নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

ছেলেমেয়েদের প্রতিবাদ কতদিন চললে ঠিক হবে?

০৪ ঠা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০২



প্রতিবাদের ৭ম দিন শেষ হলো, শেখ হাসিনার তরফ থেকে ছেলেমেয়েদের দেয়া ৯ দফা মেনে নেয়া হয়েছে; পুলিশ প্রধান বলছেন, তাদের চোখ খুলে দিয়েছেন ছেলেমেয়েরা, পুলিশ এখন থেকে ভালো হয়ে যাবেন(?); রাস্তায় লাইসেন্সবিহীন চালক, ফিটনেসহীন গাড়ী থাকবে না; কন্ষ্টেবলরা ঘুষ নেবে না।

ছেলেমেয়েদের প্রতিবাদে সরকারের অনেক দুর্বলতা, সরকারের লোকদের, প্রশাসনের লোকদের অদক্ষতা ইত্যাদি বেরিয়ে এসেছে; স্বয়ং প্রধানমন্ত্রী একটা ঝাঁকুনী খেয়েছেন।

এদিকে রাস্তায় বাস নেই, মানুষের অসুবিধা হচ্ছে; রিকসা, সিএনজি সবাই বেশী টাকা নিচ্ছে! ব্লগার রাজীব যেখানে দৈনিক গড়ে ৫০ টাকা খরচ করেন যাতায়তে, সেখানে সর্বোচ্চ ৭০০ টাকাও খরচ করেছেন। বিপুল পরিমাণ লোকজন হাঁটছেন, কারো কষ্ট হচ্ছে, কারো শরীর ভালো হচ্ছে!

প্রতিবাদের ফলে, পরিবহনে মন্ত্রী শাহজাহান ও উনার লোকদের মাফিয়া কার্যক্রম কিছুটা পরিস্কার হয়েছে দেশবাসীর কাছে; স্বয়ং প্রধানমন্ত্রী চাপের মাঝে বিনা বাক্যে দাবী-দাও্য়া মেনে নিয়েছেন। যদিও উনার মানা, না মানা নিয়ে অনেকের প্রশ্ন আছে। মন্ত্রী শাহজাহান নিজের হাতে মৃত ২ ছাত্রছাত্রীর পরিবারকে মাত্র ১০ লাখ টাকা ক্ষতিপুরণ দিয়েছে; আসলে টাকার পরিমাণ ৫ কোটীর বেশী হওয়ার দরকার ছিলো, এবং টাকাটা পার্লামেন্টের লোকজনের হাত হয়ে যাওয়ার দরকার ছিলো, ক্রিমিনাল মন্ত্রী শাহজাহানের হাত হয়ে টাকাটা দেয়া সঠিক হয়নি।

এই প্রতিবাদ কি চলতে থাকবে, আরো কিছু কি চাওয়ার আছে, নাকি এর সমাপ্তি হওয়ার দরকার? যদি আরো কিছু চাওয়ার থাকে, সেটা সরকার ও জনতাকে জানানোর দরকার! নাকি এই প্রতিবাদকে আন্দোলনে পরিবর্তিত করে, এই সরকারের পতন ঘটানো দরকার, যাতে সব দুর্নীতির অবসান ঘটবে, শাহজাহানই থাকবে না, প্রাইম মিনিষ্টারও থাকবে না, ৯ দফারও দরকার হবে না; ছেলেমেয়েরা দেশ চালাবে!

যদি নতুন কোন এজেন্ডা না থাকে, ৭ দিনই যথেস্ট; আর, বড় কিছু হলে মানুষ ধৈয্যের সাথে অপেক্ষা করবে, মানুষ তাতে যোগ দেবে, সামনে ভালো দিনের স্বপ্নে আজকের সব কষ্ট মেনে নেবে; কিন্তু সেই রকম কিছু না থাকলে, একই ধরণের প্রতিবাদে মানুষই ক্লান্ত হয়ে যাবে শীঘ্রই।

