নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

পাকিস্তান পার্লামেন্টের নির্বাচনী ফলাফল:

২৬ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২১



পার্লামেন্টে মোট সীট সংখ্যা ২৭২, ভোট হচ্ছে ২৭০ টি'তে; ২ সীটের এলাকায় জংগী আক্রমনে প্রার্থী ও অনেক মানুষের মৃত্যু হওয়ায় ভোট হয়নি। সরকার গঠন করতে ১৩৭ জন এমপি'র দরকার। পাকিস্তানের লোক সংখ্যা ২০ কোটী ৭০ লাখ; ভোটার হচ্ছেন ১০ কোটী ৬০ লাখ। ৩৩ দলের ৩ হাজারের বেশী প্রাথী ভোটে অংশ নিয়েছে। অফিসিয়েল ফলাফল এখনো হয়নি, যথাসম্ভব।

ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ পাচ্ছে: ১১৯ সীট
নওয়াজ শরীফের মুসলিম লীগ পাচ্ছে: ৬৩ সীট
বেনজীর ভুট্টোর ছেলের দল, পিপলস পারটি : ৩৮ সীট
অন্যে সব পার্টি মিলে: ৫০ সীট

পাকিস্তানী ভোটের ফলাফল বাংগালীদের জানার দরকার আছে; ওরা ১৯৭৫ সাল থেকে আমাদের রাজনীতিতে কৌশলে হস্তক্ষেপ করে আসছিলো। এখন হয়তো সেটা সরাসরি কাজ করছে না; তবে, তারা এই সেক্টরে কাজ করে যাচ্ছে।

১৯৫৮ সালে জেনারেল আইয়ুব খান ক্যু করে পাকিস্তানের ক্ষমতা দখল করেছিল; সেই থেকে শুরু করে, আজ অবধি পাকিস্তান মিলিটারী দেশ চালনায় সরাসরি কিংবা পরোক্ষভাবে জড়িত। এবার তারা ইমরান খনের উপর ভর করেছে। মনে হচ্ছে, এমরান খান এত সীট পাওয়ার কথা নয়; ভোট গ্রহন শেষ হওয়ার সাথে সাথে ইমরান খান নিজ দলের বিজয়ের কথা ঘোষণা করেন। ফলাফল সঠিক সময়ে ঘোষণা করা হয়নি; মনে হচ্ছে, মিলিটারী ফলাফল কিছুটা বদলাচ্ছে। ইলেকশান কমিশন বলছে যে, টেকনোলোজিক্যাল সমস্যার ফলে ভোট গণনায় সমস্যা হচ্ছে।

মুসলিম লীগ, পিপলস পার্টি ও অনেকগুলো ছোট দল দাবী করেছে যে, ভোট গণনার সময় রাজনৈতিক দলগুলোর এজেন্টদের গণনার রুমে থাকতে দেয়নি মিলিটারীর লোকজন।

বর্তমান বিশ্বে, মিয়ানমার, মিশর, সিরিয়া, পাকিস্তানে মিলিটারী দেশের ক্ষমতায় আছে সরাসরি কিংবা পরোক্ষভাবে; এসব দেশের মানুষ দীর্ঘ সময় মিলিটারী শাসনের পক্ষে ছিলো; বাংলাদেশের জনসংখ্যার মাঝে প্রায় অর্ধেক এক সময় মিলিটারী শাসনের পক্ষে ছিলো। ২০০৭ সালেও মিলিটারী বাংলাদেশে বিপুল সমর্থন পেয়েছিলো; মানুষের সমর্থন থাকা সত্বেও মিলিটারী নিজের ভারে নিজে কাত হয়ে গেছে। বাংলাদেশের এক বৃহৎ অংশ মানুষের মিলিটারী প্রীতি মিলিটারীকে সব সময় ক্ষমতা নিয়ে খেলতে উৎসাহিত করেছে; এখনো মিলিটারী সমর্থনকারীদের সংখ্যা বিরাট।




মন্তব্য ৭৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (৭৩) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২৯

অচেনা হৃদি বলেছেন: বুঝলাম, কিন্তু পোস্টে যাঁদের ছবি দিলেন উনারাও কি ভোটে দাঁড়িয়েছিল?

২৬ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩২

চাঁদগাজী বলেছেন:


এই ২ জন ভিন্নমুখী ২টি দেশ সৃষ্টি করে গেছেন: একটি গণতান্ত্রিক, অন্যটি আধা-সামরিক; শুরুতেই এদের পথ ছিল ভিন্নমুখী।

২| ২৬ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: সেই গণতান্ত্রিক দেশ বাংলাদেশের নির্বাচনকে প্রভাবিত করে। স্বৈরাচারকে মদদ দেয়।বাংলাদেশের টাকা শুষে নিজেদের ভান্ডার সমৃদ্ধ করে। স্বৈরাচারের চেয়ে মেলেটারি ভাল । এট লিস্ট নিজদেশের মেলেটারি তারা। স্বাধীনতা যুদ্ধে তাদের বিশাল ভূমিকা রয়েছে ।

ইমরান খান একজন চৌকস প্রধানমন্ত্রী হবে তার বিচক্ষনতা প্রবাদ প্রতীম।

২৬ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪

চাঁদগাজী বলেছেন:


"স্বৈরাচারের চেয়ে মেলেটারি ভাল । এট লিস্ট নিজদেশের মেলেটারি তারা। "

-এটাই আসল কথা; বাংলাদেশের বিরাট অংশ মানুষ আপনার মতো ভাবেন।

৩| ২৬ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪০

ঊন-মানুষ বলেছেন: শেষ লাইনটা অতি সত্য কইছেন।

২৬ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬

চাঁদগাজী বলেছেন:


আমাদের ব্লগের কবির অবস্হা দেখেন ( ২ নং মন্তব্য )।

৪| ২৬ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩

উম্মু আবদুল্লাহ বলেছেন: মিলিটারীর বিজয় শুনে মন খারাপ হয়েছে। তবে নির্বাচন যদি সুষ্ঠু হয় তবে ধন্যবাদ পাওনা ইমরানের।

দেশে যখন স্থিতিশীলতার সমস্যা থাকে তখন মিলিটারীদের প্রতি মানুষের সমর্থন চলে আসে। এখানে মানুষকে দোষ দিয়ে লাভ নেই।

২৬ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮

চাঁদগাজী বলেছেন:


ভালো বলেছেন, "দেশে যখন স্থিতিশীলতার সমস্যা থাকে তখন মিলিটারীদের প্রতি মানুষের সমর্থন চলে আসে"।
ভারত বহুবার কাশ্মীর, পান্জাব, আসাম নিয়ে সমস্যায় গিয়েছিল; সেইসব এলাকায় মিলিটারী শাসন দেয়া হয়নি

৫| ২৬ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮

হাসান জাকির ৭১৭১ বলেছেন: ভঙুর দেশ, আবারো ভঙুর সরকার হচ্ছে.....

২৬ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩

চাঁদগাজী বলেছেন:


পাকিস্তানের ক্ষমতাসীনরা হিংসুক, অত্যাচারী, মিথ্যুক, জালিয়াত; মিলিটারীর বুট ওদের সোজা রাখে

৬| ২৬ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৫৬

উম্মু আবদুল্লাহ বলেছেন: "ভারত বহুবার কাশ্মীর, পান্জাব, আসাম নিয়ে সমস্যায় গিয়েছিল; সেইসব এলাকায় মিলিটারী শাসন দেয়া হয়নি"

"একরকম" না হলেও "অন্যরকম" ছিল। স্বর্ন মন্দির অবরোধের কারনে ইন্দিরা প্রান হারান।

ভারত তো সামগ্রিকভাবে কখনো টালমাটাল অবস্থায় ছিল না। ভারতে গনতন্ত্রের শেকড় শক্ত। নির্বাচনে অনিয়ম হলেও তা ভোট ডাকাতির পর্যায়ে যায় না। এসব কারনে রাজনীতিবিদদের প্রতি মানুষ আস্থা হারায় নি। সেটা বাংলাদেশ পাকিস্তানের জন্য প্রযোজ্য নয়।

এখন বাংলাদেশে সবাই একটা পরিবর্তন চায়। কিন্তু ক্ষমতা পরিবর্তনের সব পথ বন্ধ করে দিলেও কি পরিবর্তন অসম্ভব হয়ে যায়? তার সহজ উত্তর হল : না।

২৬ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:০৬

চাঁদগাজী বলেছেন:


বাংলাদশ নিজের থেকে টালমাটাল হয়নি; মিলিটারী হত্যাকান্ড চালিয়ে দেশকে টালমাটাল করেছে, উহা এখনো টালমাটাল অবস্হায় আছে।

বাংলাদেশের মানুষ "কোন পরিবর্ন চাচ্ছেন না", তারা চাচ্ছেন যে, শেখ হাসিনা না থাকুক, এটাকে পরিবর্তন বলা চলে না; বাংলাদেশে এখন কোন দলের কোন রাজনৈতিক কার্যক্রম নেই, কোন রাজনৈতিক প্রোগ্রাম নেই; বিএনপি'র একমাত্র কার্যক্রম হলো "গণতান্ত্রিক ভোট"; ইহা পরিবর্তনের সংজ্ঞ নয়।

৭| ২৬ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:০২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমাদের দেশে তো মিলিটারি ছাড়াই গণতন্ত্রের সংজ্ঞা পাল্টে এক দল জোর করে ক্ষমতায় বসে আছে...

২৬ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:০৮

চাঁদগাজী বলেছেন:


১৯৭৫ সালে মিলিটারী এসে, যেই রাজনীতি চালু করেছে, তা চালু ছিল ২০০৭ সাল অবধি, সেটার উপর ভর করে বর্তমান সরকার; ফলে, মিলিটারীর নিয়ম এখনো পুরাতন হয়নি।

৮| ২৬ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:১০

ভ্রমরের ডানা বলেছেন:


পাকিস্তানের ক্ষমতায় এখন তালেবান

২৬ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩০

চাঁদগাজী বলেছেন:


পাকিস্তানী মানুষের ৭০ ভাগই তালেবান পন্হী

৯| ২৬ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমাদের নির্বাচনে মিলিটারি ছাড়া নিরপেক্ষ হবে না। কারণ, পুলিশ রাজনৈতিক নেতাদের পকেটে থাকে। কিন্তু মিলিটারিকে পকেটে রাখা একটু কঠিন এখনও...

