নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

ইমরান খানের বিজয় ভাষণ, পাক-ভারতের রাজনীতিবিদদের মাঝে শ্রেষ্ঠ বক্তব্য?

২৭ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪


News Link

১৯৫৮ সালে, এক রক্তপাতহীন ক্যু'এর মাধ্যমে জেনারেল আইয়ুব খান পাকিস্তানের ক্ষমতা দখল করেন; এরপর, উনার বরপুত্ররা পাকিস্তান ও বাংলাদেশের ক্ষমতায় ছিল সব সময়, কখনো প্রত্যক্ষভাবে, কখনো পরোক্ষভাবে। উনার বরপুত্র জেনারেল জিয়া, বাবার নিয়ম ভেংগে ভয়ানক রক্তপাত ঘটায়; অপরদিকে জেনারেল এরশাদ বরাবরই উনার সুপুত্র ছিলেন।

এবার পাকিস্তানের পার্লামেন্ট নির্বাচনে মিলিটারী ভর করেছে ইমরান খানের উপর; ইমরান খান পাকিস্তানের বিশৃংখল রাজনীতিরই ফসল; তবে, ইমরান খান তাঁর বিজয় ভাষণে এমন কিছু বিষয়ে বলেছেন, যা পাক ভারতীয় কোন নেতা কোনদিন উচ্চারন করেনি; উনার বিজয় ভাষণ আমার খুব পছন্দ হয়েছে।

তিনি বলেছেন যে, পাকিস্তানে তরুণদের চাকুরী নেই, শিক্ষিত তরুণরা বেকার; এই সমসাার সমাধান দরকার। বুঝা যাচ্ছে যে, তিনি এই সমস্যার সমাধান করবেন, কিংবা করার চেষ্টা করবেন। আরো সঠিক হতো, যদি তিনি বলতেন যে, তিনি চাকুরী সৃষ্টি করে, নিজেই এই সমস্যার সমাধান করবেন, এটা হতো ঐতিহাসিক ঘটনা।

তিনি বলেছেন যে, বিশ্বে অনেক দেশ আছে, যেসব দেশের জনসংখ্যাই ২৫ মিলিয়নের নীচে; কিন্তু পাকিস্তানের স্কুল ও মাদ্রাসায় ২৫ মিলিয়ন শিশু আছে। তিনি জনসংখ্যার বিস্ফোরণকে বুঝাতে গিয়ে এই কথা বলেন। কোনকালে, কোন পাকিস্তানী রাজনীতিবিদ জনসংখ্যার বিস্ফোরণ নিয়ে এই ধরণের কথা বলেননি।

তিনি বলেছেন যে, পাকিস্তানের প্রচন্ড তাপের মাঝে খুবই দরিদ্র ও বয়স্ক মানুষজন বড় আশা নিয়ে ভোট দিয়েছেন; তাঁদের আশা পুর্ণ করা হবে।

তিনি বলেছেন যে, পাকিস্তানের দারিদ্রতা বিমোচন করতে হবে, পাকিস্তানীদের নিজ চেষ্টায়; ঋণ ও ভিক্ষা কোনভাবে দারিদ্রতার অবসান ঘটাতে পারবে না; সাহায্য নিতে হবে প্রবাসী পাকিস্তানীদের থেকে। পাকিস্তানে দরিদ্র মানুষদের সন্তানেরা পুষ্টির অভাবে শারীরিকভাবে ছোট হয়ে যাচ্ছে; এর সমাধান দরকার।

তিনি বলেন করাচীতে মানুষ বস্তিতে অমানবিক জীবন যাপন করছে; কিন্তু দেশটি ম্যানশনে ভরা, এবং এসব ম্যানশন ট্যাক্সের টাকায় করা; এগুলোর অবসান ঘটতে হবে।

ইমরান বলেন, পাকিস্তানীদেরকে নিজ দেশ গড়তে হবে; প্রবাসী পাকিস্তানীরা এতে সাহায্য করবেন; অতীতে পাকিস্তান অন্যদের সাহার‌্যের জন্য বসে থাকতো, হিসেব করতো, কোন দেশ কত বিলিয়ন ডলার ভিক্ষা দেবে। চীনারা যেভাবে নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করেছেন, আমি চেষ্টা করবো পাকিস্তানীদের সাহায্য নিয়ে পাকিস্তানের সমস্যা সমাধান করতে।

আফগানিস্তানের মানুষ সম্পর্কে ইমরান বলেন, দীর্ঘ যুদ্ধের ফলে জাতিটি সবকিছু হারায়েছে; পাকিস্তান ব্যবস্হা নেবে যাতে সেই দেশের মানুষ নিজেদের দেশ গড়ে তুলতে পারে।

ইমরান ভারতের সাথে খুবই ভালো সম্পর্কে গড়ে তুলতে চান; তিনি বলেন যে, অতীতের সব তিক্ততা পেছনে ফেলে তাঁরা শান্তিতে বসবাস করতে চান; শান্তির জন্য ভারত যদি এক পা সামনে আসে, তিন ২ পা সামনে যাবেন।

মন্তব্য ১২৩ টি রেটিং +৭/-০

মন্তব্য (১২৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:০১

পদাতিক চৌধুরি বলেছেন: ক্রিকেটের সফল ক্যাপ্টেন রাজনীতির অলিন্দে কতটা সাফল্য পান, এখন সেটাই লাখ টাকার প্রশ্ন।

২৭ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:০৭

চাঁদগাজী বলেছেন:


ইমরান পাকিস্তানের সমস্যাগুলো সঠিকভাবে বলতে পেরেছেন, এটা একটা বিষয়। নেওয়াজেরা বলতো, পাকিস্তানীরা বিশ্বের এক সন্মানী জাতি, কেহ পাকিস্তানের দিকে এক আংগুল তুললে, তার হাত কেটে ফেলা হবে!

সে সমস্যার কথা বলতে দ্বিধা করেনি

২| ২৭ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:০২

ভ্রমরের ডানা বলেছেন:



উনারা বলেন, তারপর তা ইতিহাস হয়...

২৭ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:০৯

চাঁদগাজী বলেছেন:


চাকুরীর কথা, জনসংখ্যা বিস্ফোরণের কথা, ভিক্ষা না করার কথা, আফগানদের সাহায্য করার কথা কেহ আগে বলেনি!

৩| ২৭ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:১১

ভ্রমরের ডানা বলেছেন:



আপনার ট্রাম্পের প্রতি মমতা দেখেছি, এখন তার তাণ্ডবলীলা বিশ্ব দেখছে। ইমরান খানকে নিয়ে প্লিজ বাদ দেন, ইহাও শুরু করবে।

২৭ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২২

চাঁদগাজী বলেছেন:


যোগ বিয়োগ করলে, ট্রাম্প এখনো আমেরিকানদের মুল স্বার্থগুলো রক্ষা করে চলেছে; আমেরিকা শুধু সুখী নয়, ছোটভাই কানাডাকে বেশী চাপ দেয়ায়।

আমেরিকায় আজকে কেহ চাকুরী না পাবার ভয়ে নেই।

৪| ২৭ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২২

নূর আলম হিরণ বলেছেন: ইমরানের লেজ টেনে ধরবে মিলেটারি, বেশি বকবক করলে পারভেজ মোশাররফ বানিয়ে দিবে!

