নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

মাহমুদুর রহমান সমগ্র জাতীর বিরুদ্ধে ভয়ংকর ২টি অপরাধ করেছে।

২৩ শে জুলাই, ২০১৮ সকাল ১০:১৬



প্রথম অপরাধ: তিনি তখন মন্নু সিরামিকের বিলিয়ন ডলার মুল্যের পরিচালক; ২০০৭ সালে, তিনি তাঁর ব্যক্তিগত অফিসে বাংলাদেশ সরকারের অনেক সেক্রেটারীদের নিয়ে রাতে মিটিং করেছেন; গুরুত্বটা বুঝেছেন, কাদের নিয়ে মিটিং করেছেন? বাংলাদেশ সরকারের সেক্রেটারীদের নিয়ে। কেন সেই মিটিং? ২০০৭ সালে বেগম জিয়াকে ও বিএনপি-জামাত'কে জয়ী করানোর জন্য।

কোনকালে, কোন প্রাইভেট সিটিজেন দেশের সেক্রেটারীদের নিয়ে, কোন প্রাইভেট অফিসে মিটিং করার ইতিহাস নেই; এটা জাতির বিপক্ষে ভয়ংকর অপরাধ।

দ্বিতীয় অপরাধ: গণজাগরণ মন্চের সময় তিনি বেগম জিয়া ও মোল্লা শফির সাথে গলা মিলায়ে বাংগলাদেশের ব্লগারদের নাস্তিক ডাকেন মিডিয়ায়।

প্রথম অপরাধের জন্য উনাকে গ্রেফতার করা হয়েছিল, তিনি জেলে ছিলেন; মন্নু সিরামিকের বদৌলতে তিনি জামিন পেয়েছিলেন; সেটার বিচার চলছে।

গতকাল, তিনি আদালতে গিয়েছেন, সেখানে তাকে ঘেরাও করেছে ছাত্রলীগ; পুলিশ তাকে রক্ষা করার দায়িত্বে ছিলো; তারা তাদের দায়িত্ব পালন করেনি পুরোপুরিভাবে; ছাত্রলীগ তাকে পিটায়েছে, তার গাড়ী ভেংগেছে; এটা ছাত্রলীগের বিশাল অপরাধ, এটার জন্য শেখ হাসিনাকে মুল্য দিতে হবে আজ, না হয় কাল। সবচেয়ে বড় মুল্য দেবে সাধারণ বাংগালীরা; এই ছাত্রলীগের কারণে, শেখ সাহেবকে সহজে হত্যা করতে পেরেছে মিলিটারী; শেখ সাহেবকে হত্যা করার পর, মানুষ মিলিটারীর বিপক্ষে যায়নি; কারণ, তখন শেখ সাহেবের জনপ্রিয়তা খুবই কম ছিলো; উনার জনপ্রিয়তা কমানোতে ছাত্রলীগের বিশাল ভুমিকা ছিলো । শেখ হাসিনার জনপ্রিয়তা কমাচ্ছে ছাত্রলীগ; বাবা বুঝেনি ছাত্রলীগের বিধ্বংসী ভুমিকা; মেয়ে বুঝতে পারছেন না ছাত্রলীগের বিধ্বংসী ভুমিকা।

শেখ হাসিনার আজীক্বন ক্ষমতায় থাকার মডেলে এক বড় ভুমিকায় আছে ছাত্রলীগ; তিনি জানেন না যে, আওয়ামী লীগকে ধ্বংস করার মডলেও বড় ভুমিকায় আছে ছাত্রলীগ। এখন উনাকে ভাবতে হবে, ছাত্রলীগের বড় ভুমিকা কোথায়, আওয়ামী লীগ ও সাধারণ বাংগালীদের বিধ্বংসে, নাকি উনাকে আজীবন ক্ষমতায় রাখায়?




মন্তব্য ৯৫ টি রেটিং +৪/-০

মন্তব্য (৯৫) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৩১

নূর আলম হিরণ বলেছেন: মাহমুদুর রহমান আমার দেশ পত্রিকা দিয়ে মোটামুটি ভালই অপপ্রচার চালিয়েছে সরকারের বিরুদ্ধে। শেখ হাসিনা ও তাকে ভালোভাবে হেনস্তা করে যাচ্ছে। ছাত্রলীগের এই হেনস্থা না করলেও চলত, এখনতো দেখছি বেচারার পপুলারেটি আরো বেড়ে যাচ্ছে।
তবে এই লোকটি সত্যিই জ্ঞানপাপী এবং লোভী।

২৩ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৩৮

চাঁদগাজী বলেছেন:


ওর বিচার চলছে; মাঝখানে, শেখ হাসিনা নিজের বাবার মত ভুল করছেন, উনি বাবার ইতিহাস ভুলে গেছেন!

২| ২৩ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৩২

মোগল সম্রাট বলেছেন: এই সেই মাহমুদুর রহমান যে বলেছিল -----পড়ে দেখুন, অনেকেই ভুলে গেলেন?!




২৩ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৩৯

চাঁদগাজী বলেছেন:


বাংগালী জাতীর বিপক্ষে এটা উনার ৩য় অপরাধ।

৩| ২৩ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৩৬

রাজীব নুর বলেছেন: এক হাতে মহাভারত, অন্য হাতে কার্ল মার্ক্স, বাকিটা নিজের কাণ্ডজ্ঞান। আরও কি কিছু চাই?

এমনিতে মাহমুদুর রহমানকে আমি অপছন্দ করি, কিন্তু তাঁকে নির্যাতন করায় নিন্দা জানাচ্ছি। আদালতেও নিরাপত্তা নেই, ছি ছি! ভিন্ন মতের কাউকে পিষ্ট হ'তে দেখে যদি আনন্দে ডুগডুগি বাজাই, তাহলে অভিজিৎ-হত্যার পর যেসব ফুটফুটে মুমিন উল্লাস করেছিল তাদের সঙ্গে আমার পার্থক্য থাকে কই!

২৩ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৪২

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা অকারণে নিজের জনপ্রিয়তা কমাচ্ছেন, মাছি ছুঁয়ে জীবানু লাগাচ্ছেন হাতে

৪| ২৩ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৪৩

ব্লু হোয়েল বলেছেন: ১৯৯৬ সালে যদি ম.খা কোন ভুল না করে থাকে তাহলে মাহমুদুর রহমানও ভুল করেনি ।
দ্বিতীয়ত, বর্তমান সময়ে যা হচ্ছে তা কি কোন কালে এই বঙ্গে ঘটেছিল ?

