নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

এমপি হওয়ার মতো যোগ্য ব্যক্তি কোন দলেই নেই

১৫ ই জুলাই, ২০১৮ রাত ৮:৩০



এই মহুর্তে দেশের কোন রাজনৈতিক দলে, এমপি হওয়ার মতো ১ জন উপযুক্ত লোকই নেই; বড় দলগুলোর থেকে যারা আগে এমপি হয়েছিলেন, তাদের প্রায় সবাই কোন না কোনভাবে নিজকে অনুপযুক্ত প্রমাণ করেছ, এবং বেশীর ভাগই কোন না কোন ধরণের ক্রাইমের সাথে যুক্ত, দুর্নীতির সাথে যুক্ত, বা বেনিয়মের সাথে যুক্ত। সরচেয়ে বড় কথা, এদের অনেকেই আজীবন পার্লামেন্টে থাকার পরও, পার্লামেন্ট'এর ভুমিকা বুঝেন না; এই ধরণের একজন লোক হচ্ছেন, আমাদের বর্তমান প্রেসিডেন্ট, তিনি জন্মের আগের থেকে পার্লামেন্টে আছেন; তিনি একজন অনুপযুক্ত ভালো মানুষ।

শোনা গিয়েছিল যে, মুহিত সাহেব আগামী নির্বাচনে থাকবে না, সেজন্য উনার ভাইকে আমেরিকা থেকে দেশে আনা হয়েছিল, এখন শোনা যাচ্ছে যে, উনি নির্বাচনে দাঁড়াতে চান; উনি অর্থনৈতিকভাবে জাতির সাধরণ মানুষের বিপক্ষে যে ধরণের ক্রাইম করেছেন, ইহার শাস্তি স্বরূপ উনার নাগরিকত্ব বাতিল করার দরকার। শুধুমাত্র, রিসার্ভ থেকে হ্যাকিং করে টাকা নিয়ে যাওয়াকে কেন্দ্র করে উনার যে ভুমিকা সেটার জন্য উনার বড় শাস্তি হওয়া দরকার; রিজার্ভার বাহিরে, এই ধরণের ২০০/৩০০ বেনিয়ম করেছেন উনি। উনি আওয়ামী লীগের তারকা; তারকার এই অবস্হা হলে, শামীম ওসমানের কি অবস্হা?

বিএনপি'র ২ জন বড় তারকা হচ্ছেন, মির্জা ফখরুল ও ড: মঈন খান; সাথে সাথে রিজভী সাহেবও এক বড় তারকা; কিন্তু ইনাকে মানসিকভাবে ভারসাম্যহীন ধরে নিলে ল্যাটা চুকে যায়। মির্জা ফখরুলের রাজনৈতিক পৃথিবী ছোট হয়ে এসেছে, ওখানে ১ জন লোক বসবাস করেন, উহা হচ্ছেন, বেগম জিয়া; মির্জা ফখরুল একজনের জন্য রাজনীতি করছেন, বাকী ১৭ কোটী নেই, এমন কি উনার অস্তিত্বও নেই; উনি নিজকে নিয়েও ১টা কথা বলেন না; অথচ উনার নামে অনেক সিরিয়াস মামলা আছে; উনি ধরে নিয়েছেন যে, উনাকে হয়তো সামনের দিন গুলোতে কিছু করা হবে না; মনে হয়, উনি শেখ হাসিনার নাম ভুলে গেছেন! ড: মঈন খান বাংলাদেশের অন্য রাজনীতিবিদদের তুলনায় আলাদা; তিনি শিক্ষিত, বলতে গেলে মার্জিত, নিজে পেশীবাজি করেন না; কিন্তু উনার মতে বেগম জিয়া একজন সফল রাজনীতিবিদ। উনার এই ভুল ধারণার কারণে, উনাকে রাজনীতিবিদ বলাই এখন মুশকিল, উনি ভুল ধারণাকে পোষণ করায়, উনি কোনভাবে দেশবাসীকে সাহায্য করতে পারবেন না।

বেগম রওশন আমাদের বিরোধীদলের নেত্রী; উনার কথা মনে হলে, আমার মনে হয়, বাসার মধ্য বয়সী চুন্নী চাকরাণীদের কথা; আমার মনে হয়, উনার জন্মই হয়েছিল চুরি করার জন্য। এরশাদ সাহেবকে আপনারা চেনেন, জিয়া থেকে শুরু করে, যেই কয়জন মুক্তিযোদ্ধা জেনারেল প্রাণ হারায়েছেন, সবগুলো্তে উনার হাত আছে; জিয়া ১৮ ক্যু'এর জন্য যত মুক্তিযোদ্ধাদের ফাঁসী দিয়েছেন, সবগুলোতে এরশাদের হাত আছে।

জামাতের কথা বলবো? আসলে, ওরা জাতির বিরুদ্ধ কোন না কোন ষড়যন্ত্রে লিপ্ত আছে এই মহুর্তে; হতে পারে, এরা আগামীতে দেশে সীমিত গৃহ যুদ্ধ লাগাতে পারে।




মন্তব্য ১২১ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২১) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০১৮ রাত ৮:৩৭

ঠাকুরমাহমুদ বলেছেন: শিক্ষা যদি জাতির মেরুদন্ড হয় সেইক্ষেত্রে বাংলাদেশের রাজনীতিতে মেরুদন্ডহীন রাজনৈতিক নেতায় টইটম্বুর এখানে কোনো সন্দেহ নেই ।

১৫ ই জুলাই, ২০১৮ রাত ৮:৪২

চাঁদগাজী বলেছেন:


আওয়ামী লীগ এককভাবে পার্লামেন্টে আছে ৫ বছর; কোন দরকারী বিল আসেনি, কোন এমপি'র কোন অবদান নেই বিলে কিংবা আইনে।

২| ১৫ ই জুলাই, ২০১৮ রাত ৮:৪০

নাজিম সৌরভ বলেছেন: এমপি হবার মত যোগ্য কেউ এখন নেই, ছিল কবে ?

১৫ ই জুলাই, ২০১৮ রাত ৮:৪৩

চাঁদগাজী বলেছেন:


১৯৭৩ সালে ছিল, শেখ সাহেব, তাজুদ্দিন সাহেব, ও আরো শ'খানেক মানুষ।

৩| ১৫ ই জুলাই, ২০১৮ রাত ৮:৫০

সিগন্যাস বলেছেন: আমরা অলরেডি ডুমড

১৫ ই জুলাই, ২০১৮ রাত ৮:৫৭

চাঁদগাজী বলেছেন:


রাজনৈতিক দলগুলোর মৃত্যু হয়েছে

৪| ১৫ ই জুলাই, ২০১৮ রাত ৮:৫৫

ঠাকুরমাহমুদ বলেছেন: গ্রামে একটি প্রবচন চালু ছিলো “পঁচা শামুকে পা কাটে” এখানে বেগম জিয়াকে পঁচা শামুক বললে কম বলা হয়, শামুক বংশবৃদ্ধি করে মারাত্বক গানিতিক হারে ক্যালেকুলেটরে হিসেবে আটবে না, আজকে যদি বেগম জিয়া বাংলাদেশে ক্ষমতায় আসে আমি বিস্বাস করি এই দেশে ১৭ কোটি জনতান ১২ কেটি জনতা পীর আম্মা বেগম জিয়ার দলে যোগদান করবে এবং পদলেহন লেগে যাবে- এই দেশের জনতা (আম কাঠাল জনতা) আমি চিনি ।। রিজভী আর ফখরুল পীর আম্মা বেগম জিয়ার অলৌকিক কিছু ঘটার অপেক্ষায় আছে। চাঁদগাজী ভাই, এই দেশে অলিতে গলিতে যেমন পীর আছে তেমনি এই দেশে অলৌকিক ঘটনাও আছে - তার অলৌকিক নমুনা “কর্ণেল তাহের, মেজর জেনারেল জিয়া, লে জেনারেল এরশাদ গং দের হাতে তিন বাহিনীর দেশের অগনিত সন্তানের প্রাণত্যাগ” !!! অলৌকিক তো অবস্যই !!! এমন অলৌকিক কিছু খালেদা জিয়া করবেন বলেই বিএনপি এখনো জিন্দা হেয় !!!

জামাত হচ্ছে মির জাফর মির মদনের বংশধর - রক্ত তার সঠিক পথ ধরে চলে, জামাত তার সঠিক পথে আছে ।

১৫ ই জুলাই, ২০১৮ রাত ৮:৫৮

চাঁদগাজী বলেছেন:


শেখ সাহেব এই দেশ চালায়েছেন সাড়ে ৩ বছর, বেগম জিয়া চালায়েছেন ২০ বছরের বেশী

৫| ১৫ ই জুলাই, ২০১৮ রাত ৯:১৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সাবেক শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক এখন ডক্টরেট ডিগ্রীধারী...

১৫ ই জুলাই, ২০১৮ রাত ৯:৫৭

চাঁদগাজী বলেছেন:


শুনেছি উনি অজানা বিজ্ঞানে পিএইচডি করেছেন; উনার দরকার ছিল লন্ডন থেকে পিএইচডি করা, ওখানে পাকিস্তানী চা-দোকান কিংবা পাকিস্তানী গ্রোসারীতে করা যায়।

৬| ১৫ ই জুলাই, ২০১৮ রাত ৯:১৮

স্রাঞ্জি সে বলেছেন: খেলার দেখার কারণে লেখাটা পড়তেছিনা। দুঃখিত। পরে পড়ে নিব।

কিন্তু একটা প্রশ্ন করে যাচ্ছি কিছু মনে করিয়েন না। আপনার আদরের পেঁচা কি অসুস্থ।

১৫ ই জুলাই, ২০১৮ রাত ৯:৫৮

চাঁদগাজী বলেছেন:


পেঁচা ক্লান্ত

৭| ১৫ ই জুলাই, ২০১৮ রাত ৯:৩১

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: গোল! গোল!

