নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

তাজুদ্দিন সাহেব তো বাকশাল মাকশাল বানাননি, উনাকে কেন হত্যা করা হলো?

২৩ শে জুলাই, ২০১৮ রাত ১০:৩৩



১৯৭১ সালের ২৫শে মার্চ সন্ধ্যায়, আওয়ামী লীগ সন্দেহ করেছিল যে, পাকীরা শেখ সাহেবকে গ্রেফতার করবে সেই রাতে; সন্ধ্যারাতে তাজুদ্দিন সাহবে পালিয়ে গেলেন। গেলেন তো গেলেন, জাতির প্রাইম মিনিষ্টার হয়ে গেলেন।

১৯৭৫ সালের ১৫ই আগষ্ট ভোর রাতে তাজুদ্দিন সাহেব শুনলেন, মিলিটারী শেখ সাহেবকে ১৪ গোষ্টীসহ হত্যা করেছে; উনি বাড়ীতে বসে রইলেন; ১দিন, ২দিন, এভাবে ৮ দিন বসে রইলেন বাসায়; ২২ তারিখে উনাকে ধরে নিয়ে গেলো মিলিটারী; উনি জেলে, উনাকে বের করবে কারা? মওলানা ভাসানী, নাকি মুক্তিযোদ্ধারা? কেহ উনাকে বের করেনি; ২ মাস ১২ দিন পর, মিলিটারী উনাকে জেলের মধ্যে হত্যা করেছে!

আপনারা যারা বলেন যে, শেখ সাহেব বাকশাল করে, দেশে স্বৈরাচার কায়েম করেছিলো, আপনাদের স্বাধীনতা কেড়ে নিয়েছিলো, উনি আজীবন ক্ষমতায় থাকতে চেয়েছিলো, উনি ফেরাউন হয়েছিলো; তাই আমাদের গণতান্ত্রিক মিলিটারী উনাকে গণতান্ত্রিক পদ্ধতিতে হত্যা করে, বিএনপি বানায়েছিলেন, তারা তাজুদ্দিন সাহেবকে নিয়ে কি বলবেন; উনি কি "মাকশাল" বানায়েছিলেন?

স্বাধীনতা যু্দ্ধের সময়, তাজুদ্দিন সাহেব মাওলানা ভাসানীকে সাথে নেননি; তাজুদ্দিন মওলানাকে ভালোবাসতেন বলে কোন প্রমাণ নেই; সেজন্য হয়তো মওলানা তাজুদ্দিন সাহেবকে নিয়ে মাথা ঘামায়নি। তারপরেও, যদি বুঝতেন যে, আমাদের বহুদলীয় গণতন্ত্রের প্রসবকারী মিলিটারী তাজুদ্দিন সাহেবকে মেরে ফেলবে, উনি জেল অবধি যেতেন, গন্ডগোল লাগাতেন।

তাজুদ্দিন সাহেবের সরকারে যারা ছিলো, তাদের মাঝে শক্তি কাদের কাছে ছিলো, সাহস কাদের কাছে ছিলো? নিশ্চয় মুক্তিযোদ্ধাদের কাছে ছিলো। উনাকে যখন ধরে নিয়ে গেলো মিলিটারী, উনার ৮০ হাজার চাষা মাষা, ছাত্র মাত্র মুক্তিযোদ্ধারা কোথায় ছিলেন?

১৯৭২ সালের জানুয়ারী থেকেই সেই ৮০ হাজারের কাছে রাইফেল ছিলো না: তাদের কেহ কেহ তখন রিকসা চালাচ্ছে, কেহ ধান কাটছে মাঠে, কেহ গরু ছাগল চরাচ্ছে, কেহ কলেজে, কেহ বেকার, পরিবারের বোঝা! ১৯৭২ সালের জানুয়ারীর আগেই তিনি ওঁদের চাকুরীটা খেয়ে ফেলেছিলেন, যেই চাকুরীর বেতনও ছিলো না; কিন্তু উনার চাকুরীটা ছিলো ১৯৭২ সালের জানুয়ারীতে!

বিনা বেতনের বাহিনীর চাকুরী খেয়ে ফেলা কি বু্দ্ধিমানের কাজ ছিলো? অবশ্যই বুদ্ধিমানের কাজ ছিলো না। ২৫ শে মার্চ রাতে পালিয়ে যাওয়া কি বুদ্ধিমানের কাজ ছিলো? অবশ্যই, বুদ্ধিমানের কাজ ছিলো ! ১৫ই আগষ্টের পর ৮ দিন বাসায় বসে থাকা কি বুদ্ধিমানের কাজ? অবশ্যই নয়; মনে হয়, বেগম জিয়াও উনার থেকে বুদ্ধিমান ছিলেন; বেগম জিয়া পাকীদের বিজয় কামনা করে, জামাতকে সরকারে এনেও ৩ বার ভেঁড়াদের প্রাইম মিনিষ্টার হলেন! আমাদের জেনারেল সবাইকে মেরে্, নিজে মরলেন, আমাদের জন্য রেখে গেছেন, "জাতীয় স্নো-হোয়াইট"।



মন্তব্য ৮৩ টি রেটিং +৫/-০

মন্তব্য (৮৩) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুলাই, ২০১৮ রাত ১০:৫২

সনেট কবি বলেছেন: আমাদের অতীত বুঝায় বেশ সহায়ক পোষ্ট।

২৩ শে জুলাই, ২০১৮ রাত ১১:০৭

চাঁদগাজী বলেছেন:


উনার হত্যাকারী মিলিটারী নাকি আমাদেরকে ফেরাউন থেকে বাঁচানোর জন্য ব হুদলীয় গণত্ন্ত্র প্রসব করেছে? ইডিয়টরাও অনেক রাজনীতি বুঝেন, মনে হয়!

২| ২৩ শে জুলাই, ২০১৮ রাত ১১:১২

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: @আপনারা যারা বলেন যে, শেখ সাহেব বাকশাল করে, দেশে স্বৈরাচার কায়েম করেছিলো, আপনাদের স্বাধীনতা কেড়ে নিয়েছিলো, উনি আজীবন ক্ষমতায় থাকতে চেয়েছিলো, উনি ফেরাউন হয়েছিলো;
... এসব যারা বলে ওরা কানা বগীর ছা। রাজনীতি না বুঝেই লাফালাফি করে। মেজর তো কোন নেতার কাতারেই পড়ে না ৭৫-৮১, ৮১-৯০, ৯০-৯৫ দেশ মনে হয় রাজার হালে ছিল??X(


পুনশ্চঃ
আমাকে আজ বেশ কিছু কমেন্ট করতে হবে। অনুমতি না দিলেও প্রয়োজনে করবো.....

২৩ শে জুলাই, ২০১৮ রাত ১১:৩০

চাঁদগাজী বলেছেন:


মেজর বাংগালী জাতিকে এমন ভেঁড়ায় পরিণত করেছে যে, উনার স্নো-পাউডার স্ত্রী ৩৫ বছর রাজনীতি করেছে এই বাংলায়

৩| ২৩ শে জুলাই, ২০১৮ রাত ১১:১৬

ফেনা বলেছেন: কথাকার পানি কথায় যাচ্ছে???!!! আরো বিস্তারিত দেন। বেশ মজা পাইতছিলাম।

২৩ শে জুলাই, ২০১৮ রাত ১১:৩২

চাঁদগাজী বলেছেন:


রাজনীতিতে মজা আছে, না হয় কিভাবে রওশন এরশাদ বিশ্বের সবচেয়ে বড় পার্লামেন্ট খেয়েদেয়ে পায়খানা করে বেড়াচ্ছে?

