নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

প্রবাসে বিএনপি নেতাকর্মীরা বলছে, নির্বাচনের আগেই সরকারের পতন হবে!

২২ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৫৯



প্রবাসে বিএনপি'র দলীয় কর্মকান্ড কোনমতে চলছে; সাথে সাথে দেশ থেকে চলে আসা মাঝারী লেভেলের অনেক নেতা প্রবাসে অবস্হান করছেন; এরা এখন নিয়মিতভাবে বলছেন যে, আগামী ভোটের আগে শেখ হাসিনার সরকারের পতন হবে।

দেশ থেকে বিএনপি'র অনেক নেতাকর্মীরা পালিয়ে বিদেশে অবস্হান করছেন; এদের অনেকেরই ছেলেমেয়ে বিদেশ পড়তো, পড়ছে; এসব ছেলেমেয়েদের অনেকই বিদেশে চাকুরী পেয়েছে; ফলে, বিএনপির এসব লোকজন বিদেশে এসে বিনা ঝামেলায় থাকছে। বিদেশে, বিএনপি'তে আওয়ামী লীগের তুলনায় প্রফেশানেলদের সংখ্যা মোটামুটি সব সময় বেশী ছিল; গত কয়েক বছরে এদের কার্যক্রম অনেকটা গোপনে চলছে।

যারা সাম্প্রতিক সময়ে দেশ থেকে আসছেন, তারা প্রায়ই সবাই বলেন যে, মামলার হয়রাণী এড়াতে বিদেশে চলে এসেছেন; কেহ কেহ বলছেন যে, তাদের ব্যবসা বাণিজ্য ( কন্ট্রাক্টরদের বেলায়) আওয়ামী লীগের লোকেরা দখল করে নিয়েছে; ফলে, দেশে তারা মোটামুটি বেকার, এবং আওয়ামী লীগের স্হানীয় নেতাকর্মীরা প্রায়ই চাঁদা নেয়।

আওয়ামী লীগ আইনী দলে পরিণত হয়েছে, তারা বিএনপি'র লোকদের নামে ক্রমাগতভাবে মামলা করে যাচ্ছে; বিশেষ করে ২০১৫ সালে বেগম জিয়ার ৯০ দিনের অবরোধের পর মামলা বতিত কেহই নেই; মামলায় হাজিরা দেয়া, খরচ, ও ভয় এদেরকে বেশ কাবু করে ফেলেছে। দল দীর্ঘদিন ক্ষমতায় না থাকায়, নেতাদের ওজন কমে গেছে; অনেক নেতার তৃণমুল লেভেলের কর্মীরা এখন আগের মত ঘনিষ্ট নয়; ফলে, এরা দলেও ভারী নয়; এটা তাদের জন্য বেশ ভীতিকর পরিস্হিতি।

যারা প্রবাসের বিএনপি'র নেতাকর্মী, ও যারা দেশ থেকে প্রবাসে এসে আশ্রয় নিচ্ছে, তারা নিশ্চয় আগামীতে 'সরকার পতনে' কোন প্রত্যক্ষ ভুমিকা রাখতে পারবে না। তারা হয়তো টাকা পয়সা দিয়ে শক্তি যোগানোর চেষ্টা করছে; কিন্তু মাঠে কে? কারা সরকারের পতন ঘটাবে? কোটা আন্দোলনকারীরা, নাকি বেগম জিয়ার চিকিৎসা ও মুক্তি চেয়ে যারা বিবৃতি দিচ্ছে ও সভা করছে, তারা?

ওয়ানয়দুল কাদেরের কথাবার্তায় বুঝা যাচ্ছে যে, ভোট নিয়ে সে সান্দিহান; আবার শেখ হাসিনার কথা একেবারেই পরিস্কার, ভোটে তিনি পরিস্কারভাবে জয়ী হবেন।

দেশে সরকারী বা বেসরকারী রাজনৈতিক জরীপ প্রতিষ্ঠান নেই; সবকিছুই মোটামুটি অনুমানভিত্তিক! তবে, সরকার প্রশাসনিক প্রতিষ্ঠান গুলোকে ব্যবহার করে জনমতের একটা মোটামুটি চিত্র পেতে পারে, যা বিএনপি'র পক্ষে পাওয়া সম্ভব নয়; এবং মনে হয়, বিএনপি'র এই ধরণের কার্যক্রম চালানোর মত লোকজনই নেই; দায়সারা হিসেবে কেহ কেহ হ্য়তো দায়িত্বে আছে, কিন্তু সেই রকম প্রফেশানেল নেতা বিএনপি'তে নেই।

এখন সরকার পতন ঘটানোর মত কোন শক্তি নেই; নিতান্ত মারফির নিয়মে যদি ঘটে, তাহলে মিলিটারীকে সামনে আসতে হবে; মিলিটারী সামনে আসলে তাতে বিএনপি'র সর্বাধিক লাভ হবে, বেগম জিয়াকে বাসায় যাবার অনুমতি দেবে; এর থেকে বেশী কিছু পাবে না বিএনপি!