২৩ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৪৮

চাঁদগাজী বলেছেন:


ম খা আলমগীর জাতির বিপক্ষে বিশাল অপরাধ করেছে; সে ব্যুরোক্রেটদের দলীয়করণ করেছে খোলাখুলিভাবে; উনার আগে করেছে ড: কামাল সিদ্দিকী; তবে, তারা ২ জনই সেক্রেটারী ছিলো ও অপরাধ করেছে সেক্রেটারিয়েটের ভেতরে।

মাহমুদুর রহমান ছিল প্রাইভেট সিটিজেন, বাংলাদেশ সরকারের সেক্রেটারীদের ভয় লাগিয়ে রাতে প্রাইভেট অফিসে আসতে বাধ্য করেছিলো।

২৩ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৫২

চাঁদগাজী বলেছেন:


২০০৪ সালে এর থেকে অনেক বড় ঘটনা ঘটেছে; গ্রেনেড আক্রমণ ঘটেছিলো এই বংগে

৫| ২৩ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৪৫

মোগল সম্রাট বলেছেন: রাজাকার হত্যার দায়ে যিনি মুক্তিযোদ্ধাদের বিচার চেয়েছিলেন তার সেই অপরাধ প্রথম অপরাধ হিসাবে কেন ধরছেন না? আফটার অল আওমীলীগ ক্ষমতায়

২৩ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৫০

চাঁদগাজী বলেছেন:


আওয়ামী লীগ তার শ্বশুর থেকে বড় দান পেয়ে আসছিল সব সময়।

৬| ২৩ শে জুলাই, ২০১৮ সকাল ১১:০১

হাঙ্গামা বলেছেন: একটা ফালতু নোংরা লোকের বিরুদ্ধে সরকার আর তার জল্লাদ বাহিনী ছাত্রলীগের যুদ্ধে না নামলে চলতো।
এখন মাইরগুতা খাইয়া উনি হিরো হইয়া গেল। মন্ত্রী না হোক, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী হইতে পারবেন ;)
রাস্তার দুইটা কুত্তা কামড়াকামড়ি লাগলে আমরা ঢিল বা লাঠি দিয়া বাড়ি দিই। এখন সেইটাই করা উচিত।

এইটা হইছে মাহ্মুদুরের সাংঘাতিকতার নমুনাঃ

এইটা হইছে মাহ্মুদুরের সাংঘাতিকতার নমুনাঃ

২৩ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৫০

চাঁদগাজী বলেছেন:


আওয়ামী লীগ একমাত্র বিএনপি ও জামাতের বেলায় কিছুটা সংগঠিত; রাজনৈতিক কর্মকান্ডে সংগঠিত নয়; ছাত্রলীগ আজীবন ছিল লাঠিয়াল, এখন চাঁদাবাজ, মাফিয়া ও ব্যবসায়ী লাঠিয়াল বাহিনী।

৭| ২৩ শে জুলাই, ২০১৮ সকাল ১১:১১

মোস্তফা সোহেল বলেছেন: ছাত্রলীগের বাড়াবাড়ির দেখলে মনে হয় দেশটা তারা কিনে নিয়েছে।প্রধানমন্ত্রীরকে এদের নিয়ে ভাবতে হবে।

২৩ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৫৪

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনার উচিত ছাত্রলীগের ও ছাত্র রাজনীতির বিলুপ্তি ঘটানো; তবে, উনি ৭০ বছর বয়সে, রাজনীতিতে নতুন করে কিছু শিখবেন কিনা, সন্দেহ; ভুল বিষয় সমুহে উনি উনার বাবাকে অনুসরণ করেন, ক্যাপিটেলিজমের গলাকাটা নীতিতে উনি জেনারেল জিয়াকে অনুসরণ করেন।

৮| ২৩ শে জুলাই, ২০১৮ সকাল ১১:২৫

সিগন্যাস বলেছেন: উগান্ডা নাকি বাংলাদেশ থেকে উন্নত?

২৩ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৫৮

চাঁদগাজী বলেছেন:


উগান্ডার লোকদের মাথাপিছু আয় বাংগালীদের চেয়ে সামান্য বেশী; সেদিক থেকে বলা যায় যে, উহা বাংলাদেশ থেকে উন্নত

৯| ২৩ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৩৫

গরল বলেছেন: মাহমুদুর রহমানের মত কুলাঙ্গারকে ছাত্রলীগ মহামানব বানিয়ে দিবে মনে হচ্ছে। এই লোক শাহবাগের আন্দোলনকে বলেছিল ফ্যাসিবাদের উথান, মুক্তিযোদ্ধাদেরকে বলেছেন খুনী।

২৩ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:০৩

চাঁদগাজী বলেছেন:


শেখ সাহেব ছাত্রলীগ গঠিত করে নেতা হয়েছিলেন; শেখ হাসিনা ছাত্রলীগ'কে ক্যাডার বাহিনী হিসেবে ব্যবহার করছেন। বাংলাদেশে, ছাত্র রাজনীতি বন্ধ হওয়ার দরকার ছিলো ১৯৭২ সালে, ৪৭ বছর জাতির ক্ষতি করে চলেছে ছাত্র-মাফিয়ারা

১০| ২৩ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৩৭

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: @ছাত্রলীগের কারণে, শেখ সাহেবকে সহজে হত্যা করতে পেরেছে মিলিটারী!!"

....বিস্তারিত বলেন?

২৩ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:০৭

চাঁদগাজী বলেছেন:

ছাত্রলীগ ভেংগে জাসদ সৃষ্ট হয়েছিলো, জাসদ সৃষ্টি করেছিলো গণবাহিনী; গণবাহিনীর সদস্যদের উপর লালঘোড়া দাবড়াতে গিয়ে শেখ সাহেবের জনপ্রিয়তা দ্রুত কমে আসে; সেটাকে ব্যবহার করেছে সিআইএ, বাংলাদেশ মিলিটারী, পাকী আইএসআই ( জামাতও ছিল আইএসআই'এর সাথে)

১১| ২৩ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:২০

কানিজ রিনা বলেছেন: ছাত্রলীগের কারনে জাতির পিতাকে হত্যা
করেছে মিলেটারীরা।
আর জাতিরপিতা মুক্তিযোদ্ধাদের সমন্যয়ে
ছাত্রলীগ গঠন করেছিলেন একথা সত্য।
চাঁদগাজী তখন কোন গঠনে জড়িত
ছিলেন?
তখন ছাত্রলীগ দক্ষ ছিলনা, এখন বেশ
দক্ষ হাতুরী চাঁপাতী হাতে। ঘটনা ঘটেছে
আমাদের কুষ্টিয়া কোর্টপ্রাঙ্গনে। এই প্রথম
কুষ্টিয়া আদালতে এমন ঘটনা।
কুষ্টিয়া লীগের দুইগ্রুপ একগ্রুপ অশিক্ষিত
একগ্রুপ শিক্ষিত। অশিক্ষিত গ্রুপেরা দেশ
চালায় এমন ভাব। কারন তারা ল্যাঠেল
চাঁপাতী দাঁ ছুরি নিয়ে প্রশিক্ষিত যুদ্ধাংদেহী।
শিক্ষিত গ্রুপ তাদের কোনও অন্যায়ের প্রতিবাদ
করলে লেগে যায় দুইগ্রুপের রাহাজানি।
বাংলাদেশের কোনও না কোন এলাকায়
প্রতিদিন এই দুইগ্রুপের হানাহানী লেগেই
থাকে। আর নেতারা এইসব বাহিনী দিয়ে
ঝোপ বুঝে কোপ মাড়ে।

২৩ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৪৭

চাঁদগাজী বলেছেন:


আমি ছাত্রাবস্হায়, ছাত্র রাজনীতির বিপক্ষে ছিলাম; যুদ্ধের পর, সরকারের প্ল্যান প্রোগ্রাম পছন্দ হয়নি, তাই রাজনীতিও করা হয়নি; রাজনীতি করলে, সময়ের কারণে, আমার অবস্হান হওয়ার কথা ছিলো আওয়ামী লীগে।