মন্তব্য ৭২ টি রেটিং +৪/-০

মন্তব্য (৭২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
যেই দেশে ২ কোটি মানুষ থাকলেই্ অতিরিক্ত মনে হওয়ার কথা সেই দেশে ১৮/১৯ কোটি মানুষ।
এর খারাপ প্রভাব জাতি পেতে শুরু করেছে।
এতো বেশী মানুষও কোন দেশে নাই।
এতো বেশী সমস্যাও কোন দেশে নাই।
এতো বেশী নেতা আর কেতাও কোন দেশে নাই।
এতো বেশী আন্দোলনও কোন দেশে নাই।
এই বার বুঝুন মজা।
এবার জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য আন্দোলন করেন।

০৪ ঠা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৩

চাঁদগাজী বলেছেন:


মানুষ বেশী, ওদেরকে সাহায্য করছে না কেহ, ওদের থেকে লাভবান হওয়ার চেষ্টা করছে সরকার ও রাজনৈতিক দলগুলো

২| ০৪ ঠা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০৯

লর্ড অফ দ্য ফ্লাইস বলেছেন: অযোগ্য মন্ত্রী পদত্যাগ করুক, লক্করঝক্কর মুড়ির টিনের রুট পারমিট বাতিল হোক, বি আর টিসির বাসগুলি রাস্তায় নামুক, বিভিন্ন অজুহাতে ভাড়া বৃদ্ধি বন্ধ হোক, ভিআইপিরা আইন মেনে চলুক তাহলে আন্দোলন এমনিতেই শেষ হয়ে যাবে। উল্টো আজকে হেল্পারলীগ, টোকাইলীগদের দিয়ে হামলা করে আন্দোলন উস্কে দিল।

০৪ ঠা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৭

চাঁদগাজী বলেছেন:


মন্ত্রীর পদত্যাগ ৯ দফায় ছিলো? না থাকলে, সরকারকে জানায়ে দেখতে পারে।

সরকার নিদ্দিষ্ট সময়ের পর, ও দাবী মেনে নেয়ার পর, কঠিন হয়ে যাবে! এখন জনতা চাইলে, ছেলেমেয়েদের পক্ষে গিয়ে সরকারের সাথে লেগে দেখতে পারে; ছেলেমেয়েরা একা পারবে না

৩| ০৪ ঠা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১০

বাকপ্রবাস বলেছেন: সবাই খুশি, এবার বাড়ি ফেরা দরকার, শক্তির অপচয় হলে রাজপথে থেকে গেলে, হায়েনালীগ হানা দিলে সামলাতে পারবেনা। দীর্ঘ মেয়াদের সুফল পাবে যদি থেকে যায় কিন্তু অনেক জীবন অপচয় হবে, তায় এবার ঘরে ফেরা উচিত।

০৪ ঠা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৮

চাঁদগাজী বলেছেন:


বাচ্চারা দীর্ঘ সময় থাকতে পারবে না, এটা সম্ভব নয়।

৪| ০৪ ঠা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১২

জাতির বোঝা বলেছেন:
এটা অমানুষের দেশ। এখানে এমন ঘটনা ঘটবেই।

০৪ ঠা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩২

চাঁদগাজী বলেছেন:



যেখানে সাধরণ রিকসা ড্রাইবার, সিএনজি ড্রাইবার সত নন, সেটা নরক

৫| ০৪ ঠা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১৩

এস.এম এরফান বলেছেন: আর এক মুহূর্ত দেরি না করে তাদের ঘরে ফেরা উচিৎ। সাধারন জনগনের যেমন কষ্ট হচ্ছে তেমনি তাদের পড়ালেখারও ক্ষতি হচ্ছে।

০৪ ঠা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

চাঁদগাজী বলেছেন:


এরা এখন থেকে পড়ালেখা খুব একটা করবে বলে মনে হয় না; তবে, এদের পক্ষে বিপক্ষে লোকজন যাবে, অবস্হা এই রকম থাকবে না

৬| ০৪ ঠা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১৫

ভ্রমরের ডানা বলেছেন:



তাদের উপর হামলার নিন্দাজনক! তবে আজ তাদের আন্দোলনে যাবার কোন যৌক্তিকতা ছিল না!