মন্তব্য ৭১ টি রেটিং +০/-০

মন্তব্য (৭১) মন্তব্য লিখুন

১| ২২ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:১১

স্রাঞ্জি সে বলেছেন: বীজ বপন না করে ফল পাওয়ার আশায় বিভোর বিএনপি। X(

২২ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:১৫

চাঁদগাজী বলেছেন:


ওদেরকে কোনদিন রাজনীতি করতে হয়নি, যা করার মিলিটারী করেছে, ওরা উপস্হিত থাকার জন্য ভাগ পেয়েছে।

২| ২২ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৪৩

সাইন বোর্ড বলেছেন: অাপনার কি ধারণা বিএনপির মতো এই অবস্থায় অাওয়ামিলীগ থাকলে ওরা মাঠে দাঁড়াতে পারতো ?

২২ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৫৩

চাঁদগাজী বলেছেন:


আওয়ামী লীগ সঠিকভাবে গঠিত একটি রাজনৈতিক দল; এখন শেখ হাসিনা উনাকে খারাপভাবে চালাচ্ছেন; তাতেও গ্রেনেড খেয়ে টিকে গেছে; বিএনপি জেনারেল জিয়ার সাথে কবরে চলে গেছে; এখন যা আছে উহা জেনারেলের ভুত।

৩| ২২ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৪৫

রাজীব নুর বলেছেন: বিএনপি'র কোমর ভেঙ্গে গেছে।

২২ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৫৪

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা নিজের সুবিধার জন্য উহাকে কোরামিন দিচ্ছে।

৪| ২২ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৪৬

পদাতিক চৌধুরি বলেছেন: মান্যবরেষু,

এরকম ঘটার কোনও কারন আছে বলে মনে হয়না। সর্বোপরি গনতন্ত্রেরতো একটা নিয়ম আছে। সাংবিধানিক সংকট বা সরকারের পতন - হাং পার্লামেন্ট হলে যদিবা সম্ভব । কিন্তু বর্তমান অবস্থায় এমনটা ভাবাটা অযৌক্তিক বলে আমার বিশ্বাস ।

শুভেচ্চা নিয়েন।

২২ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৫৭

চাঁদগাজী বলেছেন:




শেখ সাহেবকে হত্যা করে, উনার কবরের উপর রচিত হয়েছে দলটি, তাদের সবকিছুই বেআইনী, জন্মই জাতির জন্য অভিশাপ; এই ধরণের ভাবনাও ঐ ধরণের কিছু একটা।

৫| ২২ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:০১

সাইন বোর্ড বলেছেন: বিএনপি জিয়ার সাথে যদি কবরেই চলে যায়, তাহলে ২/৩ ক্ষমতায় অাসলো কিভাবে ? যদিও অাপনার মতো এক চোখা মানুষের সাথে তর্কে যাবার ইচ্ছে অামার নেই, কারণ সত্যকে মেনে নেওয়ার মতো সাহস অাপনার নেই ।

২২ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:১২

চাঁদগাজী বলেছেন:



আমার ক্সকোন চোখই ঠিক মতো কাজ করছে না।

আমার মনে হয়, পরে জিয়ার ভুত (মানে মিলিটারী) বিএনপি'কে ক্ষমতায় এনেছে।

৬| ২২ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:১০

ঠ্যঠা মফিজ বলেছেন: বিএনপি কোনো দিন আর ক্ষমতায় আসতে পারবেনা আর আসলে আপনাদের রক্ষা নাই। B-)

২২ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:১৩

চাঁদগাজী বলেছেন:


আমারও রক্ষা নেই? তা'হযলে তো এখনই শেখ হাসিনার দলে গিয়ে উনাকে সাহায্য করা আমার দরকার! আপনার কথার ওজন আছে তো?

৭| ২২ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:১০

ঠাকুরমাহমুদ বলেছেন: প্রবাসে অনেকেই দেশের অবস্থা জানেন না, তারা দেশ ছেরেছেন হয়তো ২০০০ সনে, এবং তিনি বা তারা যে ২০০০ সনে এখনো আছেন আর পৃথিবী ২০১৮ সনে চলে গেছে তা তিনি বা তারা জানেন না ।

এই ধরনের প্রবাসী ~অন্ধ লোকের হাতি দর্শন" গল্পের মতো, তাই তাদের কাছ থেকে নিরাপদ দুরে থাকা অবস্যই বাঞ্চনীয় ।

২২ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:১৫

চাঁদগাজী বলেছেন:


আমার খারাপ অভ্যাস, মানুষ দেখলে কাছে যাই, ডোডো পাখীর মতো

৮| ২২ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:০৯

ঠাকুরমাহমুদ বলেছেন: বাংলাদেশে বর্তমানে নির্বাচন হলে সাধারণ নির্বাচন যেভাবে হয় তেমন হলে সংখ্যাগরিষ্ট ভাবে আওয়ামীলিগ সিট পাবে বেশী আর শুধু মাত্র প্রধাণমন্ত্রী বা প্রেসিডেন্ট পদে দাড়িয়ে গেলে বাকিদের মুক্তি দিয়ে যেমন: - (মালয়েশিয়ান পদ্ধতি)

১। লে জে হুসাইন মোহাম্মদ এরশাদ
২। শেখ হাসিনা
৩। বেগম খালেদা জিয়া
৪। অন্যান্য (ডক্টর কামাল হোসেন, মাহমুদুর রহমান মান্না, বঙ্গবীর কাদের সিদ্দিকি ইত্যাদি)