ফ্রান্স(১)
ক্রোয়েশিয়া (১)

১৫ ই জুলাই, ২০১৮ রাত ১০:০৪

চাঁদগাজী বলেছেন:


খেলা দেখতেছি। আমি ক্রোয়েটস, সার্ব ও বসনিয়ার মানুষকে পছন্দ করি না।

১৬ ই জুলাই, ২০১৮ রাত ১২:২০

চাঁদগাজী বলেছেন:


ক্রোয়েশিয়া বিজয় হলে, অমানুষেদের বিজয় হবে; উহা ঘটবে না

৮| ১৫ ই জুলাই, ২০১৮ রাত ৯:৩৬

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: @এমপি হওয়ার মতো যোগ্য ব্যক্তি কোন দলেই নেই"

... এটা একটু বেশী হয়ে গেল। দেশে অনেক সৎ নেতা আছে। কিন্তু মাথার লোক সুবিধার নয়!


★ গাজী ভাই!X(
আমি আপনাকে এত ভালোবাসি কিন্তু আপনি আমার সাথে শত্রুতা করেন কেন? X(

১৫ ই জুলাই, ২০১৮ রাত ১০:০০

চাঁদগাজী বলেছেন:


আপনার যে অসুবিধা হবে, সেটা আমি অনুমান করে, আপনাকে ইংগিতে বুঝাতে চেয়েছি; অন্যরা না বুঝে আপনাকে কমেন্টে ভাসায়েছে, এই হলো পার্থক্য

১৫ ই জুলাই, ২০১৮ রাত ১০:৩০

চাঁদগাজী বলেছেন:


আপনি এখন যেভাবে আনন্দ ব্লগিং করছেন, এই নিকটাও বিপদে পড়তে পরে।

৯| ১৫ ই জুলাই, ২০১৮ রাত ৯:৫৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালো কথা এবং উচিৎ কথাই বলছেন ওস্তাদ।

১৫ ই জুলাই, ২০১৮ রাত ১০:০৩

চাঁদগাজী বলেছেন:


সুস্হ জাতির, বিশ্বের বৃহত্তম পার্লামেন্টে বসছে দুরাচারেরা; কোন দলে এমপি হওয়ার মতো লোক নেই; শেখ হাসিনার উচিত সাধরণ মানুষের মাঝে প্রাইমারী করে এমপি প্রার্থী সংগ্রহ করা।

১০| ১৫ ই জুলাই, ২০১৮ রাত ১০:০৬

লায়নহার্ট বলেছেন: {তারপরও অযোগ্য লোকরাই এমপি হবে, আর আমরা খই ভাজবো}

১৫ ই জুলাই, ২০১৮ রাত ১০:৩১

চাঁদগাজী বলেছেন:


এখন শেখ হাসিনা চাইলে সবকিছু ঘুরিয়ে দিতে পারে।

১১| ১৫ ই জুলাই, ২০১৮ রাত ১০:২৮

আশরাফুল অ্যাস্ট্রো বলেছেন: গত নির্বাচনের আগে নাগরিক সমাজের মধ্য থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছিল ,বাংলাদেশের ৩০০ আসনে সৎ ,যোগ্য ৩০০ সন্তন্ত্র প্রার্থী দেওয়া হবে ,কিন্তু অজানা কারনে তা বন্ধ হয়ে যায় । এই মুহূর্তে এখন এটা সবচে বেশি প্রয়োজন । বাংলাদেশের রাজনীতি নষ্ট হয়ে গেছে ,নেতারা নষ্ট হয়ে গেছে । এর আশু পরিত্রান না থাকলেও ভোগান্তি চরম মাত্রায় অপেক্ষা করছে ।

১৫ ই জুলাই, ২০১৮ রাত ১০:৩৩

চাঁদগাজী বলেছেন:



নাগরিক সমাজ আলাদাভাবে পারবে না; শেখ হাসিনার সাথে কোয়ালিশন করলে কিছু লোক দিতে পারবে।

১২| ১৫ ই জুলাই, ২০১৮ রাত ১০:৩৯

আশরাফুল অ্যাস্ট্রো বলেছেন: আপনি কি বলতে বা বোঝাতে চাচ্ছেন শেখ হাসিনা আদর্শের রাজনীতি করে ,বা করছে । উনার প্রধান উদ্দেশ্য ক্ষমতায় টিকে থাকা সেটা যে কোন কুট কৌশলেই হোক । বাংলাদেশে বর্তমানে চলমান রাজনীতির বাইরে তৃতীয় পক্ষ এর রাজনীতি প্রয়োজন । যেমন উধাহরন হিসেবে ফ্রান্সের প্রেসিডেন্ট কে আনা যায় । কিন্তু তা আদৌ সম্ভব না ,কারণ চলমান দুই পক্ষ তা কখনোই হতে দিবে না ।

১৫ ই জুলাই, ২০১৮ রাত ১১:০৪

চাঁদগাজী বলেছেন:


উনি একটা আদর্শের রাজনীতি করেন, যারা বাংলাদেশ চাহেনি ও শেখকে হত্যা করেছে, তারা যেন শাস্তি পায়; এতে জাতি গোল্লায় গেলেও উনার মাথা ব্যথা নেই; তাতে জাতির সাধারণ মানুষদেরও ভয়ংকর ক্ষতি হচ্ছে। উনাকে সাহায্য করলে, উনি ভালোর দিকে যেতে পারবেন; বাকীগুলোকে সাহায্য করার উপায় নেই

১৩| ১৫ ই জুলাই, ২০১৮ রাত ১০:৪৫

ভিন্নচিন্তা ভিন্নমত ভিন্নপথ বলেছেন: @ চাঁদ গাজী- এ কি কথা শুনি আজ মন্থরার মুখে , রঘুরাজ ?? !!!

১৫ ই জুলাই, ২০১৮ রাত ১১:০৫

চাঁদগাজী বলেছেন:


ব্লগিং করুন, লিখুন, নিজের ওজন বুঝতে পারবেন।

১৪| ১৫ ই জুলাই, ২০১৮ রাত ১০:৫০

ভ্রমরের ডানা বলেছেন:

নেতাদের কোন দোষ নেই। সব দোষ জনগনের!

১৫ ই জুলাই, ২০১৮ রাত ১১:০৭

চাঁদগাজী বলেছেন:


শেখ সাহেবের হত্যাকারী জিয়াকে সাপোর্ট করায়, জনতার এক বড় অংশকে শেখ হাসিনা মনের থেকে পছন্দ করেন না; জিয়া ও এরশাদকে সাপোর্ট করাটা "নাগরিক দোষ" হিসেবে নেয়া সম্ভভ।

১৫| ১৫ ই জুলাই, ২০১৮ রাত ১১:০৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বাংলা‌দে‌শের নেতারা মানুষ ছিল কোন দিন? তারা তো দানব। দানবরা এম‌পি হয় না। হয় ভক্ষক।

১৫ ই জুলাই, ২০১৮ রাত ১১:০৮

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশের রাজনৈতিক দলের সংগঠকরা বেশীর ভাগই ক্রিমিনাল বাংগালী

১৬| ১৫ ই জুলাই, ২০১৮ রাত ১১:১০

ভিন্নচিন্তা ভিন্নমত ভিন্নপথ বলেছেন: নন্দলাল তো একদা একটা করিল ভীষণ পণ-

স্বদেশের তরে, যা করেই হোক, রাখিবেই সে জীবন,

সকলে কহিল," আ-হা-হা,কর কি,কর কি, নন্দলাল ?

নন্দ বলিল," বসিয়া বসিয়া রহিব কি চিরকাল ?

আমি না করিলে কে করিবে আর উদ্ধার এই দেশ ? "

তখন সকলে বলিল- " বাহবা, বাহবা , বাহবা বেশ ।"

১৬ ই জুলাই, ২০১৮ রাত ১২:১৮

চাঁদগাজী বলেছেন:


আপনি ব্লগে এসেছেন, কমেন্ট করছেন, হয়তো এটা বাংগালী ব্লগারদের জন্য এক সৌভাগ্যের ইতিহাস হয়ে থাকবে।

১৭| ১৫ ই জুলাই, ২০১৮ রাত ১১:১৩

ভ্রমরের ডানা বলেছেন:


কার মনে কি আছে এগুলো না জেনে বলা ঠিক নয়। বিভ্রান্তি ছড়ায়!

১৫ ই জুলাই, ২০১৮ রাত ১১:৪৪

চাঁদগাজী বলেছেন:


ব্লগারদেরকে বিভ্রান্ত করার মতো ব্লগার এখনো আমার চোখে পড়েনি

১৮| ১৫ ই জুলাই, ২০১৮ রাত ১১:২৪

নীলপরি বলেছেন: রাজনেতা সম্পর্কে বেশীরভাগই নেগেটিভ । এর দায় অনেকটাই তাঁদের । কে জানে কবে পজিটিভ হবে!

১৫ ই জুলাই, ২০১৮ রাত ১১:৩৯

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা চাইলে আজকেই ১৮০ ডিগ্রি ঘুরে, সিংগাপুরের মতো যাত্রা শুরু করতে পারতেন; কিন্তু উনি জানেন না যে, লি কুয়ানের মত মানুষ বিশ্বে ছিলো একদিন।

১৯| ১৬ ই জুলাই, ২০১৮ রাত ১২:০০

হাসান কালবৈশাখী বলেছেন:
যোগ্য শিক্ষিতরা আছে, কিন্তু ভোট পায় না। দোষ কার?