০৪ ঠা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭

চাঁদগাজী বলেছেন:


ছেলেমেয়েদের পরিবার অবস্হা না বুঝলে সমস্যা হবে

৭| ০৪ ঠা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২১

ভ্রমরের ডানা বলেছেন: হ্যামিলনের বাশিওয়ালা তাদের নামিয়ে দিচ্ছে। নিজ কানে শুনুন!

০৪ ঠা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭

চাঁদগাজী বলেছেন:


আমীর খসরুদের মতো লোকদের এই দেশে থাকতে দেয়া উচিত নয়।

বাচ্চাদের রাস্তায় থাকার ক্ষমতা সীমিত; পরিবার ওদেরকে যেতে দেবে না এক সময়।

৮| ০৪ ঠা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩

ঠাকুরমাহমুদ বলেছেন:


https://www.youtube.com/watch?v=O44HCnhvbiI&feature=youtu.be


ভ্রমরের ডানা বলেছেন: হ্যামিলনের বাশিওয়ালা তাদের নামিয়ে দিচ্ছে। নিজ কানে শুনুন!


আমিন খসরু কে কানে ধরে উঠবস করিয়ে তারপর জনপদে লাথি মারার জন্য ছেড়ে দিতে হবে, জনগণ তার বিচার করুক - কোথায় এখন ছত্রাক ও ছত্রিকা

০৪ ঠা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬

চাঁদগাজী বলেছেন:


এসব লোকেরা এই দেশে থাকার অধিকার রাখে না

৯| ০৪ ঠা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯

লায়নহার্ট বলেছেন: {যারা আন্দোলন করছে আশা করবো তারা নিজেরা কখনো ট্রাফিক আইন ভাঙ্গবে না, ফুটওভার ব্রিজ দিয়ে রাস্তা পার হবে। রেপ খুনের ঘটনা সত্যি হলে জনতা নির্বাচনের জন্য বসে থাকবে কি?}

০৪ ঠা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০৮

চাঁদগাজী বলেছেন:


জনতা ভাগ হয়ে আছে, জনতাকে নেতৃত্ব দেয়ার কেহ নেই; সরকারের পতন এভাবে ঘটবে না

১০| ০৪ ঠা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭

বিষাদ সময় বলেছেন: মনে করেছিলাম আন্দোলনের সমাপ্তি হওয়া উচিত, কিন্তু কোন এক মন্ত্রীর পদত্যাগের দাবী করেছে ছাত্ররা, কাজেই এই সহজ দাবীটা সরকার পুরণ করার আগে পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া উচিত বলে আমার মনে হয়।

যাহোক সময় অভাবে মন্তব্য করা হচ্ছে না, কিন্তু আপনার পোস্টগুলো ভালো লাগছে।

০৪ ঠা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা জানেন যে, শাহজাহানের মত লোককে মন্ত্রী করা আসলে এক ধরণের ভীতিকর অপরাধ।

১১| ০৪ ঠা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭

মলাসইলমুইনা বলেছেন: "শেখ হাসিনার তরফ থেকে ছেলেমেয়েদের দেয়া ৯ দফা মেনে নেয়া হয়েছে; পুলিশ প্রধান বলছেন, তাদের চোখ খুলে দিয়েছেন ছেলেমেয়েরা ..." ফলাফল ৪ জন খুন ও ৪ জন রেপ। চোখ খুলে আর না দেখলেই ভালো ....

০৪ ঠা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭

চাঁদগাজী বলেছেন:


মনে হচ্ছে, এই মহুর্তে ৪ জনের মৃত্যুটা গুজব; তবে, সামনে খারাপ কিছু অপেক্ষা করছে এটা অনুমেয়

১২| ০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ৮:১০

বিষাদ সময় বলেছেন: শাহজাহানের মত লোককে মন্ত্রী করা আসলে এক ধরণের ভীতিকর অপরাধ।

জনগনের কাছে তার কোন মেরিট নাই, তবে সরকারের কাছে আছে। তিনি না থাকলে হয়তো ২০১৪-১৫ সালের পেট্রোলবোমা আন্দোলনেই সরকারের পতন হতো.......

