীগ দুনিয়ার গার্বেজ যোগাড় করেছে; ওরা শেখ হাসিনার দম বন্ধ করার উপক্রম করেছে। সমস্যা হলো, শেখ হাসিনা জামাতীদের সাপের থেকেও বেশী ভয় পায়; সেজন্য খালি মুজিবকোট খোঁজে; কোট হলেই হলো, মাথা না থাকলেও চলে

১৯| ১০ ই জুলাই, ২০১৮ রাত ৮:৪৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আগেই তো বলেছি, উনার রাজনৈতিক চাওয়া পাওয়া সব শেষ। এখন উনি যদি এই শুদ্ধি অভিযান শুরু করেন (যদিও এসব ব্যক্তি আর নিজের খারাপ গন্ডি থেকে বের হতে পারে না) তাহলে গণতন্ত্রের জন্য ভালোই হত...

১০ ই জুলাই, ২০১৮ রাত ৮:৪৯

চাঁদগাজী বলেছেন:


উনি যেই পরিমাণ গার্বেজ সৃষ্টি করেছেন, উহা পরিস্কার করার দরকার; না হয়, উনার পর, গার্বেজ থেকে মিথেন গ্যাস বের হবে।

২০| ১০ ই জুলাই, ২০১৮ রাত ৮:৪৭

নূর আলম হিরণ বলেছেন: শেখ হাসিনাকে আপনি উপর থেকেই শক্তিশালী মনে করে যাচ্ছেন! আপনি শেখ হাসিনার উপদেষ্টা গুলির দিকে যদি তাকান তাহলে দুই একজন ব্যতীত বাকি সবাই ব্যবসায়ী। শুধু ব্যবসায়ী না আপাদমস্তক ব্যবসায়ী। এরা শেখ হাসিনাকে ভুল কক্ষপথে ঘুরাচ্ছে। আপনি যেমনটি বলে থাকেন শেখ হাসিনার বিচার করার জন্য ক্ষমতায় এসেছে। এই একটা ব্যাপারে তারা শেখ হাসিনাকে ঠিকভাবে পরামর্শ দেয় আর বাকি ব্যাপারগুলোতে শেখ হাসিনাকে ভুল বুঝিয়ে থাকে। শেখ হাসিনা ছাড়া আর দুই একজনের নাম বলেন যারা এরকম শুদ্ধি অভিযানে শেখ হাসিনাকে সাহায্য করতে পারে, নিদেনপক্ষে শুরু করলে তার পাশে থাকতে পার।

১০ ই জুলাই, ২০১৮ রাত ৯:০০

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনার পাশে মতিয়া থাকবে, শতশত তরুণ আওয়ামী লীগের থাকবে; আমি এদের চিনি না; তবে, উনার কাছে ওদের লিষ্ট আছে।

উনি মুহিত ও লোটাস কামালকে নিয়ে ডুবে গেছেন; উনাকে বিদেশী এডভাইজার নিতে হবে।

২১| ১০ ই জুলাই, ২০১৮ রাত ৮:৫৩

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: জাতির জন্য সু-দিন অপেক্ষা করছে, আগাছা ফলন দেয়া শুরু করছে। হাতুড়ি হতে যাচ্ছে জাতীয় প্রতীক ।

১০ ই জুলাই, ২০১৮ রাত ৯:০১

চাঁদগাজী বলেছেন:


লীগে সব সময় কিছু বিপদজনক "বাম" থাকে; উহারা "কাস্তে ও হাতুড়ী" যোগ করেছে।

২২| ১০ ই জুলাই, ২০১৮ রাত ৮:৫৭

ভিন্নচিন্তা ভিন্নমত ভিন্নপথ বলেছেন: @ চাঁদ গাজী- 1. তৃতীয় বিশ্বের নেতা হওয়ার জন্য দুটি জিনিস দরকার : বন্দুক ও কবর ।
2. বিশ্বের নারী নেতারা নারীদের প্রতিনিধি নয় ; তারা সবাই রুগ্ন পিতৃতন্ত্রের প্রিয় সেবাদাসী । ( হুমায়ূন আজাদের প্রবচনগুচ্ছ )

১০ ই জুলাই, ২০১৮ রাত ৯:০৩

চাঁদগাজী বলেছেন:


হুমায়ূন আজাদও একজন লেখক, উনারও প্রবচন আছে, আপনি আবার সেটা আমাকে শুনাচ্ছেন? বেকার নাকি?

২৩| ১০ ই জুলাই, ২০১৮ রাত ৯:১৯

শামচুল হক বলেছেন: বিশুদ্ধ অভিযান করবে কে? বিশুদ্ধ লোকই তো খুঁজে পাচ্ছি না।

১০ ই জুলাই, ২০১৮ রাত ৯:২২

চাঁদগাজী বলেছেন:


আমাদের রাজনীতিতে বিশুদ্ধ কেহ নেই, একজন আছেন শক্তিশালী

২৪| ১০ ই জুলাই, ২০১৮ রাত ৯:৩৯

সিগন্যাস বলেছেন: আমি সায়েন্স ফিকশন পড়ে জীবন কাটিয়ে দেব

১০ ই জুলাই, ২০১৮ রাত ৯:৪৫

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশে, বিশুদ্ধি অভিযান সায়েন্স ফিকশন থেকেও কম বাস্তব

২৫| ১০ ই জুলাই, ২০১৮ রাত ১০:৩৩

লায়নহার্ট বলেছেন: {এতে হাসিনা আপার লাভটা কি? বিশুদ্ধিকরণের পর আওয়ামীলীগ টিকে থাকবে বলে মনে করেন? (বলছিনা যে বিএনপি টিকে থাকবে, আরেকটা কথা, আমরা লিখি হাসিনা, কিন্তু বলি হাছিনা, খেয়াল করেছেন?)}