৪| ২৩ শে জুলাই, ২০১৮ রাত ১১:২৪

অপু দ্যা গ্রেট বলেছেন: চাঁদগাজী ভাই

মুজিব বন্দী হবার পর একজন নেতার দরকার ছিল । যিনি সামনে থেকে নেতৃত্ত্ব দেবেন । যারা কাজ ছিল সংগঠন ঠিকিয়ে রাখা । ভাঙ্গতে না দেয়া । তাজউদ্দীন সেই কাজটাই করেছেন । আর অনেক ভালভাবেই করেছেন । তবে হ্যা । ৭৫ এর ১৫ অগাস্টের ঘটনা আমাকে নাড়া দেয় । তবে সেনাদের সামনে তারা কিইবা করতে পারত । তাছাড়া অভ্যুত্থানে সব কিছুই হঠাত হয়েছে ।

আর তাজউদ্দিনের সরকারে না চাইতেও অনেক মানুষ কে রাখতে হয়েছে । যার মুল্য পরবর্তিতে তারা পেয়েছে ।

২৩ শে জুলাই, ২০১৮ রাত ১১:৩৩

চাঁদগাজী বলেছেন:


উনি পাকী মিলিটারীকে পরাজিত করে, ২ পয়সার জিয়ার মিলিটারীর হাতে প্রাণ হারায়েছেন, এটাই বড় দু:খ।

৫| ২৩ শে জুলাই, ২০১৮ রাত ১১:২৮

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: @১৫ই আগষ্টের পর ৮ দিন বাসায় বসে থাকা কি বুদ্ধিমানের কাজ? অবশ্যই নয়; মনে হয়, বেগম জিয়াও উনার থেকে বুদ্ধিমান ছিলেন!

....বাসায় থাকার কাজটা উনার ঠিক হয় নি।
তবে, শেখ সাহেবের মত তিনিও হয়তো ভেবেছিলেন খন্দকার মোস্তাক ও যুদ্ধ করা সেনাবাহিনী যেহেতু আছে তার কোন ভয় নেই!

আচ্ছা, তখন চার নেতার বাইরে সৎ কোন নেতা ছিল না???
নাকি বাঁকি সব চোর/সুবিধাবাদী ছিল??

২৩ শে জুলাই, ২০১৮ রাত ১১:৩৫

চাঁদগাজী বলেছেন:



একমাত্র তাজুদ্দিন সাহেব, নজরুল ইসলাম ও মওলানা ব্যতিত, সব আওয়ামী নেতারা খুশী হয়েছিল শেখ সাহেবের মৃত্যুতে।

৬| ২৩ শে জুলাই, ২০১৮ রাত ১১:৪৭

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: জেল হত্যার মূল কারণ হল, আসামীদের(রশীদ, ফারুক, ডালিম, হুদা.....) যেন কেউ কাঠগড়ায় তুলতে না পারে।

আর ১৫আগষ্টের জন্য সেনাবাহিনীর ২য় সারির মেজরে/ জিয়া যত দায়ি সেটা কন্ট্রোল করতে না পারার জন্য শফিউল্লাহ, শাফায়েত জামিল সহ তিন বাহিনীর প্রধানরাও কম দায়ী নয়।

সেনাবাহিনীর অফিসারেরা কি ঘাস খায়? দুটো ইউনিটকে কন্টোল করতে পারে না।। X(
আর গণবাহিনী কি হিজড়াদের নিয়ে তৈরী করা হয়েছিল? সেনাবাহিনী /ট্যাঙ্ক দেখে ভয় পায়?? তাও আবার গোলা ছাড়া ট্যাঙ্ক নিয়ে যারা বিদ্রাহ করে???X(



পুনশ্চঃ
আপনি সামনের ১৫আগষ্ট এটা নিয়ে পোস্ট দেবেন।(কেন অভ্যুত্থানটা হল পরবর্তি ঘটনা)। আমার সন্দেহ, আপনার কিছু থিউরীতে ভুল আছে....

২৪ শে জুলাই, ২০১৮ রাত ১২:১৮

চাঁদগাজী বলেছেন:


রক্ষী বাহিনীতে ভুয়াদের চাকুরী দিয়েছিল তোফায়েল আহমেদ ও কাদের সিদ্দিকী; ওদের গ্রামের লোকদের এনে চাকুরী দিয়ে দিয়েছিল।

৭| ২৩ শে জুলাই, ২০১৮ রাত ১১:৫৫

হাসান কালবৈশাখী বলেছেন:
মুক্তিযুদ্ধের বিরোধী পক্ষ সব কালেই ভয়ানকভাবে নৃসংস ছিল।
মুক্তিযুদ্ধ পক্ষ সব কালে মার খেয়েও প্রতিশোধ নেয়নি। কখনোই কারন-অকারন খুনখারাপিতে জরিত হয় নি

ঢাকার সব লেখক বুদ্ধিজীবী সাফা করার পরও মুক্তিযোদ্ধারা ১৬ ডিসেম্বরের পর রাজাকার ও রাজাকার সমর্থকদের উপর প্রতিশোধ নেয় নি।

মুক্তিযুদ্ধ বিরোধিরা ১৫ই আগষ্টের ক্যু' বংগবন্ধু হত্যার পর আরো ৬৩ জন কে খতম করেছিলো। সাধারনত অনেক খুনোখুনি হয়ে গেলে বিবেকে বাধা দেয়, অনুতপ্ত হয়, হায় কি করলাম, একটু থামে। কিন্তু রাজনৈতিক ভবিষ্বত উচ্চাকাংখা নৃসংসতার কাছে বিকেক হার মানে। রাসেল বেচে গেলেও খুনির দল পরে খুজে খুন করে।

এর পর, ৩রা নভেম্বর পাল্টা ক্যু হয়েছিল জেনারেল খালেদ মোশারফের নেতৃত্বে;
চিফ খুনি জানার পরও জিয়াকে হত্যা না করে শুধু বন্দী করা হয়,তাও গৃহবন্দী, ফোন কানেক্সনও কাতা হয় নি।

খালেদ মোশারফ সেনা-প্রধানের ভুমিকয় যান;খুনি সেনাদের হত্যা বা আটক না করে,শান্তিপূর্ণ ভাবে চেইনঅবকমান্ড আনতে চান।

কিন্তু খুনিদের দল ও জিয়ার কাছে ভদ্রতার কোন দাম নেই। থাকারও কথা না।
জিয়া এরশাদ ও কিছু জেনারেলের এরা আবারও রক্তগংগা বইয়ে দেয়। জেনারেল খালেদ মোশারফকে হত্যার আগে জেলে থাকা অবশিষ্ট ৪ দেশপ্রেমিক নেতাদেরও নিশ্চিহ্ন করে।

এরপরও খুনী জিয়া থামে নি।
কু পাল্টাকুর নামে আরো দুহাজার মুক্তিযোদ্ধা অফিসার খতম করে।