অবস্যই দেশে সবচেয়ে বেশী ভোট পাবেন একা ও প্রথম হবেন: এরশাদ, দ্বিতীয়: শেখ হাসিনা, তৃতিয়: বেগম খালেদা জিয়া, চতুর্থ: বঙ্গবীর কাদের সিদ্দিকি, আর ডক্টর কামাল সহ মাহমুদুর রহমান মান্না’র ইলেকশনের জামানতের টাকা জব্দ করা হবে কারণ তারা নিকটবর্তি কারো এক তৃতিয়াংশ ভোট ও পাবেন না ।

২২ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৫১

চাঁদগাজী বলেছেন:


যাক'গে, প্রেসিডেন্ট পদ্ধতি নেই দেশে; যদি থাকতো, এবং এরশাদ বেশী ভোট পেতো, এই জাতিকে "বাংগালী জাতি" না ডেকে, নতুন নাম দিতে হতো, "পিগমী জাতি"।

নাকি আপনি পুরো জাতিকে রংপুরী ভাবছেন?

৯| ২২ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৩৪

সামিউল ইসলাম বাবু বলেছেন: :#) :D :-B

২২ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৫২

চাঁদগাজী বলেছেন:


প্রবাসে বিএনপি'র লোকেরা দিবা স্বপ্ন দেখছে!

১০| ২২ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:১৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: প্রবাসী নেতাদের এখনো আশা বিএনপি ক্ষমতায় গেলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। তাই তেনারা প্রবাসী তারেক রহমানের গুড বুকে থাকতে চাইছেন...

২২ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা যদি সঠিকভাবে রাজনীতি করতেন, সাত্তারের পর, বিএনপি নামের কিছু বাংলাদেশে থাকতো না।

১১| ২২ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩

উম্মু আবদুল্লাহ বলেছেন: বিএনপি নেতাকর্মীরা কি বলছে তা খুব গুরুত্বপূর্ন কিছু নয়। অন্ততপক্ষে নির্বাচন দিয়ে আওয়ামী লীগ সরকারের কখনই পতন হবে না। সেইটা কি বেকুব বিএনপির দল এখনও বুঝতে পারছে না?

গন আন্দোলনের জন্য অপেক্ষা করাটাই হবে সঠিক পদক্ষেপ।

২২ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৪০

চাঁদগাজী বলেছেন:


বিএনপি'র পক্ষে গণ আন্দোলন হবে না, সেটাই আসল সমস্যা। দেশের বর্তমনা অবস্হা একটা গণ আন্দোলনের পক্ষে, কিন্তু বিএনপিই সেখানে বাধা; মানুষ চাইবে না যে, এতে বিএনপি থাকুক।

১২| ২২ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬

ভিন্নচিন্তা ভিন্নমত ভিন্নপথ বলেছেন: সাহেব কহেন," চমৎকার ! সে চমৎকার ! "

মোসাহেব বলে, " চমৎকার ! সে হতেই হবে যে !

হুজুরের মতে অমত কার ? "

সাহেব কহেন, " কী চমৎকার, বলতেই দাও, আহা হা !"

মোসাহেব বলে " হুজুরের কথা শুনেই বুঝেছি,

বাহাহা বাহাহা বাহাহা ! "

২২ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৪১

চাঁদগাজী বলেছেন:



যাক, অবশেষে এমন একটা পোষ্ট পোষ্ট প্রসব করলাম, যা আপনাকে সামান্য হলেও উৎসাহিত করেছে!

১৩| ২২ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬

উম্মু আবদুল্লাহ বলেছেন: "বিএনপি'র পক্ষে গণ আন্দোলন হবে না, সেটাই আসল সমস্যা। দেশের বর্তমনা অবস্হা একটা গণ আন্দোলনের পক্ষে, কিন্তু বিএনপিই সেখানে বাধা; মানুষ চাইবে না যে, এতে বিএনপি থাকুক। "



এতে আমার খুব বেশী দ্বিমত নেই। গন আন্দোলনের জন্য প্রয়োজন তৃতীয় পক্ষ। বিএনপি বরং একটা বোঝা। বিএনপির কর্মী সমর্থকদের করনীয় হবে তৃতীয় পক্ষের সাইনবোর্ডের নীচে নিজেদের জমায়েত করা।

তবে সরকার পতনে সবচেয়ে উপকৃত হবে বিএনপি। সে পর্যন্ত বিএনপিকে তার জনসমর্থন ধরে রাখতে হবে।

২২ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫

চাঁদগাজী বলেছেন:


যদিও সরকার পতনের ১% সম্ভাবনাও নেই, তবুও সরকার পতন হলে, প্রথমে মিলিটারী আসবে; তারপর, আমেরিকার পরিচিত লোকজনের সমন্ময়ে একটা সরকার হবে, এরপর দেশ আফগানিস্তান হবে; স্বয়ং আমেরিকা বাবার নাম ভুলে, বাংলাদেশ থেকে দুতাবাস নিয়ে যাবে।

ভোটের আগ অবধি মানুষ অনিশ্চয়তার মাঝে থাকবে।

১৪| ২২ শে জুলাই, ২০১৮ রাত ৮:০৫

উম্মু আবদুল্লাহ বলেছেন: "যদিও সরকার পতনের ১% সম্ভাবনাও নেই, তবুও সরকার পতন হলে"

সরকার পতন বলে কয়ে আসে না। কখন কি হবে কেউ বলতে পারে না। এই সামান্য কোটা আন্দোলন সরকারকে কি রকম ঝাকুনি দিয়েছিল তা দেখে অবাক হয়েছিলাম। তখন বোঝা গিয়েছিল যে এই সরকার বিনা ভোটের সরকার!!