১০ ই জুলাই, ২০১৮ রাত ১০:৩৯

চাঁদগাজী বলেছেন:


জামাত বাংগালাদেশে গণহত্যা চালিয়েছিল, বিএনপি ও জাপা মিলিটারীরা ক্ষমতা দখল করে, বেআইনীভাবে দল করেছে খারাপ মানুষ থেকে; এগুলো থাকা মানে জীবানু পোষা।

এগুলো বিলুপ্ত হলে মানুষ স্বাভাবিক রাজনৈতিক দল গঠন করবেন। শেখ হাসিনার দায়িত্ব আছে এই জন্য যে, উনার বাবা মানুষকে আশা দিয়ে পরে নিরাশ করেছিলেন; বাবার মুখ রক্ষা করা উনার দায়িত্ব। জেনারেল জিয়া উনাকে সেই সুযোগ করে দিয়ে গেছে।

২৬| ১১ ই জুলাই, ২০১৮ রাত ১২:০৫

ভিন্নচিন্তা ভিন্নমত ভিন্নপথ বলেছেন: @ চাঁদ গাজী- আমার-ই ভূল। একজন ভীমরতিপ্রাপ্ত বৃদ্ধের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের একজন খ্যাতিমান অধ্যাপক,কবি ও লেখক হুমায়ুন আজাদকে না চেনার-ই কথা। তার বই-পত্র পড়া তো দূরের কথা। আর রাত ন'টায় বাংলাদেশে সবাই ফ্রী-ই থাকে , যার এতটুকু কমনসেন্স নেই, সে লোক কেন যে জ্ঞানীর ভাব নেয় ! আজব চিড়িয়া !!

১১ ই জুলাই, ২০১৮ রাত ১২:৩৭

চাঁদগাজী বলেছেন:



হুমায়ুন আজাদ সাহেব আমার শিক্ষক ছিলেন; উনি আপনার কেহ নন

২৭| ১১ ই জুলাই, ২০১৮ রাত ১২:১৭

ঠাকুরমাহমুদ বলেছেন: হুমায়ুন আজাদ - হু ? চিনি না নাতো - তাতে কি এসে যায় !!!

চাঁদগাজী ভাই,
শেখ হাসিনা তাহা কখনো করবেন না, শেখ হাসিনা হচ্ছেন “ওয়ান ম্যান শো” !!! তিনি যতোদিন ক্ষমতায় আছেন ততোদিন, আমারা আশা করবো শেখ হাসিনা দির্ঘিজীবি হোন সেঞ্চুরী পার করুন, দেশ ভালো থাকবে অথবা ততোদিনে দেশে সঠিক নেতৃত্ব দেওয়ার নেতা জন্ম হবে হয়তো বা । ওয়ান ম্যান শো - কি ? এটা ব্লগে বোঝার ব্লগার নেই - আপনি কাদের কি বোঝাচ্ছেন ??? শেখ হাসিনা নেই - বাংলাদেশ আফগান সাম্রাজ্য শুরু !!!

১১ ই জুলাই, ২০১৮ রাত ১২:৩৮

চাঁদগাজী বলেছেন:


উনার অনুপস্হিতিতে বাংলাদেশ বিরোধীরা নেকড়ের মতো বেরিয়ে আসবে! ঠেকাবে কে?

২৮| ১১ ই জুলাই, ২০১৮ রাত ১২:১৮

ভিন্নচিন্তা ভিন্নমত ভিন্নপথ বলেছেন: @ চাঁদ গাজী- আপনার মতো ভন্ডদের সম্পর্কে ফকির লালন শাহ্ দেড়শ বছর আগেই বলে গেছেন-" নিজে কানা, পথ চিনে না, পরকে ডাকে বারে বার, এইসব দেখি কানার হাটবাজার"। আপনি হচ্ছেন কানা-দের সর্দার ।

১১ ই জুলাই, ২০১৮ রাত ১২:৪৮

চাঁদগাজী বলেছেন:


লালন শাহের প্রতি আমার সন্মান আছে, উনি ভালো গান লিহেছেন; তবে, ১৫০ বছর পুর্বে, উনি আমার চেয়ে বেশী অংক জানতেন, সেটা আমার বিশ্বাস হয় না। উনি আপনার চেয়ে বেশী জানতেন, উনার বউও আপনার চেয়ে বেশী জানতেন।

২৯| ১১ ই জুলাই, ২০১৮ রাত ১২:১৯

জাহিদ অনিক বলেছেন:

বলিউড সিনেমার সিক্রেট অভিযানের মত মনে হল- একজন ফাটাকেষ্ট চাই।

১১ ই জুলাই, ২০১৮ রাত ১২:৩৪

চাঁদগাজী বলেছেন:



চাইলে যে পাবেন, সেটার সিুরিটি নেই; তবে, শেখ হাসিনার কাছে শক্তি আছে, উনি বুঝলে হবে।

৩০| ১১ ই জুলাই, ২০১৮ রাত ২:১৯

সেলিম আনোয়ার বলেছেন: উত্তম প্রস্তাবনা। প্রয়োগ হবে বলে মনে হচ্ছে না। ঠগ বাছতে গা উজাড় ।

১১ ই জুলাই, ২০১৮ ভোর ৪:৫২

চাঁদগাজী বলেছেন:



এগুলো করতে হবে ব্লগারদের; বাকীরা এগুলো বুঝবে না

৩১| ১১ ই জুলাই, ২০১৮ রাত ২:২৪

অনল চৌধুরী বলেছেন: জাতীয়বাদী একটা রাজনৈতিক আইডিয়া ও তত্ব, মনে হয়, আপনি উহা বুঝেন না; উইকিপিডিয়া দেখুন অাপনার সবজান্তা স্বভাবটা ছাড়েন।নিজে তো এই বুড়া বয়সেও বাংলাই ঠিকমতো লিখতে পারেন না।সাধু-চলিত মিশিয়ে ভুল বানান অার শব্দ-বাগধারা প্রয়োগ করে কিম্ভুত-কিমাকার এক ভাষায় লেখেন।অাগে বাংলা ভাষাটা ভালো ভাবে শেখেন।

১১ ই জুলাই, ২০১৮ ভোর ৪:৫৬

চাঁদগাজী বলেছেন:


বাংলায় আমার সমস্যা আছে, সেটা সারাবার জন্য চেষ্টা করবো।

আপনি এখন জাতীয়তাবাদ বুঝতে পারবেন। আবার "বিএনপি"র ভেতরে যে "জাতীয়তাবাদী" ব্যবহৃত হয়েছে, সেটাকে বুঝলে সমস্যা হবে; ওখানে ব্যবহার করা হয়েছে মানুষকে বিভ্রান্ত করার জন্য

৩২| ১১ ই জুলাই, ২০১৮ ভোর ৫:৫৯

ঠাকুরমাহমুদ বলেছেন: জীবনে চাকুরী ও ব্যাবসার জন্য শহর থেকে গেছি শহরান্তে দেশ থেকে গেছি দেশান্তরে তবে বিদেশের কারো প্রতি বৈরাগ্য আচড়ন বা উপহাস করিনি (এ বিষয়ে একটি পোষ্ট দিবো) যখনি বিদেশে কোনো বাঙ্গালী দেশ বিদেশ নিয়ে বা কোনো বাঙ্গালী বিদেশ নিয়ে বা বিদেশে অবস্থানরত কাউকে নিয়ে কটাক্ষ করেছেন, তখন সে নিজেও জানে না হয়তো বা - সে নিজে কতোটা হাসির পাত্র হচ্ছে, আজ যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্র ভিসা সহজ করা দুরে থাকুক পাশের দেশ মালয়েশিয়া পাঁচ বছরের মাল্টিপল ভিসা দিয়ে দিক আমি শপথ করে বলতে পারি বাংলাদেশের অর্ধেক লোক (এই ব্লগের গুনিজন সহ) মালয়েশিয়ান হাইকমিশনের সামনে টাই কোট পরে ঘর্মাক্ত কর্দমাক্ত হয়ে ফাইল হাতে দাড়াবেন !!! বেদবাক্য মনে করি আমি !!! আমি নিজেও দাড়াবো ।

১১ ই জুলাই, ২০১৮ ভোর ৬:০৮

চাঁদগাজী বলেছেন:


ইউরোপ, আমেরিকা, কানাডা বাংগালীদের যেতে দিলে, শেখ হাসিনা ও ২ লাখ ব্যাংক ডাকাত থাকবে বাংলাদেশে; বেগম জিয়াও চলে যাবেন সুইজারল্যান্ড

৩৩| ১১ ই জুলাই, ২০১৮ ভোর ৬:০৬

ঠাকুরমাহমুদ বলেছেন: লেখক বলেছেন: উনার অনুপস্হিতিতে বাংলাদেশ বিরোধীরা নেকড়ের মতো বেরিয়ে আসবে! ঠেকাবে কে?

“স্বৈরাচার নিপাত যাক” খ্যাত নুর হোসেন এর ভাটাকতে হুয়ে আত্মা ঠেকাবে সেই আফগান তালেবান বিএনপি জামাত ও নেত্রী বিহীন আওয়ামীলিগ দন্দ্ব - আবার ঢাকা শহরে নামবে নুর হোসেনের প্রেতাত্মা ভাটাকতে হুয়ে আত্মা !!!

১১ ই জুলাই, ২০১৮ ভোর ৬:০৯

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা সরে গেলে বাগলাদেশ বিরোধীরা গন্ডগোল লাগাবে

৩৪| ১১ ই জুলাই, ২০১৮ ভোর ৬:১৯

ঠাকুরমাহমুদ বলেছেন: চাঁদগাজী ভাই,
আপনি ভুল করছেন !!! আমাকে ক্ষমা করবেন “আপনি ভুল করছেন” কথাটি বলায়, ব্লগে গুটি কয়েক কুয়োর ব্যাঙ আছে আপনি তাদের চেনেন, তাদের কাছে আপনি বড়জোর ডোবা নালার গল্প করতে পারেন - উত্তাল সমুদ্রের গল্প !!! কেনো ???

আবারো বলছি: - হুমায়ুন আজাদ - হু ? চিনি না নাতো - তাতে কি এসে যায় !!! এই লোকের বাংলাদেশে অবদান কি ? হাতি ঘোড়া গেলো তল, হুমায়ুন আজাদ বলে কতো জল !!!

১১ ই জুলাই, ২০১৮ সকাল ৮:৪১

চাঁদগাজী বলেছেন:


ড: হুমায়ুন আজাদ আমার শিক্ষক ছিলেন; মায়ের কাছে মাসির গল্প করছিলেন ঐ ব্লগার।

৩৫| ১১ ই জুলাই, ২০১৮ ভোর ৬:২৬

ব্লগ মাস্টার বলেছেন: আপনা কথাগুলো বেশ ভাবিয়ে তুলে ।

১১ ই জুলাই, ২০১৮ সকাল ৮:৪২

চাঁদগাজী বলেছেন:


আপনার ষ্ট্যাটাসের কি অবস্হা?

