নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

হেলমেট পরে, অস্ত্রহাতে ছাত্রলীগ?

০৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬



বাস, ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মানুষ মারা গেলে, এবং জনতা যদি উহাকে আটকাতো পারতো, বিশেষ করে ড্রাইবারকে পিটায়ে কিছু রাখতো না; কিছু কিছু ঘটনায় গণপিটুনীতে ড্রাইবার মারাও গেছে; এরপর মানুষ ঐ যানটিকে ভেংগে টেংগে দিতো। চাকায় পিষ্ট হয়ে ছাত্র মারা গেলে, একই অবস্হা হতো; তবে, তারা অন্য বাস, ট্রাকও ভাংগতো, আগুন লাগায়ে দিতো; তারপর, সড়ক দখল করে, যান-বাহন চলাচল বন্ধ করে দিতো; এক সময়ে বাড়ী চলে যেতো।

এবার রাজিব ও দিয়া খানম চাকায় পিষ্ট হয়ে মৃত্যু বরণ করার পর, দেশ কাঁপিয়ে দিয়েছে ছাত্রছাত্রীরা, সরকার কাঁপিয়ে দিয়েছে; সরকার এখও ভালুকের মত কাঁপছে। যেখানে, সাধরণত: ছাত্ররা রাস্তায় কয়েক ঘন্টা থাকে, এবার তারা ৮ দিন ছিল, আরো থাকার চেষ্টা করছে; এত দীর্ঘ সময় তারা থাকছে কেন? এবারের ঘটনায় এভাবে তারা পুরো শহরে নামলো কি করে?

ছাত্ররা প্রমাণ করেছে যে, ৫০ বিলিয়ন ডলারের বাজেট থেকে, ২৫ বিলিয়ন ডলার বেতন হিসেবে যেসব সরকারী চাকুরে নিচ্ছে, তারা কাজ করে না দেশের জন্য; ফলে, দেশে কোন কিছুই ঠিক মতো হয় না; যানবাহন চলে বেপরোয়াভাবে, এতে প্রানহানী হচ্ছে অকারণে; সরকারের লোকেরা কাজ করলে, ৯৮% এ্যাকসিডেন্ট কম হতো, যানযট এত হতো না।

ছাত্ররা রাস্তায় নামার পর, কিছু বাস ভেংগেছে, কয়েকটায় আগুন লেগেছে; মালিকেরা যত খারাপ হোক না কেন, তারা বাস হারাতে পারবে না, এটাই তাদের সম্পদ; সুতরাং, বাস চলাচল বন্ধ; শহরে, বাস বন্ধ করে রাখা সম্ভব নয়, সব স্হবির হয়ে যাবে ক্রমেই। ছাত্ররা রাস্তায় থাকলে অনেক কারণেই রাস্তায় বাস চলতে দিচ্ছে না মালিকেরা; আবার ছাত্ররা বাড়ীও ফেরছে না; এই অবস্হায় সমাধান কি?

ছাত্ররা ৯ দফা দাবী দিয়েছে, ধারণা করা হয়েছিলো, যা মানলে ছাত্ররা রাস্তা ছাড়বে; ৯ দফা মানলেন শেখ হাসিনা; এখন কথা উঠলো, ৯ দফা যিনি মেনেছেন, তাঁকে বিশ্বাস করা যায় না; কারণ, তিনি কোটা আন্দোলনে কথা দিয়ে কথা রাখেননি। ঠিক আছে, উনাকে বিশ্বাস করা যাবে না, ভালো; কিন্তু সমাধান কি, রাস্তায় থেকে যাওয়া, নাকি শেখ হাসিনাকে বাদ দেয়া?

ছাত্রেরা যখন উঠছে না, আবার শেখ হাসিনাকেও বাদ দেয়া সম্ভব হচ্ছে না, এটা নতুন সমস্যার জন্ম দিয়েছে। এটার সমাধান কি, এবং কারা এটার সমাধান করবে?