২০০৮ এ নির্বাচনে দেখেছিলাম । এক ডাক্তার দম্পতি, দুজনই খুবই রাজনীতি সচেতন, শিক্ষিত পরিবারের।
বিশাল লাইন, দুজনের ভোট দিতেই ৫ ঘন্টা লেগেছিল, নতুন পাওয়া ভোটার আইডি নিয়ে এই দুজন আলাদা লাইনে ৫ ঘন্টা দাঁড়িয়ে ছিল।
পরে ওনাদের সাথে যতবারই দেখা হয় ততবারই বলি -
"শিক্ষিত ভদ্র লোকটিকে ভোট না দিয়ে কেন খাম্বা চোরার সহযোগি, সন্ত্রসি অশিক্ষিত লোকটির জন্য ৫ ঘন্টা রৌদ্রে দাঁড়িয়ে?
জবাব না দিয়ে সুধু হাসে।

১৬ ই জুলাই, ২০১৮ রাত ১২:১৬

চাঁদগাজী বলেছেন:


১১ কোটী ভোটারের মাঝে ১ থেকে দেড় কোটী ভোটার রাজনৈতিক সচেনতার সাথে হয়তো ভোট দেন; ডাক্তার, বুয়েটের ছাত্র, রাজশাহী ইউনিভারসিটি ও সিলেটের শিক্ষিতদের ভোটাধিকার কেড়ে নেয়াই উচিত; এদের ভোট জাতির ক্ষতি করে।

২০| ১৬ ই জুলাই, ২০১৮ রাত ১২:৩৭

নতুন বলেছেন: দেশের মানুষ যেমন দেশের নেতাও তেমনই হবে।

মানুষ ভালোকে ভোট দেবেনা কারন তিনি দূনিতি করবেন না যাকে দিয়ে কাজ হবেনা তাকে কেন ভোট দেবে?

দেশের মানুষ যতদিন ভালো না হবে ততদিন ভালো লোক এমপি মন্ত্রী হবেনা।

১৬ ই জুলাই, ২০১৮ রাত ১২:৫২

চাঁদগাজী বলেছেন:


রাজনীতির নামে ষড়যন্ত্র মানুষকে হতাশ করে, দুষ্টে পরিণত করেছে।

২১| ১৬ ই জুলাই, ২০১৮ রাত ১:৩২

কলকন্ঠ বলেছেন: শেখ হাসিনাও দেশের অনেক উন্নয়ন করছেন।আসলে আমাদের ভিটামিন এ অভাব তাই ঠিকমত চোখে দেখতে পারিনা।

১৬ ই জুলাই, ২০১৮ রাত ৩:২৬

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা যাদের উন্নয়ন করেছেন, তাদের লিষ্টে ২ লাখ পরিবারের নাম আছে।

২২| ১৬ ই জুলাই, ২০১৮ রাত ১:৩৮

ঠাকুরমাহমুদ বলেছেন: এমপি হওয়ার মতো যোগ্যতা সম্পন্ন লোক হয়তো কোনো দলেই নেই, তবে দুর্নীতি করার জন্য যোগ্য লোক এই দেশে ১৭ কোটি - কোনো সন্দেহ ?

১৬ ই জুলাই, ২০১৮ রাত ৩:২৭

চাঁদগাজী বলেছেন:


প্রশাসন, ব্যুরোক্রেসী ও সরকার নষ্ট হয়ে গেলে জাতি নষ্ট হয়ে যায়।

২৩| ১৬ ই জুলাই, ২০১৮ রাত ২:৪২

অনল চৌধুরী বলেছেন: বাংলাদেশের নষ্ট জনগণ নষ্ট নেতাই পাবে।কোনদিন চীনা,জাপানী,মালয়,কিউবা বা লিবিয়ার মতো হলে সেদিন লি কুয়ান ইউ,দেং জিয়াও পিং,মহাথির,ক্যাষ্ট্রো অার গাদ্দাফির মতো নেতা পাবে।কিন্ত সে আশা দুরাশা।

শুনেছি উনি অজানা বিজ্ঞানে পিএইচডি করেছেন; উনার দরকার ছিল লন্ডন থেকে পিএইচডি করা, ওখানে পাকিস্তানী চা-দোকান কিংবা পাকিস্তানী গ্রোসারীতে করা যায়।
মিলন মালয়শিয়ার ইসলামিক বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন বলে দাবী।ওটা ওখানকার সেরা ৫টা বিশ্ববিদ্যালয়ের একা,বিশ্বসেরা তালিকাতেও নাম আছে।
লন্ডনের ভিসা কলেজগুলির চেয়ে অনেক ভালো।

১৬ ই জুলাই, ২০১৮ রাত ৩:২৪

চাঁদগাজী বলেছেন:


মিলন সাহেবকে আমি ব্যক্তিগতভাবে জানি; তারেকের ৪০ ডাকাতের ১ ডাকাত। এদের পালানোর সুযোগ দেয়া ঠিক হয়নি

২৪| ১৬ ই জুলাই, ২০১৮ রাত ২:৪৫

অনল চৌধুরী বলেছেন: জামাত হচ্ছে মির জাফর মির মদনের বংশধর - রক্ত তার সঠিক পথ ধরে চলে, জামাত তার সঠিক পথে আছে । তথ্যগত ভুল করেছেন।মীর জাফর বিশ্বাসঘাতক ছিলো কিন্ত মীর মর্দান(মদন শব্দটা ভুল।) অার মোহনলাল বীরের মতো পলাশীর প্রান্তরে সিরাজউদ্দৌলার পক্ষে যুদ্ধ করেছিলেন।

১৬ ই জুলাই, ২০১৮ রাত ৩:২৮

চাঁদগাজী বলেছেন:


জামাতের লোকেরা মনের দিক থেকে পাকী ও আফগানী

২৫| ১৬ ই জুলাই, ২০১৮ সকাল ৮:১৯

অক্পটে বলেছেন: ভোটাধিকার তো কেড়েই নেয়া হয়েছে আবার কিসের ভোটাধিকারের কথা বললেন?

১৬ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৩৪

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা সবার ভোটাধিকারে বিশ্বাস করেন না; উনার নিজস্ব কারণ আছে।

২৬| ১৬ ই জুলাই, ২০১৮ সকাল ৮:৫৬

ধ্রুবক আলো বলেছেন: জামায়াত আর উঠে দাঁড়াতে পারবে না।

এরশাদ তার সময়ে অনেক কিছুই করেছে, আর শেষ বয়সে এসে পাগলামি করছে। রওশন এরশাদ এখন বিরোধী দলীয় নেত্রী এটা উনার জন্য পৃথিবীর সেরা সম্মানসূচক পদ, কারণ উনার কোনো যোগ্যতাই নাই।
আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার দ্বারা যেই ব্যবসা করছে তা আর কেউ পারবে না!!
মির্জা ফখরুল বা রিজভী উনারা মূলত রাজনীতিকে ধান্দা বাজি হিসেবে নিয়েছিলো। উনারা আওয়ামী লীগে থাকলে বেশি ভালো করতেন!!

১৬ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৩৩

চাঁদগাজী বলেছেন:


যারা আওয়ামী লীগে স্হান করতে পারেনি, তারা বিএনপি ও জাপাতে স্হান করে নিয়েছে; জামাত নেই, ভাবা মুশকিল হবে, ওরা এখন পাকিস্তানে ও আফগানিস্তানে আছে; বাংলাদেশে চোবল মারতে ওরা চেষ্টা করবে।

আওয়ামী লীগের অনেকই শেখ সাহেবের প্রস্হান চেয়েছিলো, ওরা দেশকে কলোনিয়েল সিষ্টেমে পরিণত করেছে।

২৭| ১৬ ই জুলাই, ২০১৮ সকাল ৯:১২

পবিত্র হোসাইন বলেছেন: ওস্তাদ বরাবর বামে পেলাস্টিক...

১৬ ই জুলাই, ২০১৮ সকাল ৯:২৮

চাঁদগাজী বলেছেন:


ব্লগারেরা যদি বুঝতে পারেন, পার্লামেন্টে কি হয়, কাদের ওখানে থাকা উচিত, আমাদের জীবনটা কিছুটা সহজ হবে।

২৮| ১৬ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৩৮

সোহেল আহমেদ নাসিম বলেছেন: পুরাই যাত্রাপালা.....

১৬ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৫৬

চাঁদগাজী বলেছেন:


সবাই ব্লগার হতে্ চান, এবং এটাই জীবনের শ্রেষ্ঠ অভিপ্রায়

২৯| ১৬ ই জুলাই, ২০১৮ সকাল ১০:০৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:

কোন একদিন দেখিব এদেশে সুস্থ রাজনীতির ধারা বহিছে.................................................

১৬ ই জুলাই, ২০১৮ সকাল ১০:১২

চাঁদগাজী বলেছেন:


আমার আশা ছিল শীঘ্রই ঘটবে; তবে, ইয়াবা ব্যবহারের পরিমাণ দেখে একটু শংকিত

৩০| ১৬ ই জুলাই, ২০১৮ সকাল ১০:১৩

টারজান০০০০৭ বলেছেন: আপনি বিপ্লবী মানুষ, মন্দের ভালো বাছিয়া লইতে কহিতেছেন কেন ? আপনার তো পুরো সিস্টেম পাল্টানোর জন্য বিপ্লবের ডাক দেওয়ার কথা !

বিচার মানিয়া তালগাছের দাবি না ছাড়িলে বিচার অর্থহীন হইয়া যায় ! আওয়ামীলীগের এতো সমালোচনার পরে আবার মন্দের ভালো হিসেবে আওয়ামীলীগ বাছিয়া নিতে বলা তালগাছ না ছাড়ার মতনই হইল ! বিকল্প কিছু কি বলিবেন না ?

তবে যায় দিন ভালো , আসে দিন খারাপ --ইহাও ঠিক !

