নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

৯৯ পয়সা মুল্যের ডিটেকটিভের কবলে

২১ শে আগস্ট, ২০১৮ রাত ১২:২৫



একদিন, দশ এগারো বছরের একটি কিশোরী আমার কার্যকলাপের উপর অকারণ নজর রাখছিলো কিছু সময়ের জন্য; সেই কাহিনী বলছি:
আমার স্ত্রীর বার্ষিক চক্ষু চেক-আপ ছিল সেদিন দুপুর বেলায়; ডাক্তারের অফিস বেশ দুরে, গাড়ী নিতে হলো; ডাক্তারের অফিসের আশেপাশে পার্কিং নেই; অনেকক্ষণ চারিপাশে ঘুরলাম; শেষে অফিসের পেছনে অবস্হিত হাউজিং'এর পেছনে ছোট একটি রাস্তায়, শেষ বাড়ীটার পাশে পার্কিং পেলাম, এটা ছিল ডেড-এন্ড; হাউজিং'এর উল্টোপাশে পাইন গাছের ছোটখাট একটি জংগল।

বাড়ীটার বারান্দা রাস্তার সাথে প্রায় লাগানো; বাড়ীর সীমানা-বেড়ার বাহিরে, রাস্তার পাশে বুনো সুর্যমুখীর ছোটখাট একটি ঝোপ, অনেক ফুল ফুটেছে। বারান্দায় দশ এগারো বছরের একটি কিশোরী চেয়ারে বসে বই পড়ছিলো; দেখলাম, সে গাড়ীর দিকে তাকিয়ে আছে; মনে হয়, হাউজিং'এর লোকজন ছাড়া, বাইরের লোক এইদিকে পার্কিং করে না; আমি গাড়ী থেকে বের হওয়ার সময় সে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে আড় চোখে আমাকে দেখলো; চোখাচোখি না হওয়ায় আমি হ্যালো ম্যালো বললাম না।

আমার স্ত্রী রাস্তার পাশের বুনো সুর্যমুখী দেখে বললো,
-আমরা এখান থেকে ২/১ টা ফুল নিতে পারবো?
-এই দেশে কেহ বুনো ফুল সাধরণত নেয় না; মেয়েরা ২/১ ছিঁড়ে নেয়, হাতে রাখে; নেয়া ঠিক হবে না।

ডাক্তারের অফিসে গেলাম; স্ত্রীর চোখ পরীক্ষার জন্য ঘন্টা খানেকের বেশী সময় লাগবে; আমি ভাবলাম গাড়ীতে গিয়ে বসি, একটা বইয়ের কিছু পাতা দেখার দরকার ছিলো। গাড়ীতে কাছে ফিরে এসে দেখি কিশোরী বারান্দায় নেই; তবে, দোতালার ব্যালকনিতে ১৫/১৬ বছরের একটি বালক বাইনোকুলার হাতে পাইন বনে কি যেন দেখছে; মেয়েটার মতো ব্লন্ড চুল, মেয়ের ভাই হবে; আমাকে দেখে সে ঘরে চলে গেলো। আমি গাড়ীতে প্রবেশ করার আগে স্ত্রীর জন্য একটা ফুল ডাঁটাসহ ভেংগে নেয়ার চেষ্টা করলাম। কিন্তু বুনো সুর্যমুখীর বাকল পাটের বাকলের মত, ছেঁড়া অসম্ভব; আমি চেষ্টা করেই যাচ্ছি। এমন সময় দেখলাম কিশোরী কাঁচের স্লাইডিং দরজা দিয়ে আমাকে দেখছে। ঝোপের কারনে, আমার বাকল ছেঁড়ার কসরত তার চোখে পড়ার কথা নয়। আমি গাড়ীতে গিয়ে, পেছনে রাখা একটা বড় কাঁচি নিয়ে এলাম।

