নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

দৃষ্টিশক্তির বিড়ম্বনা, দুনিয়ার যত অযাচিত ঘটনা মটনা

১০ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১৩



যেদিন ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়ার সেমি-ফাইন্যাল হয়েছিল, সেদিনের ঘটনা; খেলা দেখতে বসলাম; প্রথম পাঁচ মিনিটে, খেলার প্যাটার্ণ দেখে বুঝলাম যে, ক্রোয়েশিয়াই জিতে যাবে; আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেলো; ক্রোয়েশিয়া, সার্বিয়া, বসনিয়া, এই জাতিগুলো জল্লাদ জাতি, এরা বিশ্বকাপের কোন খেলায় জিতুক এটা আমি চাহিনি। বল খেলা দেখে আমার মন খারাপ হলে, আমার মন ভালো করার জন্য, বল খেলে ২/১টা গোল করতে হয়; কিংবা একা একা হলেও ঘন্টা'খানেক বলে লাথি মারতে হয়। আজকে বল খেলার কোন উপায় নেই; তারপরও বল নিয়ে কিছুক্ষণ সময় কাটানোর দরকার।

ঘরে বল নেই, গত মে'মাসে শেষ বলটা আমার স্ত্রী একটা ছোট বাচ্চাকে দিয়ে দিয়েছে; সেদিন পার্কে একটা খাবার দাওয়াত ছিলো; আমি সাথে বলটা নিলাম, কয়েকজন মিলে খেলা শুরু করলাম। আমি বল খেলি, এটা আমার স্ত্রী চাহে না; ডাক্তার বলেছে, আমি জোরে পড়লে ভয়ানক অসুবিধা হবে। কেহ কি ইচ্ছা করে পড়ে? যাক, আমি ভালো মতোই পড়লাম; স্ত্রী দেখেছে! বাড়ী ফেরার সময় একটা বাচ্চা আমার বলটা নিয়ে খেলছিলো, সে বলটা এখন দেবে না, আরো কিছুক্ষণ খেলতে চায়; আমার স্ত্রী ভালো সুযোগ পেলো, উড়ো খৈ গোবিন্দে নম:।

বল কিনতে হবে; সমস্যা হলো, আমি বাজারে গেলে আমার স্ত্রী সাথে যাবেই; সে গেলে বল কিনতে দেবে না; ঠিক আছে, তাকে মাইনাস করতে হবে; আমি বললাম,
-চল, হেঁটে আসি; সাথে বাজারটা করে নিয়ে আসি!
-কোন দোকানে?
-শপরাইট।
-এই গরমের ভেতর জিনিষপত্র নিয়ে আমি দেড় মাইল হেঁটে আসতে পারবো না।
-তা'হলে, আমি একাই যাচ্ছি!

বেজায় গরম পড়ছিলো, দোকানে ঢুকে এক কর্মচারী মেয়েকে প্রশ্ন করলাম,
-ম্যান'স রুম কোনদিকে?
সে সামনের একটা করিডোর দেখায়ে দিলো; করিডোরের দুইপাশে এই অফিস, সেই অফিস, বয়লার রুম, ময়লার রুম সবই আছে; কিন্তু ম্যান'স রুম চোখে পড়লো না; করিডোর যেখানে শেষ হয়েছে, সেখানকার সামনের দরজার হাতল ধরে টান দিলাম! আরে পায়খানা, ভীষণ জোরে এলার্ম বেজে উঠলো, দেখি উহা ইমারজেন্সী এক্সিট! আমি একটু পেছনে সরে এলাম; আসলে, ডানপাশের রুমটাই ম্যানস রুম ছিল, আগে আমার চোখে পড়েনি, চোখে কম দেখলে যা ঘটে; আমি টুং করে উহাতে ঢুকে পড়লাম; এলার্ম বেজেই চলছে; বাজে এলার্ম, পাগলা ঘন্টার মতো বাজছে! করিডোরে দৌড়াদৌড়ি শুরু হয়েছে। আমি দরজা একটু ফাঁক করে দেখলাম, ৩/৪টি মেয়ে এলার্ম বন্ধ করার চেষ্টা করছে, বন্ধ হচ্ছে না। এরপর আরো ২ জন দৌড়ে এলো, অবশেষে প্রায় ৫ মিনিট পর এলার্ম বন্ধ হলো। একটু পরে দোকানের ম্যানেজার মাইকে কাষ্টমারদের কাছে মাফ চেয়ে জানালো যে, ভয়ের কিছু নেই, এটা ফায়ার এলার্ম নয়, ইমারজেন্সী এক্সিটের এলার্মটা নষ্ট হয়ে গেছে, আপনা থেকে বেজেছিল। আমি ভেতরে মিনিট পাঁচেক বেশী কাটিয়ে বের হলাম; বল ও হালকা এটা সেটা কিনে বাসায় ফিরলাম।

