নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

চাঁদাবাজ মাফিয়াদের দিয়ে কলোনী কতদিন চালাবেন শেখ হাসিনা?

০১ লা আগস্ট, ২০১৮ রাত ১০:১৫



স্বয়ং শেখ সাহেব প্রমাণ করেছেন যে, ছাত্র রাজনীতিবিদরা দেশ চালাতে পারে না, সা্থে দক্ষ লোকজন থাকতে হয়; ছাত্রনেতারা উদ্দেশ্যহীন ও নিরলসভাবে প্রতিবাদ করতে পারে, মিচিল মাহফিল করতে পারে, বাস-ট্রাক ভাংতে পারে, আগুন লাগাতে পারে, বিপক্ষদলকে পিটাতে পারে, রাজনৈতিক সভা-সমিতিতে উপস্হিতি বাড়াতে পারে; এখনকার দিনে ভোট জালিয়াতী করে, কন্ট্রাকটারীর নামে টেন্ডার দখল করে উহা বিক্রয় করে, আজীবন বেকার থাকে!

শাহজাহান খান ছাত্র রাজনীতির ভয়ংকর মাফিয়া; সে দেশের পুরো পরিবহন ব্যবস্হা নিজ দখলে রেখেছে তার ক্যাডার বাহিনী ব্যবহার করে; মাসে এদের আয় হাজার কোটী। শেখ হাসিনা এসব মাফিয়া পালন করেই চলছেন। শাহজাহান খান হচ্ছেন নৌ-মন্ত্রী; ওটা মাফিয়ার দখলে, স্হল পরিবহন মাফিয়ার কবলে; দেশের প্রতি ৪ জন ড্রাইবারের মাঝে ৩ জনের কাছে সঠিক লাইসেন্স নেই, সেদান কারের লাইসেন্স দিয়ে বাস চালাচ্ছে, টেম্পুর লাইসেন্স দিয়ে ট্রাক চালাচ্ছে; জাল লাইসেন্স দিয়ে সবকিছু চালাচ্ছে!

লাইনে ১টা নতুন বাস নামাতে, বাসের মুল্যের সমান টাকা দিতে হয় শাহজাহান খানের লোকদের; কোন কোন ক্ষেত্রে ওরা নতুন মালিককে বাস নামাতে দেয়ই না; অনেক কোম্পানীর বাস রুটে চলতে দেয় না। এগুলো শেখ হাসিনা জানেন না? তিনি জানেন; এসব দিক থেকে ভাবলে, উনাকে কোনভাবে শেখ সাহেবের মেয়ে বলেই মনে হয় না।

দেশের নৌমন্ত্রী কিভাবে পরিবহন ইউনিয়নের নেতা হতে পারে? পরিবহনের নেতা হবে, পরিবহনের শ্রমিকদের থেকে; শেখ হাসিনা কি সামান্য বেসিক বিষয় বুঝতে পারেন না? রাজনৈতিক পরিবারে জন্মে অন্ধ বধির হয়ে থাকলে কিভাবে চলে? নাকি গ্রেনেডের কণা লেগে মাথায় ডোডো বিচরণ করছে?

বাচ্চারা রাস্তায় নেমেছে, তাদেরকে আশ্বাস দিয়ে ঘরে চলে যাবার জন্য বলার দরকার ছিলো ১ ঘন্টার ভেতর, সদাহাস্য মাফিয়া মন্ত্রীকে তার পদ থাকে সরায়ে, পরিবহনের সমস্যা সমাধানের জন্য দেশের পরিচিত অভিজ্ঞ কিছু ইন্জিনিয়ার ও মিলিটারী ইন্জিনিয়ারিং কোর থেকে শ'খানেক মানুষ নিয়ে, তাদেরকে দায়িত্ব দিলে পরিবহনে শৃংখলা ফিরিয়ে আনা সম্ভব। এই ধরণের মন্ত্রী রাখলে সকলের রাগ গিয়ে পড়ে শেখ হাসিনার উপর; উনার মাথায় কেন এসব সহজ বিষয়গুলো ঢোকে না, কে জানে! উনিও মনে হয়, ছাত্র রাজনীতি বিষাক্ত ফল!

মন্তব্য ৮৭ টি রেটিং +৮/-০

মন্তব্য (৮৭) মন্তব্য লিখুন

১| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ১০:৩০

ঢাবিয়ান বলেছেন:
উনি বলেছেন ''ছাত্ররা যে রাস্তায় আন্দোলন করছে, এই রাস্তা কে তৈরী করে দিয়েছে?'

'উনার দয়ায় ৩৮ টাকায় খেয়ে পড়ে, উনার তৈরী করা রাস্তায় নেমে আন্দোলন করছে ছাত্ররা। উনি এই দ্যশের ,মালিক, আমরা সবাই উনার চাকর। বারবার এই কথা উনি মনে করিয়ে দেয়ার পরও কোণ শেখ হাসিনার কথা লিখেন আপনি? কে উনি?