ফুলের ডাঁটা কাটতে যাবো, ঠিক এমন সময় দেখলাম, ২ জন মহিলা একটা ছোট বাচ্চাসহ এদিকে আসছে; আমি তাড়াতাড়ি একটা কাঁটা গাছের ডাল ট্রিম করা শুরু করলাম; তারা খুবই মন্দগতিতে হাঁটছে, আমি ট্রিমিং চালিয়ে যাচ্ছি; পাশ দিয়ে যাবার সময় হ্যালো বললাম; তারা উত্তর দিয়ে নিজের পথে চলে গেলো। ইতিমধ্যে, কিশোরী ঘর থেকে এসে বারান্দায় দাঁড়িয়েছে। আমাকে প্রশ্ন করলো:
-তুমি ওখানে কি করছ?
-আগাছা ট্রিম করছি! তুমি আমাকে হ্যালো টেলো না বলে, প্রশ্ন করছ কেন?
-সরি, হ্যালো, কেমন আছো?
-ভালো, এবং তুমি?
-ভালো! আমি জানতে চাই, তুমি কাঁচি হাতে ওখানে কি করছ?
-আগাছা ট্রিম করছি, আমি আবারো বললাম।

-তোমার কি আগাছা ট্রিম করার কথা?
-তুমি চাইলে, আমি তোমার চুলও ট্রিম করে দিতে পারবো!
-ঐ কাঁচি দিয়ে তুমি চুলও ট্রিম করতে পার? আমার সন্দেহ হচ্ছে তোমাকে!
-অবশ্যই আমি তোমার চুল ট্রিম করতে পারবো; যদিও এর আগে আমি কখনো করিনি।
-আমার মনে হয়, তোমার এখান থেকে চলে যাওয়া দরকার; না হয়, আমি মাকে ডাকবো!
-তোমার মা বাসায় নেই, উনি কাজে গেছেন!

মেয়ে থতমত খেয়ে গেলো! এবার দোতালার দিকে হাত তুলে বললো,
-উপরে আমার ভাই আছে, তাকে ডাকবো।
-তোমার ভাই বাইনোকুলার হাতে পাশের বাড়ীর মেয়ে দেখছে, ডাকলে তোমার উপর রাগান্বিত হবে!
-আমার ভাই কোন মেয়ে দেখছে না, সে পাশের গাছে পাখী দেখছে।
-সে কোন পাখী দেখছে, সেটা আমি জানি; ছেলেরা এক সময়ে মেয়েদের পাখী, হানি, ইত্যাদি নামে ডাকে; কিছুদিন পরে, কোন ছেলে তোমাকেও পাখী ডাকতে পারে।

তাকে রাগান্বিত মনে হলো না; তবে, সে সুবিধা করতে পারছে না, একটু হতাশই হলো। এই সুযোগে আমি ২টা ফুল কেটে ফেলেছি; ঝোপের উচ্চতা আমার বুক অবধি হওয়ায় ওপাশ থেকে সে দেখতে পারার কথা নয়। আমি বললাম,
-মনে হয়, কে যেন দরজার বেল বাজায়েছে!
সে স্লাইডিং দরজা দিয়ে ভেতরে গেলো; আমি এই সুযোগে, ফুল ২টিকে গাড়ীর ভেতরে রাখলাম। সে ফিরে এসে বললো,
-তোমার কানে সমস্যা আছে?
-না, কানে নয়, চোখে সমস্যা আছে!

সে বারান্দার পাশে, ঘাসে নেমে ভাইকে ডাকলো:
-মিচ, তুমি একটু নীচে আস।
মিচের খবর নেই; সে আবার ডাকলো। এবার মিচ ব্যালকনিতে আসলো। আমি হাত নেড়ে দিলাম। কিশোরী তার ভাইকে বললো:
-এই জেন্টেলম্যান এখানে কি করছে কে জানে! লোকটাকে আমার সন্দেহ হচ্ছে।
-তুমি অকারণে দুনিয়ার সবাইকে সন্দেহ করার শুরু করেছ; অকারণে মানুষকে বিরক্ত করিও না।
ছেলেটি ঘরে চলে গেলো। আমি বললাম,
-তুমি মনে হয় ৯৯ পয়সার ডিটেকটিভ সিরিজের বই পড়?
-আমি ডিটেকটিভ বই পড়ি; তবে, সেগুলো ৯৯ পয়সার সিরিজের নয়, সেগুলো দামী লেখকের!
-বুঝেছি, তুমি পুরাতন বই কেনো!
তুমি কিছু বুঝনি; তবে, তোমাকে আমার সন্দেহ হচ্ছে; কিছু একটা গন্ডগোল হচ্ছে এখানে!