২৭ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২৬

চাঁদগাজী বলেছেন:


সেটাই পাকিস্তানের ইতিহাস।

৫| ২৭ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২৫

জুনায়েদ বি রাহমান বলেছেন: দেখা যাক, ভাষণ কতটা বাস্তবে পরিণত করতে পারেন।

২৭ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২৭

চাঁদগাজী বলেছেন:


চাকুরী, জনসংখ্যা, ভিক্ষা নিয়ে পাকিস্তানী বা বাংগালী রাজনীতিবিদরা কোনদিন কথা বলেনি

৬| ২৭ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩

জগতারন বলেছেন:


তিনি বলেছেন যে, পাকিস্তানের দারিদ্রতা বিমোচন করতে হবে,
পাকিস্তানীদের নিজ চেষ্টায়;
ঋণ ও ভিক্ষা কোনভাবে দারিদ্রতার অবসান ঘটাতে পারবে না;
সাহায্য নিতে হবে প্রবাসী পাকিস্তানীদের থেকে।
পাকিস্তানে দরিদ্র মানুষদের সন্তানেরা পুষ্টির অভাবে শারীরিকভাবে ছোট হয়ে যাচ্ছে;
এর সমাধান দরকার।


ইমরানের কথাগুলো আমার ভালো লেগেছে।
তার পরও মনে রাখতে সে মোনেফেক ইয়াহিয়া খাঁনের ভাইয়ের বেটা, ও
নিকৃষ্ট নরপশু পাইক্কা জাতি।

২৭ শে জুলাই, ২০১৮ রাত ৮:০৩

চাঁদগাজী বলেছেন:


পাকিস্তানের জেনারেলরা পাকিস্তান চালাচ্ছে তাদের জমিদারীর মতো; তারা নায়েব রাখে মাঝে মাঝে; ইমরান তাদেরই একজন; তবে, সে পাকিস্তানের দরিদ্রদের কথা বলতে পেরেছে; বাকীরা গরীবদের "গর্বিত পাকিস্তানী" হিসেবে তুলে ধরতো।

৭| ২৭ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৪১

ছায়েদ শাহ বলেছেন: আশা করি আর শুনতে হবেনা আজও পাকিস্তানে বোমা হামলায় অতজন নিহত হয়েছে

২৭ শে জুলাই, ২০১৮ রাত ৮:০৫

চাঁদগাজী বলেছেন:


পাকিস্তানের ধর্মীয় সমস্যা, শিয়া, সুন্নী, আহমেদীয়া, তালেবানদের সমস্যা এখনো বাড়ছে ক্রমাগতভাবে, সেটা থামাবে যদি অর্থনীতি ভালোর দিকে যায়।

৮| ২৭ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭

রাজীব নুর বলেছেন: ইমরান আর ট্রাম্প একই পদের লোক।
তারা দেশ এগিয়ে নিতে পারবে না।

২৭ শে জুলাই, ২০১৮ রাত ৮:০৭

চাঁদগাজী বলেছেন:


যোগবিয়োগ করলে, আমেরিকানরা কিন্তু ট্রাম্পের উপর এখনো বিরক্ত নন; সে আমেরিকানদের স্বার্থ দেখছে এখনো।

৯| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ৮:০০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ২ পরিবারের বাইরে তিনি ভালো কিছু দেয়ার চেষ্টা করবেন হয়তো। তবে আর্মির জুজু এখনো রয়ে গিয়েছে...

২৭ শে জুলাই, ২০১৮ রাত ৮:০৯

চাঁদগাজী বলেছেন:


আর্মি থেকে যাচ্ছে ইমরানের ঘাঁড়ে; তবে, জাতি ক্লান্ত হয়ে গেছে; কিছু করতে না পারলেও, সে মিথ্যা অহমিকা নিয়ে বক্তব্য রাখেনি, এটম বোমার কথা বলেনি।

১০| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ৮:০৬

উম্মু আবদুল্লাহ বলেছেন: "তার পরও মনে রাখতে সে মোনেফেক ইয়াহিয়া খাঁনের ভাইয়ের বেটা"

মনে হয় নিয়াজীর ভাইয়ের ছেলে। সে অবশ্য সেই নাম পরিচয় ফেলে দিয়েছিল। পরাজিত এক সেনানায়কের পরিচয়কে সে ছুড়ে ফেলে দিয়েছে। যেহেতু সে নিজে এই পরিচয়ে পরিচিত হতে আগ্রহী নয়, তাই তা কেউই হাইলাইট করে না।

নানাররকম ভন্ডামীপূর্ন আচরন করলেও ইমরান যোগ্য একজন মানুষ। সে পাকিস্তানকে সুদৃঢ় ভিতের উপরে দাড় করাতে পারবে বলে আমার বিশ্বাস।

২৭ শে জুলাই, ২০১৮ রাত ৮:১৪

চাঁদগাজী বলেছেন:


পাকিস্তান ও বাংলাদেশের দরিদ্ররা একই সমতলে, এদের কথা কেহ বলে না; এমরান কমপক্ষে সেটা বলেছে; সে বুঝেছে যে, চাকুরীর দরকার; ১ কোটীর বেশী আফগান পাকিস্তানে মানবেতর জীবন যাপন করছে; সে এগুলো নিয়ে কথা বলেছে, কমপক্ষে।

১১| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ৮:১৩

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: পরপর দুই দিন আপনি পাকিস্তান নির্বাচন নিয়ে ব্লগ লিখলেন। আপনাকেতো কলাবাগান আর হাসান কালবৈশাখী পাকিস্তান চলে যেতে বলবে।

২৭ শে জুলাই, ২০১৮ রাত ৮:৪৪

চাঁদগাজী বলেছেন:


পাকিস্তানের দরিদ্র আর বাংলাদেশের দরিদ্রদের মাঝে কোন পার্থক্য নেই; ওখানে কলাবাগান নেই বললেই চলে, কালবৈশাখী নেই; ওদের দরকার এসব দেখার।

১২| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ৮:৩৮

সনেট কবি বলেছেন: সাকুল্যে পোষ্ট খুব ভাল লেগেছে।

২৭ শে জুলাই, ২০১৮ রাত ৮:৪৫

চাঁদগাজী বলেছেন:



পাকভারতের দরিদ্রদের একই মুখ, একই চেহারা, একই দু:খে দু:খী

১৩| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ৮:৫৮

পাঠক০০৭ বলেছেন: বস আপনারে দেখলাম বেশ কিছু পাবলিক খুব বিরক্ত। ঘটনা কি?

২৭ শে জুলাই, ২০১৮ রাত ৯:১৪

চাঁদগাজী বলেছেন:


আমি রাজনৈতিক ঘটনাসমুহকে নিয়ে আলোচনা করি, নিজের মতামত দিই; রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি নিয়ে মানুষের নিজস্ব বক্তব্য আছে; ফলে, এই এলাকাগুলোতে অনেক কথা হয়, আলোচনা হয়, বিরক্ত হয়, আরক্ত হয়; এটা স্বাভাবিক।

১৪| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ৮:৫৯

ভ্রমরের ডানা বলেছেন:

ট্রাম্প সাহেব কি করেছেন তা সময় গেলেই চাইনিজরা বুঝিয়ে দেবে। রাশিয়ান পলিসির কাছে ট্রাম্প বাবু ঘুমিয়ে পড়েছেন। এখন ইস্রায়েলি সুড়সুড়িতে নজর ইরানে। কিন্তু ট্রাম্প বাবু যতই হুংকার দিয়েছে আমেরিকা ততই আইসোলেটেড হয়ে গিয়েছে। বানিজ্য যুদ্ধ জোরেশোরে শুরু হলে আমেরিকানদের শুধু চাকুরী নয় বরং ভিটেমাটি বিকিয়ে খেতে হবে।

২৭ শে জুলাই, ২০১৮ রাত ৯:১৭

চাঁদগাজী বলেছেন:



আমেরিকান ভিটাটা বড় ও বসতকারীরা দক্ষ; সমস্যা এলে, জাতি চাপে পড়ে; তবে, আমেরিকানরা সমস্যা নিয়ে বসে থাকে না, সমাধান বের করে।

১৫| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ৯:০১

সনেট কবি বলেছেন: আর আপনি হলেন সবার জন্য মমতা

২৭ শে জুলাই, ২০১৮ রাত ৯:১৮

চাঁদগাজী বলেছেন:


সব মানুষের অধিকার আছে দেশের সবার মত সুখে সন্মানে বাঁচার।

১৬| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ৯:২৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: রোগ সনাক্ত করতে পারা মানে অর্ধেক চিকিৎসা । তিনি পাকিস্তানের রোগ ধরতে পেরেছেন। বাকি চিকিৎসার ওষুধ পত্র তিনি কিভাবে ম্যানেজ করেন সেটাই দেখার বিষয় ।