৩৬| ১১ ই জুলাই, ২০১৮ ভোর ৬:৪৮

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: কক্ষচ্যুত নেতাদের কারণেই জাতি একদম কক্ষচ্যুত হয়ে পড়েছে | কক্ষচ্যুত জাতির কোনো কক্ষপথই অবশিষ্ট নেই বদলাবার |

১১ ই জুলাই, ২০১৮ সকাল ৮:৪০

চাঁদগাজী বলেছেন:


নেতাদের অনেকই পালিয়ে যাবে দেশ থেকে, ওরা টাকা পাচার করছে পালিয়ে যাবার প্রস্তুতি হিসেবে

৩৭| ১১ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৩৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আমি সবসময় আশাবাদী অত্যন্ত দেশের ক্ষেত্রে।

১১ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৫৩

চাঁদগাজী বলেছেন:


ভালো গুণ, আপনার পোষ্ট পড়লে বুঝতে পারবো

৩৮| ১১ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৩৬

রাজীব নুর বলেছেন: আপনার জন্য প্যাঁচার প্রতি এক ধরনের মায়া জন্মে গেছে।
সুরভিদের মিরপুরের বাসায় একসময় প্রচুর প্যাঁচা ছিল।

এখনও মাঝে মাঝে আশেপাশের অনেক বাড়ির সানসেটে প্যাঁচা দেখা যায়।
একদিন আমি সুরভি সন্ধ্যার ছাদে দাঁড়িয়ে আছি। বেওশ কয়েকটা প্যাঁচা দেখতে পেলাম। তখন আপনার কথা মনে পড়লো।

১১ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৫৫

চাঁদগাজী বলেছেন:


আমাদের খামার বাড়িটা নির্জন হওয়াতে সন্ধ্যার সাথে সাথে পেঁচারা বেরিয়ে আসতো, আমার কাছে ভালো লাগতো!

৩৯| ১১ ই জুলাই, ২০১৮ সকাল ১১:০১

নতুন বাঙ্গাল বলেছেন: আপনার প্রস্তাবনা চমতকার, কিন্তূ কথা হল এটা আওয়ামি লিগের অনেক নেতাই চাইবেন না। কারন কর্মিদের সাথে বস বস ভাব নিয়ে চলতে অভ্যস্ত নেতাগন তাহলে বিপদে পরবেন। এছাড়া ১০ নং কমেন্টকারি ভাই যা বলেছেন সেটাও বড় ফ্যাক্ট , জাতি হিসাবে আমরা অনিয়মে অভ্যস্ত , এই রকম দুর্নিতিবান্ধব জনগন এই পরিবর্তন সহজভাবে নিবে বলে মনে হয় না।

১১ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৫৭

চাঁদগাজী বলেছেন:



আওয়ামী লীগ শেখ সাহেবের নীতিও অনুসরণ করে না, আমার এসব থিওটিটিক্যাল কথা শুনলে ওরা অজ্ঞান হয়ে যেতে পারে। যাক, এগুলো ব্লাগারদের জন্য লেখা মাত্র।

৪০| ১১ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৪৩

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: কিন্তু বিড়ালের গলায় ঘন্টা বাঁধিবে কে?

১১ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৫৮

চাঁদগাজী বলেছেন:


আপনি

৪১| ১১ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:০২

আবদুল মমিন বলেছেন: খুব ই সুন্দর পরামর্শ , তবে বস্তি নির্ভর রাজনীতিতে শেখ হাসিনা এই সাহস করবে বলে মনে হয়না ।

১১ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০০

চাঁদগাজী বলেছেন:

উনাকে কিছু একটা করতে হবে; না হয়, উনার পরে দেশে এনার্খিজম চলবে কিছু সময়ের জন্য ।

৪২| ১১ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:০৪

নীলপরি বলেছেন: আপনার ভাবনা খুব সুন্দর । তবে মানুষ যে খুব স্বার্থপর । এটা সম্ভব হবে কী ?

১১ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০৩

চাঁদগাজী বলেছেন:


বাংলার প্রতিটি পরিবার অন্য পরিবারের সাথে প্রতিযোগীতা করছে; এটা শেখ হাসিনাকে শক্তিশালী করেছে। সরে যাবার আগে, উনাকে কিছু একটা করতে হবে; না হয়, উনার পরে, দেশ ছোটখাট সিভিলওয়ারও হতে পারে

৪৩| ১১ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৫০

রানা আমান বলেছেন: তাত্বিক ভাবে ভালো প্রস্তাবনা , যদি বাস্তবায়ন করা যেত , খুবই ভালো ছিল কিন্তু .........।

১১ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০৪

চাঁদগাজী বলেছেন:


বর্তমান সরকার হয়তো করবে না; সামনের দিনগুলোতে এই ধরণের কিছু একটা করতে হবে।

৪৪| ১১ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৫৪

রানা আমান বলেছেন: আপনি বলেছেন, "১৭ কোটীর মাঝে কমপক্ষে ১৭ লাখ ভালো, দক্ষ মানুষ আছেন; না হয়, জাতি নাইজেরিয়ার পর্যায়ে চলে যেতো। "
নাইজেরিয়া তো অন্তত ফুটবল টা মোটামুটি ভালো খেলতে পারে । আমরা তো ...

১১ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০৭

চাঁদগাজী বলেছেন:


নাইজেরিয়ায়, জাতির বড় অংশকে সরকার কিছুই দেয় না; খেলোয়াড়দের টাকা, বাড়ীঘর, গাড়ী দেয়, বাংলাদেশের ক্রিকেট খেলোয়াড়দের মতো।

৪৫| ১১ ই জুলাই, ২০১৮ দুপুর ১:০২

রক বেনন বলেছেন: শেখ হাসিনা এই কাজ কোনদিন করবেন না। আর করতে চাইলে উনার নিজের জীবন ই সংশয়ে পড়ে যাবে। আর করবেন ও কাদের দ্বারা? যে দেশে ছেলেকে হত্যার পর মা কে আপস করতে বাধ্য করা হয় সেই দেশে অন্তত সম্ভব না।

১১ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১০

চাঁদগাজী বলেছেন:


উনি যা চেয়েছিলেন (বিচার ) তা ঘটেছে; তিনি জাতিকে অনেকটা জিম্মি করে রেখেছেন; ফলে, উনাকে ভাবতে হবে, উনার পর কি হবে? এই আওয়ামী লীগ কি জাতির হাল ধরতে পারবে?