সে হতাশ হয়ে ঘরে চলে গেলো; আমি গাড়ীতে বসে বইটা দেখছি; এবার আমি তার উপর নজর রাখছি। মনে হয়, সে গ্লাসে ঠান্ডা চা, বা কোন পানীয় খাচ্ছে, স্লাইডিং দরজার ওপাশ থেকে আমার দিকে খেয়াল রাখছে। প্রায় ৫০/৫৫ মিনিট পর আমার স্ত্রী এলো। এবার কিশোরী আবার বারান্দায় এলো। আমি পার্কিং থেকে বের হওয়ার সময়,গাড়ীর দরজার কাঁচ নামায়ে তাকে একটা সুর্যমুখী ফুল দেখায়ে হাত নেড়ে দিলাম।

মন্তব্য ৬৪ টি রেটিং +৯/-০

মন্তব্য (৬৪) মন্তব্য লিখুন

১| ২১ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৩৫

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: ভাল লিখেছেন। অকারনে কাউকে সন্দেহ করা উচিত না।

২১ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৪৭

চাঁদগাজী বলেছেন:


ডিটেকটিভ বই পড়ে বাচ্চারা কিছুটা শার্লক হোমস শার্লক হোমস ভাবের মাঝে থাকে

২| ২১ শে আগস্ট, ২০১৮ রাত ১:০৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনাকে বউ সমেত দেখার পর এবং সূর্যমুখী ফুল দেখিয়ে বিদায় জানানোর পর কি তার মন থেকে শার্লক হোমস গিয়েছিল? মানে তার দুঃশ্চিন্তা দূর হয়েছিল?

২১ শে আগস্ট, ২০১৮ রাত ১:০৮

চাঁদগাজী বলেছেন:


ডিটেকটিভ হিসেবে, সে তার ব্যর্থতা হয়তো বুঝতে পেরেছে; সে আমার হাতে কাঁচি দেখেছে; কিন্তু ফুল কেটে গাড়ীতে রাখতে দেখেনি।

৩| ২১ শে আগস্ট, ২০১৮ রাত ১:০৫

ভ্রমরের ডানা বলেছেন:



আমিও তাই ভাবতাম। লেখাটি কিশোর বেলার আনন্দঘন দিনে ফিরিয়ে নিল!

২১ শে আগস্ট, ২০১৮ রাত ১:১১

চাঁদগাজী বলেছেন:


সব দেশেই কিশোর কিশোরীরা ফানি আচরণ করে।

৪| ২১ শে আগস্ট, ২০১৮ রাত ১:০৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমেরিকান ছেলে মেয়েরা কী এশিয়ান বয়স্ক লোককে পছন্দ করে না? প্রায়ই আপনার সাথে মেট্রোতে, পার্কে, পার্কিং-এ তাদের এত বাধে কেন?

২১ শে আগস্ট, ২০১৮ রাত ৩:০৭

চাঁদগাজী বলেছেন:


বাচ্চারা ভদ্র; আমি এটা সেটা করি বেড়াই বলে, ছোটখাট ঘটনা ঘটে।

৫| ২১ শে আগস্ট, ২০১৮ রাত ১:২১

নাজিম সৌরভ বলেছেন: মেয়েটাকে বলতেন আমি আল কায়েদার লোক। নিশ্চিত সে ৯১১ ডায়াল করে দিতো!