২৭ শে জুলাই, ২০১৮ রাত ৯:২৭

চাঁদগাজী বলেছেন:


সে কি করবে, সময়ের সাথে দেখা যাবে; আপাতত, সে সমস্যাগুলো বুঝতে পেরেছে, অকারণে ভারতকে গালাগালি করে সময় কাটায়নি

১৭| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ৯:৩৬

আখেনাটেন বলেছেন: আমিও গতকাল পাকিদের ডন পত্রিকাতে উনার কিছু কথা পড়ে অবাক হয়েছিলাম আর আজকে আল জাজিরাতে তাঁর উপর লেখাটা দেখে অবাকই হয়েছি।

আজকে টাইমস অব ইন্ডিয়াতেও দেখলাম ভারতীয়রা উনার ব্যাপারে সন্দিহান। কারন পাকিদের কথার সাথে কাজের মিল খুবই কম। তবে Are Imran’s views aligned with those of Jinnah? শিরোনামে টাইমস অব ইন্ডিয়াতেও রিপোর্ট করেছে কিছুটা সন্দেহ নিয়ে। তবে জিন্নাহ'র করা একটি কোট 'You are free to go to your temples, you are free to go to your mosques or to any other place of worship in this state of Pakistan. You may belong to any religion or caste or creed — that has nothing to do with the business of the state.'' ভালো লাগল। ইমরান এগুলো ফলো করলে শুধু পাকিদের জন্য নয় গোটা উপমহাদেশের জন্যই ভালো।

প্রথমে সরকারি বাসভবনে না উঠে শিক্ষাপ্রতিষ্ঠান বা অন্যকিছু বানানোর ঘোষণা। এরপরে চমৎকার কিছু কথা যা আপনি উল্লেখ করেছেন বলা পাকিদের জন্য দিনশেষে ভালো নাকি খারাপ হয় তাই দেখার বিষয়।

যদিও মাথামোটা পাকি সেনাবাহিনি পেছন থেকে কলকাঠি নাড়বে।

২৭ শে জুলাই, ২০১৮ রাত ১০:৪৩

চাঁদগাজী বলেছেন:


সেনা বাহিনীর ভাতা কেটে দিয়েছে কিছুটা ট্রাম্প; তারাও হয়তো এখন দেশের দিকে মন দিতে বাধ্য হবে।

ইমমান কি করবে, সেটা সামনের দিনগুলোতে মিলিয়ে দেঝা হবে; গতকাল ছিল উনার বলার দিন, উনি ভালো কথা বলেছেন।

১৮| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ১০:৩৩

ভ্রমরের ডানা বলেছেন:



হুম, ঠিকই বলেছেন। সমাধান বের করে। মিডল ইষ্ট অশান্ত করে হাজার হাজারকে হত্যাও সমাধান। আমেরিকানররা নিজেও জানে কত রক্ত তাদের হাতে!



তবে আসল কথা হল, চীনা ইউয়ান! এটাই ভেলকি দিবে! সাথে কিছু বন্ড!

২৭ শে জুলাই, ২০১৮ রাত ১০:৫০

চাঁদগাজী বলেছেন:


চীনারা কাউকে কিছু দেয় না; ওরা কাজের লোক বন্ধু নয়।

১৯| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ১০:৩৯

খায়রুল আহসান বলেছেন: পোস্টে উল্লেখিত কথাগুলো উনি ভাল বলেছেন। দেখা যাক, কাজের কাজ কতটা করতে পারেন। সেনাবাহিনীর সাথে বড় কোন দ্বন্দ্বে জড়িয়ে পড়লে ওনাকে বড় রকমের হোঁচটই খেতে হবে বলে মনে হয়।
১১ নং প্রতিমন্তব্যটি চমৎকার হয়েছে। ১৩, ১৪ নম্বরেও ভাল বলেছেন।

২৭ শে জুলাই, ২০১৮ রাত ১০:৪৮

চাঁদগাজী বলেছেন:


পাকিস্তানের ক্ষমতা দখল করে আইয়ুব খান অন্যায় করেছিলো; কিন্তু চুরি করেনি, শিল্পায়ন করেছিলো। পরে মিলিটারী বদলে গেছে, তারা আমেরিকার টাকায় চলছে, সৌদীর টাকায় চলেছে; মানুষ আরবদেশে চাকুরী করেছে; পড়ালেখায় মাদ্রাসার ভুমিকা বেড়েছে।

১ম বার ট্রাম্প আমেরিকান টাকা কমিয়ে দিয়েছে; পাকিস্তানকে এখন নিজ পায়ে দাঁড়াতে হবে; ইমরান সেটা বুঝতে পেরেছে।

২০| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ১০:৫৩

কানিজ রিনা বলেছেন: পাকিস্তানে ক্রিকেটে উন্নতি হইব আর কিছু
বিশ্বাস করিনা। আমাদের সরকার ১০ টাকার
চাউল খাওতে চাইছিল। এখন খুদ কিনতেও
৪০ টাকা। তয় পাকিস্তানের নিয়ে চিন্তা না
করাই ভালা অভিশপ্ত দেশটা।

২৭ শে জুলাই, ২০১৮ রাত ১১:০১

চাঁদগাজী বলেছেন:


পাকিস্তান শব্দটা আমাদের জন্য অনেকটা দু:স্বপ্ন; কিন্তু ওখানকার দরিদ্র, বাংলার দরিদ্র, বা ভারতের দরিদ্রদের বিশ্ব একই রকম; সেজন্য কেহ যদি এগুলো নিয়ে কথা বলে, কমপক্ষে শুনতে ভালো লাগে।

২১| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ১১:৩৪

আবু তালেব শেখ বলেছেন: মুল চাবিকাঠি তো সেনাবাহিনী র হাতে

২৮ শে জুলাই, ২০১৮ রাত ১২:২৪

চাঁদগাজী বলেছেন:


সেনাবাহিনী মুলত: সবকিছু; কিন্তু দেশের উন্নয়নে ওরা বাধা দেয়ার কথা নয়।

২২| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ১১:৪৭

কলাবাগান১ বলেছেন: Pakistan minded people are liking your replies....
Fundamentalist Modi speaks the same way like Imran...

২৮ শে জুলাই, ২০১৮ রাত ১২:২৫

চাঁদগাজী বলেছেন:


বর্তমানে বাংলাদেশে বাংলাদেশকে ভালোবাসার লোক এমনিতে খুব বেশী নেই; ফলে, আমি কোন সমস্যা দেঝছি না।

২৩| ২৮ শে জুলাই, ২০১৮ রাত ১২:৩২

হাসান কালবৈশাখী বলেছেন:
নবনির্বাচিত বিজয়ী আগের যে কোন একজনের ভাষণ দেখেন।
হাসান রোহানী, মোগাবে, সাদ হারিরি, রদ্রিগো দুতার্তে্র প্রথম ভাষন শুনুন।
মুল বক্তব্য হুবুহু সেইম। কপিপেষ্ট বলা যায়।
শুধু প্রতিবেশি দেশের নাম প্রতিবেশী দেশের রাজনৈতিক সমস্যা, নাম গুলো শুধু এডিট।
বাকি সবই হুবুহু কপি-পেষ্ট।
এসব পাকি আবর্জনা নিয়ে লাফানোর কিছু নেই।

২৮ শে জুলাই, ২০১৮ রাত ৩:১৪

চাঁদগাজী বলেছেন:


আপনি যাদের কথা বলেছেন, তারা বেকারত্ব ও জনসংখ্যার বিস্ফোরণের কথা বলেছিলেন এই জীবনে?

২৪| ২৮ শে জুলাই, ২০১৮ রাত ১২:৪৮

হযবরলঃ বলেছেন: ইমরান খান তাঁর বিজয় ভাষণে এমন কিছু বিষয়ে বলেছেন, যা পাক ভারতীয় কোন নেতা কোনদিন উচ্চারন করেনি; উনার বিজয় ভাষণ আমার খুব পছন্দ হয়েছে।

তাও ভাল, অন্ততঃ কোন দেশের, কারও, কোন বিষয়কে পজিটিভলি দেখলেন........................