৪৬| ১১ ই জুলাই, ২০১৮ দুপুর ২:০৪

টারজান০০০০৭ বলেছেন: পোস্টে যাহা কহিলেন তাহা কি স্বপ্ন না স্বপ্নদোষ বুঝিতেছি না ! :(

১১ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০৮

চাঁদগাজী বলেছেন:


এগুলো থিওরিটিক্যাল; তবে, জাতি যে, ভুল কক্ষপথে আছে, তাতো পরিস্কার?

৪৭| ১১ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:০২

অনল চৌধুরী বলেছেন: ইংল্যান্ড এ্যামেরিকার চেয়ে মালয়শিয়া সবদিক দয়েই অনেক ভালো।
হুমায়ন অাজাদ-হুমায়ন অাহমেদ-দুইটাই অত্যন্ত নষ্ট,নীচ,টাকালোভী অার মাতাল ছিলো।এরা জাতির মধ্যে নষ্টামির প্রচার করেছে তাদের লেখা অার কর্মকান্ডের মাধ্যমে।অথচ এরা বিশেষ করে অাহমেদ তার বিপুল জনপ্রিয়তা কাজে লাগিয়ে উপন্যাস,নাটক অার চলচ্চিত্রের মাধ্যমে দেশ-জাতি-সমাজ পরিবর্তনে বিরাট ভূমিকা রাখেতে পারতো।
কিন্ত চারিত্রিক নীচতা অার লোভের কারণে পারেনি।

১১ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৫২

চাঁদগাজী বলেছেন:


আমি উনার শিক্ষকতার শুরুর দিকের ছাত্র; তখন তিনি বেশ সমস্যায় ছিলেন। তাঁর সফলতা আসে পরে।

৪৮| ১১ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৩৮

সিগন্যাস বলেছেন: ব্লগ মাষ্টার নাকি আপনার কারণে জেনারেল হয়েছে? B-)

১১ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৫০

চাঁদগাজী বলেছেন:


যেই সময়টুকু আপনি ব্লগিং করেছেন, আপনার কি মনে হয়, কারো কারণে কেউ "জেনারেল" হয়, নাকি নিজের ব্লগিং'এর জন্য "জেনারেল" হয়?

৪৯| ১১ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:২৭

ঠাকুরমাহমুদ বলেছেন: অনল চৌধুরী ভাই,
হুমায়ুন আজাদকে দয়াল বাবা ডাকা হতো “ডাইল বাবা” থেকে বিবর্তন হয়ে দয়াল বাবা, তিনি মাটির মালশা (হালীম বিক্রিয়ের মাটির মালশা) করে ডাইল খেয়ে তৃপ্তি পেতেন - আশা করি কোন ডাইল আপনি বুঝতে পেরেছেন !

আর আগ্নি কন্যা খ্যাত বিশেষ নেত্রী - চেইন স্মোকার তাই তার নাম অগ্নি কন্যা, আন্দোলোনে জ্বালাময়ী বক্তৃতা দেওয়ার জন্য এই খেতাব পান নি ।

৫০| ১১ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭

তামান্না তাবাসসুম বলেছেন: বিষয়টা ভাববার মতো। কিন্তু কাজটা সহজ না।

১১ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯

চাঁদগাজী বলেছেন:



এখন এই ধরণের কাজ শেখ হাসিনার জন্য সহজ করাটা, উনার পক্ষে এভাবে ভাবা কঠিন হতে পারে; প্রশ্নফাঁসও সাহায্য করবে না

৫১| ১১ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:১৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এ জাতির সামনে অনেক খারাপী আছে। নষ্টের শেষ পর্যন্ত না পৌছালে এ জাতির জন্য কোন সু খবর আসবে না। নষ্ট হতে হতে যখন আর নষ্ট হবার কিছু বাকি থাকবে তখন সত্যিকার এক বিপ্লব হতে পারে। সেই বিপ্লব হবে রক্তাক্ত । সেই বিপ্লবে দেশের অর্ধেক মানুষ মারাও যেতে পারে।

তারপর শুরু হবে আবার নতুন দেশ। সেই দেশটি ভালো হতে পারে।

১১ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫১

চাঁদগাজী বলেছেন:


ড: মোশারফ, রিজভী, আলাল-দুলাল, খায়রুল কবির খোকন, জামাত-শিবিরেরা মিলে গৃহযুদ্ধ লাগাতে পারে।