১২| ২৩ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৩৬

ময়না বলেছেন: ইতা আফনে কিতা কইলেন? B:-) B:-) B:-)
দ্রুত রুমের দরজা লাগিয়ে, সবাইকে প্রচার করুন আপনি বিদেশ গেছেন। নইলে কিন্তু খরচ হয়ে যাবেন... :D :D :D

২৩ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:০৮

চাঁদগাজী বলেছেন:


দেশের সমস্যাকে সঠিকভাবে বুঝতে হবে।

১৩| ২৩ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৪৫

পদাতিক চৌধুরি বলেছেন: অহেতুক গুরুত্ব দেওয়া হল ওনাকে। ফলে একটা অলিখিত অ্যাডভান্টেজ উনি এখন থেকে পাবেন।

২৩ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:১২

চাঁদগাজী বলেছেন:


উনার সব এডভেনটেইজ শেষ হবে লালঘরে গিয়ে।

১৪| ২৩ শে জুলাই, ২০১৮ দুপুর ১:২৭

রাজীব নুর বলেছেন: অপরাধীকে শাস্তি দিবে আইন। ছাত্রলীগ কেন?

২৩ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:১৩

চাঁদগাজী বলেছেন:


সেটাই শেখ হাসিনার ভুল; বাবার মতো একই ভুল করে চলেছেন।

১৫| ২৩ শে জুলাই, ২০১৮ দুপুর ১:৪৭

রাজীব নুর বলেছেন: ওস্তাদ আপনি এই লেখাটি সম্ভবত পড়েন নি।

২৩ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:২৪

চাঁদগাজী বলেছেন:


এখন পড়েছি।

দেশের প্রধানমন্ত্রীকে যদি সংবর্ধনা দিতে হয়, দেবে কোন প্রফেশাল গ্রুপ, যেমন ইন্জিনিয়ারিং এসোচিয়েশন, কিংবা কোন ইউনিভার্সিটি; নিজ দল সংবর্ধনা দিলে দিবে পার্টি অফিসে। কতগুলো ব্যাপারে, শেখ হাসিনার মাথা কাজ করে না, তার মাঝে একটা হলো সংবর্ধনা

১৬| ২৩ শে জুলাই, ২০১৮ দুপুর ২:১০

পবিত্র হোসাইন বলেছেন: কি বলবো ? রাজনীতি সম্পর্কে ভাল বুঝি না !!!

২৩ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:২৫

চাঁদগাজী বলেছেন:


অসুবিধা নেই, রিকসাচালক, চাষী, শ্রমিকদের বড় অংশ আসল রাজনীতি বুঝে না।

১৭| ২৩ শে জুলাই, ২০১৮ দুপুর ২:২৪

মাথাবযাথা বলেছেন: হে আল্লাহ বাঙ্গালীকে ভালো মন্দের জ্ঞান দান করো। আর ছাত্র লিগ কে বেশি করে চাপাতি দান করো যেন এদের নেত্রিকেও এরা কোপাতে পারে।

২৩ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:২৭

চাঁদগাজী বলেছেন:


আল্লাহ রাজনীতি বুঝেন না; উনি রাজনীতি বুঝলে, মুসলমানেরা সুন্নী, শিয়া, আহমেদিয়া, ওহাহাবী গ্রুপে বিভক্ত হতো না।

১৮| ২৩ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:০০

রায়হান০৭৩ বলেছেন: ছাত্রলীগের বড় ভুমিকা কোথায়, আওয়ামী লীগ ও সাধারণ বাংগালীদের বিধ্বংসে, নাকি উনাকে আজীবন ক্ষমতায় রাখায়?

২৩ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:২৮

চাঁদগাজী বলেছেন:



গত ৪৭ বছরে, ছাত্রলীগ, ছাত্রদল, শিবির জাতির শিক্ষা ব্যবস্হাকে পংগু করে দিয়েছে

১৯| ২৩ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:০৫

উদাসী স্বপ্ন বলেছেন: ৯৬এর শেয়ার বাজার কেলেংকারী এর যখন টেকনোক্রাট মন্ত্রী হইছিলো তখন যে গ্যাস পুরা হরিলুটের ব্যাবস্থা করছিলো সেইটা বাদ দিলেন যে?

২৩ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:১১

চাঁদগাজী বলেছেন:


বাংগালী জাতির একাংশ চোর ডাকাত, আনুষ্ঠানিক্ভাবে তাদেরকে রাজনীতিতে এনেছন জেনারেল জিয়া; শেখ সাহেবের আমলেও চুরি হয়েছে; তবে, জেনারেল জিয়া গলাকাটা ক্যাপিটেলিজমে নিয়ে গেছে দেশকে; দেশের একটা শ্রেণী সকল সুযোগ নিজেদের দখলে নিয়ে গেছে।

২০| ২৩ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৩৪

ব্লু হোয়েল বলেছেন:
দিনে দিনে বহু বাড়িতেছে দেনা শুধিতে হইবে ঋণ

হাতুড়ি, শাবল, গাঁইতি চালায়ে ভাঙিল যারা পাহাড়

২৩ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৪৬

চাঁদগাজী বলেছেন:


রাজনীতি যখন বিএনপি-জামাত-মুক্ত হয়েছিল ২০১৫ সালে, শেখ হাসিনা মানুষযকে সরকারের কাছাকাছি আনতে পারতেন; তিনি সেটা বুঝতে অক্ষম আজো।

২১| ২৩ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৩৪

উপপাদ্য বলেছেন: চাঁদগাজী ভাই , মাহমুদুর রহমান যে মুক্তিযোদ্ধাদের বিচার করে শাস্থি দেওয়ার কথা বলেছে, এমন স্ক্রিনশট উপরে দেখেছি, তার যথোপযুক্ত সোর্স দিলে ভালো হয়। যতদূর জানি এটা প্রপাগান্ডা। মাহমুদুর রহমান জাতে মাতাল কিন্তু তালে ঠিক। সে এরকম কথা কখনো বলেনি বলেই জানি।

মুন্নু সিরামিকে কাজ করার সময় সময় সে উত্তরাতে একটা ব্যক্তিগত আয়োজনে কিছু ব্যবসায়ী ও সরকারী কর্মকর্তাদের দাওয়াত করেছিলো। সেখানে সে বিএনপিকে ক্ষমতায় আনতে এটা করেছিলো বলে যা প্রচার হচ্ছে তা আজো প্রমান হয়নি। যদিও আমি মনে করি এমন চেস্টা করতেও পারে চরম এই আওয়ামী ও ভারত বিদ্বেষী লোকটি। একজন সিভিল লোক দু-চারজন সচিব ও ব্যবসায়ী নিয়ে কেন দাওয়াত করতে পারবেনা সেটা বুঝলাম না। এটা কি নিষেধ? সচিবরা যদি আওয়ামীলীগের দলীয় কাজে ব্যবহৃত হতে পারেন, থানা পুলিশ যদি আওয়ামীলীগের মিছিল করতে পারে, জয়বাংলা শ্লোগান দিয়ে, জামায়াত-বিএনপি এবং তাবৎ বিরোধী দলকে বিনাশের হুমকি দিতে পারে, তাহলে কেমন করে ২-৮জন সচিব নিয়ে বাসায় খাওয়া দাওয়া করলে বিরাট অপরাধ হয় বুঝলাম না। তাছাড়া ২-৪ জন সচিবর কিভাবে বিএনপিকে ক্ষমতায় আনেবে বুঝলামনা যখন তাদের থেকে বড় বড় সচিবরা দওয়াত পান নাই এবং বাংলাদেশে তো শুধু দাওয়াতপ্রাপ্তরাই সচিব ছিলেন না এর বাইরেও নিশ্চয় আরো ৪০/৫০ জন ফুল সচিব ছিলেন।