দেশে চলছে অরাজকতা আর স্বেচ্ছাচার। গায়ের জোরের মগের মুল্লুক। এটিকে বন্ধ করার কোন বিকল্প নেই।

২২ শে জুলাই, ২০১৮ রাত ৮:৪৫

চাঁদগাজী বলেছেন:


দেশে সরকার পক্ষের লোকেরা পেশী ব্যবহার করছে ভয়ে; তাদের ভয়, কেহ তাদের সরায়ে দিতে পারে, তাই তারা প্রতিপক্ষকে দমন করছে। কিন্তু তাদের প্রতিপক্ষ তাদের মতই, ওদেরও জনসমর্থ নেই; সেটা সরকার পক্ষের লোকেরা বুঝতে পারছে না।

তবে, বিশ্বে পাকিস্তান ও ইরান ব্যতিত কেহ চাইবে না যে, বিএনপি-জামাত বাংলাদেশে ক্ষমতায় আসুক; ফলে, তারা আওয়ামী লীগকে সাপোর্ট দিয়ে যাবে। শেখ হাসিনা এই ব্যাপারে আস্হা রাখতে পারছে না।

২২ শে জুলাই, ২০১৮ রাত ৮:৪৬

চাঁদগাজী বলেছেন:


৩য় বিশ্বে সরকার পতনের জন্য মিলিটারীর দরকার; বাংলাদেশে সেই পরিবেশ বদলে গেছে। এখন কেহ কিছু করতে চাইলে, মিলিটারী সবকিছু থামিয়ে দেবে।

১৫| ২২ শে জুলাই, ২০১৮ রাত ১০:৩২

তারেক ফাহিম বলেছেন: প্রবাসিদের কথা-বার্তায় অজ্ঞতার পরিচয় পাওয়া যায়।

২২ শে জুলাই, ২০১৮ রাত ১১:১১

চাঁদগাজী বলেছেন:


দেশ দ্রুত পরিবর্তনের মাঝ দিয়ে যাচ্ছে; প্রবাসে থেকে সবকিছু জানা সম্ভব নয়।

১৬| ২২ শে জুলাই, ২০১৮ রাত ১০:৪৪

ভবিষ্যত বলেছেন: বিএনপির যা অবস্থা তাতে আগামী চার বছরে এই নামের দলটাকে প্রবাসের কোন জাদুঘরে পাওয়া যেতে পারে....

২২ শে জুলাই, ২০১৮ রাত ১১:১২

চাঁদগাজী বলেছেন:


আসলে, বিএনপি ও জাপা, ঐ দল ২টি জাতির কপোলে অন্যায়ের প্রতীক

১৭| ২২ শে জুলাই, ২০১৮ রাত ১১:১৭

অক্পটে বলেছেন: এই সরকারের পতন হবে এটা জেনে রাখুন। বিএনপি কোমর ভেঙ্গে গেছে এটা আপনার মতো কিছু মানুষ ভাবছেন। আ.লীগের একটাই ভয় সেটা এই কোমড়ভাঙ্গা বিএনপিকেই। দিনক্ষণ হিসেব দিয়ে সরকার পতন হয়না স্যার এসব ঘটনা হঠাৎ করে দানা বাধে এবং ঘটে যায়। এটাও ঘটবে। এটা ইতিহাসের গেড়াকল।

২২ শে জুলাই, ২০১৮ রাত ১১:৪২

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা জাতির মাথায় চড়ে যেভাবে নিজের এজেন্ডা কার্যকরী করেছে, এতে জাতির ভয়ানক ক্ষতি হয়েছে; কিন্তু সবই করেছে জেনারেল জিয়ার পথ ধরে; না হয়, এরশাদ, রওশন, বেগম জিয়া, শেখ হাসিনা বাংলাদেশ চালনার কথা নয়।

বিএনপি রাজনীতি করে না, ওদের ক্ষমতা হলো ক্যান্টনমেন্ট, সেটা এখন শেখ হাসিনার হাতে; সেটা উনি যেদিন হারাবেন, সেইদিন উনি উবে যাবেন; তবে, মিলিটারী এখন বিএনপি-জামাতকে নাচতে দেবে বলে মনে হয় না।

১৮| ২২ শে জুলাই, ২০১৮ রাত ১১:২৬

উম্মু আবদুল্লাহ বলেছেন: "ভবিষ্যত বলেছেন: বিএনপির যা অবস্থা তাতে আগামী চার বছরে এই নামের দলটাকে প্রবাসের কোন জাদুঘরে পাওয়া যেতে পারে...."