৫২| ১২ ই জুলাই, ২০১৮ রাত ২:৪৬

অনল চৌধুরী বলেছেন: হুমায়নদের মতো লম্পট,নষ্ট,টাকালোভী অঅর অঅপোষকামী বুদ্ধিজীবি’’ নামধারীদের কারণেই জাতি অগ্রসর হতে পারেনি ধর্মকে গালি দিয়ে নিজেদের প্রগতিশলি ভাবার মতো স্থুলতা শেখা ছাড়া।হুমায়ন অাজাদের কুনজর থেকে তার মেয়ে বা ছাত্রীরাও রক্ষা পায়নি।সে নিজেই এদের ব্যাপরে তার চিন্তার কথা লিখেছে।
অার অাহমেদের লাম্পট্য-টাকালোভ কিংবদন্তীতুল্য।অন্যদের দিয়ে বই লিখিয়ে নিজের নামে চালিয়ে দিতো।মাত্র একটা প্রকাশক ছাড়া অার কাউকে তার বই ছাপার জন্য দিতো না।সাবান সুন্দরী নারী ব্যবসায়ী চক্রের সাথে মিলে মিডিয়ার কাজ করার সুযোগ দেয়ার নামে কতোজনকে যে সে পেশাদার পতিতা বানিয়েছে,তার হিসাব নাই।
এরা কোনদিন জাতির কল্যাণের জন্য কোন অান্দোলনে অংশ নেয়নি।না মুক্তিযুদ্ধে না অন্যকোন বিষয়ে।
অগ্নিকন্যা যেন কি দিয়ে ডুগডুগি বানাতে চেয়েছিলো!!! তবে শুধু নারী হওয়ার কারণে অামি তার সিগারেট খাওয়ার অধিকারের বিরুদ্ধে না।
বাজখাই গলায় চিৎকার করলেই প্রীতিলতা হওয়া যায় না।জীবনের ঝুকি নিয়ে ইউরোপীয়ান ক্লাব অাক্রমণের মতো কিছু কাজ করে দেখাতে হয়।

১২ ই জুলাই, ২০১৮ রাত ৩:০৮

চাঁদগাজী বলেছেন:


হুমায়ুন আজাদ নিয়ে আমি কিছুই জানি না; উনার শিক্ষকতার শুরুতে আমাদের শিক্ষক ছিলেন কিছু দিনের জন্য। মতিয়াকে শেখ হাসিনা নিয়েছেন বামদের ক্রমাগত বিরোধীকে থামাতে।

৫৩| ১২ ই জুলাই, ২০১৮ রাত ২:৪৯

অনল চৌধুরী বলেছেন: ড: মোশারফ, রিজভী, আলাল-দুলাল, খায়রুল কবির খোকন, জামাত-শিবিরেরা মিলে গৃহযুদ্ধ লাগাতে পারে। এগুলি সব দুর্নীতি মামলার সাজাপ্রাপ্ত অাসামী।
তারপর সোজা না হলে হাতুড়ি বাহিনী অাছে।

১২ ই জুলাই, ২০১৮ রাত ২:৫২

চাঁদগাজী বলেছেন:


সরকার এদেরকে চিরতরে বিদেশে চলে যাবার জন্য সাহায্য করলে ভালো হতো; এরা ভয়ংকর অপ্রয়োজনীয় মানুষ।

৫৪| ১২ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৫৬

ব্লগ মাস্টার বলেছেন: লেখক বলেছেন:


আপনার ষ্ট্যাটাসের কি অবস্হা?
মডারেট মশাইদের মাথায় কিছু গন্ডোল হয়ে তা চিকিৎসা করতে গেছে মনে হয় । ওখান থেকে আসার পর আমার কথা বিবেচনা করবে হয়ত। B:-/

১২ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:১২

চাঁদগাজী বলেছেন:



যাক, আপনার অভিজ্ঞতা বাড়ছে; কি নিয়ে ব্লগিং করা সম্ভব, সেটার একটা ধারণা পেয়েছেন! ইমেইল করে অনুরোধ জানান!

৫৫| ১২ ই জুলাই, ২০১৮ সকাল ১০:২৬

টারজান০০০০৭ বলেছেন: যেই দেশে ল্যাংটার কদর হয় না , সেই দেশে ল্যাংটা জন্মে না ! আপনার পোস্টে দেখি বুদ্ধুজীবীদের ল্যাংটা বানাইয়া দেওয়া হইতেছে ! আমি ইহার তেব্র পরতিবাদ জানাইতেছি !!

১২ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:০৬

চাঁদগাজী বলেছেন:



আমি অনেক আগের থেকে বলছি যে, বাংলাদেশে বুদ্ধিজীবি কোন কালে ছিলো না, এখনো নেই।

৫৬| ১২ ই জুলাই, ২০১৮ দুপুর ১:২৪

চিন্তিত নিরন্তর বলেছেন: আসলে ব্লগারদের কথা সরকার আমলে নেয় না। সরকার দলের অনেক মানুষ আছে যাদের টেকনোলজি ব্যবহারের অবস্থা প্রাইমারি ছাত্রদের চাইতেও খারাপ। আর ব্লগতো চালায় অপেক্ষাকৃত উন্নত মস্তিস্কের মানুষেরা। ফেবু জেনারেল। ওটা মূর্খরাও চালাইতে পারে।

১২ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:০৫

চাঁদগাজী বলেছেন:


ব্লগারেরা ভাবছেন, শিখছেন, বুঝার চেষ্টা করছেন; মুহিতেরা পাকি আমলের গাধা, ওভাবেই আছেন।

৫৭| ১২ ই জুলাই, ২০১৮ দুপুর ২:০৯

ঠাকুরমাহমুদ বলেছেন: চাঁদগাজী ভাই ও অনল চৌধুরী ভাই,
আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি ডক্টর হুমায়ুন আজাদ ছিলেন একজন দুঃশ্চরিত্র লম্পট ও বদমাশ, বিশ্ববিদ্যালয়ে তার বয়ষের সাথে সাথে সে তার নোংরামীর পরিমান বাড়িয়ে দেয়, ক্লাসে যেকোনো কথাচ্ছলে তার প্রসঙ্গ চলে আসতো “আদিমতা” ক্লাসে যতো ছাত্রী ততো আদিমতা প্রসঙ্গ - তার নোংরা ইতিহাস বিস্তারিত লিখতে চাচ্ছি না !!! অনল চৌধুরী ভাইও লিখেছেন কিছু তার প্রসঙ্গে ! আর যাই হোক সমাজের কোনো নোংরা কীট নিয়ে গর্বের বিষয় হতে পারে তার কাছেই যে তারই অনুসারী !!!

আবারো বলছি: - হুমায়ুন আজাদ - হু ? চিনি না নাতো - তাতে কি এসে যায় !!!