বাসা থেকে আধা মাইল দুরে, বাচ্চাদের একটা প্লে-গ্রাউন্ড আছে, ১৫ ফুট উঁছু লোহার নেট দিয়ে ঘেরা; গত বছর রাতে ওখনে বল মেরেছি একা একা; নেটে বল মারলে বল ফিরে আসে। সমস্যা হলো, ভালো অন্ধকার না হওয়া অবধি বাচ্চারা খেলতেই থাকে; যাক, আমি সাড়ে ৯ টায় বল নিয়ে গেলাম, কেহ নেই, বেশ অন্ধকার। প্লে-গ্রাউন্ড'এর একপাশ দিয়ে ফুটপাথ, শুধু সেখানে একটা মাত্র লাইট, গাছের কারণে অনেকটা আলোছায়া মনে হচ্ছিল আমার কাছে। আলোর কাছে নেটে কিক দিচ্ছি; ২০ মিনিটে মাত্র ৬/৭টা কিক দিতে পেরেছি, ফুটপাথ দিয়ে মানুষ যাওয়া আসা করছে, ওদের চলে যাওয়া অবধি অপেক্ষা করতে হয়, সুবিধে হচ্ছে না। উল্টোপাশ বেশ অন্ধকার, ঐদিকেই খেলতে হবে! ভালো হলো, নেট ঘেঁষে একটা বড় গার্বেজ-ক্যান আছে, উহাকে নিশানা করে মারতে পারবো। মাঠের মাঝখান থেকে ভালো একটা কিক করলাম গার্বেজ-ক্যানকে নিশানা করে; ক্যানে লাগেনি, তবে ক্যান ঘেষেই নেটে লেগেছে, পায়ের অবস্হা ভালোই বলতে হয়!

হঠাৎ দেখি, ক্যান যেন মানুষে পরিণত হলো, ২ জন মানুষ উঠে দাঁরালো হালকা অন্ধকারে; হালকা অন্ধকারে আমি ২ জন মানুষ দেখছি; ভয়ে ভয়ে কাছে গেলাম; গাঁজার সুগন্ধে এলাকা মৌ মৌ করছে; দুটি মেয়ে পাশাপাশি দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষা করছে; আমি বললাম,
-হ্যালো, কেমন আছো?
-ভালো; তুমি কি আমাদের গায়ে বল মেরেছ? মেয়েদের একজন জানতে চাইলো।
-স্যরি, কি যে বলো? আমি তোমাদের থেকে অনেক দুরে নেটে মারার চেষ্টা করেছিলাম; কিন্তু দেখতেই পাচ্ছ, আমার পায়ের নিশানা ঠিক নেই; স্যরি, বলটা তোমাদের কাছাকাছি এসে গেছে!
-এতক্ষণ ঐ পাশে তো তুমি বেশ সোজাসুজি মারছিলে! যাকগে, আমরা স্মোক করতে এসেছিলাম, চলে যাচ্ছি, তুমি খেলো!
-না, না, তোমাদের যেতে হবে না, আমি আগের পাশে ফিরে যাই।

এবার ২য় মেয়েটি মুখ খুললো,
-তুমি সত্য করে বলতো আমাদের গায়ে তুমি বল মারনি? ওপাশে তোমার বল-মারা দেখে আমার সন্দেহ হচ্ছে!
-সত্য কথা বললে তোমাদের মন খারাপ হবে না তো?
-না, বলো!
আসলে আমার চোখে সমস্যা আছে; অন্ধকারে বসা অবস্হায়, তোমাদের ২ জনকে আমি গার্বেজ ক্যান মনে করেছিলাম। আমি ক্যানকে নিশানা করে কিক দিয়েছিলাম; আমার সৌভাগ্য যে ক্যানে লাগেনি!

মেয়েরা হোহো করে হেসে উঠলো। ২য়টা মেয়েটা বললো,
এটা আমার জীবনে ঘটে যাওয়া সেরা বাস্তব জোক!