২৮ শে জুলাই, ২০১৮ রাত ৩:১৬

চাঁদগাজী বলেছেন:



আমি আসলে আপনােকও পজিটিভলী দেখি! দেখবেন, শেষে সবকিছু হ য ব র ল করে ছাড়বেন না যেন!

২৫| ২৮ শে জুলাই, ২০১৮ রাত ১:০২

বলেছেন:
খুব ভালো বিশ্লেষণ করেছেন।

২৮ শে জুলাই, ২০১৮ রাত ৩:১২

চাঁদগাজী বলেছেন:



উনার বক্তব্য অন্য রাজনীতিবিদদের চেয়ে আলাদা হয়েছে।

২৬| ২৮ শে জুলাই, ২০১৮ রাত ২:২৮

রাকু হাসান বলেছেন: তিনি কথা তো ভাল বলেছেন,দেখা যাক কতদূর যেতে পারে । বাস্তবতা কতখানি । ইমরান খান পাকিস্থানের জন্য টার্নিং পয়েন্ট হতে পারে ,আমার মনে হয় তিনি ভাল কিছু কাজ করবনে ।

২৮ শে জুলাই, ২০১৮ রাত ৩:০৯

চাঁদগাজী বলেছেন:


শীঘ্রই সবকিছু পরিস্কার হবে; তবে, যা বলেছেন, বুঝা যায় যে, তিনি সমস্যা সম্পর্কে জানেন।

২৭| ২৮ শে জুলাই, ২০১৮ রাত ২:৫৭

পাঠক০০৭ বলেছেন: কিন্তু অনেকেই বলল আপনি নাকি অহেতুক খোঁচাখুচি করেন, উল্টা পালটা মন্তব্য করেন?
আমি অনেকগুলো পোষ্ট খুজলাম কিন্তু তেমন কিছু পাইলাম না। আমারে কিছু উদহারন দিতে পারেন?

আপনার একটা লেখা পইড়া মনে হলো, আপনি স্টেস্ট'স এ থাকেন। সেই হিসাবে আপনি আমার দেশী ভাই।

২৮ শে জুলাই, ২০১৮ রাত ৩:০৭

চাঁদগাজী বলেছেন:


আমি দেশে যাওয়া আসায় থাকি।

আমি কোন পোষ্ট পড়লে মন্তব্য করি; আমার বোধ অনুযায়ী লেখার উপর কথা বলি। "প্রিয় ভাই, আপনার চমৎকার লেখাটি পড়ে, আমি চমৎকৃত হয়েছি, লেখায় প্লাস প্লাস", ধরণের মন্তব্য আমি কখনো করতে সমর্থ হয়নি। আমার করা সাম্প্রতিক মন্তব্যগুলো দেখতে পারেন, খোচাখুচি, মোছামুছি কিছুই নেই।

২৮| ২৮ শে জুলাই, ২০১৮ ভোর ৪:০৬

অক্পটে বলেছেন: ক্ষমতার সুযোগ আসলে প্রথমে শাসকগণ এমন সুরেই কথা বলেন। বোধ করি তাদের স্বপ্নটাও থাকে এমনই। পরে তারা বদলে যান। কেন বদলে যান? তারা কি উপায়হীন হয়ে বদলে যান নাকি ক্ষমতার দম্ভে বদলে যান। ইমরানের কথা আমারও ভালো লেগেছে, বিশ্বাস করতেও ইচ্ছে হয়। কিন্তু সেখানে মৌলবাদি এবং সেনাবাহিনীর কারণে শংকা থেকেই যায়।

২৮ শে জুলাই, ২০১৮ ভোর ৪:২৩

চাঁদগাজী বলেছেন:


পাকিস্তানে এখন সেনাবাহিনী থেকে ভয়ের ব্যাপার মৌলবাদীরা

২৯| ২৮ শে জুলাই, ২০১৮ ভোর ৪:০৮

ঠাকুরমাহমুদ বলেছেন: বিজয়ী ইমরান খানকে - বাংলাদেশ সরকারের প্রেসিডেন্ট, প্রধাণমন্ত্রী সহ পররাষ্ট্র মন্ত্রনালয় থেকে সৌহার্দ্য ও সম্প্রিতি শুভেচ্ছা জানানো উচিত মনে করি - এই পেপারওয়ার্ক টি করে বাংলাদেশী যে হীণমন্যতায় ভূগে না তার প্রমাণ কি দেবেন দেশের সরকার ??? !!! এটি জরুরী ছিলো ।।

২৮ শে জুলাই, ২০১৮ ভোর ৪:২৬

চাঁদগাজী বলেছেন:


মনে হয়, শেখ হাসিনা অভিনন্দন জানাবেন; অবশ্য মির্জা সাহেব সশরীরে গিয়ে অভিনন্দন জানানো উচিত

৩০| ২৮ শে জুলাই, ২০১৮ ভোর ৪:২৪

ঠাকুরমাহমুদ বলেছেন: বিজয়ী ইমরান খানকে রাষ্ট্রিয়ভাবে সম্মান জানিয়ে বাংলাদেশ সফরের জন্য আহবান করা উচিত, পাকিস্তানের একটি বড় বাজার বাংলাদেশ - থ্রিপিস, শাড়ী, শাল, খেজুর, গম । বাংলাদেশ কেনো তার বাজার তৈরি করবে না, বা পারছে না - পাকিস্তানে রেডিমেইড গার্মেন্টস পণ্য বাংলাদেশ থেকে রপ্তাণী হতে পারে, এ জন্য প্রয়োজন বাংলাদেশ সরকারের ভূমিকা, ও পাক-বাংলা বনিক সমিতির সমন্নয় - এবং এটির সুরাহা করতে পারে একমাত্র সরকারের মুখপাত্র । হিংসা কাঁদা ছোড়াছোড়ি এই গ্লোবালাইজেশনের সময়ে দেশকে মুদ্রা ঘাটতি ছাড়া আর কিছুই উপহার দেওয়ার ক্ষমতা নাই।

সরকারের উচিত পাকিস্তানের সাথে সুসম্পর্ক বজায় রাখা, খোঁচা খোঁচিতে অযথা বিদ্রোহ আর দেশদ্রোহী জঙ্গী তৈরি হবে - এটি বোঝার মতো আমাদের আমলাদের কি নুন্যতম অবসর ও জ্ঞান হবে ??? !!!

২৮ শে জুলাই, ২০১৮ ভোর ৪:৫০

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা মনে হয়, এদেরকে এড়িয়ে চলে; কারণ, বাংলাদেশে এদের অনেক ভাই-বেরাদর আছে

৩১| ২৮ শে জুলাই, ২০১৮ ভোর ৪:৪৪

হাসান কালবৈশাখী বলেছেন:
আপনি মাঝে মাঝে বোকার মত প্রশ্ন ছুড়ে দেন।
পকি বন্দনা শুনলে মেজাজ খারাপ হয়।

বেকারত্ব নিয়ে পৃথিবীর প্রতিটি দেশের প্রধান চিন্তিত থাকে। এমনকি উন্নত দেশেও।
ট্রাম্প ও ম্যক্রোর ভাষন দেখুন। নতুন চাকুরী শৃষ্টির জন্য কত যুদ্ধ।
জনসংখ্যার বিস্ফোরন একমাত্র পাকিদের সমস্যা।
তাই অন্য কেউ বলে না।

২৮ শে জুলাই, ২০১৮ ভোর ৪:৫৩

চাঁদগাজী বলেছেন:


আমি "পাকভারতের" কথা বলছি; ট্রাম্প আর ম্যাক্রো এখনো নিজদের ভারতীয় বলে দাবী করেনি তো!