কিসের ভিত্তিতে আপনি অপরাধের তালিকা ও প্রাইওরিটি সেট করলেন ভাই।

শেষে আপনাকে যারা গালাগালি করছে তারা দূর্বল ও অসৎ। এদের স্থান ব্লগে আগেও ছিলোনা এখনো নেই। সলিডারিটি উইথ ইউ।

২৩ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৫৩

চাঁদগাজী বলেছেন:


সেদিন ২/৪ জন সচীব ছিলো না, অনেক বেশী ছিলো; ছবিতে ১৫/২০ জনের বেশী সচীবের ছবি এসেছিল।

সচীব ও মিলিটারী অফিসারেরা কোথায়ও শ্রেণীবদ্ধভাবে নিমন্ত্রণ পেলে সরকারসকে জানাতে হয়। প্রাইভেট অফিস, দুতাবাস, ইত্যাদিতে এদের যাবার উপর নিয়ম কানুন আছে।

ওদেরকে ষড়যন্ত্রে যুক্ত করার জন্য নেয়া হয়েছিল; না হয়, সচীবেরা পালিয়ে যেতো না।

২৩ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৫৯

চাঁদগাজী বলেছেন:


আজকাল স্ক্রীনশট নিয়ে সমস্যা আছে; উহা আমার পোষ্টে নেই।

ছাত্রলীগ মাহমুদুর রহমান, কোন নাগরিক, বা যেকোন রাজনৈতিক ব্যক্তিত্বকে আক্রমণ করলে, সেটার দায়িত্ব গিয়ে পড়ে শেখ হাসিনার উপর; উনি বেকুবী করে এসব অকারণ অপরাধের ভাগী হচ্ছেন।

২২| ২৩ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:১৫

উপপাদ্য বলেছেন: চাঁদগাজী ভাই, ২ জন লোক তাদের মধ্যে একজন সহকারী অথবা অতিরিক্ত সচিব যাদের ছনি এসেছিলো পরদিনের প্রথম আলোতে মুখ লুকাতে চেস্টা করছিলেন। কিন্তু অনেকেই প্রকাশ্যে বের হয়ে কথা বলেছিলেন যে সমস্যা কি, এক জায়গায় দাওয়াতে আসলে। এমনকি মাহমুদুর রহমান নিজেও বলেছে যে আমি বুঝতে পারছিনা কেন এটা একটা ইস্যু। সরকারি অফিসার আমার যতদুর মনে পড়ে ১০-১২ হবে কিন্তু সচিব লেভেলের ২জনও ছিলেন কিনা ঠিক মনে করতে পারছিনা।

যদি ওখানে আসলেই এসব নিয়ে কথা হতো তাহলে এটলিস্ট আজ ১৮ বছর পরে কেউ না কেউ এটা নিয়ে লিখতো।

আরেকটা ঘটনা মনে পরে, শফিক রেহমানকেও ঐ একই ভাবে কালার করা হয়েছিলো যখন তিনি ইউকে যাওয়ার চেস্টা করেছিলেন ২০০৬ এ। ওখানে ৮-১০জনের সাংবাদিক যারা মিছিল করেছিলো আয়ারপোর্টের বাইরে। পরদিন পত্রিকায় আসলো শফিক সাহেব নাকি সবার বেতন মেরে দিয়ে বিদেশ চলে যাচ্ছিলেন। অথচ এটাও মিথ্যা কথা।

ভাই এই দেশ নিয়ে ভাবাই বৃথা। সাংবাদিকরাই ডেশের সবচেয়ে বড় শত্রু। ঘতকাল ৭১ চ্যানেলে দেখলাম, চুতিয়ারা হেন কোন প্রচেস্টা নাই যা করছেনা মাহমুদুরের বিরোদ্ধে। মাহমুদুরই নাকি লোক এনে নিজের উপর আক্রমন করাচ্ছে। চুতয়া আরিফ জেবতিক সাহেবতো মোটামোটি পারলে ঘোষনাই দিয়ে দেয় এটা মাহমুদুরের কাজ।



২৩ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৩৫

চাঁদগাজী বলেছেন:



আরিফ জেবতিককে জানি, এরা ক্যাডার।

সচীবেরা মোটামুটি বেশ বুদ্ধিমান লোকজন; উনারা চাপে না পড়লে মাহমুদুর রহমানের অফিসে আসার মতো লোক নন; উনারা সোনার গাঁ'তে যেতে হয়তো ইচ্চুক হতেন; কিন্তু অফিসে যাওয়ার পেছনে চাপ ছিলো।

২৩| ২৩ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮

বলেছেন: চোর না শুনে ধর্মের কাহিনী

২৩ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২৬

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনার ভুলের জন্য খেসারত দিচ্ছে জাতি

২৪| ২৩ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:০৮

ব্লগ মাস্টার বলেছেন: আপনি বিএনপিকে পচিয়ে এত মজা পান কেন ভাই ? যাইহোক আপনার যাকে খুশি তাকে পঁচান আমার কিছু আসে যায়না তবে
এইবার আমি সামুতে একটা ছদ্ধ নামে নিক খোলার সিদ্ধান্ত নিয়েছি ।কি আর করার আমাকে প্রথম পাতায় তারা লেখার সুযোগ যখন
দিচ্ছে না তখন আর কোনো উপায়ও দেখছি না। :(

২৩ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২৫

চাঁদগাজী বলেছেন:


আপনি ধৈয্য ধরেন, সামুকে ইমেইল করেন, ব্যাখ্যা করেন যে, আপনি ইচ্ছাপুর্বক সামুর নিয়ম ভাংগেনি, এবং সামনের দিনগুলোতে খেয়াল রাখবেন। ওরা বুঝতে পারলে আপনি নতুন নিকের চেষ্টা করছেন, সেটাকে ভালো চোখে নাও দেখতে পারে।

বিএনপি বেআইনীভাবে গঠন করা হয়েছিল; একা আওয়ামী লীগ এখন জাতির জন্য চ্যালেন্জ, সেখানে আরো একটা অদক্ষ চোর মোরদের দলের কি দরকার?

২৫| ২৩ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ঐ সময় কি মাহমুদুর রহমান বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান ছিলেন? তখন তেনার প্রতিমন্ত্রী মর্যাদার বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান থাকা ও বেসরকারী প্রতিষ্ঠান মুন্নু সিরামিকের বড় পদে থাকা নিয়ে প্রথম আলো রিপোর্ট করেছিল। তাহলে তো সেক্রেটারি নিয়ে মিটিং-এ সমস্যা হওয়ার কথা নয়...

আওয়ামী পন্থীদের দেখছি মাহমুদুর রহমানের উপর হামলায় খুব খুশী। একদিন সময় আসবে যখন ইনু, মায়াদের উপর হামলা হলেও কেউ কেউ মুচকি হাসবে...