মন্তব্য ৭৯ টি রেটিং +১২/-০

মন্তব্য (৭৯) মন্তব্য লিখুন

১| ১০ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৩

সনেট কবি বলেছেন: দারুণ হয়েছে।

১০ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৮

চাঁদগাজী বলেছেন:


তেমন কিছু না, এটাসেটা ঘটে

২| ১০ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৪

শাহারিয়ার ইমন বলেছেন: চশমা ব্যবহার করেন না?

১০ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৯

চাঁদগাজী বলেছেন:


চশমা নিয়ে আমার মহা সমস্যা, চোখে দিলে শরীর ভারী মনে হয়

৩| ১০ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৬

শাহিন-৯৯ বলেছেন:



রম্যতো দেখি আপনি ভালই লিখেন।

আজকে তাহলে খালেদা গ্রুপ একটু রেহাই পেল। দুই মেয়ের উপর দিয়ে গেল সব।

১০ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩০

চাঁদগাজী বলেছেন:


বেগম জিয়াকে ১৯৭১ সালের মে মাস থেকে জানি, তাই উনাকে ভুলে থাকা অসম্ভব।

৪| ১০ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮

শাহিন-৯৯ বলেছেন:



বেগম জিয়াকে ১৯৭১ সালের মে মাস থেকে জানি, তাই উনাকে ভুলে থাকা অসম্ভব।

আপনার সাথে কি উনার কোন দ্বন্ধ ছিল?
প্রশ্নটাএমনি করলাম কারণ শত্রুরও ভাল গুন মানুষ দেখে কিন্তু আপনি আজ পর্যন্ত উনার একটা ভাল গুন বলেননি। তাই মাঝে মাঝে নানা প্রশ্ন ধরা দেয় মাথার এন্টিনায়।

১০ ই আগস্ট, ২০১৮ রাত ৮:০৪

চাঁদগাজী বলেছেন:


উনি এত কমবুদ্ধিমতি ছিলেন যে, উনার ধারণা ছিল পাকীদের সাথে মুক্তিযোদ্ধারা দাঁড়াতেই পারবে না; উনি পাকীদের এত ভক্ত ছিলেন যে, নিজের স্বামীর পক্ষ ত্যাগ করেছিলেন; আমরা সেটা জানতাম।

৫| ১০ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭

সিফটিপিন বলেছেন: পড়লাম, বুঝলাম, মন্তব্ব করার কোন প্রয়োজন মনে করছি না। আমি এটাও বলছি না যে ভালো হয়নি।

১০ ই আগস্ট, ২০১৮ রাত ৮:০১

চাঁদগাজী বলেছেন:



মানুষ গল্প লিখেন, আমি আমার সাথে ঘটে যাওয়া ব্যাপার স্যাপারগুলো নিয়ে ৫/১০ লাইন লিখি, এটুকুই

৬| ১০ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬

আখেনাটেন বলেছেন: অ্যাডিক্টেট মেয়েগুলো আপনাকে অ্যাটাক করে নি দেখে ভালো লাগল।

চমৎকার লেখা।

১০ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯

চাঁদগাজী বলেছেন:


গাঁজা আমেরিকানদের গা-সহ্য হয়ে গেছে; আজকাল সন্ধ্যায় হাঁটতে বের হলে, পার্কগুলোতে শুধু গাঁজার গন্ধ বাতাসে।

৭| ১০ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভাগ্যিস গার্বেজ ক্যানে লাগেনি!! =p~
বেশ মজা পেলাম।

১০ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯

চাঁদগাজী বলেছেন:


সৌভাগ্য, পায়ের অবস্হা আগের মতো নেই!

৮| ১০ ই আগস্ট, ২০১৮ রাত ৮:০০

রাজীব নুর বলেছেন: আপনার রসবোধ ভালো লাগে।

১০ ই আগস্ট, ২০১৮ রাত ৮:০৫

চাঁদগাজী বলেছেন:


ছোট ছোট মানুষের জীবনের ছোট ছোট ঘটনা

৯| ১০ ই আগস্ট, ২০১৮ রাত ৮:০৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন: ভালো লিখেছেন।

১০ ই আগস্ট, ২০১৮ রাত ৮:১৯

চাঁদগাজী বলেছেন:


চেষ্টা করছি, পরে কোনদিন গল্প লেখার চেষ্টা করবো।

১০| ১০ ই আগস্ট, ২০১৮ রাত ৮:০৮

শাহিন-৯৯ বলেছেন:



