নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

বহু জাতির ধর্মীয় অনুষ্ঠানে নরবলি দেয়া হয়েছে!

২২ শে আগস্ট, ২০১৮ রাত ২:২২



আজকেও আফ্রিকার সোয়াজিল্যান্ড, উগান্ডা, নাইজেরিয়া, জিম্বাবে, নমিবিয়া, লাইবেরিয়াতে খুবই গোপনে 'বিধাতা'কে খুশী করার জন্য নরবলি দেয়া হয়; ইউরোপিয়ানরা আফ্রিকায় আসার আগে তারা খোলাখুলিভাবে সব অনুষ্ঠানে নরবলি দিতো; "ইউরোপিয়ানদের অত্যাচারে আফ্রিকা মহাদেশে নরবলি দেয়ার প্রথা ক্রমেই বন্ধ হয়ে যায়"; যেসব বিধাতারা মানুষ থেকে হাজার বছর ধরে 'নরবলি' নিয়ে ছিল, তারা এখন কোথায়?

দক্ষিণ আমেরিকার এজটেক, মায়া, ইনকারা স্পেনিশদের বিজয় অবধি নিয়মিতভাবে নরবলি দিয়ে এসেছে; আসলে, নরবলি ব্যতিত ওদের কোন ধর্মীয় অনুষ্ঠান হতো না; ধর্মীয় অনুষ্ঠান ব্যতিতও বিধাতার কাছে বৃষ্টি চাইতে, ফসল চাইতে, ধনসম্পদ চাওয়ার আগে নরবলি দেয়া হতো; এখন সেই সব মানুষ আছে, নেই শুধু সেইসব বিধাতারা।

ভারতে 'প্রথম সন্তান মা গংগাকে' দিয়ে এসেছে কয়েক শতাব্দী; সেটারও অবসান ঘটায়েছে ইংরেজরা, সতীদাহ ইংরেজরা আসার আগের থেকেই কমে আসছিলো, উহাকে পুরোপুরি বন্ধ করেছে ইংরেজরা; পুরো ইংরেজ জাতি, স্পেনিশ জাতি বিধাতাদের অভিশাপে ছারখার হয়ে যাবে একদিন; বিধাতারা কোথায়ও যায়নি, তারা রাগান্বিত হয়ে আছে; তারা এখন মহিশ ও ছাগলের রক্তে গোশল করছে, নরবলি না পেয়ে ক্ষুব্ধ হয়ে মাঝে মাঝে ভারতে বন্যার সৃষ্টি করে, নিজ হাতে নরবলি দেয়।

বাংলায় গত ৫০০ বছর ধরে নরবলির ইতিহাস নেই; বিধাতাকে বন্চিত করা হয়েছে; বছরে ২/১ শত নরবলি দিলেও বিধাতা খুশী থাকতো, যুগে যুগে বিধাতাকে বন্ছিত করায়, একা ১৯৬৯ সালে বিধাতা লাখের বেশী মানুষকে নিয়ে যায়; বুঝা যাচ্ছে, নরবলি নেয়ার বিধাতা কোথায়ও যায়নি; আছে, চুপ করে আছে; মানুষ যদি নরবলি না দেয়, বিধাতা নিজ হাতেই কাজ সারবে!

ওয়েষ্ট ইন্ডিজের দ্বীপগুলোতে, ইংরেজরা যাবার আগে, নরবলি দেয়াই ছিল একমাত্র উপাসনা; সেখানকার বিধাতা অন্য কোন উপাসনা চাইতো না; ৬/৯ মাসে, যখনই সম্ভব হতো, ১ বার উপাসনা করলেই হতো; কিন্তু মানুষের রক্ত থাকতেই হবে; ইংরেজদের জ্বালায়, বিধাতা নিজের পাওনার ভাগ কমিয়ে দিয়েছে; এখন মুরগী দিলেই চলে; ভালো বিধাতা, বিবর্তনের সাথে তাল মিলায়ে নিয়েছে; ইংরেজদের ঠেলায়, মানুষ তো মানুষ, ওয়েষ্ট ইন্ডিজের বিধাতাও ভালো হয়ে গেছে।