২৬ শে জুলাই, ২০১৮ রাত ৮:০৭

চাঁদগাজী বলেছেন:


আমার মনে হয়, ২০০৭ সাল অবধি, মিলিটারী সবাইকে পকেটে রেখেছিল; ২০০৮ সালে, মিলিটারী বুঝতে পারে যে, তারা আর ক্ষমতায় থাকতে পারবে না।

এখন মিলিটারী ক্ষমতায় সরাসরি আসতে পারবে না; ১৯৭৫ সাল থেকে ওরা ওরা ক্ষমতা নিয়ে খেলছে; এখনো এত সহজে তারা নিরপেক্ষ হবে না।

১০| ২৬ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪

ঢাকার লোক বলেছেন: "...টেকনোলজিক্যাল সমস্যার ফলে ভোট গণনায় সমস্যা হচ্ছে !" বেশ, এর কোনো ঔষধ নেই, আজ নেই, ভবিষ্যতেও হবে না !

২৬ শে জুলাই, ২০১৮ রাত ৮:০৩

চাঁদগাজী বলেছেন:


পাকিস্তান মিলিটারী ও বাংলাদেশ মিলিটারীতে বড় ভাই ছোট ভাই সম্পর্ক ছিলো অনেকদিন। আমাদেরও টেকনোলোজী সমস্যা আছে।

১১| ২৬ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫

সিগন্যাস বলেছেন: পাকিস্তানের প্রতিটি বাড়িতে বাড়িতে নাকি একেফোরটিসেভেন আছে । এটা কি সত্যি? আর বিদেশে পাকিস্তানিদের কিভাবে দেখা হয়?

২৬ শে জুলাই, ২০১৮ রাত ৮:০০

চাঁদগাজী বলেছেন:


বিদেশে পাকীস্তানীদের সন্দেহের চোখে দেখা হয়, এটা দু:খের বিষয়; কারণ, অনেক দরিদ্র পরিবার বিদেশে পালিয়েছে।

ওদের কাছে রাইফেল বৃটিশ আমল থেকেই ছিলো

১২| ২৬ শে জুলাই, ২০১৮ রাত ৮:০৮

ঠাকুরমাহমুদ বলেছেন: চাঁদগাজী ভাই,
দীর্ঘদিন বাংলাদেশ পাকিস্তান অধিনে মিলিটারি শাসনের বুটের চাপায় ছিলো, আজো পাকিস্তানি এজেন্ট বাংলাদেশে শক্তভাবেই কাজ করে যাচ্ছে, এটা কেউ মানুক আর না মানুক - কথা সত্যি । প্রশ্ন হচ্ছে বাংলাদেশ সেইরকম তুখোড় এজেন্ট গত ৪৭ বছরে কেনো তৈরি করতে পারেনি যা নিরলস পাকিস্তানকে চাঁপে রাখবে ???

ইন্দিরা গান্ধী স্বর্ণ মন্দির বা রৌপ মন্দির কলহ নিয়ে প্রাণ দেননি যদিও এটি ইতিহাসে সাজানো হয়েছে। ইন্দিরা গান্ধীর প্রাণহাণী হয় এটি একটি শক্ত স্যাবোটেজ, দীর্ঘদিনের পরিকল্পণাকৃত একটি ছোবল। গান্ধী পরিবারের প্রতিটি মৃত্যু স্যাবোটেজ ।

২৬ শে জুলাই, ২০১৮ রাত ৮:২১

চাঁদগাজী বলেছেন:


পাকিস্তানের সাথে আমাদের কোন ব্যাপারে সমস্যা নেই; ফলে, এজেন্ট মেজেন্ট দিয়ে কি হবে? পাকীরা ১৯৭১ সালের পরাজয়ে এখনো জ্বলছে, তারা আমাডের জাতিকে নীচে টেনে রাখার জন্য অনেক টাকা, জাল টাকা খরচ করে। বিএনপি, জামাত ও অনেক জংগীদের তারা পুষে আসছে আজীবন।

ইন্দিরাকে হত্যা করে, ভারতকে কেহ তার কক্ষ তেকে তেমন নাড়াতে পারেনি; সিআইএ ও পাকীরা মিলে, বাংলাদেশকে ১৯৭১ সালের রাস্তা থেকে ইসলামাবাদের পথে নিয়ে গেছে।

১৩| ২৬ শে জুলাই, ২০১৮ রাত ৮:২৫

রাজীব নুর বলেছেন: এখন সে আরও কয়েকটা বিয়ে করবে।
আর বউ কন্টোল করতে পারবে না।

২৬ শে জুলাই, ২০১৮ রাত ৮:৩৭

চাঁদগাজী বলেছেন:


যাক, সে তরুণদের মাঝে জনপ্রিয়; সে দেশ চালাবে মদিনা সনদ অনুসারে, এটাই আশার ব্যাপার।