১৬ ই জুলাই, ২০১৮ সকাল ১০:২৩

চাঁদগাজী বলেছেন:



আমি বাচিয়া নেয়ার কেহ নই।

শেখ হাসিনা বরাবরই উনার নিজস্ব নিয়ম প্রয়োগ করে আসছেন; উনি কলাগাছ পছন্দ করেন, উনি ব্যক্তিত্ব-সম্পন্ন লোকদের পার্লামেন্ট থেকে দুরে রাখেন।

৩১| ১৬ ই জুলাই, ২০১৮ সকাল ১০:২৬

রাজীব নুর বলেছেন: যোগ্য লোক যে একবারেই নেই তা না।
অবশ্যই যোগ্যলোক আছে।

১৬ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৫০

চাঁদগাজী বলেছেন:


জাতিতে অবশ্য যোগ্য লোকজন আছেন; দলে নেই

৩২| ১৬ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: ব্লগারদের মধ্যে থেকে বেছে নিতে পারে।
সেক্ষেত্রে ব্লগারের ব্লগিং এর বয়স , কমেন্টের সংখ্যা(করা ও পাওয়া) পাঠের সংখ্যা, কয়জন তাকে অনুসরণ করেছে, সে কয়জনকে করতে পারছে তা ।কোয়ালিটি পোস্টের সংখ্যা কতো ইত্যাদি ।

১৬ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৫৪

চাঁদগাজী বলেছেন:


বিশ্বের সবচয়ে বড় পার্লামেন্টের মালিক বাংলাদেশ। এই পার্লামেন্টকে অপবিত্র করেছে হাজী সেলিম, পিন্টু, জয়নাল হাজারী, রওশন এরশাদ, শামীম ওসমান, ফালু, আব্বাসের মত শত শত লোক

৩৩| ১৬ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:০১

জুনায়েদ বি রাহমান বলেছেন: যোগ্য নেতাকর্মী উঠে আসার উপায়ও নাই। অযোগ্য'রা যোগ্যদের সহ্য করতে পারে না।

১৬ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৪০

চাঁদগাজী বলেছেন:


বেগম জিয়ার কথা ভাবেন, কোন সাহসে ভর করে যোগ্যদের তিনি নিতে পারতেন? উনি যোগ্যদের নিলে, তিনি কি ১৫ই আগষ্টে কেক কাটতে পারতেন, তারেক কি দলের সভাপতি হতে পারতো, কিংবা কোকোর কি বিলিয়ন ডলারের ব্যবসা থাকতো?

৩৪| ১৬ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:১৭

সনেট কবি বলেছেন: আমাদের রাজনীতির যা অবস্থা তাতে যোগ্যলোক তৈরীর সুযোগ কম।

১৬ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৪৩

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশের রাজনীতি ও রাজনীতিবিদরা যে পেছনে সেটা বুঝা গিয়েছিল ১৯৭২ সালের সরকারের অবস্হা দেখে; এখন দেখা যাচ্ছে যে, সেটাই ছিল সবচেয়ে ভালো সরকার।

অযোগ্যদের ও বাংগাদেশ-বিরোধীদের রাজনীতিতে এনেছেন জেনারেল জিয়া ও বেগম জিয়া; তারপর, শেখ হাসিনা সেটা করেছেন।

৩৫| ১৬ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৪৪

রানা আমান বলেছেন: ১০ নং কমেন্টের উত্তরে , আপনি বলেছেন " এখন শেখ হাসিনা চাইলে সবকিছু ঘুরিয়ে দিতে পারে। " আরও বলেছেন "শেখ হাসিনা চাইলে আজকেই ১৮০ ডিগ্রি ঘুরে, সিংগাপুরের মতো যাত্রা শুরু করতে পারতেন" । সত্যিই কি তাই ? উনার খুব কাছে যারা আছেন বর্তমানে , তারাই উনাকে এটা করতে দেবেন না । আমলাতন্ত্র এবং ........।

১৬ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৪৫

চাঁদগাজী বলেছেন:


উনার কাছে কেহ আছে কিনা, ঘনিষ্ট আওয়ামী লীগার থেকে জেনে নেবেন; উনি কারো কথা শুনেন না, সবার যায়গা দরজার বাহিরে।

৩৬| ১৬ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৪৮

রানা আমান বলেছেন: উনাকে ঘিরে থাকা একটা গ্রুপের অনুমোদন ছাড়া উনি চাইলেও কিছুই করতে পারবেন না ।

১৬ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৪৭

চাঁদগাজী বলেছেন:


এটা ঠিক বলেছেন, উনি নিজদলের বাহিরের কাউকে কিছু করতে দিচ্ছেন না; ফলে, দক্ষ লোকদের দক্ষতা জাতির কোন কাজে লাগছে না

৩৭| ১৬ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৫০

গরল বলেছেন: সংসদ বা সংসদ সদস্যদের কাজ কি সেটাইতো আসলে জানি না, তাহলে যোগ্যতা বিচার করব কিভাবে? তবে এখন তারা যা করছে সেটাই যদি তাদের জব রোল হয় তাহলেতো তারা যোগ্যই বলতে হবে।

১৬ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৫০

চাঁদগাজী বলেছেন:



সাধারণ কথায়, এমপি'রা জাতির জন্য আইন প্রনয়নকারী, এরা জাতির প্রয়োজনীয় বিষয়ে, মাগরিক অধিকার উন্নয়নে "বিল" এনে, সেটাক আইনে পরিণত করবেন।

উপরের লাইনটি মুহিত সাহেবকে শিখানোই সম্ভব হবে না এই জীবনে।

৩৮| ১৬ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৩৪

রক বেনন বলেছেন: মাননীয় প্রধানমন্ত্রী সবথেকে দক্ষ রাজনীতিবিদদের প্রত্যেককে ৪ কোটি টাকা মূল্যের দামী গাড়ি উপহার দিয়েছেন। সেই সাথে উনার ভাষণ নিয়ে বই ছাপা হয়েছে এবং তা শিক্ষাস্তরের বিভিন্ন ধাপে রেফারেন্স বই হিসেবে অন্তর্ভুক্ত করার অনুরোধ (!!!) করেছেন।

১৬ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০০

চাঁদগাজী বলেছেন:


উনি যদি ৩০০ এমপিকে গাড়ী না দিয়ে, ৩০০ উন্নত মানের এমবুলেন্স দিতেন ৩০০ নির্বাচনী এলাকায়, উনার পৃথিবী স হজ হয়ে আসতো।

উনার বই সামুতে প্রকাশ করুক, ১ম চ্যাপটারের পর পাঠক পাওয়া যাবে না

৩৯| ১৬ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৩৮

ঠাকুরমাহমুদ বলেছেন: মালয়েশিয়া International Islamic University Malaysia ও একটি ভিসা ব্যাবসা সংক্রান্ত বিশ্ববিদ্যালয় যা সারা বিশ্বের মুসলিম দেশের ছাত্র কালেকশন করে থাকে, বিশ্ব মুসলিম সমর্থনে International Islamic University Malaysia র‌্যাংকিং এ আছে কথা ঠিক তবে এও ঠিক এটি একটি করাপশন বিশ্বদ্যিালয় । তাছাড়া এহসানুল হক মিলন সাহেবের বাংলাদেশ পাসপোর্ট মেয়াদ উত্তীর্ণ হবে ২০১৮ সনের অক্টোবর অথবা নভেম্বর - তার মালয়েশিয়া বসে রাজনীতি করার সময় ফুরিয়ে আসছে ।

১৬ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০৩

চাঁদগাজী বলেছেন:


কমপক্ষে পড়ালেখার নাম করে পালিয়ে আছে, খারাপ কিছু না। মালযয়েশিয়ায় থাকতে না দিলে লন্ডন চলে যাবে; হাওয়া ভবনে বসে, যেই পরিমাণ ডাকাতী করেছে, নাতীরাও লন্ডনে কাজ না করে খেয়ে যেতে পারবে।

৪০| ১৬ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৫৬

ঠাকুরমাহমুদ বলেছেন: মীর মদন গাদ্দার ছিলেন না - এখানে তথ্যগত ও লেখায় ভুল হয়েছে আমি আন্তরিক ভাবে দুঃখিত ।
মীর মদন একজন সাহসী যোদ্ধা ছিলেন, তিনি পলাশীর যুদ্ধে সাহসীকতার সাথে প্রাণ দেন ।

সুত্র: - https://bn.wikipedia.org

১৬ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০৫

চাঁদগাজী বলেছেন:


তা'হলে এখন হয়তো শেখ সাহেবের সাথে আছেন। শেখ সাহেবের সাথে না থাকলে জেনারেল জিয়ার সাথে আছে।

৪১| ১৬ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:১৬

সিগন্যাস বলেছেন: আপনার চোখের অবস্থা কেমন?

১৬ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০৬

চাঁদগাজী বলেছেন:


ভালোর দিকে, গরমে অসুবিধা হচ্ছে, ধন্যবাদ।

৪২| ১৬ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:২৬

চঞ্চল হরিণী বলেছেন: আপনার প্রাইমারী নির্বাচনের ধারণা এবং এখন যে বললেন প্রাইমারী এমপি সংগ্রহ দুটি প্রস্তাবই মনে ধরেছে আমার। এমপি সংগ্রহ যদি সত্যি করে বা নতুন লোকের মনোনয়ন চায় তাহলে আমি নিজের প্রার্থিতা দিতে আগ্রহী। কিন্তু দুরাশাই মনে হয় একে। নতুন চাইলেও আরও এক ঝাঁক আগাছা ও অযোগ্যরাই হামলে পড়ে প্রার্থিতা দেবে। পয়সাহীন সৎদেরকে জানের ভয়ে সরে যেতে হবে।

১৬ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৫৬

চাঁদগাজী বলেছেন:


১৯৭৫ সাল থেকে শুরু করে, জাতি যেভাবে চলছে, এতে দলে দুষ্টরা স্হান করে নিয়েছে; শেখ হাসিনার হাতে এখন এমন শক্তি আছে যে, উনি মুহিতকে নমিনেশন না দিয়ে যদি, মুহিতের এলাকার সবচেয়ে দক্ষ, ভালো কাউকে নমিনেশন দিয়ে আওয়ামী লীগে নিয়ে আসেন, মুহিত কিছুই করতে পারবে না; আমি উনার এই শক্তিশালী অবস্হানের কথা বলছি।