পাকীদের সমস্যা হিসেবেই ইমরান বলেছে

৩২| ২৮ শে জুলাই, ২০১৮ ভোর ৫:১২

স্রাঞ্জি সে বলেছেন: প্রীশু নিয়েন।

সবাই সুন্দর ভাষণের অধিকারী হয়। কিন্তু বিষয় হলো তা বাস্তবায়ন হচ্ছে কিনা। [/sb

২৮ শে জুলাই, ২০১৮ ভোর ৫:১৭

চাঁদগাজী বলেছেন:


যাদের মাথায় এই ধরণের ধারণা আসে, তারা কিছুটা হলেও করার চেষ্টা করার কথা। আমাদের বেগম জিয়ার মাথায় এসব ধরণা জীবনেও আসেনি।

৩৩| ২৮ শে জুলাই, ২০১৮ ভোর ৬:০২

অক্পটে বলেছেন: হাসিনার মাথায়ও এসব ধারণা জীবনে আসেনি। তবে আসি আসি করে জোছনা ফাঁকি দিয়েছে।

২৮ শে জুলাই, ২০১৮ ভোর ৬:৩৪

চাঁদগাজী বলেছেন:


উনি নিজের এজেন্ডা নিয়ে এসেছিলেন, সেটা উনি করে ছেড়েছেন।

৩৪| ২৮ শে জুলাই, ২০১৮ ভোর ৬:৩৮

বিলুনী বলেছেন: নির্বাচন-পরবর্তী প্রথম সংবাদ সম্মেলনে ইমরানখান বক্তব্য দিলেন মটামুটি প্রেসিডেন্ট-স্টাইলে। নির্বাচনে ইমরানের প্রতি সেনাবাহিনীর পক্ষপাতিত্বের অভিযোগ নির্বাচন পুর্বেও ছিল এখনো আছে । বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখা যায় এই নির্বাচন নিয়ে শুধু ইমরান ছাড়া সব দলের অভিযোগ রয়েছে সেনাবাহিনীর বিরুদ্ধে। দেশটির নির্বাচন কমিশন ও ইমরান অবশ্য তা বেশ জোড় দিয়েই অস্বীকার করছেন । যদিউ পাকিস্তানের রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ নতুন কোনো বিষয় নয়। পাকিস্তানের সেনারা যখন প্রয়োজন হয়েছে তখন কোনো রাজনৈতিক দল বা সংগঠনকে মদদ দিয়ে তার নেতাকে খাটি দেশ প্রেমিক নেতার তকমা দিয়ে জনপ্রিয়তার শীর্ষ আসনে বসিয়েছে। আবার প্রয়োজন ফুরিয়েছে মনে করলে অবলিলায় ছুড়ে ফেলে দিয়েছে। ১৯৯০ সালে সেনা সমর্থনে নওয়াজও প্রথমবারের মতো পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন পরে প্রধানমন্ত্রী হওয়ার তিন বছরের মাথায় দুর্নীতির অভিযোগে ক্ষমতা হারান । তাঁকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে সেনাবাহিনীই যে কলকাঠি নেরেছে তা অনেকেই বলে থাকেন । এখন তো তিন-তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী নওয়াজ ১০ বছরের সাজা মাথায় নিয়ে কারাগারে আছেন । রাজনীতিতে ইমরান খানের উত্থান ও ক্ষমতায় আসার প্রক্রিয়ার সঙ্গে আশির দশকে নওয়াজের রাজনৈতিক উত্থানের বেশ মিল পাওয়া যায়। যাহোক, ইমরান খানকে মুলত এখন পাকিস্তানের একটি ঝুলন্ত পার্লামেন্টের প্রধানমন্ত্রী হতে হচ্ছে । পাক সেনারা ঝুলন্ত পার্লামেন্টের প্রধানমন্ত্রীকে যেমন খুশি তেমন নাচাতে পারবে খুব সহজেই, আবার প্রয়োজন শেষ হলে ছুড়েও ফেলতে পারবে । তাই এখন দেখার পালা । ভাল হলেই ভাল । প্রথম প্রথম সকলেই অবশ্য গাল ভরা ভাল ভাল কথা বলে । আখেরে মুল ক্ষমতাবানদের ইচ্ছার কাছে কাছে বলি হয়ে পরে। পরিশেষে পাকিস্তানের নির্বাচনের ফল প্রকাশের কৌশলটা অনেকের কাছে বেশ মঝাদার অনুকরনীয় বিষয় হলেও হতে পারে!!!!

২৮ শে জুলাই, ২০১৮ ভোর ৬:৫৫

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশ, পাকিস্তান, বার্মা, মিশরে, পার্লেমেন্ট কি ঝুলন্ত, নাকি উড়ন্ত, তাতে কারো কিছু আসে যায়? পালর্মেন্ট মেম্বার হয় ব্যবসা করার জন্য ও প্রাইম মিনিষ্টার বানার জন্য।

পাকিস্তানী মানুষের ৬০/৭০ ভাগ চায় যে সেনা বাহিনী রাজনীতিবিদদের বুটের নীচে রাখুক; এবং সেটা হয়ে আসছে।
বাংলাদেশের ৫০ ভাগ মানুষের ধারণা সেনা বাহিনী বাংলাদেশে "বহুদলীয় গনতন্ত" চালু করেছে।
২০০৯ সাল অবধি বাংলাদেশে সেনা বাহিনী সরকারকে কন্ট্রোল করেছে; এখন উহা কমছে মনে হয়; তবে, উহা চলে যায়নি।

বেগম জিয়ার সময় দেশ কে চালায়েছে, বেগম জিয়া, ফাতেমা, নাকি মিলিটারী?

৩৫| ২৮ শে জুলাই, ২০১৮ সকাল ৮:১৫

নিভৃতেনৈঃশব্দে বলেছেন: আপনার লেখাটা ভালো লাগলো | ভালো নেতার ব্যর্থতার কারণে অনেক রাজ্য সাম্রাজ্য দেশ জাতি ধ্বংস হয়েছে সেটা সত্যি |কিন্তু আরো সত্যি হলো কোনো অযোগ্য নেতা দিয়ে কোনো দেশ জাতির কখনো উন্নতি হয়নি I মনে হচ্ছে পাকিস্তান দুর্নীতির মধ্যে ডুবে থেকে এবার অন্তত ঠিক নেতা (আগের তুলনায় )বাছাই করতে পেরেছে এবার I পরে কি হবে সেটা পরেই বোঝা যাবে I কিন্তু এই সময়ের জন্য পাকিস্তানিদের ক্রেডিট দিতে হবে I আমাদের তেমন ক্রেডিট এখন দেওয়া যাবে কিনা সেটা নিয়ে কিন্তু প্রশ্ন আছে I

২৮ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৫৫

চাঁদগাজী বলেছেন:


ইমরানের দল "অপেক্ষাকৃত নতুন দল" বাংলাদেশে নতুন দল হয়নি; নতুন দলের দরকার।

৩৬| ২৮ শে জুলাই, ২০১৮ সকাল ৮:৪০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ইমরান খানের কথাগুলো পাকিস্তানের জন্য অবশ্যই খুব ইতিবাচক। তবে কথা বলা এবং তা' বাস্তবায়নের মধ্যে অনেক দূরত্ব থাকে। বিশেষ করে পাকিস্তানের মতো সেনা প্রভাবিত দেশে। দেখা যাক, কী হয়!

২৮ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৫৩

চাঁদগাজী বলেছেন:


পাকিস্তানের সেনাবাহিনী নিয়ে , আপনিসহ প্রতিটি ব্লগার এই কথা বলেছেন।

বাগলাদেশের বেলায়, অনেকে মনে করেন যে, সেনাবাহিনী ভালো করেছে!