মন্তব্য ৫৫ টি রেটিং +৪/-০

মন্তব্য (৫৫) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫

পদাতিক চৌধুরি বলেছেন: আন্দোলন নিশ্চয় করবে কিন্তু অহিংস পথেই কাম্য।

০৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯

চাঁদগাজী বলেছেন:


এবারের এই প্রতিবাদে, একটা সমস্যার সৃষ্টি হয়েছে: ছাত্ররা রাস্তায় থাকলে, মালিকেরা বাস নামাবে না, এবং সরকার ৯ দফা কার্যকরী না করলে, ছাত্ররা উঠবে না; ইহা কিভাবে সমাধান করা সম্ভব? যেভাবে ছাত্রলীগ করছে, উহা কেমন সমাধান?

২| ০৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭

নীল_কণ্ঠ বলেছেন: ফেসবুকে যে পরিমাণ মানুষ গুজব ছড়াইছে তাঁদের গ্রেফতার করলে আরেকটা দেশ হয়ে যাবে! যেখানে শুধু গুজব সৃষ্টিকারীরাই বসবাস করবে। চিলের পিছনে ছোঁটার অভ্যাস আর গেলো না।

গুজবের উপর আল্লাহর গজব পড়ুক।

০৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫০

চাঁদগাজী বলেছেন:


এদের সবাইকে নিয়ে "বাংগালী" জাতি; সমাজে এদের সবার অবদান আছে, সেটাই আমাদের জীবনযাত্রার মান।

৩| ০৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮

বলেছেন: ১) আবেগে সামলাতে হবে
২) সত্য প্রকাশের সব দুয়ার খুলে দিতে হবে ।
৩) চলমান ছাত্র বিক্ষোভে সরকারী দমন-পীড়ন বন্ধ করতে হবে

৪) "আমি ছাত্রলীগ কে বলেছি ছাত্রদের পাশে থাকার জন্য" প্রধানমন্ত্রী।
আইন, পুলিশ, থাকতে উনি কি ভাবে ছাত্রলীগ পাশে থাকার কথা বলবেন?

০৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০০

চাঁদগাজী বলেছেন:


আপনি বলছেন, "৩) চলমান ছাত্র বিক্ষোভে সরকারী দমন-পীড়ন বন্ধ করতে হবে "

-চ"লমান ছাত্র বিক্ষোভ" কত সময় অবধি চলার দরকার?

৪| ০৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০০

বিজন রয় বলেছেন: এই দেশে আর কিছু হবে না।
যা হবে তা সব ক্ষতিকর।

আপনি আর আফসোর না করেন।

০৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০২

চাঁদগাজী বলেছেন:



সব বাংগালী স্কুল, কলেজ ও ইউনিভার্সিটিতে থাকাকালীন প্রগ্রেসিভ, সৎ, ভালো, বিপ্লবী।

যারা জীবনে স্কুলে যাননি, তাঁরা জীবনের কোন অংশ প্রগ্রেসিভ, সৎ, ভালো, বিপ্লবী হয়ে থাকেন?

৫| ০৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০৪

বিজন রয় বলেছেন: আপনি আছেন শুধু রাজনীতি নিয়ে, আজকাল কবিতাসমূহ আপনার চোখে পড়ে না।

০৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১৯

চাঁদগাজী বলেছেন:



স্যরি, কবিতা অনেকদিন পড়া হয়নি; চোখ ও সময় সমস্যা; যাক, আমি কবিতা পড়তে ভালোবাসি

৬| ০৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৪

জুনায়েদ বি রাহমান বলেছেন: সমাধান করার ক্ষমতা শেখ হাসিনার নেই, খালেদার নেই, এরশাদের নেই.... সেনাবাহিনীর নেই... বলতে গেলে কারো নেই। এরা পুলিশ সেনাবাহিনী, পালিত সন্ত্রাস ব্যবহার করে, কিছুদিনের জন্য মানুষের মুখ বন্ধ করবে। কিছুদিন চলবে। আবার ইস্যু নিয়ে মাঠে নামবে, আবার গতানুগতিক কৌশল কাজে লাগাবে... এভাবেই চলবে।

অবশ্য রাজনীতি পরিবারতন্ত্রের গন্ডি ছাড়িয়ে বেরুতে পারলে সমাধান সম্ভব হলেও হতে পারে।

০৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪

চাঁদগাজী বলেছেন:


তা'হলে, কোন একদিন পরিবারতন্ত্র শেষ হবে, তারপর সবকিছুর সমাধান হবে!