এর অনেক পর ১৯৯৬ এ মুক্তিযুদ্ধ পক্ষ ক্ষমতায় এসে কোন প্রতিশোধ নেয়নি।

কিন্তু খুনিপক্ষ আরার ক্ষমতায় এসে আবার খুনখারাবি শুরু করে দেয়। গুপ্তহত্যা, গ্রেনেড হামলা ইত্যাদি প্রায় শতাধিক টার্গেট কিলিং। হাসিনা খুব অল্পের জন্য বেচেযায়।

২০০৯ এ হাসিনা খালেদা পক্ষের উপর কোন গুলি বোমা গ্রেনেড নিয়ে ঝাপিয়ে পড়ে নি।
আইনমাফিক ১১ বছর পর জেল হয়েছে ।

তবে খুনির দল আরেকবার সুযোগ পেলে এবার আর কারো বাচা সম্ভব হবে না। এদের ছেচ্চর চামচারা পর্যন্ত হুমকি দিয়ে রেখেছে। এবার আর জ্যান্ত সীমান্ত পাড়ি দিতে দেয়া হবে না। 'শুশিল সমাজ' পর্যন্ত বলেছে ভিসা রেডি রাখতে।

২৪ শে জুলাই, ২০১৮ রাত ১২:২৬

চাঁদগাজী বলেছেন:



অন্যদের দোষ দেয়া যায়; কিন্তু শেখ সাহেব ও তাজুদ্দিন সাহেব কি করেছেন, সেটা বুঝুন।

আজকে শেখ হাসিনা কোনভাবে শেখ সাহেবকে অনুসরণ করছেন না; তিনি জেনারেল জিয়ার গলাকাটা ক্যাপিটেলিজম চালাচ্ছেন; ডোডো

৮| ২৩ শে জুলাই, ২০১৮ রাত ১১:৫৭

পিকো মাইন্ড বলেছেন: পরীক্ষায় নকল বন্ধ করায় জিপিএ–৫ কমেছে: শিক্ষা প্রতিমন্ত্রী
পাকিস্তান আমলে কেমন নকল হত?

২৪ শে জুলাই, ২০১৮ রাত ১২:২৭

চাঁদগাজী বলেছেন:


পাকিস্তান আমলে জামাতের বাচ্চা ও বাংগালী মিলিটারীর বাচ্চাদের সংখ্যা অনুপাতে কম ছিলো; ফলে, অনেক কিছু কন্ট্রোলে ছিলো।

৯| ২৪ শে জুলাই, ২০১৮ রাত ১২:১৭

মিঃ আতিক বলেছেন: আপনার লেখা পড়ি ৭৫,৭৮ চোখের সামনে জিবন্ত দেখি, পিলখানার গুলজার, শাকিলদের বংশধররা যদি ক্যূ পাল্টা ক্যূ নিয়ে প্রশ্ন করে কি উত্তর দিবে জাতি তা ভাবি, আপনি অনেক দিন বাঁচুন, পরবর্তী প্রজন্মেরো আপনাকে কাজে লাগবে ইতিহাস জানতে।

২৪ শে জুলাই, ২০১৮ রাত ১২:১৯

চাঁদগাজী বলেছেন:


আসলে, আমি খুবই সামান্য দেখছি; যা দেখছি, শুনেছি, সেটুকু বুঝার চেষ্টা করেছি।

১০| ২৪ শে জুলাই, ২০১৮ রাত ১২:৩৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালো লাগল ওস্তাদ আপনার বক্তব্য। :)

২৪ শে জুলাই, ২০১৮ রাত ১২:৪৮

চাঁদগাজী বলেছেন:


আমাদের গনতান্ত্রিক মিলিটারী বহুদলীয় গণতন্ত্র প্রসব করার সময় মগজ হারায়ে এই ভালো মানুষটাকে মেরে ফেলে, আমাদেরকে দিয়ে গেলো জেনারেলের স্নো-পাউডার বউ, বাংগালী জাতির "স্নো-হোয়াইট"।

১১| ২৪ শে জুলাই, ২০১৮ রাত ১২:৪৬

রাকু হাসান বলেছেন: অপু দ্যা গ্রেট বলেছেন: চাঁদগাজী ভাই

মুজিব বন্দী হবার পর একজন নেতার দরকার ছিল । যিনি সামনে থেকে নেতৃত্ত্ব দেবেন । যারা কাজ ছিল সংগঠন ঠিকিয়ে রাখা । ভাঙ্গতে না দেয়া । তাজউদ্দীন সেই কাজটাই করেছেন । আর অনেক ভালভাবেই করেছেন । তবে হ্যা । ৭৫ এর ১৫ অগাস্টের ঘটনা আমাকে নাড়া দেয় । তবে সেনাদের সামনে তারা কিইবা করতে পারত । তাছাড়া অভ্যুত্থানে সব কিছুই হঠাত হয়েছে ।

আর তাজউদ্দিনের সরকারে না চাইতেও অনেক মানুষ কে রাখতে হয়েছে । যার মুল্য পরবর্তিতে তারা পেয়েছে ---

একমত উনার সাথে । আপনার লেখার মাধ্যমে বেশ কিছু মূল্যবান তথ্য জানতে পারলাম

২৪ শে জুলাই, ২০১৮ রাত ১২:৪৭

চাঁদগাজী বলেছেন:


তথ্যের অভাব নেই, বেশী জানলে মাথা ভারী হয়ে যাবে।

১২| ২৪ শে জুলাই, ২০১৮ রাত ১২:৫১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনার লেখাতেই আগে অনেকবার এসেছে শেখ সাহেব ভুল করেছিলেন। তাহলে উনার সেকেন্ড ম্যান কীভাবে সঠিক পথে থাকবে? তখন তো নতুন দেশে কারোই জানা ছিল না দেশ কীভাবে চলবে? দেশ কী পাকি স্টাইলে চলবে নাকি ভারতীয় স্টাইলে চলবে? শেখ সাহেব, তাজউদ্দিন রা জাসদকে মাথা চেড়ে উঠতে না দিলে আরেকটু ভালো করতেন...

২৪ শে জুলাই, ২০১৮ রাত ১২:৫৯

চাঁদগাজী বলেছেন:


শেখ সাহেব, মানুষকে বললে, চল সবাই মিলে দেশ চালাই; মানুষ দেশ চালাতো; মানুষ যখন নিজেই যুদ্ধ করেছেন, দেশও চালাতে পারতেন। উনারা দেশ চালাতে দিয়েছিলো পাকীদের ফেলে যাওয়া ব্যুরোক্রেটদের! ওরা কারা? ওরা তো শেখ সাহেবকে, তাজুদ্দিনকে পছন্দ করতো না।

আর এত মিলিটারীর কি দরকার ছিলো; মিলিটারী যুদ্ধ করে ক্লান্ত ছিলো; তাদেরকে ২/৩ বছরের ছুটি দিয়ে, পরে হালকা কাজ দিলে হতো। তখন জিয়া উনাকে মারার কথা ভাবতো না, নিজের পরিবার নিয়ে ব্যস্ত থাকতো