১৪| ২৬ শে জুলাই, ২০১৮ রাত ৮:৪৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বাংলাদেশের মানুষ রাজনীতি প্রিয়। এরা ভারত পাকিস্তান বিষয়ে সব সময় আগ্রহী। আপনার পোস্ট পাঠকের আগ্রহ মিটাবে।
পাকিস্তান মুলত সন্ত্রাস আর জঙ্গিদের দেশ। অকার্যকর রাষ্ট্রও বটে।
ইমরানের ক্ষমতারহনে পাকিস্তান মিলিটারির হাত আছে। কিছু দিন পরেই হয়তো আমরা দেখতে পাব, এই সেনাবাহিনী ইমরানকেও ল্যাং মেরে দিয়েছে।

২৬ শে জুলাই, ২০১৮ রাত ৯:০৪

চাঁদগাজী বলেছেন:


কোনভাবে মিলিটারীর সাথে গন্ডগোল হলে, জেলে যেতে হবে; তবে, সে মিলিটারীর সাথে তাল মিলিয়ে চলছে দীর্ঘদিন; দেখা যাক

১৫| ২৬ শে জুলাই, ২০১৮ রাত ৮:৪৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ইমরান খানের কপাল খারাপ। পাকিস্তানে যারা ভোটে জিতে, তাদের কপাল খারাপ হয়। ভুট্টো, বেনজীর ভুট্টো, নওয়াজ শরীফ এরা সবাই খারাপ কপাল নিয়ে জন্মেছিলেন। নওয়াজ শরীফ সৌদিতে নির্বাসনে গিয়ে এবং এখন জেলের ঘানি টেনেও বুঝতে পারছেন না যে তার কপাল খারাপ।

২৬ শে জুলাই, ২০১৮ রাত ৮:৫৯

চাঁদগাজী বলেছেন:


নওয়াজ দুর্নীতিবাজ শিল্পপতি ও আগেরদিনের মিলিটারীতে বিশ্বাসী; যদিও পাকিস্তানে মিলিটারী ক্ষমতাকে কন্ট্রোল করে, তরুণ অফিসারেরা আমাদের জামাতী ধরণের ধর্মীয়, এরা দেশকে ইসলামিক রাখতে চায়; নওয়াজ ইউরোপের মত ক্যাপিটেলিজমে বিশ্বাস করে।

তরুণ মুসলিম অফিসারেরা চায় যে, দেশে মদিনা সনদ ইত্যাদির নাম চালু থাকে।

১৬| ২৬ শে জুলাই, ২০১৮ রাত ৯:০৬

ঠাকুরমাহমুদ বলেছেন: পাকিস্তানি নির্বাচনের ভোটের ফলাফল বাঙ্গালীর জানার প্রয়োজন আছে অবস্যই প্রয়োজন আছে, কারন পাকিস্তানে এখনো বড় একটি রাজস্ব যায় বাংলাদেশ থেকে !!! শুধু মাত্র সরকারী হিসেবে ২০১৫-২০১৬ অর্থবছরে পাকিস্তান হতে বাংলাদেশ আমদানী করেছে ৪২,০৮১,০০০,০০০/- (চার হাজার দুই শত আট কোটি দশ লক্ষ) বাংলাদেশী টাকা মাত্র সমমান মুল্য দ্রব্য !!! (আন্ডার ইনভয়েস হোন্ডি বাদ !!!)

যেই আমদানী যোগান দিয়েছে বাংলাদেশের দেশভক্ত মা বোনদের থ্রিপিস, শাড়ি ও শাল এর অভাব !!! কি করুন অভাব আফসোস !!! সেই মা বোনরা যারা বাংলাদেশের বিশেষ জাতীয় দিবসে বাংলাদেশের পতাকা লাল সবুজ রঙে ও তাতের কাপড় ছাড়া পড়েনই না !!! পাকিস্তানি নির্বাচনের ভোটের ফলাফল বাঙ্গালীর জানার প্রয়োজন আছে অবস্যই প্রয়োজন আছে !!!

আমদানী রপ্তানী সুত্র: - ঢাকা চেম্বার অব কমার্স

২৬ শে জুলাই, ২০১৮ রাত ৯:৫২

চাঁদগাজী বলেছেন:


বাংগালী মহিলারা ভারত ও পাকিস্তানী কাপড়ে কি পেয়েছে কে জানে! এরা আসলেই ডোডো

১৭| ২৬ শে জুলাই, ২০১৮ রাত ৯:১৭

এখওয়ানআখী বলেছেন: পাকিস্তানের সাথে ভারতীয় রাজনীতির তুলনা চলে, বাংলাদেশের নয়। কারণ দুটোই পারমানবিক শক্তিধর দেশ। ওরা নিজেরা নিজেদের রক্ষা করতে জানে। সত্যি কথা বলতে গেলে আমরা শুধুই প্যাও প্যাও করি। মায়ানমারের ব্যপারে তার প্রমাণ ইতোমধ্যে আমরা দিয়েছি।

২৬ শে জুলাই, ২০১৮ রাত ৯:৫৬

চাঁদগাজী বলেছেন:


আপনি বানানো শুরু করেন, এটম বোমা আমাদেরও দরকার।

পাকিস্তান ও ভারতের রাজনীতির তুলনা হয় না।

১৮| ২৬ শে জুলাই, ২০১৮ রাত ৯:৩০

পদাতিক চৌধুরি বলেছেন: সম্ভাবনা ১ - ধর্মীয় কট্টরপন্থী দল এবং কট্টরপন্থী প্রার্থীদের সঙ্গে নিয়ে ক্ষমতায় বসতে পারেন ইমরান।। সেক্ষেত্রে হাফিজ সইদের যোদ্ধারা ফ্যাক্টর হতে পারে।