০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ৮:১৫

চাঁদগাজী বলেছেন:



সমস্যাটা সেখানেই, সরকার চাহে না , "পেট্রোলবোমা আন্দোলনেই সরকারের পতন হোক"; তাই তারা শাহজাহান, শামীম ওসমান, জয়নাল হাজারীকে সাথে রাখে।

এবারের প্রতিবাদে আমীর খসরুর ভুমিকা (সত্য/মিথ্যা পরে জানা যাবে) সরকারকে ভাবিয়ে তুলবে।

১৩| ০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ৮:২২

বিষাদ সময় বলেছেন: সমস্যাটা সেখানেই, সরকার চাহে না , "পেট্রোলবোমা আন্দোলনেই সরকারের পতন হোক"; তাই তারা শাহজাহান, শামীম ওসমান, জয়নাল হাজারীকে সাথে রাখে।

এ বিষয় নিয়ে খুব নগন্য একটা পোস্ট আজ দিয়েছি সম্ভব হলে মতামত রাখার অানুরোধ রইল.................
নির্বাচন উত্তর-পূর্ব সমিকরণ

০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ৯:০২

চাঁদগাজী বলেছেন:


আমি পড়েছি আপনার পোষ্ট

১৪| ০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১১:২২

ব্লগ সার্চম্যান বলেছেন: আপনার লেখার সাথে পুরোপুরি একমত।

০৫ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৫০

চাঁদগাজী বলেছেন:


যা ঘটেছে, এটা বিরাট সাফল্য; এখন ক্রমেই রিস্কি হয়ে যাবে।

১৫| ০৫ ই আগস্ট, ২০১৮ রাত ১২:২৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ১০০% সহমত। আমি খবর নিয়েছি। অনেক ভোগান্তি হচ্ছে। আন্তঃজেলা বাস চলছে না। বাচ্চারা ও তাদের অভিভাবক এবং এই আন্দোলনের পক্ষপাতীদের দেখে মনে হচ্ছে শাহজাহান খানের পদত্যাগের পরও ঘরে ফিরবে না। তারা মনে হয় বিআরটিএ দখল করে সব লাইসেন্স ভেরিফাই করা পর্যন্ত রাস্তায় থাকবে, পাশাপাশি ট্রাফিক নিয়ন্ত্রণ ও সিটি বাসের রুট-ও নিয়ন্ত্রণ করবে...

০৫ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৪৮

চাঁদগাজী বলেছেন:


মনে হয়, সরকারের ধৈয্য ততদিন থাকবে না; ভয়ংকর কিছু ঘটতে পারে; সাধারণ মানুষ যোগ দেয়ার চেষ্টা করলে সরকারের পক্ষের লোকজন নামবে।

১৬| ০৫ ই আগস্ট, ২০১৮ রাত ১:২৩

আরণ্যক রাখাল বলেছেন: দেশ একদিনে রামরাজ্য হয়ে যাবে না। এটা সত্যি।
চাইলেও ঘুস বন্ধ হবে না। প্রকাশ্যে না হলেও ভিতরে চলবে। বড় বড় আমলারা প্রতিদিন যত টাকা উপরি ইনকাম করে, তা দিয়ে দেশের অনেক পরিবার চলতে পারে৷ এই সিস্টেমে পরিবর্তন দরকার। এক আন্দোলন এসব বিপক্ষে নয়৷ একটার সাথে আরকটা এতো বেশি রিলেটেড যে, শেষমেশ হয়তো কিছুই হবে না।
হতাশ হতেই হয় দেশের কথা ভাবলে৷

০৫ ই আগস্ট, ২০১৮ রাত ১:৩০

চাঁদগাজী বলেছেন:


ঘুষ: প্রশাসন, পুলিশ, কোর্টের কর্মচারী ও হাকিমগণ, পুরো সেক্রেটারিয়েটকে বেতন দেয়া বন্ধ করলে ওরা চাকুরী করেই যাবে।

১৭| ০৫ ই আগস্ট, ২০১৮ রাত ১:৪৩

আরণ্যক রাখাল বলেছেন: যা বলেছেন৷ বেতনের টাকার দরকার কী তাদের

০৫ ই আগস্ট, ২০১৮ ভোর ৪:৪৬

চাঁদগাজী বলেছেন:



সরকারের ২৬ লাখ কর্মচারীর মাঝে ১০ লাখ বিনা বেতনে মরণ অবধি কাজ করবে হাসি মুখে।

১৮| ০৫ ই আগস্ট, ২০১৮ রাত ১:৫৪

শাহিন-৯৯ বলেছেন:



দাবি মেনে নিয়েছে, এখন আমার প্রশ্ন হচ্ছে এই মানা কি সংসদে দাঁড়িয়ে কোটার দাবী মানার মত কি?
কিশোর-কিশোরীরা ফিরে যাক, তারা আমাদের চোখ খুলে দিয়েছে, এখন দেখি আমাদের লজ্জা আছে কিনা।
বিএনপি সুযোগ নিবে এটাই স্বাভাবিক নয় কি?
যাত্রাবাড়ীতে বিএনপি সরকারের বিরুদ্ধে যখন সাধারণ মানুষ বিদ্যুৎ এর জন্য রাস্তায় নেমেছিল তখন আওয়ামলীগ তা ব্যাবহার করে ভয়ভহ অবস্থা তৈরী করেছিল, সব বিরুধী দল সেটা করার চেষ্টা করে।

এখন বিএনপি যদি এটা করতে চায় তাদের জন্য রহিল ঘৃণা।

০৫ ই আগস্ট, ২০১৮ ভোর ৪:৫০

চাঁদগাজী বলেছেন:


কোটার বেলায় শেখ হাসিনা আসলে ভয়ংকর ছোটলোকী কাজ করেছেন; আজকে, ৪৭ বছর পর, কোটা দরকার শুধু উনাকে প্রাইম মিনিষ্টার করার জন্য; বাংগালীর সম্পদ দিয়ে চাকুরীর সৃষ্টি করলে কোটার দরকার নেই; কিন্তু উনার বিদ্যা অতটুকু নয়; চাকুরী সৃষ্টির বেলায় উনি বেগম জিয়ার সমান।

এবারের ৯ দফা আসলে উনার ৯টি দোষ; উনার নিজের দোষ সারলে, ৯ দফা পুরণ হয়ে যাবে।

উনার উচিত, উনার হাতে সময় থাকতে, ড: মোশারফ, আমীর খসরু, আমাম উল্লাহ আমান, গয়েস্বর রায়, রিজভী সাহেবকে দেশ ছাড়া করা।

১৯| ০৫ ই আগস্ট, ২০১৮ ভোর ৪:২৭

জুনায়েদ বি রাহমান বলেছেন: শাহজাহান খান কি আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছিলেন? না চেয়ে থাকলে কবে চাইবেন সে সম্পর্কে কি আপনি কিছু জানেন?
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখতে বলা আর ক্ষমা চাওয়ার মাঝে তফাৎ আছে। আর না থাকলেও ছাত্রছাত্রীদের ঘরে ফেরানোর জন্য আনুষ্ঠানিকভাবে, ঢাকঢোল পিটিয়ে উনার ক্ষমা চাওয়া উচিত। সরকারের উচিত উনাকে ক্ষমা চাইতে বাধ্য করা। এবং এটা দিয়েই দাবীগুলোর বাস্তবায়ন শুরু করা।

০৫ ই আগস্ট, ২০১৮ ভোর ৪:৪৮

চাঁদগাজী বলেছেন:


শাহজাহান খানকে চাকুরী দিয়েছেন শেখ হাসিনা; শেখ হাসিনা শাহজাহানকে জেলে পুরে জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত।

২০| ০৫ ই আগস্ট, ২০১৮ ভোর ৫:৪২

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: এখন ছেলে মেয়েদের ঘরে ফিরে যাওয়া উচিত বলে আমি মনে করি। যদিও প্রশাসন কেন্দ্রিক দুর্বলতা, দুর্নীতি এইসব শব্দগুলো তাদের ঘরে ফিরে যাওয়ার সাথে সাথে আবার জেগে উঠবে । এগুলোর আশু সমাধানের কোন পথ আমার জানা নেই। কিন্তু গন্ডগোল বাঁধিয়ে শিশুদের রক্তক্ষরণ ঘটিয়ে অন্য কারো সুবিধা হোক সেটা আমি চাইনা।

০৫ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩৫

চাঁদগাজী বলেছেন:


আমর মনে হচ্ছে, আপনি লজিক্যালী ভাবতে সমর্থ হয়েছেন

২১| ০৫ ই আগস্ট, ২০১৮ ভোর ৬:৫৮

অক্পটে বলেছেন: যে অত্যাচারী শাসক তার পতনতো খুব সোজা নয়। সব কালেই এর জন্য রক্তের প্রয়োজন হয়েছে। রক্তের সাগর পেরিয়েই অত্যাচারীর পতন ঘটে। কোটা আন্দোলনে শেখ হাসিনা মোনাফেকি করেছে। কিশোর কিশোরীদের আন্দোলনেও এমনই করছে লেলিয়ে দিয়েছে হায়েনাদের। কেন তার এক শাহজাহান খান দরকার, এক শামীম দরকার? কেন তার কোটি ছাত্র-ছাত্রীদের দরকার নেই?

০৫ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩৭

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা বাংগালী জাতির শ্রেষ্ট একজন রাজনীতিবিদের রক্তের বিনিময়ে ওখানে এসেছেন।

২২| ০৫ ই আগস্ট, ২০১৮ সকাল ৭:১১

সূচরিতা সেন বলেছেন: এসব বিষয় নিয়ে ভাবলে লাটিমের মত মাথা ঘুরে আমার।

০৫ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩৮

চাঁদগাজী বলেছেন:


ঘুরুক, মাথা তো আছে; আোনেক বাংগালীর মাথাই নেই

২৩| ০৫ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৪০

রক বেনন বলেছেন: যেখানে সাধরণ রিকসা ড্রাইবার, সিএনজি ড্রাইবার সত নন, সেটা নরক

চমৎকার একটি কথা বলেছেন। একটু কড়া রোদ উঠলেই বা একটু বেশি বৃষ্টি হলেই উনাদের চেনা যায়। বাংলাদেশ দিনে দিনে অমানুষের দেশে পরিণত হচ্ছে।

০৫ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪০

চাঁদগাজী বলেছেন:


দেশের সাধরণ মানুষের চরিত্র নেই, একদিন জোর করে ৫০ টাকার ভাড়ার যায়গায় ২০০ টাকা নিয়ে কোন রিকসা ড্রাইবার তার ভাগ্য বদলাতে পারবে?

২৪| ০৫ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:২১

ক্স বলেছেন: ছাত্রছাত্রীদেরকে টাইট দেবার জন্য সরকারের থিঙ্ক ট্যাঙ্ক কাজ শুরু করে দিয়েছে। শুরুতে বেশ কয়েকটা প্ল্যান আছে, যেমন
ছাত্র-ছাত্রী ও পরিবহণ শ্রমিকদেরকে মুখোমুখি দাড় করিয়ে দেয়াঃ যাহ তরা নিজেরা মারামারি করে মর।
সাধারণ মানুষকে হয়রানি করাঃ আন্দোলনের ফল কি এখন বুঝ!
আন্দোলনকারীদের বিভক্ত করে দেয়াঃ কোটা আন্দোলনে এর সুফল পাওয়া গিয়েছিল। কিন্তু এখন খুব একটা সুবিধা হচ্ছেনা।
বিরোধী দলের উপর চাপিয়ে দেয়াঃ এটাও কার্যকর না, কারণ বিএনপি এখন স্রেফ একটা হিজরা দলে পরিণত হয়েছে।
তাৎক্ষণিক কিছু কাজ দেখানোঃ পুলিশ ও বিআরটিএ তাৎক্ষণিকভাবে কিছু লোক দেখানো তৎপরতা চালাবে যাতে ছাত্রছাত্রীরা মনে করে, অনেকদিন তো কষ্ট করলাম - আবার বাড়িতে গিয়ে ঘুমাই।

আরেকটি ব্যাপার আছে। এদেশে শিক্ষা ব্যবস্থা পঙ্গু করে দেবার জন্য ইন্ডিয়ার পরামর্শে সরকার কিছু পদক্ষেপ নিয়েছিল। এখন যখন দেখবে যে ছাত্ররা নিজেরাই নিজেদের পায়ে কুড়াল মারছে, তখন আর বাধা দেবেনা। যা তোরা চালিয়ে যা, যতটা পারিস।