২৩ শে জুলাই, ২০১৮ রাত ৮:৩১

চাঁদগাজী বলেছেন:



তখন, সরকার পদত্যাগ করেছিল ২০০৬ সালের অক্টোবরে; ফলে, মাহমুদুর রহমান কোন পদে ছিলো না; সে তার শ্বশুরের কোম্পানীর আগের পোষ্টে ফিরে গিয়েছিল।

২৬| ২৩ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: যাবতীয় খারাপ দৃষ্টান্তের পাইওনিয়ার হয়ে আছে ছাত্রলীগ।

২৩ শে জুলাই, ২০১৮ রাত ৮:৩৩

চাঁদগাজী বলেছেন:



ছাত্রলীগ নিয়ে শেখ হাসিনা ঠিক বাবার মতো ভুল করছেন; উনার চোখে, ১৭ কোটীর চেয়ে এই মাফিয়ারা বড় নাগরিক! ১৭ কোটী উনাকে ইতিহাসে নিতে পারে, ছাত্রলীগ উনাকে বিপদের মাঝে নেবেই নেবে।

২৭| ২৩ শে জুলাই, ২০১৮ রাত ৮:৪৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ওস্তাদ ছাত্রলীগের জন্য আওয়ামীলিগের বেশ ঘাম ঝরবে একদিন,যদিও আমি রাজনীতি বুঝিনা তবে সত্যি বলতে আপনার লেখাগুলো পড়ে কিছু শিখছি। :)

২৩ শে জুলাই, ২০১৮ রাত ৮:৫৭

চাঁদগাজী বলেছেন:



আমার থেকে ভুলটুল শিখে, শেষে আবার বিপদে পড়িয়েন না।

শেষ সাহবের জনপ্রিয়তাকে ধুলায় মিশায়েছিল জাসদ (ছাত্রলীগের একাংশ); ফলে, মিলিটারী উনাকে হত্যা করতে ভয় পায়নি; এটা সেই ছাত্রলীগ

২৮| ২৩ শে জুলাই, ২০১৮ রাত ৮:৫৭

সাদা মনের মানুষ বলেছেন: মাহমুদের রহমানকে আমি মোটেও পছন্দ করিনা, উনি পরিত্র কাবা ঘর নিয়াও মিথ্যাচার করেছেন, কটাক্ষ করেছেন মুক্তিযুদ্ধ নিয়া.......তবু রাস্তায় পিটিয়ে রক্তাক্ত করাটা মোটেও সমর্থন করি না।

২৩ শে জুলাই, ২০১৮ রাত ৯:০০

চাঁদগাজী বলেছেন:


তার বিচার হচ্ছে কোর্টে, কোর্ট দেখবে কি হয়!
এখন ছাত্রলীগ উনাকে পিটানোর কারণে ছাত্রলীগ আরো বড় ধরণের অপরাধ করলো; ওবায়দুল কাদের ও শেখ হাসিনাকে এই সহজ বিষয়গুলো বুঝতে হবে।

২৯| ২৩ শে জুলাই, ২০১৮ রাত ৯:১৮

জহিরুল ইসলাম সেতু বলেছেন: ".......... এটা ছাত্রলীগের বিশাল অপরাধ, এটার জন্য শেখ হাসিনাকে মুল্য দিতে হবে আজ, না হয় কাল। সবচেয়ে বড় মুল্য দেবে সাধারণ বাংগালীরা; এই ছাত্রলীগের কারণে, শেখ সাহেবকে সহজে হত্যা করতে পেরেছে মিলিটারী; শেখ সাহেবকে হত্যা করার পর, মানুষ মিলিটারীর বিপক্ষে যায়নি; কারণ, তখন শেখ সাহেবের জনপ্রিয়তা খুবই কম ছিলো; উনার জনপ্রিয়তা কমানোতে ছাত্রলীগের বিশাল ভুমিকা ছিলো। শেখ হাসিনার জনপ্রিয়তা কমাচ্ছে ছাত্রলীগ; বাবা বুঝেনি ছাত্রলীগের বিধ্বংসী ভুমিকা; মেয়ে বুঝতে পারছেন না ছাত্রলীগের বিধ্বংসী ভুমিকা। শেখ হাসিনার আজীবন ক্ষমতায় থাকার মডেলে এক বড় ভুমিকায় আছে ছাত্রলীগ; তিনি জানেন না যে, আওয়ামী লীগকে ধ্বংস করার মডলেও বড় ভুমিকায় আছে ছাত্রলীগ। এখন উনাকে ভাবতে হবে, ছাত্রলীগের বড় ভুমিকা কোথায়, আওয়ামী লীগ ও সাধারণ বাংগালীদের বিধ্বংসে, নাকি উনাকে আজীবন ক্ষমতায় রাখায়?" - চমৎকার মূল্যায়ন প্রিয় চাঁদগাজী ভাই!!!
অসাধারণ এই পোস্টের জন্য আপনাকে অভিনন্দন।
ছাত্রলীগ কি আদৌ পারবে উনাকে আজীবন ক্ষমতায় রাখতে? আপনার কি তাই মনে হয়?
শুভেচ্ছা

২৪ শে জুলাই, ২০১৮ রাত ১২:৩২

চাঁদগাজী বলেছেন:


না ছাত্রলীগ উনাকে আজীবন ক্ষমতায় রাখতে পারবে না; উনি মানুষের জন্য কাজ করলে, মানুষ জেনারেল জিয়ার স্নো-পাউডারের বউকে জেলে রেখে উনার সাথে দেশ গড়বে।

৩০| ২৩ শে জুলাই, ২০১৮ রাত ৯:২৮

জাতির বোঝা বলেছেন:
মাহমুদুর রহমান আদালতে গিয়েছিলেন দেশের আইনের প্রতি সম্মান দেখাতে।
ছাত্রলীগ তাকে মেরে আইনের প্রয়োগকারী সেজেছে। কাজটি ভালো হয়নি। এটা মানুষ ভালোভাবে নেবে বলে আমার মনে হয় না।

শেখ হাসিনা কি জানেন না ছাত্রলীগ তাকে বিশাল ভরাডুবির দিকে নিয়ে যাচ্ছে। এই রক্ত ভেজা শার্ট কয়েক কোটি ভোট কেটে নিয়ে যেতে পারে নৌকার।

এখন ছাত্রলীগ একটা বকার নাম। কিছু দিন পর মানুষ ক্ষেপে গেলে বকা দিবেঃ তুই একটা ছাত্রলীগ!

২৪ শে জুলাই, ২০১৮ রাত ১২:৩৩

চাঁদগাজী বলেছেন:


মানুষকে অস্ত্র হাতে নামতে হবে, দেশ থেকে ছাত্রলীগ, শিবির ও ছাত্রদলকে তাড়াতে হবে।

৩১| ২৩ শে জুলাই, ২০১৮ রাত ৯:৩৬

চঞ্চল হরিণী বলেছেন: "ভুল বিষয় সমুহে উনি উনার বাবাকে অনুসরণ করেন, ক্যাপিটেলিজমের গলাকাটা নীতিতে উনি জেনারেল জিয়াকে অনুসরণ করেন"। সবচেয়ে দামি কথা বলেছেন।

২৪ শে জুলাই, ২০১৮ রাত ১২:৩৬

চাঁদগাজী বলেছেন:


এটার অবশ্যই দাম আছে; বূন্ধরার মালিক, খুলনা পাওয়ারের মালিক, বেক্সিমকোর মালিকেরা উনার থেকে ব্যবসা পায়, টোকাইরা কিছুই পায় না; এটা উনার বাবার নীতি ছিলো না।

৩২| ২৪ শে জুলাই, ২০১৮ রাত ১২:৪১

পিকো মাইন্ড বলেছেন: গণতন্ত্র সুসংহত করতে সেনাবাহিনী প্রয়োজন - প্রধানমন্ত্রী
(২২ জুলাই ২০১৮)
আপনার মন্তব্য কি?