১৩| ২৪ শে জুলাই, ২০১৮ রাত ১:০৮

সূচরিতা সেন বলেছেন: খুব কষ্ট লাগে এই সব ঐতিহাসিক মর্মানতিক ঘটনাগুলো যখন পড়ি।

২৪ শে জুলাই, ২০১৮ রাত ১:২১

চাঁদগাজী বলেছেন:


জেনারেলরা এইসব ভালো মানুষদের মেরে, নিজেরা মরে, আমাদের জন্য রেখে গেছেন, জা্তীয় স্নো-হোয়াইট

১৪| ২৪ শে জুলাই, ২০১৮ রাত ১:১৮

এখওয়ানআখী বলেছেন: ১ম জন থেকে ২য় জন ভাল----একথা বুঝতে অনেকেরই সময় লাগে। বেশী না বোঝাটাও অনেক ভাল কাজ। মূল্যবান পোস্টের জন্য ধন্যবাদ।

২৪ শে জুলাই, ২০১৮ রাত ১:২৪

চাঁদগাজী বলেছেন:


বেশী বুঝলে সমস্যা; আমাদের জেনারেলরা সবাইকে মেরে, নিজেরা মরে, আমাদের জাতীয় ইডিয়টদের জন্য রেখে গেছেন "বহুদলীয় গণতন্ত্র ও জা্তীয় স্নো-হোয়াইট"

১৫| ২৪ শে জুলাই, ২০১৮ রাত ২:২৬

অনল চৌধুরী বলেছেন: তাজউদ্দিনের মতো নীতি-অাদর্শবান লোক রাজনীতিতে অার পাওয়া যাবে কিনা সন্দেহ।
এখন রাজনীতিতে মোশতাকদের ছড়াছড়ি।
ভবিষ্যতে এসে অতীতকে বিচার করা সোজা।
তিনি মোশতাকের অামন্ত্রণে তার মন্ত্রী হলেই এরকম নৃশংসভাবে নিহত হতেন না।
চুন্নি-খুনীর সাথে তার তুলনা করা মানে তাকে অপমাণ করা।
মুক্তিযুদ্ধ কিন্ত তিনি পরিচালনা করেছেন।অর্থমন্ত্রী হয়েও সাইফুরের মতো চুরি-দুর্নীতি করেন নি।
ভুল করতে পারেন কিন্ত মীরজাফরী করেন নি।
তাকে মরনোত্তর স্বাধীনতা পুরস্কার দেয়া উচিত।

২৪ শে জুলাই, ২০১৮ রাত ২:৩৯

চাঁদগাজী বলেছেন:


আমার সমনে হয়, বেগম জিয়া থেকে ফাতেমা বেশী বুদ্ধিমান, এবং বেগম জিয়া তাজুদ্দিন সাহেব থেকে বুদ্ধিমান।

১৬| ২৪ শে জুলাই, ২০১৮ রাত ৩:১৫

ঠাকুরমাহমুদ বলেছেন: চাঁদগাজী ভাই,
আমাকে যদি বলেন ৭১ উত্তর “মাউলানা ভাসানী ও তাজুদ্দিন সাহেবের ভুমিকা কি কি ? আমি পাল্টা প্রশ্ন করবো আসলেই কি তাদের কোনো ভুমিকা ছিলো !!! তাদের উচিত ছিলো দেশ সাধীণতার পর পর ফুল টাইম বাসায় বসে সকালে খবরের কাগজ পড়বেন আর চা খাবেন অর্থাৎ পেনশন - রাজনীতি থেকে এমনকি দেশ থেকেও । বঙ্গবীর কাদের সিদ্দিকী কে প্রয়োজন ছিলো - তিনি বার বার অবহেলিত হয়েছেন, প্রয়োজন ছিলো মুক্তিযোদ্ধাদের - তারা তখন গ্রামের বাড়ীতে নৌকা চালায়, ক্ষেত খামার করে জীবন যাপন করেন, কেউবা পালা গান করেন, কেউবা নদীর ঘাটে ভাতের হোটেল খোলেন অথবা ঢাকা সহ শহরঞ্চলে নাইট গার্ডের ডিউটি করেন !!! - প্রকৃত মুক্তিযোদ্ধা মানেই অবহেলিত, আর গ্রামে একটি কথা প্রচলিত আছে গাং পার হইলে মাঝি শা - - - বেটা !!!

sb]জেনারেল জিয়া যখন ক্যূ করেন তাতে ফুল সমর্থণ ছিলো মাউলানা ভাসানীর !!!

২৪ শে জুলাই, ২০১৮ ভোর ৫:৪৬

চাঁদগাজী বলেছেন:


কাদের সিদ্দিকী আসলে মুক্তিযোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন 'টাংগাইলের খিলজী'; উনি যুদ্ধের পর টাংগাইল দখল করে নিয়েছিলেন; শেখ সাহেব ফেরত না এলে, তিনি সেটা ফেরত দিতেন না।

মুক্তিযো্দ্ধাদের সরকারে রাখলে, শেখ সাহেবকে কেহ হত্যা করতে পারতো না, তাজুদ্দিনকে কেহ হত্যা করতে পারতো না; উনারা প্রথমে ভুল করলেও শেষমেষ সবকিছু ঠিক করতেন; বেগম জিয়া ও রওশনেরা ভারতীয় মুভি দেখতেন ও মিলিটারী ক্লাবে চুড়ি ও শাড়ীর গল্প করতেন।

১৭| ২৪ শে জুলাই, ২০১৮ সকাল ১০:০২

রাজীব নুর বলেছেন: আপনি যা বলেন এগুলোকে আমার দলিল বলে মনে হয়।

২৪ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৩৬

চাঁদগাজী বলেছেন:



আমি লজিক্যালী ভাবার চেষ্টা করছি, আপনাদের ভাবনার সাথে মিলিয়ে দেখছি; বুঝার চেষ্টা করছি, আজকের মির্জা ফির্জারা কিসব আগডুম বাগডুম 'ব হুদলীয় গণতন্ত্রের জনকের' কথা বলছে? ইডিয়ট মিলিটারী ১৯৭৫ সালে আমাদের দরদী সন্তানদের পাকীদের ষ্টাইলে খুন করেছে।

১৮| ২৪ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৪২

ক্স বলেছেন: তাজুদ্দিন সাহেব বাসায় বসে ছিলেন, তাই খুন হয়ে গেলেন।
হাসানুল হক ইনু ট্যাঙ্কের উপর নেচেছিল, সে এখন প্রভাবশালী মন্ত্রী
মতিয়া চৌধুরী শেখ মুজিবের চামড়া দিয়ে ডুগডুগি বানাতে চেয়েছিল - সে এখন মক্তিযুদ্ধের ধারক ও বাহক।
গামছা কাদের বঙ্গবন্ধু নিহত হবার প্রতিবাদ করতে গিয়ে রাস্তায় নেমেছিলেন - উনি এখন বিতাড়িত, কারো কারো ভাষায় 'নব্য রাজাকার'

২৪ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৩৭

চাঁদগাজী বলেছেন:


ওরা ওদের ভুল বুঝেছে, আপনার জন্মই ভুল হয়েছে

১৯| ২৪ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৩২

কলকন্ঠ বলেছেন: আপনাকে রাজনীতি নিয়ে আরো ভালো ভালো পোস্ট দিতে অনুরোধ করবো ।

২৪ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৩৮

চাঁদগাজী বলেছেন:


এটাই যমনে হয়, আমার সর্বোচ্চ চেষ্টা, ফুয়েল শেষ

২০| ২৪ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:২০

খাঁজা বাবা বলেছেন: আপনার লেখার হাত ভাল
কিন্তু আপনি হয় বুঝে না বুঝে অসত্য লেখেন।
বংগবন্ধু ও চার নেতাকে আওয়ামীলীগ ও সেনাবাহিনীর একটা অংশ হত্যা করেছে।
আপনি জিয়া ও খালেদা জিয়াকে এর মদ্ধে যুক্ত করেছেন।
তৎকালীন ঘটনা প্রবাহের সাথে যুক্ত পক্ষ, বিপক্ষ, নিরপেক্ষ অনেক ব্যক্তির ইন্টারভিউ ইউটিউবে আছে। সময় পেলে দেখবেন।
আশা করি আপনার ধারনা বদলাবে।

২৪ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৩৯

চাঁদগাজী বলেছেন:


আপনার মাথায় মুরগীর মগজ ঢুকে গেছে, ফার্মের মুরগী না খেয়ে সবজি খান।

২১| ২৪ শে জুলাই, ২০১৮ দুপুর ১:০১

Sujon Mahmud বলেছেন: রাজনৈতি মাথার ভিতরে ঢোকে না। একটা কৌতুক পোস্ট করুন। ভালো লাগবে।

২৪ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৪০

চাঁদগাজী বলেছেন:



আপনার তো কমপক্ষে ২টি মাথা আছে, এটিই বা কম কি!

২২| ২৪ শে জুলাই, ২০১৮ দুপুর ১:৪৯

নূর আলম হিরণ বলেছেন: টাইম মেশিন বানানো হলে এগুলির বিতর্ক অবসান হতে পারে। অতীত গিয়ে দেখে নেওয়া যেত আসলে কি হয়েছিল। তবে আপনার কথায় অনেকটা নিরপেক্ষতা আছে বলে আমার মনে হয়। সমস্যা হলো আপনি বিশদভাবে লিখতে আগ্রহীনন।

২৪ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৪৫

চাঁদগাজী বলেছেন:


আপনি নিশ্চয়ই স্যার আইজাক নিউটনকে দেখেননি; উনার গতির সুত্র তো জানেন; টাইম মেশিনের দরকার আছে?

তাজুদ্দিন সাহেব ছিলেন, উনাকে ধরে নিয়ে গেছে মিলিটারী, উনাকে হত্যা করেছে; সেই মিলিটারী " হুদলীয় গণতন্ত্র" প্রসব করেছে; উহাকে ধরে রাখার জন্য মির্জা সাহেব মিটিং করছে; এই তো আমাদের সংগ্রাম!

২৩| ২৪ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:১৮

আঁধার রাত বলেছেন: বামাতীদের অনেক রাগ জিয়ার উপর। সকাল বিকাল গালি দেয়, মেয়ের বিয়ের রান্নার চুলা নিভে গেলে গালি দেয়, বাথরুমের হাগু করে পানি না থাকলেও গালি দেয়, বৌ রাতে অন্য পাশে কাত হয়ে শুলেও জিয়ারে গালি দেয়।
ছেঁকা দেওয়া প্রেমিকাকে সবাই গালি দেয়। দিক তাতে কি বা আসে যায়। সব হারানোর বেদনায় ভোগা মানুষ গুলো তাতে যদি একটু সান্ত্বনা পাই, মনের দূঃখ ভুলতে পারে দোষ কি, তাতে ক্ষতি বা কি!
বাড়া ভাতে কেউ যদি ছাই দেয়, সাজানো বাসর ঘরে বসা বৌ নিয়ে যদি কেউ চলে যায় ক্যান্টোনমেন্টে তাহলে গালি না দিয়ে কি পারা যায়? যায় না।
তাই প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক হিসাবে চলে আসে জিয়া বামাতিদের আলোচনায়। জিয়াকে গালি দেন সমস্যা নাই কিন্তু জিয়াকে যারা সামনে রেখে ক্ষমতা দখল করতে চেয়েছিল তাদেরও দু’একটা গালি দিয়েন কারন সবচেয়ে বড় দোষটাতো তারাই করেছে, মানুষ চিনতে ভুল করে।
শেষ পর্যন্তও ম্যাঁ প্যাঁও থেকে বের হতে পারবে না গাজী সাহেবরা। অন্তহীন লুপে জীবন, শুধু ঘুরবে আর ঘুরবে।


২৪ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৪৮

চাঁদগাজী বলেছেন:


জিয়া নিশ্চয় আপনার বাবা ছিলো না; সেটা হলে, আপনার মৃত্যু হতো মালয়েশিয়ায়, কবরে যেতেন বিএনপি অফিস থেকে; অথবা আপনি এখন লন্ডনে থাকতেন। আর আপনার মাথা মাত্র ১ টা হলে, ও আপনি জিয়ার বৌ হলে, আপনি থাকতেন লালঘরে; আসলে, আপনি কেহ না

২৪| ২৪ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:১০

চঞ্চল হরিণী বলেছেন: অনেক পুরনো একটা মনের কথা তুলে ধরেছেন। অনেক বছর আগে থেকেই আমার মনে হত তাজউদ্দীন সাহেব একটু বেশি সহজ সরল ও বোকা ধরণের মানুষ ছিলেন। খানিকটা ভীতুও ছিলেন বোধহয়। আর এখন তো আপনার ধারণাই জানিয়ে দিলেন যে, বেগম জিয়ার চেয়ে উনার বুদ্ধি কম ছিল । কিন্তু বুদ্ধি কম হলেও আর বাকশালের সাথে জড়িত না হলেও তাজউদ্দীন সাহেব সত্যিকার দেশপ্রেমিক ছিলেন। দেশপ্রেম, দেশের মানুষের প্রতি প্রেম তাঁর ছিল আর এটাই খুনিদের মাথাব্যাথার মূল কারণ ছিল ।

২৪ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৫০

চাঁদগাজী বলেছেন:


এই সোজা মানুষটাকে মেরে, মিলিটারী আমাদের জন্য "গণতন্ত্র" প্রসব করেছিলেন, সেটা চালিয়েছে বেগম জিয়া ৩৫ বছর; এখন মির্জা ফির্জারা বেগম জিয়ার জন্য কাঁদছেন!