২১ শে আগস্ট, ২০১৮ রাত ১:২৫

চাঁদগাজী বলেছেন:


আমেরিকায় এসব জোক করা হবে ভয়ংকর ভুল।

৬| ২১ শে আগস্ট, ২০১৮ রাত ১:৪০

জুনায়েদ বি রাহমান বলেছেন: কিছুদিন পরে, তোমাকেও কোন ছেলে পাখী ডাকবে। - সুন্দর, সত্য কথা। আপনি মাঝেমধ্যে বেশ মজা করে কথা বলেন।

২১ শে আগস্ট, ২০১৮ রাত ১:৫৬

চাঁদগাজী বলেছেন:


কথা বলার সময়, এগুলো আপনা আপনিই এসে যায়।

৭| ২১ শে আগস্ট, ২০১৮ রাত ২:১০

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: আপনি অনেক রসিক মানুষ। সাধারণত আমরা মুক্তিযোদ্ধাদের খুব গম্ভীর ও কঠোর বলে জানি।

২১ শে আগস্ট, ২০১৮ রাত ২:৩৬

চাঁদগাজী বলেছেন:


মুক্তিযোদ্ধারা বেশীর ভাগই ছিলেন গ্রামের সাধরণ পরিবারের মানুষ, সাধারণ পরিবারের ছেলেপেলে

৮| ২১ শে আগস্ট, ২০১৮ রাত ২:২২

জাহিদ অনিক বলেছেন:

মেয়েটা পুরাতন গোয়েন্দা বই পড়ে থাকলে আপনার গাড়ির নাম্বার মুখস্থ করে নেয়ার কথা- বলা যায় না ফুল চুরির অপরাধে ফাঁসিও হতে পারে !

২১ শে আগস্ট, ২০১৮ রাত ২:৩৯

চাঁদগাজী বলেছেন:


ওগুলো রাস্তার পাশের বেওয়ারিশ বুনোফুল; আমেরিকানরা রাস্তা থেকে বুনোফুল সাধারণত নেয় না; মেয়েরা হয়তো ২/১ টা নেয়; নম্বর রেখে লাভ নেই; সে টের পায়নি, আমি কখন ফুল রেখেছি গাড়ীতে।

৯| ২১ শে আগস্ট, ২০১৮ রাত ২:৫৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা শেষ পর্যন্ত ফুলটা চোরি করেই ছাড়লেন!! দারুণভাবে ঠকিয়েছেন মেয়েটি কে।

আচ্ছা আপনি কি সবসময় মেয়েদের ক্ষেপিয়ে মজা পান?
আমার তাই মনে হয় হা হা হা।

ঈদ মোবারক রইল শ্রদ্ধেয়

২১ শে আগস্ট, ২০১৮ রাত ৩:০৬

চাঁদগাজী বলেছেন:


আমি কোথায় কিছু হলে কথা বলি, ফান করার চেষ্টা করি। ফুলগুলো রাস্তার বুনো ফুল, মালিক নেই; তবে, এই দেশে রাস্তার ফুল নেয় না, লজ্জা করে।

১০| ২১ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:০৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ডিটেকটিভ বই পড়ে কী লাভ হলো? আপনার চালাকি তো মেয়েটি ধরতে পারলো না। হাঃ হাঃ হাঃ।


ধন্যবাদ ভাই চাঁদগাজী।

২১ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:৩২

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশে ছেলেরা ডিটেকটিভ বই পড়তো আগের দিনে; আমেরিকায় মেয়েরা পড়ে এখনো।

১১| ২১ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:১৩

রূপক বিধৌত সাধু বলেছেন: মনে হচ্ছিল কোন বিদেশি গল্প পড়ছি।

২১ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০৩

চাঁদগাজী বলেছেন:


আমি এখনো গল্প লেখার চেষ্টা করিনি; আমি আমার সাথে ঘটে যাওয়া ছোটখাট ব্যাপারগুলো নিয়ে লিখছি; আপনি ৭/৮ টা এই ধরণের পোষ্ট মিস করেছেন

১২| ২১ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:১৯

আরণ্যক রাখাল বলেছেন: দারুণ লিখেছেন।
আগাছাও ওদেশে কেউ ট্রিম করে নাকি?