০৫ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪২

চাঁদগাজী বলেছেন:



৯ দফা দাবী পুরণের পর, রাস্তা দখল করে থাকাটা মানে প্রশাসনের উপর আরেকটা প্রশাসন চালানো; সেটা সরকার করতে দিতে পারে না

২৫| ০৫ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:২৫

এটম২০০০ বলেছেন: Any movement should continue till the objective has been won.
Has the objective been achieved? The answer is "NO".
True, the movement has revealed what a worthless government this one is. And we have seen it only in the Transportation Sector headed by Kaden and Shahjahan. We did not yet see other damages like, loss of money and gold from the central bank, vanishing of coal from quarry and of stone from the mine and similar others in hundred of sectors.
Irrespective of the government's declaration (there is a question whether one should have confidence in such declaration after what on witnessed in Quota movement. Hasina should know she is already in the shoes of the cowboy who shouted 'Here comes the tiger' and finally no one believed him when the tiger came), the program of killing 35,000 or so men per year in Bangladesh is on. because Shajahan and Kader are in power. And whatever program may the government think or take, these two, specially Shajahan Khan would be there to foil everything that goes against the interests of the drivers and owners.
This time however, Hasina is in greater problem becuse THIS TIME WHO ARE CONTINUING THE MOVEMENT ARE NOT MERE CHILDREN, THEY ARE THE LIFE BLOOD OF BANGLADESH. They are the only One or One of two dearest children of the elite group, that includes Army, Police, Intelligence Service, Businessmen, Doctors, Engineers, Bureaucrats etc. of Bangladesh.
When Hasina is sending her confidential person to do any harm of these students, she is in fact taking the risk of displeasing these extremely important elites.

০৫ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪৪

চাঁদগাজী বলেছেন:


এটা ছিল প্রতিবাদ, তাদের ৯ দফা পুরণ করেছে সরকার; সরকার ওদের হাতে দেশ দিয়ে চলে যাবে না

২৬| ০৫ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:২৮

এটম২০০০ বলেছেন: I repeat, (Those) WHO ARE CONTINUING THE MOVEMENT ARE NOT MERE CHILDREN, THEY ARE THE LIFE BLOOD OF BANGLADESH. They are the only One or One of two dearest children of the elite group, that includes Army, Police, Intelligence Service, Businessmen, Doctors, Engineers, Bureaucrats etc. of Bangladesh.
Damaging one son or daughter of such important personalities can bring fatal consequences.

SO, HASINA NEED TO BE CAREFUL BEFORE UNLEASHING HER WEAPONS.

০৫ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪৫

চাঁদগাজী বলেছেন:


একটা দেশের রাজধানী অচল করে দেয়া কেহ মানবে না; মানুষ কাজ করে খায়; আপনি বাবার টাকায় খান।

২৭| ০৫ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৫৭

অক্পটে বলেছেন: কোটা আন্দোলনকারী আরিফের লাশ বুড়িগঙ্গা থেকে উদ্ধার! অথচ আমাদের মোনাফেক সরকার কি বলেছিল?

০৫ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪৭

চাঁদগাজী বলেছেন:



কোটার বোলয় শেখ হাসিনা ভুল করেছেন; উনি সেটা না বুঝলে উনার মান সন্মান থাকবে না।

২৮| ০৫ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:১৫

প্রামানিক বলেছেন: এখন এটির সমাপ্তি টানা দরকার তা না হলে ছেলে মেয়েরা ক্ষতিগ্রস্ত হবে।

০৫ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪৯

চাঁদগাজী বলেছেন:


ছাত্ররা প্রশাসন ও মানুষকে দেখায়েছে যে সরকারের লোকেরা ২০ বিলিয়ন ডলার বেতন নিচ্ছেন, কাজ করছেন না; ছেলেদের তুলনায় সরকারী লোকেরা ইডিয়ট

২৯| ০৫ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:১৯

রাজীব নুর বলেছেন: কলেজ বয়কট!পরীক্ষা বয়কট!রাস্তা বয়কট! সব বয়কট!

সামনে কোরবানি ঈদে গরুর রক্ত দেখার অপেক্ষা করোনা প্রিয় বাঙালি। রক্ত এখন প্রতিদিনই দেখা যাচ্ছে একই বাঙালির!