এবার উনি ১৪৯ জন এমপি বাহির থেকে নেয়ার ক্ষমতা রাখেন।

৪৩| ১৬ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৫০

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
জাতিতে অবশ্য যোগ্য লোকজন আছেন; দলে নেই

সহমত।

১৬ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৫১

চাঁদগাজী বলেছেন:


সাধারণ বাংগালীরা পাকী বা আফগানদের মতো নির্বোধ নন।

৪৪| ১৬ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০২

ব্লগ মাস্টার বলেছেন: দেশে এসে আপনি দাড়ান পাশ করবেন ।

১৬ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০৬

চাঁদগাজী বলেছেন:


আওয়ামী লীগ আমাকে হারিকেন ধরায়ে দেবে।

৪৫| ১৬ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০৯

ঠ্যঠা মফিজ বলেছেন: আপনি এখনো কার জন্য অপেক্ষা করছেন ? টিকেটের দাম না থাকলে বলুন আমরা ব্লগার ভাইয়েরা আছিতো।

১৬ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২৬

চাঁদগাজী বলেছেন:


আমি আপনাদের মতো থিওরিটিসিয়ান

৪৬| ১৬ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১৯

উদাসী স্বপ্ন বলেছেন: একজন ভবিষ্যত রাজনীতিবিদ যে বের হবে করুন প্রজন্ম থেকে সে পথও তো খোলা নেই। যদি কেউ স্বতন্ত্র ভাবে বের হতে চায় তাকে সরকারী ও বিরোধীদল মিলে সবাই টেনে নামাতে চেস্টা করে, যদি সফল না হয় তাহলে সরাসরি লাশ গুম বা হত্যা। এটা একটা সভ্য দেশে চিন্তা করা যায় না। এসব অরাজকতা স্বাধীনতাপরবর্তী যুদ্ধপীড়িত দেশের অবস্থানে হার মানায়। আর এসব রাজনৈতিক দল ম্যানেজ করে সত্যিকার নেতা হতে হলে গায়ে কালি মাখানো ছাড়া উপায় কি! আর গায়ে কালি মাখালেই সেও নস্ট দলের কাতারে চলে আসবে। ইউনুস, ফখরুদ্দিন, মাহফুজ, মোজাফফরের মত লোকজন যদি বাংলাদেশের রাজনীতির প্রধান ধারায় আসতে পারতো তাহলে চিত্রটা নিশ্চয়ই বদলাতো

১৬ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৫১

চাঁদগাজী বলেছেন:


আওয়ামী লীগ এখন নতুন কোন দল হতে দেবে না সহজে।

৪৭| ১৬ ই জুলাই, ২০১৮ রাত ৯:০৪

ঠাকুরমাহমুদ বলেছেন: সংসদ একটি চলচিত্র প্রতিষ্ঠান !!! কারণ এখানে আছে চলচিত্রের তারকা ও টিভি নাটকের তারকা সহ গানের শিল্পি, শুধু অভাব-শুধু অভাব “চলচিত্রের পরিচালকের” !!!

১৬ ই জুলাই, ২০১৮ রাত ১০:১০

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা বিএনপি-জামাতকে ঠেকাতে গিয়ে জাতিকে ঠেকায়ে দিয়েছেন; বিশ্বের সবচেয়ে বড় পার্লামেন্টে কলাগাছ লাগায়েছেন।

৪৮| ১৬ ই জুলাই, ২০১৮ রাত ১০:২৫

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: তারপরেও অনেক আগাছা এবার এম্পি হবে!

১৬ ই জুলাই, ২০১৮ রাত ১১:০৯

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা এমপিদের কলাগাছে পরিণত করেছে, উনাকে প্রাইম মিনিষ্টার বানানোর পর ছুটি

৪৯| ১৭ ই জুলাই, ২০১৮ রাত ১:৪৫

অনল চৌধুরী বলেছেন: পলাশীর যুদ্ধ
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
Jump to navigation
Jump to search
পলাশীর যুদ্ধ
মূল যুদ্ধ: সপ্তবর্ষের যুদ্ধ
Clive.jpg
পলাশীর যুদ্ধের শেষে মীরজাফর ও লর্ড ক্লাইভের সাক্ষাৎ, ফ্রান্সিস হেম্যান (১৭৬২)
তারিখ ২৩ জুন ১৭৫৭
অবস্থান পলাশী, পশ্চিমবঙ্গ, ভারত
ফলাফল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিজয়
অধিকৃত
এলাকার
পরিবর্তন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক কার্যত বাংলা অধিকৃত হয়
বিবদমান পক্ষ
Flag of the British East India Company (1707).svg ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি Coat of Arms of Nawabs of Bengal.PNG বাংলা
Armoiries de la Compagnie des Indes Orientales.jpg ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি
নেতৃত্ব প্রদানকারী
Flag of the British East India Company (1707).svg কর্নেল রবার্ট ক্লাইভ
মেজর কিলপ্যাট্রিক
মেজর গ্র্যান্ট
মেজর আইরি কুট
ক্যাপ্টেন গপ
ক্যাপ্টেন রিচার্ড নক্স Coat of Arms of Nawabs of Bengal.PNG সিরাজউদ্দৌলা
Coat of Arms of Nawabs of Bengal.PNG মোহন লাল (প্রধান সেনাপতি)
Coat of Arms of Nawabs of Bengal.PNG মীর মদন (ভ্যানগার্ড)
Coat of Arms of Nawabs of Bengal.PNG মীর জাফর (অশ্বারোহী) (বিশ্বাসঘাতক)
Coat of Arms of Nawabs of Bengal.PNG খুদা-ইয়ার লুৎফ খান (বিশ্বাসঘাতক)
Coat of Arms of Nawabs of Bengal.PNG রায় দুর্লভ (বিশ্বাসঘাতক)
Armoiries de la Compagnie des Indes Orientales.jpg সিনফ্রে (অস্ত্রাগার)
শক্তিমত্তা
Flag of the British East India Company (1707).svg ১,০০০ ইউরোপীয় সৈন্য[১]
২,১০০ ভারতীয় সিপাহি[১]
১০০ বন্দুকবাজ[১]
৯টি কামান (আটটি ৬ পাউন্ডার ও একটি হাওইটজার) Coat of Arms of Nawabs of Bengal.PNG প্রাথমিকভাবে ৫০,০০০ সৈন্য (তবে তাদের মধ্যে মাত্র ৫,০০০ যুদ্ধে অংশ নেয়)ক
৫৩টি কামান
প্রাণহানি ও ক্ষয়ক্ষতি
Flag of the British East India Company (1707).svg ২২ সৈন্য নিহত (৭ ইউরোপীয় সৈন্য এবং ১৬ দেশীয় সৈন্য)
৫৩ সৈন্য আহত (১৩ ইউরোপীয় সৈন্য এবং ৩৬ দেশীয় সৈন্য) Coat of Arms of Nawabs of Bengal.PNG ৫০০ সৈন্য নিহত ও আহত
কপ্রাথমিক ৩৫,০০০ পদাতিক সৈন্য ও ১৫,০০০ অশ্বারোহীর মধ্যে ৪৫,০০০ সৈন্য ছিল মীর জাফরের অধীনস্থ; অবশিষ্ট ৫,০০০ যুদ্ধে অংশ নিয়েছিল[১]।
পলাশীর যুদ্ধের মানচিত্র

বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পলাশী নামক স্থানে যে যুদ্ধ সংঘটিত হয়েছিল তাই পলাশীর যুদ্ধ নামে পরিচিত। ১৭৫৭ সালের জুন ২৩ তারিখে এই যুদ্ধ সংঘটিত হয়েছিল। এই যুদ্ধে সিরাজউদ্দৌলা পরাজিত হন এবং ভারতবর্ষে ইংরেজ শাসন প্রতিষ্ঠার পথ সূচিত হয়।
পলাশী মনুমেন্ট
বিবরণ

১৭৫৭ সালের ১২ জুন কলকাতার ইংরেজ সৈন্যরা চন্দননগরের সেনাবাহিনীর সঙ্গে মিলিত হয়। সেখানে দুর্গ রক্ষার জন্য অল্প কছু সৈন্য রেখে তারা ১৩ জুন অবশিষ্ট সৈন্য নিয়ে যুদ্ধযাত্রা করে। কলকাতা থেকে মুর্শিদাবাদের পথে হুগলী, কাটোয়ার দুর্গ, অগ্রদ্বীপ ও পলাশীতে নবাবের সৈন্য থাকা সত্ত্বেও তারা কেউ ইংরেজদের পথ রোধ করে নি। ফলে নবাব সিরাজউদ্দৌলা বুঝতে পারেন, তাঁর সেনাপতিরাও এই ষড়যন্ত্রে শামিল।

বিদ্রোহের আভাস পেয়ে সিরাজ মীর জাফরকে বন্দি করার চিন্তা পরিত্যাগ করেন। তিনি মীর জাফরকে ক্ষমা করে তাঁকে শপথ নিতে বলেন। মীর জাফর পবিত্র কুরআন স্পর্শ করে অঙ্গীকার করেন যে, তিনি শরীরের একবিন্দু রক্ত থাকতেও বাংলার স্বাধীনতাকে ক্ষুণ্ন হতে দেবেন না। গৃহবিবাদের মীমাংসা করে নবাব রায় দুর্লভ, ইয়ার লুৎফ খান, মীর জাফর, মীর মদন, মোহন লাল ও ফরাসি সেনাপতি সিনফ্রেঁকে সৈন্য চালানোর দায়িত্ব দিয়ে তাঁদের সঙ্গে যুদ্ধযাত্রা করেন।