মন্তব্য ৮৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৮৫) মন্তব্য লিখুন

১| ২২ শে আগস্ট, ২০১৮ রাত ৩:০৫

বাকপ্রবাস বলেছেন: বিধাতা জাতিয়তাবাদের রূপ নিয়ে আসে, যুদ্ধা লাগিয়ে নরবরি কব্জা করে, বিধাতা চেতনা নিয়ে আসে, স্বাধীনতার চেতনা, বিরোধী পক্ষের রক্তপানে সিক্ত হয়, বিধাতা সীমানার রূপ ধরে আসে, ওপার হতে এপারে, এপার হতে ওপারে কেন আসল ঝগড়া বাধিয়ে দেয়, তারপর নরবলীর রক্তে নিজের ভোগ ঠিকই পান করে নেয়।

২২ শে আগস্ট, ২০১৮ রাত ৩:১২

চাঁদগাজী বলেছেন:


এগুলো ডিজিটাল বিধাতা।

আমরা আগের দিনের বিধাতাদের কথা বলছি, যারা উপাসনার অংশ হিসেবে নরবলি নিতো; তারা কি এখনো আছেন, নাকি অবসরে গেছেন?

২| ২২ শে আগস্ট, ২০১৮ রাত ৩:২১

বাকপ্রবাস বলেছেন: হা হা হা হা হাসলাম কিছুক্ষণ, ডিজিটাল বিধাতা শব্দটায়, আগেরগুলোই ডিজিটাল হয়ে গেছে, বিধাতাও আধুনিক হয়

২২ শে আগস্ট, ২০১৮ সকাল ৭:৫৮

চাঁদগাজী বলেছেন:


গ্রীকদের বড় বড় দেবতা মিলে এখন একক 'গড' হয়ে গেছে; সময়ের সাথে বিধাতাও বদলে গেছে

৩| ২২ শে আগস্ট, ২০১৮ ভোর ৪:৩৭

অনল চৌধুরী বলেছেন: ভারতীয় অার অাদিবাসী এ্যামেরিকানরা নরবলি দিতো নিজেদের লোকদে।
অার ইংরেজ-ইউরোপীয় বিধাতারা নরবলী দিতো জাহাজে করে দেশ বিদেশ লুট করতে গিয়ে।দুই এ্যামেরিকা মহাদেশ,ভারত,অষ্ট্রেলিয়া,নিউজিল্যান্ড অার অাফ্রিকার কয়েক'শ কোটি মানুষকে বলি দিয়ে এসব দেশ লুটপাট করেছে অার স্থায়ীভাবে থেকে গেছে।
নিজেদের কাপড় ব্যবসার স্বার্থে বাংলার মসলিন চাষীদের হাতের অাঙ্গুল কেটেছে,চাবুকপেটা অার ধর্ষণ করে নীল চাষ করতে বাধ্য করেছে।
এখনো তাদের নরবলিল শিকার ইরাক,আফগানিস্তান,ফিলিস্তিনের কোট কোট মানুষ।
বাংলায় ইংরেজরা অঅসার পরও নরবলি ছিলো।এখনো অনেকে দেয়।
নিরপেক্ষতা অাশা করেছিলাম ।

২২ শে আগস্ট, ২০১৮ সকাল ৭:৫৬

চাঁদগাজী বলেছেন:


আমি কি ইংরেজদের পক্ষে চলে গেছি?

নীলচাষের ইতিহাস, একটি নতুন অর্থনীতির শুরু ছিল, যা বাগগালীরা বুঝতো না।

৪| ২২ শে আগস্ট, ২০১৮ ভোর ৫:০৩

অনল চৌধুরী বলেছেন: কামাল পাশার ছবি দিয়েছেন কেনো? ইংল্যান্ড-এ্যামেরিকা অার ফ্রান্সের শাসকদের ছবি দেয়া উচিত ছিলো।

২২ শে আগস্ট, ২০১৮ সকাল ৭:৫৯

চাঁদগাজী বলেছেন:


কামালপাশা তুর্কি মোল্লাদের ক্ষমতা কেড়ে নিয়েছিলো

৫| ২২ শে আগস্ট, ২০১৮ ভোর ৬:০২

সামিউল ইসলাম বাবু বলেছেন:

২২ শে আগস্ট, ২০১৮ সকাল ৮:০০

চাঁদগাজী বলেছেন:



ওটা কি নরবলি ছিল?