৩৭| ২৮ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৫৩

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
যোগবিয়োগ করলে, আমেরিকানরা কিন্তু ট্রাম্পের উপর এখনো বিরক্ত নন; সে আমেরিকানদের স্বার্থ দেখছে এখনো।

ধন্যবাদ ওস্তাদ।

২৮ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৪৯

চাঁদগাজী বলেছেন:


আমেরিকানরা ট্রাম্পের অনেক আচরণের বিপক্ষে কথা বলছে; কিন্তু ট্রাম্পের দেশ চালনা নিয়ে এখনো তেমন কোন সমস্যার কথা বলছে না

৩৮| ২৮ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৫৭

NurunNabi বলেছেন: প্রিয় চাঁদগাজি ভাই আপনি আমার খুব পছন্দের একজন ব্লগার। আমি আমার পেইজে আহমদিদের ভ্রান্ত মতবাদ আর তাদের শয়তানি যুক্তিগুলোর জবাব দিয়ে চলেছি। যাতে এগুলো ভাল করে পড়ার পর কোনো মুসলমানকে তাদের ধোকায় আর না পড়তে হয়। কিন্তু এই ব্লগে আমার লেখাগুলো ফোকাস হয়না বলে অনেক কষ্টের লেখাগুলো অধরা থেকে যাচ্ছে।
আমি আশাকরছি আপনার মত বিজ্ঞ লিখকরা এদের ভ্রান্তি নিয়ে মানুষকে সচেতন করে যাবে। অনলাইনে এরা না ছদ্মনামে মানুষকে ভুল বুঝিয়ে ইসলাম থেকে কনভার্ট করে কাদিয়ানী বানিয়ে পেলছে।

তাদের নিয়ে আমার একটি লিখা। প্রশ্নোত্তরে (আবুল আর বাবুল চরিত্রের দুজনকে দিয়ে) পড়ে দেখবেন প্লিজ। লিংক Click This Link

২৮ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৫৯

চাঁদগাজী বলেছেন:


আচ্ছা পড়বো; তবে, সেই এলাকাটা আমার প্রিয় এলাকা নয়

৩৯| ২৮ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:০৫

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
আমেরিকানরা ট্রাম্পের অনেক আচরণের বিপক্ষে কথা বলছে; কিন্তু ট্রাম্পের দেশ চালনা নিয়ে এখনো তেমন কোন সমস্যার কথা বলছে না

আমেরিকার জনগন ভদ্র। ট্রাম্প আমাদের দেশে টিকে থাকতে পারতো না।

২৮ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:১৪

চাঁদগাজী বলেছেন:



আমাদের দেশে শেখ সাহেব যখন টিকেনি; মুসা নবী (স: ) এলেও টিকতেন না; মাড়কসার বচ্চারা মাকে খেয়ে ফেলে!

৪০| ২৮ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:০৭

NurunNabi বলেছেন: লেখাটি আমার পেইসবুক পেইজ থেকে পড়তে ক্লিক করুন Click This Link

২৮ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:১১

চাঁদগাজী বলেছেন:


ওকে

৪১| ২৮ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:২৭

তানবীরুল হাসান রনক বলেছেন: এই first দেখলাম চাঁদগাজী কারো বেপারে ভাল কিছু বলেছে.

২৮ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭

চাঁদগাজী বলেছেন:


আরো অনেককিছু দেখবেন; সময়ের সাথে সবকিছু বদলে যায়।

৪২| ২৮ শে জুলাই, ২০১৮ রাত ৮:১৬

জহিরুল ইসলাম সেতু বলেছেন: দুর্নীতি আর রাজনৈতিক দেওলিয়াপনায় পাক রাজনীতির অবস্থা যখন তথৈবচ, এক কালের প্লেবয় খ্যাত পাক ক্রিকেটার ইমরান খানের তখন সেই পরিস্থিতি সামাল দিতেই অপ্রত্যাশিত আবির্ভাব। পাকিস্তানে সামরিক নিয়ন্ত্রণের ইতিহাস বহুদিনের, কখনো তা প্রকাশ্যে, কখনো বা অদৃশ্য সূতোর বাঁধনে। ইমরান খান আছেন সেই অদৃশ্য সূতোর বাঁধনেই।
তিনি যদি দুর্নীতির স্রোতে গা না ভাসিয়ে, তাঁর বক্তব্যের পথে দৃঢ়তার সাথে সংগ্রাম করে এগিয়ে চলেন, পাকিস্তানে নতুন যুগের হাওয়া লাগবে সন্দেহ নেই। পঙ্কিল পথে নতুন একটি বিপ্লব আসবে। যদিও পোড়খাওয়া জনতা রাজনীতিকদের ছেলে ভোলানো কথায় আস্থা রাখতে পারেন না।
পাক-ভারত উপমাহাদেশে শান্তি একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়, ইমরান খান পজিটিভ ভূমিকা রাখলে সকলেরই শান্তি।

সুন্দর সব কথা বলেছেন তিনি। ভবিষ্যতটা দেখার বিষয় . . . . . . .
সম্ভবত চাঁদগাজী ভাইও সেদিকেই নজর রাখবেন।

২৮ শে জুলাই, ২০১৮ রাত ১০:১০

চাঁদগাজী বলেছেন:


ইমরানের বক্তব্য বেশীরভাগ ব্লগারেরা পছন্দ করেছেন; সবাই সেনাবাহিনীর নেগেটিভ ভুমিকার কথা বলেছেন।

ভাগ্য ভালো যে, আমাদের মিলিটারী ওদের মত খারাপ ছিলো না!

৪৩| ২৮ শে জুলাই, ২০১৮ রাত ১০:৫১

জহিরুল ইসলাম সেতু বলেছেন: যেখানে রাজনৈতিক নেতারা কলুষিত, গণতন্ত্র বিপর্যস্ত, রাজনীতি দুর্নীতিগ্রস্ত, দুঃশাসন ঘিরে থাকে, সেনাবাহিনীর উপস্থিতি সেখানে অনিবার্য। তাঁদের দোষারোপের কিছু নেই। আগে রাজনীতিকদের ঠিক ও সবল হতে হবে। পাশের দেশ ভারত আর পাকিস্তান বড় উদাহরণ। বহুজাতিক দেশ ভারত। সবল রাজনীতিই সেখানে বড় শক্তি।
".....ওদের মত খারাপ ছিলো না!" মানে ততোটা ভালো না, এই তো? (যদ্দুর জানি, সকল সেনাদের প্রতি আপনি ঢালাওভাবে বিরাগভাজন। আমার জানাটা ভুল হোক)

২৯ শে জুলাই, ২০১৮ রাত ১২:১২

চাঁদগাজী বলেছেন:


বাংগালীরা আইয়ুবের মত কম হিংসুক জেনারেলকে বিদায় করেছেন, ইয়াহিয়াকে যুদ্ধে পরাজিত করেছেন; আমি সেই জেনারেশনের সময়ের মানুষ; আমি জল্লাদ জিয়া, অজগর এরশাদ, কিংবা যারা বেগম জিয়ার শক্তি ছিলেন, তাদের বিপক্ষে আজীবন।

৪৪| ২৮ শে জুলাই, ২০১৮ রাত ১০:৫৭

এমজেডএফ বলেছেন: ইমরান খান নিয়াজীর ব্যক্তিগত ও পারিবারিক চরিত্র দেখলে বুঝা যায় যে তিনি মনেপ্রাণে আর দশজন পাকিস্তানীদের মতই। ওনার থেকে ভালো বা নতুন কিছু আশা করা যায় না।
আমি এখনও লেখক নই, ২০১০ সাল থেকে এই ব্লগের পাঠক। পাঠকের দৃষ্টিতে লেখা আমার নিচের সমালোচনাটি সময় থাকলে পড়বেন। ধন্যবাদ।
সামুর একজন নিয়মিত পাঠকের প্রতিক্রিয়া

২৯ শে জুলাই, ২০১৮ রাত ১২:৫১

চাঁদগাজী বলেছেন:


ওকে, আপনার পোষ্ট পড়ে দেখছি।

৪৫| ২৯ শে জুলাই, ২০১৮ রাত ৩:৪৭

হাসান কালবৈশাখী বলেছেন:
অন্যান্য পাকি প্রধানমন্ত্রীর চেয়ে এমরান একটু আলাদা।
ইমরান খা কট্টর পাকি তালেবান, ও পাকি ফ্যাসিস্ট আইএসআই সমর্থনে আরোপিত এক এজেন্ট।