০১ লা আগস্ট, ২০১৮ রাত ১০:৪৭

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনার কথা লিখি, কারণ উনিই সব; উনি চাইলে, শাহজাহান খান হাসবে না; উনি নিয়ম করে দিলে, গবুরা কাঁদতে থাকবে।

২| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ১০:৩১

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ঠিকমত প্রতিউত্তর করেনঃ

১. আপনার এই গাধার ছবি দেখলে মেজাজ হট হয়ে যায়!!!X(

২। লেখার সাথে একমত।
@ উনিও মনে হয়, ছাত্র রাজনীতি বিষাক্ত ফল!
... বিষাক্ত হোক, না হয় মাকাল হোক। হাচু আপা না থাকলে দেশ চালাবে কে??
আপনি? নাকি মেকাপ ম্যাডাম??

হাসিনা আপা শাষক হিসেবে শেখ সাহেবের চেয়ে সফল। তবে রাজনীতির দাবায় ভুল চাল দিয়ে ফেলেছেন...

০১ লা আগস্ট, ২০১৮ রাত ১০:৫০

চাঁদগাজী বলেছেন:

আপনি কমপক্ষে গাধার উপরে বসার সুযোগ পাচ্ছেন!

উনি এমন কার্ড খেলছেন, দেশ উনাকেই চালাতে হবে; চালাতে চালাতে একদিন উনার মাথা ঠিক থাকবে না।

এখন উনি প্রতিপদে বাবার মতো ভুল করে চলেছেন

৩| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ১০:৩১

মোঃ মঈনুদ্দিন বলেছেন: একদিন ঠিকই জেগে উঠবেন; এবং দেখবেন সব কেমন তালগোল পাকিয়ে গেছে! আঁতেল, তেলবিদ আর মাফিয়াদের নিয়ে গড়া বিষাক্ত গোক্কুরের ঢেঁড়া একসময় তখন আর মেরামতের অবস্থায় রইবে না। তাই, সময় থাকতেই জাগুন আর আবর্জনা সাফ করুন।।

০১ লা আগস্ট, ২০১৮ রাত ১০:৫২

চাঁদগাজী বলেছেন:



এখন উনি সবকিছুর মালিক; উনার গার্বেজ উনাকেই পরিস্কার করতে হবে।

৪| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ১০:৩২

ইমরান আশফাক বলেছেন: মান্ডেট ছাড়া ক্ষমতায় আসলে অনেক কিছুই মনে থাকে না। আশেপাশের লোকজন জানতে দিতে চায় না তাদের স্বার্থের কারনেই। ধরারে সরা জ্ঞান করা হয়। দেশকে বাপ-দাদার তালুক মনে করা হয়।

একটা প্রবাদ আছে না, "পিপিলিকার পাখা গজায় মরিবার কালে"

এখন কথা হচ্ছে উনাদের বিকল্প কি? খালেদা জিয়ার পরিবারতন্ত্র?

০১ লা আগস্ট, ২০১৮ রাত ১০:৫৮

চাঁদগাজী বলেছেন:



উনার ব্যাপারে ম্যান্ডেটের কিছু সমস্যা আছে; উনি দেখেছেন কিভাবে জেনারেল জিয়া এই দেশে ম্যান্ডেট পেয়েছিলেন।

৫| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ১০:৩২

জাতির বোঝা বলেছেন:
আজ টিভির খবরে দেখলাম, উজিরে কোতোয়াল মহাশয় তার উজিরালয়ে সভা করছেন। সেখানে উপস্থিত আছেন বাস শ্রমিক সমিতির তো শা. খান আর বাস মালিক সমিতির নেতা ম. র. রাঙ্গা। অতীব হতাশার বিষয় উহারা দুজন একই সাথে শ্রমিক নেতা এবং উজির। উহা জানিতে পারিয়া আ্মার প্রচন্ড বমি আসিল।

উয়াক!! থুউউ !!!

০১ লা আগস্ট, ২০১৮ রাত ১০:৫৫

চাঁদগাজী বলেছেন:


উনার ভাবনাশক্তি ক্রমেই কমে আসছে; উনাকে মানুষের সাহায্য নিতে হবে; আর কতদিন দুষ্টদের পালন করবেন?