৬| ২২ শে আগস্ট, ২০১৮ ভোর ৬:৫৫

রূপক বিধৌত সাধু বলেছেন: মানুষই নিয়ম সৃষ্টি করে, আবার মানুষই নিয়ম ভাঙে।

২২ শে আগস্ট, ২০১৮ সকাল ৮:০০

চাঁদগাজী বলেছেন:


তা'হলে নরবলি কার উদ্দেশ্যে দেয়া হতো?

৭| ২২ শে আগস্ট, ২০১৮ সকাল ৮:২৭

লেখা পাগলা বলেছেন: যেসব বিধাতারা নরবলি নিতো, ওরা এখন কোথায়?
নেন এখানে আপনার উত্তর দেয়া আছে।
পড়েন

২২ শে আগস্ট, ২০১৮ সকাল ৮:৩৪

চাঁদগাজী বলেছেন:


আপনার লেখা নকল করলাম নাকি?

আমার প্রশ্ন, আগের বিধাতারা যারা নরবলি না পেলে খুশী হতো না, তারা এখন কোথায়, রিটায়ারমেন্টে নাকি?

৮| ২২ শে আগস্ট, ২০১৮ সকাল ৮:৩০

স্রাঞ্জি সে বলেছেন:

@প্রীশু নিবেন। ঈদ মোবারক।

২২ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৩৬

চাঁদগাজী বলেছেন:


ঈদ মোবারক

আপনি হিসু বানা ভুল করলেন?

৯| ২২ শে আগস্ট, ২০১৮ সকাল ৮:৩৩

বনসাই বলেছেন: গাজী ভাই, ৫ নং মন্তব্যের ছবিটি আরেকবার দেখুন; ছাগলনাইয়ার ছাগলগুলো কেন অভিনন্দন জানিয়েছে? ব্যানারের লেখা পড়ে মনে হচ্ছে প্রশ্নফাস জেনারেশন এরা।

আওয়ামী লীগের বিজ্ঞাপনে বাংলাদেশের মুখ আজ ঢেকে গেছে।

২২ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৩৭

চাঁদগাজী বলেছেন:


ছাগলনাইায় ছাগল বসবাস করে

১০| ২২ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:০১

বর্ণা বলেছেন: যুগে যুগে মানুষ নিজেদের কথাগুলো বিধাতার মুখে বসিয়ে সুবিধা ভোগ করে আসছে। আমার ব্লগ এ নিমন্ত্রণ রইল।

২২ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৩৯

চাঁদগাজী বলেছেন:


আপনি বলছেন যে, নরবলি বিধাতাদের কাজ নয়, মানুষের কান্ড?

১১| ২২ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:৩৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন: কামাল আতাতুর্কের বিধাতা কে ছিলেন?

২২ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৪১

চাঁদগাজী বলেছেন:


আপনার ও উনার বিধাতা একই, তবে তিনি মোওল্লাদেরকে দেশ ণিয়ে মাথা ঘামাতে দেননি

১২| ২২ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:৪৭

কল্পদ্রুম বলেছেন: বিধাতা সত্যি হলে তার রিটায়ারমেন্টে যাওয়ার কথা না।তিনি তো চাকরি করছেন না যে রিটায়ারমেন্টে যাবেন।বিধাতার নাম করে নরবলি আর মুরগিবলি-সবটাই বলিদানকারীদের আত্মতুষ্টির জন্য।বন্যায় মানুষের মৃত্যু যদি রাগান্বিত বিধাতার নরবলি হয় তবে জনসংখ্যা বিস্ফোরণ কি হবে? আনন্দিত বিধাতার বাৎসরিক ইনক্রিমেন্ট?ইংরেজরা ঠেলা দিয়ে না হয় অন্যের বিধাতার বলি বন্ধ করেছে।চার্চের নামে নিজেরা যে হাজার মানুষকে বলি দিয়েছে তার কি হবে?