মুশকিল হল সরকার বিএনপিকে ভয় পায়। সে কারনেই নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করেছে। এখনও যাতে বিএনপি নির্বাচনে না আসে তারা সেটাই চায়। যদিও বিএনপি একটি কোমর ভাংগা মাজা ভাংগা দল।

২২ শে জুলাই, ২০১৮ রাত ১১:৪৫

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা কি করেন, সেটা তিনি কাউকে জানতে দেন বলে মনে হয় না; তিনি কোনভাবেই বিএনপি'কে কোন সুযোগই দেবেন বলে মনে হয় না; যদি কোন কিছু উনার কন্ট্রোলের বাহিরে চলে যায়, সেটা হবে হয়তো বিএনপি'র ভাগ্য; কৌশলে এখন বিএনপি উনার সাথে পেরে উঠছে না।

১৯| ২৩ শে জুলাই, ২০১৮ রাত ১:০৩

ঠাকুরমাহমুদ বলেছেন: উম্মু আবদুল্লাহ বলেছেন:
এই সামান্য কোটা আন্দোলন সরকারকে কি রকম ঝাকুনি দিয়েছিল তা দেখে অবাক হয়েছিলাম। তখন বোঝা গিয়েছিল যে এই সরকার বিনা ভোটের সরকার!! দেশে চলছে অরাজকতা আর স্বেচ্ছাচার। গায়ের জোরের মগের মুল্লুক। এটিকে বন্ধ করার কোন বিকল্প নেই।


অর্থাৎ দেশের সাধারণ মানুষ সহ ব্লগারগণ ও জানেন “কোটা আন্দোলোন আসলে কোটা নিয়ে নয়” এটি সরকার বিরোধীি আন্দোলোন !!! - তাহলে বলতে হবে “ইট মারলে পাটকেল খেতে হয় তেমনি কোটা আন্দোলোনকারী খেয়েছে হাতুড়ী !!!

২৩ শে জুলাই, ২০১৮ রাত ২:০১

চাঁদগাজী বলেছেন:


২০১৫ সাল থেকে আজ অবধি শেখ হাসিনা বিশাল সুযোগ পেয়েও জনতাকে উনার সরকারের সাথে সম্পৃত্ত করেননি, উনার থেকে আর কিছু আশা করা যায় না।

২০| ২৩ শে জুলাই, ২০১৮ রাত ১:১৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: =p~

২৩ শে জুলাই, ২০১৮ রাত ১:৫৭

চাঁদগাজী বলেছেন:



প্রবাসে বিএনপি'র লোকেরা এটা নিয়ে খুবই আশাবাদী।

২১| ২৩ শে জুলাই, ২০১৮ রাত ১:৩৬

ব্লগ মাস্টার বলেছেন: বিএমপি ক্ষমতায় আসতে আসতে কেয়ামত আসিবে।

২৩ শে জুলাই, ২০১৮ রাত ১:৫৯

চাঁদগাজী বলেছেন:



দেশ ও জাতির সার্থে একটি নতুন রাজনৈতিক দল হওয়ার দরকার আছে; বিএনপি'র লোকেরা কোনদিন রাজনীতি করেনি, আর করার সম্ভাবনা নেই।

২২| ২৩ শে জুলাই, ২০১৮ রাত ১:৪৪

উম্মু আবদুল্লাহ বলেছেন: "অর্থাৎ দেশের সাধারণ মানুষ সহ ব্লগারগণ ও জানেন “কোটা আন্দোলোন আসলে কোটা নিয়ে নয়” এটি সরকার বিরোধীি আন্দোলোন !!! "

কোটা আন্দোলন হল কোটা আন্দোলন। এর কোন আসল নকল নেই। সরকারের গোয়ার্তুমির কারনে তা সরকার বিরোধী আন্দোলনে রূপ নেয়। অতি সরল এক ইকুয়েশন। একে জটিল করার কোন মানে নেই। সরকার অহেতুক পরিস্থিতি জটিল করেছিল। কর্তৃত্ববাদী মানসিকতা থাকলে যা হয় আর কি। হাতুড়ী পিটিয়ে ক্ষমতায় থাকার কোন বিকল্প নেই বলেই তো আজ নির্বাচনী ব্যবস্থার মৃত্যু ঘটেছে।

২৩ শে জুলাই, ২০১৮ রাত ১:৫৬

চাঁদগাজী বলেছেন:


একজন নাগরিককে অন্য একজন নাগরিক যদি হাতুড়ী দিয়ে পিটায়ে বিনা শাস্তিতে পার পেয়ে যায়, সেই সরকার মানবতা বিরোধী, তাদেরকে সেটার জন্য শাস্তি পেতে হবে।

২৩| ২৩ শে জুলাই, ২০১৮ রাত ২:০০

ঠাকুরমাহমুদ বলেছেন: ভাই উম্মু আবদুল্লাহ, আপনার কমেন্টে লাইক +++
উদাহরণ আমি সরকারের একজন খাতা পত্রে কেরানী “আমি জানি না দেশে কোটা সংস্কার চাই এই বিষয়ে কোনো আন্দোলন হচ্ছে” !!! কারণ খাতা পত্রে তার কোনো প্রমাণ নাই ??? কারণ আমি খাতা পত্র বিস্বাস করি, মিডিয়া বিস্বাস করে তো “কোর্ট আর সংসদ”
তাদের রায় দেবে না !!! দেবে কি ??? একই প্রশ্ন চাঁদগাজী ভাইয়ের কাছে ও ।।।