২৫| ২৪ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:১৬

গরল বলেছেন: রক্ষী বাহিনীতে গ্রামের লোকেরা চাকুরী করবে সেটাই স্বাভাবিক কারণ কোন মুক্তিযোদ্ধা একটি প্রফেশনাল আর্মীর সাথে যুদ্ধ করে জয় করে কোন আধাসামরিক বাহিনীতে যোগ দিবে এটা ভাবল কি করে তাজউদ্দিন বা বঙ্গবন্ধু। এর প্রমাণ আমার বাবা, তিনি অস্ত্র জমা দেওয়ার পর তাদের কয়েকজনকে আলাদা করে তৎকালীন আঁগারগাও এর কোন ক্যাম্পে রাখা হয়। উনারা ভাবলেন উনাদেরকে আর্মিতে নেওয়া হবে, এই আশায় সাতদিন ঐ ক্যাম্পে ছিলেন। পরে যখন জানতে পারলেন যে উনাদেরকে রক্ষীবাহিনী নামক একটি আধাসামরিক বাহিনীতে যোগদানের জন্য রাখা হয়েছে সেদিন রাতেই ক্যাম্প থেকে পালালেন।

২৪ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৫২

চাঁদগাজী বলেছেন:



শেখ সাহেব দৈঘ্য প্রস্হে মিলে বড় বাংগালী ছিলেন, উনার পড়ালেখা ছিলো না

২৬| ২৪ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:১২

নতুন বাঙ্গাল বলেছেন: দেখুন , খুনিরা খুন করাকে জায়েজ হিসাবে উপস্থাপন করার জন্য হাজারটা যুক্তি দাড় করায়,কারন সে খুব ভালোভাবে জানে যে সে অন্যায় করেছে। বংগবন্ধুর খুনিরা তার হত্যাকে জায়েজ করার জন্য বাকশাল, ফেরাউন ইত্যাদি বলে থাকে। আবার তাজ উদ্দিন সহ ৪ নেতাকে হত্যা করে তাদের পথ নিরবিঘ্ন করতে চেয়েছিল মাত্র। যেমনটা এখন ঘটে খুনের ঘটনা দেখে ফেলায় অনেক কে মেরে ফেলা হয়।

২৪ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৩২

চাঁদগাজী বলেছেন:


খুনী জিয়া খুন হয়েছে, তার স্নো-পাউডার বৌ ১ বিলিয়ন ডলারের মালিক হয়েছে ফালুর সাথে; টাকাটা এখন ফালু হজম করবে , কিংবা সুইস ব্যাংকের পেটে যাবে।

জাতির ইডিয়টরা এখনো উনার ' হুদলীয় গণতন্ত্রে'র গাছে পানি দিচ্ছে; মাঝখান থেকে জাতি তার ভালো, সোজা, বেকুব সন্তান তাজুদ্দিনকে হারালো, ক্ষতিগ্রস্ত হলো।

২৭| ২৪ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪১

খাঁজা বাবা বলেছেন: আমি মুরগী পছন্দ করি না
সবজি আমার পছন্দ
পরামর্শের জন্য ধন্যবাদ :)

২৪ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২৪

চাঁদগাজী বলেছেন:


ভালো।

২৪ শে জুলাই, ২০১৮ রাত ৮:১৬

চাঁদগাজী বলেছেন:


@খাঁজা বাবা,
আপনি বলেছেন, " আপনার লেখার হাত ভাল কিন্তু আপনি হয় বুঝে না বুঝে অসত্য লেখেন। বংগবন্ধু ও চার নেতাকে আওয়ামীলীগ ও সেনাবাহিনীর একটা অংশ হত্যা করেছে। আপনি জিয়া ও খালেদা জিয়াকে এর মদ্ধে যুক্ত করেছেন। তৎকালীন ঘটনা প্রবাহের সাথে যুক্ত পক্ষ, বিপক্ষ, নিরপেক্ষ অনেক ব্যক্তির ইন্টারভিউ ইউটিউবে আছে। সময় পেলে দেখবেন। আশা করি আপনার ধারনা বদলাবে। "

-শেখ হত্যা থেকে শুরু করে, বেগম জিয়ার আমলটা ছিল মিলিটারীর শাসন; খুব অল্প লোক পুরো ব্যাপারটা বুঝতে পারেন; ইউটিউবে বারাক ওবামা বা ইন্দিরা গান্ধী কিছু প্রকাশ করেনি; ওখানে অনেক ইডিয়ট বাংগালীর অনেক ইডিওটিক ভাবনা তুলে ধরা হয়েছে।

২৮| ২৪ শে জুলাই, ২০১৮ রাত ৮:০৯

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: @ হাসান কালবৈশাখী,
"৩রা নভেম্বর পাল্টা ক্যু হয়েছিল জেনারেল খালেদ মোশারফের নেতৃত্বে;চিফ খুনি জানার পরও জিয়াকে হত্যা না করে শুধু বন্দী করা হয়,তাও গৃহবন্দী, ফোন কানেক্সনও কাতা হয় নি।

... ভুল তথ্য। কানেকশান কাটা ছিল।
@ রাসেল বেচে গেলেও খুনির দল পরে খুজে খুন করে।
.... এটাও ভুল। মাস্টার রাসেল মারা যায় সম্ভবত গ্রেনেডের আঘাতে।


@ চাঁদগাজী
খাঁজা বাবার কথা আংশিক সত্য। ৭৫এর ঘটনা অনেকেই অতিরঞ্জিত করে লিখেছে। সত্যটা হয়তো আপনিও জানেন না।
আপনাকে কি একটু টেস্ট করবো??


পুনশ্চঃ
মন্তব্যের সময় খারাপ শব্দ এড়িয়ে চলব। আসলে আমি একটু রাগচটা তো। মন্তব্য করার কিছু পরে মনে হয়, কথাটা ওভাবে না বললেও হতো......

২৪ শে জুলাই, ২০১৮ রাত ৮:৫০

চাঁদগাজী বলেছেন:


আপনি ভেবেচিন্তে ব্লগিং করুন

২৯| ২৪ শে জুলাই, ২০১৮ রাত ৮:১৬

বলেছেন: আপনহর লেখায় ও কমেন্টসে তুচ্ছ-তাচ্ছিল্য-কটাক্ষ করছেন?
আপনি যেকোনও কারণে বা অকারণে নীতি-অবস্থান পরিবর্তন করতে পারেন,
নীতি-নৈতিকতা-সম্পন্ন সৎ মানুষদের দাবির সঙ্গে দ্বিমত করতে পারেন, বিরোধিতা করতে পারেন
কিন্তু
তুচ্ছ-তাচ্ছিল্য বা কটাক্ষ করতে পারেন না।

যেমন---পাকি

২৪ শে জুলাই, ২০১৮ রাত ৮:১৯

চাঁদগাজী বলেছেন:


যাদের ভাবনাশক্তি ডোডো পাখীর সমান, তাদের সাথে কথা বলার জন্য আমাকে প্রস্তুতি নিতে হবে, যাতে ভদ্রতার ভেতরে সবকিছু সারা যায়।

৩০| ২৪ শে জুলাই, ২০১৮ রাত ৯:২৫

জাতির বোঝা বলেছেন:
পাকি আর্মির হাতে শেখ সাহেবের ধরা দেয়াটা আমি সমর্থন করতে পারি না। এটা বোকামী। উনার উচিত ছিল সুন্দর বনে গিয়ে গেরিলা যুদ্ধের ডাক দেয়া।

১৯৭২ সালে দেশে ফিরে শেখ সাহেব রাষ্ট্রপতির দায়িত্বটা ছেড়ে দিলে ভালো করতেন। আমার কাল্পনিক কেবিনেটঃ

রাষ্ট্রপতিঃ মাওলানা ভাসানী।
প্রধানমন্ত্রীঃ তাজউদ্দীন আহমেদ
পররাষ্ট্রমন্ত্রী আবু সাঈদ চৌধুরী।