২২ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৪২

চাঁদগাজী বলেছেন:


যেসব বিধাতা নরবলি নিতো, ইংরেজ ও স্পেনিশ দখলের পর, তারা বিদায় নিয়েছিল; বিধাতারা তো মরেনি, আছেন

১৩| ২২ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:১৮

ওসেল মাহমুদ বলেছেন: ইন্ডিয়ানদের আগে সাউথ আমেরিকান, তারও আফ্রিকান রা আধারে ছিল ! আলোর জগতে আসুন !

২২ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৩৫

চাঁদগাজী বলেছেন:


ওয়েষ্ট ইন্ডিজে আলো বেশী, মানুষের যায়গায় মুরগী

১৪| ২২ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:২১

বিজন রয় বলেছেন: ঈদ মোবারক

২২ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৩৩

চাঁদগাজী বলেছেন:




ঈদ মোবারক

১৫| ২২ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৪৩

পদাতিক চৌধুরি বলেছেন: কেরালার বন্যা প্রসঙ্গে ভারতের বিজেপি ও আর এস এসের মতে ঐ রাজ্যের সংখ্যা গরিষ্ঠ জনগন গোমাংস ভক্ষন করায় গোমাতার অভিশাপে নাকি এই প্রলয় হচ্ছে। যদিও এই বিধাতারা কেদারে প্লাবনের সময় স্বর্গে বসে টোবাকো নিচ্ছিল । যে কারনে সে সময় তাদের স্টেটমেন্ট পাওয়া যায়নি।

ঈদ মুবারক।

২২ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৩৩

চাঁদগাজী বলেছেন:


বিধাতারা জানে না যে, ইংরেজরা চলে গেছে ১৯৪৭ সালে

১৬| ২২ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৪৭

জুনায়েদ বি রাহমান বলেছেন: কুসংস্কার মানুষের ধর্মবিশ্বাসে এমনভাবে জড়িয়েছে যে কখনো কখনো মানুষের বিবেকবোধ অকার্যকর হয়ে পড়ে।

ঈদ মোবারক

২২ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:২৫

চাঁদগাজী বলেছেন:


ঈদ মোবারক

আফ্রিকা ও মেক্সিকোতে আজও গোপনে নরবলি দেয়া হচ্ছে বলে প্রমাণ আছে

১৭| ২২ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:২০

সূচরিতা সেন বলেছেন: ঈদ মোবারক।

২২ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:২৫

চাঁদগাজী বলেছেন:


ঈদ মোবারক

১৮| ২২ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
উনাদের নর বলি বলুন আর আমাদের গরু-খাসি কোরবানী বলুন বিষয় কিন্তু একটাই ।
বিধাতাকে রাজী খুশী করানো।
কোটি কোটি গরু, খাসী, উট, দুম্বা, ছাগল , ভেড়া বলি দেয়ায় এই সময়ের বিধাতাও কি খুশী হচ্ছেন না?

ধর্ম এমনই । এখানে কোন যুক্তি নেই। তর্ক নেই।

কেবলই বিশ্বাস। বিশ্বাসে মিলায় বস্তু,তর্কে বহুদূর।

২২ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:২৮

চাঁদগাজী বলেছেন:



ইংরেজ ও স্পেনিশদের কাছে বিশ্ব কৃতজ্ঞ; এই ২ জাতি নরবলি থামায়েছে, নরবলি গ্রহকারী বিধাতাদের ব্যবসার অবসান ঘটায়েছে; নরবলিতে সন্তান-হারা লাখ লাখ মা'কে পরম কষ্ট থেকে মুক্ত করেছে।

১৯| ২২ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫৪

বর্ণা বলেছেন: আমার কাছে বিধাতা কে স্বচ্ছ ও সুন্দর মনে হয়। আমি তো বিধাতাকে কখনও দেখিনি। মানুষকেই দেখেছি।

২২ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩৪

চাঁদগাজী বলেছেন:


নরবলি দেয়ার ভাবনা টাবনা আছে নাকি?

২০| ২২ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:২০

ঠাকুরমাহমুদ বলেছেন: When you ever know about truth than you will know about Haven & hell! But unfortunately the haven & the hell in living with us at the time of our birth and death.

Nothing to Say more! If I say more I will lose my job !!!



Sorry Note:
I am in overseas, therefore I don’t have my native language key board – I am sorry for that, once again I am very sorry for that.