২১ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০৫

চাঁদগাজী বলেছেন:


ঘরের আশেপাশে অনেকে আগাছা রাখে, পাখী আসে, কাঠ বিড়ালী আসে; সেগুলো ট্রিম করতে হয় মাঝেমাঝে

১৩| ২১ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩১

রাজীব নুর বলেছেন: খালেদা জিয়ার ডাক্তাররা একেবারেই যাচ্ছেতাই মানের। তার শারীরিক অবস্থা নিয়ে যা যা বলেছিল, তার কিছুই হয়নি।

২১ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০০

চাঁদগাজী বলেছেন:



এসব ডাক্তারের জন্য বিদেশী ভিসার ব্যবস্হা করার দরকার।

১৪| ২১ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫১

বাকপ্রবাস বলেছেন: খুব মজা করে পড়লাম, আপনি খুব ফাজিল আছেন হা হা হা রূপক বিধৌত সাধু এর মতো আমারও একই মত, বিদেশী গল্প পড়ার স্বাদ পেলাম

২১ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯

চাঁদগাজী বলেছেন:


আমি এখনো গল্প লিখিনি কোনদিন; এটা ছোট একটা ঘটনা মাত্র; এটা সেটা নিয়ে গন্ডগোল করাটা পছন্দ করি

১৫| ২১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫৭

পদাতিক চৌধুরি বলেছেন: আজ আমার বেশ ভাল লাগছে। জানিনা ঈদের আনন্দ কিনা। কারন, পোষ্টে দেখলাম আপনি চিরাচরিত রাজনীতি ছেড়ে কৌতুক নিয়ে মজে আছেন। আমরাও মজা পেলাম। সত্যি রাজনীতির ঐ কচকচানি যদি না থাকতো।

গল্পে আগাছা ট্রিম করতে করতে মেয়েটির চুল ট্রিমকরাটা আমার কাছে বেশ মজার। আর শেষে সূর্যমুখী ফুল! আর ফুল পেলেননা।

ঈদ মুবারক ।

২১ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭

চাঁদগাজী বলেছেন:


সুর্যমুখী সারাদিন সুর্যের দিকে মুখ করে থাকে; চাঁদ আকাশে উঠলে কুমুদিীি মুখ খুলে।

ঈদের শুভেচ্ছা

১৬| ২১ শে আগস্ট, ২০১৮ রাত ৮:২০

অচেনা হৃদি বলেছেন: আমার মনে হয় আপনার দেশে ফিরে আসা উচিৎ! দেশে এতো কিশোরী থাকতে আপনি আমেরিকান কিশোরীদের সাথে ঝামেলা পাকাতে গেলেন কেন?

২২ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৫৯

চাঁদগাজী বলেছেন:


আমার চোখের অবস্হা ভালো হলে, দেশে ফিরে আসবো; আমার সাথে আমার গ্রামের মেয়েদের সম্পর্ক খুবই ভালো।

১৭| ২১ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৩৪

ব্লগার_প্রান্ত বলেছেন: প্লট টুইস্ট: জনাব চাঁদগাজী গাড়িতে বসে, ৯৯ পয়সার ডিটেকটিভ সিরিজের বই পড়ছিলেন

২২ শে আগস্ট, ২০১৮ রাত ১:০১

চাঁদগাজী বলেছেন:


আমি কিশোর কালে, নীহার রন্জনের "কালো ভ্রমর" পড়েছিলাম, ওখানেই শেষ। আমি সামাজিক উপন্যাস ও কবিতা ভালোবাসি

১৮| ২১ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৩৪

রাজীব নুর বলেছেন: এসব ডাক্তারের জন্য বিদেশী ভিসার ব্যবস্হা করার দরকার।

ওস্তাদ আগামীকাল ঈদ।
ঈদ মোবারক জানাই।
আমি ঈদের পর দিন ঢাকার বাইরে যাচ্ছি কয়েক দিনের জন্য দোয়া করবেন।

২২ শে আগস্ট, ২০১৮ রাত ১:০২

চাঁদগাজী বলেছেন:


ঈদের শুভেচ্ছা; হুশিয়ারে যাওয়া আসা করবেন।

১৯| ২১ শে আগস্ট, ২০১৮ রাত ১০:০৬

ভ্রমরের ডানা বলেছেন:




আপনি গল্প লেখলে আমি পড়ি না স্যার, খেয়ে ফেলি!!