৭১ এর কথা বাদ দিলেও পাকিস্তান এমন একটি দেশ 'ছালনাই কুত্তা' কিন্তু দূরের দেশে ক্ষতি করতে দরিদ্র দেশটি নিজেদের তহবিল খ০রচ করে অন্য দেশের োন্দে আঙ্গুল দেয়।
টাকা ও অস্ত্র পাঠায় বাংলাদেশের ভেতর দিয়ে উলফার কাছে। বাংলাদেশী জঙ্গিদের কাছে। বিএনপিকেও অবৈধভাবে ফান্ডি করেছিল, ধরাও খেয়েছিল। কিছুদিন আগে পাকিস্তান থেকে পাঠানো এক কন্টেইনার বোঝাই জাল টাকা চট্টগ্রাম বন্দরে ধরা পরে।
দুতাবাসের মহিলা ফার্ট অফিসার চলন্ত গাড়ীতে জঙ্গিকে উঠিয়ে টাকা বিতরনের সময় হাতেনাতে ধরা পরেছিল।

পাকিরা আমেরিকাকে নিজ দেশের ভুখন্ড ব্যাবহার করে ঘাটি করতে দেয়। নির্বিচারে যতেচ্ছ অপারেশন করতে দেয়।
আবার আমেরিকার শত্রু জঙ্গিনেতাদের আশ্রয় দেয়। লাদেনকে ৫ বছর ক্যন্টনমেন্টে লুকিয়ে রেখেছিল। পরে মুখ বাচাতে বলে লাদেন আমাদের শত্রু।
আমেরিকা পরে লাদেনকে ধরে পাছায় গুলি করে সমুদ্রে ফেলে দেয়। কিন্তু ক্ষিপ্ত পাকিদের লাদেন প্রেম চাপা থাকেনি।
লাদেনকে চিনিয়ে দেয়া টিকা ওয়ালিদের জেলে দিয়ে পাকিরা লাদেন প্রেমের প্রমান দিয়েছিল।

পাকিরা শুধু বাংলাদেশ না গ্লোবাল মানব সভ্যতার জন্য হুমকি। বিষাক্ত ছালহীন কুত্তা।

যারা পাকিদের দোষ না দেখে দেশের মুন্ডুপাত করছে আর পাকি বন্দনা করছে তারা একটু ভাবুন

২৯ শে জুলাই, ২০১৮ ভোর ৪:২৬

চাঁদগাজী বলেছেন:



পাকিস্তানী আইএসএস বাংলাদেশকে জাল টাকার কারখানায় পরিণত করেছিলো; এখন কি অবস্হা কে জানে। আশাকরি, আওয়ামী লীগারেরা সেসব মেশিনপত্র কিনেনি।

আপনার মন্তব্য ২ বার এসেছিল, ১টা মুছে দিয়েছি।

৪৬| ২৯ শে জুলাই, ২০১৮ ভোর ৪:২৪

অনল চৌধুরী বলেছেন: আমেরিকা পরে লাদেনকে ধরে পাছায় গুলি করে সমুদ্রে ফেলে দেয়-ওখানে গুলি করলে কেউ মরে নাকি?

২৯ শে জুলাই, ২০১৮ ভোর ৪:২৯

চাঁদগাজী বলেছেন:


উনার লেখা ও নিকের মাঝে মিল আছে; যখন কিছু বলেন, সবকিছু লন্ডবন্ড করে দেন।

৪৭| ২৯ শে জুলাই, ২০১৮ ভোর ৪:৩৩

অনল চৌধুরী বলেছেন: লাদেন বাহামায় অাছে।প্রতিমাসে সিঅঅইএ তাকে ২ লাখ ডলার দেয়।
এটা নিশ্চিত কারণ স্নোডেন বলেছে।

২৯ শে জুলাই, ২০১৮ সকাল ৭:৩১

চাঁদগাজী বলেছেন:


সিআইএ কি কারণে লাদেনকে ২ লাখ টাকা দিয়ে বাহামায় পুষবে? লাদেন দাবী করেছিল যে, ওয়ার্ড ট্রেড সেন্টার ভাংগছে তার লোকেরা, সেখানে ৩০০০ আমেরিকানের প্রাণ গেছে!

৪৮| ২৯ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৩৩

খাঁজা বাবা বলেছেন: এই লোক অতি ধূর্ত। কট্টরপন্থীদের সহায়ওতায় সমর্থন বাড়িয়েছে। যদিও সে ব্যক্তি জীবনে কট্টরপন্থি কিনা যথেষ্ট সন্দেহ আছে। ভবিষ্যতে জনপ্রিয়তায় ভাটা পরলে ভারতের সাথে যুদ্ধ শুরু করার প্রবল সম্ভাবনা আছে।

২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৪৯

চাঁদগাজী বলেছেন:



ভারতের সাথে পাকিস্তানের আর যুদ্ধ হবে না, যুদ্ধ করে মিলিটারী, ওরাই ইমরানকে চালাবে।

৪৯| ২৯ শে জুলাই, ২০১৮ সকাল ১০:২৬

হাঙ্গামা বলেছেন: এগুলা আমরা ও বলি, অতঃপর ভুলে যাই।
ইমরান কি ফুলের তোড়া নিয়ে বাংলাদেশে আসবে?
যদি ও লাভ নাই....বিনিময়ে ঝাঁটা নিয়ে পেটাতে যাবে শেখ হাসিনা :D

২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৫১

চাঁদগাজী বলেছেন:


এমরানকে পাকিস্তানীরা সেই দেশের জন্য ভোট দিয়েছে, আমরা বুঝার চেষ্টা করছি, পাকিস্তানীরা কেন ওকে বানালো!

৫০| ২৯ শে জুলাই, ২০১৮ রাত ১১:১৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
স্যার, পরিবর্তন দরকার। উনি যদি কোন পরিবর্তন আনতে পারেন সেটা তো ভালোই হবে।

৩০ শে জুলাই, ২০১৮ সকাল ৯:১০

চাঁদগাজী বলেছেন:


পাকিস্তানের সাধারণ মানুষ বাংগালীদের চেয়েও কষ্টে আছে; তাদের জীবন যদি একটুখানি ভালো হয়, সেটা হবে একটু সফলতা।

৫১| ২৯ শে জুলাই, ২০১৮ রাত ১১:৩৭

বিলুনী বলেছেন: পিটিআই গঠনের ইতিহাস টেনে প্রয়াত নেতা জুলফিকার আলীর নাতনী ফাতিমা লিখেছেন, দুর্নীতিবিরোধী আন্দোলনের সুতো ধরে ইমরান খানের দলটি গঠিত হলেও বিভিন্ন সময় অন্যান্য রাজনৈতিক দলের দুর্নীতিগ্রস্ত নেতাদের নিজেদের ঘরে ভিড়িয়েছে খুবই আনন্ন্দের সাথে । পাকিস্তান পিপলস পার্টি ও পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ)—এই দুই দল থেকেই দুর্নীতিগ্রস্ত নেতারা পিটিআইয়ে গিয়েছেন। এই দুর্ণীতিগ্রস্ত লোকদের নিয়ে ইমরান খান কোন পাকিস্তান উপহার দেন সেটাই এখন দেখার বিষয় । বর্তমানে বৃটনে অবস্থারত ইমরানের সাবেক স্ত্রী সাংবাদিক রেহাম এক সাক্ষাতকারে অতীত বর্তমান ও ভবিষ্যত হালহকিকত নিয়ে অনেক কথাই বলেছেন যা আজকের প্রথম আলোতে বিস্তারিত এসেছে । তার মতে ইমরানকে প্রধানমন্ত্রী বানানোর পায়তারা নাকি ২/৩ বছর আগে থেকেই শুরু হয় ।




৩০ শে জুলাই, ২০১৮ সকাল ৯:১৩

চাঁদগাজী বলেছেন:


বেনজির ভুট্টোর ছেলে থেকে, বা নওয়াজ শরীফের ভাই'এর থেকে এমরান ভালো হবে।

৫২| ৩০ শে জুলাই, ২০১৮ রাত ২:০৯

অনল চৌধুরী বলেছেন: সিআইএ কি কারণে লাদেনকে ২ লাখ টাকা দিয়ে বাহামায় পুষবে?যে কারণে রাশিয়া এ্যামেরকিার তথ্য ফাসকারী স্নোডেনকে আশ্রয় দিয়েছে।তার মিথ্যা বলার কোন প্রয়োজন দেখিনা।এসব কাজে এ্যামেরিকা কুখ্যাত।
সাদ্দাম,তালেবান,লাদেন,অাইএস-সবই তো তাদেরই সৃষ্টি।
অার ২ লাখ টাকা দিলে তো হতো,মাসে ২ লাখ ডলার দেয়,যা প্রায় ৮৫ লাখ টাকা।
ইমরান ছাড়া বিকল্প কি
১৯৮৮ থেকে তো গণতন্ত্রী চোর বেনজির-নওয়াজ-জারদারী চক্রকে অনেকবার দেখলো।
যতোবার অাসে,ততোবারই চুরি-দুর্নীতি করে।
এবার লম্পটকে এনেছে,যে চুরি করে নিা বা সুযোগ পায়নি।
পাকিস্তানে সেনাবাহিনী কখনো অকারণে সামনে বা পিছন থেকে ক্ষমতা দখল করেনি।
রাজনীতিক নামধারী কুকুররাই প্রতিবার তাদের বাধ্য করেছে।

৩০ শে জুলাই, ২০১৮ সকাল ৯:০৮

চাঁদগাজী বলেছেন:


আমার মনে হয়, পাকিস্তানে মানুষ বসবাস করে; ওদের একটা জীবন আছে, নিজস্ব ভাবনা আছে; এতে এমরান একটা যায়গা করে নিয়েছে।
লাদেন এখন আমেরিকার কি কারণে দরকার, সেটা আমার মাথায় ঢুছে না।

৩০ শে জুলাই, ২০১৮ সকাল ৯:১৪

চাঁদগাজী বলেছেন:



লাদেনকে নিয়ে আপনি যা ভাবছেন, ওবামা এমন কিছু করার মত লোক ছিলেন না।

৫৩| ৩০ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৫৭

ব্লগ মাস্টার বলেছেন: দেখা যাক তিনি কি করতে পারেন।

৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৫০

চাঁদগাজী বলেছেন:



পাকিস্তানের মানুষ মিলিটারীকে পছন্দ করেন

৫৪| ৩০ শে জুলাই, ২০১৮ সকাল ১১:২৫

টারজান০০০০৭ বলেছেন: আপনি আইয়ুব খানরে নিয়া একখানা পোস্ট দেনতো ! বহু পুরান লোক যাহাদের মধ্যে বাআলের সমর্থকও আছেন, তাহারাও আইয়ুব খানকে পছন্দ করেন ! কারণ টা কি ? আপনার কাছে জানিতে চাই !

৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৫১

চাঁদগাজী বলেছেন:


ঠিক আছে

৫৫| ৩০ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৩৫

সিগন্যাস বলেছেন:

আমাদের দেশে শেখ সাহেব যখন টিকেনি; মুসা নবী (স: ) এলেও টিকতেন না; মাড়কসার বচ্চারা মাকে খেয়ে ফেলে!



হে হে হে হে দারুন মজা পেলাম মন্তব্যটা পড়ে । পাকিস্তান যা বলছে তা যদি করে দেখাতে পারে তাহলে গোটা বিশ্বের জন্য এক রোল মডেল হয়ে থাকবে । তবে আমার মনে হয়না ভারত-পাকিস্তান দ্বন্দ্ব এতো সহজে শেষ হবে

৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৫৩

চাঁদগাজী বলেছেন:


অনেক পাকিস্তানী একজন ভারতীয়ের পাশের সীটে বসেন না; ফলে, পাকভারত সমস্যার সহজ সমাধান নেই।

৫৬| ৩০ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: রাজনীতির মাঠে সে সফল হয়েছে। ভালো। সফলতা সবাই চায়



অনেকে আবার ব্লগে লিখতেছে সে নাকি আমাদের ক্ষতি করবে। জানি না সে কি করবে।
তবে আমরা বেশিই ভয় পাচ্ছি। তাকে নিয়ে বেশি ভাবছি

৩০ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭

চাঁদগাজী বলেছেন:


আমি ভাবছি, সে দরিদ্র পাকিস্তানীদের জন্য ভালো কিছু করবে কিনা!

৫৭| ৩১ শে জুলাই, ২০১৮ রাত ৩:৩৩

অনল চৌধুরী বলেছেন: অাইয়ুব খান ১৯৬১ সালে পাকিস্তানের মতো কালো দেশে ... পারিবারিক অাইন চালু করে ইতিহাস সৃষ্টি করেছেন।বাংলাদেশে কেউ এই সিদ্ধান্ত নিলে জঙ্গীরা ধরতো।
অার কেউ তার মতো প্রগতিশীলতা দেখাতে পারেনি।এমনকি অান্ত: খ্যাতিসম্পন্ন আইনজীবি ড: কামাল হোসেনও ১৯৭২ সালের স্বাধীন দেশের সংবিধানে সম্পত্তিতে নারী-পুরুষ সমান অধিকার দিতে পারেননি।বরং জমিদারী অামলের মত সংবিধানে ৭০ অনুচ্ছেদ রেখে সংসদ সদস্যদের গৃহপালিত জীবে পরিণত করেছেন।

৩১ শে জুলাই, ২০১৮ রাত ৩:৪৬

চাঁদগাজী বলেছেন:




ড: কামাল হোসেন সংবিধানের নামে গার্বেজ লিখেছেন; উহা আসলে দেশ চালনার ম্যানুয়েল।

৫৮| ৩১ শে জুলাই, ২০১৮ ভোর ৪:৪৫

অনল চৌধুরী বলেছেন: সু্যট কোট পরা গেয়ো ভূত।মন-মানসিকতায় ১৯৩২ এর কামাল পাশার চেয়ে ১০০০ বছর পিছিয়ে ছিলেন।কামাল পাশা নারীর সব ক্ষেত্রে সমান অধিকার দিয়েছিলেন।বোরখা বাতিল করেছিলেন।

০১ লা আগস্ট, ২০১৮ ভোর ৪:০১

চাঁদগাজী বলেছেন:


কামাল পাশা মনের দিক থেকে ইউরোপীয়ান ছিলেন।

৫৯| ৩১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪

জাহিদ অনিক বলেছেন:
কথাবার্তা তো ভালোই লাগলো, দেখা যাক কাজে কি আউটপুট দেয়, নাকি বড় বড় বাতেলা।

০১ লা আগস্ট, ২০১৮ রাত ৩:৩৫

চাঁদগাজী বলেছেন:


সব পাকিরা কথায় ওস্তাদ; তবে, তারা চাকুরী, জনসংখ্যা, বৃদ্ধদের আশা নিয়ে কথা বলেনি কোনদিন; তারা কাশ্মীর জয়, ভারতীয়দের কাবাব বানঅর কথা বলে

৬০| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ৩:৪২

অনল চৌধুরী বলেছেন: ড: কামাল হোসেন ১৯৭২ এ ১৯৩২ এর কামাল পাশার চেয়ে ১০০০ বছর পিছিয়ে ছিলেন,বলেছি।

১১ ই আগস্ট, ২০১৮ রাত ১:৩২

চাঁদগাজী বলেছেন:



আমার মতে কামাল হোসেন ইত্যাদি জোঁক, এরা বেঁচে থাকে নিজের জন্য

৬১| ১১ ই আগস্ট, ২০১৮ রাত ১:০৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন: পাকের মধ্যে হতে পারে। পুরো ভারতের মধ্যে বলে মনে হয় না।

১১ ই আগস্ট, ২০১৮ রাত ১:৩৪

চাঁদগাজী বলেছেন:


আমি পাক-ভারতের কোন রাজনৈতিক নেতাকে "বেকারত্ব" নিয়ে আলাপ করতে শুনিনি; ১ম শুনলাম ইমরান খানের মুখে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.