আজকে যেটা চলছে, সেটার কি হবে?

৭| ০৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মনে হচ্ছে কাঁটা গলায় বিধে গিয়েছে। এখন গিলতেও পারছে না আবার বের করতেও পারছে না। আমিও কনফিউসড...

০৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩

চাঁদগাজী বলেছেন:


মন্ত্রী ও সরকারী চাকুরেরা বসে বসে ডাকাতী করছে, কিংবা কমপক্ষে অলস সময় কাটাচ্ছে।

বাচ্চারা দাবী পুরণ না হওয়া অবধি যা করেছিল, সবই অপুর্ব পরিবর্তন; ৯ দফা পুরণের পর রাস্তায় আসা ঠি হচ্ছে না; কারণ, বাসের অভাবে শহর অচল হয়ে যাচ্ছে, আবার শেখ হাসিনাকেও সরানো সম্ভব নয়। সব বাসের মালিক বিলিওনিয়ার নয়।

৮| ০৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮

গরল বলেছেন: ছাত্রদের আন্দলোন যতটা কাঁপিয়ে দিবে আশা করেছিলাম ততটা পারে নি, কারণ হচ্ছে তারা ছিল স্কুল ছাত্র-ছাত্রী আর অসংগঠিত। বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনিতী থাকাতে ছাত্ররা সংগঠিত হওয়ার পথ খুজে নেয় সেটা স্কুলে অনুপস্থিত। তবে এতে করে একটা লাভ হয়েছে যে হাসিনা স্কুলে যে রাজনিতী চালুর কথা ভেবেছিল সেটা বোধহয় এখন বাদ দিবে কারণ বুঝে গেছে নিশ্চয় যে রাজনিতী থাকলে আন্দলোন আরও বেগবান করতে পারত ছাত্ররা। আর একটা ভুল করেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, তাদের আরও আগে যোগ দেওয়া উচিৎ ছিল বিশেষ করে কোটা আন্দলোনের ছাত্ররা। যুগপৎ আন্দলোন শুরু করলে বেকায়দায় পড়ে যেত সরকার। বিএনপি/ছাত্রদলতো আন্দলোনে যোগ দেওয়া দুরে থাক, সমর্থন দিতেও ভয় পেয়েছে।

০৬ ই আগস্ট, ২০১৮ রাত ৮:১০

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা রিস্ক নিচ্ছেন, উনি নিজের সরকারের পতন, কিংবা আন্দোলনকারীদের বিজয়, সেই পথে এগুচ্ছে বারবার। উনি প্রাইম মিনিষ্টার হিসেবে নিজের দায়িত্বকে প্রধান্য না দিয়ে, নিজের ইচ্ছাকে প্রধান্য দিচ্ছেন; এটা জাতিকে পেছনে টেনে রেখেছে।

৯| ০৬ ই আগস্ট, ২০১৮ রাত ৮:০৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: @ হেলমেট পরে, অস্ত্রহাতে ছাত্রলীগ; শিবির ও ছাত্রদল কোথায়?
... নামকরণের স্বার্থকতা বলে যে একটা জিনিষ আছে, সেটা কি লেখকের মাথায় ঢোকে না???X(

@ছাত্ররা প্রমাণ করেছে যে, ৫০ বিলিয়ন ডলারের বাজেট থেকে, ২৫ বিলিয়ন ডলার বেতন হিসেবে যেসব সরকারী চাকুরে নিচ্ছ, তারা কাজ করে না।
... এটাতো আমি অনেক আগেই ধরেছিলাম।:P