৬| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ১০:৩২

নতুন নকিব বলেছেন:



How are you? Good thinking! +++

০১ লা আগস্ট, ২০১৮ রাত ১০:৫৬

চাঁদগাজী বলেছেন:


উনার কাজ শেষ হয়ে গেছে মনে হয়, ক্রমেই হবু রাজার মতো কথাবার্তা বলছেন

৭| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ১০:৩৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
অসাধারণ লেখা।
যাদের উদ্দেেশ্যে লেখা তারা বুঝতে পারলেই হয়।

০১ লা আগস্ট, ২০১৮ রাত ১০:৫৭

চাঁদগাজী বলেছেন:



এগুলো আমাদের মাঝে, আমাদের ভাবনাচিন্তা

৮| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ১০:৩৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হায় হায় বাঙালী
মজা দেখ আর জোরছে মারো হাত তালি ;)

ধন্যবাদ ওস্তাদ।

০১ লা আগস্ট, ২০১৮ রাত ১১:০০

চাঁদগাজী বলেছেন:


মানুষ যে অসন্তুষ্ট তা উনি কিছুতেই বুঝতে পারছেন না; উনার ধারণ, মানুষকে উনার উপে সন্তুষ্ট থাকতেই হবে।

৯| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ১০:৪৩

জুনায়েদ বি রাহমান বলেছেন: শেখ হাসিনা এইসব মাফিয়া, গুণ্ডাপাণ্ডাদের নিয়ে দেশ চালাতে চাইছেন। এরা সাথে থাকলে অবৈধ উপায়ে ক্ষমতা ধরে রাখা সহজ।

০১ লা আগস্ট, ২০১৮ রাত ১১:০১

চাঁদগাজী বলেছেন:


উনার বাবাকে অনুসরণ করলে উনি বুঝতে পারতেন যে, শাহজাহানদের স্হান জেলে।

১০| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ১০:৫২

পদাতিক চৌধুরি বলেছেন: ভালো বিষয় তুলে ধরেছেন। সহমত আপনার সঙ্গে। খুব দ্রুত কতৃপক্ষের একটি ব্যবস্থা নিয়ে শিক্ষার্থীদের এভাবে পথে নামা থেকে দূরে রাখা যেত। বিষয়টা বেশ দুর্ভাগ্যের যে একটা সমাধান বার না হওয়াই।

পাশাপাশি সামাজিক অবক্ষয়ের যে চিত্রটা তুলে ধরেছেন, তা মনে হয় আর শোধরানো যাবেনা। সমাজে যে ক্যানসার আক্রান্ত , তাকে আর রক্ষে করে কে।

শুভকামনা আপনাকে।

০১ লা আগস্ট, ২০১৮ রাত ১১:০২

চাঁদগাজী বলেছেন:



শাহজাহান পুরোপুরি মাফিয়া, হাজার তারেকের সমান।

১১| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ১০:৫৭

রাকু হাসান বলেছেন: আমার ধারণা জানেন , কিন্তু স্বার্থ বাধ্য করেছে । আজ বলুক কড়া গলায় কিছু হাসিনা ,কাল ই সারা দেশে পরিবহন ধর্মঘট ,বলির পাঠা আপনি ,আমি ।

০১ লা আগস্ট, ২০১৮ রাত ১১:০৪

চাঁদগাজী বলেছেন:



উনার বাধ্য হওয়ার সময় চলে গেছে ২০১৫ সালে, উনি না বুঝলে করার কিছুই নেই

১২| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ১০:৫৮

নূর আলম হিরণ বলেছেন: শেখ হাসিনা সবই জানেন, এছাড়া উনার হাতে কোন বিকল্প ভালো উপায় নেই! উনি উনার বাবার মতো নিজের আশেপাশের মানুষদের শত্রু বানাতে চান না।

০১ লা আগস্ট, ২০১৮ রাত ১১:০৫

চাঁদগাজী বলেছেন:


উনার বাবা সময় পেয়েছিলেন সাড়ে ৩ বছর, উনি সময় পেয়েছেন ১৯৯৬ সাল থেকে; উনি চাইলে, ১০ কোটী মানুষ উনার পাশে পাবেন কালকে।

১৩| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ১১:৪৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: শেখ হাসিনা ভাবছেন বিপদের সময় এসব লেবার/টেবার দিয়ে আন্দোলন চাঙ্গা করা যায়। না হলে, কোন সুস্থ মস্তিস্কের প্রধানমন্ত্রী এরকম মন্ত্রী পোষার কথা না...

০১ লা আগস্ট, ২০১৮ রাত ১১:৫৮

চাঁদগাজী বলেছেন:


মনে হয়, উনার ধারণা-পরমাশক্তি এতটুকুই

১৪| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ১১:৪৯

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: বাংলাদেশে ছবিটার মত সুন্দর গাধা থাকলে ভালোই হত। ও! আছে তো। সংসদে অভাব নেই।

০১ লা আগস্ট, ২০১৮ রাত ১১:৫৬

চাঁদগাজী বলেছেন:



সংসদটাই গাধার আস্তাবল

১৫| ০২ রা আগস্ট, ২০১৮ রাত ১২:১১

প্রশ্নবোধক (?) বলেছেন: এই পোষ্টটা অন্তত চাদগাজী ঠিক মত লিখেছে।

০২ রা আগস্ট, ২০১৮ রাত ১২:২১

চাঁদগাজী বলেছেন:



দেখলাম, আপনি ব্লগে সক্রিয়, আপনি পড়ার সম্ভাবনা আছে!