২২ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩৬

চাঁদগাজী বলেছেন:


ঈদের শুভেচ্ছা নেবেন।

২১| ২২ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৩৭

কূকরা বলেছেন: এখন বুজতে পারছি, ফকিন্নির মত সারাদিন ব্লগে পাঁদলামি করেন কেন। বেকার লোকের তো আর কোন কাম থাকার কথা না।
তা কোন দেশে থাকেন আপনে? ঐ দেশের সরকার নিশ্চয়ই খুব ভাল, আপনের মত বুড়া হাবড়া অকর্মার ঢেকিরে বেকার ভাতা দিয়া চালায় রাখছে। মাগনা খাইলে বুদ্ধি প্রতিবন্ধিদের শইলে মেদ জমে, তখন সবাইরে লিলিপুটিয়ান মনে হয়। হা হা হা.......

২২ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩৭

চাঁদগাজী বলেছেন:


জামাইকার লোকেরা মুরগী বলি দেয়।

২২| ২২ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৪৬

জোবাইর বলেছেন: আগে একচ্ছত্র ক্ষমতার অধিকারী ছিলেন বিধাতারা। বন্যা, প্লাবন, মহামারী, দুর্যোগ, রোগ-বালাই সবকিছু নিয়ন্ত্রণ করতেন তাঁরা। তাই মানুষের একমাত্র অবলম্বন ছিল বিধাতাকে সন্তুষ্ট করা—পুজা-পার্বন-প্রার্থনা-নরবলি যেভাবেই হোক। এখন বিধাতাদের অনেক ক্ষমতা মানুষের হাতে চলে এসেছে। তাই মানুষ আর আগের মতো নরবলি দেয় না।

এখন মানুষ আর বিধাতাদের মধ্যে চলতেছে ক্ষমতার লড়াই :) । মানুষ বিধাতার সাহায্য ছাড়া নিজেই রোগ-বালাই ভালো করে ফেলে। মানুষ সাত আসমান পাড়ি দিয়ে বিধাতাদের মহল্লায় হানা দিতে চায় :D । বিধাতারাও তাদের শেষ ক্ষমতা সাইক্লোন-বন্যা (প্রাকৃতিক দুর্যোগ) ইত্যাদি দিয়ে মানুষকে ভয় দেখায়। তবে কয়েক দশকের মধ্যেই বিধাতা এবং মানুষের মধ্যে ক্ষমতার একটা ভারসাম্য হয়ে যাবে।

তারপর কালের বিবর্তন, সময়ের দাবী ও মানুষের চেষ্টায় বিধাতাদের সব ক্ষমতা মানুষের হাতে চলে আসবে। সেদিনের অপেক্ষায় আছি যেদিন বিধাতারা সব ক্ষমতা হারিয়ে মানুষকে পুজা করবে।

২২ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩৮

চাঁদগাজী বলেছেন:


জ্ঞানী মানুষেরা মানুষের সব সমস্যার সমাধান খুঁজছেন

২৩| ২২ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:১৫

ching বলেছেন: জগতের সকল প্রাণী সুখী হউক।

২২ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৪৫

চাঁদগাজী বলেছেন:


সব প্রাণীর সুখ কেড়ে নিয়েছে মানব জাতি

২৪| ২২ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:১৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আপনার ও উনার বিধাতা একই, তবে তিনি মোওল্লাদেরকে দেশ ণিয়ে মাথা ঘামাতে দেননি

মোল্লারা কি দেশ নিয়ে মাথা ঘামাচ্ছিলো?

২২ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩৩

চাঁদগাজী বলেছেন:


কামাল পাশা বুঝতেন যে, অটোম্যান সাম্রাজ্য, মোল্লারা মুসলমানদের মাদ্রাসায় পড়ায়ে মানুষকে বেকুবে পরিণত করেছিল; এবং অটোম্যানরা ইংরেজদের তুলনায় পেছনে পড়েছিলো মোল্লাদের কারণে

২৫| ২২ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:১১

রাজীব নুর বলেছেন: ওস্তাদ ঈদ মোবারক।

২২ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:১৪

চাঁদগাজী বলেছেন:


ঈদ মোবারক।

২৬| ২২ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:২২

বর্ণা বলেছেন: না ভাই নরবলি দেবার ইচ্ছা নাই। তবে মাঝে মাঝে মুরগি বলি দেই।

২২ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৪

চাঁদগাজী বলেছেন:


ইংরেজ ও স্পেনিশদের হস্তক্ষেপের আগে কোটী কোটী মাতা তাদের সন্তান হারায়েছেন মগজহীনদের হাতে

২৭| ২২ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:২৮

ওমেরা বলেছেন: ঈদ - মোবারক

২২ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩২

চাঁদগাজী বলেছেন:


ঈদ মুবারক

২৮| ২২ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:২৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
জল পানির সমার্থক হলেও আমরা জল বলিনা,
আল্লাহকে আপনি ভগবান ডাকবেন? গোয়ার্তূমি না করলে আল্লাই বলেন
তেমনি কোরবানীকে বলি বলা অপরাধ। বুড়া বয়সে গোয়াতূৃমি ছােড়েন।

২২ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৩

চাঁদগাজী বলেছেন:


"নরবলি"কে কোরবানী বলতে হবে? আপনার মগজ কখনো কাজে লাগেনি

২৯| ২২ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০৫

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: বিধাতা একজনই। আর তিনি নরবলী নেন না।

২২ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩১

চাঁদগাজী বলেছেন:


প্রত্যেকই বলছেন, মানছেন ১ বিধাতাকে; তারপরও ৪০০ হাজার ধর্ম আছে; ইংরেজ, স্পেনিশরা নরবলি থামিয়ে দিয়েছে।

৩০| ২২ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০৮

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর লিখেছেন। পাঠে বিমুগ্ধ হলাম।
পবিত্রতম ঈদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
ঈদ মোবারক।
জয়গুরু!

২২ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২২

চাঁদগাজী বলেছেন:


ঈদ মোবারক।
অজয় নদীর তীরের মানুষেরা শান্তিতে বসবাস করুক।

৩১| ২২ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মূর্খরা সব শোনো-মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোনো! ভাগ্যিস নজরুলের সময়ে হরকাতুল,বোকো হারাম, যেএমবি এসব ছিল না।
ঈদের শুভেচ্ছা নিন গাজী ভাই।

২২ শে আগস্ট, ২০১৮ রাত ৮:২৫

চাঁদগাজী বলেছেন:


ঈদের শুভেচ্ছা।

৩২| ২২ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: লেখাটা আরেকবার খেয়াল করে পড়ে দেখুন, একটূ সেলফ-কন্ট্রাডিক্টরি হয়ে গেছে। অদৃশ্য ও অনস্তিত্বশীল বিধাতাকে নরবলি দেয়াকে কটাক্ষ করা হয়েছে। কিন্তু ১৯৬৯ সালে সেই বিধাতা যখন ১ লাখ মানুষ নিয়ে যায়, এটা দিয়ে কিন্তু বিধাতার অস্তিত্ব স্বীকার করা হয়ে গেছে।

যে-বিধাতার জন্য নরবলি দেয়া হতো, তা ফেইক ছিল। কিন্তু 'কোরবানী' ফেইক কিছু না। এটা ইসলাম ধর্মের একটা পবিত্র রীতি। একটার সাথে আরেকটাকে মিলিয়ে দেয়ার উদ্দেশ্যে যদি আপনার এ পোস্ট হয়ে থাকে, তাহলে পোস্টের মূল বক্তব্যের সাথে একমত নই।

২২ শে আগস্ট, ২০১৮ রাত ৮:২৩

চাঁদগাজী বলেছেন:


ইসলাম বা ইসলামের কোন কিছু এই পোষ্টে নেই; সময় ছিলো, মানুষ কোন সব বিধাতার আদেশে নরবলি দিয়েছিল; সেইসব বিধাতা ও সেই সব মানুষদের থামায়েছে ইংরেজ ও স্পেনিশরা

৩৩| ২২ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ভাই,
ছাগলটাকে বুঝাবে যে,
গোকূলে বাড়িছে সে !!