( রাষ্ট্রের প্রধানউপদেষ্টাঃ শেখ মুজিবুর রহমান। যিনি ১৯৭১ সালে স্বাধীনতার ডাক দিয়েছিলেন। জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে তার পরামর্শ নেয়া যেতে পারে। ২০০০ সাল পর্যন্ত জাতীয় সরকার থাকিবে। ২০০১ সালের জানুয়ারি মাসে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হইবে। সেই নির্বাচনে মূল সংবিধান গৃহীত হইবে। তত দিন রাষ্ট্রপতির আদেশে রাষ্ট্র চলিবে )

২৪ শে জুলাই, ২০১৮ রাত ৯:৪৯

চাঁদগাজী বলেছেন:


একটা সম্ভাবনা

৩১| ২৪ শে জুলাই, ২০১৮ রাত ৯:৪৩

নূর আলম হিরণ বলেছেন: আমি চাইলে নিউটনের গতিসূত্র বিদ্যার প্রায়োগিক প্রমাণ ঘরে বসে দেখতে পারবো। এতে নিউটনকে দরকার হবে না। কিন্তু আমাদের পঁচাত্তর-পরবর্তী যে ঘটনাগুলো ঘটেছে সেগুলির বর্ণনা একেক জন একেকভাবে বর্ণনা করেছে।

২৪ শে জুলাই, ২০১৮ রাত ৯:৪৮

চাঁদগাজী বলেছেন:


আপনাকে লজিক্যালী ভাবতে হবে! জিয়া ও তাজুদ্দিন সাহেবের মাঝে কে খুনী হওয়ার সম্ভব? এই ২ জনের মাঝে, কোন জনের বিপক্ষে কয়টা ক্যু হয়েছে? সরাসরি ক্যু'তে জিয়া মরেছে; তাজুদ্দিন সাহেব প্রাণ হারায়েছে সিসটেমেটিক ষড়যন্ত্রের ফলে; এগুলো ভাবলে, ৭৫ 'এর ঘটনাগুলোতে লজিক খুঁজে পাবেন।

৩২| ২৪ শে জুলাই, ২০১৮ রাত ১১:০৬

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: @ লেখক বলেছেন: খাবার সময় মাছি উড়তে থাকলে যে রকম পরিস্হিতি হয়, আপনার কথাশুনলে ঐ রকম লাগে।
... এত লুল কেন আপনি??:-* :-* :-*


@ লেখকবলেছেন:আপনি ভেবেচিন্তে ব্লগিং করুন
..ওকে।


পুনশ্চঃ
আমি হনু গভীর জলের টুনা মাছ। আমার সাথে টক্কর দেবে চন্দ্রগাজী????? :P

২৫ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৪১

চাঁদগাজী বলেছেন:


আপনি নিজের সাথেই ধাক্কা খাচ্ছেন সব সময়

৩৩| ২৫ শে জুলাই, ২০১৮ রাত ১২:২৮

অক্পটে বলেছেন: আপনি মনগড়া লিখবেন তারপরও আপনাকে তেলমারার লোক থাকবে ব্লগে। সম্যক মিথ্যা লিখলেন তারপরও বাহাহা বাহবা আপনার থাকবে। লিখে যান কিছু লোক তো থাকবেই হাজার বার মিথ্যা বলার জন্য। গোয়েবলসের সুযোগ্য শিষ্য।

জিয়া করাত দিয়ে আপনি সবকিছুই কাটার চেষ্টা করছেন। এক উম্মিদিনি দেশ চালাচ্ছে রাক্ষুসে দাঁতে সব কেটে সাবার করছে এখানেও জিয়া ব্যবহৃত হয় অন্ধ হলে এমন করেই হতে হয়।

২৫ শে জুলাই, ২০১৮ রাত ৩:৪৪

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা এসেছে জিয়ার তৈরি করা সড়ক করে; উনি ভাত রান্না করায় ব্যস্ত ছিলেন। আমি যেগুলো বলছি, এগুলো অনেকের জন্য কঠিন; বেগম জিয়ার বক্তব্য আমার পোষ্টের থেকে সহজ

৩৪| ২৫ শে জুলাই, ২০১৮ রাত ২:২৮

অনল চৌধুরী বলেছেন:


কাদের সিদ্দিকী আসলে মুক্তিযোদ্ধা ছিলেন নাঅারেকটা অর্থহীন কথা বললেন।
তিনি কি রাজাকার ছিলেন?কাদেরিয়া বাহিনীর নাম শুনলে পাকিস্তানীরাও ভয়ে পালাতো।৭১ এর পর ৭৫ এর হত্যাকান্ডের পর নিজের জীবন অঅল পরিবারের কথা বলে অঅবারো অস্ত্র হাতে যুদ্ধ করেছিলেন।১৫ বছর নির্বাসনে থেকে এরশাদের পতনের পর ১৯৯০ এর ১৬ ডিসেম্বর দেশে ফিরে আসেন।তবে স্বাধীনতার পর তিনি তিনি নিজে হাতে অাইন তুলে সন্ত্রাসীর মতো অনেক কাজ করেছেন যেগুলি করার কোন অধিকার তার ছিলো না।
তার দুই ভাই অাজাদ-মুরাদকে গ্রেফতারের প্রতিবাদে ২০০০৬ সালে বীরউত্তম খেতাবও ত্যাগ করে অপরাধীদের উৎসাহিত করেছেন।
১০ কোটি টাকা নিলেও অঅজ পর্যন্দ মুনকুড়ি সেতুর কাজ শেষ করেনি।
এটাই বাঙাগালী চরিত্রের বৈশিষ্ট।সবার মধ্যেই ভালোর সাথে বড় ধরণের খারাপও আছে।

আপনার মাথায় মুরগীর মগজ ঢুকে গেছে, ফার্মের মুরগী না খেয়ে সবজি খানব্লগে অশোভন শব্দ ব্যবহার করে অাক্রমণ করতে নিষেধ করা হয়েছে।
শেখ সাহেব দৈঘ্য প্রস্হে মিলে বড় বাংগালী ছিলেন, উনার পড়ালেখা ছিলো না কলকাতার ইসলামিয়া কলেজে অার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন।এসব যথেষ্ট।রাজনীতি করতে দেশপ্রেম,জ্ঞান-বুদ্ধি বিচক্ষণতা লাগে।অক্সফোর্ড বা ক্যামব্রীজের ডিগ্রি লাগেনা।
বাংলাদেশের মতো নীতিহীন অার মূর্খদের দেশে ৮ পাস খালেদা বহুবারের প্রধানমন্ত্রী অার ড: এমাজউদ্দিন,খন্দোকার মোশাররফ,মঈন খানদের মতো বিশ্বদ্যিালয়ের শিক্ষকরা তার পোষা ভৃত্য।

২৫ শে জুলাই, ২০১৮ রাত ৩:৪১

চাঁদগাজী বলেছেন:


আমি তো বলিনি যে, কাদের সিদ্দিকী রাজাকার ছিলেন; আমি বলেছি, উনি খিলজী, বখতিয়ার খিলজী; উনি টাংগাইল জয় করে, উহাকে দখল করেছিলেন।