১৬| ০২ রা আগস্ট, ২০১৮ রাত ২:০২

ভ্রমরের ডানা বলেছেন:



আপনি দেশে choas দেখলে আনন্দ পান।

০২ রা আগস্ট, ২০১৮ রাত ২:১৫

চাঁদগাজী বলেছেন:



না, Chaos দেখলে আমি আনন্দ পাই না; বাংগালীরা Chaos সৃষ্টিতে দক্ষ; উহাকে কমানোর জন্য কিছু নিয়ম অনুসরণ করতে হয়!

১৭| ০২ রা আগস্ট, ২০১৮ রাত ২:২০

ভ্রমরের ডানা বলেছেন:



আপনি পারবেন! আপনাকে দিয়েই হবে।

০২ রা আগস্ট, ২০১৮ রাত ৩:২৬

চাঁদগাজী বলেছেন:


যখন সামনে যা আসে, আমি আমার মানপ্রাণ দিয়ে তার মুখোমুখি হই।

১৮| ০২ রা আগস্ট, ২০১৮ রাত ২:৩৪

যবড়জং বলেছেন: আপনার পোষ্ট সবসময় ভালো লাগে কিন্তু মন্তব্য গুলো অতোটা লাগে না ।

আপনি কি এই গ্রাম্য প্রবাদটা শুনেছেন ?
বাওনে (ব্রাহ্মণ) মন্তর (মন্ত্র) পড়ে , পাঁঠায় ** শোনে !!!

০২ রা আগস্ট, ২০১৮ রাত ৩:২৮

চাঁদগাজী বলেছেন:


না, আমি এই প্রবাদটা শুনিনি; আসলে, আমি কারো লেখা কোন প্রবাদ সহজে ব্যব হার করি না; কারো কোটােশন মোটেই না।

১৯| ০২ রা আগস্ট, ২০১৮ সকাল ১১:০৩

রাজীব নুর বলেছেন: পুরো দেশ চলছে শেখ হাসিনার ইচ্ছার উপরে।

০২ রা আগস্ট, ২০১৮ সকাল ১১:১৭

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনাকে বুঝতে হবে, উনাকে ব্যবহার করে মন্ত্রী শাহজাহান দেশে মাফিয়া বাহিনী গড়ে তুলেছে; এই লোক আওয়ামী লীগের তারেক।

২০| ০২ রা আগস্ট, ২০১৮ সকাল ১১:৫৪

কল্পদ্রুম বলেছেন: কোচিং,প্রাইভেট টিউটরের বাসায় ছোটা ছেলেমেয়েগুলোও আন্দোলন করতে পথে নামতে পারে।কি বলেন?
আমার ধারণা শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য নয়,প্রধানমন্ত্রী বোধহয় নিজের নিরপত্তার জন্যেই এসব মাফিয়া ডনদের উপর নির্ভর করছেন।একটা বড় অংশের চাঁদাও কিন্তু এসব রাঘব বোয়ালরা দলকে দেয়।সেটাও গুরুত্বপূর্ণ।আমাদের তো এখন উলটা গীত--দেশের চেয়ে দল বড়,দলের চেয়ে ব্যক্তি বড়।

০২ রা আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪৮

চাঁদগাজী বলেছেন:


আমাদের দেশের রাজনীতিতে দলের চেয়ে দলের প্রধান বড়, দেশের চেয়ে দল বড়।

একা মিনিষ্টার ও এমপি'রা যে পরিমাণ সমস্যার সৃষ্টি করছে, শেখ হাসিনা উনার ৭ জীবনেও সেগুলোর সমাধান করতে পারবেন না; সেটার সাথে যোগ হচ্ছে উনার বকবক।

২১| ০২ রা আগস্ট, ২০১৮ দুপুর ২:৩৫

আবদুল মমিন বলেছেন: চাঁদ গাজী বলেছেন @ শেখ হাসিনাকে বুঝতে হবে, উনাকে ব্যবহার করে মন্ত্রী শাহজাহান দেশে মাফিয়া বাহিনী গড়ে তুলেছে; এই লোক আওয়ামী লীগের তারেক।

১০০ ভাগ সহমত

০২ রা আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪৯

চাঁদগাজী বলেছেন:


আওয়ামী লীগে এখন রাজনীতিবিদ নেই, আছে ব্যবসায়ী ও মাফিয়ারা

২২| ০২ রা আগস্ট, ২০১৮ বিকাল ৩:০১

খায়রুল আহসান বলেছেন: মাফিয়াদের উপর মনে হয় আর বেশীদিন তিনি ভরসা রাখতে পারবেন না, কিংবা মাফিয়ারা তার উপর।
শেখ হাসিনার কথা লিখি, কারণ উনিই সব; উনি চাইলে, শাহজাহান খান হাসবে না; উনি নিয়ম করে দিলে, গবুরা কাঁদতে থাকবে - :D

০২ রা আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫৫

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা দেশকে হবু-রাজ্যে পরিণত করেছেন; উনি হাসতে বললে, উনার গবুরা হাসে, দেশবাসী কাঁদে; উনি কাঁদতে বললে, উনার গবুরা কাঁদে, দেশবাসীকেও কাঁদতে হয়

২৩| ০২ রা আগস্ট, ২০১৮ বিকাল ৪:০৫

ঠাকুরমাহমুদ বলেছেন: ১৯৭৫ সাল থেকে দেশ চাঁদাবাজ মাফিয়াদের দিয়ে কলোনী চলছে !!! এবং চলবে - - - - - -

চাঁদগাজী ভাই, আমি কালের কড়াল সাক্ষী

০২ রা আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪৩

চাঁদগাজী বলেছেন:


দেশকে উনি যেভাবে এককভাবে চালাচ্ছেন, এতে সমস্যা বাড়ছে প্রতিদিন, উনি নিজের সৃষ্ট সমস্যার মাঝে ডুবে যাবেন, মনে হয়।

২৪| ০২ রা আগস্ট, ২০১৮ বিকাল ৫:০৪

শাহারিয়ার ইমন বলেছেন: হাসু আপুকে আপনি চিনতে ভুল করছেন । তিনি আপনার চেয়ে বেশি জ্ঞান রেখে গদিতে টিকে আছে

০২ রা আগস্ট, ২০১৮ বিকাল ৫:২৭

চাঁদগাজী বলেছেন:



আমিও চাই উনি গদিতে থাকুক ও গদির গুরুত্ব ও দায়িত্ব বুঝুক; দেশে উনার দলই বড়, বাংগালীদের রাজনীতি অনুসারে উনারই ওখানে থাকার কথা

২৫| ০২ রা আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩০

শাহারিয়ার ইমন বলেছেন: স্বৈরাচারী হিসেবে ।

০২ রা আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪৫

চাঁদগাজী বলেছেন:


উনার এই বয়সে উনি হয়তো নতুন কিছু আর শিখতে পারবেন না; উনি মানুষের জীবন দেখে যদি কিছু শেখেন, সেটাই কিছু কাজ দেবে; উনি যেভাবে আচরণ করছেন, এর পেছনে মানুষ ও অন্য দলগুলোর প্রভাব আছে।

২৬| ০২ রা আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫৬

ঠাকুরমাহমুদ বলেছেন: দিন দিন সারা বিশ্বের কাছে বাংলাদেশের পরিচয় হচ্ছে ভয়ংকর একটি দেশ হিসেবে - আমার ব্যাক্তিগত ভাবে মনে হয় এটি বাংলাদেশের মানুষের পাওনা - কারণ এই দেশের যাবতীয় ক্ষতি ও লোকসানের দায়ভার এই দেশের জনগণের, অবস্যই এই দায়ভার এই দেশের জনগণের - কোনো সন্দেহ ???

০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩

চাঁদগাজী বলেছেন:


সব বাস পোড়ায়ে দিলে, বাসের নীচে কেহ পড়বে না।

২৭| ০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০৪

মায়াবী ঘাতক বলেছেন: মনে বিশ্বাস আছে এইবারের আন্দোলনে হয়তো সরকারের কিছুটা হলেও শিক্ষা হবে। সামনে নির্বাচন আসছে। এখনি সাবধান না হলে সরকারের জন্য আরো খারাপি আছে।

০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা নিজেও কম বুঝেন, আবার মন্ত্রী বানান তাদের, যারা উনার থেকে কম বুঝে

২৮| ০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৩

ঠাকুরমাহমুদ বলেছেন: ঢাবিয়ান ভাই, এবং চাঁদগাজী ভাই
”ছাত্ররা যে রাস্তায় আন্দোলন করছে, এই রাস্তা কে তৈরী করে দিয়েছে?” এটি একটি নিম্ন শ্রেণীর গুজব খবর - যা অনলাইন পত্রিকা/নিউজ/সামাজিক যোগাযোগ মাধ্যমে ফ্লাডিং হচ্ছে, কোনো বিস্বস্ত সুত্রে পেয়েছেন এই খবর - এতো বড় কথা আর বাংলাদেশের প্রধাণ কোনো দৈনিক পত্রিকায় আসেনি !!! এও সম্ভব !!! ???