২৩ শে জুলাই, ২০১৮ রাত ২:০৬

চাঁদগাজী বলেছেন:


১৯৭২ সালে, শুরুতে হয়তো কিছুদিন কোটার দরকার ছিলো; তারপর, চাকুরী সৃষ্টি করে উহার বিলুপ্তি সাধন করার দরকার ছিলো; বাবার ভুল শোধরানোর চেষ্টা করেননি শেখ হাসিনা; এখনো করছেন না; চাকুরী সৃষ্টির বেলায়, শেখ হাসিনা নিজকে খুবই অদক্ষ হিসেবে প্রমাণ করেছেন।

শেখ হাসিনা বিএনপি'কে রাজনীতি করে হারায়নি, 'কৌশলে' হারায়েছেন; ফলে, বিএনপিও কৌশল করার চেষ্টা করছে অনবরত।

২৪| ২৩ শে জুলাই, ২০১৮ রাত ২:০৮

ঠাকুরমাহমুদ বলেছেন: ২০১৫ সাল থেকে আজ অবধি শেখ হাসিনা বিশাল সুযোগ পেয়েও জনতাকে উনার সরকারের সাথে সম্পৃত্ত করেননি, উনার থেকে আর কিছু আশা করা যায় না।

- চাঁদগাজী ভাই একটি প্রতিষ্ঠানে ডিরেক্টরদের বোর্ড মিটিং হয় সেখানে ডিরেক্টরগণ সিদ্ধান্ত নেন, কোনো কর্মী সিদ্ধান্তে প্রতিষ্ঠান চলে না - দেশ ও একটি প্রতিষ্ঠান, এখানে নাগরিক সিদ্ধান্ত আসলে দেশে গৃহযুদ্ধ লেগে যাবে !!! আপনি এই ব্যাপারে আমার চেয়ে কয়েক শত গুন বেশী জানেন ।।

২৩ শে জুলাই, ২০১৮ রাত ২:৩৬

চাঁদগাজী বলেছেন:



সঠিক রাজনৈতিক ও অর্থনৈতিক পদক্ষাপ নিয়ে যেসব দেশ বাংলাদেশের অবস্হা থেকে বেরিয়ে এসে কোরিয়া হয়েছে, মালয়েশিয়া হয়েছে, আলজিরিয়া হয়েছে, সিংগাপুর হয়েছে, সেখানে গৃহযুদ্ধ লাগেনি।

২৫| ২৩ শে জুলাই, ২০১৮ রাত ২:৪৮

ঠাকুরমাহমুদ বলেছেন: মালয়েশিয়া, সিংগাপুর, কোরিয়া, চীন - সরকার দেশ শাসন করেন, সিদ্ধান্ত নেন, সাধারণ মানুষ সেখানে নাক গলালে তাদের বল্টু ইহো জনমের জন্য টাইট দিয়ে দেওয়া হয় । - চীন সিঙ্গাপুরে আন্দোলোনকারীর একটাই সাজা - মাথায় গুলি করে খুলি উড়িয়ে দেয় কোর্টের অর্ডারে !!! চীনের পত্রিকা মানে বিজ্ঞাপণ, ক্রাইম দেখার জন্য পুলিশ আছে পত্রিকা নাহঃ !!!

২৩ শে জুলাই, ২০১৮ রাত ২:৫৯

চাঁদগাজী বলেছেন:


চীনের মানুষের জীনে সমস্যা আছে, উহারা homosepiens নয়, উহারা homochinese; কড়া হতে হলে, মানুষকে তার মিনিমাম পাওনা দিতে হবে। এখন বাংলাদেশ চলছে কলোনীর মতো।

২৬| ২৩ শে জুলাই, ২০১৮ রাত ২:৫০

অনল চৌধুরী বলেছেন: সরকারের নির্বুদ্ধিতার বিএনপি অাবার ক্ষমতায় অাসতে পারে।
সিঙ্গপুর মালয়শিয়াতে একটা দলই দীর্ঘদিন ভোটে জিতে দেশ শাসন করেছে।
শেয়ার-ব্যাংক লুট,ঘুষ-দুর্নীতি,ছাত্রলীগের সন্ত্রাস নিয়ন্ত্রণ করতে পারলে এই সরকারও নিশ্চিন্তে ৫০ বছর দেশ শাসন করতে পারতো।
তবে যদি নিরপেক্ষ হয়ে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারে,তাহলে এখনো সুযোগ অাছে।
চুন্নি খালেদা অার চোর-লম্পট অাগুন সন্ত্রাসী তারেক,ফালু,সাদেক,অাব্বাস,অামানরা অাবার ক্ষমতায় অাসলেও শুধু চুরিই করবে।
জনগণের কোনো লাভ হবেনা।