উনি এত কমবুদ্ধিমতি ছিলেন যে, উনার ধারণা ছিল পাকীদের সাথে মুক্তিযোদ্ধারা দাঁড়াতেই পারবে না; উনি পাকীদের এত ভক্ত ছিলেন যে, নিজের স্বামীর পক্ষ ত্যাগ করেছিলেন; আমরা সেটা জানতাম।

বাহ বিশাল একখান তথ্য জানলাম :P। একজন সেক্টর কমান্ডারের বউয়ের বিষয়ও আপনি খোঁজ রাখতেন জেনে খুবই ভাল লাগল :D । আচ্চা ওলীর সাহেবের বউ কি এরকম ছিল? নাকি সে কখনও ক্ষমতায় আসেনি বলে তেমন মনে নাই? ;)

১০ ই আগস্ট, ২০১৮ রাত ৮:১৪

চাঁদগাজী বলেছেন:


যুদ্ধের মাঝে, ক্যা: ওলি,র পরিবার, মেজর শওকত আলীর স্ত্রী, ক্যা: হামিদের স্ত্রীসহ যেডফোর্সের অনেক সৈনিকদের পরিবারকে নিরাপদ যায়গায় নেয়া হয়েছে, খুবই শক্ত প্ল্যানের মধ্য দিয়ে। সেই সময়, মেজর জিয়ার স্ত্রী শুধু পাকীদের পক্ষে হয়ে ওদের সাথে থেকে যায়।

১১| ১০ ই আগস্ট, ২০১৮ রাত ৮:১১

পদাতিক চৌধুরি বলেছেন: আপনিতো স্যার বিচিত্র মানুষ । কমেন্ট করার সময় মেদবর্জিত কমেন্ট করেন। মনে হয়না আপনার মধ্যে রসের সাগর আছে। আজ আমার ভির্মি খাওয়ার অবস্থা। কনফার্ম হলাম যে পোষ্টটি শ্রদ্ধেয় গাজী সাহেবের। তবে ক্যানকে নিশানা করে কিক দেওয়াতে মজা পেলাম।

ভাগ্যিস চোখে একটু সমস্যা ছিল, নইলে অমন পোষ্ট যে পেতাম না।

১০ ই আগস্ট, ২০১৮ রাত ৮:১৮

চাঁদগাজী বলেছেন:


আমি গল্প টল্প লিখি না, ছোটখাট ঘটে যাওয়া ঘটনাকে পোষ্ট করি

১২| ১০ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৩৩

ভিন্নচিন্তা ভিন্নমত ভিন্নপথ বলেছেন: @ শাহীন-ঌঌ- জনাব, আপনি জানেন না চাঁদগাজী মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল আতাউল গণি ওসমানী-র চেয়েও উপরের পোস্টে ছিলেন ? সম্ভবত ফিল্ড মার্শাল ছিলেন। তাই তিনি সব জানেন । ফলে সেক্টর কমান্ডারের বউ কি ভাবত সেটাও তার জানা থাকত। খালেদা জিয়া sms করে তার ধারণা চাঁদ গাজীকে জানিয়ে দিত। আপনারাই কেবল এত বীরের মর্যাদা জানলেন না । নাহলে কি এই বুড়ো বয়সে আমেরিকায় পড়ে থাকতে হয় ?

১০ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৩৮

চাঁদগাজী বলেছেন:



আপনারদের মত বুদ্ধিমানে দেশ ভর্তি হয়ে যাওয়ায়, স্নো-পাউডার বেগম ৩৬ বছর পার্টির প্রসেডেন্ট, এখন লালঘরে; আর শেখ হাসিনার চুমু খাচ্ছেন কোটা লোটা করে।

১৩| ১০ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৪৬

ভিন্নচিন্তা ভিন্নমত ভিন্নপথ বলেছেন: @ চাঁদ গাজী- ভীমরতিপ্রাপ্ত বুড়ো মানুষের প্রলাপের উত্তর দিতে নেই।

১০ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৫৯

চাঁদগাজী বলেছেন:


৪ মাস ব্লগে আছেন, ১টা পোষ্টও দিতে পারেননি, আপনার প্ল্যান প্রোগ্রাম কি; চাঁদগাজী মাঁদগাজীর পেছনে লাগা? ব্লগে এসবের কদর নেই

১৪| ১০ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৪৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সত্যের জয় হোক, মেয়েগুলো কারো দ্বারা নিজেদের গার্বেজ ক্যান ভাবার পরও হেসেছিল...