এখন দেশের জন্য সবার আগে এবং সবচেয়ে বেশী প্রয়োজনঃ
১. সুস্থ রাজনৈতিক পরিবেশ।
২. সৎ ও দক্ষ প্রশাসন।



@জুনায়েদ বি রাহমান
সহমত।


অভিযোগঃ
আপনার প্রতিউত্তরের ছিরি দেখলে মন্তব্য করতে ইচ্ছে করে না।

০৬ ই আগস্ট, ২০১৮ রাত ৮:১৬

চাঁদগাজী বলেছেন:


আপনি বলছেন, "
এখন দেশের জন্য সবার আগে এবং সবচেয়ে বেশী প্রয়োজনঃ
১. সুস্থ রাজনৈতিক পরিবেশ।
২. সৎ ও দক্ষ প্রশাসন। "

-এটা চিরন্তন চাওয়া, সবাই চায়; এটা করার দায়িত্ব শেখ হাসিনার, তিনি সেটা কিছুতেই করতে পারছেন না; মনে হয়, উনার সেই দক্ষতা নেই।

শিরোনাম দেয়া হয়েছে চিন্তাশীল ব্লগাদের জন্য, "ছাত্রলীগকে দেখা যাচ্ছে, বাকী ২টি কোথায় আছে?"

১০| ০৬ ই আগস্ট, ২০১৮ রাত ৮:০৭

কলাবাগান১ বলেছেন: @গড়ল,

"যুগপৎ আন্দলোন শুরু করলে বেকায়দায় পড়ে যেত সরকার।"

সুযোগ খুজেন খালি কিভাবে সরকারকে বেকায়দায় ফেলা যায়...এভাবে নৈরাজ্য সৃস্টি করে সরকার এর পতন চান!!! সুযোগ সন্ধানী কথাটা বোধ হয় এজন্যই আবিস্কার হয়েছে

১১| ০৬ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৩৫

ভ্রমরের ডানা বলেছেন: সবপক্ষের আলাদা আলদা বলয় আছে! সেখানে জনগন যাতা খাচ্ছে! বাকিরা নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত!

০৬ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৪৪

চাঁদগাজী বলেছেন:



এতগুলো পক্ষ রাখা শেখ হাসিনার উচিত হচ্ছে না; বেআইনী পক্ষগুলোকে গুটিয়ে ফেলার দরকার।

১২| ০৬ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৫০

ভ্রমরের ডানা বলেছেন:


বাংলাদেশে আপনি কল্যানরাষ্ট্রের ফ্লেভার খুঁজলে হবে গাজী সাহেব? এদেশে এখনো কিছু নির্বোধ ছাগল রাষ্ট্রের বেড়া টপকে দিব্যি ঘাস খেয়ে চলছে । ওদের টিকটিকিগিড়ি আগে বন্ধ করা উচিত! দেশটা শেষ করে দিল!

০৬ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৪৭

চাঁদগাজী বলেছেন:


শেখ সাহেব ছাত্র রাজনীতি করে, কল্যান রাষ্ট্রের কথা বলতেন; উনার দলের লোকেরা ছিল পাকীদের মতই ধাপ্পাবাজ।