০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪

চাঁদগাজী বলেছেন:


রাস্তাগুলোর মালিক জাতি, সরকার হলো কন্ট্রাক্টর

২৯| ০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫৬

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:






রাগের কাজ করলে জনগণের রাগ গিয়ে আসল লোকের উপরই পরবে, এটাই স্বাভাবিক।

মানুষ বুঝতে পারে মূলটা কোথায়।

মানুষ এটাও বুঝতে পারে, কার জোরে, এবং কোন সাহসে সে এই কাজগুলি (যার বর্ণনা আপনি দিয়েছেন) করে।
রাগের কাজ করলে জনগণের রাগ গিয়ে আসল লোকের উপরই পরবে, এটাই স্বাভাবিক।

মানুষ বুঝতে পারে মূলটা কোথায়।

মানুষ এটাও বুঝতে পারে, কার জোরে, এবং কোন সাহসে সে এই কাজগুলি (যার বর্ণনা আপনি দিয়েছেন) করে।

০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১৬

চাঁদগাজী বলেছেন:



সঠিক, মাফিয়া শাহজাহান খানের মুল শেখ হাসিনার কাছে ; উনি এই আগাছা বপন করেছেন, এখন সময় হয়েছে উহাকে কেটে চুলায় দেয়ার।

৩০| ০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৬

নাহিদ০৯ বলেছেন: নিরাপদ সড়ক চাই আন্দোলনে সরকার ধন্যবাদ পেতেই পারে

০২ রা আগস্ট, ২০১৮ রাত ৮:৩৬

চাঁদগাজী বলেছেন:


মোটামুটি ভালোই ভেবেছেন

৩১| ০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪০

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:






এটা আমি বুঝতে পারছি না, কেউ যদি জেনে শুনে এবং বিশেষ উদ্দেশ্য আগাছা বপন করে, সে কেন এটাকে কেটে চুলায় দিবে?
আপনি যেমন আগাছা চিনেন, যিনি এই আগাছা বপন করেছেন তিনিও সেটা চিনেন।
ভুল করে তিনি আগাছা বপন করেন নাই।
আগাছাকে জেনেশুনেই বপন করা হয়েছে।
আগাছা নিজে ফল না দিলেও, অন্যের চলার পথে বাধা দিতে পারে।
যিনি এই আগাছা বপন করেছেন, তিনি জানেন এই আগাছা সরাসরি কোন ফল দিবে না। তবে অন্যের চলার পথে সে বাধা দিতে পারবে।
এটাই আগাছা বপনকারীর আপাতত লাভ।

০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪

চাঁদগাজী বলেছেন:



আপনি সঠিক; শেখ হাসিনা জেনেশুনেই এদের ক্ষমতা দিয়েছিল বিএনপি-জামাত ঠেকাতে; এখন এরা উনাকে খেয়ে ফেলতে পারে।

৩২| ০২ রা আগস্ট, ২০১৮ রাত ৮:১৪

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:


আমি আপনার মতের প্রথম অংশের সাথে একমত, "...জেনেশুনেই এদের ক্ষমতা দিয়েছিল বিএনপি-জামাত ঠেকাতে। "

কিন্তু বিনয়ের সাথে আপনার মতের শেষ অংশের সাথে দ্বিমত করছি, "এখন এরা উনাকে খেয়ে ফেলতে পারে।"

এই আগাছাদের, বপনকারীকে খেয়ে ফেলার কোন শক্তি নাই। তিনি যদি ইচ্ছা করে তাকে খেয়ে ফেলতে না দেন।

একটু গভীরে গেলে দেখতে পাবেন।

০২ রা আগস্ট, ২০১৮ রাত ৮:৩৮

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা সমস্যায় পড়লে, এরা পাশে থাকবে না, কিংবা উনার সমস্যাকারীদের পক্ষে চলে যেতে পারে; কারণ, এরা নিজের সম্পদ/টাকা বাঁচানোর চেষ্টা করবে।

৩৩| ০২ রা আগস্ট, ২০১৮ রাত ১১:১১

নীলপরি বলেছেন: শেখ হাসিনা সমস্যায় পড়লে, এরা পাশে থাকবে না, কিংবা উনার সমস্যাকারীদের পক্ষে চলে যেতে পারে; কারণ, এরা নিজের সম্পদ/টাকা বাঁচানোর চেষ্টা করবে। --

আপনার এই উত্তরটা ভালো লাগলো । আর লেখায় বিশ্লেষণও ভালো করেছেন ।

০৩ রা আগস্ট, ২০১৮ ভোর ৬:৫২

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনার ভয়ংকর দুর্বলতা ধরা পড়েছে, তিনি গ্রহনযোগ্য সঠিক সমাধান জানেন না।

৩৪| ০২ রা আগস্ট, ২০১৮ রাত ১১:১৪

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:


শেখ হাসিনা সমস্যায় পড়লে, এরা পাশে থাকবে না, কিংবা উনার সমস্যাকারীদের পক্ষে চলে যেতে পারে; কারণ, এরা নিজের সম্পদ/টাকা বাঁচানোর চেষ্টা করবে।

পুরাপুরি একমত।

০৩ রা আগস্ট, ২০১৮ ভোর ৬:৫৩

চাঁদগাজী বলেছেন:


উনার সব প্রাপ্তি হারিয়ে যেতে পারে।

৩৫| ০৩ রা আগস্ট, ২০১৮ রাত ২:৪৯

অনল চৌধুরী বলেছেন: Old English proverb says,EVERYTHING THAT HAS A BEGINING HAS AND END.
But no one knows what`s waiting for who.

০৩ রা আগস্ট, ২০১৮ ভোর ৬:৫১

চাঁদগাজী বলেছেন:



যারা শেষটাকে অনুমান করতে পারে, প্ল্যান করতে পারে, তারা সফল হয়।

৩৬| ০৩ রা আগস্ট, ২০১৮ দুপুর ১:০৭

জাহিদ অনিক বলেছেন: ব্যাটসম্যান ক্রিজে টিকে গেলে ৫০ রান ১০০ রান করার পরে ছোট টেনিস বলকে তার চোখে ফুটবল মনে হয়। তখন চোখ বুঝেও ছক্কা হাকানো যায়, কিন্তু ফুটবল উড়ে গিয়ে গ্যালারিতে পড়ে না, লং ফিল্ডে ফিল্ডারের হাতে পড়ে।

০৩ রা আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৮

চাঁদগাজী বলেছেন:



এবং এক সময় ক্যাচ-আউট হয়; কিন্তু কষ্টটা সাপোর্টারেরা পায়

৩৭| ০৩ রা আগস্ট, ২০১৮ দুপুর ২:১৭

উদাসী স্বপ্ন বলেছেন: লীগের কর্পোরেট রূপ রক্ত চোষা মেলেটারী মার্সেনারীজের চেয়েও ভয়ংকর। আর এদের ক্ষমতা মূল উৎস এই মাফিয়ারাই। হাসিনার বিগত বেশ কয়েকটা বক্তব্য প্রমান করে দেশ আগে নয়, ক্ষমতা আগে

০৩ রা আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৯

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা দেশের চেয়ে দলকে বেশী গুরুত্ব দেন, এর পেছনে উনার দুর্বলতা কাজ করছে

৩৮| ০৩ রা আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩২

মিঃ আতিক বলেছেন: শেখ হাসিনাকে কোন দিনই শেখ সাহেবের মেয়ে মনে হয়না, যে ক্ষমতার জন্য সব কিছু করতে কমিটেড। তাঁর কার্যকলাপ দেখে মনে হয় বাংলাদেশ কে এত ঘৃণা আর কেউ করেনা। দুর্ভাগ্য তার চেয়ে ভাল আর কোন বিকল্পও আমাদের হাতে আপাতত নেই।

০৩ রা আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৫

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা নতুন এক আওয়ামী লীগ চালাচ্ছে, ইহাকে রাজনৈতিক দল হিসেবে না চালিয়ে, ব্যবসায়ী ও দখলকারী দল হিসেবে চালচ্ছেন।

৩৯| ০৩ রা আগস্ট, ২০১৮ রাত ৯:৪৭

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:






"উনার সব প্রাপ্তি হারিয়ে যেতে পারে।" বলতে কোন প্রাপ্তির কথা বুঝিয়াছেন তা আমি জানি না।

আমি জানি একটাই উনার প্রাপ্তি, যা কোনদিন হারাবে না। কারণ পরপাড় থেকে ওই লোকগুলি আর কোনদিন ফিরে আসতে পারবে না।

০৩ রা আগস্ট, ২০১৮ রাত ৯:৫৫

চাঁদগাজী বলেছেন:



ঐ লোকগুলোর ফিরার দরকার নেই, ওরা বিষাক্ত বীজ রেখে গেছে; উনার বড় অবদান মিলিটারীর ক্ষমতা দখল প্রবনতা থামানো ও সংবিধান থেকে ৫ম সংশোধনী বাতিল করা; দেশের প্রেসিডেন্টকে হত্যা করলে, বিনা বিচারে কেহ রেহাই পাবে না

৪০| ০৩ রা আগস্ট, ২০১৮ রাত ১০:১৬

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:


রাজনীতিতে আসার দিন থেকে শুরু করে ৫ম সংশোধনী বাতিল করা পর্যন্ত, কোন দিন ওনার কোন দাবি বা কর্মসূচি ছিলোনা যে উনি এটা বাতিল চান। উনার একটাই দাবি ছিল ইনডেমনিটি অর্ডিন্যান্স বাতিল করা, যা উনার কাঙ্ক্ষিত বিচার প্রক্রিয়ার বাধা ছিল। সেটা উনি প্রথম মেয়াদেই পূর্ণ করেছেন। এটাই ওনার প্রাপ্তি। এই প্রাপ্তির জন্য অন্যের কিছু কিছু ইচ্ছা পূরণ করতে হয়েছে, যা ওনার প্রাপ্তি না। এটা যাদের দাবি ছিল তাদের প্রাপ্তি।

খুনের শাস্তি মৃত্যুদণ্ড এটা আমাদের পেনাল কোডে শত বছর ধরে লেখা আছে। এবং এই আইনে প্রতিবছর অনেক লোকের ফাঁসিও হচ্ছে। এতে কি দেশে খুন খারাবি বন্ধ হয়ে গেছে? যে করবে আইন থাকলেও করবে, আর যে করবে না, আইন না থাকলেও করবে না।

০৪ ঠা আগস্ট, ২০১৮ ভোর ৫:৪৯

চাঁদগাজী বলেছেন:



উনি রাজনীতিবিদ ছিলেন না, ছিলেন ভালো কৌশলী; তাই উনি নিজেও এখন সমস্যায় আছেন।

৪১| ০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ৩:০২

অনল চৌধুরী বলেছেন: ইতিহাস থেকে কেউই কোন শিক্ষা নেয়না।
তাই অত্যাচারীদের পরিণতি হয় হিটলার,মুসোলিনী,মার্কোস,সুহার্তো,এরশাদ.মবুতু,জিয়া,এরশাদ,তারেক অার খালেদার মতো।
এই ধারা ভবিষ্যতেও চলতে থাকবে।

০৪ ঠা আগস্ট, ২০১৮ ভোর ৫:৪৬

চাঁদগাজী বলেছেন:


এরা আসছে, যাচ্ছে, সব কিছু ধ্বংস করছে; সাধারণ মানুষ জীবনের স্বাদ পেলো না।

৪২| ০৫ ই আগস্ট, ২০১৮ রাত ৩:০৬

অনল চৌধুরী বলেছেন: যতোদিন তারা সচেতন না হবে,ততোদিন পাবেও না।
সিঙ্গাপুর ছিলো জেলেদের গ্রাম।
নিজেদের মানসিকতা পরিবর্তনের মাধ্যমে রাজনৈতিক,সামাজিক,অর্থনৈতিক,শিক্ষা,অাইন-শৃংখলা-এসব দিকে তারা অাজ কোথায়?
এশিয়ার মধ্যে একমাত্র প্রায় দুর্নীতিমুক্ত দেশ।
তাদের অার বাংলাদেশীদের মানসিকতায় হাজার বছরের পার্থক্য।যেমন পার্থক্য ছিলো জাভা মানব অঅর নিয়ারডার্থাল মানবে।

০৫ ই আগস্ট, ২০১৮ ভোর ৪:৫৪

চাঁদগাজী বলেছেন:


বাংগালীর জিনে ১টা ক্রোমোজম এসেছে বানর থেকে।

৪৩| ০৬ ই আগস্ট, ২০১৮ রাত ৩:৪৯

অনল চৌধুরী বলেছেন: এটা তো সব মানষের মধ্যেই।

৪৪| ০৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:






আপনি বলেছেন, "উনি রাজনীতিবিদ ছিলেন না, ছিলেন ভালো কৌশলী; তাই উনি নিজেও এখন সমস্যায় আছেন।"

আমি বলব, তিনি একজন ভাল রাজনীতিবিদ, এবং ভাল কৌসুলি।
আর সমস্যা ছাড়া কোন রাজনীতিবিদ নাই।
সমস্যা না থাকলে রাজনীতিবিদের কোন প্রয়োজন হতো না।

যেটা আমাদের রাজনীতিবিদের অভাব সেটা হল রাষ্ট্রনায়ক হতে না পারা।
আমাদের রাজনীতিবিদ, এবং বুদ্ধিজীবীদের (সাধারণ মানুষের কথা বাদই দিলাম) প্রধান সমস্যা তারা রাষ্ট্র কি জিনিস সেটা বুঝতে অক্ষম।
তারা সরকারকে মনে করে রাষ্ট্র।
আবার কিছু কিছু মানুষ তো দলকেই মনে করে রাষ্ট্র। এই সমস্যাটা আওয়ামীলীগের মধ্যে বেশি, তারা আওয়ামীলীগকেই মনে করে বাংলাদেশ।

০৬ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৩২

চাঁদগাজী বলেছেন:



সঠিক, আপনি সঠিক শব্দটা ব্যবহার করেছেন, "রাষ্ট্রনায়ক"।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.