২৩ শে জুলাই, ২০১৮ রাত ২:৫৩

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা যাদের নিয়ে জয়ী হয়েছেন, তাদের মাঝে শতকরা ৭০ ভাগ অসৎ, প্রশাসনে ব্যুরোক্রেটরা ৯৯% অসৎ; উনার হাতে আজকেও সুযোগ আছে, জাতিকে নিয়ে যদি উনি কাজে লেগে যান, কেহ উনাকে সরাতে পারবে না।

২৭| ২৩ শে জুলাই, ২০১৮ রাত ২:৫২

অনল চৌধুরী বলেছেন: যদিও সরকার পতনের ১% সম্ভাবনাও নেই, তবুও সরকার পতন হলে, প্রথমে মিলিটারী আসবে; তারপর, আমেরিকার পরিচিত লোকজনের সমন্ময়ে একটা সরকার হবে, এরপর দেশ আফগানিস্তান হবে; স্বয়ং আমেরিকা বাবার নাম ভুলে, বাংলাদেশ থেকে দুতাবাস নিয়ে যাবে।বাংলাদেশ কবে আফগানিস্তান হয়েছে????অতীতে হয়নি,ভবিষ্যতেও হবেনা।

২৩ শে জুলাই, ২০১৮ রাত ২:৫৫

চাঁদগাজী বলেছেন:


২০০১-২০০৬ সালে, বাংলাদেশ আফগানিস্তানের কাছাকাছি ছিল; ২০০৭ সালে, তারেক জয়য়ি হলে, এটা আফগান্িস্তানে পরিণত হতো।

২৮| ২৩ শে জুলাই, ২০১৮ রাত ৩:১৯

ঠাকুরমাহমুদ বলেছেন: বিএনপি দল গোছানোর নুন্যতম চেষ্টা করছে মনে হতো, এখন মনে হচ্ছে হতাশায় তারা মাদকাশক্ত হয়ে গেছে, তা না হলে বিএনপি সরকার হঠানোর মতো চিন্তা করতো না, ***বিএনপি চাচ্ছে দেশে যে কোনো মুল্যে আন্দোলোন হোক” দেশতো স্বাধীন, মানুষ কেনো আন্দোলোন করবে ? দুই বেলা খাবার জন্য প্রয়োজন কর্ম - আন্দোলন না !!!

আর বাংলাদেশ চাকুরী ক্ষেত্রে চলে তদবীর ব্যাবসা - কোটা না, কোটা যে একটা খোড়া যুক্তি এটা উচ্চমার্গীয় ছাত্ররা ও তাদের অভিভাবকদের জ্ঞানের বাইরে !!!

২৩ শে জুলাই, ২০১৮ সকাল ৯:১০

চাঁদগাজী বলেছেন:


সরকার জানে যে, ব্যুরোক্রেট ও প্রশাসনের উপরের র‌্যাাংকের লোকেরা ডাকাতী করে; তারপরও সরকার তাদেরকে রাখে দেশ চালানোর জন্য।

মেধাবীরা ও কোটার লোকেরা মোটামুটি ডাকাতীই করে আসছে।

২৯| ২৩ শে জুলাই, ২০১৮ সকাল ৯:২৯

রাজীব নুর বলেছেন: শেখ হাসিনা নিজের সুবিধার জন্য উহাকে কোরামিন দিচ্ছে।

পুরো দেশ চলছে শেখ হাসিনার ইচ্ছার উপর। এর বাইরে যাবার ক্ষমতা কারো নেই।

২৩ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:১২

চাঁদগাজী বলেছেন:


শেখ সাহেবের প্যাটার্ণ দেখা যাচ্ছে উনার মেয়ের সরকারে

৩০| ২৩ শে জুলাই, ২০১৮ সকাল ১০:০২

রক বেনন বলেছেন: ছোট্ট একটি দেশ। সবাই মিলে একটি দল গঠন করে কাজ করলেই তো হয়। বিপুল জনসংখ্যাকে সমস্যা না ভেবে জনশক্তিতে রূপান্তরিত করলেই তো হয়।

তবে একটা কথা সত্য। আওয়ামীলীগের বেশ কিছু নেতা কর্মী আর ছাত্রলীগের কর্মকাণ্ডে দেশের বেশিরভাগ মানুষই বিরক্ত।

২৩ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:১৪

চাঁদগাজী বলেছেন:



ছোট্ট দেশে ১৭ কোটীকে কাজে লাগাতে বড় মাথার দরকার হয়; আওয়ামী লীগে সেই রকম বড় মাথার লোক নেই; প্রশাসনে বড় মাথার চোর ডাকাত আছে।