২৪ শে জুলাই, ২০১৮ রাত ১:৩০

চাঁদগাজী বলেছেন:


উনি ওদেরকে হুশিয়ারী দিচ্ছেন, এদিক ওদিক করার চেষ্টা করলে, লম্বা করে ফেলবেন।

৩৩| ২৪ শে জুলাই, ২০১৮ রাত ১:৩৩

ইব্‌রাহীম আই কে বলেছেন: সব বুঝি কিন্তু কেন রাজনীতি ব্যপারটাই মাথায় ঢুকতে চায়না। শুধুমাত্র এই জন্য এখন বিজ্ঞানের বিষয়ে পড়াশোনা করছি।

২৪ শে জুলাই, ২০১৮ রাত ১:৫৭

চাঁদগাজী বলেছেন:


বিজ্ঞান জানলে রাজনীতি বুঝা সহজ হবে।

৩৪| ২৪ শে জুলাই, ২০১৮ রাত ২:১০

ইব্‌রাহীম আই কে বলেছেন: আমার ক্ষেত্রে তারা উল্টোটায় হয় সবসময়। মানুষের সাইকোলজি আমি বুঝতে পারিনা। ঠিক কেনইবা তারা একটা জিনিসের প্রতি মত্ত্ব হয়ে নিজের মনুষ্যত্বের বিসর্জন দেয়!!!

২৪ শে জুলাই, ২০১৮ ভোর ৫:৪৯

চাঁদগাজী বলেছেন:


বাংলার মানুষকে কেহ মানুষ বানানোর চেষ্টা করেনি, সবাই অন্যকে পেছনে ফেলার চেষ্টা করেছে আজো

৩৫| ২৪ শে জুলাই, ২০১৮ রাত ২:৫০

ঠাকুরমাহমুদ বলেছেন: মাহমুদুর রহমান কে, ঠিক চিনলাম না তো ? ভুলেই গিয়েছিলাম, তবে ছাত্রলীগ তাকে পিটিয়ে দেশের কাছে তাকে আবার পরিচিত করেছে - ছাত্রলীগ কি খাদ্য হিসেবে গোবর বেছে নিয়েছে !!!

২৪ শে জুলাই, ২০১৮ ভোর ৫:৪৯

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা ডাকাত পালন করছেন।

৩৬| ২৪ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৫৬

টারজান০০০০৭ বলেছেন: মাহমুদুরের দুই খানা ভয়ংকর অপরাধ উল্লেখ করিয়া তাহারে পুন্দানো মোটামুটি ঠিকই আছে এমনটাই বলিলেন নাকি ?

শালার ! এই জন্যই আমি আবাল গণতন্ত্র সমর্থন করিনা ! ভণ্ডামির দরকার কি ? তুই বেটা বিম্পি করিতি , খাইছি তোরে ! শ্যাষ ! তাহার জন্য এত ম্যাও প্যাও !

মিউজিক্যাল চেয়ারে একে একে সবাই বসে। আজ মাহমুদুর বসিয়াছে কাল অন্য কেহ বসিবে ! তখন কোন কোন ব্লগার তাহাদের অপরাধ উল্লেখ করিবেন তাহাই ভাবিতেছি !

৩৭| ২৪ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৩৩

ক্স বলেছেন: ২ নং মন্তব্যে মোগল সম্রাট যা বলেছেন, তার তীব্র নিন্দা জানাচ্ছি। মাহমুদুর রহমানের মধ্যে অনেক দোষ আছে সত্যি, কিন্তু মুক্তিযুদ্ধের অবমাননা হয়, এরকম কিছু উনি বলেছেন - এটা অবিশ্বাস্য।

মোগল সম্রাটকে অবিলম্বে তার কমেন্টের পক্ষে প্রমাণ হাজির করার দাবি জানাচ্ছি?
- এরকম দাম্ভক্তি তিনি কবে কোথায় করেছিলেন?
- এর কোন অডিও বা ভিডিও রেকর্ড আছে কিনা?
- প্রথম সারির কোন দৈনিকে তা ছাপা হয়েছিল কিনা? (এটা অতটা অথেনটিক না হলেও একটা রেকর্ড)

এর আগে গোলাম আজমের ছবি দিয়ে 'মুমিনের আসল ঠিকানা পাকিস্তান' টাইপের একটা বাণী ভাইরাল হয়েছিল। পরে জানা গেল, সেটি ভূয়া।

৩৮| ২৪ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৫২

জুনায়েদ বি রাহমান বলেছেন: সরকারের ভালো কাজগুলো ছাত্রলীগের অপকর্মগুলোর কাছে কিছুই না। মাঝেমধ্যে নিউজ আসে, এরা আওয়ামীলীগের সিদ্ধান্তও মানতে চায় না। ব্যান হয়। আবার বীরের বেশে ফিরেও আসে।

৩৯| ২৪ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৫১

নতুন নকিব বলেছেন:



চাঁদগাজী ভাই,

মাহমুদুর রহমান সম্পর্কে আপনার মূল্যায়ন কিছুটা সত্য হলেও একপেশে মনে হল।

একজন ব্যক্তির অন্যায় যতই গুরুতর হোক, বিচার তো করবে আদালত। ছাত্রলীগ আদালতে মানুষের গায়ে হাত তুলবে কেন? বিচারপ্রার্থী কিংবা বিবাদী যিনিই হোন না কেন, আদালতের পবিত্র প্রাঙ্গনে সাধারন মানুষের রক্ত ঝড়বে কেন?

এই অঘটনের পরে আপনার উচিত ছিল ছাত্রলীগ যাতে সংযত হয়, তাদের আচরন যেন মানবিক হয়, হাতুড়ি-শাবল ফেলে তারা যেন কলমের আশ্রয়ে আসেন- এসব নিয়ে পোস্ট দেয়া। তা না করে আপনি নির্যাতিতকে তিরষ্কার করছেন। নির্যাতনকারীদের নয়। যাক, আপনার যা ইচ্ছে সেটাই করবেন, করুন।

তবে, ছোট্ট একটি টাইপো একটু সংশোধনের দাবি জানাচ্ছি, যদি কিছু মনে না করেন, ১৭ নং (ব্লগার মাথাবযাথা) এর কমেন্টের জবাবে আপনি বলেছেন, আল্লাহ রাজনীতি বুঝেন না; উনি রাজনীতি বুঝলে, মুসলমানেরা সুন্নী, শিয়া, আহমেদিয়া, ওহাহাবী গ্রুপে বিভক্ত হতো না।

এখানে- 'আল্লাহ রাজনীতি বুঝেন না', কথাটা এভাবে বলা বোধ হয় ঠিক হয়নি। আল্লাহ পাক বোঝেন না, এমন কিছু কি আছে এই বিশ্ব জগত সংসারে? 'তিনি বোঝেন না' -বললে তো বুঝা যায়, তাঁর জ্ঞানের ঘাটতি রয়েছে। (এমন কথা বলা থেকে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাচ্ছি!) আসলে কি তাই?