২- কোনও দল ম্যাজিক ফিগার না পেলে জোট সরকার গড়তে পারে পিপিপি ও পিএমএল (এন)

লড়াইতে না থেকেও পাক সেনা ক্ষমতাসীন দলের বিরুদ্ধে নীরব অভ্যুত্থান চালাতে পারে। অতিতের রেকর্ড সেকথা বলে।
২- আই এস আই পর্দার আড়াল থেকে ইমরানকে গদিতে বসানোর চেষ্টা করছে পাক গুপ্তচর সংস্থা, অভিযোগ বিরোধীদের।

২৬ শে জুলাই, ২০১৮ রাত ৯:৫০

চাঁদগাজী বলেছেন:


আইএসআই পাকিস্তানের সাথে বাংলাদেশের ক্ষমতায় কলকাঠি নেড়ে আসছে দীর্ঘদিন। যাক, ইমরান আধুনিক প্রজন্মের লোকদের সমর্থন পেয়েছে; দেখা যাক, দরিদ্র সিন্ধু,বালুচ ও পাঠানদের জন্য কিছু করে কিনা।

১৯| ২৬ শে জুলাই, ২০১৮ রাত ১০:২১

ঠাকুরমাহমুদ বলেছেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যু নিয়ে বার্মা’র সাথে যুদ্ধে জড়ালে অনেক বাঙ্গালী খুশি হতেন - কারণ বাংলাদেশী আর যাই শিখুক, তারা প্রাইভেট ইউনিভার্সিটি আর ষ্টুডেন্ট কন্সালটেন্সি ফার্মের কাছে শিখেছে দেশে যুদ্ধ লেগে গেলে উন্নত দেশে গিয়ে এ্যাসাইলাম পাওয়া যায় !!! এ্যাসাইলাম - ফুটপাতে পাঁচ টাকা দামের এক কাপ চা - চাইলেই পাওয়া যায় !!!

রোহিঙ্গা ইস্যু সময় লাগবে তবে সমাধান হয়ে যাবে, বর্তমান বাঙ্গালী প্রজন্ম যুদ্ধ যুদ্ধ নিয়ে তর্ক বিতর্ক জুড়ে দেয়, আসল যুদ্ধ দেখলে বাথরুমে গিয়ে বসবে স্যালাইন সহ আর বেরুবে না - - - - - - - - - - বাংলাদেশে গাড়ীর চাকা ব্রাষ্ট হলে রাস্তার মানুষ খালি হয়ে যায় ম্যাশিনগানের শব্দে হার্ট এ্যাটাক করবে ১৭ কোটির মধ্যে ৭ কোটি - হার্ট এ্যাটাক যদি নাও করে তাহলে এক রাতে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেবে ১০ কোটি !!!

২৬ শে জুলাই, ২০১৮ রাত ১১:১৬

চাঁদগাজী বলেছেন:


আমাদের খুবই বিশৃংখল সময়ের জেনারেশন হচ্ছে আমাদের বর্তমান তরুণরা; এরা মানুষ হতে সময় লাগবে।

২০| ২৬ শে জুলাই, ২০১৮ রাত ১০:৫৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
উৎসবে আনন্দে আমাদের ভারত আর পাকিস্তানের কাপড় চোপড় না হলে চলে না।

ঈদের বাজারের বিরাট মাপের পোশাক আসে ভারত আর পাকিস্তান থেকে।

ঢাকার বাজার সেই সব জিনিসে ঠাসা।

কেউ কেউ আবার ওই সব দেশে গিয়ে ঈদরে বাজার করে আসে।

এই তো আমাদের দেশপ্রেম।

২৬ শে জুলাই, ২০১৮ রাত ১১:১৪

চাঁদগাজী বলেছেন:


আমাদের মেয়েদের মাথায় বুদ্ধি কম।

২১| ২৬ শে জুলাই, ২০১৮ রাত ১১:৩৬

আখেনাটেন বলেছেন: ইমরানের জনপ্রিয়তা অন্য দলগুলোর চেয়ে বর্তমান পাকিস্থানে বেশি। তবে যাই হোক মিলিটারি বর্তমানে ইমরানের ঘাড়ে বন্দুক রেখে তরী পাড়ি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এ জাতির ঘাড় থেকে মিলিটারির ভূত নামবে না।

২৭ শে জুলাই, ২০১৮ রাত ১২:২৬

চাঁদগাজী বলেছেন:


পাকিস্তানের মানুষ রাজনীতিবিদ থেকে মিলিটারীর উপর আস্হা বেশক্সী রাখে; ওরা চায় যে, ভারতীয়রা যেন ওদেরকে সমীহ করে। অন্যদের তুলনায়, ইমরান তরুণদের মাঝে জনপ্রিয়; ইমারান তরুণদের হয়তো কিছুটা আধুনিক করতে পারবে; না হয়, তরুণরা তালেবানীর পথে আটকে থাকবে আজীবন।