১০ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৫২

চাঁদগাজী বলেছেন:


আমেরিকান ছেলেমেয়েরা হাসিখুশী; ওরা সহজে মন খারাপ করে না।

১৫| ১০ ই আগস্ট, ২০১৮ রাত ৯:০৬

রাকু হাসান বলেছেন:



মেয়ে গুলো তুমি করে বলছে অবাক হচ্ছিলাম । পরে জানতে পারলাম আমেরিকান । হাস্যরসের একটি ঘটনা । স্যার এসব ঘটনার আলোকে আমরা গল্প পেলে অবাক হব না । অপেক্ষা করছি গল্পের :-B

১০ ই আগস্ট, ২০১৮ রাত ৯:১২

চাঁদগাজী বলেছেন:



আমেরিকায়, সবাই you বলে, এটাই সন্মানী সম্বোধন।

১৬| ১০ ই আগস্ট, ২০১৮ রাত ৯:১৫

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: অবশেষে অন্য কিছু। ভালো লাগলো।

১০ ই আগস্ট, ২০১৮ রাত ৯:১৭

চাঁদগাজী বলেছেন:


দেশে প্রতিবাদ চলছিল, সবাই সেটা নিয়ে চাপে ছিলেন, এখন একটু রিলাক্স

১৭| ১০ ই আগস্ট, ২০১৮ রাত ১১:০৮

অচেনা হৃদি বলেছেন: পড়ে বেশ মজা পেলাম, মাঝে মধ্যে এরকম ঘটনা মটনা লেখিয়েন প্লিজ, যদি ঘটনা নাও ঘটে তবে বানিয়ে টানিয়ে হলেও লিখবেন। কাঠখোট্টা রাজনীতি অলটাইম হলে কেমনে হবে, জীবনে রসবোধেরও তো দরকার টরকার আছে।

১০ ই আগস্ট, ২০১৮ রাত ১১:১৭

চাঁদগাজী বলেছেন:


বানিয়ে টানিয়ে লিখলেও চলবে? ওকে

১৮| ১০ ই আগস্ট, ২০১৮ রাত ১১:১৭

ভিন্নচিন্তা ভিন্নমত ভিন্নপথ বলেছেন: @ চাঁদ গাজী- যারা চাঁদ গাজী কে নিয়ে অখাদ্য সনেট লিখবে, জারী গান লিখবে , তৈল দিয়ে ব্লগ ভাসিয়ে ফেলবে তাদের যে কদর হবে সেটাতো বলাই বাহুল্য।

আমার পোস্ট দেওয়ার দরকার কি ? সামুতে এসে আপনার লাফালাফি দেখতে ভালো লাগে। ভেরেন্ডা গাছের বৃক্ষ সাজার চেষ্টা দেখি। মোসাহেবদের চামচামি দেখি। বেশ লাগে।

১০ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৩৪

চাঁদগাজী বলেছেন:


২০১৬ সালের দিকে, আমার ব্যান চেয়ে অনেক পোষ্ট আসতো, এখন সনেট এসেছে, আমার কমেন্ট নিয়ে সমালোচনা করে পোষ্ট এসেছে; এগুলো ব্লগে ঘটে থাকে। আপনি লিখলে, আপনাকে নিয়েও ঘটবে।

আপনি অবশ্যই ভেরেন্ডা নন, আপনি বটবৃক্ষ, ছায়া দেন, মায়া দেন, প্রশান্তি দেন!
ব্লগে লিলিপুটিয়ানগিরি করতে চাইলে, সেটাও সম্ভব, আপনার চয়েস!

১৯| ১০ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৩৭

চঞ্চল হরিণী বলেছেন: হাহাহা। পড়ে বেশ মজা পেলাম। আর হৃদির মন্তব্য পড়ে আরেকদফা হাসলাম =p~ । আপনার নিজের সাথে ঘটা এই ঘটনা মটনাগুলো পড়তে কিন্তু দারুণ লাগে। নিয়মিত লিখবেন, চাঁদগাজী ভাই।

১০ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৪৩

চাঁদগাজী বলেছেন:


ঘটনা মনে করে আমি নিজেও হাসি।

২০| ১১ ই আগস্ট, ২০১৮ রাত ১২:১৪

ভাইয়ু বলেছেন: সবকিছুই বুঝলাম, শুধু ম্যান্স রুমে আপনার টুং করে ঢোকার ব্যাপারটা বুঝলাম না ৷ আপনি কি কলিংবেল? :-0