৩১| ২৩ শে জুলাই, ২০১৮ দুপুর ১:৩৯

নির্বাকে ভাবি বলেছেন: দেখুন, আমরা যারা একটু বুঝি বা বুঝার চেষ্টা করি, তারা সত্য বলিনা। আমাদের আদর্শ আমাদের সত্য থেকে বিচ্যুত করে। দেশে আওয়ামীলীগ বছরের পর বছর থাকুক। শেখ হাসিনা দীর্ঘজীবী হোক। কোন সমস্যা নাই। বিএনপি তার পাপের ফল ভোগ করুক। কিন্তু আলোচনার বিষয় বস্তু হল, দেশে নির্বাচন দরকার। অনির্বাচতি জনপ্রতিনিধি আর ডাকু সর্দারের মধ্যে কোন পার্থক্য নাই। একটা দেশ চালাচ্ছে ১৫৩ অনির্বাচিত এমপি। কে তাদের এতবড় দায়িত্ব দিল? দেশ কেন তাদের হাতে নিরাপদ? তাদের জবাবদিহিতা কোথায়? কার কাছে! ক্ষমতা হল লোভ। ক্ষমতার লোভ কেউ ত্যাগ করতে পারেনা। ভুল ভাবেও হলেও যখন সেই লোভে নেশা হয়, তখন ভুলটাকেই আমরা জায়েজ করতে চাই। গনমুখী, জনতার সাথে সম্পৃক্ত একটা রাজনৈতিক দল আওয়ামীলীগ। তারা যে দিন দিন নিজেদের নিঃশ্বেষ করে দিচ্ছে, এটা তারা হয়ত বুঝতে পারছে না। দেশ বাচে রাজনৈতিক দলের কার্যক্রমের মধ্য দিয়েই। আজ লীগ বা বিএনপি এদের অন্তঃসারশূণ্যতাকে জাতীয় প্রয়োজনের নিরিখে দেখা উচিত। সামনে আমাদের কোন উজ্জ্বল ভবিষ্যত আছে এই নিশ্চয়তা কোথায়?

২৩ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:১৭

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা উনার সীমিত রাজনৈতিক জ্ঞানে যা ভাবছেন, সেটাই করছেন; তিনি মানুষকে সরকারের সাথে সম্পৃক্ত করার চেষ্টা করেননি; ফলে, মানুষ উনার সরকার থেকে লাভবান হয়নি; লাভবান হয়েছে প্রশাসন ও উনার দল।

৩২| ২৩ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৫৩

আবু তালেব শেখ বলেছেন: আপাতত সেটা সম্ভব নয়। দ্বিবাসপ্ন মাত্র।

২৩ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:১৮

চাঁদগাজী বলেছেন:


বেগম জিয়ার দলে উনার মতো লোকদের সমাগম হয়েছে।

৩৩| ২৩ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:১৪

উদাসী স্বপ্ন বলেছেন: প্রবাসে যারা বিএনপি করে বেশীরভাগ মাইয়াবাজী, জুয়া, নিজেদের মধ্যে রাজনীতি এবং মদে আসক্ত। সে কারনে এদের ছেলেমেয়েরা বখে গিয়ে না হয় বিদেশী কালচারের না হয় দেশী। তবে এদের তৃতীয় প্রজন্ম ঠিক হয় ফলে এদের মধ্যে বাংলাদেশের কোনো চিহ্ন থাকে না।

এসব মাইয়াবাজ জু্যাড়ী আদম ব্যাপারী গুলো বেশীরভাগ রেস্টুরেন্ট আর দোকানদারী সাথে ট্রাভেল এজেন্সীর নামে আদম ব্যাবসায় জড়িত। আর এরকম খবর তারা প্রতিবছরই একটা করে ছাড়ে। অনেকের টাকা থাকার কারনে আগামী নির্বাচনের আশায় আছে যদি ইলেকশন হয় তাহলে তারা একটা মনোনয়নের টিকিট কিনবে। বিএনপির অর্থনৈতিক মূল শক্তি এরাই এখন

২৩ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:১০

চাঁদগাজী বলেছেন:


বিদেশে যারা বিএনপি করে, তাদের একাংশ প্রফেশানেল; অন্য অংশ ঠকবাজ, ঠকবাজেরা অনেক আকাম কুকামের সাথে যুক্ত আছে।

বেগম জিয়া জেলে থাকলে, অনেকেই টাকা দিয়ে টিকিট কিনতে আগ্রহী হবে না।

৩৪| ২৫ শে জুলাই, ২০১৮ রাত ২:৩৮

অনল চৌধুরী বলেছেন: রক বেনন বলেছেন: ছোট্ট একটি দেশ। সবাই মিলে একটি দল গঠন করে কাজ করলেই তো হয়। বিপুল জনসংখ্যাকে সমস্যা না ভেবে জনশক্তিতে রূপান্তরিত করলেই তো হয়।
-কুকুরা কামড়াকামড়ি ছাড়া ভাল কিছু করতে পারেনা।যখন পেরেছিলো,তখন ভাষা অান্দোলন অার মুক্তিযুদ্ধে বিজয় এসেছিলো।

২৫ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৪৮

চাঁদগাজী বলেছেন:



মানুষ "ঐক্যবদ্ধ" হওয়ার জন্য সঠিক রাজনৈতিক ও অর্থনৈতিক কারণ থাকতে হয়; কোন দলের সেটা নেই

৩৫| ২৬ শে জুলাই, ২০১৮ রাত ২:৩৩

অনল চৌধুরী বলেছেন: রাজীব নুর বলেছেন: শেখ হাসিনা নিজের সুবিধার জন্য উহাকে কোরামিন দিচ্ছে। উহা জনাব চাদগাজীর প্রিয় সাধু ভাষা ।

২৬ শে জুলাই, ২০১৮ রাত ২:৩৫

চাঁদগাজী বলেছেন:


আমি মানুষের বেলায় 'উহা" ব্যবহার করি, মানুষটার মুল্য নীচে নামানোর জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.