২২ শে আগস্ট, ২০১৮ রাত ১:০৪

চাঁদগাজী বলেছেন:


আমি গল্ল লেখার কথা ভাবছি; আপনি পড়ার নিশ্চয়তা দিলে, একটা বই প্রকাশ করবো।

২০| ২১ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৪০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: তো, একটা দুটা সূর্যমুখি ফুল (চুরি করে) নেয়ার জন্য এত চালাকি? বলে নিলে কী ক্ষতি হতো? অনুমতি না মিললে না নিতেন। বাঙালি দেখলেই ওদের সন্দেহ হয় এটা শুধু ওদের ১ সেন্ট ডিটেক্টিভ পড়ার ফলই না, মোদের ধারেও অনেক সমস্যা আছে।

যাই হোক, চাঁদগাজী সাহেবের তীব্র ও তীক্ষ্ণ রসবোধে আমি মুগ্ধ হতে হতে ফিট। লেখার হাত অসাধারণ।

চাঁদগাজী সাহবে এবং শ্রদ্ধেয়া ভাবী সাহেবারও দেখি সেইম সেইম প্রবলেম- আই প্রবলেম। কোন দিন না জানি আবার শুনি ইয়ার প্রব্লেম, আই মিন হিয়ারিং প্রব্লেমও আছেন বটে।

ইদ মুবারক।

২২ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৫৭

চাঁদগাজী বলেছেন:


এগুলো রাস্তার ধারের, মালিকানাহীন বুনো ফুল; লোকজন রাস্তার ফুল বাড়ীতে নেয় না, মেয়েরা ১/২টা নেয়; এটা ঐ কিশোরীদের বাড়ীর সীমানার বাইরে (রাস্তায়) আগাছা হিসেবে জন্মেছে; আমি চাচ্ছিলাম যে, ফুল নিতে মেয়েটা যেন না দেখে

২১| ২১ শে আগস্ট, ২০১৮ রাত ১১:১৫

নীলপরি বলেছেন: দারুণ লাগলো পড়তে ।
তবে এরকম ভাবনা আমারও হোতো বা হয়! :)

২২ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৫২

চাঁদগাজী বলেছেন:



এটা ভাবনাচিন্তা নয়, গত সপ্তাহের ঘটনা

২২| ২২ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:৩৪

ব্লগার_প্রান্ত বলেছেন: নীহার রন্জন তার 'ঘুম নেই' লেখাটা আগাথা ক্রিষ্টির 'পোয়েটিক জাস্টিস' থেকে মেরে দিয়েছে।
আচ্ছা, আপনি সিরাজুল ইসলাম চৌধুরীর কোন লেখা পড়েছেন? ওনার লেখা ভালোই, পড়তে পারেন।
ঈদ খুশি বয়ে আনুক

২২ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫০

চাঁদগাজী বলেছেন:


ঈদের শুভেচ্ছা

আপনি কি ড: সিরাজুল ইসলাম চৌধুরীর ক্থা বলছেন? ড: সিরাজুল ইসলামের কথা বললে, আমাকে বলতে হয়, আমি উনাকেও পছন্দ করি না, লেখা তো পরের কথা

২৩| ২২ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫২

ব্লগার_প্রান্ত বলেছেন: ওনার "বাংগালীর সময় অসময়" বইটা লাইব্রেরি থেকে নিলাম। আপনাদের দলের লোক। প্রত্যেক অধ্যায়ে পুঁজিবাদের কথা বলেছেন। সমাজতন্ত্রে বিশ্বাসী!

২২ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:০৮

চাঁদগাজী বলেছেন:


উনি সমাজতন্ত্র বুঝেননি কোনদিন; এরা কোনকিছু সৈকভাবে বুঝতে পারেন না; কিছু ডিগ্রিগত পড়ালেখার কারণে সমাজের উপরের স্তরে চলে যান, ও ভুল ধারণা ছড়াতে থাকেন।

আমি বহুবার উনার বক্তব্য শুনেছি। আসলে, আমি উনার কোন বই পড়িনি, মিডিয়াতে লেখা পড়তাম আগে।

২৪| ২২ শে আগস্ট, ২০১৮ রাত ৯:১২

ব্লগার_প্রান্ত বলেছেন: নিম্ন মধ্যবিত্ত এক ছাত্রের সৌভাগ্যময় রাত

২৩ শে আগস্ট, ২০১৮ রাত ৯:১০

চাঁদগাজী বলেছেন:



পড়েছি

২৫| ২৩ শে আগস্ট, ২০১৮ রাত ১:১১

ঠাকুরমাহমুদ বলেছেন: Dear Chandgazi Bhai, you catch by our Closed Circuit Camera !!!
Wish You Eid Mubarak


২৩ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৩১

চাঁদগাজী বলেছেন:



ঈদ মোবারক।

২৬| ২৩ শে আগস্ট, ২০১৮ রাত ৩:১৪

অনল চৌধুরী বলেছেন: নরবলি লেখাটা কই???