২২| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ১২:৪৮

জুনায়েদ বি রাহমান বলেছেন: রাজনীতি নিয়ে আমাদের নতুন প্রজন্মের খুব একটা আগ্রহ নেই। পয়সাওয়ালারা আছে মজমাস্তি নিয়ে। মধ্যবিত্তদের একাংশ আছে নৌকায় চড়ে ধান্ধাবান্দা করে ইউরোপ ঢোকবার ভাববায় আর আরেক অংশ আরব।

নিন্মবিত্তদের পেট ছাড়া কোনো ভাবনা নেই। থাকার কথাও নয়।

যাহোক, পাকিস্তান সুস্থ রাজনীতিতে ফিরলে আমদের তথা পুরু এশিয়ার জন্য ভালো হবে।

২৭ শে জুলাই, ২০১৮ রাত ২:৩০

চাঁদগাজী বলেছেন:



১৯৭৫ সালে হত্যাকান্ড ঘটিয়ে, মানুষকে রাজনীতি থেকে বিদায় করেছে মিলিটারী; শেখ হাসিনাও মিলিটারীকে অনুসরণ করছেন।

২৩| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ১২:৫৩

হাসান কালবৈশাখী বলেছেন:
পাকিস্তান শুধু অকার্যকর রাষ্ট্র সন্ত্রাস আর জঙ্গিদের দেশ না।
ওদের জনগনের সেক্সপাওয়ারও মারাত্মক। ইঞ্চিতে গড়পরতা ১০ সায়ীদি সাবও হার মানবে। এমরানেরটা এখনো মাপা হয়নি।
বংশ বৃদ্ধিতে পাকিদের কাছে ইদুর চিকাও হার মেনেছে। ৫ কোটি থেকে এখন ২১ কোটি!

২৭ শে জুলাই, ২০১৮ রাত ২:২৮

চাঁদগাজী বলেছেন:


লোক সংখ্যা বেড়েছে ভয়ংকর হারে। তবে, মাথা থাকলে, এগুলো সম্পদ হতে পারতো।

২৪| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ২:২৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: পাকিস্তান শব্দটিকে আমি ঘৃণার চোখে দেখি, আমার মতে বাংলাদেশে পাকিস্তানি হাইকমিশন অফিসই রাখা উচিৎ না।

ভালো লাগলো আপনার সতর্কীকরণ লেখাটি

২৭ শে জুলাই, ২০১৮ রাত ২:৩১

চাঁদগাজী বলেছেন:


পাকিস্তানের সাধারণ মানুষ আমাদের মানুষের মতই কষ্ট করছেন।

২৫| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ৩:৪৫

অনল চৌধুরী বলেছেন: ইমরান যে একটা লম্পট তা সবাই জানে।এ অার কি করবে সেনাবাহিনীর তাবেদারী ছাড়া যাদের মদদে সে ক্ষমতায় এসেছে!!!
এছাড়া উপায়ও বা কি?
গত ৩০ বছর ধরে গণতন্ত্রী নামধারী চোর-চুন্নি বেনজির অার নওয়াজ শরীফে গোষ্ঠীর লুটপাট দেখতে দেখতে সবাই অতিষ্ঠ।

২৭ শে জুলাই, ২০১৮ রাত ৩:৫৬

চাঁদগাজী বলেছেন:


পাকিস্তানীরা নিজেদের সাধরণ মানুষকে অপরিসীম কষ্ট দিয়ে চলেছে।

২৬| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ৩:৫৪

অনল চৌধুরী বলেছেন: পাকিস্তানের প্রতিটি বাড়িতে বাড়িতে নাকি একে ফোরটিসেভেন আছে । এটা কি সত্যি? আর বিদেশে পাকিস্তানিদের কিভাবে দেখা হয়? [/sbবেলুচিস্তান অার সীমান্ত প্রদেশ অস্ত্র তৈরীর জন্য বিখ্যাত।
ওখানে উপজাতিদের অনেকের হাতেই অস্ত্র অাছে কিন্ত সারা পাকিস্তানে সবার কাছে নাই।

২৭ শে জুলাই, ২০১৮ রাত ৩:৫৯

চাঁদগাজী বলেছেন:


ভয়ের কারনে এখন বেশীর ভাগ পাকিস্তানী পরিবারগুলো অস্ত্র রাখে

২৭| ২৭ শে জুলাই, ২০১৮ ভোর ৪:০৮

সচেতনহ্যাপী বলেছেন: আপনার এই পরিসংখানটি যা গননার পর লেখা হয়েছে!!
ইমরান খাঁন আসলে পাকবাহিনীর সমর্থনে এসেছে বা আসবে।। কিছু বলবেন কি এ ব্যাপারে??

২৭ শে জুলাই, ২০১৮ ভোর ৫:৩২

চাঁদগাজী বলেছেন:


আপনার শরীর কেমন এখন?

পাকিস্তানকে কেহ হয়তো বদলাতে পারবে না; ওদের জাতীয় চরিত্রে সমস্যা আছে; জালিয়াতগুলো আবার অহমিকায় ভোগে!

২৭ শে জুলাই, ২০১৮ ভোর ৫:৩৪

চাঁদগাজী বলেছেন:


আমাদের সেনাবাহিনীও একই ব্যবসা চালায়েছে দীর্ঘ সময়; শেখ হাসিনা তা থামাতে পারলো কিনা, বুঝা যাচ্ছে না!