১১ ই আগস্ট, ২০১৮ রাত ১:০০

চাঁদগাজী বলেছেন:


টুং করে ঢুকে পড়া মানে, অন্যদের দৃষ্টি এড়িয়ে সহজে ঢুকে, আত্মগোপন করে থাকা

২১| ১১ ই আগস্ট, ২০১৮ রাত ১:৪৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: তোমাদের ২ জনকে আমি গার্বেজ ক্যান মনে করেছিলাম।

হাসতে হাসতে পেটের খিল খুলে গেছে :) :) :) রম্য লেখায় আপনি দেখি ওস্তাদের ওস্তাদ। আপনার এটাকে আমি ব্লগের সর্বকালের সেরা রম্যের তালিকায় ফেলে দিলাম।

চোখের যত্ন নিয়েন। ড্রয়িং রুম বা বেডরুমে ফুটবল খেলতে যাইয়েন না আবার; কিংবা খেললেও মানুষকে মানুষ মনে না করে অন্য কিছু যেন মনে না কইরা বসেন :)

নীচেরটা দেখেন।



১১ ই আগস্ট, ২০১৮ রাত ২:০৭

চাঁদগাজী বলেছেন:


প্রতিদিন অনেক ফানি ঘটনা ঘটে মানুষের জীবনে; আমি এসব নিয়ে নিজে হাসি।

ভিডিওগুলো কাজ করেনি; এগুলোতে কি ফানি কিছু ছিলো?

২২| ১১ ই আগস্ট, ২০১৮ রাত ৩:৫৪

জাহিদ অনিক বলেছেন:


এরকম একটু রম্য টম্য রাজনৈতিক পোস্টে ঢুকিয়ে দেয়া যায় না ?
খুব ভালো।

১১ ই আগস্ট, ২০১৮ ভোর ৪:০০

চাঁদগাজী বলেছেন:


চেষ্টা করলে, আমি শেখ হাসিনাকে নিয়ে রম্য লিখতে পারতাম, হয়তো; উনি পড়লে যাতে হাসে, সেই রকম করার চেষ্টা করে দেখতে পারতাম; কিন্তু উনি পড়ার আগে উনার বেকুব পুলিশেরা আমাকে রিমান্ডে নিয়ে যেতে যেতে পারে। আমি অবশ্য রিমান্ডেও জোক করতে পারবো বলে আমার বিশ্বাস আছে; কিন্তু লিলিপুটিয়ানগুলো না বুঝার সম্ভাবনা আছে।

২৩| ১১ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৪০

বিদ্রোহী ভৃগু বলেছেন: তাইতো বলি!
মাঝে মাঝে আপনার কমেন্টের এমন বেড়াছেড়া অবস্থা হয় কেনু!
নিশ্চিত চশমা ছাড়া পড়তে থাকেন আর যা মনে হয় তাই লিখে দেন :P

আর ব্লাগরগণ আপনারে সার্ফ এক্সেল ধোলাইয়ের নেশায় কি বোর্ডে আঙুল নিশপিশ করে :-/ B-) =p~ =p~

ঐ আমার চশমাটা কৈ রে! দেতো কি লিখেছি দেখে পোষ্টাই :-B কি লিখেছি :D =p~
হা হা হা

১১ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:০৩

চাঁদগাজী বলেছেন:


অনেক সময় কি পড়ি মনে থাকে না, কোন পোষ্টের মন্তব্য কোন পোষ্টে করি, সেটার খবর থাকে না

২৪| ১১ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৪৯

রক বেনন বলেছেন: বরাবরের মতই অসাধারণ!! হা হা হা! চমৎকার রম্য!!

পুনশ্চঃ আমেরিকায় কি প্রকাশ্যে গাঁজা সেবন করা যায়? পুলিসে ধরে না??

১১ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:০৬

চাঁদগাজী বলেছেন:


কয়েকটা রাজ্যে এখন গাঁজা খেতে মানা নেই; বাকীগুলোতে সবাই খাচ্ছে; বিক্রয়ের উপর আইন আছে, যাদের লাইসেন্স তারাই বিক্রয় করতে পারবে

২৫| ১১ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:০৩

বিজন রয় বলেছেন: আপনার মধ্যে অনেক রসবোধ আছে তা অনেকের আগেই এবং অনেক আগেই আমি টের পেয়েছিলাম।
আই লাইক ইট।

১১ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:০৭

চাঁদগাজী বলেছেন:



তা'হলে চলতে থাকবে

২৬| ১১ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:২৪

নীলপরি বলেছেন: দারুণ লাগলো। ঃ)

১১ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:০০

চাঁদগাজী বলেছেন:


ওকে, এটা সেটা ঘটে যায়

২৭| ১১ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৫১

হাসান জাকির ৭১৭১ বলেছেন: বাহ।
আমেরিকায় গাঁজার চাষ তাইলে ভালই হয়!!