১৩| ০৬ ই আগস্ট, ২০১৮ রাত ৯:১৩

সোনালী ঈগল২৭৪ বলেছেন: বাংলাদেশের সার্বিক জীবনযাত্রার খরচ ও সবকিছুর নিরিখে বলা যায় জীবন এখন অনেক বেশি পরিমানে যান্ত্রিক যা মানুষকে আত্মকেন্দ্রিক করে ফেলেছে । মানুষ এখন ঝামেলা পছন্দ করে না , আর্থিক এবং সামাজিক নিরাপত্তা সম্বলিত একটি ঝামেলাবিহীন জীবন এখন সবার কাম্য । কয়েকদিনের টানা আন্দোলনের ফলে রাস্তায় গণপরিবহন ছিলোনা বললেই চলে , সামান্য বিশ কি ত্রিশ টাকা ভাড়ার দূরত্বের জন্য মানুষকে দুইশত কি তিনশত টাকা পর্যন্ত গুনতে হয়েছে , কাঁচাবাজার ছিল আগুন , মোবাইল ইন্টারনেট এর উপর কড়াকড়ি থাকায় উবার , পাঠাও , সার্ভিস ছিল বন্ধ , এই সুযোগে সিএনজি ড্রাইভারগুলো মওকা পেয়ে ইচ্ছামতো ভাড়া আদায় করেছে । দিনশেষে তো এই বাড়তি চাপ মধ্যবিত্ত বাঙালির ঘাড়েই এসে পড়ে । বাংলাদেশের অর্থনীতি এখন অনেকটা বেসরকারি খাতের উপর নির্ভর করে , যে কোনো ধরণের অস্থিতিশীলতা এই খাতকে বাধাগ্রস্ত করে যার প্রভাব সুদূরপ্রসারী ।। এই রকম অবস্থায় রাস্তা বন্ধ করে এই ধরণের আন্দোলন কখনোই বুদ্ধিমানের কাজ হতে পারে না । এই ধরণের আন্দোলন স্বাধীনতা পূর্ব সময় থেকে শুরু করে নব্বই দশক পর্যন্ত জনপ্রিয় ছিল , এখনকার বাস্তবতায় তা অর্থহীন । আমাদের চিন্তা চেতনায় প্রফেশনালিজম আনতে হবে ।

যাই হোক ব্লগে আজ আমার প্রথম দিন, আপনার পোস্ট এ প্রথম মন্তব্য করলাম ।

০৬ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৪৫

চাঁদগাজী বলেছেন:



ব্লগে স্বাগতম।

সরকার দলের লোকেরা, প্রশাসন ও ধনীরা মিলে সব সম্পদ ও সুযোগ দখল করে নিয়েছে; প্রশাসনের লোকেরা বেতন নিয়ে নিজ পরিবারের জন্য কাজ করে।

১৪| ০৬ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৪২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শিরোনামটা বিষয় বহির্ভুত।
কথাগুলি বরাবরের মতই ভাল লেগেছে।

০৬ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৫৩

চাঁদগাজী বলেছেন:



আমি খুঁজতেছি, এরা গেলো কোথায়? এরা কি চুপ করে বসে আছে, নাকি কিছু করছে?

১৫| ০৬ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৫৮

ভ্রমরের ডানা বলেছেন:


কল্যাণরাষ্ট্রের নাগরিক আর বংগাল নাগরিক এক নহে! এসব স্বপন দেখা যায়, লেখা যায়, বলা যায়! কিন্তু বাস্তবে ঠগ বাছতে গ্রাম উজাড় হবে!

০৬ ই আগস্ট, ২০১৮ রাত ১০:০১

চাঁদগাজী বলেছেন:



আমরা নিশ্চয় আমাদের নাগরিকদের বদলায়ে ফেলতে পারবো না, সর্বাধিক জামাত-শিবির ও বিএনপি নেতাদের পাকিস্তান যেতে সাহায্য করতে পারবো; তারপর?

আসলে, দক্ষ বাংগালীদের নিয়ে বাকশালের মতো একটা প্লাটফরম করতে হবে, সেটা সরকার গঠন করবে।

১৬| ০৬ ই আগস্ট, ২০১৮ রাত ১০:০৯

ভ্রমরের ডানা বলেছেন:


আপনার চিন্তাগুলো আমাদের ইউটোপিয়ায় নিয়ে যেতে পারে। কিন্তু এক অচেনা ব্লগার সেটাকে ডিসটোপিয়া বলেছেন! আমরা কি চাই আমরা নিজেও জানি না!