২৮| ২৭ শে জুলাই, ২০১৮ ভোর ৫:৪০

সচেতনহ্যাপী বলেছেন: আমি মরতে মরতে বেঁচে আছি।। কিছুদিন আগে তো দশ পাও একটানা হাটতে পারতাম না।। ভেবেছিলাম।। জীবনের লেন-দেন বুঝি শেষ হয়ে এলো!!

আপনার চোখের কথা শুনেছিলাম।। কেমন আছেন, এখন।।

পাকিদের সমস্যা (আমার ব্যাক্তগত মতে) ভারত,চীন আর দুই বৃয়ৎ শক্তির রশি টানাটানিতে দূর্বল।। একমাত্র শক্তিশালি পাক সেনারা।।

২৭ শে জুলাই, ২০১৮ সকাল ৮:১৯

চাঁদগাজী বলেছেন:



হালকা ব্যায়াম করেন, নিজে মুরগীর স্যুপ তৈরি করে দিনে ও রাতে খান; রেসিপি না জানলে, আমাকে জানাবেন।

আমার চোখ ভালো হয়নি, বড় জঘন্য ব্যাপার, দেড় বছর হয়ে যাচ্ছে।

২৯| ২৭ শে জুলাই, ২০১৮ ভোর ৬:৫৩

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: সেনাবাহিনীর এই নধর পুতুলটি নিজের ইচ্ছায় একটামাত্র কাজই করতে পারবে | সেটা হচ্ছে আরো কয়েকটি বিবাহ |

২৭ শে জুলাই, ২০১৮ সকাল ৮:২০

চাঁদগাজী বলেছেন:

দেখা যাক, সে তরুণদের কথা বলছে; মনে হয়, সমস্যা বুঝে।

৩০| ২৭ শে জুলাই, ২০১৮ সকাল ৭:৪৩

সনেট কবি বলেছেন: মিলিটারির মিলিটারির জায়গায় থাকাই ভাল।

২৭ শে জুলাই, ২০১৮ সকাল ৮:২২

চাঁদগাজী বলেছেন:


বার্মা, মিশর, পাকিস্তান ও সিরিয়ায় মিলিটারী সব দখল করে রেখেছে এখন।

৩১| ২৭ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৫১

টারজান০০০০৭ বলেছেন: আপনার কি ধারণা আমাদের দেশেও মিলিটারির সম্মতি ছাড়া ক্ষমতায় টিকিয়া থাকা সম্ভব ? আমাদের পাওয়ার পলিটিক্সে তাহারা সবচেয়ে শক্তিশালী ঘুটি, তাই না চাহিলেও গণতান্ত্রিক সরকারগুলোও মিলিটারীরে চাহিদার বেশিই দিয়া থাকে ! ইহার পর আসে পরাশক্তি, পাতিশক্তির সমর্থন ! সবশেষে ম্যাংগোপিপল ! ইহাদের সমর্থন ছাড়াই যে ক্ষমতায় থাকা যায় তাহা বহু আগেই প্রমান হইয়াছে , এই সরকারও তাহা প্রমান করিয়াছে ! জনগণ সকল ক্ষমতার উৎস, সার্বভৌমত্বের মালিক এই আপ্তবাক্যও মিথ্যা প্রমান হইয়াছে অনেক আগেই !

পাকিস্তানের নির্বাচন যেমন আমাদের জন্য গুরুত্বপূর্ণ , তেমনি ভারতের নির্বাচনও গুরুত্বপূর্ণ ! কারণ উভয় দেশই আমাদের দেশে তাহাদের নোংরা নাক গলাইয়া থাকে ! আশ্চর্য হইল , পাকিদের নাক গলানোর কথা আমাদের মিডিয়ায় , আলোচনায় খুব আসে, ভারতেরটা আসেনা কেন ? উহাদের নাকে কি দুর্গন্ধ কম ? দক্ষিণ এশিয়ার সকল দেশে যত ঝামেলা তাহাদের পাছায় বাম আঙ্গুল ভারতেরই ! পাকিস্তানের কনিষ্ঠা ! এই দুই বেজন্মা রাষ্ট্রের কারণে দক্ষিণ এশিয়ায় শান্তি নাই !

কোথায় জানি পড়িয়াছিলাম, ভারতে সামরিক অভ্যুথান সম্ভব নহে ! এতবড় দেশ সামরিক বাহিনীর নিয়ন্ত্রণ ও সরকার চালানো সম্ভব নহে ! আমারও তাহাই ধারণা !

ইমরানের আমলে অবস্থা আরও খারাপ হইবে ! নিয়াজির নাতি ভালো কিছু করিতে পারিবে বলিয়া বিশ্বাস হয় না ! রক্তের একটা গুন্ আছে না ! তাহার চাইতে বরং ব্যাক্তি হিসেবে নওয়াজ ভালো ! আমার মনে হইতেছে, পাকিস্তান, আফগানিস্তান লইয়া কোন বড় গেম খেলিতে চাহিতেছে যাহাতে চীনের ও পরাশক্তিগুলোর বড় ভূমিকা আছে ! নওয়াজ তাহাদের গেমের উপযুক্ত নহে, তাই ইমরানকে জিতিয়ে আনা ! সময়ই বলিয়া দিবে !