২৩ জুন সকাল থেকেই পলাশীর প্রান্তরে ইংরেজরা মুখোমুখি যুদ্ধে অবতীর্ণ হওয়ার জন্য প্রস্তুত হয়। ১৭৫৭ সালের ২২ জুন মধ্যরাতে রবার্ট ক্লাইভ কলকাতা থেকে তাঁর বাহিনী নিয়ে পলাশী মৌজার লক্ষবাগ নামে আম্রকাননে এসে তাঁবু গাড়েন। বাগানটির উত্তর-পশ্চিম দিকে গঙ্গা নদী। এর উত্তর-পূর্ব দিকে দুই বর্গমাইলব্যাপী আম্রকানন[২]। বেলা আটটার সময় হঠাৎ করেই মীর মদন ইংরেজ বাহিনীকে আক্রমণ করেন। তাঁর প্রবল আক্রমণে টিকতে না পেরে ক্লাইভ তাঁর সেনাবাহিনী নিয়ে আমবাগানে আশ্রয় নেন। ক্লাইভ কিছুটা বিচলিত হয়ে পড়েন। মীর মদন ধীরে ধীরে অগ্রসর হচ্ছিলেন। কিন্তু মীর জাফর, ইয়ার লুৎফ খান ও রায় দুর্লভ যেখানে সৈন্য সমাবেশ করেছিলেন সেখানেই নিস্পৃহভাবে দাঁড়িয়ে রইলেন। তাঁদের সামান্য সহায়তা পেলেও হয়ত মীর মদন ইংরেজদের পরাজয় বরণ করতে বাধ্য করতে পারতেন। দুপুরের দিকে হঠাৎ বৃষ্টি নামলে সিরাজউদ্দৌলার গোলাবারুদ ভিজে যায়। তবুও সাহসী মীর মদন এবং অপর সেনাপতি মোহন লাল ইংরেজদের সাথে লড়াই চালিয়ে যেতে লাগলেন। কিন্তু হঠাৎ করেই গোলার আঘাতে মীর মদন মারাত্মকভাবে আহত হন ও মারা যান। নবে সিং হাজারী ও বাহাদুর খান প্রমুখ গোলন্দাজ বাহিনীর প্রধানও একইসাথে মৃত্যুবরণ করেন।
মীরমদন, নবে সিং হাজারী ও বাহাদুর খানের স্মারকস্তম্ভ,পলাশীর যুদ্ধক্ষেত্র

গোলন্দাজ বাহিনীর প্রধান নিহত হওয়ার পর সিরাজউদ্দৌলা মীর জাফর ও রায় দুর্লভকে তাঁদের অশ্বারোহী বাহিনী নিয়ে তীব্র বেগে অগ্রসর হতে নির্দেশ দেন। কিন্তু উভয় সেনাপতি তাঁর নির্দেশ অমান্য করেন। তাঁদের যুক্তি ছিল গোলন্দাজ বাহিনীর সহযোগিতা ছাড়া অগ্রসর হওয়া আত্মঘাতী ব্যাপার। কিন্তু কোম্পানি ও নবাবের বাহিনীর মধ্যে তখন দূরত্ব মাত্র কয়েকশত গজ। বিশ্বস্ত সেনাপতি মোহন লাল নবাবকে পরামর্শ দেন যুদ্ধবিরতি ঘটলে বিপর্যয় অবশ্যম্ভাবী কিন্তু সিরাজ মীর জাফর প্রমুখের পরামর্শে পশ্চাৎপসরণের সিদ্ধান্ত নেন। বিকেল পাঁচটায় সিরাজউদ্দৌলার বাহিনী নির্দেশনার অভাবে এবং ইংরেজ বাহিনীর গোলন্দাজি অগ্রসরতার মুখে যুদ্ধবিরতি ঘোষণা করে অর্থাৎ পরাজয় স্বীকার করে। নবাবের ছাউনি ইংরেজদের অধিকারে আসে। ইংরেজদের পক্ষে ৭ জন ইউরোপীয় এবং ১৬ জন দেশীয় সৈন্য নিহত হয়। তখন কোনো উপায় না দেখে সিরাজউদ্দৌলা রাজধানী রক্ষা করার জন্য ২,০০০ সৈন্য নিয়ে মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু রাজধানী রক্ষা করার জন্যেও কেউ তাঁকে সাহায্য করেনি। সিরাজউদ্দৌলা তাঁর সহধর্মিণী লুৎফুন্নেসা ও ভৃত্য গোলাম হোসেনকে নিয়ে রাজধানী থেকে বের হয়ে স্থলপথে ভগবানগোলায় পৌঁছে যান এবং সেখান থেকে নৌকাযোগে পদ্মা ও মহানন্দার মধ্য দিয়ে উত্তর দিক অভিমুখে যাত্রা করেন। তাঁর আশা ছিল পশ্চিমাঞ্চলে পৌঁছাতে পারলে ফরাসি সেনাপতি মসিয়ে নাস-এর সহায়তায় পাটনা পর্যন্ত গিয়ে রাজা রামনারায়ণের কাছ থেকে সৈন্য সংগ্রহ করে ফরাসি বাহিনীর সহায়তায় বাংলাকে রক্ষা করবেন। কিন্তু তাঁর সে আশা পূর্ণ হয়নি। সিরাজ পথিমধ্যে বন্দি হন ও মিরনের হাতে বন্দি অবস্থায় তাঁর মৃত্যু ঘটে।[৩]
গুরুত্ব

বিখ্যাত পর্তুগিজ ঐতিহাসিক বাকসার পলাশীর যুদ্ধকে গুরুত্বের দিক থেকে পৃথিবীর সেরা যুদ্ধগুলোর অন্যতম মনে করেন[২]।

একটি পর্যায়ে ইংরেজরা নবাবকে উৎখাতের সিদ্ধান্ত নেয় এবং সৈন্যবাহিনী নিয়ে মুর্শিদাবাদের পথে অগ্রসর হয়। সিরাজও তার বাহিনী নিয়ে পলাশীর পথে অগ্রসর হন। ২৩ জুন সকাল ৮টার দিকে যুদ্ধ শুরু হয়। ইংরেজদের বাহিনীর তুলনায় নবাবের বাহিনীর আকার অনেক বড় হলেও মীরজাফর, ইয়ার লতিফ এবং রায় দুর্লভের অধীনস্থ প্রায় দুই তৃতীয়াংশ সৈন্য নিষ্ক্রিয় দাঁড়িয়ে থাকে। মীর মর্দান, মোহনলাল, খাজা আব্দুল হাদী খান, নবে সিং হাজারীর নেতৃত্বাধীন সৈন্যরা এবং ফরাসী সৈনিকদের একটি দল যুদ্ধ চালিয়ে যায়। ক্লাইভ যুদ্ধে ধারণার চেয়ে বেশি প্রতিরোধের সন্মুখীন হন। যুদ্ধ চলাকালীন সময়ে বৃষ্টিতে নবাব এবং ফরাসীদের কামানের গোলায় ব্যবহৃত গানপাউডার ভিজে ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে। কিন্তু ইংরেজরা তাদের গান পাউডার সুরক্ষিত রাখতে সক্ষম হয়। জানা যায়, ক্লাইভ দিনে যুদ্ধ চালিয়ে রাতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু যুদ্ধের এক পর্যায়ে বেলা তিনটার দিকে কামানের গোলার আঘাতে মীরমদন নিহত হলে নবাব ভেঙে পড়েন এবং মীর জাফরের কাছে পরামর্শ চান। মীরজাফর নবাবকে যুদ্ধ বন্ধ করে পরবর্তী দিনে নতুন উদ্যমে যুদ্ধ করার পরামর্শ দেন।

মোহনলালের প্রবল আপত্তি সত্ত্বেও নবাব যুদ্ধ বন্ধের নির্দেশ দেন। নবাবের সৈন্যরা পিছু হটে আসে। মীরজাফরের বার্তা পেয়ে ইংরেজরা নবাবের অপ্রস্তুত বাহিনীর ওপর হামলা চালায় এবং যুদ্ধে জয়লাভ করে। ফলে প্রায় ২০০ বছরের জন্য বাংলা স্বাধীনতা হারায়। প্রতি বছর সে জন্য ২৩ জুন পলাশী দিবস হিসাবে পালিত হয়। ১৭৫৭ সালের এইদিনে পলাশী প্রান্তরে রবার্ট ক্লাইভ, মীরজাফর, রায়দুর্লভ, ইয়ার লতিফ চক্র এই কালো দিবসের জন্ম দেয়। ঘৃণিত কলঙ্কজনক এই প্রাসাদ ষড়যন্ত্রের অধ্যায় সৃষ্টির পেছনে জড়িত ছিল বিশ্বাসঘাতক জগৎশেঠ, মাহতাব চাঁদ, উমিচাঁদ, মহারাজা স্বরূপচাঁদ, মহারাজা কৃষ্ণচন্দ্র, রায়দুর্লভ, মীর জাফর, ঘষেটি বেগম, রাজা রাজবল্লভ, নন্দকুমার প্রমুখ কৌশলী চক্র। এই স্বার্থান্বেষী ষড়যন্ত্রীদের প্রথম শিকার ছিল স্বাধীন ভারতের শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌল্লা এবং তার বিশ্বস্ত সেনাপতি মীরমদন ও প্রধান আমাত্য মোহনলাল কাশ্মিরী। ২৩ জুন পলাশীর প্রান্তরে নবাব সিরাজউদ্দৌল্লা ও লর্ড ক্লাইভের মধ্যে এক যুদ্ধ নাটক মঞ্চায়িত হয়। এতে নবাব বাহিনীর পক্ষে সৈন্যসংখ্যা ছিল প্রায় ৬৫ হাজার এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষে ছিল মাত্র ৩ হাজার। যুদ্ধের ময়দানে নবাব সিরাজউদ্দৌল্লার প্রধান সেনাপতি মীরজাফর ও তার অনুসারী প্রায় ৪৫ হাজার সৈন্য নীরব দর্শকের ভূমিকা পালন করে। ফলে যুদ্ধে স্বাধীনতার স্বপক্ষ শক্তির পরাজয় অনিবার্য হয়ে দাঁড়ায়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের সেবাদাসদের সাহায্যে এভাবেই বাংলায় আধিপত্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। এরপর সাম্রাজ্যবাদী শক্তি দীর্ঘ ১৯০ বছর এদেশে শাসন শোষণ করে। কোটি কোটি টাকার অর্থ সম্পদ ইংল্যান্ডে পাচার করে। বাংলাদেশ থেকে লুটকৃত পুঁজির সাহায্যে ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটে। আর এককালের প্রাচ্যের স্বর্গ সোনার বাংলা পরিণত হয় শ্মশান বাংলায়, স্থান পায় বিশ্বের দরিদ্রতম দেশে। এ যুদ্ধের রাজনৈতিক ফলাফল ছিল ধ্বংসাত্মক ও সুদূরপ্রসারী। এ যুদ্ধে জয়ের মাধ্যমে ধীরে ধীরে বাংলা ব্রিটিশদের অধিকারে চলে আসে। বাংলা অধিকারের পর ক্রমান্বয়ে ব্রিটিশরা পুরো ভারতবর্ষ এমনকি এশিয়ার অন্যান্য অংশও নিজেদের দখলে নিয়ে আসে। পলাশীর যুদ্ধের এই নৃশংস ও কলঙ্কজনক ঘটনার মাধ্যমে কলকাতা কেন্দ্রিক একটি নতুন উঠতি পুঁজিপতি শ্রেণী ও রাজনৈতিক শক্তির উত্থান ঘটে। ইংরেজ ও তাদের এ দেশীয় দালালগোষ্ঠী দেশবাসীর ওপর একের পর এক আগ্রাসন চালায়। ফলে দেশীয় কৃষ্টি-সৃংস্কৃতি ও সামাজিক জীবনে ব্যাপক বিপর্যয় নেমে আসে।