০৫ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫৫

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা সুস্হভাবে ভাবছেন না; সরকার উনার, দেশের মানুষের ভালো করাই উনার একমাত্র কাজ; ওদের সাথে জেদ করা উনার কাজ নয়।

৩০| ০৫ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৫০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সফল পরিসমাপ্তি চাই।

০৫ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩৪

চাঁদগাজী বলেছেন:



সফলতা যদি ছাত্রদের মৃতদেহের পরিমাণ দিয়ে মাপতে চান, সেটা ঘটবে।

৩১| ০৫ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:২৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ৪ আগস্ট জিগাতলায় ৪ ছাত্রের মৃত্যু ও ৪ ছাত্রীর রেইপের ঘটনাটা গুজব। মলাসইলমুইনা@

০৫ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩২

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা কোন রাজনীতিবিদ নন, তার সাথে পেরে উঠছে না বিএনপি-জামাত; কারণ, তারা আসলে মানুষও নন; ওরা গুজবের লোকজন।

৩২| ০৫ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বাংলাদেশে কি তাহলে কোনো রাজনীতিবিদ নাই?

০৫ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫০

চাঁদগাজী বলেছেন:



আমার চোখে বাংলাদেশে দক্ষ রাজনীতিবিদ একজনও নেই; সবগুলো ইডিয়ট লিলিপুটিয়ান

৩৩| ০৫ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩৭

শাহারিয়ার ইমন বলেছেন: বসে বসে ব্লগাররা ঠিক করবে আন্দোলন কতদিন চলবে?

০৫ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫২

চাঁদগাজী বলেছেন:



ব্লগের লোকেরা লজিক্যালী ভাবে, বলার চেষ্টা করে; ছাত্ররা প্রতিবাদ করেছে সফলভাবে, উহা শেষ হয়েছে আপাতত

৩৪| ০৫ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫০

এম এস আরেফীন ভুঁইয়া বলেছেন: এই সময়ের জন্য উপযুক্ত লেখা। ভাই আমার এই আইডি থেকে অনেক দিন পোষ্ট করতে পারছিনা। দেখবেন।

০৫ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫৪

চাঁদগাজী বলেছেন:



[email protected] এ একটা ইমেইল করুন; অনুরোধ করবেন, অভিযোগ নয়

৩৫| ০৫ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:০০

এটম২০০০ বলেছেন: THE PRIME REASON BEHIND THE MOVEMENT OF THE STUDENTS IS, FATHOMLESS FAILURES OF DICTATOR SHEIKH HASINA. SHE HAS MANY LIMITATIONS. SHE DOES NOT KEEP PROMISE.
NOW WE FIND SHE DOS NOT HAVE THE GUTS TO MAKE SHAJAHAN QUIT. IN SUCH A SITUATION, WE REQUEST HER TO OPENLY DECLARE THAT "SHE WOULD NOT COMPETE IN THE COMING ELECTION". THE PEOPLE OF BANGLADESH HAD EXTREME SUFFERINGS DUE TO HER. SO WE REQUEST - "PLEASE LEAVE THE POLITICAL ARENA OF BANGLADESH AS EARLY AS POSSIBLE. YOU DO NOT HAVE THE LEAST QUALITY TO RULE BANGLADESH".

০৫ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩০

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশের সবচেয়ে বড় দল উনার, উনি রাজনীতি ছেড়ে চলে যাবেন, আপনারা এসে রাজনীতি করবেন; উনি নিশ্চয় জানতে চাইবেন, আপনারা কোন যদু মদু রাম সাম!

৩৬| ০৫ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪৭

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
শেখ হাসিনা সুস্হভাবে ভাবছেন না; সরকার উনার, দেশের মানুষের ভালো করাই উনার একমাত্র কাজ; ওদের সাথে জেদ করা উনার কাজ নয়।

একজন সাজাহান খানকে বাঁচাবে বলে সরকার যুদ্ধ করে!!!!

০৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৪

চাঁদগাজী বলেছেন:

শেখ হাসিনার ধরণা, এসব প্রতিবাদে জামাত-শিবির-বিএনপি আছে; এদের নাম শুনলে উনি মগজ হারিয়ে ফেলেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.