আর আল্লাহ পাকের রাজনীতি বোঝা অথবা না বোঝার সাথে মুসলমানদের বিভক্তি সম্পর্কযুক্ত নয়।

আপনার সদয় জ্ঞাতার্থে আরেকটি বিষয়ে জানাচ্ছি, আহমদিয়াগন হযরত মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানেন না। যদিও এই কথার ঘোষনা কুরআন দিয়েছে। এছাড়াও তারা আল কুরআনের আরও অনেক আয়াতকে অবিশ্বাস করে। এসব কারনে তারা মুসলমানদের আকিদা-বিশ্বাস থেকে দূরে সরে গেছেন। এই কারনে তারা মুসলমানদের কোনো উপদল নন। এটা বিশ্বমুসলিম কর্তৃক গৃহীত এবং স্বীকৃত সর্বসম্মত সিদ্ধান্ত। এ বিষয়ে আমার কিছু লেখা রয়েছে।

আশা করছি, ১৭ নং কমেন্টের উত্তরটি সংশোধন করে দিবেন।

ভাল থাকুন ভাই। ধন্যবাদ।

২৪ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০৬

চাঁদগাজী বলেছেন:


আমি বলার চেষ্টা করেছি যে, উনার বিপক্ষে মামলা হয়েছে, এখন সবকিছু কোর্টের হাতে; তাকে আক্রমন করা ভয়ংকর ক্রাইম।

আমি ছাট্রলীগের মা-বাবা নই; শেখ হাসিনা ওদের পালন করে জাতির ক্ষতি করছে, এবং ছাত্র রাজনীতি বিলুপ্ত করার লজিক নিয়ে আমি ক্রমাগতভাবে লিখছি।

৪০| ২৪ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৫৩

এ আর ১৫ বলেছেন:




আজকে যারা লজ্জায় লাল হয়ে যাচ্ছেন তাদেরকে স্মরন করিয়ে দিতে চাই ঠিক একই স্থানে ২০০৬ সালের ২৯ শে মে
সাংবাদিকদের প্রতিনিধি সম্মেলন করার সময় বিনা কারনে
হামলা করা হয়েছিল।

যখন ঢাবির শিক্ষক জনাব হুমায়ূন আজাদের রক্তাক্ত ছবি দেখে আপনি টিভির টকশোতে খিলিখিল করে হেসে ছিলেন আর বলেছিলেন এটা সামান্য দূর্ঘটনা??!! আজ কেমন অনুভব করছেন আপনি? এটা বলতে গেলে খুবই সামান্য দূর্ঘটনা। এতো সামান্য রক্তে আপনার পাপ মোচন হবে না।

বাস্তবতা আপনার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলো প্রতিমুহূর্তে আপনার কর্মের পরিনতি......

মনে রাখবেন, ইতিহাস কাউকে ক্ষমা করেনা।

২৪ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০১

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনার দরকার ছিলো, এগুলোর অবসান ঘটানো; আবার ঘটানো মানে আমরা পেছনে চলে যাচ্ছি

৪১| ২৪ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:২১

নতুন বাঙ্গাল বলেছেন: এই মাহামুদুর রহমান একজন মতলববাজ লোক, বিএনপি ক্ষমতায় থাকতে বিনিয়োগ বোর্ডে ছিলেন। ২০০৭ এ সচিবদের নিয়ে ক্যু করাতে গিয়ে ধরা খাওয়ার পর , ওয়ান ইলেভেন এর সময় উনি সাংবাদিক বনে যান। এরপর থেকে তার একমাত্র কাম হল মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে বিদ্বেষ তৈরি করা। এই লোকের চেহারা সুরত দেখে মনে হয়না নামাজ পরে, অথচ ২০১২ সালের দিকে ধর্মিয় বিদ্বেষ ছড়িয়ে 'ব্লগার' মানেই নাস্তিক তত্ব ছড়িয়ে দেশে ভয়াবহ পরিস্থিতি তৈরি করেন। উনি কাবা শরিফের ইমামদের নিয়ে মিথ্যা খবর তৈরি করতেও পিছপা হননি। তবুও একজন ব্যক্তির উপর এ ধরনের হামলা সমর্থন করি না।

২৪ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০০

চাঁদগাজী বলেছেন:


সে জামাত ও বিএনপি'র "থিংক ট্যাংক", কিংবা সেইফটি ট্যাংক

৪২| ২৪ শে জুলাই, ২০১৮ রাত ১১:৪৯

থার্মোমিটার বলেছেন: বুয়েটে পড়া একজন লোক কিভাবে নগ্ন ভাবে সাম্প্রদায়িক কথাবার্তা বলতে পারে , ব্লগারদের হত্যায় উস্কানি দিতে পারে তা উনাকে না দেখলে বোঝা যায় না, এই লোকই আবার জাতির বিবেক, অন্তত দেশের ভাগ মানুষের কাছে ।

২৫ শে জুলাই, ২০১৮ ভোর ৫:০৭

চাঁদগাজী বলেছেন:


এগুক্সলো দুষ্ট লোক, জামাত-বিএনপি এদের কলকারখানা

৪৩| ২৬ শে জুলাই, ২০১৮ ভোর ৬:২৫

অক্পটে বলেছেন: আপনার মিথ্যাচার গুলো পড়লাম। আপনি আ.লীগ সত্য বলা আপনার স্বভাব নয়। আপনারা মামলাবাজ। মাহমুদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছেন। তিনি আদালতে গিয়েছেন সেই আদালতেই তাকে মেরেছেন। তাহলে সেটা কি আর আদালত আছে? শঠতার একটা পরিসীমা থাকা উচিত ছিল আপনার। ইনিয়ে বিনিয়ে আপনি খুশিতে ডগমগ করছেন। সময় বদলাবে এটা আমার বিশ্বাস।

২৬ শে জুলাই, ২০১৮ ভোর ৬:৫৬

চাঁদগাজী বলেছেন:



সময় বদলাবে, আপনার ভাবনাশক্তি বদলাবে না, মনে হয়।

৪৪| ২৬ শে জুলাই, ২০১৮ সকাল ৮:০৭

অক্পটে বলেছেন: না স্যার আমার ভাবনা শক্তি বদলাবেনা। আ.লীগের চোটপাট, লুটপাট, দলবাজি, চাঁদাবাজি, হত্যা, গুম, হামলা, মামলা, নিপীড়ন, নির্যাতন এত্ব কিছুর পর ভাবনা শক্তি বদলায় কি করে। গণতন্ত্র লুট হয়ে যাওয়ার পর নতুন রোলমডেলের হাসিনাতন্ত্র নিয়ে আপনার ভাবনাশক্তি যে প্রখর হয়েছে এর প্রমাণ আপনি রেখেছেন।

কিন্তু আমার ভাবনাশক্তি বলছে শিকড়চ্যুত এ শ্রেণীটি দেশের জনগণের বোধ ও বিশ্বাস ধারণ করে না তাই জবরদখল করে টিকে থাকার সময়ও শেষ হবে।

২৬ শে জুলাই, ২০১৮ সকাল ৮:৩৩

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা কোনভাবেই জাতির জন্য দরকারী পরিমাণ ভালো কিছু করছেন না; এই বিষয়ে আমি সিউর; কিন্তু উনার থেকে ভালো লোকদের কারো দল নেই যে, উনাকে অব্যাহতি দেবেন।

৪৫| ২৬ শে জুলাই, ২০১৮ সকাল ১১:২২

এটম২০০০ বলেছেন: কিন্তু উনার থেকে ভালো লোকদের কারো দল নেই যে, উনাকে অব্যাহতি দেবেন । You are right. But you must agree that Hasina (Dictator in disguise of democracy) is not allowing the growth of politicians/ leaders in the country (excepting her own son and relatives.