০৬ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৫৬

চাঁদগাজী বলেছেন:


আমাদের লোক সংখ্যা, আমাদের লোকদের দক্ষতা, আমাদের জাতির সংস্কৃতি, সম্পদ, আমাদের প্রাকৃতিক পরিবেশ নিয়ে হিসেব করলে, আমরা শান্তিতে জীবন যাপন করার কথা; কিন্তু ক্ষমতা যদি শাহজাহান, মায়া, মুহিত, লোটাস কামাল, হানিফ, ড: হাছানদের কাছে চলে যায়, আমরা বর্তমান অবস্হায় থাকবো অনেকদিন।

১৭| ০৬ ই আগস্ট, ২০১৮ রাত ১০:১৪

রাজীব নুর বলেছেন: হাজিরা দিয়ে গেলাম। পরে এসে আরেকবার পড়ে মন্তব্য করবো ওস্তাদ।
শরীরটা ভালো নেই।
গত কয়েকদিন ধরে রাতে জ্বর আসে।

০৬ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৫১

চাঁদগাজী বলেছেন:



একটু রেষ্ট নেন, মুরগীর স্যুপ খান, ফল খান।

১৮| ০৬ ই আগস্ট, ২০১৮ রাত ১০:২৮

লায়নহার্ট বলেছেন: {আমি উত্তরটা দেই। হেলমেট পরে, অস্ত্রহাতে ছাত্রলীগ। এদের চিহ্নিত করা গেলেও প্রশাসন কিছু করতে পারে না। সবদিকে ক্যামেরা আপনি কিছু করলেই কেউ না কেউ সেটা ধারন করে রাখবে। ছাত্রদল, শিবিরের পোলাপান অবশ্যই আন্দোলনে লুকিয়ে ছিলো, কিন্তু ছাত্রলীগের সাথে পুলিশ আছে, এদের সাথে কেউ নেই...এরা তাই খালি হাতে, ইট-পাথর নিয়ে এসেছিলো। কিন্তু এ আন্দোলনে নিরপেক্ষ ছাত্রছাত্রীদের অংশগ্রহণ ছিলো সর্বাধিক। আমি ফিল্ড থেকে বলছি, পেপার নেট থেকে নয়}

০৬ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৫০

চাঁদগাজী বলেছেন:


এটাই সমস্যা, এই সমস্যা কোটা আন্দোলনেও ছিলো; শেখ হাসিনা এদের কথা শুনলে উনার মাথায় রক্ত উঠে যায়; এটাই সমস্যা

১৯| ০৭ ই আগস্ট, ২০১৮ রাত ১২:১২

রাকু হাসান বলেছেন:



সমাধান টা হয়তো এরাই দেখিয়ে দিবেন যদি পরিস্থিতি আরও সফল রুপ ধারণ করে । আপনার পর্যবেক্ষণ দেখে মুগ্ধ হয়েছি । প্রশ্নগুলো বিশেষ দিকে আঙুল তুলছে । এক দফায় ও সমাধান হতে পারে .....বলা যাচ্ছে না ।

০৭ ই আগস্ট, ২০১৮ রাত ২:১৪

চাঁদগাজী বলেছেন:


দেশ ও জাতির ক্ষতি করাই কিছু লোকের পেশা

২০| ০৭ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৩৬

আরণ্যক রাখাল বলেছেন: বাস ভাঙ্গা একটা সহজ কাজ৷ শিক্ষার্থীরা এটা হরহামেশাই করে থাকে। একবার আমার এক বন্ধুর সাথে হাফ ভাড়া নিয়ে কন্ডাকটরের বচসা হয়েছিল বলে, সে ছেলেপেলে নিয়ে গিয়ে বাসটা ভেঙে এসেছিল। আন্দোলনে বাস ভাঙ্গা ব্যাপারটা সেই আধাশো যুগ পুরাতন৷ কলকাতায়ও তাই৷ ওরা বাসের সাথে সাথে ট্রামও পোড়ায়।

এখন আর কারো রাস্তায় থাকাই উচিৎ নয়। তাদের দাবি মেনে নিয়েছে সরকার। এখন অন্তত কিছুদিন চুপ থেকে দেখা উচিৎ