১২ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:০৩

চাঁদগাজী বলেছেন:


আমি উনাকে ১৯৭০ সালে কয়েক মাস পেয়েছিলাম, এরপর উনার ব্যাপারে কিছুই জানতাম না।

৫৮| ১২ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৩৩

ঠ্যঠা মফিজ বলেছেন: আপনার কি মনে হয় সরকার আপনার কথা মত কাজ করবে ?

১২ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:০১

চাঁদগাজী বলেছেন:


সরকার বলতে যা বুঝায়, সেটা হলো শেখ হাসিনা, বাকীগুলো কলাগাছ; আমার মনে হয়, উনি জাতি নিয়ে কিছু ভাবছেন না।

৫৯| ১২ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩১

সিগন্যাস বলেছেন: আপনি ভূত প্রেতে বিশ্বাস করেন?

১২ ই জুলাই, ২০১৮ রাত ৮:২৪

চাঁদগাজী বলেছেন:


না, বিশ্বা করি না

৬০| ১৩ ই জুলাই, ২০১৮ রাত ২:৩৮

অনল চৌধুরী বলেছেন: চাঁদগাজীআমি অনেক আগের থেকে বলছি যে, বাংলাদেশে বুদ্ধিজীবি কোন কালে ছিলো না, এখনো নেই। অনল চৌধুরীর নাম শুনেছেন?তার লেখা কোন বই পড়েছেন?
তার জীবন কর্মকান্ড সম্পর্কে কিছু জানেন?
না জেনে কোন ব্যাপরে মন্তব্য করবেন না।
চাঁদগাজী ভাই ও অনল চৌধুরী ভাই,
আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি ডক্টর হুমায়ুন আজাদ ছিলেন একজন দুঃশ্চরিত্র লম্পট ও বদমাশ, বিশ্ববিদ্যালয়ে তার বয়ষের সাথে সাথে সে তার নোংরামীর পরিমান বাড়িয়ে দেয়, ক্লাসে যেকোনো কথাচ্ছলে তার প্রসঙ্গ চলে আসতো “আদিমতা” ক্লাসে যতো ছাত্রী ততো আদিমতা প্রসঙ্গ - তার নোংরা ইতিহাস বিস্তারিত লিখতে চাচ্ছি না !!! অনল চৌধুরী ভাইও লিখেছেন কিছু তার প্রসঙ্গে ! আর যাই হোক সমাজের কোনো নোংরা কীট নিয়ে গর্বের বিষয় হতে পারে তার কাছেই যে তারই অনুসারী !!!

নতুন করে জানার দরকার নাই।এসব বিষয়ে অামি যথেষ্টভাবে অবগত।

১৩ ই জুলাই, ২০১৮ ভোর ৫:২৯

চাঁদগাজী বলেছেন:


যাক, ড: হুমায়ুন আহমেদ কমপক্ষে জাতির বিপক্ষে কিছু করেননি; ড: এমাজুদ্দিনরা বাংলাদেশও চাননি।

৬১| ১৩ ই জুলাই, ২০১৮ ভোর ৪:২৬

ঠাকুরমাহমুদ বলেছেন: অনল চৌধুরী ভাই, প্রথমেই ভুল শুধরোতে চাচ্ছি “অনল চৌধুরী নামে আমি কোনো মন্তব্য করিনি আর যাকে চিনি না-জানি না তার সম্পর্কে মন্তব্য কেনো করতে যাবো ? এমন কি ব্লগেও কোনো ব্লগারের সঙ্গে ব্যাক্তিগত আক্রমনে আমি যাই না, অনল চৌধুরী নামের কেউ বুদ্ধিজীবি আছেন কি না তাও জানি না, অনল চৌধুরী কোনো বই লিখেন তাও জানি না, তার জীবনের কর্মকান্ড সম্পর্কে কেনো জানবো - কিভাবে, চিনি নাতো !!! অনল চৌধুরী নাম আমি ব্লগে প্রথম দেখেছি এর আগে এই নাম শুনিনি এই নামে কাউকে চিনিও না !!!

আমি নিজে বিক্ষ্যাত ব্যাক্তি নই, আমি ব্যাসায়ী মানুষ আমার মতো ব্যাবসায়ী এই দেশে কয়েক লক্ষ আছে, আমার নামে নাম এই দেশে কম করে হলেও হয়তো বা পঞ্চাশ হাজার মানুষ আছে ।


এটি চাঁদগাজী ভাইকে বলেছি: চাঁদগাজী ভাই, আমি অনেক আগের থেকে বলছি যে, বাংলাদেশে বুদ্ধিজীবি কোন কালে ছিলো না, এখনো নেই - হ্যা এটি চিরন্তন সত্য, তার যথেষ্ট প্রমাণ ও আছে ।।

১৩ ই জুলাই, ২০১৮ ভোর ৫:২৭

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশের মানুষের যে বুদ্ধ নেই, তা'নয়; তারা বুদ্ধি খাটিয়ে নিজেদের জন্য কিছু করে, তবে অন্যদের ক্ষতি করে বেশী।