২৩ শে আগস্ট, ২০১৮ রাত ৯:১৫

চাঁদগাজী বলেছেন:


২/৩ জন ব্লগার বললেন যে, কোরবানের দিন "নরবলি" শব্দটা নাকি শুনতে খারাপ লাগছে, সরায়ে দিয়েছি।

২৭| ২৩ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:৫২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আপনার এই জাতীয় অভিজ্ঞতার কাহিনী পড়তে খুব আরাম লাগে।
সামনে আরো পড়তে চাই ।
আমেরিকার কথা-বার্তা আমাদের জানা দরকার।
আমরা তো আর উন্নত জাতি নই।
কিছু কিছু জেনে দেখি কেমন লাগে। কোন কাজে লাগে কিনা।

২৩ শে আগস্ট, ২০১৮ রাত ৯:১৪

চাঁদগাজী বলেছেন:


আমেরিকার বাচ্চারা খুবই ভালো; এমন কি চীনাদের বাচ্চারাও ভালো

২৮| ২৩ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:২৩

জামান শেখ বলেছেন: চাঁদগাজী ভাই যা লিখে তাই ভালো লাগে।

২৩ শে আগস্ট, ২০১৮ রাত ৯:১১

চাঁদগাজী বলেছেন:


তাই, আমি ছোটখাট বিষয়ের নিয়ে কথা বলতে ভালোবাসি।

২৯| ২৩ শে আগস্ট, ২০১৮ রাত ৮:০৩

টারজান০০০০৭ বলেছেন: ব্যাপারটা কি ? মাইয়ালোকের সাথে আপনার এত ক্যাচাল বাধে কেন ?

তবে ক্যাচাল বাঁধিলেও আপনি যে মজা লইছেন তাহাতে আমিও মজা পাইলাম ! চোখের অবস্থা কি ?

২৩ শে আগস্ট, ২০১৮ রাত ৯:১০

চাঁদগাজী বলেছেন:



চোখের অবস্হা খুব একটা ভালো নয়; এখন স্কুল বন্ধ, বাচ্চাদের সময় কাটে বই পড়ে; তারা এক্সপেরিমেন্ত চালায় সুযোগ পেলে।

৩০| ২৪ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:৪৩

সিগন্যাস বলেছেন: আমেরিকানরা জাতি হিসেবে কেমন?

২৪ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:৫৮

চাঁদগাজী বলেছেন:


খুবই ভালো

৩১| ২৫ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫৯

খায়রুল আহসান বলেছেন: চোখাচোখি না হওয়ায় আমি হ্যালো ম্যালো বললাম না - :)
তুমি আমাকে হ্যালো ট্যালো না বলে প্রশ্ন করছো কেন? - :)
তুমি চাইলে আমি তোমার চুলও ট্রিম করে দিতে পারবো - :D
আপনার এ ধরণের লেখার হিউমার আমি বেশ উপভোগ করি। ডায়ালগগুলো তুখোড় হয়েছে, তবে বড় কোন একটা গন্ডগোল যে বেঁধে যায়নি, তাই রক্ষে!

২৫ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:০৩

চাঁদগাজী বলেছেন:


পারিবারিক মানুষের সাথে কেহ তেমন গন্ডগোল করে না; মেয়েটা আমার সাথে আমার স্ত্রীকে দেখেছিলো; যথাসম্ভব ছেলেটাও দেখেছে; ফলে, তারা কোনভাবে ভীত হয়নি।

৩২| ২৯ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:২৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: পড়ে খুব ভাল লাগলো। +++

২৯ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১৯

চাঁদগাজী বলেছেন:


লেখা ভালো হয়েছে, মনে হয়; শেষে, বোকা মানুষও কিছু বলেছেন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.