০৭ ই আগস্ট, ২০১৮ রাত ২:১৩

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা মগজহীনদের দিয়ে দেশ চালাচ্ছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন সাধারণ লোকজন। এখন, আমাদের স্নেহের বাচ্চারা, যারা রাস্তায় নেমেছিল, তারা পড়ালেখা করবে না তেমন।

২১| ০৭ ই আগস্ট, ২০১৮ রাত ৩:৫২

ইফতেখার ভূইয়া বলেছেন: গণতন্ত্র মুক্তি পাক, পরিবারতন্ত্র নিপাত যাক

০৭ ই আগস্ট, ২০১৮ ভোর ৪:১৭

চাঁদগাজী বলেছেন:


পরিবারের বাবাকে হত্যা করার পর, রাজনীতি কি বদলে যায়নি?

২২| ০৭ ই আগস্ট, ২০১৮ রাত ৩:৫৭

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: বাংলাদেশে যোগ্য লোকদের স্থান নেই | দেশটা হয়ে গেছে শাহজাহান, বদি ,শামীম ওসমানদের মতো ষণ্ডা আর গুন্ডাদের, আর কিছু সংখ্যক যোগ্যতাহীন কোটাধারী অথর্বদের ! যুগান্তরের হেড অফ আইটি তরিক রহমান একটা চমৎকার প্রতিবেদন লিখেছেন "ওবায়দুল কাদের আপনি চুমু খাবেন কেন? ইয়াবা বদির হাতের পুরি খান!" | মনে হচ্ছে তাকেও আলোকচিত্রী শহিদুল আলমের মতোই অবস্থার সম্মুখীন হতে হবে | সমাজের বিবেক বুদ্ধি সম্পন্ন সচেতন মানুষদের পোষা বাহিনী দিয়ে নিপীড়ন করে কি আজীবন ক্ষমতায় থাকা যাবে ?

০৭ ই আগস্ট, ২০১৮ ভোর ৪:১৯

চাঁদগাজী বলেছেন:



এই বিষাক্ত চক্র থেকে বের হওয়ার উপায় কি?

২৩| ০৭ ই আগস্ট, ২০১৮ ভোর ৪:৫৫

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: দেশ এই বিষাক্ত চক্র থেকে সহজে মুক্তি পাবে বলে মনে হয় না | তবে দেশের জনগণের মুক্তির একটিই উপায় আছে - যেভাবেই হোক দেশ ছেড়ে পালানো !

০৭ ই আগস্ট, ২০১৮ ভোর ৬:৪৬

চাঁদগাজী বলেছেন:


মানুষ সুযোগ পেলে, এমন কি ভারতে পালিয়ে যাবে।

২৪| ০৭ ই আগস্ট, ২০১৮ সকাল ৮:৫৫

খায়রুল আহসান বলেছেন: বাজেটের অর্ধেক যায় সরকারী চাকুরেদের বেতন যোগাতে - এ অবস্থাটা মেনে নেয়া যায়না। সরকারের উচিত হবে, দেশ একটু স্থিতিশীল হলে প্রশাসনিক সংস্কারের কাজে হাত দেয়া। এত ছোট একটা দেশে এত বড় প্রশাসনের প্রয়োজন নেই। দিনে দিনে আমলাদের সন্তুষ্ট করার জন্য পদোন্নতির নানা অপ্রয়োজনীয় পদ সৃষ্টি করে মাথাভারী প্রশাসনিক কাঠামো তৈরী করা হয়েছে যা অদক্ষ এবং ভারসাম্যহীন।

০৭ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:১১

চাঁদগাজী বলেছেন:


বিশ্বের সব দেশে বেসরকারীদের বেতন বেশী, সরকারী চাকুরেদের বেতন কম; বাংলাদেশে উল্টো; তারপরও, বেশীরভাগ সরকারী কমর্চারী অফিসে এসে নিজের ও পারিবারিক কাজে বেশী সময় ব্যয় করে; সরকারের ইন্টেলিজেন্স টেরও পায়নি যে, স্কুল কলেজের ছেলেমেয়েরা কখন পুরো শহরের রাস্তাগুলো দখল করেছে।