৬২| ১৪ ই জুলাই, ২০১৮ রাত ২:৫৩

অনল চৌধুরী বলেছেন: ঠাকুরমাহমুদঅাপনাকে বলিনি।চাদগাজীর আমি অনেক আগের থেকে বলছি যে, বাংলাদেশে বুদ্ধিজীবি কোন কালে ছিলো না, এখনো নেই মন্তব্যের প্রেক্ষিতে বলেছি।
বাংলাদেশে সবার যে আমাকে চিনতে হবে এমন কোন কথা নাই।তবে যদি কেউ কারো সম্পর্কে মন্তব্য করতে চায় তাহলে আগে তার সম্পর্কে জানা উচিত।গুগল খুজলে কিছু তথ্য পেতে পারেন।
অার বাংলাদেশে যদি কোন বুদ্ধিজীবি নাই থাকতো তাহলে বাংলাদেশ কোনদিন স্বাধীন হতো না।ভারত বা পাকিস্তানের কোন প্রদেশ অাজ পর্যন্ত স্বাধীন হতে পারেনি কিন্ত বাংলাদেশে পেরেছে।কারণ বুদ্ধিজীবিরা ছাত্র-জনতাকে সচেতন করতে পেরেছিলেন।তাদের কারণেই ’৫২,’৬২,’৬৬’,৬৯ অার ’৭১ হয়েছিলো।
অতীতের বুদ্ধিজীবিরা শামসুল হক,হু অাহমেদ,অাযাদ,নির্মলেন্দু,মহাদেব মার্কা নষ্ট অার লম্পট ছিলেন না।তারা কবি নজরুলের মতো ছিলেন,যার নারীপ্রীতি ছিলো কিন্ত যিনি পুরো ভারতের একমাত্র কবি যাকে শুধু কবিতা লেখার জন্য ইংরেজরা কারাগারে পাঠিয়েছিলো।তিনি রবীন্দ্রর মতো ইংরেজদের দালাল ছিলেন না।
শহীদ মুনির চৌধুরী,অালতাফ মাহমুদ.জিসি দেব,সিরাজউদ্দিন হোসেনের মতো মহান ব্যাক্তিরা যদি দেশপ্রেমিক বুদ্ধিজীবি না হয় তাহলে এদেশে বুদ্ধিজীবি কে?এর সংজ্ঞা কি??
সুতরাং বাংলাদেশে বুদ্ধিজীবি কোন কালে ছিলো না, এখনো নেই - হ্যা এটি চিরন্তন সত্য, তার যথেষ্ট প্রমাণ ও আছে
এরকম ঢালওভাবে বলা যুক্তিহীন।

৬৩| ১৪ ই জুলাই, ২০১৮ রাত ৩:০৬

অনল চৌধুরী বলেছেন: ড: হুমায়ুন আহমেদ কমপক্ষে জাতির বিপক্ষে কিছু করেননি; ড: এমাজুদ্দিনরা বাংলাদেশও চাননি। হুমায়ুন আহমেদ জাতির যে ক্ষতি করেছে,তা অার কোনদিন পূরণ করা যাবে কিনা সন্দেহ।সে পরিকল্পিতভাবে কলেজ-বিশ্ববিদ্যালয়ে পর্যায়ের পাঠকদের রুচি নষ্ট করে দিয়েছে হিমু,মিসির অালী মার্কা সস্তা বই লেখার মাধ্যমে।
তার কারণেই স্বাধীনতা পরবর্তী প্রজন্মের বেশীরভাগ পাঠক অার গভীরধর্মী বই পড়তে চায় না।অথচ তার প্রতিভা অার লেখার ক্ষমতা কাজে লাগিয়ে সে পাঠকদের রুচির মান উন্নয়ন,তাদের দেশপ্রেমিক,জাতীয়তাবাদী(বাংলাদেশ জাতীয়তাবাদী দল পড়বেন না)অার সমাজ সচেতন করতে বিরাট ভূমিকা রাখতে পারতো।কিন্ত চরিত্রের নীচতা,লাম্পট্য অার অর্থলোভের কারণে এসবের কিছুই করতে পারেনি।
অার এমাজউদ্নি বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেতা।খালেদার মতো তারও প্রচন্ড পাকিস্তানপ্রীতি প্রচন্ড ।

১৪ ই জুলাই, ২০১৮ ভোর ৫:৩২

চাঁদগাজী বলেছেন:


স্যরি, আমি হুমায়ুন আজাদের স্হলে ভুলে হুমায়ুন আহমেদ লিখেছি, স্যরি

৬৪| ১৪ ই জুলাই, ২০১৮ ভোর ৫:০৮

অক্পটে বলেছেন: দুষ্ট রাজনৈতিক দলতো একটাই আছে আর সেটা হলো আ.লীগ। এইটারই বিনাশ হওয়া দরকার।

১৪ ই জুলাই, ২০১৮ ভোর ৫:৩০

চাঁদগাজী বলেছেন:

বর্তামন আওয়ামী লীগ খারাপ মানুষের দলে পরিণত হয়েছে; তবে, এই দল আইনানুসারে গঠিত হওয়া দল।

৬৫| ১৫ ই জুলাই, ২০১৮ রাত ২:৪৭

অনল চৌধুরী বলেছেন: অক্পটে বলেছেন: দুষ্ট রাজনৈতিক দলতো একটাই আছে আর সেটা হলো আ.লীগ। এইটারই বিনাশ হওয়া দরকার। অাপনাকে বিএনপির‘র মন্ত্রী অার চুন্নি-খুনী খালেদার প্রধান উপদেষ্টা করা দরকার।

১৫ ই জুলাই, ২০১৮ রাত ৮:৩৪

চাঁদগাজী বলেছেন:


১৯৭১ সালে উনার মতো লোকজন ছিল দেড় কোটী, এখন ৬/৭ কোটী

৬৬| ১৫ ই জুলাই, ২০১৮ রাত ২:৪৯

অনল চৌধুরী বলেছেন: বর্তামন আওয়ামী লীগ খারাপ মানুষের দলে পরিণত হয়েছে; তবে, এই দল আইনানুসারে গঠিত হওয়া দলজন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো।!!!

১৫ ই জুলাই, ২০১৮ রাত ৮:৩৫

চাঁদগাজী বলেছেন:


রাজনৈতিক দলের বিশুদ্ধতা ড: এমাজুদ্দিনের মত লোকও বুঝেন না

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.