এটাও কি ওদের আদর্শ গণতন্ত্রের নমুনা নাকি শ্রদ্ধেয় বড়ভাই???

১১ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫৯

চাঁদগাজী বলেছেন:


আমেরিকায় গাঁজার চাষ হচ্ছে বেশ বড় আকারে

২৮| ১১ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৭

ঠাকুরমাহমুদ বলেছেন: বাংলাদেশে ইয়াবা সেবনকারী “ছত্রা ও ছত্রী” এই ধরনের গার্বেজ ড্রাম ৭ - ৮ টা কিক দাবীদার



১১ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১২

চাঁদগাজী বলেছেন:


পরিবহনে ওবায়দুল কাদের ও শাহজাহান দায়ী; ইয়াবার জন্য সব মন্ত্রী দায়ী।

২৯| ১১ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮

ভ্রমরের ডানা বলেছেন:




চোখের ও মনের জোর দুটোই আছে দেখছি! তা ক্যানগুলো যে জোকস পছন্দ করেছে তা কি ঘরণী জানে? নিশ্চয় নয়! খাল কেটে কাউকে কুমির আনতে আমি দেখিনি!

১১ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৩৮

চাঁদগাজী বলেছেন:



আমি সব বিষয় স্ত্রীকে জানাই, অসুবিধা হয়নি, চলছে

৩০| ১১ ই আগস্ট, ২০১৮ রাত ৮:১১

তারেক ফাহিম বলেছেন: বাংলাদেশে এ ঘটনা ঘটলে কি হতো চোখ বন্ধ করে একবার ভাবুনতো। B-)


১১ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৩৬

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশে বিভিন্ন সময়ে আমার সাথে এই ধরণের বা এর কাছাকাছি ঘটনা ঘটেছে, আমার অভিজ্ঞতা খারাপ নয়।

৩১| ১১ ই আগস্ট, ২০১৮ রাত ৯:২৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
স্যার, আপনার এই জাতীয় লেখাগুলো খুবই বিচিত্র আর উপভোগ্য হয়।
প্রচুর মজা আর আরাম পাওয়া যায়।
আপনি এ ধরনের আরো লিখুন।

১১ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৫৪

চাঁদগাজী বলেছেন:


মনে পড়লে, ও কিছু ঘটলে লিখব।

৩২| ১১ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৪৮

ভ্রমরের ডানা বলেছেন:



উনার উদারতায়য় মুগ্ধ হলাম। আর দেখুন দেশে বাংগালি রমণীরা আজো নাকে দড়ি দিয়ে ঘুরাচ্ছে! কবি শাহরিয়ার কবির হয়রান হয়ে যাচ্ছে! উনি হয়ত আপনার ভাগ্যে হিংসে করতে পারেন....



=p~

৩৩| ১১ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৩৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: গতকাল ভিডিওটি আসে নাই। আজ আবার ট্রাই করিলাম :)

দুটো ভিডিও দেখে আসল নকল বলুন :)



১২ ই আগস্ট, ২০১৮ রাত ১:০৪

চাঁদগাজী বলেছেন:


আমি আসল নকল বের করতে পারবো না; আমি জানতে চাই, আমাকে কিছু জানিয়ে, আমার কিকের ভিডিও করলো কে? আমি জানতে চাই, আমাকে না জানিয়ে ভিডিও করলো কে?

৩৪| ১১ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৪৫

অক্পটে বলেছেন: লিখাটা ভালো লেগেছে। শতকরা ১ পোস্ট আপনার এমন আসে যেখানে খালেদা আর জিয়া থাকেনা। কেউ একজন খোঁচা দিয়ে দিল আর অমনি শুরু হয়ে গেলেন।

১২ ই আগস্ট, ২০১৮ রাত ১:০৬

চাঁদগাজী বলেছেন:


খালেদা এবং জিয়া, এরা কারা, আমি কি এঁদের জানি?