২৭ শে জুলাই, ২০১৮ সকাল ৮:৪০

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনার নিজস্ব এজেন্ডা আছে; উনি কলাগাছের বাগানা করেছেন।

৪৬| ২৬ শে জুলাই, ২০১৮ সকাল ১১:২৫

এটম২০০০ বলেছেন: DICTATORIAL RULE IN A DEMOCRATIC COUNTRY IS A CRIME. THE GREATER CRIME IS, TARNISHING THE PRACTICE OF DEMOCRATIC PRACTICE AND GROWTH OF POLITICIANS IN THE COUNTRY. HASINA IS DOING THAT. HER FATHER DID THAT IN 1975, AND AT THAT TIME THE BANGLADESH ARMY SAVED THE COUNTRY.

২৭ শে জুলাই, ২০১৮ সকাল ৮:৩৮

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশ আর্মি ছাগলের ফার্ম করেছিলো, আপমি এখনো ফার্মে আছেন তো?

৪৭| ২৭ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৩৭

হায় চিল বলেছেন: এ সবই জাতির পি তার স্বপ্ন ছিল।

২৭ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৪৭

চাঁদগাজী বলেছেন:


জাতির পিতা এখন নেই, এখন আপনার স্বপ্নের কথা বলেন।

৪৮| ০৯ ই আগস্ট, ২০১৮ রাত ১১:০৮

হায় চিল বলেছেন: ৩জি কি তখনকার আবিস্কার?
সেই ৩জি যদি আপনাদের পিতার স্বপ্ন হতে পারে, এটা কেন নয়?
আজ যাদের দেখছি, ধর্ষন করতে, মনুষ পেটাতে তারই তো ৭১ এর রাজাকার। সবই তার স্বপ্ন। :D
আমিই বাংলাদেশ! আমার ডাক নাম লজ্জা!!
আমি বিশ্বজিত
আমি নাদিয়া, আমি তনু, আমি রাজন!
আমি বাসের চাপায় পিষ্ট হওয়া মীম-সাদিক
আমি টিয়ার সেলে চোখ হারানো সিদ্দিক
আমি হাতুড়ি আঘাতে পা হারানো মেরুদন্ড ভাঙা তরিকুল...
আমি শহীদ মিনারে কুত্তার কামড়ানি খেয়ে অাহত হওয়া নুরু
আমি জালিমের জুলুমে রিমান্ডে যাওয়া রাশেদ
আমি বুড়ি গঙ্গায় নিহত হয়ে উপুড় হয়ে ভেসে উঠা আরিফ
আমি রাজপথে আঠারোর অরুন রাঙা তরুনের
শ্লোগান
আমি আহত-রক্তাক্ত কচি-কাচার ফিনকি দিয়ে ঝরা রক্ত
আমি মৃত্যুর দাম বিশ লক্ষ টাকার আড়ালে মর্মাহত
হত বিহবল আর্তনাদ;
আমি ন্যায়ের কথা বললেই জামাত-শিবিরের লকবধারী নিরীহ মানুষ
আমি গোপীনাথ কে মুচলেকা দিয়ে ছাড়া বাংলার রূপ
আমি আয়মন-জাফর ষাড়দের চেতনা ব্যবসার
বিরোধী রুপ
আমি ব্যর্থ ছাত্র, আমি প্রশ্নপত্র না পাওয়া হত দরিদ্র!
আমি অবিরাম বাংলার মুখ!
আমি লাল সবুজের কফিন!
আমি পিলখানার অসহায় সেনা অফিসারের আঁধারে
দাফন!
আমি পাতানো নির্বাচন!
আমি স্বাধীন দেশের পরাধীন জনগন!
আমি বুড়িগঙ্গায় ভেষে ওঠা বাক পরাধীনতার প্রতিক আরিফ।
আমি আন্তর্জাতিক 'নিরাপরাধ' ট্রাইবুনাল!
আমি শেয়ার বাজার, ডেসটিনি, হলমার্ক, রিজার্ভ চুরি!
আমি বাসে ধর্ষিতা মাজেদা!
আমি ছেলের সামনে ধর্ষিতা মা!
আমি ভাইয়ের সামনে ধর্ষিতা বোন!
আমি এমপির গুলিতে গুলিবিদ্ধ সৌরভ!
আমি গুম হওয়া সন্তানের মায়ের নিরব কান্না!
আমি রাসেদের মা বলছি আমার ছেলে আন্দোলনে যাবে না।
আমি রাজশাহীর মেরুদন্ড ভাঙ্গা তরিকুল।
আমি রানা প্লাজার ধুলোয় উড়া লাশ!
আমি সরকারী ভবনে রডের বদলে বাশঁ!
আমি তাজরীনের অগ্নিকান্ডের অসহায়
গরীব কর্মচারী!
আমি শিল্পী হয়েও স্তব্ধ আসিফ আর মনির খান!
আমি 'দৈনিক আমার দেশ, ইসলামিক ও
দিগন্ত টিভি'!
আমি শত্রু রাষ্ট্র ভারতের পা চাটা গোলাম!
আমি ধ্বসে পড়া ভবনের নিচে গলিত লাশের গন্ধ আর
পদ্মার লঞ্চ ডুবি!
আমি গুম হওয়া ইলিয়াস,আযমী, আরমান আর হুম্মাম!
আমি একরাম জানিনা আমার ইয়াবা খেয়ে কতজন মারা গেছে কিন্তু দিন শেষে আমাকে কুকুরের মত গুলি করে মারা হয়েছে। আমার মেয়ের কান্না সবাই ভুলে গেছে।
আমি সাগর-রুনির মেঘ!
আমি ছিনতাই হওয়া অসহায় পথচারীর
ব্যাগ!
আমি জন্মের আগেই গুলিবিদ্ধ নবজাতক
শিশু!
আমি শাপলা চত্বরের নির্মম গনহত্যা!
আমি সাত খুণ শীতলক্ষ্যার পাড়!
আমি ফেলানী,আমি ১৬ কোটি মানুষের ভাগ্য নিয়ে ঝুলে আছি
কাঁটাতারে!
আমি অন্ধ, তাই আমার বিবেকের দরজা বন্ধ।
( এফ বি থেকে নেওয়া )

১০ ই আগস্ট, ২০১৮ ভোর ৪:১৪

চাঁদগাজী বলেছেন:



আপনার পক্ষে হয়তো রাজনীতি বুঝার সম্ভাবনা কম; সেই তুলনায় কবিতা পড়া সহজ হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.