২৫| ০৭ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:০৩

ভীতু সিংহ বলেছেন: ইফতেখার ভূইয়া বলেছেন: গণতন্ত্র মুক্তি পাক, পরিবারতন্ত্র নিপাত যাক। এটাই হল আসল কথা। এই দুই দল তথা পরিবারের হাত থেকে আমরা নিষ্কৃতি চাই।

২৬| ০৭ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:২৮

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
একটু রেষ্ট নেন, মুরগীর স্যুপ খান, ফল খান।

কিচ্ছু খেতে ইচ্ছা করে না। কোনো কিছুতেই স্বাদ পাই না।
গত তিন মাসে চার কেজি ওজন কমেছে।

২৭| ০৭ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৩০

রাজীব নুর বলেছেন: গত কয়েকদিনের অবস্থা টিভি দেখে স্পষ্ট কিছুই জানতে পারিনি।
কোনো টিভি চ্যানেল পুরোপুরি কিছুই জানায় নাই।

গণমাধ্যম একটা ভুল ধারণা, এইটা আসলে পুঁজিমাধ‍্যম।গণমাধ্যম হৈতেছে সেইটা যা মানুষের মুখে মুখে থাকে আর ছড়ায়।

২৮| ০৭ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৪৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সব কিছুর শেষ আছে। এই দুনিয়ায় কোন কিছুই চিরস্থায়ী নয়।

২৯| ০৭ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:০০

মোস্তফা সোহেল বলেছেন: এদেশে কথা দিয়ে কে কথা রাখে তাই তো বুঝি না।

৩০| ০৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫৫

অর্থনীতিবিদ বলেছেন: সমাধান ছাত্রলীগ করবে। ইতিমধ্যে করেও ফেলেছে। পিটিয়ে ছাত্রদের আহত রক্তাক্ত করে বাড়ি পাঠিয়েছে। এইতো সমাধান হয়ে গেলো। কোটা সংস্কার আন্দোলনও তো এভাবেই সমাধান করেছে ছাত্রলীগ। কোটা সংস্কার আন্দোলন এখন মৃত। এই আন্দোলনও কয়েকদিন পর মৃত হয়ে যাবে। বাস-ট্রাক আবার দাপিয়ে বেড়াবে শহরের রাস্তায়, মহাসড়কে। আবার পাল্লা দিয়ে মানুষ মারবে।

৩১| ০৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৩৬

ক্স বলেছেন: সমাধান হল এক্ষুণি কিছু কাজ দেখানো। তাছাড়া আরেকটা বিষয় ছাত্রদের ভাবতে হবে। মুক্তিযোদ্ধা কোটা হল রাজনৈতিক ইস্যু। পছন্দের লোককে প্রশাসনে বসানোর জন্য কোটা ব্যবহার করা হয়। মুক্তিযোদ্ধা কোটা বাতিল করলে প্রশাসনে সরকারী দলের নিয়ন্ত্রণ বাধাগ্রস্ত হয়।

কিন্তু ছাত্ররা যে দাবী দাওয়া দিচ্ছে, তা মেনে নিলে সরকারের আসলে তেমন কোন ক্ষতি নেই। তাই প্রধান মন্ত্রী তার প্রতিশ্রুতি রাখতে পারবেন - সে সুযোগ আছে।

৩২| ০৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৩৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ১। গাউসিয়া, নিউমার্কেটে নাকি লক্ষ লক্ষ স্কুল ইউনিফর্ম আর ভুয়া আইডি কার্ড বিক্রি হয়েছে (খবর/মিডিয়ায় দেখি)- এগুলো কারা কিনেছে বলে আপনার মনে হয়?

২। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে এক কাতারে দাঁড়িয়ে দুর্বৃত্তরা লাঠি/রাম দা/অস্ত্র নিয়ে প্রতিপক্ষের উপর চড়াও হলে কার অপরাধটা বেশি- আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, নাকি দুর্বৃত্তদের? তাঁদের কী ধরনের শাস্তি হওয়া উচিত বলে মনে করেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.