১৭ ই জুলাই, ২০১৮ রাত ৩:১৪

চাঁদগাজী বলেছেন:



সব ঠিক আছে, আগামীতে পলাশীর উপর কথা বলতে পারবো।

৫০| ১৭ ই জুলাই, ২০১৮ রাত ১:৫২

অনল চৌধুরী বলেছেন: মালয়েশিয়া International Islamic University Malaysia ও একটি ভিসা ব্যাবসা সংক্রান্ত বিশ্ববিদ্যালয় যা সারা বিশ্বের মুসলিম দেশের ছাত্র কালেকশন করে থাকে, বিশ্ব মুসলিম সমর্থনে International Islamic University Malaysia র‌্যাংকিং এ আছে কথা ঠিক তবে এও ঠিক এটি একটি করাপশন বিশ্বদ্যিালয় ।মালয়েশিয়া International Islamic University Malaysia ও একটি ভিসা ব্যাবসা সংক্রান্ত বিশ্ববিদ্যালয় যা সারা বিশ্বের মুসলিম দেশের ছাত্র কালেকশন করে থাকে, বিশ্ব মুসলিম সমর্থনে International Islamic University Malaysia র‌্যাংকিং এ আছে কথা ঠিক তবে এও ঠিক এটি একটি করাপশন বিশ্বদ্যিালয় ।
মালয়শিয়া সৌদি,অামিরাত,কুয়েত না।ওখানকার ২৬% লোক চীনা।তামিল হিন্দুরাও ৭%।আন্তর্জাতিক র‌্যানকিং-এ টাকা দিয়ে নাম উঠানো যায় না।
International Islamic University Malaysia যদি ভিসা বিশ্ববিদ্যালয় হয় তাহলে অক্সফোর্ড,ক্যামব্রীজ,হার্ভাডও তাই।

১৭ ই জুলাই, ২০১৮ রাত ৩:১৫

চাঁদগাজী বলেছেন:


মিলন হলো হাওয়া ভবনের ডাকাত; আল্লাহ ওকে নবুয়ত দিলেও আমাদের কি আসে যায়!

৫১| ১৭ ই জুলাই, ২০১৮ রাত ২:১৪

ঠাকুরমাহমুদ বলেছেন: The International Islamic University Malaysia - The university is sponsored by eight governments from the Organisation of the Islamic Conference (OIC). It is distinct from the International Islamic University Islamabad, Pakistan and International Islamic University Chittagong in Chittagong, Bangladesh.

https://en.wikipedia.org/wiki/International_Islamic_University_Malaysia

এটি একটি করাপশন বিশ্বদ্যিালয়, সহ মালয়েশিয়া একটি করাপশন দেশ যদিও আমরা কথায় কথায় মালয়েশিয়ার উন্নয়ন উদাহরণ দিয়ে থাকি ।।

নগন্য উদাহরণ : - বসুন্ধরা ও যমুনা গ্রুপ করাপশন করে করে এতাই বড় হয়েছে তাদের করাপশন এখন সাধারণ খালি চোখে জনতার নজরে পরবে না, তথা মালয়েশিয়া করাপশন করে করে তেমন বড় হয়েছে !!!

-এখানে মীর মদন লেখার প্রাসঙ্গীক না প্রাসঙ্গীক মীর জাফর সিরাজউদ্দৌলা আর লালা সালু - ইন্টারে পাঠ্য ছিলো !!!

১৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৫০

চাঁদগাজী বলেছেন:



মিলন হলো হাওয়া ভবনের ৪০ ডাকাতের এক ডাকাত; আল্লাহ ওকে নবুয়ত দিলেও সে ডাকাতী করবে!

৫২| ১৮ ই জুলাই, ২০১৮ রাত ২:৪৪

অনল চৌধুরী বলেছেন: কেয়ামত পর্যন্ত বাংলাদেশ মালয়শিয়ার ধারে-কাছে যেতে পারবে না।বসুন্ধরা-যমুনা মতো ছোট ব্যবসা প্রতিষ্ঠানের সাথে একটা দেশের উন্নয়নের তুলনা করা কি যুক্তিসঙ্গত????
কোনো দেশের উন্নয়ন করা যায় দুইভাবে।লুটপাট আর পরিশ্রম করে।ইউরোপ-এ্যামেরিকা করেছে লুটপাট করে অার চীন,জাপান,কোরিয়া,সিঙ্গাপুর,মালয়শিয়া পরিশ্রম করে।একটা শিশুও এটা জানে।
দুর্নীতি
করে দেশকে উন্নত করা গেলে বাংলাদেশ ৪৬ বছরেরও উন্নত হচ্ছে না কেন?? এদেশ তো বহুবার দুর্নীতিতে সেরা হয়েছে।
পলাশীর যুদ্ধ পৃথিবীর ইতিহাসের একটা অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা।
বাংলা দখল করতে না পারলে বৃটিশরা এশিয়া বা অাফ্রিকার কোন দেশই দখল করতে পারতো না।কাশ্মীর,ফিলিস্তিন সমস্যা,বাংলাদেশের গণহত্যা-কিছুই হতো না।
এখনো দুর্ভিক্ষে মারা যেত।
তাই এটা নিয়ে বিজ্ঞ ব্যাক্তিরা চিরকালই অঅলোচনা করবেন।

১৮ ই জুলাই, ২০১৮ ভোর ৪:১১

চাঁদগাজী বলেছেন:


ইউরোপিয়ান কলোনিয়েল দেশগুলো কলোনী থেকে সম্পদ পেয়েছে; আমেরিকাকে কাজ করে সম্পদ আহরণ করতে হয়েছে।

পুরো ভারতে সিরাজ দৌলা ছিল সবচেয়ে দুর্বল, ইষ্ট ইন্ডিয়া কোম্পানী সেটা টের পেয়ে, সেখান থেকে দখল শুরু করে।

৫৩| ১৮ ই জুলাই, ২০১৮ সকাল ১১:২২

ঠাকুরমাহমুদ বলেছেন: বাংলাদেশের আজ যতোটুকু উন্নতি তার বেশীরভাগ উন্নতি বহণ করে দুর্নীতি - বাংলাদেশে দুর্নীতি না হলে এই দেশে পোর্শে, পাজেরো, প্রাডো, জাগুয়ার ইন্টারনেটে দেখা যেতো - বাস্তবে নাহঃ, দুর্নীতির ফলে এই মটরযান বাংলাদেশে আছে !!! আপনি মীর মদন ধরে মনে করেছেন এই বার পাইছি মীর মদন ধরে এগিয়ে যাচ্ছেন, মালয়েশিয়া করাপশনে বিশ্বখ্যাত দেশ, বাংলাদেশে প্রতিটি পরিবারে না হোক - তাদের লতায় পাতায় আত্মীয় পরিজন মালয়েশিয়া থাকে তাদের কাছে কিছু জানার আছে যদিও তারা তেমন শিক্ষিত নয় - দুই চারটা ব্লগ লেখে না, তবে তারা ভুক্তভোগী, আর মালয়েশিয়া শাসন ব্যবস্থা মালয়েশিয়ানদের হাতে চাইনিজদের হাতে নাহঃ, চাইনিজ রা কাজ করে যাচ্ছে - মালয়েশিয়া তিনটি রেস - মালাইয়ু, চাইনিজ, ইন্ডিয়ান । মীর মদন কথাচ্ছলে চলে আসায় মালয়েশিয়া গল্প পেয়ে বসেছি এমন কিছু ইস্যু না, মালয়েশিয়ার মতো বাংলাদেশ আগামী ১,০০০ বছরে ও হতে পারবে না কারণ বাংলাদেশে - - - থাক বলে লাভ নাই । অন্ধ লোকের হাতি দর্শণ গল্প ।। তাহের উদ্দিন ঠাকুর নিয়ে আপনার মনে হেরে যাওয়ার দন্দ্ব কাজ করে থা্কতে পারে - তাহের উদ্দিন ঠাকুর আামাদের পরিবারের আমাদের আপনজন, মীর মদন ইতিহাসের আর মালয়েশিয়া একটি দেশ !!! মালয়েশিয়ার ফর্মার প্রাইম মিনিষ্টার নাজিব রাজাক ও তার টিম সহ দেশের সকল মালাইয়ু চাইনিজ ইন্ডিয়ান এই সুযোগে যতোটুকু করাপশন করতে পেরেছে তার নমুনা বাংলাদেশ ব্যাংক রিজার্ভ খালি হয়ে যাওয়া হতে পারে: -