২২ শে আগস্ট, ২০১৮ রাত ৮:২৫

চাঁদগাজী বলেছেন:


আপনার পোষ্ট হলো, কে কোনদিন মরেছে তা নিয়ে; সেটা নিয়ে আপনার সময় কাটে।

৩৪| ২২ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৩২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনি যদি না বুঝে লিখে থাকেন, তাহলে ধরিয়ে দিচ্ছি আপনার ঐ লাইন- নীচে থেকে উপরে যেতে ৩য় লাইনে লিখেছেন- বিধাতারা কোথাও যায় নাই, তারা রাগান্বিত হয়ে বসে আছে, এখন মহিষ আর ছাগলের রক্তে গোসল করছে। ইসলামে কোরবানী দেয়া হয় গরু, মহিষ, ছাগল, দুম্বা, উট, ইত্যাদি। কোনো ধর্মে মহিষ আর ছাগল বলি দিয়ে বিধাতাকে সন্তুষ্ট করা হয় কিনা আমার জানা নাই। যদি না থেকে থাকে তাহলে এটা দ্বারা কোরবানিকেই কটাক্ষ করা হয়েছে বলে মনে করি। ব্যাপারটা ক্লিয়ার করুন প্লিজ।

পোস্টের স্ব-বিরোধিতা কোনটুকু সেটা বোধ হয় ধরতে পারেন নি। উপরের কমেন্টে উল্লেখ করেছি।

২২ শে আগস্ট, ২০১৮ রাত ৯:২৮

চাঁদগাজী বলেছেন:


মহিষ ও ছাগলের বলির কথা লেখা হয়েছে, ভারত নিয়ে লেখার সময়: ভারতে মহিষ ও ছাগল বলি দেয়া হয়। মুসলমানরা, অনেক প্রকার জীবের সাথে, ছাগল, মহিষ কোরবানী দেন।

৩৫| ২২ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৩৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: নুর ভাই, চাঁদগাজী সাহেবের পোস্টে আপনার উপস্থিতি খুব এনজয় করি। তাহার সাম্প্রতিক কিছু রম্য পড়ে আমি অজ্ঞান হইয়া গেছি। তবে, তাহার মগজের কিছু উলটা পালটা নিউরন আছে, ঐগুলো ঠিক করার পবিত্র দায়িত্ব আপনাকে কাঁধে তুলিয়া নিতে হইবেক।

২২ শে আগস্ট, ২০১৮ রাত ৯:২৫

চাঁদগাজী বলেছেন:


দেখেন, কালকে হয়তো মরহুম ব্লগার চাঁদগাজীর জন্মদিনে ফুলেল শুভেচ্ছার পোষ্ট দিয়ে বসবেন!

৩৬| ২২ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৩৯

প্রশ্নবোধক (?) বলেছেন: এই দিনে এমন পোষ্ট মানে পরোক্ষভাবে মুসলমানদের কটাক্ষ করা। ভাল করে ইতিহাস পড়লে জানা যায় মুসলিমরাই প্রথম ধর্মের নামে সন্তান হত্যা বন্ধ করেছিল। আর ইব্রাহিম(আঃ) এর ঘটনা থেকে পরিষ্কার বোঝা যায় যে, কখনই মানুষ কুরবানি দেওয়া যাবে না। এবং কুরবানীর নিয়ম কানুন স্পষ্ট করা হয়েছে। বলি বা নরবলি যাই বলিনা কেন তা ইসলামের সাথে সম্পুরক নয়।

মুল কথা হল ইসলামের আবির্ভাব যে কারনে হয়েছিল, তা থেকে মুসলিম সম্প্রদায় বিচ্যুত।
ইতিহাস সাক্ষী দেয়, পৃথিবীতে সবচেয়ে বেশী আগ্রাসন চালিয়েছে ইউরোপীয়ানরা। ভাল-মিলিয়েই মানুষ। তাদের কিছু কাজ ভাল হয়েছে বলে অসংখ্যা নরহত্যা, লুটপাট, সভ্যতা বিনষ্ট করার দায়ভার থেকে মুক্ত করা যাবেনা।

২২ শে আগস্ট, ২০১৮ রাত ৯:২৩

চাঁদগাজী বলেছেন:


সময়ের সাথে, মানুষ ধর্ম থেকে দুরে চলে যায়; এটাই প্রকৃতির নিয়ম; সেজন্য ধর্মকে হাজারবার বারবার আসতে হয়েছে। নরবলি দিতো অন্যেরা, পোষ্টে তা শুনে আপনার ইমান টলে গেছে?