২৭ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:২২

চাঁদগাজী বলেছেন:


প্রতিটি বাংগালী জেনেটিক্যালী ভারত বিরোধী; ফলে, ভারত বিরোধীতার কথা লিখার তেমন দরকার নেই।

ইমরান না এলে, যায়গাটা খালি থাকবে না; মিলিটারী অন্য কাউকে নিয়ে আসবে। নেওয়াজ মিলিটারীর সন্মতিতেই ক্ষমতায় গিয়েছিল; পরে, সে এমন কইছু করেছে যা মিলিটারী পছন্দ করছে না।

বাংলাদেশে মিলটারীর সরাসরি রাজনীতি কমে এসেছে।

৩২| ২৭ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮

নীলপরি বলেছেন: ইমরান কি খুব আলাদা কিছু করবেন ? দেখা যাক ।

২৭ শে জুলাই, ২০১৮ রাত ৮:৫৭

চাঁদগাজী বলেছেন:


তাকে মিলিটারীর তরুণ অফিসারেরা পছন্দ করে, সেটা হয়তো তার জন্য ভালো হতে পারে

৩৩| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ৮:০০

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
যাক, সে তরুণদের মাঝে জনপ্রিয়; সে দেশ চালাবে মদিনা সনদ অনুসারে, এটাই আশার ব্যাপার।
দেশ চালাতে গেলে ধর্ম কে দূরে রাখতে হয়।

২৭ শে জুলাই, ২০১৮ রাত ৮:৫৮

চাঁদগাজী বলেছেন:


মদিনা সনদ সে বুঝার কথা নয়; এটা তার তালেবান ভোটারদের সাথে যোগসুত্র

৩৪| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ৮:০০

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
যাক, সে তরুণদের মাঝে জনপ্রিয়; সে দেশ চালাবে মদিনা সনদ অনুসারে, এটাই আশার ব্যাপার।
দেশ চালাতে গেলে ধর্ম কে দূরে রাখতে হয়।

২৭ শে জুলাই, ২০১৮ রাত ৮:৫৬

চাঁদগাজী বলেছেন:


পাকিস্তানী মানুষ আফিম খেয়ে মিলাদে যায়; সে কিভাবে কি করবে, বলা মুশকিল; তবে, তরুণেরা তাঁকে বিশ্বাস করেছে।

৩৫| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ৮:১২

উম্মু আবদুল্লাহ বলেছেন: "যাক, সে তরুণদের মাঝে জনপ্রিয়; সে দেশ চালাবে মদিনা সনদ অনুসারে, এটাই আশার ব্যাপার। "

এইটা ইমরানের আরেক কিসিমের ভন্ডামি। পাকিস্তানের সংবিধান সংশোধনের মত সংখ্যাগরিষ্ঠতা কি তার রয়েছে।

২৭ শে জুলাই, ২০১৮ রাত ৮:৫৪

চাঁদগাজী বলেছেন:


তার ভোটারদের মাঝে গোঁড়া ধর্মীয়রা আছে, এমনি তালেবানরাও আছে; সে জানে সে কিভাবে কি করবে।

৩৬| ২৮ শে জুলাই, ২০১৮ রাত ২:০৬

অনল চৌধুরী বলেছেন: সেনাবাহিনীর এই নধর পুতুলটি নিজের ইচ্ছায় একটামাত্র কাজই করতে পারবে | সেটা হচ্ছে আরো কয়েকটি বিবাহ | অঅর অবৈধ সন্তানের জন্ম দেয়া।

প্রতিটি বাংগালী জেনেটিক্যালী ভারত বিরোধী; ফলে, ভারত বিরোধীতার কথা লিখার তেমন দরকার নেইপ্রতিটা না,বেশীরভাগ ।তবে এইসব জামাতিরাও অঅবার হিন্দি ছবি নাটক অাল অশ্লীল আইটেম গান না দেখে থাকতে পারে না।এরাই ব্যাবসা অার চিকিৎসার জন্য ভারতে দৌড়ে যযায়।ভারত রিরোধী দাবীকারী খালেদা অার জামাতিরাই ১৯৯২ সালে ডিশ এ্যান্টেনার মাধ্যমে ঘরে ঘরে ভারতীয় অপসংস্কৃতি ঢুকিয়েছিলা।

যাক, সে তরুণদের মাঝে জনপ্রিয়; সে দেশ চালাবে মদিনা সনদ অনুসারেহাসবো না কাদবো!!!! ভুতের মুখে রাম-নাম!!!! সনদ মানলে তো সবার অাগে এই ব্যাভিচারীকেই পাথর ছুড়ে হত্যা করতে হয়।

বাংলাদেশ,ভারত অার পাকিস্তান-একই মুদ্রার ৩ পিঠঅযেমন উন্নয়নে মিল অঅছে চীন,জাপান অার দক্ষিণ কোরিয়ার।

২৮ শে জুলাই, ২০১৮ রাত ৩:৪৮

চাঁদগাজী বলেছেন:


পাকিস্তানে ভোটে কেহ জয়ী হলে বলতো, কাশ্মীর কেড়ে নেবো; এবার সেই ধরণের কিছু বলা হয়নি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.