৩৫| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৩১

আরণ্যক রাখাল বলেছেন: মজাদার। মেয়েদেরও গার্বেজ ক্যান ভাবেন আপনি! আপনি তো মশাই লেজেন্ড!
মাঝেমাঝে রাজনৈতিক লেখাগুলোর সাথে এমন লেখাও লিখবেন। আর চোখের যত্ন নেবেন নিয়মিত।

১২ ই আগস্ট, ২০১৮ রাত ১:০৯

চাঁদগাজী বলেছেন:


ইউনিভার্সিটিতে আপনি কি করছেন টরজেন আমাদের জানাবেন। একদিন বড়ভাইদের কান ধরে উঠাবো বসাবো।

৩৬| ১২ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:০০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি আসল নকল বের করতে পারবো না; আমি জানতে চাই, আমাকে কিছু না জানিয়ে, আমার কিকের ভিডিও করলো কে? আমি জানতে চাই, আমাকে না জানিয়ে ভিডিও করলো কে?

সিসি ক্যামেরায় সারাক্ষণ আপনার গতিবিধি পর্যবেক্ষণে থাকে এটা কি জানতেন না :( স্যাটেলাইটে সব ক্যাপচার হয়ে যাচ্ছে। ধীরে ধীরে আরো অনেক কিছুই ভাইরাল হবে, অতএব, এখন থেকেই সতর্ক থাকার আহবান থাকলো।

১২ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০৮

চাঁদগাজী বলেছেন:



ইন্টারেষটিং কিক

৩৭| ১২ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা হা হা!! আপনি পারেনও বটে!! একবার ফোনে একজনের সাথে কথা বলার সময়, 'জী ভাই, জী ভাই' টাইপ সম্বোধন করার পর নাম জানতে গিয়ে দেখি তিনি একজন তরুনী। অথচ আমার কানে কোন সমস্যা নেই। কি বিপদ!!

অফটপিকঃ পোষ্টের বাইরে অনেকেই অপ্রয়োজনীয় মন্তব্য করে যাচ্ছে এবং আনন্দের বিষয় এদের সংখ্যা খুবই কম।

১২ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪

চাঁদগাজী বলেছেন:


প্রাত্যহিক জীবনে ঘটে যাওয়া ছোটখাট ঘটনা পাঠকেরা পছন্দ করছেন।

সামান্য পরিমাণ মন্তব্য এদিক ওদিক হচ্ছে, তবে এগুলো তেমন সমস্যা নয় আজকাল, ক্রমেই ব্লগারেরা আরো ভালো করবেন।

৩৮| ১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৩৭

গরল বলেছেন: মেয়েদের দিকে বল মেরেছেন এটা বললেও হয়ত ওরা সম্মানিত বোধ করত, কিন্তু গারবেজ ক্যান! =p~

১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪৩

চাঁদগাজী বলেছেন:


বেচারারা ইহাকে সহজভাবে নিয়েছে।

৩৯| ১৮ ই আগস্ট, ২০১৮ রাত ১১:১৬

খায়রুল আহসান বলেছেন: ছোট ছোট মানুষের জীবনের ছোট ছোট ঘটনা - এসব ঘটনাগুলো নিয়ে আপনি বেশ ভালই লিখতে পারেন। মাঝে মাঝে রাজনীতি টিতি বাদ দিয়ে এসব ট্রাই করে দেখতে পারেন। আপনারও টেস্ট চেঞ্জ হবে, আমরাও আপনার কৌতুকগুলো ভাল উপভোগ করতে পারবো।
দেশে প্রতিবাদ চলছিল, সবাই সেটা নিয়ে চাপে ছিলেন, এখন একটু রিলাক্স - হ্যাঁ, সে কথাটাই বলছিলাম, সেটাই চাই।

১৮ ই আগস্ট, ২০১৮ রাত ১১:২৮

চাঁদগাজী বলেছেন:


জীবনের এই ছোটখাট ঘটনাগুলো ভাবলে, বেশ ভালোই লাগে; আপনার কথায় আমি উৎসাহিত, ধন্যবাদ!

৪০| ২৪ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৫

সিগন্যাস বলেছেন: বলিহারি আপনার রসবোধ । মেয়েগুলো মনে হয় কালা আমেরিকান ছিল । =p~

২৫ শে আগস্ট, ২০১৮ ভোর ৬:৩৯

চাঁদগাজী বলেছেন:



না, ওরা সাধারণ সাদা আমেরিকান ছিল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.