শেখ সাহেব কলকাতায় যা পড়েছিলেন, ওটাই শেষ; ঢাকা ইউনিভার্সিটিতে উনি নাম লেখানোর পর, উহা শেষ করেননি। রাজনীতি করতে ডিগ্রি লাগে না, দেশ চালাতে ডিগ্রি লাগে।

৩৫| ২৫ শে জুলাই, ২০১৮ সকাল ৮:৫৫

জাতির বোঝা বলেছেন:
নিজাম মন্ডল সাহেব ভিন্ন নিক নিয়ে আগের মতোই মন্তব্য ছড়াচ্ছেন। এটা ভালো।

২৫ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৪২

চাঁদগাজী বলেছেন:


উনি ব্যাপারটাকে সহজ করে নিচ্ছেন নিজের মতো করে।

৩৬| ২৫ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩

নীলপরি বলেছেন: আপনি খুব ভালো বিশ্লেষণ করেছেন ।

২৫ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮

চাঁদগাজী বলেছেন:


যারা মিলিটারীকে ভোট দিয়েছে এই দেশে, তারা তাজুদ্দিনের মতো মানুষের হত্যাকান্ড সাপোর্ট করেছে।

৩৭| ২৬ শে জুলাই, ২০১৮ রাত ২:২৩

অনল চৌধুরী বলেছেন: কাদের সিদ্দিকী আসলে মুক্তিযোদ্ধা ছিলেন নাএকথার মানে কি দাড়ায়?
তার দুই ভাই অাজাদ-মুরাদকে গ্রেফতারের প্রতিবাদে ২০০০৬ সালে বীরউত্তম খেতাবও ত্যাগ করে অপরাধীদের উৎসাহিত করেছেন।তথ্যগত ভুল হয়েছে টাইপের কারণে।পড়তে হবে ১৯৯৬ সালে।
১০ কোটি টাকা নিলেও অাজ পর্যন্ত মুনকুড়ি সেতুর কাজ শেষ করেনি।অনেক বানান ভুল হয়েছে।পড়তে হবে শুনকুড়ি সেতু
শেখ সাহেব কলকাতায় যা পড়েছিলেন, ওটাই শেষ; ঢাকা ইউনিভার্সিটিতে উনি নাম লেখানোর পর, উহা শেষ করেননি। রাজনীতি করতে ডিগ্রি লাগে না, দেশ চালাতে ডিগ্রি লাগেজর্জ ওয়াশিংটন,সাইমন দ্য বভ্যিয়ের,লেনিন,হো চি মিনহ,মাও সেতুং,ক্যাষ্ট্রো,দেং জিয়াও পেং,ষ্ট্যালিন,গাদ্দাফি কতোটা শিক্ষিত ছিলেন? এরা সবাই সফলভাবে স্বাধীনতা যুদ্ধ পরিচালনা অার দেশের অর্থনৈতিক মুক্তি এনে সফলভাবে রাষ্ট্র পরিচালনা করেছিলেন।অন্যদিকে হার্ভাড ফেরত চুন্নি বেনজির পাকিস্তানে তালেবান সৃষ্টিতে সাহায্য করেছে।
রাষ্ট্র পরিচালনায় বিশ্ববিদ্যালয় ডিগ্রী একটা অর্থহীন বিষয়।

২৬ শে জুলাই, ২০১৮ রাত ২:৩৯

চাঁদগাজী বলেছেন:



আজকে, অর্থনীতি, ফাইন্যান্স, টেকনোলোজী না জানলে দেশ চালানো অস্ম্ভব।

ষ্টালিন, গাদাফিরা সম্পদের অপব্যয় করে দেশ চালায়েছেন।

কাদের সিদ্দিকীরা জাতি বুঝে না, নিজকে বুঝে।

৩৮| ২৬ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৫৫

রানার ব্লগ বলেছেন: আমার ছোট্ট মস্তিষ্কে যতটুকু ধরে এটাই বুঝি আওমিলিগ বা তৎকালীন যারা সামনে থেকে দেশকে নেতৃত্ব দিচ্ছিল তাদের হত্যা করে দেশে এমন শাসন ব্যাবস্থা আনা যা হবে আজ্ঞাবহ তা ভারত বলে আর পাকিস্থান বলেন আর এমেরিকা বলেন সবাই দায়ী। জেনারেল/ মেজর জিয়া গুটির চাল মাত্র আর বেগম জিয়া হোল কানা উট যাকে দিয়ে এখন পর্যন্ত পাকিস্থানীরা গুটি নাড়িয়ে চলছে।

২৭ শে জুলাই, ২০১৮ সকাল ৮:৩০

চাঁদগাজী বলেছেন:


বেগম জিয়া ছিল পাকীদের নিযুক্ত "বাংগালী উজিরে আজম"।

৩৯| ২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:২৬

অনল চৌধুরী বলেছেন: ষ্ট্যালিন গাদাফিরা সম্পদের অপব্যয় করে দেশ চালায়েছেনগাদ্দাফি লিবিয়াকে বেহেশত বানিয়েছিলেন যেখানে এরশাদ-খালেদারা শুধু চুরিই করেছে।তেল সম্পদ শেয় হতে অঅরো ১০০ বছর লাগবে।অার ষ্ট্যালিন মাত্র ২য় বিশ্বযুদ্ধের ১৫ বছরের মধ্যে ধ্বংসপ্রাপ্ত রাশিয়াকে পরাশক্তি বানিয়েছিলেন।মহাকাশে প্রাণী অার মানুষ পাঠিয়েছিলেন।সেই উত্তরাধিকার অাজও বহন করে গর্ব করছে রাশিয়া।

২৭ শে জুলাই, ২০১৮ সকাল ৮:৩২

চাঁদগাজী বলেছেন:



ষ্টালিন অনেক কিছু করেছেন, সেজন্য অনেক মানুষকে অমানুষিক খাটুনী খাটতে হয়েছে।

৪০| ২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:১৬

সিগন্যাস বলেছেন: ১৯৭২ সালের জানুয়ারী থেকেই সেই ৮০ হাজারের কাছে রাইফেল ছিলো না: তাদের কেহ কেহ তখন রিকসা চালাচ্ছে, কেহ ধান কাটছে মাঠে, কেহ গরু ছাগল চরাচ্ছে, কেহ কলেজে, কেহ বেকার, পরিবারের বোঝা! ১৯৭২ সালের জানুয়ারীর আগেই তিনি ওঁদের চাকুরীটা খেয়ে ফেলেছিলেন, যেই চাকুরীর বেতনও ছিলো না; কিন্তু উনার চাকুরীটা ছিলো ১৯৭২ সালের জানুয়ারীতে
আহা বড়ই দুঃখের কথা । এই মগজহীন জাতি দ্বারা কিছু হবে না

২৭ শে জুলাই, ২০১৮ সকাল ৮:৩৪

চাঁদগাজী বলেছেন:



আমার মতে তাজুদ্দিন সাহেব বুদ্ধিমান ছিলেন না।

৪১| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ১:১৭

মো: নিজাম গাজী বলেছেন: সুন্দর যুক্তি। কিন্তু ভাই বাকশালের ফুল মিনিং তো জানি বাট মাকশাল কি?

২৭ শে জুলাই, ২০১৮ সকাল ৮:২৯

চাঁদগাজী বলেছেন:


মাকশাল হলো এমন বস্তু যা কোনদিন ছিলো না

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.