৩৭| ২২ শে আগস্ট, ২০১৮ রাত ৯:১৬

শাহারিয়ার ইমন বলেছেন: ইউরোপিয়ানদের আপনি ভাল বলছেন? নো ওয়ে X(( আর এই দিনে এমন পোষ্ট অন্য কিছু মিনিং করে ,আপনিও কি ম্যাওপ্যাওদের দলে ভিড়লেন নাকি ? B-)

২২ শে আগস্ট, ২০১৮ রাত ৯:২০

চাঁদগাজী বলেছেন:

ইউরোপিয়ানরা সবকিছু চেষ্টা করেছে; তারাই সবার চেয়ে খারাপ করেছে, তারাই সবার চেয়ে ভালো করেছে।

মুসলমানদের নিজ দেশ থেকে পালিয়ে নিরাপদে থাকার যায়গা ইউরোপ।

৩৮| ২২ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৫৩

সনেট কবি বলেছেন: ঈদ মোবারক

২২ শে আগস্ট, ২০১৮ রাত ১০:২৫

চাঁদগাজী বলেছেন:



ঈদ মোবারক

৩৯| ২২ শে আগস্ট, ২০১৮ রাত ১০:১২

মহসিন ৩১ বলেছেন: দ্বিমুখী শক্তির মাঝখানে একটা পাঁঠার কিছুই করার থাকে না, পাঁঠা সেটা জানে; কিন্তু ত্রিমুখী শক্তির বিচারে যোগ্যতাই বিচার্য ---একটা পাঁঠা , নাকি একটা ছাগল বলী দিতে হবে। এই দুর্যোগ থেকে পম্পেই ও বেচে যায় নি। তারা সবাই তো গরুই ছিল।

২২ শে আগস্ট, ২০১৮ রাত ১০:২৫

চাঁদগাজী বলেছেন:


বলির পাঁঠা স্বর্গে যায় না?

৪০| ২২ শে আগস্ট, ২০১৮ রাত ১০:২৭

প্রশ্নবোধক (?) বলেছেন: অন্যেরা নাকি আপনার কথার ভিন্ন অর্থ করে? আপনি কি এক আল্লাহ তে বিশ্বাসী? সম্ভবত নয়। আপনি ঈমান শব্দের বাংলা অর্থ জানলেও এর মর্মার্থ অনুধাবন করার ক্ষমতা রাখেননা।
আমি শুধু আপনার ইংরেশ/স্প্যানিশ গডদের দেবতার কাতার থেকে নরখাদকের কাতারে নামিয়ে এনেছি মাত্র। জনাব......

২২ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৪৬

চাঁদগাজী বলেছেন:


আপনি ফেরেশতা নন, আমার মতোই মানুষ!

৪১| ২২ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৩৭

মহসিন ৩১ বলেছেন: অন্ততঃ কম্যুনিস্ট গাধা আছে যারা তারা সেটাই বলবে তার কারন বহুবিধ; তারা সেসব নিয়েই বেশি বেশি ব্যস্ত থাকতে পছন্দ করে। বুদ্ধির দোষ আর কাকে বলে !

২২ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৪৮

চাঁদগাজী বলেছেন:


কিছু মানুষের বুদ্ধির দোষ থাকটে পারে, সম্ভব; আপনার কোন বুদ্ধি থাকার সম্ভাবনা নেই; সুতরাং, আপানর বুদ্ধির দোষ থাকার কোন প্রশ্নই উঠে না

৪২| ২২ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৫১

ভ্রমরের ডানা বলেছেন:




নরবলি প্রথাগত ক্যান্সার! উহার উপশম হয়েছে! সেই সাথে তাহার জীবাণুও হারিয়ে গেছে!

২২ শে আগস্ট, ২০১৮ রাত ১১:০৫

চাঁদগাজী বলেছেন:


যাক, ইউরোপিয়ানরা এই ভয়ংকর অপরাধের ইতি ঘটায়েছে

৪৩| ২২ শে আগস্ট, ২০১৮ রাত ১১:০৭

বিজন রয় বলেছেন: ঈদ মোবারক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.