মালেয়েশিয়া করাপশন মানি: বাংলাদেশ ব্যাংক রিজার্ভ
১,০০০ : ০‘৫

১৮ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৩৮

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশের ব্যুরোক্রেসীর কাজ হলো জাতির সুযোগ ও সম্পদ নিজেদের মাঝে ভাগ করে নেয়া; এই সমস্যা সমাধান করার দরকার।

৫৪| ১৮ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:০৬

ঠাকুরমাহমুদ বলেছেন: ঠাকুরমাহমুদ বলেছেন: মীর মদন গাদ্দার ছিলেন না - এখানে তথ্যগত ও লেখায় ভুল হয়েছে আমি আন্তরিক ভাবে দুঃখিত ।
মীর মদন একজন সাহসী যোদ্ধা ছিলেন, তিনি পলাশীর যুদ্ধে সাহসীকতার সাথে প্রাণ দেন ।
সুত্র: - https://bn.wikipedia.org
৪০ নম্বর মন্তব্য

- তারপর ও আপনি যেভাবে মীর মদন নিয়ে ঝাপিয়ে পড়েছেণ প্রমান করতে চাইছেন আপনি একজন ইতিহাস বিশেষজ্ঞ - আসলেই কি তাই !!! মালয়েশিয়ার উন্নয়ন পরিশ্রমের এটি একটি শিশু ও জানে - শিশুরা মালয়েশিয়া খেলনা কিনতে যায় আর চকোলেট বোনাস হিসেবে থিমপার্ক তারা মালয়েশিয়ার উন্নয়ন চকোলেট খেয়ে, খেলনা কিনে, পিজ্জা হাট, কে এফ সি, মেকডোনাল্ড এ বসে জেনে যায় মালয়েশিয়া উন্নয়ন পরিশ্রমের ফসল !!! এও সম্ভব !!!

৫৫| ১৮ ই জুলাই, ২০১৮ রাত ৯:৫১

খায়রুল আহসান বলেছেন: আগে শিক্ষিত লোকেরাও রাজনীতি করতেন, একটু কম শিক্ষিত হলেও কিছু জনদরদী ও জনসম্পৃক্ত লোকেরাও রাজনীতি করতেন। এখন করছেন অশিক্ষিতরা, জনসম্পর্কহীন লোকেরা (অবশ্যই, সবাই নন, বেশীরভাগ)। দেশে একটা রাজনৈতিক শূণ্যতা বিরাজ করছে। কিন্তু প্রকৃ্তির স্বভাব, সে ভ্যাকুয়্যাম পছন্দ করেনা।

১৮ ই জুলাই, ২০১৮ রাত ১১:১৯

চাঁদগাজী বলেছেন:


দেশে প্রকৃত শিক্ষিত মানুষ রাজনীতি থেকে দুরে থাকায় শুন্যতার সৃষ্টি হয়েছে, এটা সঠিক; এবং প্রকৃতি নিজের থেকে গার্বেজ দিয়ে উহা পুরণ করেছে, সন্দেহ নেই।

৫৬| ১৯ শে জুলাই, ২০১৮ রাত ২:৫৭

অনল চৌধুরী বলেছেন: বারবার মীর মর্দান প্রসঙ্গ অাপনি টানছেন আমি না।
তাহের ঠাকুর অামার শত্রু বা মিত্র কেউ না।
মালয়শিয়া বাংলাদেশের দুর্নীতিবাদ লোকদের সেকেন্ড হোম-এই যুক্তিতে দুর্নীতিবাজ রাষ্ট্র হলে সুইজারল্যান্ড কি যেখানে সারা পৃথিবীর সবচেয়ে বড় চোরা টাকা-সম্পদ জমা রাখে ?
তারেকের মতো হাজার দুর্নীতিবাজ অাশ্রয় দেয় যুক্তরাজ্য,যুক্তরাষ্ট,ক্যানাডা তারা কি ?
উন্নয়নের মানে কিছু লোকের পোর্শে, পাজেরো, প্রাডো, জাগুয়ার দামী গাড়ি ব্যবহার না,এর মানে সংখ্যাগরিষ্ঠ লোকের মৌলিক চাহিদা পূরণ নিশ্চিত করা অার অাইনের শাসন প্রতিষ্ঠা করা যা মালয়শিয়া করতে পেরেছে।
মালয়শিয়া যদি উন্নত রাষ্ট্র নাই হতো তাহলে সারা পৃথিবীর প্রায় ৩৫ লাখ অার বাংলাদেশের ৭ লাখ লোক ওখানে কাজ করতে গেছে কেন? নৌকায় করে ওখানে যেতে গিয়েই বা হাজার হাজার মানুষ মরে কেন?
বাংলাদেশ যখন এত উন্নত দেশ তখন ওদের সবার তো বাংলাদেশেই থাকার কথা!!!
ব্যক্তিগত অাক্রমণ করে ঝগড়া করার জায়গা ব্লগ না।

৫৭| ১৯ শে জুলাই, ২০১৮ রাত ৩:৩৭

ঠাকুরমাহমুদ বলেছেন: ব্যক্তিগত অাক্রমণ করে ঝগড়া করার জায়গা ব্লগ না। - পলাশীর যুদ্ধ ব্লগে দিয়ে আক্রমনটা আপনি করেছেন আমি শিশু না, সিরাজ মিয়ার কাহিনী ইন্টারে পাঠ্য ছিলো !!! শিশুরা মালয়েশিয়া সম্পর্কে জানে। যেহেতেু আমি বুড়ো মানুষ তাই মালয়েশিয়া সম্পর্কে আমার জ্ঞান কম - মালয়েশিয়া সরকার শুধু মাত্র ফরেনারদের সঙ্গে ভিসা প্রতরাণা করে বিলিয়ন বিলিয়ন রিঙ্গিত ডলার হাতিয়ে নেয় বাদবাকী তথ্য শিশুদের জানা উচিত - আমি নাহঃ । যেহেতু আমি শিুশু না তাই মালয়েশিয়া গিয়ে চকোলেট আর খেলনা কিনে বোঝতেও পারি না দেশের উন্নয়ন টা আসলে কোথায় !!! আপনার সাথে এখানেই আলোচনা তর্ক বিতর্ক শেষ।

৫৮| ২০ শে জুলাই, ২০১৮ রাত ২:৫৭

অনল চৌধুরী বলেছেন: সিরাজ মিয়ার !!!! মানী লোকদের সন্মান করতে হয়।
সিরাজউদ্দৌলার বয়স কম ছিলো,অনেক দোষ ছিলো কিন্ত তিনি দেশদ্রোহী,বিশ্বাসঘাতক,কাপুরুষ বা ষড়যন্ত্রকারী কোনটাই ছিলেন না।মারাঠা বর্গী থেকে ইংরেজ-সবার বিরুদ্ধেই লড়েছেন বাংলার মানুষের জন্য।
হলওয়েল বা অন্য কোন ইংরেজ ঐতিহাসিক তাকে অন্ধকূপ হত্যা বা তার বিরুদ্ধে বা ষড়যন্ত্রের অভিযোগ প্রমাণ করতে পারেননি।

মালয়শিয়া উন্নত না উন্নত দেশ বাংলাদেশ ,ভারত অার পাকিস্তান!!! মজা পেলাম!!!!!!

২০ শে জুলাই, ২০১৮ ভোর ৫:৩৪

চাঁদগাজী বলেছেন:


নবাব বাহিরের পৃথিবী সম্র্কে হয়তো কিছুই জানতেন না।

৫৯| ২১ শে জুলাই, ২০১৮ রাত ৩:৩৮

অনল চৌধুরী বলেছেন: জানলেও কিছু করার ছিলোনা।তার খালা থেকে শুরু করে মীরজাফর -প্রায় সবাই তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলো।

২১ শে জুলাই, ২০১৮ ভোর ৫:২৩

চাঁদগাজী বলেছেন:


অবশ্য ইংরেজরা ভারত দখল করার পরিকল্পনা আগের থেকেই নিয়েছিল, মনে হয়।

৬০| ২৫ শে জুলাই, ২০১৮ রাত ২:৩২

অনল চৌধুরী বলেছেন: মোগল মম্রাট জাহাঙ্গীরের অঅমল থেকেই।কারণ ইংরেজরা ছিলো জলদস্যু অার ভিক্ষুকের জাতি।লুটপাট না করলে না খেয়ে মরতো সব ইংরেজ।
এখনো ইরাক,লিবিয়া,সিরিয়ায় এই কাজই করছে।

২৫ শে জুলাই, ২০১৮ রাত ৯:০৩

চাঁদগাজী বলেছেন:


১৭৫৭ সালে, লন্ডনে পার্লামেন্ট ভবন ছিলো, ব্রীজ ছিলো, লন্ডন শহর ছিলো; ওরা ভিক্ষক হবে কেন?

৬১| ২৫ শে জুলাই, ২০১৮ রাত ৯:১৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমরা অনেকেই সুযোগ না পেয়ে সৎ আছি। আসলেই এই জাতির ১৭ কোটিই অসৎ! কেউ সুযোগ পায় । আবার কেউ পায় না। সুযোগ বা কুযোগ যেটাই বলি না কেন হাতে পেলেই কেউই কম যাবেন না।

২৬ শে জুলাই, ২০১৮ রাত ১:০৮

চাঁদগাজী বলেছেন:



এটা ক্ষোভের কথা; জাতিতে এখনো অনেক ভালো লোক আছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.